হারমায়নি গ্রেঞ্জার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Nikitaislam (আলোচনা | অবদান)
Nikitaislam (আলোচনা | অবদান)
২৪ নং লাইন:
== উপস্থিতি ==
===প্রথম ও দ্বিতীয় উপন্যাস===
হারমায়োনিহারমাইনি প্রথম উপন্যাস ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন|হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোনে]]'' হগওয়ার্টস এক্সপ্রেসে সর্বপ্রথম উপস্থিত হয়। প্রথমদিকে হ্যারি ও রন তাকে উদ্ধত ও অহংকারী হিসেবে দেখলেও পরবর্তীতে তাদের ধারণা পরিবর্তন হয়। বিশেষ করে যখন হ্যারি ও রন তাকে ট্রল এর হাত থেকে উদ্ধার করে তখন থেকেই তাদের বন্ধুত্বের সূচনা হয়। হারমায়োনিরহারমাইনির কৌশল ও বুদ্ধিমত্তার জোরে তারা পরশপাথরটি উদ্ধার করতে যাওয়ার সময় একটি ধাঁধা সমাধান করতে সক্ষম হয় এবং হারমায়োনিহারমাইনি ''ব্লু বেল'' স্পেলের মাধ্যমে আলো তৈরি করে শয়তানের ফাঁদটিকে (ডেভিল'স স্নেয়ার) পরাজিত করে।<ref name="{{HP1}}ch16">{{HP1}}, chapter 16 page 278. </ref> তবে চলচ্চিত্রে দেখানো হয়েছে যে এক্ষেত্রে হারমায়োনিহারমাইনি লুমোস সালেম স্পেল ব্যবহার করে।
 
দ্বিতীয় উপন্যাস ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস|হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটসে]]'' হারমায়োনিহারমাইনি কালো জাদুর বিরুদ্ধে প্রতিরোধ বিষয়ের নতুন শিক্ষক [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ল|গিল্ডরয় লকহার্ট]] এর উপর আকৃষ্ট হতে থাকে।<ref name="{{HP2}}ch6">{{HP2}}, chapter 6.</ref> একদিন গ্রিফিন্ডর ও স্লিদারিন কুইডিচ টিমের প্রস্তুতি ম্যাচের সময় [[ড্রেকো ম্যালফয়]] প্রথমবারের মত হারমায়োনিকেহারমাইনিকে মাডব্লাড বলে সম্বোধন করে। মাডব্লাড মাগল বংশজাত জাদুকরদের জন্য চরম অপমানজনক একটি গালি। চেম্বার অফ সিক্রেটস সম্বন্ধে ম্যালফয়কে জিজ্ঞাসাবাদ করার জন্য হারমায়োনিহারমাইনি পলিজুস পোশান তৈরি করে। কিন্তু ভুলক্রমে হারমায়োনিহারমাইনি নিজের পোশনে [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ব|মিলিসেন্ট বুলস্ট্রোডের]] চুলের পরিবর্তে তার বিড়ালের চুল ব্যবহার করে। ফলে সে কিছু সময়ের জন্য বিড়ালে পরিণত হয়। পরবর্তীতে লাইব্রেরিতে চেম্বার অফ সিক্রেটসের রহস্য সম্বন্ধে খোঁজাখুজি করার সময়, বাসিলিস্ক দানবটি হারমায়োনিকেহারমাইনিকে পাথরে পরিণত করে। যদিও তার রেখে যাওয়া তথ্য হ্যারি ও রনকে চেম্বারের রহস্য সম্পর্কে জানতে সাহায্য করে। হ্যারি বাসিলিস্কটিকে হত্যা করার পর হারমায়োনিহারমাইনি সুস্থ হয়ে ওঠে।<ref name="{{HP2}}ch18">{{HP2}}, chapter 18.</ref>
 
===তৃতীয় ও চতুর্থ উপন্যাস===
তৃতীয় উপন্যাস ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ আজকাবান|হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ আজকাবানে]]'' হারমায়োনিহারমাইনি [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ক|ক্রুকশ্যাঙ্কস]] নামে একটি বিড়াল পায়।<ref name="{{HP3}}ch1213">{{HP3}}, chapters 12 and 13.</ref> এই বছরের প্রথম দিকে, [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ম|প্রফেসর ম্যাকগোনাগল]] তাকে একটি টাইম-টার্নার দেয়, যা ব্যবহারের মাধ্যমে সে একই সময়ে বিভিন্ন ক্লাসে অংশগ্রহণ করতে সক্ষম হয়। এ সময় রনের ইঁদুর [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#স|স্ক্যাবার্স]] হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, এজন্য রন ক্রুকশ্যাঙ্কসকে দায়ী করে। ফলে, হারমায়োনিরহারমাইনির সাথে রনের বিরোধ গড়ে উঠে। এছাড়া ফায়ারবোল্ট ঝাড়ু নিয়ে হ্যারির সাথেও তার মনোমালিন্য হয়। কালো জাদুর বিরুদ্ধে প্রতিরোধ ক্লাসের শিক্ষক [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#র|রেমাস লুপিনের]] অনুপস্থিতিতে [[সেভেরাস স্নেইপ]] তার ক্লাস নেয় এবং হারমায়োনিকেহারমাইনিকে 'অসহ্য রকমের সবজান্তা' হিসেবে অভিহিত করে অন্যায়ভাবে গ্রিফিন্ডরের পয়েন্ট কাটে। স্নেইপের দেয়া হোমওয়ার্ক করার সময় সকল ছাত্রছাত্রীদের মধ্যে একমাত্র হারমায়োনিইহারমাইনিই বুঝতে পারে যে, লুপিন একজন ওয়্যারউলফ বা নেকড়ে মানুষ। পরবর্তীতে হারমায়োনিহারমাইনি ও হ্যারি রনকে হোমপিং উইলো থেকে উদ্ধার করে আনতে যায় এবং [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ব|সিরিয়াস ব্ল্যাকের]] প্রকৃত সত্য কাহিনী জানতে পারে।<ref name="{{HP3}}ch1622">{{HP3}}, chapters 16-22.</ref> শেষদিকে হ্যারি ও হারমায়োনিহারমাইনি তার টাইম-টার্নারটির মাধ্যমে সিরিয়াস ও বাকবিককে উদ্ধার করে।<ref name="{{HP3}}ch1622">{{HP3}}, chapters 16-22.</ref>
 
চতুর্থ উপন্যাস ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার|হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ারে]]'' হাউজ এলফদের ভাগ্য পরিবর্তন ও উন্নয়নের লক্ষ্যে হারমায়োনিহারমাইনি S.P.E.W. (সোসাইটি ফর দ্য প্রমোশন অফ এলফিশ ওয়েলফেয়ার) নামে একটি সংগঠন গঠন করে। সে বুলগেরিয়ান কুইডিচ তারকা [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ক|ভিক্টর ক্রামের]] সাথে ইউল বলে অংশ নেয়।<ref name="{{HP4}}ch23">{{HP4}}, chapter 23.</ref> এ বইয়ে হারমায়োনিরহারমাইনির নামের সঠিক উচ্চারণ প্রকাশিত হয় যখন সে ক্রামকে তার নামের উচ্চারণ "হার-মায়-ও-নি" শেখায়।<ref name="rowlinghermione"/> পরবর্তীতে সে রনের সাথে উত্তপ্ত বিতর্কে লিপ্ত হয়। কারণ ক্রামের সাথে হারমায়োনিরহারমাইনির বন্ধুত্বকে রন "শত্রুর সাথে বন্ধুত্ব" হিসেবে চিহ্নিত করে। পুরো ট্রাইউইজার্ড টুর্নামেন্টে হারমায়োনিহারমাইনি হ্যারিকে সমর্থন করে। টার্মের শেষ দিকে, সে ভন্ড ও বিতর্কিত সাংবাদিক এবং বেআইনী অ্যানিম্যাজাস [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#স|রিটা স্কিটার]], যে হ্যারি, হারমায়োনিহারমাইনি ও হ্যাগ্রিডের নামে নানা রকম মিথ্যাচার ও অসত্য তথ্য সম্বলিত সংবাদ প্রকাশ করে, তাকে গোবরে পোকা অবস্থায় হাতেনাতে ধরে ফেলে এবং একটি জারে বন্দী করে ফেলে।<ref name="{{HP4}}ch37">{{HP4}}, chapter 37.</ref>
 
===পঞ্চম ও ষষ্ঠ উপন্যাস===
[[চিত্র:Hermione_poster_detail.jpg‎‎‎|thumb|right|এমা ওয়াটসন রূপায়িত হারমায়োনিহারমাইনি গ্রেঞ্জার]]
পঞ্চম উপন্যাস ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স|হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্সে]]'' হারমায়োনিহারমাইনি রনের সাথে গ্রিফিন্ডর হাউজের প্রিফেক্ট নির্বাচিত হয় এবং [[ডাম্বলডোর'স আর্মি#লুনা লাভগুড|লুনা লাভগুডের]] সাথে বন্ধুত্ব গড়ে তোলে। তবে তাদের বন্ধুত্ব অপ্রত্যাশিত বিরোধের মাধ্যমে শুরু হয়। পরবর্তীতে হারমায়োনিহারমাইনি লুনার সাহায্য নিয়ে রিটা স্কিটারকে [[লর্ড ভলডেমর্ট|ভলডেমর্টের]] ফিরে আসা বিষয়ে হ্যারির সাক্ষাৎকার নেওয়ার জন্য ব্ল্যাকমেল করে। সিরিজের একটি টার্নিং পয়েন্ট হল, যখন হারমায়োনিহারমাইনি হ্যারিকে ছাত্রছাত্রীদেরকে প্রতিরোধমূলক জাদু শিক্ষা ও অনুশীলনের জন্য একটি গোপন ছাত্রসংগঠন গঠনের প্রস্তাব দেয়। হারমায়োনিরহারমাইনির প্রস্তাবিত এ ছাত্রসংগঠন ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং [[ডাম্বলডোর'স আর্মি]] নামধারণ করে। বইয়ের শেষ দিকে হারমায়োনিহারমাইনি হ্যারি, রন, নেভিল, জিনি ও লুনার সাথে ডিপার্টমেন্ট অফ মিস্টেরিসের যুদ্ধে অংশগ্রহণ করে এবং ডেথ ইটার অ্যান্টোনিন ডলোহভের হাতে মারাত্মকভাবে আহত হয়।। কিন্তু পরবর্তীতে সে সুস্থ হয়ে ওঠে।<ref name="{{HP5}}ch31-38">{{HP5}}, chapters 31-38.</ref>
 
ষষ্ঠ উপন্যাস ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স]]'' এ, পোশন বিষয়ের নতুন শিক্ষক হোরেস স্লাগহর্ন হারমায়োনিকেহারমাইনিকে তার ''স্লাগ ক্লাবে'' যোগ দেয়ার আমন্ত্রণ জানান।<ref name="{{HP6}}ch11">{{HP6}}, chapter 11.</ref> হারমায়োনিহারমাইনি গ্রিফিন্ডর কুইডিচ টিমের কিপার নির্বাচনের সময় করম্যাক ম্যাকলেগেনকে গোপনে জাদু করে রনকে গ্রিফিন্ডর কুইডিচ টিমে তার স্থান ধরে রাখতে সাহায্য করে। এদিকে রনের প্রতি হারমায়োনিরহারমাইনির অনুভূতি ক্রমেই বাড়তে থাকে। সে রনের সাথে স্লাগহর্নের পার্টিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু রন ক্রামের সাথে হারমায়োনিরহারমাইনির পূর্বসম্পর্ক থাকায় ঈর্ষাবশত ল্যাভেন্ডারের সাথে সম্পর্ক গড়ে তোলে। হারমায়োনিওহারমাইনিও প্রতিশোধ নেওয়ার জন্য ম্যাকলেগেনের সাথে পার্টিতে যায়, কিন্তু তার পরিকল্পনা ব্যর্থ হয় এবং সে পার্টির মাঝপথে ম্যাকলেগেনকে ছেড়ে চলে আসে।<ref name="{{HP6}}ch15">{{HP6}}, chapter 15.</ref> অবশেষে রন ও হারমায়োনিরহারমাইনির এ তিক্ত সম্পর্কের অবসান হয় যখন রন দূর্ঘটনাবশত বিষাক্ত মিড পান করে মৃত্যুর প্রায় কাছাকাছি চলে যায়। ডাম্বলডোরের মৃত্যুর পর, রন ও হারমায়োনিহারমাইনি উভয়েই সবসময় হ্যারির সাথে থাকার অঙ্গীকার করে।<ref name="{{HP6}}ch30">{{HP6}}, chapter 30.</ref> এ বইয়ের একটি অন্যতম সাবপ্লট হল, পোশন ক্লাসে হ্যারি ও হারমায়োনিরহারমাইনির মধ্যে কিছুটা তিক্ত সম্পর্ক গড়ে ওঠে। কারণ, হ্যারি ''হাফ-ব্লাড প্রিন্সের'' বইয়ের সাহায্য নিয়ে পোশন ক্লাসে হারমায়োনিরহারমাইনির চেয়েও বেশি সফল হতে থাকে।
 
===সর্বশেষ উপন্যাস===
সপ্তম ও সর্বশেষ উপন্যাস ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস|হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোসে]]'' হারমায়োনিহারমাইনি হ্যারির ভলডেমর্টের অবশিষ্ট হরক্রাক্সগুলো খুঁজে বের করার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কাজে যাওয়ার আগে সে তার বাবা মায়ের উপর মেমোরি চার্ম প্রয়োগ করে যায় যাতে তারা মনে করে যে, তারা হলেন ওয়েন্ডেল ও মনিকা উইলকিন্স। এরপর সে তাদেরকে [[অস্ট্রেলিয়া]]য় রেখে আসে, যাতে ডেথ ইটাররা তাদেরকে খুঁজে না পায়। সে ডাম্বলডোরের কাছ থেকে ''দ্য টেলস অফ বিডল দ্য বার্ড'' বইয়ের একটি কপি লাভ করে। যার মাধ্যমে সে ডেথলি হ্যালোসের বেশ কিছু সিক্রেট জানতে পারে। গড্রিক'স হলোতে হারমায়োনিরহারমাইনির জাদুমন্ত্র ভলডেমর্ট এবং তার সাপ নাগিনির হাত থেকে তাকে ও হ্যারিকে রক্ষা করে, তবে এ সময় একই জাদুমন্ত্রের আঘাতে হ্যারির জাদুদন্ডটি ভেঙ্গে যায়। যখন স্ন্যাচাররা হারমায়োনিহারমাইনি, রন ও হ্যারিকে ধরে ফেলে, তখন সে স্টিংগিং চার্ম ব্যবহার করে হ্যারির চেহারা বদলে দেয়, যাতে তারা হ্যারিকে চিনতে না পারে। ম্যালফয় ম্যানরে [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ল|বেল্লাট্রিক্স লেস্ট্র্যাঞ্জ]] গ্রিফিন্ডরের তলোয়ারটি সম্পর্কে হারমায়োনিরহারমাইনির স্বীকারোক্তি আদায়ের জন্য তার উপর ক্রুসিয়াটাস কার্স প্রয়োগের মাধ্যমে নির্যাতন করে। এ সময় [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ড|ডব্বি]] হারমায়োনিহারমাইনি ও অন্যান্যদের ম্যালফয় ম্যানর থেকে উদ্ধার করে।
 
হ্যারি, রন ও হারমায়োনিহারমাইনি যখন গ্রিংগটস ব্যাঙ্ক থেকে হাফলপাফের কাপটি উদ্ধার করতে যায়, তখন হারমায়োনিহারমাইনি পলিজুস পোশনের মাধ্যমে বেল্লাট্রিক্সের রূপধারণ করে। সে রন ও হ্যারির সাথে হগওয়ার্টসের যুদ্ধে অংশগ্রহণ করে। এ সময় সে হাফলপাফের কাপ হরক্রাক্সটি বাসিলিস্কের বিশাক্ত দাঁত দিয়ে ধ্বংস করে। যুদ্ধ চলাকালীন সময়ে হারমায়োনিহারমাইনি ও রন প্রথমবারের মত নিজেদের ভালবাসা প্রকাশ করে।<ref name="{{HP7}}ch26-36">{{HP7}}, chapter 26-36.</ref> যুদ্ধের শেষ পর্যায়ে হারমায়োনিহারমাইনি জিনি ও লুনার সাথে বেল্লাট্রিক্সের বিরুদ্ধে লড়াই করে।<ref name="{{HP7}}ch36">{{HP7}}, chapter36.</ref>
 
====এপিলগ====
ভলডেমর্টের পরাজয়ের উনিশ বছর পরে দেখা যায়, হারমায়োনিহারমাইনি রনকে বিয়ে করেছে এবং তাদের [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#উ|রোজ ও হুগো]] নামে দুই ছেলেমেয়ে আছে।<ref name="{{HP7}}ch37">{{HP7}}, chapter 37.</ref> যুদ্ধ শেষ হওয়ার পর সে হগওয়ার্টসে তার সপ্তম বর্ষে ফিরে আসে। এরপর, সে [[জাদু মন্ত্রক|জাদু মন্ত্রণালয়ে]] "জাদু ক্ষমতাসম্পন্ন প্রানিদের নিয়ন্ত্রণ" বিভাগে কাজ শুরু করে এবং হাউজ-এলফদের অবস্থার উন্নয়ন ঘটায়। পরবর্তীতে সে ''জাদুর আইন প্রনয়ন'' বিভাগে যোগ দেয় এবং বিশুদ্ধ রক্তের প্রাধান্য বিশিষ্ট আইনের অনেক পরিবর্তন ঘটায়।<ref name="AFTERALL">{{cite news|url=http://www.bloomsbury.com/harrypotter/default.aspx?sec=3|date=2007-07-31|accessdate=2007-08-14|publisher=[[Bloomsbury Publishing]]|title=Online Chat Transcript}}</ref> রাউলিং বলেছেন যে, হারমায়োনিহারমাইনি অস্ট্রেলিয়ায় তার বাবা মাকে খুঁজে পায় এবং তাদের উপর স্থাপন করা মেমোরি চার্ম অপসারণ করে।<ref>[http://www.the-leaky-cauldron.org/2007/7/30/j-k-rowling-web-chat-transcript Maggie Keir: Was Hermione able to find her parents and undo the memory damage <br />J.K. Rowling: Yes, she brought them home straight away.]</ref>
 
==চলচ্চিত্রে রূপায়ন==