বিজ্ঞান প্রকল্প

বিজ্ঞান বিষয়ক প্রকল্প
(বিজ্ঞান প্রজেক্ট থেকে পুনর্নির্দেশিত)

বিজ্ঞান প্রকল্প হল বিজ্ঞান বিষয়ক একটি বিশেষ সমস্যা সমাধানের জন্য পূর্ণাঙ্গ কর্মধারা। প্রকল্পের মূল কথাই হল- এটা সমস্যাভিত্তিক ও সকর্মক। একটি প্রশ্নের উত্থাপন আছে এখানে অর্থাৎ একটি সমস্যার প্রত্যভিজ্ঞা এবং সেই সমস্যার নিদিষ্ট সমাধানের জন্য কর্ম পরিকল্পনা, কর্ম সম্পাদন, ও সিদ্ধান্তে পৌছানো - সব মিলে একটি সক্রিয়তা, একটি কর্মতৎপরতা। প্রকল্পের মূল লক্ষ্য হল শেষ পর্যন্ত একটি সমাধানে উপনীত হওয়া - একটি জবাব খুঁজে পাওয়া। শিক্ষার্থীরা বিজ্ঞান মেলায় তাদের বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করতে পারে, ফলে তারা এটিকে বিজ্ঞান মেলা প্রকল্প নামেও ডাকতে পারে। বিজ্ঞান প্রকল্পকে চারটি প্রধান প্রকারে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। বিজ্ঞান প্রকল্প সাধারণত শিক্ষার্থীরা করে থাকে।

এই ছাত্রটি তার বিজ্ঞান প্রকল্প স্কুলে নিয়ে যাচ্ছে।

তথ্যসূত্র সম্পাদনা

  • আসগর, ড. আলী, বিজ্ঞান ক্লাব প্রকল্প, বাংলাদেশ বিজ্ঞানী ও বিজ্ঞানজীবী সমিতি, ১৯৭৯, পৃ:২৪