বিজনী বিধানসভা কেন্দ্র

আসামের বিধানসভা কেন্দ্র

বিজনী বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি সংরক্ষিত নয়।[১][২] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৫১ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (তিন বার)।

বিজনী
বিধানসভা কেন্দ্র
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৩৩ নং চিহ্নিত কেন্দ্রটি সরভোগ
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৩৩ নং চিহ্নিত কেন্দ্রটি সরভোগ
দেশ ভারত
রাজ্যআসাম
বিভাগনিম্ন আসাম
জেলাচিরাং, বঙ্গাইগাঁও
কেন্দ্র নং.৩৩
লোকসভা কেন্দ্র৫. কোকরাঝাড়
নির্বাচনী বছর১,৫৯,৯৪৯ (২০২১)

ভোটার পরিসংখ্যান সম্পাদনা

২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৫৯,৯৪৯ জন যার মধ্যে পুরুষ ভোটার ৮০,৭৮৭ জন এবং নারী ভোটার ৭৯,১৬২ জন। বিজনী বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯৮০।

২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ১,৩৪,৫৯৫ জন যার মধ্যে পুরুষ ভোটার ৭০,০৪৪ জন এবং নারী ভোটার ৬৪,৫৫১ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,১১,৬৬৮ জন যার মধ্যে পুরুষ ভোটার ৫৯,১২৫ জন এবং নারী ভোটার ৫২,৫৪৩ জন।[৩]

বিধানসভার সদস্য সম্পাদনা

নির্বাচন বিধায়ক[৪] রাজনৈতিক দল সময়কাল
২০২১ অজয় কুমার রায় বিজেপি ২০২১-বর্তমান
২০১৬ কমল সিং নার্জারি বিপিএফ ২০০৬-২১
২০১১
২০০৬ স্বতন্ত্র
২০০১ রোমিও ব্রহ্ম ২০০১-০৬
১৯৯৬ রোহিণী বসুমাতারী ১৯৯৬-২০০১
১৯৯১ কমল ব্রহ্ম ১৯৯১-৯৬
১৯৮৫ গণেশ বরা পিটিসিএ ১৯৮৫-৯১
১৯৮৩ পদ্মলোচন বড়ো স্বতন্ত্র ১৯৮৩-৮৫
১৯৭৮ লক্ষ্যধর চৌধুরী জিপি ১৯৭৮-৮৩
১৯৭৩ গোলকচন্দ্র পটগিরি আইএনসি ১৯৬৭-৭৮
১৯৬৭
১৯৬২ রামপ্রসাদ দাস পিএসপি ১৯৬২-৬৭
১৯৫১ স্বামী কৃষ্ণানন্দ ব্রহ্মচারী আইএনসি ১৯৫১-৬২

নির্বাচনী ফলাফল সম্পাদনা

২০২১ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০২১ : বিজনী[৫]
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি অজয় কুমার রায় ৪৫,৭৩৩ ৩২.৬৯% অপ্রযোজ্য
বিপিএফ কমল সিং নার্জারি ৪৪,৭৩০ ৩১.৯৭% +৭.৪৮
ইউপিপিএল ফণীন বড়ো ৩৫,৫৮২ ২৫.৪৩% অপ্রযোজ্য
অজাপ রূপম কুমার দাস ৯,৯৫১ ৭.১১% অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ১,৩৮৮ ০.৯৯% -০.১০
জয়ের ব্যবধান ১,০০৩ ০.৭২% -০.৬৮
ভোটার উপস্থিতি ১,৩৮,৫২৭ ৮৫.৯০% -৩.১৫
বিপিএফ থেকে বিজেপি অর্জন করেছে সুইং +৩২.৬৯

২০১৬ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০১৬ : বিজনী
দল প্রার্থী ভোট % ±%
বিপিএফ কমল সিং নার্জারি ২৯,২৪০ ২৪.৪৯
বিজিপি অজয় কুমার রায় ২৭,৫৬২ ২৩.০৯
স্বতন্ত্র সন্তোষ খাখলারি ১৯,৩৫০ ১৬.২১
গণতান্ত্রিক মোর্চা কমলেশ্বর রায় ১৮,১৯৭ ১৫.২৪
স্বতন্ত্র খলিলুর রহমান ১২,৬১৯ ১০.৫৭
সিপিআই(এম) গজেন্দ্র বর্মণ ৫,৯৯১ ৫.০১
কংগ্রেস বিশ্বজিৎ রায় ৩,৮৬১ ৩.২৩
ঝাড়খণ্ড দিসোম পার্টি ফিলিপ মারাণ্ডী ১,২৩৬ ১.০৩
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ১,৩০৬ ১.০৯
সংখ্যাগরিষ্ঠতা ১,৬৭৮ ১.৪০
ভোটার উপস্থিতি ১,১৯,৩৬২ ৮৯.০৫
নিবন্ধিত ভোটার ১,৩৪,০৩২
বিপিএফ নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬ 
  2. "About bijni constituency"Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১ 
  3. https://www.news18.com/assembly-elections-2021/assam/bijni-election-result-s03a033/
  4. "List of Wiining MLA's from bijni Till Date"। elections.in। সংগ্রহের তারিখ অক্টো ১৬, ২০২১ 
  5. "AC_Wise Final Result as per Form 21E"CEO Assam (ইংরেজি ভাষায়)।