বিউটি সার্কাস
বিউটি সার্কাস একটি বাংলাদেশী চলচ্চিত্র, যাতে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, এবিএম সুমন, তৌকির আহমেদ প্রমুখ। চলচ্চিত্রটির টিজার প্রকাশের পর দর্শকদের মাঝে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল। ২০২২-এর ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি পায়।[১][২]
বিউটি সার্কাস | |
---|---|
পরিচালক | মাহমুদ দিদার |
প্রযোজক | ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড |
চিত্রনাট্যকার | মাহমুদ দিদার |
কাহিনিকার | মাহমুদ দিদার |
শ্রেষ্ঠাংশে | জয়া আহসান ফেরদৌস এবিএম সুমন তৌকির আহমেদ গাজী রাকায়েত শতাব্দী ওয়াদুদ |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কাহিনী সংক্ষেপ
সম্পাদনাসার্কাসের মালিক ও প্রধান নারী যাদুশিল্পী বিউটি (জয়া)। তার যাদু প্রদর্শনীর কারিশমা আর রূপে পাগল এলাকার তিন প্রভাবশালী ব্যক্তি। বিউটিকে নিজের করে পাবার প্রতিযোগিতায় নামে তারা। এতে এক সময় হুমকির মুখে পড়ে যায় পুরো বিউটির সার্কাসটি। কিন্তু কৌশলী বিউটি হাল ছাড়বার পাত্রী নয়। বুদ্ধির জোরে সে শেষ পর্যন্ত কাটিয়ে ওঠে গভীর সংকট।[৩]
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- জয়া আহসান - বিউটি
- ফেরদৌস - মির্জা মোহাম্মদ বখতিয়ার
- এবিএম সুমন - রঙ্গলাল
- তৌকীর আহমেদ - নবাব
- গাজী রাকায়েত - নাদের মোল্লা
- হুমায়ূন কবীর সাধু - স্যাম
- শতাব্দী ওয়াদুদ - কুদরত
- এলিনা শাম্মী - সায়েরা বানু
- মানিসা অর্চি
নির্মাণ
সম্পাদনাদীর্ঘ প্রস্তুতি ও অর্থ সংকট কাটিয়ে অবশেষে বিউটি সার্কাস চলচ্চিত্রটির নির্মাণ শুরু করেন এর নির্মাতা মাহমুদ দিদার। ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় বিউটি সার্কাস চলচ্চিত্রের শুটিং। দুইশত জন নির্মাণ সঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে চিত্রধারণের কাজ করেন নির্মাতা। এর জন্য নির্মাতা বিশাল সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রাম্যমেলার আয়োজন করেন। বিউটি সার্কাস সরকারী অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র হলেও অর্থ সংকটের কারণে চলচ্চিত্রের কাজ শুরু করতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছিল নির্মাতা মাহমুদ দিদারকে। পরবর্তীতে ইমপ্রেস টেলিফিল্ম এই চলচ্চিত্র প্রযোজনা করতে রাজি হয় এবং পরিচালক এর শুরু করেন পরিচালক।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "জয়ার 'বিউটি সার্কাস'র মুক্তি পাচ্ছে ২৩ সেপ্টেম্বর"। banglanews24.com। ২০২২-০৯-০১। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০১।
- ↑ "'বিউটি সার্কাস' মুক্তির তারিখ চূড়ান্ত"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০১।
- ↑ "বিউটি সার্কাস (Beauty Circus)"। বিএমডিবি। ৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে বিউটি সার্কাস (ইংরেজি)