বিপিনবিহারী নন্দী

ব্রিটিশ ভারতের কবি
(বিপিন বিহারী নন্দী থেকে পুনর্নির্দেশিত)

বিপিনবিহারী নন্দী (২৫ জানুয়ারী ১৮৭০- ২১ জুলাই ১৯৩৭) হলেন ব্রিটিশ ভারতের একজন কবি ও লেখক।[]

বিপিনবিহারী নন্দী
জন্ম২৫ জানুয়ারী ১৮৭০
খাইন গ্রাম, পটিয়া উপজেলা
মৃত্যু২১ জুলাই ১৯৩৭(1937-07-21) (বয়স ৬৭)
নাগরিকত্বব্রিটিশ ভারত
পেশাকবি
উল্লেখযোগ্য কর্ম
সপ্তকাণ্ড রাজস্থান, শিখা

বিপিনবিহারী ১৮৭০ সালের ২৫ জানুয়ারী চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার তৎকালীন খাইন গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে সপ্তকাণ্ড রাজস্থান, শিখা, অর্ঘ্য, নারী, চন্দ্র ও চন্দ্রধর। তিনি ১৯৩৭ সালের ২১ জুলাই মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বাংলা একাডেমি চরিতাভিধান - ৩য় সংস্করণ, জুন ২০১১