বিন্দুর ছেলে (২০০৬)
বিন্দুর ছেলে ২০০৬ সালের একটি বাংলা ভাষার বাংলাদেশী চলচ্চিত্র। এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার । প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস, দিতি, হুমায়ূন ফরীদি।[১] এটি ২০০৬ সালের ২৪শে নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
বিন্দুর ছেলে | |
---|---|
![]() ডিভিডি কভার | |
পরিচালক | মুশফিকুর রহমান গুলজার |
প্রযোজক | ফরিদুর রেজা সাগর |
রচয়িতা | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
চিত্রনাট্যকার | মুশফিকুর রহমান গুলজার |
কাহিনিকার | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
উৎস | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক বিন্দুর ছেলে |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | ইমন সাহা |
চিত্রগ্রাহক | মুজিবুল হক ভূইয়া |
সম্পাদক | শহীদুল হক |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | ইমপ্রেস টেলিফিল্ম |
মুক্তি | ২৪ নভেম্বর ২০০৬ |
স্থিতিকাল | ১৩৭ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
পটভূমি
সম্পাদনাগল্পটি অন্নপূর্ণা, তার ছেলে অমূল্য এবং বিন্দুবাশিনী নামক তিনটি চরিত্রকে ঘিরে আবর্তিত হয়েছে। যার মধ্যে একজন মহিলা মা হওয়ার জন্য মরিয়া। অন্নপূর্ণার স্বামী যাদব তার ছোট ভাই মাধবের লেখাপড়ার খরচ জোগাতে অনেক কষ্টের মধ্য দিয়ে যায়। বছর পরে, মাধব একজন প্রখ্যাত আইনজীবী হন। মাধবের স্ত্রী বিন্দুবাশিনী একটি ধনী পরিবার থেকে এসেছেন এবং অসাধারণ সুন্দরী। বিন্দু নিঃসন্তান এবং যখন সে অমূল্যের যত্ন নিতে পায়, তখন তার মাতৃত্ব অনুভব করার আকাঙ্ক্ষা কিছুটা পূর্ণতা পায়। ভগ্নিপতি বিন্দু এবং অন্নপূর্ণার মধ্যে একটি তিক্ত মিষ্টি সম্পর্ক রয়েছে। বিন্দু অন্নপূর্ণাকে সম্মান করে এবং তার প্রতি অনেক স্নেহ বর্ষণ করে তার প্রতিদান দেয়। কিন্তু গৃহস্থালির কাজে তাদের প্রায়ই সারি সারি। একদিন, অমূল্যের লালন-পালন নিয়ে তাদের মধ্যে বড় ধরনের মতবিরোধ হয়। মতপার্থক্য অমীমাংসিত বলে প্রমাণিত হয়। ফলে, দুই পরিবার বিভক্ত হয়। এই মতানৈক্যের পরের প্রভাব দুটি বিচ্ছিন্ন পরিবারের মধ্যে দীর্ঘকাল ধরে প্রতিফলিত হয়।
অভিনয়শিল্পী
সম্পাদনা- মৌসুমী - বিন্দুবাশিনী
- ফেরদৌস আহমেদ - মাধব
- দিতি - অন্নপূর্ণা
- হুমায়ূন ফরীদি - যাদব
- হেলেন
- শামসুদ্দিন টগর - শামসুদ্দিন ঠাকুর
- জাহিদ সিকদার
- দুলারী - এলোকেশী
- মালতী সরকার
- দুলাল সরকার
- সায়মন তারিক - যতীন
- ইরিন জামান - রাধা, অতিথি উপস্থিতি
- রিয়াজ - কৃষ্ণ, অতিথি উপস্থিতি
সঙ্গীত
সম্পাদনাচলচিত্রটিতে সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। গীতিকার হিসেবে ছিলেন মুশফিকুর রহমান গুলজার, রবীন্দ্রনাথ ঠাকুর, শাহ আলম সরকার। আবহ সংগীত গেয়েছেন সৈয়দ মুখলেস রহমান।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বিন্দুর ছেলে (Bindur Chhele) - বাংলা মুভি ডেটাবেজ | BMDb"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে বিন্দুর ছেলে
- ইন্টারনেট মুভি ডেটাবেজে বিন্দুর ছেলে (ইংরেজি)