ভিটামিন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
r2.7.1) (রোবট পরিবর্তন করছে: ps:ويټامين
Mishrarpan (আলোচনা | অবদান)
১০৬ নং লাইন:
ভিটামিন বি '''ভিটামিন বি কমপ্লেক্স''' নামেও পরিচিত। এই ভিটামিন পানিতে দ্রবণীয় এবং ভঙ্গুর। বি ভিটামিনের অনেকগুলো [[কার্বোহাইড্রেট]] [[বিপাক|বিপাকে]] বিশেষ ভূমিকা পালন করে। এখানে বিভিন্ন ধরণের ভিটামিন বি সম্বন্ধে আলোচনা করা হয়েছে।
==== [[ভিটামিন বি ওয়ান]] বা [[থায়ামিন]] ====
ভিটামিন ব১-এর রাসায়নিক নাম [[থায়ামিন]] যা একটি বর্ণহীন, কেলাসাকৃতির পদার্থ। থায়ামিন শরীরের ভিতর থায়ামিন পাইরোফস্ফেটে পরিণত হয় যা কার্বোহাইড্রেট বিপাকে একটি [[সহ-উৎসেচক]] (যা উৎসেচকের সাথে মিলিত হতে হয়ে কিছু আংশিক বিক্রিয়া অণুঘটিত করে) হিসেবে কাজ করে । থায়ামিনের অভাবে [[বেরিবেরি]] রোগ হয় যা পেশী দূর্বল করে দেয়। এছাড়াও [[হৃৎপিণ্ড|হৃৎপিণ্ডের]] আকার বেড়ে যাওয়া, পায়ে খিল ধরা এবং চূড়ান্ত পর্যায়ে হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কারণ হিসেবে এই ভিটামিনের অভাব কাজ করে। স্নায়ু উদ্দীপক পদার্থ সংশ্লেষণে এটি ভূমিকা রাখে। সবচেয়ে বেশী থায়ামিন সমৃদ্ধ খাদ্যের মধ্যে রয়েছে: শূকরের মাংস, [[যকৃত]], হৃৎপিণ্ড এবং [[বৃক্ক|বৃক্কের]] মাংস, ভাঁটিখানার [[ঈস্ট]], চর্বিহীন মাংস, [[ডিম]], পাতাযুক্ত সবুজ শাক-সব্জি, শস্যদানা, গমের বীজ, [[বৈঁচী]] (এ ধরণের বীচিশূন্য ফল), [[বাদাম[[]] এবং [[শুঁটি]]। শস্যপেষাই কলের মাধ্যমে শস্যদানা ঝালঅই করার সময় এর থায়ামিনসমৃদ্ধ অংশগুলো নষ্ট হয়ে যায়। তাই চাল বা পেষাইকৃত গমে থায়ামিনের পরিমাণ কম থাকে। বর্তমানকালের গবেষণায় চাল ও গমে থায়ামিনের পরিমাণ বেশ বাড়ানো সম্ভব হয়েছে, তথাপি অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে এই সমস্যা রয়েই গেছে।
 
==== [[ভিটামিন বি টু]] বা [[রাইবোফ্ল্যাভিন]] ====