বিজন কুমার মুখার্জী

বিজন কুমার মুখার্জী (১৫ আগস্ট ১৮৯১ - ১ ফেব্রুয়ারি ১৯৫৬) হলেন ভারতের সুপ্রীম কোর্টের চতুর্থ প্রধান বিচারপতি ও প্রথম বাঙালি প্রধান বিচারপতি।[]

বিজন কুমার মুখার্জী
৪র্থ ভারতের প্রধান বিচারপতি
কাজের মেয়াদ
23 December 1954 – 31 January 1956
মনোনয়নকারীরাজেন্দ্র প্রসাদ
পূর্বসূরীমেহের চাঁদ মহাজন
উত্তরসূরীসুধী রঞ্জন দাস
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৮৯১-০৮-১৫)১৫ আগস্ট ১৮৯১
মৃত্যু১ ফেব্রুয়ারি ১৯৫৬(1956-02-01) (বয়স ৬৪)
জাতীয়তাভারতীয়
প্রাক্তন শিক্ষার্থীসুরেন্দ্রনাথ আইন কলেজ

প্রারম্ভিক জীবন ও শিক্ষা

সম্পাদনা

বিজন কুমার মুখার্জী হুগলী কলেজের শিক্ষা সম্পন্ন করার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন সুরেন্দ্রনাথ আইন কলেজ এ ভর্তি হন ও আইন শিক্ষা শেষ করেন। তিনি ইতিহাসে এম করার পর আইনে তদানীন্তন ডিগ্রী বি.এল ও এম.এল দুটিতেই স্বর্ণপদক পান। এরপরে ডক্টরেট অফ ল পাশ করেন।

কর্মজীবন

সম্পাদনা

১৯১৪ সালে কলকাতা বার এ কাজে যোগ দিয়েছিলেন বিজন কুমার মুখার্জী। ১৯৩৪ সালে সিনিয়র সরকারী আইনজীবী হন এবং ১৯৩৬ সালে কলকাতা উচ্চ আদালতের বিচারপতি হিসেবে আসীন হন তিনি। ১৯৩৬-১৯৪৮ সাল অবধি বাংলা সীমানা কমিশনের সদস্য সচিব ছিলেন। ১৯৪৮ সালে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়ের বিচারপতি ও ১৯৫৬ সালে প্রধান বিচারপতি হয়েছিলেন তিনি।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Chittaranjan Pakrashi। "Dillir Bangali: A Reasearch Work on Bengalis of Delhi"। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৭