বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের প্রতিনিধিত্বকারী জাতীয় বণিক সমিতি যা ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়।[১] এটি দুই বছর মেয়াদে নির্বাচিত ৩৫ সদস্যবিশিষ্ট একটি পরিচালক পর্ষদের দ্বারা পরিচালিত হয়। যেখানে একজন সভাপতি ও ৭ জন সহ-সভাপতি থাকে।[১] ৮০'র দশকে মাত্র ১২টি সদস্য কারখানা দিয়ে যাত্রা শুরু করা সংগঠনটির বর্তমানে প্রায় ৪৫০০ সদস্য কারখানা রয়েছে যার প্রায় ৬০ ভাগ ওভেন ও বাকি প্রায় ৪০ ভাগ নিট পোষাক কারখানা।[১]
সংক্ষেপে | বিজিএমইএ |
---|---|
গঠিত | ১৯৭৭ |
ধরন | বাণিজ্যিক সমিতি |
সদরদপ্তর | ঢাকা |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
প্রেসিডেন্ট | রফিকুল ইসলাম |
অনুমোদন | |
ওয়েবসাইট | bgmea |
ইতিহাস
সম্পাদনাএই সমিতি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। ১২ জন সদস্য নিয়ে এটি যাত্রা শুরু করে। বর্তমানে এর সদস্য সংখ্যা ৪৫০০।[১]
কার্যক্রম
সম্পাদনাবিজিএমইএ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশ বা বিদেশে অনুষ্ঠিত বস্ত্রমেলায় এর সদস্যদের অংশগ্রহণের ব্যবস্থা করা, বিদেশি ক্রেতা, ব্যবসায়ী সমিতি ও চেম্বারের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করা, তৈরি পোশাক শিল্প সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করে তা এর সদস্য, বস্ত্র ক্রেতা ও অন্যান্য ব্যবহারকারীদেরকে সরবরাহ করা। এছাড়াও বিজিএমইএ পোশাক কারখানায় অগ্নি-দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে নিরাপত্তা সম্পর্কিত ব্যবস্থা গ্রহণে এর সদস্যদের সহায়তা করে।[২]
বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের জন্য দক্ষ কর্মী গড়ে তুলতে বিজিএমইএ ১৯৯৯ সালে বিজিএমইএ ইনস্টিটিউট অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি নামে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে। যা ২০০১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।[৩] এর বর্তমান সভাপতি হলেন ফারুক হাসান।[৪][৫]
পরিচালনা পর্ষদ
সম্পাদনাএটি দুই বছর মেয়াদে নির্বাচিত ৩৫ সদস্যবিশিষ্ট একটি পরিচালক পর্ষদের দ্বারা পরিচালিত হয়। যেখানে একজন সভাপতি ও ৭ জন সহ-সভাপতি থাকে।
ক্রম | নাম | আলোকচিত্র | পদবি |
---|---|---|---|
১ | ফারুক হাসান | সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক, জায়ান্ট টেক্সটাইলস লিমিটেড | |
২ | সৈয়দ নজরুল ইসলাম | প্রথম সহসভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক, ওয়েল ডিজাইনারস লিমিটেড | |
৩ | এস এম মান্নান (কচি) | জ্যেষ্ঠ সহসভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক, সিহা ডিজাইনস (বিডি) লিমিটেড | |
৪ | মোঃ শহীদুল্লাহ আজিম | সহসভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক, ক্লাসিক ফ্যাশন কনসেপ্ট লিমিটেড | |
৫ | খন্দকার রফিকুল ইসলাম | সহসভাপতি (অর্থ) ও ব্যবস্থাপনা পরিচালক, ডিজাইনটেক্স নিটওয়্যার লিমিটেড | |
৬ | মোঃ নাসির উদ্দিন | সহসভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক, সাদমা ফ্যাশন ওয়্যার লিমিটেড | |
৭ | মিরান আলী | সহসভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক, মিসামি গার্মেন্টস লিমিটেড | |
৮ | রাকিবুল আলম চৌধুরী | সহসভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক, এইচকেসি অ্যাপারেল লিমিটেড |
অঞ্চল | নাম | আলোকচিত্র | পদবি | মেয়াদকাল |
---|---|---|---|---|
ঢাকা | এম এ রহিম (ফিরোজ) | পরিচালক | ||
আরশাদ জামাল (দীপু) | পরিচালক | |||
মাহমুদ হাসান খান (বাবু) | পরিচালক | |||
ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী | পরিচালক | |||
আসিফ আশরাফ | পরিচালক | |||
মোঃ মহিউদ্দিন রুবেল | পরিচালক | |||
আসিফ ইব্রাহিম | পরিচালক | |||
তানভীর আহমেদ | পরিচালক | |||
মো. খসরু চৌধুরী | পরিচালক | |||
ফয়সাল সামাদ | পরিচালক | |||
আব্দুল্লাহ হিল রাকিব | পরিচালক | |||
হারুন অর রশিদ | পরিচালক | |||
নাভিদুল হক | পরিচালক | |||
রাজীব চৌধুরী | পরিচালক | |||
ব্যারিস্টার বিদ্যা অমৃত খান | পরিচালক | |||
ইনামুল হক খান (বাবলু) | পরিচালক | |||
মোঃ ইমরানুর রহমান | পরিচালক | |||
মিজানুর রহমান | পরিচালক | |||
মোঃ সাজ্জাদুর রহমান মৃধা (শিপন) | পরিচালক | |||
নীলা হোসনা আরা | পরিচালক | |||
চট্টগ্রাম | মোঃ এম মহিউদ্দিন চৌধুরী | পরিচালক | ||
মোহাম্মদ আবদুস সালাম | পরিচালক | |||
তানভীর হাবিব | পরিচালক | |||
এ.এম. শফিউল করিম (খোকন) | পরিচালক | |||
মোঃ হাসান (জ্যাকি) | পরিচালক | |||
এম আহসানুল হক | পরিচালক | |||
মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা (কায়সার) | পরিচালক |
ক্রম | নাম | আলোকচিত্র | মেয়াদকাল |
---|---|---|---|
১ | এ এম সুবিদ আলী | জুলাই ১৯৭৮ - নভেম্বর ১৯৮৫ | |
২ | মেজর জেনারেল এম খলিলুর রহমান (অবঃ) | নভেম্বর ১৯৮৫ - মে ১৯৮৭ | |
৩ | মোহাম্মদ মোশাররফ হোসেন | মার্চ ১৯৯১ - জুলাই ১৯৯৩ | |
৪ | রেদোয়ান আহমেদ | জুলাই ১৯৯৩ - নভেম্বর ১৯৯৬ | |
৫ | আনিসুর রহমান সিনহা | নভেম্বর ১৯৯৬ - মার্চ ১৯৯৭ | |
৬ | মোস্তফা গোলাম কুদ্দুস | মার্চ ১৯৯৭ - মার্চ ১৯৯৯ | |
৭ | আনিসুর রহমান সিনহা | মার্চ ১৯৯৯ - মার্চ ২০০১ | |
৮ | কুতুবউদ্দিন আহমেদ | মার্চ ২০০১ - মার্চ ২০০৩ | |
৯ | কাজী মনিরুজ্জামান | মার্চ ২০০৩ - মার্চ ২০০৪ | |
১০ | আনিসুল হক | মার্চ ২০০৪ - নভেম্বর ২০০৫ | |
১১ | টিপু মুনশি | নভেম্বর ২০০৫ - জুলাই ২০০৬ | |
১২ | এস.এম. ফজলুল হক | জুলাই ২০০৬ - মার্চ ২০০৭ | |
১৩ | আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ) | মার্চ ২০০৭ - মার্চ ২০০৯ | |
১৪ | আবদুস সালাম মুর্শেদী | মার্চ ২০০৯ - মার্চ ২০১১ | |
১৫ | মোঃ শফিউল ইসলাম | মার্চ ২০১১ - মার্চ ২০১৩ | |
১৬ | মোঃ আতিকুল ইসলাম | মার্চ ২০১৩ - সেপ্টেম্বর ২০১৫ | |
১৭ | মোঃ সিদ্দিকুর রহমান | সেপ্টেম্বর ২০১৫ - এপ্রিল ২০১৯ | |
১৮ | রুবানা হক | এপ্রিল ২০১৯ - এপ্রিল ২০২১ | |
১৯ | ফারুক হাসান | এপ্রিল ২০২১ - বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "BGMEA at a Glance"। ২৩ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২০।
- ↑ হোসেন, আবুল (৯ ফেব্রুয়ারি ২০১৩)। "অগ্নি-নিরাপত্তা জোরদারে পোশাক শ্রমিকদের প্রশিক্ষণ"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন"।
- ↑ "বিজিএমইএ'র নতুন সভাপতি হচ্ছেন ফারুক হাসান"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "বিজিএমইএর সভাপতি ও সহসভাপতি হচ্ছেন যাঁরা"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৮।
- ↑ "BGMEA | Office Bearers"। www.bgmea.com.bd। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৮।
- ↑ "BGMEA | Board of Directors"। www.bgmea.com.bd। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৮।
- ↑ "BGMEA | Former President"। www.bgmea.com.bd। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৮।