বালিয়ামারী-কালাইরচর সীমান্ত হাট
প্রথম বাংলাদেশ-ভারত মৈত্রী সীমান্ত হাট
বালিয়ামারী-কালাইরচর সীমান্ত হাট হচ্ছে প্রথম বাংলাদেশ-ভারত মৈত্রী সীমান্ত হাট যা ২০১১ সালে বাংলাদেশের রংপুর বিভাগীয় জেলার কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারি সীমান্তে ও ভারতের মেঘালয় রাজ্যের কালাইচর সীমান্তের জিরো পয়েন্টে চালু হয়। হাটের উদ্বোধন করেন তৎকালীন বাংলাদেশ ও ভারতের বাণিজ্যমন্ত্রী ফারুক খান এবং আনন্দ শর্মা।[১][২]
বিনিময় ও হাট ব্যবস্থাপনা
সম্পাদনাসপ্তাহে প্রতি বুধবার ও সোমবার বিজিবি ও বিএসএফ সুরক্ষা বলয়ে হাট বসে এবং প্রতিজন ২০০ ডলার সমমূল্যের শুল্কমুক্ত সওদা করতে পারে।[৩] হাটে বাংলাদেশী টাকা ও ভারতীয় রুপি উভয় মুদ্রায় পণ্য বেচা-কেনা হয়।[৪]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "২২ সীমান্ত হাটের মধ্যে চালু হয়েছে মাত্র ৪টি"। বাংলা ট্রিবিউন। ঢাকা, বাংলাদেশ। ২ অক্টোবর ২০১৮। ২ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২২।
- ↑ "সীমান্ত হাটের আনুষ্ঠানিক উদ্বোধন"। বিবিসি বাংলা। ঢাকা,বাংলাদেশ। জুলাই ২৩, ২০১১। সংগ্রহের তারিখ মে ২৯, ২০২২।
- ↑ "ফেনীতে তৃতীয় বর্ডার হাটের যাত্রা"। জাগোনিউজ২৪.কম। ঢাকা, বাংলাদেশ। ১৩ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২২।
- ↑ "কুড়িগ্রামে সীমান্ত হাট বসবে সপ্তাহে দু'দিন"। সময় নিউজ। ঢাকা, বাংলাদেশ। ১৮ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২২।