বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার একটি ইউনিয়ন

বাঙ্গরা পশ্চিম বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর উপজেলার একটি ইউনিয়ন

বাঙ্গরা পশ্চিম
ইউনিয়ন
৭নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন পরিষদ
বাঙ্গরা পশ্চিম চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
বাঙ্গরা পশ্চিম
বাঙ্গরা পশ্চিম
বাঙ্গরা পশ্চিম বাংলাদেশ-এ অবস্থিত
বাঙ্গরা পশ্চিম
বাঙ্গরা পশ্চিম
বাংলাদেশে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪২′৫৪″ উত্তর ৯০°৫৬′৪৪″ পূর্ব / ২৩.৭১৫০০° উত্তর ৯০.৯৪৫৫৬° পূর্ব / 23.71500; 90.94556 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলামুরাদনগর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোঃ বাহার খান
আয়তন
 • মোট১৮ বর্গকিমি (৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২২,৫৮৭
 • জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৫.৪১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৪৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের আয়তন ১৮ বর্গ কিলোমিটার।[১]

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের জনসংখ্যা ২২,৫৮৭ জন। এর মধ্যে পুরুষ ১০,৬৪২ জন এবং মহিলা ১১,৯৪৫ জন।[১]

ইতিহাস সম্পাদনা

১৮৮৫ খ্রিষ্টাব্দে বাঙ্গরা গ্রামের নামানুসারে বাঙ্গরা ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এটি বাঙ্গরা পশ্চিম ও বাঙ্গরা পূর্ব নামে দুইটি ইউনিয়নে বিভক্ত হয়।[১]

অবস্থান ও সীমানা সম্পাদনা

মুরাদনগর উপজেলার উত্তর-মধ্যাংশে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে বাঙ্গরা পূর্ব ইউনিয়ন, উত্তরে শ্রীকাইল ইউনিয়ন, পশ্চিমে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে কামাল্লা ইউনিয়ন, দক্ষিণে যাত্রাপুর ইউনিয়ন এবং দক্ষিণ-পূর্বে চাপিতলা ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন মুরাদনগর উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঙ্গরাবাজার থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫১নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৩ এর অংশ। এটি ৬টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[১]

  • দীঘিরপাড়
  • ধনপতিখোলা
  • কালারাইয়া
  • গাজীপুর
  • পাজিরপাড়
  • কোদালকাটা
  • মির্জাপুর
  • নোয়াগাঁও
  • কালিপুরা
  • কাগাতুয়া
  • কুড়াখাল
  • কুরুণ্ডী

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের সাক্ষরতার হার ৫৫.৪১%। এ ইউনিয়নে ১টি কলেজ, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা ও ০৭ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[১]

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

কলেজ
মাধ্যমিক বিদ্যালয়
মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  • কাগাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কালারাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কালিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কুড়াখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধনপতিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

মুরাদনগর উপজেলা সদর থেকে এ ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক মুরাদনগর-বাঙ্গরাবাজার সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।[১]

ধর্মীয় উপাসনালয় সম্পাদনা

বাঙ্গরা পশ্চিম ইউনিয়নে ৪৮টি মসজিদ ও ৫টি মন্দির রয়েছে।[১]

খাল ও নদী সম্পাদনা

বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আর্চি নদী[১]

হাট-বাজার সম্পাদনা

বাঙ্গরা পশ্চিম ইউনিয়নে ৪টি হাট-বাজার রয়েছে। <refnamename

  • বিষ্ণপুর বাজার
  • দিঘীর পাড় বাজার
  • কাগাতুয়া বাজার
  • কালিপুরা বাজার ="bangarawestup"/>

দর্শনীয় স্থান সম্পাদনা

  • দুদু শাহের মাজার, ধনপতিখোলা;
  • পাগল শাহের মাজার, দীঘিরপাড়;
  • লাডুম শাহের মাজার, কালারাইয়া;
  • কালী ভিটা, ধনপতিখোলা,
  • ধনপতিখোলা কেন্দ্রীয় কবরস্থান।
  • [১]

জনপ্রতিনিধি সম্পাদনা

  • বর্তমান চেয়ারম্যানঃ জনাব হাজী বাহার খান[১]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "এক নজরে 7নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন"bangarawestup.comilla.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৭-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-২৪ 

বহিঃসংযোগ সম্পাদনা