বাজিতপুর ইউনিয়ন

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার একটি ইউনিয়ন

বাজিতপুর ইউনিয়ন বাংলাদেশর ঢাকা বিভাগের মাদারীপুর জেলার রাজৈর উপজেলার একটি ইউনিয়ন যা ১৭টি গ্রাম নিয়ে গঠিত।[১]

বাজিতপুর
ইউনিয়ন
বাজিতপুর ঢাকা বিভাগ-এ অবস্থিত
বাজিতপুর
বাজিতপুর
বাজিতপুর বাংলাদেশ-এ অবস্থিত
বাজিতপুর
বাজিতপুর
বাংলাদেশে বাজিতপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৯′২২″ উত্তর ৯০°২′৪৩″ পূর্ব / ২৩.১৫৬১১° উত্তর ৯০.০৪৫২৮° পূর্ব / 23.15611; 90.04528 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলামাদারীপুর জেলা
উপজেলারাজৈর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানহালিম ফকির[১]
আয়তন
 • মোট২১.০৭ বর্গকিমি (৮.১৪ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২০,০৯২
 • জনঘনত্ব৯৫০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪২.৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ভৌগোলিক উপাত্ত সম্পাদনা

আমগ্রাম ইউনিয়নের মোট আয়তন ৫,২০৭ একর বা ২১.০৭ বর্গ কিলোমিটার। গ্রামের সংখ্যা ১৭টি। ঘরবাড়ির সংখ্যা ৪,৩১৮টি। এই ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে কুমার নদী। এছাড়া বাগিয়ার বিল বাজিতপুর ইউনিয়নের একটি উল্লেখযোগ্য বিল[১]

২০১১ সালের হিসেব অনুযায়ী এ ইউনিয়নে হাট-বাজার রয়েছে ৩টি।

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাজিতপুর ইউনিয়নের ৪,৩১৮টি পরিবারে মোট জনসংখ্যা ২০,০৯২ জন এবং প্রতি বর্গ কিলোমিটারে ৯৫০ জন লোক বাস করে। এদের মধ্যে ১০,২৬৮ জন পুরুষ ও ৯,৮২৪ জন মহিলা এবং লিঙ্গ অনুপাত ১০৫। মুসলিম ধর্মালম্বী ১১,৬৫৯ জন, হিন্দু ধর্মালম্বী ৮,৪২৬ জন ও খ্রিস্টান ধর্মালম্বী ৭ জন।[২]

শিক্ষা সম্পাদনা

২০১১ সালের হিসেব অনুযায়ী বাজিতপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৪২.৯% (পুরুষ ৪৫.৯%, মহিলা-৩৯.৮%)।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বাজিতপুর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৬ 
  2. COMMUNITY REPORT: MADARIPUR (ইংরেজি ভাষায়)। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ফেব্রুয়ারি ২০১৫। আইএসবিএন 978-984-33-8597-0