বিনোদপুর ইউনিয়ন, শিবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

বিনোদপুর রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন। শিবগঞ্জ পৌরসভা থেকে ১১ কিলোমিটার উত্তর পশ্চিমে বিনোদপুর ইউনিয়ন পরিষদ অবস্থিত।

বিনোদপুর
ইউনিয়ন
৮নং বিনোদপুর ইউনিয়ন
ডাকনাম: বিনোদপুর ইউপি
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাচাঁপাইনবাবগঞ্জ জেলা
উপজেলাশিবগঞ্জ উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসনচাঁপাইনবাবগঞ্জ-১
সরকার
 • চেয়ারম্যানমুহাঃ রুহুল আমিন
আয়তন
 • মোট২৭.০৯৭৭৫ বর্গকিমি (১০.৪৬২৫০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪২,০১৪
 • জনঘনত্ব১,৬০০/বর্গকিমি (৪,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬০ %
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান

সম্পাদনা

বিনোদপুর ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা, শিবগঞ্জ উপজেলা এর ১১ কিলোমিটার উত্তরে অবস্থিত। এ ইউনিয়নের উত্তরে ভারতের পশ্চিম বঙ্গ এবং শাহ্‌বাজপুর ইউনিয়ন, দক্ষিণে মনাকষা ইউনিয়ন, পূর্বে শ্যামপুর ইউনিয়ন, পশ্চিমে ভারতের পশ্চিম বঙ্গ

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

সড়ক পথ- চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হইতে সম্পূর্ণ পাকা সড়ক পথে ১৯ কি.মি. চলার পর শিবগঞ্জ উপজেলা পরিষদ তারপর আবার সড়ক পথে ১১ কি.মি. চলার পর অত্র বিনোদপুর ইউনিয়নে আসা যায়। নদী পথ- মহানন্দা ও পাগলা নদী পথে অত্র ইউনিয়নে আসা যায়।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

বিনোদপুর ইউনিয়নে গ্রামের সংখ্যা ২৩টি, মৌজার সংখ্যা ১২টি।

গ্রামসমূহঃ
  • সাধারীটোলা
  • কবিরাজটোলা
  • এরাদত বিঃ টোলা
  • জমিনপুর
  • কালিগঞ্জ
  • টাপ্পু
  • রাধানগর
  • রসুনচক
  • খোন্দা
  • একবরপুর
  • পাঁকাটোলা
  • আইরামারী
  • বিশ্বনাথপুর
  • কিরনগঞ্জ
  • সাতরশিয়া
  • লছমানপুর
  • কামাত
  • চাঁদশিকারী

ইতিহাস

সম্পাদনা

একসময় লাক্ষার জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বর্ধিষ্ণু গ্রাম বিনোদপুরকে বলা হতো ‘সোনার বিনোদপুর’। এখানকার লাক্ষাচাষিদের সুখ-স্বাচ্ছন্দ্যে ঈর্ষা করত আশপাশের গ্রামের লোকজন। নানা গল্প প্রচলিত ছিল বিনোদপুরের লাক্ষাচাষিদের ‘টাকার গরম’ নিয়ে।

বিনোদপুরে চাষিদের দেখাদেখি পার্শ্ববর্তী গ্রামগুলোতে ছড়াতে থাকে লাক্ষার চাষ। চাহিদা বৃদ্ধি ও লাক্ষার অপার সম্ভাবনা দেখে ১৯৬১ সালে কৃষি বিভাগ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১০০ বিঘা জমির ওপর লাক্ষা বীজের খামার স্থাপন করে। পরবর্তী সময়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ১৯৮৫ সালে স্থাপন করে দেশের একমাত্র লাক্ষা গবেষণা কেন্দ্র। কিন্তু চারপাশে আমবাগানে কীটনাশকের ব্যবহার বৃদ্ধি ও লাক্ষা বিপণনের ক্ষেত্রে চোরাচালানের অজুহাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে চাষি হয়রানির কারণে ক্রমে লাক্ষা হারিয়ে যায় বিনোদপুর থেকে। হারিয়ে যায় লাক্ষার সোনালি দিন।

১৯৭১ এ বিনোদপুরের রয়েছে এক স্বর্ণজ্জল ইতিহাস। এই এলাকার অকুতোভয় মুক্তিযোদ্ধাগণ যেভাবে পাক হানাদার দের সামনে রুখে দাঁড়িয়েছিলেন জাতি তা মনে রাখবে। বীর মুক্তিযোদ্ধা মৃত আমজাদ হোসেন (বিডিয়ার) ও লালূ মহাম্মদ এর মুক্তিযুদ্ধে অসীম সহসিকতার কাহিনী গুলো আজও মানুষের মুখে মুখে কিংবদন্তির মত ছড়িয়ে রয়েছে।

জনসংখ্যা[]

সম্পাদনা
ওর্য়াড নং গ্রাম সমূহ লোক সংখ্যা
০১ জমিনপুর,কিরনগঞ্জ,নামোটোলা ৫২৮৭
০২ রাধানগর,বাবলাবোনা,টাপ্পু ৪৬২৩
০৩ কালিগঞ্জ,সুজাপুর,ইঃবিঃটোলা ৪২৬১
০৪ লছমানপুর,কামাত,চাঁদশিকারী ৪৫৫৩
০৫ বিনোদপুর(বাজার),কবিরাজটোলা,সাধারীটোলা,এরাদত বিঃটোলা ৪০০৭
০৬ পাঁকাটোলা,একবরপুর,রসুনচক ৪২১০
০৭ পাঁকাটোলা,একবরপুর,রসুনচক ৪৫২৯
০৮ ক্যাপড়াটোলা,লজিবটোলা, আইড়ামারী ৪০৬৯
০৯ বিশ্বনাথপুর,বাখরালী ৪৫৪২

শিক্ষা

সম্পাদনা

২০০১ সালের শিক্ষা জরীপ অনুযায়ী এখানকার শিক্ষার হার ৬০%। এখানে রয়েছেঃ

  • সরকারী প্রাথমিক বিদ্যালয় - ৮টি,
  • বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয় - ৯টি,
  • কলেজ - ১টি,
  • মাধ্যমিক বিদ্যালয় - ৭টি
  • মাদ্রাসা - ৪টি।
শিক্ষা প্রতিষ্ঠানসমূহ

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা
  • মোহাঃ তাহাস উদ্দীন- প্রফেসর, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
  • মুহাম্মাদ মিজানউদ্দিন - উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
  • মোহাঃ শারওয়ার জাহান- প্রফেসর, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
  • ড.সারোয়ার জাহান - শিক্ষাবিদ;
  • রফিকুল আলম - বাংলাদেশের প্রথিতযশা সঙ্গীত শিল্পী;
  • ড. মোহা.এমরান হোসেন - ইসলামি চিন্তাবিদ ও গবেষক
  • মাওলানা আহসান হাবিব, সহসুপার মধ্য বিনোদপুর দাখিল মাদ্রাসা।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "গ্রামভিত্তিক লোকসংখ্যা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

সম্পাদনা