বাস্ক ফুটবল ফেডারেশন

বাস্ক ফুটবল ফেডারেশন (বাস্ক: Euskadiko Futbol Federakundea; স্পেনীয়: Federación Vasca de Fútbol, ইংরেজি: Basque Football Federation; এছাড়াও সংক্ষেপে ইএফএফ এবং এফভিএফ নামে পরিচিত) হচ্ছে বাস্ক দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এটি রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাথে সংযুক্ত। এই সংস্থাটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই সংস্থার সদর দপ্তর বাস্ক দেশের ওতসারকোয়াগা-তসুরদিনাগায় অবস্থিত।

বাস্ক ফুটবল ফেডারেশন
প্রতিষ্ঠিত১৯৮৮; ৩৬ বছর আগে (1988)
সদর দপ্তরওতসারকোয়াগা-তসুরদিনাগা, বাস্ক দেশ
ফিফা অধিভুক্তিনেই
সভাপতিবাস্ক দেশ (স্বশাসিত সম্প্রদায়) লুইস এলুস্তোন্দো[১]
সহ-সভাপতিবাস্ক দেশ (স্বশাসিত সম্প্রদায়) নেরেয়া জালাবারিয়া জারাবেইতিয়া
ওয়েবসাইটwww.eff-fvf.eus/pub/home.asp

এই সংস্থা বেশ কয়েকটি লীগ পরিচালনা করে; যার মধ্যে বাস্ক যুব লীগ এবং বাস্ক নারী ফুটবল লীগ, বাস্ক আঞ্চলিক পর্যায়ের ফেডারেশন কাপ উল্লেখযোগ্য। এটি আঞ্চলিকীকরণের মাধ্যমে তেরসেরা দিবিসিওন (পুরুষদের জন্য আয়োজিত চতুর্থ স্তরের স্পেনীয় ফুটবল লীগ) আয়োজন করে থাকে; যদিও দেশের অধিকাংশ অংশের বিপরীতে, বাস্ক দেশের পঞ্চম স্তর অথবা তার নিচের স্তরের লীগগুলো আলাবা, বিস্কে এবং জিপুস্কোয়ার জন্য প্রদেশীয় ফেডারেশনগুলো পৃথকভাবে পরিচালনা করে থাকে।

এই সংস্থা বাস্ক দেশ জাতীয় ফুটবল দলের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে; উক্ত দলে শুধুমাত্র বাস্ক দেশের খেলোয়াড়ই নয়, বরং নাবারে এবং ফরাসি বাস্ক দেশের অঞ্চলের মতো বাস্ক দেশের নিকটবর্তী অঞ্চলের খেলোয়াড়গণও অংশগ্রহণ করে থাকে।[২][৩][৪] অন্যদিকে, নারী জাতীয় ফুটবল দলের ক্ষেত্রেও একই চিত্র লক্ষ্য করা যায়, তবে বয়সভিত্তিক দল (যারা দেশব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে) এবং উয়েফা আঞ্চলিক কাপের স্পেনীয় পর্যায়ে খেলা বাস্ক অপেশাদার দলে কেবলমাত্র বাস্ক দেশের স্বায়ত্তশাসিত অঞ্চলের খেলোয়াড়গণই অংশগ্রহণ করতে পারে। বর্তমানে বাস্ক ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন লুইস এলুস্তোন্দো এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন কেপা আলিসা বিলবাও।

কর্মকর্তা সম্পাদনা

৭ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[৫]
অবস্থান নাম
সভাপতি লুইস এলুস্তোন্দো
সহ-সভাপতি নেরেয়া জালাবারিয়া জারাবেইতিয়া
সাধারণ সম্পাদক কেপা আলিসা বিলবাও
কোষাধ্যক্ষ সাবিয়ের ইরুস্তা সাইন্স
উপদেষ্টা পেদ্রো আরিসালাগা সান্তোস
ইবোন কাবো ইতোইজ
মিকেল এতসারি সাসিয়াইন
আইন উপদেষ্টা পেদ্রো হোসে দামিয়ান

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Saluda Presidente"। EFF। ৮ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৫ 
  2. "Arostegui: 'Si queremos que nos tomen en serio, debemos ser serios'"। El Mundo, 27 December 2011। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৫ 
  3. "Roberto Torres, convocado por la selección vasca"। Noticias de Navarra, 23 December 2014। ১৫ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৫ 
  4. "Un futbolista francés entra en la convocatoria de la selección vasca"। Libertad digital, 22 December 2011। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৫ 
  5. "Junta Directiva EFF-FVF"eff-fvf.eus। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:বাস্ক ফুটবল ফেডারেশন