ভারতের রাজ্য বিধানসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Rupnaran (আলোচনা | অবদান)
নতুন পৃষ্ঠা: {{for|উচ্চকক্ষ|বিধান পরিষদ}} {{Politics of India}} '''বিধানসভা''' ('''Legislative Assembly''') [[ভারত|ভ...
 
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{for|উচ্চকক্ষ|বিধান পরিষদ}}
{{Politics of India}}
'''বিধানসভা''' ('''[[ইংরেজি ভাষা|ইংরেজি ভাষায়]]: Legislative Assembly''') [[ভারত|ভারতের]] রাজ্য আইনসভার নিম্নকক্ষ (দ্বিকক্ষীয় আইনসভার ক্ষেত্রে) অথবা একমাত্র কক্ষ (এককক্ষীয় আইনসভার ক্ষেত্রে)। [[দিল্লি]] ও [[পুদুচেরি]] [[কেন্দ্রশাসিত অঞ্চল]]-দুটির আইনসভাও বিধানসভা নামে পরিচিত। বিধানসভার সদস্য বা বিধায়কেরা সংশ্লিষ্ট রাজ্যের প্রাপ্তবয়স্ক ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। [[ভারতীয় সংবিধান]] অনুযায়ী, বিধানসভার সদস্যসংখ্যা সর্বাধিক ৫০০-এর বেশি বা সর্বনিম্ন ৬০-এর কম হতে পারে না। তবে [[গোয়া]], [[সিকিম]] ও [[মিজোরাম]] রাজ্যের বিধানসভার সদস্যসংখ্যা [[ভারতীয় সংসদ|সংসদের]] বিশেষ আইন বলে ৬০-এর কম। [[রাজ্যপাল]] যদি মনে করেন যে, আইনসভায় [[অ্যাংলো-ইন্ডিয়ান]] সম্প্রদায়ের যথেষ্ট প্রতিনিধি নেই, তবে তিনি উক্ত সম্প্রদায় থেকে ১ জনকে বিধানসভায় মনোনীত করতে পারেন।
 
প্রতিটি বিধানসভা পাঁচ বছরের মেয়াদে গঠিত হয়। প্রতিটি আসনের জন্যই নির্বাচন হয়। [[ভারতে জরুরি অবস্থা|জরুরি অবস্থার]] সময় বিধানসভার মেয়াদ পাঁচ বছরের বেশি বাড়ানো যায় বা পাঁচ বছরের আগেই বিধানসভা অবলুপ্ত করা যায়। সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের বিরুদ্ধে [[অনাস্থা প্রস্তাব|অনাস্থা প্রস্তাবে]] পাস হলেও বিধানসভা অবলুপ্ত হয়।