বাদশাহ ফয়সাল পুরস্কার

পুরস্কার

বাদশাহ ফয়সাল পুরস্কার (আরবি: جائزة الملك فيصل العالمية; পূর্বে বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার নামে পরিচিত ছিল) হল কিং ফয়সাল ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় প্রদত্ত একটি বাৎসরিক পুরস্কার যা একটি ইতিবাচক পার্থক্য সৃষ্টিতে অবদান রাখা একনিষ্ঠ নারী ও পুরুষদের প্রদান করা হয়।[১][২] ১৯৭৭ সালে এটি বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ আল-সৌদের নামে নামকরণ করা হয়েছিল। বর্তমানে ইসলাম পরিষেবায়, ইসলামী অধ্যয়ন, আরবি ভাষা, সাহিত্য, চিকিৎসাবিজ্ঞানের সেবায় অসামান্য অবদানের সম্মানে নির্বাচিত হওয়ার পর এটি বিজয়ীদের পুরস্কৃত করা হয়। শুরুতে এটি তিনটি ক্ষেত্র জুড়ে ছিলঃ ইসলাম পরিষেবায়, ইসলামিক অধ্যয়ন, আরবি ভাষা ও সাহিত্য পরিবেশন; প্রথম পুরস্কারটি ১৯৭৯ সালের সাথে সামঞ্জস্যপূর্ণ ১৩৯৯ হিজরীতে মঞ্জুর করা হয়, পরে এতে আরও দুটি ক্ষেত্র যুক্ত করা হয়, যথা চিকিৎসা এবং বিজ্ঞান।[৩]

বাদশাহ ফয়সাল পুরস্কার
বিবরণইসলাম পরিষেবায়, ইসলামী শিক্ষা, আরবি ভাষা ও সাহিত্যে, চিকিৎসাশাস্ত্র, বিজ্ঞান
দেশসৌদি আরব
পুরস্কারদাতাকিং ফয়সাল ফাউন্ডেশন
পুরস্কারএকটি শংসাপত্র, ২৪ ক্যারেটের একটি স্বর্ণ পদক, ৭৫০ হাজার সৌদি রিয়ালের একটি চেক (যা বর্তমানে, ২০০ হাজার মার্কিন ডলারের সমতুল্য)
প্রথম পুরস্কৃত১৯৭৯
ওয়েবসাইটkingfaisalprize.org

প্রথম সংস্করণে পুরস্কার প্রাপকদের মধ্যে ইসলামি পরিসেবার ক্ষেত্রে প্রথম ছিলেন সাইয়েদ আবুল আ'লা মওদুদী এবং ইসলাম অধ্যয়নে ফুয়াত সেজগিন, যাদের ১৯৭৯ সালে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও ১৯৮০ সালে ইহসান আব্বাসআব্দুল কাদির আল-কাতকে যৌথভাবে আরবি ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে প্রথম পুরস্কৃত করা হয়। এরপর ১৯৮২ চিকিৎসা ক্ষেত্রে ডেভিড মর্লি এই পুরস্কার নেন, একই সালে বিজ্ঞান বিভাগে হাইনরিশ রোরারগের্ড বিনিগ পুরস্কৃত হন। ১৯৮৮ সালে জ্যানেট রাউলি প্রথম মহিলা ছিলেন, যিনি চিকিৎসা ক্ষেত্রে এই পুরস্কারটি মেলভিন গ্রিভসের সাথে মিলিতভাবে জিতেছিলেন।

পুরস্কার বিজয়ীদের নাম সাধারণত প্রতি বছরের জানুয়ারিতে ঘোষণা করা হয়, তবে শর্ত থাকে যে এই ঘোষণার দুই মাসের মধ্যে পুরস্কার হস্তান্তরের অনুষ্ঠানটি সৌদি আরবের রাজা বা তার প্রতিনিধির পৃষ্ঠপোষকতায়, এবং রিয়াদের কিং ফয়সাল ফাউন্ডেশনের সদর দপ্তরে অনুষ্ঠিত করতে হবে। ২০২১ সাল পর্যন্ত এর বিভিন্ন শাখায় পুরস্কার প্রাপকের সংখ্যা; ৪৩টি দেশের প্রতিনিধিত্বকারী ২৭৫ জন বিজয়ী এবং বিজয়ীদের মধ্যে কয়েকজন পরবর্তীতে নোবেল পুরস্কারের মতো অন্যান্য বিশিষ্ট আন্তর্জাতিক পুরস্কারও জিতেছেন।[৪]

ইতিহাস সম্পাদনা

 
বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজের একটি প্রতিকৃতি

১৯৭৫ সালে বাদশাহ ফয়সাল বিন আবদুল আজিজের মৃত্যুর পর, ১৯৭৬ সালে তাঁর ছেলেরা একটি দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে। যাকে তাঁরা তখন কিং ফয়সাল চ্যারিটেবল ফাউন্ডেশন নামে ডাকতো। পরে বিশেষ করে ১৯৭৭ সালের শা'বান মাসে, বাদশাহ ফয়সালের বড় ছেলে আবদুল্লাহ বিন ফয়সাল আল-সৌদ (১৯২৩–২০০৭) ফাউন্ডেশনটি তাঁর পিতা বাদশাহ ফয়সালের নামে রেখে এটিকে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নেন। একই বছরে রমজান মাসে, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পুরস্কারটিতে তিনটি ক্ষেত্র অন্তর্ভুক্ত করা হবেঃ ইসলাম পরিসেবা, ইসলামী অধ্যয়ন এবং আরবি সাহিত্য। ১৯৭৯ সাল প্রথম বছর হিসেবে নির্ধারণ করা হয়েছিল এবং পুরস্কৃতও করা হয়েছিল। ভূষিত কমিটির সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ১৫ অক্টোবর ১৯৭৭ সালে, তখন এতে বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজ উপস্থিত ছিলেন।[৫]

 
খালেদ আল-ফয়সাল বর্তমানে পুরস্কার কমিটির সভাপতি।

খালিদ বিন ফয়সাল আল-সৌদ, এই পুরস্কারটির সভাপতিত্বে বলছেনঃ

জাতির মহানুভবতা সভ্যতার উপকরণের মালিকানা হিসেবে পরিমাপ করা হয় না, কিন্তু মানবিক অবস্থানে দাতব্য ও ন্যায়পরায়ণতার মাধ্যমে পরিমাপ করা হয়। ইসলামী জাতি তার বস্তুগত সম্পদের বা প্রাচুর্যের মাধ্যমে জমিতে তার সার্বভৌমত্ব অর্জন করেনি; বরং, বিশ্বে সত্য ধর্ম নীতির সাথে বিরাজ করেছে এবং এর শিক্ষাগুলি ভাল কাজ করার এবং পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছে। ঈশ্বর বলেছেনঃ এবং তোমাদের মধ্যে এমন একটি জাতি থাকুক যারা ভাল কাজের প্রতি মানুষকে আহবান করবে ও সৎ কাজের আদেশ দেবে এবং অন্যায় ও মন্দকে নিষেধ করবে। ব্যক্তিদের গৌরব প্রতিপত্তি, বংশ এবং কৃতিত্ব দ্বারা তৈরি হয় না, বরং তাদের বিশ্বাস, তাদের জাতি, তাদের দেশ এবং সমগ্র মানবতার মঙ্গল করার লক্ষ্যে তাদের মহান কাজের দ্বারা তৈরি হয়। ফয়সাল বিন আবদুল আজিজ প্রাঙ্গণ থেকে, এইগুলি নিয়ে কাজ করছিলেন ও এই নীতিগুলির জন্য তিনি শহীদ হয়েছিলেন এবং তাঁকে বাঁচিয়ে রাখার জন্য, রাজা ফয়সাল চ্যারিটেবল ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছিল; এমন একটি প্রতিষ্ঠান যা মঙ্গলকে সমর্থন করে, এটির জন্য আহ্বান জানায়, নির্মাণে অবদান রাখে এবং দেওয়ার ক্ষেত্রে কমতি করে না। শহীদ শুধু একজন রাজা বা মহামানবই ছিলেন না; বরং তিনি ছিলেন মঙ্গল, শান্তি ও ন্যায়বিচারের প্রবক্তা, বিশ্বাসী মানুষ এবং চিন্তার পথিকৃৎ, তাঁর সত্য ধর্মের শিক্ষা থেকে তাঁর চিন্তা ও কর্মকে আঁকতেন। ইসলামী সংহতির জন্য তাঁর আহ্বানে তিনি যা চেয়েছিলেন তাই অর্জন করতে সক্ষম হয়েছিলেন।[৬]

পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে থেকে বিজয়ীদের বাছাই করার জন্য কমিটি অনুষ্ঠিত হয়েছিল এর প্রথম সংস্করণে, এবং সেটি ছিল ১৯৭৯ সালের (১৩৯৯ হিজরির রবি'আল-আউয়াল মাসে) জানুয়ারী মাসের এবং ফলস্বরূপ, আবু আল-আলা আল-মওদুদি ইসলাম পরিষেবায় পুরস্কৃত হন, সেইসাথে ফুয়াত সেজগিনকে ইসলাম অধ্যয়নে, কিন্তু সেই বসাহিত্যেরত্য পুরস্কারটি আটকে রাখা হয়েছিল। পরবর্তীতে ১৯৭৯ সালে ২৯ ফেব্রুয়ারিতে, বাদশাহ খালিদ বিন আবদুল আজিজের উপস্থিতিতে দুটি পুরস্কার হস্তান্তরের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সময়ে, আবু আল-আলা আল-মওদুদি তার স্বাস্থ্যের কারণে উপস্থিত হতে পারেননি এবং কয়েক মাস পরে একই বছরে তিনি মারা যান। খলিল আহমেদ আল-হামদি এবং তার ছেলে হুসেইন ফারুক আল-মাওদুদি পুরস্কার গ্রহণের জন্য তাকে অর্পণ করেছিলেন, যখন ফুয়াত সেজগিন নিজেই তার পুরস্কার গ্রহণ করেছিলেন। এটি ছিল পুরস্কারের ইতিহাসে প্রথম অনুষ্ঠান।[৭]

পুরস্কার বিষয় সম্পাদনা

ইসলাম পরিষেবায় বাদশাহ ফয়সাল পুরস্কার সম্পাদনা

 
বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুলআজিজ তাতারস্তানের প্রেসিডেন্ট, মিনতিমার শরিফুল্লাহ শাইমিয়েভের উপস্থাপনার সময়, ২০০৭ সালে ইসলামের পরিষেবায় বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার, যার পটভূমিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ছিলেন।

ইসলাম পরিষেবায় বাদশাহ ফয়সাল পুরস্কারটি বাদশাহ ফয়সাল পুরস্কারের প্রথম শাখার একটি। ইসলাম পরিষেবায় এই শাখাটি একমাত্র শাখা যা পুরস্কারের বছর জুড়ে কখনও আটকে রাখা হয়নি, এবং আবু আল-আলা আল-মওদুদি ছিলেন প্রথম যিনি ১৯৭৯ সালে ইসলামের পরিষেবায় বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কারটি পান। পুরস্কারের প্রথম অনুষ্ঠানে, এবং সেই সময় সৌদি আরবের বাদশাহ খালিদ বিন আবদুল আজিজ আল-সৌদ তার হাতে পুরস্কারটি তুলে দেন। ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন জাতীয়তার ৪২ জন ব্যক্তি এবং ৭টি প্রতিষ্ঠান এই পুরস্কার জিতেছে; যার মধ্যে চারটি সৌদি আরবের বাদশাহ ও কয়েকজন রাষ্ট্রপ্রধান ছিলেন।

ইসলাম অধ্যয়নে বাদশাহ ফয়সাল পুরস্কার সম্পাদনা

ইসলাম অধ্যয়নে শাখাটি বাদশাহ ফয়সাল পুরস্কারের জন্য অনুমোদিত অন্যতম প্রথম শাখাগুলির মধ্যে একটি। এটি ইসলামের পরিসেবা শাখার পাশাপাশি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটিকে ইসলামিক সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলির জন্য সাধারণত পুরস্কৃত করা হয়।

আরবি ভাষা ও সাহিত্যে বাদশাহ ফয়সাল পুরস্কার সম্পাদনা

চিকিৎসাশাস্ত্রে বাদশাহ ফয়সাল পুরস্কার সম্পাদনা

বিজ্ঞানে বাদশাহ ফয়সাল পুরস্কার সম্পাদনা

পুরস্কার পর্যায় সম্পাদনা

পুরস্কারটি প্রতিটি চক্রের বেশ কয়েকটি পর্যায়ের মধ্য দিয়ে যায়। পুরস্কারের সাধারণ সচিবালয় (সম্পাদকমণ্ডলী) প্রথমে বিষয়টি নির্বাচন করে। তারপর সংশ্লিষ্ট সংস্থাগুলির সাথে চিঠিপত্রের পর্যায় শুরু করে মনোনয়ন গ্রহণ করেন, এবং অবশেষে বিজয়ীদের নির্বাচনের পর্যায় শুরু হয়।[৮]

বিষয় ঘোষণার পর্যায়

সাধারণ সচিবালয়, বিশেষায়িত কমিটির মাধ্যমে, এই পর্যায়ে একই বিষয়ে পূর্বে সম্পন্ন অধ্যয়ন এবং গবেষণার উপর ভিত্তি করে পুরস্কারের পাঁচটি বিভাগের প্রতিটিতে বিষয়গুলি নির্বাচন করে। ইসলামী সম্প্রদায়ে এবং আরবি ভাষা বিভাগে গুরুত্বপূর্ণ বিষয় গুলি বেছে নেওয়া হয় যা সাহিত্যকে সমৃদ্ধ করে, এবং চিকিৎসাক্ষেত্রে, বিশ্বব্যাপী আগ্রহের বিষয়গুলি বেছে নেওয়া হয়, এবং বিজ্ঞান বিভাগে পর্যায়ক্রমিক বিষয়গুলি বেছে নেওয়া হয়, একবার পদার্থবিজ্ঞানে, একবার রসায়নে, একবার গণিতে, এবং একবার জীবন বিজ্ঞানে।

চিঠিপত্র এবং মনোনয়ন গ্রহণের পর্যায়

বিষয়টি নির্বাচন করার পর সাধারণ সচিবালয় ইসলামিক সংগঠন, বিশ্ববিদ্যালয় এবং বৈজ্ঞানিক প্রতিষ্ঠানকে চিঠি লিখে যাকে উপযুক্ত মনে করে তাকে মনোনীত করে। এই সংস্থাগুলি বা পূর্ববর্তী পুরস্কার বিজয়ীদের কাছ থেকে মনোনয়ন গ্রহণ করা হয়। স্বতন্ত্র মনোনয়ন বা রাজনৈতিক দলের মনোনয়নের ক্ষেত্রে, তারা সরাসরি প্রত্যাখ্যাত হয়। এরপর, সাধারণ সচিবালয়ের বিশেষজ্ঞরা আগত মনোনয়নগুলি পরীক্ষা করে নিশ্চিত করেন যে এই মনোনয়নগুলিতে বিষয়বস্তুর জন্য নির্দিষ্ট শর্তগুলি পূরণ করেছে কিনা, এবং তারপরে তাদের মনোনয়নগুলি পর্যালোচনা করতে এবং তাদের প্রতিবেদন গুলি লেখার জন্য বৈজ্ঞানিক দক্ষতাসম্পন্ন বিশেষজ্ঞদের বা সাধারণ কমিটির কাছে পাঠানো হয়।

বিচারের পর্যায় এবং বিজয়ীদের নির্বাচন

এই পর্যায়ে, সাধারণ সচিবালয়ের নিরপেক্ষতা নিশ্চিত করতে এবং স্বচ্ছতা বাড়াতে বিভিন্ন জাতীয়তা ও বৈজ্ঞানিক কেন্দ্র থেকে সালিসকারী নির্বাচন করা হয়। তারপরে, পুরস্কারের প্রতিটি বিভাগে বাছাই কমিটি গঠিত হয়, যেখানে সৌদি আরব রাজ্যের অভ্যন্তরীণ এবং বাইরের বিশেষজ্ঞদের একটি গোষ্ঠী গঠিত হয়। এক বা একাধিক বিজয়ী বা সেই বছরের জন্য পুরস্কার স্থগিত রাখা; এই সমস্ত বিষয়ে এই কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হয়।

বিজ্ঞাপন এবং পার্টি মঞ্চ

এই পর্যায়ে, পুরস্কার কর্তৃপক্ষের চেয়ারম্যান বাদশাহ খালেদ আল-ফয়সাল প্রতি বছরের প্রথম মাসে বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং তারপরে তাদের অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয় এবং সৌদি আরবের বাদশাহের পৃষ্ঠপোষকতায় তাদের পুরস্কার হস্তান্তর করা হয়।

পুরস্কারের উপাদান সম্পাদনা

এর পাঁচটি শাখার প্রতিটিতে পুরস্কারের মধ্যে রয়েছেঃ[৯][১০]

  • পুরস্কার কমিটির প্রধান বাদশাহ খালেদ আল-ফয়সাল স্বাক্ষরিত দিওয়ানি আরবি ক্যালিগ্রাফিতে লেখা বিলাসবহুল কাগজের একটি পেটেন্ট, একটি বিলাসবহুল চামড়ার ফাইলের ভিতরে, বিজয়ীর নাম এবং সেই কাজের সারসংক্ষেপ যা তাকে পুরস্কার জয়ের জন্য যোগ্য করেছে।

পুরস্কার প্রক্রিয়া সম্পাদনা

প্রতি বছর নির্বাচন কমিটি আরবি সাহিত্য, ইসলামী শিক্ষা ও চিকিৎসা বিষয়গুলো নির্বাচন করেন। ইসলামী শিক্ষা বিভাগে নির্বাচিত বিষয়ে মুসলিম অধ্যুষিত সমাজ ও এলাকাসমূহের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। আরবি সাহিত্য বিশেষ এলাকার সাথে সম্পর্কিত একাডেমিক বিষয়। চিকিৎসা বিভাগ সম্পূর্ণ আন্তর্জাতিক বিষয়কে সমর্থন করে। বিজ্ঞান বিভাগ পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও গণিত বিষয় এই চারটি উপবিভাগে বিভক্ত।

পুরস্কার সম্পাদনা

পাঁচটি বিভাগের প্রত্যেকটি পুরস্কারে প্রদান করা হয়ঃ

  1. একটি হাতে লেখা দিওয়ানি ক্যালিগ্রাফি সার্টিফিকেট, যাতে জয়ী মানুষটির কাজ সংক্ষেপিত থাকে।
  2. একটি ২৪ ক্যারেট, ২০০ গ্রাম ওজনের স্বারক স্বর্ণ পদক।
  3. নগদ ৭৫০,০০০ সৌদি রিয়েল (২০০,০০০ ইউএস ডলার) বৃত্তি প্রদান।

যেকোন যৌথ পুরস্কার বিজয়ীদের ক্ষেত্রে পুরস্কারের অর্থ ভাগ করে দেওয়া হয়। পুরস্কার সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি বাদশাহের উপস্থিতি ও পৃষ্ঠপোষকতায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়।[২]

দেশ অনুযায়ী অবস্থান সম্পাদনা

২০১৯ সালে মার্চের শেষ পুরস্কার অনুষ্ঠান পর্যন্ত, ৪৩টি জাতীয়তা থেকে ২৬৫ বিজয়ী এই পুরস্কার জিতেছে।[১১] ২০২১ সাল পর্যন্ত সর্বাধিক পুরস্কার বিজয়ী পাঁচটি দেশ হলঃ[হালনাগাদ প্রয়োজন]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Homepage KFIP"। ২৩ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৭ 
  2. "Selection Procedure"। ৩ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৭ 
  3. "What is King Faisal International Award?"www.almrsal.com। ২০১৮-০৭-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১১-০৯ 
  4. "King Faisal Prize | About KFP" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১১-০৯ 
  5. "About King Faisal Award"kfip.org। ২০১৭-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১১-০৯ 
  6. "Speech By Prince Khaled Al-faisal, Chairman Of The King Faisal Prize Committee"kff.com। ২০১৪-১০-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১১-০৯ 
  7. "Prize Ceremonies - First Ceremony" (পিডিএফ)kfip.org। ২০১৭-০৭-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১১-০৯ 
  8. "King Faisal International Prize... A Saudi Effort to Support the Advancement of Humanity"alkhaleejonline.net (আরবি ভাষায়)। ২০১৮-০২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১১-১০ 
  9. "King Faisal International Prize... A Saudi Message for Peace and Service to Humanity"sabq.org। ২০১৭-০৪-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১১-১০ 
  10. "About the Award - Components of the Award"kfip.org। ২০১৭-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১১-১০ 
  11. "King Faisal Prize "The glory of individuals is not made by prestige, lineage, or mediocrity. Rather, it is made by their great deeds aimed at serving their faith, the good of their nation, their country, and all of humanity.""www.kff.com। ২০২০-১১-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১১-০৯ 

বহিঃসংযোগ সম্পাদনা