বাদশা (১৯৯৯-এর চলচ্চিত্র)

বাদশা (হিন্দি: बादशाह, উর্দু: بادشاہ‎‎, ইংরেজি: Badshah - King) এটি আব্বাস-মুস্তান যুগল পরিচালিত ১৯৯৯ সালের একটি বলিউড কমেডি চলচ্চিত্র। ছবিটিতে অভিনয় করেছেন শাহরুখ খান, টুইংকল খান্না, রাখী ও অমরিশ পুরি। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়। এবং শাহরুখ খান তার অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার এর সেরা কমিক ভূমিকায় মনোনয়ন লাভ করেন। এটিতে অন্য সমসাময়িক চলচ্চিত্র এর প্রভাব আছে যেমন মি নাইস গাই, নাইস অফ টাইম, রাশ আওয়ারহু অ্যাম আই

বাদশা
বাদশা (১৯৯৯-এর চলচ্চিত্র) এর পোস্টার.gif
বাদশা চলচ্চিত্রের পোস্টার
পরিচালকআব্বাস-মুস্তান
প্রযোজকভাওয়ার জাইন
গিরিশ জাইন
কাহিনিকারনীরাজ ভরা
শ্যাম গযেল
শ্রেষ্ঠাংশেশাহরুখ খান
টুইংকল খান্না
রাখী
অমরিশ পুরি
সুরকারঅনু মালিক
চিত্রগ্রাহকথমাস জাভিয়ার
সম্পাদকহুসাইন বুর্মাওয়ালা
পরিবেশকবি৪ইউ এন্টারটেনমেন্ট
ইরোস এন্টারটেনমেন্ট
মুক্তি২৭ আগস্ট, ১৯৯৯
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়১১ কোটি[১]
আয়১৪ কোটি[২]

শ্রেষ্ঠাংশেসম্পাদনা

 • শাহরুখ খান - রাজ/বাদশা
 • টুইংকল খান্না - সীমা মালহোত্রা
 • রাখী - গায়াত্রী বচ্চন
 • জনি লিভার - রামলাল
 • শশিকলা - বাদশা'র মা
 • সচিন খেদেকার - তয়াগ্রাজ বচ্চন
 • পঙ্কজ ধীর - খান্না
 • দীপশিখা - রানী
 • সারাট সাক্সেনা - মতি
 • সৌরভ শুক্লা - সাক্সেনা
 • প্রেম চোপড়া - সিবিআই প্রধান
 • দীপক তিজোরী - দীপক মালহোত্রা
 • অমরিশ পুরি - সুরজ সিংহ থাপার
 • অভতার গিল - কে. ঝুনঝুনওয়ালা
 • রাজ্জাক খান - মানিকচাঁদ
 • বিজু খতে - বিজু
 • অমৃত পাতেল - টম আঙ্কল
 • দিনেশ হিঙ্গু ডা. রুস্তম
 • দিনয়ার কনট্রাকটর - ক্যাসিনো ম্যানাজের
 • আদি ইরানি - আদি চোপড়া
 • মহাভির শাহ - একজন পুলিশ অফিসার
 • নীরাজ ভরা - সিবিআই ডা. রুসি সুর্তি
 • কিরণ জাভেরী - শীতল
 • সুধীর - রকি
 • হার্পাল - ভোলা
 • চার্লি - উকি লাল
 • অনিল নাগ্রাথ - চেটিয়া
 • যোগী - একজন সিকিউরিটি গার্ড
 • রবার্ট স্লাটার - ভৃত্য ১
 • প্রভীন ভৃত্য ২
 • পারভেজ - একজন পুলিশ অফিসার
 • শক্তি কাপুর -
 • বেবি কারিশমা - সনু
 • অনন্ত মহাদেভান - শেঠ. মহেন্দ্র

সংগীতসম্পাদনা

সাউন্ড ট্র্যাকসম্পাদনা

বাদশাহ
আনু মালিক কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ১ জুলাই ১৯৯৯ (1999-July-01)[৩]
ঘরানাFilm soundtrack
সঙ্গীত প্রকাশনীভেনাস রেকর্ডস & টেপস
আনু মালিক কালক্রম
হাসিনা মান জায়েগী
(১৯৯৯)
বাদশাহ
(১৯৯৯)
গ্যাং
(২০০০)
  বহিঃস্থ অডিও
  ইউটিউবে Audio Jukebox

চলচ্চিত্রটিতে ৬ টি গান রয়েছে যেগুলো অনু মালিক সুর করেছে। বেশিরভাগ গান গেয়েছে অভিজিৎ

নং.শিরোনামশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."ম্যায় তো হু পাগাল"অভিজিৎ ভট্টাচার্য, শাহরুখ খান০৬:১৮
২."ও লাড়কি জো"অভিজিৎ ভট্টাচার্য০৭:০৪
৩."মোহাব্বত হো গায়ি হ্যায়"অভিজিৎ ভট্টাচার্য, অলকা ইয়াগনিক০৬:০০
৪."হাম তো দিওয়ানে হুয়ে"অভিজিৎ ভট্টাচার্য, অলকা ইয়াগনিক০৬:৫৬
৫."বাদশা ও বাদশা"অভিজিৎ ভট্টাচার্য০৬:৩৭
৬."ও বেবি"অনু মালিক০৬:৫৪
মোট দৈর্ঘ্য:৩৯:৪৯

বক্স অফিসসম্পাদনা

'বাদশাহ' চলচ্চিত্রের বিশ্বব্যাপী আয়
স্থান আয়
ভারত নেট আয়:
১৪.৮৭ কোটি (US$ ২.০১ মিলিয়ন)
বিনিয়োগকারীর শেয়ার:
৮.১৮ কোটি (US$ ১.১ মিলিয়ন)
মোট আয়:
২৫.০৮ কোটি (US$ ৩.৩৯ মিলিয়ন)
আন্তর্জাতিক
(ভারতের বাইরে)
$১.৫ মিলিয়ন (৬.৫৩ কোটি)
বিশ্বব্যাপী ৩১.৬০ কোটি (US$ ৪.২৭ মিলিয়ন)

সম্মানসম্পাদনা

এই চলচ্চিত্রের পর শাহরুখ খানের অন্য নাম হিসেবে বলিউডের বাদশাহ দেয়া হয়।

তথ্যসূত্রসম্পাদনা

 1. "Baadshah Budget"। Box Office India। ২২ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৫ 
 2. "Baadshah Box office"। Box Office India। ২২ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৫ 
 3. "Baadshah (Original Motion Picture Soundtrack)"iTunes 

বহিঃসংযোগসম্পাদনা