বিয়ানজি

চীনা লেখক

বিয়ানজি (সময়কাল: খ্রিস্টীয় ৭ম শতাব্দী) ছিলেন তাং রাজবংশের সমসাময়িক একজন বৌদ্ধ ভিক্ষু। তিনি পশ্চিমাঞ্চল বিষয়ে মহান তাং নথিপত্র গ্রন্থের রচয়িতা ও অনুবাদক। বিয়ানজি বিভিন্ন বৌদ্ধ শাস্ত্র ও সূত্র অনুবাদ করেছিলেন, এটুকু ছাড়া জীবন সম্পর্কে অল্পই জানা যায়। সম্রাটকন্য গাওয়াং-এর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগে সম্রাট সম্রাট তাইজং তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন।

বিয়ানজি
ঐতিহ্যবাহী চীনা 辯機
সরলীকৃত চীনা 辨机

তথ্যসূত্র সম্পাদনা