বাটাজোড়া ইউনিয়ন
বাংলাদেশের একটি বিলুপ্ত ইউনিয়ন
বাটাজোড়া ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত সন্দ্বীপ উপজেলার একটি বিলুপ্ত ইউনিয়ন।
বাটাজোড়া | |
---|---|
বিলুপ্ত ইউনিয়ন | |
২০নং বাটাজোড়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে বাটাজোড়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩২′৪″ উত্তর ৯১°২৫′১৬″ পূর্ব / ২২.৫৩৪৪৪° উত্তর ৯১.৪২১১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | সন্দ্বীপ উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
অবস্থান
সম্পাদনাচট্টগ্রাম জেলার অন্তর্গত সন্দ্বীপ উপজেলার পশ্চিমাংশে ছিল বাটাজোড়া ইউনিয়নের অবস্থান। এর উত্তরে ও পশ্চিমে ছিল কাটগড় ইউনিয়ন ও দক্ষিণে ছিল ইজ্জতপুর ইউনিয়ন, যে দুইটি ইউনিয়নও বর্তমানে বিলুপ্ত। দক্ষিণ-পূর্বে ছিল হরিশপুর ইউনিয়ন ও পূর্বে ছিল কালাপানিয়া ইউনিয়ন।
ইতিহাস
সম্পাদনাবাটাজোড়া ইউনিয়ন ছিল সন্দ্বীপ উপজেলার আওতাধীন ২০নং ইউনিয়ন পরিষদ; বঙ্গোপসাগরে বিলীন হয়ে যাওয়ায় এটি বর্তমানে বিলুপ্ত।