বাসরাহ প্রদেশ
আল বাসরাহ প্রদেশ ইরাকের একটি প্রদেশ। এর আয়তন ১৯,০৭০ বর্গ কিলোমিটার এবং ২০০৩ সালেরর প্রাক্কলিত হিসাব অনুযায়ী এই প্রদেশের জনসংখ্যা প্রায় ২৬ লক্ষ। বসরা শহর প্রদেশটির রাজধানী ও ইরাকের ২য় বৃহত্তম শহর। এই প্রদেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে আছে কোর্না, আজ জুবাইর, উম্ম কাসর এবং আবু আল খাসিব কুয়েতের সাথে দক্ষিণে এবং ইরানের সাথে পূর্বে প্রদেশটির সীমান্ত আছে।
বাসরাহ প্রদেশ | |
---|---|
প্রদেশ | |
![]() | |
স্থানাঙ্ক: ৩০°২২′ উত্তর ৪৭°২২′ পূর্ব / ৩০.৩৬৭° উত্তর ৪৭.৩৬৭° পূর্ব | |
দেশ | ইরাক |
রাজধানী | বসরা |
আয়তন | |
• মোট | ১৯,০৭০ বর্গকিমি (৭,৩৬০ বর্গমাইল) |
জনসংখ্যা (2003) | |
• মোট | ২৫,৬৫,৮৯৩ |
প্রধান ভাষাসমূহ | আরবি |
