বাসন্তী দেবী কলেজ

দক্ষিণ কলকাতায় মহিলাদের কলেজ

বাসন্তী দেবী কলেজ হল কলকাতার প্রথম সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ। ১৯৫৯ সালে দক্ষিণ কলকাতার মহিলা কলেজগুলির ভার লাঘব করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার এই কলেজটি প্রতিষ্ঠা করে। এটি ব্রিটিশ কারাগারে কারারুদ্ধ প্রথম স্বাধীনতা সংগ্রামী নারী বাসন্তী দেবীর নামাঙ্কিত। কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত।[১]

বাসন্তী দেবী কলেজ
ধরনস্নাতকস্তরীয় কলেজ
স্থাপিত১৯৫৯
অবস্থান, ,
শিক্ষাঙ্গনশহরস্থ
অধিভুক্তিকলকাতা বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটBasanti Devi College
মানচিত্র

গায়িকা লোপামুদ্রা মিত্র ও অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী এই কলেজের বিশিষ্ট প্রাক্তনী।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Affiliated College of University of Calcutta"। ১৮ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৬ 

External links সম্পাদনা