জৈব ডিজেল

উদ্ভিজ্জ তেল বা প্রাণিজ চর্বি থেকে প্রস্তুতকৃত জ্বালানি
(বায়োডিজেল থেকে পুনর্নির্দেশিত)

জৈব ডিজেলউদ্ভিদ ও প্রাণিজ চর্বি হতে তৈরি জ্বালানি। জীবাশ্ম জ্বালানির সীমাবদ্ধতা ও ক্ষতিকর প্রভাব হতে মুক্তির জন্য বিকল্প জ্বালানি হিসেবে এর উদ্ভাবন করা হয়। পরিত্যক্ত রান্নার তেল, উদ্ভিজ্জ উৎস হতে সংগৃহীত তেল, প্রাণিজ চর্বি ইত্যাদি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এটি তৈরি করা হয়। কিছু উদ্ভিদের বীজ হতে এই তেল তৈরি হয় বলে এদের ডিজেল গাছ বলা হচ্ছে এবং বাণিজ্যিকভাবে চাষ করা হয়।

জৈব ডিজেলচালিত বাস
পুরাতন ডিজেল মার্সিডিজ জৈব ডিজেলে চালানোর জন্য জনপ্রিয়
কিছু দেশে বায়োডিজেল প্রচলিত ডিজেলের চেয়ে কম ব্যয়বহুল

তথ্যসূত্রসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা

টেমপ্লেট:Bioenergy টেমপ্লেট:Alternative propulsion টেমপ্লেট:Automobile configuration