বাহামা দ্বীপপুঞ্জ জাতীয় ফুটবল দল
বাহামা দ্বীপপুঞ্জ জাতীয় ফুটবল দল (ইংরেজি: Bahamas national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে বাহামা দ্বীপপুঞ্জের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম বাহামা দ্বীপপুঞ্জের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাহামা দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৬৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৮১ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্য হিসেবে রয়েছে।[৩] ১৯৭০ সালের ১লা মার্চ তারিখে, বাহামা দ্বীপপুঞ্জ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; পানামার পানামা সিটিতে অনুষ্ঠিত উক্ত ম্যাচে বাহামা দ্বীপপুঞ্জ পুয়ের্তো রিকোর কাছে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
ডাকনাম | বাহা বয়েজ | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | বাহামা দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন | ||
কনফেডারেশন | কনকাকাফ (উত্তর আমেরিকা) | ||
প্রধান কোচ | নেসলে জন | ||
অধিনায়ক | লেসলি সেন্ট ফ্লোর | ||
সর্বাধিক ম্যাচ | লেসলি সেন্ট ফ্লোর (২০) | ||
শীর্ষ গোলদাতা | লেসলি সেন্ট ফ্লোর (১০) | ||
মাঠ | টমাস রবিনসন স্টেডিয়াম | ||
ফিফা কোড | BAH | ||
ওয়েবসাইট | www | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ১৯৭ ![]() | ||
সর্বোচ্চ | ১৩৮ (সেপ্টেম্বর ২০০৬) | ||
সর্বনিম্ন | ২১০ (সেপ্টেম্বর ২০১৮–জুলাই ২০১৯) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ২০৬ ![]() | ||
সর্বোচ্চ | ১৯১ (অক্টোবর ২০১১) | ||
সর্বনিম্ন | ২০৭ (২০০১, ২০০৪) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (পানামা সিটি, পানামা; ১ মার্চ ১৯৭০) | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (নাসাউ, বাহামা দ্বীপপুঞ্জ; ৯ জুলাই ২০১১) | |||
বৃহত্তম পরাজয় | |||
![]() ![]() (তোলুকা, মেক্সিকো; ২৮ এপ্রিল ১৯৮৭) |
১৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট টমাস রবিনসন স্টেডিয়ামে বাহা বয়েজ নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় বাহামা দ্বীপপুঞ্জের রাজধানী নাসাউয়ে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন নেসলে জন এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন মন্টেগো বে ইউনাইটেডের আক্রমণভাগের খেলোয়াড় লেসলি সেন্ট ফ্লোর।
বাহামা দ্বীপপুঞ্জ এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, কনকাকাফ গোল্ড কাপেও বাহামা দ্বীপপুঞ্জ এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।
লেসলি সেন্ট ফ্লোর, ডোয়াইন ওয়াইলি, হ্যাপি হল, নেসলে জন এবং টেরি ডেলান্সির মতো খেলোয়াড়গণ বাহামা দ্বীপপুঞ্জের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং সম্পাদনা
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ১৯৯৩ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাহামা দ্বীপপুঞ্জ তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (১ম) অর্জন করে এবং ২০১৩ সালের জুন মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ২২তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে বাহামা দ্বীপপুঞ্জের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১ম (যা তারা সর্বপ্রথম ১৯৫৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২০। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১৯৫ | ৩ | ইরিত্রিয়া | ৮৫৫.৫৬ |
১৯৬ | ৩ | সোমালিয়া | ৮৫৪.৭২ |
১৯৭ | ৩ | বাহামা দ্বীপপুঞ্জ | ৮৫২.৮৭ |
১৯৮ | ৪ | জিব্রাল্টার | ৮৫১.৬৪ |
১৯৯ | ৪ | আরুবা | ৮৫০.৮৮ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
২০৪ | ৩ | জিবুতি | ৮৬৪ |
২০৫ | ৩ | কম্বোডিয়া | ৮৫৯ |
২০৬ | ২ | বাহামা দ্বীপপুঞ্জ | ৮৫৪ |
২০৭ | ১ | সেন্ট মার্টিন | ৮৪৯ |
২০৮ | ১ | বাংলাদেশ | ৮৩৯ |
প্রতিযোগিতামূলক তথ্য সম্পাদনা
ফিফা বিশ্বকাপ সম্পাদনা
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ||
১৯৩০ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | ||||||||||||||
১৯৩৪ | ||||||||||||||||
১৯৩৮ | ||||||||||||||||
১৯৫০ | ||||||||||||||||
১৯৫৪ | ||||||||||||||||
১৯৫৮ | ||||||||||||||||
১৯৬২ | ||||||||||||||||
১৯৬৬ | ||||||||||||||||
১৯৭০ | ||||||||||||||||
১৯৭৪ | ||||||||||||||||
১৯৭৮ | ||||||||||||||||
১৯৮২ | ||||||||||||||||
১৯৮৬ | ||||||||||||||||
১৯৯০ | ||||||||||||||||
১৯৯৪ | ||||||||||||||||
১৯৯৮ | প্রত্যাহার | প্রত্যাহার | ||||||||||||||
২০০২ | উত্তীর্ণ হয়নি | ৪ | ২ | ০ | ২ | ৫ | ১৫ | |||||||||
২০০৬ | ২ | ০ | ১ | ১ | ২ | ৪ | ||||||||||
২০১০ | ৪ | ০ | ২ | ২ | ৩ | ১৬ | ||||||||||
২০১৪ | প্রত্যাহার | ২ | ২ | ০ | ০ | ১০ | ০ | |||||||||
২০১৮ | উত্তীর্ণ হয়নি | ২ | ০ | ০ | ২ | ০ | ৮ | |||||||||
২০২২ | অনির্ধারিত | অনির্ধারিত | ||||||||||||||
মোট | ০/২১ | ১৪ | ৪ | ৩ | ৭ | ২০ | ৪৩ |
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ২০ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৩।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
- ↑ "BAHAMAS"। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ সম্পাদনা
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ বাহামা দ্বীপপুঞ্জ জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ নভেম্বর ২০১৮ তারিখে (ইংরেজি)
- কনকাকাফ-এ বাহামা দ্বীপপুঞ্জ জাতীয় ফুটবল দল[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] (ইংরেজি)