বিপিনবিহারী নন্দী
ব্রিটিশ ভারতের কবি
(বিপিন বিহারী নন্দী থেকে পুনর্নির্দেশিত)
বিপিনবিহারী নন্দী (২৫ জানুয়ারী ১৮৭০- ২১ জুলাই ১৯৩৭) হলেন ব্রিটিশ ভারতের একজন কবি ও লেখক।[১]
বিপিনবিহারী নন্দী | |
---|---|
জন্ম | ২৫ জানুয়ারী ১৮৭০ খাইন গ্রাম, পটিয়া উপজেলা |
মৃত্যু | ২১ জুলাই ১৯৩৭ | (বয়স ৬৭)
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত |
পেশা | কবি |
উল্লেখযোগ্য কর্ম | সপ্তকাণ্ড রাজস্থান, শিখা |
জীবনী
সম্পাদনাবিপিনবিহারী ১৮৭০ সালের ২৫ জানুয়ারী চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার তৎকালীন খাইন গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে সপ্তকাণ্ড রাজস্থান, শিখা, অর্ঘ্য, নারী, চন্দ্র ও চন্দ্রধর। তিনি ১৯৩৭ সালের ২১ জুলাই মৃত্যুবরণ করেন।[১]