বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের জাতীয় সংগঠন
(বিজিএমইএ থেকে পুনর্নির্দেশিত)

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের প্রতিনিধিত্বকারী জাতীয় বণিক সমিতি যা ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়।[] এটি দুই বছর মেয়াদে নির্বাচিত ৩৫ সদস্যবিশিষ্ট একটি পরিচালক পর্ষদের দ্বারা পরিচালিত হয়। যেখানে একজন সভাপতি ও ৭ জন সহ-সভাপতি থাকে।[] ৮০'র দশকে মাত্র ১২টি সদস্য কারখানা দিয়ে যাত্রা শুরু করা সংগঠনটির বর্তমানে প্রায় ৪৫০০ সদস্য কারখানা রয়েছে যার প্রায় ৬০ ভাগ ওভেন ও বাকি প্রায় ৪০ ভাগ নিট পোষাক কারখানা।[]

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি
সংক্ষেপেবিজিএমইএ
গঠিত১৯৭৭
ধরনবাণিজ্যিক সমিতি
সদরদপ্তরঢাকা
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
প্রেসিডেন্ট
রফিকুল ইসলাম
অনুমোদন
ওয়েবসাইটbgmea.com.bd

ইতিহাস

সম্পাদনা

এই সমিতি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। ১২ জন সদস্য নিয়ে এটি যাত্রা শুরু করে। বর্তমানে এর সদস্য সংখ্যা ৪৫০০।[]

কার্যক্রম

সম্পাদনা

বিজিএমইএ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশ বা বিদেশে অনুষ্ঠিত বস্ত্রমেলায় এর সদস্যদের অংশগ্রহণের ব্যবস্থা করা, বিদেশি ক্রেতা, ব্যবসায়ী সমিতি ও চেম্বারের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করা, তৈরি পোশাক শিল্প সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করে তা এর সদস্য, বস্ত্র ক্রেতা ও অন্যান্য ব্যবহারকারীদেরকে সরবরাহ করা। এছাড়াও বিজিএমইএ পোশাক কারখানায় অগ্নি-দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে নিরাপত্তা সম্পর্কিত ব্যবস্থা গ্রহণে এর সদস্যদের সহায়তা করে।[]

বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের জন্য দক্ষ কর্মী গড়ে তুলতে বিজিএমইএ ১৯৯৯ সালে বিজিএমইএ ইনস্টিটিউট অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি নামে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে। যা ২০০১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।[] এর বর্তমান সভাপতি হলেন ফারুক হাসান।[][]

পরিচালনা পর্ষদ

সম্পাদনা

এটি দুই বছর মেয়াদে নির্বাচিত ৩৫ সদস্যবিশিষ্ট একটি পরিচালক পর্ষদের দ্বারা পরিচালিত হয়। যেখানে একজন সভাপতি ও ৭ জন সহ-সভাপতি থাকে।

সভাপতিমন্ডলী[]

সম্পাদনা
ক্রম নাম আলোকচিত্র পদবি
ফারুক হাসান সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক, জায়ান্ট টেক্সটাইলস লিমিটেড
সৈয়দ নজরুল ইসলাম প্রথম সহসভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক, ওয়েল ডিজাইনারস লিমিটেড
এস এম মান্নান (কচি) জ্যেষ্ঠ সহসভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক, সিহা ডিজাইনস (বিডি) লিমিটেড
মোঃ শহীদুল্লাহ আজিম সহসভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক, ক্লাসিক ফ্যাশন কনসেপ্ট লিমিটেড
খন্দকার রফিকুল ইসলাম সহসভাপতি (অর্থ) ও ব্যবস্থাপনা পরিচালক, ডিজাইনটেক্স নিটওয়্যার লিমিটেড
মোঃ নাসির উদ্দিন সহসভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক, সাদমা ফ্যাশন ওয়্যার লিমিটেড
মিরান আলী সহসভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক, মিসামি গার্মেন্টস লিমিটেড
রাকিবুল আলম চৌধুরী সহসভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক, এইচকেসি অ্যাপারেল লিমিটেড

পরিচালকবৃন্দ[]

সম্পাদনা
অঞ্চল নাম আলোকচিত্র পদবি মেয়াদকাল
ঢাকা এম এ রহিম (ফিরোজ) পরিচালক
আরশাদ জামাল (দীপু) পরিচালক
মাহমুদ হাসান খান (বাবু) পরিচালক
ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী পরিচালক
আসিফ আশরাফ পরিচালক
মোঃ মহিউদ্দিন রুবেল পরিচালক
আসিফ ইব্রাহিম পরিচালক
তানভীর আহমেদ পরিচালক
মো. খসরু চৌধুরী পরিচালক
ফয়সাল সামাদ পরিচালক
আব্দুল্লাহ হিল রাকিব পরিচালক
হারুন অর রশিদ পরিচালক
নাভিদুল হক পরিচালক
রাজীব চৌধুরী পরিচালক
ব্যারিস্টার বিদ্যা অমৃত খান পরিচালক
ইনামুল হক খান (বাবলু) পরিচালক
মোঃ ইমরানুর রহমান পরিচালক
মিজানুর রহমান পরিচালক
মোঃ সাজ্জাদুর রহমান মৃধা (শিপন) পরিচালক
নীলা হোসনা আরা পরিচালক
চট্টগ্রাম মোঃ এম মহিউদ্দিন চৌধুরী পরিচালক
মোহাম্মদ আবদুস সালাম পরিচালক
তানভীর হাবিব পরিচালক
এ.এম. শফিউল করিম (খোকন) পরিচালক
মোঃ হাসান (জ্যাকি) পরিচালক
এম আহসানুল হক পরিচালক
মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা (কায়সার) পরিচালক

প্রাক্তন সভাপতিদের তালিকা[]

সম্পাদনা
ক্রম নাম আলোকচিত্র মেয়াদকাল
এ এম সুবিদ আলী জুলাই ১৯৭৮ - নভেম্বর ১৯৮৫
মেজর জেনারেল এম খলিলুর রহমান (অবঃ) নভেম্বর ১৯৮৫ - মে ১৯৮৭
মোহাম্মদ মোশাররফ হোসেন মার্চ ১৯৯১ - জুলাই ১৯৯৩
রেদোয়ান আহমেদ জুলাই ১৯৯৩ - নভেম্বর ১৯৯৬
আনিসুর রহমান সিনহা নভেম্বর ১৯৯৬ - মার্চ ১৯৯৭
মোস্তফা গোলাম কুদ্দুস মার্চ ১৯৯৭ - মার্চ ১৯৯৯
আনিসুর রহমান সিনহা মার্চ ১৯৯৯ - মার্চ ২০০১
কুতুবউদ্দিন আহমেদ মার্চ ২০০১ - মার্চ ২০০৩
কাজী মনিরুজ্জামান মার্চ ২০০৩ - মার্চ ২০০৪
১০ আনিসুল হক মার্চ ২০০৪ - নভেম্বর ২০০৫
১১ টিপু মুনশি নভেম্বর ২০০৫ - জুলাই ২০০৬
১২ এস.এম. ফজলুল হক জুলাই ২০০৬ - মার্চ ২০০৭
১৩ আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ) মার্চ ২০০৭ - মার্চ ২০০৯
১৪ আবদুস সালাম মুর্শেদী মার্চ ২০০৯ - মার্চ ২০১১
১৫ মোঃ শফিউল ইসলাম মার্চ ২০১১ - মার্চ ২০১৩
১৬ মোঃ আতিকুল ইসলাম মার্চ ২০১৩ - সেপ্টেম্বর ২০১৫
১৭ মোঃ সিদ্দিকুর রহমান সেপ্টেম্বর ২০১৫ - এপ্রিল ২০১৯
১৮ রুবানা হক এপ্রিল ২০১৯ - এপ্রিল ২০২১
১৯ ফারুক হাসান এপ্রিল ২০২১ - বর্তমান

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "BGMEA at a Glance"। ২৩ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২০ 
  2. হোসেন, আবুল (৯ ফেব্রুয়ারি ২০১৩)। "অগ্নি-নিরাপত্তা জোরদারে পোশাক শ্রমিকদের প্রশিক্ষণ"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন"। 
  4. "বিজিএমইএ'র নতুন সভাপতি হচ্ছেন ফারুক হাসান"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. প্রতিবেদক, নিজস্ব। "বিজিএমইএর সভাপতি ও সহসভাপতি হচ্ছেন যাঁরা"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৮ 
  6. "BGMEA | Office Bearers"www.bgmea.com.bd। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৮ 
  7. "BGMEA | Board of Directors"www.bgmea.com.bd। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৮ 
  8. "BGMEA | Former President"www.bgmea.com.bd। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা