বাহ্রা ইউনিয়ন

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

বাহ্রা ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]

বাহ্রা ইউনিয়ন
ইউনিয়ন
১০নং বাহ্রা ইউনিয়ন পরিষদ।
বাহ্রা ইউনিয়ন ঢাকা বিভাগ-এ অবস্থিত
বাহ্রা ইউনিয়ন
বাহ্রা ইউনিয়ন
বাহ্রা ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
বাহ্রা ইউনিয়ন
বাহ্রা ইউনিয়ন
বাংলাদেশে বাহ্রা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪০′৩৮.৩০৫″ উত্তর ৯০°১১′৩৬.৭৩৩″ পূর্ব / ২৩.৬৭৭৩০৬৯৪° উত্তর ৯০.১৯৩৫৩৬৯৪° পূর্ব / 23.67730694; 90.19353694 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাঢাকা জেলা
উপজেলানবাবগঞ্জ উপজেলা, ঢাকা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ইউপি ভবন স্থাপন কাল০৯ মে ২০০৪
সরকার
 • চেয়ারম্যানড. মোঃ সাফিল উদ্দিন মিয়া
আয়তন
 • মোট১৭.০৪ বর্গকিমি (৬.৫৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)
 • মোট২৫,৩০৭
 • জনঘনত্ব১,৫০০/বর্গকিমি (৩,৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৪.৪৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

গ্রামের সংখ্যা: ২০টি
মৌজার সংখ্যা: ১৩টি
মোট জনসংখ্যা: ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা প্রায় ২৫,৩০৭জন ।

শিক্ষা সম্পাদনা

সাক্ষরতার হার: ৫৪.৪৫%।
শিক্ষা প্রতিষ্ঠান:

  • সরকারী প্রাথমিক বিদ্যালয়: ০৫টি
  • বে-সরকারী রেজি:প্রাথমিক বিদ্যালয়: ০৩টি
  • উচ্চ বিদ্যালয়: ০২টি
  • মাদ্রাসা: ০৩টি।

গ্রামসমূহের নাম সম্পাদনা

আলগীচর, উত্তর চৌকিঘাটা, উরারচর, উলমান চান্দরা, কান্দামাত্রা, কাহুর, চকবাহ্রা, দক্ষিন চৌকিঘাটা, নাওপাড়া, পূর্ব চকবাহ্রা, বলমন্তচর, বাগবাড়ী, বাহ্রা, বাহ্রা চরকান্দা, বাহ্রা পশ্চিমপাড়, বাহ্রা পূর্বপাড়, বাহ্রা রসুলপুর, মাইলাইল, মোল্লাকান্দা, শুভরিয়া, সোনারগাঁও। [২]

দর্শনীয় স্থান সম্পাদনা

  • বাহ্রা জমিদার যামিনীকান্ত দে সরকার এর জমিদার বাড়ি।

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান: ড. মোঃ সাফিল উদ্দিন মিয়া।
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা:

 চেয়ারম্যানের নাম দায়িত্বকাল
ডা. সরফউদ্দিন হোসেন চৌধুরী ১৯৬০-১৯৬১
মাহাবুব আলী খাঁন ১৯৬০-১৯৬১
নান্নি বেগম ১৯৬১-১৯৬৫
ডা. সিরাজুল ইসলাম ১৯৭২-১৯৭৭
সাদাত হোসেন ১৯৭৭-১৯৮৪
আব্দুল হাকিম ১৯৮৪-১৯৮৮
নূর মোহাম্মদ ১৯৮৮-১৯৯৭
মাসুদ খান মজলিশ ১৯৯৭-২০০২
মোঃ সাফিল উদ্দিন মিয়া ২০০৩-২০১১
সুবেদুজ্জামান সুবেদ ২০১১-২০১৬

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বাহ্রা ইউনিয়ন"barrahup.dhaka.gov.bd। ২০২১-০৭-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৬ 
  2. "বাহ্রা ইউনিয়ন, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন"। ২৬ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা

ওয়েবসাইট