বারুয়াখালী উচ্চ বিদ্যালয়
বারুয়াখালী উচ্চ বিদ্যালয় ঢাকা জেলার ঐতিহ্যবাহী একটি বিদ্যালয়।
বারুয়াখালী উচ্চ বিদ্যালয় | |
---|---|
![]() | |
অবস্থান | |
বারুয়াখালী ইউনিয়ন , | |
তথ্য | |
ধরন | মাধ্যমিক বিদ্যালয় |
প্রতিষ্ঠাকাল | ১৯৯২ইংরেজি |
অবস্থা | সক্রিয় |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা |
সেশন | জানুয়ারি-ডিসেম্বর |
বিদ্যালয় কোড | EIIN: ১০৮২৮৬ |
প্রধান শিক্ষক | এস.এম. হুমায়ুন কবির |
অনুষদ |
|
শ্রেণি | ৬ষ্ঠ-১০ম |
লিঙ্গ | বালক-বালিকা |
শিক্ষা ব্যবস্থা | জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড |
ভাষা | বাংলা মাধ্যম |
অবস্থান
সম্পাদনাঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাধীন বারুয়াখালী ইউনিয়নে বিদ্যালয়টি অবস্থিত।[১]
ইতিহাস
সম্পাদনাঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নে কোন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় নব্বই এর দশকে বারুয়াখালী, শিকারীপাড়া ও জয়কৃষ্ণপুর ইউনিয়নের শিক্ষানুরাগী ব্যক্তিগণ বারুয়াখালী এলাকায় একটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেন। বেশ কয়েক বছর ধরে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। ১৯৯২ খ্রিস্টাব্দে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।[২] একই সনের ১ জানুয়ারি থেকে বিদ্যালয়ের ছাত্রভর্তি ও পাঠদান কার্যক্রম শুরু করা হয়।[৩]
২০১৭ খ্রিস্টাব্দে বিদ্যালয়ের ২৫বছর পূর্তিতে “রজত জয়ন্তী ” উৎসব পালন করা হয়।
অবকাঠামো
সম্পাদনাবিদ্যালয়টি ২.০২ কাঠা জমির ওপর প্রতিষ্ঠিত, যার মধ্যে একাডেমিক ভবন ১.০২ কাঠা জায়গার ওপর নির্মাণ করা হয়েছে।[১] লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করার জন্য বিদ্যালয়ে ১.০১ কাঠা বিশিষ্ট একটি খেলার মাঠ রয়েছে।[১]
শ্রেণিকার্যক্রম
সম্পাদনাএই বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়। বিদ্যালয়ের ৯ম-১০ম শ্রেণিতে নিম্নোক্ত বিভাগসমূহ চালু রয়েছেঃ
- বিজ্ঞান বিভাগ
- ব্যবসায় শিক্ষা বিভাগ
- মানবিক বিভাগ
প্রাত্যহিক সমাবেশ
সম্পাদনাসুশৃঙ্খল মন ও আনুগত্য তৈরিতে, এই বিদ্যালয়ে প্রতিদিন শিক্ষা কার্যক্রমের পূর্বে সমাবেশ হয়ে থাকে।
শিক্ষক-অভিভাবক সম্মেলন
সম্পাদনাবিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এবং ছাত্রছাত্রীদের অভিভাবকরা মিলে বিভিন্ন সময়ে একসঙ্গে আলোচনা করে থাকে। সেখানে ছাত্রছাত্রীদের সমস্যা ও প্রতিকারের আলোচনা করা হয়॥
সুযোগ-সুবিধা
সম্পাদনাএই বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য লাইব্রেরী, কম্পিউটার ল্যাব, বিজ্ঞান ল্যাব রয়েছে। অডিটোরিয়াম রুম রয়েছে এবং প্রতি বছর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই বিদ্যালয়ে প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা ও রয়েছে এখানে।
প্রধান শিক্ষক
সম্পাদনাবিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক এস.এম. হুমায়ুন কবির।
১৯৯২খ্রিঃ থেকে ২০২০খ্রিঃ পর্যন্ত যাঁরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেনঃ[৩]
- স্বপন কুমার ভৌমিক। বিএ, বিএড- ০১/০১/১৯৯২ থেকে ৩০/০৯/২০১৪ পর্যন্ত।
- সাহিদা বেগম। বিএ, বিএড (ভারপ্রাপ্ত)-০১/১০/২০১৪ থেকে ৩১/১২/২০১৪ পর্যন্ত।
- মো. হারুন অর রশিদ। বিএ, বিএড (ভারপ্রাপ্ত)-০১/০১/২০১৫ থেকে ৩১/০৮/২০১৫ পর্যন্ত।
- এমএম হুমায়ুন কবির। বিএ, বিএড-০১/০৯/২০১৫ থেকে চলমান।[৩]
একাডেমিক স্বীকৃতি
সম্পাদনাবিদ্যালয়টি ১৯৯৪ সনে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং ১৯৯৫ সনে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে ঢাকা শিক্ষা বোর্ড থেকে স্বীকৃতি পায়। ১৯৯৪ সালে অত্র বিদ্যালয়টি এম.পি.ভুক্তির অনুমোদন পায়।[৩]