বালিয়ামারী-কালাইরচর সীমান্ত হাট

প্রথম বাংলাদেশ-ভারত মৈত্রী সীমান্ত হাট

বালিয়ামারী-কালাইরচর সীমান্ত হাট হচ্ছে প্রথম বাংলাদেশ-ভারত মৈত্রী সীমান্ত হাট যা ২০১১ সালে বাংলাদেশের রংপুর বিভাগীয় জেলার কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারি সীমান্তে ও ভারতের মেঘালয় রাজ্যের কালাইচর সীমান্তের জিরো পয়েন্টে চালু হয়। হাটের উদ্বোধন করেন তৎকালীন বাংলাদেশ ও ভারতের বাণিজ্যমন্ত্রী ফারুক খান এবং আনন্দ শর্মা।[১][২]

বিনিময় ও হাট ব্যবস্থাপনাসম্পাদনা

সপ্তাহে প্রতি বুধবার ও সোমবার বিজিবিবিএসএফ সুরক্ষা বলয়ে হাট বসে এবং প্রতিজন ২০০ ডলার সমমূল্যের শুল্কমুক্ত সওদা করতে পারে।[৩] হাটে বাংলাদেশী টাকা ও ভারতীয় রুপি উভয় মুদ্রায় পণ্য বেচা-কেনা হয়।[৪]

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "২২ সীমান্ত হাটের মধ্যে চালু হয়েছে মাত্র ৪টি"বাংলা ট্রিবিউন। ঢাকা, বাংলাদেশ। ২ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২২ 
  2. "সীমান্ত হাটের আনুষ্ঠানিক উদ্বোধন"বিবিসি বাংলা। ঢাকা,বাংলাদেশ। জুলাই ২৩, ২০১১। সংগ্রহের তারিখ মে ২৯, ২০২২ 
  3. "ফেনীতে তৃতীয় বর্ডার হাটের যাত্রা"জাগোনিউজ২৪.কম। ঢাকা, বাংলাদেশ। ১৩ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২২ 
  4. "কুড়িগ্রামে সীমান্ত হাট বসবে সপ্তাহে দু'দিন"সময় নিউজ। ঢাকা, বাংলাদেশ। ১৮ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২২