বাংলা বাগধারার তালিকা

বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরি হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে। বলা যায় বাক্যার্থ ছাপিয়ে এখানে ব্যাঙ্গার্থই প্রধান।

নিচে বাংলা ভাষার কিছু বাগধারার তালিকা দেওয়া হয়েছে।

{Compact ToC|center=yes}}

গড্ডলিকা প্রবাহ = অন্ধ অনুকরণ

সম্পাদনা

বাগধারা অর্থ
অ আ ক খ১ বর্ণজ্ঞান; বর্ণমালা (ছেলেটির অ আ ক খ শিখতেই ছ'মাস কেটে গেলো।); সমার্থক বাগধারা- ক খ।
অ আ ক খ২ প্রাথমিক বা সাধারণ জ্ঞান (এ বিষয়ে আমার অ আ ক খ জ্ঞান নেই।); সমার্থক বাগধারা- ক খ।
অ আ ক খ৩ প্রারম্ভিক পুস্তক (ইউক্লীড লিখিত 'এলিমেন্টস' নামের বইটি জ্যামিতিশাস্ত্রের অ আ ক খ।)
অকর্মার ধাড়ি অকাজে অগ্রগণ্য; কোন কাজের নয়; নিতান্ত অলস ব্যাক্তি; (তুমি একটা অকর্মার ধাড়ি।) সমার্থক বাগধারা- অকালকুষ্মাণ্ড; অখদ্যে-অবদ্যে; অগাকান্ত; অগামারা; অগারাম; অপোগণ্ড; আমড়া কাঠের ঢেঁকি; খোদার খাসি; গোবরগণেশ; গোকুলের ষাঁড়; তালপাতার খাঁড়া, ধানগাছের তক্তা; ধানকাঠের মই; নিকম্মার ঢেঁকি; ষাঁড়ের গোবর ইত্যাদি
অকলের/আকলের শত্রু/ অকলকে দুশমন মূর্খ (মনে যখন কোন প্রশ্ন জাগে না তখন তোমাকে অকলের শত্রু বলে মনে হচ্ছে।)
অকস্মাৎ বজ্রপাত অপ্রত্যাশিত বিপদ (বাবা মারা গেলেন পরিবারে অকস্মাৎ বজ্রপাত হল।)
অকাজের গোঁসাই অনুচিত কাজ করতে মুখিয় থাকা ব্যক্তি।
অকারণে হৈচৈ অহেতুক চিন্তা; সমার্থক বাগধারা- 'মাথা নেই তার মাথাব্যথা'।
অকাল দুর্ভিক্ষ (অকালে কি না খায়)।
অকাল-অপক্ক বোকা; বয়সোচিত ব্যবহার বা বুদ্ধির অভাব (হয় সে অকালপক্ব; নয় সে অকাল-অপক্ব-রবীন্দ্রনাথ ঠাকুর)।
অকালকুষ্মাণ্ড১ অকাল জাত চালকুমড়ার বলিদান হয় না লক্ষণায়- অকর্মণ্য; অকেজো; অপদার্থ; কোন কাজের নয়; তিরস্কারস্থলেই ব্যবহৃত হয় (অকালকুস্মাণ্ড ছেলে; নাহি কি জ্ঞানকাণ্ড, অকাল্কুস্মাণ্ড? দ্বিজেন্দ্রলাল রায়); সমার্থক বাগধারা- অকর্মার ধাড়ি; অখদ্যে-অবদ্যে; অপোগণ্ড; আমড়া কাঠের ঢেঁকি; গর্ভস্রাব ইত্যাদি।
অকালকুষ্মাণ্ড২ কুলনাশক; (উৎসকাহিনী- গান্ধারী অকালে একটি কুস্মাণ্ডাকার মাংসপিণ্ড প্রসব করেন; সেই মাংসপিণ্ড থেকে কুরুকুলনাশক দুর্যোধনাদি শতপুত্রের জন্ম হয়; তাই থেকে কেউ পরিবারের ক্ষতি করলে তাকে 'অকালকুস্মাণ্ড' বলে তিরস্কার করা হয়)।
অকালপক্ক ডেঁপো; বয়সের তুলনায় বেশি পাকা; বালকবয়সে বড়দের মত আচরণ যার (হয় সে অকালপক্ব; নয় সে অকাল-অপক্ব-রবীন্দ্রনাথ ঠাকুর); সমার্থক শব্দ- ইঁচড়ে/এঁচোড়ে পাকা।
অকালবসন্ত সময়ের আগেই সুখের সূচনা।
অকালবোধন অনুপযুক্ত সময়ে কোন শুভ কাজের সূচনা।
অকালমৃত্যু পরিণত বয়সের আগে মৃত্যু।
অকালসন্ধ্যা১ অসময়ে আগত সময়।
অকালসন্ধ্যা২ সময়ের আগেই কষ্টের সূচনা।
অকালের বাদল/বাদলা অপ্রত্যাশিত বাধা।
অকালের তাল অসময়ে প্রাপ্ত দ্রব্য।
অকূল/অকূলদরিয়া/অকূলপাথার কঠিন বিপদ; চরম/মহাসংকট; (বাবা মারা যাওয়ায় আমি অকূলে পড়েছি); সমার্থক বাগধারা- অথৈ জল; সানকিতে বজ্রাঘাত।
অকূলতারণ বিপদে যে রক্ষা করে এমন ব্যক্তি; সমার্থক বাগধারা- অকূলের কূল।
অকূলে কূল পাওয়া নিরুপায় অবস্থা থেকে উদ্ধার পাওয়া; গভীর সঙ্কটে সাহায্য পাওয়া; মহাবিপদ থেকে উদ্ধার পাওয়া।
অকূলে ডোবা/পড়া ভীষণ বিপদ বা মহাসঙ্কটে পড়া।
অকূলদরিয়ায় ভাসা কঠিন বিপদে পড়ে দিশেহারা হওয়া (আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে অকূলদরিয়ার বুঝি কূল নাই রে- আব্বাসুদ্দিন আহ্‌মেদ)।
অকূলের কূল বিপদে ত্রাণকর্তা; সমার্থক বাগধারা- অকূলতারণ।
অকূলের ভেলা একান্ত নিরুপায় অবস্থার শেষ অবলম্বন।
অক্কা পাওয়া/ অক্কাপ্রাপ্তি কৌতুকে- ঈশ্বরপ্রাপ্তি; মৃত্যু (শেষরাত্রে বুড়োটা অক্কা পেলো।); সমতুল্য বাগধারা- আত্মারাম খাঁচাছাড়া; ঈশ্বরপ্রাপ্তি; গঙ্গাপ্রাপ্তি; পঞ্চত্বপ্রাপ্তি; পটল তোলা; শিঙে ফোঁকা ইত্যাদি।
অক্টোপাস চারিদিক থেকে আসা মারাত্মক আক্রমণ (নানাসমস্যা চারিদিক থেকে আমাকে অক্টোপাসের মত জড়িয়ে ধরেছে)।
অক্ষয়বট অতিপ্রাচীন ব্যক্তি; অতিবৃদ্ধ ব্যক্তি (উৎসকাহিনী- গয়া, প্রয়াগ, ভুবনেশ্বর ইত্যাদি তীর্থস্থানে রোপিত বটবৃক্ষ যাদের পূজা করলে অক্ষয় পূণ্যলাভ হয়); সনাতন ধর্মাবলম্বীরা বড় বটগাছকে 'অক্ষয় বট' বলে থাকেন; সমার্থক বাগধারা- আদ্যিকালের বদ্যিবুড়ো; ঘাটের মড়া; তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, ভূষণ্ডির কাক ইত্যাদি।
অক্ষরজ্ঞান/পরিচয়১ সামান্যতম জ্ঞান (এই বিষয়ে আমার অক্ষরপরিচয় নেই); সমার্থক বাগধারা- অ আ ক খ।
অক্ষরজ্ঞান/পরিচয়২ প্রাথমিক শিক্ষা; হাতে খড়ি (শিশুটির এখনো অক্ষরপরিচয় হয় নি)।
অক্ষরে অক্ষরে কিছুমাত্র অন্যথা না করে; কোন ব্যতিক্রম না করে; যথাযথভাবে; সম্পূর্ণভাবে (তোমার নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি)।
অক্সিজেন জোগানো বাঁচার আশ্বাস পাওয়া; বিপদে ভরসা দেওয়া।
অখদ্যে অবদ্যে অকর্মণ্য; অপদার্থ (তোমার মত অখদ্যে অবদ্যেকে দিয়ে এ কাজ হবে না)।
অখন-তখন অবস্থা আশঙ্কাজনক অবস্থা; যেকোন সময় মারা যেতে পারে; (রোগীর অবস্থা অখন-তখন); সমার্থক বাগধারা- যখন তখন অবস্থা; যায় যায় অবস্থা; পাঠান্তর- এখন-তখন অবস্থা।
অগতির গতি১ অনন্যোপায়ের উপায়।
অগতির গতি২ নিরাশ্রয়ের আশ্রয়।
অগতির গতি৩ পতিতপাবন; পতিতের উদ্ধারক ঈশ্বর; বিপদতারণ।
অগত্যা মধুসূদন অনন্যোপায় হয়ে; নিমরাজী (কেউ যখন রাজী নয় তখন অগত্যা মধুসূদন আমিই এই কাজ করবো)।
অগভীর জলের পুঁটিমাছ অল্প ধন/বিদ্যা নিয়ে বড়াইকারী লোক।
অগর-মগর করা নানা অজুহাত দেখানো; 'কিছু করা বা না'-করার পক্ষে নানা অজুহাত/ওজর/যুক্তি দেখানো (চাকরকে অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করাতে সে অগর-মগর করতে লাগল)।
অগস্ত্যযাত্রা১ চিরদিনের জন্য প্রস্থান; শেষযাত্রা, যে-যাত্রায় বিদেশযাত্রী আর ঘরে ফিরে আসে না; (উৎসকাহিনী- অগস্ত্যমুনি ভাদ্রমাসের প্রথমদিনে বিন্ধ্যপর্বত লঙ্ঘন করে দাক্ষিণাত্যে যাত্রা করেন; পরে আর ফিরে আসেন নি)।
অগস্ত্যযাত্রা২ ভাদ্রমাস বা প্রতিমাসের প্রথমদিনে যাত্রা (নিষিদ্ধ বলে কল্পিত)।
অগা/অগাকান্ত/অগাচণ্ডী/ অগামারা/অগারাম বিদ্রুপে- নির্বোধ, অকর্মা বলে গালি; স্নেহযুক্ত তিরস্কারে- অগাকান্ত ও অগারাম; তুচ্ছার্থক তিরস্কারে- অগামারা।
অগাধ জল/সমুদ্র চরম বিপদ (চাকরিটা চলে যাওয়ায় অগাধ জলে পড়েছি)।
অগাধ জলের মাছ খুব চালাক লোক; সুচতুরব্যক্তি; যার মনোভাব বোঝা যায় না; সমার্থক বাগধারা- অথৈ জলের মাছ; গভীর জলের মাছ।
অগ্নি-অবতার১ অতি ক্রুদ্ধব্যক্তি; সমার্থক বাগধারা- অগ্নিমূর্তি; অগ্নিশর্মা; ভস্মলোচন।
অগ্নি-অবতার২ অতিতেজস্বী পুরুষ।
অগ্নিকন্যা অতিতেজস্বী নারী।
অগ্নিকাণ্ড বিষম অনর্থ; তুলকালামকাণ্ড; তুমুল ঝগড়াবিবাদ; প্রচণ্ড মারামারি (সংসারে অগ্নিকাণ্ড চলছে)।
অগ্নিগর্ভ অত্যন্ত উত্তেজনাপূর্ণ; উত্তপ্ত (অগ্নিগর্ভ পরিস্থিতির উদ্ভব হয়েছে; অগ্নিগর্ভ বক্তৃতা)।
অগ্নিচক্ষু/দৃষ্টি কঠোর দৃষ্টি
অগ্নিদাতা হিন্দুদের মধ্যে যে মৃতের মুখাগ্নি করে।
অগ্নিপরীক্ষা কঠিন পরীক্ষা; কঠিন পরিস্থিতির সম্মুখীন (সীতার অগ্নিপরীক্ষা)
অগ্নিবর্ধক ক্ষুধাবর্ধক; পরিপাকশক্তিবর্শক।
অগ্নিবর্ষণ ক্রোধপ্রকাশ
অগ্নিবল ক্ষুধা (গরীবের অন্নবল নেই, অগ্নিবল আছে।)
অগ্নিবাণ১ চরম আঘাত ('কলদৈত্য আসিয়া বেচারা তাঁতের উপর অগ্নিবাণ হানিল- রবীন্দ্রনাথ ঠাকুর)।
অগ্নিবাণ২ প্রচণ্ড দাবদাহ ('দারুণ অগ্নিবাণে রে হৃদয় তৃষায় হানে রে'- রবীন্দ্রনাথ ঠাকুর)।
অগ্নিবৃদ্ধি ক্ষুধাবৃদ্ধি; পরিপাকধক্তি বৃদ্ধি (পরিশ্রম করলে অগ্নিবৃদ্ধি হয়)।
অগ্নিমান্দ্য অক্ষুধা; অজীর্ণ রোগ; পরিপাকশক্তির অল্পতা; মন্দাগ্নি (লোকে বৃদ্ধবয়সে অগ্নিমান্দ্য রোগে ভোগে)।
অগ্নিমূর্তি অতিশয় ক্রুদ্ধ (শিক্ষকমশাই অগ্নিমূর্তি ধারণ করেছেন।); সমার্থক বাগধারা অগ্নি-অবতার, অগ্নিশর্মা; ভস্মলোচন।
অগ্নিমূল্য অত্যন্ত আক্রা; চড়াদাম (জিনিসপত্রের অগ্নিমূল্যে মানুষ বিপর্যস্ত)।
অগ্নিযুগ স্বদেশি আন্দোলনের সময়ের সশস্ত্র বিপ্লবের যুগ (বিপ্লবী ক্ষুদিরাম অগ্নিযুগের সন্তান ছিলেন)।
অগ্নিশর্ম/শর্মা অত্যন্ত কোপনস্বভাব-ব্যক্তি; ক্রুদ্ধ, ক্ষিপ্ত (প্রখরমূর্তি অগ্নিশর্ম, ছাত্র মরে আতঙ্কে-রবীন্দ্রনাথ); সমার্থক বাগধারা- অগ্নি-অবতার, অগ্নমূর্তি; ভস্মলোচন।
অগ্নিসংস্কার মন্ত্র পড়ে শবদাহ্; মৃতদেহ সৎকার।
অগ্নিসাক্ষী আগুন ছুঁয়ে বা আগুনকে সাক্ষী রেখে শপথ (অগ্নিসাক্ষী করে বলছি আমি এ ব্যাপারে বিন্দুবিসর্গ জানি না)।
অগ্নিসেবন আগুনের তাপ উপভোগ (কাঠ জ্বালিয়ে অগ্নিসেবন করছি)।
অগ্নিতে ঘৃতাহূতি উত্তেজনা/ক্রোধবৃদ্ধি (একেই উত্তেজনা চরমে, আর অগ্নিতে ঘৃতাহূতি দিও না।); পাঠান্তর- আগুনে ঘি ঢালা; আগুনে ধুনো দেওয়া।
অগ্নিতে বারিবর্ষণ উত্তেজনা/ক্রোধহ্রাস; রাগ স্থিমিত; পাঠান্তর- অনলে জল ঢালা/পড়া
অগ্রদানী হিন্দুদের শ্রাদ্ধে প্রেতের উদ্দেশ্যে প্রদত্ত তিলাদি দান গ্রহণকারী পতিতব্রাক্ষণ।
অগ্রদূত১ পথপ্রদর্শক।
অগ্রদূত২ প্রথম সংবাদবাহক।
অগ্রপশ্চাৎ১ পরিণাম (অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করলে ফল ভাল হয় না)।
অগ্রপশ্চাৎ২ ভালমন্দ।
অগ্রপশ্চাৎ৩ ভূত-ভবিষ্যৎ।
অগ্রপাণি আঙুল; ডানহাত; সমার্থক বাগধারা- দক্ষিণহস্ত।
অঘটনঘটনপটিয়সী অসাধ্যসাধনে বা অকাজে পটু নারী; মায়া।
অঘা/অঘাকান্ত/আঘাচণ্ডী/অঘামারা/অঘারাম বিদ্রুপে- নির্বোধ; অকর্মা- গালিবিশেষ; তিরস্কার করতে ব্যবহৃত হয়; স্নেহযুক্ত তিরস্কারে- অঘাকান্ত ও অঘারাম; তুচ্ছার্থক তিরস্কারে- অঘামারা।
অঙ্কলক্ষ্মী/অঙ্কশায়িনী পত্নী; স্ত্রী।
অঙ্কুরে বিনষ্ট শুরুতেই নাশ/বিনাশ (সাফল্যের আশা অঙ্কুরেই বিনষ্ট)।
অঙ্কুরোজ্ঞম কোন কিছুর সূত্রপাত।
অঙ্কুশ তাড়না গোপনে বা ভিতর থেকে তাড়না।
অঙ্কস্থ আয়ত্ব; হস্তগত।
অঙ্গ জল হওয়া১ ভয় পাওয়া (রাতের অন্ধকারে পথ চলতে ভয়ে আমার অঙ্গ জল হয়)।
অঙ্গ জল হওয়া২ ক্রোধ প্রশমিত হওয়া; শান্ত হওয়া (মেয়ের মুখ দেখলে বাবার অঙ্গ জল হয়)।
অঙ্গ জল হওয়া৩ শীতল হওয়া।
অঙ্গ জ্বালা অসন্তোষ; বিরক্তি (রাজনৈতিক নেতাদের বক্তৃতা শুনলে অঙ্গ জ্বালা করে); পাঠান্তর- গাত্রদাহ।
অঙ্গুলিত্রান/অঙ্গুস্তানা সেলাইয়ের সময় আঙুলে পরিধেয় বর্ম।
অঙ্গুলি নির্দেশ/হেলন আঙুলের ইসারা; আঙুলের নির্দেশ।
অচল পয়সা অকেজো; কোন কাজের নয়; কোন দাম নেই; মূল্যহীন (তোমার মত অচল পয়সা দিয়ে আমার কাজ হবে না)।
অচলায়তন প্রগতিবর্জিত ও গোঁড়ামিপূর্ণ প্রতিষ্ঠান (ধর্মীয় প্রতিষ্টানগুলিমাত্রই একেকটি অচলায়তন)।
অচিনপাখি প্রাণ/প্রাণবায়ু ('খাঁচার ভিতর অচিনপাখি কেমনে আসে যায়')।
অচন্দ্রচেতন যৌনচেতনাশূন্য।
অজগরবৃত্তি আলসেমি; এক জায়গায় স্থির থেকে যা পাওয়া যায় তাতেই জীবনধারণ করা।
অজগ্রাম/অজপাড়া/অজ পাড়াগাঁ১ নিতান্ত অপরিচিত ক্ষুদ্রপল্লী।
অজগ্রাম/অজপাড়া/অজ পাড়াগাঁ২ খাঁটি পুরোদস্তুর পল্লী
অজমূর্খ আকাট/নিরেট বোকা/মূর্খ।
অজাতশত্রু যার শত্রু নাই; যার শত্রু জন্মায়নি; যে শত্রুতা করে না (অজাতশত্রু যুধিষ্ঠির)
অজাতশ্মশ্রু১ যার গোঁফদাড়ি জন্মায় নি; অপ্রাপ্ত বা অল্পবয়স্ক।
অজাতশ্মশ্রু২ বয়ঃপ্রাপ্তি সত্ত্বেও গোঁফ-দাড়ি ওঠে না এমন; মাকুন্দ।
অজাযুদ্ধ১ যেখানে লড়াই থেকে আস্ফালন বেশি; যেকাজে আড়ম্বর বেশি ফললাভ সামান্য

(অজার যুদ্ধে আঁটুনি সার)।

অজাযুদ্ধ২ ঋষিদের শ্রাদ্ধানুষ্ঠান, যেখানে কলাপাতা বিছানো হলেও আহার্য্য পরিবেশন করা হয় না।
অজুহাত ওজর আপত্তি; কারণনির্দেশ; বাহানা (অক্ষমের অজুহাত খাড়া)।
অজ্ঞাততকুলশীল যার বংশপরিচয় বা স্বভাবসম্পর্কে কিছু জানা নেই; সম্পূর্ণ অপইচিত (অজ্ঞতকুলশীলকে ঘরে স্থান দিতে নেই)।
অঞ্চলনিধি অত্যন্ত প্রিয়বোধে যা আঁচলের নীচে ঢেকে রাখা হয়; স্বামী বা সন্তান; মূলতঃ আদরের পুত্রসন্তান (মায়ের অঞ্চলনিধি)।
অঞ্চলপ্রভাব স্বামীর উপর স্ত্রীর প্রভাব/প্রভুত্ব; স্ত্রীর একান্ত অনুগত; (আজকাল অঞ্চল প্রভাব অতীব প্রবল); সমার্থক বাগধারা- আঁচলধরা।
অতঃকিম এরপর কী; কিংকর্তব্যবিমূঢ় অবস্থা; সমার্থক বাগধারা- ততঃকিম।
অতশত খুঁটিনাটি; নানাবিধ বিষয় (অতশত আমি জানি না)।
অতিকথায় বার্তা নষ্ট বাকচাতুর্যে মূলবক্তব্য হারিয়ে যায়।
অতিগর্জনে ফোঁটাবৃষ্টি হাঁকডাকওয়ালারা কাজের বেলায় অষ্টরম্ভা।
অতিঘরন্তি গৃহকর্মনিপুণা কুমারী মেয়ে (অতিঘরন্তি না পায় ঘর অতিসুন্দরী না পায় বর)।
অতি চালাকের গলায় দড়ি বেশি চালাকির পরিণাম অশুভ হয়।
অতিদর্পে হত লঙ্কা অহঙ্কারে পতন অনিবার্য।
অতিভক্তি চোরের লক্ষণ ভক্তির আতিশয্যে গোপন উদ্দেশ্য প্রচ্ছন্ন থাকে।
অতিলোভে তাঁতী নষ্ট লোভের মাত্রা অতিক্রান্ত হলে সমূহ ক্ষতি।
অথৈ জল চরমসংকট; ভীষণ বিপদ (হঠাৎ চাকরি হারিয়ে অথৈ জলে পড়েছি।; সমার্থক বাগধারা- অকূল পাথার, সানকিতে বজ্রাঘাত ইত্যাদি।
অথৈ জলের মাছ সুচতুর ব্যক্তি; চাপা স্বভাবের লোক; সমার্থক বাগধারা- অগাধ জলের মাছ; গভীর জলের মাছ।
অদল-বদল তুল্যবিষয়ের পরিবর্তন (তার মতিগতিতে কিছু অদলবদল হবে না); সমার্থক বাগধারা- উলট-পালট; এদিক-ওদিক; হেরফের ইত্যাদি।
অদানে অব্রাহ্মণে সৎ বা সার্থক কাজে নয়; সাধারণত বাজে কাজে অর্থ ও পরিশ্রম ব্যয় সম্পর্কে প্রযোজ্য হয়।
অদিনে অক্ষণে শুভ বা প্রশস্ত দিন বা সময় নয়; খুবই দুর্দিনে এবং কুক্ষণে।
অদৃষ্টের কিল/পরিহাস ভাগ্যবিপর্যয়; ভাগ্যের মার (অদৃষ্টের কিল ভূতেও কিলায়); সমার্থক বাগধারা- কপালের ফের; গ্রহের ফের; বিধির বিড়ম্বনা।
অধঃপাতে যাওয়া উচ্ছন্নে যাওয়া; কুসংসর্গে নষ্ট হওয়া; দুশ্চরিত্র হওয়া।
অধমাধম অধমেরও অধম; অত্যন্ত নিকৃষ্ট/নীচ; সমার্থক বাগধারা- কীটস্য কীট।
অধিকগর্জনে অল্পবর্ষণ মেঘ বেশি ডাকলে বৃষ্টি কম হয়; সমতুল্য- 'অনেক গর্জনে ফোঁটা বৃষ্টি'; 'বর্ষণ নেই গর্জন সার'; 'যত গর্জে তত বর্ষে না';'বহ্বারম্ভে লঘুক্রিয়া'ইত্যাদি।
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট অবাঞ্ছিত বহুব্যক্তির সমাবেশে মতভেদজনিত কারণে সমস্ত কাজকর্ম পণ্ড।
অধিবাস ্পূজা বিয়ে ইত্যাদির আগে পালনীয় সংস্কারবিশেষ।
অধিবিন্না দ্বিতীয়বার বিবাহিত পুরুষের জীবিত প্রথমাপত্নী।
অধিবেত্তা প্রথমস্ত্রী জীবিত থাকা সত্বেও তার বন্ধ্যাদোষহেতু দ্বিতীয়বার বিবাহকারী পুরুষ; তুলনীয়- দোজোবর।
অধিমাস অতিরিক্ত চান্দ্রমাস, যে মাসে দুটি অমাবস্যা পড়ে;সমার্থক বাগধারা-মলমাস।
অনন্তনিদ্রা/যাত্রা চিরনিদ্রা; মৃত্যু।
অনন্তবালা হাতে পরার অলঙ্কারবিশেষ (আজকাল মোটামোটা অনন্তবালা আর কেউ পরে না।)
অনন্তরূপা/ অনন্তরূপিণী নানারূপধারিণী (অনন্তরূপিণী মূর্তি)
অনন্তশয়ন/শয্যা১ বিষ্ণুর অনন্তনাগ শয্যা
অনন্তশয়ন/শয্যা২ চিরনিদ্রা; মৃত্যু
অনভ্যাসের ফোঁটা১ আচমকা সৌভাগ্যের অস্বস্তি
অনভ্যাসের ফোঁটা২ প্রাথমিক অস্বস্তি (অনভ্যাসের ফোটা কপাল চড়চড় করে- প্রবাদ)
অনলে জল ঢালা/পড়া উত্তেজনা হ্রাস; রাগ স্তিমিত; সমার্থক বাগধারা- অগ্নিতে বারিবর্ষণ
অনাগতবিধাতা আগাম উদ্যোগকারী; ভবিষ্যতের জন্য সংস্থানকারী; ভাবি অনিষ্টের প্রতিকারক; যে পরিণামের চিন্তায় আগাম ব্যবস্থা গ্রহণ করে বা প্রস্তুত থাকে।
অনাথের দৈব সখা/ অনাথো দৈবরক্ষক স্বয়ং ঈশ্বর অনাথকে রক্ষা করেন।
অনাথের নাথ ঈশ্বর ('অনাথের ও নাথ গৌরা রে')
অনামিকা১ কড়ে আঙুলের পাশের নামছাড়া চতুর্থ আঙুল; আংটি আঙুল (উৎসকাহিনী- একবার শিব প্রচণ্ড রেগে নামছাড়া আঙুলের একখোঁচায় ব্রহ্মার একমুণ্ড খসিয়ে দেন; পরে অনুতপ্ত হয়ে তিনি পাপী আঙুলকে এই বলে অভিশাপ দেন যে তার কোন পরিচয় নাম থাকবে না; সেইথেকে নামহীন আঙুলের নাম হয়ে গেল অনামিকা; মজার কথা হল বিশ্বজুড়ে সংস্কৃ্তির অঙ্গ বা সংস্কারহিসাবে মেয়েদের বিয়ের আংটি এই অনামিকা আঙুলেই পরানো হয়।)
অনামুখো কুৎসিত ব্যক্তি; যার মুখ দেখলে অমঙ্গল হয়- গ্রামা মেয়েলি গালিবিশেষ
অনাসৃষ্টি অদ্ভূত; কুৎসিত; সৃষ্টিছাড়া (ভুবনজুড়ে চলছে অনাহার অনাবৃষ্টি একী অনাসৃষ্টি- রবীন্দ্রনাথ।)
অনাহারী ব্যঙ্গে- অবৈতনিক; কাজ করে কিন্তু বেতন পায় না (আমি এক অনাহারী কর্মচারী।)
অনিষ্ট হতে ইষ্টলাভ/অনিষ্টে ইষ্টলাভ মন্দঘটনা থেকে ভাল ঘটনার উৎপত্তি (অনেকের অনিষ্টে ইষ্টলাভ হয়); সমতুল্য- শাপে বর; অহিতে বিপরীত।
অনুপান ঔষধের সাথে বা পরে পেয় মিষ্টিরস (মধু মকরধ্বজের অনুপান)
অনুরোধে ঢেঁকি গেলা১ অনুরোধ এড়াতে না পেরে অনিচ্ছা সত্ত্বেও কোনো কাজ করা((অনেকসময় অনুরোধে ঢেঁকি গিলতে হয়)।
অনুরোধে ঢেঁকি গেলা২ অনুরোধে দুরূহ কাজ করতে সম্মত হওয়া;
অনুলোম বিবাহ উচ্চবর্ণের পাত্রের সাথে নীচবর্ণের পাত্রীর বিয়ে।
অনেক কাঠখড় পুড়িয়ে বহু চেষ্টা ও পরিশ্রম করে (অনেক কাঠখড় পুড়িয়ে একটা চাকরি জোগাড় করেছি।)
অনেক জলের মাছ১ অত্যন্ত চালাক; চালচলন টের পাওয়া যায় না এমন সুচতুর ব্যক্তি; (লোকটি অগাধ জলের মাছ ওকে ছুঁতে পারবে না।)
অনেক জলের মাছ২ ধীরস্থির অবিচলিতচিত্ত গম্ভীর-স্বভাবযুক্ত ব্যক্তি।
অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট বহুজনের কর্তৃত্ব থাকলে অনুষ্ঠানে কাজের থেকে অকাজ বেশি হয়; ফলে কাজকর্মে বিশৃঙ্খলা দেখা দেয়।
অন্তর টিপুনি গোপন ব্যথা; অন্যের অজ্ঞাতে কারো মনে গোপনে আঘাত।
অন্তরাত্মা জীবাত্মা (পুলিশ দেখে দুস্কৃতির অন্তরাত্মা শুকিয়ে গেছে।)
অন্তর্জলি পারলৌকিক মঙ্গলের জন্য হিন্দুমুমূর্ষুর নিম্নাঙ্গ গঙ্গাজলে নিমজ্জন।
অন্তর্জলি যাত্রা অন্তিমকাল শুরু; পতন বা মৃত্যু আসন্ন (সভ্যতার অন্তর্জলি যাত্রা শুরু হয়ে গেছে)।
অন্তর্দাহ ঈর্ষাজনিত কারণে গাত্রদাহ।
অন্তিমদশা মরণকাল; মুমূর্ষু অবস্থা।
অন্ধ ও খোঁড়ার পথ চলা অন্ধের সাহায্যে খোঁড়ার পথ চলা; অন্ধপঙ্গুন্যায় দ্রষ্টব্য।
অন্ধকার দেখা বিপদের আশঙ্কায় বা ভয়ে ও ভাবনায় দিশেহারা হওয়া।
অন্ধকার দেখানো বিপদে ফেলে অভিভূত করা।
অন্ধকারে উকুন বাছা যে কাজ করা কোনমতে সম্ভব নয়; সমার্থক বাগধারা- 'আকাশ থেকে চাঁদ পাড়া'; 'কম্বলের লোম বাছা'; 'কোদাল দিয়ে দাড়ি চাঁচা'; 'খড়মপায়ে গঙ্গা পার হওয়া'; 'খড়ের গাদায় সূঁচ খোঁজা'; 'ঝিনুক দিয়ে জলদেচা'; 'মুড়া কোদালে খাল কাটা'; শামুক দিয়ে জলসেচা ইত্যাদি।
অন্ধকারে কালো বিড়াল খোঁজা অন্ধকারে উকুন বাছা- দ্রষ্টব্য।
অন্ধকারে ঢিল ছোঁড়া১ কার্যসিদ্ধি হতে পারে এই আশায় অনিশ্চয়তা সত্বেও কিছু করা'
অন্ধকারে ঢিল ছোঁড়া২ নিছক অনুমানের ভিত্তিতে আন্দাজে কিছু করা বা বলা।
অন্ধকারে থাকা১ কিছু না জানা; কোন বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ বা অনভিহিত থাকা।
অন্ধকারে থাকা২ থই না পাওয়া।
অন্ধকারে হাতড়ানো১ চোখে দেখতে না পাওয়ায় হাতের স্পর্শ দিয়ে অনুমান করা; অনুমানে
অন্ধকারে হাতড়ানো২ স্পষ্ট জ্ঞান না থাকায় অনুমানে কিছু করা বা বলা।
অন্ধকূপ নিবিড় অন্ধকারময় অপরিসর কক্ষ (অন্ধকূপ হত্যা)।
অন্ধকে দর্পণ দেখানো মূর্খকে জ্ঞানদান।
অন্ধগোলাঙ্গুলন্যায় মুর্খের উপদেশে গরুর লেজ ধরে চলতে দিয়ে এক অন্ধের যেরকম দুর্দশা হয়েছিল সেইরকম; (উৎসকাহিনী- এক অন্ধ বন্ধুর বাড়ী যেতে গিয়ে পথ হারিয়ে ফেলে; সেইসময় এক রাখাল গরুর পাল নিয়ে বাড়ী ফিরছিল; অন্ধ রাখালকে বন্ধুর বাড়ীর পথ জানতে চাইলে সে তাকে বন্ধুর গরুর লেজ ধরে থাকলে বলে; অন্ধ তাই করে; অন্ধ লেজ চেপে ধরায় গরু দিশাহারা হয়ে ছোটাছুটি করতে থাকে; ফলে অন্ধের বন্ধুর বাড়ী যাওয়া হয় না পরন্তু সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়; কেউ মুর্খের উপদেশে চলতে গিয়ে বিপদাপন্ন হলে তাকে অন্ধগোলাঙ্গুলন্যায়ের অন্ধের সাথে তুলনা করা হয়)।
অন্ধপঙ্গুন্যায় একজনের সম্পূর্ণ শক্তি না থাকলে অন্যের সাহায্য নিয়ে কাজ যে সম্পন্ন করা যায় সেইরকম; (উৎসকাহিনী-একঅন্ধ ও তার বন্ধু একখঞ্জের স্থানান্তরে যাওয়ার প্রয়োজন হয়; ঠিক হয় অন্ধের পিঠে চড়ে খঞ্জ পথ দেখাবে; সেইমত অন্ধ পথ অতিক্রম করবে; এই কৌশলে তারা স্থানান্তরে গমন করে; পরস্পরের সামর্থ্য দিয়ে পরস্পরের অভাবমোচন হলে অন্ধপঙ্গুন্যায়ের উদাহরণ দেওয়া হয়)।
অন্ধপরম্পরান্যায়১ বিষয়বিশেষে অজ্ঞব্যক্তিদের কথায় বিশ্বাসযোগ্যতা যেমন থাকে না সেইরকম; (উৎসকাহিনী- একঅন্ধ বলে দুধের রঙ সাদা; তাকে জিজ্ঞাসা করা হয়, 'তুমি কি করে জানলে?' উত্তরে সে বলে, 'অন্য অন্ধ তাই বলেছে'; অন্ধব্যক্তির বাক্যে যেমন দুধের শ্বেতত্ব প্রমাণিত হয় না তেমনি কোন বিষয়ে অজ্ঞদের বাক্যে সংশয় থাকে)।
অন্ধপরম্পরান্যায়২ অনেক অজ্ঞব্যক্তি একসাথে মিলিত হয়ে কাজ করলেও ইষ্টসাধন যে হয় না সেইরকম; (উৎসকাহিনী- কয়েকজন অন্ধ হাত ধরাধরি ক'রে পথ চলছিল; তাদের চলার পথে একটি গর্ত ছিল; চলতে গিয়ে প্রথম অন্ধ সেই গর্তে পড়ে; তার দেখাদেখি পরের অন্ধরাও পরপর গর্তে পড়ে।)
অন্ধবিশ্বাস নির্বিচার যুক্তিহীন আস্থা; যুক্তি দিয়ে বিচার না ক’রে কোনকিছু মনে নেওয়া; যুক্তিহীন গভীর বিশ্বাস; (উৎসকাহিনী- দুর্যোধনের স্ত্রী ভানুমতী ও কর্ণ একদিন ঘরে বসে পাশা খেলছিলেন; ভানুমতী দরজার দিকে মুখ করে বসেছিলেন; কর্ণ বসেছিলেন দরজার দিকে পিছন ফিরে; পাশা খেলায় ভানুমতী হেরে যান; সেই সময় দুর্যোধন ঘরে প্রবেশ করছিলেন; তাঁকে দেখে ভানুমতী ভয় পেয়ে পালাতে যান; সেইসময়ে পরপুরুষের সঙ্গে সময় কাটানো অমার্জনীয় অপরাধ বলে মানা হ'ত; কর্ণ বুঝতে পারেন নি যে দুর্যোধন ঘরে এসে গিয়েছেন; তিনি পলায়নরত ভানুমতীর হাত চেপে ধরতে যান; পালাবার সময় ভানুমতীর গলার হার ছিঁড়ে সব মুক্তা মেঝেতে ছড়িয়ে পড়ে; দুর্যোধন সব দেখেও অস্বাভাবিক কিছু হয় নি ভেবে মুক্তা কুড়াতে ব্যস্ত হয়ে পড়েন; তাঁর দৃঢ় বিশ্বাস ছিল যে কর্ণ কোনও খারাপ কাজ করতে পারেন না; অনুমিত হয় কর্ণের প্রতি দুর্যোধনের এই পরিপূর্ণ আস্থা থেকেই ‘অন্ধবিশ্বাস’ বাগধারাটির উৎপত্তি হয়েছে)।
অন্ধভক্তি যুক্তিবর্জিত প্রশ্নহীন আনুগত্য।
অন্ধ হওয়া১ কারো দোষ না দেখা বা পক্ষপাতদুষ্ট হওয়া (ধৃতরাষ্ট্র পুত্রস্নেহে অন্ধ ছিলেন।)
অন্ধ হওয়া২ হিতাহিত জ্ঞানশূন্য হওয়া।
অন্ধহস্তীন্যায় হাতীর স্বরূপ কি জানতে গিয়ে কয়েকজন অন্ধের যেমন ধারণা হয়েছিল তেমন; (উৎসকাহিনী- গল্পে আছে কয়েকজন অন্ধ এক চক্ষুস্মানের কাছে হাতী দেখতে কিরকম জানতে চায়; চক্ষুস্মান ব্যক্তি তাদের হাতীশালায় নিয়ে গিয়ে হাতীর অঙ্গস্পর্শ করিয়ে বলে এটা হল হাতী; এতে যে অন্ধ যে অঙ্গ স্পর্শ করছিল সে সেই অঙ্গকেই হাতী বলে মনে করে; যে গা স্পর্শ করছিল সে মনে করে হাতী দেওয়ালের মত; যে কান স্পর্শ করেছিল সে মনে করে হাতী কুলোর মত; যে পা স্পর্শ করেছিল সে মনে করে হাতী থামের মত; যে লেজ স্পর্শ করেছিল সে মনে করে হাতী দড়ির মত; এবং যে শুঁড় স্পর্শ করে সে মনে করে হাতী সাপের মত; অনভিজ্ঞ ব্যক্তি কোন বস্তুর একদেশ দর্শন করে চরম সিদ্ধান্তে উপনীত হলে তাদের অন্ধহস্তীন্যায়ের অন্ধের সাথে তুলনা করা হয়)।
অন্ধিসন্ধি১ কলাকৌশল (তোমার অন্ধিসন্ধি বোঝা দায়।); সমার্থক বাগধারা- ঘাঁতঘোঁত; ফাঁকফোকর; সুলুকসন্ধান ইত্যাদি।
অন্ধিসন্ধি২ গুপ্তকথা; গোপনতথ্য; ভিতরের খবর (সব অন্ধিসন্ধি তার জানা)।
অন্ধের দেশে কানা রাজা মূর্খের দলের অজ্ঞান নেতা।
অন্ধের যষ্টি/নড়ি অসহায়ের সহায়; অক্ষমের অপরিহার্য অবলম্বন।
অন্ধের হস্তীদর্শন অসম্পূর্ণ বিচার/সিদ্ধান্ত (অন্ধহস্তীন্যায় দ্রষ্টব্য)
অন্ন ওঠা১ আয়ু/পরমায়ু শেষ হওয়া (বৃদ্ধের অন্ন উঠেছে, এবার যাবার পালা।)
অন্ন ওঠা২ জীবিকা্র পথ বন্ধ হওয়া (চাকরী যাওয়াতে তার অন্ন উঠেছে।)
অন্নগত প্রাণ১ ব্যঙ্গার্থে- আহার্য ছাড়া বাঁচে না এমন; অন্নের অভাবে প্রাণ যায় যায় অবস্থা।
অন্নগত প্রাণ২ বিষয়াসক্তি; ভোগসর্বস্বতা।
অন্নচিন্তা চমৎকারা আহার জোটনোর চিন্তা অতি কঠিন ব্যাপার (অন্নচিন্তা চমৎকারা কালিদাস বুদ্ধিহারা)।
অন্নজল পরলোকগত আত্মার তৃপ্তিসাধনে হিন্দুদের আচরিত অনুষ্টান; শ্রাদ্ধে প্রেতের উদ্দেশ্যে প্রদত্ত ভোজ্যদ্রব্য।
অন্নজল ওঠা চাকরি হারানো; জীবিকা অর্জনের উপায় শেষ।
অন্নজলের নাড়ী কোটা শিশুর ভাতজল খাওয়ার বয়স হওয়া।
অন্নজলের বরাত ওঠা আয়ু শেষ হওয়া।
অন্নদাস ব্যঙ্গে-পেটের জন্য পরের আজ্ঞাবহ; ভাতুড়িয়া (ঘরজামাই শ্বশুরের অন্নদাস)।
অন্নধ্বংস করা২ ব্যঙ্গে- অলসভাবে জীবন কাটান; বসে বসে খাওয়া (নিকম্মার ব্যাটা বসে বসে শুধু অন্ন ধংস করে চলেছে)।
অন্নপ্রাশনের ভাত ওঠা বমির উদ্রেক হওয়া।
অন্নবল অর্থবল (অন্নবল নেই তার অগ্নিবল আছে)।
অন্নবস্ত্র খাওয়াপড়ার ব্যবস্থা (চাকরি না হলে অন্নবস্ত্রের সংস্থান হবে না।) সমার্থক বাগধারা- খোরপোশ, ভাত-কাপড় ইত্যাদি।
অন্নময় কোষ স্থূল হৃষ্টিপুষ্ট শরীর।
অন্ন মারা জীবিকার পথ বন্ধ কর।
অন্নসঙ্কট খাদ্যাভাব (দেশে অন্নসঙ্কট নেই।)
অন্নসংস্থান জীবিকার অর্জনের উপায়/ব্যবস্থা।
অন্যপুষ্ট অন্যদ্বারা প্রতিপালিত; কোকিল।
অন্যপূর্বা আগে কারও বাগদত্তা ছিল বা পূর্বে বিবাহিতা এমন নারী।
অপত্যস্নেহ সন্তানের প্রতি পিতামাতার স্নেহ, ভালোবাসা।
অপদার্থ অকর্মণ্য; অযোগ্য; মনুষ্যত্বহীন; সমার্থক বাগধারা- অপোগণ্ড।
অপরূপ ব্যঙ্গে- কদাকার; কিম্ভূত; কুরূপ; বেয়াড়া।
অপাংক্তেয় গুরুত্বহীন; পাতে পড়ে না; মর্যাদাহীন।
অপোগণ্ড১ নাবালক; ৫ থেকে ১০ বৎসর পর্যন্ত বয়স্ক বালক।
অপোগণ্ড২ অকর্মণ্য; কোন কাজের নয় (তোমার মত এমন অপোগণ্ড আমি আর দেখিনি); সমার্থক বাগধারা- অপদার্থ।
অবতার ব্যঙ্গে- অদ্ভুত/কিম্ভূত মূর্তি (তুমি এক অবতারবিশেষ)।
অবরে-সবরে/ অবুরেসবুরে অসময়ে প্রয়োজন হলে; মাঝেমধ্যে; সময়ে-অসময়ে (অবরে সবরে এখানে সে আসে)।
অবলা-অখলা খলতাশূন্য সরলপ্রকৃতির নারী
অবশ্য অবশ্য নিশ্চয়ই; বলা বাহুল্য।
অবস্থা বুঝে ব্যবস্থা পরিস্থিতি বিবেচনায় কার্যক্রম।
অবস্থার দাস পরিস্থিতির শিকার; যখন যেমন দশা তখন তেমন চলে।
অবাকজলপান তেল লবণ লঙ্কা সহযোগে নানা ভাজাভুজি মিশিয়ে প্রস্তুত মুখরোচক খাদ্য, মুখ্যতঃ ঝালমুড়ি।
অব্রাহ্মণের দীর্ঘফোঁটা মেকি ব্রাহ্মণের ভড়ং বেশি।
অভদ্রাকাল আকাল; দুঃসময়; দুঃর্ভিক্ষের সময় (অভদ্রা বর্ষাকাল, হরিণী চাটে বাঘের গাল)।
অভাবে স্বভাব নষ্ট অনটনের চাপে সৎপথে থাকা যায় না।
অভেদাত্মা হরিহর অভিন্নহৃদয় বন্ধু; পুরাণে হরি এবং হর অভেদাত্মা বলে বর্ণিত।
অমনি অমনি বিনাকারণ; (অমনি অমনি মা তোমায় বকল?); সমার্থক দ্বিত্বশব্দ- শুধু শুধু।
অমনি একরকম মোটামুটি ভালো; ভালোও নয় আবার মন্দও নয় এমন অবস্থা।
অমরকণ্টক/কন্ঠ হয়ে অমরনাথ যাত্রা ঘুর/বাঁকাপথে কাজ করা।
অমাবস্যার অন্ধকার নিবিড় হতাশাজনক অবস্থা।
অমাবস্যার চাঁদ অদর্শনীয় বা দুর্লভ বস্তু; যার দেখা পাওয়া যায় না; সাধারণতঃ বন্ধু বা প্রিয়জনের দেখা না পেলে তাকে অমাবস্যার চাঁদের সাথে তুলনা করা হয়। সমার্থক বাক্যাংশ- ডুমুরের ফুল।
অমৃতং বালভাষিতম শিশুর কথা বড়ই শ্রুতিমধুর; তাদের অসংযত কথাবার্তাও কারও বিরক্তি উৎপাদন করে না।
অমৃতং সুভাষিতম সু/সুভাষিত বচন অমৃতসমান
অমৃতপথযাত্রা পরলোকযাত্রা
অমৃতে অরুচি অতিপ্রিয় খাদ্যের প্রতি অনীহা; অতিপ্রিয় বস্তুর প্রতি বিরাগ।
অমৃতের পুত্র/সন্তান ঈশ্বরের পুত্র মানুষ ('শৃন্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা')
অমেরুদণ্ডী বলিষ্ঠ নয়; দুর্বলচরিত্রের লোক।
অম্লমধুর বাক্য মিষ্টিপ্রলেপে ঝাঁঝালো বাক্য।
অম্লমধুর সম্পর্ক কড়া ও নরম, ভাল ও মন্দ মিশ্রিত সম্পর্ক।
অম্লানবদনে দ্বিধাহীনচিত্তে; নিঃসঙ্কোচে- মন্দার্থে শব্দটি ব্যবহৃত হয় (অম্লানবদনে সে মিথ্যেকথা বলে)।
অয়েল করা বিদ্রুপে- তোয়াজ করা; স্তাবকতা করা।
অরণ্যেরোদন নিস্ফলপ্রার্থনা; বৃথাক্রন্দন; বৃথা অনুনয়-বিনয় (পাথরে মাথা ঠোকা অরণ্যে০রোদনের সামিল)
অরুচি ধরা বিরূপ মনোভাবের সৃষ্টি হওয়া (তোমার প্রতি সকলের অরুচি ধরেছে।)
অরুচির অম্বল শীতের কম্বল অবশ্য প্রয়োজনীয় বস্তু; তুলনীয়- বর্ষার ছাতি, ভটচায্যির পাঁতি (পুথি)
অর্জুনের গাণ্ডীব অমোঘ অস্ত্র; সমার্থক শব্দবন্ধ- পরশুরামের কুঠার; নারায়ণের সুদর্শনচক্র; শিবের ত্রিশুল ইত্যাদি।
অর্থগৃধ্নু কৃপণ; ধনলোভী; ধনসর্বস্ব; সমার্থক বাগধারা- অর্থপিশাচ।
অর্থদণ্ড অনর্থক অর্থ ব্যয়; অর্থ ব্যয় সত্বেও উদ্দেশ্য সাধনে ব্যর্থ (একগাদা অর্থদণ্ড হল।)
অর্থপিশাচ১ অর্থলাভের জন্য ভালোমন্দ, ন্যায়-অন্যায়বোধশূন্য (বিরাট ডিগ্রিধারী ডাক্তারগুলো একেকটি অর্থপিশাচ)
অর্থপিশাচ২ অত্যন্ত কৃপণ
অর্থমনর্থম্ অর্থই যত নষ্টের গোড়া।
অর্ধচন্দ্র দেওয়া অপমান করে বিদায় করা; গলা/ঘাড়ধাক্কা ('আদর শুরু লাঠি জুতায় শেষে অর্ধচন্দ্র')।
অর্ধজরতীন্যায় বাদী ও প্রতিবাদীর মতদ্বৈধতার কারণে উভয়পক্ষের কিছু অংশ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হ'লে সেটা অর্ধজরতীন্যায়ের মত হয়; (কাহিনী- এক বিষয়বুদ্ধীহীন ব্রাহ্মণ দূরাবস্থায় পড়ে দুধেল গরুটাকে হাটে বিক্রি করতে নিয়ে যান; মানুষ বৃদ্ধ হ'লে অভিজ্ঞ হয় এই ভাবার্থে বেশি দামে বিক্রয় করার ইচ্ছায় ব্রাহ্মণ গরুটাকে প্রাচীনা বল'তে থাকেন; তাতে ক্রেতা জোটে না; তাই দেখে একব্যক্তি তাঁকে গরুটাকে নবীনা ও এক বিয়ানী বল'তে বলে; ব্রাহ্মণ দ্বন্দ্বে পড়েন; একবার যাকে প্রবীণা বলেছেন পরে তাকে আর কিভাবে নবীনা বলবেন; সুতরাং দুকূল রক্ষা করতে তিন স্থির করেন গরুটাকে অর্ধজরতী-অর্ধনবীনা বলবেন; পরে এক ক্রেতা এলে ব্রাহ্মণ তাকে তাই বলেন; ক্রেতা ব্রাহ্মণকে বিষয়বুদ্ধীহীন বুঝে নিয়ে ন্যায্য মূল্য দিয়ে গরুটাকে নিয়ে যায়;একেই বলে অর্ধজরতীন্যায়।)
অলকাতিলকা চন্দনাদি দিয়ে কিশোরী মেয়ের মুখসজ্জা।
অলক্ষ্মী গৃহকর্মে অনিপুণা এবং স্বভাবে অগোছালো কলহপ্রিয়া স্ত্রীলোক।
অলক্ষ্মীর দশা/দৃষ্টি অভাব; অনটন; দারিদ্র; দুর্দশা; শ্রীহীনতা; হতভাগ্য ইত্যাদির দশা।
অল দা সেম অপরিবর্তিত; একই ব্যাপার; কিছু যায় আসে না।
অলপ্পেয়ে/অল্পেয়ে আয়ু অল্প হ'বে- এই কামনায় গালিবিশেষ ('ওরে বুড়া আঁটকুড়া নারদ অল্পেয়ে')।
অলম্বুষ১ থপথপে মোটাসোটা অলস প্রকৃতির লোক; অমার্জিত; নির্বোধ (তোমার মত অলম্বুষকে দিয়ে এই কাজ হবে না।);
অলম্বুষ২ পাষণ্ড যে সাধারণের বহু ক্ষতি করে- গালিবিশেষ; (উৎস্কাহিনী- ঘটোৎকচ কর্তৃক নিহত কৌরবপক্ষের রাক্ষস।)
অলিগলি খুব সরু ও দুর্গম রাস্তা; গলি ও তস্যগলি; গলি এবং তার থেকেও সঙ্কীর্ণ পথ (কাশীর রাস্তা অলিগলিতে ভর্তি); সমার্থক শব্দ- গলিঘুঁজি।
অলিপান/পানা কৌতুকে- মদ; সুরা।
অলোকসামান্যা মনুষ্যলোকে দেখা যায় না এমন অসাধারণ সুন্দরী নারী।
অল্পজলের/পানির মাছ১ অসার ব্যক্তি; বোকাসোকা লোক; (অল্পজলের মাছ বেশী জলে উঠলে বেশী লাফালাফি করে)।
অল্পজলের/পানির মাছ২ সামান্যপুঁজির বা সম্পদের মালিক; অল্প ধন নিয়ে গর্বকারী ব্যক্তি।
অল্পজলের/পানির মাছ৩ অল্পবিদ্যার লোক; সামান্য বিদ্যা নিয়ে পণ্ডিত্যের ভানকারী ব্যক্তি।
অল্পজলের/পানির মাছ৪ সঙ্কীর্ণমনা ব্যক্তি।
অল্পবিদ্যা ভয়ংকরী১ অল্পবিদ্যা থেকে জাত অহঙ্কার।
অল্পবিদ্যা ভয়ংকরী২ সামান্যবিদ্যা খুব ক্ষতিকর; তাতে জ্ঞান জন্মে না অথচ বিদ্বান বলে অহঙ্কার জন্মে।
অল্পের উপর দিয়ে যাওয়া সামান্য ক্ষতিস্বীকার করে বা কষ্টভোগে রেহাই পাওয়া বা কার্যসিদ্ধি হওয়া (ঝড়টা অল্পের উপর দিয়ে গেছে।)
অশনিসঙ্কেত ঘোর বিপদের আশু সম্ভাবনা।
অশিক্ষিত পটুত্ব যথাবিধি শিক্ষাপ্রাপ্ত না হয়েও কোন বিষয়ে নৈপুণ্য।
অশুভস্য কালহরনম অশুভ কাজে কালক্ষেপণ কয়ড়া উচিৎ।
অশ্বডিম্ব অসম্ভব, কাল্পনিক বস্তু; সমার্থক বাগধারা- আঁটকুড়ের ব্যাটা; আকাশকুসুম; এঁড়ে গরুর দুধ; কাঠালের আমস্বত্ব; ঘোড়ার ডিম; পশ্চিমে সূর্যোদয়; সোনার পাথরবাটি; সোনার হরিণ; সাপের পাঁচ-পা ইত্যাদি।
অশ্বতর কথ্যশব্দ 'খচ্চরের' সাধুরূপ দান- গালিবিশেষ।
অশ্বত্থামা হত ইতি গজ সত্যের আবরণে মিথ্যাভাষণ।
অশ্বমেধযজ্ঞ বিরাটমাপের আয়োজন।
অশ্বিনীকুমার শ্রেষ্ঠ চিকিৎসক; (উৎসকাহিনী- সূর্য ও পত্নী সংজ্ঞা অশ্ব ও অশ্বিনীর রূপ ধারণ করে উত্তর কুরুবর্ষে কিছুদিন বাস করেছিলেন; রামায়ণে বর্ণিত উত্তর কুরুবর্ষ সুমেরুপর্বতের উত্তর ও উত্তরসমুদ্রের দক্ষিণে অবস্থিত; সেইসময়ে তাঁদের দুই জমজপুত্র হয়; তারাই অশ্বিনীকুমার; তাঁরা চিকিৎসাবিদ্যায় সুপণ্ডিত হয়ে স্বর্গবৈদ্য উপাধি পান; চিকিৎসা-সার-তন্ত্র তাঁদের রচিত গ্রন্থ)।
অষ্টকপালে অভাগা।
অষ্টকুষ্টি পুত্র/পুত্রী অবৈধ সন্তান- গালিবিশেষ; কথ্যভাষা 'আটকুড়ি ব্যাটা/বেটি'-এর সাধুরূপ ('এক চক্ষুখাদিকা ভর্তার পরমায়ুহন্ত্রী অষ্টকুষ্ঠি পুত্রী'-রবীন্দ্রনাথ ঠাকুর)।
অষ্টবজ্রসম্মেলন১ কার্যসিদ্ধির অনুকূল কারণসমূহের মিলন/সমবায়।
অষ্টবজ্রসম্মেলন২ জ্ঞানীগুণী প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশ।
অষ্টমঙ্গলা১ বাঙালি হিন্দুবিয়ের একটি মঙ্গলাচরণ অনুষ্ঠান; বিয়ের আটদিনের মাথায় কনে বাপের বাড়ী আসার সংস্কার।
অষ্টমঙ্গলা২ যে সকল মঙ্গলকাব্য আটদিনে আটপর্ব উপস্থাপিত হয়, তাদের শেষ দিনের পালা।
অষ্টরম্ভা কিছুই না; ফাঁকি; শূন্য; সম্পূর্ণ অভাব (সবার ভাগে কিছু-না-কিছু জুটলো, আমার ভাগে অষ্টরম্ভা।); সমার্থক বাগধারা-কচু; কচু না ঘেচূ; কলা; কাঁচকলা ইত্যাদি।
অষ্টাবক্র অত্যন্ত বাঁকাচরিত্রের লোক; (উৎসকাহিনী- মাতৃগর্ভ থেকে পিতার পড়ানোর ভুল ধরায় কুপিত পিতার অভিশ্যপে জনৈক মুনি শরীরের আটস্থানে বক্রভাব নিয়ে জন্মগ্রহণ করেছিলেন; সেইকারণে তাঁর নাম হয়েছিল অষ্টাবক্র)।
অষ্টেপৃষ্ঠে সারা অঙ্গে; সকলপাশে (সংসারজালে অষ্টেপৃষ্ঠে বাঁধা পড়েছি।); সমার্থক বাগধারা- আষ্টেপৃষ্ঠে
অসিত অশ্বডিম্বের অন্বেষণ অসম্ভবের পিছনে ছোটা; অসাধ্যসাধনের চেষ্টা।
অসূর্যস্পশ্যা সূর্যের মুখ পর্যন্ত দেখে না এমন নারী; পর্দানশিনা নারী
অস্ত যাওয়া পতন হওয়া, মৃত্যু হওয়া।
অস্তিনাস্তি থাকা-না-থাকা; আছে আবার নাই (অস্তিনাস্তি না জানন্তি দেহিদেহি পুনঃপুনঃ)
অস্ত্র উদ্দেশ্যসাধনের জন্য যন্ত্রের মতো ব্যবহৃত ব্যক্তি; উদ্দেশ্যসাধনে ব্যবহারের উপযুক্ত হাতিয়ার।
অস্থিচর্মসার/ অস্থিসার অতিকৃশ; শীর্ণদেহ।
অস্থিতপঞ্চ/অস্থিতপঞ্চক/অস্থিরপঞ্চম চিন্তাকুলতা; কি করতে হবে ভেবে না পাওয়া; জটিল অবস্থা (অস্থিতপঞ্চে পড়েছি, কি করব ভেবে পাচ্ছি না।); সমার্থক বাগধারা- কিংকর্তব্যবিমূঢ়।
অহংবুদ্ধি / অহমহমিকা 'আমিই সব'- এমন দম্ভ।
অহি-নকুল সম্পর্ক সাপ ও নকুলের স্বভাবসিদ্ধ বৈরিতা; চির/ভীষণ শত্রুতা; সমার্থক বাগধারা- আদায় কাঁচকলায়; কুকুর বিড়ালে; সাপে-নেউলে।
অহিতে বিপরীত অনিষ্ট থেকে ইষ্ট লাভ; অভিশাপ আশীর্বাদে পরিণত; (তোমার শত্রুতা আমার পক্ষে হীতে বিপরীত হতে চলেছে); সমার্থক বাগধারা- শাপে বর।
অ্যাকটিং করা ভান করা (কিছুই লাগেনি অ্যাকটিং করছে।)

সম্পাদনা

বাগধারা অর্থ
আইডিয়া মনোগত বিষয় (মাথায় একটা আইডিয়া এসেছে)।
আইতে ছাগল, যাইতে পাগল দেরী সয় না, ধৈর্যহীন।
আইবুড়ো পথ বদলানো/ভাঁড়ানো প্রচলিত বা ব্যবহৃত পথ পরিবর্তন করা; একপথ দিয়ে যাওয়া এবং অন্যপথ দিয়ে আসা।
আইল্যাণ্ড যেকোন বিচ্ছিন্ন উঁচু জায়গা।
আউট সংশোধনের বাইরে; বেসামাল (আকণ্ঠপানে ব্যাটা একেবারে আউট)।
আওয়াজ তোলা উচ্চস্বরে দাবী তোলা; তীব্র প্রতিবাদ করা (ন্যায়বিচারের জন্য চারিদিকে আওয়াজ উঠছে)।
আওয়াজ দেওয়া বিদ্রুপাত্মক ধ্বনি দেওয়া (পিছন থেকে আওয়াজ দিচ্ছে); তুলনীয়- বিড়াল ডাকা।
আঁচলধরা ব্যক্তিত্বহীন পুরুষ, স্ত্রৈণ, স্ত্রীলোকের নির্দেশে চলা; সমার্থক বাগধারা- আঁচলের নিচে থাকা; পাঠান্তর- অঞ্চলধরা।
আঁচলে গেরো১ সন্তানের মঙ্গল কামনায় কোল-আঁচলে গিঁট।
আঁচলে গেরো২ কিছু মনে রাখার জন্য শেষ-আঁচলে গিঁট।
আঁচলের নিচে থাকা আঁচলধরা দ্রষ্টব্য।
আঁচাআঁচি পরস্পরের দোষ অনুসন্ধান।
আঁজলপাঁজল করা গা ঝাড়া দেওয়া।
আঁটআঁট অল্পকষা (জামাটা আঁটআঁট মনে হচ্ছে)।
আঁটকুড়ের/কুড়ির ব্যাটা/বেটি অবৈধ সন্তান- নীচুস্তরের গ্রাম্য গালিবিশেষ।
আঁটসাঁট কড়াকড়ি; ঢিলে নয় এমন টানটান (আঁটসাঁট পোষাক); সমার্থক সহচরশব্দ আঁটোসাঁটো।
আঁটাআটি/ আঁটিসাটি হাতটা্ন, নিজের পাওনাগণ্ডা বুঝে নেওয়ার প্রতি যত্ন; স্বার্থপরতা (নিজের বেলায় আঁটিসাঁটি পরের বেলায় দাঁতকপাটি)।
আঁটি চোষা অসার বস্তুগ্রহণ; সার জিনিস থেকে বঞ্চিত হওয়া (সময়মত এলে না এখন বসে আঁটি চোষো)।
আঁটুবাঁটু নড়বড়ে ভাব; বার্ধক্যের কারণে জড়সড় ভাব (বৃদ্ধ চলনেবলনে আঁটুবাঁটু)।
আঁটুনিকসুনি সার কাজের কিছুই নয় কেবল আড়ম্বরমাত্র; শুধু কথায় আসর সরগরম করে, কাজের বেলায় কিছু না।
আঁটোসাটো টানটান, দৃঢ়বদ্ধ, স্মাভাবিক মাপের চেয়ে ছোট (আঁটোসাটো ব্যবস্থা, আঁটোসাটো জামাকাপড়)
আঁত খালি পেটে অন্ন নেই।
আঁত পাওয়া ভার খুব চাপাস্বভাবের লোক, যার মনের অভিপ্রায় জানা মুশকিল।
আঁত বুঝে চলা মনোভাব বুঝে চলা।
আঁতমরা অল্পভোজী বা পরিপাকশক্তিহীন।
আঁতলামি/আঁতলামো বুদ্ধিজীবীর অনুকরণ, পাণ্ডিত্য প্রদর্শনের চেষ্টা, নকলপণ্ডিতি।
আঁতিপাঁতি খোঁজা প্রতিস্থানে/চারিদিকে/তন্নতন্ন করে/পুঙ্খানুপুঙ্খভাবে/সর্বত্র খোঁজা (আঁতিপাঁতি করে খোঁজ।); সমার্থক সহচরশব্দ- পাতিপাতি খোঁজা; পাতিপাতি করে খোঁজা
আঁতুপুঁতু করা আদরের সন্তানের প্রতি অতিরিক্ত যত্ন নেওয়া (ছেলেকে নিয়ে বেশি আঁতুপুঁতু করা ভাল নয)।
আঁতুড়ে খোকা/ছেলে ব্যঙ্গার্থ- নিতান্ত শিশু।
আঁতে ঘা দেওয়া কারো দুর্বলতার সুযোগ নিয়ে অন্তরে/ইজ্জতে ঘা দেওয়া (আঁতে ঘা দিয়ে কথা বলো না।)
আঁতের টান অন্তরের টান (আঁতের টানে প্রতিবছর দেশে ফিরি); সমার্থক বাগধারা- নাড়ির টান, রক্তের টান।
আঁতেল বিদ্রুপে- বুদ্ধিজীবীর ধরনধারণ অনুকরণকারী ব্যক্তি (ব্যাটা আঁতলামি করছে); উৎস- ফারসি- ইন্তেলেক্তুয়াল (intellectual এর অপভ্রংশ), কিংবা intellectual-এর ফরাসিভঙ্গিম উচ্চারণ থেকে উৎপত্তি।
আঁদাড়-পাঁদাড় আবর্জনা ভর্তি স্থান, আস্তাকুঁড় (আঁদাড়-পাঁদাড় পেরিয়ে বাড়ি ঢুকলাম।)
আঁধার ঘরের আলো/প্রদীপ/বাতি/মাণিক১ দুঃখীর ঘরের একমাত্র সুখের বস্তু।
আঁধার ঘরের আলো/প্রদীপ/বাতি/মাণিক২ বিধবার একমাত্র সন্তান (পুত্রটি ছিল বিধবার আঁধার ঘরের মাণিক)।
আঁধারে ঢিল ছোঁড়া আন্দাজে কিছু করা; কোন বিষয়ে সঠিক না জেনে আন্দাজে কিছু বলা।
আঁধারের আলো/বাতি তাপিত হৃদয়ে আনন্দদানকারী বস্তু
আঁস্তাকুড়ের পাত/পাতা হেয় ব্যক্তি; নীচমনা ব্যক্তি
আককাটা কাণ্ডজ্ঞানহীন মূর্খ; যে কেবল হিজিবিজি রেখা টানে, লিখতে জানে না (আককাটাটা কি যে লিখেছে পাঠোদ্ধার করতে পারছি না।); সমার্থক বাগধারা-আকাট
আককুটে/আকখুটিয়া/আকখুটে১ আবদারে; জেদী; অতিরিক্ত বায়না করে এমন (আককুটে শিশু)।
আককুটে/আকখুটিয়া/আকখুটে২ অমিতব্যয়ী; অপব্যয়ী; উড়ণচণ্ডে; জিনিষের প্রতি যে যত্ন নেয় না; সঞ্চয় করতে পারে না; লক্ষ্মীছাড়া।
আকখুটের দশা অসঞ্চয়ীর লক্ষণ; দারিদ্রের লক্ষণ; দিন আনে দিন খায়; যখন যা আয় করে তখনই তা ব্যয় করে; যত্র আয় তত্র ব্যয়।
আকচাআকচি/ আখচাআখচি পরস্পর ঈর্ষা-দ্বন্দ্ব; রাগারাগি; রেষারেষি (সংসারে আকচাআকচি লেগেই আছে।)
আকচার/ আকছার প্রায়ই; সর্বদা (ভাইয়ে ভাইয়ে মারামারি আকছার দেখা যায়।)
আকটবিকট বিকটাকার বিশ্রী আকৃতি (ভয় পেয়ে আকটবিকট করছে।)।
আকণ্ঠ গলাপর্যন্ত; সম্পূর্ণভাবে; সর্বতোভাবে (ঋণে আকণ্ঠ নিমজ্জিত)।
আকবরের আমল অনেকদিন আগের কথা; সমার্থক বাগধারা- বাবরের আমল; মান্ধাতার আমল, হোসেনশাহর আমল ইত্যাদি।
আকর্ণবিস্তৃত হাসি সারামুখ ছড়িয়ে হাসি।
আকলমন্দি আক্কেল; চতুরতা; বিচক্ষণতা; বিচারবুদ্ধি; বুদ্ধিমত্তা (বয়স তো হল আকলমন্দি হবে কবে?); পাটান্তর- আক্কেলমন্ত।
আকাট মূর্খ জড়বুদ্ধিসম্পন্ন; নিরেট বোকা; মহামূর্খ; সমার্থক বাগধারা- ক অক্ষর গোমাংস, ক বলতে হ বলে, গণ্ডমূর্খ, হস্তীমূর্খ ইত্যাদি।
আকার-ইঙ্গিতে চোখ ও মুখের ভঙ্গীতে (আকার-ইঙ্গিতে কি যেন বলতে চাইছে)।
আকাল১ অভাব (আকাল পড়েছে আলুর বস্তা, মনের মত হয়নি সস্তা)।
আকাল২ দুঃসময়; দুর্ভিক্ষ (আকালে কিনা খায় পাগলে কি না কয়)।
আকাশকুসুম অবাস্তব/অলীক/কাল্পনিক বিষয়বস্তু, যার অস্তিত্ব নেই; অলীক কল্পনা; ('আকাশকুসুম করিনু চয়ন হতাশে'- রবীন্দ্রনাথ); সমার্থক বাগধারা- অশ্বডিম্ব, আঁটকুড়ের ব্যাটা, এঁড়ে গরুর দুধ, কাঠালের আমস্বত্ব, ঘোড়ার ডিম, সোনার পাথরবাটি, সোনার হরিণ; সাপের পাঁচ-পা ইত্যাদি।
আকাশ-চাওয়া আকাশের দিকে চেয়ে অপেক্ষা করা হয়েছে ('আমার অনেক দিনের আকাশ-চাওয়া আসবে ছুটে দখিন হাওয়া'-রবীন্দ্রনাথ)
আকাশচুম্বী অত্যন্ত উচ্চ (আকাশচুম্বী অট্টালিকা); সমার্থক বাগধারা-গগনস্পর্শী।
আকাশ ছোঁয়া১ অতি উচ্চে ওঠা, অনেক বড় হওয়া; খুব উন্নতি করা (আকাশ ছোঁয়ার স্বপ্ন না দেখলে বড় হওয়া যায় না)।
আকাশ ছোঁয়া২ আকাশই যার সীমা; আসলে যার কোন সীমা পরিসীমা নেই (মানুষের কামনা বাসনা আকাশ ছোঁয়)।
আকাশ ছোঁয়া৩ অত্যন্ত বেশি হওয়া (জিনিষপত্রের দাম আকাশ ছুঁয়েছে।)
আকাশ ছোঁয়া৪ অতি উচ্চ হওয়া (হিমালয়ের অনেক চূড়া আকাশ ছুঁয়ে আছে)।
আকাশ থেকে কথা বলা১ অহঙ্কারী হওয়া; বড়বড়কথা বলা (দু'পয়সার মুখ দেখে সে আকাশ থেকে কথা বলা শুরু করেছে।)
আকাশ থেকে কথা বলা২ নীচমনের পরিচয় দেওয়া।
আকাশ থেকে পড়া১ অপ্রত্যাশিত ঘটনায় বা অজানা বিষয় হঠাৎ জানতে পেরে অত্যন্ত বিস্মিত হওয়া।
আকাশ থেকে পড়া২ না-জানার ভান করে বিস্ময় প্রকাশ করা (আমার কথা শুনে সে যেন আকাশ থেকে পড়ল)।
আকাশদীপ কার্তিকমাসে সন্ধ্যাকালে উঁচুবাঁশের মাথায় জ্বেলে রাখা বাতি; পাঠান্তর- আকাশপ্রদীপ।
আকাশদুহিতা/আকাশনন্দিনী প্রতিধ্বনি; বজ্রনির্ঘোষ ('বুঝিলাম এতক্ষণে কে তুমি ডাকিছ আকাশনন্দিনী')।
আকাশ ধরা বৃষ্টি থামা (মনে হচ্ছে এবার আকাশ ধরবে)।
আকাশপাতাল সর্বত্র; স্বর্গ থেকে নরক ('আকাশপাতাল খুঁজিস যারে এই দেহে সে রয়')।
আকাশপাতাল এক করা অসম্ভবকে সম্ভব করা (ভারতের স্বাধীনতার জন্য মহাত্মা গান্ধি আকাশপাতাল এক করেছিলেন)।
আকাশপাতাল খোঁজা/তোলপাড় করা সর্বত্র তন্নতন্ন করে খোঁজা (এ জিনিস আকাশপাতাল খুঁজেও তুমি পাবে না)।
আকাশপাতাল চিন্তা/ভাবনা উদ্দেশ্যহীন নানাপ্রকার দুশ্চিন্তা/দুর্ভাবনা; যে চিন্তা বা ভাবনার অবধি নেই (আকাশপাতাল চিন্তায় মন ভারাক্রান্ত হয়ে আছে)।
আকাশপাতাল তফাৎ/পার্থক্য প্রচুর/বিপুল/বিশাল/বিস্তর ব্যবধান (দুই ভাইয়ের আচার-আচরণে আকাশপাতাল তফাৎ)।
আকাশপাতাল ভেবে না পাওয়া ভাবতে গিয়ে দিশেহারা/বিভ্রান্ত/বিমুঢ়/বিহ্বল হওয়া।
আকাশপ্রদীপ কার্তিকমাসের প্রতিসন্ধ্যায় পূর্বপুরুষদের উদ্দেশে বাঁশের ডগায় যে
প্রদীপ জ্বালা হয়; পাঠান্তর- আকাশদীপ। 
আকাশবন্যা ভারি বৃষ্টিপাতে প্লাবন।
আকাশবাণী অশরীরী বাক্য; দৈববাণী ('হইল আকাশবাণী অন্নদা আইলা')।
আকাশবিহারী কল্পনাপ্রবণ; কল্পনার জগতে বাস করে এমন; পাঠান্তর- ঊর্ধ্বচারী; গগনচারী; গগনবিহারী
আকাশবুড়ির সূতা বুড়ি কার্পাসের ফল ফেটে গিয়ে শূন্যে বায়ুভরে ভাসতে ভাসতে বিভিন্ন অংশ মিলিত হলে সূক্ষ্ম মাকড়সার জালের মত দেখতে হয়; গ্রামের মেয়েরা এই বিশ্বাসে সেগুলি নিয়ে খোঁপায় গুঁজে রাখে যে এতে চুল লম্বা হয়)।
আকাশ ভাঙ্গা প্রবল বৃষ্টিপাত (আকাশ ভেঙ্গে বৃষ্টি নামল)।
আকাশ ভেঙ্গে পড়া (মাথায়) আকস্মিক বিপদে ভাবনাচিন্তায় দিশাহারা হওয়া (চাকরিটা হারিয়ে মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে)।
আকাশশয়ন উন্মুক্তস্থানে শোয়া।
আকাশ হ'ল সীমা যার কোন সীমা নেই; যেখানে সবকিছুই সম্ভব (আমরা যা কিছু করতে পারি, আকাশ হল সীমা)।
আকাশ হাতে পাওয়া দুরাশা পূর্ণ হওয়া, বিনাপ্রচেষ্টায় দুর্লভবস্তু হাতে পাওয়া বা পাওয়ার আশ্বাস পাওয়া।
আকাশে ওড়া আনন্দে আত্মহারা হওয়া; কল্পনার জগতে বাস করা; সমার্থক বাগধারা- আকাশে হেঁটে বেড়ানো।
আকাশে তোলা১ প্রাপ্যের অতিরিক্ত প্রশংসা করা (আকাশে তুলে ছেলের মাথা খেও না।); সমার্থক বাগধারা- প্রশংসায় পঞ্চমুখ।
আকাশে থুথু ফেলা নিজের ক্ষতি করা।
আকাশে ফাঁদ পেতে চাঁদ ধরা অবাস্তব/অলীক/অসার কল্পনা/চিন্তা; সমার্থক বাগধারা- কাপড় দিয়ে আগুন ঢাকা; কোদাল দিয়ে দাড়ি চাঁচা, খড়মপায়ে সাগর পার, ঝিনুক দিয়ে জল সেচা, ধান কাঠের মই বেয়ে স্বর্গে চড়া ইত্যাদি।
আকাশের চাঁদ অসম্ভব বা দুর্লভবস্তু; বহু কাঙ্ক্ষিত বস্তু; সমার্থক বাগধারা- আকাশের তারা; বাঘের দুধ।
আকাশের চাঁদ/তারা পাড়া অসম্ভবকে সম্ভব করা।
আকাশ/আশমানের চাঁদ হাতে পাওয়া আশাতীত বা দুর্লভ বস্তুপ্রাপ্তি (চাকরি পেয়েছে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে।)
আকাশের তারা গোনা অকাজে অলসভাবে সময় কাটানো; সমার্থক বাগধারা- কড়িকাঠ গোনা; নেই কাজ তো খই ভাজ; শুয়েশুয়ে লেজ নাড়া; সমুদ্রের পাড়ে বসে ঢেউ গোনা ইত্যাদি।
আকুলি-বিকুলি করা অতিশয় ব্যাকুল হওয়া; উৎকণ্ঠিত হওয়া; ব্যস্তসমস্ত হয়ে পড়া (খবরটা শোনার জন্য মন আকুলি-বিকুলি করছে)।
আক্কেলগুড়ুম আকস্মিক ভয়ে বুদ্ধিলোপ; হতবুদ্ধি; হতভম্ব অবস্থা (পাত্রপক্ষের দাবীর বহর শুনে পাত্রীপক্ষের আক্কেলগুড়ুম।)
আক্কেলদাঁত না গজানো বুদ্ধিবিবেচনা/কান্ডজ্ঞান না হওয়া; অপরিণত বুদ্ধির পরিচয় দেওয়া (বয়স তো হল এখনো আক্কেলদাঁত গজালো না?)
আক্কেলমন্ত/আক্ল্‌মন্দ আক্কেলযুক্ত; বিবেচক; বুদ্ধিশুদ্ধি আছে এমন (আমার আক্কেল সত্যি মন্দ যে এখনো আমি 'আক্ল্‌মন্দ' শব্দের অর্থ জানি না)।
আক্কেলসেলামী গুনাগার; নির্বুদ্ধিতার দণ্ড (বোকামী করে একগাদা অর্থ আক্কেলসেলামী দিলাম)।
আক্কেল হওয়া বিপদে পরে শিক্ষা নেওয়া; শাস্তি পাওয়া (বৃষ্টির দিনে বেড়িয়ে অনেক আক্কেল হয়েছে)।
আখের গুছানো ভবিষ্যৎ গুছানো; স্বার্থ হাসিল করা।
আখের বুঝে চলা পরিণতির কথা চিন্তা করে চলা; ভবিষ্যতের কথা ভেবে কাজ করা।
আখেরি জমানা অন্তিমকাল, শেষযুগ, কলিযুগ।
আখেরে লাভ অপেক্ষা করলে লাভ আছে; শেষপর্যন্ত লাভ হয়।
আগড়বাগড়/আগড়মবাগড়ম কথা অপ্রয়োজনীয়; অপ্রাসঙ্গিক; অর্থহীন; অসংলগ্ন/আজেবাজে কথাবার্তা; প্রলাপ (আগড়মবাগড়ম বকো না); সমার্থক বাগধারা- আলতু-ফালতু।
আগড়বাগড় খেয়ে পেট ভরানো অসার খাদ্য খেয়ে উদরপূর্তি করা।
আগাগোড়া শুরু থেকে শেষপর্যন্ত (আগাগোড়া আমি এককথা বলে আসছি)।
আগা-পাছতলা/ আগাপাস্তালা আপাদমস্তক; উপর থেকে নীচ পর্যন্ত; সর্বাঙ্গ (আগাপাস্তালা লেপমুড়ি দিয়ে শুয়ে আছে।)
আগামাথা আদি বা অন্ত; শুরু বা শেষ (আগামাথা কিছুই বুঝতে পারছি না)।
আগুন দেওয়া/ধরানো উত্তেজিত করা; ঝগড়া সৃষ্টি করা।
আগুন নিয়ে খেলা করা অনিষ্টকর জিনিসে হাত দেওয়া; বিপজ্জনক বিষয় নিয়ে ছিনিমিনি খেলা; বিপদের ঝুঁকি নিয়ে কাজ করা ইত্যাদি।
আগুন পোয়ানো/পোহানো আগুনের কাছে বসে হাত পা গরম করা (আগুন পোহাতে গেলে ধোঁয়া সইতে হয়)।
আগুন লাগা১ অভাব উপদ্রব বিপত্তি বিশৃঙ্খলা প্রভৃতির আবির্ভাব হওয়া।
আগুন লাগা২ অতি দুর্মূল্য হওয়া (বাজারে আগুন লেগেছে)।
আগুন-লাগা সংসার নষ্ট হচ্ছে এমন সংসার।
আগুন লাগানো উত্তেজিত করা; ঝগড়া সৃষ্টি করা; রাগিয়ে দেওয়া।
আগুন হওয়া অতি ক্রুদ্ধ হওয়া; প্রচণ্ড রেগে যাওয়া (তোমার কথা শুনে সে একেবারে রেগে আগুন।)
আগুনে ঘি ঢালা/ধুনো দেওয়া উত্তেজনা/রাগ বাড়ানো।
আগুনে জল ঢালা/পড়া রাগ কমানো/প্রশমিত হওয়া।
আগুনের কাছে ঘি এমন দুইবস্তুর কাছাকাছি আসা, যাতে দ্বিতীয়ের ক্ষতি হয়
আগুপাছু/আগেপাছে করা ইতঃস্তত করা (আগপাছু করলে কোন কাজ ভাল হয় না।)
আগেআগে সামনে (পতাকা হাতে করে মাতঙ্গিনী হাজরা আগে আগে চলছিলেন।)
আগেভাগে আগের থেকে; পূর্বেই; সবার আগে; সর্বাগ্রে (আগেভাগে খবর দিও।)
আঙুর ফল টক অলভ্য জিনিস মন্দ।
আঙুল কামড়ানো আফশোষ করা।
আঙুল ঘুরিয়ে পাঁচিল দেওয়া ক্ষুদ্রচেষ্টায় বিরাট কর্ম করার প্রচেষ্টা।
আঙুল ফুলে কলাগাছ১ হঠাৎ বড়লোক; হঠাৎ প্রচুর ধনসম্পত্তির মালিক (আঙুল ফুলে কলাগাছ হয়ে রামবাবু ধরাকে সরা জ্ঞান করছেন।)
আঙুল ফুলে কলাগাছ২ হঠাৎ বিরাট পদোন্নতি।
আঙুল মটকানো অভিশাপ দেওয়া (আঙুল মটকে আমার নামে কী বললে?)
আচমকা সুন্দরী আপাতঃ সুন্দরী না হলেও হঠাৎ দেখলে সুন্দরী মনে হয়; ক্ষণিক রূপের মোহসৃষ্টিকারিণী।
আচাভুয়া-বোম্বাচাক অত্যদ্ভূত বিষয়; অসম্ভব ব্যাপার (অতীতে চুঁচড়োর বারোয়ারী পূজায় ‘আচাভুয়ার বোম্বাচাক’ নামে বিভিন্ন রূপের সং প্রস্তুত হতো)
আছোলা বাঁশ খাওয়া কষ্টকর যন্ত্রণা ভোগ করা- অশালীন গালিবিশেষ (ফেসবুক কর আর আছোলা বাঁশ খাও।)
আছোলা বাঁশ দেওয়া কারো সর্বনাশ করা।
আছোলা বাঁশ নেওয়া যেচে নিজের বিপদ ডেকে আনা; ইচ্ছা করে বিপজ্জনক পরিস্থিতিতে জড়িয়ে পড়া।
আজকাল অধুনা; বর্তমানকাল (আজকাল কাউকে বিশ্বাস করা যায় না)।
আজকাল করা অযথা দেরি করা; গড়িমসি করা; ইচ্ছা করে দেরী করা।
আজকাল বাদে আজ ও আগামীকাল- এই দু'দিন বাদে।
আজকালের মধ্যে অনতিবিলম্বে; দু'একদিনের মধ্যে (আজকালের মধ্যে বৃষ্টি নামবে।)
আজকের মত আজকের উপযোগী (আজকের মত ক্ষান্ত দাও।)
আজ খেতে কাল নেই কোনরকমে দিন গুজরান করা।
আজ গেলে দুদিন হবে অসহনীয় ভোগান্তির দিন যেন কাটতেই চায় না।
আজ-নয়-কাল গড়মসি; দীর্ঘসূত্রিতা; অযথা সময় নষ্ট।
আজ-বাদে-কাল কয়েকদিন পর; বেশি দেরী নেই; শীঘ্রই (আজ-বাদে-কাল পরীক্ষা, এখন পড়তে বস নি?)
আজেবাজে অকেজো; অবজ্ঞার যোগ্য; তুচ্ছ (যত আজেবাজে কথা)।
আঝালি নিস্তেজ; নির্জীব।
আটকড়াই/ আটকৌড়ে সন্তান জন্মের অষ্টমদিনে আটরকম কলাইভাজা বিতরণের সংস্কার।
আটকপালী/কপালে অভাগী/অভাগা; হতভাগী/ভাগা; সমতুল- উঁচ-কপালিকপালে; উনপাঁজুরে, পোড়া-কপালে, হাভাতে ইত্যাদি।
আটকাট/কাঠ/ঘাট সবদিক; সব বিষয় (আটকাঠে দড়, তো ঘোড়ার উপর চড়)।
আটকিয়া/আট্কে বাঁধা পুরীমন্দিরে থেকে নিয়মিত একজনের উপযোগী প্রসাদ পাওয়ার জন্য অর্থদান; জগন্নাথের প্রসাদ; (উড়িষি 'একাটিয়া' শব্দ থেকে উৎপত্তি)।
আট কুঠুরি নয় দরজা শরীরের আটটি গ্রন্থি এবং নয়টি প্রবেশ ও বহির্দ্বার (মাথার খুলি, ডান-বাম দুই ফুসফুস, হৃৎপিণ্ড, পাকস্থলী, দুই কিডনি আর কোলন এবং দুই চোখ, দুই নাকের ফুটো, মুখ, দুই কানের ফুটো, আর বাকি দুইটা জননাঙ্গ ও পায়ু)।
আটকুড়ের ব্যাটা১ পুত্রহীনের সন্তান; অসম্ভব ব্যাপার, যা হয় না।
আটকুড়ের ব্যাটা২ অবৈধ সন্তান; বেজন্মা- গালিবিশেষ।
আট্কে বাঁধা আটকিয়া বাঁধা- দ্রষ্টব্য
আটখান/খানা হওয়া আনন্দে অধীর হওয়া ফেটে পড়া (আহ্লাদে আটখানা, মূল্য পাঁচ-আনা)।
আটঘাট বাঁধা সম্ভাব্য সবরকম অবস্থার জন্য প্রস্তুত থাকা; সবদিক সামলে চলা বা সুরক্ষিত করা; সাবধান হওয়া (আটঘাট বেঁধে কাজে নামবে)।
আটপৌরে কাপড়/শাড়ী সবসময়ে ঘরে পরার উপযোগী জামাকাপড়।
আটপৌরে ভাষা কথ্যভাষা; চলতি সাধারণ বা সর্বদা ব্যবহারের ভাষা।
আটা পেষাই করা দুরমুশ করা; খুব পিটাই করা; বেদম প্রহার করা।
আটাশে ছেলে১ আটমাসে ভূমিষ্ঠ ছেলে।
আটাশে ছেলে২ দুর্বল; নিস্তেজ; ভীরু ('মা আমি কি আটাশে ছেলে, ভয় করি না চোখ রাঙালে')।
আটেকাটে/পিটে/পিঠে কষ্টসহিষ্ণু, অত্যন্ত পরিশ্রমী, চৌকশ, সকলদিকে ভারবহনে সক্ষম, সকল বিষয়ে নিপুণ (আটে পিঠে দড় তবে ঘোড়ার পিঠে চড়'); সমার্থক বাগধারা- অষ্টেপৃষ্ঠে।
আটুপাটু আর্তভাব; কাতরতা; ব্যাকুলতা (সবসময় আটুপাটু করোনা তো।)
আঠা১ আগ্রহ; উৎসাহ (তোমার দেখছি কাজে বড়ই আঠা)।
আঠা২ ফাঁদ (পিরিতি কাঁঠালের আঠা)।
আটারো/আঠারো আনা অতি নিশ্চয়তা; যথেষ্ট সম্ভাবনা (আজকে বৃষ্টি হওয়ার আঠারো আনা সম্ভাবনা)।
আটারো/আঠারো-ঘা নানাপ্রকার ঘা বা ব্যাধিতে আক্রান্ত (বাঘে ছুঁলে আঠারো ঘা)।
আটারো/আঠারো মাসে বছর অকর্মণ্যতা; আলস্য; কুঁড়েমি; দীর্ঘসূত্রিতা; অহেতুক কালক্ষেপণের ফলে কাজে বিলম্ব; সমার্থক বাগধারা- বত্রিশ দিনে মাস।
আড্ডা গাড়া অস্থায়ী বাসা বাঁধা (এক সাধু এসে গ্রামের বটগাছের তলায় আড্ডা গেড়েছে।); সমার্থক বাগধারা- ডেরা বাঁধা।
আড়ংঘাটা নৌকায় চড়ার ঘাট বা স্থান।
আড়ং ধোলাই উত্তম-মধ্যম দেওয়া; সপাটে আছাড় মারা (বেশি বাড়াবাড়ি করলে আড়ং ধোলাই হবে)।
আড়ংহাটা গঞ্জ; বড়বাজার।
আড়কাঠি খবরসংগ্রাহক; কুলিমজুর সরবরাহকারী।
আড়কালা এক কানে শুনতে পায় না এমন।
আড় নেই মুখের লাগাম নেই; চোখের পর্দা নেই।
আড়পাগলা আধ-পাগলা; ক্ষেপাটে।
আড়বগ্‌গা একগুঁয়ে; একরোখা; গোঁয়ার।
আড়বুঝ বিপরীতবুদ্ধি; বাঁকাবুদ্ধি; উল্টা বোঝে এমন।
আড় ভাঙা১ শরীরের জড়তা কাটানো।
আড় ভাঙা২ সোজা করা।
আড়মোড়া ভাঙা ঘুম থেকে উঠে শরীরের আড়ষ্টভাব কাটান।
আড় হওয়া কাত হয়ে কষ্টেসৃষ্টে শোয়া (আড় হয়ে পড়ে আছি)।
আড়া বক্রস্বভাবের লোক (লোকটা বেজায় আড়া)।
আড়াআড়ি পরস্পর দ্বেষাদ্বেষি/রেশারেশি (দুজনের মধ্যে আড়াআড়ি চলছে)।
আড়াই অক্ষরে অল্পকথায়; সংক্ষেপে (আড়াই অক্ষরে গল্প শেষ)।
আড়াই দিনের বাদশাহী অল্পদিনের জন্য বিলাসিতা।
আড়াই হাত (তালগাছের) কোনো কাজের শেষ এবং সবচেয়ে কঠিন অংশ।
আড়ালে আবডালে লোকচক্ষু এড়িয়ে; লুকিয়ে চুরিয়ে (আড়ালে আবডালে তার সম্পর্কে অনেক কথাই শোনা যায়)।
আড়িপাতা আড়াল থেকে লুকিয়ে অন্যের কথা শোনা।
আড়েহাতে লওয়া প্রতিশোধ নেওয়া; ভীষণ শত্রুতা করা।
আড়েহাতে লাগা উঠেপড়ে লাগা; উৎসাহের সঙ্গে; প্রাণপণে চেষ্টা করা (যথাসময়ে কাজটা শেষ করতে সে আড়েহাতে লেগেছে)।
আণ্ডাবাচ্চা ছোটছোট শিশুসন্তান, ক্রোড়স্থ সন্তান; সমার্থক বাগধারা- ছানাপোনা।
আতান্তর অসুবিধা; দুঃখকষ্ট; দুর্ভাবনা; বিপদ; সংকট (মহা আতান্তরে পড়া গেল দেখছি)।
আতালিপাতালি/আথালিপাথালি ব্যাকুল ও ব্যস্ত হয়ে এদিক-ওদিক চাইতে চাইতে (আথালিপাথালি করে খুঁজে বেড়াচ্ছে)।
আতিপাতি তন্নতন্ন করে (আতিপাতি করে খুঁজেছি কোথাও নেই)।
আতুআতু/ আতুপুতু করা অতিরিক্ত যত্ন করা; আদরযত্ন বা সাবধানতার বাড়াবাড়ি করা; সন্তানপালনে যত্ন ও সতর্কতার বাড়াবাড়ি (বেশি আতুপুতু করলে ছেলে মানুষ হবে না); সমার্থক বাগধারা- পুতুপুতু
আত্মঘোষ যে নিজের ঢাক নিজেই পেটায়।
আত্মনং সততং রক্ষেৎ নিজেকে সর্বদা রক্ষা করবে।
আত্মবৎ মন্যতে জগৎ আপনার আয়নায় জগৎ দেখা।
আত্মবৎ সর্বভূতেষু সকল প্রাণীকে আত্মসম জ্ঞান।
আত্ম রেখে ধর্ম নিজের স্বার্থ সবার আগে।
আত্মসর্বস্ব স্বার্থপর; শুধু নিজেকে নিয়ে চিন্তা।
আত্মাপুরুষ/রাম পুরুষনামী দেহস্থ আত্মা প্রাণ/মনপাখি (আত্মারাম খাঁচাছাড়া)।
আত্মারাম খাঁচাছাড়া হওয়া নিদারূণ ভয়ে মৃতপ্রায় হওয়া বা মারা যাওয়া; সমতুল্য বাগধারা- অক্কা পাওয়া, ঈশ্বরপ্রাপ্তি, গঙ্গাপ্রাপ্তি; পঞ্চত্বপ্রাপ্তি; পটল তোলা; শিঙে ফোঁকা ইত্যাদি।
আত্মারাম গুটিয়ে/শুকিয়ে যাওয়া অত্যন্ত ভয় পাওয়া; ভয়ে আড়ষ্ট/পাংশু হওয়া।
আত্মার্থে পৃথিবীং ত্যজেৎ আত্মরক্ষার্থে পার্থিব সবকিছু পরিত্যাজ্য।
আথালপাথাল/ আথালিপাথালি ব্যাকুল ও ব্যস্ত হয়ে এদিক-ওদিক চাইতে চাইতে; চারদিকে; যেখানে-সেখানে সর্বত্র (আথালিপাথালি করে খুঁজে বেড়াচ্ছি)।
আদব-কায়দা/ আদব-তামিজ১ ভদ্রব্যবহার; শিষ্টাচার (শুধু হাওয়া খেয়ে বড় হয়েছে আদব-কায়দা কিছু শেখেনি।);সমার্থক বাগধারা- আচার-আচরণ।
আদব-কায়দাদুরস্ত ব্যবহারে বিনম্র; শিষ্টাচারী।
আদবের খেলাপ/বরখেলাপ ভদ্রতাবিরুদ্ধ; শিষ্টাচারবহির্ভূত; শিষ্টাচার লঙ্ঘন।
আদমের সময় অতি প্রাচীনকালে; বহুকাল আগে; সমার্থক বাদধারাসমূহ- আদিকাণ্ডে; আদ্দিকালে, ভূষণ্ডির সময়ে; মান্ধাতার আমলে ইত্যাদি।
আদরে বাঁদর প্রশ্রয় পেয়ে নষ্ট (আদরে বাঁদর বনে)।
আদা ওষুধের আধা আদা অর্ধেক রোগ ভালো করে।
আদা জল খেয়ে পড়ে থাকা কার্যসিদ্ধির জন্য ধর্ণা দেওয়া।
আদাজল খেয়ে লাগা দৃঢ়সংকল্প নিয়ে কাজ করা; নাছোড়বান্দা হয়ে লাগা; প্রাণপণ চেষ্টা করা; মরিয়া হয়ে লাগা (পরীক্ষা আসন্ন, তাই আদাজল খেয়ে পড়তে বসেছ); সমার্থক বাগধারা- উঠেপড়ে লাগা।
আদাড়-পাদাড়/বাদাড় সহচর শব্দ; আবর্জনা ফেলার যায়গা; অস্থান কুস্থান; জলা জঙলা; (আদাড়-পাদাড়ে ঘুরে বেড়িও না)।
আদাড়বনে শিয়াল রাজা নিজের এলাকায় সবাই প্রভুত্ব করে; সমার্থক বাগধারা- আপনা মহল্লামে কুত্তা শের, ভেড়া গোয়ালে বাছুর মোড়ল ইত্যাদি।
আদাড়ের হাঁড়ি অনাদৃত ব্যক্তি; নীচব্যক্তি; নোংরামনের লোক- গালিবিশেষ (আদাড়ের হাঁড়িকে কেউ পোছে না)।
আদায় কাঁচকলায় সম্পর্ক চিরবৈরিতা, তিক্তসম্পর্ক, পরস্পর শত্রুভাবাপন্ন, বিরুদ্ধ স্বভাবযুক্ত; সমার্থক বাগধারা- অহিনকুলসম্পর্ক; দা-কুমড়া সম্পর্ক; বাঘে-গরুতে সম্পর্ক; বুনো ওল বাঘা তেঁতুল সম্পর্ক; সাপ-নেঊলে সম্পর্ক।
আদার ব্যাপারী ক্ষুদ্র ব্যবসায়ী; নগণ্য/সামান্য ব্যক্তি, সামান্য বিষয়ে ব্যস্ত ব্যক্তি (আদার ব্যাপারর জাহাজের খোঁজ নেয়); সমার্থক বাগধারা- উলুখাগড়া; এ-ও-সে; চুনোপুঁটি ইত্যাদি।
আদিরস কাম ও প্রেমরস; শৃঙ্গাররস।
আদুরে গোপাল অত্যন্ত আদরে লালিত-পালিত সন্তান; লাই দিয়ে যার ইহকাল পরকাল শেষ; অতিরিক্ত আহ্লাদী।
আদেখলা/আদেখলাপনা দেখার বা পাওয়ার জন্য এত ব্যগ্র যে মনে হয় পূর্বে কখনো কোনো ভালো জিনিস দেখেনি বা ভোগ করেনি।
আদ্যিকালের বদ্যিবুড়ো অত্যন্ত প্রাচীন বা অভিজ্ঞব্যক্তি।
আদরু-পেঁদরু সাহেবিয়ানার আতিশয্য প্রকাশকারী ব্যক্তি।
আধ/আধাখেঁচড়া১ অসম্পূর্ণ; অর্ধ-সম্পাদিত; অর্ধেক একরকম অর্ধেক অন্যরকম (আধা খেঁচড়া করে কাজটা ফেলে রেখো না।)
আধ/আধাখেঁচড়া২ এলোমেলো; বিশৃঙ্খল (আধা খেঁচড়া ব্যবস্থা)।
আধ/আধা-পাগলা ক্ষ্যাপাটে; পাগলের মত হাবভাববিশিষ্ট; বাতিকগ্রস্ত।
আধ/আধাবয়সী মাঝবয়সী; প্রৌঢ়।
আধকামারিয়া অর্বাচীন; হাতুড়ে (আধকামারিয়া উকিল কেসটা ডুবিয়ে দিল)।
আধবুড়ো প্রায় বুড়ো; প্রৌঢ়।
আধমণি কৈলাস প্রচুর পরিমাণে খেতে পারে এমন লোক।
আধমরা উদ্দীপনাহীন নির্জীব; নিস্তেজ (ওরে নবীন……ওরে আমার কাঁচা আধমরাদের ঘা মেরে তুই বাঁচা- রবীন্দ্রনাথ)
আধাখেঁচড়া সম্পূর্ণ হয়নি এমন; অসম্পূর্ণ; (উৎস-বটের তিতির ইত্যাদি পাখী সম্পূর্ণ খেচর নয়; তারা আধা-খেচর)
আধিব্যাধি মানসিক ও শারীরিক রোগ ('ব্যাধির চেয়ে আধি হল বড়')।
আধো আধো অসম্পূর্ণ; অপরিস্ফুট ভাবার্থে দ্বিত্বশব্দ (শিশুদের আধো-আধো বুলি)।
আধো-আধোপনা ব্যঙ্গে- শিশুসুলভ/বালকোচিত ব্যবহার।
আনকা/আনোখা অচেনা; অজানা; ঠিকানাহীন; বেঠিক (আনকা লোকের আনাগোনা বেড়ে গেছে।); সমার্থক বাগধারা- উটকো।
আনকোরা অনিভজ্ঞ; কাঁচা (আনকোরা যত নন-ভায়োলেন্ট ননকো’র দলও নন খুশী')।
আনচান অস্থির; চঞ্চল ('মা বলিতে প্রাণ করে আনচান')।
আন-তাবড়ি এলোমেলো; আন্দাজে (আনতাবড়ি ঢিল ছুঁড়ছে)।
আনন্দে/আলহাদে আটখানা বেজায় খুশি; হেসে কুটিকুটি
আনাগোনা/যানা জন্মমৃত্যু (দুনিয়াদারি মুসাফিরি সিরিফ আনা/যানা)।
আনাচ-কানাচ/আনাচে-কানাচে অস্থানকুস্থান; চারপাশ; জানা-অজানা সবস্থান (ঘরের আনাচকানাচ সমস্ত জায়গা খুঁজেছি)।
আন্দাজে ঢিল ছোঁড়া/মারা অনুমাননির্ভর কাজ করা; অনিশ্চিতসিদ্ধির লক্ষ্যে চেষ্টা করা।
আন্দিরাম মহাজন কপর্দকশূন্য ব্যবসায়ী (উৎস- নীলদর্পণ- দীনবন্ধু মিত্র)
আন্নাকালী পরপর কন্যাসন্তান জন্মালে আর যাতে কন্যাসন্তান না হয়, সেজন্য কালীর কাছে প্রার্থনা জানিয়ে শেষসন্তানের এই নাম রাখা হয় (আর না কালী)।
আপকা ওয়াস্তে১ নিজের জন্য; আত্মসর্বস্ব
আপকা ওয়াস্তে২ নির্দিষ্টব্যক্তির জন্য; চাটুকার; তোষামুদে
আপ-খোরাকি নিজের খরচে খাবার ব্যবস্থা করার চাকরির সর্ত।
আপদ বিরক্তি-উৎপাদনকারী ব্যক্তি বা বস্তু (এই আপদটা বিদায় হলে বাঁচি)।
আপদ-বালাই/ আপদ-বিপদ নানা সমস্যা; বিপদকাল (আপদ-বিপদে মানুষের পাশে দাঁড়ানো উচিত); সমার্থক বাগধারা- ঝড়ঝাপটা; ঝুট-ঝঞ্ঝাট/ঝামেল; দুঃখদুর্দশা; বাধাবিঘ্ন; বাধাবিপত্তি ইত্যাদি।
আপন কথাই পাঁচকাহন আত্মপ্রচারসর্বস্ব; নিজের প্রাধান্য স্থাপনের চেষ্টা; আত্মঘোষ।
আপন কোলে ঝোল টানা নিজের স্বার্থ আগে দেখা।
আপনগণ্ডা স্বার্থ (আপনগণ্ডা সবাই বুঝে নেয়)।
আপনগাঁয়ে কুত্তা শের নিজের এলাকায় সবাই প্রভুত্ব করে; সমার্থক বাগধারা- আদাড় বনে শিয়াল রাজা, ভেড়া গোয়ালে বাছুর মোড়ল ইত্যাদি।
আপনা-আপনি১ নিজ থেকে স্বতঃপ্রবৃত্ত হয়ে; স্বতঃস্ফুর্তভাবে; স্বাভাবিকভাবে (যদি থাকে নসীবে, আপনা আপনি আসিব)।
আপনা-আপনি২ নিজেদের মধ্যে (হিন্দুঘরে আপনা-আপনি বিয়ে হয় না)।
আপন পাঁঠা লেজে কাটা স্ব-ইচ্ছায় কাজ করার পক্ষে ওকালতি।
আপন/আপনার পায়ে কুড়োল মারা নিজের অনিষ্ট ক্ষতি বা সর্বনাশ করা।
আপনা হাত জগন্নাথ১ নিজের সবকিছু ভালো; নিজের প্রয়াসই যথার্থ (আপনহাত জগন্নাথ পরের হাত এঁটোপাত)।
আপনা হাত জগন্নাথ২ খুব কৃপণস্বভাবের লোক; কাউকে কিছু দিতে হ'লে একেবারে ঠুঁটো জগন্নাথ।
আপনার ঢাক আপনি বাজানো/ পিটানো/ আপনার কথা পাঁচকাহন নিজেই নিজের গুণগান করা; আত্মপ্রশংসা করা; নিজের কথা পুনঃপুনঃ উল্লেখ করা; নিজের বক্ত্যব্যকে গুরুত্ব দেওয়া।
আপনি বাঁচলে বাপের নাম নিজে বেঁচে থাকলে তবেই পিতৃপুরুষের নাম বলা যায়; নিজের স্বার্থের প্রতি সর্বোচ্চ প্রাধান্য দেওয়া।
আপ্তবাক্য১ অভ্রান্ত বাক্য; দোষগুণ বিচার না করে সত্য বলে গৃহীত বাক্য; সমার্থক বাগধারা- বেদবাক্য
আফশোস/আফসোস আক্ষেপ; দুঃখ; পরিতাপ; মনস্তাপ (যা গেছে তা গেছে এখন আফশোস করে কোন লাভ নেই, ভুলের শাস্তি পেতেই হবে।)
আবড়াখাবড়া অসমান, উঁচু-নিচু, বন্ধুর (আবড়া-খাবড়া রাস্তায় চলা মুশকিল); সমার্থক বাগধারা- এবড়োখেবড়ো; উভড়খাবড়া (হিন্দি)
আবদার অন্যায়/অসঙ্গত/যুক্তিহীনদাবী (জনগ্ণের সব আবদার সমর্থনযোগ্য নয়)
আবর্জনা অবাঞ্ছিতব্যক্তি (আধুনিক ধারণায় বৃদ্ধরা সংসারের আবর্জনা)।
আবহমানকাল অদ্যবধি; চিরকাল; বহুকাল (আবহমানকাল ধরে এই নিয়ম চলে আসছে।)
আবহাওয়া অবস্থা; পরিস্থিতি; হাল (দেশের রাজনৈতিক আবহাওয়া খুবই খারাপ।)
আবাগী/আবাগে হতভাগী; হতভাগা; হতভাগ্য নারী/পুরুষ- গ্রাম্য মেয়েলি গালিবিশেষ ('কোন্ চোখখাগী আবাগীর বেটির বুকে বসে'- নজরুল)
আবাগের বেটা ভূত হতভাগ্যের বেটা অপদার্থ; কাণ্ডজ্ঞানহীন- গালিবিশেষ
আবাদী জমি১ গ্রামের উপকণ্ঠ।
আবাদী জমি২ চাষযোগ্য জমি।
আবোল-তাবোল অর্থহীন/অসংলগ্ন/এলোমেলো কথাবার্তা (কি আবোল-তাবোল বকছো?)
আব্রু আভিজাত্য; মর্যাদা; মানসম্ভ্রম (জীবনে আব্রু আছে, মরণে কোন আব্রু নাই)
আভাঙা জল ঘাটের যে জল ভোরবেলায় কেউ স্পর্শ করে নি (হিন্দু বিয়ের আচারে এই জলের প্রয়োজন হয়।)
আম না হতে আমসি/ আমসত্ব আগাম সুখকল্পনা; কারণের আগে কাজ; সমার্থক ভাগধারা- কালনেমির লঙ্কাভাগ; গাছ না উঠতে এককাঁদি; গাছে কাঁঠাল গোঁফে তেল; রাবণের ছাদনাতলা; রাম না হতেই রামায়ণ; হবুছেলের অন্নপ্রাশন ইত্যাদি।
আমগন্ধি কাঁচাগন্ধযুক্ত; যে খাবার পুরো রান্না হয়নি।
আমড়া কিছু না; ফাঁকি (তুই আমার আমড়া করবি); সমার্থক বাগধারা- কচু, কলা।
আমড়া কাঠের ঢেঁকি অপদার্থ, কোন কাজের নয়; সমার্থক বাগধারা- কলাখোলার নৌকা, ধানকাঠের তক্তা, ধানগাছের মই ইত্যাদি।
আমড়া গাছে আম ফলে না১ কারো চরিত্র ও কর্ম তার বংশকুলের বিপরীত হয় না; বিপরীত বাগধারাও সত্য, যেমন- দৈত্যকুলে প্রহ্লাদ।
আমড়া গাছে আম ফলে না২ মন্দলোকের কাছে ভাল ব্যবহার আশা করা যায় না।
আমড়াগাছি/গেছে করা১ আমড়া আমের মত দেখতে হওয়ায় আমড়াগাছকে আমগাছ বলে ধোঁকা দেওয়ার ভাবার্থে- প্রতারণা করা
আমড়াগাছি/গেছে করা২ অযথা প্রশংসা করা; চাটুবোক্যে ভুলানো, বিশেষ উদ্দেশ্যসাধনের জন্য তোষামোদ করা, স্তুতি করা (ও তো বড়বাবুর আমড়াগাছি করে প্রমোশন পেয়েছে)।
আমড়াগাছি/গেছে করা৩ হিন্দী 'হমবড়া' (আমি বড়) শব্দ থেকে 'হমবড়া গোছের' শব্দবন্ধ উচ্চারণ বিকারে 'আমড়াগাছি/গেছে' শব্দবন্ধে পরিণত হতেও পারে; সেক্ষেত্রেও 'অযথা প্রশংসা করা'-তাতে অর্থের বিপর্যয় হয় না।
আমড়া ভাতে করা কদর্য বা সৌন্দর্যহীন করা (মাথা ন্যাড়া করে আমাকে আমড়া ভাতে করে দিয়েছে)।
আমতা আমতা করা ইতস্ততঃ বা দ্বিধা করা; 'হাঁ কি না' খোলসা না-করা; স্বীকারের ইচ্ছা নেই আবার অস্বীকারের উপায়ও নেই (অত আমতাআমতা করতে হবে না যা বলার বলে ফেল); সমার্থক বাগধারা- কিন্তু কিন্তু করা।
আমল না দেওয়া১ কাছে ঘেষতে না দেওয়া; দখল না দেওয়া।
আমল দেওয়া২ কর্ণপাত না করা; গুরুত্ব/পাত্তা/প্রশ্রয় না দেওয়া; গ্রাহ্য না করা (সবার কথায় আমল দিও না।)
আমসি হওয়া (মুখ) শুকিয়ে বিবর্ণ বিশীর্ণ হওয়া।
আমি/আমিত্ব অহঙ্কার; অহম্বোধ (আমি যাবে মলে)।
আমি আর আমি নয়/ আমি আর আমাতে নেই আনন্দে আত্মহারা।
আমির-উমরা/ আমীর ওমরাহ সমাজের গণ্যমান্য; প্রভাবশালী; বিত্তশালী; প্রচুর ক্ষমতাসম্পন্ন লোকজন (আমির-উমরাদের চালচলন/মেজাজই আলাদা।); সমার্থক বাগধারা- হোমরাচোমরা।
আমে দুধে এক হয় আঁটি যায় গড়াগড়ি উপরতলায় মিল হয় সাধারণে বঞ্চিত হয়।
আয়নায় মুখ দেখা১ নিজের সুন্দর মুখের মত চরিত্রও সুন্দর করা।
আয়নায় মুখ দেখা২ পরস্পর উপকার প্রত্যুপকার করা।
আয়নায় মুখ দেখা৩ ভাললোকের ভালো করা এবং মন্দলোকের মন্দ করা।
আয়ারাম দলবদল করে অন্যদল থেকে আসা সদস্য।
আয়েন্দা ভবিষ্যৎ; আগামী দিন (আয়েন্দা কিছু হ'লে তার জন্য তুমি দায়ী থাকবে)।
আয়াশ/আয়েশ আরাম; আমোদ; বিলাস; স্ফূর্তি (কাজের ফাঁকে একটু আয়েশ করে নিচ্ছি)।
আয়াস যত্ন; প্রচেষ্টা; প্রয়াস (বিনা আয়াসে সিদ্ধি নাই)।
আয়ীবুড়ি পাকাপাকা কথা বলা অল্পবয়স্কা মেয়ে।
আয়োসুয়ো১ সধবানারী; সধবানারীদের দল (আয়োসুয়াদের একত্র ভোজন।); সমার্থক বাগধারা- এয়োসুয়া।
আর আর বহুবচনে দ্বিত্বশব্দ- অন্যান্য (আর আর সব গেল কোথায়?)
আর একটু হলে বাড়াবাড়ি হ’লে; বিষয় গুরুতর হলে (আর একটু হলে পড়ে যেতাম)।
আর কতই বা বেশি কিছু নয়।
আর কি /আর নয়তো কি ঔর ক্যা/ ঔর নেহি তো ক্যা-অনুকরণে ভাবার্থ-এটাই উদ্দেশ্য; এটাই বটে (জমিজমা সব তো গেছে আর কি এবার গলায় দড়ি দাও)।
আরম্ভসদৃশোদয়ঃ যেভাবে আরম্ভ হয় সমাপ্তিও সেইভাবে হয়।
আরশির মুখে পড়শি দেখা নিজের মত অপরকে ভাবা।
আরশুলা আবার পাখি উত্তমের সাথে অধমের তুলনা হয় না।
আলগা থাকা কোন কিছুতে জড়িত না হওয়া; নির্লিপ্ত থাকা।
আলগা ভাব আন্তরিকতাহীন; লোক দেখানো ভাব।
আলগা মন্তব্য অনভিপ্রেত/অসঙ্গত/বেফাঁস মন্তব্য
আলগা মুখ অসংযত কথাবার্তা।
আলটপকা আচমকা; অপ্রত্যাশিতভাবে; বিনাচেষ্টায় হঠাৎ (আলটপকা কোন মন্তব্য করো না।)
আল্টিমেটাম শেষ সতর্কীকরণ।
আলটুফালটু/আলতুফালতু কথা আজেবাজে/অনাবশ্যক/অর্থহীন কথাবার্তা (আলটুফালটু বকো না।); সমার্থক বাগধারা- আগড়ম-বাগড়ম।
আলাইবালাই আপদবিপদ (আলাইবালাই এমন কথা বলতে নেই; আলাইবালাই দূর হোক)।
আলাদীনের প্রদীপ অবিশ্বাস্য ঘটনা ঘটানোর কারিগর; আশ্চর্য জিনিষ।
আলাভোলা সহজ-সরল; বেখেয়ালি; নিতান্ত ভালমানুষ; সমার্থক বাগধারা ভোলে-ভালা; সাদাসিধে।
আলালের ঘরের দুলাল ধনীর ঘরের অতি আদুরে ও প্রায় ক্ষেত্রে বখাটে ছেলে।
আলুথালু অসংবৃত; অসংযত; শিথিল অর্থে- অনুকার শব্দ (বিবস্ত্র বেশে আর আলুথালু কেশে)
আলুর দোষ চরিত্রদোষ; লাম্পট্য; মেয়েদের প্রতি পুরুষের মাত্রাতিরিক্ত ও অশোভন আসক্তি
আলেয়া/ আলেয়ার আলো দুর্লভ বা বিভ্রান্তিকর বস্তু; ধাঁধা; প্রহেলিকা; মিথ্যা মায়া (আলেয়ার পিছনে ছুটিও না; জীবন আঁধারময় হবে)।
আলেয়ার পিছনে ছোটা দুর্লভ বস্তুর পিছনে ছোটা
আলোয় আলোয়১ দিনেদিনে; দিন থাকতে থাকতে (আলোয়-আলোয় বাড়ি ফিরতে হবে)।
আলোয় আলোয়২ সুদিন থাকতে থাকতে; সুখে শান্তিতে থাকতে থাকতে ('ভালোয় ভালোয় বিদায় দে মা আলোয় আলোয় চলে যাই')।
আল্লাকা পেয়ারা হো গয়া মারা গেছেন।
আল্লার কুদতৎ অলৌকিক কাণ্ড।
আশকারা প্রশ্রয় (তোমার আশকারাতেই ছেলেটা উচ্ছন্নে গেছে।)
আশনাই প্রণয়; আসক্তি, অবৈধ প্রণয় ('মন যত বলে আশা নাই, হৃদে তত জাগে আশনাই')।
আশপাশ কাছাকাছি জায়গা; নিকটবর্তী চারদিক ভাবার্থে- অনুকার শব্দ (আশপাশ থেকে আওয়াজ আসছে)।
আশমান-জমিন ফারাক দূরতিক্রম্য ব্যবধান; বিশাল পার্থক্য (দুই ভাইয়ের আচার-ব্যবহারে আশমান-জমিন ফারাক।); সমার্থক বাগধারা- আকাশ পাতাল তফাৎ।
আশমানের চাঁদ হাতে পাওয়া দুষ্প্রাপ্য জিনিস লাভ করা।
আশাবধিং কো গতঃ আশা অনন্ত ও অসীম; তার শেষসীমায় কেউ পৌঁছাতে পারে না।
আশীসিক্কা ওজনের চড় প্রচণ্ড চপেটাঘাত।
আষাঢ়ে গল্প১ আজগুবি/কাল্পনিক কাহিনী; (উৎসকাহিনী- আষাঢ়মাসে অঝোরে বৃষ্টিপড়ার কালে পূর্ববাংলায় ঠাকুরমাদের কাছে শিশুরা অদ্ভূত আনন্দদায়ক গল্পগুলি শুনে অলসসময় কাটাতো; তার থেকেই এই বাগধারার উৎপত্তি; সে দিনগুলি আর নেই)।
আষাঢ়ে গল্প২ চুড়ান্ত মিথ্যাকথা।
আষ্টেপৃষ্ঠে চারিদিক থেকে; সর্বাঙ্গ ঘিরে; সারা অঙ্গে (দুস্কৃতিটাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখা হল।); সমার্থক বাগধারা- আটেপিঠে; পাঠান্তর- অষ্টেপৃষ্ঠে।
আসকে খেয়েছে ফোঁড় গণেনি গায়ে ফুঁ দিয়ে বেড়ানো দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি; (আসকে হল চালের গুঁড়ো দিয়ে তৈরী ফোঁড়ওয়ালা পিঠেবিশেষ)।
আসতে কাটে যেতে কাটে উভয়সঙ্কট; যে অবস্থা থেকে সহজে নিস্তার পাওয়া যায় না; সমার্থক বাগধারা- শাঁখের করাত।
আসতে ছাগল, যেতে পাগল তর-সয়-না; ধৈর্যহীন।
আসন টলা ক্ষমতা হারানোর উপক্রম।
আসন্নকাল বিপদকাল; মরণকাল (রাজার আসন্নকাল সমাসন্ন।)
আসমান-জমিন ফারাক দূরতিক্রম্য ব্যবধান; সীমাহীন পার্থক্য (দুইভাইয়ের মধ্যে আসমান জমিন ফারাক।); সমার্থক বাগধারা- আকাশপাতাল তফাৎ।
আসমানের চাঁদ হাতে পাওয়া দুষ্প্রাপ্য জিনিস লাভ করা।
আসর গরম করা বিচিত্র কথাবার্তায় উদ্দীপনা সৃষ্টি করা; সরস কথায় সভায় উপস্থিত সকলকে মোহিত করা (আসর গরম করা বক্তৃতা)।
আসর জমানো/মাতানো আসরে নিজেকে প্রতিষ্ঠিত করা; বাকচাতুর্য এবং হাস্যপরিহাসে আসরকে আনন্দোচ্ছল করা।
আসরে নামা২ কাজে অবতীর্ণ হওয়া।
আসল থেকে সুদের কদর বেশি বাবা-মায়ের কাছে ছেলে-মেয়ে থেকে নাতি-নাতনির টান বেশি।
আসা-যাওয়া১ ক্ষতিবৃদ্ধি হওয়া (এতে আমার কিছু আসে যায় না।)
আসা-যাওয়া২ দেখা-সাক্ষাৎ; মেলামেশা (পাশাপাশি থাকে অথচ উভয়ের মধ্যে আসা যাওয়া নেই।)
আসা-যাওয়া৩ জন্মমৃত্যু।
আসানসোলে কয়লা চালান যার আছে তাকে আরও দেওয়া; তোষামোদ করা; সমার্থক বাগধারা- তেলা মাথায় তেল দেওয়া; ব্যঙের মাথায় ছাতি ধরা ইত্যাদি।
আসে যায় গুরুত্বপূর্ণ; ক্ষতিবৃদ্ধি হয়।
আসতে যেতে গলা কাটা সকলব্যবহারেই বঞ্চনা করা; সমার্থক বাগধারা- শাঁখের করাত।
আস্ত কেউটে ভয়ানক বিপজ্জনক লোক।
আস্ত-না-রাখা মেরে হাড়গোড় গুড়িয়ে দেওয়া।
আস্ত পাগল পুরাদস্তুর পাগল।
আস্ত হনুমান বিদ্রুপে- সকল অপকর্মের হোতা (উৎস- হনুমানের লঙ্কাদহন)
আস্ত শয়তান চুড়ান্ত শয়তান; শয়তানের সর্দার (তুমি একটা আস্ত শয়তান।)
আস্তানা গাড়া সাময়িকভাবে কোথাও বসবাস শুরু করা।
আস্তিন গুটানো মারামারি করতে উদ্যত; ভয় দেখানো (রাজনৈতিক ময়দানে দুইদল আস্তিন গুটাচ্ছে।)
আহামরি নয়, হ্যাক-থুও নয় মাঝারিধরনের।
আহাম্মকের গলায় দড়ি আহাম্মক বারবার দোষ করে ও শাস্তি পায়।
আহারনিদ্রা যাবতীয়/সব কাজ (আমি আহারবনিদ্রা ছেড়েে তোমার জন্য বসে আছি)।
আহুঃ সপ্তপদী মৈত্রী যার সাথে সাত পা হাঁটা যায় তার সাথে বন্ধুত্ব হয়।
আহ্লাদী পুতুল১ অন্যায় আবদারকারী শিশু।
আহ্লাদী পুতুল২ কেবল আমোদপ্রমোদে রত দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি।
আহ্লাদে আটখানা/ডগমগ অত্যন্ত/বেজায় খুশি; আনন্দে আত্মহারা (আহ্লাদে আটখানা, মূল্য পাঁচআনা)।
আহ্লাদে গোপাল অনুচিত আদরে বিগড়ানো ছেলে।
আহ্লাদে ফুটকড়াই আনন্দের আতিশয্যে অত্যধিক বাকস্ফূর্তি।
আহ্লাদে ফুটিফাটা হেসে লুটোপুটি।
আহ্লাদের প্রহ্লাদ আদরের সন্তান।

সম্পাদনা

বাগধারা অর্থ
ইঁচড়ে পাকা ডেঁপো; ফাজিল; বখাট; বয়সের তুলনায় বেশি পাকা; বালকবয়সে বড়দের মত আচরণ করে; সমতুল্য- অকালপক্ক; পোঁদপাকা।
ইঁদুর কপালে নিতান্ত মন্দভাগ্য।
ইঁদুর কলে পড়া লোভ করতে দিয়ে ফাঁদে পড়া।
ইঁদুর-দৌড়/ ইঁদুর-বিড়াল দৌড় পরস্পরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা; স্বার্থসিদ্ধির বা নিজের উন্নতির জন্য বেপরোয়া প্রতিযোগিতা।
ইঙ্গ-বঙ্গ ভাষা ইংরাজী ও বাংলা মিশানো ইংলা বা বাংরাজী ভাষা; স্বাধীনতার পর এই বলা-কওয়া খিচুড়িভাষার যথেষ্ট বাড়বাড়ন্ত; টিভি সিরিয়াল থেকে একটি জলন্ত উদাহরণ- 'রাইট এ্যানসার দিলে গিফট পাবে'; আজকাল ছেলেরা ছবি টাঙায় ন, ছবি হ্যাঙায়।
ইচ্ছে থাকলে উপায় হয় প্রবল ইচ্ছা থাকলে কঠিন কাজও সম্পন্ন হয়।
ইজাজত সম্মতি (বিচারক ইজাজত দিয়েছেন।)
ইজ্জত-কা- সওয়াল সম্মানের প্রশ্ন জড়িয়ে আছে (এই কঠিন কাজটা আমায় করতেই হ'বে, এটা আমার ইজ্জত-কা-সওয়াল)।
ইটের বদলে পাটকেল ক্রিয়ার প্রতিক্রিয়া; আঘাত করলে প্রত্যাঘাত পেতে হয়; দুর্ব্যবহার করলে দুর্ব্যবহার প্রাপ্য হয়; তুলনীয়- আয়না যে মুখ দেখে সেই মুখ দেখায়; ধ্বনির প্রতিধ্বনি থাকে; হিংসায় হিংসা টানে ইত্যাদ। ি
ইটের জবাব পাথরে দেওয়া ক্রিয়ার কড়া প্রতিক্রিয়া দেওয়া।
ইটে নেই, ভিটে নেই ঘরদোর চালচুলো কিছুই নেই এমন।
ইতরবিশেষ অন্য থেকে পার্থক্য; কমবেশি প্রভেদ; সামান্যপার্থক্য (দুজনের ব্যবহারে তেমন ইতরবিশেষ নেই।); সমার্থক বাগধারা- উনিশ-বিশ; যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন।
ইতিউতি নানা দিক ভাবার্থে অনুকার শব্দ; এদিক-ওদিক; এখানে সেখানে (সুন্দরী যে যায় ইতিউতি চায় যদি দেখা পায়)।
ইতিকর্তব্যবিমূঢ় উপস্থিত কি করতে হবে তা নির্ণয়ে অসমর্থ; সমার্থক বাগধারা- এদিকও না, ওদিকও না; কিংকর্তব্যবিমূঢ়; সসেমিরা; হতবুদ্ধি
ইতি গজঃ আংশিক সত্যের আবরণে মিথ্যাভাষণ (যুধিষ্ঠিরের 'অশ্বত্থামা হত ইতি গজঃ এই অর্ধসত্য উক্তি থেকে)।
ইতো নষ্টস্ততো ভ্রষ্ট সমস্ত কিছুই পণ্ড হওয়া; সমার্থক বাগধারা- একুল ওকুল দুকুল যাওয়া; পাঠান্তর- ইতো ভ্রষ্টস্ততো নষ্ট।
ইদের চাঁদ অতি কাঙ্ক্ষিত বস্তু
ইনকার অস্বীকার (সাহায্য করতে সে ইনকার করছে।)
ইনসান মনুষ্যত্ব; মানবতা ('ইনসান কিতনা গির গায়া দৌলতকে সামনে')
ইনসাফ পক্ষপাতহীন; ন্যায়বিচার; সুবিচার (প্রকৃতির রাজত্বেও ইনসাফ নেই, শেখানে জোর যার মুল্লুক তার।)
ইনিয়ে বিনিয়ে নানাপ্রকারে ভাবার্থে- অনুকার শব্দ; অনুনয়-বিনয় করে; ঘুরিয়ে ফিরিয়ে; নানাভাবে পল্লবিত করে।
ইন্তেকাল/এন্তেকাল মৃত্যু; দেহাবসান (গতকাল আব্বার ইন্তেকাল হয়েছে)।
ইন্তেজাম/এন্তেজাম ব্যবস্থা; সুব্যবস্থা (ভালভাবেই খানাপিনার ইন্তেজামে লেগে গেছে)।
ইন্তেজার/এন্তেজার আগ্রহের সঙ্গে অপেক্ষা প্রতীক্ষাাই (ইন্তেজার ইন্তেজার ভাল লাগে না আর)।
ইন্দুরত্ন/ ইন্দ্রদারু মদ্যপ।
ইন্দ্রজাল জাদুবিদ্যা; মায়াবিদ্যা; ভোজবাজি; ভেলকি ('যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রধনুচ্ছটা')
ইন্দ্রপতন/ ইন্দ্রপাত কোন মহামানবের মৃত্যু; শীর্ষস্থানীয় লোকের মৃত্যু (গান্ধীর মৃত্যু ইন্দ্রপতনের সামিল।); সমার্থক বাগধারা- নক্ষত্রপতন।
ইন্দ্রপুরী ঐশ্বর্য্যপূর্ণ বিশাল প্রাসাদ (নেতার বাড়ীটা দেখ যেন এক ইন্দ্রপুরী)।
ইন্দ্রপ্রসাদী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল।
ইন্দ্রলুপ্ত মাথাভর্তি টাক।
ইন্দ্রীয়দোষ ইন্দ্রীয়ের উচ্ছৃখলতা; কামনাবাসনার আধিক্য; লাম্পট্য।
ইন্দ্রের শচী যখন যার কাছে থাকে তখন তার; পরের চাটুকারী করে জীবিকা নির্বাহকারী
ইবলিশ শয়তানের সর্দার (তুমি একটা ইবলিশ।); সমার্থক বাগধারা- আস্ত শয়তান; বদের হাঁড়ি; শয়তানের হাঁড়ি।
ইমান/ ইমানদারি বিশ্বাস/ বিশ্বস্ততা (ইমানদার লোক)।
ইয়া আল্লা খেদ; বিস্ময়; বা ভয়সূচক উক্তি (ইয়া আল্লা আমরা সবাই ম'লাম)।
ইয়াঙ্কি কালচার বিদ্রুপে- আমেরিকান আচার ব্যবহার।
ইয়ার/ইয়ার-বকসি আড্ডার সঙ্গী; বন্ধুবান্ধব; রঙ্গপ্রিয় সহচর; সমপর্যায়ের বন্ধু (ইয়ার-বক্সিরা উপস্থিত।)
ইলশেগুড়ি গুড়িগুড়ি বৃষ্টি; এইরকম বৃষ্টির সময়ে জালে বেশি ইলিশ মাছ ধরা পড়ে, এরকম ধারণা (ইলশে গুঁড়ি ইলশে গুঁড়ি ইলিশ মাছের ডিম; ইলশে গুঁড়ি ইলশে গুঁড়ি দিনের বেলায় হিম'- সত্যেন্দ্রনাথ দত্ত)
ইলাজ/এলাজ রোগের উপশম বা চিকিৎসা (আমার রোগের এলাজ কর পিইয়ে দাওয়াই লাল সুরা-কাজী নজরুল ইসলাম)।
ইলাহী/এলাহী কাণ্ড বিরাট ব্যাপার; মহাধুমধাম (বিয়েবাড়ীতে ইলাহীকাণ্ড চলছে।); সমার্থক বাগধারা- যজ্ঞ।
ইলাহী/এলাহী খরচ মাত্রাতিরিক্ত খরচ (ভোটের সময় রাজনৈতিক দলগুলি অবৈধ উপায়ে ইলহী খরচ করে)।
ইলাহী/এলাহী রাত মহরমের জাগরণের রাত; যে রাত আর শেষ হতে চায় না।
ইলেভেন্থ আওয়ার অন্তিম সময়; শেষমুহূর্ত (ইলেভেন্থ আওয়ারে ডাক্তার ডাকা হয়; তখন সব শেষ।)
ইল্লতি কাণ্ডকারখানা নোংরা ব্যাপারস্যাপার।
ইশপিশ/ইসপিস অস্থিরতা/চাঞ্চল্য প্রকাশ (কিছু করারা জন্য হাত ইশপিশ করছে।); সমার্থক বাগধারা- নিশপিশ।
ইসারায় দিশাহারা প্রলোভনে বিভ্রান্তি।
ইষ্ট/ইষ্টিকুটুম্ব আত্মীয়স্বজন।
ইষ্টদেবতা উপাস্য দেবতা।
ইষ্টনাম জপা উপাস্য দেবতাকে স্মরণ করা।
ইষ্টমন্ত্র গুরুপ্রদত্ত মন্ত্র।
ইষ্টসিদ্ধি অভীষ্ট বস্তু বা বিষয় লাভ।
ইস্তক জুতা-সেলাই লাগাত চণ্ডীপাঠ সংসারের যাবতীয় ছোটবড় ভালমন্দ কাজ।
ইস্তক-নাগাদ/লাগাদ শুরু থেকে শেষপর্যন্ত।
ইস্পার কি উস্পার চরম নিস্পত্তি; সমার্থক বাগধারা- হেস্তনেস্; পাঠান্তর- 'এসপার ওসপার'।

সম্পাদনা

বাগধারা অর্থ
ঈগলস্বভাব হিংস্রপ্রকৃতির (ঈগলস্বভাব মানুষের পূর্ব পুরুষরা)।
ঈদের চাঁদ/ ঈদকা চাঁদ১ আকাঙ্ক্ষিত বস্তু।
ঈদের চাঁদ/ ঈদকা চাঁদ২ দুর্লভদর্শন, সহজে যার দেখা পাওয়া যায় না; সমার্থক বাগধারা- আলেয়ার আলো, কোকিলের বাসা, ডুমুরের ফুল ইত্যা...
ঈশানের মেঘ/ ঈশান কোণের মেঘ সঙ্কটের পূর্বাভাস।
ঈশ্বরপ্রাপ্তি মৃত্যু; সমার্থক বাগধারা- অক্কা পাওয়া; আত্মারাম খাঁচাছাড়া; গঙ্গাপ্রাপ্তি; পঞ্চত্বপ্রাপ্তি, পটল তোলা, শিঙে ফোঁকা ইত্যাদি।

সম্পাদনা

বাগধারা অর্থ
উঁচকপালী অলক্ষণা/কুদর্শনা/দুর্ভাগা নারী (লোকের তাই বিশ্বাস); সমার্থক বাগধারা- উটকপালী; উতকপালী; গজকপালী।
উঁচকপালে সৌভাগ্যবান ব্যক্তি (লোকের তাই বিশ্বাস); সমার্থক বাগধারা- উটকপালে; উতকপালে;, গজকপালে।
উঁচী/উচী দুকান্ ফীকি পকান্‌ দেখনদারী; বাইরের আড়ম্বরমাত্র;
উঁচুগাছে ঝড় বেশী বড়কেই সংসারের সব ঝক্কিঝামেলা সামলাতে হয়।
উঁচুগাছেই মই বাঁধা ফললাভের আশায় থাকলে যেখানে সম্ভাবনা বেশি সেখানেই উপস্থিত থাকতে হয়।
উঁচু ঘর ভাল বংশ; সচ্ছল পরিবার।
উঁচু নজর উদার দৃষ্টি।
উকিলি বুদ্ধি অতি চালাকি।
উকুন বাছা১ অকাজ করা।
উকুন বাছা২ পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করা।
উকুনের দায়ে মাথা মুড়ানো তুচ্ছবিপদের মারাত্মক আকার ধারণ করা।
উক্তস্য পুনঃ কথনং কথিত বিষয়ের পুনরুক্তি।
উগ্রচণ্ড/ উগ্রচণ্ডা/ চণ্ডী কলহপ্রিয়/প্রিয়া পুরুষ/নারী; কোপনস্বভাবের পুরুষ/নারী (ঘরের লক্ষ্মী আজকাল উগ্রচণ্ডা হয়ে থাকেন)৷
উগ্রমূর্তি সর্বদা মারমুখি।
উচট খেয়ে প্রণাম অনিচ্ছায় প্রণাম।
উচ্চভাষী কড়া/রূঢ়ভাষী; প্রগল্ভ।
উচ্চিংড়া/ড়ে কোপনস্বভাব।
উচ্ছিষ্টভোজী তোষামোদ করে অন্যের অনুগ্রহলাভকারী; পরমুখাপেক্ষী; হীন মনোবৃত্তির লোক।
উচ্ছের ঝাড় কুখ্যাত বংশ।
উজবক/উজবুক১ উজবেকিস্থানের লোক।
উজবক/উজবুক২ আহাম্মক; নির্বোধ; মূর্খ (এই উজবুকটা এখানে কেন?)
উজাড় (শূন্য) বনে শিয়ালরাজা যেখানে বাধা দেবার কেউ নেই সেখানে নগণ্য কর্তৃত্ব করে।
উজান-ভাঁটি উন্নতি-অবনতি।
উজানে গুণ টানা নিয়ত বাধা ডিঙিয়ে কাজ করা।
উজানের কই/কৈ সহজলভ্য বস্তু।
উঞ্ছবৃত্তি তুচ্ছ/হীন জীবিকা; স্বল্প আয়ে জীবনযাপন (উঞ্ছবৃত্তি করে পেট চালাই)।
উটকপালী কুলক্ষণা নারী; সমার্থক বাগধারা- উঁচকপালী; উৎকপালী।
উটকা নারী স্বামীগৃহ ছেড়ে পিতৃগৃহে চলে যেতে চায় এমন নারী।
উঁটকে মুঁহমে জীরা প্রয়োজনকালে ন্যূনতম বিধান; প্রয়োজনের তুলনায় অনেক কম প্রাপ্তি।
উটকো খবর বাজে ভিত্তিহীন খবর (উটকো খবরে বিশ্বাস নেই); সমার্থক বাগধারা- উড়ো খবর
উটকোমুখো কুতসিৎ; কদাকার; কিম্ভূতকিমাকারদর্শন- গালিবিশেষ।
উঠ ছুঁড়ি তোর বিয়ে আকস্মিকতা বোঝানো; চটজলদি সিদ্ধান্ত; বিনাপ্রস্তুতিতে কোন কাজ করার ডাক।
উটের কাঁটাভোজ অল্পসুখের জন্য বেশি কষ্ট স্বীকার।
উঠতি অবস্থা উন্নতিশীল।
উঠতি বয়স বয়ঃপ্রাপ্ত হচ্ছে এমন; যৌবনের প্রারম্ভ।
উঠতি বাজার বাজার চড়া।
উঠতে বসতে যখন তখন; সবসময় ('উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে')।
উঠন্তমুলোর পত্তনিতে চেনা কাজের আরম্ভ দেখেই পরিণাম আন্দাজ করা যায়।
উঠবস বিদ্যালয়ে শাস্তি দেওয়ার জন্য বারবার উঠা বসার আদেশ।
উঠল বাই তো কটক যাই চটজলদি সিদ্ধান্ত; বিচার-বিবেচনার অবকাশ নেই।
উঠাবসা অন্তরঙ্গতা; একসাথে থাকা (অপছন্দের লোকের সাথে আমার উঠাবসা নেই)।
উঠান চষা১ অকাজ বা অকিঞ্চিৎকর কাজ করা (কাজ নেই উঠান চষছি)।
উঠান চষা২ প্রতিবাদীকে উৎখাত করার জন্য নির্যাতন করা।
উঠান পেরুলেই অর্ধেক সফর কাজ শুরু হলেই অর্ধেক কাজ শেষ হয়ে যায়।
উঠান-সমুদ্র১ উঠানকেই সাগর মনে করা।
উঠান-সমুদ্র২ কুসংস্কারাচ্ছন্ন; ঘরকুনো ব্যক্তি; ভীরু; সমার্থক বাগধারা- কুনোব্যাঙ; কূপমণ্ডূক।
উঠি-কি-পড়ি/ উঠি-তো-পড়ি অতিদ্রুত; ঊর্ধ্বশ্বাসে; ত্রস্তব্যস্ত; ব্যস্তসমস্ত (উঠি-কি-পড়ি করে ছুটলাম)।
উঠিত-পতিত কোন বছর চাষ হয়, কোন বছর চাষ হয় না এমন জমি।
উঠে পড়ে লাগা পূর্ণোদ্যমে কাজে লাগা; সব বাধা অতিক্রম করে কোন কাজ করার চেষ্টা করা; সমার্থক বাগধারা- আদাজল খেয়ে লাগা; কোমর বাঁধা।
উড়নচণ্ডী/চণ্ডে অমিতব্যয়ী; লক্ষ্মীছাড়া; সম্পত্তি নষ্টকারী।
উড়নপেকে অপব্যয়ী।
উড়ে এসে জুড়ে বসা হঠাৎ এসে সর্বময় কর্তা হয়ে বসা; অনধিকারীর অধিকার।
উড়ো কথা/খবর গুজব; ভিত্তিহীন কথা/খবর (উড়ো কথা/খবর কানে নিয়ো না।); সমার্থক বাগধারা- উটকো খবর
উড়ো খই গোবিন্দায় নমঃ১ অনিচ্ছায় সৎকার্য করা।
উড়ো খই গোবিন্দায় নমঃ২ নিজের কাজে লাগবে না এমন জিনিষ দান করা।
উড়ো খই গোবিন্দায় নমঃ৩ হাতছাড়া জিনিষ দান করা।
উড়োচিঠি বেনামী চিঠি (উড়ো চিঠি খুলো না।)
উৎকপালী কদাকার/কুলক্ষণা/মন্দভাগ্যযুক্তা নারী (লোকের বিশ্বাস); সমার্থক বাগধারা- উঁচকপালী, উটকপালী
উৎকর্ণ শোনার জন্য কান খাড়া করে আছে এমন।
উৎকলিকাকুল অতিশয় উদ্বিগ্ন
উৎপন্নমতি উপস্থিত বুদ্ধি আছে এমন।
উৎপাতের কড়ি চিৎপাতে যায় অন্যায় পথে অর্জিত অর্থ বাজে কাজে নষ্ট হয়।
উতোর-চাপান প্রশ্ন ও উত্তর; প্রশ্ন ও পালটা প্রশ্ন।
উত্তমমধ্যম দেওয়া আচ্ছা করে পিটুনি দেওয়া; প্রচুর প্রহার করা।
উত্তরপুরুষ উত্তরাধিকারী; পরবর্তী প্রজন্ম/বংশধর।
উত্তরসূরি পরবর্তীকালের- জ্ঞানীগুণী/পণ্ডিতমণ্ডলী।
উত্তরাপথ বিন্ধ্যপর্বতের উত্তরে অবস্হিত ভারতের উত্তরাংশ; আর্যাবর্ত।
উথলপাথল/উথালপাথাল/উথালিপাথালি ওলট-পালট; বিক্ষুব্ধ; বিপর্যস্ত (ঝড়ে সমুদ্র উথাল-পাতাল করছে)।
উদয়াস্ত দিনভর; সারাদিন (উদয়াস্ত পরিশ্রম করে উদরান্ন জোগাড় করি)।
উদর চিরলে ক বেরোয় না মহামূর্খ; সমার্থক বাগধারা- ক অক্ষর গো-মাংস; 'ক লিখতে হ লিখে।
উদরপরায়ণ খেতে পছন্দ করে এমন; পেটুক।
উদরপূরণ/পূর্তি পেট ভরে আহার (উদরপূর্তি তো মন স্ফূর্তি)।
উদরসর্বস্ব মহাপেটুক; কেবল খাই খাই করে।
উদো/উদোমাদা/উদোমারা/উধো আহাম্মক; ক্যাবলা; বুদ্ধিহীন; বোকাসোকা; মাথাপাগলা; মুর্খ; হাবাগোবা; সমার্থক বাগধারা-গরু; গাধা; ঢেঁকি অবতার; বুদ্ধির ঢেঁকি; ভেড়া; লেবু; হবুচন্দ্র; গবুচন্দ্র; হাঁদা; হাঁদারাম; হাঁদাগঙ্গারাম ইত্যাদি।
উদোর/উধোর পিণ্ডি বুধোর ঘাড়ে একজনের দায়/দোষ অন্য একজন নিরীহ নির্দোষ ব্যক্তির ঘাড়ে অন্যায়ভাবে বা তার অজ্ঞাতসারে চাপা।।
উনকুটি/কোটি চৌষট্টি অসংখ্য; এলাহি; কোটির কিছু কম; প্রায় কোটি।
উনকুটি/কোটি চৌষট্টি দেবতা তেত্রিশ কোটি দেবতা।
উনকুটি/কোটি চৌষট্টি পদের রান্না অসংখ্যপদের রান্না সম্পূর্ণ; এলাহি আয়োজনে কোন কিছুই বাদ নেই।
উনপঞ্চাশ বায়ু পাগলামি।
উনপাঁজুরি/ উনপাঁজুরে দুর্বল-চেতা; হতভাগ্য (গাঁয়ের লোক হলেই উনপাঁজুরে হবে এমন কোন কথা নেই)।
উনপাঁজুরে বরাখুরে উড়ণচণ্ডে; লক্ষ্মীছাড়া; হতভাগা- গালিবিশেষ।
উনভাতে দুনো বল অল্প বা আধপেটা খেলে শরীর ভাল থাকে।
উনানমুখী পোড়ামুখী; হতভাগী- মেয়েলী গালিবিশেষ।
উনিশ বিশ১ ইতরবিশেষ; তুচ্ছ প্রভেদ, সামান্যপার্থক্য; সমতুল্য- যাহা বায়ান্ন তাহাই তিপ্পান্ন।
উনিশ-বিশ২ বিপুলভারের উপর অতিরিক্ত সামান্যভার কিছুই মনে হয় না।
উনিশ-বিশ করা এদিক-ওদিক করা; পক্ষপাতিত্ব করা।
উন্নাসিক অবজ্ঞায় নাক উঁচু করে এমন; সবকিছুকে তুচ্ছ মনে করে এমন; দাম্ভিক
উপকণ্ঠ গ্রাম বা শহরের কাছে; শহরতলী (শহরের উপকণ্ঠে বাস করি।)
উপঢৌকন ব্যঙ্গার্থ-উৎকোচ; ঘুষ (উপঢৌকন না দিলে সরকারী অফিসে ফাইল নড়ে না।)
উপযাচক স্বতঃপ্রবৃত্ত হয়ে উপকার করে এমন।
উপযাচিকা যে নারী স্বতঃপ্রবৃত্ত হয়ে প্রণয় প্রার্থনা করে।
উপর উপর অল্পবিস্তর; একটু-আধটু; কিছুকিছু; ভাসাভাসা (লেখাটা আমি উপর উপর পড়েছি)।
উপরওয়ালা১ বিধাতা (সব উপরোয়ালা জানে।)
উপরওয়ালা২ ঊর্ধ্বতন কর্মচারী; অফিসের বড়বাবু; মালিক, প্রভু।
উপরচড়া অকারণে গায়ে পড়ে ঝগড়া করে এমন (লোকটা ভারি উপর চড়া)।
উপরচাপ উপরওয়ালার আদেশ
উপরচাল১ অতিরিক্ত চালাকি, চতুর প্রতিপক্ষকে জব্দ করার মত পাল্টা চাতুরী।
উপরচাল২ দেখনদারী; লোক দেখানো বুদ্ধিমত্তা/ভাবভঙ্গী ('সবজান্তা যতখানি পাণ্ডিত্য দেখায় আসলে তাহার অনেকখানি উপরচালাকি')
উপরতলা ধনিক/বিত্তশালীর অবস্থান (উপরতলার লোক)
উপর-নজর পরপুরুষ বা পরনারীর প্রতি দৃষ্টিপাত; কুদৃষ্টি।
উপরপড়া অনধিকার চর্চাকারী; স্বতঃপ্রবৃত্ত হয়ে কাজ করে এমন।
উপরমহল সরকারীস্তর।
উপরি আয়/পাওনা অসৎপথে অর্জিত আয়; ঘুষ।
উপরি-উপরি১ অগভীরভাবার্থে দ্বিশব্দ; ভাসাভাসা (লেখাটা উপরি উপরি দেখেছি)।
উপরি-উপরি২/উপর্যুপরি একটানা ভাবার্থে দ্বিশব্দ; ক্রমান্বয়ে (উপর্যুপরি তিনদিন টানা বৃষ্টি হল)।
উপরি খরচ/ব্যয় অতিরিক্ত ব্যয়।
উপরে ওঠা কর্মস্থলে উন্নতি করা।
উপরে চিকণ চাকণ ভিতরে খেড় দেখনদারী; বাইরের আড়ম্বরমাত্র ভিতর ফাঁপা; পাঠান্তর- 'ভিতরে কপনি উপরে জামা'।
উপরোধে ঢেঁকি গেলা১ অনুরোধ এড়াতে না পেরে অনিচ্ছা সত্ত্বেও কোনো কাজ করা।
উপরোধে ঢেঁকি গেলা২ অনুরোধে দুরূহ কাজ করতে সম্মত হওয়া; সমার্থক বাগধারা- অনুরোধে ঢেঁকি গেলা
উপলভোগ চিনির নৈবদ্য।
উপুড়হস্ত অকৃপণ; উদার; দানশীল; বদান্য (সাহায্যের ব্যাপারে সে সর্বদাই উপুড়হস্ত)
উপোসী ছারপোকা অনাহারী/অভাবগ্রস্ত লোক।
উপোসে কেউ নয়, পারণের গোঁসাই কষ্টের সময় কেউ আসে না, ফলভোগের সময় সবাই হাজির।
উভয়প্রান্তে মোমবাতি জ্বালানো১ উদয়াস্ত পরিশ্রম বা শক্তিক্ষয় করা
উভয়প্রান্তে মোমবাতি জ্বালানো২ অযথা অর্থব্যয় করা।
উলটপালট১ পরিবর্তন (কথার উলটপালট যেন না হয়); সমার্থক বাগধারা- অদল-অদল; নড়চড়; হেরফের ইত্যাদি।
উলটপালট২ বিশৃঙ্খল অবস্থা; স্বাভাবিক অবস্থার বিপরীত (ঘরের সবকিছু উলট-পালট হয়ে আছে।); সমার্থক বাগধারা-এদিক-ওদিক; এলোমেলো
উলুখাগড়া নিরীহ প্রজা; সাধারাণলোক (রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়); সমার্থক বাগধারা- আদার ব্যাপারী, এ-ও-সে, চুনোপুঁটি ইত্যাদি।
উলুবনে কীর্তন অনিচ্ছায় অস্থানে মূল্যবান বস্তু পরিবেশন (কর্তার ইচ্ছায় কর্ম, উলুবনে কীর্তন)
উলুবনে মুক্তা ছড়ানো অপাত্রে/অস্থানে মহার্ঘবস্তু প্রদান।
উলুবনে সাঁতার দেওয়া আহাম্মকের কাজ; চরম মূর্খামি; কথিত আছে- এক আহাম্মক জ্যোৎস্না রাতে উলুবন পানায় ঢাকা পুকুর ভেবে সাঁতার দিতে গিয়েছিল।
উল্কাপতন/উল্কাপাত বিখ্যাত ব্যক্তির মৃত্যু।
উল্কামুখী১ সদাক্রুদ্ধ নারী।
উল্কামুখী২ খেঁকশিয়ালী- মেয়েলি গালিবিশেষ।
উল্টা বুঝলি রাম বিপরীত বুদ্ধিবিশিষ্ট; ভালোকথার কদর্থ করা; সদুপদেশের মন্দব্যাখ্যা
উল্টে চোরা কোতয়ালকে ডাঁটে চোর নিষ্কৃতি লাভের জন্য সাধুকে চোর বল; পাঠান্তর- উল্টে চোরা মশান গায়
উলটো ঢেকুর কৌতুকে- বাতকর্ম।
উল্টোপুরাণ উলটো/বিপরীত কাহিনী।
উল্লুক/উল্লু নির্বোধ; মূর্খ- গালিবিশেষ (আমায় উল্লু ভেবো না)।
উশখুশ/উসখুস করা১ অধিরতা ভাবার্থে- অনুকারশব্দ; অস্বস্তিভাব প্রকাশ করা (অত উশখুশ করছ কেন চুপ করে বস)।
উশখুশ/উসখুস করা২ কিছু করার জন্য ব্যস্ত হয়ে পড়া (চলে যাবার জন্য উশখুশ করছে।); সমার্থক বাগধারা- নিশপিশ/নিসপিস
উষসী রূপবতী নারী।
উষ্ট্রকণ্টকভোজনন্যায় অল্পসুখের জন্য বেশিকষ্ট স্বীকার।
উসকো মাটিতে বিড়াল হাগে দুর্বলের উপর সবল আধিপত্য ফলায়; পাঠান্তর- আলগা মাটিতে বিড়াল আঁচড়ায়।
উস্তম পুস্তম/ফুস্তম করা উত্যক্ত/বিরক্ত/ব্যতিব্যস্ত করা; পাঠান্তর উস্তন-খুস্তন করা

সম্পাদনা

বাগধারা অর্থ
ঊনকোটি চৌষট্টি অসংখ্য; গুণে শেষ করা যাবেনা
ঊনকোটি চৌষট্টি দেবতা অসংখ্য দেবতা; ত্রেত্রিশ কোটি দেবতা; সব দেবতা
ঊনকোটি চৌষট্টি ব্যঞ্জন রান্না আয়োজনের কোন ত্রটি নেই; হেন পদ নেই যেটা বাদ পড়েছে
ঊনপঞ্চাশ বায়ু পাগলামি
ঊনপঞ্চাশে পাওয়া পাগল হওয়া; ভীমরতি ধরা (ওকে ‘ঊনপঞ্চাশে’ পেয়েছে, তা নৈলে কি এমন চোখের মাথা খেয়ে বসে-কাজী নজরুল ইসলাম।)
ঊনপাঁজুরে দুর্বল; মন্দভাগ্য; অলক্ষণযুক্ত লোক
ঊনপাঁজুরে বরাখুরে লক্ষ্মীছাড়া; হতভাগা- গালি (ঊনপাঁজুরে বরাখুরে তোর মরণ হয় না)
ঊনিশ-বিশ প্রায় সমান; সামান্য পার্থক্য (মুখে মধু অন্তরে বিষ; তুমি আমি ঊনিশ বিশ; সমার্থক বাগধারা- ইতর বিশেষ
ঊর্ধ্বচারী কল্পনাপ্রবণ; কল্পনার জগতে বাস করে এমন; সমার্থক বাগধারা- আকাশবিহারী; গগনচারী/বিহারী
ঊর্ধ্বতন উচ্চতরপদে অধিষ্ঠিত; উপরওয়ালা (ঊর্ধ্বতন কর্মচারী)
ঊর্ধ্বদৃষ্টি উদাসীন (কিছু বললেই ঊর্ধ্বদৃষ্টিতে তাকিয়ে থাকে); সমার্থক বাগধারা- শিবনেত্র
ঊর্ধ্বশ্বাসে অতিশয় দ্রুতবেগে; তীব্রগতিতে, দ্রুতলয়ে (ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালো।)
ঊর্মিমালী সমুদ্র

সম্পাদনা

বাগধারা অর্থ
ঋণচোর যে কখনো ঋণ শোধ করে না
ঋণ-ছ্যাচড়া টাকা থাকতেও যে ঋণ শোধ করে না
ঋণজাল দেনার দায় (মেয়ের বিয়ে দিয়ে ঋণজালে জড়িয়ে পড়েছি)
ঋতুপর্ণা পর্ণমোচী বৃক্ষ, পাতাঝরা গাছপালা
ঋতুরাজ বসন্তকাল
ঋপু শত্রু
ঋষিশ্রাদ্ধ যে ক্রিয়ার আরম্ভ আড়ম্বরপূর্ণ এবং ফল অকিঞ্চিৎকর; ঘটা করে শুরু লঘু করে শেষ

সম্পাদনা

বাগধারা অর্থ
এঁচড়ে পাকা অকালপক্ক; ডেঁপো; ফাজিল
এঁটিলি/ এঁটুলি/ এঁটুলিপোকা১ গরু কুকুর প্রভৃতি পশুর গায়ে এঁটে থাকা রক্ত শোষণ করে এমন ক্ষুদ্র চর্মকীটবিশেষ (চুলের এঁটিলি মেরে-জীবনানন্দ দাশ)।
এঁটিলি/ এঁটুলি/ এঁটুলিপোকা২ গায়ে আঠার মত লেগে থাকা লোক; নাছোড়বান্দা; রক্তচোষা (এঁটুলি পোকা মত পিছনে লেগে আছে।); সমার্থক বাগধারা- চিনা/চিনে/ছিনা/ছিনে জোঁক
এঁটে ওঠা পেরে ওঠা; সামলে ওঠা; সমকক্ষ হওয়া; সমানে পাল্লা নিতে পারা (তুমি ওর সাথে এঁটে উঠতে পারবে না।)
এঁটে দেওয়া লাগিয়ে দেওয়া (খামের গায়ে টিকিটটা এঁটে দাও।)
এঁটে যাওয়া সঙ্কুলান হওয়া (যা লোক হ'বে এই ঘরে এঁটে যাবে।)
এঁটো-কাঁটা ভুক্তাবশেষ; খাওয়ার পর পাতে পড়ে থাকা অবশিষ্ট খাদ্য ('কোনরূপে পিত্তি রক্ষা এঁটোকাঁটা খেয়ে'-ঈশ্বর গুপ্ত)
এঁটোকাঁটার বিচার ছোঁয়াছুঁয়ির বিচার (বাইরে বেড়াতে গেলে এঁটোকাঁটার বিচার চলে না।)
এঁটোখেকো/পাত১ উচ্ছিষ্টভোগী; যে পাত কুড়িয়ে খায়- গালিবিশেষ (এঁটোখেকো কাকের দল-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)
এঁটোখেকো/পাত২ অতি হীনভাবে বেঁচে থাকা লোক; পরমুখাপেক্ষী; পরান্নভোজী (এঁটোপাত কখনো স্বর্গে যায় না- প্রবাদ)
এঁড় কাটা পুরুষত্বহীন- গালিবিশেষ
এঁড় দেখানো ফাঁকি দেওয়া
এঁড়ে একরোখা; একগুঁয়ে (এঁড়ে লোক)
এঁড়ে গরুর দুধ অসম্ভব বস্তু, অলীক কল্পনা, যা কখনো হয় না; সমার্থক বাগধারা- অশ্বডিম্ব, আঁটকুড়ের ব্যাটা, আকাশকুসুম, কাঠালের আমস্বত্ব, ঘোড়ার ডিম, সোনার পাথরবাটি, সোনার হরিণ; সাপের পাঁচ-পা ইত্যাদি
এঁড়ে গলা/ডাক কর্কশ কন্ঠস্বর; ষাড়েঁর মত বিকট কণ্ঠস্বর/চিৎকার (এঁড়ে গলায় গান ধরেছে।)
এঁড়ে তর্ক যুক্তিহীন তর্কবিতর্ক; একগুঁয়ে লোকের যুক্তিহীন তর্ক
এঁড়ে তেল দেওয়া (অশালীন) চাটুবাক্যে তৃপ্ত করা; তোষামোদ করা (এঁড়ে তেল দিয়ে কাজটা বাগিয়ে নিলে।)
এঁড়ে লাগা মাতৃস্তন্যবঞ্চিত শিশুদের অজীর্ণরোগ
এঁড়ে লোক একরোখা একগুঁয়ে লোক
এঁড়ে ষণ্ড/ষাঁড়১ প্রশংসায়- তেজস্বী শিষ্ঠ শীল পুরুষ)
এঁড়ে ষণ্ড/ষাঁড়২ নিন্দায়- একরোখা কান্ডজ্ঞানহীন লোক; সমার্থক বাগধারা- গোঁয়ার গোবিন্দ
এঁদো১ বৃক্ষলতাদিচ্ছন্ন; অন্ধকারময়; আলো ঢোকে না এমন (এঁদো গলি; এঁদো বাড়ি)
এঁদো২ নোংরা ও পঙ্কিল (এঁদো পুকুরে ডুবে মরা- প্রবাদ)
এ-ও-তা অপ্রাসঙ্গিক কথা; নানাবিষয়/প্রসঙ্গ; যা তা ব্যাপার; সমার্থক বাগধারা- আজেবাজে; আবোলতাবোল
এ-ও-সে একথা-সেকথা; এটা সেটা, ছো্টখাটো বিষয়; নগণ্য ব্যক্তি; সমার্থক বাগধারা- আদার ব্যাপারী, উলুখাগড়া, চুনোপুঁটি ইত্যাদি
এক আঁচড়ে বোঝা/ বুঝে নেওয়া একটুখানি দেখে সব বুঝে ফেলা; সামান্য পরীক্ষায় বা পরিচয়ে কারো চরিত্র বা কোনো কিছুর প্রকৃতি চিনে ফেলা
এক আকাশে দুই সূর্য দুই প্রবল প্রতিদ্বন্দ্বীর সহ-অবস্থান, যা সম্ভব নয়; সমার্থক বাগধারা- এক বনে দুই বাঘ
এক আঙুলে তুড়ি লাগে না দ্বন্দ্বে দু’পক্ষ অবশ্যই থাকা প্রয়োজন
এক আধটা খুব অল্পসংখ্যক; একটা বড়জোর দুটো (এক-আধটা সুযোগ আমাকে দাও।)
এক আধটু খুব অল্প পরিমাণ; কিঞ্চিৎ; বেশি নয়; মোটামুটি রকম (একট-আধটু নেশাভাঙ করে।); সমার্থক বাগধারা- একটু-আধটু
এক আধদিন/বছর/বার অনিয়মিত; অনির্দিষ্ট সময়; কদাচিৎ (এক আধদিন ভুল হয়ে যায়; এক আধবছর সে দেশে ফিরে আসে।)
এক আর একে এগারো হয় সংগঠনে শক্তি বাড়ে; সমার্থক বাগধারা- একতাই বল
এক-এক/ একেক১ অনিয়মিত কোন-কোন অর্থে- দ্বিত্বশব্দ (একেক দিন কলে জল আসে না।)
এক-এক/একেক২ নানাপ্রকার, ভিন্নভিন্ন অর্থে দ্বিত্বশব্দ (একেক দেশে একেক নিয়ম; একেক সময়ে একেক কথা বলে।)
এক-এক/একেক৩ প্রত্যেক, বিশেষ-বিশেষ অর্থে দ্বিত্বশব্দ (তার একেক ছেলে একেক অবতার/রত্ন)
এক-এক//একেক৪ পরপর, পর্যায়ক্রম অর্থে দ্বিত্বশব্দ (এক এক করে এসে প্রাপ্য অর্থ নিয়ে যাও); সমার্থক বাগধারা- একে একে
এক ওয়াকিফহাল সাত নবিসিন্দা- হিন্দিদ একজন পারদর্শী সাতজন শিক্ষানবিশীর সমান
এক কড়া বুদ্ধি নেই চার কড়ার মেজাজ অবোধের হম্বিতম্বি বেশি।
এককড়া তুচ্ছ/সামান্য পরিমাণ (ঘটে এককড়া বুদ্ধি নেই।); সমার্থক বাগধারা- একটু, একটুকু, একটুখানি, একটু-আধটু
এককড়া বুদ্ধি নেই চার কড়ার মেজাজ অবোধের হম্বিতম্বি বেশি।
এককড়াই/কলসী/গামলা/বালতি দুধে একফোঁটা চোনা একটু দোষে সবগুণ নষ্ট
এককথা১ অপরিবর্তনীয় কথা (এককথার মানুষ)
এককথা২ যে কথার দ্বিতীয় অর্থ হয় না; অভিন্নমত (মনে মুখে এককথা।)
এককথায় দ্বিধাহীন চি্ত্তে (এককথায় রাজী।)
এককথায় দু'কথায় আলাপ আলোচনায় (এককথায় দু'কথায় দেরী হয়ে গেল।)
এককথার মানুষ১ কথারাখে বা কথার নড়চড় হয় না এমন (আমি এককথার মানুষ, কথা দিলে কথা রাখি।)
এককথার মানুষ২ মিতবাক
এক করা মিলিত করা (দ্বিধাবিভক্ত জাতিকে এক করার কেউ নেই।)
এককলম লিখে দেওয়া স্বীয় বক্তব্য অন্যথা হবে না- এই নিশ্চিত বিষয়ক উক্তি
এককলমী সংবাদপত্রে একটিমাত্র কলম লেখেন এমন ব্যক্তি
এককলসী প্রচুর পরিমাণে জলীয় পদার্থ (এককলসি দুধে এক ফোঁটা চোনা জল)
এককলসী দুধে একফোঁটা চোনা১ একদোষে সবগুণ নষ্ট; এমন উৎকট মন্দ জিনিস যার অত্যল্প পরিমাণ প্রচুর ভালো জিনিস নষ্ট করতে পারে
এককলসী দুধে একফোঁটা চোনা২ সব ভাল আচরণ করে একটু কু-ব্যবহারে নিন্দার্হ; সুসম্পন্ন কাজের শেষরক্ষা না হওয়া
এককলসীর জল একগোষ্ঠীভূক্ত; একই গুণের গুণী; সমগোত্রীয়; সমার্থক বাগধারা- এককুঁয়োর ব্যাঙ; একগাছের ছাল; একগাঙের চিল; একগোয়ালের গরু; একগোলার ধান; একঘাটের জল; এক পালকের পাখি; একবাগানের ফুল/মালি ইত্যাদি
এককাঁড়ি/এককাড়ি প্রচুর; বহুলপরিমাণ (ডাক্তারের পিছনে এককাঁড়ি টাকা খরচ হয়ে গেল); সমার্থক বাগধারা- একগাদা; একরাশি
এক কাজের কাজি প্রশংসার্থে- সমব্যবসায়ী; সমান কার্যকারী
এককাট্টা এক উদ্দেশ্যেসাধনে/যুক্তিতে- একতাবদ্ধ; দলবদ্ধ; সংঘবদ্ধ,;(পাওনা-গণ্ডার ব্যাপারে সবাই এককাট্টা।); সমার্থক বাগধারা- একজোট
এককাঠি বাজে না নিজের সাথে লড়াই হয় না; লড়াইয়ে দুইপক্ষ লাগে।
এককাঠি সরেস নিন্দার্থে- অন্যের তুলনায় একটু বেশি বদ (তুমি দেখছি এককাঠি সরেস।)
এককান একজন (এককান দু'কান হয়ে সবাই শুনেছে।)
এককানে শোনা আর এক কানে বের করা১ অবহেলা বা অগ্রাহ্য করা
এককানে শোনা আর এক কানে বের করা২ অমনোযোগী হওয়া; কান না দেওয়া
এককাপড়ে বেরিয়ে পড়া১ পরিধেয়বস্ত্র ছাড়া আর সব জিনিস রেখে যাত্রা করা
এককাপড়ে বেরিয়ে পড়া২ প্রস্তুতিছাড়া হঠাৎ যাত্রা করা
এককালীন একবারের মত (এককালীন বরাদ্ধ)
এককালে কোন একসময়ে (এককালে কোলকাতায় ঘোড়ায়টানা ট্রাম চলত।)
এক-কে একুশ করা সামান্য জিনিসকে অযথা বাড়ানো; সমার্থক বাগধারা- তিলকে তাল করা
একক্ষুরে মাথা কামানো/মুড়ানো১ একগোত্রীয়; একগোষ্ঠীভূক্ত; সবাই একমত; সমপ্রকৃতিসম্পন্ন
একক্ষুরে মাথা কামানো/মুড়ানো২ মন্দার্থে- সবাই একদোষে দুষ্ট (উৎস- অতীতে শাস্তিপ্রাপ্ত দোষীদের মস্তকমুন্ডন করা হ'ত)
এককুঁয়োর ব্যাঙ // একগাঙের চিল // একগাছের ছাল একগোষ্ঠীভূক্ত, একই গুণের গুণী, সমগোত্রীয়; সমার্থক বাগধারা- এককলসীর জল; এক গাঙের চিল; এক গুরুর শিষ্য; একঘাটের জল; এক পালকের পাখি, একবাগানের ফুল/মালি ইত্যদি
এক খাই আর এক থিতাই১ অতি সতর্ক লোক
এক খাই আর এক থিতাই২ অভিষ্টবস্তু পাওয়ার পর পুনরায় সেটা পাওয়ার চেষ্টা করা
এক খাই আর এক থিতাই৩ একটা বস্তু পাওয়ার পর পরেরটা কি খাওয়া যায় তার চিন্তা করা
একখান/খানা একখণ্ড/টুকরা ('একখান কথা কই, কয়দিন আর ঘুরাবা'-গান)
একখাপে দুই তরোয়াল দুই প্রবলশক্তির পাশাপাশি থাকা, যা সম্ভব নয়; সমতুল্য- 'এক আকাশে দুই সূর্য'; 'একবনে দুই বাঘ' ইত্যাদি।
একগঙ্গা ব্যঙ্গার্থে- প্রচুর বহুপরিমাণ
একগলা গলাপর্যন্ত ডোবে এমন; গলা-প্রমাণ (একগলা জল)
একগা সর্বাঙ্গভর্তি (একগা গয়না)
একগাঙের চিল একগোষ্ঠীভুক্ত; ০সমগোত্রীয়; সমার্থক বাগধারা- একগোয়ালের গরু; একঝাঁকের কই; একঝিলের মাছ; একবনের শিয়াল; একবাগানের ফুল ইত্যাদি
একগাছা লম্বা একখানা কোনকিছু (একগাছা লাঠি নিয়ে এসেছি।)
একগাছি লম্বা ও সরু কোনকিছু (মাথায় একগাছিও চুল নেই।)
একগাদা প্রচুর পরিমাণ; রাশিরাশি; স্তুপিকৃত (ঘরে একগাদা ময়লা জমেছে।); সমার্থক বাগধারা- এককাড়ি, একরাশি
একগাল গালভরা (একগাল হাসি)
একগাল মাছি মহাবিব্রত (ভুলটা ধরিয়ে দিতে তার একগাল মাছি)
একগাল ভাত মুখভর্তি ভাত
একগাল হাসি গালভরা হাসি; মনখুলে হাসি
একগুঁয়ে অবাধ্য; একদিকে গোঁ যার; জেদী; দুর্দমনীয়; যে বাধানিষেধ মানে না (বড় একগুঁয়ে ছেলে।); সমার্থক বাগধারা- একরোখা; একবগগা; নাছোড়বান্দা; নেই আঁকড়া ইত্যাদি
একগুরুর শিষ্য১ একস্বভাববিশিষ্ট লোক; সমার্থক বাগধারা- একক্ষুরে মাথা কামানো, একগাঙের চিল; একগোয়ালের গরু; একজলাশয়ের মাছ; একঝাঁকের কৈ/শোল ইত্যাদি
একগুরুর শিষ্য২ বিদ্রুপে- সমান দুষ্টপ্রকৃতির লোক (কার দোষ কার গুণ বলবো, ওরা সবাই এক গুরুর শিষ্য।); সমার্থক বাগধারা- এক বোতলের বন্ধু
একগেলাসের ইয়ার // একগ্লাসের বন্ধু ব্যঙ্গার্থে- অন্তরঙ্গ বা ঘনিষ্ঠবন্ধু; সমার্থক বাগধারা- একসানকির ইয়ার
একগোছা/গুচ্ছ একআঁটি; গণনাযোগ্য বা ধারণযোগ্য কিছু বস্তুরসমষ্টি (একগোছা ধানের শীষ)
একগোয়ালের গরু১ সু-অর্থে- একদলভুক্ত; একই গুণের গুণী; সমগোত্রীয়; সমান আচরণ বিশিষ্ট লোক; সমার্থক বাগধারা- এককলসির জল; এক গাঙের ছিল; একগোলার ধান, একঘাটের জল; একঝাঁকের কৈ; একপালকের পাখি; একবাগানের ফুল ইত্যাদি
এক গোয়ালের গরু২ ব্যঙ্গে- এক দুষ্টদলের লোক; সমান বদ-আচরণবিশিষ্ট লোক; সমার্থক বাগধারা- একগুরুর শিষ্য; একগেলাসের ইয়ার; একগ্লাসের বন্ধু; একবোতলের বন্ধু; এক সানকির ইয়ার ইত্যাদি
একঘর ঘরভর্তি (একঘর আসবাবপত্র/লোক)
একঘরিয়া/একঘরে১ জাতিচ্যুত; সমাজচ্যুত (অধুনালুপ্ত প্রথা)
একঘরিয়া/একঘরে২ সকলপ্রকার সহযোগিতা থেকে বঞ্চিত (একঘরিয়া হয়ে বাঁচা যায় না; দলে সে একঘরে হয়ে আছে।)
একঘাটে জল খাওয়া সহাবস্থান করা (কড়াশাসনে বাঘে গরুতে একঘাটে জল খায়- প্রবাদ)
একঘাটের জল একই গুণসম্পন্ন, সমগোত্রীয়; সমার্থক বাগধারা- এককলসির জল; এককুঁয়োর ব্যাঙ; একগাঙের চিল, একগাছের ছাল; এক জলাশয়ের মাছ; এক ঝাঁকের কই; একপালকের পাখি, একবাগানের ফুল/মালি ইত্যাদি
একঘেয়ে নতুনত্ববর্জিত, বিরক্তিকর, বৈচিত্রহীন, সবসময় একরকম (একঘেয়ে সুর)
একচক্ষু একচোখ কানা (এক একচক্ষু হরিণ সতত নদীর তীরে চড়িয়া বেড়াইত- কথামালা)
একচক্ষু হরিণ অপরিণামদর্শী; একদেশদর্শী; পক্ষপাত দোষদুষ্ট; সমার্থক বাগধারা- কাজীর বিচার, মাকড় মারলে ধোকড় হয়, সামনে ছুঁচ গলেনা পিছনে হাতি গলে ইত্যাদি
একচিত্ অনন্যচিত্ত; এক বিষয়ে নিবিষ্টমনা, একাগ্রচিত্ত
একচিমটি নুন দিয়ে গ্রহণ করা সম্পূর্ণ বিশ্বাস না করা; চোখবুজে মেনে না নেওয়া
একচুল অতিসুক্ষ্ম পরিমাণ; একগাছি চুলপরিমাণ; একচুলের বিস্তার; লেশমাত্র (একচুল তফাৎ; একপচুল এদিক ওদিক হবার নয়; একচুল নড়ে না ইত্যাদি)
একচেটিয়া/ একচেটে একায়ত্ত, সম্পূর্ণ একের অধীন (একচেটিয়া আধিপত্য; দলে একচেটে অধিকার কায়েম করেছে।)
একচোখা/একচোখো১ একচোখবিশিষ্ট কানা
একচোখা/একচোখো২ একরোখা; একগুঁয়ে
একচোখা/একচোখো৩ একদিকে দৃষ্টিনিবিদ্ধ
একচোখা/একচোখো৪ পক্ষপাতদুষ্ট; কোনবিষয়ে পক্ষপাতিত্ব (একচোখো বিচার।)
একচোট একদফায় প্রচুর; চুটিয়ে (একচোট খেয়ে নিলুম; একচোট ঝগড়া হল; একচোট বৃষ্টি হয়ে গেলো ইত্যাদি।)
একচোট বলা মর্মে আঘাত দিয়ে বলা (সুযোগ বুঝে আমাকে একচোট বলে/শুনিয়ে গেল।)
একচ্ছত্র একাধিপত্য; নিরঙ্কুশক্ষমতার অধিকারী (দলে একছত্র অধিকার কায়েম হয়েছে।)
একছাতার তলে বাস এক স্বভাবের লোক; সমগোত্রীয়; সমদোষে দুষ্ট; সবাই মন্দলোক; সবারই একই দশা; সমার্থক বাগধারা- এক গাঙের ছিল; আকগাছের ফল; এক গোয়ালের গরু এক বনের শিয়াল ইত্যাদি
একছুট১ এক দৌড়; চোঁ চাঁ/টানা বাধাবিরতিহীন দৌড় (একছুটে পগার পার।)
একছুট২ এককাপড়; শুধু ধুতি; উত্তরীয়বিহীন অবস্থা (একছুটে ঘর থেকে বেরিয়ে এলো।)
একজন অনির্দিষ্ট একব্যক্তি (সকালে একজন তোমার খোঁজ করছিল।)
একজন-না-একজন অন্তত একজনও (একজন-না-একজন যাবেই।)
একজন হয়ে উঠা গণ্যমান্যলোক হওয়া (একদিন তোমার ছেলে অবশ্যই সমাজের একজন হবে।)
এক জলাশয়ের মাছ একগোষ্ঠীভুক্ত; এক ণসম্পন্ন; একদলের লোক; সমার্থক বাগধারা- এককলসির জল; এককুঁয়োর ব্যাঙ; একগাঙের চিল; একগাছের ছাল; একপালকের পাখি, একবাগানের ফুল/মালি ইত্যাদি
একজাই মোটহিসাব (সারা বছরের আয়ব্যয়ের একজাই)
একজোট সংঘবদ্ধ (স্বার্থের কারণে একজোট হয়েছে।); সমার্থক বাগধারা- এককাট্টা
একঝলক সেই দৃশ্য যা খুব অল্প সময়ের জন্য চোখের সামনে থাকে (লোকে মহাত্মা গান্ধীকে একঝলক দেখার জন্য ঘণ্টাভর দাড়িঁয়েছিল।)
একঝাঁক একদল (উজ্জ্বল একঝাঁক পায়রা...চঞ্চল পাখনায় উড়ছে-লঘুগীতি)
একঝাঁকের কৈ // একঝাড়ের বাঁশ // একঝিলের মাছ একদলের বা একজাতের লোক; সমার্থক বাগধারা- এককলসির জল; এককুঁয়োর ব্যাঙ; একগাঙের চিল; একগাছের ফল; একজলাশয়ের মাছ ইত্যাদি
একটা১ এককসংখ্যক (একটা হলেই হবে।)
একটা২ অনির্দিষ্ট কোন এক (একটা কিছু চাই।)
একটা৩ নির্দিষ্ট কোন এক (একটা কথা বলার আছে।)
একটা কিছু১ অজানা কিন্তু অস্তিত্বহীন নয়; অজ্ঞাত, কিন্তু আছে (এখানে একটা কিছু গোলমাল আছে।)
একটা কিছু২ সুবিধামত কোনকিছু (স্থির হয়ে বসে না থেকে একটা কিছু কর।)
একটা দুটো কয়েকটা ('আমরা দুটি ভাই শিবের গাজন গাই একটি দুটি পয়সা পেলে মুড়কি কিনে খাই'-গাজনের গান)
একটানা অবিরাম; অবিশ্রান্ত (সারাদিন ধরে একটানা বৃষ্টি হয়ে চলেছে।)
একটা-না-একটা একটা না হলে আরেকটা; শেষ নেই (একটা-না-একটা অজুহাত খাড়া।)
একটু-আধটু অল্পবিস্তর; উপরউপর; কিছুকিছু; ভাসাভাসা; সামান্যপরিমাণ (এই বিষয়ে আমার একটু-আধটু জানা আছে।)
একটু/একটুকু অতি অল্পপরিমাণ (একটুতেই ভেঙ্গে পড়ে; 'একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি'- রবীন্দ্রনাথ)
একটেরে অন্যত্র; একদিকে; একপাশে; দূরে; পৃথকভাবে (আমি একটেরে বাড়ীর এক কোণে পড়ে আছি।)
একঠাঁই একজায়গায় আশ্রয়/মিলিত ('দুটি প্রাণ এক ঠাঁই'- রবীন্দ্রনাথ)
একডাকে চেনা নাম উচ্চারণমাত্র চিনতে পারা; খ্যাতিমান ব্যক্তিত্ব, সর্বজনবিদিত (একডাকে সবাই তাকে চেনে।)
একডাকের পথ অনতিদূর; খুব অল্পপথ; যতদূর থেকে চিৎকার শোনা যায় ততটা পথ
একঢিলে দুইপাখি মারা একপ্রচেষ্টায় দুই উদ্দেশ্যসাধন করা; একসাথে দুই কাজ সমাধা করা
একঢোল এককাঁসি ন্যূনতম (পূজানুষ্ঠানে একঢোল আর এককাঁসি হলেই চলবে।)
একতরফা কেবল একপক্ষ বিবেচনা করে কৃত; পক্ষপাতদুষ্ট (একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।)
একতাই বল এক আর একে এগারো হয় সংগঠনে শক্তি বাড়ে; সমার্থক বাগধারা- এক আর একে এগারো হয়।
একতান একসুরে বাঁধা; ঐক্যতান (একসুর, একতান)
একতালে একভাবে; টানা; সমানভাবে (একতালে নেচে চলেছে)
একতিয়ার/এক্তিয়ার/এখতিয়ার অধিকার; ক্ষমতা (বিষয়টা আমার এক্তিয়ারে নেই।)
একতিল অত্যল্প পরিমাণ; তিলমাত্র পরিমাণ (বাসে দাঁড়াবার মত একতিল জায়গা নেই; আমি তাকে একতিলও বিশ্বাস করি না।); সমার্থক বাগধারা- একরত্তি; সুচাগ্র পরিমাণ
একতুড়িতে অনায়াসে;খুব সহ্যে; মূহুর্তের মধ্যে (একতুড়িতে সমাস্যার সমাধান করে দিলো।)
একথোকে একেবারে; একসঙ্গে; সমষ্টিগতভাবে (একথোকে দাম মেটাবেন।); সমার্থক বাগধারা- এককালীন
একদন্তী গনেশ
একদম পুরোপুরি; মোটেই; সম্পূর্ণরূপে (গানটা একদম ভালো লাগেনি।);সমার্থক বাগধারা- একেবারেই
একদমা একেবার আওয়াজ করে থেমে যায় (একদমা পটকা/বোমা)
একদমে দ্রুতগতিতে; নিশ্বাস না ফেলে; নিমেষের মধ্যে; রুদ্ধশ্বাসে (একদমে পৌঁছে যাব।); সমার্থক বাগধারা- এক নিশ্বাসে
একদিন১ একবার; চূড়ান্ত নিস্পত্তির দিন (চোরের দশদিন, সাধুর একদিন- প্রবাদ)
একদিন২ কখনো; যেকোন দিন (একদিন সবাই সব ফেলে চলে যাবে।)
একদিন৩ অশুভ দিন (আজ তোমার একদিন কি আমার একদিন।)
একদিন-না-একদিন অবশ্যই একদিন; কখনো-না-কখনো (যে কুকাজ করেছো তার প্রতিফল একদিন-না-একদিন টের পাবে)
একদিন শয়তান সবদিন শয়তান মানুষ অভ্যাসের দাস; যার যা স্বভাব; স্বভাব যায় না মলে
একদৃষ্টি অনন্য/অনিমেষ/অপলক দৃষ্টি; স্থিরনেত্র (একদৃষ্টে চাহে বামা দূর কঙ্কাপানে- মেঘনাথবধ কাব্য)
একদেশদর্শী১ অনুদার; সঙ্কীর্ণমনা
একদেশদর্শী২ পক্ষপাতী; পূর্বাপর বিচার করে না (একদেশদর্শী চিন্তাভাবনা); সমার্থক বাগধারা- একটেরে, একপেশে
একনজরে অতি অল্পসময়ের জন্য; একবার বা ক্ষণেক দেখেই; পুঙ্খানুপুঙ্খভাবে না দেখে
একনলা একগ্রাসে যতটুকু খাবার মুখে ঢোকে (একনলা ভাত)
একনাগাড়ে অনবরত; অবিরাম; অবিশ্রান্ত; ক্রমাগত (একনাগাড়ে বকে চলেছে; একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে।)
একনিমেষে অতি অল্পসময়; পলক ফেলতে যেটুকু সময় লাগে সেই সময়ের মধ্যে; মুহূর্তের মধ্যে (একনিমেষে ঘটনাটা ঘটে গেল।)
একনিঃশ্বাসে১ খুবসংক্ষেপে (একনিঃশ্বাসে কাজ শেষ।)
একনিঃশ্বাসে১ দ্রুতগতিতে (একনিঃশ্বাসে বলে গেল।); সমার্থক বাগধারা- একদমে
একপয়সা মা-বাপ অতিকৃপণ
এক পা কবরে মৃত্যু আসন্ন
এক পা জলে এক পা স্থলে১ অনিশ্চিত অবস্থা; দ্বিধা-দ্বন্দ্বে মনস্থির করতে অপারগ; সমার্থক বাগধারা- 'কিংকর্তব্যবিমূঢ় অবস্থা
এক পা জলে এক পা স্থলে২ দুকুল রাখার চেষ্টা; দুটি পরস্পরবিরোধী কাজ একইসাথে সম্পন্ন করার প্রয়াস; সমার্থক বাগধারা-'দু নৌকায় পা'
এক পা যাওয়া অতি অল্পদূর; প্রথম পা বাড়ালে যতদূর যাওয়া যায় (আর এক পা অগ্রসর হতে সাহস হল না।)
একপায়ে খাড়া অত্যন্ত আগ্রহী; উদগ্রীব; তৎক্ষণাৎ; দেরি সয় না; ব্যগ্র; সর্বদা প্রস্তুত (যাওয়ার জন্য সবাই একপায়ে খাড়া।)
এক পালকের পাখি // একবাগানের ফুল/মালি একদল/শ্রেণিভুক্ত; একই গুণসম্পন্ন; সমার্থক বাগধারা- এককলসির জল; এককুঁয়োর ব্যাঙ; একগাঙের চিল; একগাছের ছাল; একজলাশয়ের মাছ; একঝাঁকের কৈ ইত্যাদি
একপেট ভরাপেট (একপেট খেয়েছি।)
একপেশে/একপেশো১ একপাশে ঝোঁকা; একদিকে কাত
একপেশে/একপেশো২ পক্ষপাতী; পক্ষপাতদুষ্ট (একপেশে সিদ্ধান্ত); সমার্থক বাগধারা- একটেরে; একতরফা; একদেশদর্শী
একপ্রস্থ১ একদফা (একপ্রস্থ খাওয়াদাওয়া হল; একপ্রস্থ ঝগড়া হয়ে গেল।)
একপ্রস্থ২ একসেট (একপ্রস্থ জামাকাপড় নিও।)
একফালা/ফালি লম্বালম্বিভাবে কাটা একখণ্ড (একফালি বাঁকা চাঁদ আকাশে)
একবগ্গা/বর্গা অবাধ্য; জেদী; তেজস্বী; দুর্দমনীয় (বড় একবজ্ঞা ছেলে।); সমার্থক বাগধারা- একরোখা; একগুঁয়ে; নাছোড়বান্দা; নেই আঁকড়া ইত্যাদি
একবনে দুইবাঘ দুই প্রবলশক্তির পাশাপাশি সহ-অবস্থান, যা কখনো সম্ভব নয়; প্রবল প্রতিদ্বন্দ্বী; সমার্থক বাগধারা- এক আকাশে দুই সূর্য
একবনের শিয়াল এক গোষ্ঠীভূক্ত; একদলের লোক; সমগোত্রীয়; সমার্থক বাগধারা- একগাঙের চিল; একগোয়ালের গরু; একজলাশয়ের মাছ; একঝাড়ের বাঁশ ইত্যাদি
একবর্ণ কিছুমাত্র (কি বলতে চাইছো একবর্ণও বুঝতে পারলাম না।)
একবস্ত্রে১ কিছুমাত্র প্রস্তুতি না নিয়ে যে অবস্থায় ছিল সেই অবস্থায়
একবস্ত্রে২ উত্তরীয়বিহীন অবস্থায়; যে কাপড় পরা ছিল সেই কাপড়ে, শুধু ধুতি পরে; (একবস্ত্রে বাড়ী ছেড়ে চলে গেল।)
একবাক্যে১ বিনাপ্রতিবাদে; সমস্বরে; সর্বসম্মতিক্রমে (একবাক্যে সবাই প্রস্তাবটা মেনে নিল।)
একবার বলা/শোনামাত্র বিনা-আপত্তিতে বা প্রতিবাদে (একবার বলামাত্র চলে এলো।)
একবারে১ সম্পূর্ণভাবে (চিন্তায় চিন্তার সে একেবারে ম্রিয়মাণ।)
একবারে২ স্বত্বত্যাগ করে (বইটা তোমাকে পড়তে চিয়েছি, একবারে দিই নি।)
একবোতলের বন্ধু মন্দার্থে- এক বদদলভুক্ত, প্রগাঢ় বন্ধুত্ব; সমার্থক বাগধারা- একগ্লাসের বন্ধু; এক সানকির ইয়ার
একমনে একাগ্রচিত্তে, নিষ্ঠাসহকার্‌; বিষয়ান্তরে মনোনিবেশ না করে (এক মনে কাজ করে যাচ্ছে।)
একম-এব-অদ্বিতীয়ম১ অতুলনীয় অসাধারণ; অদ্বিতীয় ও অনন্য
একম-এব-অদ্বিতীয়ম২ অদ্বিতীয় আল্লা/ঈশ্বর
একম-এব-অদ্বিতীয়ম৩ সমগ্র বিশ্বচরাচর এক এবং অখণ্ড- অর্জুনের বিশ্বরূপদর্শন
একমাঘে শীত যায় না বিপদ একবারই আসে না; বিপদ একবারে শেষ হয় না
একমুখী এক মুখ বা ছিদ্রবিশিষ্ট (একমুখী রুদ্রাক্ষের মালা)
একমুখে একদিকে; একদিক বরাবর (তারা সবাই একমুখে চলেছে।)
একমুখে দুই কথা কথার ঠিক নেই; দুইরকম কথা (একমুখে দুই কথা, শুনে মনে লাগে ব্যাথা।)
একমুখো রাস্তা কেবল একদিকে বেরুনো যায় এমন পথ
একমুঠো ভাত অতি সাধারণ ও সামান্য পরিমাণ আহার্য (একমুঠো ভাতের জোগাড়ও নেই।)
একমুরগি দুবার জবাই১ একই অপরাধের জন্য দুবার শাস্তি প্রদান
একমুরগি দুবার জবাই২ একই জিনিসকে দুই কাজে লাগানো
একমেটে১ একবারমাত্র মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন
একমেটে২ কোনকাজে প্রথম হস্তক্ষেপ (ঠিক যেন কুমারটুলির একমেটে ঠাকুর-দীনবন্ধু মিত্র)।
একমেটে৩ কোনকাজ অংশত শেষ করা (একটা একমেটে প্রোগ্রাম তৈরি করবার চেষ্টা করা যাক-প্র্রথম চৌধুরী)
একমেবামাদ্বিতীয়ম এক ও অনন্য; তুলনারহিত; যার তুলনা নাই; সমার্থক বাগধারা- একাই একশ; একম-এব-অদ্বিতীয়ম দ্রষ্টব্য
একযাত্রায় পৃথক ফল অভিন্নকাজের ফল কারোক্ষেত্রে ভাল কারোক্ষেত্র মন্দ
একযোগে দলবদ্ধভাবে; সম্মিলিতভাবে; সমস্বরে (একযোগে সবাই প্রতিবাদ করছি।)
একরতি/রত্তি১ অত্যল্প পরিমাণ (একরত্তি ছাই- রবীন্দ্রনাথ)
একরতি/রত্তি২ অতিশিশু; খুবছোট (একরত্তি মেয়ে)
একরত্তি সোনা, স্যাঁকরা হাজার জনা অল্পবিষয়ের বহুপ্রার্থী
একরার কবুল; স্বীকার (একরারনামা)
একরারনামা যে উক্তি দ্বারা দোষ স্বীকার করা হয়; স্বীকারোক্তি
একরাশ/একরাশি প্রচুর পরিমাণ; স্তুপ (একরাশ কাজ পড়ে রয়েছে।); সমার্থক বাগধারা- এককাড়ি; একগাদা
একরোকা/রোখা অবাধ্য; জেদী; তেজস্বী (একরোখা মেজাজ); সমার্থক বাগধারা- একগুঁয়ে, একবগগা; নাছোড়বান্দা; নেই আঁকড়া ইত্যাদি
একলপ্ত অখণ্ড; ভাগাভাগি নয়; লাগালাগি (শুরুতেই মাসখোরাকি একলপ্তে দেওয়া হবে।)
একলষেঁড়ে১ অসামাজিক; একা থাকতে ভালোবাসে এমন (ব্যাটা একলষেঁড়ে কারো সাথে মেশে না।)
একলষেঁড়ে২ সব একাই ভোগ করতে চায় এমন; ঘোর স্বার্থপর (ব্যাটা একলষেঁড়ে সব একা খাবে।)
একলা/একেলা১ অসহায় (বড় একলা বোধ করছি।)
একলা/একেলা২ নিঃসঙ্গ ('কেটেছে একেলা বিরহের বেলা আকাশকুসুম চয়নে'- রবীন্দ্রনাথ)
একলা-একলি একান্তে; তৃতীয়জনের অনুপস্থিতিতে; নিভৃতে (বাদ-বাকিটা পরে আপনাকে একলা-একলি বলব।)
একলা-দোকলা১ কখনো একজন কখনো দুজন (একলা-দোকলা চলা যায় না)
একলা-দোকলা২ অত্যল্প (এটা একলা-দোকলার কর্ম নয়)
একলাঠিতে সাতসাপ মারা এক উপায়ে অনেক কাজ হাসিল করা
একশরণ একমাত্র আশ্রয় স্থল; একমাত্র গৃহ
একশা/একসা একত্র; একাকার; মিলিত; মিশ্রিত; সম্পূর্ণভাবে (বৃষ্টিতে ভিজে সবকিছু একসা।)
একশেষ চরম; চুড়ান্ত (অপমানের একশেষ; হয়রানির একশেষ ইত্যাদি)
একসময়১ অনির্দিষ্ট কোনসময় (একসময় সুন্দরবন অঞ্চলে জনপদ ছিল।)
একসময়২ অভিন্নসময় (একসময়ে মেয়ের বিয়ের দুটি প্রস্তাব এসে উপস্থিত।)
একসানকির ইয়ার ব্যঙ্গার্থে- এক বদদলভুক্ত; প্রগাঢ় বন্ধুত্ব; সমার্থক বাগধারা-এক গেলাসের ইয়ার; একবোতলের বন্ধু
একহাঁটু হাঁটুপর্যন্ত উঁচু (একহাঁটু জল)
একহাত দেখা/ একহাত দেখে নেওয়া/ একহাত নেওয়া১ অপ্রীতিকর কথা শুনানো; প্রচুর তিরস্কার করা
একহাত দেখা/ একহাত দেখে নেওয়া/ একহাত নেওয়া২ পরিহাসছলে ঘা দিয়ে ঠিক কথা বলা
একহাত দেখা / একহাত দেখে নেওয়া / একহাত নেওয়া৩ পূর্ব শত্রুতার প্রতিশোধ নেওয়া; সমার্থক বাগধারা- দাদ তোলা
একহাতে একাকী, অন্যের সাহায্যবিনা; নিজে নিজেই (আমাকেই একহাতে সব কাজ করতে হয়।)
একহারা১ একধরনের গড়ন
একহারা২ রোগা-পাতলা ও লম্বা (একহারা চেহারা); সমার্থক বাগধারা- ছিপছিপে
একহালি সংখ্যায় চার (একহালি ডিম)
একাই একশ অসাধারণ কুশলী/শক্তি; বিশেষ ক্ষমতাসম্পন্ন (গিন্নি আমার দশভুজা, একাই একশ।)
একা একা একাকী, নিঃসঙ্গ ('না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে'- রবীন্দ্রসঙ্গীত)
একাকার সর্বত্র সমান আকার (এলাকাটা জলে জলে একাকার।)
একাগ্রচিত্ত অনন্যচিত্ত; একবিষয়ে নিবিষ্টমনা
একা ঘরের গিন্নি পূর্ণকর্তৃত্ব; সমার্থক বাগধারা- একেশ্বরী
একাদশে বৃহস্পতি১ অত্যন্ত শুভ বা উন্নতির সময়
একাদশে বৃহস্পতি২ বৃহস্পতি রাশিচক্রে একাদশস্থানে বৃহস্পতির তুঙ্গাবস্থান; এই অবস্থান পরম সৌভাগ্যের লক্ষণ বলে বিবেচিত (একাদশে তোমার বৃহস্পতি তোমাকে আর পায় কে?); সমার্থক বাগধারা- তুঙ্গে বৃহস্পতি
একাধারে একসাথে; যুগপদ (একাধারে সম্পাদক ও প্রকাশক)
একান ওকান করা / এককান দু'কান করা গোপন থা রটনা করা
একান্ন একসাথে আহার করে এমন (একান্নবর্তী পরিবার)
একান্নবর্তী পরিবার আহারাদির ব্যাপারে একই গৃহস্থালির অন্তর্ভুক্ত পরিবার; যৌথপরিবার
একান্ত নিতান্ত (একান্ত প্রয়োজন হলে তোমার সাহায্য নেব)
একান্তপক্ষে নিতান্তই যদি (একান্তই যদি যাও তবে আমাকে ডেকো।)
একান্তে অন্যের অগোচরে; গোপনে (একান্তে তোমার সাথে কিছু কথা আছে।); সমার্থক বাগধারা- জনান্তিকে
একা রামে রক্ষা নাই তায় সুগ্রীব দোসর দুর্ভোগের উপর দুর্ভোগ
একাল-ওকাল১ ইহকাল ও পরকাল
একাল-ওকাল২ বর্তমানকাল ও অতীত বা প্রাচীনকাল
একাল-সেকাল বর্তমানকাল ও অতীতকাল
একাসন১ অভিন্ন আসন; একমাত্র উপবেশন স্থান
একাসন২ অন্য আসন নাই বা আসন বদল করে না এমন
একাহারী দিনরাতে একবারমাত্র ভোজনকারী (সাধুরা একাহারী হন।)
একিন/একীন দৃঢ়/স্থির প্রত্যয়/বিশ্বাস (আমার একিনই হচ্ছে না যে তুমি এইকথা বলেছো।)
একুনে মোটহিসাবে; সর্বসমেত (একুনে কতজন নিমন্ত্রিত?); সমার্থক বাগধারা- মোটমাট, সাকুল্যে
একুল-ওকুল১ পুরুষপক্ষে- পিতৃকুল ও মাতৃকুল; নারীপক্ষে পিতৃকুল ও শ্বশুরকুল (মেয়েটির একুল ওকুল দুকুল গেছে)
একুল-ওকুল২ উভয় অবলম্বন
একুল ওকুল দুকুল যাওয়া/হারানো সব আশ্রয় হারানো (একুল ওকুল দুকুল গেল অকুল পারে গোকুল- প্রবাদ);উৎসকাহিনী- কৃষ্ণকে পাওয়ার জন্য কলঙ্কিনী রাধা কুল ছেড়েছিল; কৃষ্ণও তাকে বঞ্চিত করে; তাতে তার দুকুল যায়; সমতুল্য- 'ইতোনষ্টস্ততো নষ্টঃ'।
একূল-ওকূল১ নদীর দুইপার ('নদীর একূল ভাঙে ওকূল গড়ে এইতো নদীর খেলা'-পল্লীগীতি)
একূল-ওকূল২ ইহকাল ও পরকাল
একূল ওকূল দুকূল যাওয়া/হারানো সবহারানোর ব্যাথা; সম্পূর্ণনিরাশ্রয় (হৃদয়ের একূল ওকূল দুকূল ভেসে যায়, হায় সজনি উথলে নয়নবারি'-রবীন্দ্রনাথ); সমার্থক বাগধারা- ইতো ভ্রষ্টস্ততো নষ্ট
একে একে পরপর (একে একে সবাইকে হারালাম)
একে চায় আরে পায় না চাওয়া মনোমত জিনিস পেয়ে আনন্দে উৎফুল্ল; অযাচিত প্রাপ্তির আনন্দ
একেবারে একসময়ে; হঠাৎ (একবারে অতটা ভার সইবে না।)
একেবারেই পুরোপুরি; সম্পূর্ণভাবে (একেবারেই না); সমার্থক বাগধারা- একদম
একেশ্বরী১ পূর্ণকর্তৃত্বসম্পন্না একমাত্র গৃহিণী; সমার্থক বাগধারা- একা ঘরের গিন্নি
একেশ্বরী২ একাকিনী ('তুই রবি একেশ্বরী একলা আমি রইব পাশে'- রামপ্রসাদী গান)
একোদিষ্ট অন্যান্যদের বাদ দিয়ে একজনমাত্র মৃতব্যক্তির উদ্দেশে কৃৎ বাৎসরিক শ্রাদ্ধ
এক্কাগাড়ী একঘোড়ায় টানা দুই চাকার গাড়ী
এক্কা-দোক্কা ভাঙা মাটির হাঁড়ি বা কাচের টুকরা ইত্যাদি নিয়ে মাটিতে কাটা ছয়ঘরের মেয়েদের খেলা
এক্স-গ্রাসিয়া আইনের ঊর্ধ্বে নৈতিক বাধ্যবাধকতা থেকে কৃপাক্রমে প্রদত্ত
এখতিয়ার/এক্তিয়ার অধিকার; ক্ষমতা (বিষয়টা আমার এখতিয়ারে পড়ে না।)
এখনকার মত আজকের মত; আপাততঃ (এখনকার মত কাজ শেষ।)
এখানকার মাটি ওখানে/এখানের মাটি ওখানে ধান্ধাবাজী
এখন-তখন অবস্থা প্রতিমুহূর্তে মৃত্যুর আশঙ্কা; মরমর; মূমুর্ষু (রোগীর এখন-তখন অবস্থা); সমার্থক বাগধারা-যখন-তখন অবস্থা; যায় যায় অবস্থা; পাঠান্তর- অখন-তখন অবস্থা।
এখানে সেখানে ইতস্ততঃ; এদিকে-ওদিকে; চারিদিকে (এখানে সেখানে ঘুরে বেড়ায়।) সমার্থক বাগধারা- যত্রতত্র
এগিয়ে দেওয়া১ পথে কিছু দূর পর্যন্ত সঙ্গে যাওয়া
এগিয়ে দেওয়া২ উন্নতির পথে অগ্রসর হতে সাহায্য করা
এগিয়ে যাওয়া১ সম্মুখের দিকে অগ্রসর হওয়া
এগিয়ে যাওয়া২ উন্নতি করা
এগুলে রাম পিছুলে রাবণ // এগুলে সর্বনাশ পিছুলে নির্বংশ উভয়সঙ্কট; সমার্থক বাগধারা- শাঁখের করাত, যেতে কাটে আসতেও কাটে; জলে কুমীর ডাঙায় বাঘ; শ্যাম রাখি না কুল রাখি; সাপের ছুঁচো গেলা ইত্যাদি
এজাজত/ইজাজত অনুমতি; সম্মতি
এজমালি/ইজমালি একাধিকজনের অধিকারভুক্ত; যৌথমালিকানা (সাজরে তামুক নামুক দেয়া দুক্ষুত ইজমালি-কাজী নজরুল)
এজলাস/ইজলাস বিচারাসন (প্রয়োজনে হাইকোর্টের এজলাসে যাবো।)
এজাহার/ইজাহার ফোজদারী মামলাসম্পর্কে থানায় প্রদত্ত বিবৃতি বা লিখিত অভিযোগ; স্বাক্ষীর উক্তি (পুলিশ একে একে সবার এজাহার নেবে।)
এটা-ওটা-্সেটা/ এটা-নয়-সেটা/ এটা-সেটা অপ্রয়োজনীয় কতকগুলি; টুকটাক কতকগুলি; নানা অবান্তর/বাজে জিনিসপত্র; সমার্থক বাগধারা- বার সতেরো
এ-টু-জেড গোটাটা; পুরোটা; পুরোপুরি; যা কিছু আছে তার সবটা; সম্পূর্ণ (এই ঘটনার এ-টু-জেড আমি জানি।)
এড়া কাজে বেড়া জটিলকাজে বিপত্তি লেগেই থাকে
এড়ে দিয়ে তেড়ে ধরা ছেড়ে দেওয়া সুযোগ ফিরে পাওয়ার নিস্ফল প্রচেষ্টা
এণ্ডাবাচ্চা ছোটছোট ছেলেনেয়ে
এণ্ডায় গণ্ডায় গোঁজামিল দিয়ে; ফাঁকি দিয়ে; সুরে সুর মিলিয়ে
এত এত প্রচুর পরিমাণে; রাশিরাশি ('এত এত ভালোবাসা মিছে অভিনয় আসলেই পৃথিবীতে কেউ কারো নয়'-লঘুগীতি)
এতটুকু সামান্যতম পরিমাণ (এতটুকু লজ্জাশরম নেই বেহায়া কোথাকার।)
এতবার দফায় দফায়; বারবার (এতবার বাইরে যাচ্ছো কেন?))
এতেরাজ/ইতিরাজ আপত্তি; বিরোধিতা; সমালোচনা (তোমার ব্যাপারে আমার কোন এতরাজ নেই।)
এতিম পিতৃমাতৃহীন অনাথ বালক-বালিকা (আমি এতিমখানায় মানুষ হয়েছি।)
এত্তেলা/ইত্তিলা খবর; তলব; নোটিশ (দীন দুনিয়ার মালিক দীনকে এত্তেলা পাঠিয়েছে।)
এদিক-ওদিক১ ইতস্ততঃ (এদিক-ওদিক করছো কেন?); সমার্থক বাগধারা- এধার-ওধার
এদিক-ওদিক২ চতুর্দিক (এদিক-ওদিক থেকে খবর পাচ্ছি।)
এদিক-ওদিক৩ ত্রুটি (হিসাবে সামান্য এদিক-ওদিক হয়েছে।)
এদিক ওদিক করা১ ইতস্তত করা; দ্বিধায় পড়া
এদিক ওদিক করা২ পক্ষপাতিত্ব করা
এদিক নেই ওদিক আছে১ অক্ষমের অন্যায় আবদারের প্রতি বক্রোক্তি
এদিক নেই ওদিক আছে২ পেটে অন্ন নেই, পোষাকে ধোপদুরস্ত; ভিতরে খেড়ের পানা বাইরে বাবুয়ানা
এদিক সেদিক করা কম দেওয়া; ফাঁকি দেওয়া; হেরফের করা
এদিকও না ওদিকও না কোনদিকে যাবে স্থির করতে না পারা; সমার্থক বাগধারা- কিংকর্তব্যবিমূঢ়; ন যযৌ ন তস্তৌ, সসেমিরা ইত্যাদি
এধার ওধার এদিক ওদিক'এর অনুরূপ
এনকোর অভিনয় নৃত্যগীত পুনরায় দেখার বা শোনার জন্য অনুরোধ
এন্থু উৎসাহ, উদ্যম (enthusiasm শব্দ থেকে উৎপন্ন শহুরে কথ্য বাংলা; (কাজে কোন এন্থু পাচ্ছি না।)
এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে এর বেশি সহ্য হবে না
এনার্জি শক্তি; ক্ষমতা (বৃদ্ধবয়সে এনার্জি ফুরিয়ে আসে।)
এন্তার অবিরাম; দেদার ('মন কহে আজ ফুটল যখন এন্তার ঐ গোলাপ গুল'-কাজী নজরুল ইসলাম)
এন্তেকাল/ইন্তেকাল মৃত্যু (গতকাল আব্বার এন্তেকাল হয়েছে।)
এন্তেজাম/ইন্তেজাম বন্দোবস্ত; ব্যবস্থা (খানাপিনার এন্তেজাম ভালোই হয়েছে।)
এন্তেজার/ইন্তেজার আগ্রহের সঙ্গে অপেক্ষা; প্রতীক্ষা (এন্তেজারি ভাল লাগে না।)
এপাশ-ওপাশ উভয় দিক; সর্বদিক
এপাশ-ওপাশ করা১ বিছানার একপাশ থেকে অন্যপাশ পর্যন্ত গড়াগড়ি দেওয়া
এপাশ-ওপাশ করা২ যন্ত্রণায় ছটফট করা
এপিঠ-ওপিঠ উপর-নিচ; উভয়দিক; দুদিক (গুয়ের এপিঠ-ওপিঠ দু'পিঠই সমান।)
এফিডেভিট, এপিডেবিট অঙ্গীকারের ভিত্তিতে তৈরি শপথপত্র; সমার্থক বাগধারা- হলফনামা
এফোঁড়-ওফেঁড় একদিক থেকে অন্যদিক পর্যন্ত সম্পূর্ণভাবে বিদ্ধ (শিং দিয়ে এফোঁড়-ওফোঁড় করেছে।)
এবাদত/ইবাদত উপাসনা; প্রার্থনা ('তোর জনম যাবে বিফল যে ভাই, এই এবাদতবিনা রে'-কাজী নজরুল ইসলাম)
এবড়ো-খেবড়ো/ এবড়ো-থেবড়ো অসমান; উঁচুনিচু; বন্ধুর (এবড়ো-খেবড়ো রাস্তায় চলা শক্ত।); সমার্থক বাগধারা- আবড়া-খাবড়া
এমনকিছু উল্লেখযোগ্য; প্রয়োজনীয়; বিশেষ কিছু (এমন কিছু কাজ নেই।)
এমনি এমনি অপ্রয়োজনে; বিনাকারণে (মা এমনি এমনি তোমায় বকলো?); সমার্থক বাগধারা- শুধু শুধু
এমনি একরকম ভাল নয় মন্দও নয়; মোটামুটি ভালো
এমুড়ো-ওমুড়ো১ আপাদমস্তক; সমার্থক বাগধারা- আগাপাস্তলা
এমুড়ো-ওমুড়ো২ এদিক থেকে ওদিক পর্যন্ত, এমাথা থেকে ওমাথা পর্যন্ত, সমগ্র (রাস্তার এমুড়ো-ওমুড়ো খুঁজে বেড়াচ্ছি।);
এযাত্রা এবারের মত (এযাত্রায় বেঁচে গেছি।)
এয়োসুয়া১ সধবানারী; সধবানারীদের দল (এয়োসুয়াদের একত্র ভোজন); সমার্থক বাগধারা- আইয়োসুয়া; আয়োসুয়া
এয়োসুয়া২ সধবা স্বামীসোহাগিনী নারী
এরপর কথা নেই কথা সমাপ্ত; গল্প শেষ
এরাদা/ইরাদা অভিপ্রায়; ইচ্ছা, সংকল্প (কোন এরাদা থাকলে বলে ফেলো।)
এলাজ/ইলাজ চিকিৎসা; আরোগ্য ('আমার রোগের এলাজ কর পিইয়ে দাওয়াই লাল সুরা'-কাজী নজরুল ইসলাম)
এলাহিকাণ্ড বিরাট আয়োজন, মহা-ধুমধাম (বিয়েবাড়ীতে এলাহি কাণ্ড চলছে।); সমার্থক বাগধারা- যজ্ঞ
এলাহি রাত মহরমের জাগরণের রাত যে রাত আর ফুরাতে চায় না
এলেবেলে গুরুত্বহীন; ধরার বাইরে এমন (এলেবেলে লোকেরা ভিড় জমেছে।)
এলেম দক্ষতা; জ্ঞান; বিদ্যা; বুদ্ধিমত্তা (তোমার এলেম কত জানা আছে; বহুত এলেমদার আদমী)
এলোকেশ/চুল খোলাচুল ('ভয়ঙ্করীরূপ ধরে তুই দাঁড়াস নে 'মা' এলোকেশী...'-শ্যামাসঙ্গীত!
এলোখোঁপা আলগা/শিথিল খোঁপা (খোলাচুলে এলোখোঁপা বাঁধা)
এলোপাথাড়ি এখানেসেখানে; ক্রমাগত (এলোপাথাড়ি লাথিঘুসি চালাচ্ছে।)
এলো বলে যেকোন মুহূর্তে আসতে পারে তার সম্ভাবনাবিষয়ক উক্তি; সমূহ উপস্থিত (ঝড় এলো বলে।)
এলোমেলো অনুকারদশব্দ; নিয়মরহিত; পরিপাটিহীন; বিশৃঙ্খল ('এলোমেলো করে দে মা লুটেপুটে খাই'।)
এসপার ওসপার/ এসপার-কি-ওসপার চরম নিস্পত্তি; চূড়ান্ত মীমাংসা; ভাল বা মন্দ কোন একটি ঘটনা (এবারে একটা এসপার-ওসপার করে ছাড়ব।); সমার্থক বাগধারা- হেস্তনেস্ত
এ্যাড হক অনানুষ্ঠানিক; অপূর্বনির্ধারিত; বিশেষ উদ্দেশ্যে গঠিত (বিষয়টি নিয়ে তদন্ত করতে একটা এ্যাড হক কমিটি গড়ে দেওয়া হয়েছে।)
এ্যাড লিব/লিবিটাম যথেচ্ছভাবে; নিয়ন্ত্রণবিহীনভাবে; অভিনয়, আবৃত্তি ইত্যাদিতে উপস্থিতমতো যোগ করা
এ্যাড ইনফিলিটাম/ইন্‌ফিনাইটাম অনন্তকাল; অনাদি পরম্পরায়; চিরদিন; সীমাহীনভাবে
এ্যাড ইনটেরিম অন্তর্বর্তীকালীন; মধ্যকালীন
এ্যাড ভালোরেম পণ্যমূল্যের অনুপাতে; মূল্যানুযায়ী; মূল্যানুসারে (রেলে মাল পরিবহনে এ্যাড ভালোরেম শুল্ক দিতে হয়।)

সম্পাদনা

বাগধারা অর্থ
ওঁত/ওতপাতা১ আক্রমণের জন্য সতর্কতার সহিত প্রতীক্ষা করা
ওঁত/ওতপাতা২ সুযোগের অপেক্ষায়/সন্ধানে থাকা
ওই যা গেল যা বিস্ময়জনিতকারণে অনভিপ্রেত ঘটনা ঘটায় আক্ষেপসূচক উক্তি
ওকালতি১ কোন কিছুর সমর্থনে অযাচিত মন্তব্য
ওকালতি২ কারো পক্ষ সমর্থন; বিশেষ পক্ষ সমর্থন (তোমাকে কেউ ওর পক্ষে ওকালতি করতে ডাকেনি১)
ও কে আচ্ছা; ঠিক আছে (ও কে আমি যাব; এদিকে সবকিছু ও কে।)
ওগরানো/ওগলানো/উগরানো/উগলানো মুখ্য অর্থ- বমন করা; আলং- বাধ্য হয়ে গৃহীত বস্তু ফেরত দেওয়া (আগে টাকা ধার নিয়েছো এখন ওগরাও)
ওজন ক্ষমতা, গুরুত্ব, মর্যাদা
ওজন বুঝে চলা আত্মসম্মান বজায় রাখা (ওজন বুঝে চলতে শেখো।)
ওজনদার গুরুত্বপূর্ণ, ক্ষমতা/প্রতিপত্তিশালী (তিনি বেশ ওজনদার ব্যক্তি)
ওজর/ ওজর-আপত্তি ছলনা, যা আসলে কারণ নয় তাকে কারণ বলে চালানো (কোন ওজর-আপত্তি চলবে না, অবশ্যই আসবে); সমার্থক বাগধারা- অজুহাত
ওঝার ঘাড়ে ভূতের বোঝা উদ্ধারকারী নিজেই বিপদসঙ্কটে
ওঝার ব্যাটা বনগরু (গরুর এক প্রজাতি) পন্ডিতের মহামূর্খ ছেলে
ওটবস/ওঠাবসা একইসঙ্গে চলাফেরা, সংস্পর্শে আসা (আমি গুণীজনের সাথে ওঠাবসা করি)
ওঠ ছুঁড়ি তোর বিয়ে প্রস্তুতির আগেই হঠাৎ কোনো কাজ করার আহ্বান
ওত পাতা কিছু করার জন্য সুযোগের অপেক্ষায় থাকা
ওপার মৃত্যুর পরবর্তী জগৎ; মরণের পর যে স্থানে অবস্থান করতে হয় (ওপারের ডাক এসেছে যেতে হবে); সমার্থক বাগধারা- পরপার; পরলোক
ওয়াকালতনামা উকীলের পূর্ণক্ষমতাসূচক পত্র
ওয়াকিবহাল অবস্থাভিজ্ঞ; অবস্থাসম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত (তেনারা শীতের তকলিফ বাবদে ওয়াফিফহাল- মুজতবা আলী)
ওয়াকুফ জ্ঞান, বুদ্ধি, বিবেচনা; বিপরীত বাগধারা- বেকুব, বেয়াকুফ
ওয়াকেনবীশ দিনলিপিরক্ষক; মুখল-বাদশাহের কাছে প্রতিদিন যে আবেদনপত্রগুলি জমা পড়ত তার হিসাবরক্ষক ও তাঁর আদেশলেখক
ওয়াক্ত-বে-ওয়াক্ত যখন তখন; সময়-অসময়; ভালোমন্দ সময়কাল
ওয়াদা অঙ্গীকার; প্রতিজ্ঞা; ভবিষ্যতে কিছু দেবার প্রতিশ্রুতি (তুমি ওয়াদা করেছিলে আসবে।)
ওয়াপস/ ওয়াপসী প্রত্যাবর্তন; ফেরত (দেওয়া কথা ওয়াপস করা নেই।)
ওয়ারিশ উত্তরাধিকার; বংশধর; স্বামী (এই সম্পতির কোন ওয়ারিশ নেই।)
ওয়ারিশনামা পৈত্রিক সম্পত্তিতে উত্তরাধিকারঙেই।
ওয়ারিসৎনামা/ওসীয়ৎনামা শেষ ইচ্ছাপত্র
ওয়াস্তা১ অপেক্ষায় (আল্লার ওয়াস্তে)
ওয়াস্তা২ উদ্দেশ্যে; শেয় জন্য, দরুন, নিমিত্তে (আপকা-ওয়াস্তে)
ওয়াস্তা৩ তোয়াক্কা; পরোয়া; ভরসা (সে কারও ওয়াস্তা করে না।)
ওরফে অন্যনামে, নামান্তরে (ফাটা-কেষ্টো ওরফে কৃষ্ণচন্দ্র দাস)
ওলটপালট এদিক-ওদিক, বিশৃঙ্খলা (গণ্ডগোলে সব ওলটপালট হয়ে গেছে); সমার্থক বাগধারা- তছনছ, তোলপাড়, বানচাল ইত্যাদি
ওলা-ওঠা কলেরা রোগ
ওষুধ প্রতিকার; শাস্তি; সমার্থক বাগধারা- দাওয়াই
ওষুধ করা বশ করা (বদ মেয়ে ছেলেটাকে ওষুধ করেছে।)
ওষুধ দেওয়া শাস্তি দেওয়া (বদমাইশটাকে কড়া ওষুধ দিতে হবে।)
ওষুধ ধরা প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া; প্রভাবান্বিত হওয়া
ওষুধ পড়া যথাযোগ্য প্রভাব পড়া; সঠিক ব্যবস্থা নেওয়া (সঠিক ওষুধ পড়লে সব ঠাণ্ডা হবে।)
ওষ্টাগত প্রাণ১ প্রাণ যায় যায় অবস্থা, মুমূর্ষু, মৃতপ্রায়
ওষ্টাগত প্রাণ২ অতিষ্ঠ; জর্জরিত
ওস্তাগর/উস্তাগর১ অতি নিপুণ কারিগর
ওস্তাগর/উস্তাগর১ প্রধান দরজি; নিপুণ কারিগর
ওস্তাদ১ প্রশংসার্থে- চালাক, কুশলী, দক্ষ, বাহাদুর (বড় ওস্তাদ ছেলে)
ওস্তাদ২ ব্যঙ্গার্থে- অতি চালাক; ফাজিল (ওস্তাদ ছেলে; বেড়ে ওস্তাদ)
ওস্তাদি১ প্রশংসার্থে- কেরামতি, দক্ষতা (ছেলেটির ওস্তাদি স্বীকার করতে হবে।)
ওস্তাদি২ নিন্দার্থে- উপর চালাকি, চালবাজী (বেশি ওস্তাদি দেথাতে যেও না ধরা পড়ে যাবে।)

সম্পাদনা

বাগধারা অর্থ
ঔষধ করা১ চিকিৎসা করা
ঔষধ করা২ প্রতিকার করা
ঔষধ ধরা১ চক্রান্ত বা পরামর্শ সফল হওয়া
ঔষধ ধরা২ বশীভূত হওয়া
ঔষধ পড়া প্রভাব পড়া

সম্পাদনা

বাগধারা অর্থ
ক অক্ষর গো মাংস যে বর্ণমালার আদ্যাক্ষর 'ক' পর্যন্ত নিষিদ্ধ গোমাংসের মতে মুখে আনে না এমন; বর্ণপরিচয়হীন মহামূর্খ ব্যক্তি; সমার্থক বাগধারা- আকাট মূর্খ, ক বলতে হ বলে, গণ্ডমূর্খ,হস্তীমূর্খ ইত্যাদি
ক খ১ অক্ষর, বর্ণমালা (ক খ শিখতেই বছর পার।); সমার্থক বাগধারা- অ আ ক খ
ক খ২ প্রাথমিক জ্ঞান (আমি সঙ্গীতের ক খ জানি না।); সমার্থক বাগধারা- অ আ ক খ
ক খ৩ প্রারম্ভিক পুস্তক (ইউক্লীড প্রণীত 'এলিমেন্টস' নামক বইটি জ্যামিতির ক খ পুস্তক।)
ক বলতে হ বলে অক্ষর পরিচয় জানে না, এমন মহামূর্খ ব্যক্তি; সমার্থক বাগধারা- আকাট মূর্খ, ক অক্ষর গোমাংস, গণ্ডমূর্খ, হস্তীমূর্খ ইত্যাদি
কই মাছের প্রাণ কড়া জান; যে সহজে মরে না এমন (বুড়ো লোকটার কই মাছের প্রাণ, এত অসুখে মরেও মরছে না।)
কইয়ে বলিয়ে // বলিয়ে কইয়ে কথা বলায় দক্ষ এমন চৌখশব্যক্তি
কইয়ের তেলে কই ভাজা১ কোনো কাজের লাভ থেকে সেই কাজ চালানো
কইয়ের তেলে কই ভাজা২ পরের ওপর দিয়ে চলা; সমার্থক ভাগধারা- গঙ্গাজলে গঙ্গা পূজা; মাছের তেলে মাছ ভাজা ইত্যাদি
কংস মামা১ নির্মম আত্মীয়; নিকটজনের প্রবল বিদ্বেষী
কংস মামার আদর কৃত্রিম ভালবাসা
কংস রাজার বদ ফরমাশ অন্যায় ও অসম্ভব আদেশ
কইমাছের প্রাণ কড়া জান, কষ্টসহিষ্ণু
কঙ্কণ ভূষণ (কবিকঙ্কণ মুকুন্দরাম)
কঙ্কালসার শরীরে হাড় ছাড়া কিছু নেই (কঙ্কালসার চেহারা)
কচকচি/কচকচানি/কচকচালি কলহ, ঝগড়াঝাটি, তর্কবিতর্ক, বাদানুবাদ ইত্যাদির অনুকার ধ্বনি (আইনের কচকচি; ঢেঁকির কচকচি, বক্তৃতার কচকচি); সমার্থক বাগধারা- ক্যাচকেচি; খচখচি, খ্যাচাখেচি
কচকচে কাঁচা ফল,যা চিবালে কচকচ শব্দ করে
কচরকচর/ কচরমচর অনর্থক তর্কবিতর্ক, বচসা, বাদানুবাদ ইত্যাদির অনুকার ধ্বনি (সভায় খুব কচরকচর হচ্ছে।)
কচলা-কচলি১ দর কষাকষি; সমার্থক বাগধারা- কচকচি
কচলা-কচলি২ কোনবিষয় নিয়ে অপর পক্ষের সঙ্গে বিস্তর বাক্যব্যয় দ্বারা সুবিধা আদায়ের চেষ্টা।
কচিকাঁচা বহুবচনার্থে একার্থক যুগ্মশব্দ; ছোটছোট ছেলেমেয়ে (এখানে কচিকাঁচার ভিড় লেগেই আছে।); সমার্থক বাগধারা- কাচ্চাবাচ্চা; কুঁচোকাঁচা
কচি খোকা/খুকি১ প্রশংসার্থে- অবোধ শিশু
কচি খোকা/খুকি২ ব্যঙ্গার্থে- নির্বুদ্ধি বয়স্ক/বয়স্কা পুরুষ/না্রী (কচিখুকি কুলোয় শুয়ে তুলোয় দুধ খান- প্রবাদ)
কচু অবজ্ঞায়- কিছু না, ফাঁকি, মিথ্যা, শূন্যতাসূচক (দুঃখ না কচু; তুমি আমার কচু করবে।); সমার্থক বাগধারা- অষ্টরম্ভা; কচু না ঘেচূ; কচুপোড়া; কলা; কাঁচকলা; ঘোড়ার ডিম ইত্যাদি
কচুকাটা করা১ অতি সহজে বিনাশিত
কচুকাটা করা২ নির্মমভাবে ধ্বংস/নির্মূলিত করা
কচুঘেঁচু অখাদ্য বস্তু, তুচ্ছ জিনিস, নানারকম আজেবাজে জিনিস
কচুপোড়া অখাদ্য বস্তু, কিছুই না, ফাঁকি (আমার বরাতে আছে শুধু কচুপোড়া।)
কচুপোড়া খাও১ ফাঁকি অর্থে- প্রত্যাশা করে বিফল হওয়া; ব্যর্থ হয়ে পড়ে থাকো (খাও তবে কচুপোড়া, খাও তবে ঘণ্টা- সুকুমার রায়)
কচুপোড়া খাও২ কচুসদৃশ অণ্ডকোষ পুড়িয়ে খাওয়া অর্থে- গ্রাম্য অশ্লীল গালিবিশেষ ((কচুপোড়া খাও- বেরুচ্ছি অমনি পিছন থেকে ডাক।)
কচুবনের কালাচাঁদ১ অপদার্থ ব্যক্তি
কচুবনের কালাচাঁদ২ কেতাদুরস্ত জামাকাপড়ে ফিটফাট লম্পটচরিত্রের লোক; সমার্থক বাগধারা- কদম্বগাছের কানাই, কলির কেষ্ট
কচেবারো১ পাশাখেলার দানে জোড়াতাড়ার বারো; সুবিধার দান
কচেবারো২ সহজলভ্য সুযোগ (বর্তমান কচেবারোর যুগে ঘরে বসেই সব পাওয়া যায়।); সমার্থক বাগধারা- পোয়াবারো
কচ্ছপের কামড় নাছোড়বান্দা; যা সহজে ছাড়ে না
কঞ্চি খবরদার মুল্যবানবস্তুর দিকে নজর নেই সামান্যবস্তুর দিকে কড়া নজর
কঞ্চিতে বংশলোচন জন্মানো নীচের উচ্চপদ পাওয়া (কঞ্চিতে বংশলোচন জন্মালে কঞ্চি বাঁশের সম্মান পায়।)
কটকটিয়া স্পষ্টবক্তা (কটকটিয়ারা উচিত কথা মুখের উপর বলে।); সমার্থক বাগধারা- ঠোঁটকাটা
কটকটে কথা নিরস কথা, গালিগালাজ
কটকটে রঙ উৎকট বা উগ্র রঙ (কটকটে লাল রঙ।)
কটকিনা/কটকেনা১ নিয়মের কড়াকড়ি (ছোঁয়াছুয়ি নাওয়াখাওয়া নিয়ে কটকেনা মেয়েদেরই কেন এত পেয়ে বসে?-রবীন্দ্রনাথ ঠাকুর)
কটকিনা/কটকেনা২ কঠিন প্রতিজ্ঞা ('রাধার এটি কটকেনা'-কবিগান)
কটমট কোপ-কঠোর, রোষরুক্ষ (কটমট করে তাকিয়ে আছে।)
কটমটে কাঠখোট্টা, রসকসহীন, শুস্ক
কটরমটর শুকনো কঠিন বস্তু চিবানোর অনুকার শব্দ (কটরমটর করে ভাজা ছোলা খাচ্ছে।)
কটাক্ষ১ আড়চোখে দৃষ্টিপাত; চাহনি
কটাক্ষ২ বক্র আলোচনা; প্রতিকূল সমালোচনা; বিদ্রূপপূর্ণ সমালোচনা
কটাক্ষপাত১ দৃষ্টিপাত
কটাক্ষপাত২ নজর মনযোগ, লক্ষ্য
কটাক্ষে নিমেষে; মুহূর্তে
কটু উক্তি / কটূক্তি গালিগালাজ; দুর্বাক্য
কটু কথা/বাক্য অপ্রিয়, অশোভন বা কর্কশ কথা; রূঢ় বাক্য; সমার্থক বাগধারা-কটুকাটব্য
কটুকাটব্য গালমন্দ, কড়া কথা (প্রকৃতির বিরূপতা নিয়ে কটুকাটব্য করে লাভ নেই, আমরাই প্রকৃতিকে বিরূপ করেছি।)
কটু তেল ঝাঁঝালো সর্ষের তেল
কট্টর কঠোর নিয়মানুসারী, গোঁড়া (কট্টর হিন্দু/মুসলমান)
কঠিন পাল্লা১ কঠিন সমস্যা; ভয়ানক বিপদ (বড় কঠিন পাল্লায় পড়েছ।)
কঠিন পাল্লা২ যে ব্যক্তিকে সহজে বাগে আনা যায় না; সমার্থক বাগধারা- শক্তঘানি
কড়কানো / কড়কে দেওয়া তিরস্কার/ভর্ৎসনা করা (খুব করে কড়কে দিয়েছি।)
কড়কড়ে ব্যবহারে মলিন নয়, সম্পূর্ণ নতুন (কড়কড়ে নোট)
কড়ঙ্কস্য করে চালানো টানাটানি করে সংসার চালানো
কড়মড় ক্রোধের ভাবসূচক (রাগে দাঁত কড়মড় করছে।)
কড়া কড়ি, কপর্দক, টাকা (এক কড়ার মুরোদ নেই।)
কড়া অনুশাসন নিয়মের কড়াকড়ি
কড়া ওষুধ উগ্র/তীব্র/তেতো ওয়ুধ
কড়াকড়ি১ টাকাপয়সা ('দিনে দিনে বাড়ল দেনা, ও ভাই করলি নে কেউ বেচাকেনা হাতে নাই রে কড়াকড়ি'-রবীন্দ্রনাথ)
কড়াকড়ি২ কড়া অনুশাসন (নিয়মের কড়াকড়ি)
কড়া কথা কর্কশ কথা, তিরস্কার
কড়াক্রান্তি সামান্য কোনো কিছু (কড়াক্রান্তি গোপন করো না); সমার্থক বাগধারা- বিন্দুবিসর্গ
কড়াক্রান্তি হিসাব অত্যন্ত সূক্ষ্ণ হিসাব; পাই পয়সা পর্যন্ত হিসাব; নিঃশেষে সম্পূর্ণ হিসাব; নিখুঁত হিসাব; সমার্থক বাগধারা- কড়ায় গণ্ডায় হিসাব; পাই পয়সার হিসাব
কড়া দাওয়াই১ কড়া ওষুধের অনুরূপ
কড়া দাওয়াই২ কঠোর শাস্তি (এবার কড়া দাওয়াই পড়েছে।)
কড়া থেকে উনুনে অল্প বিপদ থেকে বেশি বিপদে পতন; তুলনীয়- 'টকের ভয়ে পালিয়ে তেঁতুলতলায় বাস'; 'বিছার ভয়ে পালিয়ে অহির মুখে পতন'।
কড়া নির্দেশ অবিচল অলঙ্ঘ্য নির্দেশ
কড়া পাহারা দুর্ভেদ্য/নিশ্চিদ্র/সতর্ক পাহারা
কড়া প্রাণ সহিষ্ণু প্রাণ
কড়া বাঁধন কষা/দৃঢ় বন্ধন
কড়া মেজাজ উগ্র/রুক্ষ মেজাজ
কড়ায় কড়া, কাহনে কানা অল্প খরচে নজরদারি, বেশি খরচে উদাসীন
কড়ায় গণ্ডায় হিসাব পাই-পয়সা পর্যন্ত নিখুঁত হিসাবে; অতি নিপুণ ও সূক্ষ্ম হিসাবমতে, পুরোপুরি (কড়ায় গণ্ডায় পাওনা বুঝে নেবো); সমার্থক বাগধারা- কড়াক্রান্তির হিসাব; পাই পয়সার হিসাব
কড়ার১ অঙ্গীকার
কড়ার২ পুরীর জগন্নাথদেবের অঙ্গের চন্দনপ্রসাদ কিংবা মোহনভোগ প্রসাদ
কড়া রদ্দুর প্রখর রদ্দুর
কড়ি১ অর্থ, ধন, টাকা (এত শিখিয়াছ এটুকু শেখনি কিসে কড়ি আসে দুটো'-রবীন্দ্রনাথ; কড়ি থাকলে বাঘের দুধ মেলে- প্রবাদ; বন্ধু নেই কড়ি বই; যদি বর্ষে পৌষে কড়ি হয় তুষে-খনা)
কড়ি২ পাওনা (আপন কড়ি বুঝে নাও); সমার্থক বাগধারা- গণ্ডা
কড়িওয়ালা ধনবান ব্যক্তি; বিত্তশালী
কড়িকপালে কড়ির কপালযুক্ত; অর্থভাগ্য ভাল; বিত্তশালী লোক; সৌভাগ্যবান
কড়িকড়ার বুদ্ধি অত্যল্প বুদ্ধি
কড়ি গোনা / কড়িকাঠ গোনা অকাজে সময় নষ্ট করা; অলসে সময় কাটানো; কর্মহীন অবসর যাপন করা; নিষ্কর্মা হয়ে বসে থাকা (আমি বসে কড়ি গুনব বুঝি- অবনীন্দ্রনাথ ঠাকুর)
কড়িচণ্ডাল/পিশাচ অর্থপিশাচ, সুদখোর- গালিবিশেষ
কড়িতে চতুর কাহনে কানা অল্প খরচে কিপ্টেমি, বেশি খরচে দরাজ
কড়িফটকা১ পয়সা খরচ করলে; পয়সার বিনিময়ে (কড়ি ফটকা চিঁড়ে দই, কড়ি বিনে বন্ধু কই- প্রবাদ)
কড়িফটকা২ কপর্দকশূন্য; নিঃস্ব
কড়িমধ্যম চড়া সুর
কড়ির জিনিস মূল্যবান বস্তু
কড়ে রাঁড়ি অল্পবয়স্কা/বাল্যবিধবা
কণ্টক১ অন্তরায়, বাধা, বিঘ্ন (আমি কারো পথের কণ্টক হতে চাই না; শুভকাজে পদেপদে কন্টক।)
কন্টক২ কলঙ্ক; অপবাদ; লজ্জা; নিন্দাজনিত দুঃখের হেতু বলে অবাঞ্ছিত (কুলের কন্টক)
কণ্টক২ শত্রু (কণ্টকে কণ্টকোদ্ধার)
কণ্টকশয্যা যন্ত্রণাদায়ক অবস্থা (মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্টকশয্যা...'-রবীন্দ্রনাথ)
কণ্টকে কণ্টকোদ্ধার / কণ্টকেনৈব কণ্টকম কাঁটা দিয়ে কাঁটা তোলা; শত্রুর সাহায্যে শত্রুনাশ, শত্রুর পিছনে শত্রু লেলিয়ে দেওয়া
কণ্ঠমণি/ভূষণ পরম প্রিয়পাত্র
কণ্ঠরোধ কথা বলার ক্ষমতা বা প্রতিবাদ করার অধিকার বিলোপ/হরণ (কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা- রবীন্দ্রনাথ); সমার্থক বাগধারা- টুঁটি চাপা/টেপা
কণ্ঠস্থ স্মৃতিতে ধরা আছে (কবিতাটা আমার কণ্ঠস্থ আছে।); সমার্থক বাগধারা- মুখস্থ
কণ্ঠাগত-প্রাণ১ প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে এমন; মরণাপন্ন অবস্থা
কণ্ঠাগত-প্রাণ২ পরিশ্রমে অত্যন্ত ক্লান্ত
কণ্ঠি ছেঁড়া১ বৈষ্ণবসম্প্রদায় ত্যাগ করা; আলং- দলত্যাগ করা
কণ্ঠিছেঁড়া২ বৈষ্ণবসম্প্রদায় ত্যাগ করেছে এমন; আলং- দলত্যাগী
কণ্ঠিধারণ বৈষ্ণব বেশ তুলসীর মালা গলায় পরা
কণ্ঠিধারী ধর্মনিষ্ঠ, বৈষ্ণব
কণ্ঠিবদল বৈষ্ণব পাত্রপাত্রীর পরস্পরের কন্ঠি পালটিয়ে বিবাহপ্রথা
কত করে১ নানাভাবে, বহু অনুনয়-বিনয় সহকারে (কত করে বললাম শুনল না কিছুতেই )
কত করে২ কী দামে/হারে (চিঙড়িমাছ কত করে কেজি?)
কত কি নানারকম (কত কী দেখার আছে; 'একলা বসে বাদলশেষে শুনি কত কি'- রবীন্দ্রনাথ)
কত ধানে কত চাল অভিজ্ঞতা অর্জন; প্রকৃত অবস্থা সম্পর্কে ওয়াকিফহাল হওয়া; হিসাব করে চলা (ধনীর দুলালেরা জানেই না কত ধানে কত চাল হয়।)
কত-না অনেক পরিমাণে গণনার বাইরে (কত-না কেঁদেছি; 'দিতেছ দান দিবস-বিভাবরী, হল না সারা কত-না যুগ ধরি'- রবীন্দ্রনাথ)
কত যে সংখ্যার আধিক্যসূচক ('কত যে গিরি কত যে নদীতীরে কত যে তান বাজালে ফিরে ফিরে'- রবীন্দ্রনাথ)
কতশত অনেক, অগণিত, বহুসংখ্যক (কতশত লোক জমায়েত হয়েছিল।)
কথা আটকানো লজ্জায় কথা বলতে না পারা
কথা আদায় করা১ অঙ্গীকার আদায় করা
কথা আদায় করা২ মনের কথা জানা
কথা আসা১ আলোচনা চলা; প্রস্তাব উত্থাপিত হওয়া (মেয়ের বিয়ের কথা আসছে।)
কথা আসা২ মুখে কথা জোগানো (মুখে কথা আসছে না কেন?); সমার্থক বাগধারা- কথা সরা
কথা উঠা১ প্রসঙ্গক্রমে কোন বিষয় উত্থাপিত হওয়া
কথা উঠা২ নিন্দনীয় কাজের সমালোচনা হওয়া
কথা কওয়া কিছু বলা, বাক্য উচ্চারণ করা (কথা কও, কথা কও অনাদি অতীত, অনন্ত রাতে কেন বসে চেয়ে রও?- রবীন্দ্রনাথ)
কথাকলি কেরালার বিখ্যাত নৃত্যশিল্প; 'কথা' শব্দের অর্থ- কাহিনী বা গল্প; 'কলি' শব্দের অর্থ- অভিনয় বা নাটক; যৌথশব্দের আলঙ্কারিক অর্থ- নাটক, পৌরাণিক যুদ্ধকাহিনী অবলম্বনে সৃষ্ট নৃত্যশৈলী
কথা কাটা অগ্রাহ্য করা; এড়ানোর চেষ্টায় প্রত্যুত্তর করা; প্রতিবাদ করা; বিতর্ক উত্থাপন করা; যুক্তি খণ্ডন করা
কথা কাটাকাটি করা তর্কবিতর্ক, তর্কিতর্কি, বচসা, বাদানুবাদ করা (দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হচ্ছে।)
কথা চালা১ এক কান থেকে অন্য কানে সংবাদ রটনা করা
কথা চালা২ একজনের গোপন কথা অন্যকে বলা; গোপনে খবর ছড়ানো
কথা চালাচালি করা১ আলাপ-আলোচনা করা
কথা চালাচালি করা২ উত্তপ্ত বাকযুদ্ধ করা
কথা চালাচালি করা৩ কারও গোপন বিষয় নিয়ে কথা বলা
কথা চালাচালি করা৪ গোপন সংবাদের লেনদেন বা লেনদেনের মারফতে গোপন সংবাদ বিস্তার
কথা চালাচালি করা৫ লোকমুখে পরস্পরের কথা বলে পাঠানো
কথা জন্মানো নিন্দনীয় কথার উৎপত্তি হওয়া
কথা টলা অঙ্গীকার না রাখা (কথা টলা থেকে পা টলা ভাল।)
কথাটি নেই আপত্তি বা প্রতিবাদ নেই (শ্বশুর বাড়ীতে কত গঞ্জনা, তবু বধুটির মুখে কথাটি নেই।)
কথা ঠেলা অগ্রাহ্য করা (গুরুজনের কথা ঠেলতে নেই।); সমার্থক বাগধারা- কথা ফেলা
কথা থাকা কথামত কাজ করা; অঙ্গীকার রাখা
কথা দিয়ে কথা নেওয়া মনোমত কথা বলে কারো থেকে কিছু তথ্য জেনে নেওয়া
কথা দেওয়া১ অঙ্গীকার করা, প্রতিশ্রুতি দেওয়া (দেওয়া কথা ফেলতে নেই।)
কথা দেওয়া২ বাগদান করা
কথা নড়া অন্যথা হওয়া; মিথ্যা হওয়া
কথা নেওয়া প্রতিশ্রুতি আদায় করা
কথান্তর১ অন্য প্রসঙ্গ
কথান্তর২ ঝগড়া, বাদানুবাদ, বিবাদ; সমার্থক বাগধারা- কথা কাটাকাটি
কথান্তর৩ কথার খেলাপ
কথান্তর৪ কথার মধ্যে বিরাম
কথা নেই বার্তা নেই কোন আলাপ-আলোচনা নেই, অকস্মাৎ (কথা নেই বার্তা নেই অকস্মাৎ এসে হাজির।)
কথা পড়া কোন বিষয়ের প্রসঙ্গ হওয়া (পড়ল কথা সভার মাঝে যার কথা তার প্রাণে বাজে।)
কথা পাড়া১ প্রসঙ্গ উত্তাপন করা, প্রস্তাব দেওয়া (মেয়ের বিয়ের ব্যাপারে এক পক্ষের কাছে কথা পেড়েছি।)
কথা ফেলা১ কথা অগ্রাহ্য করা, অবহেলা করা (কথা দিয়েছো যখন, কথা ফেলতে পারবো না।); সমার্থক বাগধারা- কথা ঠেলা
কথা ফেলা২ সিদ্ধান্ত প্রকাশ করা; কোনো বিষয়ে মত স্থির করে বলা
কথা ফোটা১ বাচন ক্ষমতার উন্মেষ হওয়া; শিশুর মুখে অর্থযুক্ত শব্দ আসা; কথা বলতে শেখা
কথা ফোটা২ নিরবতা ভঙ্গ করা
কথা ফোটা৩ কলহপটুত্ব জন্মানো
কথা বলা বিশেষ বিষয়ে আলোচনা করা (তোমার চাকরীর ব্যাপারে আমি কথা বলবো)
কথা বাড়ানো তর্কবিতর্কে জড়িয়ে পড়া, সামান্য বিষয়কে প্রলম্বিত করা (বেশি কথা বাড়িয়ে কাজ নেই।)
কথাবার্তা১ একার্থক যুগ্মশব্দ; আলাপ আলোচনা, কথোপকথন; প্রসঙ্গ (দুপক্ষের সাথে কথাবার্তা চলছে।)
কথাবার্তা২ কথার পরিপাট্য; বাক্যবিন্যাসের চারুতা (কথাবার্তায় মানুষ চেনা যায়।)
কথা বেচে খাওয়া১ কথার বিনিময়ে অর্থোপার্জন করা; দালালি করা (উকিলরা কথা বেচে খায়।)
কথা বেচে খাওয়া২ বাকচাতুর্যে লোকের মন জুগিয়ে জীবিকানির্বাহ (রাজনীতির লোকেরা কথা বেচে খায়।)
কথা থাকা প্রতিজ্ঞা পালিত হওয়া; সত্য রক্ষা হওয়া
কথা মত চলা আদেশ/উপদেশ মান্য করা; কথা শোনা; বাধ্য হওয়া
কথামাত্র কেবল বলা কার্যে অনুষ্ঠিত নয় (কথামাত্র সার।)
কথামাত্র সার অন্তঃসারশূন্য, অসার কথা, ফাঁকা আওয়াজ/বুলি, বাকপটু, বাকসর্বস্ব; বাগাড়ম্বর যার একমাত্র আশ্রয়
কথায় কথা বাড়ে উত্তর প্রত্যুত্তরে বাদানুবাদ দীর্ঘ হওয়া; তর্কের মিমাংসা নেই
কথায় কথায়১ অকারণ ভাবার্থে দ্বিত্বশব্দ (কথায় কথায় ঝগড়া।)
কথায় কথায়২ প্রায়শঃ ভাবার্থে দ্বিত্বশব্দ ; প্রতি পদক্ষেপে; প্রত্যেক কথায়, সর্বদা (কথায় কথায় অভিমান।)
কথায় কথায়৩ প্রসঙ্গক্রমে ভাবার্থে দ্বিত্বশব্দ (কথায় কথায় জানলাম তুমি গান জানো।)
কথায় কথায়৪ গল্পগুজবে ভাবার্থে দ্বিত্বশব্দ (কথায় কথায় রাত হ'ল।)
কথায় কথায়৫ অন্যমনস্কভাবে ভাবার্থে দ্বিত্বশব্দ (কথায় কথায় এতদূর চলে এলাম)
কথায় চিড়ে ভেজানো ফাঁকাবুলিতে কার্যসাধন; বিনাব্যয়ে কার্যসিদ্ধির চেষ্টা; সহজে উদ্দেশ্য সিদ্ধি (কথায় চিঁড়ে ভেজে না।)
কথায় চিঁড়ে ভেজে না ফাঁকা আওয়াজে কাজ হয় না;'শুধু মুখের কথায় কাজ হয় না'-ভাবজ্ঞাপক
কথায় টান বড়বড় কথা, বাগাড়ম্বর
কথায় থাকা১ কোন বিষয়ে লিপ্ত হওয়; কারো ব্যাপারে নিজেকে জড়িয়ে ফেলা; সংস্রবে থাকা (আমি তোমার কথায় নেই।)
কথায় থাকা২ যোগাযোগ/সংশ্রব রাখা (কথায় বলে কথায় থাকো)
কথায় না থাকা জড়িত না হওয়া; সংশ্রবে না থাকা (আমি কারো কথায় থাকি না) সমার্থক বাগধারা- ছায়া বা মাড়ানো, পথ না মাড়ানো, পা ধুতে না আসা ইত্যাদি
কথায় বলে প্রবাদ-প্রবচন; ডাকের কথা (কথায় বলে কথায় থাকো)
কথার আঁটুনি১ কথার সৌকর্য; বক্তব্যের পারিপাট্য; কথার শ্রী ও ছাঁদ
কথার আঁটুনি২ বাকসংযম
কথার কথা১ প্রসঙ্গক্রমে যা বলা যায়
কথার কথা২ ভিত্তিহীন প্রসঙ্গ, অসার/মূল্যহীন কথা, লঘুবাক্য, হালকাচালের কথা
কথার কথা৩ সারকথা, কাজের কথা (তুমি যাবে না- এটা কি কথার কথা হ'ল?)
কথার কসরৎ চাতুর্যপূর্ণ কথা; সমার্থক বাগধারা- কথার প্যাঁচ, কাথার ফের, কথার মারপ্যাঁচ
কথার খেলাফ/খিলাফ অঙ্গীকারের অন্যথা; চুক্তির ব্যতিক্রম; প্রতিশ্রুতি ভঙ্গ; সমার্থক বাগধারা- কথার নড়চড়
কথার গরম কথায় উগ্র আত্মসচেতনতা; উক্তিতে প্রবল আত্মবোধের প্রকাশ
কথার ছলে/কথাচ্ছলে প্রসঙ্গক্রমে, কথাবার্তা বলতে বলতে (কথাচ্ছলে প্রস্তাবটা করলাম।)
কথার জাহাজ অফুরন্ত কথা বলার ক্ষমতাবিশিষ্ট ব্যক্তি
কথার ঝুড়ি বাক্যবাগীশ, বাচাল
কথার তুবড়ি/ফুলঝুরি অনর্গল কথা বাকবিস্তার (সে কথার তুবড়ি ছোটাতে ভারি ওস্তাদ); সমার্থক বাগধারা- বাগাড়ম্বর, বাক্যস্রোত
কথার ধার ক্যাটকেটে/হুলফোটানো কথা
কথার ধার না ধারা তোয়াক্কা না করা; পাত্তা না দেওয়া; সংস্রব না রাখা
কথার ধোকড়/ধোকড়া/ধুকড়ি বাকপটু, বচন/বাক্যবাগীশ কিন্তু অকর্মণ্য; সমার্থক বাগধারা কথার ভটচাজ্জি
কথার নড়চড় প্রতিশ্রুতি ভঙ্গ (কথা দিয়েছি কথার নড়চড় হবে না); সমার্থক বাগধারা- কথার খিলাফ
কথার নেই মাথা অর্থহীন বা অসার কথাবার্তা
কথার নবাব বাক্যবাগীশ; বাচাল; সমার্থক বাগধারা- বাক্যনবাব, বাক্যবাগীশ, বাক্যবিশারদ
কথার পিঠে কথা প্রতিবাদ;প্রত্যুত্তর
কথার পিঠে কথা২ প্রসঙ্গক্রমে আগত কথা
কথার প্যাঁচ বাককৌশল/চাতুর্য; সমার্থক বাগধারা- কথার ফের, কথার মারয়াঁচ
কথার ফাঁক অস্পষ্ট কথা
কথার ফুলঝুরি কথার তুবড়ি
কথার ফের কথার প্যাঁচের অনুরূপ
কথার বাঁধুনি১ কথার পরিপাট্য; বাক্যবিন্যাসের চারুতা; বাকসংযম
কথার বাঁধুনি২ ব্যঙ্গার্থে- কথার কুশ্রীতা; কথার চারুতার অভাব।
কথার ভটচাজ্জি বাকসর্বস্ব, ফাঁকা কথা বলে, বচনবাগীশ; সমার্থক বাগধারা- কথার ধোকড়; বাক্যনবাব; বাক্যবাগীশ; বাক্যের ডোঙা ইত্যাদি
কথার মাথামুণ্ডু কথার পূর্বাপর সঙ্গতি; বক্তব্যের শৃঙ্খলা (কথার কোন মাথামুণ্ডু নেই)
কথার মাথামুণ্ডু নেই অসংলগ্ন কথাবার্তা
কথার মানুষ/ এক কথার মানুষ১ উচিত বক্তা
কথার মানুষ/ এক কথার মানুষ২ কথা দিয়ে কথা রাখে কথার নড়চড় হয় না এমন
কথার মারপ্যাঁচ কথার কটকচালি, শঠতাপূর্ণ কথাবার্তা (কথার মারপ্যাঁচে কুপোকাৎ); সমার্থক বাগধারা- কথার প্যাঁচ; কথার ফের
কথারম্ভ প্রসঙ্গের অবতারণা
কথার শ্রাদ্ধ কথার অপব্যয়; বেকার কথাবার্তা
কথার শ্রী১ ভাষার মাধুর্য
কথার শ্রী১ তির্যক/বক্র অর্থে- বাচনভঙ্গির কর্কশতা; কথায় শোভা সৌন্দর্যের বা লালিত্যের অভাব
কথার হাত-পা বের হওয়া এক কথার (অন্যায়ভাবে) নানা অর্থ হওয়া; একই কথার বিভিন্ন ব্যাখ্যা
কথা রাখা প্রতিশ্রুতি রক্ষা করা ('কথা রাখো কাছে থাকো')
কথাশিল্প গদ্যে লিখিত গল্প উপন্যাস ইত্যাদি সাহিত্য
কথাশিল্পী উপন্যাস রচয়িতা, ঔপন্যাসিক
কথা শোনা১ নির্দেশ মান্য করা (গুরুজনদের কথা শুনবে।)
কথা শোনা২ তিরস্কৃত হওয়া (ভুল করলে কথা শুনতে হবে।)
কথা শোনানো কড়া কথা বলা; তিরস্কার করা (সুযোগ পেয়ে তাকে দুটো কথা শুনিয়ে দিয়েছি।)
কথা সরা বাকস্ফূর্তি হওয়া (কি হ'ল এখন যে কথা সরে না।); সমার্থক বাগধারা- কথা আসা
কথা সারা কথোপকথন/গল্প সমাপ্ত
কথাসাহিত্য গল্প, উপন্যাস ইত্যাদি কাহিনী
কথোপকথন১ আলাপ আলোচনা, সংলাপ (এই বিষয়ে কোন কথোপকথন হয় নি।); সমার্থক বাগধারা- আলাপসালাপ; কথাবার্তা; বলাবলি; বাক্যালাপ ইত্যাদি
কথোপকথন২ গল্প বলা
কদক্ষর বিশ্রি হাতের লেখা
কদমছাঁট কদম ফুলের মত ছোটছোট করে চুল ছাঁটা
কদমবুসি পায়ে হাত দিয়ে প্রণাম/সালাম করার সংস্কার
কদম্বগাছের কানাই লম্পটচরিত্রের লোক
কদম্বগোলকন্যায় কদমফুল যেমন গোলাকারে একইরূপে উৎপন্ন ও বর্ধিত হয় সেইভাবে কোন বিষয় বা বস্তু কোনকালেই আকার পরিবর্তন না করলে তাকে কদম্বগোলকন্যায় বলে।
কনকনে তীব্র/তীক্ষ্ণ অনুভূতি সৃষ্টি করে এমন অনুভূতির অনুকার শব্দ (কনকনে শীত)
কনকাঞ্জলি হিন্দু বিবাহানুষ্ঠানে বা অন্য অনুষ্ঠানে মাঙ্গলিক সোনা দানের সংস্কার
কনকাম্ভোজ মুখ্য- স্বর্ণপদ্ম; আলং- গৌরবময় পূর্ণ বিকাশ
কনেচন্দন বিয়ের পাত্রীর মুখ চন্দন দিয়ে চিত্রিতকরণ
কনে দেখা আলো গোধূলির মৃদু স্বর্ণালী আলো
কনেবউ নববিবাহিতা বধু
কনেযাত্রী বিয়ে উপলক্ষে পাত্রীপক্ষ থেকে পাত্রপক্ষের বাড়ীতে নিমন্ত্রিত অতিথিবর্গ
কনের ঘরের মাসি, বরের ঘরের পিসি যিনি দুইপক্ষেই থাকেন, উভয়পক্ষের আত্মীয় ও বিশ্বাসের পাত্র
কন্দলি/ কন্দলিয়া কলহপ্রিয়া নারী
কন্দর্প সুন্দর কান্তি, সুপুরুষ ব্যক্তি
কন্ধকাটা কল্পিত মুণ্ডবিহীন ভূতবিশেষ
কন্যাকাল কুমারীকাল, বিবাহযোগ্য বয়স (কন্যাকাল হল তার, সুযোগ্য পাত্র পাওয়া ভার)
কন্যাপণ পাত্রীপক্ষের কাছে পাত্রপক্ষের অবৈধ দাবী, যৌতুক
কপচানো অর্থ না বুঝে শেখা কথা বলে যাওয়া; পাখির বুলি আওড়ানো; বকবক করা (বেশি কপচিও না।)
কপর্দক১ প্রাচীন মুদ্রার ন্যূনতম ভাগ; কড়ি; সামুদ্রিক প্রাণী বিশেষের খোল
কপর্দক২ অর্থরূপে ব্যবহৃত কড়ি; জিনিষ কেনার সময় যা মূল্য হিসাবে দেওয়া হয়।
কপর্দক৩ অর্থের সর্বাপেক্ষা তুচ্ছ পরিমাণ, টাকা (আমার কাছে এক কপর্দকও নাই; আমি কপর্দকশূন্য।)
কপর্দকশূন্য নিঃস্ব, সম্বলহীন (কপর্দকশূন্য অবস্থায় গাঁ ছেড়ে সহরে এসেছি); সমার্থক বাগধারা- পকেট গড়ের মাঠ
কপাল অদৃষ্ট, ভাগ্য ('অভাগা যায় বঙ্গে কপাল যায় সঙ্গে;'কপালে যা লেখা আছে তাই হবে'; 'কপালের লিখন না হয় খণ্ডন')
কপাল আগুন দুর্ভাগ্য; হতভাগ্য; ('কোন গুণ নেই তার কপালে আগুন'); সমার্থক বাগধারা- পোড়া কপাল
কপাল কাটা অদৃষ্ট মন্দ হওয়া
কপাল ক্রমে/গুণে/জোরে সৌভাগ্যবশতঃ, ভাগ্যের আনুকূল্যে, হঠাৎ
কপাল গুণে গোপালঠাকুর অযোগ্যর ভাগ্যগুণে বড় হওয়া
কপাল গুণে গোপাল মেলা১ সু অর্থে- অদৃষ্টের জোরে সুসন্তান লাভ করা
কপাল গুণে গোপাল মেলা২ ব্যঙ্গে- দুর্ভাগ্যবশতঃ কুসন্তান লাভের প্রতি ইঙ্গিত
কপাল চাপড়ান নিজের ভুলের জন্য আফসোস করা; ভাগ্যের দোহাই দিয়ে দুঃখ প্রকাশ করা
কপালজোর অদৃষ্টবল, ভাগ্যজোর, প্রবল সৌভাগ্য ('কপালজোরে গোপাল মেলে')
কপাল গুণে/ জোরে গোপাল মেলে ভাগ্যের জোর থাকলে ভাল অবস্থা হয়
কপাল টনটনে/ টনটনে কপাল নিটোল অর্থে- প্রশস্ত তথা জোর কপাল; সাধারণতঃ ব্যঙ্গোক্তিতে মন্দভাগ্য অর্থে ব্যবহৃত হয়
কপাল ঠোকা১ হিন্দু প্রথায় প্রণাম করা
কপাল ঠোকা২ সাফল্য পাওয়ার জন্য দৈবের কাছে মাথা খোঁড়া
কপাল ঠুকে কাজে নামা পরিনাম বা ভাগ্যফল চিন্তা না করে কাজে নেমে পড়া; 'অদৃষ্টে যা আছে হবে' ভেবে সাহসভরে কাজে নামা; তুলনীয়- 'বুকঠুকে কাজে নামা'
কপাল দোষ মন্দভাগ্য, ভাগ্য প্রতিকূল; সমার্থক বাগধারা- কাটা/ফাটা কপাল
কপাল পোড়া/ফাটা/ভাঙ্গা সৌভাগ্য নষ্ট হওয়া; কোন দুর্ঘটনা ঘটা ('সময়ে না পেলে টাকা কপাল ভাঙ্গে আস্ত ইঁটে'- ঈশ্বর গুপ্ত)
কপালপোড়া/পোড়াকপাল মন্দভগ্য, হতভাগ্য ('আমি জন্ম-দুঃখী কপাল-পোড়া গুরু আমি একজনা')
কপাল ফেরা/ফোলা অবস্থার উন্নতি; নষ্টভাগ্য পুনরায় প্রসন্ন হওয়া, সৌভাগ্য লাভ করা; সমার্থক বাগধারা- ফাটা/ভাঙা কপাল জোড়া লাগা
কপাল ভাঙা ভাগ্য অপ্রসন্ন হওয়া, দুর্ভাগ্যে পতিত হওয়া
কপালী (উঁচ) যে নারীর কপালের মধ্যভাগ ঢিবির মত উঁচু, যা সৌন্দর্যের হানিকর; আভাগী, দুর্ভাগ্যের অধিকারী
কপালে (উঁচ) যে পুরুষের কপাল উন্নত; ভাগ্যবান, সৌভাগ্যের অধিকারী
কপালে আগুন দুরদৃষ্ট, মেয়েলী গালিবিশেষ ('কোন গুণ নেই তার কপালে আগুন- ঈশ্বর গুপ্ত)
কপালে গোপাল সৌভাগ্য
কপালে পুরুষ ভাগ্যবান ব্যক্তি
কপালে হাত দেওয়া অদৃষ্টের দোহাই দেওয়া
কপালের খোঁচা/গেরো/ফের কুগ্রহ, দুর্দৈব, দুরদৃষ্ট; মন্দভাগ্য; ভাগ্যদোষ/বিড়ম্বনা/বিপর্যয়; সমার্থক বাগধারা- অদৃষ্টের ফের, গ্রহের ফের
কপালের ভোগ/লিখন অদৃষ্টলিপি, কর্মফল, ভবিতব্য
কপোত-কপোতী প্রেমিক-প্রেমিকা
কপোতবৃত্তি সঞ্চয় না করে জীবিকানির্বাহ; সঞ্চয় করে না, সব খেয়ে ফেলে; সঞ্চয়হীন জীবন; তুলনীয় প্রবাদ- বানরের সম্পত্তি গালে
কপোলকল্পনা/কল্পিত অবাস্তব উদ্ভট কল্পনা; মনগড়া কথা; মিঃথ্যা (স্বর্গ কপোলকল্পনা ছাড়া কিছু নয়।); সমার্থক বাগধারা- গালগল্প
কফিনে শেষ পেরেক ঠোকা সম্পূর্ণ বিনাশ করা
কবর খোঁড়া নিজের ক্ষতি করা
কবর দেওয়া বিসর্জন দেওয়া, সম্পূর্ণ পরিত্যাগ করা
কবল জবরদখল, গ্রাস (দেশটা দুর্ভাগ্যের কবলে পড়েছে।); সমার্থক বাগধারা- খপ্পর
কবলানো গোপনে মুঠায় ভরে দেওয়া; আলং- ঘুষ দেওয়া (সরকারী অফিসে কাজ পেতে টাকা কবলাতে হয়।)
ক বলতে হ অক্ষরজ্ঞানহীন, মুর্খ
কবুল অনুমোগন, সম্মতি, স্বীকার (আমি দোষ কবুল করছি।)
কবোষ্ণ ঈষদোষ্ণ
কব্জা অবাঞ্ছিত অধিকার, প্রভাব (দুষ্ট লোকটার কব্জা থেকে কিছুতেই বেরুতে পারছি না।)
কব্জা করা১ আয়ত্বে/বাগে আনা (অঙ্কটাকে কিছুতেই কব্জা করতে পারছি না।)
কব্জা করা২ অনৈতিকভাবে ভাবে দখলে রাখা (বড়দেশ ছোটদেশের জমি কব্জা করে।)
কম আক্কেল নির্বোধ, বুদ্ধিহীন
কম কথা নয় উপেক্ষার বিষয় নয় (এই ঝড়জলে তুমি এসেছো এটা কম কথা নয়।)
কমজোর/কমজোরি দুর্বল/দুর্বলতা (অসুখে ভুগেভুগে কমজোরি হয়ে পড়েছি।)
কমপানির মাছ সাধারণ বোকাসোকা লোক (কম পানির মাছ বেশ পানিতে উঠলে ও মাছে বেশ লাফালাফি করে-প্রবাদ); সমার্থক বাগধারা- অল্পজলের মাছ; বিপরীত বাগধারা- অগাধ/গভীর জলের মাছ
কমবক্ত১ নির্বোধ, বুদ্ধিহীন- গালিবিশেষ (কমবক্ত এই কাজটাও করতে পারো না?)
কমবক্ত২ বদনসীব, ভাগ্যহীন, হতভাগা ('বক্তের বউ মরে কমবক্তের ঘোড়া মরে'- প্রবাদ)
কমবেশী১ অল্পাধিক, মোটামুটি (কমবেশী হাজার টাকা দরকার।)
কমবেশী২ কম বা বেশী; পার্থক্য (রান্নায় ঝাল এতটুকু কমবেশী হওয়ার উপায় নেই।)
কমল-আঁখি/ কমলাক্ষী পদ্মের মত সুন্দর চোখ/চক্ষুবিশিষ্টা, লক্ষ্মীদেবী
কমলাসনা লক্ষ্মীদেবী
কমলিনী শ্রীরাধিকা
কমসম সম, কমের সহচর শব্দ; অল্পসল্প; একটি আধটু (কমসম ঝাল দিয়ে রান্না করবে।)
কম-সে-কম অন্ততঃপক্ষে, কমপক্ষে, নিদেনপক্ষে (কম-সে-কম একশ টাকা চাই।)
কম্বল/কম্বলি ছাড়ছে না নাছোড়বান্দা
কম্বলের লোম বাছা অসাধ্য কাজ বা অকাজ করা
কম্বুকণ্ঠ শঙ্খধ্বনির মত উচ্চ ও গম্ভীর কণ্ঠস্বর
কয়লা ছাড়ে না ময়লা অপরিবর্তনীয় স্বভাব; সমার্থক বাগধারা- 'ইল্লৎ যায় না ধুলে';'দুধ খাওয়ালেও সাপের বিষ কমে না'; 'দুধ ঢাললেও নিম মিষ্টি হয় না'; 'যার যা রীত ছাড়ে কদাচিৎ'; 'স্বভাব যায় না ম’লে' ইত্যাদি
কয়েদ আটক, আবদ্ধ, বন্দী (জন্মমুহূর্ত থেকে আমরা কোন-না-কোনভাবে কয়েদী।)
করকরে১ আনকোরা, একেবারে নতুন (করকরে নোট)
করকরে২ বালির মত দানাযুক্ত (করকরে ভাত)
করকিশলয় আঙুল
করকুষ্ঠি কোষ্ঠীর মত হাতের শুভাশুভ রেখাসমূহ (করকুষ্ঠি কেউ দেখায় কেউ দেখায় না।)
করজোড়ে দু'হাত এক করে (করজোড়ে ক্ষমা চাইছি।)
করণকারণ বিবাহ ('পৃথিবীতে যত কপি ব্রহ্মার সৃজন সেসব বানরের হৈল করণকারণ।')
করতলগত হস্তগত (অনেক কষ্টে ক্ষমতা করতলগত হয়েছে।)
করপল্লব ফুলের নরম পাতার মতো হাত; সুন্দর হাত
করপুট জোড়হাত (করপুটে নিবেদন করছি।)
করমুক্ত নিস্কর, যে জমির খাজনা দিতে হয় না
করাতের দাঁত উভয়সঙ্কট, দুদিকেই বিপদ; সমতুল্য- 'এগুলে রাম পিছুলে রাবণ';'এগুলে সর্বনাশ পিছুলে নির্বংশ';'জলে কুমীর ডাঙায় বাঘ';'শাঁখের করাত, যেতে কাটে আসতেও কাটে';'শ্যাম রাখি না কুল রাখি;'সাপের ছুঁচো গেলা' ইত্যাদি।
করালবদনা ভীষণমুখবিশিষ্টা নারী
করিৎকর্মা দক্ষ; পরিশ্রমী; বুদ্ধিমান, নিজহাতে কাজ করে এমন (খুব কতিৎকর্মা ছেলে/পুরুষ)
করুণার অবতার ব্যঙ্গার্থে- কুৎসিত দর্শন, কিম্ভূত আকার (ধর্মাবতার করুণার অবতার।)
করে খাওয়া জীবিকা অর্জনের উপায় খুঁজে পাওয়া
করেকর্মে খাওয়া চেষ্টাচরিত্র করে; পরিশ্রমের সাহায্যে অন্নের সংস্থান করা (ছেলেটা যাহোক করেকর্মে খাচ্ছে।)
কর্জ নেই কষ্ট নেই ঋণ থাকলে ভয়ের সম্ভাবনা থাকে।
কর্ণগোচর হওয়া কানে শোনা গেছে এমন
কর্ণপাত করা গুরুত্ব দেওয়া (আমার কথায় কেউ কর্ণপাত করছে না।)
কর্তাগিন্নি স্বামী-স্ত্রী
কর্তাগিরি কর্তার মত আচরণ, কর্তৃত্ব প্রদর্শন
কর্তাভজা১ মূল অর্থ- আউলচাঁদের মতাবলম্বী ধর্মীয় দল
কর্তাভজা২ ক্ষমতাশালীর ধামাধরা/মোসাহেব/স্থাবক, তোষামোদকারী (রাজনৈতিক দলদাসেরা সব কর্তাভজা হয়।)
কর্তার ইচ্ছাই কর্ম উপরওয়ালা/প্রভুর নির্দেশে কাজ, যুক্তির অবকাশ নেই; স্বেচ্ছাচারিতা
কর্মকাণ্ড১ বেদের যে অংশে যজ্ঞাদি কর্মের বিধান আছে
কর্মকাণ্ড২ যাবতীয় কাজ (তোমার কর্মকাণ্ড দেখে সবাই হতবুদ্ধি); সমার্থক বাগধারা- কাণ্ডকারখানা, ব্যাপার-স্যাপার
কর্মনাশা কাজে বিঘ্নসৃষ্টিকারী (কর্মনাশা বুদ্ধি)
কর্মফল কৃতকর্মের ফল যা লোকবিশ্বাসমতে পরজন্মে ভোগ করতে হয়
কর্মফের দুরদৃষ্ট
কর্মভোগ১ অহেতুক পরিশ্রম
কর্মভোগ২ দুস্কর্মের ভোগান্তি
কর্মসূত্রে কাজের প্রয়োজনে (কর্মসূত্রে সে লন্ডনবাসী)
কল ফাঁদ
কলকণ্ঠ/কণ্ঠী মধুর কণ্ঠস্বরবিশিষ্ট/বিশিষ্টা
কলকব্জা১ সহচরশব্দ; যন্ত্রের বিভিন্ন অংশ
কলকব্জা২ শরীরের অঙ্গপ্রত্যঙ্গ (বৃদ্ধবয়সে শরীরের সব কলকব্জা ঢিলে হয়ে পড়ে।)
কলকাকলি সুমধুর কন্ঠধ্বনি; মধুর গুঞ্জনধ্বনি (পাখির কলকাকলি); সমার্থক বাগধারা- কলস্বন
কলকাঠি চাবিকাঠি, নিয়ন্ত্রণ/পরিচালন ক্ষমতা (ওকে চালনার কলকাঠি আমার হাতে।)
কলকাঠি নাড়া১ গোপনে পরিচালনা করা
কলকাঠি নাড়া২ বদ উদ্দেশ্যে আড়াল থেকে নিয়ন্ত্রণ করা
কলকাঠি নাড়া৩ কুপরামর্শ দেওয়া (দল ভাঙানোর খেলায় কেউ আড়াল থেকে কলকাঠি নাড়ছে); সমার্থক বাগধারা- কলটেপা
কলকে পাওয়া আসরে মর্যাদা পাওয়া; খতির-যত্ন পাওয়া; সম্মান/সমাদর/স্বীকৃতি পাওয়া; উপেক্ষিত না হওয়া (এখানে কলকে পাবে না।)
কলকৌশল চাতুর্যপূর্ণ উপায়; নানা উপায়
কলজে পুরু/বড় হৃদয়বান ব্যক্তি
কলজের জোর অত্যধিক সাহস; সমার্থক বাগধারা- বুকের পাটা
কলজে পুড়ে খাঁক শোকে-দুঃখে পাগল
কল টেপা গোপনে কৌশল করা; পরামর্শ বা প্ররোচনা দেওয়া
কলটেপা নাড়া কলকাঠি নাড়ার অনুরূপ
কলতান বহুকন্ঠের সম্মিলিত গুঞ্জন;
কলম করা গাছের ডাল কেটে চারা করা
কলম পেশা কেরানীগিরি, নবিশী, লেখকবৃত্তি (কলমপেশা আমার কাজ।)
কলমবাজ পেশাদার লেখক
কলমের খোঁচা১ অনিষ্ট করার উদ্দেশ্যে লিখিত অসৎ আদেশ
কলমের খোঁচা২ অন্যের বিরুদ্ধে ক্ষতিকর বা বিরক্তিকর লেখা
কলমের জোর বিদ্যাবল, লেখার প্রভাব
কলমি শাকের ক্যাশ মেমো আদিখ্যেতা, বাড়াবাড়ি
কলমির ঝাড় বহু সদস্যের বংশ
কলরব / কলরোল বহুকন্ঠের সম্মিলিত উচ্চস্বর/চিৎকার; কোলাহল
কলস্বন/ কলস্বর সুমধুর ধ্বনি (পাপিয়ার কলস্বন); সমার্থক বাগধারা- কলকাকলি
কলা কিছু না, ফাঁকি, মিথ্যা (কলা করা; কলা খাওয়া; কলা হওয়া)
কলা করা কিছুই করতে না পারা (তুমি আমার কলাটি করবে।)
কলাকৌশলে/কলেকৌশলে চাতুর্যপূর্ণ উপায়ে (অনেক কলাকৌশলে কাজটা উদ্ধার করেছি।); সমার্থক বাগধারা- ছন্দেবন্দে, পাকেপ্রকারে ইত্যাদি
কলা খাও১ বানর পদবাচ্য হও- গালিবিশেষ
কলা খাও২ উৎসন্নে যাও; কিছু করতে না পেরে ব্যর্থ হয়ে পড়ে থাকো; ফাঁকিতে পড়ো (তুমি এখন বসে বসে কলা খাও।)
কলা খাওয়া পিণ্ডদানকালের কলা খাওয়া অর্থাৎ মারা যাওয়া- গালিবিশেষ
কলাখেকো বুদ্ধি বানুরে দুর্বুদ্ধি
কলাতলায় যাওয়া বিবাহ হওয়া
কলা দেখানো১ অগ্রাহ্য বা অমান্য করা
কলা দেখানো২ ফাঁকি দেওয়া অর্থে বুড়ো আঙুল দেখানো (সবাইকে কলা দেখিয়ে কেমন চলে গেল।)
কলা দেখানো২ অশ্লীল গ্রামীন গালিবিশেষ
কলাপোড়া কিছু না, ফাঁকি (কলাপোড়া খাও।)
কলাপোড়া খাও১ ব্যর্থ হয়ে পড়ে থাকো
কলাপোড়া খাও২ অশ্লীল গালিবিশেষ
কলাবধূ/বউ১ ব্যঙ্গে- দীর্ঘ ঘোমটাটানা বউ
কলাবধূ/বউ২ পরিহাসে- অতি অতিলজ্জাশীলা গ্রাম্য গৃহবধূ (এখন কলাবউয়েরা সব উধাও।)
কলার ভেলায় সাগরপার অল্প পরিশ্রমে বিরাট কাজ, অসম্ভব কাজ, অসাধ্যসাধন উচ্চাশা ইত্যাদি; সমার্থক বাগধারা-খড়মপায়ে গঙ্গাপার; নরুণে তালগাছকাটা; মুড়াকোদালে দিঘিকাটা; শামুক দিয়ে পুকুরসেঁচা ইত্যাদি
কলা হওয়া কিছুই না হওয়া (তোমার বোলএতে আমার কলা হবে।)
কলিকা/কল্কে পাওয়া আসরে পাত্তা/মর্যাদা/সমাদর পাওয়া; খতির-যত্ন পাওয়া; ('আর তাহারা আমার কাছে কলিকা পাইবে না'-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)
কলিকাবয়সী অঙ্কুরিত/অস্ফুট যৌবনা (প্রথমযৌবন বালা কলিকাবয়সী); সমার্থক বাগধারা- উদ্ভিন্নযৌবনা
কলিকাল/যুগ অনাচার ও অসহিষ্ণুতার কাল
কলিজা/কলজে মুখ্যার্থে- যকৃত; গৌণার্থে- হৃৎপিণ্ড; হৃদয় ('কলজেতে ফুটেছে কাঁটা পঞ্চবাণের হুল')
কলিজা/কলজে পুড়ে খাঁক শোকে দুঃখে হৃদয় পুড়ে ছাই
কলিজা/কলজে পুরু আসমসাহসিক
কলিজা/কলজের জোর আত্যধিক সাহস
কলি ফেরানো কিছুদিন পরপর বা বছরে একবার বাড়ী চুনকাম করা
কলির অবতার চরম বদমায়েশ
কলির অর্জুন লক্ষ্যে অভ্রান্ত
কলির কেষ্ট১ নারীসঙ্গভোগী নব্যপ্রেমিক; কেতাদুরস্ত লম্পট চরিত্রের লোক; সমার্থক বাগধারা- কচুবনের কালাচাঁদ, কানায়ে ভাগনে
কলির কেষ্ট২ একসঙ্গে বহুনারীর প্রেমিক; বহুবল্লভ
কলির প্রহ্লাদ ব্যঙ্গে- কু-পিতার কুসন্তান
কলির ভীম মহাপেটুক
কলির যুধিষ্টির ধার্মিকতার ভাণকারী কপটব্যক্তি
কলির লক্ষ্মী ব্যঙ্গে- যে নারী লক্ষ্মীভাণ্ডের জমানো অর্থে সংসারের প্রয়জোনীয় দ্রব্য না কিনে নিজের অঙ্গসাজ কেনে।
কলির সন্ধ্যা/সন্ধে ভয়াবহ দুর্দিনের/দুর্ভাগ্যের সূত্রপাত (এ তো সবে কলির সন্ধে।)
কলুর বলদ অন্যের ইচ্ছানুসারে একটানা খাটা চিন্তাশক্তিহীন ব্যক্তি; অপ্রিয় কাজে কঠোর পরিশ্রম করা ব্যক্তি; নির্বিকারে/নির্বিচারে বেগার খাটা ব্যক্তি (মা আমায় ঘুরাবি কত, কলুর চোখবাঁধা বলদের মত- রামপ্রসাদ; সমার্থক বাগধারা- ধোপার গাধা
কলে পড়া (ইঁদুর) কাঁদে পড়া
কলেপড়া ছকবাঁধা; গতানুগতিক; নিয়মবদ্ধ (রসকষহীন শহুরে কলেপড়া জীবনযাত্রার হাঁপিয়ে উঠছি।)
কলেবর দেহ, শরীর (দিন দিন কলেবর বৃদ্ধি পাচ্ছে।)
কলের গান গ্রামফোন
কলের পুতুল১ ব্যক্তিত্বহীন পুরুষ যে নিজের নির্দেশে নয় পরের নির্দেশে চলে; সমার্থক বাগধারা- ঢেঁকিকল
কলের পুতুল২ যে ব্যক্তির মতি স্থির নেই, একবার কথা বলে পরমুহূর্তে অন্য কথা বলে
কল্কে পাওয়া কলিকা পাওয়ার অনুরূপ
কল্পতরু অত্যন্ত উদার ও বদান্যব্যক্তি, যিনি সহজেই অন্যের ইচ্ছাপূরণ করেন (বাঙালী উপদেশে কল্পতরু)
কল্পলোক কল্পনার রাজ্য, মনগড়া রাজ্য
কল্লা/কহ্লার বুকে বল্লা১ শ্বেতপদ্মের বুকে বোলতা
কল্লা/কহ্লার বুকে বল্লা২ মধুলোভী ভ্রমর
কল্লা/কহ্লার ঘাড়ে বল্লার কামড় দুষ্টের শাস্তি
কষ উদ্যম (তোমার খুব কষ আছে দেখছি।)
কষকষ হিংসা ও প্রতিহিংসার অনুভূতি অর্থে দ্বিত্বশব্দ (রাগে শরীরটা কষকষ করছে।)
কষতে কষতে বাঁধনা ছেঁড়া অতি টানাটানির বিপত্তি
কষাকষি সহচরশব্দ; দুইপক্ষের মধ্যে দ্বন্দ্ব (দর কষাকষি, মন কষাকষি)
কষিত কাঞ্চন খাঁটি সোনা; খাঁটি লোক
কষ্টেসৃষ্টে সহচরশব্দ; অনেক/বহু কষ্টে; কোনমতে (অল্প আয়ে কষ্টেসৃষ্টে দিন চলে যায়।); সমার্থক বাগধারা- কায়ক্লেশে
কসবা গণ্ডগ্রাম, ছোট সহর, ভদ্রপল্লী, সমৃদ্ধ বসতি
কসম দিব্বি, শপথ (খুদার কসম আমি কিছু জানি না।)
কসরৎ অনুশীলন, অভ্যাসজনিত কৌশল, কায়দা (সাইকেল চালনা কসরৎ করছি।); সমার্থক বাগধারা- মেহনৎ
কসাই অত্যন্ত নির্মম ও স্বার্থপর ব্যক্তি; অন্যের দুঃখদুর্দশার প্রতি ভ্রূক্ষেপশূন্য (কসাই সম জবাই করে যে জাতির স্বার্থ।)
কসাইখানা অতি নির্মম স্থান
কসাইগিরি কসাইয়ের মতো ব্যবহার;হৃদয়হীন আচরণ কোথাও মানুষ নেই, সর্বত্র কসাইগিরি চলছে।)
কসাইয়ের হাতে পড়া নিষ্ঠুর ব্যক্তির খপ্পরে/পাল্লায় পড়া বা তার সংস্পর্শে আসা
কসুর অপরাধ, দোষ, ত্রুটি (হুঁজুর কসুর মাপ করবেন নেই)
কস্তাকস্তি সহচরশব্দ; কুস্তি (অনেক কস্তাকস্তি করে দাম কমিয়েছি); সমার্থক বাগধারা- কুস্তাকুস্তি; ধস্তাধ্বস্তি; পাল্লাপাল্লি; পীড়াপীড়ি
কস্তাকস্তি ধস্তাধস্তি বিশেষ চেষ্টা ও হাতাহাতি
কস্মিনকালে কখনো; কোনকালে (কস্মিনকালে এমন কথা শুনিনি।)
কহিয়ে বলিয়ে/ বলিয়ে কহিয়ে অনর্গল বক্তা
কহিয়ে বলিয়ে/ বলিয়ে কহিয়ে২ যে ভাল বলতে পারে; যে সাহস করে দু'কথা বলতে পারে
কাঁইমাই১ সহচরশব্দ; দুর্বোধ্য কথা/ভাষা (মাদ্রাজী ভাষায় কাঁইমাই করে কি বলল বুঝতে পারলাম না।)
কাঁইমাই২ নাকিসুরে কাতর অনুনয়-বিনয় (অন্যায় করে এখন কাঁইমাই করলে চলবে না।)
কাঁকলাস/কাকলাস১ গিরগিটি; সরীসৃপ জাতীয় প্রাণীবিশেষ
কাঁকলাস/কাকলাস২ অত্যন্ত কৃশলোক (লোকটার কাঁকলাসের মত চেহারা।)
কাঁকুড়লতার গর্ভধারণ নিজের মৃত্যু ডেকে আনা; সমার্থক বাগধারা- খাল কেটে কুমির আনা
কাঁখবিড়ালি বগলের ফোঁড়া
কাঁচকলা১ কিছু না, ফাঁকি, মিথ্যা (সবাই ভাল জিনিস পেলো আমার ভাগ্যে কাঁচকলা।); সমার্থক বাগধারা- অষ্টরম্ভা, কচু, কচু না ঘেচূ, বুড়ো আঙুল, লবডঙ্কা ইত্যাদি
কাঁচকলা২ কোনো ক্ষতি করতে অপারগ ব্যক্তির প্রতি বিদ্রুপবর্ষণ (তুমি আমার কাঁচকলা করবে।)
কাঁচঃ কাঁচঃ মণির্মণি যে যা, তাই থাকে
কাঁচপোকায় আরশোলা ধরা এমন অবস্থা যার থেকে নিস্কৃতি নেই।
কাঁচা আনাজ তরিতরকারী শাকসব্জি
কাঁচা অর্থ১ নগদে প্রচুর উপার্জন
কাঁচা অর্থ২ বিনা পরিশ্রমে অর্জিত অর্থ
কাঁচা অর্থ৩ হিসাব-বহির্ভূত পয়সা
কাঁচা কথা১ পরিবর্তনযোগ্য প্রাথমিক কথাবার্তা
কাঁচা কথা২ যু্ক্তিহীন বা মূল্যহীন কথা
কাঁচা কাজ১ অপটু হাতের কাজ
কাঁচা কাজ২ অবিবেচনাপ্রসূত কাজ, বোকামি (আমি কখনই কাঁচা কাজ করি না।)
কাঁচা কাঁঠালের বোঁটায় কীল/গোঁজ অসম্ভবকে সম্ভব করারা চেষ্টা; যা হবার নয় তাই করারা চেষ্টা
কাঁচা খাতা পরিবর্তনশীল; প্রাথমিক; খসড়া
কাঁচাখেকো দেবতা ঘুষখোর
কাঁচা খিস্তি অশ্লীল গালিগালাজ
কাঁচা খেউড় অশ্লীল ভাষায় রচিত লেখা গান ইত্যাদি
কাঁচা গুয়ে ঢিল মারা অপ্রীতিকর কাজ করা
কাঁচাঘর মাটি, বাঁশ ইত্যাদির ঘর ('নিজহাতে গড়া মোর কাঁচাঘর খাসা...')
কাঁচা ঘুম অপূর্ণ ঘুম; ঘুমের ঘোর কাটেনি এমন অবস্থা (বাঙালীর কাঁচা ঘুম ভাঙিয়ো না।)
কাঁচা টাকা/পয়সা১ নগদে প্রচুর উপার্জালীর
কাঁচা টাকা/পয়সা২ বিনা পরিশ্রমে অর্জিত অর্থ
কাঁচা টাকা/পয়সা৩ হিসাব-বহির্ভূত পয়সা
কাঁচাপাকা আধা কাঁচা আধা পাকা (কাঁচাপাকা চুল)
কাঁচাবয়স অপরিণত/কম বয়স, বয়সে তরুণ (কাঁচা বয়সে অনেকেই ভুল করে।)
কাঁচাবাজার শাকসবজি মাছ-মাংসের বাজার
কাঁচাবাঁশে ঘুণ ধরা১ অল্পবয়সে চিন্তাদিতে দেহ জীর্ণ হওয়া
কাঁচাবাঁশে ঘুণ ধরা২ অল্পবয়সে চরিত্র নষ্ট হওয়া/ বিগড়ানো
কাঁচাবুদ্ধি/মাথা অপরিণত বুদ্ধি; অল্পবয়স্ক ছেলেমেয়েদের মস্তিষ্ক
কাঁচামাটিতে পা দেওয়া ভুল জায়গায় আগ বাড়া
কাঁচামাল শিল্পের উপাদান (কাঁচামালের অভাবে উৎপাদন বন্ধ।)
কাঁচামাথা/বুদ্ধি অনভিজ্ঞ ব্যক্তির বুদ্ধি (এটা কোন কাঁচামাথার কাজ।)
কাঁচামিঠা কাঁচা অবস্থায় মিষ্টি এমন (কাঁচামিঠা আম)
কাঁচা রং অস্থায়ী রং যা উঠে যায়
কাঁচা রসিদ অস্থায়ী প্রাপ্তিস্বীকারপত্র
কাঁচা রাস্তা মাটির রাস্তা, বাঁধানো নয় এমন রাস্তা
কাঁচা লেখা১ অপরিণত হাতের লেখা
কাঁচা লেখা২ নিম্নমানের রচনা
কাঁচা সর্দি সর্দির প্রাথমিক অবস্থা
কাঁচা সোনা১ বিশুদ্ধ সোনা (কাঁচা সোনায় খাদ মিশিয়ে গহনা তৈরী করতে হয়।)
কাঁচা সোনা২ নিখাদ সুন্দর মানুষ ('দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা...'- নবনীদাস ক্ষ্যাপা বাউল)
কাঁচা সোনা৩ সুন্দর শ্রীযুক্ত শরীর (কাঁচা সোনা শরীর)
কাঁচা হলুদ অল্পবয়স্কা মেয়ে
কাঁচা হাত আনাড়ি; অপটু হাত; দক্ষতার অভাব; অনভিজ্ঞতা (কাঁচা হাতের কাজ।)
কাঁচা হাতের কাজ নানাখুঁতযুক্ত কাজ; ধরা পড়ে যাওয়ার মত বুদ্ধিহীনের কাজ (এই চুরিটা নেহাতই কাঁচা হাতের কাজ।)
কাঁচা হিসাব চুড়ান্ত নয় এমন হিসাব
কাঁচানো বেশ কিছু দূর অগ্রসর হয়ে সমস্ত কাজ পণ্ড করা
কাঁচানো পুনরায় পূর্বাবস্থা পাওয়ানো
কাঁচুমাচু/কাচুমাচু সহচর শব্দ; লজ্জা, ভয় ইত্যাদি কারণে সংকুচিত (মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে আছো কেন?); সমার্থক সহচর শব্দ-চুন্নিবিল্লি; জড়সড়
কাঁচে কাঞ্চনে সমান দুইয়ের পার্থক্য বোঝার বোধ নেই; গুণ ও নির্গুণের মধ্যে কোন পার্থক্য নেই; সমতুল্য- মুড়ি-মুড়কির একদর
কাঁচের ঘরে বসে ঢিল ছোঁড়া বোকার মত কাজ; তুলনীয়- যে ডালে বসে সেই ডাল কাটা
কাঁটা অন্তরায়, বিঘ্ন (আমি হলাম তার সুখের পথে কাঁটা।)
কাঁটাকুটা অন্তরায়, বিঘ্ন, জঞ্জাল (রাস্তাঘাট কাঁটাকুটায় ভর্তি।)
কাঁটাগাছের তলায় থাকা/বাস করা সবসময় বিপদের আশঙ্কায় থাকা
কাঁটা দিয়ে কাঁটা তোলা শত্রুর বিরুদ্ধে শত্রু লাগিয়ে উভয়কে নাশ করা
কাঁটা তোলা শত্রু নাশ করা
কাঁটা দেওয়া১ বাধা সৃষ্টি করা
কাঁটা দেওয়া২ রোমাঞ্চিত হওয়া, লোম খাড়া হওয়া (ভয়ে শরীরে কাঁটা দিচ্ছে।)
কাঁটাবন আগাছাপূর্ণ জঙ্গল (কাঁটাবনবিহারিণী সুরকানা দেবী. তাঁরি পদ সেবি, করি তাঁহারই ভজনা...'-রবীন্দ্রনাথ)
কাঁটা হওয়া ভয়ে শিউরে ওঠা সঙ্কুচিত হওয়া
কাঁটায় কাঁটায় ঘড়ি ধরে; ঠিক নির্দিষ্ট সময়ে; সময়ের এতটুকু ব্যতিক্রম না করে (কাঁটায় কাঁটায় কাজ করবে; কাঁটায় কাঁটায় হাজির হবে।)
কাঁঠাল পাকানো (কিলিয়ে) দ্রুত কার্যসিদ্ধির জন্য অস্বাভাবিক ব্যবস্থা অবলম্বন করা
কাঁঠালের আঠা যা সহজে ছাড়ে না (পিরিতি কাঁঠালের আঠা।) সমার্থক বাগধারা- এঁটুলি, ছিনে জোঁক
কাঁঠালের আমসত্ত্ব১ অবাস্তব/অলীক/অসম্ভব/কাল্পনিক বস্তু, যা হবার নয়; সমার্থক বাগধারা- অশ্বডিম্ব; আঁটকুড়ের ব্যাটা; আকাশকুসুম; এঁড়ে গরুর দুধ; ঘোড়ার ডিম, ভস্মকীট; সোনার পাথরবাটি; সোনার হরিণ; সাপের পাঁচ-পা ইত্যাদি
কাঁঠালের আমসত্ত্ব২ অর্থতঃ স্ববিরোধী বাক্য
কাঁঠালের ছাল রসকষহীন ব্যক্তি
কাঁড়ানো চালে তিন ঘা পাড় (ঢেঁকির পাড়) সম্পন্ন কাজে অনাবশ্যক পরিশ্রম
কাঁড়ি কাঁড়ি প্রচুর পরিমাণ অর্থে দ্বিত্বশব্দ (ওষুধের পিছনে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ হচ্ছে); সমার্থক বাগধারা- রাশি রাশি
কাঁদুনি গাওয়া সকাতরে অনুযোগ করা বা দুঃখ-অভাব-অভিযোগ প্রভৃতি প্রকাশ করা (অনেক হয়েছে আর কাঁদুনি গাইতে হবে নাা)
কাঁধ দেওয়া কোন বিষয়ের ভার লওয়া, সাহায্য করা
কাঁধে কাঁধ মেলানো পরস্পরে সহযোগিতা করা
কাঁধে কুড়ুল বনময় খোঁজা আপনভোলা লোক; সমতুল্য- 'কাঁধে গামছা ঘরময় খোঁজা'
কাঁধে ঝুলি নেওয়া ভিক্ষার জন্য বার হওয়া
কাঁধে নেওয়া দায়িত্ব নেওয়া (সংসারের দায়িত্ব আমি কাঁধে নিয়েছি।)
কাঁহাতক কতক্ষণ/কতকাল পর্যন্ত/কোন সীমা পর্যন্ত (কাঁহাতক এই অন্যায় সহ্য করা যায়?)
কা-কস্য-পরিবেদনা কার বিবেচনা বা চিন্তা; কে কার কথা ভাবে; বৃথা হাহুতাশ; সমতুল্য- 'কে কার ঝাড়ে বাঁশ কাটে'
কাককাঁকুড় জ্ঞান দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্য থাকলেও উভয়ের মধ্যে ভেদজ্ঞান
কাককাঁকুড় জ্ঞান নেই বোধশক্তি শূন্য
কাক-কোকিলে ভেদ ভালোমন্দ ভেদজ্ঞান
কাক-কোকিলের সমান দর ভালমন্দের তফাত না থাকা; ভালমন্দের তফাত করতে না পারা; তুলনীয়-আন্ধা নগরী চৌপাট রাজা টাক সের ভাজি টাকা সের খাজা'
কাকচক্ষু কাকের চক্ষুর মত নির্মল ('সে যেন গো কাকচক্ষু স্বচ্ছ দিঘিজল'-রবীন্দ্রনাথ
কাকজোছনা/জ্যোৎস্না শেষরাত্রির ম্লান জ্যোৎস্না, যে জ্যোৎস্নায় কাক দিনের আলো ভেবে জেগে ওঠে ('প্রভাত ভবিয়া কাক-জ্যোৎস্নায় জাগিয়া যেমন পাখী গান গায়'-নজরুল)
কাকতন্দ্রা/নিদ্রা১ কাকের মত সতর্ক সজাগ ঘুম, অগভীর পাতলা ঘুম
কাকতন্দ্রা/নিদ্রা১ কপট ঘুম
কাকতাল/কাকতালীয়ন্যায় আকস্মিক যোগাযোগজনিত ঘটনা কার্যকারণহীন দুটো ঘটনা; তালগাছে কাক বসামাত্র তালপতনের ন্যায় ঘটনা
কাকতালীয় ব্যাপার কার্যকারণ সম্পর্কবিহীন দুই ঘটনা; আকস্মিক সাদৃশ্য; আপাতদৃষ্টিতে মনে হয় সম্পর্কযুক্ত অথচ পরস্পর সম্পর্কহীন একসঙ্গে সংঘটিত দুই ঘটনা; হঠাৎ সংঘটিত বা আকস্মিক যোগাযোগজাত কোনো ঘটনা; তালগাছে কাক বসামাত্র তাল পতনের মত ঘটনা
কাকপক্ষ কানের পাশে ঝুলানো চুলের গোছা, কানপাটা, জুলফি
কাকপদ১ উদ্ধৃতি (“ ”) চিহ্ন
কাকপদ২ লেখায় বাদপড়া অক্ষরের স্থান নির্দেশক (^) চিহ্ন
কাকপদ৩ লেখায় শূন্যস্থান নির্দেশক (XXX) চিহ্ন
কাকপুচ্ছ কাকের মত পুচ্ছযুক্ত পাখি, কোকিল
কাকপুষ্ট অপরদ্বারা পুষ্ট, কোকিল
কাকফল নিমফল
কাকবন্ধ্যা একগর্ভা; এক সন্তানের জননী, এক প্রসবিনী; যে নারী একবার মাত্র গর্ভ ধারণ করে
কাকবলি কাককে আহারের জন্য দেয় নবান্নের অংশ
কাকভীরু প্যাঁচা
কাকভূষণ্ডী দীর্ঘজীবী; বহুদর্শী বয়োবৃদ্ধ লোক, বহু অভিজ্ঞাতাসম্পন্ন বৃদ্ধব্যক্তি
কাকভোর ভোরের যে সময় কাকেরা প্রথম ডাকা শুরু করে, খুব সকাল (আমি কাকভোরে বেড়াতে বেরুই।)
কাকলাস অত্যন্ত কৃশকায় ব্যক্তি
কাকলি অব্যক্ত মধুরধ্বনি ('কোকিলকাকলীকলকলৈ'-গীতগোবিন্দ)
কাকশীর্ষ কাস্তে আকৃতির সাদা বকফুল
কাকস্নান অল্পজলে স্নান; অল্প স্নান, তাড়াহুড়ো করে কোনমতে স্নান, সংক্ষিপ্ত গোসল
কা কস্য পরিবেদনা কে কার কথা ভাবে; বৃথা হাহুতাশ
কাকিলা (কোকিলা) বউ/বধু সন্তান প্রতিপালন করতে পারে না কিন্তু ন্যাকামী করে, এমন নারী
কাকুতিমিনতি / কাকুবাদ অনুনয়-বিনয়, কাতর বচন, সাধ্য-সাধনা (তোমার কাকুবাদে আমি ভুলছি না)
কাকের ছাঁ/ছা বকের ছাঁ/ছা // কাকের ঠ্যাঙ, বকের ঠ্যাঙ // কাগের ছা বগের ছা অত্যন্ত কুৎসিত লেখার ছাঁদ; সমার্থক বাগধারা- খুট আখর
কাকের বাসায় কোকিলের ছা পরের অন্নে প্রতিপালিত
কাকের পিছে ফিঙে লাগা কাউকে ব্যতিব্যস্ত করে তোলা
কাকের (খাবার) রাখা/লুকান এমন লুকানো যে পরে খুঁজে পাওয়া ভার; নিজে রেখে নিজেই না জানা
কাকুতি-মিনতি অনুনয়-বিনয় কাতর প্রার্থনা
কাকোদর কুৎসিত উদর, সাপ
কাগজপত্র দলিলজাতীয় প্রয়োজনীয় প্রমাণপত্রসমূহ; নানা ধরনের খুঁটিনাটি কাগজ
কাগজে কলমে লিখিতভাবে, মুখে মুখে নয়া থাকা
কাগাবগা উচ্ছৃঙ্খল, এলোমেলো/ছন্নছাড়াভাব, সামঞ্জস্যহীন অবস্থা (কাগাবগা করে খাচ্ছে।)
কাগের ছা বগের ছা কাগের ছা বগের ছার মত সাদাকালো লেখা অর্থাৎ অক্ষরের কোথাও কালি লাগা কোথাও কালি-না-লাগা; হাতের লেখায় ছেলেমানুষি ভাব; সমার্থক বাগধারা- কাকের ছা, বকের ছা
কাগুজে বাঘ কেবল কাগজেই আছে বাস্তবে নেই; মিথ্যা ভয়
কাঙলা আপনা সামলা আগে নিজে যে বাঁচা; পরে পরের উপকার কতা যাবে।
কাঙালপনা অতিশয় লোলুপতা
কাঙালি বিদায় অবজ্ঞার সাথে দান
কাঙালের ঘোড়ারোগ/ ঠাকুর ব্যাধি অযৌক্তিক আকাঙ্ক্ষা; দরিদ্রের সাধ্যতীত ব্যয়ের আকাঙ্ক্ষা/শখ
কাচুমাচু/ কাছুমাছু সহচর শব্দ; লজ্জা ভয় ইত্যাদি জনিত কারণে সংকুচিত ভাব (মুখ কাচুমাচু করে আসল কথাটা পাড়লো।); সমার্থক সহচর শব্দ- জড়সড়
কাচ্চাবাচ্চা বাচ্চার সহচর শব্দ কাচ্চা; কচি ছেলেমেয়ে; অতি অল্পবয়সী ছেলেমেয়ে (মেলায় কাচ্চাবাচ্চাদের ভিড় জমেছে); সমার্থক বাগধারা- কচিকাঁচা; বাচ্চাকাচ্চা
কাছাকাছি১ লাগোয়া (বাড়ীগুলি সব কাছাকাছি)
কাছাকাছি২ প্রায় সমান (কাছাকাছি বয়সের ছেলেমেয়েরা গুলতানি করছে)
কাছা আলগা/খোলা/ঢিলা অসতর্ক, অসাবধান,কমজোরি, কাণ্ডজ্ঞানহীন, ঢিলেঢালা, নিস্তেজ। পরোক্ষ বিষয়ে নজর নেই, বিশৃঙ্খল, বেখেয়াল ('নীলে সকল জমি নিলে জমিদার সব কাছা আলগা'- ঈশ্বর গুপ্ত); সমার্থক বাগধারা- মুক্তকচ্ছ
কাছা ধরা১ তোষামোদকারী, চাটুকার
কাছা ধরা২ পরনির্ভরশীল, স্বাধীনভাবে কাজ করতে অক্ষম
কাছায় হাগা কাপুরুষ, ভীরুতা প্রকাশ করা
কাছেকাছে সঙ্গেসঙ্গে (নাতিটা সবসময় তার কাছেকাছে থাকে)
কাছেপিঠে বেশি দূরে নয়, ধারেকাছে, সন্নিকটে (কাছেপিঠে থেকো বেশি দূরে যেও না)
কাজ আদায় করা কাজে নিযুক্ত লোককে খাটিয়ে খাজ লওয়া
কাজকর্ম১ একার্থক যুগ্মশব্দ চাকরি, জীবিকা, পেশা (কাজ কর্ম কিছুই নেই, ঘরে বসে আছি।)
কাজকর্ম২ দৈনন্দিন বিবিধ কার্য
কাজকাম/কাজকারবার১ কার্যমাত্র (আমার কাজকাম সব শেষ)
কাজকাম/কাজকারবার২ দৈনন্দিন কাজকর্ম (দিনের কাজকারবার শেষ।)
কাজ কী কি প্রয়োজন অর্থাৎ নিস্প্রয়োজন (আদার ব্যাপারীর জাহাজের খবরের কাজ কি?- প্রবাদ)
কাজ দেওয়া১ কাজে নিযুক্ত করা
কাজ দেওয়া২ দায়িত্ব অর্পণ করা
কাজ দেখা১ কাজের দেখাশুনা করা
কাজ দেখা২ চাকরি খোঁজা
কাজ দেখানো১ নিজের যোগ্যতা প্রমাণ করা
কাজ দেখানো২ কর্মব্যস্ততার ভান করা (পরোক্ষে কাজে ফাঁকি দেওয়া)
কাজও নেই কামাইও নেই১ নির্দিষ্ট কোন কাজ নেই, পরোক্ষে বিরামও নেই; অর্থাৎ কাজের কোন নিয়মবিধি নেই যখন যা আসে তাই করতে হয়
কাজও নেই কামাইও নেই২ অকাজে বা অকারণে ব্যস্ত
কাজপাগল/পাগলা কাজ করতে ভীষণ ভালোবাসে এমন, অস্বাভাবিকরকমের কাজের নেশাযুক্ত
কাজ বাগানো১ উদ্দেশ্য সিদ্ধি করা (সুযোগ বুঝে কাজ বাগিয়ে নিয়েছে)
কাজ বাগানো২ চাকরী জোগাড় করে নেওয়া (নেতা ধরে একটা কাজ বাগিয়েছি)
কাজ বাড়ানো অকাজ করে সময় নষ্ট করা এবং খাটনী বাড়ানো (দুরন্ত ছেলে ঘরের কাজ বাড়ায়)
কাজ হওয়া উদ্দেশ্য সিদ্ধ হওয়া (তুমি থাকাতে আমার কাজ হয়েছে; ওষুধটায় কাজ হয়েছে।)
কাজ হাসিল করা উদ্দেশ্য সিদ্ধ করা (তুমি থাকাতে আমার কাজ হয়েছে)
কাজলা কৃষ্ণবর্ণা (বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক্-বলা কাজলা দিদি কই- যতীন্দ্রমোহন বাগচী)
কাজিয়া ঝগড়া, বিবাদ (দুদলের মধ্যে কাজিয়া লেগেই আছে)
কাজীর বিচার১ অন্যায় বিধিবিরুদ্ধ পক্ষপাতদুষ্ট যুক্তিহীন বিচার; একপেশে বিচার; গোঁজমিল দিয়ে বিচার
কাজীর বিচার২ অপরাধীকে আগে ফাঁসি দিয়ে পরে বিচারের বিভ্রাট বা ভান
কাজীর বিচার৩ আধাআধি ভাগ করে সমস্যার সমাধান; তোমার অর্ধেক আমার অর্ধেক- মাঝামাঝি রফা
কাজে আসা/লাগা প্রয়োজনে লাগা, ফললাভ হওয়া ('চুপ করে বসে না থেকে তকলি কাটলেও কাজে আসে')
কাজেই/ কাজে কাজেই অতএব, সুতরাং
কাজেকর্মে সাংসারিক কাজে (মেয়েটি কাজেকর্মে বেশ ভালো)
কাজে ডাঁটো কর্মক্ষম; কাজে পটু;
কাজের কথা প্রয়োজনীয় কথা, সারকথা
কাজের কাজ উপযুক্ত, মুল্যবান কাজ (কাজ তো অনেক হয়, তবে কাজের কাজ খুব কম হয়)
কাজের কাজি উপযুক্ত ব্যক্তি, কর্মঠ, কাজে কুশল, যে কার্যত করে, শুধু মুখে বলে না (তুমিই হ'লে এই কাজের একমাত্র কাজি); সমার্থক বাগধারা- কাজে ডাঁটো
কাজের বাইরে/বার অনুপযুক্ত ব্যক্তি, অকর্মণ্য
কাজের থৈ নেই কাজের সীমা বা শেষ নেই
কাজের মাথামুণ্ড নাই কাজে শৃঙ্খলা নেই
কাজের লোক১ উপযুক্ত লোক; কর্মক্ষম, কর্মঠ
কাজের লোক২ চাকর
কাজের সময় কাজি প্রয়োজনে তোষামোদ (কাজের সময় কাজি, কাজ ফুরালেই পাজি- প্রবাদ)
কাজের হাতও নাই পাও নাই, মাথাও নাই মুণ্ড মাই কাজে শৃঙ্খলা নাই; কাজ কোথায় শুরু হবে কোথায় শেষ হবে তার ঠিক নাই
কাঞ্চনমূল্য১ স্বর্ণমুদ্রার মূল্যস্বরূপ দক্ষিণা
কাঞ্চনমূল্য২ অগ্নিমূল্য (বাজারে কাঞ্চনমূল্যে কাঁচা আনাজ কিনতে হচ্ছে)
কাটকাট মারমার করা কাটাকাটি, মারামারিতে উদ্যত; ঔদ্ধত্য প্রকাশ করা
কাটখোট্টা/ কাঠখোট্টা গোঁয়ার, রসকশহীন, রুক্ষপ্রকৃতি; শুষ্কহৃদয়, দয়ামায়াহীন (কাটখোট্টা লোক)
কাটগোঁয়ার/ কাঠগোঁয়ার অত্যন্ত একগুঁয়ে প্রকৃতি, অত্যন্ত গোঁয়ার, ভালমন্দ বোধহীন
কাটছাঁট একার্থক যুগ্মশব্দ; কিয়দংশ বাদ (পরিকল্পনায় কিছু কাটছাঁট করা হয়েছে); সমার্থক বাগধারা- ছাড়ছোড়, বাদসাদ ইত্যাদি
কাটতে কাটতে নির্মূল বড় জিনিস কাটতে কাটতে ছোট ছোট অযোগ্য অংশে বিভক্ত
কাটমোল্লা/কাঠমোল্লা অল্পশিক্ষিত গোঁড়া ধর্মজ্ঞানহীন সংকীর্ণমনা মুসলমান পুরোহিত; ধর্মজ্ঞানহীন ধর্মব্যবসায়ী; কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি
কাটা১ কর্রন/ ছেদন করা (চীনা মাঞ্জা সুতায় ব্রিজে সাইকেল আরোহীর গলা কাটছে।)
কাটা২ খনন কয়ড়া (খাল কেটে কুমীর আনা- প্রবাদ)
কাটা৩ খণ্ডন করা (অকাট্য যুক্তি কাটা বড় কঠিন।)
কাটা৪ অতিবাহিত করা (গাঁয়ের বাড়ীতে গ্রীস্মের ছুটিটা ভালোই কাটলো; বৃদ্ধবয়সে সময় যেন আর কাটতে চায় না।)
কাটা৫ আঁকা (বিধাতা মানুষের ললাটে যে দাগ কাটেন মোছা যায় না।)
কাটা৬ আবৃত্তি করা বা রচনা করা (তিনি মুখে মুখে ছড়া কাটতে পারেন।)
কাটা৭ পরিস্কার হওয়া ( রাতের মেঘ কেটে গিয়ে আকাশটা পরিস্কার হএয়ছে।)
কাটা৮ প্রভাব ফেলা (নেতার সুন্দর বক্তৃতা সকলের মনে দাগ কেটেছে।)
কাটা৯ ভঙ্গ হওয়া (মাঝে মাঝে তোমার গানের তাল কেটে যাচ্ছে।)
কাটা১০ লেখা (আমার নামে একটা চেক কেটে দাও।)
কাটা কইয়ের/পাঁঠার মত ছটফট করা নিদারুণ যন্ত্রণা ভোগ করা (ভাবার্থে)
কাটাকাটা১ ছাড়াছাড়া, স্পষ্ট স্পষ্ট (কথা)
কাটাকাটা২ জ্বালা ধরানো, তীক্ষ্ণ, মর্মভেদী (কথা)
কাটাকাটি১ তর্কাতর্কি (কথা কাটাকাটি ভাল লাগে না)
কাটাকাটি২ গণ্ডগোল, লাঠালাঠি (এলাকায় কাটাকাটি লেগেই আছে।)
কাটাকাটি মারামারি খুনোখুনি, হানাহানি (জাতে জাতে কাটাকাটি মারামারি লেগেই আছে।)
কাটা কান চুল দিয়ে ঢাকা বিপন্ন সম্মান কোনো প্রকারে রক্ষা করা; নিজের প্রতি অবমাননা গোপন করা
কাটাকুটা নৈবদ্যের উপকরণ, ফলমূলাদি
কাটাকুটি১ কেটে সংশোধন করা (লেখাটায় অনেক কাটাকুটি হয়েছে)
কাটাকুটি২ অবসান (দেনাপাওনা কাটাকুটি হয়ে গেছে)
কাটাকুটি৩ কাটার পর ছোট করে কোটা
কাটা ঘায়ে নুনের ছিটা১ অপমানের উপর অপমান; আঘাতের উপর আঘাত; আহতকে আরও কষ্ট দেওয়া
কাটা ঘায়ে নুনের ছিটা২ এককষ্টের উপর অন্যকষ্ট; যন্ত্রণার উপর যন্ত্রণা; যন্ত্রণা বৃদ্ধি (একে নিজের জ্বালায় মরছি আবার পুরানো কথা বলে কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া কেন?); সমার্থক বাগধারা- গোদের ওপর বিষফোঁড়া; মড়ার উপর খাঁড়ার ঘা
কাটা ছাঁটা১ আবশ্যকমত বাহুল্য বর্জন করা
কাটাছাঁটা২ প্রয়োজনমত ঠিক মাপ সই
কাটাছেঁড়া বিস্তৃত বিশ্লেষণ (পুলিশ ঘটনার কাটা ছেঁড়া করছে)
কাটান ছাড়ান সম্পূর্ণ বিচ্ছেদ; সকল সংস্রব, সম্পর্ক রহিত
কাঠ১ কঙ্কাল (দেহে কাঠ ছাড়া আর আছে কী?)
কাঠ২ নিস্পন্দ (ভয়ে কাঠ)
কাঠ৩ রসহীন (শুকিয়ে কাঠ)
কাঠকাঠ কর্কশ/রসকষহীন (কাঠকাঠ কথাবার্তা; চেহারাটা বড় কাঠাকাঠ); সমার্থক বাগধারা- চাঁচাছোলা/চাঁছাছোলা
কাঠখড় আয়োজন, জোগাড়যন্ত্র, চেষ্টা ও পরিশ্রম (অনেক কাঠ খড় পুড়িয়ে তবে কাজটা হয়েছে।)
কাঠখড় পোড়ানো অভীষ্টসাধনে বহুবিধ চেষ্টা ও উদ্যোগ আয়োজন করা (বিদেশ যেতে এখন অনেক কাঠখড় পোড়াতে হয়)
কাঠখোট্টা অনমনীয়, একগুঁয়ে, গোঁয়ার, রসকষহীন
কাঠগোঁয়ার অত্যন্ত গোঁয়ার/একরোখা প্রকৃতির লোক (তোমার মত কাঠগোঁয়ার দুটো দেখিনি); সমার্থক বাগধারা- গোঁয়ারগোবিন্দ
কাঠপুতুলি/কাঠের পুতুল১ অসার, নির্জীব, স্থির
কাঠপুতুলি/কাঠের পুতুল২ ব্যক্তিত্বহীন মানুষ
কাঠফাটা রোদ্দুর তীব্র রোদের তেজ, প্রচণ্ড রৌদ্র
কাঠবিড়ালীর সেতুবন্ধন নগণ্যের সাহায্য; কোন তুচ্ছ কাজ তুচ্ছ নয়
কাঠমোল্লা কাটমোল্লার অনুরূপ
কাঠি কাঠি অত্যন্ত সরু, কৃশ অর্থে দ্বিত্ব (কাঠি কাঠি হাত পা)
কাঠি দেওয়া১ উত্যক্ত/উত্তেজিত/বিরক্ত করা; পিছনে লাগা (পিছনে কাঠি দিতে সবাই পারে।)
কাঠি দেওয়া২ বাধার সৃষ্টি করা, বাগড়া দেওয়া (অন্যের কাজে কাঠি দিও না।)
কাঠি পড়া অনুষ্ঠান শুরু হওয়া (চড়কের/দুর্গাপূজার কাঠি পড়েছে।)
কাঠে কাঠে সমানে সমানে, সেয়ানে সেয়ানে (কাঠে কাঠে কাঠাকাঠি)
কাঠে কাঠে কাঠাকাঠি সমানে সমানে লড়াই; সমার্থক বাগধারা- 'যেমন কুকুর তেমন মুগুর'; 'সেয়ানে সেয়ানে কোলাকুলি'
কাঠে কাঠে পড়া সেয়ানে সেয়ানে মোকাবিলা
কাঠের ঘোড়া ধর্মরাজ (কড়ি পেলে কাঠের ঘোড়া হাঁ করে)
কাঠের পুতুল/কাঠপুতুলি১ নির্জীব, স্থির; সমার্থক বাগধারা- কলের পুতুল
কাঠের পুতুল/কাঠপুতুলি২ ব্যক্তিত্বহীন মানুষ
কাড়াকড়ি খুঁতযুক্ত/ভাঙা কড়ি; আলং- অতিতুচ্ছ, মূল্যহীন; সমার্থক বাগধারা- কানা/ফুটা কড়ি
কাড়াকাড়ি পরস্পরের কাছ থেকে ছিনিয়ে নেবার চেষ্টা; সমার্থক বাগধারা- টানাটানি
কাড়া-নাকাড়া ঢাকজাতীয় নানারকম ছোটবড় বাদ্যযন্ত্র (কাড়া-নাকাড়া বাজিয়ে নতুন দলের জন্ম হল।)
কাণ্ডকারখানা আচার-ব্যবহার, নানা ঘটনাসমূহ (তোমার কাণ্ডকারখানা দেখে সবাই হতবাক); সমার্থক বাগধারা- কর্মকাণ্ড, ক্রিয়াকলাপ/কাণ্ড ব্যাপার-স্যাপার
কাণ্ডজ্ঞান/ কাণ্ডাকাণ্ড-জ্ঞান/ কাণ্ডাকাণ্ডি জ্ঞান সহজাত বুদ্ধি; অবস্থা অনুযায়ী কর্তব্য-অকর্তব্যবোধ, বুদ্ধিবিবেচনা, ভালমন্দ বিচারের ক্ষমতা, উচিত-অনুচিতবোধ, (দেখে মনে হচ্ছে তুমি কাণ্ডজ্ঞান হারিয়েছো।)
কাৎলা/ কাৎলামাছ১ বিত্তশালী, ঘাঘুলোক
কাৎলা/ কাৎলামাছত২ বিরাট দাঁও
কাতার পংক্তি, শ্রেণী, সারি, বড় দল
কাতারে কাতারে সারিবদ্ধভাবে অজস্র সংখ্যায় (কাতারে কাতারে লোক আসছে)
কাদা ওড়ানো অঘটন ঘটানো; অসম্ভবকে সম্ভব করা
কাদা ওড়ানীর কাছে ধুলা উড়ানী অতিধূর্তের কাছে ধূর্তাপনা; সমার্থক বাগধারা- ভূতের কাছে মামদোবাজি
কাদা ছোঁড়াছুঁড়ি পরস্পরের নিন্দা করা, কুৎসা গাওয়া (দলে দ্বন্দ্ব, কাদা ছোঁড়াছুঁড়ি করে দলটা গেল।)
কাদায় গুণ ফেলা১ কষ্টকে কষ্ট না ভেবে নিজ উদ্দেশ্য সাধন করা
কাদায় গুণ ফেলা২ ধৈর্য ধরে থাকা ('সবুরেতে মেওয়া ফলে উতলায় কি ফল ফলে; থাকতে হয় লো কাদায় জলে গুণ ফেলে'- গোপাল উড়ে; (উড়িষ্যাবাসী গোপাল উড়ে ছিলেন বাংলা পালাগানের অভিনেতা ও পালাগান রচয়িতা)
কাদায় পড়া হাতী বিপদাপন্ন ক্ষমতাশালী ব্যক্তি
কাদালেপ্টা‌ কাদার ন্যায় লেগে থাকা (এ দুর্নাম তো সারাজীবন কাদালেপ্টা হয়ে লেগেই থাকবে।)
কানকথা১ কানে কানে বলা কথা, গোপন মন্ত্রণা
কানকথা২ বদনাম (বন্ধুদের সম্পর্কে আমি কানকথা শুনতে চাই না)
কান কাটা১ অপমান/হতমান করা (সবার সামনে তোমার কান কেটে দেব)
কান কাটা২ বুদ্ধিবলে পরাজিত করা
কানকাটা৩ নির্লজ্জ, বেহায়া, যে নিজের নিন্দা, গ্লানি শুনেও শোনে না (তোমার মত দু'কানকাটা দুটো আমি দেখিনি)
কান কাটা যাওয়া অপমানিত হওয়া, লজ্জিত হওয়া (তোমার ব্যবহারে আমার কান কাটা যাচ্ছে)
কান কামড়ানো অনুতাপ করা; নিজের জিদে কাজ করে ক্ষতি হলে সেজন্য দুঃখ করা।
কানখড়কে১ কুমন্ত্রণাদাতা
কানখড়কে২ শ্রবণে সতর্ক; তীক্ষ্ণশ্রবণশক্তিযুক্ত
কানখড়খড়ে শ্রবণশক্তি এমন প্রখর যে মৃদু শব্দও শুনতে পায়; সমার্থক বাগধারা- কানখড়কে
কান খাড়া করা মনোযোগী হওয়া, শোনার জন্য উৎকর্ণ/ব্যগ্র/সতর্ক হওয়া
কানচাটা কানের পাতায় ক্ষতরোগবিশেষ (গাফাটা গায়ে দাদ যার সদাই বিরস মন সুখ নেই তার- প্রবচন)
কানচাটা হাসি আকর্ণবিস্তৃত হাসি (মাড়ি বের করে কানচাটা হাসি হেসো না)
কান ঝালাপালা করা১ বিরক্তিকর কথা বলে জ্বালাতন করা; সমার্থক বাগধারা কানের কাছে ঘ্যানর-ঘ্যানর করা
কান ঝালাপালা করা২ বিরক্তিকর শব্দ করে জ্বালাতন করা (মাইকের আওয়াজে কান ঝালাপালা করছে।)
কান টানা উপলক্ষ ধরে লক্ষ্যে পৌঁছানো (কান টানলে মাথা আসে- প্রবাদ)
কান টানলে মাথা আসে সম্পর্কিত ব্যক্তি
কান থাকতে কালা অমনোয্টা
কান দেওয়া১ গ্রাহ্য করা (ওর কথায় কান দিও না)
কান দেওয়া২ মনোযোগ দেওয়া, মনোযোগ দিয়ে শোনা (ওর কথায় কান দাও)
কান নিয়ে গেল চিলে কানপাতলা লোক
কানপাটা কানের পাশের কুন্তল, জুলফি
কান পাতলা সহজেই বিশ্বাসপ্রবণ, শোনা কথায় প্রভাবিত হয়; নির্বিচারে অন্যের লাগানো কথায় বিশ্বাস করে (বড় কানপাতলা লোক)
কান পাতা১ শোনার জন্য শব্দাভিমুখে কান রাখা; শোনার জন্য উদ্গ্রীব ('আমি কান পেতে রই'-রবীন্দ্রনাথ)
কান পাতা২ গোপনে শোনা; সমার্থক বাগধার- আড়ি পাতা
কানপাতা৩ কানের দুল
কান পাতা দায় শোনার পক্ষে অসহ্য; কিছুই শোনা যাচ্ছে না এমন অবস্থয়া; ডিজের উচ্চ আওয়াজে কান পাতা দায়।)
কানফাটা কানের পর্দা ফাটার মত তীব্র শব্দযুক্ত, কর্ণবিদারক (কানফাটা আওয়াজ)
কানফুল কানের অলঙ্কার বিশেষ
কানবালা বলয়াকৃতি কানের অলঙ্কার বিশেষ
কান ভাঙানি/ভাঙানো১ অন্যের বিরুদ্ধে কুপরামর্শ দান; গোপনে অন্যের বিরুদ্ধে কুকথা বলে দুজনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করা(কান ভাঙাতে সবাই আছে।) সমার্থক বাগধার- কান ভারী করা; কানে মন্ত্র দেওয়া; ভাংচি দেওয়া
কান ভাঙানি/ভাঙানো২ কুমন্ত্রণা দিয়ে স্বদলে টানা
কান ভাঙানি৩ কুমন্ত্রণা দিয়ে বিবাদ সৃষ্টি করে এমন লোক; কুটনা /কোটনা
কান ভারী করা১ নানাবিরুদ্ধ কথা বলে অপ্রিয় করা; কান ভারাক্রান্ত করা (আমার নামে মিথ্যা বলে বাবার কান ভারি করেছিস।)
কান ভারী করা২ কুপরামর্শ/কুমন্ত্রণা দেওয়া সমার্থক বাগধার- কান ভাঙানো
কানমন্ত্রে মন নাশ কান ভাঙানিতে মনে মালিন্য জন্মে
কান মলা১ অপমান করা, অপদস্থ করা
কান মলা২ দোষ স্বীকার করা (ঘাট হয়েছে আমি কান মলছি)
কানমলা খাওয়া১ অপমানিত বা অপদস্থ হওয়া
কানমলা খাওয়া১ ঠেকে শিক্ষালাভ করা
কানাই-বলাই মুখ্য- কৃষ্ণ বলরাম; গৌণ- ভিন্ন হৃদয় বন্ধুদ্বয়
কানাইয়ের মা পরের সন্তানের মা
কানাকড়ি১ মুখ্য অর্থ- ছিদ্রযুক্ত,ফুটো বা ভাঙা কড়ি; আলং-অতি নগণ্য পরিমাণ, অত্যল্প অর্থ (আমার কানাকড়িরও সম্বল নেই); সমার্থক বাগধারা- ফুটো পয়সা
কানাকড়ি২ অতিতুচ্ছ মূল্য (কানাকড়ির মুল্য নাই, কিল মারার গোঁসাই- প্রবাদ)
কানা কলসির জল ক্ষণস্থায়ী বস্তু
কানাকানি সহচর শব্দ; কানে কানে নিভৃতে বলা; গোপন রটনা; চুপে চুপে বলাবলি; মন্ত্রণা (বিষয়টা নিয়ে সবাই কানাকানি করছে); সমার্থক বাগধারা- কানাঘুষা
কানাখোঁড়ার একগুণ বাড়া১ পঙ্গুর অনুভূতিশক্তি বেশি হয়
কানাখোঁড়ার একগুণ বাড়া২ গুণহীনের অহঙ্কার/বড়াই বেশি হয়
কানাগরু বামুনকে দান অপ্রয়োজনীয় জিনিস দান করে পূণ্যলাভের আকাঙ্ক্ষা
কানাগরুর ভিন্ন গোঠ (মাঠ)/পথ অবুঝে সোজা পথে হাঁটে না; বুদ্ধিহীন লোক যুক্তির ধার ধারে না
কানাগলি একমুখ বন্ধ গলি; আলং- দিশাহীন পথ
কানাগলিতে ঘুরে মরা নিস্কৃতির পথ হন্নে হয়ে খুঁজে মরা
কানাঘুষা/ঘুষো১ কর্ণে কর্ণে ঘোষণা; কানে কানে বলাবলি, চুপে চুপে বলাবলি; সমার্থক বাগধারা- কানাকানি
কানাঘুষা/ঘুষো২ গোপন রটনা (কানাঘুষায় কান দেবেন না; কেউ আমাকে বলে নি, কানাঘুষায় ব্যাপারটা জানতে পারলাম।)
কানাচি পাতা/মারা গোপনে শুনতে চেষ্টা করা (কানাচি মেরে কি শুনছো?)
কানাছেলের নাম পদ্মলোচন নির্গুণের মধ্যে গুণ খোঁজার হাস্যাস্পদ প্রয়াস; যার যে গুন নেই,সেই গুনের ভান করা; সমার্থক বাগধারা- কেলেবামুনের নাম গৌরাঙ্গসুন্দর, গোঙ্গাছেলের নাম তর্কবাগিশ, ঘুঁটেকুড়ুনির ব্যাটার নাম চন্দনবিলাস, ছাল নেই কুত্তার নাম বাঘা ইত্যাদি
কানামাছি খেলা ধরাছোঁয়া না দেওয়া (চোর-পুলিশে কানামাছি খেলছে)
কানায় কানায় কিনারা পর্যন্ত, পরিপূর্ণ (কলসীটা কানায় কানায় ভরা)
কানায়ে ভাগনা লম্পটচরিত্রের লোক; সমার্থক বাগধারা- কচুবনের কালাচাঁদ, কদম্বগাছের কানাই, ভাগনে কানাই
কানার মা প্রথম অন্তঃসত্বা নারী (গর্ভস্থ সন্তান অন্ধ বলে এই নামকরণ)
কানার মাঝে ঝাপসা মন্দের ভালো
কানী বিদ্রুপে- যেন দেখতে পায় না এমন নারী- গালিবিশেষ (রাজার আছে রাণী কানার আছে কানী-প্রবাদ)
কানীন এককথায় প্রকাশ শব্দ; কুমারীমেয়ের সন্তান (কর্ণ কুন্তীর কানীন পুত্র)
কানে আঙুল দেওয়া অশ্রাব্য কিছু শুনতে না চাওয়া; না শোনার চেষ্টা
কানে আসা/ওঠা শুনতে পাওয়া; শুনা (একথা যেন আমার কানে আর না আসে।)
কানে কানে অন্যে যেন শুনতে পায় না এমনভাবে; কানের কাছে মুখ নিয়ে গিয়ে মৃদুস্বরে; সমার্থক বাগধারা- চুপিচুপি
কানে খাটো কম শুনতে পায়; কিছুটা বধির (দাদু আমাদের একটু কানে খাটো।)
কানে তালা লাগা বিকট শব্দে কিছু শুনতে না পাওয়া (ডিজের আওয়াজে কানে তালা লাগছে।)
কানে তুলো গোঁজা ইচ্ছা করে না শোনা, ভ্রুক্ষেপ না করা (যতই বকো আর ঝকো কেনে গুঁজেছি তুলো।)
কানে তোলা১ বিষয় উল্লেখ করা; উত্থাপন করা (কথাটা মনিবের কানে তুললো।)
কানে তোলা২ গ্রাহ্য করা; মন দিয়ে শোনা; শোনানো (কথাটা মনিবের কানে তুললো।)
কানে ফুঁ দেওয়া চুপেচুপে কুপরামর্শ দেওয়া
কানে বাজা শ্রুতিকটু মনে হওয়া; সমার্থক বাগধারা- কানে লাগা২
কানে মন্ত্র দেওয়া কান ভাঙানো-এর অনুরূপ
কানে লাগা১ বিশ্বাসযোগ্য মনে হওয়া
কানে লাগা২ কানে কঠোর মনে হওয়া; শ্রুতিকটু মনে হওয়া; সমার্থক বাগধারা- কানে বাজা
কানে লাগা৩ শ্রুতিমধুর মনে হওয়া
কানে লেগে থাকা স্মৃতি জাগরূক থাকা
কানের মাথা খাওয়া গালিতে- শ্রবণশক্তি হারানো (কানের মাথা খেয়েছো নাকি, এত ডাকছি শুনতে পাচ্ছ না?)
কান্নাকাটি করা১ আধিক্য ভাবার্থে- সহচর শব্দ; প্রচুর ক্রন্দন (বৃথা কান্নাকাটি করে কোন লাভ হবে না।)
কান্নাকাটি করা২ অনুনয়-বিনয় করা; একান্ত আবদার করা (কান্নাকাটিতে চিঁড়া ভিজবে না।)
কাপড় খারাপ/নষ্ট করা ভয়ে বা বাহ্যের বেগ ধারণে অক্ষমতার ফলে কাপড় অপরিষ্কার করা
কাপড়-চোপড় বহুবচনার্থে সহচর শব্দ; বস্ত্রাদি (একটু বসো কাপড়চোপড় ছেড়ে আসি।); সমার্থক বাগধারা-

কাপড়জামা; পোশাকপরিচ্ছদ

কাপড়-জামা/ জামাকাপড় বহুবচনার্থে একার্থক যুগ্মশব্দ; বস্ত্রাদি (বেশি কাচাকাচি করলে কাপড়জামা নষ্ট হয়।)
কাপড়ে আগুন ঢাকা পাপ চাপা দেবার ব্যর্থপ্রয়াস
কাপড়েবাবু জামাকাপড়বিলাসী অল্পধনী, বাহ্যিক সভ্যব্যক্তি
কাপড়েহাগা অতি ভীরু
কাপ্তান/কাপ্তেন হীন আমোদপ্রমোদে রত ও ইয়ারদের পৃষ্ঠপোষক ধনীব্যক্তি
কাপ্তান বাবু অন্তঃসারশূন্য ব্যক্তি
কাপ্তেনি করা মস্তানি/সর্দারি করা
কাফের১ ইসলামবিরোধী লোক
কাফের২ পৌত্তলিক; বহু-ঈশ্বরবাদী
কাফের৩ ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি মুসলমানদের বিতৃষ্ণাজ্ঞাপক উক্তি
কাবার খতম, শেষ, সমাপ্তি (মাসকাবারে মাইনে পাবে; 'আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবাড়'- নজরুল)
কাবিল উপযুক্ত, লায়েক, যোগ্য (এই কাজের কাবিল লোক চাই।)
কাবু জব্দ, দুর্বল, বশীভূত; হীনবল (জ্বরে একেবারে কাবু; আমাকে কাবু করা সহজ নয় ইত্যাদি)
কামচোর১ আসঙ্গলিপ্সা
কামচোর২ কাজে ফাঁকিবাজ
কামড়াকামড়ি পরস্পর মারামারি (দুইদল কামড়াকামড়ি করছে)
কামধেনু অভীষ্টপূরণকারী; সকলের উপকারকারী
কাম নাই কামাইও নাই নির্দিষ্ট কোন কাজ নেই ফলে সর্বদা উদ্যোগী থেকে উপস্থিতমত কাজ করতে হয়
কাম ফতে অভিষ্ট সিদ্ধ; কার্যসিদ্ধ; সমার্থক বাগধারা- কেল্লা ফতে
কামলা১ দিনমজুর
কামলা (ন্যাবা রোগী) আপনা সামলা যে যার নিজেরটা দেখুক।)
কামাই১ উপার্জন; রোজগার (দালালীতে কামাই ভালোই হয়।)
কামাই২ বিরাম (কাজ নাই কামাইও নাই।)
কামাগ্নি অতি লালসা
কামানি ক্ষৌরকর্মের বেতন, নাপিতের আয়
কামাল অসাধারণ/প্রশংসনীয় কাজ, পরাকাষ্ঠা, বিস্ম‍য়কর সাফল্য (কামাল তুনে কামাল কিয়া ভাই- নজরুল)
কামিন নারীশ্রমিক (কোলিয়ারীর কুলি-কামিন)
কামিনী অতিশয় কামুকা নারী
কামিনী-কাঞ্চন নারী ও অর্থ, উভয়ের প্রতি আশক্তি (‘কামিনী-কাঞ্চন অনিত্য, একমাত্র ঈশ্বরই নিত্য’-রামকৃষ্ণ)
কামিয়াব সফল ('হাম হোঙ্গে কামিয়াব')
কায়কল্প আয়ুবৃদ্ধি ও যৌবনলাভের জন্য আয়ুর্বেদীয় চিকিৎসাবিশেষ
কায়কারবার দৈনন্দিন কাজকর্ম(সেরেস্তার কায়কারবার অচল)
কায়ক্লেশ/কায়ক্লেশে সহচর শব্দ; কায়িক পরিশ্রম; অভাব অনটনে, শারীরিক কষ্টভোগ করে; সমার্থক বাগধারা- কষ্টেসৃষ্টে
কায়দা কৌশল ('দায়ে পড়লে কায়দা বেড়োয় মস্তিস্ক ফুঁড়ে')
কায়দাকানুন রীতিনীতি (এখানকার কায়দাকানুন সব আলাদা)
কায়মনোবাক্যে দেহ মন ও বাক্যে, সর্বোতভাবে (আমি কায়মনোবাক্যে তোমার কুশল কামনা করি।)
কায়েম পাকা, বহাল, চিরস্থায়ী (চাকরিতে কায়েম হয়েছে; কায়েমি বন্দোবস্ত; কায়েমি স্বার্থ ইত্যাদি)
কারচুপি কৌশল; চালাকি; শঠতা (টাকার কারচুপি কে না করে।); সমার্থক বাগধারা- কারিকুরি, কারসাজি ইত্যাদি
কারণবারি/সলিল/সুধা কৌতুকে- মদ, সুরা ('দূর হোক নিরানন্দ এসো পান করি কারণসলিল'-বিসর্জন নাটক, রবীন্দ্রনাথ)
কারদানী/ কেরদানী কর্মকৌশল, বাহাদুরী (বেশি কারাদানী দেখাতে হবে না।)
কার বাপের সাধ্য কারো বাপের সাধ্যায়ত্ব নয় এমন মনোভাব (কার বাপের সাধ্য যে আমাকে এখান থেকে হটায়।)
কারবার কাণ্ডকারখানা (ওর কারবারটা দেখেছো!)
কারণ জল/বারি/সুধা ব্যাঙ্গার্থে- মদ ('বিপিনবাবুর কারণসুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা- (ফিল্মি গান)
কারণের আগেই কার্য আগাম সুখকল্পনা; সমার্থক ভাগধারা- আম না হতে আমসি/আমস্বত্ব, কালনেমির লঙ্কাভাগ, গাছ না উঠতে এককাঁদি, গাছে কাঁঠাল গোঁফে তেল, রাবণের ছাদনাতলা, রাম না হতেই রামায়ণ, হবু ছেলের অন্নপ্রাশন ইত্যাদি
কারসাজি চালাকি, প্রবঞ্চনা (কারসাজি করে ভাইয়ের সম্পত্তিটা দখল করল); সমার্থক বাগধারা- কারচুপি
কারিকুরি উপায়, দক্ষতা, শিল্পনৈপুণ্য (অল্পে সারো বেশি কারিকুরি করতে হবে না)
কারে পড়া ঝামেলা/ফ্যাসাদ/সঙ্কটে পড়া (আচ্ছা কারে পড়া গেল; কারে পড়ে গঙ্গাস্নান- প্রবাদ)
কার্তিক১ প্রশংসায়- অতিসুপুরুষ (আর্কিক জামাই হবে তোমার)
কার্তিক২ নিন্দায়- অতিকদাকার পুরুষ
কাল১ সর্বনাশের কারণ (তাকে সমর্থন করে আমার কাল হয়েছ।)
কাল কাটানো১ জীবনযাপন করা; জীবনধারণ করা (কোনমতে কাল কাটাচ্ছি।)
কাল কাটানো২ সময় অতিবাহিত করা; সময়ের অপচয় করা
কালক্ষয়/ক্ষেপণ সময় অতিবাহন বা নষ্ট (অযথা কালক্ষয় করো না); সমার্থক বাগধারা- কালযাপন, কালহরণ
কাল গোনা দীর্ঘ দিন ধরে অপেক্ষা করা ('এতদিন যে বসে ছিলেম পথ চেয়ে আর কাল গুনে, দেখা পেলেম ফাল্গুনে'- রবীন্দ্রনাথ); সমার্থক বাগধারা- দিন গোনা
কালগ্রাস মৃত্যু্র কবল (কালগ্রাসে পতিত হল); সমার্থক বাগধারা- কালের কবলে
কালঘাম মুখ্য অর্থ-- মৃত্যুকালীন ঘাম; গৌণ অর্থ- অতিশয় পরিশ্রমের ফলে নির্গত ঘাম; প্রচণ্ড পরিশ্রমে সর্বাঙ্গ সিক্ত (দাঁড় টানতে টানতে মাঝিদের কালঘাম ছুটছে।)
কালঘুম১ চিরঘুম; মৃত্যু; এমন ঘুম যা ভাঙতে চায় না
কালঘুম২ সর্বনেশে ঘুম, যারজন্য কোন অশুভ ঘটনা ঘটে
কালচক্র১ আবর্তমান কাল
চক্রের মত অবিরাম ভ্রমণশীল সময়
কালজ্ঞান যথাযোগ্য সময় অসময়ের বোধ
কালনেমির লঙ্কাভাগ ফললাভের আগেই ফলভোগের সুখকল্পনা; অতি আগাম পরিকল্পনা; অভিষ্টসিদ্ধির আগেই অনুকূল জল্পনাকল্পনা; সমার্থক বাগধারা- গাছ না উঠতেই এককাঁদি, রাবণের ছাদনাতলা, রাম না হতেই রামায়ণ, হবু ছেলের অন্নপ্রাশন ইত্যাদি
কালপেঁচা অত্যন্ত অশুভকর বা কালো ও কদাকার ব্যক্তি
কালপ্রাপ্তি মৃত্যু (গতকাল পিতার কালপ্রাপ্তি ঘটেছে।)
কালবেলা জ্যোতিষশাত্রমতে অশুভ সময়
কালবিলম্ব সময় অতিবাহন (কালবিলম্ব না করে চলে এস।)
কালযাপন সময় কাটানো/ক্ষেপ (অযথা কালযাপন কর না); সমার্থক বাগধারা- কালক্ষেপণ, কালহরণ
কালরাত্রি১ অশুভ রাত, যে রাতে কারো মৃত্যু হয়
কালরাত্রি২ হিন্দুঘরের বাসি বিয়ের পরবর্তী রাত
কালশশী/কালোশশী কৃষ্ণপক্ষের চাঁদ
কালশিটা আঘাতের ফলে রক্ত জমে উৎপন্ন কালো দাগ
কালসাপ ক্রুর/খলব্যক্তি, অনিষ্টকারী শক্তি, ভয়ানক হিংস্র (দুধকলা দিয়ে ঘরে কালসাপ পোষা-প্রবাদ)
কালস্রোত সময়ের অগ্রগতি ('কালস্রোতে ভেসে যায় জীবন,যৌবন ধনমান'- রবীন্দ্রনাথ)
কালহরণ কালযাপন-এর অনুরূপ (সবিস্তার বর্ণনে কালহরণ করিয়া পাঠকদিগকে আর কষ্ট দিবার প্রয়োজন নাই- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
কাল হওয়া মৃতপ্রায় হওয়া; ধ্বংসের কারণ হওয়া (বদসঙ্গই ওর কাল হয়েছে)
কালা/কালাচাঁদ শ্রীকৃষ্ণ ('কালারে তোর প্রেমে ভীষণ জ্বালা'-লোকগীতি)
কালা-কানুন অন্যায় বিধি; জনস্বার্থবিরোধী আইন
কালাকাল সুসময় ও দুঃসময়, শুভ ও অশুভ সময়
কালাগ্নি প্রলয়ঙ্কর/সৃষ্টিনাশক অগ্নি
কালাগুরু কৃষ্ণচন্দন
কালাচাঁদ১ প্রশংসার্থে- কালো সুন্দর ছেলে; সমার্থক বাগধারা- কেলে মানিক/সোনা
কালাচাঁদ২ নিন্দার্থে- দুশ্চরিত্র লোক (কচুবনের কালাচাঁদ)
কালাচাঁদ৩ বিদ্রুপে- কালো কুৎসিত ব্যক্তি, কলঙ্কিত ব্যক্তি
কালান্তক প্রলয়াঙ্কারী (কালান্তক সামুদ্রিক ঝড় আসছে)
কালাপানি১ সমুদ্র ('নিবিড় কালো কালাপানির কালো জলেই মুক্তা ফলে'- সত্যেন্দ্রনাথ দত্ত)
কালাপানি২ দীপান্তর দণ্ড; ভারত থেকে আন্দামানে নির্বাসন দণ্ড
কালাপাহাড়১ স্বধর্মদ্বেষী অত্যাচারী ও ভয়ংকর ব্যক্তি; প্রচলিত ধর্ম ও সংস্কারের বিরোধীব্যক্তি
কালাপাহাড়২ ভীষণ অত্যাচারী ও ক্রুর প্রকৃতির ব্যক্তি; চলিত সংস্কার বা রীতি নীতির ধ্বংসকারী
কালাপাহাড়ী কাণ্ড ধ্বংসলীলা (পিতৃপিতামহের কীর্তির প্রতি আমরা কালাপাহাড়ী করছি।)
কালাপুরুত তোতলা যজমান গুণে দুজনই সমান, যেন মণিকাঞ্চন যোগ
কালা/কালোবাজার যে বাজারে অবৈধ জিনিষ কেনাবেচা হয়।
কালামুখ/মুখো কলঙ্কলিপ্তমুখ, নির্লজ্জ, বেহায়া (এই বেহায়া কালামুখ আর দেখিয়ো না।)
কালাশুদ্ধি১ যে সময়ে কৃত ধর্মীয় ক্রিয়াকর্ম শুদ্ধ হয় না
কালাশুদ্ধি২ জ্যোতিষশাস্ত্রমতে অপ্রশন্ত ও অশুভ সময়
কালাশৌচ পিতামাতার মৃত্যুর কারণে বর্ষব্যাপী অশৌচ
কালা/কালোহাঁড়ি২ ঘোর কালো বর্ণ; সমার্থক বাগধারা-কালোকিষ্টি
কালখেকো কলম জিবচেরা ঝর্ণা কলম।
কালি দেওয়া কলঙ্ক লেপন করা
কালিদহ গভীর নদী ('কেলে হরি কৃষ্ণকালী কালিদহের কুল'; কালিদহের জলে ডুবে মর ইত্যাদি)
কালিদাস মহামুর্খ (যে ডালে বসে সেই ডাল কাটে)
কালির আঁচর অক্ষরজ্ঞান (কালির আঁচর নেইকো পেটে চণ্ডী পড়েন কালিঘাটে- প্রবাদ)
কালী বিদ্রুপে- কৃষ্ণবর্ণা নারী
কালীঘাটের কাঙালী নাছোড়বান্দা কাঙালী
কালীঘাটের চণ্ডীপাঠ যে পয়সা দিত ব্যবসাদার ব্রাহ্মণ তার মাথায় ফুল ছোঁয়াতো।
কালে কালে কালক্রমে, সময়ের উত্তরণে (কালে কালে কতই হল, পুলি পিঠের লেজ গজালো- প্রবাদ)
কালে ধরা/পাওয়া মৃত্যুর আলিঙ্গন; সমার্থক বাগধারা- কালের হাতে পড়া
কালেভদ্রে কদাচিৎ; খুব বেশি নয় (কালেভদ্রে এমন ঘটনা ঘটে); সমার্থক বাগধারা- অবরে-সবরে, কখনো-সখনো, নমাসে-ছমাসে
কালের আবার কালাকাল মৃত্যুর কোন সময় অসম নেই
কালের কবলে/হাতে পড়া মৃত্যু, সর্বনাশ, মৃত্যুর কবলে পড়া; সমার্থক বাগধারা- কালে ধরা
কালের করাল গ্রাস মৃত্যুমুখ; যমের কবল
কালো১ গোমড়া; বিষন্ন; মলিন (মুখ কালো করে দাঁড়িয়ে কেন?)
কালো২ মনের বিদ্বেষ ('সবারে বাসরে ভালো নইলে মনের কালো ঘুচবে না'-অতুলপ্রসাদের গান)
কালোকিষ্টি/হাঁড়ি অতিশয় কালো ও ময়লা; ঘোর কৃষ্ণবর্ণ
কালোটাকা অবৈধ উপায়ে অর্জিত টাকা (দেশে কালোটাকার পাহাড় জমেছে।)
কালোবাজার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস কেনা-বেচা
কালোমুখ অপ্রসন্ন গোমড়া মলিন মুখ (এমন কালো মুখ করে দাঁড়িয়ে আছো কেন?)
কালোয়াতি ব্যঙ্গে- ওস্তাদি (বেশি কালোয়াতি দেখিও না।)
কালোহাঁড়ি১ পোড়া অশুচি হাঁড়ি; ছুঁতো হাঁড়ি (কালহাঁড়ি ফেলে মারে কুলের বহুড়ি(কবি কঙ্কণ মুকুন্দরাম)
কাশীধাম হয়ে কাঞ্চীপুরম যাত্রা ঘুর/বাঁকা পথে কাজ সম্পন্ন করা; সমার্থক বাগধারা- অমরকণ্ঠ হয়ে অমরনাথ যাত্রা;ঢেঁকিশাল দিয়ে কটকযাত্রা;কানপুর হয়ে নাগপুরযাত্রা ইত্যাদি
কাশীধামে ভূমিকম্প অসম্ভব ব্যাপার (মানুষের বিশ্বাস যে শিবের থানে ভুমিকম্প হয় না।)
কাশীপ্রাপ্তি/ কাশীলাভ কাশীতে মৃত্যু; স্বর্গলাভ
কাশীয়াল কলঙ্কযুক্ত ব্যক্তি; লোকনিন্দা এড়াবার জন্য কাশীতে আশ্রয়গ্রহণকারী ব্যক্তি
কাশ্যপ গোত্র যার জাতি ও বংশ পরিচয় অজ্ঞাত (জাত খুইয়ে কাশ্যপ গোত্র; হরেদরে কাশ্যপ গোত্র।)
কাষ্ঠনির্মিত মস্তক আহাম্মক গবেট বোকা, হাঁদা ইত্যাদি; সমার্থক বাগধারা- ঘিলুহীন খুলি, নিরেট মাথা
কাষ্ঠহাসি লোক দেখানো আন্তরিকতাহীন নিরস শুস্কহাসি (ভদ্রতার খাতিরে সে শুধু কাষ্ঠহাসি হাসলো।)
কাহিল দুর্বল; নিস্তেজ; বেদম; শ্রান্ত (রোগে ভুগেভুগে কাহিল হয়ে পড়েছি।)
কিংকর্তব্যবিমূঢ় কি করতে হবে বুঝতে পারেনা এমন; কর্তব্য স্থির করতে না পেরে স্থির হয়ে থাকা (প্রচণ্ড বকুনি খেয়ে লোকটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল।); সমার্থক বাগধারা- ইতিকর্তব্যবিমূঢ়; এদিকও না- ওদিকও না; ন যযৌ ন তস্থৌ; ভেবাচেকা; সসেমিরা; হতবুদ্ধি ইত্যাদি
কিংপিন সব দুস্কর্মের হোতা
কিংবদন্তি/কিংবদন্তী জনশ্রুতি; জনরব; গুজব; মুখেমুখে প্রচলিত কথা; লোকপরম্পরায় শ্রুতকাহিনী
কিচকিচ/ কিচকিচানি/ কিচিরমিচির১ কোলাহল, গোলমাল ধ্বনি (সভায় কিচিরমিচির বন্ধ কর।)
কিচকিচ/ কিচকিচানি/ কিচিরমিচির২ ঝগড়া; বচসা; গালাগালি (সংসারে সারাক্ষণ কিচিরমিচির লেগেই আছে।)
কিছুকিছু১ অল্পপরিমাণ অর্থে দ্বিত্বশব্দ; অল্পস্বল্প; একটু-আধটু; সামান্যসংখ্যক (কিছুকিছু লোক ব্যাপারটা জানে।)
কিছুকিছু২ আবছা ধারণা ভাবার্থে দ্বিত্বশব্দ; উপর-উপর; ভাসাভাসা (ব্যাপারটার কিছুকিছু সবার জানা।)
কিছু-না-কিছু এটা নয় ওটা; অন্ততঃ কিছু পরিমাণ (চিল ছোঁ মারলে কিছু-না-কিছু নিয়ে ওঠে- প্রবাদ)
কিছুতেই না অবশ্যই নয়, একেবারেই নয় (আমি কিছুতেই যাব না।)
কিতাব-কীট খুব পড়ুয়া; সমর্থক বাগধারা- বইয়ের পোকা, গ্রন্থকীট
কিনার/কিনারা১ ধার; পাড়; প্রান্ত ('আমি তরী নিয়ে বসে আছি নদী কিনারে'-রবীন্দ্রনাথ)
কিনারা২ উপায়; নিস্পত্তি; মিমাংসা (মামলার কোন কিনারা দেখতে পাচ্ছি না।)
কিন্তু কিন্তু ইতস্ততঃ/দ্বিধাগ্রস্তভাব (অত কিন্তু কিন্তু করতে হবে না।);সমার্থক বাগধারা- আমতা আমতা
কিমাশ্চর্য্যমতঃপরম এরপর আর (অধিক) আশ্চর্যের কি আছে; কি অদ্ভুত ব্যাপার
কিম্ভুতকিমাকার অদ্ভুত/বিশ্রী আকার, কদাকার, বিকট দর্শন (এমন কিম্ভুতকিমাকাররূপ ধারণ করেছো কেন?)
কিম্মৎ দাম; মূল্য (এর কিম্মৎ যা লাগবে আমিই দেব।)
কিরকিরে বালির মত খরখরে
কিরা দিব্বি; প্রতিজ্ঞা (আল্লার কিরা আমি সত্য কথা বলছি।)
কিল খেয়ে কিল চুরি/হজম অপমানিত হয়ে অপমান গোপন করা; অপমানিত হয়েও চুপ থাকা
কিলবিল/কিলিবিলি বহুসংখক প্রাণীর একস্থানে জমায়েত এবং ইতস্ততঃ দ্রুত সঞ্চরণভাব (জলে পোকা কিলবিল করছে)
কিলিয়ে কাঁঠাল পাকানো১ অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করা
কিলিয়ে কাঁঠাল পাকানো২ অস্বাভাবিকভাবে দ্রূত কার্যসম্পন্ন করার চেষ্টা করা
কিলিয়ে কাঁঠাল পাকানো৩ অস্বাভাবিক উপায়ে কাউকে শাসন বা দমন করা
কিস্কিন্ধ্যাকান্ড তুমুল হট্টগোল; সমার্থক বগধারা- হৈ হৈ ব্যাপার
কিষ্কিন্ধ্যাবাসী/ কিস্কিন্ধিয়া সাধুভাষায় বানর বলে গালি (ব্যাটা কিস্কিন্ধিয়া)
কিসমৎ ভাগ্য (কিসমত কা খেল; আমার কিসমৎ কী আমি জানি না।)
কিসে আর কিসে অতি উত্তমের সাথে অতি অধমের তুলনা (কিসে আর কিসে, সোনা আর সিসে।)
কিস্তিমাত কার্যসফল; পূর্ণসফলতালাভ;সম্পূর্ণরূপে জয়লাভ (হেরেও তুমি জিতলে, তুমিই কিস্তিমাত করলে।)
কিষ্কিন্ধ্যাবাসী পরোক্ষে বানর বলে গালি
কীচকবধ নির্দয়ভাবে প্রহৃত, প্রচণ্ড প্রহার (উৎস- দ্রৌপদীকে অপমান করায় ভীম কীচককে মেরে অঙ্গপ্রত্যঙ্গ বিকৃত করে দিয়েছিলেন)
কীট অধম/নগণ্য/নিতান্ত তুচ্চ ব্যক্তি (নরকের কীট)
কীটাণুকীট/কীটস্য কীট অতি নগণ্য ব্যক্তি, অধমাধম, নিকৃষ্টতম
কীর্তি/ কীর্তিকলাপ১ সুু-অর্থে-কৃতিত্বের পরিচায়ক কাজ
কীর্তি/ কীর্তিকলাপ২ মন্দার্থে- অকাজ-কুকাজ (তোমার কীর্তিকলাপ সবাই জানে।)
কুঁকড়ি-মুকড়ি কুণ্ডলী পাকিয়ে রয়েছে এমন; জড়সড় (শীতে বা ভয়ে কুঁকড়িমুকড়ি হয়ে আছে।)
কুঁচকি-কণ্ঠা খাওয়া মাত্রারিক্তভোজন; সমার্থক বাগধারা- গণ্ডেপিণ্ডে গেলা
কুঁচাকাঁচা কচি ছেলেমেয়ে (রাস্তায় কুঁচাকাঁচাদের ভিড়।) সমার্থক বাগধারা- কাচ্চাবাচ্চা
কুঁজার/কুঁজির মন্ত্রণা দুষ্টের পরামর্শ
কুঁজোর ইচ্ছা অসমর্থের অভিলাষ
কুঁড়া/কুঁড়ো জালি১ মাছ ধরার ছোট জালবিশেষ
কুঁড়া/কুঁড়ো জালি২ বিদ্রুপে- বৈষ্ণবের জপমালার থলি
কুঁড়ে অলস; কর্মে অপটু
কুঁড়ের বাদশা ভয়ানক অলস; সমার্থক বাগধারা- গোঁফ খেজুরে; পি-পু-পি-সু
কুঁতকুঁতে অতি ক্ষুদ্র চোখ (ওটা হোঁদোল কুঁতকুঁতে।)
কুকুরকুণ্ডলী কুকুরের মত কুঁকড়ে শোয়া; কুণ্ডলাকৃতি কুকুরের মত জড়সড়
কুকুর পোষা কুকুরের মত হেয় জ্ঞান করা (কথা দিয়ে কথা না রাখতে পারলে আমার নামে কুকুর পোষো)
কুকুরে গোঁ একগুঁয়েমি; ভয়ানক জেদি; নাছোড়বান্দা
কুকুরে ঘুম পাতলা সচেতন ঘুম, সজাগ ঘুম
কুকুরে লেজ বাঁকাচরিত্রের লোক
কুকুরের আড়াই পাক স্বভাব দোষ; সমার্থক বাগধারা- গাধার জল খাওয়া, বিড়ালের তিন পা, শিয়ালের রা ইত্যাদি
কুক্ষিগত পুরোপুরি আত্মস্মাৎকৃত, সম্পূর্ণ অধিকৃত (ক্ষমতা কুক্ষিগত করতে দলের সর্বেসর্বা হয়েছে)
কুগ্রহ উৎপাত, উপদ্রব (আমার জীবনে সে মূর্তিমান কুগ্রহ); সমার্থক বাগধারা- ধনি
কুচকুচ উজ্জ্বল কালো রঙের ভাবপ্রকাশক (চুলগুলো কালো কুচকুচ করছে)
কুচুটে/কুচুণ্ডে কুটিক প্রকৃতির, হিংশুটে
কুছ পরোয়া নেই কোনো ভয় নেই; নির্ভয়ে থাকার আশ্বাস বেপরোয়া (কুছ পরোয়া নেই আমি আছি।)
কুটকচালি কলহ ও বিবাদবিসম্বাদ; সমার্থক বাগধারা- কচকচি
কুটকচালে দুর্বোধ্য ও তর্কবিতর্কের বিষয়ীভূত
কুটকুটানি অস্থিরতা, অস্বস্তিবোধ, ব্যগ্রতা (পয়সার কুটকুটানি- কাঁচা পয়সা হলেই খরচের জন্য কুটকুটানি বাড়ে।)
কুটিকুটি/কুটিপাটি আকুল, আটখানা, যেন টুকরা টুকরা হয়ে যাবে এমন (হেসে কুটিকুটি/কুটিপাটি)
কুটোকাটা অকিঞ্চিতকর জিনিসপত্র (ঘরে কিছু কুটোকাটা পড়ে রইল)
কুটনি/কুট্টনী১ কান ভাঙানি দিয়ে বিবাদ সৃষ্টি করে এমন নারী
কুটনি/কুট্টনী২ গুপ্ত প্রণয়ে সাহায্য করে এমন নারী (বৃন্দা কুটনি)
কুদরৎ/কুদরতি কৌশল, ক্ষমতা, গৌরব, দক্ষতা, নৈপুণ্য বাহাদুরি, সামর্থ্য ('কুদরৎ কা খেল'; কুদরতির জোরে রক্ষা পেয়েছি।)
কুনকি হাতি১ পোষমানা হাতি
কুনকি হাতি২ যে ব্যক্তি কৌশলে অন্যকে বশে আনে ও রাখে
কুনোব্যাঙ১ ঘরকুনো লোক; মুখচোরা; মেয়েমুখো
কুনোব্যাঙ২ বাইরের সংবাদাদি সম্পর্কে অজ্ঞ
কুনোব্যাঙ৩ সীমিত জ্ঞানসম্পন্ন ব্যক্তি; সমার্থক বাগধারা- কূপমণ্ডুক
কুপো ব্যঙ্গে- নাদাপেটা/পেটমোটা লোক
কুপোকাত পরাজিত, পর্যুদস্ত, বিধ্বস্ত
কুবেরের ধন/ভাণ্ডার সুবিপুল ধনসম্পদ; যে ঐশ্বর্য ফুরায় না
কুব্জার মন্ত্রণা কুমন্ত্রণা
কুমড়া গড়াগড়ি একসাথে অনেকলোকের কুমড়ার মত মাটিতে গড়াগড়ি; হৃষ্টপুষ্ট শিশুর গড়াগড়ি
কুমড়ো-পটাশ মোটাসোটা অকর্মণ্য লোক
কুমিরের কান্না/কুম্ভিরাশ্রু মায়াকান্না, লোক দেখানো কান্না; ধরা যায় এমন ভান; সমার্থক বাগধারা- ব্যাঙের শোকে সাপের চোখে জল, মাছের মায়ের কান্না ইত্যাদি
কুম্ভকর্ণ খুব ঘুমকাতুরে; যে খুব ঘুমাতে পারে; সহজে যাকে জাগানো যায় না এমন (কুম্ভকর্ণের ঘুম)
কুম্ভকর্ণের ঘুম/নিদ্রা১ যে নিদ্রা অতি দীর্ঘস্খায়ী এবং যে নিদ্রা থেকে কাউকে জাগানো সুকঠিন
কুম্ভকর্ণের ঘুম/নিদ্রা২ দীর্ঘকাল ধরে কোন কাজ অবহেলিত
কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ দীর্ঘকাল ধরে অবহেলিত কাজে সহসা হাত পড়া
কুম্ভিলক যে ব্যক্তি পরের পরের লেখা নিজের বলে চালায়
কুম্ভীপাক নরকবিশেষ (সংসারের কুম্ভীপাকে পুড়ে মরা সেও এক সুখ; স্বর্গে যেতে কে বা চায়?)
কুয়া/কুয়োর ব্যাং১ সংকীর্ণ অভিজ্ঞতাসম্পন্ন এবং জ্ঞানলাভে অনিচ্ছুক লোক
কুয়া/কুয়োর ব্যাং২ যে ব্যক্তি বাইরের কোন খবর রাখে না; সমার্থক বাগধারা- কূপমণ্ডুক
কুরবানি/কোরবানি১ মুসলমান ধর্মবিহিত পশুবলি
কুরবানি/কোরবানি২ আত্মবলিদান; উৎসর্গ (এ মেরে বতনকে লোগো জারা আঁখমে ভরলো পানি; জো শহীদ হুয়ে হ্যায় উনকি জারা ইয়াদ করো কুরবানি- লতার গান)
কুরুক্ষেত্র / কুরুক্ষেত্র কাণ্ড/ব্যাপার কাটাকাটি মারামারি ব্যাপার; তুমুল ঝগড়া; ভীষণ কলহ/গোলমাল (সভায় কুরুক্ষেত্র হচ্ছে); সমার্থক বাগধারা-খণ্ডপ্রলয়; তুলকালামকাণ্ড; ধুন্ধুমারকাণ্ড; লঙ্কাকাণ্ড ইত্যাদি
কুর্নিশ বিনম্র অভিবাদন ('আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিশ' নজরুল)
কুলকন্টক বংশের কলঙ্কস্বরূপ ব্যক্তি; যে লোক বংশের আপদ ডেকে আনে
কুলকলঙ্ক/কলঙ্কিনী বংশের গ্লানি বা অগৌরব; বংশের সম্মানহানিকারী পুরুষ বা নারী; কুলত্যাগিনী নারী
কুলকাঠের অঙ্গার/আগুন তীব্রদহনজ্বালা (কুলকাঠের আগুন খুব তেজালো হয়।)
কুলকুন্ডলিনী জীবনীশক্তি; প্রাণ-সঞ্জীবনী শক্তি
কুলগৌরব১ উচ্চবংশের অহঙ্কার; সমার্থক বাগধারা- কুলাভিমান, জাত্যভিমান
কুলগৌরব২ বংশের মুখ উজ্জ্বলকারী
কুলটা অসতী নারী; কুল/স্বামীগৃহ ত্যাগ করে যে রমণী
কুল মজানো বংশের সুনাম নষ্ট করা
কুল রাখা কি শ্যাম রাখা // কুল রাখি কি শ্যাম রাখি১ রাধার মানসিক দ্বন্দ্ব
কুল রাখা কি শ্যাম রাখা // কুল রাখি কি শ্যাম রাখি১ উভয়সেঙ্কট; সমার্থক বাগধারা- এগুলে সর্বনাশ পিছুলে নির্বংশ; এগুলে রাম পিছুলে রাবণ; করাতের দাঁত, যেতে কাটে আসতেও কাটে; জলে কুমীর ডাঙায় বাঘ; সাপের ছুঁচো গেলা ইত্যাদি
কুললক্ষ্মী বংশমর্যাদা বৃদ্ধি করে এমন নারী
কুলশীল বংশ ও চরিত্র পরিচয় (অজ্ঞাত কুলশীলকে ঘরে স্থান দিও না)
কুলহারা কুলত্যাগী (আমি কুলহারা কলঙ্কিনী আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী'- বাউলগান।
কুলাঙ্গার কুলের কলঙ্কস্বরূপ ব্যক্তি
কুলাভিমান আভিজাত্যের গর্ব; সমার্থক বাগধারা- জাত্যভিমান
কুলে কালি দেওয়া অকাজ-কুকাজ করে বংশকে কলঙ্কিত করা
কুলে বাতি দেওয়া বংশের অস্তিত্ব টিকিয়ে রাখা (তার মৃত্যুতে তার কুলে বাতি দেওয়ার কেউ রইল না।)
কুলের কথা অতীত জীবনের অপ্রীতিকর কথা।
কুলের কাঁটা বংশের সুনাম নষ্টকারী সন্তান
কুলের ধ্বজা নিন্দার্থে- কুলের কলঙ্ক
কুলের প্রদীপ বংশের একমাত্র সন্তান; সমার্থক বাগধারা- কুলের বাতি
কুলের বউ/কুলবধু সুচরিত্রা গৃহবধু; ভদ্রবংশের গৃহবধু ('কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ'-গান)
কুলের বাতি বংশের একমাত্র সন্তান; সমার্থক বাগধারা- কুলের প্রদীপ
কুলের বার স্বামী বা পিতৃগৃহত্যাগকারী কুলটা নারী
কুশীলব নাটকের পাত্রপাত্রী
কুষ্মাণ্ড (অকাল) অপদার্থ ব্যক্তি- গালিবিশেষ (অকাল কুষ্মাণ্ড)
কুসুমকুসুম অল্পগরম
কুস্তি জড়াজড়ি; মল্লযুদ্ধ (বাইরে কুস্তি ভিতরে দোস্তি।)
কূট১ অসরল; বক্র (কূটবুদ্ধি)
কূট২ জটিল; দুর্বোধ (কূট প্রশ্ন; কূটবাক্য)
কূট৩ কপট; জাল; মিথ্যা (কূটসাক্ষী)
কূট৪ শঠ (কূট চরিত্র)
কূটকচাল/কূটকচাল অনর্থক বকাবকি; ঘোরপ্যাঁচ; চুলচেরা তর্কবিতর্ক; বাজে তর্ক
কূটকচালে কলহপ্রিয়; ঘোরপ্যাঁচযুক্ত (বড় কূটকচালে লোক।)
কূটকৌশল চালাকি; চতুর কৌশল; ধান্ধাবাজী (একের বিরুদ্ধে অন্যকে লাগানোর কূটকৌশল।)
কূটতার্কিক যে ন্যায়বিরুদ্ধ তর্ক করে (যাকে বলে কূটাতার্কিক তাই আমি-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)
কূটনীতি১ কপটতা; কুটিলতাপূর্ণ নীতি
কূটনীতি২ জটিল রাজনীতি; রাষ্ট্র চালানোর উপযোগী কৌশলপূর্ণ নীতি
কূটাভাস অসম্ভব বা বিরুদ্ধ মনে হলেও প্রকৃতপক্ষে সত্য এমন বাক্যালঙ্কার; আপাতঃবিরোধী উক্তি; বিরোধাভাস ('ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে'।)
কূটভাষী নিজের স্বার্থ বজায় রেখে বিচক্ষণতার সাথে কথা বলে এমন
কূপমণ্ডুক/ কুয়ার ব্যাঙ১ কুয়ার ব্যাঙের মত সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন ব্যক্তি,
কূপমণ্ডুক/ কুয়ার ব্যাঙ২ ঘরকুনো ব্যক্তি, সঙ্কীর্ণচেতা ব্যক্তি; সমার্থক বাগধারা- কুনো ব্যাঙ
কূল আশ্রয় (অকূলে কূল পাওয়া; 'কূল ছেড়ে এসে মাঝ দরিয়ায় পিছনের পানে চাই'-আব্বাসউদ্দিন)
কূলকিনারা একার্থক যুগ্মশব্দ; গতি; নিস্কৃতি ('মিছে কেন বিবাদ করা কুলের করো কূলকিনারা'।)
কূলকিনারা না পাওয়া কোন দিশা না পাওয়া
কূলছাড়া উপায়হীন; দিশাহারা (কূলছাড়া মোর নেয়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)
কূলহারা দিশাহারা ('কুলহারা ঢেউ আমি নীড়হারা পাখি, অজানা সুখের আশায় শুধু চেয়ে থাকি')
কৃতকর্ম স্বীয়কৃত কাজ (কৃতকর্মের ফল সবাই ভোগ করে)
কৃতকার্য সফল (সে পরীক্ষায় কৃতকার্য হয়েছে।)
কৃতনিশ্চয় সাফল্য সম্পর্কে সংশয়হীন (সে কৃতনিশ্চয় যে পরীক্ষায় প্রথম হবে।)
কৃতবিদ্য বিদ্যান, মার্জিত, সুশিক্ষিত
কৃতসঙ্কল্প স্থির সিদ্ধান্তে উপনীত (দেশ ছাড়তে সে কৃতসঙ্কল্প। )
কৃতাঞ্জলিপুট জোড়হস্ত (হুজুর কৃতাঞ্জলিপুটে নিবেদন করি আমি এই কাজ করিনি।)
কৃপণের কড়ি খরচ না করে অত্যন্ত যত্নের সঙ্গে যে অর্থ সঞ্চয় করা হয়; অতিপ্রিয় বস্তু (অন্ধের নড়ি, কৃপণের কড়ি- প্রবাদ)
কৃষ্ণচতুর্দশীর চাঁদ শেষ অবস্থায় উপনীত
কৃষ্ণপ্রাপ্তি মৃত্যু
কৃষ্ণের জীব অসহায়; দুর্বল; নির্বিরোধী ও নিরীহ প্রাণী; করুণার পাত্র
কেঁচে গণ্ডুষ অসমাপ্ত কাজ পুনরায় সূচনা; নতুন করে আরম্ভ করা; আবার গোড়া থেকে শুরু করা
কেঁচে যাওয়া আয়োজন পণ্ড হওয়া; ভেস্তে যাওয়া (পরিকল্পনাটা কেঁচে গেছে।)
কেঁচো অতি হীনব্যক্তি, ভীরুপ্রকৃতির লোক (ভয়ে কেঁচো।)
কেঁচো খুঁড়তে সাপ সামান্য থেকে অসামান্য পরিস্থিতির উদ্ভব; সামান্য বিষয়ের অনুসন্ধানে গুরুতর বিষয় প্রকাশিত
কেঁচো দিয়ে কাৎলা ধরা অল্পচেষ্টায় বিরাট কাজ; অকিঞ্চিৎকর তুচ্ছ কিছু দিয়ে অসামান্য কিছু আয়ত্ত করা
কেঁদে কঁকিয়ে কান্নাকাটি ও কাতর অনুনয়বিনয় করে (কেঁদে কঁকিয়ে মাকে রাজি করিয়েছি।)
কেঁদে বাঁচা কোনক্রমে অব্যাহতি পাওয়া
কেউ-কেউ কোন কোন (কেউ কেউ আমাকে সমর্থন করবে।)
কেউ-না-কেউ/ কেউবা অনির্দিষ্ট কোন একজন, এ বা সে (কেউ-না-কেউ উপস্থিত থাকবে।)
কেউকেটা১ নগণ্য/সামান্য ব্যক্তি; যেমন-তেমন; যে-সে; হেয় করবার মত ('মন যে বড় কেউকেটা নয় মনের নিজের মর্জি আছে'।)
কেউকেটা২ গণ্যমান্য সম্মানীয় ব্যক্তি (তুমি এমন কিছু কেউকেটা নও।)
কেউটে ধরা বিপজ্জনক কাজ করা
কেচ্ছা কলঙ্ক কথা,কুৎসা নিন্দাচর্চা (নেতাদের কেচ্ছায় কান পাতা দায়।)
কেটে পড়া চলে যাওয়া, অজ্ঞাতসারে পলায়ন করা, বিপদবুঝে সরে যাওয়া (এখান থেকে কেটে পড়।); সমার্থক বাগধারা- পথ দেখা
কেঠো রুক্ষ; শ্রীহীন (কেঠো চেহারা)
কেতাদুরস্ত১ নিয়ম অনুসার দুরস্ত
কেতাদুরস্ত২ পরিপাটি; ফিটফাট; ফ্যাশন/রুচিসম্মত; বাহ্যিক চালচলনে নিখুঁত; (কেতাদুরস্ত পোশাক); সমার্থক বাগধারা- ধোপদুস্ত
কেতাব-কীট অক্লান্ত পাঠক; বইয়ের পোকা, যে সর্বদা বই পড়ে; সমার্থক বাগধারা- গ্রন্থকীট
কেতাবি যে ব্যক্তির পুঁথিগত বিদ্যা আছে কিতু হাতেকলমে শিক্ষা নেই (চাষ করা কেতাবি লোকের কাজ নয়)
কেনাকাটা সহচর শব্দ; ক্রয়; বাজারকরণ; মার্কেটিং (পূজার কেনাকাটা শুরু হয়ে গেছে।)
কেনারাম যে পরিশ্রম করে সম্পত্তি অর্জন করে (কেনারামের ভাগ্যে ভোগ নেই।)
কেবলমাত্র একার্থক যুগ্মশব্দ; একমাত্র; শুধু (কেবলমাত্র আপনার অনুরোধে এসেছি।); সমার্থক বাগধারা- শুধুমাত্র; তূলনীয়- জামাকাপড়; পোষাকপরিচ্ছদ; বাক্সপ্যাঁটরা; ভয়ডর; শঙ্কাভয় ইত্যাদি
কেয়াবাত১ প্রশংসাসূচক উক্তি
কেয়াবাত২ প্রশংসার আড়ালে নিন্দা; উপহাসে- বাঃ বাঃ বেশ বেশ
কেয়ামত মহাপ্রলয়, শেষবিচারের দিন (আমরা ক্রমশঃ কেয়ামতের নিকটবর্তী হচ্ছি।)
কেয়ার করা গ্রাহ্য করা; ভ্রুক্ষেপ করা; সমীহ করা (আমি কাউকে কেয়ার করি না; আমি তাকে থোড়াই কেয়ার করি); সমার্থক বাগধারা- তোয়াক্কা
কেরদানি/কেরামতি১ প্রশংসার্থে- কর্মক্ষমতা, কৌশল, নৈপুণ্য (তোমার কেরদানি আমার জানা আছে।)
কেরদানি/কেরামতি২ নিন্দার্থে- ক্ষতি করার ক্ষমতা (তোমার কেরদানি শেষ।)
কেলে কার্তিক/ভূত/হাঁড়ি কালো কদাকার ব্যক্তি
কেলে মানিক/সোনা প্রশংসার্থে- কালো সুন্দর ছেলে; সমার্থক বাগধারা- কালাচাঁদ
কেলে মানিক/সোনা নিন্দার্থে- কালো কুৎসিত ছেলে (শ্যাওড়া গাছের কেলেমাণিক)
কেলে বামুনের নাম গৌরাঙ্গসুন্দর নিরর্থক নামকরণের ব্যর্থপ্রয়াস; সমার্থক বাগধারা- কানাছেলের নাম পদ্মলোচন; গোঙ্গাছেলের নাম তর্কবাগিশ; ঘুঁটেকুড়ুনির ব্যাটার নাম চন্দনবিলাস; ছাল নেই কুত্তার নাম বাঘা ইত্যাদি
কেলোর কীর্তি গোলমেলে ব্যাপার, বিশৃঙ্খল কাজকর্ম, নটঘটি ঘটনা (আজকে ঘরে একটা কেলোর কীর্তি হবে।)
কেল্লা ফতে/কেল্লামাত/কেল্লা মারা কোন কঠিন বিষয়ে উদ্যোগ সফল; কাজ হাসিল; বাজিমাত (মার দিয়া ভাই কেল্লা আর আমাকে পায় কে।)
কেশাগ্র স্পর্শ করতে না পারা১ অপমান করতে না পারা
কেশাগ্র স্পর্শ করতে না পারা২ ধরাছোঁয়ার বাইরে থাকা
কেশাগ্র স্পর্শ করতে না পারা৩ বিন্দুমাত্র ক্ষতিসাধন করতে না পারা
কেষ্টবিষ্টু১ প্রশংসার্থে- সম্মানীয়/গণ্যমান্য ব্যক্তি; হোমরাচোমরা লোক
কেষ্টবিষ্টু২ বিদ্রূপে- নগণ্য সাধারাণ লোক
কেষ্টভজা তুচ্ছার্থে- বৈষ্ণব
কেষ্টলীলা বিদ্রুপে- নটঘটি কারবার; প্রমোদবিহার (ওখানে কেষ্টলীলা চলছে
কেশস্পর্শ/কেশাগ্রস্পর্শ করা ন্যূনতম ক্ষতিসাধন করতে পারে (তুমি আমার কেশাগ্রস্পর্শ করতে পারবে না।)
কেষ্টলীলা বিদ্রুপে- অবৈধসম্পর্ক; (উৎস- আয়ান ঘোষের ভাগনে শ্রীকৃষ্ণ ও পত্নী রাধার মামী-ভাগনের অবৈধসম্পর্ক)
কেস১ ঘটনা, ব্যাপার (সে এক মজার কেস।)
কেস২ মামলা (তার নামে একটা কেস ঠুকে দিয়েছি।)
কৈমাছের প্রাণ কড়া জান, যা সহজে মরে না
কৈফিয়ৎ আত্মপক্ষ সমর্থন (মিথ্যাকথা বলার কি কৈফিয়ৎ দেবে?)
কোঁচা দুলিয়ে বেড়ানো বাবুগিরি করা; দায়িত্বজ্ঞানহীন হয়ে আলস্যে দিন কাটানো
কোকিলা/কাকিলা বউ/বধু সন্তান প্রতিপালন করতে পারে না কিন্তু ন্যাকামী করে, এমন নারী
কোজাগর কে জাগর (কে জাগিতেছে?); লক্ষ্মীপূর্ণিমাতে কে জেগে আছে?
কোটনা/কোটনী কান ভাঙানি দিয়ে বিবাদ সৃষ্টি করে এমন পুরুষ বা নারী
কোণঘেঁষা অমিশুক; নির্জনবাসী, লাজুকপ্রকৃতির লোক
কোণঠাসা১ অপর সকলের চাপে জড়সড়
কোণঠাসা২ উপেক্ষিত; একঘরে (দলে সে কোণঠাসা হয়ে পড়েছে)
কোণঠাসা৩ সঙ্কীর্ণগন্ডীর মধ্যে আবদ্ধ
কোণঠাসা করা অবজ্ঞা করা; উপেক্ষা করা কোনভাবে যেন কিছু করতে না পারে সেই ব্যবস্থা করা; জব্দ করা; বেকায়দায় ফেলা
কোথায় আগরতলা, কোথায় চৌকিরতলা কিসে আর কিসে; উত্তমের সাথে অধমের তুলনা হয় না অর্থবোধক
কোথায় রাজাভোজ, কোথায় গঙ্গুতেলি কিসে আর কিসে; উত্তমের সাথে অধমের তুলনা হয় না অর্থবোধক
কোথায় রাণী ভবানী, কোথায় ফুলি মেছুনী কিসে আর কিসে; উত্তমের সাথে অধমের তুলনা
কোথায় হরিদ্বার, কোথায় গুহ্যদ্বার কিসে আর কিসে; উত্তমের সাথে অধমের তুলনা হয় না অর্থবোধক
কোদাল দিয়ে দাড়ি চাঁচা অসম্ভব বা ব্যর্থ প্রয়াস
কোনমতে অনেক কষ্টে কোন উপায়ে (অল্প আয়ে কোনমতে সংসার চলে।); সমার্থক বাগধারা- কষ্টেসৃষ্টে, কায়ক্লেশে
কোন মুখে১ কোন লজ্জায়; দেখাবার বা বলবার মত মুখ না থাকার ভাব (কোন মুখে আমি তার সম্মুখে গীয়ে দাঁড়াবো?)
কোন মুখে২ কোন গর্বে বা সাহসে (কোন মুখে তুমি এমন কথা বলছো?)
কোমর বাঁধা দৃঢ়সঙ্কল্প হয়ে কোন কাজে নেমে পড়া; সমার্থক বাগধারা- উঠেপড়ে লাগা
কোমর ভাঙা কোন কাজে নিরুদ্যম হওয়া
কোমরের জোর অবলম্বনের বল; সামর্থ্য (কোমরের জোর থাকলে লড়ে যাও।)
কোম্পানীর আমল ইংরাজী রাজত্বের সূত্রপাতকাল
কোয়াক অশিক্ষিত, প্রশিক্ষণপ্রাপ্ত নয়; সমার্থক বাগধারা- হাতুড়ে
কোয়াক ডাক্তার/বদ্যি চিকিৎসাশাস্ত্রে জ্ঞান ও দক্ষতা আছে বলে দাবি করে এমন ব্যক্তি; সমার্থক বাগধারা- হাতুড়ে ডাক্তার
কোরা কাগজ১ যে কাগজে লেখা হয়নি; আনকোরা
কোরা কাগজ অনাঘ্রাত পুস্পল; নিস্কলঙ্ক চরিত্র
কোরাস সমবেত ধ্বনি (ব্যাঙের কোরাস শুনছি, বৃষ্টি এলো বলে।)
কোর্টশিপ ইউরোপীয় প্রথায় বিবাহের পূর্বে পাত্রপাত্রীদের মধ্যে ভাবের আদান-প্রদান বা মন দেওয়া-নেওয়া; পূর্বরাগ
কোল-আঁচল শাড়ীর যে প্রান্ত কোলের কাছে থাকে
কোল-আঁচলে গিঁট সন্তানের মঙ্গলকামনায় মায়ের আঁচলে গেরো
কোল আলো করা ছেলে কোলের আলো স্বরূপ সুন্দর ফুটফুটে ছেলে
কোলকুঁজো শরীর কোমরের কাছে বাঁকা হওয়ার জন্য সামনের দিকে ঝুঁকে পড়েছে এমন
কোলজুড়ানো কোলে বসলে মায়ের মন জুড়ায় এমন
কোলজোড়া হয়ে থাকা১ মায়ের কোল অধিকার করে থাকা
কোলজোড়া হয়ে থাকা২ বেঁচেবর্তে থাকা; চিরজীবী হওয়া
কোলটানা ছ স্বার্থান্বেষী ব্যক্তি
কোলপাতলা ঘেঁষাঘেঁষি নয় কিছুটা দূরে দূরে (কোলপাতলা ডাগরগুছি লক্ষ্মী বলেন ঐখানে আছি- খনা)
কোলপোঁছা / কোলমোছা/ কোলের ছেলে কনিষ্টপুত্র
কোলে/কাঁধে পিঠে মানুষ শিশুকাল থেকে যত্নে প্রতিপালিত
কোলের ছেলে১ কনিষ্টপুত্র; সমার্থক বাগধারা- কোলপোঁছা
কোলের ছেলে২ নিতান্ত শিশু
কোস্তাকুস্তি ধস্তাধস্তি; লড়ালড়ি
কোহিনূর অতি মহার্ঘবস্তু
ক্যাঁকক্যাঁক করা কর্কশ স্বরে বিরক্তি/রাগ প্রকাশ করা
ক্যাঁচরম্যাচর একাধিক লোকের একত্র চিৎকার (ওখানে কিসের এত ক্যাঁচরম্যাচর হচ্ছে?)
ক্যাঁটক্যাঁটে / ক্যাটক্যাটে কর্কশ, চড়া, ধৃষ্টতাপূ্র্ণ, মর্মভেদী (ক্যাট ক্যাটে কথা; ক্যাট ক্যাটে রঙ; সমার্থক বাগধারা- চ্যাটাং চ্যাটাং, ট্যাঁকট্যাঁকে
ক্যাডার সংগঠনের কর্মীবৃন্দ (ক্যাডারভিত্তিক রাজনৈতিক দল)
ক্যাবলাকান্ত/ক্যাবল-রাম কিছু জানে না কিছু বোঝে না এমন, অনভিজ্ঞ, বোকা, স্থূলবুদ্ধিসম্পন্ন; সমার্থক বাগধারা- হাঁদারাম
ক্যাবলা হাকিম অনভিজ্ঞ বিচারক
ক্যারা১ উড়িয়া ভাবাপন্ন বাঙালি
ক্যারা২ (পোকা) খ্যাপামি, পাগলামি (মাথায় ক্যারা আছে।); সমার্থক বাগধারা- ছিট
ক্যালমা/ ক্যালি কেরামতি, ক্ষমতা, দক্ষতা, ইংরাজী শব্দ- calibre থেকে উতপন্ন সহুরে বাংলা (ক্যালি থাকলে চাকরি পেতে অসুবিধা হবার কথা নয়।)
ক্যালানো১ পেটানো (কেলিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দেবো।)
ক্যালানো২ অকারণে দন্তবিকশিত করা (দাঁত-ক্যালানে ছেলে)
ক্যাসেট উলটানো প্রসঙ্গ পরিবর্তন করা (এবিষয়ে অনেক আলোচনা হয়েছে এবার ক্যাসেট উলটানো যাক।)
ক্যাসেট বাজা অবিরাম কথা বলা; প্রলাপ বলা (এইরে ক্যাসেট বাজা শুরু হয়েছে এবার আমি পালাই।); সমার্থক বাগধারা- বকবক করা
ক্রন্দসী১ আকাশ ও পৃথিবী ('ঐ শুন দিশে দিশে তোমা লাগি কাঁদিছে ক্রন্দসী, হে নিষ্ঠুরা বধিরা ঊর্বশী'-রবীন্দ্রনাথ)
ক্রন্দসী২ রোরুদ্যমানা (উচ্চস্বরে ক্রন্দনরতা) রমণী ('ক্রন্দসী পথচারিণী, তুমি কোথা যাও তুমি কারে চাও?- রবীন্দ্রনাথ)
ক্রিয়াকর্ম ধর্মীয় বা সামাজিক অনুষ্টান; পূজাপার্বণ ইত্যাদি শাস্ত্রীয় কর্ম
ক্রিয়াকলাপ/কাণ্ড আচার-ব্যবহার (তোমার ক্রিয়াকলাপ ভাল ঠেকছে না।); সমার্থক বাগধারা- কাণ্ডকারখানা
ক্রীড়নক অপরের নির্দেশে চলা ব্যক্তি
ক্রোড়পতি অতিশয় বিত্তশালী ব্যক্তি (অতীতের লক্ষপতি); সমার্থক বাগধারা- ধনকুবের
ক্রোড়পত্র দলিলের অতিরিক্ত অংশ; গ্রন্থের শেষে যুক্ত গ্রন্থখণ্ড; সংবাদপত্রের সাময়িকী
ক্রোধবহ্নি/ক্রোধানল প্রচণ্ড রাগ
ক্রোধান্ধ হিতাহিত জ্ঞানশূন্য
ক্লিশে বহু ব্যবহারে জীর্ণ
ক্লীব কাপুরুষ, ব্যক্তিত্বহীন পুরুষ; পুরুষত্বহীন ব্যক্তি
ক্ষণজন্মা পূণ্যবান, ভাগ্যবান, শুভক্ষণে যার জন্ম (ওটি ক্ষণজন্মা ছেলে বেঁচে থাকলে দেশের মুখ উজ্জ্বল করবে।)
ক্ষণপ্রভা বিদ্যুৎ ('ক্ষণপ্রভা প্রভাদানে বাড়ায় মাত্র আঁধার পথিকে ধাঁধিঁতে'- মাইকেল মধুসূদন)
ক্ষণভঙ্গুর অল্পকালের মধ্যেই ভেঙে যায় বা নষ্ট হয় এমন;
ক্ষমতার চিটেগুড় ক্ষমতার লোভ
ক্ষমাঘেন্না করা প্রায় সমার্থক সহচর শব্দদ্বয়;দোষ মার্জনা করা ও দয়া দেখানো (ক্ষমাঘেন্না করে সকলে খেয়ে নেবেন।)
ক্ষীণকটি/মধ্যা সরু কোমরযুক্তা নারী
ক্ষুণ্ণিবৃত্তি ক্ষুধার উপশম/নিবারণ; ভোজন (ঘরে ক্ষুণ্ণিবৃত্তি করার মত কোন খাবার নেই।)
ক্ষুরধার বুদ্ধি/ লেখনি ক্ষুরের মতো তীক্ষ্ণ ধারবিশিষ্ট বুদ্ধি বা লেখনী
ক্ষুরে ক্ষুরে দণ্ডবৎ ব্যঙ্গার্থে- পরোক্ষভাবে অপরকে পশু বলে তার নিকট নিষ্কৃতি প্রার্থনা (হুঁজুর মা-বাপ আপনার ক্ষুরে ক্ষুরে দণ্ডবৎ।)
ক্ষেত বুঝে পাঠ দেশকাল বুঝে কাজকর্ম ্করা

সম্পাদনা

বাগধারা অর্থ
খই ঢেকুর চোঁয়া ঢেকুর
খই ফোটা (মুখে)১ অনর্গলভাবে কথা বলা; অনবরত বকবক করা (ছেলেটার মুখে যেন খই ফুটছে।)
খই ফোটা (মুখে)২ জোরে কথা বলা (ছেলেটার মুখে যেন খই ফুটছে।)
খই ভাজা নিতান্ত অকিঞ্চিৎকর কাজ (খই ভাজার দল)
খই ভাজার দল যে রাজনৈতিক দল জনগনের কোন উপকারে আসে না।
খইয়ের/খয়ের বন্ধন/ খয়ের বাঁধন১ খুঁটি ঘিরে দুই হাতে খই গ্রহণহেতু বন্ধন
খইয়ের/খয়ের বন্ধন/ খয়ের বাঁধন১ উভয়সংকট, কিংকর্তব্যবিমূঢ়তা; ধরতেও পারি না, আবার ছাড়তেও পারি না- এমন মানসিক অবস্থা; উভয়সংকটে পড়ে কিংকর্তব্যবিমূঢ় হওয়া; কঠিন পরিস্থিতিতে পড়ে হতবুদ্ধি হওয়া। (আমি খইয়ের বন্ধনে পড়েছি, ডাক্তার হব না ইঞ্জিনিয়ার হব ভেবে ঠিক করতে পারছি না।); সমার্থক বাগধারা- লাজাবন্ধনন্যায়
খইয়ের/খয়ের বন্ধন/ খয়ের বাঁধন৩ নির্বোধের মনোকষ্ট
খগাবগা১ পাখীদের আঁকাবাঁকা চলন এবং ফেলা চড়া করে খাওয়ার ভাব থেকে- নোংরা্, ফেলাছড়া, বিক্ষিপ্ত, বিশৃঙ্খল (খগাবগা করে খাওয়া শেষ করল।)
খগাবগা২ সুশিক্ষারহিত (খগাবগাগোছের লেখাপড়া শেখা।)
খচখচ১ অস্বস্তিকর বেঁধার অনুভূতির ভাবসূচক দ্বিত্বশসব্দ (একটা অস্বস্তি মনের মধ্যে খচখচ করছে।)
খচখচ২ অতি দ্রুততার সাথে কাটার ভাবসূচক দ্বিত্বশব্দ (কিছু না ভেবে লেখাটা খচখচ করে কেটে দিল।)
খচখচানি/খচখচি সহচর শব্দ; ক্রমাগত বকুনি/তিরস্কার; খিচখিচ করা; বাদানুবাদ; তর্কবিতর্ক; কলহ (বেশি খচখচি ভাল লাগে না।); সমার্থক বাগধারা-কচকচি)
খচমচ/খচোমচো১ করতাল খঞ্জনি ইত্যাদি বাজাবার কর্কশ শব্দ
খচমচ/খচোমচো২ কাগজ ইত্যাদি নাড়াচাড়া করার বা দলা পাকাবার শব্দ (প্যাকিংবাক্সের মধ্যে বিড়ালটা খচমচ করছে।)
খচমচ/খচোমচো৩ গণ্ডগোল, গোলমেলে ব্যাপার (দুভাইয়ের মধ্যে সমসময় খচমচ লেগেই আছে।)
খচা/ খচানো (অশালীন) রেগে যাওয়া/ রাগিয়ে দেওয়া (আমার কথায় সে খচেছে।)
খচাখচ১ নিরবচ্ছিন্নতাভাবব্যঞ্জক (স্টেডিয়াম খচাখচ ভর্তি।)
খচাখচ২ অতিদ্রুততাভাবব্যঞ্জক (লেখাটা খচাখচ করে কেটে দিলো।)
খচে বোম/লাল (অশালীন) রেগে আগুন (তোমার কথা শুনে সে একেবারে খচে বোম হয়ে গেছে।)
খচো (অশালীন) রাগীলোক (তোমার মত খচো আগে আমি দেখেনি।)
খচ্চর১ দুর্বৃত্ত, বদমাইশ লোক, অতিধূর্ত- গালিবিশেষ (লোকটা আচ্ছা খচ্চর তো।)
খচ্চর২ ব্যঙ্গার্থে- জারজসন্তান- গালিবিশেষ
খচ্চর (তিলে) দাগী বদমাইশ; সমার্থক বাগধারা- হাড়ে হাড়ে বদমাইশ
খঞ্জন-নয়ন/নয়না চটুল সুন্দর নয়নযুক্ত পুরুষ বা নারী
খটখটানো খটখট শব্দ করা; দরজায় কড়া নাড়া
খটখটে জলহীন শুস্কতাভাবব্যঞ্জক (রাস্তাঘাট খটখটে)
খটখটে বাতাস আর্দ্রতাহীন শুষ্ক বাতাস
খটখটে রোদ সহচরশব্দ; প্রখর রদ্দুর (খটখটে রোদে বেড়িয়ো না।)
খটমট/খটোমটো সহচরশব্দ; কঠিন; জটিল; দুর্বোধ্য (খটমট বিষয়; বড় খটমট অঙ্ক।)
খটাখটি সহচরশব্দ; নিরন্তর ঝগড়াঝাটি (স্বামীস্ত্রীর মধ্যে দিনরাত খটাখটি লেগেই আছে।); সমার্থক বাগধারা- খিটিমিটি
খটাশ/খাটাশ/খট্টাশ১ গায়ে তীব্রগন্ধযুক্ত জন্তু
খটাশ/খাটাশ/খট্টাশ২ নোংরাস্বভাবের লোকের প্রতি গালিবিশেষ
খড়কুটো ধরে বাঁচা শেষমুহুর্তে তুচ্ছ সাহায্য নেওয়া
খড়খড়ে১ সহচর শব্দ; অত্যন্ত শুকনো; শুকনো খড়ের মত (খড়খড়ে গামছায় গা মোছা যায় না।)
খড়খড়ে২ তীব্রশ্রবণশক্তিসম্পন্ন (কড়খড়ে কান)
খড়মপেয়ে যার পা খড়মের মতো, চলবার সময় পদতলের মাঝখান ভূমি স্পর্শ করে না; গালিবিশেষ
খড়মপায়ে গঙ্গাপার অসম্ভবকাজ, অসাধ্যসাধন, উচ্চাশা ইত্যাদি; সমার্থক বাগধারা-কলার ভেলায় সাগরপার; নরুণে তালগাছকাটা; মুড়াকোদালে দিঘিকাটা, শামুক দিয়ে পুকুরসেঁচা ইত্যাদি
খড়ের আগুন১ ক্ষণস্থায়ী বিষয় (খড়ের আগুন যেমনি জ্বলে তেমনি নেভে- প্রবাদ)
খড়ের আগুন২ উগ্রপ্রকৃতির লোক, যে দপ করে রেগে যায় আবার অপ্লতেই ঠাণ্ডা হয়; রুক্ষপ্রকৃতি লোক
খড়ের আগুন৩ খুব উৎসাহে কাজ আরম্ভ করে কিন্তু উৎসাহ বেশিক্ষণ স্থায়ী হয় না
খড়ের গাদায় ছুঁচ খোঁজা অসাধ্য কাজ সাধনের চেষ্টা
খড়্গহস্ত অত্যন্ত ক্রুদ্ধ; ক্ষিপ্ত; পারলে মাথা কেটে নেবে এমন ভাব প্রহারে উদ্যত; মারমুখি (সবাই তোমার উপর খড়্গহস্ত।); সমার্থক বাগধারা- খাপ্পা
খণ্ডকপাল/খণ্ডকপালে/ খণ্ডকপালিয়া দুর্ভাগ্য; ভাঙা কপাল; মন্দভাগ্য
খণ্ডপ্রলয় তুমুল ঝগড়া, দাঙ্গাহাঙ্গামা, ভীষণ গোলমাল, মারামারি, ভীষণ ব্যাপার (ঘরের মধ্যে এতক্ষণে

বোধহয় খণ্ডপ্রলয় বেঁধে গেছে।);সমার্থক বাগধারা- কুরুক্ষেত্র; তুলকালামকাণ্ড; ধুন্ধুমারকাণ্ড, মহামারীকাণ্ড, লঙ্কাকাণ্ড ইত্যাদি

খণ্ডযুদ্ধ তীব্র বাদানুবাদ (দুজনের মধ্যে খণ্ডযুদ্ধ লেগে গেছে।)
খণ্ডাখণ্ডি প্রবাল মারামারি (দুই ভাইয়ের মধ্যে খণ্ডাখণ্ডি চলছে।)
খতম শেষ, সমাপ্তি (খেল খতম, পয়সা হজম; গল্প খতম)
খতম করা১ শেষ করা; সমাপ্ত করা (কাম খতম করে সব চলে গেছে।)
খতম করা২ মেরে ফেলা; সাবাড় করা (দুশমন খতম করা)।
খতম পড়া সমগ্র কোরআন পাঠ করা।
খতরনক/ খতরা বিপজ্জনক; ভীতিপ্রদ; অনিষ্টের আশঙ্কা; বিপদ; ভয় ইত্যাদি
খতানো/খতিয়ে দেখা১ হিসাবনিকাশ করা
খতানো/খতিয়ে দেখা২ বিবেচনা করা (তোমার আবেদন আমি খতিয়ে দেখবো।)
খনখনে ধ্বনাত্মক অনুকারশব্দ; কর্কশ আওয়াজ (খনখনে গলার গান)
খনি ঐশ্বর্যের ভাণ্ডার, রত্নের আকর (মহাভারত খনিস্বরূপ, কথায় বলে- যাহা নাই ভারতে তাহা নাই ভারতে।)
খপ করে শীঘ্র বা হঠাৎ কিছু করে ফেলা (খপ করে ধরে ফেলল।); সমার্থক বাগধারা- হট করে
খপ্পর কবল; পাল্লা; ফাঁদ (ছেলেটা এক বদলোকের খপ্পরে পড়েছে।)
খবর করা খোঁজ নেওয়া; ডেকে পাঠানো (আজিই ছেলেটির খবর কর।)
খবরগিরি১ খোঁজ-খবর নেওয়ার কাজ
খবরগিরি২ গোয়েন্দার কাজ
খবরগিরি২ তত্ত্বাবধান (করিবে খবরগিরি রাখিবে হুরমতে); সমার্থক বাগধারা-খবরদারি
খবরদারি১ তত্ত্বাবধান; নজরদারি
খবরদারি২ চোখরাঙানি; দাদাগিরি; হুঁসিয়ারি (পরের খবরদারি আমার একেবারেই না-পসন্দ।)
খবর-নয়-খবর খবর না থাকাটাই একটা খবর তথা সুখবর; বাজে খবর বাতাসে ছড়ায়।
খবর নেওয়া খোঁজ নেওয়া (নিয়ত আমি সকলের খবর নিই।)
খবর রাখা তত্ত্ব সম্পর্ককে অবগত থাকা (আমি তোমাদের সব খবর রাখি।)
খবর হওয়া কোন বিশেষ ঘটনা জানাজানি হওয়া; সাড়া পড়ে যাওয়া (ট্রেনের খবর হয়েছে।)
খবরাখবর১ পরস্পর সংবাদ আদানাপ্রদান; খোঁজখবর (দেশের খবরাখবর রাখা উচিত)
খবরাখবর২ তত্ত্বতালাশ; খোঁজখবর (আমি সকলের খবরাখবর রাখো কি?)
খবিশ১ অনিষ্টকারী শক্তি; শয়তান (খবিশের দল দেশটাকে লুটেপুটে খাচ্ছে।)
খবিশ২ মুসলমান বিশ্বাস অনুযায়ী ভুতপ্রেত (খবিশ পাইল বলি ডাকি আনি ওঝা- ভারতচন্দ্র রায় গুণাকর)।
খবিশ৩ নোংরা; ময়লা (বাড়ীর চাকরটা বড় খবিশ।)
খয়রাত দান; সাহায্য (খয়রাত ঘর থেকে শুরু হয়- প্রবাদ)
খয়ের খাঁ চাটুকার, তোষামুদে, ধামাধরা, প্রভুর হিতৈষী; মোসাহেব; স্তাবক (খয়ের খাঁরা সবসময় প্রভুর আশেপাশে থাকে।)
খয়েরখাঁই চাটুকারিতা, তোষামোদী, মোসাহেবী, স্থাবকতা
খরখরে১ অমসৃণ (খরখরে মেঝে)
খরখরে২ বেশ চালাকচতুর ও চটপটে; চঞ্চল (খরখরে ছেলে)
খরখরে৩ তীক্ষ্ণ, প্রখর, সজাগ (খরখরে বুদ্ধি)
খরখরে৪ স্পষ্টবক্তা (খরখরে লোক); সমার্থক বাগধারা- ঠোঁট কাটা
খরচপত্র/পাতি প্রয়োজনমত নানবিধ আনুসঙ্গিক ব্যয়; অতিরিক্ত ব্যয় (বিয়ের খরচপাতি ভালোই হবে।)
খরচিয়া/খরচে/খরুচে/ খরচের হাত অমিতব্য়য়ী; খরচে দরাজ; বেশি ব্যয় করে এমন, মুক্তহস্ত (খরচে লোকেদের টাকা জমে না।)
খরচের খাতায়১ অন্তিম অবস্থা; বাঁচার আশা নেই
খরচের খাতায়২ উদ্ধারের আশা নেই; কিছু পাওয়ার আশা নেই; ক্ষতি বলে ধরে রাখা;
খরচের খাতায়৩ কোন নেতা দলত্যাগ করতে পারে
খরচের খাতায়৪ রিক্তহস্ত
খলখলে ঝাঁঝরা; নড়বড়ে (ওর পাল্লায় পড়লে দু'দিনে তোমার অবস্থা খলখলে করে দেবে।)
খলবলানি১ অল্পজলে মাছ লাফানোর শব্দ
খলবলানি২ তীব্র চাঞ্চল্য (ছাঁটাইয়ের কথা শুনে কর্মচারীদের মধ্যে খলবলানি শুরু হয়েছে।)
খলিফা১ শ্রেষ্ঠ ব্যক্তি (খলিফা আদমী।)
খলিফা২ ব্যঙ্গে- ওস্তাদ; ধূর্ত (আচ্ছা খলিফা লোক তো!)
খলের ছলের অভাব হয় না কার্যসিদ্ধির জন্য দুষ্টের উপায়ের অভাব হয় না; সমার্থক বাগধারা- দুষ্টের আটারোগাছি পথ
খসখস পাখের কলমে দ্রুতলেখার শব্দের ভাবব্যঞ্জক দ্বিত্ব শব্দ (খসখস করে দু'কলম লিখে দাও।)
খসা১ খরচ হওয়া (অনেক টাকা খসেছে।)
খসা২ নির্গত হওয়া (মুখ থেকে একবার খসলেই হল, এনে হাজির করছি।)
খসা৩ বাঁধন শিথিল হওয়া (খোঁপা খসে পড়েছে।)
খসা৪ ম্ত্যু (বুড়োটা খসেছে।)
খসানো টাকা খরচ করানো
খাঁ-খাঁ শূন্যতা/নির্জনতাভাবসূচক (নির্জনবাড়ীটা খাঁ-খাঁ করছে; মনটা খাঁ খাঁ করছে।); সমার্থক বাগধারা- ফাঁকা ফাঁকা
খাঁই/খাঁকতি১ অর্থনৈতিক আকাঙ্ক্ষাল লালসা-লোভ (ভোগবাদী দর্শনে লোকের টাকার খাঁই বাড়ছে।)
খাঁই/খাঁকতি২ দাবী; পাওয়ার ইছা (পাত্রপক্ষের খাঁই কিছুতেই মেটে না।)
খাঁই খাঁই করা খালি দাও দাও রব করা; সর্বদা তীব্র আকাঙ্খা প্রকাশ করা
খাঁচা বুকের হাড়পাঁজরের কাঠামো ('খাঁচার ভিতর অচিনপাখি কেমনে আসে যায়'- লালন)
খাঁচায় পুরে খোঁচা মারা দুর্বলকে বাগে এনে যন্ত্রণা দেওয়া
খাঁচার পাখি১ প্রাণ ('খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়'-লালন)
খাঁচার পাখি২ বাগে থাকা লোক
খাঁদা-বোচা১ নতনাসিক, নাক-মুখের রেখা সুস্পষ্ট বা তীক্ষ্ণ নয় এমন (খাঁদি-বুঁচিরা রূপের রাজ্যে অপাঙ্‌ক্তেয়।)
খাঁদা-বোচা২ নির্লজ্জ; নাক-কান-কাটা
খাঁদা নাকে তিলক/নথ বিসদৃশ/বেমানান সাজসজ্জা; সমার্থক বাগধারা- গোদাপায়ে মল, রোগাহাতে ফাঁদালবালা ইত্যাদি
খাইকুঁড় পেটুক; ঔদরিক
খাইখরচ খাওয়ার জন্য যে খরচ হয়; খোরাকি
খাই খাই করা সবসময় খাওয়ার জন্য লালসা প্রকাশভাবার্থে দ্বিত্বশব্দ ('খাই খাই কর কেন এসো বস আহারে'-সুকুমার রায়)
খাই-খালাসি জমির আয় থেকে ঋণ পরিশোধ (খাই-খালাসি সর্তে জমিতে চাষ করছি।)
খাইয়ে পেটুক, বেশি খেতে পারে এমন, ভোজনরসিক (খাইয়ে লোককে খাইয়ে সুখ।)
খাওয়া-দাওয়া সহচর শব্দ;খাওয়া ও দেওয়া/খাওয়ানো, আহার ও পানভোজনপর্ব (খাওয়া দাওয়া সেরে গল্পগুজব করা যাবে।); সমার্থক বাগধারা- খানাপিনা
খাওয়াপরা ভাতকাপড়; ভরণপোষণের দায় (আমি কারও খাওয়াপরার দায়িত্ব নিতে পারব না।); সমার্থক বাগধারা- খোরপোশ
খাক ছাই, ভস্ম (পুড়ে সব খাক হয়ে গেছে।)
খাজা অপদার্থ; অত্যন্ত কাঁচা; নিতান্ত অনভিজ্ঞ, নিরেট বোকা (আচ্ছা খাজা লোক তো।)
খাঞ্জা খাঁ নবাবীচালে চলা লোক (চলছে যেন নবাব খাঞ্জা খাঁ।); উৎস- দক্ষিণবঙ্গে খান জাহান আলী খাঁ নামক এক নবাব ছিলেন
খাটাখাটি/খাটাখাটনি১ অনেক/বেশ পরিশ্রম (খাটাখাটিতে শরীর ভেঙে গেছে।)
খাটাখাটি/খাটাখাটনি২ নানাবিধ শ্রম, মেহনৎ (খাটাখাটিতে শরীর সুস্থ থাকে।)
খাটাল অত্যন্ত নোংরা ও দুর্গন্ধময় স্থান (বাড়ীর সামনেটা খাটাল হয়ে আছে।)
খাটিয়ে খুব খাটতে পারে এমন (খুব খাটিয়ে লোক।)
খাটো কথা সামান্য কথা
খাটো করা অপদস্থ/অপমান/হেয় করা (কাউকে খাটো করলে নিজে খাটো হতে হয়।)
খাটো কাপড় অভাব অনটনের লক্ষণ (আমি মোটা চাল খাটো কাপড়ের লোক।)
খাটো গলা চাপা/মৃদু গলা (দুজনে খাটো গলায় কিছু আলোচয়া করছে।)
খাটো দৃষ্টি/নজর কৃপণতা, ছোট নজর (খাটো দৃষ্টির লোক দিলখোলা হয় না।)
খাটো লোক বেঁটে লোক
খাটো হওয়া অপদস্থ/অপমানিত/হেয় হওয়া (কাউকে খাটো করলে নিজে খাটো হতে হয়।)
খাট্টা বিগড়ে গেছে এমন; বিরক্ত, বিরূপ (মেজাজ খাট্টা)
খাট্টামিঠা (কথা ইত্যাদি সম্পর্কে) মিষ্টি প্রলেপ দেওয়া কিন্তু ঝাঁঝালো (খাট্টামিঠা সম্পর্ক); সমার্থক বাগধারা- অম্লমধুর, টকমিষ্টি
খাড়া দজ্জাল, খরদজ্জাল, খরদর্জাল মুখ্য- দজ্জালের বাহন গর্দভ; আলং- প্রবল অত্যাচারী; ভীষণ উৎপীড়ক
খাড়া-বড়ি-থোড়, থোড়-বড়ি-খাড়া১ দৈনন্দিন খাদ্য তালিকায় বৈচিত্র্যশূন্যতা
খাড়া-বড়ি-থোড়, থোড়-বড়ি-খাড়া২ চরম একঘেয়েমি; কোনো অবস্থা যখন আগে-পরে একই রকম এবং বৈচিত্র্যহীন; বিরক্তিকর পুনরাবৃত্তি
খাণ্ডবদাহন/খাণ্ডবানল ভয়ঙ্কর/ভীষণ অগ্নিকাণ্ড
খাতাকলমে সরকারীভাবে (খাতাকলমে অনেককথা বলা আছে, আসলে কিছুই নাই।)
খাতা খোলা কিছুর প্রাপ্তি শুরু; ব্যবসায়সংক্রন্ত হিসাব শুরু করা
খাতাপত্র হিসাবপত্র
খাতা লেখা দৈনন্দিন জমাখরচের হিসাব রাখা
খাতায় নাম লেখানো ব্যাঙ্গার্থে- বদসঙ্গের সদস্য হওয়া
খাতির জমা১ নিরুদ্বিগ্ন, মানসিক প্রশান্তি (যান, খাতিরজমা থাকুন কিছুই হবে না।)
খাতির জমা২ বন্ধুত্ব স্থাপিত হওয়া (দুদিন আলাপেই ভালো খাতির জমেছে।)
খাতির নদারৎ/ খাতিরনদারদ১ কোন অনুগ্রহ-অনুকম্পা নেই
খাতির নদারৎ/ খাতিরনদারদ২ কারো খাতিরে ন্যায্য কথা বলতে পিছু-পা হয় না এমন; নিরপেক্ষ সমালোচক; স্পষ্টবাদী; হক-কথা বলে এমন; সমার্থক বাগধারা- ঠোঁটকাটা, মুখফোড়
খাদের কিনারে চরমসঙ্কট আসন্ন; অধঃপাতের শেষসীমায় (দেশের আর্থিক অবস্থা একেবারে খাদের কিনারে।)
খাদ্যাখাদ্য কোনটি খাওয়া উচিৎ এবং কোনটি খাওয়া অনুচিত
খানকতক বেশি না কয়েকটি (খানকতক রুটি দিলেই হবে।)
খানকি মুসলমান গণিকা/যৌনকর্মী- গালিবিশেষ
খানখান টুকরা টুকরা (সব আশা আকাঙ্খা খানখান হয়ে ভেঙে গেল।)
খানদান আভিজাত্য, উচ্চবংশে জন্মের গৌরব, বংশকৌলিন্য (খানদানী চালচলন)
খানাখন্দ একার্থক যুগ্মশব্দ; গর্ত, খাদ ইত্যাদি (খানাখন্দ দেখে গাড়ী চালাবে।)
খানা (বাড়ী) তল্লাশ/তল্লাশি অপরাধীর বা আপত্তিকর বস্তুর খোঁজে প্রতিটি ঘরে অনুসন্ধান; বাসস্থানে বিশেষ অনুসন্ধান (এলাকায় পুলিশের জোর খানাতল্লাশি চলছে।); সমার্থক বাগধারা- চিরুণি তল্লাশি
খানাপিনা খাওয়া-দাওয়ার অনুরূপ
খাণ্ডার/খাণ্ডারনি কলহে ভীষণ/ ভয়ঙ্কর কুঁদুলে পুরুষ/নারী
খাপ খাওয়ানো সামঞ্জস্য রক্ষা করে চলা
খাপ খাওয়া মানানসই হওয়া (কথার সাথে কাজ খাপ খাচ্ছে না।)
খাপ খাওয়ানো সামঞ্জস্য রক্ষা করে চলা
খাপ খোলা১ জাহির করা (বেশি খাপ খুলো না ধরা পড়ে যাবে।)
খাপ খোলা২ খাপ থেকে মুক্ত (খাপ-খোলা তলোয়ার)
খাপ-খোলা তলোয়ার সদা প্রস্তুত সাহসী বীরপুরুষ
খাপছাড়া অসংলগ্ন, বেমানান (খাপছাড়া কথাবার্তা বলো না।)
খাপ পাতা/খাপ পেতে থাকা আক্রমণের জন্য সতর্কতার সহিত প্রতীক্ষা করা; শিকার ধরার জন্য ওত পেতে বসা
খাপ্পা ক্রুদ্ধ, রেগে আছে এমন (তিনি আমার উপর বেজায় খাপ্পা।); সমার্থক বাগধারা- খড়গহস্ত
খাবলা একমুষ্টিতে যা ধরে (সেদিন আর নাইরে নাতু, খাবলা খাবলা খাবে ছাতু- প্রবাদ)
খাবার আগে/সময় শোবার চিন্তা অতিসতর্কতা
খাবি খাওয়া১ নিঃশ্বাসটানার জন্য প্রাণপণ চেষ্টায় হাঁসফাঁস করা
খাবি খাওয়া২ বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা (জীবনযন্ত্রণায় বোয়ালমাছের মত খাবি খাচ্ছি।)
খামকা/খামোকা/খামোখা অকারণে (খামকা বকা খেলাম।)
খামখেয়াল/খামখেয়ালি চিত্তের অস্থিরতা, সদাপরিবর্তনশীল মানসিক অবস্থা, হঠাৎ হঠাৎ কোন কাজ করে বসা (তিনি বড় খামিখেয়ালি লোক।); সমার্থক বাগধারা- খেয়ালখুশি, মন-মরজি
খামতি ঘাটতি (বুদ্ধির খামতি পরিশ্রমে মেটায়।)
খামোশ চুপ কর- আদেশ
খারিজ অগ্রাহ্য; বাতিল(তোমার আরজি খারিজ হয়েছে।)
খাল কেটে কুমির আনা // খাল কেটে বেনোজল ঢোকানো নিজের বিপদ ডেকে আনা; সমার্থক বাগধারা- সাধ করে শাল নেওয়া; বাঁশ কেন ঝাড়ে আয় আমার ঘাড়ে
খাল খিঁচা অত্যন্ত প্রহার করা-ছাল ছিঁড়ে নেওয়ার বিকৃত রূপ (বেশি লাফাঝাপা করলে খাল খিঁচে দেবো।)
খালাস১ অব্যাহতি; নিস্তার; পরিত্রাণ; মুক্তি, রেহাই (সে জেল থেকে খালাস পেয়েছে।)
খালাস২ দায়মুক্তি (তুমি তো বলেই খালাস।)
খালিখালি১ অকারণ বা অনর্থক ভাবার্থে দ্বিত্বশব্দ (খালি খালি আমাকে বকছো।)
খালিখালি২ প্রায় ফাঁকা বা শূন্যতাভাবব্যঞ্জক দ্বিত্বশব্দ (বাড়ীটা খালি খালি লাগছে।)
খালিজুলি একার্থক যুগ্মশব্দ; ক্ষুদ্র জলস্রোত; সরু নালা; সমার্থক বাগধারা- নয়ানজুলি
খাস আপীল আপীলের উপর আপীল, বিশেষ আপীল
খাসকামরা/মহল নিজস্ব কামরা/বাড়ী; স্বতন্ত্র কামরা
খাসখবর প্রকৃত/সত্য খবর
খাসজমি সরকারের কর্তৃত্বাধীন জমি
খাসতালুক স্বীয় অধীনে থাকা জমি; নিজের সম্পত্তি; জমিদারের কর্তৃত্বাধীন জমি (জননেতারা দেশটাকে নিজের খাসতালুক মনে করে।)
খাসতালুকের প্রজা খুব অনুগত ব্যক্তি
খাসনবিশ ব্যক্তিগত কর্মচারী
খাসমহল নিজ আবাস
খাসি আহাম্মক; বোকা; হাঁদা; হাবাগবা ইত্যাদি
খাস্তা নষ্ট, বিকৃত (সাত নকলে আসল খাস্তা- প্রবাদ)
খিঁচ১ সামান্য ত্রুটি (কাজে একটা খিঁচ রয়ে গেছে।); সমার্থক বাগধারা- খোঁচ
খিঁচ২ মনান্তর (আগে খিঁচ দূর করতে হবে।)
খিঁচে নেওয়া ইচ্ছার বিরুদ্ধে বলপূর্বক আদায় করা (কিছু টাকা ওর কাছ থেকে খিঁচে নিতে হবে।)
খিচখিচ/খিচিখিচি/ খিচমিচ/খিচিমিচি ক্রমাগত তিরস্কার বকুনি; সামান্য বিষয় নিয়ে ঝগড়াঝাটি (স্বামীস্ত্রীর মধ্যে সারাক্ষণ খিচিমিচি লেগেই আছে।); সমার্থক বাগধারা- খটাখটি; খিট্টিখিটি; খিটিমিটি, দন্ত কচকচি ইত্যাদি
খিচ মারা কোন কাজ নিঃশেষে সম্পন্ন করা
খিচুড়ি১ বিভিন্ন বিষয়ের বিসদৃশ মিশ্রণ, বিশৃঙ্খলা
খিচুড়ি২ দুই বিপরীত ভাষা বা বর্ণের মিশ্রণ (খিচুড়ি ভাষা)।
খিচুড়ি পাকানো জটিল/বিশৃঙ্খল করে তোলা (সবকিছুতেই খিচুড়ি পাকিয়ে রেখেছে।)
খিটকাল/কেল১ ঝঞ্ঝাট, বাধা, বিঘ্ন, বিবাদ (চাকুরীস্থলে নান খিটকেল বেঁধেছে।)
খিটকাল/কেল২ অসহিষ্ণু;সারাক্ষণ খিটখট করে এমন
খিটখিট করা১ ক্রমাগত মৃদু আপত্তি প্ররকাশ করা; (এত খিটখিট করলে লোকে বিরক্ত হবেই।); সমার্থক বাগধারা- টিকটিক করা
খিটখিট করা২ শুচিবাইজনিত স্পর্শভীতির কারণে সবকিছুতে আপত্তি করা; সমার্থক বাগধারা- পিটপিট করা
খিটখিটে১ সদাবিরক্তিভাব (খিটখিটে মেজাজ)
খিটখিটে২ শুচিবাইজনিত স্পর্শভীতির জন্য বিরক্তি প্রকাশ করে এমন, শুচিবাইগ্রস্ত; সমার্থক বাগধারা-পিটপিটে
খিটিমিটি/খিটিমিটির তুচ্ছ কারণে সর্বদা কলহ/বাদানুবাদ/মতবিরোধ (দুই জায়ের মধ্যে সবসময় খিটিমিটি লেগেই আছে)
খিদমত চাকরী, দাসত্ব (আমি কারও খিদমতগারি করতে পারব না।)
খিলাফ১ অন্যথা; নড়চড়; শর্তভঙ্গ (কথার খিলাফ করো না।)
খিলাফ২ বিরুদ্ধে (আপনার খিলাফ আমি বলবো।)
খিস্তি (অশালীন) গালিগালাজ
খুঁচানো উত্যক্ত করা, বারবার তাগাদা দেওয়া (না খোঁচালে পাওনা আদায় হয় না।)
খুঁচিয়ে ঘা করা অনর্থক কথা বাড়িয়ে অপ্রিয় অবস্থার সৃষ্টি করা
খুঁট আখরিয়া/ খুঁটআখরে/আখুরে১ অল্পশিক্ষিত (খুঁট আখুরে, বরাখুরে।)
খুঁট আখরিয়া/ খুঁটআখরে/আখুরে২ যে প্রতিটি অক্ষর অনুসন্ধান করে পড়ে
খুঁট আখরিয়া/ খুঁটআখরে/আখুরে৩ যে বিশেষ চেষ্টা করে অক্ষর লিখতে পারে
খুঁট আখরিয়া/ খুঁটআখরে/আখুরে৪ যে অতি সামান্য বিষয় নিয়ে বিষম বাদানুবাদ করে
খুঁট আখুরে বরাখুরে অপদার্থ কোন কাজের নয়- গালি/তিরস্কার
খুঁটি অবলম্বন; মুরুব্ব; পৃষ্ঠপোষক; সহায় (খুঁটির জোর থাকলে সব হয়।)
খুঁটি গাড়া স্থায়ীভাবে বসবাস শুরু করা
খুঁটিনাটি১ সহচর শব্দ; কোনো বিষয়ের ছোটবড় সবকিছু; সূক্ষ্মাতিসূক্ষ্ম সকল বিষয় (আমি খুঁটিনাটি বিষয়েও নজর রাখি।)
খুঁটিনাটি২ তুচ্ছ/নিতান্ত সামান্য (খুঁটিনাটি দোষ ধরতে নেই।); সমার্থক বাগধারা- খুচখাচ
খুঁটিয়ে আনা বিস্তৃত অনুসন্ধান করে খবর আনা
খুঁটিয়ে দেখা খুঁত ধরে বিচার করা
খুঁটির জোর প্রভাবশালী পৃষ্টপোষকের সহায়তা, মুরুব্বির জোর (খুঁটির জোরে মেড়া লড়ে- প্রবাদ); সমার্থক বাগধারা- মামার জোর
খুঁটুরমুটুর সামান্য ঝগড়াঝাঁটি (সবসময় স্বামী-স্ত্রীর মধ্যে খুঁটুরমুটুর লেগেই আছে।)
খুঁটে খাওয়া অন্নসংস্থান করতে সমর্থ; স্বাবলম্বী হওয়া
খুঁতখুঁত করা১ অনিচ্ছা/অসন্তোষ প্রকাশ করা
খুঁতখুঁত করা২ মনে তৃপ্তি/শান্তি না পাওয়া
খুঁতখুঁতে কখনো সন্তুষ্ট নয়, ছোটখাটো ভুলভ্রান্তির জন্য সবসময় অসন্তোষ প্রকাশ করে; সন্দেহপ্রবণ
খুচখাচ১ ছোটখাটো তুচ্ছ ব্যাপার; সমার্থক বাগধারা- খুঁটিনাটি
খুচখাচ২ তুচ্ছ ব্যাপার নিয়ে ঝগড়া (ওদের মধ্যে তো খুচখাচ লেগেই আছে।)
খুচরা/খুচরো১ অল্প পরিমাণ (খুচরা কাজ; খুচরা বাজার; খুচরা বিক্রি ইত্যাদি)
খুচরা/খুচরো২ টাকার ভাংতি, রেজকি (বাজারে খুচরার অভাব পড়েছে।)
খুচরা/খুচরো কথা১ অবান্তর/বাজে কথা (খুচরা কথায় কান দিতে নেই।)
খুচরা/খুচরো কথা২ অল্প জরুরি কথা (তোমার সাথে কিছু খুচরা কথা আছে।)
খুচরা/খুচরো কাজ ছোটখাটো কাজ; অল্পে সমাধা হয় এমন কাজ (কিছু খুচরা কাজ বাকি আছে।)
খুচরা/খুচরো পাপ ছোটখাটো রোগ (দাদ,হাজা চুলকানি ইত্যাদি সব হ'ল খুচরা পাপ।)
খুচরা বাজার/বিক্রি ভোক্তার বাজার যেখানে অল্প পরিমাণে কেনাবেচা হয়।
খুটুরমুটুর/ খুটুরখাটুর ধ্বন্যাত্মক সহচরশব্দ; ক্রমাগত মৃদু খুটখুটি শব্দ (ঘরের মধ্যে খুটুরমুটুর কি করছো?)
খুড়োর কল লোক ঠকানোর যন্ত্র; মিথ্যা আশা জাগিয়ে লোককে বোকা বানানোর কৌশল
খুদকুঁড়ো অতি সামান্য আহার (বিদুরের খুদকুঁড়ো)
খুদে বার্তা মুঠোফোনে লিখিত বার্তা (SMS)
খুদে রাক্ষস ভয়ানক পেটুক
খুদে শয়তান দেখতে ছোট কিন্তু শয়তানিতে দড়
খুন হওয়া১ আকুল হওয়া ('শুনিয়া গবু ভেবেই হল খুন'- রবীন্দ্রনাথ)
খুন হওয়া২ লুটোপুটি খাওয়ার মত অবস্থা (আমার হিন্দি শুনে সবাই হেসেই খুন)
খুন-খারাবি দাঙ্গাহাঙ্গমা, মারামারি, কাটাকাটি
খুনখুনে অতিবৃদ্ধ ব্যক্তি (খুনখুনে বুড়ো)
খুন চাপা (মাথায়) ক্রোধে রক্ত গরম; প্রচণ্ড রেগে যাওয়া
খুনসুটি/সুড়ি ছেলেমানুষী ঝগড়াঝাঁটি, ছল করে ঝগড়া, প্রণয়কলহ (ছেলেবেলায় ভাইবোনে খুনসুটি লেগেই থাকে।)
খুনখারাপি/খুনখারাবি/ খুনাখুনি/ খুনোখুনি সাংঘাতিক মারামারি; রক্তারক্তি কাণ্ড; তুমুল ঝগড়া-বিবাদ
খুনি/খুনে অত্যন্ত নিষ্ঠুর লোক
খুপরি/খোপরি১ খোপের মত ছোট ঘর (মাথায় ভাবনা নিয়ে খুপরিতে আছি শুয়ে।)
খুপরি/খোপরি২ মাথার খুলি (খুপরি গরম; খুপরি ফাঁপরা)
খুপরি ফাঁপরা নির্বোধ, বুদ্ধিভ্রংশ; সমার্থক বাগধারা- গোবরপোড়া মগজ; ঘটে বুদ্ধি নেই; মগজে শাঁস নেই; মটকা খালি ইত্যাদি
খুপসুরৎ/খুবসুরৎ অতি সুন্দর/সুশ্রী পুরুষ,মহিলা (রূপনগরোয়ালী আরো খুবসুরৎ- রাজসিংহ- বঙ্কিমচন্দ্র)
খুলে বলা সত্যকথা বলা; কিছু না কুলানো
খুল্লমখুল্লা খোলাখুলি; প্রকাশ্যভাবে; বেয়াব্রু (মোবাইলের কারণে বর্তমানে সবকিছুই খুল্লামখুল্লা।)
খুরেখুরে দণ্ডবৎ পরোক্ষে পশু বলে ঘোষণা করে দুষ্টের কাছে নিষ্কৃতি কামনা
খুশখবর/ খোশখবর আনন্দসংবাদ (খুশখবরের ঝুটাও ভাল- প্রবাদ)
খুশবু সুগন্ধ (গোলাপের খুশবু)
খুশি মর্জি (যেখানে খুশি যাও।)
খেঁক খেঁক করা/ খেঁকানো ক্রোধ প্রকাশ করা (কি হলো, এত খেঁক খেঁক করছো কেন?)
খেঁকি অসহিষ্ণু, রগচটা, নিয়ত খেঁকখেঁক করে এমন (খেঁকি মহিলা)
খেঁকি কুকুর অত্যন্ত ক্রোধপরবশ এবং অল্পে উত্তেজিত হয় এমন ব্যক্তি
খেঁচাখিঁচি/খেঁচাখেঁচি / খেচাখেচি/খেচামেচি গোলমাল; চিল্লাচিল্লিম ঝগড়াঝাটি; মনোমালিন্য (খেঁচাখেঁচি অনেক হয়েছে, এবার থামো।)
খেঁচে হাওয়া টানা দৌড়; দ্রুত পলায়ন
খেই কথার ধারা/সূত্র (মাঝে মাঝে কথার খেই হারিয়ে ফেলি।)
খেউড় অশ্রাব্য গালাগালি (আবার খেউড় শুরু করলে।)
খেজুরে আলাপ অর্থহীন বিরক্তিকর অবান্তর কথাবার্তা (অবসর সময়ে খেজুরে আলাপে সময় কাটাই।); সমার্থক বাগধারা- গ্যাঁজানো
খেটেখুটে১ পরিশ্রম করে (খেটেখুটে পরিশ্রান্ত হয়ে পড়েছি।)
খেটেখুটে২ পরিশ্রমের পর (খেটেখুটে বিশ্রাম করছি।)
খেদ আক্ষেপ (কিছু পাইনি, তাতে আমার কোন খেদ নেই।)
খেদমত আদর আপ্যায়ন (খেদমতে কোন ত্রুটি নেই।)
খেমটা নাচ কুৎসিত অঙ্গভঙ্গি/আচরণ
খেয়ালখুশি আবদার; যেমন ইচ্ছা তেমন করা (খেয়ালখুশিমত সবকিছু করা যায় না); সমার্থক বাগধারা- খামখেয়াল
খেয়ে দেয়ে একাদশী আঁচাতে অনীহা
খেয়ে ফেলা ব্যতিব্যস্ত করা (তাগাদা করে করে আমাকে খেয়ে ফেলছে।)
খেয়োখেয়ি ঝগড়াবিবাদ (দলের মধ্যে খেয়োখেয়ি লেগেই আছে।)
খেরোর খাতা বাজে হিসাব; লাল কাপড়ে বাঁধা বিবিধ বিষয় লেখার জাবেদা খাতা
খেল/খেলা১ চালাকি, জারিজুরি (তোমার খেল খতম।)
খেল/খেলা২ ভোজবাজি (ভানুমতীর খেল)
খেল/খেলা৩ বিশেষ আচরণ, লীলা('এই খেলা তো শেষ খেলা নয়'- রবীন্দ্রনাথ)
খেলাঘর কৃত্রিম সংসার ('খেলাঘর মোর ভেঙ্গে গেছে হায়, নয়নের যমুনায়'-লঘুগীতি)
খেলাধুলা১ সহচর শব্দ; তুচ্ছ জিনিস নিয়ে শিশুদের ক্রীড়াকৌতুক
খেলাধুলা২ নানাবিধ খেলা
খেলানো ইচ্ছামত পরিচালিত করা
খেলাপ বিরূপ আচরণ (আমি কথার খেলাপ করি না।)
খেলোয়াড় ধূর্ত; কূটকৌশলী; প্রবঞ্চক; চক্রান্তকারী (রাজনীতির ময়দানে পাকা খেলোয়াড়।)
খোঁচ কাঁটা, ছোটখাটো ঝঞ্ঝাট, সামান্য ত্রুটি (কাজটায় শেষপর্যন্ত একটা খোঁচ রয়ে গেল।)
খোঁচা/ খোঁচাখুঁচি করা/ খোঁচা মারা/ খোঁচানো১ কোন অপ্রিয় বিষয় নিয়ে কটাক্ষপূর্ণ আলোচনা
খোঁচা/ খোঁচাখুঁচি করা/ খোঁচা মারা/ খোঁচানো২ ক্রমাগত উত্ত্যক্ত/বিরক্ত করা (কিসের গরজে এত খোঁচাখুঁচি করছ?)
খোঁচা/ খোঁচাখুঁচি করা/ খোঁচা মারা/ খোঁচানো৩ কার্যসিদ্ধির জন্য নানাদিক থেকে চাপ দেওয়া
খোঁচা/ খোঁচাখুঁচি করা/ খোঁচা মারা/ খোঁচানো৪ লেখায় পরস্পরের প্রতি তীক্ষ্ণ মন্তব্য প্রকাশ (সমালোচনা করতে হবে, খোঁচাখোঁচি দিতে হবে-রবীন্দ্রনাথ ঠাকুর)।
খোঁজখবর/খবরাখবর একার্থক যুগ্মশব্দ; সংবাদ (তার কোন খোঁজখবর নেই); সমার্থক বাগধারা- ঠিক-ঠিকানা, তত্ত্ব- তালাশ; সুলুক-সন্ধান ইত্যাদি
খোঁজাখুঁজি বারংবার খোঁজ বা সন্ধান (খোঁজাখুঁজিই সার হল, ছেলেটার কোন খোঁজ পেলাম না।)
খোঁটা দেওয়া১১ দোষ দেওয়া; গঞ্জনা দেওয়া
খোঁটা দেওয়া২ ত্রুটির প্রতি ইঙ্গিত করা; ত্রুটির জন্য ধিক্কার দেওয়া (অঙ্কে গোল্লা পাওয়ার জন্য সবাই খোঁটা দেয়।)
খোঁড়াখুঁড়ি বারংবার খনন (রাস্তায় খোঁড়াখুঁড়ি চলছে।)
খোঁয়াড়ি/খোঁয়ারি ভাঙা মদের নেশা কাটাবার জন্য অল্প মদ খাওয়া
খোদ আসল, স্বয়ং (খোদ মালিক উপস্থিত।)
খোদকারি/খোদগারি অনুচিত ও অসংগত হস্তক্ষেপ (খোদার উপর খোদকারি।)
খোদা-না-খাস্তা আল্লাহ/খোদা না করুন
খোদা হাফেজ আল্লাহ/খোদা আপনার মঙ্গল করুন; আল্লাহ আপনাকে রক্ষা করুন
খোদাই খিদমতগার আল্লাহ/খোদার পথে সেবক, নিঃস্বার্থ সেবক
খোদাই ষাঁড়১ আল্লাহ/খোদার নামে ছেড়ে দেওয়া ষাঁড়
খোদাই ষাঁড়২ ব্যঙ্গে- সংসারের চিন্তাভাবনামুক্ত নিষ্কর্মা লোক; স্বেচ্ছাচারী; স্বাধীন; সমার্থক বাগধারা- গোকুলের ষাঁড়, ধর্মের ষাঁড়
খোদার উপর খোদকারি যোগ্যলোকের কাজে অযোগ্যলোকের অসংগত হস্তক্ষেপ
খোদার কসম খোদার নামে শপথ
খোদার খাসি ব্যঙ্গে- সংসারের চিন্তাভাবনামুক্ত হৃষ্টপুষ্ট ব্যক্তি; নাদুসনুদুস নিষ্কর্মা লোক; সমার্থক বাগধারা- খোদাই ষাঁড়; গোকুলের ষাঁড়; ধর্মের ষাঁড় ইত্যাদি
খোপরি ফাঁপরা নির্বোধ; বুদ্ধিভ্রংশ; সমার্থক বাগধারা-গোবরপোড়া মগজ; ঘটে বুদ্ধি নেই; ঘিলুহীন খুলি; মগজে শাঁস নেই; মটকা খালি;মাথায় বুদ্ধি নাই ইত্যাদি
খোয়াব মিথ্যা আশা; স্বপ্ন (এখানে চাকরি পাবে, খোয়াব দেখছো নাকি?)
খোরপোশ/ খোরপোষ১ খাদ্য ও বস্ত্র; খোরাক ও পোষাকের সংক্ষেপ;
খোরপোশ/ খোরপোষ২ অন্নবস্ত্রের সংস্থান; গ্রাসাচ্ছাদন; থাকা-খাওয়া; ভাত-কাপড়; ভরণপোষণব্যয় (এখানের তোমার খোরপোষ জোগাবে কে?)
খোরাক১ খাদ্যদ্রব্য (সংসারের খোরাক কম নয়।)
খোরাক২ পাত্র; বিষয় (আমাকে হাসির খোরাক পেয়েছে।)
খোরাকি খাইখরচ (খোরাকি বাবদ অতিরিক্ত একশ টাকা লাগবে।)
খোলতাই সুবিকশিত (চেহারাটা বেশ খোলতাই হয়েছে।)
খোলনলচে বদল রূপের আমূল পরিবর্তন; সম্পূর্ণ নবরূপ দান; সব পরিবর্তন করে নতুন জিনিস প্রস্তুত (দলটার ভালো করতে হলে খোলনলচে বদলানো দরকার।)
খোলস বাইরের ছদ্ম আবরণ (সভ্য মানুষ মুখে খোলস এঁটে থাকে)
খোলস ছাড়া ছদ্ম আবরণ ত্যাগ করে স্বমূর্তি ধারণ করা
খোলসা অকপট, মুক্তমন (কথাটা খোলসা করে বল; দিল খোলসা); সমার্থক বাগধারা- খোলাখুলি, খোলামেলা ইত্যাদি
খোলা/খুলা১ অকপট হওয়া (মন খুলে কথা বল।)
খোলা/খুলা২ আড়ষ্টতা ত্যাগ করা (হাত খুলে খেলো।)
খোলা/খুলা৩ উন্মুক্ত করা ('ভোর হলো দোর খোল খুকুমনি উঠরে...'-নজরুল)
খোলা/খুলা৪ প্রতিষ্ঠা করা (মায়ের নামে একটি দাতব্য চিকিৎসালয় খুলেছি।)
খোলা/খুলা৫ বন্ধনমুক্ত করা (কুকুরের শিকলটা খুলে দাও।)
খোলাকাটা বামুন পুরুতগিরি যার ব্যবসা এমন বামুন; সমার্থক বাগধারা- যজমানী বামুন
খোলা আকাশ মাথায় আছাদন নেই (শহরে লক্ষ লোক খোলা আকাশের নীচে বাস করে।)
খোলাখুলি অকপটে, খোলামনে, প্রকাশ্যে, স্পষ্টাস্পষ্টি (খোলাখুলি সব কথা বলতে গেলে অনেক বাধা আসবে।); সমার্থক বাগধারা- খোলসা, খোলামেলা ইত্যাদি
খোলা তালাক স্ত্রীর ইচ্ছায় অর্থের বিনিময়ে তালাক
খোলা দলিল প্রত্যক্ষ/স্পষ্ট প্রমাণ
খোলাবাজার সরকারী নিয়ন্ত্রণমুক্ত বাজার; বৈধ বাজার
খোলামকুচি অকিঞ্চিৎকর জিনিস, তুচ্ছ মূল্যহীন বস্তু (টাকাকড়ি খোলামকুচি নয় যে নয়ছয় করবে।)
খোলা বাতাস/হাওয়া অবারিত হাওয়া
খোলা মন অকপট মন (খোলা মনে সব স্বীকার করে নাও।)
খোলামেলা১ একার্থক যুগ্মশব্দ; অকপট; অকৃত্রিম; আন্তরিক; ছলাকলাহীন; মনখোলা; মিশুকে (তিনি বেশ খোলামেলা মনের মানুষ।); সমার্থক বাগধারা- খোলসা, খোলাখুলি ইত্যাদি
খোলামেলা২ আলোবাতাসপূর্ণ (ঘরটা বেশ খোলামেলা)
খোলামেলা৩ বেয়াব্রু, অশালীন, শিথিল(সিনেমার নায়িকারা খোলামেলা পোষাকে নিজেদের দেখাতে ব্যস্ত।)
খোশকবালা স্বেচ্ছাকৃত স্বত্ব হস্তান্তরের পাকা দলিল
খোশখবর/খুশখবর সুসংবাদ
খোশখেয়াল ইচ্ছা; মর্জি; সমার্থক বাগধারা- খামখেয়াল
খোশগল্প আনন্দের কথাবার্তা; হালকা গল্পগুজব (সারাটা দিন খোশগল্প করেই কেটে গেল।)
খোশনবিশ যে ব্যক্তির হাতের লেখা সুন্দর
খোশনসিব সৌভাগ্যবান
খোশমেজাজ প্রীতিকর মনের অবস্থা (বেশ খোশ মেজাজেই আছি।)
খোসা পুরু লজ্জাশরমহীন; লজ্জাশূন্য (ইংরেজ বিশেষ খোসাপুরু জাত- প্রথম চৌধুরী); সমার্থক বাগধারা- গণ্ডারচর্ম
খ্যাঁকখ্যাঁক কর্কশভাবে বিরক্তি প্রকাশ
খ্যাঁচড়া অসম্পূর্ণ ও বিশৃঙ্খলভাবে কৃত (খ্যাঁচড়া কাজ)
খ্যাঁচাখেঁচি/মেচি কলহ, বাদানুবাদ, মনোমালিন্য
খ্যাঁট কৌতুকে- আহার, ভোজন, জবর খাওয়া (বিয়েবাড়িতে খ্যাঁট কেমন হল?)
খ্যাঁদা বোঁচা নাক কান কাটা নির্লজ্জ বেহায়া
খ্যাপলা জালে মাছ ধরা ধান্ধায় থাকা (খ্যাপলা জালে মাছ ধরতে সুযোগসন্ধানীরা বসে থাকে।)
খ্যামটা নাচ বাঈজীদের কোমরদোলানো হীন লঘুনৃত্য

সম্পাদনা

বাগধারা অর্থ
গঁদের গঁদ১ গন্ধের গন্ধ
গঁদের গঁদ২ অতি দূরসম্পর্কিত ব্যক্তি; দূর কুটুম্বের কুটুম্ব
গকুলের ষাঁড় গায়ে ফুঁ দিয়ে বেড়ানো চিন্তাভাবনাহীন অসংযত বা স্বেচ্ছাচারী পুরুষ
গগনচারী/বিহারী অতি কল্পনাবিলাসী, কল্পনার জগতে বাস করে এমন; সমার্থক বাগধারা- আকাশবিহারী, ঊর্ধ্বচারী
গগনচুম্বী/স্পর্শী অতি উচ্চ (গগনচুম্বী অট্টাকিকার সারি); সমার্থক বাগধারা- আকাশছোঁয়া
গগনাম্বু বৃষ্টির জল
গঙ্গাজল১ নির্মল পবিত্র জল
গঙ্গাজল২ গঙ্গাজলের মত নির্মল মনের দুই নারীর সখিত্ব বা সই পাতানোসম্পর্ক (বর্তমানে অপ্রাসঙ্গিক)
গঙ্গাজলি১ অন্তর্জলি
গঙ্গাজলি২ মুমূর্ষুব্যক্তির মুখে গঙ্গাজল প্রদানের সংস্কার
গঙ্গাজলি৩ হাতে গঙ্গাজল নিয়ে শপথ
গঙ্গাজলি৪/গঙ্গাজলী গঙ্গাজলের রঙের মত গেরুয়া বা সাদা শাড়ী বা কাপড়
গঙ্গাজলে গঙ্গাপূজা১ অন্যের জিনিসে তারই তুষ্টিবিধান; পরের অর্থে পরোপকার
গঙ্গাজলে গঙ্গাপূজা২ কোন কাজের লাভ থেকে সে কাজ চালানো
গঙ্গাজলে গঙ্গাপূজা৩ পরের ওপর দিয়ে চলা; বিনাব্যয়ে কার্যসিদ্ধি; সমার্থক বাগধারা- কইয়ের তেলে কই ভাজা; মাছের তেলে মাছ ভাজা
গঙ্গাজলে বিসর্জন দেওয়া১ উৎখাত করা
গঙ্গাজলে বিসর্জন দেওয়া২ সম্পূর্ণ পরিত্যাগ করা
গঙ্গাদিকে পা মৃত্যু আসন্ন
গঙ্গাপুত্র ডোম; শবদাহকারী ব্যক্তি; মুর্দাফরাশ
গঙ্গাপ্রাপ্তি/লাভ মৃত্যু; অন্তিমকাল; গঙ্গার তীরে মৃত্যু; সমার্থক বাগধারা- অক্কা পাওয়া, আত্মারাম খাঁচাছাড়া ঈশ্বরপ্রাপ্তি, কেষ্ট পাওয়া, গয়াংগচ্ছ, পঞ্চত্বপ্রাপ্তি, পটল তোলা, শিঙে ফোঁকা ইত্যাদি
গঙ্গা-যমুনা১ দুই ভিন্ন বর্ণ বা জাতির সহ-অবস্থান বা মিলন
গঙ্গা-যমুনা২ সাদা ও কালো বা দুই রঙের মিলনজাত মিশ্র রঙ ('আপনার কেশগুলি শাদা কালোয় গঙ্গা-যমুনা হইয়া গিয়াছে'-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
গঙ্গা-যমুনা৩ সোনা ও রুপার মিশ্রণ (গঙ্গা-যমুনা চুড়ি)
গঙ্গা-যমুনা গাঁথনি কাদা ও সুরকি দিয়ে ইট গাঁথার কাজ
গঙ্গাযাত্রা গঙ্গাজল স্পর্শ করে মরার জন্য মুমূর্ষু ব্যক্তিকে গঙ্গাতীরে যাওয়া
গঙ্গাযাত্রী১ মুমূর্ষুব্যক্তি
গঙ্গাযাত্রী২ যোগ মেলা ইত্যাদি উপলক্ষ্যে গঙ্গাস্নানে গমনকারী
গঙ্গারাম বিদ্রুপে- আনাড়ী
গচ্চা১ অকারণ অর্থদণ্ড
গচ্চা২ অসাবধানতাবশত লোকসান (ব্যবসাতে বেশ কিছু টাকা গচ্চা গেছে।)
গচ্চা৩ আর্থিক ক্ষতিপূরণ
গজকচ্ছপ১ হিন্দু পুরাণোক্ত প্রবল বিদ্বেষভাবাপন্ন দুই সহোদর মুনিকুমার
গজকচ্ছপ২ দুই বলশালী, স্থূলকায় ও প্রবল প্রতিদ্বন্দ্বী/প্রতিপক্ষ (গজকচ্ছপের লড়াই।)
গজকচ্ছপ৩ ব্যঙ্গে- অতিকায় ব্যক্তি
গজকচ্ছপী/ গজকচ্ছপের লড়াই প্রবল প্রতিদ্বন্দিতা; সমান দুইশক্তির দীর্ঘস্থায়ী জবরদস্ত লড়াই
গজগামিনী হাতির মত ধীর, মন্থর ও সুন্দর গমনভঙ্গীবিশিষ্টা নারী
গজকপালে/গজকপালিয়া১ হাতীর মত প্রশস্ত ললাটবিশিষ্ট
গজকপালে/গজকপালিয়া২ ভাগ্যবান (লোকটা গজকপালিয়া।); সমার্থক বাগধারা- উঁচকপালে
গজগজ১ অসন্তোষ বা বিরক্তিভাবসূচক দ্বিত্বশব্দ(রাগে গজগজ করছে।)
গজগজ২ বেরিয়ে আসার জন্য অস্থিরতাভাব প্রকাশক দ্বিত্বশব্দ (পেটে কথা গজগজ করছে।)
গজগজ৩ স্থানাভাবে ঠেলাঠেলিভাব প্রকাশক দ্বিত্বশব্দ (এখনও পেটে খাবার গজগজ করছে।)
গজগজ৪ অভাবহেতু অস্ফুট গর্জন করার ভাবপ্রকাশক দ্বিত্বশব্দ(পেটে বিদ্যা গজগজ করছে।)
গজগিরি/গজগীর প্রকাণ্ড; সুবিশাল (তোমার ঐ গজগিরি দেহ নিয়ে চলতে অসুবিধা হয় না?)
গজচক্ষু ঈষৎ বাঁকা এবং দেহের তুলনায় ছোট বেমানান চোখ
গজদন্ত দাঁতের উপরে গজানো দাঁত, উঁচুদাঁত
গজদন্তমিনার কল্পিত সুখের স্থান (গজদন্তমিনারে বাস করছো নাকি?); সমার্থক বাগধারা- মূর্খের স্বর্গ
গজদন্তমিনারবাসী কল্পনাবিলাসী
গজব১ আল্লার মার; ভগবানের শাস্তি (যা দোষ করেছো, গজব মাথায় পড়ল বলে)
গজব২ প্রচণ্ড ক্রোধ ('গজব করলে তুমি আজব কথায়'- ভারতচন্দ্র)
গজভুক্তকপিত্থবৎ১ গজনামে ছোট্টকীটে খাওয়া সারশূন্য কয়েৎবেল
গজভুক্তকপিত্থবৎ২ কীটে খাওয়া কয়েতবেল যেমন বাইরে অটুট কিন্তু ভিতরে সারশূন্য, সেইরকম অন্তঃসারশূন্য অবস্থা বা ব্যক্তি
গজমুক্তা/মোতি কল্পিত মুক্তা; হাতির মাথায় জন্মে বলে প্রবাদ আছে, যা দুর্লভদর্শন; মিথ্যা মায়া; সমার্থক বাগধারা- আলেয়ার আলো, মরুভূমির মরীচিকা ইত্যাদি
গজরগজর বিরক্তিসূচক স্বগোক্তি (তখন থেকে গজরগজর করে চলেছে।)
গজস্কন্ধ হাতির কাঁধের মতো মোটা কাঁধ যার; স্থূলস্কন্ধযুক্ত ব্যক্তি; সমার্থক বাগধারা- বৃষস্কন্ধ
গজেন্দ্রগমন গজরাজের মত মন্দছন্দে সুন্দর চলা
গঞ্জিকাসেবী গাঁজাখোর (গাঁজা শব্দের সংস্কৃতরূপ দান); তুলনীয়- বরাহতনয়> শুয়োরের বাচ্চা
গটগট/গটমট ক্রোধ ও দম্ভের সাথে চলা পদক্ষেপের কাল্পনিক শব্দ (রাগে গটগট করে চলে গেল।)
গড্ডলিকা/গড্ডালিকা/গড্ডরিকা/গড্ডারিকা১ দলের মধ্যে অগ্রগামিনী ভেড়ি বা মেষী;
গড্ডলিকা/গড্ডালিকা/গড্ডরিকা/গড্ডারিকা১ অগ্রগামিনী ভেড়ির অনুসরণকারী ভেড়ার পাল
গড্ডলিকা প্রবাহ১ অগ্রবর্তী মেষীর পিছনে অনুসরণকারী মেষপাল
গড্ডলিকা প্রবাহ২ ভালোমন্দ বিচার না করে সবার অন্ধ অনুকরণ; বিবেচনা না করে প্রচলিত মতের অন্ধ অনুগমিতা
গড্ডলিকা প্রবাহ৩ অবিচ্ছিন্ন গতি
গড়গড়১ অবলীলাক্রমে, অবাধে ভাবার্থে দ্বিত্বশব্দ (গড়গড় করে মুখস্থ বলে গেল।)
গড়গড়২ কোনকিছু গড়িয়ে যাওয়ার ধ্বনিসূচক দ্বিত্বশব্দ (গাড়ীটা গড়গড় করে গড়িয়ে গেল।)
গড়বড় অন্যথা, অব্যবস্থা, উলটাপালটাভাব, কলঙ্ক, গোলমাল, জগাখিচুড়ি ইত্যাদি ভাবার্থে সহচরশব্দ (কিছু গড়বড় আছে নিশ্চই।)
গড়া কথা অসত্য/বানানো কথা
গড়াগড়ি সহচর শব্দ; প্রাচুর্যসূচক ভাবার্থ (খরচের বহর দেখে মনে হয় ঘরে টাকা গড়াগড়ি যাচ্ছে।); সমার্থক বাগধারা- ছড়াছড়ি
গড়ানো/ গড়াগড়ি দেওয়া১ একটু ঘুমানো (একটু সময় গড়িয়ে নিলাম।)
গড়াগড়ি দেওয়া২ এপাশ ওপাশ করা (ঘুম আসছে না, বিছানায় গড়াগড়ি দিচ্ছি।)
গড়াগড়ি দেওয়া৩ মাটিতে লুটানো (পুত্রহারা মা শোকেদুঃখে মাটিতে গড়াগড়ি দিচ্ছে।)
গড়াপেটা১ পছন্দমতো আকৃতিদান
গড়াপেটা২ আগে থেকেই ঠিকঠাক বা ব্যবস্থা করা
গড়াপেটা৩ খেলাধুলায় অসৎ উপায়ে ফল পরিবর্তন; সমার্থক বাগধারা- সেটিং
গড়িমসি১ অলস গরুমোষের প্রকৃতি থেকে- আলস্য, কুঁড়েমি, ঢিলামি; দীর্ঘসূত্রতা; হচ্ছে হবে ভাব; সমার্থক বাগধারা- গয়ংগচ্ছ, টালবাহানা, তা-না-না
গড়িমসি২ দুষ্ট গরুমোষের মত সমর্থ হয়েও ভার বইতে অনিহা(গড়িমসি করে সারাটা দিন কাটিয়ে দিলে।)
গড়িমসি৩ অনিচ্ছাজনিত এড়িয়ে যাওয়ার ভাব
গড়িমসি৪ কাজ আরম্ভের আড়ম্বরে অযথা কালক্ষেপ
গড়িমসি৫ নানা বাহানায় নাকচের চেষ্টা
গড়িমসি৬ বাজেকাজে সময়নষ্ট
গড়ের মাঠ শূন্য; ফাঁকা (পকেট গড়ের মাঠ)
গণদেবতা জনসাধারণরূপ দেবতা
গণপিটুনি সকলের এলোপাতাড়ি প্রহার (চোর ধরা পড়ে গণপিটুনিতে প্রাণ হারালো)
গণশক্তি জনসাধারণের ঐক্যবদ্ধ শক্তি
গণশত্রু জনসাধারণের শত্রু
গণাগুণতি/ গোনাগুনতি একেবারে ঠিকঠিক; কমও নয় বেশিও নয় এমন
গণাগোষ্ঠী আত্মীয়পরিজনসমূহ
গণেশ উলটানো মূলতঃ কারবার- গুটানো/তুলে দেওয়া/ফেল মারা
গণেশের কান প্রার্থীর প্রার্থনা শোনার ক্ষমতা
গণ্ডকূপ গালের টোল
গণ্ডগোল১ কোলাহল; ঝগড়া; বচসা; বিবাদ (আমি কিছু বললে গণ্ডগোল শুরু হবে।)
গণ্ডগোল২ বিশৃঙ্খলা (ফাগুনে না রুলে ওল শেষে হবে গণ্ডগোল- খনা); সমার্থক বাগধারা- ওলটপালট, গোলমাল, গোলযোগ
গণ্ডগ্রাম১ জনবহুল বৃহৎগ্রাম, সমৃদ্ধ গ্রাম
গণ্ডগ্রাম২ অজগ্রাম, অজপাড়াগাঁ, পল্লীগ্রাম
গণ্ডদেশ কপোল, গাল
গণ্ডমূর্খ সম্পূর্ণ অক্ষরজ্ঞানহীন ব্যক্তি; মহামূর্খ; সমার্থক বাগধারা- আকাটমূর্খ, ক অক্ষর গোমাংস, ক বলতে হ বলে, হস্তীমূর্খ ইত্যাদি
গণ্ডা, পাওনা পাওনা অর্থ (আপন গণ্ডা বুঝে নেব।); সমার্থক বাগধারা- কড়ি
গণ্ডাগণ্ডা/গণ্ডায় গণ্ডায় বহুসংখ্যক/ বহুলপরিমাণে ভাবার্থে দ্বিত্বশব্দ (গণ্ডাগণ্ডা লুচি)
গণ্ডায় এণ্ডায়/ গণ্ডায় এণ্ডা মেশানো গোলমালের সুযোগে নিজের কাজে ফাঁকি দিয়ে; সমার্থক বাগধারা-গোঁজামিল দিয়ে; গোলে হরিবোল দিয়ে; গোলমালে চণ্ডীপাঠ
গণ্ডারচর্ম/গণ্ডারের চামড়া মান/অপমানবোধ নেই এমন মনোবৃত্তি, গালাগাল বা অপমানসূচক কথা যার গায়ে লাগে না বা তাতে যার চৈতন্য হয় না এমন; সমার্থক বাগধারা- খোসা পুরু
গণ্ডী সীমাসূচক পরিসর (কখনো নিজগণ্ডী অতিক্রম করতে যেও না।)
গণ্ডূষ হাতের কোষ; হাতের কোষে যে পরিমাণ জল ধরে সেই অত্যল্প পরিমাণ (গণ্ডূষমাত্র জলেন সফরী ফরফরায়তেঃ)
গণ্ডূষ করা মন্ত্রপাঠ করে হাতের কোষে জল নিয়ে পান করা (অন্ন ত্যাগ করিয়া, গণ্ডূষ করিয়া উঠিয়া দ্বার খুলিয়া দিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
গণ্ডূষ জল দেওয়া পিতৃপুরুষের উদ্দেশ্য তর্পণ করা
গণ্ডূষ জলে সফরীর ফরফরানি // গণ্ডূষমাত্র জলেন সফরী ফরফরায়তেঃ অল্পবিদ্যার অধিকারীর বিদ্যা জাহির করার প্রবণতা
গণ্ডে-পিণ্ডে/গাণ্ডে-পিণ্ডে গেলা অপরিমিত আহার, গলা পর্যন্ত ঠেসে কহাইয়া, মাত্রাতিরিক্ত পেট বোঝাই করা (নেমন্তন্ন বাড়িতে গেলেই গণ্ডে পিণ্ডে গেলা চাই।)
গতর স্বাস্থ্য (গতরখানা দেখেছ?)
গতরখাকী/খেকো // গতরখাগী/খেগো অত্যন্ত অলস; সামর্থ্য থাকা সত্ত্বেও পরিশ্রমবিমুখ নারী/পুরুষ- গালিবিশেষ
গতর খাটানো পরিশ্রম করা (গতর না খাটালে রুটি জুটবে না।)
গতর নাড়ানো কাজে নিযুক্ত থাকা (অকম্মারা গতর নাড়তে চায় না।)
গতরজমা আলসেমি, কুঁড়েমি
গতর পোষা আলসেমি বা কুঁড়েমি করা; পরিশ্রম না করে শরীরকে তোয়াজ করা
গতর লাগা মোটাসোটা হওয়া
গতরে পোকা ধরা অকর্মণ্য হয়ে পড়া; আলস্যে সময় কাটাতে কাটাতে কর্মশক্তি হারিয়ে ফেলা
গতরের মাথা খাওয়া নিস্কর্মা হয়ে বসে থাকা
গতশোচনা/গতানুশোচনা/গতস্য শোচনা অতীত কৃতকার্যের জন্য শোক বা খেদ; অতীত বিষয়ের জন্য অনুতাপ (গতস্য শোচনা নাস্তি।)
গতি করা১ অন্ত্যেষ্টিক্রিয়া; সৎকার করা
গতি করা২ উদ্ধারের পথ ঠিক করা; উপায়/ব্যবস্থা করা (ছেলেটার একটা গতি করতে হবে।)
গতিক১ অবস্থা (আকাশের গতিক ভাল নয়।)
গতিক২ উপায় (সমস্যা সমাধানের একট গতিক বার করতে হবে।)
গতিপ্রকৃতি/বিধি কার্যকলাপ, চালচলন, ধরণধারণ, হাবভাব, ভবিষ্যতে কি হতে পারে
গতুয়া অলস, কুঁড়ে
গতুরে কর্মঠ, পরিশ্রমী
গত্যন্তর অন্য গতি বা উপায় (গত্যন্তর না থাকায় দেশ ছেড়েছি।); সমার্থক বাগধারা- উপায়ন্তর
গদগদ আবেগজনিত বিহ্বলতার দ্বিত্বশব্দ (গদগদ কণ্ঠ)
গদাইলস্কর বিপুল আকৃতির মন্থরগতিসম্পন্ন ব্যক্তি; অলস, কুঁড়ে
গদাইলস্করী চাল১ গাধাবোটের মত মন্থরগতি
গদাইলস্করী চাল২ কার্যে আলসেমী, উদাসীনতা, কুঁড়েমি, ঢিলেমী (বাঙালীর গদাইলস্করী চাল প্রবাদে পরিণত।)
গদি১ ব্যবসায়ীর দপ্তর
গদি২ ক্ষমতার উচ্চপদ; মসনদ (মন্ত্রীত্বের গদি)
গন্ধমাদন১ প্রয়োজনীয় একটি বস্তুর যায়গায় অপ্রয়োজনীয় দশটা বস্তু
গন্ধমাদন২ সামান্য ও লঘুবস্তুর পরিবর্তে বিরাট ও ভারিবস্তু
গন্ধর্ব (=ঘোড়া) ছোটানো প্রহারের চোটে বেসুরে চিৎকার করানো
গন্ধর্ব পূজা প্রথমে আদর করে পরে প্রহারে বিদায় দান
গন্ধেগন্ধে সূত্র অনুসরণ করে (গন্ধেগন্ধে ঠিক এসে হাজির হয়েছে।)
গন্ধে টের পাওয়া অনুমানে জানা
গণ্যমান্য সম্ভ্রান্ত, সম্মানবিশিষ্ট; বিশেষ সম্মানযোগ্য
গবা/গবারাম/গবচন্দ্র/গবুচন্দ্র/গবেট গোমূর্খ; নির্বোধ; নিরেটবোকা, বোধশক্তিহীন (তোমার মত গবাকে দিয়ে কিছু হবে না।); সমার্থক বাগধারা- উদোমাদা, হাবা হাবাগবা ইত্যাদি
গভীরজলের মাছ/মীন১ অচঞ্চল স্থিরবুদ্ধিসম্পন্ন ব্যক্তি
গভীরজলের মাছ/মীন২ অনেক বুদ্ধি ধরে এমন ব্যক্তি; অত্যন্ত ধূর্ত ও চাপাস্বভাবের লোক, যার ক্রিয়াকলাপের উদ্দেশ্য বোঝা দুষ্কর
গমগম গম্ভীর শব্দব্যঞ্জক দ্বিত্বশব্দ (আসর গমগম করছে।)
গয়ংগচ্ছ আলসেমি; কুঁড়েমি; দীর্ঘসূত্রতা; যাচ্ছি যাব- এমনভাব; সমার্থক বাগধারা গড়িমসি
গয়বি/গায়েবী/গৈবী চাল১ অবস্থা না জেনেই ব্যবস্থাগ্রহণ
গয়বি/গায়েবী/গৈবী চাল২ আড়াল থেকে চালা চাল
গয়সাল মুসলমান ধর্মালম্বী হিন্দু
গয়াংগচ্ছ গয়াপ্রাপ্তি; মৃত্যু (কোটাবাসে মালকচ্ছ বন্ধু বুঝি গয়াংগচ্ছ?); সমার্থক বাগধারা- অক্কা পাওয়া, আত্মারাম খাঁচাছাড়া, ঈশ্বরপ্রাপ্তি, কেষ্ট পাওয়া, পঞ্চত্বপ্রাপ্তি, পটল তোলা, শিঙে ফোঁকা ইত্যাদি
গয়ার পাপ/ভূত১ গয়াতে পিণ্ড দিলে প্রেত পাপমুক্ত হয়; কিন্তু গয়ায় মরলে যে ভূত হয়, তাকে তাড়ানো কঠিন।
গয়ার পাপ/ভূত২ বিরক্তিকর অপরিহার্য বিষয় বা ব্যক্তি; যার কাছ থেকে নিস্কৃতি পাওয়া কঠিন; যাকে সহজে তাড়ানো যায় না
গয়ারাম দলবদলে একদল থেকে অন্যদলে যাওয়া সদস্য
গরগর১ আরামসূচক ধ্বন্যাত্মক দ্বিত্বশব্দ (আদর পেয়ে বিড়ালটা গরগর করছে।)
গরগর২ ঔজ্জ্বল্যের ভাব প্রকাশক দ্বিত্বশব্দ; টকটকে লাল রঙ (তরকারিটা কাশ্মিরী লঙ্কায় গরগর করছে।); সমার্থক বাগধারা- রগরগ
গরগর৩ ক্রোধের ভাব প্রকাশক ধ্বন্যাত্মক দ্বিত্বশব্দ (অচেনা লোক দেখে কুকুরটা গরগর করছে।)
গরজ আবশ্যক, প্রয়োজনের নিমিত্ত অনাবশ্যক কাজ করার দায় (গরজ বড় বালাই।)
গরজ বড় বালাই / গরজে গঙ্গাস্নান প্রয়োজনের গুরুত্ব; স্বার্থের তাগিদ; স্বার্থের জ্বালা বড় জ্বালা; যে দাবি যেমন করে হোক মেটাতে হয়; সমার্থক বাগ ধারা- গরজে গঙ্গাস্নান; ঠেকায় পড়লে ঠাকুরদাদা; দায়ে পড়ে ঢেলায় প্রণাম; দায়ে পড়ে দা‘ঠাকুর; দায়ে পড়ে পূণ্যকর্ম ইত্যাদি
গরম কাপড় শীতের পশমিপোশাক
গরম খবর১ উত্তেজনাপূর্ণ খবর
গরম খবর২ টাটকা খবর
গরমগরম/ গরমাগরম একেবারে সদ্য-ভাজা, টাটকা (গরমাগরম লুচি)
গরম গরম কথা কটুবাক্য; কড়াকড়া কথা
গরম পানীয় বিয়ার জিন রাম ইত্যাদি অ্যালকোহলযুক্ত পানীয় (বাবুরা আজকাল আনন্দানুষ্ঠানে নরম পানীয় খান না, গরম পানীয় খান।)
গরম মেজাজ ত্রুদ্ধ; রুষ্ট মেজাজ
গরমিল হিসাবে বৈষম্য, ভুল (হিসাবে কিছু গরমিল হচ্ছে।)
গরিবখানা আপনগৃহসম্পর্কে বিনয় ও সৌজন্যসূচক উল্লেখ
গরিব-গুরবো বিত্তহীন সম্প্রদায় (গরিবগুরবোদের কথাও একটু ভাবা উচিত ছিল।)
গরীবের ঘোড়ারোগ অবস্থার অতিরিক্ত ব্যয়ের সাধ; উৎকট বাসনার বাতিক; সামর্থের বাইরে অন্যায় প্রত্যাশা করা; দরিদ্রের বড়মানুষি চাল-চলনের ঝোঁক
গরু আকাট মুর্খ
গরু খোঁজা তন্নতন্ন করে খোঁজা
গরু চোর অতি ভীতসন্ত্রস্ত ব্যক্তি; যে মুখ বুজে সব পীড়ন সহ্য করে
গরুড়শয়ন দীর্ঘনিদ্রা (চিন্তা নাই, রাত্রি হ'লে নিদ্রা যাই গরুড়শয়নে।); সমার্থক বাগধারা- কুম্ভকর্ণের ঘুম
গরু মেরে জুতা দান বিরাট ক্ষতি করে অল্প/সামান্য ক্ষতিপূরণ; জঘন্য অন্যায়কর্মের প্রায়শ্চিত্তস্বরূপ অল্পকিছু ভালো কাজ করা' তুলনীয়- জুতা মেরে গরু দান
গরুর ঝাল খেয়ে বেড়ানো ভয়চকিত কিংকর্তব্যবিমূঢ় অবস্থা (গোয়ালে আগুন লাগায় গৃহস্থ গরুর গলার দড়ি কেটে দিলে গরুরা ভয়চকিত অবস্থায় ইতস্ততঃ ছুটে বেড়ায়।)
গর্তের সাপ খুঁচিয়ে বার করা অনাবশ্যক ঝামেলা ডেকে আনা; তুলনীয়- খাল কেটে কুমির আনা।
গর্দভ অত্যন্ত নির্বোধ, বোকা, মহামূর্খ, মাথামোটা, হিতাহিতজ্ঞানশূন্য- গালিবিশেষ (তুমি একটা গর্দভ, ঘটে একটুও বুদ্ধি নেই।)
গর্দভরাগিণী কর্কশ সুর; বিকট বেসুরা চিৎকার
গর্ভযন্ত্রণা দীর্ঘকালব্যাপী উৎবেগ ও উৎকণ্ঠা, নিদারুণ কষ্ট
গর্ভস্রাব অকালপ্রসুত শিশুতুল্য ব্যর্থজন্মা; অকালকুস্মাণ্ড; অপদার্থ- গালিবিশেষ
গরমি/ গর্মী উষ্মা; ক্রোধ; দর্প (খুব গরমি হয়েছে দেখছি।)
গলগ্রহ অকারণে অন্যের বোঝা হয়ে থাকা; অকারণে ও অনিচ্ছায় যার দায় বহন করতে হয়; গলার ভারস্বরূপ পোষ্য, যাকে ইচ্ছা না থাকলেও প্রতিপালন করতে হয়; যে অকর্মা বসেবসে অন্যের অন্ন ধংস করে (জামাই শ্বশুরের গলগ্রহ)
গলদ/গলত/গলতি দোষ, ত্রুটি, ভুল (কোন গলতি ব্যাপারে আমি নেই।)
গলদঘর্ম অসম্ভব ঘামছে এমন, ক্লান্ত ও ঘর্মাক্ত (গলদঘর্ম অবস্থা)
গলদা (আঞ্চলিক) মোটাসোটা; স্থূল; (গলদা চেহারা)
গলবন্ধ১ গলাবন্ধনী; বকলস; অধীনতার বন্ধন; বিদ্যাসাগর মহাশয়ের 'বাঘ ও কুকুর' গল্পের কুকুরের গলায় গলবন্ধের দাগ দেখে বাঘ স্বাধীনতা বিক্রি না করে বনে ফিরে গিয়েছিল।
গলবন্ধ২ গলায় ঠাণ্ডা না লাগার জন্য ব্যবহৃত বস্ত্রখণ্ড; গলায় বাঁধবার রুমাল; কম্ফোর্টার; মাফলার
গলবস্ত্র/গলায় কাপড় সাতিশয় বিনীতভাব (গলবস্ত্র হয়ে আপনাকে অনুরোধ করছি।)
গলা ওঠা স্বর উঁচু করা
গলা করে বলা মুক্তকণ্ঠে বলা; বড় গলায় বলা
গলা কাটা১ বড় ধরনের ঠকানো; ভীষণ প্রবঞ্চনা করা; সমার্থক বাগধারা- গলায় ছুরি দেওয়া
গলাকাটা২ দস্যু; দুর্বৃত্ত (গলাকাটা এখন নিজের গলা বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে।)
গলাকাটা৩ পীড়নমূলক (গলাকাটা দর)
গলাকাটা দর/দাম অস্বাভাবিক/মাত্রাতিরিক্ত দাম/মূল্য (বাজারে গলাকাটা দরে আনাজপত্র বিক্রি হচ্ছে।)
গলাগলি সহচর শব্দ; অত্যন্ত ঘনিষ্টতা; আন্তরিকতাপূর্ণ (বেশি গলাগলি ভালো নয়।)
গলা চাপা স্বর নীচু করা; নীচু স্বরে কথা বলা
গলা চেপে ধরা১ পীড়ন করা (গলা চেপে ধরে সরকার কর আদায় করছে।)
গলা চেপে ধরা২ হত্যা করার চেষ্টা করা; সমার্থক বাগধারা- টুঁটি চেপে ধরা
গলা ছাড়া স্বর উচ্চে তোলা (গলা ছেড়ে গান গাও।)
গলা জল গভীর সঙ্কট
গলা টিপলে দুধ বেরোয় অজ্ঞ; অল্পবয়স্ক; জ্ঞানহীন; নিতান্ত শিশু
গলা ঠাণ্ডা করা মদ খাওয়া (সান্ধ্য মজলিশে গলা ঠাণ্ডা করার পর্ব চলছে।)
গলা ধরা১ গলা কুটকুট করা ('ওল খেয়ো না ধরবে গলা')
গলা ধরা২ সাময়িক স্বর বন্ধ হওয়া
গলাধাক্কা অপমান করে বিদায় করা; সমার্থক বাগধারা- অর্ধচন্দ্র, ঘাড়ধাক্কা
গলাফুলো পায়রা অহঙ্কারী ব্যক্তি
গলাবন্ধ/গলবন্ধ গলায় ঠাণ্ডা না লাগার জন্য ব্যবহৃত বস্ত্রখণ্ড
গলা বসা সাময়িক স্বর অস্পষ্ট হওয়া
গলা বাঁচানো প্রাণ বাঁচানো (নিজের গলা বাঁচাতে গলাকাটা জেলখানায় ঢুকেছে।)
গলাবাজী১ চিৎকার চেঁচামেচি (গলাবাজী করে কাজ উদ্ধার হয় না।)
গলাবাজী২ ব্যঙ্গার্থে- অসার নিস্ফল বক্তৃতা (নেতার গলাবাজীতে জনগণ ভুলছে না।)
গলা ভাঙা সাময়িক স্বরবিকৃতি হওয়া (ঠাণ্ডা লেগে গলাটা ভেঙে গেছে।)
গলা ভারী গম্ভীর স্বর; গলা ভারী করলেই ভারিক্কী হওয়া যায় না।)
গলা সাধা রেওয়াজ করা; সরগম সাধনা; সুরের সাধনা
গলাধঃকরণ খাওয়া; গেলা (এই ঠাণ্ডা চা গলাধঃকরণ করা যায় না।)
গলায় আঁকশি দেওয়া১ কোন কাজ করতে টেনে আনা; কোনো কাজ করতে বাধ্য করা
গলায় আঁকশি দেওয়া২ .পাওনা মিটিয়ে দিয়ে বাধ্য করা
গলায় আঙুল দেওয়া জোর করে পাওনা আদায় করা
গলায় কাপড় অতি দারিদ্র বা বিনয়ীর লক্ষণ
গলায় গলায়১ আকণ্ঠ, গলা পর্যন্ত (গলায় গলায় ঋণে ডুবে আছে।)
গলায় গলায়২ অত্যন্ত ঘনিষ্ঠ, নিবিড়ভাবে, প্রগাঢ় (গলায় গলায় পীরিত); সমার্থক বাগধারা- হলায় গলায়
গলায় গলায় পিরিত প্রগাঢ় বা বেশিমাত্রায় প্রণয় বা প্রীতি
গলায় গাঁথা অনভিপ্রেত বোঝা হওয়া (বৃদ্ধবয়সে আমি কারো গলায় গাঁথবো না।); সমার্থক বাগধারা-গলায় পড়া
গলায় গামছা দেওয়া১ প্রচণ্ড অপমান করা
গলায় গামছা দেওয়া২ জবরদস্তি করে বাধ্য করা
গলায় ছুরি দেওয়া১ ভীষণরকমের প্রবঞ্চনা করা
গলায় ছুরি দেওয়া২ মাত্রাতিরিক্ত দামে পণ্যবিক্রয় করা
গলায় ছুরি দেওয়া৩ সমূহ সর্বনাশ করা
গলায় দড়ি অপমান লজ্জা ইত্যাদি, যাতে লোকসমাজে আর মুখ দেখাতে না পারে তারজন্য মৃত্যু কামনা করে ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি।)
গলায় পড়া গলগ্রহ হওয়া (বিধবা বোনটি গলায় এসে পড়েছে।); সমার্থক বাগধারা-গলায় গাঁথা
গলায় পা দেওয়া উৎপীড়ন করা (গলায় পা দিয়ে ঝগড়া করছে।)
গলায় লাগা বলতে/গিলতে কষ্ট হওয়া
গলার কাঁটা বোঝাস্বরূপ
গলার জোর উচ্চস্বর; চিৎকার (গলার জোরে সব যায়গায় বাজিমাত করা যায় না।)
গলার নিচে যাওয়া উদরপূর্তি
গলিঘুঁজি খুব সঙ্কীর্ণ রাস্তা; গলি ও তস্য গলি; এঁদো কোণ (এই গলিঘুঁজির মধ্যে বাড়ীটা খুঁজে বার করতে খুব কষ্ট হয়েছে।); সমার্থক বাগধারা- অলিগলি
গলে জল মান অভিমান রাগ ইত্যাদি চলে যাওয়া; বিন্দুমাত্র রাগ নেই এমন ভাব (পেটে দানা পড়লে সব রাগ জল হয়ে যায়।)
গল্পগুজব প্রায় সমার্থক যুগ্মশব্দ; নানাবিষয়ে হালকা আলাপ -আলোচনা (সারাদিন গল্পগুজব করেইই সময়টা কেটে গেল।)
গল্প শেষ এরপর কথা নেই; কথা সমাপ্ত
গল্পের ভুশুড়ি ভাঙা ক্রমাগত একটার পর একটা গল্প বলা; ক্রমাগত বলে যাওয়া
গসগস ক্রোধ বা বিরক্তির ভাবসূচক (রাগে গসগস করছে।); সমার্থক বাগধারা- গজগজ
গস্ত ঘুরে ফিরে জিনিসপত্র কেনা (সে বড়বাজারে গস্ত করতে গেছে।)
গহনাগাঁটি/গহনাপত্র বিভিন্ন অলংকার ও দামি জিনিষপত্র (গহনাগাঁটি ঝকমকানি)
গহনার নৌকা সময়তালিকা অনুযায়ী বহুযাত্রী নিয়ে চলাচলকারী বড় নৌকাবিশেষ
গাঁ নেই তার সীমানা নেই বস্তুর খোঁজের কোন অর্থ হয় না।
গাঁ বড় তার মাঝের পাড়া ছোট্টগ্রামে কয়েকঘর পরিবারের বাস; সেখানে একাধিক পল্লী হতে পারে না;অন্যায়/অবাস্তব দাবী নগণ্যের বাড়াবাড়ি; আদিখ্যেতা
গাঁয়ের নাম তেঘরা, তার উত্তরপাড়া দক্ষিণপাড়া গাঁ বড় তার মাঝের পাড়ার অনুরূপ
গাঁইগুঁই অনিচ্ছা বা অসম্মতিসূচক অস্পষ্ট অভিব্যক্তি (তাকে যেতে বললাম বটে সে কিন্তু যেতে গাঁইগুইঁ করছে।)
গাঁইগোত্র পূর্বপুরুষের গ্রাম ও গোত্রপরিচয়, কুলপরিচয়
গাঁ-গাঁ উত্কটভাবে চিৎকার করে কথা বলা; ক্রুদ্ধ আওয়াজবিশেষ (বাচ্চাটা গাঁ-গাঁ করছে।)
গাঁ নাই তার সীমানা অন্যায়/অবাস্তব দাবী; আদিখ্যেতা; বাড়াবাড়ি
গাঁইয়া/গেঁয়ো অশিক্ষিত; অমার্জিত (তুমি একটা গাঁইয়া লোক।); অযৌক্তিক অশোভন কুরুচিকর ব্যাখ্যা
গাঁক-গাঁক চিৎকার করে কথা বলার ভাবপ্রকাশক (সে এত গাঁকগাঁক করে কথা বলে যে কানে তালা লেগে যায়।)
গাঁজা খাওয়া অলীক ও বানানো কথা বলা (গাঁজা খেয়ে কথা বলছ নাকি?)
গাঁজাখুরি অবিশ্বাস্য, অলীক কল্পনা (গাঁজাখুরি গল্প)
গাঁট কোমরের কাপড় যেখানে টাকাপয়সা রাখা হয় (গাঁটের পয়সা খরচ করে কিনেছি।); সমার্থক বাগধারা- টেঁক/ট্যাঁক
গাঁটকাটা পকেটমার, যে অন্যের ট্যাক কেটে টাকা চুরি করে (ভিড়বাসকে গাঁটকাটারা টার্গেট করে।)
গাঁটগচ্চা গাঁটের পয়সা অযথা খরচ
গাঁটছড়া১ হিন্দুদের বিবাহকালে বরের উত্তরীয়ের সঙ্গে কনের বস্ত্রাঞ্চলের গ্রন্থিন্ধন।
গাঁটছড়া২ স্বার্থের কারণে রাজনৈতিক দলগুলির জোটবন্ধন (ভোট এলে রাজনৈতিক দলগুলি পরস্পর গাঁটছড়া বাঁধে।)
গাঁটে গাঁটে বুদ্ধি মহা ধুরন্ধর
গাঁটের কড়ি/পয়সা নিজের পরিশ্রমের পয়সা, স্বোপার্জিত সঞ্চিত অর্থ
গাঁট্টাগোঁট্টা/ গাট্টাগোট্টা সুগঠিত ও পেশিযুক্ত ও শক্তিশালী (গাঁট্টা-গোঁট্টা চেহারা)
গাঁয়ে মানে না আপনি মোড়ল১ মূর্খ ও অযোগ্য ব্যক্তির হাস্যকর আত্মশ্লাঘা
গাঁয়ে মানে না আপনি মোড়ল২ উপর-পড়া কর্তৃত্ব
গাঁয়ে মানে না আপনি মোড়ল৩ স্বঘোষিত নেতা
গা এলিয়ে দেওয়া হাত পা ছেড়ে শুয়ে পড়া
গা করা/ দেওয়া১ কিছু মনে করা
গা করা/ দেওয়া২ গরজ করা; নজর করা, মন লাগানো; মনোযোগ দেওয়া (আমার ব্যাপারটাইয় কেউ গা করছো না।)
গা করকর করা ঈর্ষান্বিত হওয়া
গা করকর করা২ সহ্য না হওয়া
গা কশকশ করা১ আক্রোশযুক্ত হওয়া (রাগে আমার গা কশকশ করছে।)
গা কশকশ করা২ প্রতিশোধ নেওয়ার জন্য উদগ্রীব হওয়া (রাগে আমার গা কশকশ করছে।)
গা কাঁপা প্রচণ্ড ভয় পাওয়া (খাদের ধারে দাঁড়িয়ে আমার গা কাঁপছে।)
গা কেমন করা/ গা কেমন-কেমন করা১ ভয়, ঘৃণা বা অসুস্থতাজনিত অস্বস্তি বোধ করা
গা কেমন করা/ গা কেমন-কেমন করা২ বমির ভাব হওয়া
গা গতর অঙ্গ-প্রত্যঙ্গ, সর্বাঙ্গ (খাটুনির চোটে গা-গতর ব্যাথা হয়ে গেছে।)
গা গরম অল্প জ্বর; জ্বর নয় জ্বর জ্বর ভাব
গা গুলানো বমির উদ্রেক হওয়া
গা ঘামানো পরিশ্রম করা (খুব গা ঘামিয়ে ঠিকসময়ে কাজটা শেষ করেছে।)
গা ঘেঁষা১ অত্যন্ত কাছে বসা
গা ঘেঁষা২ অন্তরঙ্গ হওয়ার চেষ্টা; গায়ে পড়ে ভাব জমানো (কখনো বড়লোকের গা ঘেঁষা নেই।)
গাঘেঁষা৩ গায়ে পড়ে ভাব জমায় এমন
গা চাটাচাটি করা ভালবাসা জানানো (পুলিশের সঙ্গে গা চাটাচাটি করা ভালো নয়।)
গা ছাড়া আগ্রহহীন, ঢিলেঢালাভাব (তোমার মধ্যে গা ছাড়া ভাব দেখা যাচ্ঙ্গঙ্গঙ্গে
গা জুড়ানো১ মনে শান্তি পাওয়ারা
গা জুড়ানো২ ক্লান্তি দূর হওয়া, স্বস্তিবোধ করা
গা-জুড়ানো৩ তৃপ্তিকর; স্বস্তিদায়ক
গা-জুরি/জোয়ারি গোঁয়ার্তুমি, জবরদস্তি (গা-জোয়ারি করে কোনো লাভ হবে না।)
গা জুরি/জোয়ারি করা১ অন্যায় কথা বলা
গা জুরি/জোয়ারি করা যুক্তির বিচারে নয় বলপ্রয়োগে কার্যোদ্ধার করা
গা জ্বলা অতিশয় ক্রোধের উদ্রেক হওয়া (অন্যায় কথা শুনলে গা জ্বলে ওঠে।)
গা জ্বালা করা/গায়ে জ্বালা ধরা১ ঈর্ষান্বিত হওয়া
গা জ্বালা করা/গায়ে জ্বালা ধরা২ ঘৃণার/বিরক্তি উদ্রেক হওয়া
গা ঝাড়া দেওয়া জড়তা কাটিয়ে কাজে নামা
গা ঝিম ঝিম করা অসুস্থতা বোধ করা
গা টেপাটেপি করা ইঙ্গিতে কথা বলা
গা ঢাকা দেওয়া আত্মগোপন করা; পালিয়ে যাওয়া; লুকানো; লুকিয়ে চলাফেরা করা (সুযোগ পেয়ে দুস্কৃতিরা গা ঢাকা দিল।)
গা ঢালা১ আশা ভরসা ছেড়ে দেওয়া; নিরুদ্যম হওয়া
গা ঢালা২ এলিয়ে পড়া; হাত-পা ছড়িয়ে শুয়ে পড়া
গা তোলা ঘুম থেকে উঠে বসা; নড়েচড়ে ওঠা; শয্যা ত্যাগ করা
গা দেওয়া উৎসাহ দেখানো; মনোযোগ দেওয়া; যত্ন করা (ছেলেটা আমার কথায় গা দিল না।); সমার্থক বাগধারা- গা করা
গা নাড়া দেওয়া চলে ফিরে বেড়ানো (প্রতিদিন গা নাড়া না দিলে শরীর বসে যাবে।)
গা পেতে নেওয়া মেনে নেওয়া; বিনা প্রতিবাদে সহ্য করা, স্বীকার করা
গা মাটি মাটি করা আলস্য বোধ করা; শুয়ে পড়ার ইচ্ছা হওয়া
গা মোড়া আলস্য ভাঙ্গা, আলস্য দুর করার জন্য গা মোচড় দেওয়া
গা ম্যাজম্যাজ করা অস্বস্তি/আলস্য বোধ করা
গা লাগানো মনযোগী হওয়া; প্রবৃত্ত হওয়া (গা লাগিয়ে কাজ কর।)
গা সহা যা অভ্যস্ত; সহ্য হয় এমন (লোকের সমালোচনা আমার গা সহা হয়ে গেছে।)
গা শোঁকাশুঁকি করা পরস্পরের প্রতি অন্তরঙ্গ হওয়া
গাওয়া সাক্ষ্য (অন্ততঃ তিনজনের গাওয়া চাই।)
গাঙ গঙ্গা; বড়নদী (গাঙ পেরুলেই পাটনী শালা- প্রবাদ)
গাঙ পেরুলেই পাটনী শালা স্বার্থসিদ্ধি হয়ে গেলে উপকারী কেউ নয়
গাঙ্গুরাম তেলি অতি নগণ্যব্যক্তি (কোথায় রাজা ভোজ আর কোথায় গাঙ্গুরাম তেলি- প্রবাদ)
গাছ না উঠতে এককাঁদি কাজে নামার আগেই ফলের প্রত্যাশা; ফলপ্রাপ্তির পূর্বেই ভোগের আয়োজন; সমার্থক ভাগধারা- আম না হতে আমসি/আমস্বত্ব, কালনেমির লঙ্কাভাগ, রাবণের ছাদনাতলা, রাম না হতেই রামায়ণ, হবু ছেলের অন্নপ্রাশন ইত্যাদি
গাছকোমর বাঁধা (মেয়েদের সম্পর্কে) গাছে ওঠা বা কোন ভারী কাজ করার সময় আঁচল কোমরে জড়িয়ে নেওয়া
গাছগাছড়া/গাছগাছালি বুনো লতাগুল্ম, ওষুধ হিসাবে ব্যবহৃত ভেষজ উদ্ভিদ (গাছগাছড়ার গুণের কথা আমরা ভুলেই গেছি।)
গাছপাগল বদ্ধ উন্মাদ
গাছপাথর (বয়সের) পরিমাণনির্দেশক, অনেক বয়স হয়েছে এমন (বুড়োর বয়সের কোন গাছপাথর নেই।)
গাছপালা নানারকম গাছ ও লতাপাতা
গাছে কাঁঠাল গোঁফে তেল // গাছে না উঠতেই এককাঁদি প্রাপ্তির আগেই ভোগের আয়োজন; ফলপ্রাপ্তির পূর্বেই ভোগকল্পনা; অপ্রাপ্তবস্তুকে প্রাপ্ত কল্পনা করে পরিকল্পনা
গাছে চড়ানো/তোলা অযথা প্রশংসা করা; চাটুকারি করে কাউকে গর্বিত করা; সমার্থক বাগধারা- তোল্লাই দেওয়া
গাছে তুলে মই কাড়া১ আশা দিয়ে নিরাশ করা; সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা
গাছে তুলে মই কাড়া২ কাজে নামিয়ে সরে পড়া; প্ররোচনা দিয়ে বিপজ্জনক কাজে লিপ্ত করে পরে অসহায় অবস্থায় ফেলে চলে যাওয়া
গাছের ফল সহজলভ্য বস্তু (চাকরিটা গাছের ফল নাকি যে চাইলেই পাবে?); সমার্থক বাগধারা- ছেলের হাতের মোয়া
গাছেরও খাওয়া তলারও কুড়ানো /গাছের পাড়া তলার কুড়ানো নিতান্ত স্বার্থপরের মত কাজ করা; সকল উপায়ে অভিষ্ট বিষয় হস্তগত করা (চতুরতার লক্ষ্মণ)
গাট্টা-গোট্টা সুগঠিত ও পেশিযুক্ত ও শক্তিশালী (গাট্টা-গোট্টা চেহারা)
গাড্ডা অস্বস্তিকর পরিস্থিতি; বিপদ
গাড্ডা/গাড্ডু মারা পরীক্ষায় অকৃতকার্য হওয়া
গাড্ডায় পড়া বিপদে পড়া (খুব গাড্ডায় পড়ে গেছি।)
গা ঢাকা দেওয়া অনুপস্থিত থাকা; পালিয়ে বেড়ানো (পুলিশের ভয়ে দুস্কৃতিরা গা ঢাকা দিয়েছে।)
গাড়ল১ গড্ডর; গড্ডল; ভেড়া; মেষ
গাড়ল২ নির্বোধ, মূর্খ (তুমি একটা আস্ত গাড়ল।)
গাড়ল২ অন্যের বা স্ত্রীর বুদ্ধিতে মুর্খের মত চলা ব্যক্তি
গাড়িঘোড়া বিভিন্ন ধরনের যানবাহন (রাস্তায় গাড়িঘোড়া বেশি চলছে না।)
গাড়িঘোড়া চড়া১ বাবুগিরি করা
গাড়িঘোড়া চড়া২ ঐশ্বর্য সুখ ভোগ করা; বিলাসে জীবনযাপন করা (লেখাপড়া করে যে গাড়ীঘোড়া চড়ে সে।)
গাড়ি ফেল করা রেলগাড়ি ধরতে না পারা
গাড়ুর দামে খাড়ু যাওয়া অল্পের জন্য মূল্যবান দ্রব্য নষ্ট হওয়া
গাণ্ডু- হিন্দি অশ্লীল গালিবিশেষ
গাণ্ডু (অশালীন) অবিবেচক; আহাম্মক; বুদ্ধিহীন (গাণ্ডূর মত কাজ করো না।)
গাণ্ডেপিণ্ডে গেলা অপরিমিত আহার করা
গাত্রজ্বালা/দাহ ঈর্ষা, ক্রোধ ইত্যাদি মানসিক ভাব
গাত্রোত্থান বিছানা ছেড়ে উঠে বসা বা দাঁড়ানো
গাদাগাদি প্রচুর জমায়েত (গাড়ীতে গাদাগাদি করে লোক উঠেছে।); সমার্থক বাগধারা- গায়গায়; ঘেঁষাঘেঁষি, চাপাচাপি, ঠাসাঠাসি, ঠেসাঠেসি, লাগালাগি ইত্যাদি
গাধা/ গর্ধভ অত্যন্ত নির্বোধ, বোকা- তিরস্কার (তুমি একটা আস্ত গাধা।)
গাধা পিটিয়ে ঘোড়া করা বোকাকে শিখিয়ে পড়িয়ে চালাক করা
গাধার খাটুনি১ যে কাজে বুদ্ধির প্রয়োজন নেই, কিন্ত পরিশ্রম আছে (সংসারে গাধার খাটনি খেটে মরি।)
গাধার খাটুনি২ যে কাজে পারিশ্রমিকের তুলনায় অতিরিক্ত খাটুনি
গাধার জল খাওয়া স্বভাব দোষ; গাধা জল না ঘুলিয়ে খেতে পারে না; সমার্থক বাগধারা- কুকুরের আড়াই পাক; বিড়ালের তিন পা; শিয়ালের রা ইত্যাদি
গাধার পিটুনি নির্মম প্রহার
গাধার রাগিণী উৎকটস্বরে চিৎকার (অনেক হয়েছে এবার গাধার রাগিণী থামাও।)
গান্ধর্ববিবাহ পাত্রপাত্রীর ইচ্ছানুসারে প্রচলিত আচার অনুষ্ঠান না করে একে অপরকে স্বামী ও স্ত্রীরূপে বরণ
গাপ করা গোপনে আত্মস্মাৎ করা (আমার সম্পত্তিটা বেমালুম গাপ করে দিলে।)
গাফিলতি/ গাফিলিয়তি অবহেলা; অমনযোগ; ঔদাসিন্য; ঢিলেমি; ফাঁকিবাজী (গাফিলতি করেই নিজের ক্ষতি করলাম।)
গাবদাগোবদা বেমানান মোটাসোটা চেহারা
গায়ে কাঁটা দেওয়া ভয়ে রোমাঞ্চিত হওয়া
গায়েগায়ে ঘেঁষাঘেঁষি; পাশাপাশি (বাড়ীগুলি সব গায়েগায়ে উঠেছে।)
গায়ে গায়ে শোধ১ নগদ টাকা না দিয়ে গায়ে খেটে ঋণ পরিশোধ
গায়ে গায়ে শোধ২ পরস্পরের দেনাপাওনা কাটাকাটি করে ঋণ পরিশোধ
গায়ে গু মাখলে যমও ছাড়ে না দোষ করলে নিস্কৃতি নাই; দোষীরা কখনো নিস্কৃতি পায় না
গায়ে জ্বর আসা আশঙ্কিত হওয়া, ভয় পাওয়া (পরীক্ষার নাম শুনলেই আমার গায়ে জ্বর আসে।)
গায়ে তেল হওয়া উদ্ধত হওয়া; বেপরোয়া হওয়া
গায়ে থুথু দেওয়া ঘৃণা করা, ধিক্কার দেওয়া, নিন্দা করা (তোমার ব্যবহারে সবাই গায়ে থুথু দিচ্ছে।)
গায়ে পড়া১ উপযাজক হয়ে কথা বলা; যেচে/সেধে আলাপ করা
গায়েপড়া২ অযাচিত ও অবাঞ্ছিত; উপরপড়া; সেধো (গায়েপড়া স্বভাব)
গায়ে-পড়ে উপর-পড়া হয়ে; অযাচিতভাবে (গায়ে-পড়ে ঝগড়া করা ওর স্বভাব।)
গায়ে ফুঁ দিয়ে বেড়ানো১ নির্ভাবনায় বাবুয়ানা ও ফুর্তি করে বেড়ানো; পরিশ্রম না করে আরামে দিন কাটানো
গায়ে ফুঁ দিয়ে বেড়ানো২ কোন দায়িত্ব গ্রহণ না করা; দায়-দায়িত্ব এড়িয়ে চলা
গায়ে ফোসকা পড়া অসহ্য বোধ হওয়া; ঈর্ষান্বিত হওয়া
গায়ে বিষ ছড়ানো/ঢালা অঙ্গ জ্বালানো; ক্রোধ হওয়া
গায়ে মাখা/ গায়ে না মাখা আমল দেওয়া বা না দেওয়া; গ্রাহ্য করা বা না করা (সব কথা গায়ে মাখতে নেই।)
গায়ে মাংস/মাস লাগা মোটা হওয়া; স্বাস্থ্য ভাল হওয়া
গায়ে লাগা ইঙ্গিতে দোষারূপ হচ্ছে ভেবে মনে লওয়া; মর্মে আঘাত করা (সে অন্যকে বলছে; তোমার গায়ে লাগছে কেন?)
গায়ে সওয়া অভ্যস্ত হওয়া (ওসব গালিগালাজ গায়ে সয়ে গেছে।)
গায়ে হলুদ বিয়ের আগে পাত্র-পাত্রীকে হলুদমিশানো জলে স্নান করানোর অনুষ্ঠান
গায়ে হাত তোলা মারধর/প্রহার করা
গায়ে হাত না দিয়ে কথা বলা নিজের দোষ গোপন করে পরের নিন্দা করা
গায়ের চামড়া ছাড়ানো ভীষণ প্রহার করা
গায়ের জোর গোঁয়ার্তুমি (গায়ের জোরে সব হয় না।)
গায়ের ঝাল ঝাড়া/মেটানো১ প্রতিশোধ নেওয়া
গায়ের ঝাল ঝাড়া/মেটানো২ মনে সঞ্চিত ক্রোধ পূর্ণ ও প্রবলভাবে প্রকাশ করা
গায়েব১ অদৃশ্য (হঠাৎ তুমি কোথায় গায়েব হয়ে গেলে?)
গায়েব২ আত্মসাৎ (আমার টাকাটা গায়েব করে দিলে?); সমার্থক বাগধারা- গাপ
গায়েবী/গৈবী চাল অদৃশ্য চাল; আড়াল থেকে চাল চালা
গায়েবী/গৈবী ধন গুপ্তধন ('লোকে রটিল পেয়েছে গৈবী ধন'- অবনীন্দ্রনাথ)
গায়ের জল স্বাস্থ্য
গায়ের জ্বালা ঈর্ষা, হিংসা (পরের উন্নতিতে সকলের গায়ে জ্বালা ধরে।); সমার্থক বাগধারা- গাত্রদাহ
গায়ের জ্বালা/ঝাল মনের জমে-থাকা ক্রোধ; দীর্ঘদিনের সঞ্চিত আক্রোশ (গালাগালি করে গায়ের ঝাল ঝেড়েছি/মিটিয়ে নিয়েছি।); সমার্থক বাগধারা- দাদ
গালকুট করা গাল দেওয়া; নিন্দা করা
গালগল্প গল্পের সহচরশব্দ গাল; অবাস্তব কথাবার্তা; খোসগল্প; গাঁজাখুরি/মনগড়া কাহিনী; সমার্থক বাগধারা- কপোলকল্পনা
গালপাট্টা গালজোড়া দাড়ি (বর এসেছে বীরের ছাঁদে, বিয়ের লগ্ন আটটা; পিতল-আঁটা লাঠি কাঁধে, গালেতে গালপাট্টা'- রবীন্দ্রনাথ)
গাল বাড়িয়ে চড় খাওয়া আগবাড়িয়ে অপমানিত হওয়া
গালভরা একগাল (গালভরা হাসি)
গালভরা কথা বড়ো বড়ো আড়ম্বরপূর্ণ কথা; বড়াই
গালভরা নাম বিরাট নাম; নামের চোটে গগন ফাটে
গালভরা পান পানে পরিপূর্ণ
গালভরা প্রতিশ্রুতি অনেক কিছু করে দেবার প্রতিশ্রুতি (ভোট পাওয়ার জন্য রাজনৈতিক নেতারা গালভরা প্রতিশ্রুতি দেন।)
গালভরা হাসি পরম সন্তোষজনক হাসি
গালাভরা বালা যতটা ভার ততটা গুণের নয়
গালমন্দ/গালাগাল/গালাগালি/গালিগালাজ কটুক্তি; তিরস্কার
গালে চড়১ বেদনাদায়ক অভিজ্ঞতা অর্জন (যেমন কর্ম তেমন ফল মশা মারতে গালে চড়-প্রবাদ)
গালে চড়২ জবরদস্তি করে অত্যন্ত চড়া দাম আদায় (দোকানদারটা আমার গালে চড় মেরেছে।)
গালে চূণকালি তীব্র অপমান; দূরপনেয় কলঙ্কলেপন
গালে হাত অবাক; বিস্ময় প্রকাশ
গিজগিজ/গিসগিস ধ্বন্যাত্মক দ্বিত্বশব্দ; বহুলোকের একত্র সমাবেশ হেতু গুঞ্জনশব্দ (সভায় লোক গিজগিজ করছে।); সমার্থক বাগধারা- ঠাসাঠাসি
গিদ্ধড় (=শিয়াল) অপরিচ্ছন্ন, নোংরা, অর্থলোভী- গালিবিশেষ
গিন্নিপনা১ গৃহিণীসুলভ আচরণ
গিন্নিপনা২ কৌতুকে/ব্যঙ্গে- অল্পবয়সী মেয়ের গৃহিণীসুলভ আচরণ
গিন্নিবান্নি১ সুগৃহিণীসুলভ আচরণ
গিন্নিবান্নি২ বয়স্কা অভিজ্ঞতাসম্পন্ন গৃহকর্ত্রীর মত আচরণ
গিরগিটি১ অত্যন্ত কৃশ ও শীর্ণকায় ব্যক্তি
গিরগিটি২ বর্ণচোরা ব্যক্তি; সমার্থক বাগধারা- বহুরূপী
গিরিকন্দর পাহাড়ের গুহা
গিরিসঙ্কট দুই পর্বতের মধ্যবর্তী সঙ্কীর্ণ কঠিন পথ
গিল্টি সোনা১ পালিশ করা কৃত্রিম সোনা
গিল্টি সোনা২ নকল জিনিস (চারদিকে মা প্রবঞ্চনা ভালোবাসার গিল্টি সোনা- নজরুল।)
গীত একই অনীপ্সিত কথার পুনরুক্তি (কানুবিনা গীত নাই।) সমার্থক বাগধারা- ঘ্যানঘ্যান; ঘ্যানরঘ্যানর
গুঁতাগুঁতি সহচরশব্দ; ঝগড়াবিবাদ, ঠেলাষেলি, ধাক্কাধাক্কি
গুগলি১ ক্রিকেট খেলায় বল করার এক কৌশল
গুগলি২ কথার মারপ্যাঁচ
গুচ্ছের বিরক্তিকর অবাঞ্ছিত অতিরিক্ত (গুচ্ছের কাজ ঘাড়ে চেপেছে।)
গুজগুজ১ ধ্বন্যাত্মক দ্বিত্বশব্দ; অল্পলোকের সমাবেশের মৃদু গুঞ্জনশব্দ
গুজগুজ২ গোপনে শলাপরামর্শ (দু'জনে মিলে কি গুজগুজ করছো?)
গুজগুজিয়া / গুজগুজে যার পেটের কথা স্পষ্ট পাওয়া যায় না; যে মনের কথা স্পষ্ট করে প্রকাশ করে না (গুজগুজে স্বভাব); সমার্থক বাগধারা- ভিদভিদে
গুজরান১ জীবিকা নির্বাহ করা ('চাষবাস করে দিন গুজরান করি'- রবীন্দ্রনাথ)
গুজরান২ দিনযাপন; সময় অতিবাহন (স্বচ্ছন্দের দিন গুজরান করছি।)
গুটিকতক/কয়েক অল্পসংখ্যক (গুটিকয়েক লোক হাজির ছিল।)
গুটিগুটি ধীরপদক্ষেপভাবব্যঞ্জক দ্বিত্বশব্দ; অত্যন্ত আস্তে; ধীরে ধীরে (বাঘটা গুটিগুটি পায়ে গরুটার দিকে এগিয়ে গেল।)
গুটিসুটি সঙ্কুচিত, হাত পা গুটিয়ে থাকা (লেপের মধ্যে গুটিশুটি মেরে শুয়ে আছে।); সমার্থক বাগধারা- গুড়িশুড়ি; জড়সড়
গুড়গুড়িয়া খর্বাকৃতি ব্যক্তি
গুড়-ব্যাঘ্র সরলভাষাকে সাধুভাষায় উপস্থাপন (গাঁজাখোর=> গঞ্জিকাসেবী; মধুসিংহের বাড়ী=>গুড়ব্যাঘ্র ভবন; শুয়োরের বাচ্চা=> বরাহতনয় ইত্যাদি)
গুড়ি মারা ওত পেতে থাকা (ইঁদুর ধরতে বিড়ালটা গুড়ি মেরে বসে আছে।)
গুড়ে বালি আশায় নৈরাশ্য, আশা বিফল (আশা করছো সাহায্য পাবে, সে গুড়ে বালি।)
গুণ করা জাদু দিয়ে বশ করা ('আমায় গুণ করেছে, খুন করেছে ও বাঁশি'- লঘুগীতি)
গুণগান১ গুণকীর্তন
গুণগান২ গান গুণের সহচর শব্দ; কোন গুণ নেই এই অর্থে- গুণগান নেই ধ্যানে দড়।
গুণচট১ শণের সুতো দিয়ে তৈরি চট বা থলি
গুণচট২ নষ্ট হয়ে গেছে এমন (কারবার গুণচট।)
গুণধর/ গুণনিধি/গুণমন্ত/ গুণসাগর ব্যঙ্গে- সব বদগুণের অধিকারী; কুক্রিয়াসক্ত; দোষের আকর; নীচচরিত্র (অতি গুণধর ছেলে।)
গুণাগার/ গুণোগার আক্কেলসেলামি; পাপের শাস্তি; ভুলের মাশুল; লোকসানের অর্থদণ্ড (ভুল করাতে একগাদা টাকা গুনাগার দিতে হল।)
গুণাহ/গোণাহ অপরাধ; দোষ; পাপ ('সারা বছর যত গুণাহ ছিল রে জমা'- নজরুল)
গুণে ঘাট নাই / গুণের সাগর১ সাধারণ অর্থে- গুণবিষয়ে কোন অংশে কম নাই; কোনবিষয়ে হীন নয়; সকল গুণের আধার
গুণে ঘাট নাই / গুণের সাগর২ ব্যঙ্গার্থে- কোন গুণ নাই তবে বদগুণের সীমা-পরিসীমা নেই; সর্ব বদগুণের আধার
গুণে নুন দিতে নেই / গুণে নুন দেওয়া নেই নূন দিলে ব্যঞ্জন সুস্বাদু হয়, কিন্তু নূন দিলেও নির্গুণ কখনো গুণী হবে না; নির্গুণের প্রতি ব্যঙ্গোক্তি; সমার্থক বাগধারা- সকল গুণের গুণমণি
গুবলেট ভেস্তে যাওয়া; ভেস্তে গেছে এমন (সব গুবলেট হয়ে গেছে।)
গুম খুন গুপ্ত হত্যা
গুমর/গুমোর অহংকার, গর্ব, দম্ভ (চাকুরিজীবী মহিলাদের গুমর একটু বেশি হয়।)
গুমোর ভাঙা গর্ব চূর্ণ করা; অহঙ্কার দূর হওয়া
গুয়ে ঢেলা মারা নোংরা প্রসঙ্গ বা বিষয়ে প্রবিষ্ট হয়ে নিজেকে কলুষিত করা
গুয়ের এপিঠ আর ওপিঠ মন্দের সবই মন্দ
গুয়ের পোকা অধমের অধম; নিকৃষ্টঞ নরাধম
গুরুগম্ভীর গভীর অর্থযুক্ত এবং গম্ভীর শব্দবিশিষ্ট (গুরুগম্ভীর বর্ণনা; গুরুগম্ভীর ভাষা)
গুরুচণ্ডালী/চাণ্ডালী সাধুভাষার সাথে কথ্য ভাষার সংমিশ্রণজনিত দোষ (চর্ব্য-চোষ্য রান্না; ভাতপ্রাশন; মড়াদাহ; শবপোড়া ইত্যাদি (বঙ্কিমচন্দ্রের ভাষা গুরু-চণ্ডালীদোষে দুষ্ট।)
গুরুপাক সহজে হজম হয় না এমন (গুরুপাক খাদ্য)
গুরুবাক্য অলঙ্ঘনীয় নির্দেশ
গুরু বোবা, শিষ্য কালা দুইই সমান অপদার্থ; সমার্থক বাগধারা- অন্ধ দোকানদার কালা খরিদ্দার;হবুরাজা গবুমন্ত্রী ইত্যাদি
গুরুমারা বিদ্যা১ যার কাছে শিক্ষা অনিষ্ট করার জন্য তারই উপর প্রয়োগ, অর্জিত বিদ্যায় বিদ্যাদানকারীকে জব্দ করা
গুরুমারা বিদ্যা২ বিদ্যায় গুরুকে অতিক্রম; উপমায়- অর্জুন-দ্রোণাচার্য
গুরুমুখী বিদ্যা যে বিদ্যা কেবল গুরুর মুখ হইতে শুনিয়া অধিগত করিতে হয় (সংগীত গুরুমুখী বিদ্যা।)
গুরু-লঘু-জ্ঞান কথাবার্তায় বড় ছোট জ্ঞান (তোমার এখনও গুরু-লঘু-জ্ঞান হল না।)
গুল১ গোলাপফুল (বসোরা গুলের লালী)
গুল২ ধাপ্পা; ফাঁকি; বানানো গুল্প (জমাট আড্ডায় সরেস গুলের প্রতিযোগিতা চলছে।)
গুলজার জমজমাট; জাঁকজমকপূর্ণ; সরগরম (নরক গুলজার)
গুলতান/গুলতানি১ আড্ডা; খোশগল্প (বসে বসে গুলতানি মারলে ভাত জুটবে না।)
গুলতান/গুলতানি২ জটলা; ঘোঁট (ওখানে কিসের এত গুলতানি চলছে?)
গুলপট্টি ফাঁকি, বানানো গুল্প; মিথ্যা মিথ্যা কথা/গল্প (অযথা গুলপট্টি মেরো না।)
গুলবদন গোলাপের ন্যায় কোমলদেহী ('ভুখা আঁখি কাজ কি ঢাকি ওড়না দিয়ে গুলবদন'-নজরুল)
গুলবাহার ফুল আঁকা/তোলা কাপড়
গুল মারা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলা; (গুল মারার আর জায়গা পেলে না)।
গুলিখোর আফিম চণ্ডু ইত্যাদি নেশার দ্রবসেবী
গুলি মারা উপেক্ষা করা; তোয়াক্কা না করা, পাত্তা না দেওয়া (গুলি মারো চাকরিকে, আমি ব্যবসা করবো।)
গুলিস্তাঁ/গুলিস্তান পুস্পবন; ফুলবাগান ('শরাব-সাকীর গুলিস্তাঁয়'- নজরুল)
গুষ্টি অবাঞ্ছিত ও বিরক্তিকর বহু ব্যক্তি (গুষ্ঠিশুদ্ধ এসেছে)।
গুষ্টিবর্গ পরিবারের সকল সদস্য
গুষ্টির পিণ্ডি১ একান্ত অবাঞ্ছিত বিরক্তিকর বস্তু অর্থে গালিবিশেষ (গুষ্টির পিণ্ডি, এসব বাজে কথা শুনতে চাইনে)।
গুষ্টির পিণ্ডি২ কুলনাশ বা নির্বংশ হওয়ার ইঙ্গিতসূচক গালিবিশেষ (তোমার গুষ্টির পিণ্ডি চটকাবো।)
গৃহদাহ সাংসারিক বিপর্যয়
গৃহবিবাদ সংসারের লোকজনের মধ্যে ঝগড়াঝাটি
গৃহবধু/লক্ষ্মী কুলবধু; যে বিবাহিতা নারী সংসারধর্ম পালন করে
গৃহভেদী ঘর ভাঙানে; পরিবারের মধ্যে বিবাদ ঘটায় এমন ব্যক্তি (গৃহভেদী বিভিষণ)
গৃহিণী গৃহমুচ্যতে গৃহিণী থাকলে তবেই গৃহ বাসযোগ্য হয়।
গেঁজেল১ গাঁজাখোর
গেঁজেল২ যে ব্যক্তি অবাস্তব/মিথ্যা কথা বলে; যার কথার ঠিক থাকে না
গেঁড়াকল লোককে ঠকাবার কৌশল; বিপদ; ফাঁদ (আচ্ছা গেঁড়াকলে পড়া গেছে তো।)
গেঁড়া মারা আত্মসাৎ করা (আমার অনেক টাকা গেঁড়া মেরে দিয়েছে।); তুলনীয়- গাঁট কাটা; পকেট মারা
গেঁড়ে অশ্লীল গালিবিশেষ; সমার্থক বাগধারা- হিন্দি গাণ্ডু
গেঁতো অলস, দীর্ঘসূত্রী (বড় গেঁতো লোক।)
গেঁয়ো/ গাঁইয়া অশিক্ষিত, অমার্জিত, অসভ্য (গেঁয়ো লোক)
গেঁয়ো ভূত কাণ্ডজ্ঞানহীন ব্যক্তি- গালিবিশেষ
গেছো মেয়ে ডানপিটে, উদ্দাম ও পুরুষভাবাপন্ন
গেজেট কৌতুকে- যার কাছে সব খবর পাওয়া যায় এমন ব্যক্তি
গেদে দেওয়া প্রচণ্ড তিরস্কার করা
গেরো১ আপদ; ফের; ফ্যাসাদ
গেরো২ কুগ্রহ; গ্রহের ফের; দুর্ভাগ্য (কপালের গেরো)
গেরো গিঁট; গ্রন্থি; বাধা (আঁচলে গেরো)
গোঁ একরোখামি; জেদ; মেজাজ (থাকে যদি টাকা করবে গোঁ, চৈত্রমাসে ভুট্টা রো- খনা)
গোঁগা কথা বলতে অক্ষম (গোঁগা ছেলে)
গোঁ গোঁ যন্ত্রণাসূচক শব্দ; যন্ত্রণায় কাতর ধ্বনি
গোঁগা/গোঙ্গা ছেলের নাম তর্কবাগিশ যা হবার নয়; অসঙ্গত ব্যাপার; অর্থহীন নাম করণের ব্যর্থপ্রয়াস; সমার্থক বাগধারা- কানাছেলের নাম পদ্মলোচন, কেলেবামুনের নাম গৌরাঙ্গসুন্দর, ঘুঁটেকুড়ুনির ব্যাটার নাম চন্দনবিলাস, ছাল নেই কুত্তার নাম বাঘা ইত্যাদি
গোঁজামিল১ দায়ে পড়ে মিল
গোঁজামিল২ বাজে বুঝ দেওয়া মিল; বাজে০হিসাব দিয়ে অঙ্ক মিলিয়ে দেওয়া; কোনরকমে জোড়াতালি দিয়ে হিসাব মেলানো; ফাঁকি; যেন-তেন-প্রকারেণ মিল

(গোঁজামিল দেওয়া কাজীর বিচার)

গোঁফ খেজুরে খেজুরটি গোঁফের উপর এসে পড়েছে তবু সেটি মুখের মধ্যে পুরে নেবার চেষ্টা করে না এমন অলসের চূড়ামণি, নিতান্ত অলস; সমার্থক বাগধারা- কুঁড়ের বাদশা, পি-পু-পি-শু
গোঁফে তা১ উপেক্ষা করা
গোঁফে তা২ কেবল শৌখিনতা করে আরামে দিন কাটানো
গোঁফে তা৩ ভবিষ্যৎ লাভের আশায় উৎফুল্ল হওয়া
গোঁফে তা৪ সুযোগের অপেক্ষায় থাকা
গোঁয়ার গোবিন্দ নির্বোধ অথচ হঠকারী; কাণ্ডজ্ঞানহীন; রসকষহীন; একগুঁয়ে ও দুঃসাহসী (গোঁয়ার গোবিন্দ ছেলে); সমার্থক বাগধারা- কাঠগোঁয়ার
গোকুলে বাড়া অজ্ঞাত স্থানে লুকিয়ে থেকে শক্তি বৃদ্ধি করা ('তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে')
গোকুলের ষাঁড় অসংযত স্বেচ্ছাচারী মুক্তপুরুষ, যাকে বাধা দেবার কেউ নেই; স্বচ্ছন্দে বিচরণকারী ও পরের অনিষ্টকারী ব্যক্তি; সমার্থক বাগধারা- খোদার খাসি; ধর্মের ষাঁড়
গো-গর্ধভ নিরেট বোকা, মহামূর্খ
গোগ্রাস১ প্রায়শ্চিত্তের পর গরুর মুখে ঘাসদানের হিন্দুপ্রথা
গোগ্রাস২ গরুর মত বড়বড় গ্রাসে দ্রুত গলাধঃকরণ (খিদের জ্বালায় গোগ্রাসে গিলছে।)
গোগ্রাসী সর্বগ্রাসী (ধনতন্ত্রের গোগ্রাসী হাঁ কোনদিন বন্ধ হবে না।)
গোছগাছ সহচরশব্দ; জিনিসপত্র ভালো করে গোছানোর কাজ; যথাস্থানে জিনিসপত্রের সজ্জা (যাবার সময় হয়ে এলো, এখনো গোছগাছ হয় নি?); সমার্থক বাগধারা- বাঁধাছাদা
গোছালো সংসার মিতব্যয়িতার সংসার; হিসাব করে চলা সংসার
গোজন্ম বিদ্যাহীন ব্যর্থ মনুষ্যজন্ম (গোজন্ম ঘুচে গন্ধর্ব জন্ম হল।)
গোজন্ম ঘুচে গন্ধর্ব জন্ম মন্দ থেকে ভালো হওয়া
গোটা কতক/কয়েক অল্পসংখ্যক, কয়েকটি; সমার্থক বাগধারা- গুটি কয়েক
গোটা গোটা১ আস্ত আস্ত (গোটার মসলা)
গোটা গোটা২ পরিচ্ছন্ন (গোটা গোটা অক্ষরে লেখা)
গোটার মসলা বিভিন্ন মসলার মিশ্রণ যা গুঁড়িয়ে রান্নায় ব্যবহার করা হয়।
গোডিমওয়ালা ছেলে দুধের শিশু
গোড়া কেটে আগায় জল আগে নষ্ট করে পরে ভালো করার চেষ্টা
গোড়াপত্তন কোন কাজ শুরু
গোড়া মারা মূলোচ্ছেদ করা
গোড়ায় গলদ মূলেই গোলমাল, শুরুতেই ভুল; সমার্থক বাগধারা- বিসমিল্লায় গলদ
গোড়ে গোড় দেওয়া১ পদাঙ্ক অনুসরণ করা
গোড়ে গোড় দেওয়া২ মতে মত দেওয়া; সহমত হওয়া
গোণাগুণতি/গোনাগুনতি১ একার্থক যুগ্মশব্দ; অল্পসংখ্যক (গোণাগুণতি কয়েকটি ছেলে দুস্কর্ম করে বেড়াচ্ছে।)
গোণাগুণতি/গোনাগুনতি২ একেবারে ঠিকঠাক; কম নয় বেশিও নয় এমন; নির্দিষ্টসংখ্যক (গোণাগুণতি অতিথি নিমন্ত্রিত ছিল।)
গোদা পায়ে আলতা/মল বিসদৃশ/বেমানান সাজ; সমার্থক বাগধারা- খাঁদানাকে তিলক, খাঁদানাকে নথ, রোগাহাতে ফাঁদালবালা ইত্যাদি
গোদা পায়ে লাথি অমূলক ভয়; বাহ্যত ভয়ঙ্কর কার্যত নয় (গোদা পা দেখতে ভীষণ হলেও আঘাত সামান্যই হয়।)
গোদা বাংলা অলঙ্কারবিহীন সহজ সরল বাংলা (বিষয়টা গোদা বাংলায় বুঝিয়ে বল।)
গোদের ওপর বিষফোঁড়া কষ্টের উপর কষ্ট; জ্বালার উপর জ্বালা, বিপদের ওপর বিপদ ('পোড়ার উপর পোড়া, যেন গোদের উপর বিষ ফোঁড়া'- ঈশ্বর গুপ্ত); তুলনীয়- কাটা ঘায়ে নুনের ছিটা
গোধূলি সূর্যাস্তকাল; শেষজীবন ('ধূসর জীবনের গোধূলিতে')
গোবরগঙ্গা গোবরের স্তুপ
গোবরগণেশ ব্যঙ্গে- গোবরে তৈরি গণেশমূর্তির মত অকর্মণ্য; নির্বোধ; মূর্খ; স্থূলবুদ্ধিসম্পন্ন ব্যক্তি; সমার্থক বাগধারা- ষাঁড়ের গোবর
গোবরগাদা অন্তঃসারশূন্য
গোবরছড়া জলে গোলা গোবরের ছিটে (গোবর ছড়ায় অনেক জীবাণু মারা যায়।)
গোবরভরা মাথা১ বুদ্ধিহীন; মাথায় একটুও বুদ্ধি নেই; সমার্থক বাগধারা- ঘটে বুদ্ধি নেই; ঘিলুহীন ঘুলি
গোবরভরা মাথা২ বাজে জিনিসে মাথা বোঝাই
গোবরে/গোবরগাদায় পদ্মফুল১ অস্থানে ভালো জিনিস; নিকৃষ্টস্থানে উৎপন্ন উৎকৃষ্ট বস্তু;
গোবরে/গোবরগাদায় পদ্মফুল২ কুতসিৎ পরিবারে সুন্দর সন্তান; নীচকুলে মহৎব্যক্তি; সমার্থক বাগধারা- দৈত্যকুলে প্রহ্লাদ
গোবিন্দের বাপ একজন নগণ্য ব্যক্তি
গোবেচারা/গোবেচারি অতিরিক্ত ভালোমানুষ; গরুর মত নিরীহ শান্ত মানুষ
গো-বৈদ্য মানুষের রোগ সম্পর্কে আনাড়ী চিকিৎসক; সমার্থক বাগধারা- হাতুড়ে চিকিৎসক
গোমড়া মুখ অপ্রসন্ন মুখ
গোমূর্খ আকাট মূর্খ; নিরেট বোকা; অক্ষরপরিচয় পর্যন্ত নেই এমন
গোয়ালার কাঁজি (আমানি) ভক্ষণ নামমাত্র সার, কাজে কিছু নয়
গোরস গরুর দুধ ('গোরস গলিগলি ফিরে সুরা বইঠল বিকাই'-তুলসীদাস)
গোরুচোর অতি ভীতসন্ত্রস্ত ব্যক্তি; যে ব্যক্তি মুখ বুজে সব অত্যাচার সহ্য করে
গোরু মেরে জুতো দান১ গুরুপাপের প্রায়শ্চিত্তস্বরূপ সামান্য পুণ্য করা
গোরু মেরে জুতো দান২ বড় অপরাধের পর যৎসামান্য ক্ষতি স্বীকার করা
গোল১ উচ্চ শব্দ; হল্লা (গোল করো না।); সমার্থক বাগধারা- অট্টরোল
গোল২ জটিলতা; প্যাঁচ (তার মনে গোল আছে।)
গোল৩ সন্দেহ; দ্বিধা; দ্বন্দ্ব (মনের গোল মেটানো)
গোল৪ ফ্যাসাদ; ঝামেলা; সমস্যা (ভুল কবুল করিলে সকল গোল মিটে যেত।)
গোল৫ ভুল; ভ্রান্তি (গোল করে ফেলেছে।)
গোল৬ বিবাদ; কলহ (দু'দলের মধ্যে গোল লেগেই আছে।)
গোলগর্তে চৌকো পেরেক১ অস্বস্তিকর অবস্থা
গোল গর্তে চৌকো পেরেক২ বেখাপ্পা মেল
গোল গর্তে চৌকো পেরেক৩ যোগ্যস্থানে অযোগ্য নিয়োগ; সমার্থক বাগধারা- জলের মাছ; পান্তাভাতে ঘি ইত্যাদি
গোলকধাঁধা১ জটিল বিষয়/সমস্যা, যার সমাধান পাওয়া কঠিন
গোলকধাঁধা২ বহুকুটিলপথসংকুল গোলাকার স্থান বা বেষ্টনী যার মধ্যে ক্রমাগত ঘুরেও বাইরে যাবার পথ খুঁজে পাওয়া যায় না
গোলকধাঁধা৩ দিশাহারা (শহরতারে গোলকধাঁধায় আঁধার হল মন...'-গান)
গোলগাল সহচরশব্দ; প্রায় বর্তুলাকার, মোটাসোটা
গোলমাল১ বহুলোকের মিলিত চিৎকার; কোলাহল (ওখানে এত গোলমাল কীসের?);সমার্থক বাগধারা-হট্টগোল
গোলমাল২ বিশৃঙ্খলা (তুমি কাজে হাত দিয়েই সব গোলমাল করে ফেলেছ); সমার্থক বাগধারা- ওলটপালট, ডামাডোল
গোলেমালে চণ্ডীপাঠ১ অনেকে থাকার সুযোগে কাজে ফাঁকি দেওয়া; বিশৃঙ্খল কাজকর্ম; 'ঠিক না বেঠিক পড়া ধরা পড়ে না'-এই সুযোগে কাজে ফাঁকি; সমার্থক বাগধারা- গণ্ডায় এণ্ডা মেলানো, গোলে হরিবোল দেওয়া
গোলেমালে চণ্ডীপাঠ২ কোনো রকমে দায় উদ্ধার
গোলমেলে ব্যাপার অবিন্যস্ত/অসংলগ্ন/এলোমেলো/জটিল ব্যাপার
গোলমেলে লোক কুটিল গোলমালপ্রিয় লোক
গোলা অশিক্ষিত; গুণহীন; সাধারণ (গোলা লোক; গোলা পায়রা)
গোলাঙ্গুলন্যায় গরুর লেজ ধরে শ্বশুরবাড়ী যেতে গিয়ে অন্ধের যে দুরবস্থা হয়েছিল সেইরকম (অন্ধগোলাঙ্গুলন্যায় দ্রষ্টব্য)
গোলাপ বিছানো শয্যা সুখস্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন
গোলাপী/গোলাবী নেশা অল্পমদের নেশা
গোলামখানা গোলামের মনোবৃত্তিসম্পন্ন লোক তৈরি করার কারখানা, যেখান থেকে উদ্ধার পাওয়া কঠিন
গোলে হরিবোল দেওয়া১ গোলমালে ভিড়ের সুযোগে কাজে ফাঁকি দেওযা; সমার্থক বাগধারা- গণ্ডায় আণ্ডা দেওয়া; গোলমালে চণ্ডীপাঠ
গোলে হরিবোল দেওয়া২ কোনো রকমে দায় উদ্ধার
গোল্লায় যাওয়া অধঃপাতে/উচ্ছন্নে/জাহান্নমে/বিগরে যাওয়া; নষ্ট হওয়া; সমার্থক বাগধারা- রসাতলে যাওয়া
গোসাঘর বনেদী বাড়িতে যে ঘরে অভিমান হলে মহিলারা আশ্রয় নিত (অতীতের বিষয়; অধুনা লুপ্ত)
গোস্তাকি অশিষ্টতা/ধৃষ্ঠতা/বেয়দবি (হুজুর গোস্তাকি হয়েছে মাপ করবেন।)
গোস্পদে ডুবে মরা সামান্য বিপদে নাজেহাল হওয়া
গোহারা শোচনীয়ভাবে পরাজিত
গৌরচন্দ্রিকা১ গীতিকাহিনীর ভূমিকা হিসাবে শ্রীচৈতন্যের বন্দনা
গৌরচন্দ্রিকা২ কোন কাহিনীর ভূমিকা; মুখবন্ধ
গৌরচন্দ্রিকা৩ অনাবশ্যক ভূমিকা; সাড়ম্বর কথারম্ভ; আসল কথা বলার আগে বিশাল এক ভূমিকা ফাঁদার প্রবণতা (গৌরচন্দ্রিকা ছেড়ে মূল কথায় এসো); সমার্থক বাগধারা- তা-না-না করা; ভণিতা
গৌরচন্দ্রিকা৪ নানা বাহানায় মূলবিষয় নাকচের চেষ্টা
গৌরবে বহুবচন গর্ব করার সুযোগ তৈরি হলে তখন সেই বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে ওঠার প্রবণতামূলক ভণ্ডামি
গৌরী দান অষ্টমবর্ষীয়া কন্যাদান
গৌরী সেন যার কাছে অর্থ চাইলেই পাওয়া যায়, কিন্তু হিসাব চায় না এমন ব্যক্তি
গৌরী সেনের টাকা অঢেল অর্থ- চাইলেই পাওয়া যায়; বেহিসাবী অর্থ
গ্যাঁজানো অসার হালকা গল্পগুজব (অযথা গেঁজিয়ে সময় নষ্ট করো না।)
গ্যাঁট হয়ে বসা নিশ্চল স্থায়ীভাবে বসা (লোকগুলি গ্যাঁট হয়ে বসে আছে।)
গ্যাঁড়াকল লোক ঠকাবার কৌশল ঠকাবার কৌশল; বিপদ, ফাঁদ (আচ্ছা গ্যাঁড়াকলে পড়েছি তো!)
গ্যাঁড়া মারা/ গ্যাড়ানো১ আত্মসাৎ করা (অনেক টাকা গ্যাঁড়া মেরে দিয়েছে।); সমার্থক বাগধারা- হাতানো
গ্যাঞ্জাম ভিড় (সহরের রাস্তায় লোকের গ্যাঞ্জামে হাঁটা যায় না।); সমার্থক বাগধারা- ভিড়ভাট্টা
গ্যাস ছাড়া/দেওয়া/মারা বাজে কথা বলা; মিথ্যা কথা বিশ্বাস করবার চেষ্টা করা; (বেশি গ্যাস ছেড়ো না তোমাকে সবাই চেনে।); সমার্থক বাগধারা- গুল মারা
গ্রন্থকীট বইয়ের পোকা, যার অন্যদিকে খেয়াল নেই এবং যে বইয়ের জগতের বাইরের কিছু জানে না; সমার্থক বাগধারা- কেতাবকীট
গ্রহণের চাঁদ সকলের লক্ষ্য
গ্রহের ফের অদৃষ্টের ছলনা, কুগ্রহের দৃষ্টি, বিপদ
গ্রাম নাই তার সীমানা আদিখ্যেতা; অন্যায় দাবী; বাড়াবাড়ি
গ্রাসাচ্ছাদন অন্নবস্ত্র; খাওয়াপরা; ভাতকাপড়; সমার্থক বাগধারা- খোরপোশ

সম্পাদনা

বাগধারা অর্থ
ঘট খালি বুদ্ধিহীন; সমার্থক বাগধারা- কাষ্ঠনির্মিত মাথা; খোপরি ফাঁপরা; গোবরভরা মাথা; ঘটে বুদ্ধি নাই; ঘিলুহীন খুলি; মগজে শাঁস নেই; মটকা খালি; মাথামোটা; মাথায় গোবর পোরা ইত্যাদি
ঘটঘটানো উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়ানো
ঘটনাক্রমে/চক্রে অপ্রত্যাশিতভাবে (ঘটনাক্রমে আমি এখানে উপস্থিত ছিলাম।)
ঘটিচোর ছিঁচকে চোর
ঘটিবাটি সংসারের যাবতীয় জিনিষপত্র।
ঘটিরাম অপদার্থ/অযোগ্য কর্মচারী (দীনবন্ধু মিত্রের 'সধবার একাদশী' থেকে)
ঘটে বুদ্ধি নেই ঘট খালির অনুরূপ
ঘড়ি-ঘড়ি ক্ষণেক্ষণে, প্রতিমুহূর্তে; বারংবার (ঘড়ি-ঘড়ি ঘড়ি দেখছো কেন?); সমার্থক বাগধারা- উঠিতে বসিতে
ঘড়ি ধরে নির্দিষ্ট সময়ে; সময়ের এতটুকু ব্যতিক্রম না করে (ঘড়ি ধরে কাজ করবে।); সমার্থক বাগধারা-কাঁটায় কাঁটায়
ঘড়িয়াল/ঘড়েল/ঘোড়েল ধূর্তলোক (খুব ঘড়েল লোকের পাল্লায় পড়েছি।); সমার্থক বাগধারা- ধড়িবাজ
ঘণ্টা বিদ্রুপে- কিছুই না; ফাঁকি (তুমি আমার ঘণ্টা করবে।); সমার্থক বাগধারা- অষ্টরম্ভা, কচু, ঘেচু, কলা, কাঁচকলা, ঘোড়ার ডিম ইত্যাদি
ঘণ্টাপথ বড় রাস্তা; রাজপথ (ঘণ্টাপথ ধরে কিছুদূর এগিয়ে যাও।)
ঘনকাল বর্ষাকাল (ঘনকালে আকাশ জুড়ে মেঘের ঘনঘটা।)
ঘনঘটা মেঘের আড়ম্বর (ঘনকালে আকাশ জুড়ে মেঘের ঘনঘটা।)
ঘনঘোর গাঢ় অন্ধকার; মেঘাচ্ছন্ন; (এমনদিনে তারে বলা যায় এমন ঘনঘোর বরিষায়- রবীন্দ্রনাথ)
ঘর আলো-করা যে ঘর/সংসারের শোভা বৃদ্ধি করে এমন (ঘর আলো করা ছেলে।)
ঘর করা গৃহস্থালী করা; সংসারধর্ম পালন করা; গৃহিণী হিসাবে দায়িত্ব পালন করা (মেয়ে স্বামীর ঘর করছে।)
ঘরকুনো অত্যন্ত গৃহাসক্ত; গৃহকোণ ছেড়ে নড়তে চায় না এমন ব্যক্তি; অমিশুক; অসামাজিক; লাজুক
ঘর খোঁজা বৈবাহিক সম্পর্কস্থাপনে উপযুক্ত পালটি ঘর খোঁজা
ঘর গোছানো সুন্দরভাবে সংসার পরিচালনা করা।
ঘর ছাড়া গৃহত্যাগ করা; বৈরাগ্য অবলম্বন করা।
ঘর জোড়া শূন্যগৃহ পূর্ণ করা (নতুন বৌ এসে ভাঙা ঘর জুড়েছে।)
ঘরজোড়া জমকালো; বিরাটব আকার (ঘরজোড়া পালঙ্ক কিনেছে।)
ঘর জ্বালানো পরিবারের সুখশান্তি নষ্ট করা (তুমি কি আমার ঘর জ্বালাতে এসেছ?)
ঘর জ্বালানে ঘরের শান্তি বিঘ্নিত করে এমন (ঘর জ্বালানে পর ভুলানে)
ঘর জ্বালানে পর ভুলানে ঘরের লোকের কাছে কষ্টদায়ক, বাইরের লোকের কাছে প্রিয়
ঘর তোলা বুননের সময় ঘর তৈরী করা বা বাড়ানো
ঘর থাকতে বাবুই ভেজা সুযোগ থাকতে কষ্টভোগ; অবিমৃষ্যকারিতা; মূর্খতা
ঘরপোড়া গরু / ঘরপোড়ার গরু কষ্টদায়ক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি; লক্ষণসাদৃশে যে বিপদের আশঙ্কা করে (ঘরপোড়া গরু সিঁদূরে মেঘ দেখলে ভয় পায়- প্রবাদ)
ঘরপোড়া বুদ্ধি যে কুবুদ্ধির প্রয়োগে নিজেই ধ্বংস হয়
ঘর বাঁধা বিয়ে করে সংসার পাতা
ঘরবাড়ি/সংসার আসবাবপত্রসহ বাড়ি; গৃহস্থালী; বাসস্থান; সংসারের কাজকর্ম
ঘরবার করা কারো আকুল প্রতীক্ষায় ক্রমাগত ঘরের বাইরে যাওয়া ও ভিতরে আসা (ছেলে রাত পর্যন্ত না ফেরায় মা ঘরবার করছে।)
ঘর বোঝা পরিজনের মনোভাব বোঝা
ঘর ভাঙ্গা১ পরিবারের একতা নষ্ট হওয়া; সংসারে পরস্পরের সদ্ভাব নষ্ট করা
ঘর ভাঙ্গা২ স্বামী-স্ত্রীর বিবাহিত জীবন ধ্বংস হওয়া
ঘর ভাঙ্গা৩ গৃহবিবাদ সৃষ্টি করা; কুপরামর্শ দিয়ে একান্নবর্তী পরিবারে মনোমালিন্য সৃষ্টি করে পরস্পরকে পৃথক করা
ঘর ভাঙ্গানি যে নারী কুপরামর্শ দিয়ে একান্নবর্তী পরিবার টুকরা করে (ঘর ভাঙ্গানি স্ত্রী)
ঘরভেদী বিভীষণ গৃহবিবাদ সৃষ্টিকারী ব্যক্তি।
ঘরভেদে রাবণ নষ্ট গৃহশ্ত্রুই সংসার নষ্ট করে; পাঠান্তর- ঘরসন্ধানে রাবণ নষ্ট।
ঘর মজানো কুল/বংশে কলঙ্কলেপন করা
ঘর মারা বুননের সময় শেষ ঘরের মুখ বন্ধ করা
ঘরমুখো পরিবারের প্রতি অনুরক্ত ('ঘরমুখো বাঙালী, রণমুখো সেপাই'-প্রবচন)
ঘরশত্রু পরের সাথে হাত মিলিয়ে আপনজনের অনিষ্টকারী ব্যক্তি (ঘরশত্রু বিভীষণ); সমার্থক বাগধারা- ঘরের কুমির; ঘরভেদী
ঘরসংসার সংসারের কাজকর্ম
ঘরসন্ধান ঘরের দোষ অনুসন্ধান; ঘরের ভেদ জ্ঞাত হওয়া
ঘরভেদী/সন্ধানী বিভীষণ যে লোক আপন ঘরের সন্ধান শত্রুর কাছে বলে অনিষ্ট ঘটায়।
ঘরসন্ধানে রাবণ নষ্ট ঘরসন্ধানরাই ঘর বিনাশ করে; পাঠান্তর- ঘরভেদেে রাবণ নষ্ট।
ঘর সামলানো পরিজনকে বশে রাখা (ঘর সামলানো বড় দায়।)
ঘরকা/কী মুরগী দাল বরাবর সহজলভ্য বস্তুর কদর নেই; সুলভ মুল্যবান বস্তুর তেমন আদর হয় না
ঘরা-ঘরি আপোসে; পরস্পরের সম্মতিক্রমে (জিনিসপত্র ঘরাঘরি ভাগ করে নেওয়া হয়েছে।)
ঘরে আগুন দেওয়া পরিজনদের ধ্বংসসাধন করা; সংসারের শান্তি নষ্ট করা (পরের মেয়ে ঘরে আগুন দিতে চাইছে।); সমার্থক বাগধারা- ঘর ভাঙা
ঘরে ছুঁচোর কেত্তন, বাইরে কোঁচার পত্তন- বাড়িতে চরম দারিদ্র্য বাইরে বড়লোকি দেখানো; প্রকৃত অবস্থা গোপন করে আড়ম্বর প্রদর্শন
ঘরে-ঘরে সর্বত্র অর্থে- দ্বিত্ব; প্রতিটি ঘরে, সব ঠাঁই ('ঘরে ঘরে আছে পরমাত্মীয়, তারে আমি ফিরি খুঁজিয়া'-রবীন্দ্রনাথ)
ঘরে থাকা১ গৃহে উপস্থিত থাকা
ঘরে থাকা২ পুরুষের পক্ষে সহধর্মিণীকে নিয়ে সংসারধর্ম পালন করা; পরস্ত্রীর কাছে না যাওয়া
ঘরে-পরে ঘরের ভিতরে ও বাইরে, আপন-পর, দেশেবিদেশে, সর্বত্র ('ঘরে-পরে সবে হাসিছে'-রবীন্দ্রনাথ)
ঘরে বসে রাজা উজির মারা ঘরে বসে আস্ফালন করা।
ঘরে লক্ষ্মী আনা পুত্রবধূ আনা
ঘরের ইঁদুর বাঁশ কাটে ঘরের লোক শত্রুতা করে।
ঘরের কথা পরিবারের ও নিজপক্ষের অন্তরঙ্গ কথা (ঘরের কথা পরকে বলা ঠিক নয়।)
ঘরের কুমির ঘরশত্রু
ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো১ অকারণে অন্যের দায়িত্ব মাথায় নেওয়া
ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো২ নিজের অর্থে পরের উপকার করা
ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো৩ বেগার খাটা
ঘরের ঢেঁকি ঘরের শক্তসামর্থ অকর্মণ্য ছেলে
ঘরের ঢেঁকির কুমির হওয়া১ আত্মীয়ের শত্রু হওয়া; প্রচ্ছন্ন শত্রু
ঘরের ঢেঁকির কুমির হওয়া২ যে আগে লাথির ঘায়ে উঠত পড়ত এখন সে ভয় দেখায়, প্রাণ নেয়
ঘরের লক্ষ্মী গৃহবধু, স্ত্রী
ঘরের লোক আত্মীয়-পরিজন (খয়রাত ঘরের লোক দিয়ে শুরু হয়- প্রবাদ)
ঘরের ল্যাঠা সংসারের ঝঞ্ঝাট
ঘরামির ঘর ছেঁদা নিজের কাজে নজর নেই
ঘরোয়া পারিবারিক (ঘরোয়া কথা)
ঘর্মাক্ত কলেবর ঘামে ভেজা শরীর (ঘর্মাক্ত কলেবরে সে এসে উপস্থিত।)
ঘষামাজা১ পরিমার্জন করা (ছাপাবার আগে লেখাটা একটু ঘষেমেজে নিতে হবে।)
ঘষামাজা২ প্রসাধনের সাহায্যে রূপবৃদ্ধি (ঘষেমেজে সুন্দরী)
ঘষেমেজে সুন্দরী নকল সুন্দরী
ঘাঁটানো অনভিপ্রেত প্রসঙ্গ পুনরুত্থাপন করে খেপিয়ে তোলা; উত্তেজিত করা (ওকে ঘাঁটানো উচিত হবে না।)
ঘাঁতঘোঁত/ঘাতঘোত সহচরশব্দ; কাজের অনুকূল ফাঁক বা সুযোগ; কলকৌশল; গোপন তথ্য (আমি অনেক ঘাঁতঘোঁত জানি); সমার্থক বাগধারা-অন্ধিসন্ধি; ফাঁকফোকর; সুলুকসন্ধান ইত্যাদি
ঘা-কতক খাওয়া/দেওয়া/পড়া১ কয়েকবার চড়চাপড় মারা(পিঠে ঘা-কতক দিলেই সব বলে দেবে।)
ঘা-কতক খাওয়া/দেওয়া/পড়া২ ভালরকমের মার খাওয়া/দেওয়া
ঘা করা (খুঁচিয়ে) অনাবশ্যক অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করা
ঘা খাওয়া/দেওয়া/সওয়া কষ্ট/দুঃখ/শোক পাওয়া/দেওয়া/সহা (জীবনে অনেক ঘা খেয়েছি।)
ঘা মারা চেতনা উদ্বুদ্ধ করা ('ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা'- রবীন্দ্রনাথ)
ঘা শুকানো পুরানো শোক বিস্মৃত হওয়া (এই ঘা শুকাতে সময় লাগবে।)
ঘাগি/ঘাগু/ঘাঘি অনেকবার শাস্তি পেয়েছে এমন, পুরানো পাপী, সুচতুর সেয়ানালোক (ঘাগি আসামী; ঘাগু শয়তান)
ঘাট১ ত্রুটি/দোষ (আমার ঘাট হয়েছে ক্ষমা চাইছি।)
ঘাট২ কমতি; মাত্রা; মাপাঝোপা; সীমাপরিসীমা (তার গুণের ঘাট নেই।)
ঘাটখরচ মড়া পোড়াবার খরচ
ঘাট/ ঘাট মানা দোষত্রূটি স্বীকার করা; অপরাধ স্বীকার করে নত হওয়া; পরাজয় স্বীকার করা; সমার্থক বাগধারা- দাঁতে কুটা/কুটো করা/ধরা
ঘাটলা পাকা/বাঁধানো ঘাট
ঘাটাঘাটি বাহুল্য হস্তক্ষেপ (অপরের বিষয়ে বেশি ঘাটাঘাটি করো না।)
ঘাটে এসে তরি ডোবা // ঘাটে এসে নাও ডোবানো কাজের শেষ দিকে এসে বিফল হওয়া; সাফল্যের প্রান্তে এসে সমস্ত পণ্ড করা
ঘাটের কড়ি১ ঘাট পারানি
ঘাটের কড়ি২ স্বর্গ তথা পরপারে যাওয়ার পুণ্যরূপ কড়ি
ঘাটের কড়ি২ শবদাহের খরচ; সমার্থক বাগধারা- ঘাটখরচ
ঘাটের মড়া তুচ্ছার্থে- অতিবৃদ্ধ; বুদ্ধিলুপ্ত ব্যক্তি
ঘাড় গোঁজা নত করা (ঘাড় গুঁজে একমনে সে কাজ করে চলেছে।)
ঘাড় থেকে ভূত নামানো অন্যায় আবদার থেকে বিরত করা
ঘাড় ধরা ঘাড়ে হাত দিয়ে বল প্রয়োগ করা
ঘাড় ধরে করানো করতে বাধ্য করা; জোরজবরদস্তি করা
ঘাড় ধাক্কা দেওয়া তাড়িয়ে দেওয়া; বহিস্কার করার
ঘাড় নাড়া হ্যাঁ বা না-সূচক ইঙ্গিত করা; সম্মতি বা অসম্মতি প্রকাশ করা
ঘাড় পাতা দায়িত্ব গ্রহণ করা বা গ্রহণে সম্মত হওয়া
ঘাড় ভাঙা (পরের)১ আপনস্বার্থে অন্যকে ব্যয়বহন করতে বাধ্য করা
ঘাড় ভাঙা (পরের)২ কৌশলে অন্যের খরচে নিজের কাজ হাসিল করা
ঘাড় ভাঙা (পরের)৩ জবরদস্তিতে আদায় করা
ঘাড় ভাঙা (পরের)৪ জোর করে খরচ করতে বাধ্য করা
ঘাড় ভাঙা (পরের)৫ পরের উপর জোর খাটিয়ে নিজের কার্যসাধন করা
ঘাড়ভাঙ্গা খাটুনি প্রাণান্তকর পরিশ্রম
ঘাড়ে করা/নেওয়া দায়িত্বভার গ্রহণ করা; দায় স্বীকার করা (স্বেচ্ছায় সংসার চালনার দায়িত্ব আমি ঘাড়ে নিয়েছি)
ঘাড়ে গর্দানে অত্যন্ত স্থুলব্যক্তি; মাথা ও স্কন্ধ আলাদা মনে হয় না এমন স্থুল (ব্যাটা ঘাড়েগর্দানে এক হয়েছে।); সমার্থক বাগধারা- গজস্কন্ধ, বৃষস্কন্ধ
ঘাড়ে চাপা১ আশ্রয় করা; দায়িত্ব চাপা; পরের উপর নির্ভর শীল হওয়া; ভরণপোষণের জন্য অন্যের গলগ্রহ হওয়া (বিধবা বোন আমার ঘারে চেপেছে।)
ঘাড়ে চাপা২ কার্যোদ্ধারের জন্য অন্যের উপর চাপ দেওয়া
ঘাড়ে জোয়াল কাঁধে অতিরিক্ত চাপ/ভার
ঘাড়ে দুটো মাথা থাকা অত্যন্ত দুঃসাহসী হ্ওয়া (আমার ঘাড়ে দুটো মাথা নেই যে অন্যায়ের প্রতিবাদ করব।)
ঘাড়ে নেওয়া ঘাড়ে করার অনুরূপ
ঘাড়ে ভূত চাপা দুষ্টবুদ্ধি মাথায় চাপা/চাড়া দেওয়া
ঘাড়ে হাগা১ অন্যের উপর যা খুশি তা করা; অপরকে জব্দ করা; দুষ্ট বুদ্ধিতে অপরকে ছাপিয়ে যাওয়া
ঘাতঘোত ঘাঁতঘোঁতের অনুরূপ
ঘাতের ভাই অত্যন্ত স্বার্থপর; কাজ হাসিল করার জন্য ভাইসম্পর্ক; ফন্দিবাজ; মতলববাজ।
ঘানি টানা১ একটানা কঠিন শাস্তি ভোগ করা; খুব পরিশ্রম করা; কারাদণ্ড ভোগ করা (এই পাপের জন্য কিছু দিন ঘানি টেনে আসো; উৎসকাহিনী- অতীতে কারাদণ্ড ভোগকালে তেলের ঘানি টানতে হ'ত।)
ঘানি টানা২ খুব কষ্টেসৃষ্টে নিত্যনৈমিত্তিক জীবনধারণ করা (বিনা-প্রতিবাদে সংসারের ঘানি টেলে চলেছি।) সমার্থক বাগধারা- ঘানি পেষা
ঘানি পেষা শ্রমসাধ্য কাজ করা; শ্রমসাধ্য কাজ করে দীর্ঘদিন চলা (সংসারে ঘানি পিষেই চলেছি, কিন্তু স্নেহরস একফোঁটাও আমি পাচ্ছি না।)
ঘানিতে জোড়া দীর্ঘকাল পরিশ্রম করতে হবে বা দায় বহন করতে এমন কাজে নিয়োগ করা (বিয়ে দিয়ে ছেলেকে সংসারঘানিতে জুড়ে দাও।)
ঘাপটি মারা১ শিকারের অপেক্ষায় লুকিয়ে অবস্থান করা
ঘাপটি মারা২ সুযোগের অপেক্ষায় থাকা (ব্যবসায়ীরা সবসময় ঘাপটি মেরে বসে থাকে।)
ঘাম-ছোটা/ ঝরানো অত্যধিক পরিশ্রম হওয়া বা করা (ঘাম ঝরিয়ে পয়সা উপায় করি।); সমার্থক বাগধারা- মাথার ঘাম পায়ে ফেলা
ঘাম দিয়ে জ্বর ছাড়া আশ্বস্ত হওয়া, উদ্বেগ-উৎকণ্ঠা থেকে স্বস্তি পাওয়া; বিপদ থেকে নিস্কৃতি; হাঁপ ছেড়ে বাঁচা (ঝড় কাটতে ঘাম দিয়ে জ্বর ছাড়লো।)
ঘাস কাটা১ অকাজ বা সামান্য কাজ করা
ঘাস কাটা২ বৃথা কাজে সময় নষ্ট করা বা কিছুই না করা; বেকার বসে থাকা; তুলনীয়- নেই কাজ তো খই ভাজ্‌
ঘাস খাওয়া গরু গাধার মত নির্বুদ্ধি হওয়া- তিরস্কারবিশেষ
ঘি আদুড়, ঘোল ঢাকা বিপরীত বুদ্ধির পরিচয়
ঘিচিঘিচি নৈকট্যের ভাবার্থে দ্বিত্বশব্দ; গায়েগায়ে লাগানো (ঘিচিঘিচি বাড়ীগুলি সব অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর)
ঘিনঘিন করা ঘৃণার ভাবার্থে দ্বিত্বশব্দ; ঘেন্নার জন্য অস্বস্তি বোধ করা (গা ঘিনঘিন করছে।)
ঘিয়ে ভাজা রুগ্ন রসকষহীন; হাড়-জিরজিরে (ঘিয়ে-ভাজা কুকুর)
ঘিলু নড়া বুদ্ধিনাশ (বুড়ো হলে সবার ঘিলু নড়ে।)
ঘিলু শুকিয়ে যাোরে।) চিন্তাশক্তি লোপ পাওয়া (চিন্তায় চিন্তায় মাথার ঘিলু শুকিয়ে গেল।।)
ঘিলুহীন খুলি নির্বোধ; বুদ্ধিহীন; সমার্থক বাগধারা- ঘটে বুদ্ধি নেই; মগজে শাঁস নেই; মটকা খালি; মাথায় গোবর পোড়া, মাথায় বুদ্ধি নাই ইত্যাদি
ঘুঁটি চালা/সাজানো১ কৌশল খাটানো
ঘুঁটি চালা/সাজানো২ নির্দিষ্ট কাজের পরিকল্পনা করা
ঘুঁটে পোড়ে গোবর হাসে১ অন্যের বিপদে নিজেকে খুশী মনে করা
ঘুঁটে পোড়ে গোবর হাসে২ নিজের অবশম্ভাবী বিপদ সম্বন্ধে অজ্ঞতা
ঘুঁটেকুড়ুনি সহায়সম্বলহীনা নারী
ঘুঁটেকুড়ুনির ব্যাটার নাম চন্দনবিলাস নেই-গুণের নামকরণের হাস্যকর প্রয়াস; সমার্থক বাগধারা- কানাছেলের নাম পদ্মলোচন; কেলে বামুনের নাম গৌরাঙ্গসুন্দর; গোঙ্গাছেলের নাম তর্কবাগিশ; ছাল নেই কুত্তা নাম তার বাঘা ইত্যাদি
ঘুঁটের মালা/মেডেল অসম্মানিক উপহার
ঘুঘু১ প্রশংসার্থে- দক্ষ বা বিশেষ অভিজ্ঞ ('ব্যক্তিবিশেষের বুদ্ধির প্রশংসা করতে হলে আমরা তাকে ঘুঘু উপাধি দানে সম্মানিত করি'- প্রথম চৌধুরী)
ঘুঘু২ নিন্দার্থে- অতিকৌশলী, ধূর্ত, ফন্দিবাজ লোক (লোকটা একটা আস্ত ঘুঘু)
ঘুঘু চরা/চরানো (ভিটেয়)১ কারও সমূহ সর্বনাশ করা
ঘুঘু চরা/চরানো (ভিটেয়)২ ধ্বংস করা; নির্বংশ হওয়ার গালিবিশেষ
ঘুঘু দেখেছ ফাঁদ দেখোনি১ ঘুঘু পাখির আনন্দে বিচরণই দেখছ, তার ফাঁদে পড়ার যন্ত্রণা দেখনি
ঘুঘু দেখেছ ফাঁদ দেখোনি২ আনন্দ আর আরামই ভোগ করছো বা আরামের কথাই ভাবছো, দুঃখকষ্টের কথা ভাবছো না।
ঘুঘু দেখেছ ফাঁদ দেখোনি৩ বিপন্ন করার ভয় দেখানো
ঘুঘু, বাস্তু প্রচ্ছন্ন শয়তান
ঘুঘুর ফাঁদ মহাবিপদ
ঘুঘুর বাসা ফন্দিবাজ লোকদের আস্তানা (কোর্ট-কাছারী একেকটা ঘুঘুর বাসা)
ঘুটঘুটে সহচরশব্দ; ঘোর কালো (ঘুটঘুটে অন্ধকার); সমার্থক বাগধারা- ঘুরঘুট্টি, মিশমিশে
ঘুণ ধরা অধঃপাতে যাওয়া (বাঙালীর চরিত্রে ঘুণ ধরেছে।)
ঘুণধরা/ ঘুণে ধরা১ অনেক পুরানো (ঘুণে ধরা আসবাবপত্র)
ঘুণধরা/ ঘুণে ধরা২ অন্তঃসারশূন্য (ঘুণধরা সমাজ)
ঘুণ হওয়া ঘুণপোকার মত অতিকৌশলে ভিতরে প্রবেশ করা
ঘুণাক্ষর সামান্যতম আভাস/ইসারা/ইঙ্গিত (ঘুণাক্ষরেও বিষয়টা একদম টের পাইনি।)
ঘুম কাতর/কাতুরে১ অনেকক্ষণ ঘুমাতে না পারলে কাতর হয় এমন
ঘুম কাতর/কাতুরে২ ঘুমাতে খুব ভালবাসে এমন
ঘুম চটে যাওয়া ঘুমের আবেশ কেটে যাওয়া
ঘুমিয়ে থাকা অজ্ঞ/অলস/অসতর্ক থাকা; কোনদিক না দেখা (সামনে বিপদ এখন ঘুমিয়ে থাকার সময় নয়।)
ঘুমেরে ঘুম পাড়ানো ঘুম না হওয়া (সারারাত ঘুমেরে ঘুম পাড়াতে আমি জেগে থাকি।)
ঘুরঘুট্টি ঘুটঘুটের অনুরূপ
ঘুরঘুর করা১ অকারণে ঘুরে বেড়ানো
ঘুরঘুর করা২ অভিসন্ধিমূলক আনাগোনা (এখানে ঘুরঘুর করছো কেন?)
ঘুরঘুরে ঘা যে ক্ষত অনেকদিন ধরে শুকায় না
ঘুরপথ দীর্ঘতর পথ (রাস্তা খারাপ তাই ঘুরপ্থে এসেছি।)
ঘুর/ঘোরপ্যাঁচ১ সহচরশব্দ; অন্তরায়, জটিলতা, বাধাবিঘ্ন (কাজটায় অনেক ঘোরপ্যাঁচ আছে।)
ঘুর/ঘোরপ্যাঁচ২ কুটিলতা (ওর মনে কোন ঘুরপ্যাঁচ খেলে না।); সমার্থক বাগধারা- কূটকচাল, ছলাকলা, ফেরফার
ঘুরা১ পাক খাওয়া (সূর্য স্থির পৃথিবী ঘুরুছে।)
ঘুরা২ বেড়ানো (বিকালে একটু ঘুরতে যাই।)
ঘুরা৩ বিস্তর হাঁটাহাঁটি (মা আমায় ঘুরাবি কত কলুর চোখ ঢাকা বলদের মত-রামপ্রসাদী গান)
ঘুরা৪ লক্ষ্যহীন হয়ে বেড়ানো (বৃথা কেবল ঘুরে মরছি।)
ঘুরাঘুরি/ঘোরাঘুরি১ সহচর শব্দ; অপ্রয়োজনে বারংবার যাতায়াত; ইতস্তত হাঁটাহাঁটি (একটু ঘুরাঘুরি করলে শরীর ভালো থাকে।)
ঘুরাঘুরি/ঘোরাঘুরি২ কোন কাজ উদ্ধারের জন্য ক্রমাগত এখানে- ওখানে যাতয়াত করা (একটা চাকরী পাওয়ার জন্য কোথায় না ঘোরাঘুরি করেছি।)
ঘুরানো১ ঘুর্ণিত করা ('হাত ঘুরালে নাড়ূ দেবো, নইলে নাড়ু কোথায় পাবো'- ছড়া)
ঘুরানো২ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বার বার ফিরিয়ে দেওয়া
ঘুরেফিরে বারংবার (ঘুরেফিরে একই কথা বলছো।)
ঘুর্ণিপাক জল বা বাতাসের প্রচণ্ড আবর্ত ('থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে,কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুর্ণিপাকে'- নজরুল)
ঘুষঘুষে/ঘুসঘুসে১ অল্প, মৃদু (ঘুসঘুসে অন্ধকার)
ঘুষঘুষে/ঘুসঘুসে১ চাপা, গুপ্ত; ভিতরে ভিতরে রয়েছে অথচ বাইরে থেকে বোঝা যায় না এমন (ঘুষঘুষে জ্বর)
ঘুসকি গৃহস্থা কুলটা- মেয়েলি গালিবিশেষ (ঘুসকি মাগি)
ঘৃতাহুতি (অগ্নিতে) উত্তেজনাবৃদ্ধি (অগ্নিতে আর ঘৃতাহুতি করো না।)
ঘেঁচু অবজ্ঞার্থে- কিছু না, নিস্ফল প্রযত্ন (ঘেঁচু হবে; তুমি আমার ঘেঁচু করবে।)
ঘেউঘেউ১ কুকুরের মত অনবরত নিস্ফল চিৎকার (দুর্বলের ঘেউঘেউ করাই সার।)
ঘেউঘেউ২ বিরুদ্ধবাদীর বক্তব্যের অবজ্ঞাসূচক নামকরণ
ঘেন্নাপিত্তি প্রায় সমার্থক সহচরশব্দ; লজ্জা ও বিরাগ; লজ্জা হয়; লজ্জায় মাথা কাটা যায় এমন (কোন কাজই ঘেন্নাপিত্তি করার নয়।)
ঘেরাটোপ১ আবরণ; আচ্ছাদন, সম্পূর্ণ ঢেকে রাখার জন্য ঢাকনা (সবাই মুখটা লুকিয়ে রাখে ভদ্রভাবের ঘেরাটোপে।)
ঘেরাটোপ২ নিরাপদ আশ্রয় (জনরোষের ভয়ে রাষ্ট্রপতি সেনাবাহিনীর ঘেরাটোপে আশ্রয় নিয়েছে।)
ঘোঁট পাকানো১ দল বেঁধে- কুমন্ত্রণা করা/ বিরূপ সমালোচনা করা/ ষড়যন্ত্র করা; দলাদলি করা (দলের মধ্যে কিছু লোক ঘোঁট পকাচ্ছে।)
ঘোড়দৌড় করানো অত্যধিক দৌড়াদৌড়ি করিয়ে কাউকে হয়রান করা; নাকাল করা (সরকার জনসাধারণকে ঘোড়দৌড় করাচ্ছে।)
ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া উপরওয়ালা/ক্ষমতাশালীকে অতিক্রম করে কার্যসিদ্ধির চেষ্টা
ঘোড়া দেখে খোঁড়া হওয়া আরাম পাবার সুযোগ পেলে আলসেমি করা
ঘোড়ায় জিন দিয়ে আসা অত্যন্ত ব্যতিব্যস্ত; তিলেকবিলম্বে অস্থিরতাভাব (আসাথেকেই যাবার জন্য ছটফটানি, ঘোড়ায় জিন দিয়ে এসেছো নাকি?)
ঘোড়ার আগে গাড়ি জুতা বেআক্কেলী কাজ; বিপরীত বুদ্ধি
ঘোড়ার গোয়ালে ভেড়া ঢোকা হটকারী সিদ্ধান্ত
ঘোড়ার ঘাস কাটা১ বাজে বা সামান্য কাজে সময় নষ্ট করা
ঘোড়ার ঘাস কাটা২ বেকার বসে থাকা
ঘোড়ার ডাক্তার তুচ্ছার্থে- ডাক্তার পদবাচ্য নয়; সমার্
ঘোড়ারোগ১ উৎকট বাতিক; প্রবলাকাঙ্ক্ষা
ঘোড়ারোগ২ সাধ্যের অতিরিক্ত সাধ; সাধ্যাতীত বড়মানুষি করার ইচ্ছা (গরিবের ঘোড়ারোগ; কাঙালের ঘোড়ারোগ)
ঘোড়েল ধূর্তলোক (রাজনীতির ময়দানে শুধু ঘোড়েলদের ঘোরাফেরা); সমার্থক বাগধারা- ধড়িবাজ
ঘোপঘাপ লুকিয়ে থাকার যায়গা
ঘোমটার আড়ালে/তলে/নীচে খেমটা নাচ১ কুলবধুর বেশে অসতীর ব্যবহার
ঘোমটার আড়ালে/তলে/নীচে খেমটা নাচ২ বাইরে সাধুত্ব, ভিতরে নষ্টামি; সাধুত্বের আড়ালে ভণ্ডামি
ঘোরকলি সমাজে চরম অরাজকতা/পাপাচার চলছে
ঘোরপ্যাঁচ ঘুরপ্যাঁচের অনুরূপ
ঘোর সংসারী বিষয়-আশয়মোহে আচ্ছন্ন; প্রচণ্ড বিষয়ানুরক্ত; ভোগ-সুখে অতিশয় আসক্ত
ঘোরাঘুরি করা কোন কাজ আদায়ের জন্য ক্রমাগত যাতায়াত করা (একটু সাহায্য পাওয়ার জন্য সরকারের দ্বারে ঘোরাঘুরি করছি।); সমার্থক বাগধারা- হাঁটাহাঁটি
ঘোরাফেরা করা ইতিস্তত বিচরণ করা (সকালে বিকালে একটু ঘোরাফেরা করলে শরীর ভাল থাকে।); সমার্থক বাগধারা- হাঁটাহাঁটি
ঘোল খাওয়া কষ্টের ফেরে পড়া; জব্দ হওয়া; বিপদে পড়ে নাকাল হওয়া
ঘোল খাওয়ানো জব্দ করা; বিপদে ফেলে নাকাল করা
ঘোল ঢালা (মাথায়) অপদস্ত/অপমান করা; জব্দ করা
ঘোলা জল অব্যবস্থা, চরম বিশৃঙ্খলা (ঘোলা জলে মাছ ধরা)
ঘোলা জলে মাছ ধরা অব্যবস্থার সুযোগ নিয়ে কার্যোদ্ধার করা; এলোমেলো অবস্থার সুযোগে দাঁও মারা
ঘ্যাঁচঘ্যাঁচ ঘচঘচের অনুরূপ
ঘ্যাঁচড়া একগুঁয়ে, নির্লজ্জ, বেহায়া (ওর মত ঘ্যাঁচড়া লোক আর দেখেনি।); সমার্থক বাগধারা- ঠ্যাঁটা
ঘ্যাঁট নানাবিধ বস্তুর অবাঞ্ছিত মিশ্রণ (ঘ্যাঁট পাকিয়ে রেখেছে।); সমার্থক বাগধারা- জগাখিচুড়ি
ঘ্যানঘ্যান ক্রমাগত অনুনয় বা অনুযোগ; বিরক্তিকর নাকিসুরে কান্না; বিরক্তিকর উক্তি; সমার্থক বাগধারা- মক-মক করা/মকমকানি
ঘ্যানরঘ্যানর বিরক্তিকর টানা শব্দ (তখন থেকে সমানে ঘ্যানরঘ্যানর করে চলেছে।)
ঘ্যাম (অশালীন) উঁচুদরের/মানের বিষয় (এসব ঘ্যাম ব্যাপারের মর্ম তুমি বুঝবে না।)

সম্পাদনা

বাগধারা অর্থ
চকচক/চকমক তীব্র ঔজ্জ্বল্যও দীপ্তির ভাবপ্রকাশক দ্বিত্বশব্দ (যা চকচক/চকমক করে তাই সোনা নয়- প্রবাদ); সমার্থক বাগধারা ঝকঝক; ঝকমক
চকবন্দী জমি সীমানা নির্ধারিত হয়েছে এমন জমি
চকবন্দী দরজা চৌকোখোপগুলিতে লতাপাতা-ফুলকাটা হয়েছে এমন দরজা
চকমকানো১ চোখ ধাঁধানো (চকমকানো বাড়ী)
চকমকানো২ বিদ্যুৎ চমকানো
চকমকি ঠোকা১ চকমকি দ্বারা আগুন জ্বালানো
চকমকি ঠোকা২ ঝগড়া বাধানোর চেষ্টা করা
চকমা দেওয়া ধোঁকা দেওয়া; প্রবঞ্চনা করা
চকমিলানো বাড়ি চতুষ্কোণ উঠান ঘিরে শ্রেণিবদ্ধ বাড়ি উঠেছে এমন
চকাচকি/চখাচখি১ চক্রবাক দম্পতি-এদের দাম্পত্যপ্রেম চিরপ্রসিদ্ধ;('আজ কিসের তরে নদীর চরে চখাচখির মেলা'- রবীন্দ্রনাথ)
চকাচকি/চখাচখি২ আদর্শদম্পতি
চকোর/চকোরী১ চাঁদেরকিরণ পানে তৃপ্তিলাভ করে বলে কথিত পাখিবিশেষ
চকোর/চকোরী২ সুধাপায়ী বা সুধা অভিলাষী (চিত চকোর)
চক্কর খাওয়া বায়ুসেবন করতে ঘুরপাক খাওয়া (প্রতিদিন মাঠে চক্কর দিতে যাই।)
চক্কর মারা একবার ঘুরে যাওয়া (বছরে একবার কফি হাউসে চক্কর মেরে আসি।)
চক্রবক্র প্রায় সমার্থক যুগ্মশব্দ; ছল; সমার্থক বাগধারা- কূটকৌশল; কলাকৌশল; ছলচাতুরী; ফন্দিফিকির
চক্রবৃদ্ধি সুদের সুদ
চক্ষুকর্ণের বিবাদভঞ্জন শোনা বিষয় চোখে দেখে নিঃসন্দেহ হওয়া; প্রত্যক্ষজ্ঞান
চক্ষু খাওয়া চোখ থাকতেও তার যথাযথ ব্যবহার না করা (চক্ষু খেয়ে বসেছো নাকি, যে কালো মেয়ে ঘরে আনলে?)
চক্ষুখাদিকা চোখখাগি-গালিবিশেষ ('চক্ষুখাদিকা ভর্তার পরমায়ু ইন্দ্রী অষ্টকুষ্ঠির পুত্রী'-রবীন্দ্রনাথ ঠাকুর)
চক্ষু খুলে যাওয়া অজ্ঞতা/অজ্ঞানতা দূর হওয়া; নানা বিষয়ে বোধোদয় হওয়া; সজাগ হওয়া
চক্ষু চড়কগাছ আতঙ্কে হতবুদ্ধি; ভয়ে বা বিস্ময়ে বিস্ফারিত দৃষ্টি
চক্ষু ছানাবড়া অত্যন্ত বিস্ময়াপন্ন; ভয়ে/বিস্ময়ের আধিক্যে চোখ বিস্ফারিত
চক্ষু থেকেও অন্ধ মূর্খ; ভালোমন্দ হিতাহিত উপলব্ধি করতে অক্ষম
চক্ষুদান১ অন্তর্দৃষ্টির উন্মেষ
চক্ষুদান২ অপরকে সতর্কীকরণ
চক্ষুদান৩ ব্যঙ্গে- অপহরণ; চুরি (টেবিল থেকে আমার মোবাইলটায় কেউ চক্ষুদান করেছে।)
চক্ষুদান৪ উদাহরণের মাধ্যমে অজ্ঞানকে জ্ঞানদান
চক্ষুবুজে মেনে নেওয়া সম্পূর্ণ বিশ্বাস করা (সবকিছু চক্ষুবুজে মেনে নেওয়া উচিত নয়।)
চক্ষুলজ্জা চোখে লজ্জাজনক ঠেকে এমন কিছু অপরের কাছে করতে বা বলতে কুণ্ঠা বা সংকোচ
চক্ষুলজ্জার মাথা খাওয়া নির্লজ্জ হয়ে কিছু করা বা বলা
চক্ষুলাল রাগান্বিত (চক্ষু লাল করে কোন ফায়দা হবে না।)
চক্ষুঃশুল অত্যন্ত অপ্রিয় লোক; যাকে দেখলে বিরক্তি জন্মে বা এমনকিছু যা দেখতে ইচ্ছা হয় না; সমার্থক বাগধারা- চোখের বালি; চোখের বেদনা
চক্ষুষ্মান্ ভালোমন্দ উপলব্ধি করতে সমর্থ এমনব্যক্তি; সত্য উপলব্ধিক্ষম; সত্যদ্রষ্টা
চক্ষুস্থির বিস্ময়ে বা ভয়ে হতবুদ্ধি (পাত্রপক্ষের দাবীর বহর শুনে পাত্রীপক্ষের চক্ষুস্থির।)
চক্ষুরুন্মীলন অন্তর্দৃষ্টি বা জ্ঞানচক্ষুর উন্মেষ
চক্ষে সরষে ফুল দেখা ভীষণ বিপদে পড়ে হতবুদ্ধি
চক্ষের পুত্তলি অত্যন্ত আদরের/স্নেহের পাত্র বা পাত্রী
চচ্চড়ি পাকানো পরিস্থিতি জটিল করে তোলা
চটকা ভাঙা১ নিদ্রালুভাব ছুটে যাওয়া; তন্দ্রাভাব দূর হওয়া
চটকা ভাঙা২ মগ্নভাব কেটে সজাগ বা সতর্ক হওয়া
চট-জলদি১ একার্থক যুগ্মশব্দ; কিছু-না ভেবেচিন্তে; কোনরূপ দ্বিধা না করে (চট-জলদি কোন সিদ্ধান্ত নিয়ো না।); সমার্থক বাগধারা- হুট করে; হুটহাট
চট-জলদি২ অবিলম্বে; খুব দ্রুত; তাৎক্ষণিক; বিনা প্রস্তুতিতে (চট-জলদি কিছু নাস্তা বানাও।); সমার্থক গধারা- চটপট, ঝটপট
চটচট আঠালোভাবার্থে দ্বিত্বশব্দ (মেঝেটা চটচট করছে।)
চটচটে আঠালো (জামাকাপড় খুব চটচটে হয়ে গেছে।)
চটপট সহচরশব্দ; খুব তাড়াতাড়ি, অতি দ্রুত (চটপট কাজ সারো।); সমার্থক বাগধারা- চটাচট; ঝটপট
চটপটে তাড়াতাড়ি কাজ করতে পারে এমন (খুব চটপটে ছেলে।);সমার্থক বাগধারা- চালাকচতুর
চটাচট খুব তাড়াতাড়ি; অতিদ্রুত (চটাচট কাজগুলো সা্রো।); সমার্থক বাগধারা- চটপট; ঝটপট
চটাচটি বাদানুবাদ; বিবাদ; রাগারাগি (বেশি চটাচটি করলে শরীরেরই ক্ষতি।)
চটিচাটা হীন তোষামোদকারী
চটিতং অত্যন্ত ক্রুদ্ধ; খুব রাগ হয়েছে এমন (যেতে বারণ করায় খুব চটিতং।)
চড়কগাছ বিদ্রুপে- অতিরিক্ত রোগা এবং ঢ্যাঙ্গালোক
চড়কে কাঠি পড়া কলহের সূত্রপাত হওয়া
চড়কের পিঠ যে পিঠ সবই সহ্য করতে পারে
চড়কের বাদ্যি১ বাদ্যযন্ত্রের বিরামহীন জোরালো আওয়াজ
চড়কের বাদ্যি২ প্রচারের চেষ্টায় শোরগোল তোলা
চড়চাপড়/চড়চাপাটি সমার্থক যুগ্মশব্দ; চড়ের পর চড়; হাতের চাপড় (দুই দলের মধ্যে খুব চড়চাপড়/চাপাটি চলছে।)
চড়বড় ধ্বন্যাত্মক সহচর শব্দ; ভাজনাখোলায় খইফোটার মত দ্রুত কথা বলার ধ্বন্যাত্মক শব্দ (মুখে যেন চড়বড় করে খই ফুটছে।)
চড় মেরে গড় আগে অসম্মান পরে সম্মান; সমার্থক বাগধারা- জুতা মেরে গরু দান
চড়া পড়া১ বুদ্ধি না খোলা (বুদ্ধিতে চড়া পড়েছে।)
চড়া পড়া২ বৈচিত্র্যহীনতার জন্য খেতে অরুচি হওয়া (পেটে চড়া পড়েছে।)
চড়া পড়া৩ নিরস; শুষ্ক হওয়া (হৃদয়ে চড়া পড়েছে।)
চড়াই উৎড়াই উন্নতি-অবনতি (জীবনে চড়াই উৎড়াই আছে।); সমার্থক বাগধারা- জোয়ার-ভাঁটা
চড়াই/চড়ুই পাখির প্রাণ ক্ষীণজীবী ব্যক্তি
চড়ায় ঠেকা সাংসারিক টানাটানিতে পড়া বা প্রতিকূল অবস্থায় পড়ে অচলাবস্থা হওয়া; সংসার যাত্রায় কোন বাধার সম্মুখীন হওয়া।
চড়ুইভাতি নদীতীর, গ্রামের প্রান্তে বা সবুজে ঘেরা বনভূমিতে একান্তে সংঘবদ্ধ আহার; সমার্থক বাগধারা- বনভোজন
চড়ুকে বাতিক চড়কগাছে পাক খাওয়ার লোভে সন্ন্যাসী হওয়ার ইচ্ছা
চড়ুকে হাসি১ অট্টহাস্য; উচ্চহাস্য; চটকদার/জমকালো হাসি
চড়ুকে হাসি২ কৃত্রিম বা কাষ্ঠহাসি; ভিতরের যন্ত্রণা চাপা দিয়ে লোক দেখানো হাসি
চণ্ড উগ্রপ্রকৃতির লোক; দুর্বৃত্ত; পাষণ্ড
চণ্ডচামুণ্ড১ শিবের দুই অনুচর
চণ্ডচামুণ্ড২ দুস্কৃতির অনুচরবর্গ
চণ্ডমূর্তি উগ্রমূর্তি
চণ্ডাল ক্রুর/নিষ্ঠুর প্রকৃতির লোক- গালিবিশেষ
চণ্ডিকা/চণ্ডী (রণ) উগ্রা/কোপনস্বভাবানারী (রণচণ্ডী সামনে খাড়া।)
চণ্ডীপাঠ থেকে জুতা সেলাই সবরকম কাজ (সংসারে আমাকে চণ্ডীপাঠ থেকে জুতা সেলাই সবই করতে হয়।)
চতুরচূড়ামণি অত্যন্ত চালাক
চতুরে চতুরে কোলাকুলি/চতুরের সাথে চতুরালি সমানে সমানে প্রতিদ্বন্দ্বিতা
চতুরের ফতুর হওয়া অতিচালাক সর্বশান্ত হয়
চতুর্গুণ বহুগুণ (খিদে/ব্যাথা চতুর্গুণ বেড়ে গেছে।)
চতুর্দশীর চাঁদ ভরা যৌবনা
চতুর্দশীর চাঁদ, কৃষ্ণা মুমূর্ষ; মৃত্যু আসন্ন
চতুর্দিক১ সবদিক (চতুর্দিকে তার নজর থাকে।)
চতুর্দিক২ সবব্যাপার,সববিষয় ও সবকিছু্ (চতুর্দিক বিচার করে সিদ্ধান্ত নেবে।)
চতুর্ভুজ১ প্রশংসায়- চৌকস; সর্বতোমুখী; সর্বগুণে গুণান্বিত
চতুর্ভুজ২ ব্যঙ্গে- আনন্দে অভিভূত; কৃতার্থ; বিগলিত (প্রশংসা শুনলে সবাই চতুর্ভুজ হয়ে যায়।)
চতুর্ভুজা খুবই করিতকর্মানারী (গৃহিণী আমার চতুর্ভজা, একাই চারিদিক সামলান।); সমার্থক বাগধারা- দশভুজা
চতুস্পদ২ নির্বোধ/মূর্খ; পশুর মত আচরণ বা বুদ্ধিবিশিষ্ট- গালিবিশেষ (বুদ্ধিতে চতুস্পদ।)
চতুষ্কর জন্তু বানরজাতীয় প্রাণী; যাদের দুহাত ও দুপায়ের পাতা হাতের মত; গাধা,গরু, ছাগলের মত- গালিবিশেষ
চনমনে১ চন মনের সহচর শব্দ; সতেজ; প্রাণবন্তভাব (প্রাতর্ভ্রমণে শরীর চনমনে থাকে।)
চনমনে২ স্ফূর্তিযুক্ত
চন্দ্রবিন্দু হওয়া মারা যাওয়া
চন্দ্রভেদ চরম/সর্বোচ্চ লক্ষ্যভেদ (তুমি চন্দ্রভেদ করেছো।) (ইংরাজী shoot the moon বাক্যাশের অনুসুরণে চন্দ্রভেদ)
চন্দ্রাহত উন্মত্ত; ক্ষিপ্ত; পাগল (ক) moonstruck শব্দের অনুকরণে; এই শব্দের অর্থ উন্মত্ত; ক্ষিপ্ত; বা(খ) lunatic-শব্দের অনুকরণে;এই শব্দের অর্থ পাগল
চপচপানি প্রগল্ভতা; বড়বড় কথা; বাচালতা (শুধুই শুধু চপচপানি কাজের বেলায় অষ্টরম্ভা।)
চপচপ/চপচপে আদ্রতাব্যঞ্জক দ্বিত্বশব্দ (জামাটা ভামে ভিজে চপচপ করছে; তেল চপচপে রান্না।)
চপলার হাসি ক্ষণস্থায়ী বিদ্যুতের ঝলক
চব্বিশ ঘণ্টা অবিরাম; অনবরত; সবসময়; সারা দিনরাত (চব্বিশ ঘণ্টা নালিশ করে চলেছে।)
চমক খাওয়া মুহুর্তের জন্য স্তম্ভিত হওয়া
চমক ভাঙা অন্যমনষ্ক ভাব সহসা কেটে যাওয়া; হঠাৎ হুঁশ হওয়া
চম্পট দেওয়া পলায়ন করা (পুলিশ দেখে দুস্কৃতিরা চম্পট দিল।)
চরকায় তেল দেওয়া (নিজের) (অন্যের ব্যাপারে নাক না গলিয়ে নিজের কাজে মন দেওয়া)
চরকি খাওয়া/ঘোরা অবিরাম কাজ করা; অপ্রয়োজনে ঘুরে বেড়ানো (সবসময় চরকির মত ঘুরে বেড়াচ্ছি; কোন কাজ নেই।)
চরকি ঘোরানো কাউকে অনর্থক ঘুরিয়ে হয়রান করা
চরণচারণ পায়চারি
চরণদাস১ চরণদাসের অনুবর্তী বৈষ্ণব সম্প্রদায়
চরণদাস২ ব্যঙ্গার্থে- তোষামোদকারী; সমার্থক বাগধারা- শ্রীচরণেষু (আমি কারও চরণদাস নই।); সমার্থক বাগধারা- কর্তাভজা
চরণদাসী১ পতিপরায়ণা স্ত্রী
চরণদাসী২ ব্যঙ্গার্থে- সেবাদাসী
চরণবাবুর জুড়ি পদব্রজে গমন বা হেঁটে যাওয়ার ব্যবস্থা
চরণসেবা১ পা টেপা
চরণসেবা২ ভক্তিপূর্ণ পরিচর্যা
চরণসেবা৩ ব্যঙ্গার্থে- তোষামোদ করা
চরা বিদ্রূপে- যথেচ্ছ ঘুরে বেড়ানো (সারাদিন কোথায় চরে বেড়াও?)
চরাচর১ চর (জঙ্গম) ও অচর (স্থাবর) অর্থাৎ যা চলে এবং যা চলে না সবকিছু
চরাচর২ জগৎ-সংসার; সমগ্র পৃথিবী/সৃষ্টি ('বিশ্ব-চরাচর তোমারই মনোহর রূপের ছায়া'- নজরুল); সমার্থক বাগধারা- চলাচল
চরানো বিদ্রূপে- পড়ানো, শিক্ষকতা করা (আমি ছেলে চরিয়ে পেট চালাই।)
চর্বণ করা চিবিয়ে চিবিয়ে কথা বলা;
চর্বিতচর্বণ১ একই বিষয়ের বারবার নিরস আলোচনা; পূর্বে আলোচিত বিষ্যের পুনরায় আলোচনা; পুনরাবৃত্তি
চর্বিতচর্বণ২ প্রতিভা ও মৌলিকতার অভাবহেতু অপরের রচনা অনুকরণ
চর্ব্য-চোষ্য উত্তম ও সুস্বাদু আহার্য/খাদ্যবস্তু (চর্ব্যচোষ্য রান্না করা হয়েছে।)
চর্ব্য-চোষ্য-লেহ্য-পেয় চিবিয়ে, চুষে, লেহন করে ও পান করে খাওয়ার যোগ্য; বিভিন্নধরনের মহার্ঘ আহার্য ও পানীয়
চর্মচক্ষু স্থূলদৃষ্টি; স্বাভাবিক দৃষ্টি
চলৎফিরৎ প্রায় সমার্থক যুগ্মশব্দ; ইতস্তত ভ্রমণ; চলাফেরা; নড়াচড়া; পায়চারি
চলনসই কাজ চালানো গোছের; মোটামুটি কাজ চলে যাবে; কোনোমতে কাজ চলতে পারে; মাঝামাঝি ধরনের
চলচিত্ত চঞ্চরী১ চঞ্চলা ভ্রামরী
চলচিত্ত চঞ্চরী১ অস্থিরমতি ব্যাকুলচিত্ত নারী
চলন-বলন আচরণ, ব্যবহার ও কথাবার্তা; স্বভাবচরিত্র (সে তো চলনে-বলনে একেবারে সাহেব); সমার্থক বাগধারা- চালচলন; ভাবভঙ্গি
চলাচল১ যাতায়াত (যানবাহন চলাচল বন্ধ।)
চলাচল২ সঞ্চালন (রক্ত চলাচল করছে না।)
চলাচল৩ চলিত ও স্থিত; যা চলে এবং যা চলে না সবকিছু; জঙ্গম ও স্থাবর
চলাচল৩ জগৎ; সমগ্র পৃথিবী/সৃষ্টি; সমার্থক বাগধারা- চরাচর
চলাফেরা১ প্রায় সমার্থক যুগ্মশব্দ; আচরণ (তোমার চলাফেরা ভাল লাগছে না।);সমার্থক শব্দ- আচার-ব্যবহার; আচার-আচরণ; চালচলন; ভাবভঙ্গী ইত্যাদি
চলাফেরা২ যাওয়া-আসা (এই পথেই চলাফেরা করি।); সমার্থক শব্দ-আনাগোনা; ঘোরাফেরা; হাঁটাচলা ইত্যাদি
চলাফেরা৩ ইতস্তত ভ্রমণ (বুড়োবয়সে এখন আর চলাফেরা করতে পারি না।); সমার্থক বাগধারা- পায়চারি, হাঁটা-চলা, হাঁটাহাঁটি
চলার সাথি পথের সঙ্গী
চলে আসা স্থান পরিত্যাগ করা
চলে চলা এগুনো; দ্রূত অগ্রসর হওয়া; সত্বর পা চালানো (চলে চল দেরী হয়ে যাবে।)
চলোর্মিচঞ্চল অস্থির
চল্লিশে চল্লিশা/চালশে চল্লিশবছর বয়সজনিত কারণে দৃষ্টিক্ষীণতা (চল্লিশে চোখে চালশে ধরা- প্রবাদ); সম্পর্কীত বাগধারা- বাহাত্তুরে দশা/ধরা
চল্লিশে চল্লিশ বুদ্ধি ভাগ্য ভাল থাকলে নানাউপায়ে কাজ সফল হয় অন্যথায় গণ্ডগোল।
চশমনামাই তিরস্কার; ভর্তসনা (যে গালাগালি করেছিল তার চশমনামাই হ'ল।)
চশমখোর চক্ষুলজ্জাহীন; চোখের চামড়া নেই; নির্লজ্জ; সম্পূর্ণ বেহায়া (চশমখোরেরা চোকলখোর হয়।)
চষা তন্নতন্ন করে খোঁজা
চষে বেড়ানো নানাস্থানে ঘুরে বেড়ানো; সমার্থক বাগধারা- টো টো করে ফেরা
চাঁই নেতা; মোড়ল; প্রধানব্যক্তি; বেশিদরের লোক (দলের একজন চাঁই।); বিপরীতশব্দ- চুনোপুঁটি
চাঁচাছোলা১ একার্থক সহচরশব্দ; উপরের আবরণ বা ছাল উঠিয়ে ফেলা হয়েছে এমন
চাঁচাছোলা২ মসৃণ; মার্জিত; সুপরিষ্কৃত (চাঁচা-ছোলা মুখ)
চাঁছাছোলা৩ কাটকাট, মাধুর্য/রসকষহীন, রূঢ়ভাবে স্পষ্ট (চাঁছাছোলা কথাবার্তা)
চাঁছাছোলা মুখ শ্মশ্রুগুম্ফহীন; পরিষ্কার করে কামানো
চাঁটি১ অবজ্ঞায় বা পরিহাসচ্ছলে- চড়; লঘু চপেটাঘাত (মারব এক চাটি।)
চাঁটি২ তবলায় বোল তোলা ('কাহারবা নয় দাদরা বাজাও উল্টোপাল্টা মারছো চাঁটি'-লঘুগীতি)
চাঁড়াল নিষ্ঠুর প্রকৃতির লোক- গালিবিশেষ
চাঁদ১ আদরের বস্তু (আমার সোনা চাঁদের কণা'-গান)
চাঁদ২ বিদ্রুপে- অসুন্দর ব্যক্তি (এই যে চাঁদবদন এদিকে এসো একবার।)
চাঁদ৩ কৌতুকে- বন্ধুকে সম্বোধনবিশেষ (এসো দেখি চাঁদ।)
চাঁদ কপালে/কপালি১ কপাল অর্ধচন্দ্রের মত; কপালে অর্ধচন্দ্রের মত চিহ্নযুক্ত (চাঁদকপালে বাছুর)
চাঁদ কপালে/কপালি২ সৌভাগ্যবান পুরুষ ও সৌভাগ্যবতী নারী
চাঁদবদন/বদনী চাঁদের মতো মুখবিশিষ্ট পুরুষ/নারী ('সোহাগ চাঁদবদনী ধনি নাচো তো দেখি'-লোকগীতি)
চাঁদমারি১ তীর বা বন্দুকের গুলি ছোড়ার অভ্যাসের জন্য স্থাপিত চন্দ্রাকৃতি লক্ষ্যস্থল; নিশানাস্থল
চাঁদমারি২ বিদ্রুপ ও আক্রমণের লক্ষ্য (সকলেই আমাকে চাঁদমারি করেছে।)
চাঁদ হাতে দেওয়া/পাওয়া দুর্লভ বা প্রীতিপদ বস্তু হাতে দেওয়া/পাওয়া
চাঁদি ব্যঙ্গে- রূপার টাকা (চাঁদির জোরে ধরাকে সরা জ্ঞান করে);

সমার্থক বাগধারা- রূপার চাকতি

চাঁদিফাটা রৌদ্র মাথার উপরিভাগ ফেটে যায় এমন প্রখর রৌদ্র (চাঁদিফাটা রোদ্দুরে বেরিয়ো না।)
চাঁদির জুতো মারা প্রচুর অর্থ ব্যয় করা (চাঁদির জুতো মারলে সব কাজ আদায় হয়।)
চাঁদে কলঙ্ক সর্বাঙ্গসুন্দর বস্তুর মধ্যে সামান্য কিছু দোষ
চাঁদের কণা অতি আদরের শিশুসন্তান ('আমার সোনা, চাঁদের কণা তুলনা তার নাই'-লঘুগান)
চাঁদের কাছে জোনাকি অতি নগণ্য; তুলনা চলে না এমন
চাঁদের দিকে হাত বাড়ানো ক্ষমতার বাইরে প্রত্যাশা করা
চাঁদের হাট১ আনন্দের প্রাচুর্য
চাঁদের হাট২ গুণীজনের সম্মেলন
চাঁদের হাট৩ রূপের ছড়াছড়ি; রূপসী রমণীদের সমাগম
চাঁদের হাট৪ প্রিয়জনদের সংসার/সমাগম, শিশুদের সমাবেশ (নাতি-নাতিনীদের নিয়ে দাদুর চাঁদের হাট বসেছে।)
চাঁদোয়া আচ্ছাদন; ছাউনি; শামিয়ানা
চাই কী হয়তঃ (চাই কী আমিও যেতে পারি)
চাকচাক/ চাকাচাকা১ বহুবচনে দ্বিত্বশব্দ; গোলাকার (গায়ে তার চাকা চাকা দাগ)
চাকচাক/ চাকাচাকা২ পাতলা গোল গোল টুকরা (আলুগুলি চাকচাক/ চাকাচাকা করে কাটো।)
চাকচক্য/চাকচিক্য // চাকনচিকন/চিকনচাকন উজ্জ্বল; মসৃণ; সুচিক্কণ; বেশভূষায় ফিটফাটভাব (কিছু ফতোবাবু আছে যাদের বাইরেটা চাকনচিকন ভিতরে খ্যাড়; উৎস- আলালের ঘরের দুলাল)
চাকভাঙা মধু টাটকা, খাঁটি ও নির্ভেজাল মধু
চাকরি-বাকরি সহচরশব্দ; কাজকর্ম; চাকরি বা ঐ ধরণের জীবিকা; জীবিকার সংস্থান
চাকরি মেঘের ছায়া এই আছে এই নেই- এমন; অত্যন্ত অনির্ভরশীল আশ্রয়
চাক্কি পেষা কঠোর পরিশ্রম করা; সমার্থক বাগধারা- ঘানি টানা
চাগাড় দেওয়া১ উত্তেজিত হয়ে ওঠা; প্রবলভাব ধারণ করা (দুর্বুদ্ধি মাথায় চাগাড় দিয়েছে।)
চাচা আপন প্রাণ বাঁচা আগে নিজেকে রক্ষা কর, পরের কথা পরে হবে; সমার্থক বাগধারা- আপনি বাঁচলে বাপের নাম
চাট মুখরোচক খাদ্যদ্রব্য
চাটনি১ টক ঝাল মিষ্টি ও তেল সহযোগে তৈরি মুখরোচক খাবার
চাটনি১ বিদ্রুপে- মুখরোচক আলোচনা
চাটাইয়ে শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখা মাত্রারিক্ত আশা করা
চাটাচাটি১ বহুবচনে সহচরশব্দ; বারবার চাটা
চাটাচাটি২ বিদ্রুপে- অন্তরঙ্গতা; পরস্পর পরস্পরের প্রশংসা (বেশি চাটাচাটি ভালো নয়।)
চাটি চাঁটির অনুরূপ
চাটিবাটি করা/তোলা // চাট্টিবাট্টি গুটানো ভিটেমাটি থেকে উৎখাত করা; ভিটেমাটি ছেড়ে চলে যাওয়া
চাটুবাদ পরের সন্তুষ্টির জন্য অনুচিত প্রিয়বাক্য বলা; নিজের স্বার্থসিদ্ধির জন্য পরের অতিরিক্ত প্রশংসা করা; খোসামোদ; তোষামোদ
চাট্টিখানি/ চারটিখানি অল্পপরিমাণ (চাট্টিখানি ভাত দাও।)
চাপ পড়লে বাপ সঙ্কটে পড়ে বাপ বাপ বলা; সমার্থক বাগধারা- ঠেলার নাম বাবাজী
চাপাচাপি১ বিশেষ ভাবার্থে সহচরশব্দ (বেশি চাপাচাপি করো না, ও পারবে না); সমার্থক বাগধারা- পিড়াপিড়ি
চাপাচাপি২ ঘনবিন্যস ভাবার্থে সহচরশব্দ (একটু চাপাচাপি করে বসলে চারজন বসতে পারবে।)
চাপাচুপি গোপনতা ভাবার্থে সহচরশব্দ (কেচ্ছা চাপাচুপি থাকে না।); সমার্থক বাগধারা- ঢাকাঢাকি
চাপা দেওয়া১ ভার চাপানো (কাগজটায় ভার চাপা দাও।)
চাপা দেওয়া২ সত্য লুকানো; আলোচনার না করা (বিষয়টা চাপা দেওয়া হল।); সমার্থক বাগধারা- চাপা পড়া
চাপান-উতোর প্রশ্ন ও উত্তর; প্রশ্ন ও পালটা প্রশ্ন; তরজা গানের লড়াই
চাপা পড়া১ আলোচনায় না আসা; সমার্থক বাগধারা- চাপা দেওয়া
চাপা পড়া২ কোনকিছুর তলায় পড়া; গাড়ীর তলায় পিষ্ট হওয়া
চাপা পড়া৩ দৃষ্টির আড়ালে চলে যাওয়া
চাপা পড়া৪ বিস্মৃত হওয়া
চাপাবাজি মিথ্যা উক্তি দ্বারা প্রবঞ্চনা
চাবিকাঠি১ সমস্যা সমাধানের উপায়
চাবিকাঠি২ নিয়ন্ত্রণের ক্ষমতা (সাফল্যের চাবিকাঠি)
চামচা কর্তাভজা; খোসামুদে; চরণদাস; চাটুকার; চেলা; তল্পিবাহক; তোষামুদে; মোসাহেব ইত্যাদি (নেতার কথায় চামচা লাফায়।)
চামচিকের লাথি নগণ্য ব্যক্তির কটূক্তি/দুর্ব্যবহার (হাতি যখন কাদায় পড়ে চামচিকেতে লাথি মারে- প্রবাদ)
চামার১ অত্যন্ত কৃপণ প্রকৃতির লোক
চামার২ নীচপ্রকৃতির লোক- গালিবিশেষ (লোকটা মানুষ নয় একটা আস্ত চামার।)
চামুণ্ডা উগ্রস্বভাবা রমণী (চামুণ্ডা রণরঙ্গিণী নারী)
চায়ের পেয়ালায় তুফান সামান্য বিষয় নিয়ে তুলকালামকাণ্ড; প্রবল তর্কবিতর্ক
চারচক্ষু খোলা চারিদিকে সতর্ক দৃষ্টি
চারচক্ষুর মিলন বিবাহকালে শুভদৃষ্টি
চারচাকা চারচাকার গাড়ী (আমি চারচাকায় এসেছি।)
চারচাখো চশমাপড়া অল্পবয়সী ছেলে (মেয়েরা আজকাল চারচোখো ছেলেদের বেশি পছন্দ করে।)
চারজন কয়েকজন; জনসাধারণ
চারটিখানি/চাট্টিখানি অল্প পরিমাণ; যৎসামান্য (চারটিখানি মাটি চাই; তোমার সাহায্য আমারকাছে চারটিখানি কথা নয়।)
চারডবল চারগুণ; হিসাবের অনেক বেশি (তোমার চার ডবল বয়স আমার।)
চারদিক/ধার চতুষ্পার্শ্ব; সবদিক
চারপায়া দড়ির তৈরী খাটিয়া; নেয়ারের খাট
চারপেয়ে অবিবেকী; মূঢ়; পশু-প্রকৃতির মানুষ- গালিবিশেষ
চারভিত এদিক সেদিক; চারদিক/পাশ
চারশ বিশ জোচ্চোর; ঠগ; ধান্ধাবাজ; প্রবঞ্চক
চারসন্ধ্যা দিনের চারসময়; প্রভাত, মধ্যাহ্ন, সন্ধ্যা ও মধ্যরাত্রি
চারহাঁটু স্ত্রী-পুরুষ; স্বামী-স্ত্রী
চারহাত এক করা বিবাহ দেওয়া
চারা১ উপায়; প্রতিকার; প্রতিষেধক (এই বিপদের আর কোন চারা নেই।)
চারা২ নবজাত; নবোদ্ভিন্ন (চারাগাছ; চারাপোনা)
চার্জ১ অভিযোগ (তোমার নামে চার্জ আছে।)
চার্জ২ দায়িত্ব (বিষয়টা তোমার চার্জে রইল।)
চার্জ৩ মাশুল (হোটেল চার্জ ঘরপ্রতি হাজার টাকা।)
চার্বাক দর্শন নাস্তিক্য বা লোকায়ত মত
চাল কমানো জীবনযাত্রার আড়ম্বর কমানো; সংসারের খরচ কমানো
চালচলন১ একার্থক সহচরশব্দ; আচার-ব্যবহার, রীতিনীতি (সাবেকী চালচলন)
চালচলন২ একার্থক সহচরশব্দ; আচরণ; স্বভাবচরিত্র (তোমার চলচলন মোটেই ভাল ঠেকছে না।); সমার্থক সহচর শব্দ- চলনবলন; চলাফেরা; ভাবভঙ্গি; মতিগতি; রকম-সকম; হাবভাব ইত্যাদি
চাল চালা কৌশল খাটানো; ফন্দি আঁটা (এবার একটা নতুন চাল চেলেছি।)
চাল-চিঁড়ে বেঁধে যাওয়া প্রয়োজনীয় সবকিছু সঙ্গেনিয়ে দূরবর্তীস্থানে যাওয়া (চাল-চিঁড়ে বেঁধে সকালেই রওয়ানা হয়ে গেল।)
চালচিত্র বর্তমানপরিস্থিতির রূপরেখা (দেশের চালচিত্র ভাল নয়।); সমার্থক বাগধারা- হালচাল
চাল চিবানো নিরস কথাবার্তা বলা (তখন থেকে চাল চিবিয়েই চলেছে।)
চালচুলো আহার-বাসস্থানের সংস্থান
চালচূলো নেই/ চালচুলোহীন/ চাল-না-চুলো১ আহার-বাসস্থানের সংস্থান নেই এমন; নিস্ব; নিঃসম্বল; নিঃসহায়; নিরাশ্রয় (চালচুলোহীন ছেলের সাথে মেয়ের বিয়ে দেওয়া যায় না।)
চালচূলো নেই/ চালচুলোহীন/ চাল-না-চুলো২ বৃত্তিহীন বেকার যার ঠিকানা ও বৃত্তি নেই
চালনি/চালুনি বলে ছুঁচ/সুঁই তোর পিছন ছ্যাঁদা নিজে অধিকতর দোষে দোষী হয়েও পরের ছিদ্রান্বেষণ ও দোষকীর্তন করা
চালবাজ ধোঁকাবাজ; বড়বড় কথা বলে; মিথ্যা বড়াইকারী; মিথ্যা জাঁক করে এমন
চাল বাড়ানো জীবনযাত্রার আড়ম্বর বাড়ানো; সংসারের খরচ বাড়ানো
চাল বিগড়ানো অধঃপাতে যাওয়া
চালমাত কার্যোদ্ধার
চাল মারা মিথ্যা জাঁক দেখানো; মিথ্যা বড়াই/বাহাদুরি করা; প্রতারণা করা; ফাঁকি দেওয়া; সমার্থক বাগধারা- দাগাবাজী করা; ধাপ্পা মারা
চালবাজী/চালিয়াতি ফন্দিবাজী; মিথ্যা বড়াই
চালশে কানা চল্লিশ বৎসর বয়সজনিতকারণে দৃষ্টিহীনতা (ন্যাকা-ঢঙ্গী চালশে কানা জল বলে খায় চিনির পানা- প্রবাদ)
চালাকচতুর একার্থক দ্বিত্বশব্দ; চোখাল; তুখোড়; সপ্রতিভ
চালাচালি সহচরশব্দ; পরস্পর আদানপ্রদান; দেওয়া-নেওয়া (পাত্রপক্ষের সাথে চিঠি চালাচালি চলছে।)
চালুছেলে নিন্দায়- অতিরিক্ত চালাক ছেলে
চালুমাল১ বাজারে কাটতি আছে এমন পণ্য
চালুমাল২ বিদ্রুপে- ফন্দিবাজ লোক; লোকের মন জয় করে নিজের কাজ হাসিল করতে দক্ষ ব্যক্তি-অশালীন (বড় চালুমাল আছো দেখছি।)
চাষবাস সহচরশব্দ; কৃষিকাজ করে জীবনধারণ
চাষা/ চাষাভুষো/ভুসো তুচ্ছার্থে- গ্রাম্য অশিক্ষিত লোক (চাষার মত কথাবার্তা)
চিঁ চিঁ করা ধ্বন্যাত্মক দ্বিত্বশব্দ; দুর্বলতাজনিত ক্ষীণ আর্তনাদ ক্ষীণকণ্ঠে বেদনা প্রকাশ করা (এঁটে ধরলে চিঁচিঁ করে, ছেড়ে দিলে লম্ফ- প্রবাদ)
চিঁড়ে/চিড়ে কাঁচকলা সম্পর্ক এই দুটি একসাথে ব্যবহৃত হয় না; উভয়ের মধ্যে সদ্ভাব নেই; চিরবৈরীতা; সমার্থক বাগধারা- আদা-কাঁচকলায় সম্পর্ক
চিঁড়ে/চিড়ে চ্যাপ্টা১ অতিরিক্ত ভিড়ের চাপে নাজেহাল অবস্থা; সম্পূর্ণ বিধ্বস্ত(ভিড়ের বাসে চিঁড়েচ্যাপটা হয়ে কোনগতিকে এসেছি।)
চিঁড়ে/চিড়ে চ্যাপ্টা২ আধমরা; নিঃশেষে দলিত/পিষ্ট; নাস্তানাবুদ;সম্পূ্র্ণ নির্জীব (মেরে চিঁড়েচ্যাপটা করে দেব।)
চিঁড়ের/চিড়ের বাইশ ফের১ সরল জিনিস কঠিন করা
চিঁড়ের/চিড়ের বাইশ ফের২ বহুবার ফিরিয়ে দুইপাল্লায় ওজন করে বাড়ানো
চিকণকালা১ আদারার্থে- শ্যামসুন্দর; শ্রীকৃষ্ণ
চিকণকালা২ বিদ্রুপে- কালো কুৎসিত চেহারার লোক
চিকণ-চাকণ সুন্দর মসৃণ গঠন (উপরে চিকণ-চাকণ ভিতরে খেড়।)
চিকুরজাল কেশদাম, চুলের গুচ্ছ
চিকুরঝালা বিদ্যুতের ঝলকানি
চিচিং-ফাঁক গুপ্ত বিষয় উন্মেচিত/প্রকাশিত ('আমার সবকিছু যেন চিচিং-ফাঁক না হয়ে যায়'- নজরুল)
চিজ বিদ্রূপে- ধান্ধাবাজ, ধূর্তলোক (সে একটি চিজ বটে); সমার্থক বাগধারা- যন্ত্র
চিটিংবাজ ঠগ; প্রতারক
চিঠিচাপাটি চিঠিসংক্রান্ত নানাকাগজপত্র; চালাচালির চিঠিসমূহ
চিড় খাওয়া/ধরা ফাটল ধরা; ভেঙে যাবার উপক্রম হওয়া (ওদের বন্ধুত্বে চিড় ধরছে।)
চিড়বিড় করা অসহ্য জ্বালা যন্ত্রণা ও চুলকানির অনুভুতিসূচক সহচরশব্দ (এত চিড়বিড় করছো কেন?)
চিড়া-কাঁচকলায় সম্পর্ক এই দুটি একসাথে ব্যবহৃত হয় না; উভয়ের মধ্যে সদ্ভাব নেই; সমার্থক বাগধারা- আদা-কাঁচকলায় সম্পর্ক।
চিড়ার বাইশ ফের সহজ বিষয় ক্রমশ জটিল হয়ে পড়া।
চিড়িয়া চালবাজ ধূর্ত লোক
চিড়িয়াখানা বিচিত্রধরনের লোকের সমাবেশ
চিৎ সম্পূর্ণ পরাজিত (ভোটযুদ্ধে বিরোধীরা সব চিৎ।)
চিৎপটাং/ চিৎপাত সম্পূর্ণ চিৎ হয়ে পতন, ঊর্ধ্বমুখ হয়ে পতিত (ওরাংওটাং চিৎপটাং-সুকুমার রায়)
চিতচোর প্রেমিক; মনকে যে হরণ করেছে
চিতা চিরস্থায়ী মর্মযন্ত্রণা (রাবণের চিতা কখনো নেভে না- প্রবাদ)
চিত্তশুদ্ধিবটিকা কৌতুকে- কুৎসিতদর্শনা নারী; যাকে দেখলে চিত্তে বিকার উৎপন্ন হয়
চিত্তির বিচিত্র ব্যাপার; আশ্চর্য কাণ্ড; দফারফা; সর্বনাশ (দাশু একটিং করবে? তাহলেই চিত্তির- সুকুমার রায়)
চিত্রকার্যে চিত্রগুপ্ত পিঁড়িতে আলপনা
চিত্রগুপ্ত যার কর্মরক্ষণ বিচিত্র (চিত্রগুপ্ত বড় শক্তঘানি, যা করেছি তাই লিখেছে।)
চিত্রগুপ্তের খাতা মানুষের কৃত-কর্মের হিসাব-নিকাশের খাতা; মানুষের পাপপুণ্য এর নির্ভূল হিসাব; সবকিছু যমের নজরে আছে (চিত্রগুপ্তের খাতায় তোমার নাম আছে।)
চিত্রনেত্র সুন্দর চক্ষুবিশিষ্ট স্ত্রীলোক।
চিত্রবিচিত্র নানারঙের নকশাযুক্ত
চিত্রিণী চারপ্রকার নারীর দ্বিতীয়প্রকার (পদ্মিনী, চিত্রিণী, শঙ্খিনী ও হস্তিনী; মধ্যম-আকৃতির এই নারীদের মুখে মৃদুহাসি লেগেই থাকে; এরা চলনে বলেন অস্থিরতা দেখায় না।)
চিনচিন অল্প বেদনাবোধক দ্বিত্বশব্দ (ক্ষুধায় পেট চিনচিন করে।)
চিনাচিনি/ চিনাপরিচয় একার্থক সহচরশব্দ; পরস্পর পরিচিতি
চিনির পুতুল১ যা জল পড়লেই গলে যায়
চিনির পুতুল২ অল্পেতেই শ্রমকাতর হয়ে পড়ে; সমার্থক বাগধারা- ননীর পুতুল
চিনির বলদ১ ভারবাহী কিন্তু ফলভোগী নয়; অপরের সমৃদ্ধির জন্য খেটেমরা ব্যক্তি; সমার্থক বাগধারা- ধোপা-ভাঁড়ারী
চিনির বলদ২ যে রোজগার করে কিন্তু ভোগ করতে পারে না
চিনির বলদ৩ যে বই পড়ে কিন্তু তার মর্মার্থ উপলব্ধি করতে পারে না
চিনে/ছিনে জোঁক নাছোড়বান্দা
চিন্তাভাবনা একার্থক সহচর; (অনেক চিন্তাভাবনা করে ঠিক করলাম দেশ ছাড়ব।); সমার্থক বাগধারা- বিচার বিবেচনা; ভাবনাচিন্তা
চিন্তামণি পরম আরাধ্য; ভগবান; নির্দিষ্ট অর্থে নারায়ণ (যে খায় চিনি জোগায় চিন্তামণি- প্রবাদ)
চিপটান মাঝে মাঝে নীচুস্বরে উচ্চারিত চিমটি কাটার মত জ্বালা ধরা উক্তি
চিপটান কাটা/ ঝাড়া১ বিদ্রূপ করা; ব্যঙ্গ করে মন্তব্য করা
চিপটান কাটা/ ঝাড়া২ রাগ প্রকাশ না করে এমনভাবে কথা বলা যাতে শ্রোতার সর্বাঙ্গ জ্বলে যায়; সমার্থক বাগধারা- চিমটি কাটা; ঠোকর মারা
চিবিয়ে চিবিয়ে কথা বলা বক্তব্য পরিষ্কার না করে কথা না বলা; সমার্থক বাগধারা- গুজগুজিয়া
চিমটি কাটা চিপটান কাটার অনুরূপ
চিমড়া/চিমড়ে১ অত্যন্ত রোগাটে কিন্তু শক্ত পাকানো (চিমড়ে গড়ন)
চিমড়া/চিমড়ে২ অবাধ্য; একগুঁয়ে (চিমড়ে স্বভাবের লোক)
চিমড়া/চিমড়ে৩ শুকনো চামড়ার মত শক্ত (চিমড়ে লুচি)
চিরকুট ছোট টুকরা কাগজ (একটা চিরকুটে তোমার নামটা লিখে দাও।)
চিরস্থায়ী বন্দোবস্ত কায়েমীস্বার্থ প্রতিষ্ঠিত (নির্দিষ্টহারে খাজনা দেওয়ার সর্তে লর্ড কর্ণয়ালিস জমিদারদের পুরুষানুক্রমে জমি ভোগদখলের অধিকার দিয়েছিলেন।)
চিরাচরিত অতি প্রাচীনকাল থেকে চলে আসছে এমন (চিরাচরিত প্রথা)
চিরায়ুস্মতী হও আজীবন সধবা থাকার আশীর্বাণী
চিরুণি তল্লাশি অপরাধীর বা আপত্তিকর বস্তুর সন্ধানে এলাকার প্রতিটি ঘরে অনুসন্ধান (জঙ্গির খোঁজে পুলিশ এলাকায় চিরুণি তল্লাশি চালাচ্ছে।); সমার্থক বাগধারা- খানা তল্লাশি
চিল চিৎকার/চেঁচান তারস্বরে চিল্লানো (সকলে মিলে চিল চিৎকার জুড়ে দিয়েছে।)
চিলকে বিল দেখানো ঘরে বিপদ ডেকে আনা; সমার্থক বাগধারা- খাল কেটে কুমীর আনা
চিলের ছোঁ১ আচমকা লুন্ঠন
চিলের ছোঁ২ চিলের থাবা যা কখনো ফসকায় না
চিল্লাচিল্লি সহচরশব্দ; বহুলোকের একত্র চীৎকার; হট্টগোল (এত চিল্লাচিল্লি কিসের?); সমার্থক বাগধারা- চেঁচামেচি; হইচই
চীজ১ প্রশংসার্থে- মহার্ধ/মুল্যবান বস্তু বা সামগ্রী ('তু চীজ বড়ি হ্যায় মস্ত মস্ত'-হিন্দি)
চীজ২ ব্যঙ্গার্থে- মন্দ বা ধূর্তব্যক্তি ( তোমার বন্ধুটি একখানা চীজ।)
চীনা/চীনে জোঁক নাছোড়বান্দা, যে অভীষ্ট লাভ না করে ছাড়তে চায় না (তারে ধরবে চীনে-জোঁকে।); সমার্থক বাগধারা- ছিনা/ছিনে জোঁক
চুঁইচুঁই আগুনে জ্বাল, ক্ষুধা, জলশোষণ ইত্যাদিসূচক মৃদু অনুভূতির দ্বিত্বশব্দ (খিদেয় পেট চুঁইচুঁই করছে।)
চুঁশব্দ১ মৃদু শব্দ (কোথাও চুঁ শব্দ শোনা যাচ্ছে না।); সমার্থক বাগধারা- টুঁশব্দ
চুঁশব্দ২ সামান্যতম আপত্তি বা প্রতিবাদের শব্দ (কেউ চুঁশব্দ করলো না।)
চুকচুক ধ্বন্যাত্মক দ্বিত্বশব্দ; জিভ দিয়ে ধীরেধীরে চা খাওয়ার কোমল শব্দ (চুকচুক করে চায়ে চুমুক দিচ্ছি।)
চুকলি কাটা১ অন্যের নামে কারো কাছে লাগানো
চুকলি কাটা২ আড়ালে নিন্দা করা; সমার্থক বাগধারা- ভাঙানি দেওয়া
চুটকি১ আঙুলের তুড়ি (চুটকি দিয়ে ডাকা)
চুটকি২ চটুল ছোট গল্প
চুটকি৩ মৃদুব্যঙ্গে -টিকি ('যাও ঠাকুর চৈতনচুটকি নিয়া'- রবীন্দ্রনাথ)
চুটকি সাহিত্য সরলভাষায় অতি অল্পকথায় লিখিত সরসসাহিত্য
চুনকালি কলঙ্ক (মুখে চুনকালি দেওয়া)
চুনকালি দেওয়া/পড়া/লাগা (মুখে)১ একগালে চুন একগালে কালি দেওয়া
চুনকালি দেওয়া/পড়া/লাগা (মুখে)২ অভিসম্পাত দেওয়া (তোমার মুখে চুনকালি পড়ুক।)
চুনকালি দেওয়া/পড়া/লাগা (মুখে)৩ কলঙ্কলেপন করা; অপদস্থ/কলঙ্কিত হওয়া (টাকা চুরি ধরা পড়ায় তার মুখে চুনকালি পড়ল।)
চুনাপুঁটি/চুনোপুঁটি১ ছোটছোট মাছ
চুনাপুঁটি/চুনোপুঁটি২ কমদরের লোক, প্রতিপত্তিশূন্য নগণ্য/সামান্য ব্যক্তি; বিপরীত বাগধারা-চাঁই (পুলিশ চুনোপুঁটিদের শাস্তি দেয় আসল চাঁইদের ধরে না।); সমার্থক বাগধারা-উলুখাগড়া; এ-ও-সে; চ্যাঙা-ব্যাঙা ইত্যাদি
চুনাপুঁটি/চুনোপুঁটি৩ অল্পপুঁজির লোক; সমার্থক বাগধারা- আদার ব্যাপারী
চুন্নি যে নারী চুরি করে
চুন্নিগরু১ দুষ্টা/পালানিয়া গাই
চুন্নিগরু২ অবাধ্য চাকর/চাকরানি
চুন্নিবিল্লি১ চুরি করে ধরা পড়া অসহায় বিড়াল
চুন্নিবিল্লি২ অপরাধ ধরা পড়ার পর চুন্নিবিড়ালীর মত অসহায় অপরাধী ব্যক্তি (চুন্নিবিল্লির মত মুখ করে দাঁড়িয়ে থেকো না।)
চুপচাপ সহচরশব্দ; একগম চুপ; সম্পূর্ণ নীরব বা নীরবে
চুপচাপ মারা হঠাৎ সম্পূর্ণ নীরব হয়ে যাওয়া
চুপিচুপি/চুপিসাড়ে অনুচ্চস্বরে; অন্যের অগোচরে বা অজ্ঞাতসারে; কোন সাড়াশব্দ না করে; চুপ থেকে এবং আকার ইঙ্গিতে; প্রায় নিঃশব্দে (চুপিসাড়ে কাজ সারো।); সমার্থক বাগধারা-ফিসফিস করে
চুমকুড়ি সশব্দ চুমার আওয়াজ (গাড়োয়ানের চুমকুড়ি গরুতে চেনে- প্রবাদ)
চুমরানো/চোমরানো১ মিষ্টিকথায় ভুলানো; পিঠে হাতবুলিয়ে কাজ উদ্ধার
চুমরানো/চোমরানো১ দাড়িতে হাত বুলানো
চুমুক দিয়ে পুকুর শুকানো আসম্ভব ব্যাপার;গাঁজাখুরি গল্প
চুয়াড় নিষ্ঠুর প্রকৃতির লোক
চুর নেশাগ্রস্ত; মাতাল (মদে চুর হয়ে থাকা)
চুরচুর বহুবচনে দ্বিত্বশব্দ; বহু ক্ষুদ্রক্ষুদ্র অংশে বিভক্ত (যো হামসে টকরায়েগা ও চুরচুর হো যায়েগা- রাজনৈতিক শ্লোগান); সমার্থক বাগধারা- টুকরা টুকরা
চুরমার একেবারে চূর্ণ এবং ধ্বংস (শিশি-বোতলগুলো ভেঙে একদম চুরমার হয়ে গেল।)
চুরি করে শোনা অন্যের অলক্ষ্যে বা গোপনে শোনা; সমার্থক বাগধারা- আড়িপাতা
চুরিচামারি একার্থক সহচরশব্দ; চুরি ও চুরির মত অপকর্ম (দেশে চুরিচামারি অনেক বেড়ে গেছে।)
চুলকানি অতিরিক্ত ব্যগ্রতা বা উৎসুক্যভাব (অন্যের ব্যাপারে তোমার এত চুলকানি কিসের?)
চুলকে ঘা করা ইচ্ছা করে নিজের বিপদ ডেকে আনা
চুলচেরা সূক্ষ্মাতিসূক্ষ্মভাগ (চুলচেরা বিচার/বিশ্লেষণ/হিসাব)
চুল/চুলদাড়ি পাকানো১ বৃদ্ধ হওয়া
চুল/চুলদাড়ি পাকানো২ কোনো বিষয়ে বহু অভিজ্ঞতা সঞ্চয় করা
চুলবুল করা/ চুলবুলানি/ চুলবুলানো১ অস্থিরভাব প্রকাশ করা; উসখুস করা; চঞ্চল হওয়া; ছটফট করা (এত চুলবুল করছো কেন? এত চুলবুলানি কিসের?)
চুলবুল করা/ চুলবুলানি/ চুলবুলানো২ চঞ্চলভাবে ঘুরেফিরে বেড়ানো
চুলোচুলি১ সহচরশব্দ; পরস্পরের চুল ধরে টানাটানি
চুলোচুলি২ কলহ; তুমুল ঝগড়া (সামান্য একটা ব্যাপার নিয়ে যে এত চুলোচুলি হবে কে জানতো।)
চুলোভোগী ঘাটের মড়া- গ্রাম্য মেয়েলি গালি
চুলোয় যাওয়া / চুলোর দোরে যাওয়া১ উচ্ছন্নে/গোল্লায় যাওয়া (ছেলেটা চুলোয় গেছে।)
চুলোয় যাওয়া / চুলোর দোরে যাওয়া২ চিতায় ওঠা; ধ্বংস হওয়া; মৃত্যু হওয়া- মেয়েলি গালিবিশেষ; সমার্থক বাগধারা-যমের দুয়ারে যাওয়া (তুমি চুলোর দোরে যাও।)
চুলোয় যাওয়া৩ আপদ দূর হওয়া (চুলোয় যাক ওসব ব্যাপার।)
চূড়ামণি১ গুণে- শ্রেষ্ঠ বা প্রধান ব্যক্তি (সমাজের চূড়ামণি)
চূড়ামণি২ বিদ্রুপে- মার্কামারা চোর
চূড়ামণিযোগ চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ উপল্ক্ষে গঙ্গাস্নানের যোগ
চূড়ার ওপর ময়ূরপাখা১ অতিরিক্ত সাজসজ্জা; আদিখ্যেতা, ভড়ংসর্বস্ব
চূড়ার ওপর ময়ূরপাখা২ সৌন্দর্যের উপর সৌন্দর্য; সমতুল্য-মণিকাঞ্চনযোগ
চূণকালি লাগা (মুখে)১ অপমানিত হওয়া;কলঙ্কিত হওয়া; নিন্দিত হওয়া (নেতাদের কাজে দেশের মুখে চূণকালি লাগে।)
চূণকালি লাগা (মুখে)২ অপ্রতিভ বা লজ্জিত হওয়া
চেঁচাচেঁচি/চেঁচামেচি ধ্বন্যাত্মক সহচরশব্দ; গণ্ডগোল; বহুলোকের একত্র চীৎকার (এত চেঁচামেচি কিসের?); সমার্থক বাগধারা- চিল্লাচিল্লি; হইচই; হট্টগোল
চেঁচেপুঁছে /চেটেপুটে প্রায় একার্থক সহচরশব্দ; নিঃশেষে চেটে; একটুও অবশিষ্ট না রেখে (দইটা চেঁচেপুঁছে খেয়ে নিল।)
চেতাবনি বিপদসঙ্কেত; হুঁসিয়ারি
চেতনে অবচতন১ আবেগে অন্ধ
চেতনে অবচেতন২ জেনেও না জানার ভান
চেনাজানা/চেনাপরিচয়/চেনাশোনা একার্থক সহচরশব্দ; পরস্পরপরস্পরের পরিচিত ('চেনাশোনার কোন বাইরে যেখানে পথ নাই নাইরে'- রবীন্দ্রনাথ); তুলনীয় সহচরশব্দ- আলাপ পরিচয়; জানাশুনা; দেখাশুনা; পড়াশুনা
চেপে ধরা বিশেষভাবে অনুরোধ বা পীড়াপীড়ি করা
চেপে যাওয়া কিছু না বলে চুপ থাকা (চেপে যাও, কিছু বলতে হবে না।)
চেপে বসা১ উঠতে না দেওয়া
চেপে বসা২ দীর্ঘকাল ধরে কায়েম হয়ে বসা
চেপে বসা৩ ঠেলে বসা
চেয়েচিন্তে১ অপরের সাহায্য নিয়ে (চেয়েচিন্তে কাজ চালাই।)
চেয়েচিন্তে২ নিজের ভালমন্দ বিবেচনা করে (চেয়েচিন্তে খাবেন।)
চ্যালাচামুণ্ডা অনুচবৃন্দসহ দুষ্টলোক; দুষ্ট স্বভাবযুক্ত অনুগামীরা; সাধুসন্ন্যাসী ও তার ভক্তবৃন্দ (সাধু তার চ্যালাচামুণ্ডাদের নিয়ে ডেরা বেঁধেছে।)
চেষ্টাচরিত্র সহচরশব্দ; বিশেষ উদ্যোগ ও আয়োজন (অনেক চেষ্টাচরিত্র করে একটা ঘর পেয়েছি।); সমার্থক বাগধারা- তদবির; ধরাধরি
চৈতন/চৈতনচুটকি/চৈতনফক্কা সমার্থক সহচরশব্দ; টিকি; মুণ্ডিতমস্তকে রেখে দেওয়া চুলের গুচ্ছ ('চৈতন চুটকিধারী বাবাজী'- অবনীন্দ্রনাথ ঠাকুর)
চৈতন্যোদয় বুদ্ধির বিকাশ (বয়সতো অনেক হল চৈতন্যোদয় হবে কবে?)
চোঁচাঁ অতিদ্রুততার সঙ্গে; অন্য কোন দিকে না তাকিয়ে (পুলিশ দেখে দুস্কৃতি চোঁচাঁ দৌড় দিল।)
চোঁচোঁ দ্রুত তরলদ্রব্য খাওয়ার ধ্বন্যাত্মক দ্বিত্বশব্দ; এক নিশ্বাসে ও সাগ্রহে (চোঁচোঁ করে দুধটা খেয়ে নাও।)
চোখ উল্টানো অকৃতজ্ঞতার ভাব প্রকাশ করা (সুবিধা নিয়ে চোখ উল্টানো মানুষের স্বভাব।)
চোখ উল্টানো/বোজা মরণ; মৃত্যুর পূর্বমুহূর্তে চোখ স্থির হয়ে আসা (একদিন সবাই চোখ উল্টাবে।)
চোখ এড়ানো কারো নজর না হওয়া
চোখ কপালে ওঠা/তোলা১ আতঙ্কগ্রস্ত/ভীত হওয়া
চোখ কপালে ওঠা/তোলা২ অত্যন্ত অবাক/বিস্মিত (পাত্রপক্ষের দাবীর বহর শুনে কন্যাপক্ষের চোখ কপালে উঠলো।)
চোখ কান খুলে/খোলা রাখা সজাগ ও সতর্ক থাকা
চোখ কান বুজে থাকা১ না দেখা না শোনা
চোখ কান বুজে থাকা২ সব রকম দুঃখকষ্ট নীরবে সহ্য করা
চোখ খাওয়া / চোখের মাথা খাওয়া১ মনোযোগ না থাকা
চোখ খাওয়া / চোখের মাথা খাওয়া২ চোখ বন্ধ হওয়া; দেখতে না পাওয়া; দৃষ্টিশক্তি হারানো (অল্পবয়সেই চোখ খেয়েছি।)
চোখখাকি/খেকো/খাগি দৃষ্টিহীন/হীনা- গ্রাম্য মেয়েলি গালিবিশেষ
চোখ খোলা১ সতর্ক হওয়া; সচেতন হওয়া; সাবধান হওয়া
চোখ খোলা২ জ্ঞানলাভ করা বা করানো (এই ব্যাপারটা আমার চোখ খুলে দিয়েছে।)
চোখ গরম করা চোখ আরক্ত/লাল করা
চোখ ঘুরানো চারদিকে ক্রুদ্ধদৃষ্টি নিক্ষেপ করা; রেগে তাকানো (চোখ ঘুরিয়ে লাভ নেই, কোন সুরাহা হবে না।); সমার্থক বাগধারা- চোখ পাকানো
চোখ চড়কগাছে ওঠা বিস্ময়ে চক্ষু বিস্ফোরিত হওয়
চোখ চাওয়া / চোখ তুলে চাওয়া ভাগ্য অনুকূল/প্রসন্ন হওয়া (এতদিনে ভগবান চোখ তুলে চেয়েছেন।)
চোখ ছানাবড়া হওয়া ভয়ে বা বিস্ময়ে চোখ বিস্ফারিত হওয়া
চোখ জ্বলে ওঠা আনন্দ, ক্রোধ, লোভ ইত্যাদি কারণে চোখ দীপ্ত হওয়া
চোখ ঝলসানো১ তীব্র আলোকে চোখ প্রায় বন্ধ হওয়া; সমার্থক বাগধারা- চোখে ধাঁধা লাগা
চোখ ঝলসানো২ রূপে মুগ্ধ হওয়া
চোখ টানানো অন্যের সুখ সইতে না পারা; অন্যের শ্রীবৃদ্ধিতে ঈর্ষান্বিত হওয়া; হিংসা করা
চোখ টেপা ইসারা করা; চোখ দিয়ে ইঙ্গিত করা
চোখ টেপা ইসারা করা; চোখ দিয়ে ইঙ্গিত করা
চোখ টেরা১ কটু সমালোচক
চোখ টেরা২ দোষদর্শী চোখ; সবকিছুই যে চোখ বাঁকা দেখে
চোখ ঠারা১ চোখ কুঁচকে ইসারা করা; ইঙ্গিতে প্রবোধ দেওয়া
চোখ ঠারা২ মিথ্যা স্তোক দেওয়া (এরজন্য আমার চরম দুঃখে পেতে হয়েছে, তবু মনকে চোখ ঠারাতে পারিনি-কাজী নজরুল ইসলাম)
চোখ তুলে চাওয়া প্রসন্ন/সহানুভূতিশীল হওয়া (গরীবের দিকে ভগবান চোখ তুলে চান না।)
চোখ তুলে তাকানো বিরুদ্ধাচারণ করা, মোকাবিলা করা, সাহস করা (নেতাজী ইংরাজের বিরুদ্ধে চোখ তুলে তাকানোর সাহস দেখিয়ে ছিলেন।); সমার্থক বাগধারা- চোখে চোখ রাখা
চোখ থাকতেও কানা / চোখ থেকেও অন্ধ অজ্ঞান; কাণ্ডজ্ঞানহী্ন; মূর্খ (চোখ থাকতেও কানারা কখনো জীবনে উন্নতি করতে পারে না।)
চোখ দেওয়া কুনজর দেওয়া; লোভ করা (পরের সম্পদে চোখ দেওয়া অনুচিত।)
চোখ দেখানো/পাকানো/রাঙানো ক্রুদ্ধ হওয়া; গরম নেওয়া; ধমকানো; রাগ দেখানো (অত চোখ দেখিয়ো না তোমার ভয়ে কেউ মরে নেই।); সমার্থক বাগধারা-চোখ ঘুরানো; চোখ লাল করা
চোখ পড়া১ অসাধু উদ্দেশ্যে নজরে আসা;নজরে পড়ায় রীতি বিরুদ্ধ কিছু করার জন্য প্ররোচিত হওয়া (ফাঁকা জমিটার ওপর প্রোমোটারের নজর পড়েছে।)
চোখ পড়া২ নজর পড়া; মনোযোগ আকৃষ্ঠ হওয়া (এতদিনে ভাঙা বাড়ীর দিকে চোখ পড়েছে।)
চোখ পাকানো ক্রুদ্ধ হওয়া; গরম নেওয়া; ধমকানো; রাগ দেখানো; সমার্থক বাগধারা- চোখ ঘুরানো; চোখ লাল করা
চোখ ফিরিয়ে থাকা / চোখ ফেরানো১ নজর না দেওয়া
চোখ ফিরিয়ে থাকা / চোখ ফেরানো২ সম্পর্ক ছিন্ন করা
চোখ ফিরিয়ে থাকা / চোখ ফেরানো৩ সহানুভূতিশীল না হওয়া
চোখ ফোটা১ জন্মের পর প্রথম চোখের পাতা খোলা (বিড়ালছানার চোখ ফুটেছে।)
চোখ ফোটা২ জ্ঞানলাভ করা; বুদ্ধি হওয়া (এতদিনে তার চোখ ফুটেছে।)
চোখ ফোটা৩ প্রকৃত অবস্থা জানতে পারা; ভুল ভাঙা
চোখ ফোটা৪ সাবধান হওয়া
চোখ বড় করা১ বিস্মিত হওয়া
চোখ বড় করা২ ক্রোধ প্রকাশ করা; রাগান্বিত হওয়া
চোখ বুজে থাকা১ আমলে না আনা
চোখ বুজে থাকা২ ইচ্ছা করে না দেখা; ইচ্ছা করে উদাসীন থাকা; না দেখার ভান করা (চোখ বুজে থাকো, কিছু বলতে যেও না।)
চোখ বুজে থাকা৩ বিচারবিবেচনা বিসর্জন দেওয়া (কোন প্রশ্ন করো না; চোখ বুজে শুধু হুকুম তামিল করে যাও।); তুলনীয় বাগধারা- মুখ বুজে থাকা
চোখ বুজে থাকা৪ প্রশ্রয় দেওয়া
চোখ বুলানো/ বোলানো হালকাভাবে পড়া (খবরের কাগজে প্রতিদিন একবার চোখ বুলাই।)
চোখ বোজা১ আমলে না আনা
চোখ বোজা২ মারা যাওয়া
চোখ বোজা৩ প্রশ্রয় দেওয়া
চোখ বোলানো অমনোযোগের সাথে পড়া; উপর দিয়ে দেখে যাওয়া
চোখ মটকানো চোখের ইঙ্গিত বা ইশারা করা
চোখ, মন্দ বিরূপ দৃষ্ট (সমাজ যাদের মন্দ চোখে দেখে তারা সবাই মন্দ নয়।)
চোখ মারা একচোখ বুজে অশ্লীল ইঙ্গিত করা
চোখ রাখা১ সতর্ক থাকা
চোখ রাখা২ মনোযোগী হওয়া
চোখ রাখা৩ তত্ত্বাবধান করা (কতদিকে আর চোখ রাখা যায়।)
চোখ রাঙানো১ ক্রোধে চোখ লাল করা
চোখ রাঙানো২ ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করা; ক্রোধ প্রদর্শন করা; রাগ দেখানো
চোখ রাঙানো৩ চোখ লাল করে ভয় দেখানো
চোখ লাল করা রাগ দেখানো (কথায় কথায় চোখ লাল করো না।); সমার্থক বাগধারা- চোখ দেখানো/পাকানো/রাঙানো
চোখ লুকানো সামনে না যাওয়া (কথা দিয়ে কথা না রাখতে পেরে সে এখন চোখ লুকোচ্ছে।); সমার্থক বাগধারা- মুখ লুকানো
চোখ, সাদা১ অনাবিল বা স্বাভাবিকদৃষ্টি; নেশায় বা কুসংস্কারে আচ্ছন্ন নয় (সাদাচোখে ভালোইতো মনে হচ্ছে।)
চোখা উত্তর স্পষ্ট ও কড়া
চোখা কথা মর্মভেদী কথা
চোখাচোখা তীব্রতা বা তীক্ষ্ণতাব্যঞ্জক দ্বিত্বশব্দ; মর্মভেদী (চোখাচোখা বুলি); সমার্থক বাগধারা- কাটকাট; কাটাকাটা
চোখাচোখা কথা/বুলি তীব্র কটুবাক্য; সমার্থক বাগধারা- কাটাকাটা কথা
চোখাচোখি চোখেচোখে পরস্পর দেখা; সামনাসামনি উপস্থিতি (অনেকদিন পরস্পরের চোখাচোখি নেই।)
চোখাবুদ্ধি তলিয়ে বুঝতে পারে এমন
চোখামাল উত্তম, খাঁটি বা বিশুদ্ধ মাল
চোখালোক চৌখস/তুখোড় লোক
চোখে অন্ধকার দেখা বিপদে দিশেহারা হয়ে পড়া; সমার্থক বাগধারা- চোখে ধোঁয়া দেখা; চোখে সরষে ফুল দেখা
চোখে আঙ্গুল দিয়ে দেখানো প্রমাণ দিয়ে স্পষ্টভাবে বোঝানো
চোখে চশমা ঘরময় খোঁজা আপনভোলা/ঢিলেঢালা লোক
চোখে চোখ রেখে কথা বলা চোখ তুলে তাকানো'র অনুরূপ
চোখে চোখে কথা ইঙ্গিতে/ইসারায় কথা (চোখে খোখে কথা বল মুখে কেন বল না- লঘুগীতি)
চোখে চোখে রাখা নজরে রাখা; দৃষ্টির বাইরে যেতে না দেওয়া; সতর্ক নজরদারি করা (ওকে একটু চোখে চোখে রেখো।)
চোখে ছানাবড়া দেখা বিষ্ময়ে/ভয়ে চোখদুটি গোল হাওয়া
চোখে ঝর্ণার জল/পানি অতিরিক্ত মায়াকান্না
চোখে ঠুলি পরা১ কিছু দেখতে না চাওয়া/দেওয়া/পাওয়া ('খুলে দে মা চোখের ঠুলি'-রামপ্রসাদী গান)
চোখে ঠুলি পরা২ উপেক্ষা করা; উদাসীন হওয়া; না দেখা
চোখে ঠেকা বিসদৃশ বা খারাপ লাগা।
চোখে ধরা১ পছন্দ হওয়া (মেয়েটিকে চোখে ধরেছে।)
চোখে ধরা২ নজরে লাগা
চোখে ধূলা/ধুলো দেওয়া১ প্রকৃত তথ্য গোপন করে ফাঁকি দেওয়া
চোখে ধূলা/ধুলো দেওয়া২ ঠকানো; প্রতারণা করা (উৎসকাহিনী- অতীতে

ঠগেরা/লুটেরারা পথিকের চোখে ধুলো ছড়িয়ে সর্বস্ব কেড়ে নিতো।)

চোখে ধোঁয়া দেখা দিশাহারা/হতভম্ব হওয়া; সমার্থক বাগধারা- চোখে সরষে ফুল দেখা
চোখে পড়া১ নজরে আসা
চোখে পড়া২ সুনজরে পড়া
চোখে ভেলকি লাগা মোহাচ্ছন্ন হওয়া; ভ্রমে পতিত হওয়া
চোখেমুখে কথা বলা১ চালাকি করা; সমার্থক বাগধারা- নাকে মুখে কথা বলা
চোখেমুখে কথা বলা২ বাচালতা করা; বাক্চাতুর্য দেখানো
চোখেমুখে কথা বলা৩ মনোভাব লুকানোর জন্য তাড়াতাড়ি কথা
চোখে লঙ্কা বাটা দিয়ে কান্না জোর করে কান্না
চোখে লাগা১ পছন্দ হওয়া (জায়গাটা আমার চোখে লেগেছে।)
চোখে লাগা২ বিশদৃশ মনে হওয়া; বেমানান লাগা (তোমার অভব্য আচরণ চোখে লাগছে।
চোখে ষরষে ফুল দেখা বিপদে দিশেহারা হওয়া (আক্রার বাজারে সবাই চোখে সরষে ফুল দেখছি।); সমার্থক বাগধারা- চোখে ধোঁয়া দেখা
চোখে সাঁতার পানি অতিরিক্ত মায়া কান্না
চোখের চামড়া অন্যের দৃষ্টিতে লজ্জাজনক মনে হয় এমন কিছু করতে সঙ্কোচবোধ করা; লজ্জা সঙ্কোচ; সমার্থক বাগধারা- চোখের পর্দা
চোখের জলে নাকের জলে বিপর্যস্ত অবস্থা; ভোগান্তির একশেষ
চোখের তারা অতি আদরের সন্তান
চোখের দেখা শুধু পলকের জন্য বা কিছুক্ষণের জন্য দেখা, কোন কথা নয়
চোখের দেখা দেখা শুধু দর্শনসুখ লাভ করা; আলাপ করা বা সঙ্গ সুখ লাভ করা নয়
চোখের নেশা কেবল দেখার উৎকট বাতিক/মোহ
চোখের পর্দা/পাতা লজ্জা; সংকোচ (চোখের পর্দা থাকলে তুমি চাইতে না।); সমার্থক বাগধারা- চোখের চামড়া
চোখের পলক নিমেষ; মুহূর্তকাল (চোখের পলকে লোকটা উধাও হয়ে গেল।)
চোখের পুতুল অতি আদরের সন্তান
চোখের বদলে চোখ প্রতিশোধ নিতে একই ঘটনার পুনরাবৃত্তি; সমতুল্য দাঁতের বদলে দাঁত
চোখের বালি১ অপ্রিয়; বিরক্তির কারণ; চোখের জন্য পীড়াদায়ক বস্তু
চোখের বালি২ যাকে দেখলে ক্রোধ জন্মে; সমার্থক বাগধারা- চক্ষুশুল
চোখের ভুল দেখার ভুল; দৃষ্টিভ্রম
চোখের মণি অত্যন্ত প্রিয়জন
চোখের মাথা খাওয়া১ কিছুই নজরে না আসা; দৃষ্টিশক্তি হারানো
চোট১ আঘাত (পায়ে চোট আছে।)
চোট২ দফা, বার (একচোটে অনেকটা কাজ করেছি।)
চোট৩ ক্ষতি (অনেকগুলি টাকা চোট হয়ে গেল।)
চোটপাট করা ক্রোধ প্রকাশ; তিরস্কার করা, ধমকানো রাগ দেখানো (বাগে পেয়ে আমার ওপর খুব চোটপাট করলো); সমার্থক বাগধারা- বকাঝকা করা
চৌদ্দচাকার রথ দেখানো মুশকিলে ফেলা
চোদ্দপুরুষ১ পুত্র পৌত্রাদিক্রমে অধস্তন চোদ্দপুরুষ
চোদ্দপুরুষ২ পিতামহাদিক্রমে ঊর্ধ্বতন চোদ্দপুরুষ
চোদ্দপুরুষ৩ ঊর্ধ্বতন সাত ও অধস্তন সাতপুরুষ
চোদ্দপুরুষ তোলা পিতা ও পূর্বপুরুষের উল্লেখ করে গালাগালি দেওয়া; সমার্থক বাগধারা- বাপ-বাপান্ত করা
চোদ্দপোয়া সাড়ে তিন হাত পরিমিত বিস্তার; শয়ন (চোদ্দ পোয়া অর্থাৎ সাড়ে তিন হাত মানুষের সাধারণ দৈর্ঘ্য এই হিসেবে)
চোদ্দপোয়া হওয়া সর্বাঙ্গ বিস্তার করে শুয়ে পড়া; হাত-পা ছড়িয়ে সটান হয়ে শোয়া (বাসায় গিয়ে চোদ্দপোয়া হবো।)
চোদ্দবার বারংবার, বহুবার (চোদ্দবার না করেছি, তবু নিষেধ শুনলো না।)
চোদ্দবুড়ি অনেক; প্রচুর; বহু (চোদ্দবুড়ি কাপড়ের গাঁট।)
চোপা১ মুখ; মুখমণ্ডল ('যদি দেখ মাকুন্দ চোপা একপাও এগিয়ো নয়া বাপা'- খনা)
চোপা২ কড়া জবাব; স্পষ্ট উত্তর (মেয়েগুলি বড় মুখের ওপর চোপা করে।)
চোয়াল ভাঙ্গা শব্দ উচ্চারণ করা যায়না এমন শব্দ
চোয়াল শক্ত করা দৃঢ়প্রতিজ্ঞ হওয়া
চোরচূড়ামণি মার্কামারা চোর
চোরছ্যাঁচোড় প্রায় সমার্থক সহচরশব্দ; চোর ও প্রতারক (চোর- ছ্যাঁচোড়ে দেশটা ভরে গেছে।)
চোর ধরতে চোরকে লাগানো সহজে কার্যসিদ্ধি
চোর পালালে বুদ্ধি বাড়ে ঘটনা ঘটার পর অভিজ্ঞতায় বুদ্ধি খোলে
চোর মচায়ে শোর যে যত বেশি চোর সে তত বেশি চোর চোর বলে চিৎকার করে বা অন্যের উপর হম্বিতম্বি করে।
চোর মরে সাত ঘর মজায়ে ধরা পড়লে দুস্কৃতি অনেককে মকদ্দমায় জড়ায়
চোরা১ আদরার্থে- অনুরাগের পাত্র; শ্রীকৃষ্ণ (চোরা, ‍দিন দুপুরের চুরি করে রাত্তিরে তো কথা নাই')
চোরাকারবার বেআইনি ব্যবসায়
চোরাকুঠি ঘরের মধ্যে গুপ্তঘর; সিঁড়ির নীচের ধাপের ঘর
চোরাগলি/পথ সঙ্কীর্ণ পথ; গোপন পথ
চোরাগর্ত১ নজরে পড়ে না এমন গর্ত
চোরাগর্ত২ অজানা বিপদ; সমার্থক বাগধারা- চোরাবালি
চোরাগোপ্তা আকস্মিক ও অন্যের নজর এড়িয়ে, গোপনে সম্পাদিত (চোরাগোপ্তা আক্রমণ)
চোরাচালান শুল্ক ফাঁকি দিয়ে পণ্য আমদানী-রপ্তানী
চোরাকটাক্ষ/চাহনি আড়দৃষ্টি (এই ভূরুর পাশে চোরা চাহনি, চিনতে পারােনি)
চোরা না শোনে ধর্মের কাহিনী অসৎকে সৎপথে আনার নিষ্ফল চেষ্টা; পাপিষ্ঠকে সদুপদেশ দেওয়া বৃথা
চোরাপকেট পরিধেয় বস্ত্রের ভিতরে গুপ্ত পকেণাঠ
চোরাবালি অজানা গোপন বিপদ; মৃত্যুফাঁদ; সমার্থক বাগধারা- চোরাগর্ত
চোরে চোরে কুটুম্বিতা দুষ্ট লোকদের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠতা ও সদ্ভাব
চোরে চোরে খালাতো/মাসতুতো ভাই // চোরের সাক্ষী গাঁটকাটা মন্দার্থে- একই অন্যায় কাজের কাজি; খারাপ ব্যবসায় বা বৃত্তিতে নিযুক্ত ব্যক্তিগণ; সমমনা দুষ্ট লোকের অভিন্ন চিন্তা বা কাজ; সমার্থক বাগধারা- শুঁড়ির সাক্ষী মাতাল
চোরের উপর বাটপাড়ি চোরের কাছ থেকে চোরাইমাল চুরি; চোরের সঙ্গে প্রতাড়না; ঠগকে ঠকানো
চোরের ধন বাটপাড়ে খায় অসৎ উপায়ে অর্জিত ধন ভোগে আসে না।
চোরের মায়ের কান্না অন্যায় কাজে শাস্তিভোগের জন্য গোপন ও নিস্ফল বিলাপ
চোরের মায়ের বড় গলা১ অসতের হম্বিতম্বি; অতি অসৎব্যক্তির অতিরিক্ত সাধুতার ভান;
চোরের মার বড় গলা২ নিজে অসৎ তা ভালোভাবে জেনেও অন্যের উপর চোটপাট
চোস্ত চৌকশ; নিখুঁত; সুন্দর (সে চোস্ত হিন্দি বলে।)
চৌকশ চালাকচতুর; সবকাজে দক্ষ; সবদিকে নজর আছে এমন(এইকাজে একটি চৌকশ ছেলে চাই।); সমার্থক বাগসগারা- চোস্ত, বলিয়ে কইয়ে
চৌকা গর্তে গোল পেরেক যে ব্যক্তি খুবই অনভ্যস্ত বা অস্বস্তিকর অবস্থায় পড়েছে (বিদেশে আমার অবস্থা হয়েছে চৌকা গর্তে গোল পেরেকের মত।); সমার্থক বাগধারা- জলের মাছ ভাঙায়
চৌকাঠ না মাড়ানো সম্পর্ক না রাখা; সম্পর্ক ছিন্ন করা; সংস্পর্শে না আসা (তোমার বাড়ির চৌকাঠ আর কোনদিন মাড়াব না।); সমার্থক বাগধারা- কথায় না থাকা; ছায়া না মাড়ানো; পথ না মাড়ানো; পা ধুতে না আসা ইত্যাদি
চৌঘরি মাত দেখানো দাবাখেলায় ব্যবহৃত; বিষম সঙ্কটে ফেলা
চৌচির খণ্ডবিখণ্ড; খণ্ডে খণ্ডে বিভক্ত (কাঁচের থালাটা পড়ে গিয়ে চৌচির হয়ে গেল।); সমার্থক বাগধারা- চুরচুর
চৌপট/চৌপাট ধ্বংস, নষ্ট (সম্পত্তি সম্মান সবই চৌপাট হয়ে গেল।)
চৌপর চারপ্রহর; সারাদিন (চৌপর দিনভর দেয় দূরপাল্লা
সত্যেন্দ্রনাথ দত্ত)
চৌপল চারপার্শ্বদেশবিশিষ্ট (চৌপল বোতল)
চৌমাথা/চৌমোহনা চাররাস্তার মিলনস্থল (চৌমাথায় তোমার জন্য অপেক্ষা করব।)
চৌরস১ চওড়া; প্রশস্ত (চৌরস কপাল)
চৌরস২ চৌকা; চারকোনা (চৌরস জমি)
চৌরস৩ সমান; মসৃণ (চাষী জমি চৌরস করে।)
চৌহদ্দি চতুঃসীমা, সীমানা (জমির চৌহদ্দি)
চ্যাঁচামেচি বহুলোকের একসঙ্গে চিৎকার (এতো চেঁচামেচি কিসের?)
চ্যাঙদোলা১ শববাহী খাটিয়া;শবের মত বয়ে নিয়ে যাওয়া
চ্যাঙদোলা২ দু'হাত ও দু'পা ধরে দেহ ঝুলিয়ে বহন (ওকে চ্যাঙদোলা করে তুলে নিয়ে যাও।)
চ্যাঙড়া অপরিণত বয়স্ক/বুদ্ধি; অর্বাচীন; ছ্যাবলা যুবক; সমার্থক বাগধারা- ফচকে
চ্যাঙা-ব্যাঙা গুরুত্বহীন লোক; সমার্থক বাগধারা- চুনোপুঁটি
চ্যাচাঁমেচি একাধিক লোকের একসঙ্গে চীৎকার; সমার্থক বাগধারা- হট্টগোল
চ্যাটাং চ্যাটাং কর্কশ/ধৃষ্টতাপূর্ণ/মর্মভেদী (চ্যাটাং চ্যাটাং কথা); সমার্থক বাগধারা- ক্যাটকেটে, টেঁকটেকে ইত্যাদি
চ্যালাচামুণ্ডা অনুচবৃন্দ; দুষ্ট স্বভাবযুক্ত অনুগামীরা; ভক্তবৃন্দ (সাধু তার চ্যালাচামুণ্ডা নিয়ে ডেরা বেঁধেছে।)

সম্পাদনা

বাগধারা অর্থ
ছক কাটা১ রেখা টেনে চতুষ্কোণে বিভক্ত ঘর অঙ্কন করা
ছক কাটা২ কাজের খসড়া/পরিকল্পনা/মুসাবিদা করা (আগে প্ল্যানটা ঠিকমত ছকে নাও।)
ছককাটা১ চতুষ্কোণে বিভক্ত
ছককাটা২ পূর্বপরিকল্পিত; প্রথানির্দিষ্ট; বিধিবিধানদ্বারা আবদ্ধ (শতরঞ্জ ঘরের মত ছককাটা ঘরে এই সংসার বন্দী।)
ছক্কাপাঞ্জা১ জাঁকজমক; বড়বড় কথা; বড়াই; বাগাড়ম্বর; লম্বা-চওড়া কথা (ছক্কাপাঞ্জা করা লোক হালকা চালের হয়।)
ছক্কাপাঞ্জা২ চালাকী; তামাশা; প্রতারণা (লোকটা আমার সাথে ছক্কাপাঞ্জা করছে।)
ছকড়া নকড়া১ অপব্যয় (অর্থ ছকড়া নকড়া করার নয়।)
ছকড়া নকড়া২ অবজ্ঞাসূচক আচরণ; অবহেলা; তুচ্ছতাচ্ছিল্য
ছকড়া নকড়া৩ বিশৃঙ্খল অবস্থা (ঘরের সবকিছু ছকড়া-নকড়া অবস্থায় ছড়িয়ে আছে)
ছকড়া নকড়া৪ নগণ্য/সস্তা দর (বাজারে আম ছকড়া-নকড়া দরে বিক্রি হচ্ছে)
ছকবাঁধা গতানুগতিক; তৈরী করে দেওয়া; পরিকল্পিত (ছকবাঁধা পথে চলতে আমরা অভ্যস্ত।)
ছকে দেওয়া কাজের খসড়া বানিয়ে দেওয়া; কাজের পদ্ধতি স্থির করে দেওয়া
ছটফট১ অস্থিরতা ভাববঞ্জক সহচরশব্দ (গরমে সবাই ছটফট করছে।); সমার্থক বাগধারা- আনচান; ধড়ফড় হাঁকপাক ইত্যাদি
ছটফট২ আকুলতা, উদ্বেগ ইত্যাদিভাববঞ্জক সহচরশব্দ (ছেলে আসার পথ চেয়ে মায়ের মন ছটফট করছে।)
ছটফটে অস্থির; চঞ্চল (ছটফটে ছেলে)
ছড়ছড় বেগে বৃষ্টি পড়ার শব্দবোধক দ্বিত্বশব্দ (ছড়ছড় করে বৃষ্টিপাত শুরু হল।)
ছড়াছড়ি১ সহচরশব্দ; প্রাচুর্য, বাহুল্য (বাজারে আমের ছড়াছড়ি যাচ্ছে।); বিপরীত সহচরশব্দ- টানাটানি
ছড়াছড়ি২ অবহেলাজনিত অপচয় (সরকারী কাজে টাকার ছড়াছড়ি হয়।); সমার্থক বাগধারা- হরির লুট
ছড়ানো-ছিটানো / ছড়িয়ে ছিটিয়ে একার্থক যুগ্মশব্দ; ছত্রাকারে চারিদিকে ছড়ানো; বিক্ষিপ্ত/বিশৃঙ্খলভাবে ইতঃস্তত ছড়িয়ে আছে এমন (জিনিসপত্র এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখলো কে?)
ছড়ি ঘোরানো খবরদারি/দাদাগিরি/মাতব্বরি/হম্বিতম্বি করা (এখানে তোমাকে কেউ ছড়ি ঘোরাতে ডাকেনি।)
ছত্রখান/ছত্রাকার খোলা ছাতার (শিকের) মত চারদিকে বা দূরেদূরে বিক্ষিপ্ত/বিস্তৃত (চারিদিকে জিনিসপত্র ছত্রখান হয়ে আছে।); সমার্থক বাগধারা- ছত্রাকার
ছত্রছায়া আশ্রয় ও প্রশ্রয় (ছোট ছোট রাষ্ট্রগুলি কোন-না-কোন বড়রাষ্টের ছত্রছায়ায় থাকে।)
ছত্রধর১ রাজার মাথায় সবসময় যে ছাতাধারণ করে থাকে
ছত্রধর২ ব্যঙ্গে- অনুচর; আজ্ঞাবহ; বশংবদ; হুকুমের চাকর; সমার্থক বাগধারা- লাটের বাঁট
ছত্রভঙ্গ১ রাজচিহ্ননাশ
ছত্রভঙ্গ২ সারিভাঙা; দলে বিশৃঙ্খলা; সঙ্গীগণের পরস্পর থেকে বিচ্ছিন্ন (সৈন্যদল ছত্রভঙ্গ হয়ে পড়েছে।)
ছত্রাকার ছত্রখানের অনুরূপ
ছত্রিশজাত১ বর্ণভেদ অনুযায়ী হিন্দু-বাঙালির অর্ধশতাধিক জাত যেমন- ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য, শুদ্র, কামার, কুমোর, মোদক, সদ্‌গোপ, নাপিত, তিলি, বেনে, সাহা, যুগী, কৈবর্ত, নমঃশূদ্র, মাহিষ্য ইত্যাদি
ছত্রিশজাত২ উচ্চনীচ নানাজাতের সমাহার
ছত্রিশজাতের কাণ্ড গোলমাল
ছনছন সর্দি জ্বরজ্বর ভাব-ঈষৎ অসুস্থতা ইত্যাদি প্রকাশক দ্বিত্বশব্দ (শরীরটা ছনছন করছে।)
ছনমন অস্বস্তি চঞ্চলতা ব্যাকুলতা ইত্যাদিসূচক সহচরশব্দ (কিসের জন্য এত ছনমনা ভাব?)
ছন্দপতন অবাঞ্ছিত আকস্মিক উপস্থিতি (তোমার আকস্মিক উপস্থিতি আসরে ছন্দপতন ঘটিয়েছে।); সমার্থক বাগধারা- তালভঙ্গ; রসভঙ্গ
ছন্দেবন্দে সহচরশব্দ;নানা কৌশল প্রয়োগ করে (ছন্দেবন্দে কার্যোদ্ধার করেছি।);সমার্থক বাগধারা-কলেকৌশলে পাকেপ্রকারে
ছন্নছাড়া১ আশ্রয়হীন (ছন্নছাড়া জীবন)
ছন্নছাড়া২ উচ্ছন্নে গেছে এমন; লক্ষ্মীছাড়া (ছন্নছাড়া ছেলে)
ছপ্পর/ছাদ ফুঁড়ে অপ্রত্যাশিতভাবে; আশাতীতভাবে (আল্লা যখন/ যারে দেয় ছপ্পর ফুঁড়ে দেয়- হিন্দি প্রবাদ)
ছবুড়ি ছগণ্ডা১ ৬x(৬x৪)=১৪৪ সংখ্যক
ছবুড়ি ছগণ্ডা২ বহুসংখ্যক
ছমছম ভয়জনিত বিকার/শিহরণব্যঞ্জক দ্বিত্বশব্দ (ভয়ে গা ছমছম করছে।)
ছয়কে নয়, নয়কে ছয় করা সম্পূর্ণ বিপরীত কাজ করা বা কথা বলা; সমতুল্য বাগধারা- দিনকে রাত করা
ছয়লাপ১ পরিপূর্ণ; যেভাবে ছেয়েছে তাতে চলাফেরা করার জায়গা নেই (জিনিষপত্রে ঘর একেবারে ছয়লাপ।)
ছয়লাপ২ চুড়ান্ত অপচয়; বাজেভাবে অর্থব্যয় (অর্থের ছয় লাপ হচ্ছে অথচ কাজের কাজ হচ্ছে না।)
ছরকট/কুট সহচরশব্দ; অতি অগোছালো অবস্থা; ছড়াছড়ি; বিশৃঙ্খল (ঘরে জিনিসপত্র ছরকট হয়ে আছে।)
ছরকুটে এলোমেলো স্বভাববিশিষ্ট; বিশৃঙ্খল (ছরকুটে লোক)
ছল করা কপটতা অবলম্বন করা; ভান করা ('আমি ছল করে জল আনতে যাইগো যমুনায়')
ছলচাতুরী সমার্থক শব্দদ্বয়; ছল; ধূর্তামি; প্রবঞ্চনা (ছল চাতুরীতে কার্যসিদ্ধি হবে না।); সমার্থক বাগধারা- কূটকৌশল; কলকৌশল; ফন্দিফিকির
ছলছুতা/তো সমার্থক শব্দদ্বয়; অছিলা; সামান্য অজুহাত/ত্রুটি; সমার্থক বাগধারা- ছুতোনাতা
ছল ধরা কথার খুঁত বা দোষ বার করা
ছলাকলা একার্থক শব্দদ্বয়; শঠতা; মনভোলানো কৌশল বা হাবভাব (ছলাকলা ছেড়ে আসল কথাটা বলে ফেলো।); সমার্থক বাগধারা- ঘোরপ্যাঁচ; ফেরফার
ছলে-বলে-কৌশলে ছলনা, শক্তিপ্রয়োগ অথবা চাতুর্যের সাহায্য নিয়ে
ছাঁকা কথা খাঁটি সারযুক্ত কথা
ছাঁকা জল পরিশ্রুত বিশুদ্ধ জল
ছাঁকা তেলে ভাজা ঝাঁঝরি দিয়ে ছেঁকে তোলা যায় এমন বেশি তেলে ভাজা
ছাঁকা পয়সা সহজলভ্য পয়সা
ছাঁচ আদল; ধরণ; সাদৃশ্য (একই ছাঁচে গড়া।)
ছাঁদনদড়ি১ দুধদোহনের সময় গরুর দু'পা যে দড়িতে বাঁধা হয়
ছাঁদনদড়ি২ দৃঢ় আলিঙ্গন; বাহুবেষ্টন ('ছাঁদনদড়ি বাহুলতা')
ছাঁদনাতলা হিন্দুবিয়ের ছায়ামন্ডপ, যেখানে বিয়ের আসর বসে (রাবণের ছাঁদনাতলা)
ছাঁদা বাঁধা নিমন্ত্রিত ব্যক্তি ভোজনশেষে যে খাদ্যবস্তু পুটুলি বেঁধে নিয়ে যায়
ছাঁদা, বাঁধা একার্থক যুগ্মশব্দ; ভালো করে বাঁধার কাজ; বাঁধা ও গোছগাছ (গাড়ি এসে গেছে, এখনও বাঁধাছাঁদা হয়নি?)
ছাই১ অসার/মূল্যহীন বস্তু, আজেবাজে তুচ্ছ জিনিস; জঞ্জালতুল্য বস্তু (কি সব ছাই খাচ্ছ?); সমার্থক বাগধারা- ছাইপাঁশ; ছাইভষ্ম
ছাই২ কিছু না; (তুমি ছাই জানো।); সমার্থক বাগধারা- কচু; কলা; ঘেঁচু ইত্যাদি
ছাই করা কিছু-না করা (বৃথাই বলা, তুমি ছাই করছো।)
ছাই কপালে ভাগ্যহীন; দুর্ভাগা
ছাই চাপা আগুন১ অব্যক্ত ক্রোধ/মর্মবেদনা- অন্তরে বিদ্যমান অথচ বাইরে প্রকাশ নেই এমন শোক; শোক মনে মনেই আছে বাইরে প্রকাশ পায় না, আবার দূরও হয় না
ছাই চাপা আগুন২ সুপ্তপ্রতিভা- ভিতরে তেজ আছে কিন্তু তার বাইরে প্রকাশ নেই
ছাই চাপা কপাল অপ্রকাশিত ভাগ্য যা খুলতে পারে এমন কপাল
ছাইপাঁশ/ ছাইভষ্ম সমার্থক শব্দদ্বয়য় বা প্রতিশব্দ; অসার বা মূ্ম্যহীন বস্তু (কি যে ছাইপাঁশ লিখছো বুঝি না।)
ছাই পেতে কাটা নির্দয়ভাবে শত্রু নির্যাতন; সমার্থক বাগধারা- পাঁশ পেড়ে কাটা
ছাই ফেলতে ভাঙা কুলো নগণ্য/যা-তা কাজের জন্য অবহেলিত/সামান্য ব্যক্তির প্রয়োজনীয়তা; অকাজের জন্য অপদার্থ নিয়োগ
ছাগল ব্যাঙ্গে- বোকা; বুদ্ধিহীন; গালিবিশেষ (তোমার মত ছাগল দেখিনি।); সমার্থক বাগধারা- গড্ডল, গরু, পাঁঠা, বলদ ইত্যাদি
ছাগলদাড়ি ব্যঙ্গে- ছাগলের দাড়ির মত চিবুকে তোলা দাড়ি
ছাগল দিয়ে চাষ করা // ছাগল দিয়ে ধান মাড়ানো অযোগ্যলোককে দিয়ে ভারী কাজ করানো
ছাগলের তৃতীয়সন্তান অবহেলিত; বঞ্চিত
ছাটকাট১ প্রায় একার্থক শব্দদ্বয়; অতিরিক্ত অংশ, ছাঁটাই
ছাটকাট২ দরজির কাজে পারিপাট্য (জামার ছাঁটকাট)
ছাড়ছোড়১ প্রায় একার্থক শব্দদ্বয়; কিয়দংশ পরিত্যাগ (খরচ খরচা ছাড়ছোড় দিয়ে কত থাকল?); সমার্থক বাগধারা- কাটছাঁট, বাদসাদ ইত্যাদি
ছাড়ছোড়২ মুক্তি; রেহাই (কোন ছাড়ছোড় নেই কাজটা করে দিয়ে যাবে।)
ছাড়া-ছাড়া১ বিচ্ছিন্নতাভাবব্যঞ্জক দ্বিত্বশব্দ (আজকাল সবাই ছাড়া ছাড়া থাকে।); সমার্থক দ্বিত্বশব্দ- দূর-দূর; ফাঁক-ফাঁক
ছাড়াছাড়া২ শিথিলভাবব্যঞ্জক দ্বিত্বশব্দ (আজকাল সবাই ছাড়া- ছাড়া থাকতে ভালবাসে।)
ছাড়াছাড়া কথা কর্কশ কাটাকাটা কথা (ছাড়াছাড়া কথায় ঝাঁঝ থাকে।
ছাড়াছাড়ি প্রায় সমার্থক শব্দদ্বয়; পরস্পর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন (দুইবন্ধুর মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে।)
ছাড়ানছোড়ান সমার্থক দ্বিশব্দ; অব্যাহতি; খালাস; মুক্তি; রেহাই (কোনপ্রকার ছাড়ান-ছোড়ান নেই।)
ছাতা দিয়ে মাথা রাখা বিপদে সাহায্য করা; অর্থ ও আশ্রয় দিয়ে সম্মান রক্ষা করা; সমার্থক বাকধারা- ভাঙা ঘর ছেয়ে দেওয়া
ছাতা/ছাতি ধরা আশ্রয় দেওয়া; সাহায্য করা
ছাতারে/ ছাতারে পাখি যারা কেবল ঝগড়া করে বেড়ায়
ছাতারে কীর্তন কাজ কিছু নেই; কেবল গোলমাল
ছাতি (বুকের) সাহস; বুকের পাটা
ছাতি ফোলানো গর্ব করা; শক্তিমত্তা জাহির করা ('সাত মহারথী শিশুরে বধিয়া ফুলায় বেহায়া ছাতি'- নজরুল)
ছাতু১ মিহিগুড়ো (মেরে ছাতু করে দেবো।)
ছাতু২ কিছু না; ফাঁকি (সে জানে ছাতু।); সমার্থক বাগধারা- কচু; কলা; ছাই; ছাইপাঁশ/ভস্ম ইত্যাদি
ছাতুখোর১ তুচ্ছার্থে- অকিঞ্চিৎকর ভোজনকারী
ছাতুখোর২ ব্যঙ্গার্থে- স্থূলবুদ্ধিসম্পন্ন ব্যক্তি
ছাতুখোর৩ তাচ্ছিল্যে- হিন্দুস্থানী
ছাতুর হাঁড়িতে বাড়ি পড়া নিমেষে সব লণ্ডভণ্ড হওয়া
ছানাপোনা সমার্থক শব্দদ্বয়; ব্যঙ্গে- অতি অল্পবয়স্ক ছেলেমেয়ে; ছোটছোট শিশুসন্তান; সমার্থক বাগধারা- আণ্ডাবাচ্চা; কাচ্চাবাচ্চা; বাচ্চাকাচ্চা
ছানাবড়া১ ছানবড়ার মতো বড়
ছানাবড়া২ বিস্ময়ে চোখের বিস্ফোরণ (চক্ষু ছানাবড়া)
ছাপাছাপি১ সহচর শব্দ; তথ্য গোপন করা; সকলের কাছে লুকিয়ে রাখা (এত ছাপাছাপি কিসের?); সমার্থক বাগধারা- ছিপাছিপি; ঢাকাঢাকি; লুকোছাপা ইত্যাদি
ছাপাছাপি২ অত্যধিক পরিমাণে; কানায় কানায় (আহারে ছাপাছাপি ভাল নয়।)
ছাপোষা১ নিরীহ দরিদ্রব্যক্তি
ছাপোষা২ বহু সন্তানপালনের দায়দায়িত্ববিশিষ্ট
ছাপোষা কেরানী/লোক পোষ্য ভারাক্রান্ত মধ্যবিত্ত
ছায়া আশ্রয় (চাকরী মেঘের ছায়া)
ছায়া আর কায়া অঙ্গাঙ্গী-সম্পর্ক; আলো আর কালো; দেহ আর মন; দিন আর রাত; ভালো আর মন্দ ইত্যাদি
ছায়া মাড়ানো // ছায়া না মাড়ানো কাছে আসা বা না আসা; সংস্পর্শে আসা বা না আসা; কোনরকম সংশ্রব রাখা বা না রাখা (তোর ছায়া মাড়ালে লোকে মন্দ বলবে।); সমার্থক বাগধারা- কথায় না থাকা; চৌকাঠ না মাড়ানো; পথ না মাড়ানো; পা ধুতে না আসা ইত্যাদি
ছায়াতে ভূত দেখা অজানা আশঙ্কায় ভীত
ছায়ার পিছনে ছোটা অসম্ভবকে পাওয়ার চেষ্টা; অসম্ভবের পিছনে ধাওয়া করা (ছায়ার পিছনে ছুটে ছায়া ধরা যায় না বরং উলটো ছুটলে ছায়া পিছু নেয়।)
ছায়ার সাথে যুদ্ধ পণ্ডশ্রম; নিস্ফল প্রয়াস
ছার (=ছাই) কপালে/কপালি মন্দভাগ্য; হতভাগা/ভাগি (ধিক্কারে, গালিতে)
ছারখার সমার্থক শব্দদ্বয়; ক্ষার; ভস্ম; ধ্বংস; বিনাশ (সোনার লঙ্কা ছারখার- প্রবাদ)
ছারপোকা১ তুচ্ছার্থে- নগণ্য/হীনব্যক্তি
ছারপোকা২ নিন্দায়- রক্তচোষার মানসিকতাসম্পন্ন ব্যক্তি
ছারপোকার বিয়ান ক্রমাগত এবং দ্রুত বংশবৃদ্ধি (কথিত যে ছারপোকা দিনে ছয়বার ডিম পাড়ে।)
ছাল ছাড়ানো/তোলা (পিঠের) প্রচণ্ড প্রহার করা (মেরে পিঠের ছাল ছাড়িয়ে নেব।); সমতুল্য- খাল খিঁচে নেওয়া
ছাল নেই কুত্তা নাম তার বাঘা নেই-গুণযুক্ত ব্যক্তির নামকরণের হাস্যকর প্রয়াস; সমার্থক বাগধারা- কানাছেলের নাম পদ্মলোচন; কেলেবামুনের নাম গৌরাঙ্গসুন্দর; গোঙ্গাছেলের নাম তর্কবাগিশ; ঘুঁটেকুড়ুনির ব্যাটার নাম চন্দনবিলাস ইত্যাদি
ছালপাতলা অসহিষ্ণু; স্পর্শকাতর (ছালপাতলা লোকেরা সবার সাথে মিশতে পারে না।)
ছালপুরু নির্লজ্জ; বেহায়া (রাজনৈতিক নেতাদের ছাল পুরু হয়।); সমার্থক বাগধারা- গণ্ডারের চামড়া
ছিঁচকে চোর একার্থক যুগ্মশব্দ; ছোটখাটো জিনিস চুরি করে; হাতের কাছে যা পায় তাই চুরি করে এমন
ছিঁচকাঁদুনে অল্পতেই কান্নাকাটি করে এমন (ছিঁচকাঁদুনে শিশু)
ছিঁড়াখোঁড়া সহচরশব্দ; ছিন্নবিচ্ছিন্ন; শতছিন্ন (যাহোক একটা ছেঁড়াখোঁড়া কাপড় দিলেও চলবে।)
ছিঁড়াছিঁড়ি১ সহচরশব্দ; বারবার ছেঁড়া (এটাকে কতবার আর ছেঁড়াছিঁড়ি করবে?); সমার্থক বাগধারা- কাটাছেঁড়া
ছিঁড়াছিঁড়ি২ পরস্পর আঁচড়ানো-কামড়ানো ক্ষতবিক্ষত করা
ছিছি করা/পড়া ধিক্কার দেওয়া; নিন্দা করা (চারদিকে সবাই ছিছি করছে।); সমার্থক বাগধারা- ছ্যা ছ্যা করা
ছিকলি কাটা টিয়ে অধীনতামুক্ত সত্তা; স্বাধীন মনোভাবাপন্ন ব্যক্তি
ছিট বাতিক; সামান্য পাগলামি (তার মাথায় ছিট আছে।); সমার্থক বাগধারা- ক্যারা
ছিটকে ছ // ছিটকে পড়া১ ছড়িয়ে ছিটিয়ে পড়া
ছিটকে ছ // ছিটকে পড়া২ দূরবর্তী অঞ্চলে চলে যাওয়া (চাকরির খোঁজে সবাই চারিদিকে ছিটকে ছ হয়ে যাচ্ছে।)
ছিটা/ছিটেফোঁটা একার্থক যুগ্মশব্দ; অতি সামান্য পরিমাণ; কণামাত্র (আজ ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে।)
ছিটেবেড়া১ মাটির প্রলেপযুক্ত বাঁখারি/বাঁশের বেড়া
ছিটেবেড়া২ কঙ্কালসার জীর্ণদেহ
ছিদ্রান্বেষণ পরের দোষের খোঁজখবর; পরের দোষত্রুটি খুঁজে বেড়ানো
ছিদ্রদর্শী/ছিদ্রান্বেষী পরের দোষত্রুটি অনুসন্ধানে অভ্যস্ত এমন; পরের দোষত্রুটি খুঁজে বেড়ায় এমন
ছিনা/ছিনেজোঁক নাছোড়বান্দা; রক্তচোষা (ছিনেজোঁকের মত পিছনে লেগে আছে।); সমার্থক বাগধারা-এঁটুলি
ছিনালি ভ্রষ্টানারীর চাতুরী বা মিথ্যা প্রণয় (ছিনাল মাগীর ফাঁদে পড়ো না।)
ছিনিমিনি খেলা১ জলে খোলামকুচি ছুঁড়ে জলকাটার খেলা;
ছিনিমিনি খেলা২ অত্যন্ত বেহিসাবি খরচ; চুড়ান্ত অর্থের অপব্যয়; অর্থ নষ্ট করা (টাকা নিয়ে ছিনিমিনি খেলছে।)
ছিনিমিনি খেলা৩ ইচ্ছামত/যথেচ্ছ ব্যবহার (মন নিয়ে ছিনিমিনি খেলা)
ছিন্নভিন্ন/ ছিন্নবিচ্ছিন্ন একার্থক সহচরশব্দ; ছিঁড়েখুঁড়ে একাকার করা হয়েছে এমন; সমার্থক সহচর শব্দ- লণ্ডভণ্ড
ছিন্নমূল ভিটেমাটি থেকে উৎখাত হয়েছে এমন পরিবার
ছিপছিপা/ছিপে সহচর শব্দ; পাতলা রোগা ও লম্বাগড়নবিশিষ্ট (ছিপছিপে গড়নের মেয়ে); সমার্থক বাগধারা- একহারা, ডিগডিগে
ছিপাছিপি সহচর শব্দ; গোপনতা; লুকানো (সব সত্য বলবে কিছু ছিপাছিপি করবে না।); সমার্থক বাগধারা- ছাপাছাপি, ঢাকাঢাকি, লুকোছাপা ইত্যাদি
ছিমছাম সহচরশব্দ; আতিশয্যবর্জিত কিন্তু শোভন, সুচারু ও সুন্দর (ছিমছাম বাড়ীঘর)
ছিরি১ শ্রীর কথ্যরূপ; কান্তি; রূপ (ছিরি খুব খুলেছে।)
ছিরি২ নিন্দার্থে- মন্দধরণ (কথার কি ছিরি দেখ।)
ছিরিছাঁদ লাবণ্য ও গড়ন (কথার কোন ছিরিছাঁদ নেই।)
ছুঁচিবাই অঙ্গশুদ্ধি নিয়ে বায়ুরোগগ্রস্ততা; ছুঁলে শুচিতা নষ্ট হবে এমন বাতিক
ছুঁচো১ খাই-খাই স্বভাববিশিষ্ট; লোভী
ছুঁচো২ তুচ্ছ; ঘৃণ্য নীচ নোংরামনের লোক- গালিবিশেষ
ছুঁচো গেলা (সাপের) উভয়সঙ্কটে পড়া (আমার হয়েছে সাপের ছুঁচ গেলার মত অবস্থা কইতে নারি সইতে নারি।)
ছুঁচো মেরে হাত গন্ধ১ তুচ্ছব্যক্তিকে শাস্তি দিয়ে অখ্যাতি লাভ করা
ছুঁচো মেরে হাত গন্ধ২ সামান্য লাভের জন্য দুর্নাম কুড়ানো
ছুঁচোর কচাকচি/কীর্তন/কেত্তন১ বিরক্তিকর চেঁচামেচি
ছুঁচোর কচাকচি/কীর্তন/কেত্তন২ নিরন্তর কলহ
ছুঁচোর কচাকচি/কীর্তন/কেত্তন৩ (পেটে) ক্ষিদের জ্বালা (ভিতরে ছুঁচোর কেত্তন বাইরে কোঁচার পত্তন- প্রবাদ)
ছুঁচোর গলায় চন্দ্রহার১ অযোগ্যের হাতে উৎকৃষ্ট বস্তু; সমতুল্য বাগধারা- বানরের গলায় মুক্তমালা
ছুঁচোর গলায় চন্দ্রহার২ কালো কুৎসিত পুরুষের ফরসা সুন্দরী স্ত্রী
ছুঁতমার্গ অস্পৃশ্যতার মানসিকতা; স্পর্শদোষ; সমার্থক বাগধারা- ছোঁয়াছুঁয়ি
ছুট১ অব্যাহতি; মুক্তি (ছুট পাওয়া ভার); সমার্থক বাগধারা- ছুটকারা
ছুট২ পরিধেয় বস্ত্র (একছুটে ঘর থেকে বেড়িয়ে এলো।)
ছুটকা অকস্মাৎ আগত (ছুটকা কাজে দু’চার পয়সা উপরি আয় হয়।)
ছুটকারা ছুট১ এর অনুরূপ
ছুটকি অবজ্ঞায়- শিশু-বালিকা (সবাই আমাকে ছুটকি বলে।)
ছুটকো১ নগণ্য (ছুটকো লোক; ছুটকো কাজ ইত্যাদি)
ছুটকো২ হঠাৎ প্রাপ্তি (কিছু ছুটকো টাকা পেয়ে গেছি।)
ছুটকো-ছাটকা১ ইতস্ততঃ বিক্ষিপ্ত
ছুটকো-ছাটকা২ সহচরশব্দ; গণনার মধ্যে আসে না নয়; নগণ্য; টুকিটাকি; হঠাৎ ছিটকে আসা;হিসাবের বাইরে (দু-একটা ছুটকো-ছাটকা কাজ জুটে যায়।)
ছুটমুখ আজেবাজে/শক্ত কথা বলতে যার আটকায় না
ছুতোনতা/নাতা১ কোন একটি অছিলা বা অজুহাত; তুচ্ছ উপলক্ষ (কোন ছুতোনাতায় কাজে আসে না।) সমার্থক বাগধারা- ছলছুতো
ছুতোনতা/নাতা২ সামান্য কারণ; সামান্য ত্রুটি
ছুপা রুস্তম সুপ্তপ্রতিভাসম্পন্ন; বোঝা যায় না কিন্তু অনেক গুণ ধরে এমন ব্যক্তি (রুস্তম শব্দের অর্থসমূহ- উদার; বন্ধুত্বপূর্ণ; ভাগ্যবান; সক্রিয় ইত্যাদি)
ছুরি দেওয়া/চালানো (গলায়) // ছুরি মারা (পিছন থেকে) বিশালমাপে ঠকানো; সমূহ সর্বনাশ করা
ছেঁকে ধরা ঘিরে ধরা; চারদিক থেকে অনেকে মিলে ব্যতিব্যস্ত করা (পাওনাদারেরা ছেঁকে ধরেছে।)
ছেঁচড়/ ছ্যাঁচড়১ নির্লজ্জ; নীচপ্রকৃতির লোক; বেহায়া
ছেঁচড়/ ছ্যাঁচড়২ দেনা সহজে শোধ করতে চায় না এমন
ছেঁড়া কচু/কলার পাত অপদার্থ; কোন কর্মের নয়
ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ-টাকার স্বপ্ন দেখা নগণ্যের উচ্চাশা
ছেঁড়া চুলে খোঁপা বাঁধা১ বৃথাচেষ্টা; ব্যর্থপ্রয়াস
ছেঁড়া চুলে খোঁপা বাঁধা২ পরকে আপন করার বৃথাচেষ্টা
ছেঁড়া চুলে খোঁপা বাঁধা৩ প্রবীণের নবীন হওয়ার বাসনা
ছেঁড়া চুলে খোঁপা বাঁধা৪ বিলাস বাসনার নিদর্শন
ছেঁড়া/ছেঁদো কথা আজেবাজে কথা; চাতুরীপূর্ণ বাজে কথা
ছেঁড়াছিঁড়ি সমার্থক যুগ্মশব্দ; বারবার ছেঁড়া (এটাকে কতবার আর ছেঁড়াছিঁড়ি করবে?)
ছেঁড়াবস্তায় খাসাচাল নির্গুণের ঘরে গুণবান সন্তান
ছেঁড়ামামলা/ল্যাঠা১ ঝঞ্ঝাটে ও বিরক্তিকর ব্যাপার
ছেঁড়ামামলা/ল্যাঠা২ তুচ্ছবিষয়
ছেঁদামালা১ নারকেলখোলের মালা
ছেঁদামালা২ অপব্যয়ী ব্যক্তি
ছেঁদোকথা অসার/কপট/বাঁকা কথা (ছেঁদো কথায় মন ভরে না।)
ছেঁদোলোক তুচ্ছ নগণ্য মূল্যহীন লোক (ছেঁদোলোকের কাছে কিছু আশা করা যায় না।)
ছেড়ে দিয়ে তেড়ে ধরা আগে ঢিলে দিয়ে পরে নিয়ন্ত্রণে আনার চেষ্টা; প্রথমে ঢিলে দিয়ে পরে চেপে ধরা; সমার্থক বাগধারা- ঢিল দিয়ে টেনে আনা
ছেড়ে মা কেঁদে বাঁচি তুচ্ছ বন্ধন যন্ত্রণা ইত্যাদি থেকে মুক্তির আকুতি
ছেলেখেলা১ অকিঞ্চিৎকর অনুষ্ঠান
ছেলেখেলা২ অতি সহজসাধ্য ব্যাপার (সরোদ বাজানো মোটেই ছেলেখেলা নয়।)
ছেলে-ছোকরা অপক্ববুদ্ধি যুবক; অপরিণতবুদ্ধি তরুণ
ছেলেপিলে/পুলে/মেয়ে সন্তানসন্ততি (ছেলেপিলে নিয়ে ঘর করি, আমি কোন ঝুটঝামেলাই নেই।)
ছেলে-ভুলানো যাতে কেবল শিশুরাই ভোলে বা আকৃষ্ট হয় তেমন কিছু (ছেলে-ভুলানো ছড়া)
ছেলেমানুষ অল্পবয়স্ক; অপরিণতবুদ্ধি (ছেলেমানুষি করো না।)
ছেলের হাতের মোয়া অতি সহজ ব্যাপার; সহজলভ্য বস্তু; সমার্থক বাগধারা- গাছের ফল
ছোঁ দেওয়া আমল দেওয়া; ঘনিষ্টতা রাখা
ছোঁ মারা হঠাৎ কেড়ে নেবার চেষ্টা করা
ছোঁকছোঁক লোভসূচক চাঞ্চল্য/ব্যগ্রতাভাব
ছোঁকছোঁক করা খাওয়ার জন্য ব্যগ্রতা প্রকাশ করা (খালি খাওয়ার জন্যে ছোঁকছোঁক করে।)
ছোঁচা১ অত্যন্ত খাদ্যলোভী ('ছোঁচা তুমি, তোমার সঙ্গে আড়ি আমার, যাও'- নজরুল);
ছোঁচা২ আত্মসম্মানহীন লোক
ছোঁয়াছুঁয়ি পরস্পর স্পর্শ; অস্পৃশ্য বস্তু বা ব্যক্তির সঙ্গে সংস্পর্শ; স্পর্শদোষ; সমার্থক বাগধারা- ছুঁতমার্গ
ছোকরা তুচ্ছার্থে-অপরিণতবুদ্ধির নব্যযুবক (ছেলেছোকরা)
ছোটখাটো সহচর শব্দ; ক্ষুদ্রায়তন; স্বল্পায়তন; মোটামুটি ক্ষুদ্র আকার (ছোটখাটো গল্প/বাড়ী/ব্যবসা/সহর); সমার্থক বাগধারা- ছোটমোট
ছোটছেলে১ অল্পবয়স্ক ছেলে (ছোটছেলেদের জামাকাপড়)
ছোটছেলে২ কনিষ্পুত্র
ছোটজাত সমাজে অপাঙক্তেয়
ছোটনজর১ কৃপণতা
ছোটনজর২ সঙ্কীর্ণ দৃষ্টিভঙ্গী
ছোটবাইরে প্রস্রাব ত্যাগ করতে যাওয়া
ছোটমন নীচ/সঙ্কীর্ণ/হীন মন
ছোটমুখ১ শিশু ('ছোটছোট মুখ জানে না ধরার দুখ'- রবীন্দ্রনাথ)
ছোটমুখ২ সঙ্কুচিত মুখ (তার মুখটা ছোট হয়ে গেল।)
ছোটমুখে বড় কথা১ অবস্থার পক্ষে অশোভন উক্তি; অবস্থার অতীত উক্তি
ছোটমুখে বড় কথা২ ছোটদের মুখে বড়দের মত কথাবার্তা
ছোটমুখে বড় কথা৩ অযথা অহঙ্কার; অসম্মানজনক কথাবার্তা; উদ্ধত বা স্পর্ধিত কথাবার্তা; সমতুল্য- যত বড় মুখ নয় ততবড় কথা
ছোটমোট ছোটখাটো১-এর অনুরূপ
ছোটলোক অভদ্রব্যক্তি; নীচুজাত; হীনমানসিকতার লোক; সঙ্কীর্ণচেতা
ছোটসাহেব অফিসে পদমর্যাদায় নিম্নতর
ছোটহাজারি ইংরাজীকায়দায় প্রাতঃরাশ; নাশতা; সকালবেলার লঘু জলযোগ; সমার্থক বাগধারা- জলখাবার
ছোটাছুটি অতিশয় ব্যস্ততাসূচক সহচরশব্দ (হঠাৎ গুলির আওয়াজে আতঙ্কে ছোটাছুটি পড়ে গেছে।); সমার্থক বাগধারা- দৌড়াদৌড়ি
ছোবল মারা নখ/দাঁত দিয়ে বিদ্ধ করা
ছোলেনামা (সোলেনামা) আপোস-মীমাংসা বা নিষ্পত্তির দলিল
ছ্যাঁচড়১ দেনা সহজে শোধ করতে চায় না এমন
ছ্যাঁচড়২ ইতর/নীচপ্রকৃতির লোক
ছ্যাঁচড়৩ প্রতারক
ছ্যাঁচড়া১ নীচপ্রকৃতির লোক (তুমিতো ভারি ছ্যাঁচড়া ছোট লোক-সুকুমার রায়)
ছ্যাঁচড়া২ মাছের কাঁটা তেল ও শাকসবজির ঘন্ট; তুলনীয়- হিন্দি ছিছোরা
ছ্যাঁৎ করা ভয়ে শিউরে ওঠা (বুকটা ভয়ে ছ্যাঁৎ করে উঠল।)
ছ্যা ছ্যা করা ধিক্কার জানানো; নিন্দা করা (সবাই তোমার কাজে ছ্যা ছ্যা করছে।); সমার্থক বাগধারা- ছি ছি করা
ছ্যাবলা লঘুপ্রকৃতি; বালকের মত চপল (এখানে ছ্যাবলামি করো না।)

সম্পাদনা

বাগধারা অর্থ
জগৎ সমাজ; সমাজবদ্ধলোক (সভ্যজগতে তোমার আচরণ খাপ খায় না)।
জগৎ-সংসার একার্থক যুগ্মশব্দ; মর্ত্যলোকের বৈষয়িক জীবন (জগৎ-সংসার ছারখার হয়ে গেল)।
জগদ্দল অতি গুরুভার পাথর/পাষাণ/শিলা; নড়ানো যায় না এমন দুস্কর (বুকের ওপর যেন জগদ্দল পাথর চাপানো আছে)।
জগন্নাথযাত্রা পুরীর তীর্থে গমন।
জগন্নাথের আটকে বাঁধা জগন্নাথের প্রসাদের জন্য যাত্রীপ্রতি বরাদ্ধ অর্থ।
জগাই-মাধাই১ অন্তরঙ্গ বন্ধুদ্বয়; সমার্থক বাগধারা- কানাই-বলাই, জোড়ের পায়রা, হরিহর আত্মা ইত্যাদি।
জগাই-মাধাই২ বিপথ থেকে প্রত্যাগত ব্যক্তি।
জগাখিচুড়ি১ পুরীর জগন্নাথদেবের খিচুড়িভোগ।
জগাখিচুড়ি২ বিভিন্নরকম অবাঞ্ছিত/বিসদৃশ জিনিসের সংমিশ্রণ; সমার্থক বাগধারা-হচপচ
জগাখিচুড়ি পাকানো কোন বিষয় জটিল করে তোলা; গোলমাল বাধানো; বিশৃঙখলা সৃষ্টি করা।
জঙ্‌লা২ সুন্দরবনের বাঘ (জঙলা কখনো পোষ মানে না।)
জঞ্জাল অবাঞ্ছিত বস্তু; আপদ; উৎপাত; উপদ্রব; ঠেলা; বালাই (আচ্ছা সব জঞ্জাল এখানে জুটেছে)।
জট পাকানো জটিলতা সৃষ্টি করা; তালগোল পাকিয়ে জটিলতা সৃষ্টি হওয়া।
জটিলা-কুটিলা কুটবুদ্ধিসম্পন্না, কুঁদুলী, বধূদের দোষ ধরতে নিপুণা; বধুগঞ্জনাকারী কলহপরায়ণা শাশুড়ী-ননদ (উৎসকাহিনী- শ্রীরাধার শাশুড়ী ও ননদের নাম হল জটিলা ও কুটিলা)
জটেবুড়ি/জোটেবুড়ি শিশুদের ভয় দেখানোর জন্য কল্পিত জটাধারণী পিশাচী মূর্তি; সমার্থক বাগধারা- জুজুবুড়ি
জঠরজ্বালা প্রবল ক্ষুধা; ক্ষুধার তাড়না।
জঠরযন্ত্রণা গর্ভধারণের ক্লেশ ও প্রসববেদনা (দিবি পুনঃ জঠরযন্ত্রণা- রামপ্রসাদ)
জঠরাগ্নি/জঠরানল ক্ষুধার জ্বালা (জঠরানল নিবৃত্তি)
জড়পদার্থ/পিণ্ড নিশ্চেষ্ট ব্যক্তি।
জড়পুত্তলি স্থবির/স্হূলবুদ্ধি/জড়মনোভাবাপন্ন লোক।
জড়ভরত অকর্মণ্য, নিস্ক্রিয় নিরুদ্দম জড়বুদ্ধিসম্পন্ন ব্যক্তি (এমন জড়ভরতের মত বসে আছ কেন?)
জড়সড়১ সহচরশব্দ; ভীত ও আড়ষ্ট (ভয়ে সবাই জড়সড় হয়ে আছে।); সমার্থক বাগধারা- জবুথবু
জড়সড়২ সহচরশব্দ; সঙ্কুচিত (ঠাণ্ডায় সবাই জড়সড় হয়ে আছে।); সমার্থক বাগধারা- গুটিসুটি, গুড়িসুড়ি
জড়িপটি খাওয়া চলতে চলতে পা জড়িয়ে যাওয়া।
জড়িবুটি গাছের শিকড় ও ছাল থেকে তৈরী টোটকা ওষুধের বড়ি।
জতুগৃহ সহজদাহ্য ঘরবাড়ী; যেকোন সময় আগুন লেগে ধ্বংস হ'তে পারে এমন (শহরের ঘন বস্তীগুলো সব জতুগৃহ হয়ে আছে)।
জনক-জননী-জননী পিতামাতাদের জন্মদাত্রী জন্মভূমি- ধরিত্রী (অয়ি নির্মল সূর্যকরোজ্জ্বল ধরনী, জনক-জননী-জননী'-রবীন্দ্রনাথ)
জন খাটানো ঠিকা মজুর খাটানো।
জনগণেশ জনগণের অধিদেবতা (জনগণেশের প্রচণ্ড কৌতুক- রবীন্দ্রনাথ)
জনপদ১ জনবসতি; লোকালয়; শহর।
জনপদ২ গ্রাম্যদেশ; মফঃস্বল।
জনপ্রাণি একজনও মানুষ বা প্রাণি (কোথাও জনপ্রাণি দেখা যাচ্ছে না)।
জনমজুর ঠিকা শ্রমিক।
জনমত অধিকাংশ লোকের মত।
জনমানব একজনও মানুষ (এলাকাটা জনমানবশূন্য, অর্থাৎ এলাকাটাতে একজন লোকও বাস করে না)।
জনরব/শ্রুতি কিংবদন্তি; গুজব; লোকের মুখেমুখে রটে যাওয়া কথা।
জনসমক্ষে নোংরা কাপড় কাচা অন্তরঙ্গ পারিবারিক বিষয় জনসমক্ষে আলোচনা যা করা উচিত নয়।
জনাকতক গোণা কয়েক জন (মিটিংয়ে জনা কতক শ্রোতা হাজির হয়েছে)।
জনা-জনা প্রতিজনে ভাবার্থে দ্বিত্বশব্দ; প্রত্যেকে; একজন একজন করে (জনা-জনা এগিয়ে এসো।)
জনান্তিকে জনসমক্ষে কিন্তু আড়ালে একপাশে ('এখানে জনান্তিকে বলে রাখি সৃষ্টিকর্তার প্রসাদ সত্যিই আছে আমার চোখে'- রবীন্দ্রনাথ))
জনে-জনে প্রতিজনকে ভাবার্থে দ্বিত্বশব্দ; এক এক করে; প্রত্যেককে (জনে জনে জিজ্ঞাসা করা সম্ভব নয়)
জনৈক অনির্দিষ্টি কোন একজন (জনৈক ব্যক্তি)
জন্ম-এয়োতি/এয়োস্ত্রী চিরসধবা নারী; মৃত্যুপর্যন্ত যার স্বামী জীবিত থাকে।
জন্মকুণ্ডলী জন্মকালীন রাশিচক্র
জন্মের মত/শোধ চিরদিনের জন্য; শেষবার/শেষবারের মত ('জন্মের শোধ ডাকিগো মা তোরে কোলে তুলে নিতে আয় মা')।
জপ করা নিত্য স্মরণ করা।
জপ করানো/ জপানো ক্রমাগত পরামর্শ দিয়ে কার্যোদ্ধারের চেষ্টা করা, ফুসলানো (টাকার লোভ দেখিয়ে তাকে জপানো সম্ভব নয়)।
জপতপ বারবার ঈশ্বরের নাম অনুচ্চস্বরে উচ্চারণ ও উপাসনা (মা জপতপ নিয়েই থাকেন)।
জপতপ২ নিত্য উচ্চার্য বা স্মরণীয়বস্তু (অলঙ্কারই মেয়েদের জপ অলঙ্কারই মেয়েদের তপ')।
জপমালা নিত্যস্মরণীয় বিষয়বস্তু (টাকা এখন সকলের জপমালা হয়ে উঠেছে)।
জবরজং অতিভারী; এলোমেলো; বিশৃঙখল; বিসদৃশ; বেমানান; রুচিহীনভাবে জমকালো (জবরজং পোষাক)।
জবরদস্ত দুর্দান্ত,অত্যন্ত বলবান (জবরদস্ত লোক)।
জবরদস্তি জুলুমবাজি (জবরদস্তি করে সব কেড়ে নিয়েছে)।
জবাই ধ্বংস; নাশ (আমরা বিলাত ফেরতা কভাই, আমরা সাহেব সেজেছি সবাই, তাই কি করি নাচার, স্বদেশী আচার করিয়াছি সব জবাই'; 'এ গোঁফ যদি আমার বলিস করব তোদের জবাই')।
জবুথবু সহচরশব্দ; আড়ষ্ট; চলচ্ছক্তিশূন্য; জড়ের মত নিষ্ক্রিয় ও শক্তিহীন; নড়াচড়া করতে পারে না বা চায় না এমন; (ব্যাথা-বেদনায় জবুথবু হয়ে পড়ে আছে।); সমার্থক বাগধারা- জড়সড়
জমকালো/জমজমা/জমজমে আড়ম্বরপূর্ণ; চটকদার; প্রভূত লোক সমাগম ও ভিড় (জমকালো অনুষ্ঠান)
জমজমাট উপভোগ্য; সুস্ংহত ও চিত্তাকর্ষক (জমজমাট জলসা);সমার্থক বাগধারা- সরগরম
জমাখরচ আয়ব্যয়ের হিসাব।
জমিজমা ভূসম্পত্তি ও মূলধন (আমার জমিজমা কিছুই নাই।)
জমিজিরাত চাষের উপযোগী জমি; কৃষিজমি
জমিদারী কর্তৃত্ব; খবরদারি; দাপট; মাতব্বরি (এখানে তোমার জমিদারী চলবে না।)
জমি নেওয়া১ কুস্তির সময়ে কুস্তিগিরের উপুড় হয়ে জমি আঁকড়ে ধরা
জমি নেওয়া২ পরাস্ত হওয়া
জমি নেওয়া৩ মারা যাওয়া
জম্পতি জায়া ও পতি, স্বামী ও স্ত্রী, মিথুনযুগল
জম্পেশ অতিশয় উপভোগ্য; খুব জমিয়ে করা কাজ (বিয়েবাড়ীতে জম্পেশ খাওয়াদাওয়া হল।)
জম্বুক১ শিয়ালের মত ধূর্তলোক- গালিবিশেষ
জম্বুক২ সঙ্কীর্ণমনা লোক- গালিবিশেষ
জয়কেতু/জয়কেতে১ খোসামুদে; স্বার্থসিদ্ধির জন্য যখন যে জয়ী তার দিকে কাত; সব সময় বিজয়ীর পক্ষে; যে ব্যক্তি সবসময় স্বার্থসিদ্ধির জন্য গুণগান করে
জয়কেতু২ ব্যঙ্গার্থে- দর্শনের শোভা (কলকাতা সহরে কতকগুলি বেকার জয়কেতু আছে।)
জয়জয়কার সবার মুখে জয়ধ্বনি (সবাই তোমার জয়জয়কার করছে।)
জরদ্গব১ জরাগ্রস্ত বৃষ
জরদ্গব২ অকর্মণ্য বৃদ্ধ; অথর্ব; নিস্ক্রীয়/নিস্পন্দ লোক ('ওহে জরদ্গব তোমারে কি আর কব'।)
জলউঁচু জলনিচু তোষামুদি; মন-রাখা কথা; স্তাবকতা; হ্যাঁ সেখানে হাঁটুর জল
জল খাওয়া (ডুবে ডুবে) অন্যের অজ্ঞাতসারে গোপনে অন্যায় কাজ করা
জল খাওয়া (সাতঘাটের) ভীষণভাবে জব্দ বা নাকাল হওয়া
জলখাবার হালকা খাবার/নাস্তা; সমার্থক বাগধারা- জলপান, জলযোগ
জল গলে না/ জল না গলা অতি-কৃপণতা
জলগ্রহণ না করা কোন সম্পর্ক না রাখা (তোমার বাড়ীতে আমি জলগ্রহণ করবো না।)
জল ঘোলা করা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করা
জলচল যার ছোঁয়া জল খেতে বাধা নেই
জলছাড়া কুমির/মৎস অনভ্যস্ত যায়গায় অসহায় ব্যক্তি; সমার্থক বাগধারা- ডাল ছাড়া বাঁদর
জলজীয়ন্ত/জ্যান্ত জলে যেমন মাছ থাকে তেমন জলজিয়ন্ত; অত্যন্ত স্পষ্ট, খাঁটি, টাটকা, তরতাজা, নির্ভেজাল, বিশুদ্ধ ইত্যাদি (জলজ্যান্ত প্রমাণ;জলজ্যান্ত মিথ্যা।)
জলজ্যান্ত প্রমাণ অতি স্পষ্ট প্রমাণ
জলজ্যান্ত মিথ্যা ডাহা মিথ্যা
জলজ্যান্ত সত্য নির্ভেজাল সত্য
জলঝড় বৃষ্টি ও ঝড় (জলঝড়ে বাইরে বেরিয়ো না); সমার্থক বাগধারা- ঝড়-বাদল
জলটল জলখাবার
জলদ-গম্ভীর মেঘের গর্জনের মত গম্ভীর (জলদগম্ভীর কণ্ঠ/গলা)
জলদান মহালয়াতিথিতে স্বর্গত পিতৃপুরুষের আত্মার উদ্দেশে তর্পণ
জল দিয়ে জল বার করা শত্রুর সাহায্যে শত্রুনিধন করা
জল দেওয়া চিতায় জল ঢালা (আমার চিতায় জল দেওয়ার কেউ নেই।)
জলধর মেঘ; সমুদ্র
জলপটি/পাটি আহতস্থানে বাঁধার জন্য বা জ্বরের তাপ কমানোর জন্য কপালে দেবার জলসিক্ত কাপড়ের ফালি
জলপড়া রোগ, বালাই, ভূত ইত্যাদি দূর করার জন্য মন্ত্রপূত জল (জলপড়া খাওয়ালে রোগ সারে না।)
জলপান১ হালকা জলখাবার; মিষ্টি খাবার (জলপানের নিমন্ত্রণ রইলো।); সমার্থক বাগধারা- জলখাবার, জলযোগ
জলপান২ অন্ন-ব্যঞ্জনব্যতীত অন্য আহার (চিড়া দই মুড়ি ইত্যাদি) গ্রহণ
জলপানি১ জলযোগের পয়সা
জলপানি২ মেধাবীছাত্রবৃত্তি; ভালো ছাত্রকে প্রদত্ত আর্থিক পুরস্কার; শিক্ষানবীশের আর্থিক (স্যার আশুতোষ তাঁর বাবার কাছ থেকে নিত্য একটাকা করে জলপানি পেতেন।)
জলবৎতরলং/ জলভাত অতি সহজ ব্যাপার (এই অঙ্ক আমার কাছে জলভাত।)
জলবসন্ত সংক্রামক কিন্তু মারাত্মক নয় এমন, গুটিকারোগ
জলবাতাস আবহাওয়া (এখানকার জলবাতাস স্বাস্থের পক্ষে ভাল।); সমার্থক বাগধারা- জলহাওয়া
জলবায়ু কোন অঞ্চলের ৩০/৪০ বছরের গড় উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ইত্যাদি
জলবিয়োগ মুত্রত্যাগ
জলবিষুব সূর্যের দক্ষিণায়নযাত্রাকালে বিষুবরেখা অতিক্রমের দিন; কার্তিক সংক্রান্তি (২২শে সেপ্টেম্বর)
জলযাত্রা জলপথে যাত্রা
জলযোগ হালকা খাবার; মিষ্টি খাবার; সমার্থক বাগধারা- জলপান
জলসত্র তীষ্ণার্ত পথিককে জল বিতরণের স্থান
জল সহা হিন্দু বিয়েতে প্রতিবেশীর বাড়ি থেকে জল সংগ্রহ করে মঙ্গলকাজ সমাধা করা
জল হওয়া১ গলে যাওয়া (আইস্ক্রীম গলে জল হয়ে গেছে।)
জল হওয়া২ বিগলিত হওয়া; রাগ পড়ে যাওয়া (রাগী মানুষটা হঠাৎ জল হয়ে গেছে।)
জল হওয়া৩ বৃষ্টি হওয়া (কাল রাতে সামান্য জল হয়েছে।)
জল হওয়া৪ সহজ ও সরল (দুর্বোধ যা কিছু ছিল হয়ে গেল জল- রবীন্দ্রনাথ ঠাকুর)
জলহাওয়া আবহাওয়া (এখানকার জলহাওয়া খুব মনোরম।)
জলহীন জলাশয়১ আছে তবু নেই; থেকেও নেই; সমার্থক বাগধারা- বালিহীন বালিয়াড়ী
জলহীন জলাশয়২ শুস্কহৃদয়; মৃতপ্রায় ব্যক্তি
জলাঞ্জলি১ শবদাহের পর প্রেতের উদ্দেশ্য প্রদত্ত অঞ্জলিবদ্ধ জল
জলাঞ্জলি২ অনর্থক ব্য়য়; অর্থের অপচয় (টাকা প্রয়োজনের, জলাঞ্জলি দেওয়ার জন্য নয়); সমার্থক বাগধারা- জলে দেওয়া/ফেলা
জলাঞ্জলি৩ বিসর্জন; সম্পূর্ণ পরিত্যাগ (ছেলে আমার পড়াশুনায় জলাঞ্জলি দিয়েছে।)
জলে কুমির ডাঙায় বাঘ উভয়সংকট; প্রাণঘাতী; দুদিকেই বিপদ; সমতুল্য- এগুলে রাম পিছুলে রাবণ'; 'এগুলে সর্বনাশ পিছুলে নির্বংশ';'শাঁখের করাত, যেতে কাটে আসতেও কাটে'; 'শ্যাম রাখি না কুল রাখি'; 'সাপের ছুঁচো গেলা ইত্যাদি।
জলে জল বাঁধে পয়সাতে পয়সা আসে
জলে জল মেশে সমপ্রকৃতির বস্তু মিলে যায়; সম্পর্কীত বাগধারা- তেলে জলে মিশ খায় না
জলে দেওয়া/যাওয়া অপচয় করা; কাজে না আসা; নষ্ট করা; নষ্ট হওয়া।; বৃথা ব্যয় করা; সমার্থক বাগধারা- জলাঞ্জলি দেওয়া
জলে পড়া১ অকূলে পড়া; বিপদে পড়া (বিদেশ-বিভুঁইয়ে এসে আমি জলে পড়েছি।)
জলে পড়া২ অপাত্রে বিয়ে হওয়া (মেয়েটা জলে পড়েছে।)
জলে ফেলা১ অপচয় করা; নষ্ট করা
জলে ফেলা২ অপাত্রে দান করা
জলের আলপনা/তিলক/দাগ ক্ষণস্থায়ী চিহ্ন; ক্ষণস্থায়ী বস্তু
জলের কুমির ডেকে আনা বিপদ ডেকে আনা; সম্পর্কীত বাগধারা- জলের ছিটে দিয়ে লগির গুঁতো খাওয়া; বাঁশ কেন ঝাড়ে আয় আমার ঘাড়ে
জলের ছিটে দিয়ে লগির গুঁতো খাওয়া বিপদ ডেকে আনা
জলের দর/দাম অতি সস্তাদর (জলের দামে বাড়ীটা কিনেছি।)
জলের মত অতি সহজ; সহজবোধ্য/সাধ্য (অঙ্কটা জলের মত সহজ।)
জলের মাছ ভাঙায় যে ব্যক্তি খুবই অনভ্যস্ত বা অস্বস্তিকর অবস্থায় পড়েছে; সমার্থক বাগধারা- গোল গর্তে চৌকা পেরেক; পান্তাভাতে ঘি ইত্যাদি
জল্পনা-কল্পনা সহচরশব্দ; পরামর্শ ও অনুমান (সব জল্পনাকল্পনার অবসান); সমার্থক বাগধারা- আলাপ-আলোচনা
জল্লাদ অতি নির্মম নিষ্ঠুর ব্যক্তি
জহুরি যে আসল/ভালো জিনিস চেনে; গুণগ্রাহী ব্যক্তি (জহুরি জহর চেনে)
জাঁক অহঙ্কার; গর্ব; বড়াই; দেমাক; ডম্‌ফাই (জাঁক করবার মত আমার কিছু নাই।)
জাঁকজমক১ একার্থক যুগ্মশব্দ; আড়ম্বর ও উদ্যমের সাথে কাজ
জাঁকজমক২ ঐশ্বর্যের অহঙ্কার; বিশেষ সমারোহ; (জাঁকজমকে বিকোয় ঘোড়া।); সমার্থক বাগধারা- ঠাঁটঠমক, ঠাঁটবাট
জাঁতা/জাঁতিকলে পড়া লোভের বশে ফাঁদে পড়া; সমার্থক বাগধারা- কলে পড়া
জাঁহাবাজ/জাহাঁবাজ১ প্রশংসার্থে- বহুগুণসম্পন্ন ব্যক্তি
জাঁহাবাজ/জাহাঁবাজ২ নিন্দার্থে- অতিশয় ধূর্ত (মহাজাঁহাবাজ ছেলে); বাংলায় কু-অর্থেই শব্দটি ব্যবহৃত হয়
জাগরস্বপ্ন তন্ময়ভাবে কোনো সুখকর বিষয় কল্পনা; সমার্থক বাগধারা- জেগে স্বপ্ন দেখা
জাতক্রোধ১ ক্রোধ জন্মেছে এমন
জাতক্রোধ২ আজন্ম পুষে রাখা ক্রোধ; বহু পুরোনো ও তীব্র ক্রোধ
জাতক্রোধ৩ জাতপাত বা জাতিগত ভেদাভেদ থেকে উৎপন্ন বিদ্বেষ
জাত খাওয়া/খোয়ানো জাতি, ধর্ম বা সতীত্ব নষ্ট করা/হওয়া; সমার্থক বাগধারা- জাত মারা/যাওয়া
জাত খুইয়ে কাশ্যপ গোত্র যার জাতি ও বংশ পরিচয় অজ্ঞাত; সমতুল্য- হরেদরে কাশ্যপ গোত্র
জাত তোলা জাতির উল্লেখ করে গালাগালি দেওয়া
জাতপাত ধর্ম বা বংশগত ভেদাভেদ (আমি জাতপাত মানি না।)
জাতব্রাহ্মণ ব্রাহ্মণকুলে জন্মহেতু ব্রাহ্মণ; ব্যঙ্গার্থে ভণ্ড ব্রাহ্মণ
জাতভাই একস্বভাবের লোক; একই পেশার মানুষ; সমগোত্রীয়
জাত মারা/যাওয়া জাত খাওয়া/খোয়ানোর অনুরূপ
জাতশত্রু১ উৎপন্ন বা জাত হয়েছে যে শত্রুতা; যার অনেক শত্রু জন্মেছে
জাতশত্রু২ আজন্ম শত্রু; আসল শত্রু; স্বাভাবিক শত্রু
জাতসাপ১ কেউটে, গোখরো ইত্যাদি বিষধর সাপ
জাতসাপ২ তীব্র বিদ্বেষপূর্ণ মানিসকতার লোক
জাতিকুল সমার্থক সহচর শব্দ; বর্ণ ও বংশ; বংশ মর্যাদা ও কৌলিন্য
জাতিস্মর পূর্বে জন্মেছিলেন এবং সেই জন্মের কথা মনে আছে বলে মনে আছে এমন ধারণা; গতজন্মের ঘটনাসমূহ স্মরণ আছে এমন।
জাতে ওঠা/তোলা১ সমাজে পাঙ্‌ক্তেয় বলে বিবেচিত হওয়া
জাতে ওঠা/তোলা২ মর্যাদাবৃদ্ধির ফলে উচ্চ অভিজাত সমাজে স্থান পাওয়া/দেওয়া
জাতে ঠেলা সমাজচ্যুত করা; স্বজাতির নিকট হেয় প্রতিপন্ন করা
জাত্যভিমান উচ্চবংশের অহঙ্কার; সমার্থক বাগধারা- কুল/বংশগৌরব
জাদু করা মোহাবিষ্ট করা (সে আমায় যাদু করেছে); সমার্থক বাগধারা- গুণ করা
জানকবুল প্রাণপণ চেষ্টা; প্রাণ দিতেও প্রস্তুত এমন (ইজ্জত রাখার জন্য জান কবুল।)
জানকয়লা/খারাপ প্রচণ্ড ক্লেশে জীবন বিপর্যস্ত
জানাজানি১ সহচর শব্দ; পরস্পরের কাছ থেকে পরস্পরের জানা
জানাজানি২ বহুলোকের জানা বা অবগতি; সবার মাঝে রাষ্ট্র (গোপন কথাটা জানাজানি হয়ে গেল।)
জানবাড়ী কল্পিত ভবিষ্যৎবক্তার আবাস
জানান দেওয়া১ অবগত করানো; আগের থেকে জানিয়ে রাখা; আভাসে ইঙ্গিত করা; খবর দেওয়া; সতর্ক করা (কাঁচা চুল পাকিয়ে যম সমন পাঠায়।)
জানান দেওয়া২ নিজের অস্তিত্ব জাহির করা
জানাশুনা/ জানাশোনা১ সহচর শব্দ;অভিজ্ঞতা সঞ্চয়
জানাশুনা/ জানাশোনা২ আলাপ পরিচয়; সমতুল্য সহচর শব্দ- চেনাশুনা; দেখাশুনা; পড়াশুনা ইত্যাদি
জানাশুনা/ জানাশোনা৩ পরিচয় জানা আছে এমন; পরিচিত; আগের থেকে পরিচিত (জানাশোনা পথে পা বাড়ানো উচিত।)
জানেমন জীবনসাথী; প্রিয়তমা; প্রেয়সী নারী; বধুর প্রতি প্রিয় সম্ভাষণ; সমার্থক বাগধারা- বিবিজান
জানোয়ার অসভ্য, বর্বর, মনুষ্যত্বহীন ব্যক্তি- গালিবিশেষ (তোমার মত জানোয়ার জীবনে দুটি দেখি।); সমার্থক বাগধারা- জঙলী
জান্নাতবাসী পরলোকগত
জান্নাতুল ফিরদৌস সর্বোচ্চ স্বর্গ
জাবর কাটা১ অতীত স্মৃতি স্মরণ করা (এখন অবসর সময়ে অতীতস্মৃতির জাবর কাটি।)
জাবর কাটা২ একই বিষয়ের বা বক্তব্যের পুনঃপুন উত্থাপন বা আলোচনা করা; বিরক্তিকরভাবে একই কথা বারবার বলা; সমার্থক বাগধারা- চর্বিতচর্বণ করা
জামাই-আদর প্রচুর আদরযত্ন; উৎকৃষ্ট ও ভুরিভোজনে সমাদর (দল পরিবর্তনে আয়ারাম গয়ারামেরা জামাই আদর পান।)
জামাকাপড়১ প্রায় সমার্থক প্রতিশব্দ; একপ্রস্থ পোষাক (সঙ্গে জামাকাপড় নিও।)
জামাকাপড়২ পরিধানের বস্ত্রসমূহ (বেশি ধোয়াধুয়ি করলে জামাকাপড় নষ্ট হয়।); সমার্থক বাগধারা- কাপড়জামা; পোষাক পরিচ্ছদ
জামাজোড়া১ জামা ও তার উপর শালের জোড়া
জামাজোড়া২ জাঁকজমকপূর্ণ/কেতাদুরস্ত পোশাক
জামের খোসা ফেলে খাওয়া খুঁতখুঁতানি
জায়-বেজায় ন্যায়-অন্যায়; ভালমন্দ; বক্তব্য-অবক্তব্য; বলা যায় ও বলা যায় না এমন; যা-খুশি-তাই; যাচ্ছেতাই (জায়বেজায় গালি-গালাজ)
জায়গাজমি একার্থক প্রতিশব্দ; ভূসম্পত্তি (আমার জায়গাজমি কিছু নেই।)
জায়ানুজীবী/জায়াজীবী স্ত্রীর রোজগারে বসে খায় এমন ব্যক্তি
জারিজুরি সহচরশব্দ; উচ্চবাচ্য; কূটবুদ্ধির প্রয়োগ; জাঁক; তেজ; দম্ভ; প্রতাপ; প্রভাব; প্রতিপত্তি; বড়াই; বাহাদুরি; শক্তি ইত্যাদি (তোমার জারিজুরি আর খাটবে না।); সমার্থক বাগধারা- ট্যাঁ ফোঁ
জাল১ বন্ধন (মায়াজাল)
জাল২ ঝামেলা; ফাঁদ (অযথা জালে জড়িও না; জাল বিস্তার)
জাল গুটানো১ কর্মক্ষেত্রের পরিধি সঙ্কুচিত করা
জাল গুটানো২ কর্মক্ষেত্র থেকে প্রস্থান করা; ব্যর্থ হয়ে ফিরে আসা
জাল ছেঁড়া বিপদ থেকে উদ্ধার পাওয়া
জালছেঁড়া মাছ১ দুর্ধর্ষ লোক; সমার্থক বাগধারা-পোলো ভাঙামাছ
জালছেঁড়া মাছ২ বিপদ থেকে পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি
জাল দিয়ে বাতাস ধরা অসম্ভব কাজ; খোশগল্প; সমতুল্য- ছায়ার পিছনে ছুটে ছায়া ধরা
জাল পাতা/ জাল বিস্তার করা১ ফাঁদ পাতা (দুস্কৃতি ধরতে পুলিশ জাল পেতেছে।)
জাল পাতা/ জাল বিস্তার করা২ ষড়যন্ত্র করা
জালি কূটকচালে; প্রতারক; বাজেলোক (দলে জালিলোক ঢুকেছে।)
জালিবোট জাহাজের সঙ্গে বাঁধা ছোট নৌকা
জালিয়াত১ অন্যের অবিকল নকলকারী
জালিয়াত২ ধড়িবাজ; ধোঁকাবাজ; প্রতারক; প্রবঞ্চক; শট ('জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াত খেলছে জুয়া'-নজরুল)
জালিম জুলুমকারী; নিষ্ঠুর প্রকৃতির লোক
জালে জড়ানো ফ্যাসাদে/ঝঞ্ঝাট-ঝামেলায় জড়িয়ে পড়া
জাশু/জাসু/জাসুদ/জাসুস১ অগ্রগণ্য; ঘাগি; চতুর; ঝানু; ধূর্ত; ধড়িবাজ; প্রধান ('তুই ব্যাটা সিঁদেলের জাসু'- গোপাল উড়ে-পালাকার)
জাশু/জাসু/জাসুদ/জাসুস২ গোয়েন্দা; গুপ্তচর
জাহাঁবাজ/জাঁহাবাজ১ সু-অর্থে- দুর্দান্ত, বহুদর্শী, সর্বজ্ঞ
জাহাঁবাজ/জাঁহাবাজ২ কু-অর্থে- কুটবুদ্ধিসম্পন্ন; দজ্জাল; ধড়িবাজ ইত্যাদি (মহা জাঁহাবাজ লোক); বাংলায় কু-অর্থেই শব্দটি ব্যবহৃত হয়।
জাহাজ বিশাল আধার (বিদ্যের জাহাজ)
জাহাজের কাছে জালিবোট/জেলেডিঙি বড়র সঙ্গে ছোটর তুলনা; সমতুল্য- চাঁদের কাছে জোনাকি
জাহাজের পাছে নোঙ্গর/ জাহাজের সঙ্গে জালিবোট/জেলেডিঙি অপরিহার্য নিত্যসঙ্গী
জাহান্নামে দেওয়া নষ্ট করা; সর্বনাশ করা
জাহান্নমে যাওয়া অধঃপাতে/উচ্ছন্নে যাওয়া; দুশ্চরিত্র হওয়া -গালিবিশেষ; সমার্থক বাগধারা- গোল্লায় যাওয়া
জাহির প্রচার; প্রদর্শন (বেশি বিদ্যা জাহির করতে হবে না।)
জাহিল অজ্ঞ অশিক্ষিত ব্যক্তি; নির্বোধ
জিকর উপদেশ; উল্লেখ/বর্ণনা/স্মরণ ইত্যাদি
জিকির/জিকীর/জিগির/জিগীর১ আল্লার নাম স্মরণ (গাজী মাদার হাঁকছে জিকীর- জসীমউদ্‌দীন)।
জিকির/জিকীর/জিগির/জিগীর২ উচ্চধ্বনি; জোর আওয়াজ
জিকির/জিকীর/জিগির/জিগীর২ একই কথার বারবার উচ্চারণ (জিগির তোলা)
জিগর১ কলিজা; হৃৎপিণ্ড; প্রাণ; হৃদয় (তৈয়ার হয় হর্দ্দম ভাই ফাড়তে জিগর শত্রুদের- নজরুল)।
জিগর২ বুকের পাটা; সাহস
জিগরপস্তানী হৃদয়বিদারক ('এ কোন জিগর পস্তানী সুর'- নজরুল)
জিগরি দোস্ত অন্তরঙ্গ/ঘনিষ্ট/প্রাণের।সেরা বন্ধু
জিগির তোলা বিশেষ জোর দিয়ে বলা; দাবীর স্বপক্ষে জোরে আওয়াজ তোলা; শোরগোল করা; স্লোগান দেওয়া
জিতাক্ষর দুর্বোধ্য হস্তাক্ষর পাঠে দক্ষব্যক্তি
জিব/জিভ কাটা অপ্রতিভ হওয়া; দাঁত দিয়ে জিভ চেপে ধরে লজ্জা প্রকাশ করা (মাকালী শিবের বুকে দাঁড়িয়ে লজ্জায় জিভ কেটে ছিলেন।)
জিভ বন্ধ রাখা সব দেখেশুনে কিছু না বলা; সমার্থক বাগধারা- জিভ সেলাই করা
জিভ বার করা ভেংচি কাটা
জিভ বার হওয়া প্রাণান্তকর পরিশ্রমে ক্লান্ত হওয়া
জিভ সেলাই করা নিশ্চুপ থাকা (সব দেখছি, কিন্তু জিভ সেলাই করে বসে আছি।); সমার্থক বাগধারা- জিভ বন্ধ রাখা; ঠোঁট বন্ধ রাখা
জিভ সেলাই করে দেওয়া কিছু না বলার জন্য ভয় দেখানো
জিভে গজা জিভের আকৃতিবিশিষ্ট গজা (মিষ্টি খাবার)
জিভে জল আসা প্রলুব্ধ হওয়া
জিভে দাঁতে সম্বন্ধ অবন্ধুত্বপূর্ণ সম্বন্ধ; ভালমন্দের সম্পর্ক; দাঁতের অসুখে জিভ পাশে যায়, অথচ সুযোগ পেলেই দাঁত জিভকে কামড়ায়
জিমখানা খেলাধুলা ও ঘোড়দৌড়ের সুবিধাযুক্ত স্থান
জিলিপির পাক/প্যাঁচ অসরলভাব; কুচক্র; কুটিলতা; দুষ্টুবুদ্ধি; পেঁচোয়া মন (তোর পেটে পেটে এত যে জিলাপির পাক আছে তা আগে জানা ছিল না।)
জিহ্বাকণ্ডুয়ন ঝগড়া করার জন্য চুলকানি
জীবদ্দশা আয়ুষ্কাল (জীবদ্দশাতেই তিনি যশস্বী হয়েছিলেন।)
জীবনমরণ সমস্যা বেঁচে থাকা বা না-থাকা নির্ভর করে এমন কঠিন সমস্যা (জল পাওয়াটা এখন জীবনমরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে।)
জীবন্মৃত বেঁচে থেকেও মৃতপ্রায়, নির্জীব
জীবিকার্জন জীবনযাত্রার জন্য অর্থোপার্জন
জীয়নকাঠি বেঁচে থাকার প্রেরণা
জীয়ন্তমাছে/জীয়ন্তে পোকা পড়া/পড়ানো১ অসম্ভবকে সম্ভব করা; হয়কে নয় করা; দিনকে রাত করা
জীয়ন্তমাছে/জীয়ন্তে পোকা পড়া/পড়ানো২ মিথ্যা অপবাদ দিয়ে সুচরিত্রে কালিমা লেপন করা
জীয়ন্তে মরা দুঃখকষ্টে জীবন্মৃত; জীবিত থেকেও মৃতবৎ
জুজুবুড়ি কল্পিত ভয়োৎপাদক পিশাচীর মূর্তি; সমার্থক বাগশারা- জোটেবুড়ি
জুজুর ভয় কাল্পনিক বিপদ সম্বন্ধে অত্যন্ত ভীতি
জুতসই উপযুক্ত; ঠিকঠাক; সুবিধাজনক (খাওয়াটা জুতসই হ'ল না।); সমার্থক বাগধারা- লাগসই
জুতা খাওয়া/মারা অপমানিত হওয়া/আপমান করা
জুতা মেরে গরু দান প্রথমে অপমান করে পরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা; সমার্থক বাগধারা- চড় মেরে গড়
জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সংসারের ছোটবড় ভালোমন্দ সবরকম কাজ
জুয়াচোর/ জুয়াচুরী ধোঁকাবাজ; প্রবঞ্চক; শঠ; ধোঁকাবাজী; প্রবঞ্চনা
জুলজুল১ মিটমিট বা অল্প উজ্জ্বলতার ভাবপ্রকাশক দ্বিত্বশব্দ (জুলজুল চোখ করে তাকিয়ে আছে।)
জুলজুল২ আশা, আনন্দ বা লোভে চকচকেভাবযুক্ত দ্বিত্বশব্দ (জুলজুল চোখে তাকাচ্ছে)
জেগে থাকা সজাগ/সতর্ক/সাবধান থাকা
জেগে স্বপ্ন দেখা অবাস্তব আশা/সুখকল্পনা করা; সমার্থক বাগধারা- জাগরস্বপ্ন
জেঠা/জ্যাঠা অকালপক্ক; ফাজিল; বাচাল (আজকালকার ছেলেরা ছেলেবেলাতেই জ্যাঠার শিরোমণি।)
জেঠামি/জেঠামো/জ্যাঠামি/জেঠামো১ অকালপক্কতা; ইঁচড়েপাকা শিশুরমত আচরণ; পাকামি, প্রগল্ভতা, ফাজলামো, বাচালতা ইত্যাদি(মেয়েদের জ্যাঠামি বড় দৃষ্টিকটু লাগে।)
জেঠামি/জেঠামো/জ্যাঠামি/জেঠামো২ মুরব্বির চাল; মাতব্বরি
জেনেশুনে সচেতনভাবে; সব বুঝে (জেনেশুনে বিষ করেছি পান'-রবীন্দ্রনাথ); সমার্থক বাগশারা- বুঝেশুনে
জেরটানা পূর্বে কৃতকর্মের ফল ভোগ করা
জেরবার দেহ ও মনে পরিশ্রান্ত; নানা দুর্বিপাকে নাকাল; বিপর্যস্ত; হীনবল (কাজের চাপে জেরবার হচ্ছি।)
জেহাদ কোনো সৎ উদ্দেশ্যে প্রতিবাদ; ধর্মরক্ষার জন্য অধর্মযুদ্ধ; সত্য ও ন্যায়প্রতিষ্ঠার লড়াই
জৈসা কা তৈসা যে যেমন তার তেমন
জোঁকের মুখে চূন/নূন১ আস্ফালনকারী বা উদ্ধত ব্যক্তিকে চুপ করতে পারে এমন উচিত কথা
জোঁকের মুখে চূন/নূন২ দুষ্টলোকের উপযুক্ত শাস্তি
জো উপায়; পথ; সুযোগ (অস্বীকার করার কোন জো নেই; পালাবার কোন জো নেই।)
জোগাড়যন্ত্র সহচর শব্দ; আয়োজন; পরিপাটি করে উপকরণ সংগ্রহ ও কাজ সম্পাদনের ব্যবস্থা
জোট পাকানো ষড়যন্ত্র করা
জোট বাঁধা সঙ্ঘবদ্ধ হওয়া
জোটেবুড়ি মাথার চুল জট পাকিয়ে গেছে এমন অতি বৃদ্ধা; শিশুদের ভয়োৎপাদক কল্পিত পিশাচীমূর্তি
জোড়কলম বড়গাছের ডালের সাথে চারাগাছ জুড়ে গজানো কলমের গাছ
জোড়াতাড়া সহচরশব্দ; কোনরকমে কাজ চালানোর ব্যবস্থা; ঠেকনা দিয়ে কোনো প্রকারে কার্যোপযোগী করণের চেষ্টা; সমার্থক বাগধারা- গোঁজামিল; জোড়াতালি
জোড়াতালি১ কষ্টেসৃষ্টে কাজ চালাবার মতো বা এখান ওখান থেকে জুটিয়ে চালানো (জোড়াতালির সংসার)
জোড়াতালি২ ছিন্নস্থান সেলাই; ছিদ্রস্থানে তালি মারা; সেলাই করে জোড়া লাগানো এবং প্রয়োজনে তালি দেওয়ার কাজ; সমার্থক বাগধারা- তাপ্পি মারা
জোড়াতালি৩ গোঁজামিল (জোড়াতালির কাজ ভাল হয় না।)
জোড়া/জোড়ের পায়রা অন্তরঙ্গ বন্ধুদ্বয়; সব সময়ের সঙ্গী; সমার্থক বাগধারা- কানাই-বলাই, জগাই-মাধাই, হরিহর আত্মা ইত্যাদি
জোড়ে যাওয়া বিবাহের পর বর-বধূ যুগলের প্রথম শ্বশুরবাড়ি যাওয়া
জোমাগোদা অতিস্থুলদেহ
জোরকদম দ্রুতগতি
জোরকলম শক্তিশালী লেখা
জোরগলায়১ উচ্চৈঃস্বরে সকলকে শুনিয়ে
জোরগলায়২ নির্ভয়ে; প্রবলভাবে; বলিষ্ঠভাবে
জোরজবর/জোরজবরদস্তি/জোরজারি/জোরজুলুম অত্যাচার; উৎপীড়ন; বলপ্রকাশ; বলপ্রয়োগ (জোরজবরদস্তীতে সুফল হয় না।)
জোরতলব অবিলম্বে হাজির হবার কড়া হুকুম বা ডাক
জোর যার মুল্লুক তার যার শক্তি আছে সেই সববিষয়ের অধিকারী হয়; সমার্থক বাগধারা- জিস্‌কী লাঠি উস্‌কী ভৈঁস (হিন্দি); জিস্‌দা তেগ উস্‌দা দেগ (পাঞ্জাবী); যার লাঠি তার মাটি;
জোরাজুরি সহচরশব্দ; নির্বন্ধাতিশয্য; পিড়াপিড়ি (জোরাজুরি করে কোন লাভ হবে না।)
জোলা নির্বোধ; বেত্তকুফ (জোলা কোথাকার)
জোলো১ পানসে (জোলো স্বাদ)
জোলো২ অন্তসারশূন্য (জোলো বক্তৃতা)
জোশ উৎসাহ; উদ্দীপনা (তোমার কথায় ও জোশ পেয়েছে)
জো-হুকুম যে আজ্ঞা; তোষামোদকারী
জো-হুকুমের দল আজ্ঞাবহ/চামচা/স্তাবকের দল
জ্ঞানগম্যি কাণ্ডজ্ঞান; বুদ্ধিশুদ্ধি; সাধারণজ্ঞান (বয়স তো অনেক হ'ল, জ্ঞানগম্যি আর কবে হবে?)
জ্ঞানচক্ষু অন্তর্দৃষ্টি (জ্ঞানচক্ষু উন্মিলিত হলে জানবে সব মায়া, মোহ, মিথ্যা)
জ্ঞানদা/জ্ঞানদাতা ব্যঙ্গার্থে- কথায় কথায় যিনি অযাচিত উপদেশ দেন
জ্ঞান দেওয়া ব্যঙ্গার্থে- কথায় কথায় যিনি অযাচিত উপদেশ দেন
জ্ঞান দেওয়া অবাঞ্ছিত অশোভন উপদেশ দেওয়া (এখানে তোমাকে কেউ জ্ঞান দিতে ডাকেনি।)
জ্ঞানপাপী জেনেশুনে যে মিথ্যা কথা বলে; পাপ ও তার পরিণাম জেনেও যে পাপকাজ করে।)
জ্ঞানবৃদ্ধ প্রচুর জ্ঞানসম্পন্নব্যক্তি
জ্ঞানশূন্য অজ্ঞান; মূঢ়ব্যক্তি
জ্যালজ্যালে১ নিস্প্রভ (জ্যালজ্যালে রঙ)
জ্যালজ্যালে২ ছিদ্রযুক্ত (জ্যালজ্যালে কাপড়)
জ্যাঠা অকালপক্ক; ফাজিল (জ্যাঠা ছেলে)
জ্বরজারি/জ্বালা সহচরশব্দ; জ্বর এবং আনুসঙ্গিক উপসর্গ (জ্বরজারিতে কাবু হয়ে পড়েছি।)
জ্বলজ্বল করা উজ্জ্বল ও স্পষ্টভাবব্যঞ্জক দ্বিত্বশব্দ (পূব আকাশে শুকতারাটা জ্বলজ্বল করছে)
জ্বলদর্চি রেখা বিদ্যুৎ
জ্বলদর্চি শিখা জ্বলন্ত অগ্নিশিখা
জ্বলন্ত অক্ষর জ্যোতির্ময় লেখা (স্বাধীনতার ইতিহাস জ্বলন্ত অক্ষরে লেখা আছে।)
জ্বলন্ত আগুনে ঘি ঢালা/দেওয়া/পড়া উত্তেজনা বর্ধিত করা; ক্রোধ উসকানো
জ্বলন্ত উদাহরণ/নিদর্শন/প্রমাণ১ অতিস্পষ্ট, আগুনের মত স্বয়ংপ্রকাশ
জ্বলন্ত উদাহরণ/নিদর্শন/প্রমাণ২ একেবারে প্রত্যক্ষ প্রমাণ; জাজ্জ্বল্যমান দৃষ্টান্ত (চুরির জলন্ত নিদর্শন আছে।)
জ্বলন্ত ভাষা জ্বালাময়/তেজোময় ভাষা
জ্বলা১ বিরক্ত হওয়া
জ্বলা১ মানসিকভাবে বিধ্বস্ত হওয়া ('দহনজ্বালায় জ্বলেজ্বলে হৃদয় আমার হলো ছাই'-লঘুগীতি)
জ্বলেপুড়ে একার্থক দ্বিশব্দ; দগ্ধ হওয়া (অভাবের তাড়নায় জ্বলেপুড়ে খাক হচ্ছি।)
জ্বালা বিরক্তিকর বিষয় (আমার হয়েছে জ্বালা কইতেও পারি না সইতেও পারি না।)
জ্বালানি কয়লা, কাঠ, ঘুঁটে ইত্যাদি দাহ্যবস্তু
জ্বালানী তক্তবিরক্ত করে এমন নারী
জ্বালানে১ যে ঘরে আগুন লাগায় ('ঘর জ্বালানে পর ভুলানে')
জ্বালানে২ যে তক্তবিরক্ত করে, যন্ত্রণাদাতা (হাড় জ্বালানে ছেলে)
জ্বালানো তক্তবিরক্ত করা (সকলকে আর জ্বালিও না।)
জ্বালাযন্ত্রণা প্রায় একার্থক যুগ্মশব্দ; দাহ (সংসারের জ্বালাযন্ত্রণা)

সম্পাদনা

বাগধারা অর্থ
ঝকঝক/ঝকমক চাকচিক্য বা ঔজ্জ্বল্যের ভাব প্রকাশক দ্বিত্বশব্দ (যাই ঝকঝক করে তাই সোনা নয়)
ঝকঝকানি/ঝকমকানি দীপ্তি; রোশনাই (গহনাগাঁটির ঝকমকানি)
ঝকঝকি/ ঝকামকি অকারণ কলহ
ঝকঝকে তকতকে তৈজসের মত উজ্জ্বল এবং জলের মত স্বচ্ছ; পরিস্কার পরিচ্ছন্ন
ঝক মারা১ কাজে ব্যর্থ হওয়া
ঝক মারা২ দোষত্রুটি স্বীকার করা (ঝক মারবে আবার সেই কাজ করবে।)
ঝক মারা৩ বোকামি করা, মুর্খের মত কাজ করা
ঝকমারি অনুশোচনায়- ত্রুটি, দোষ, ভুল; নির্বুদ্ধিতা, বোকামি, মূর্খতা (তোমার উপকার করতে যাওয়াই আমার ঝকমারি হয়েছে।)
ঝকমারির মাশুল ভুলের দণ্ড; সমার্থক বাগধারা- আক্কেলসেলামী
ঝক্কিঝামেলা অশান্তি, উপদ্রব, কষ্ট,ঝুঁকি, ঝঞ্ঝাটপূর্ণ দায়িত্ব (ঝক্কি সামলানো বড় দায়।); সমার্থক বাগধারা- ঝড়ঝাপটা
ঝগড়াঝাঁটি সহচর শব্দ; অপ্রীতিকর বাদানুবাদ; নিজেদের মধ্যে হওয়া ক্ষুদ্র কলহ; তর্কাতর্কি (কোন ঝগড়াঝাঁটিতে জড়াবে না।); সমার্থক বাগধারা- বাকবিতণ্ডা, বাদবিসম্বাদ ইত্যাদি
ঝটপট/ঝটাপট খুব তাড়াতাড়ি; অতিদ্রুত (ঝটাপট কাজ সারো।); সমার্থক বাগধারা- চটপট; চটাচট
ঝটাপটি পরস্পর জাপটাজাপটি করে ঝগড়া; হাতাহাতি (বাচ্চাগুলি কাদায় ঝটাপটি করছে।)
ঝড়ঝাপটা প্রায় সমার্থক দ্বিত্বশব্দ; বিপদের তাড়না (জীবনে অনেক ঝড়ঝাপটা সয়েছি।); সমার্থক বাগধারা- ঝক্কিঝামেলা; বিপদ-আপদ; দুঃখকষ্ট; বাধাবিপত্তি
ঝড়তিপড়তি সহচরশব্দ; উপেক্ষণীয় ক্ষতির ভাগ; ছোটখাটো অবশিষ্টাংশ; নাড়াচাড়ায় মালের যে অংশ নষ্ট হয়; যৎসামান্য (আমার ভাগে ছিল কিছু ঝড়তিপড়তি।)
ঝড় বয়ে যাওয়া ঝড়ের মত বকে বা বলে যাওয়া
ঝড়ো কাক উদভ্রান্ত/বিপদগ্রস্ত/বিপর্যস্ত ব্যক্তি
ঝপাঝপ খুব তাড়াতাড়ি (সবাই ঝপাঝপ স্নান কর।); সমার্থক বাগধারা- ঝটপট
ঝরঝর অবিরল ধারায় পতন (ঝরঝর বরিষে বারিধারা-রবীন্দ্রনাথ ঠাকুর)
ঝরঝরে১ তাজা; হালকা (আজ শরীরটা বেশ ঝরঝরে লাগছে।)
ঝরঝরে২ পরিষ্কার; পরিচ্ছন্ন (ঝরঝরে হাতের লেখা)
ঝরঝরে৩ গোটাগোটা ও শক্ত (ঝরঝরে ভাত)
ঝরঝরে৪ জীর্ণ; ঝাঁঝরা; ভাঙাচোরা (ঝরঝরে গাড়ী)
ঝরঝরে৫ বিদ্রুপার্থে- উন্নতির উপায় নেই; নষ্ট (পরকাল ঝরঝরে।)
ঝরাপাতা শুস্ক জীর্ণশীর্ণ লোক; অপাংক্তেয়, বাতিলের দলে ('ঝরাপাতাগো আমি তোমারি দলে'-রবীন্দ্রনাথ)
ঝলক সেই দৃশ্য যা খুব অল্প সময়ের জন্য চোখের সামনে থাকে (লোকজন মহাত্মা গান্ধীকে একঝলক দেখার জন্য আগ্রহী ছিল।)
ঝলকানি অগ্নিশিখার আকস্মিক ছটা; প্রখর আলোর আকস্মিক স্ফুরণ (হঠাৎ আলোর ঝলকানিতে ঝলমল করে চিত্ত- রবীন্দ্রনাথ)
ঝলসাকানা সুর্যের দিকে চেয়ে যার আর্ধেক চোখ গেছে
ঝাঁ করে অবিলম্বে; একদৌড়ে; ঝট করে; ঝাঁ বলতে যতক্ষণ সময় লাগে তার মধ্যে (ঝাঁ করে খবরটা নিয়ে আয় তো।)
ঝাঁক বাঁধা দল পাকানো
ঝাঁকি দর্শন১ অল্পসময়ের জন্য দেখা (জগন্নাথদেবের ঝাঁকিদর্শন)
ঝাঁকি দর্শন২ লুকিয়ে দেখা
ঝাঁকের কই একদলভুক্ত; সমগোত্রীয় (ঝাঁকের কই ঝাঁকে ফিরে এসেছে।); সমার্থক বাগধারা- একগোয়ালের গরু; একগাঙের চিল; একবনের শিয়াল ইত্যাদি
ঝাঁঝরাচোখ যে চোখে অল্পেই জল আসে (ঝাঁঝরাচোখে আমাকে ফাঁকি দিতে পারবে না।)
ঝাঁ ঝাঁ১ অতিদ্রুত্তার ভাব (ঝাঁ ঝাঁ করে কাজ সারো।)
ঝাঁ ঝাঁ২ জ্বালাবোধের ভাব (মাথা টা ঝাঁ ঝাঁ করছে।)
ঝাঁ ঝাঁ২ তীব্রতার ভাব (রোদ টা ঝাঁ ঝাঁ করছে।)
ঝাঁটাখেকো ঝাঁটার বাড়ি খেতে অভ্যস্ত, হীনব্যক্তি- গ্রাম্য মেয়েলী গালিবিশেষ
ঝাঁপ খোলা/বন্ধ দোকান খোলা/বন্ধ
ঝাড় দেওয়া তিরস্কার কয়ড়া; বকুনি দেওয়া (এমন ঝাড় দেব না মনে থাকবে।)
ঝাড়পোঁছ/ ঝাড়াপোঁছা প্রায় সমার্থক যুগ্মশব্দ; ঘরদোর পরিষ্কার করা (ঘরটা ঝাড়পোঁছ করতে হবে।)
ঝাড়ফুঁক রোগ সারাতে মন্ত্র পড়ে গায়ে ফুঁ দেওয়ার সংস্কার
ঝাড়াই-বাছাই ভাল্ভাবে পরিষ্কারকরণ ও নির্বাচন
ঝাড়েবংশে/ ঝাড়েমূলে একেবারে নির্মূল করে; নির্বংশ বা নিশ্চিহ্ন করে; সম্পূর্ণভাবে (শত্রুকে ঝাড়েবংশে শেষ করে দিতে হবে।)
ঝাড়ের দোষ আকর বা বংশের দোষ
ঝাড়ের বাঁশ সমপ্রকৃতির লোক (ঝাড়ের বাঁশ পড়ে না- প্রবাদ)
ঝাল আক্রোশ, ক্রোধ, জ্বালা (ঝাল ঝাড়া)
ঝাল খাওয়া (পরের মুখে) নিজে না জেনে পরের কথা নির্বিচারে মেনে নেওয়া (পরের মুখে ঝাল খাওয়া ঠিক নয়।)
ঝাল ঝাড়া/মেটানো কড়াকড়া কথা বলে মনের আক্রোশ মেটানো; কটুক্তি করে পুঞ্জিত ক্রোধ উপশম করা (খুব কড়াকড়া কথা বলে মনের ঝাল মিটিয়েছি।)
ঝালানো মকশো করা; নতুন করে প্রয়োগ করা (পুরানো পরিচয় ঝালানো)
ঝালাপালা সহচরশব্দ; কানে তালা লাগে বা কানকে পীড়া দেয় এমন তীব্র শব্দ (ডিজের গানে কান ঝালাপালা হচ্ছে।)
ঝালে, ঝোলে, অম্বলে / ঝোলে ঝালে অম্বলে সব ব্যাপারে বা সব যায়গায় (অত ঝালে ঝোলে অম্বলে থাকার কি প্রয়োজন?); সমার্থক বাগধারা- সর্বঘটে কাঁঠালী কলা'
ঝালে ঝোলে এক করা যাদের আলাদা থাকা উচিৎ তাদের ভুল করে এক করা
ঝালের ঝোল নিরামিষ ঝোল
ঝিঁকে মারা হেঁচকে হেঁচকে চলা
ঝিকে মেরে বৌকে বোঝানো/শিখানো আভাসে শিক্ষা দেওয়া; পরের উপর রাগ করে আপনজনকে শাস্তি দিয়ে মনের ভাব প্রকাশ করা
ঝিকুর (ঘিলু) নড়া পাগল হওয়া; মাথা খারাপ হওয়া (তাকে বলে বলে ঝিকুর নড়ে গেল তবু সে কাজটা করলো না।)
ঝিঙে ফুল ফোটা আয়ু শেষ
ঝিনুক দিয়ে পুকুরসেচা১ অল্প পরিশ্রমে বিরাট কাজ; অসম্ভব কাজ; অসাধ্যসাধন; উচ্চাশা; সমার্থক বাগধারা- কলার ভেলায় সাগরপার; খড়মপায়ে গঙ্গাপার; নরুণে তালগাছ কাটা; মুড়া কোদালে দিঘি কাটা ইত্যাদি
ঝি-বউ, বৌ-ঝি কুলকন্যাগণ
ঝিরকুটে বেঁটে ও রোগা; বাড় নেই এমন (ঝিরকুটে চেহারা)
ঝুঁকি সামলানো দায়িত্ব ঠিকভাবে সম্পাদনা করা (কাজটা যে হাতে নিলে ঝুঁকি সামলাতে পারবে তো?)
ঝুঁকে পড়া আকৃষ্ট হওয়া; পক্ষপাতী হওয়া (কিছু বিরোধী সংসদ সরকারপক্ষে ঝুঁকে পড়েছে।)
ঝুটঝামেলা অবাঞ্ছিত/ফালতু ঝগড়া (আমি কোন ঝুটঝামেলায় জড়াই না।)
ঝুটমুট সহচরশব্দ; ঝুটের সহচর মুট; অকারণ; অনর্থক; মিছামিছি (ঝুটমুট ঝামেলা করা)
ঝুড়িঝুড়ি বহুবচনে দ্বিত্বশব্দ; ঝুড়িভর্তি; প্রচুর পরিমাণে (ঝুড়িঝুড়ি আম)
ঝুলাঝুলি/ঝুলোঝুলি সহচরশব্দ; অনুগ্রহ লাভের জন্য সনির্বন্ধ অনুরোধ; জেদাজেদি (ঝুলাঝুলি করে কোন লাভ হলো না।); সমার্থক বাগধারা- ধরাধরি; পীড়াপীড়ি
ঝুলি ঝাড়া১ ঝুলি উপুর করে ফেলা
ঝুলিঝাড়া২ অকিঞ্চিতকর; যৎসামান্য; ঝুলি উজাড় করে ঝাড়ার পর যা পড়ে থাকে
ঝুলি নেওয়া (কাঁধে) ভিক্ষা করতে বার হওয়া
ঝেঁটিয়ে বিদায় করা দূরদূর করে তাড়িয়ে দেওয়া (দলে যত আবর্জনা জমেছে তা ঝেঁটিয়ে বিদায় করতে হবে।)
ঝেড়ে কাপড় পড়ানো নাজেহাল করা
ঝেড়ে কাশা সব খুলে বলা; কোন কিছু গোপন না করে আসল উদ্দেশ্য ব্যক্ত করা
ঝেড়ে ফেলা দূর করা (ঝেড়ে ফেলো অলসতা)
ঝোপ বুঝে কোপ মারা অবস্থা বুঝে ব্যবস্থাগ্রহণ; সুযোগমতো আঘাত করা; সুযোগবুঝে কাজ করা (একটু অপেক্ষা করছি, ঝোপ বুঝে কোপ মারবো।)
ঝোল ঝোল ঈষৎ অর্থে দ্বিত্ব (তরকারীটা একটু ঝোল ঝোল রেখো।)
ঝোল টানা (নিজের কোলে) অপরকে বঞ্চিত করে নিজের আখের গুছানো; স্বার্থপরের মত আচরণ করা
ঝোলভাত খাওয়া অনেকদিন রোগভোগের পর পথ্য করা
ঝোলভাত খাওয়ানো১ দীর্ঘকাল ঘরে রোগের কামনা করে গালি
ঝোলভাত খাওয়ানো২ গুরুতর জখম করে বিছানায় ফেলে রাখার ভয় দেখানো
ঝোলে অম্বলে এক করা যাদের আলাদা থাকা উচিৎ তাদের এক করা অনুচিত
ঝোলে ঝালে অম্বলে সবব্যাপারে বা সবক্ষেত্রে (অত ঝালে ঝোলে অম্বলে থাকার দরকার কী? একটু নিজের মনে থাকাই তো ভালো।)
ঝোলের কদু/লাউ আত্মস্বার্থে সকলের মন যুগিয়ে চলা ব্যক্তি

সম্পাদনা

বাগধারা অর্থ
টইটম্বুর মুখ্য অর্থ- তুম্ববৎ স্ফীত; টই=ঘরের চালের মটকা এবং তুম্ব=লাউয়ের শুকনো খোল; আলং- কানায় কানায় পূর্ণ, পরিপূর্ণ (জল খেয়ে পেট টইটম্বুর; জলে পুকুর টইটম্বুর; রসে লিচুগুলি টইটম্বুর ইত্যাদি)
টং/টঙ১ অতি ক্রুদ্ধ (রেগে টং হয়ে আছে।)
টং/টঙ২ পায়রার উচ্চখোপ, সর্বোচ্চ স্থান (টংয়ে উঠে বসে আছে।)
টক করে নিমেষের মধ্যে (টক করে ওষুধটা খেয়ে ফেলো।)
টকটকে তীব্র উজ্জ্বলতার ভাব (টকটকে লাল রঙ)
টকাটক করে ক্রমাগত অতি দ্রূততার সাথে (টকাটক মুখে ফেলছে আর গিলছে।); সমার্থক বাগধারা- টপাটপ
টকো হাড় স্পষ্টবাদী
টক্কর খাওয়া ঠোকর/হোঁচট খাওয়া (পথ চলতে টক্কর খাওয়ার অর্থ জীবনে শিক্ষা লাভ করা।)
টক্কর দেওয়া১ পাল্লা দেওয়া, সমানে সমানে যুঝে যাওয়া (তাকে টক্কর দেওয়া তোমার দ্বারা সম্ভব নয়।); সমার্থক বাগধারা- টেক্কা দেওয়া
টক্করাটক্করি করা টক্কর দেওয়া, পরস্পর প্রতিদ্বন্দ্বিতা (দুইজনে খুব টক্করাটক্করি চলছে।)
টগবগিয়ে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে (টগবগিয়ে সে এগিয়ে চলেছে।)
টগরবোষ্টমী ঘর করে অথচ ঘরণী নয়; জাত-না-খোয়ানো বজ্জাত নারী
টগরা চটপটে, চালাকচতুর (বেশ টগরা ছেলে)
টগেটগে চলা সতর্কতার সাথে পা ফেলা
টঙ/টং১ অতি ক্রুদ্ধ, আস্ফালন (রেগে টঙ হয়ে আছে।)
টঙ/টং২ সর্বোচ্চ স্থান (টঙ্গে বসে আছে।)
টঙটঙ/টংটং করা লক্ষহীনভাবে নিরলস পদচারণা করা (কোথায় টঙটঙ করে ঘুরে বেড়াচ্ছো?); তুলনীয়- ট্যাঙ্‌ট্যাঙ, করা
টঙ্ক আস্ফালন, ক্রোধ (কেবল মুখেই যত টঙ্ক।)
টনক নড়া১ চৈতন্যোদয় হওয়া, বুঝে ওঠা; সজাগ হওয়া; হুঁশ হওয়া (এতক্ষণে তোমার টনক নড়ল?)
টনক নড়া২ হঠাৎ মনে পড়া
টনটনানি বেদনার ভাব (বাতের টনটনানি)
টনটনে১ কঠিন, কঠোর, নিষ্ঠুর (টনটনে কপাল)
টনটনে২ বিদ্রূপে- গভীর, তীক্ষ্ণ, পাকা, মজবুত (বেশ টনটনে জ্ঞান আছে।)
টনিক উদ্দীপক, বলকারক ওষুধ, মনে জোর বাড়ায় এমন বস্তু (টাকা টনিকের কাজ করে।)
টপ-টপ/টপাটপ ক্রমাগত ও অতি দ্রুত (টপ টপ করে খেয়ে নাও); সমার্থক বাগধারা- টকটক/টকাটক
টপ্পা মারা গলপগুজব করে সময় কাটানো
টরটরে১ দ্রুত চলার ভাব (টরটরে লাট্টু)
টরটরে২ দ্রুত বলার ভাব (টরটরে ছেলে)
টরটরে ছেলে কথাবার্তায় খুব চালাকচতুর, চটপটে, সপ্রতিভ
টলটল/টলবল/টলমল অস্থির, কম্পমান, বিক্ষিপ্ত (টলটল করে জল মৃদুমন্দ বায়।)
টলটলে পরিস্কার স্বচ্ছ (টলটলে জল)
টয়ে বাঁধা মুখ্য অর্থ- ছাতার অভাবে যে ব্যক্তি মাথায় কাপড় বেঁধে বেড়ায়; গৌণ অর্থ- অতি দরিদ্রব্যক্তি
টসটস১ ফোঁটাফোঁটা (টসটস করে চোখের জল ফেলছে।)
টসটস২ রসে পরিপূর্ণ (আমগুলি পেকে টসটস করছে।)
ট্যাঁ ফোঁ উচ্চবাচ্য; ভালোমন্দ কথন; সামান্য প্রতিবাদ
টাঁক করা প্রতীক্ষা করা (টাঁক করে আছি কখন ডাক পাবো।)
টাঁশটাঁশ কঠোর, কর্কশ (আগে না নোয়ালে বাঁশ পাকলে করে টাঁশটাঁশ- প্রবাদ)
টাঁশা/টাঁসা বিদ্রুপে- মারা যাওয়া (বুড়োটা টেঁশেছে)
টাইট দেওয়া জব্দ/ঢিট/শায়েস্তা করা (লোকটার বড় বাড় বেড়েছে, একটু টাইট করে দিতে হবে।)
টাইপ ধরন, প্রকার (বড় বদ টাইপের লোক।)
টাইম অবকাশ, সময় (একটুও নিঃশ্বাস ফেলার টাইম নেই।)
টাইম-বাঁধা নির্দিষ্ট সময় ধরে (টাইম-বাঁধা খাওয়াদাওয়া)
টাকা ওড়ানো দুহাতে টাকা খরচ করা; অপব্যয় করা
টাকা করা/কামানো উপার্জন/সঞ্চয় করা
টাকা খাওয়া ঘুষ নেওয়া (সুযোগ পেলে সবাই টাকা খায়।)
টাকা খাটানো অর্থ বিনিয়োগ করা
টাকা জমানো সঞ্চয় করা
টাকা মারা অর্থ আত্মসাৎ করা
টাকাওয়ালা/টাকার মানুষ অর্থশালী ব্যক্তি
টাকাকড়ি/পয়সা সমার্থক সহচরশব্দ; নগদ অর্থ, ধনদৌলত; সমার্থক বাগধারা- পয়সাকড়ি; মালকড়ি
টাকাটা সিকিটা খুব সামান্য পরিমাণ অর্থ; যৎসামান্য পয়সাকড়ি (টাকাটা সিকিটা যা পাই তাতেই চলে যায়।)
টাকার আণ্ডিল/কুমির বিপুল ধনের অধিকারী ব্যক্তি; প্রচুর অর্থের মালিক
টাকার গরম ধনগর্ব, বিত্তের অহঙ্কার
টাকার ভাঙানি বড় নোটের পরিবর্তে ছোট নোট
টাকার মানুষ ধনী, বিত্তশালী
টাকার মুখ দেখা অর্থলাভ করা; অর্থোপার্জনে সক্ষম হওয়া
টাকার শ্রাদ্ধ অপরিমিত অর্থের অপব্যয় (বিত্তবানের বিয়েবাড়ীর অনুষ্ঠানে টাকার শ্রাদ্ধ হয়।)
টাটানো (চোখ) ঈর্ষান্বিত হওয়া (অন্যের সুখে কারো কারো চোখ টাটায়।)
টান ওঠা হাঁপানি (টান উঠেছে।)
টান করা সোজা করা (চাদর টান কর।)
টান পড়া সরবরাহে অভাব হওয়া (বাজারে মাছের টান পড়েছে।)
টান মেরে ফেলা ছুঁড়ে ফেলা (সব টান মেরে ফেলে দেবো।)
টানটান১ দ্বিত্বে অহমিকাপূর্ণভাব (টানটান কথাবার্তা)
টানটান২ দ্বিত্বে আঁটসাঁটভাব, চড়া আকর্ষণ, শ্বাসরুদ্ধকর অবস্থা (নাটকে টানটান উত্তেজনা।)
টানা একঘণ্টা বিরামবিহীন সময়
টানাকাড়া অনবরত আসাযাওয়া ('বারবার আর এসে ধরায় টানাকাড়ায় ফল কী বল?')
টানা জাল একসঙ্গে বহু মাছ ধরার জন্য পুকুর ইত্যাদির মধ্যে দিয়ে টেনে নিয়ে যাওয়া বড় জাল
টানা/ টানাটানা চোখ দ্বিত্বে বিস্তৃতভাব; আয়তনেত্র
টানাটানা কথা দ্বিত্বে তির্যকভাব (তির্যক কথাবার্তা)
টানাটানা লেখা দ্বিত্বে বক্রভাব; বাঁকাহাতের লেখা
টানাটানি১ অভাব, অনটন ভাবার্থে সহচরশব্দ (টানাটানির সংসার); বিপরীত বাগধারা- ছড়াছড়ি
টানাটানি২ পরস্পরের আকর্ষণ (যমে মানুষে টানাটানি); তুলনীয় সহচর শব্দ- কানাকানি, জানাজানি; মানামানি; হানাহানি ইত্যাদি
টানাপোড়েন মুখ্য অর্থ- কাপড়ের লম্বা দিকের সূতা এবং আড়ের দিকের সূতা; আলং- বিরক্তিকর বারংবার আসা-যাওয়া (সংসারের টানাপোড়েনে দমবন্ধ হওয়ার অবস্থা।)
টানাবুনা টেনে বুনার ভাব; ব্যয়সঙ্কোচ (টানাবুনায় সংসার চলে।)
টানা মাল চোরাই করা জিনিস
টানা রাস্তা ঋজু দীর্ঘ, লম্বা, সোজা রাস্তা
টানাহেঁছা/হ্যাঁচড়া অনের অনিচ্ছায় বলপূর্বক আকর্ষণ ও ক্লেশ উৎপাদন; জোরাজুরি করা; জোর করে কাজ করানোর চেষ্টা (অকারণে পুলিশে টনা হেঁছা করছে।)
টায়টায়/টায়টোয়/টায়েটায়ে১ উদ্বৃত্তহীন; কাঁটায়কাঁটায়; ঠিকঠিক; না কম না বেশি; যতটা আবশ্যক ততটা ইত্যাদি ভবার্থে- দ্বিত্বশব্দ
টায়টায়/টায়টোয়/টায়েটায়ে২ কোনোরকমে; সমার্থক বাগধারা- কষ্টেসৃষ্টে; টেনে টুনে; মাথায় মাথায়; যোড়াতাড়া দিয়ে; তুলনীয় দ্বিত্ব- গায়গায়; পায়পায়; যায়যায় ইত্যাদি
টায়ে টায়ে মিলিয়ে দেওয়া যেমন তেমন করে গোঁজামিল দেওয়া
টাল খাওয়া একদিকে বেঁকে/হেলে চলার ভাব (টাল খেয়ে চলছে।)
টালাটালি সহচর শব্দ; নড়চড়; নাড়ানাড়ি (কথার টাআটালি চলছে।)
টালবাহানা১ আলসেমি, 'করছি করব' মনোভাব; দেরী, দীর্ঘসুত্রতা (টালবাহানা করে কাজের দেরী হল।); সমার্থক বাগধারা-অজুহাত, অগর-মগর, গড়িমসি, তা-না-না
টালবাহানা২ অনিচ্ছাজনিত এড়িয়ে যাওয়ার ভাব; ইতস্ততঃ করা; মিথ্যা ওজর দেখিয়ে ঘুরানো, ছলনা, প্রতারণা, বায়নাক্কা, ভণিতা
টালমাটাল প্রায় সমার্থক যুগ্মশব্দ; অস্থিরতা/চঞ্চলতার ভাব, নড়বড়ে, বিপর্যয়কর অবস্থা (ব্যবসায়ে এখন টালমাটাল অবস্থা চলছে।)
টাল সামলানো কোনমতে ধাক্কা সামলানো; বিপদমুক্ত হওয়া (এই যাত্রায় কোন মতে টাল সামলেছি।)
টালাটালি নাড়ানাড়ি; বারবার নড়চড় (বেশি কথা টালাটালি করা ভাল না।)
টিউশনি গৃহশিক্ষকতা করা (টিউশনি করে পেট চালাই।)
টিকটিক করা নিষেধ জানিয়ে বকাবকি করা ক্রমাগত মৃদু আপত্তি করা; (এত টিকটিক করলে লোকে বিরক্ত হবেই।); সমার্থক বাগধারা- খিটখিট
টিকটিক করা২ সবসময় খুঁত ধরা বা সব বিষয়ে দোষ অনুসন্ধান করা
টিকটিকি১ বিদ্রূপে- গুপ্ত পুলিশ, গোয়েন্দা, ডিটেকটিভ (পিছনে টিকটিকি লেগেছে।)
টিকটিকি২ অমঙ্গলসূচক টিকটিক শব্দ বা টিকটিকির ডাক; কোন শুভকাজে অগ্রসর না হওয়ার প্রতি ইঙ্গিত ('হাঁচি টিকটিকি বাধা, যে না মানে সে গাধা'-খনার বচন)।
টিকি মুখ্য- চুলের আগা বা ডগা, চুটকি; গৌণ- চেতনা, চৈতন্য (মাথা আছে টিকি নাই।)
টিকি দেখতে পাওয়া উপস্থিত আছে তার নিদর্শন পাওয়া; কদাচিৎ দেখতে পাওয়া (তোমায় হন্নে হয়ে খুঁজছি, অথচ কোথাও তোমার টিকি দেখতে পাচ্ছি না।)
টিকির দেখা নেই কৌতুকে- মোটেই দেখতে না পাওয়া, সম্পূর্ণ অদর্শন (হন্যে হয়ে খুঁজছি, অথচ তোমার টিকির দেখা নেই।)
টিকি-বাঁধা স্বার্থের কারণে আবদ্ধ (মালিকের কাছে আমার টিকি বাঁধা।)
টিকে থাকা১ বেঁচে থাকা (কোনভাবে খেয়ে পরে টিকে আছি।)
টিকে থাকা২ স্থায়ী থাকা
টিকে যাওয়া১ কোন কাজে স্থায়ী হওয়া
টিকে যাওয়া২ মৃত্যুর কবল থেকে রক্ষা পাওয়া
টিঙটিঙ/টিনটিন করে চলা কোনরকমে চলা; ধীরেধীরে চলা (টিঙটিঙ করে পথ চললে দেরী হয়ে যাবে।)
টিঙটিঙে/টিনটিনে অতিশয় কৃশ; কাঠির মতো রোগা (রোগা টিনটিনে ছেলে।)
টিপটিপ ভয় বা বেদনার জন্য মৃদুস্পন্দনভাব (ভয়ে বুক টিপ-টিপ করছে।)
টিপটিপ করে/ টিপিটিপি আস্তে আস্তে, ধীরে ধীরে (টিপি-টিপি বৃষ্টি পড়ছে।)
টিপ্পনী কাটা অন্যের কথার মধ্যে অনাবশ্যক মন্তব্য করা; কথাবার্তার মধ্যে বিদ্রুপাত্মক মন্তব্য করা; সকল বিষয়ে খুঁত ধরা (কথায় কথায় টিপ্পনী কাটে।); সমর্থক বাগধারা- পিড়িং মারা; ফোড়ন কাটা
টিফিন১ অপরাহ্নের বিরতি (টিফিন টাইমে তোমার সাথে দেখা করব)
টিফিন২ অপরাহ্নের জলযোগ (সঙ্গে টিফিন রাখবে।)
টিমটিম করা১ অতিকষ্টে অস্তিত্ব বজায় রাখা, শেষ অবস্থা (ব্যবসাটা টিমটিম করে চলছে।)
টিমটিম করা২ ক্ষীণভাবে জ্বলা (বাতিটা টিমটিম করছে); সমার্থক বাগধারা- মিটমিট করা
টুঁটি চাপা/টেপা মুখ্য- হত্যা করার চেষ্টা করা; গৌণ- কিছু বলতে না দেওয়া; বাকস্বাধীনতা হরণ করা (তুমি বল নাই, শুধু শ্বেতদ্বীপে জোগাইবে আলো রবি-শশী-দীপে, সাদা র'বে সবাকার টুঁটি টিপে'- নজরুল)
টুকটাক/টুকিটাকি অল্প, সামান্য, হালকা (টুকটাক জিনিসপত্র কেনা বাকি আছে।)
টুকটাক করে এদিক ওদিক করে, কষ্টেসৃষ্টে, কোনরকমে (টুকটাক করে সংসারটা চলছে।)
টুকটুক ঘোর লাল; সুন্দর লাল (ঠোঁটটা টুকটুক করছে।)
টুকটুকি অল্পবয়স্ক ছেলেমেয়ে, খোকা-খুকি
টুকিটাকি/টুকটাক অল্প অল্প, একটু-আধটু, যৎসামান্য, সামান্য অংশ (টুকিটাকি কিছু কাজ বাকি আছে।); সমার্থক বাগধারা- টুমটাম
টুকটুকে ফর্সা, রাঙা, সুন্দর (এবার একটি টুকটুকে বউ এনে ঘর আলো করো।)
টুকনি হাতে করা/দেওয়া ভিক্ষুকের দশাপ্রাপ্ত হওয়া/করা
টুগবুগুনি১ অনুকারশব্দ; আগুনের তাপে জল ফোটার শব্দ
টুগবুগুন২ মনের কথা ব্যক্ত করারা জন্য ব্যকুলতা
টু দেখানো ফাঁকি দেওয়া; বুড়ো আঙুল দেখানো (যমের দূতকে টু দেখিয়ে বেঁচে আছি।)
টুপভুজঙ্গ নেশায় চুর/বুঁদ; মদ খেয়ে তুরীয় ভাবসম্পন্ন (মদ খেয়ে টুপভুজঙ্গ হয়ে পড়ে আছে।)
টুপি পড়ানো (ইংঃ বাগঃ) অন্যায় কাজে রাজী করানো, বোকা বানানো; লোভ দেখিয়ে কাজ হাসিল করা (ওকে টুপি পড়ানো সহজ হবে না।)
টুপি খোলা (ইংঃ বাগঃ) কাউকে সম্মান জানানো (শ্রেষ্ট বিবেচিত হওয়ায় বন্ধুর কাছে টুপি খুললাম।)
টুমটাম১ অল্প/সামান্যকিছু; সমার্থক বাগধারা- অল্পস্বল্প, টুকটাক/টুকিটাকি
টুমটাম২ তুচ্ছ/নগণ্য জিনিস
টুমটাম করে অল্পব্যয়ে, সামান্যভাবে (টুমটাম করে অনুষ্ঠানটা সারছি।); সমার্থক বাগধারা- কোনোরকমে; এটাসেটা করে; টায়টোয়, টেনেটুনে, মেরেকেটে ইত্যাদি
টুলো পণ্ডিত মুখ্য অর্থ- টোলে শিক্ষাপ্রাপ্ত পণ্ডিত বা টোলে সংস্কৃত পড়ানো যে পণ্ডিতের কাজ বা পেশা; ব্যঙ্গে- কেবল পুঁথিগত বিদ্যায় অভিজ্ঞ পুঁথিগত বিদ্যাসাগর, যার শিক্ষা সেকেলে এবং ব্যাবহারিক জগতে অচল (টুলো পণ্ডিতির দিন শেষ।)
টু শব্দ না করা১ সাড়া না দেওয়া; চুপ করে থাকা
টু শব্দ না করা২ বিনা প্রতিবাদে সবকিছু মেনে নেওয়া (টু শব্দ না করে শুধু দেখে যাও।)
টুস্কির মাল টেকঁসই নয়; বাজে জিনিস, টুস্কি দিলেই ভেঙে যাবে, এমন ক্ষণভঙ্গুর (সস্তায় কেনা জিনিস টুস্কির মাল হয়।)
টেঁক/ট্যাঁক টাকা রাখার জায়গা (পকেটমার টেঁক কেটে পয়সা মারে।); সমার্থক বাগধারা- গাঁট
টেঁক/ট্যাঁক ভারী করা অতিরিক্ত পয়সা কামানো
টেকটেকে কর্কশ, রুক্ষ (টেকটেকে কথা)
টেঁকসই/টেকসই/টেকসহি ঠিক সয়ে যাবে; দীর্ঘস্থায়ী; পাকা; পোক্ত; মজবুত, দীর্ঘস্থায়ী (টেকসই লাঠি)
টেঁকা/টেকা/টিকা১ থাকা; অবস্থান করা
টেঁকা/টেকা/টিকা২ তিষ্ঠানো (মাইকের আওয়াজে টেকা দায় হয়ে পড়েছে।)
টেঁকা/টেকা/টিকা৩ স্থায়ী হওয়া (এ চাকরি কি টিকবে?)
টেঁকা/টেকা/টিকা৪ বেঁচে থাকা (এ রোগী আর টিকবে না।)
টেঁকা/টেকা/টিকা৫ বজায় থাকা (তোমার মত টিকে যাবে।)
টেঁকে/ট্যাঁকে গোঁজা১ আত্মসাৎ করা;
টেঁকে/ট্যাঁকে গোঁজা২ অনায়াসে সম্পূর্ণরূপে পরাস্ত করে জব্দ করা; অবলীলাক্রমে সম্পূর্ণ কাবু করা;তুচ্ছজ্ঞান করা; (তোমায় আমি টেঁকে গুজি।)
টেক্কা দেওয়া পাল্লা দেওয়া; প্রতিযোগিতায় করা
টেক্কা মারা টেক্কা তাসের শ্রেষ্ঠকার্ড; মুখ্য-অর্থে শ্রেষ্ঠ চাল দেওয়া; আলং- অতিক্রম করা; ছাড়িয়ে যাওয়া, টক্কর/পাল্লা দেওয়া; পরাজিত করা; প্রতিদ্বন্দ্বিতা করা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হওয়া ইত্যাদি
টেড়িমেড়ি করা ক্রুদ্ধ হওয়া, অসদাচরণ করা (বেশি টেড়িমেড়ি করো না।)
টেণ্ডাইমেণ্ডাই করা গরম মেজাজ দেখানো;, সক্রোধ আস্ফালন করা (এখানে তোমার টেণ্ডাইমেণ্ডাই করা চলবে না।)
টেনে টেনে১ কষ্টভাবার্থে দ্বিত্ব (টেনে টেনে পথ চলা)
টেনে টেনে২ ধীরলয়ভাবার্থে দ্বিত্ব (টেনেটেনে কথা বলা)
টেনে বলা কথা একজনের পক্ষ নিয়ে কথা বলা (কারো পক্ষে টেনে কথা বলার প্রয়োজন নেই।)
টেনেটুনে/ টেনেবুনে অনেক কষ্টে; কোনোক্রমে (টেনে টুনে সংসার চলে); সমার্থক বাগধারা- কষ্টেসৃষ্টে, টায়টায়, মেরেকেটে, যোড়াতাড়া দিয়ে
টেপা গোঁজা১ কার্পণ্য (টেপা-গোঁজা করে সংসার চালাতে হয়); সমার্থক বাগধারা- আঁটাআঁটি
টেপা গোঁজা২ অপ্রশস্ত জায়গা (এই টেপা-গোঁজার মধ্যে সকলের জায়গা হ'বে কি করে?)
টেপা গোঁজা৩ চাপাচাপি (টেপা-গোঁজা করে বসলে কোনো রকমে জায়গা হয়ে যাবে।)
টেপাটেপি করা (গা) আকারে ইঙ্গিতে কথা বলা (গা টেপাটেপি করে কি কথা বলাবলি হচ্ছে?)
টের পাওয়া জব্দ হওয়া; শায়েস্তা হওয়া (আজ থাক একদিন না একদিন টের পাবে।)
টের পাওয়ানো জব্দ করা; শিক্ষা দেওয়া (তোমাকে একদিন টের পাইয়ে ছাড়বো।)
টেরিয়ে যাওয়া বিস্ময়ে হতবাক হওয়া; বোকা বনে যাওয়া (তার সাফল্যে সবাই টেরিয়ে গেছে।); সমার্থক বাগধারা-ট্যারা বনে যাওয়া
টোকাটুকি পরীক্ষায় নকল করা
টোটকা ওষুধ বিধিবদ্ধ ওষুধের তালিকাবহির্ভূত ওষুধ; গাছ-গাছড়ায় তৈরী ওষুধ (গরীবগুবরোরা টোটকা ওষুধে নির্ভর করে।)
টো টো দ্বিত্ব অর্থে- উদ্দেশ্যবিহীনভাবসূচক; ক্লান্তিকর ও নিস্ফল ভ্রমণসূচক; ক্রমাগত ঘোরাফেরা/ঘোরাঘুরিভাবসূচক
টো টো করা/ টো টো করে ফেরা লক্ষ্যহীনভাবে এদিক-ওদিক/নানাস্থানে ঘুরে বেড়ানো (সারাদিন কোথায় টো টো করে ঘুরে বেড়াচ্ছ?); সমার্থক বাগধারা- চষে বেড়ানো
টো টো কোম্পানি ভবঘুরের দল; উদ্দেশ্যহীনভাবে ভ্রমণকারীর দল
টোপ প্রলোভনের সামগ্রী (টোপ ফেলে মাছ ধরে।)
টোপ গেলা/ফেলা১ প্রলোভনে আকৃষ্ট হওয়া/করা
টোপ গেলা/ফেলা২ ফাঁদে পড়া; ফাঁদ পাতা
ট্যাঁক কোমরের কাপড়/কষি (ট্যাঁকে গোজা); সমার্থক বাগধারা- গাঁট
ট্যাঁকট্যাঁক করা১ সর্বদা পিছনে লেগে থাকা
ট্যাঁকট্যাঁক করা২ সর্বদা সতর্কবাণী উচ্চারণ করা
ট্যাঁকট্যাঁকে/ ট্যাকট্যাকে কড়া-কড়া, কর্কশ, ধৃষ্টতাপূর্ণ, মর্মভেদী (ট্যাঁক-ট্যাঁকে কথা) সমার্থক বাগধারা- ক্যাঁটক্যাঁটে, চ্যাটাং-চ্যাটাং ইত্যাদি
ট্যাঁকে গোঁজা১ মুখ্য অর্থ- কোমরের কাপড়ের মধ্যে গুঁজে রাখা; গৌণ অর্থ- সম্পূর্ণ আত্মসাৎ করা
ট্যাঁকে গোঁজা২ অনায়াসে আয়ত্তে আনা; অনায়াসে সম্পূর্ণরূপে পরাস্ত করে জব্দ করা (সবাইকে আমি ট্যাঁকে গুজি।)
ট্যাঁঙ্‌ ট্যাঁঙ্‌ করে চলা দ্বিত্বে- অবজ্ঞার ভাবসূচক ভ্রমণ; অশোভন পদক্ষেপে চলা;
ট্যাঁঙ্‌স ট্যাঁঙ্‌স দ্বিত্বে- চলার সময় ঠ্যাঙে ঠ্যাঙে লাগার ভাব
ট্যাঁঙ্‌স ট্যাঁঙ্‌স দ্বিত্বে- অলস ধীর পদক্ষেপে লক্ষ্যহীনভাবে চলাড় ভাব (ট্যাঁঙ্‌স ট্যাঁঙ্‌স করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে।); তুলনীয়- ট্ঙ্‌ট্ঙ্‌ করে চলা
ট্যাঁফোঁ উচ্চবাচ্য, ক্ষীণতম প্রতিবাদ; (এখানে কোন ট্যাঁ ফোঁ করা চলবে না।); সমার্থক বাগধারা-জারিজুরি
ট্যাঁস দো-আঁশলা জাতি, ফিরিঙ্গি
ট্যারা বনে যাওয়া চোখ ট্যারা হয়ে যাওয়া; বিস্ময়ে হতবাক হওয়া; (তার সাফল্যে সবাই ট্যারা বনে গেছে।); সমার্থক বাগধারা- টেরিয়ে যাওয়া

সম্পাদনা

বাগধারা অর্থ
ঠকঠকানো অভাব/রিক্ততা প্রকাশ করা (ভাঁড়ে তোর নেইকো ঘি ঠকঠকালে হবে কি?-প্রবাদ)
ঠগ বাছতে গাঁ উজাড় ভালমন্দের বিচারে মন্দই বেশী; মন্দলোকের ভিড়ে ভাললোক খুঁজে পাওয়া অসম্ভব; অনৈতিকতা/আদর্শহীনতার প্রাচুর্য
ঠনঠন দ্বিত্ব অর্থে- ফাঁকা, শূন্যতাবোধক (পকেট ঠনঠন; পেট ঠনঠন; হাঁড়ি ঠনঠন); সমার্থক বাগধারা- গড়ের মাঠ
ঠনঠনে১ খুব শক্ত; দৃঢ়; কঠিন (ঠনঠনে লোহা)
ঠনঠনে২ অত্যন্ত শুষ্ক; এরূপ শুষ্ক যাতে আঘাত করলে শব্দ হয় (হৃদয় শুকিয়ে ঠনঠনে পাথর হয়ে গেছে।)
ঠাঁই১ আশ্রয়, যায়গা, স্থান ('ঠাঁই নাই ঠাঁই নাই ছোট্ট সে তরী আমারি সোনার ধানে গিয়েছে ভরি'- রবীন্দ্রনাথ)
ঠাঁই২ তল (নদীর ঠাঁই পাওয়া যায় না।)
ঠাঁইঠাঁই দ্বিত্ব অর্থে- ছাড়া ছাড়া, পৃথক পৃথক বাসস্থান (ভাই ভাই ঠাঁই ঠাঁই- প্রবাদ)
ঠাঁট বজায় রাখা অভাব চাপা দেওয়া
ঠাওর/ঠাহর করা১ তীক্ষ্ণদৃষ্টিতে দেখা (প্রথমে ঠাওর করে দেখিনি)
ঠাওর/ঠাহর করা২ নির্ধারণ করা (আমাকে বোকা ঠাওরেছে)
ঠাকরুণ দিদি ভগ্নীতুল্য ব্রাহ্মণকন্যা
ঠাকুর কাত বিদ্রুপে- দেবতা/দাতা বিমুখ
ঠাকুর ঘরে কে দোষ ধরার পূর্বেই বিনা প্রয়োজনে দোষ অস্বীকার করা (ঠাকুর ঘরে কে আমি কলা খায়নি- প্রবাদ)
ঠাকুরচাকর ব্রাহ্মণ রাঁধুনী (ঠাকুরবাড়ী ঠাকুরচাকর দাসদাসীতে পরিপূর্ণ)
ঠাকুরঠাকুর খেলা সত্যকার পূজার মত শিশুদের পুতুলপূজার খেলা।
ঠাকুরদালান পূজার জন্য নির্দিষ্ট দালান; পাকা পূজামণ্ডপ
ঠাকুরপূজা ইষ্ট দেবতার নিত্যনৈমিত্তিক পূজা
ঠাকুরবাড়ী দেবালয়, মন্দির
ঠাকুরমশাই গুরু; পুরোহিত ব্রাহ্মণ
ঠাকুরালি১ ছলনা, ঠাট্টা, রঙ্গ-তামাশা (রাখ তোমার ঠাকুরালি; 'কহে সখী জয়া শুন গো অভয়া একি কর ঠাকুরালি'-ভারতচন্দ্র রায়গুণাকর)
ঠাকুরালি২ আধিপত্য, নেতৃত্ব, প্রভুত্ব, প্রাধান্য (ছাড়ো তোমার ঠাকুরলি।)
ঠাট বজায় রাখা অভাব চাপা রাখা; চাল/জাঁকজমক বজায় রাখা
ঠাটঠমক/ঠাটবাট বাহ্যিক আড়ম্বরপূর্ণ, বাইরের চালচলন/সাজসজ্জা (ঠাটঠমকে বিকোয় ঘোড়া- প্রবাদ); সমার্থক বাগধারা- জাঁকজমক, সাজসজ্জা
ঠাণ্ডা কথা মিষ্টিমিষ্টি কথা
ঠাণ্ডা করা/হওয়া১ জুড়ানো, ক্রোধ প্রশমিত করা
ঠাণ্ডা করা/হওয়া২ শায়েস্তা করা ('তেড়েমেড়ে ডাণ্ডা, করে দিই ঠাণ্ডা'- সুকুমার রায়)
ঠাণ্ডা লড়াই গোপনে বিরোধিতা, চাপা রেষারেষি; মনস্তাত্ত্বিক যুদ্ধ; পরস্পরবিরোধী রাষ্ট্রজোট প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ না হয়ে পরস্পরের প্রতি যে যুদ্ধভাব বিরাজ করে; (রাজনৈতিক দলগুলির মধ্যে ঠাণ্ডা লড়াই চলে।)
ঠাণ্ডা লাগা শৈতাক্রান্ত হওয়া
ঠাণ্ডা হওয়া প্রকৃতিস্থ হওয়া, শান্ত হওয়া
ঠাণ্ডার দিন শীতকাল
ঠায়১ অলসভাবে, কর্মহীনভাবে (ঘরে টায় বসে আছি।)
ঠায়২ একটানা স্থিরভাবে (তোমার পথ চেয়ে টায় বসে আছি।)
ঠারে-ঠারে/ ঠারে-ঠোরে আভাসে-ইঙ্গিতে, ইশারায় (ঠারে ঠারে কথা কয়, মুখে কিছু বলে না।)
ঠাসাঠাসি / ঠেসাঠেসি পরস্পর ঘনসন্নিবিষ্ট; সমার্থক বাগধারা- গাদাগাদি, ঘেঁষাঘেঁষি
ঠিকঠাক/ঠিকঠিক ঠিকমত, যথার্থ, সঠিক, স্থিরীকৃত (কাজটা ঠিকঠাক হল না।)
ঠিকঠিকানা১ একার্থক যুগ্মশব্দ; নিশ্চয়তা; সত্যতা
ঠিকঠিকানা১ সন্ধান; সংবাদ সমার্থক বাগধারা- ঠিক-ঠিকানা, তত্ত্ব- তালাশ; সুলুক-সন্ধান ইত্যাদি
ঠিকঠিকানা২ নির্দিষ্ট বাসস্থান, স্থায়ী আস্তানা (তার কোন ঠিকঠিকানা নেই।)
ঠিকা/ঠিকে কাজ চুক্তিভিত্তিক নির্দিষ্ট কাজ
ঠিকে ভুল অল্পমাত্রায়/যোগে/সিদ্ধান্তে ভুল
ঠুঁটো মুখ্য অর্থ- অঙ্গুলিহীন; গৌণ অর্থ- অকর্মণ্য; কোন কাজের নয় (ঠুঁটো জগন্নাথ)
ঠুঁটো জগন্নাথ১ কর্মক্ষম ব্যক্তির কর্মহীন হয়ে বসে থাকা (ঘরের কোণে ঠুটো জগন্নাথ হয়ে বসে আছি।)
ঠুঁটো জগন্নাথ২ দেখার প্রশ্ন নেই, দেখতে যেমনি হোক কাজে সম্পূর্ণ অকর্মণ্য ব্যক্তি
ঠুনকো অসার, বাজে, মূল্যহীন (ঠুনকো কথা)
ঠেকাঠেকি১ পরস্পর স্পর্শ
ঠেকাঠেকি২ স্পর্শদোষ (ঠেকাঠেকি বাঁচিয়ে কাজ কর।); সমার্থক বাগধারা- ছোঁয়াছুঁয়ি
ঠেকা-বেঠেকা অভাব-অভিযোগ হেতু বাধাবিপত্তি (ঠেকা-বেঠেকায় কাজ দেই।)
ঠেকা মেয়ে গায়ে হলুদের পর নির্ধারিত পাত্রের সঙ্গে যে কুমারীর বিয়ে হয়নি বলে অন্য পাত্র তাকে বিবাহে অসম্মত হয় এমন চিরকুমারী
ঠেকায় পড়লে ঠাকুরদাদা/দাদি চাপে পড়ে কাবু; সঙ্কটকালে ত্রাণকর্তার স্মরণ; সমতুল্য- ঠেলার নাম বাবাজী; ঠেলায় পড়ে ঢেলায় প্রণাম
ঠেকে শেখা বিপদে পড়ে শেখা
ঠেঙ্গা মেরে কথা বলা কঠোর বাক্য বলা
ঠেঙ্গাঠেঙ্গি মারামারি; লাঠি দ্বারা পরস্পর মারামারি
ঠেঙ্গানি খাওয়া/দেওয়া মার খাওয়া/দেওয়া
ঠেঙ্গানো১ প্রহার করা
ঠেঙ্গানো২ পড়ানো (ছেলে ঠেঙ্গানো)
ঠেঙ্গাবাজী লাঠি মারামারি
ঠেলা/ঠ্যালা উৎপাত; ঝঞ্ঝাট; বিপদ; মুস্কিল; সঙ্কট (এবার ঠেলা সামলানো দায়); সমার্থক বাগধারা- লেঠা
ঠেলাগাড়ী১ অলস, ধীরগতিসম্পন্ন ব্যক্তি
ঠেলাগাড়ী২ স্ব-ইচ্ছায় কাজ করে না এমন ব্যক্তি, ঠেললে তবে কাজ করে
ঠেলাঠেলি ক্রমাগত লোক যাওয়া আসায় ধাক্কাধাক্কি
ঠেলামারা কথা অবিবেচকের মতো খামখেয়ালি কথা; খোঁচা দিয়ে কথা, বক্রোক্তি, ব্যঙ্গাত্মক কথা
ঠেলার নাম বাবাজি // ঠেলায় পড়লে ঠাকুরদাদা/দাদি // ঠেলায় পড়ে ঢেলায় প্রণাম চাপে পড়ে কাবু; অবস্থার চাপে অবজ্ঞাত পাত্রের সমাদর পাওয়া; সমার্থক বাগধারা- চাপ পড়লে বাপ
ঠেলে ফেলা অবহেলায় পরিত্যাগ করা; অনাদরে দূরে সরিয়ে রাখা
ঠেস/ঠেশ কটাক্ষ, বক্রোক্তি (ঠেসমারা কথা; ঠেস দিয়ে কথা বলা)
ঠোঁট ওল্টানো/বাঁকানো১ অবজ্ঞা বা তাচ্ছিল্য প্রকাশ করা; উপেক্ষা করা
ঠোঁট ওল্টানো/বাঁকানো২ গর্ব প্রকাশ করা
ঠোঁটকাটা১ স্পষ্টবাদী, যে অপ্রিয় সত্যকথা বলতে দ্বিধাবোধ করে না; সমার্থক বাগধারা- মুখফোড়
ঠোঁটকাটা২ কাউকে কোনো কিছু বলতে বাধে না এমন নির্লজ্জ বেহায়া; সমার্থক বাগধারা- কানকাটা
ঠোঁট টেপা মুখ বন্ধ করা, কথা না বলা
ঠোঁট ফোলানো অভিমান করা; কান্নার ভান করা
ঠোঁট বন্ধ রাখা নিশ্চুপ থাকা (জ্ঞানীলোকেরা (ঠোঁট বন্ধ রাখে।) সমার্থক বাগধারা- জিভ সেলাই করা; মুখ বন্ধ রাকা ইত্যাদি
ঠোক কাটা কাক সববিষয়ে ঠোক্কর মারা লোক; সবসময় খুঁত ধরে এমন লোক
ঠোক খাওয়া বাধা পাওয়া; বাধা পেয়ে কিছুক্ষণের জন্য থামা (ঠোক খেয়ে থেমে গেছি)
ঠোকর/ঠোক্কর ভালরকম শিক্ষা (এমন ঠোক্কর দেবো, যেন মনে থাকে)
ঠোকর/ঠোক্কর দেওয়া/মারা১ অল্পস্বল্প অনুশীলন; একটু আধটু চর্চা; সামান্য চর্চা (নানা বিদ্যায় ঠোক্কর মারা)
ঠোকর/ঠোক্কর দেওয়া/মারা২ অপ্রার্থিত মন্তব্যের দ্বারা কথায় বাধা সৃষ্টি করা; কঠোর ভাষায় প্রতি কথার জবাব দেওয়া; কথার সাহায্যে আঘাত করা; ফোড়ন কাটা; বিদ্রূপ করা; টীকা-টীপ্পনী কাটা (খালি ঠোক্কর দেওয়াই তার কাজ।)
ঠোকাঠুকি কলহ, ঝগড়া (দুই ভাইয়ের মাঝে ঠোকাঠুকি লেগেই আছে।)
ঠোনকা মারা বাঁকা আঙুলে খোঁচা মারা
ঠ্যাঁটা অবাধ্য, একগুঁয়ে, কর্কশভাষী, বেহায়া (বড় ঠ্যাঁটা ছেলে); সমার্থক বাগধারা- ঘ্যাঁচড়া
ঠ্যাংগা ঠ্যাংগি ঠেঙ্গা-ঠেঙ্গীর অনুরূপ
ঠ্যালা উৎপাত; গোলযোগ; মুস্কিল; সঙ্কট (এবার ঠ্যালা সামলাও।); সমার্থক বাগধারা- ল্যাঠা

সম্পাদনা

বাগধারা অর্থ
ডকে ওঠা উঠে যাওয়া, নষ্ট হওয়া (ব্যবসা ডকে উঠেছে।)
ডগমগ আত্মহারা, উদ্বেল (আহ্লাদে ডগমগ; রঙরসে ডগমগ)
ডগলা কচি লোভনীয় শাকের ডগা
ডগিডগি কচিকচি, নধর (ডগিডগি লাউশাক)
ডঙ্কা বাজানো/মারা আস্ফালন করা; তোয়াক্কা না করা; সগর্বে ঘোষণা করা
ডঙ্কা বাজিয়ে/মেরে চলে যাওয়া নিজের গর্ব ও প্রভাব-প্রতিপত্তি বজায় রেখে ইহলোক ত্যাগ করা (বুড়োটা ডঙ্কা বাজিয়ে চলে গেল।)
ডডনং ব্যঙ্গার্থে- আকাট মূর্খ; নির্বোধ (পড়াশুনায় যারা ডডনং পরবর্তী জীবনে তারাই দেখি বেশী সফল।)
ডবকা ছুঁড়ি উদ্ভিন্নযৌবনা সোমত্ত মেয়ে, কামকলা ও রসিকতায় যার পরিচয় হএয়ছে- অশালীন ('ভুরু নাচায় ডবকা ছুঁড়ি ভরন্ত এই দুপুরবেলায়'); সমার্থক বাগধারা- পাকা মাল
ডবডবানি আস্ফালন, বড়াই, ভয়প্রদর্শন, শাসানি (তোমার ডবডবানি খুব বেড়েছে।)
ডবল বহুগুণ (সে তোমার ডবল শক্তি ধরে।)
ডলাই মলাই অঙ্গ মর্দন ও হাত বুলানো
ডলাডলি ব্যঙ্গার্থে- অন্তরঙ্গতা
ডাঁটা বকাবকি করা; শক্ত কথা বলা (খুব ডেঁটে দিয়েছি।)
ডাঁটো শক্তসমর্থ (ডাঁটো লোক নাহ'লে এ কাজ হবে না।)
ডাইনা হাত কা খেল- হিন্দি বাগধারা কঠিন কাজ, নৈপুণ্য; পটুত্ব (ডানহাতের কাজ/ব্যাপার দ্রষ্টব্য)
ডাইনে আনতে বাঁয়ে কুলায় না/নেই আয়ের চেয়ে ব্যয় বেশি; সমার্থক বাগধারা- খরচের আঁকে আনতে জমার আঁকে কুলায় না
ডাইন/ডাইনী শিশুর অনিষ্টকারিণী স্ত্রীলোক (লোকের ধারণা যে এদের দৃষ্টি পড়লে শিশুদের স্বাস্থ্যহানি হয়)- গালিবিশেষ
ডাইনী খোঁজা/শিকার না-দোষে দোষ খুঁজে বেড়ানো; জনগনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা ও জনগনকে বে-আইনি শাস্তিপ্রদানের জন্য রাষ্টশক্তির অপচেষ্টা
ডাইনীর কোলে শিশু সঁপা ভক্ষকের কাছে ভক্ষ্য গচ্ছিত রাখা; ভক্ষককে রক্ষা করা; অবশ্যম্ভাবী বিপদে পড়া
ডাক ছাড়া/ডাক দিয়ে বলা চিৎকার করে বলা
ডাক ছেঁড়ে কাঁদা উচ্চস্বরে কাঁদা
ডাকসাইটে কু বা সুখ্যাত নাম, একডাকে চেনা নাম, প্রভুত প্রতিপত্তিশালী (ডাকসাইটে নেতা)
ডাকাডাকি/ডাক পাড়া ক্রমাগত ডাকা; চেঁচিয়ে ডাকা
ডাকাবুকা/বুকো মুখ্য অর্থ- দস্যুর মত বুক; গৌণ অর্থ- অসীমসাহসী, দুরুন্ত, নির্ভিক (ডাকাবুকো মেয়ে); সমার্থক বাগধারা- ডানপিটে, ডেয়ারডেভিল
ডাকের কথা প্রবাদ-প্রবচন
ডাকের সাজ অভ্র, জরি, রাংতা, সোলা ইত্যাদি দ্বারা প্রস্তুত প্রতিমার সাজ
ডাকের সুন্দরী অসামান্যা/সর্বজনখ্যাত সুন্দরী
ডাগর-ডোগর১ বয়সের অনুপাতে বড়সড় চেহারার কিশোর/কিশোরী
ডাগর-ডোগর২ শৈশব অতীত; বয়সে কিঞ্চিৎ বড় (ডাগরডোগর হয়েছিস; এখন এত ভয় কিসের?)
ডাঙ করা এক জায়গায় জমা করা
ডাঙায় বাঘ জলে কুমির উভয়সঙ্কট; দুদিকেই বিপদ; সমার্থক হিন্দি বাগধারা- সামনে কূঁয়া পিছনে নালা
ডাঙার মাছ অস্বস্তিকর/দমবন্ধকরা অবস্থা
ডাণ্ডা ঘোরানো খবরদারি করা, শাসন করা
ডাণ্ডা মেরে ঠাণ্ডা কঠোর অনুশাসন
ডানপিটে অসমসাহসী, খুব ছটফটে, দুরন্ত (বাপরে কি ডানপিটে ছেলে); সমার্থক বাগধারা- ডাকাবুকো, ডেয়ারডেভিল
ডানহাত প্রধান সহায় বা সহচর (নাতিটি বৃদ্ধের ডানহাত)
ডানহাত বাঁহাত আদান-প্রদান; লেনদেন; হাতফেরতা (ডানহাত বাঁহাত হ'য়ে জিনিসটা হারিয়ে গেছে।)
ডানহাতের কাজ/ব্যাপার১ আহার, খোরাক, খাই; আহারের আয়োজন
ডানহাতের কাজ/ব্যাপার২ কঠিন কাজ, নৈপুণ্য; পটুত্ব
ডানা কাটা // ডানা কেটে/ছেঁটে দেওয়া ক্ষমতা হ্রাস করা
ডানাকাটা পরী১ নিখুঁত/পরমাসুন্দরী; তুলনীয়- ময়ূরছাড়া কার্তিক
ডানাকাটা পরী২ ব্যঙ্গার্থে- অতি কুরূপা নারী
ডানা গজানো (পাখির) সাবালক হওয়া; অন্যের সাহায্য/পরামর্শ ছাড়াই চলতে শেখা; বিদ্রুপে- লায়েক হওয়া (ক'বাবুর ডানা গজিয়েছে।)
ডানাভাঙা দোসরবিহীন
ডানায় ভর দিয়ে চলা/থাকা অসীম আনন্দে আত্মহারা
ডানে আনতে বাঁয়ে কুলায় না আয়ের চেয়ে ব্যয় বেশি
ডানে বাঁয়ে না তাকিয়ে কোনো দিকে না দেখে; বেপরোয়াভাবে
ডামাডোল১ কোলাহল; শোরগোল
ডামাডোল গণ্ডগোল, বিশৃঙ্খলা (যুদ্ধের ডামাডোলে সবকিছুই ওলটপালট হয়ে গেছে।)
ডায়েরি করা থানায় নালিশ লিপিবদ্ধ করানো
ডায়েরি লেখা দৈনন্দিন ঘটনার দিনপঞ্জী লেখা
ডালছাড়া বাঁদর যতক্ষণ ডালে ততক্ষণ লাফালাফি; ডাল ছাড়লেই সব বিক্রম শেষ ; সমার্থক বাগধারা- জলছাড়া মাছ।
ডালপালা মূল বিষয়ের অতিরিক্ত বা অতিরঞ্জিত বর্ণনা (ঘটনার ডালপালা গজিয়েছে।)
ডালভাত খুব সহজ ও সরল; সমার্থক বাগধারা- জলভাত
ডালভাঙা ক্রোশ অতি দীর্ঘপথ
ডালভাঙা বাঁদর১ অনিষ্টকারী ব্যক্তি
ডালভাঙা বাঁদর২ যতক্ষণ ডালে ততক্ষণ লাফালাফি, ডাল ছাড়লেই বিক্রম শেষ; সমর্থক বাগধারা- জলছাড়া কুমির/মৎস;
ডালি দেওয়া অনুগ্রহ লাভের আশায় ডালি সাজিয়ে ভেট দেওয়া
ডাহা নকল অবিকল আসল
ডাহা মিথ্যা নির্ভেজাল, পরিপূর্ণ (রাজনীতিকরা ডাহা মিথ্যা কথা বলে।)
ডিগডিগে অত্যন্ত কৃশ, দীর্ঘ, লম্বা (ডিগিডিগে শরীর); সমার্থক বাগধারা- ছিপছিপে
ডিগবাজী খাওয়া বিদ্রুপে-আদর্শ নীতি/প্রতিশ্রুতির হঠাৎ পরিবর্তন (আজকাল রাজনীতিতে ডিগবাজী খাওয়া জলভাত)
ডিঙা/ডিঙি মারা১ পায়ের বুড়ো আঙুলের উপর ভর দিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো
ডিঙা/ডিঙি মারা২ অগ্রাহ্য/অবজ্ঞা করা (ডিঙা মেরে চলে গেল)
ডি জুরে (ল্যাটিন বাক্যাংশ) এমন একটি অবস্থা যা আইন অনুসারে বা সরকারীভাবে অনুমোদিত
ডিনারপার্টি ভোজন উৎসব
ডিপো ঘাঁটি, জন্মস্থান (মশার ডিপো, ময়লার ডিপো, রোগের ডিপো ইত্যাদি)
ডি ফ্যাক্টো (ল্যাটিন বাক্যাংশ) এমন একটি অবস্থা যা বাস্তবে সত্য, কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত নয়
ডিমকি ডিমকি মাছের ডিমের দানার মত বা যেস্থানে নোনা ধরে তার নুনগুঁড়ির মত অর্থে দ্বিত্ব
ডিমে তা দেওয়া অলসভাবে দিনযাপন করা বা বসে থাকা
ডিমে রোগা অতিশয় কৃশ; আজন্মরুগ্ন; চিররোগা
ডিম্বিকা কামুক নারী
ডিসমিস১ বাতিল; খারিজ; অগ্রাহ্য
ডিসমিস২ কাজ থেকে বরখাস্ত; চাকরি থেকে ছাটাই
ডুগডুগি বাজানো একজনের হেনস্থায় অন্যজনের তৃপ্তি ও আনন্দের কারণে উল্লাস প্রকাশ করা
ডুব মারা অদৃশ্য হওয়া; আত্মগোপন করা; লুকিয়ে থাকা (এই কয়দিন কোথায় ডুব মেরে ছিলে?); সমার্থক বাগধারা- ডুমুরের ফুল হওয়া
ডুবা১ নিমগ্ন হওয়া (সে পড়ায় ডুবে আছে)
ডুবা২ সঙ্কটে পড়া (লোকটা দেনায় ডুবে আছে।)
ডুবানো ধ্বংস/সর্বশান্ত করা (অসৎ বন্ধুরা তাকে ডুবালো।)
ডুবুডুবু১ নষ্ট/সর্বশান্ত হওয়ার উপক্রম অর্থে দ্বিত্ব (দেনার দায়ে ব্যবসা ডুবুডুবু।)
ডুবুডুবু২ রসাবেশপূর্ণ অর্থে দ্বিত্ব ('হরিনাম রসে শান্তিপুর ডুবুডুবু, নদে ভেসে যায়')
ডুবেডুবে জল খাওয়া১ গোপনে অন্যায় কাজ করা অর্থে দ্বিত্ব (তোমার ডুবে ডুবে জল খাওয়ার সবকথা আমরা জানি।)
ডুবে ডুবে জল খাওয়া২ কপট সাধুতা বা বাইরে সাধুতা এবং ভিতরে বঞ্চনা করা অর্থে দ্বিত্ব
ডুবে থাকা মগ্ন থাকা (বইয়ের মধ্যে ডুবে আছে।)
ডুমুরফুল/ ডুমুরের ফুল১ অদৃশ্য বা বিরলদর্শন বস্তু; (ধারণা যে ডুমুরের ফুল হয় না, আসলে কচি ডুমুরের ভিতরে ফুল থাকে।)
ডুমুরফুল/ ডুমুরের ফুল২ দুর্লভ বা দুস্প্রাপ্য বস্তু; ব্যঙ্গার্থে- যাকে বড় একটা দেখা যায় না; সমার্থক বাগধারা- অমাবস্যার চাঁদ, আলেয়ার আলো, মরুভূমির মরিচিকা ইত্যাদি
ডুমুরফুল/ ডুমুরের ফুল হওয়া অদৃশ্য হওয়া (মাঝে মাঝে ডুমুরফুল হয়ে যাও কেন?); সমার্থক বাগধারা- ডুব মারা
ডুমো/ ডুমোডুমো ছোট্ট ঘনকাকৃতির টুকরা অর্থে দ্বিত্ব (আলুগুলি ডুমোডুমো করে কাটো।)
ডেঁপো অকালপক্ক (ডেঁপো ছেলে)
ডেকরা অভদ্র, অসৎ- গ্রাম্য মেয়েলি-গালিবিশেষ
ডেকে শাল নেওয়া ইচ্ছা করে দুঃখকে ডেকে আনা বা বিপদে পড়া
ডেকো কু-অর্থে- নাম করলেই সবাই চিনে (ডেকো মাতাল)
ডেয়ারডেভিল খুব ছটফটে, দুঃসাহসী, দুরন্ত (বড় ডেয়ারডেভিল ছেলে, যে কোন বিপজ্জনক কাজে সবার আগে এগিয়ে যায়।); সমার্থক বাগধারা- ডাকাবুকো, ডানপিটে
ডেরা গাড়া/বাঁধা অস্থায়ীভাবে বাসা করা (শ্মশানে কিছু সাধু ডেরা বেঁধেছে।; সমার্থক বাগধারা- আড্ডা গাড়া
ডেলা-মারা আনাড়ি, হাতুড়ে (ডেলা-মারা চিকিৎসা)
ডোবা১ অধঃপাতে যাওয়া; পাপে নিমজ্জিত হুয়া; বিনষ্ট হওয়া ('ডুবালে কনক লঙ্কা ডুবিলা আপনি'- মাইকেল মধুসূদন)
ডোবা২ অস্ত যাওয়া (সূর্য ডোবে অস্তাচলে)
ডোবা৩ প্লাবিত হওয়া (বন্যায় সমগ্র এলাকা ডুবে গেছে।)
ডোবা৪ বিনষ্ট হুয়া; সমস্যার জালে জড়িয়ে পড়া ('স্বখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা'-ভক্তিগীতি)
ডোবা৫ বিভোর হওয়া (সুরের মুর্চ্ছনায় সকলে ডুবে আছে।)
ডোর বন্ধন, আকর্ষণ (প্রণয়ডোরে বাঁধা)
ড্যাংড্যাং ঢাকের বাদ্যি, উৎসব, জয়ধ্বনি (ড্যাংড্যাং করে চলে যাব।)
ড্যাবড্যাব আয়ত বিস্ফারিত ও ভাষাহীন চোখ (ড্যাবড্যাব করে তাকিয়ে আছে।)
ড্যামেজ কন্ট্রোল বিপদ থেকে বাঁচার চেষ্টা (আলটপকা মন্তব্য করে এখন ড্যামেজ কন্ট্রোল করতে নেমেছে।)
ড্রিঙ্ক করা উঁচুজাতের মদ খাওয়া (আজকাল স্ফুর্তি করতে ছেলেরা মদ খায় না, ড্রিঙ্ক করে।)

সম্পাদনা

বাগধারা অর্থ
ঢং আমোদজনক অঙ্গভঙ্গি; ছলনা; ন্যাকামি, রঙ্গ (বেশি ঢং করো না।)
ঢক্ঢক্ দ্রুত জল পান করার ভাব অর্থে দ্বিত্ব (ঢকঢক করে জলটা খেয়ে ফেলো।)
ঢক্কানিনাদ উচ্চ ও গর্বিত কণ্ঠে ঘোষণা; সাড়ম্বরে প্রচার (মন্ত্রীর বক্তব্যে শুধু ঢক্কনিনাদ আছে সারবত্তা কিছু নেই।)
ঢনঢন করে বেড়ানো বৃথা ভ্রমণ করা (কোন কাজ নেই শুধু হেথায় সেথায় ঢনঢন করে ঘুরে বেড়াচ্ছে।)
ঢলঢলে১ ঢোলা, ফাঁপা, বড় ঢিলা, শিথিল অর্থে অনুকার (ঢলঢলে জামা)
ঢলঢলে২ লাবণ্যময় (ঢলঢলে মুখ)
ঢলতা ন্যায্য ওজনের ওপর বাড়তি পরিমাণ (পাইকারী বাজারে ওজনে ঢলতা পাওয়া যায়।)
ঢলানে কুর্কম/কেলেঙ্কারি করে এমন নারী
ঢলানো কুর্কম/কেলেঙ্কারি করা; কাজ করে লোক হাসানো
ঢাউস অনুপাতহীন বৃহৎ আকার (ঢাউস ঘুড়ি)
ঢাকঢাক গুড়গুড় প্রকৃত অবস্থা/বিষয় গোপন রাখার চেষ্টা; কলঙ্ক চাপার চেষ্টা; লুকোচুরি (আর ঢাকঢাক গুড়গুড় করার প্রয়োজন নেই, আসল কথা স্পষ্ট করে বলে ফেলো।); সমার্থক বাগধারা- চাপাচাপি, ছিপাছিপি, ঢাকাঢাকি, লুকোছাপা ইত্যাদি
ঢাক পড়ে যাওয়া / ঢাকঢোল পড়ে যাওয়া চতুর্দিকে রাষ্ট্র হওয়া
ঢাক পেটা/পেটানো/বাজানো১ উচ্চগ্রামে প্রচার করা; গুপ্ত বিষয় সবাইকে জানিয়ে দেওয়া; গোপনে যা হয়েছে তা সকলের কর্ণগোচর করা(অত ঢাক পেটানোর কি আছে?)
ঢাক পেটা/পেটানো/বাজানো২ কারো গুণ মাত্রাতিরিক্তভাবে কীর্তন করা; সুনাম জাহির করা (নিজের ঢাক নিজে পেটায়।)
ঢাক বাজিয়ে ইঁদুর ধরা সাড়ম্বরে সামান্য কাজ করা
ঢাক বাজিয়ে ঢেকে রাখা উচ্চপ্রচারে দোষ ঢাকার চেষ্টা
ঢাকাঢাকি গোপন করা, লুকানো (সব সত্য বলবে, কোন ঢালাঢাকি করবে না।); সমার্থক বাগধারা- ছিপাছিপি, ঢাকঢাক গুড়গুড়, লুকোচুরি ইত্যাদি
ঢাকা দেওয়া চাপা দেওয়া; গোপন করা; জানতে না দেওয়া; লোকচক্ষুর অন্তরালে পাঠানো
ঢাকা পড়া চাপা পড়া; বিস্মৃতির গর্ভে বিলীন হওয়া (কথাটা ঢাকা পড়ে গেল।)
ঢাকাইয়া অতি স্থূল; খুব স্ফীত (পেট যেন ঢাকাই জালা।)
ঢাকীশুদ্ধ বিসর্জন সব খোয়ানো; সবশুদ্ধ বর্জন; সমূলে বিনাশ; সর্বস্ব জলাঞ্জলি
ঢাকে কাঠি দেওয়া১ চারিদিকে রাষ্ট্র করা, হইচই করা
ঢাকে কাঠি পড়া অনুষ্ঠানের সূচনা হওয়া
ঢাকের কাঠি চাটুকার, তোষামুদে, নিত্যসঙ্গী, মোসাহেব
ঢাকের কাছে ট্যামটেমি তুলনায় খুবই ক্ষুদ্র
ঢাকের কড়িতে/দায়ে মনসা বিকানো/বিক্রি আড়ম্বর করতে গিয়ে আসল জিনিস হারানো; মূলখরচের তুলনায় আড়ম্বরখরচ অনেক বেশি; অনাবশ্যক আড়ম্বরের আসল কাজের জন্য অর্থাভাব ঘটা
ঢাকের পিঠে বাঁশ অনাবশ্যক বস্তু (বাঁশ দিয়ে ঢাক বাজানো অসম্ভব।); সমার্থক বাগধারা- ঢাকের বাঁয়া
ঢাকের বাঁয়া বাঁয়া বাজে না-এই ভাবার্থে- অকেজো, অনাবশ্যক, অপ্রয়োজনীয় সঙ্গী; কাছে থাকে কিন্তু কাজে লাগে না ; সমার্থক বাগধারা- ঢাকের পিঠে বাঁশ
ঢাল হওয়া১ অভিভাবক হওয়া
ঢাল হওয়া২ বিপদে রক্ষাকর্তা হওয়া
ঢালাঢালি বারংবার ঢালা (বেশি ঢালাঢালিতে খাবার নষ্ট হবে।)
ঢিট করা বশে আনা; শায়েস্তা করা; সংশোধন করা (তোমাকে ঢিট করতে সময় লাগবে না।)
ঢিটপনা চাতুরী, শটতা (তোমার ঢিটপনা সহ্যের বাইরে।)
ঢিঢি পড়া দুর্নাম রটা; অকীর্তির ব্যাপক জানাজানি হওয়া ও ধিক্কার পড়া; কলঙ্ক প্রচারিত হওয়া (এ নিয়ে চারদিকে ঢিঢি পড়ে গেল।)
ঢিমাতাল/তালা // ঢিমে তালা/তেতালা১ অকর্মণ্য, কুঁড়ে, মন্থর
ঢিমাতাল/তালা // ঢিমে তালা/তেতালা১ অতি ধীরগতি, উদ্যমহীনতা, কোন কাজে ঢিলেমি; দীর্ঘসূত্রিতা; হচ্ছে হবে ভাব (এত ঢিমে তালে চললে কাজ সময়ে সহজে শেষ হবে না।)
ঢিল ছোঁড়া/মারা কার্যসিদ্ধি হতে পারে এই আশায় কিছু করা (অন্ধকারে ঢিল ছোঁড়া; আন্দাজে ঢিল ছোঁড়া)
ঢিল দূরত্ব কুব কাছেই
ঢিল দিয়ে ঢিল টানা আঘাত করে প্রত্যাঘাত খাওয়া
ঢিল/ঢিলা দিয়ে টেনে আনা আগে ঢিলে দিয়ে পরে নিয়ন্ত্রণে আনার চেষ্টা; সমার্থক বাগধারা- ছেড়ে দিয়ে তেড়ে ধরা
ঢিল দিয়ে ঢিল ভাঙা শত্রু দিয়ে শত্রুনিধন; কাঁটা দিয়ে কাঁটা তোলা
ঢিল ছোঁড়া/মারা দূরত্ব খুব কাছেই; বেশি দূরে নয় (বাড়ী থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কর্মস্থল।)
ঢিলে দেওয়া শৈথিল্য দেখানো (কাজে ঢিলা দেওয়া যাবে না।)
ঢিলে-ঢালা১ শিথিল (ঢিলেঢালা পোশাক)
ঢিলেঢালা২ অলস, দীর্ঘসূত্রী,যার কাজে আঁটসাঁট নেই বা আগ্রহ নেই এমন (খুবই ঢিলেঢালাগোছের মানুষ।)
ঢিলেরবদলে পাটকেল /ঢিল মারলে পাটকেল পড়ে আঘাতের উত্তরে আরও বড় প্রত্যাঘাত আসে; আঘাত থাকলে প্রত্যাঘাত থাকে।
ঢুঁ/ঢু দেওয়া/মারা১ মাথায় গুঁতো দেওয়া ('মারিতে জানে শুধু ঘটে তার ঢুঢু'-ঈশ্বর গুপ্ত)
ঢুঁ/ঢু দেওয়া/মারা২ কোথাও কিছুক্ষণের জন্য যাওয়া; কোথাও উদ্দেশ্যহীনভাবে যাওয়া (আড্ডাস্থলে একবার ঢুঁ মেরে আসি।)
ঢুঁ/ঢু দেওয়া/মারা৩ খোঁজ খবর নেওয়া (দরজায় দরজায় ঢুঁ মারা)
ঢুঁঢুঁ/ঢুঁঢু/ঢুঢু অন্তঃসারশূন্য, কিছুই নয়, ফক্কিকারী, ফাঁকি ভাবার্থে দ্বিত্ব (সবাই কথার ভটচাজ্জি কাজের বেলায় ঢুঁঢুঁ; 'শরৎ চাটুজ্জের নায়করাই শুধু যত্রতত্র দিদি পেয়ে যায়; আমার কপালে ঢুঢু'-সৈয়দ মুজতবা আলী); সমার্থক আলং শব্দ- অষ্টরম্ভা, কচু, কলা, ঘেচু ইত্যাদি
ঢুলুঢুলু১ তন্দ্রাজড়িত ভাব অর্থে দ্বিত্ব ('ঘুমে ঢুলুঢুলু আঁখি')
ঢুলুঢুলু২ আবেশে/ভাবে বিভোর বা নেশার ঘোরযুক্ত অর্থে দ্বিত্ব; ('চোখদুটি তার ঢুলঢুলু')
ঢুসাঢুসি অবনিবনা (ভাইয়ে ভাইয়ে ঢুসাঢুসি চলছে।)
ঢেঁকি (বুদ্ধির) অত্যন্ত বোকা লোক, অপদার্থ (ব্যাটা বুদ্ধির ঢেঁকি।); সমার্থক বাগধারা- অকর্মার ধাড়ি; অপোগণ্ড, আমড়া কাঠের ঢেঁকি; নিকম্মার ঢেঁকি ইত্যাদি
ঢেঁকি অবতার১ আহাম্মক, উদোমাদ, ক্যাবলা, নিষ্কর্মা ও নির্বোধ, বুদ্ধিহীন, বোকাসোকা, মাথাপাগলা, মুর্খ, হাবাগোবা; সমার্থক বাগধারা-গরু, গাধা, ঢেঁড়স, বুদ্ধির ঢেঁকি, ভেড়া, লেবু, হবুচন্দ্র, গবুচন্দ্র, হাঁদা, হাঁদারাম, হাঁদাগঙ্গারাম ইত্যাদি
ঢেঁকি অবতার২ টানটান অবস্থায়, সটান ('প্রথম রাতেতে প্রভু ঢেঁকি অবতার'- শীতের কড়চা)
ঢেঁকিকল পরের কথায় উঠে বসে এমন ব্যক্তিত্বহীন পুরুষ; সমার্থক বাগধারা- কলের পুতুল
ঢেঁকি গেলা অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কোনো কঠিন কাজের দায়িত্ব নেওয়া
ঢেঁকি না, কুলো না অন্নসংস্থানের কোন উপায় নেই
ঢেঁকি স্বর্গে গিয়ে/গেলেও ধান ভানে১ অদৃষ্ট সঙ্গে সঙ্গে যায়; মন্দভাগ্যের কোনো অবস্থাতেই ভালো কিছু হতে পারে না
ঢেঁকি স্বর্গে গিয়ে/গেলেও ধান ভানে২ যার যা স্বভাব তা মরলেও ছাড়তে পারে না
ঢেঁকির কচকচি ঢেঁকির কচকচ শব্দের মত বিরক্তিকর কথা-কাটাকাটি, ঝগড়া, বচসা, বিবাদ (মিথ্যা ঢেঁকির কচকচি করে কি উপকার- টেকাচাঁদ)
ঢেঁকির কুমির হওয়া (ঘরের)১ আত্মীয়ের শত্রু হওয়া; প্রচ্ছন্ন শত্রু
ঢেঁকির কুমির হওয়া (ঘরের)২ যে আগে লাথির ঘায়ে উঠত পড়ত এখন সে ভয় প্রদর্শক ও প্রাণনাশক
ঢেঁকির তসুলি দুদিকের মন রেখে চলা লোক
ঢেঁকির পাড় পড়া (বুকে)১ বুক ধড়াস ধড়াস করা
ঢেঁকির পাড় পড়া (বুকে)২ পরশ্রীকাতরতার মর্মজ্বালায় ছটফট করা; হিংসায় বুক ফেটে যাওয়া (বুকে ঢেঁকির পাড় পড়ছে।)
ঢেঁকির পাড় পড়া (বুকে)৩ রক্ত চঞ্চল হওয়া
ঢেঁকিরাম মুর্খ- গালিবিশেষ
ঢেঁড়স বিস্রুপে- অকর্মণ্য, অপদার্থ ব্যক্তি, কোন কাজের নয় (তুমি একটা আস্ত ঢেঁড়স।)
ঢেঁড়া পড়া চতুর্দিকে রাষ্ট্র হওয়া
ঢেঁড়া পেটা/পেটানো কোন জ্ঞাতব্য বিষয় ঘোষণা করা; চতুর্দিকে রাষ্ট্র করা
ঢেউ গোণা বাজে কাজে সময় নষ্ট; অলসে সময় কাটানো; সমার্থক বাগধারা- কড়িকাঠ গোনা
ঢেউ দেওয়া আবেগের সৃষ্টি করা (এই ক্ষুদ্র ঘটনা ঢেউ দিল আমার মর্মতলে।)
ঢেপঢেপে/ ঢ্যাপঢ্যাপে মুখ্য অর্থ- ভিজা ঢাকের আওয়াজ; আলং- প্রচণ্ড রকমের ভিজা (ভিজে একেবারে ঢেপঢেপে হয়ে গেছো।)
ঢেপসি বিদ্রুপে- অকর্মণ্য বা মোটা মেয়ে
ঢেমনা/ঢ্যামনা মুখ্য অর্থ-নির্বিষ ঢোঁড়াজাতীত সাপ; আলং- দো-আঁশলা, জারজ, লম্পট- মেয়েলি গালিবিশেষ
ঢেরা সই নিরক্ষর ব্যক্তির 'x' এই চিহ্নদ্বারা প্রদত্ত সই
ঢেলা মারা আন্দাজে কাজ করা (অন্ধকারে ঢেলা মারা)
ঢেলামারা কাজ সম্পূর্ণ অবহেলায় করা কাজ
ঢেলে সাজানো কোন কাজ নতুন করে আরম্ভ করা
ঢোঁক গেলা ইতস্ততঃ করা
ঢোঁক গিলে কথা বলা ইতস্তত করে কথা বলা; একটু সময় নিয়ে কথা বলা
ঢোঁড়া১ অনুসন্ধান করা; খোঁজা (অনেক ঢুঁড়েও তার পাত্তা পাই নি।)
ঢোঁড়া২ বিদ্রুপে- ক্ষমতাহীন ব্যক্তি
ঢোঁড়াসাপ বিদ্রুপে- অপদার্থ ব্যক্তি; অকর্মণ্য; তেজোবীর্যহীন; যার শক্তি নেই অথচ আস্ফালন বা ক্রোধ আছে
ঢোল ডোলের মত ফাঁপা বা ফোলা অবস্থা (একেবারে ফুলে ঢোল।)
ঢোল সমুদ্র সাগরসম জলাশয়/দীঘি (দুঃখের ঢোলসমুদ্রে ডুবে মরি।);উৎসকাহিনী- ফরিদপুরস্থ প্রকাণ্ড দীঘি বা জলাভূমির নামঢোল সমুদ্র; তার এক পাড়ে ঢোল বাজালে অপর পাড়ে তা শোনা যেত না।
ঢোলে কাঠি পড়া কোন ক্রিয়ার শুরুর ঘোষণা/সূচনা (নির্বাচনী ঢোলে কাঠি পড়েছে।)
ঢোলের পাশে কাসি অপরিহার্য সঙ্গী
ঢ্যাকার আগে চলা ধাক্কা দেবার আগে থাকতেই চলা
ঢ্যাংঢ্যাং বিনা কারণে নাচতে থাকার ভাবপ্রকাশ (ঢ্যাংঢ্যাং করে নেচে চলেছে।)
ঢ্যাঙা বেমানান লম্বা (তালগাছের মত ঢ্যাঙা)
ঢ্যাপঢ্যাপে অতিস্ফীত, বৃষ্টিতে সুসিক্ত (বৃষ্টির জলে ঢ্যাপঢ্যাপে হয়ে গেছি।)
ঢ্যামনা অসৎচরিত্র, নারীলোভী, লম্পট- অশালীন গ্রাম্য মেয়েলি গালিবিশেষ
ঢ্যারা ক্রসচিহ্ন (ঢ্যারা সই)
ঢ্যারা সই ক্রসচিহ্নদ্বারা নিরক্ষর ব্যক্তির দস্তখত

সম্পাদনা

বাগধারা'গাঢ় লেখা' অর্থ
তকরার করা তর্কবিতর্ক/ঝগড়াঝাটি/বাকবিতণ্ডা করা
তকরারী জমাখরচ ব্যবসায়ের হিসাবের খাতা রাখার বিশেষপদ্ধতি
তক্কেতক্কে/তাকেতাকে/ টকেটকে১ গোপনে প্রস্তুত থাকা; (তক্কেতক্কে আছি, সুযোগ পেলেই ধরবো।);
তক্কেতক্কে/তাকেতাকে/ টকেটকে২ সজাগ থাকা; সতর্ক অনুসন্ধানে থাকা
তক্কেতক্কে/তাকেতাকে/ টকেটকে৩ সু্যোগের অপেক্ষায় থাকা
তক্ত‌/তখ্ত গদি (তক্তে বসতে কে না চায়)
তক্তা বানানো (মেরে) প্রচণ্ড প্রহার করা; সমার্থক বাগধারা- হাড় গুড়িয়ে দেওয়া, হাড়গোড় ভেঙ্গে দেওয়া, হাড়মাস আলাদা করা ইত্যাদি
তক্তি হাতে দেওয়া শিশুদের হাতেখড়ি দেওয়া
তখত-ই-তায়ুশ মুখ্য- প্রসিদ্ধ ময়ূরসিংহাসন; আলং- দিল্লির মসনদ; দেশের শাসনভার (একবার ভাবিলে না কি হইবে পরে; ময়ূরে কার্তিক বিনা কে চড়িতে পারে'- শিশুকবিতা)
তখরচ/তহখরচ অতিরিক্ত/আনুসঙ্গিক/বাজে খরচ
তচনচ/তছনছ বিপর্যস্ত, বিশৃঙ্খলা (ঘরে সব তচনচ হয়ে আছে); সমার্থক বাগধারা- উলটপালট, তছনছ, লণ্ডভণ্ড ইত্যাদি
তড়তড় অতি দ্রুততাসূচক ভাব (তড়তড় করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল।); সমার্থক বাগধারা- তরতর
তড়পানো আস্ফালন করা (যতই তড়পাও কিছু হবে না।)
তড়ফদারি পক্ষপাতমূলক আচরণ (তোমাকে তরফদারি করতে কেউ ডাকে নি।)
তড়বড় সহচর শব্দ; অতিব্যস্ততা (বেশি তড়বড় করো না); সমার্থক বাগধারা- তাড়াহুড়া; হুড়োহুড়ি;
তড়িঘড়ি সহচর শব্দ; অতিশীঘ্র; অবিলম্বে; অত্যন্ত তাড়াতাড়ি; একটুও দেরি না করে; তৎক্ষণাৎ; হুট করে (তড়িঘড়ি করে সেখানে উপস্থিত হ'লাম।)
তৎকাল/তৎঘড়ি তৎক্ষণাৎ, তখনি, নির্দিষ্টকাল, নির্ধারিতকাল, সেইসময় (তৎকাল টিকিট কাটা আছ)
ততঃকিম তারপর কী, কিংকর্তব্যবিমূঢ় অবস্থা; সমার্থক বাগধারা- অতঃকিম
তত্ত্বতালাশ১ সংবাদ; সন্ধান খোঁজ-খবর; উপহার পাঠিয়ে সন্ধান নেওয়া; লৌকিকতা (তত্ত্বতালাশ করে মেয়ের বিয়ে দেবে); সমার্থক বাগধারা- খোঁজখবর, ঠিক-ঠিকানা ইত্যাদি
তত্ত্বতালাশ২ উপহার পাঠিয়ে সন্ধান নেওয়া; লৌকিকতা (তত্ত্বতালাশ করে মেয়ের বিয়ে দেবে);
তত্ত্বাবধান রক্ষণাবেক্ষণ (সম্পত্তির তত্ত্বাবধান)
তদবির কার্যসিদ্ধির জন্য চেষ্টা; ধরাধরি (বসুন্ধরা এখন আর বীরভোগ্যা নয়, তদবিরভোগ্যায় পরিণত হয়েছে।)
তথৈবচ আগের মতই; একই রকম, পূর্ববৎ; সেইরকমই (পেটে বিদ্যা নেই, বুদ্ধিও তথৈবচ)
তন্নতন্ন কোনো কিছু বাদ না দিয়ে; চারিদিকে ব্যাপকভাবে; সমস্ত কিছু (তন্নতন্ন করে খোঁজা দরকার।); সমার্থক বাগধারা- পুঙ্খানুপুঙ্খ পাতিপাতি
তপ্তখোলা১ অর্থের অভাবে চরম অবস্থা
তপ্তখোলা২ প্রচণ্ড পীড়াদায়ক অবস্থা (চাকরিস্থল তপ্তখোলায় পরিণত হয়েছে।)
তবলা-বাঁয়া বাঁয়া বাজে-এই ভাবার্থে- অপরিহার্য্য, আবশ্যক, কেজো, প্রয়োজনীয় সঙ্গী; বিপরীত বাগধারা- ঢাকের বাঁয়া
তবিলদারি/তহবিলদারী কোষাধ্যক্ষের কাজ ('আমায় দে মা তবিলদারি')
তমোজ্যোতি আঁধারের আলো; জোনাকিপোকা
তয়নাত করা নিয়োগ করা; নিযুক্ত করা
তর না সওয়া একটুও দেরী করতে অনিছা (ফিরতে যেন তর সইছে না।)
তরতর দ্রুতগতিসূচক অনুকার শব্দ (নদী তরতর করে বয়ে চলেছে; তরতরিয়ে জল যায় না সময় যায়।)
তর-তাজা জীবন্ত, টাটকা, সজীব (তরতাজা সবজি, তরতাজা খবর)
তরি-তরকারি সহচর শব্দ; নানাবিধ কাঁচা আনাজ; রন্ধনোপযোগী শাক ফলমূল; সমার্থক বাগধারা- শাক-পাতাড়, শাকসবজি
তর্জনগর্জন প্রবল গর্জনসহ তিরস্কার বা শাসানি (যত তর্জনগর্জন সব গরীবলোকদের উপর।)
তলতল/ তলতলে অত্যন্ত নরমসূচক, প্রায় গলিত অবস্থা (আমগুলো পেকে তলতল করছে।)
তলশূন্য/তলাহীন প্রচুর অর্থ দান করেও যে দুর্গতকে উদ্ধার করা অসম্ভব
তলাতল নরক, পুরাণে বর্ণিত সপ্তপাতালের অন্যতম ('তলাতল খুঁজলে পরে পাবিরে তুই রত্নধন, ডুব ডুব ডুব ডুবসাগরে আমার মন')
তলায় তলায়/ তলেতলে গোপনে, ভিতরে ভিতরে (তলায় তলায় দু'দলের আঁতাত আছে; তলে তলে টাকা খায়।)
তলিয়ে দেখা গভীরভাবে বিবেচনা করা; পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা (তলিয়ে দেখলে কাজটা না করাই ভাল।)
তল্পিতল্পা বিছানাপত্র, সঙ্গে নেওয়া জামাকাপড় জিনিসপত্রের বোঁচকা; বাস করবার ইচ্ছায় যেসব দ্রব্য সঙ্গে থাকে বা আনা হয় (তল্পিতল্পা নিয়ে সরে পড়েছে।)
তল্পি/ তল্পিতল্পা গুটানো১ চিরদিনের জন্য কোন স্থান পরিত্যাগ
তল্পি/ তল্পিতল্পা গুটানো২ স্থায়ীভাবে কারবার গুটানো
তল্পিবাহক অনুচর, আজ্ঞানুসারে চলা ব্যক্তি (আমি কারো তল্পিবাহক নই।); সমার্থক বাগধারা- চাটুকার, চামচা, তোষামুদে, মোসাহেব ইত্যাদি
তল্লাট অঞ্চল, এলাকা (এ তল্লাটে তাকে আর পাবে না।)
তল্লাশ অনুসন্ধান (মেয়ের জন্য ভালছেলের তল্লাশ করে চলেছি।)
তশরিফ রাখুন সম্ভ্রমের সাথে- বসতে আজ্ঞা হোক
তহখরচ/তখরচ বাজে/ হিসাবের অতিরিক্ত খরচ
তাঁতের মাকু খালি দিক পরিবর্তন করে এমন ব্যক্তি
তাঁতীকুলও গেল বৈষ্ণবকুলও গেল সবদিক বজায় রাখা গেল না; সমার্থক বাগধারা- একুল ওকুল দুকুল গেল
তাঁবেদার খুবই অনুগত লোক; চামচা (আমাকে তোমার তাঁবেদার পাওনি।)
তা দেওয়া গোপনে উৎসাহ দেওয়া (ওদের দুজনের ঝগড়ায় তুমি তা দিচ্ছ কেন?)
তাই তো কিংকর্তব্যবিমূঢ় অবস্থা (তাই তো, এখন কী হবে?)
তাইরে নাইরে১ উদ্দেশ্যহীনভাবে বাজে কাজে সময় নষ্ট; কোনোরকমে কালক্ষেপ, বাজে কাজে কালক্ষেপ, নেচে বেড়ানো, ভাবনাচিন্তাহীন মনোভাবাপন্ন (তাইরে নাইরে করে দিন কাটায়।); সমার্থক বাগধারা- তা-না-না তেরে কেটে তা, ধিয়া-তা-ধিয়া
তাইরে নাইরে২ অক্ষমতাজ্ঞাপক (সঠিক জবাব না দিতে পেরে শেষে তাইরে নাইরে না।)
তাইরে নাইরে৩ আধ্যাত্মিক অর্থে অন্তরে প্রবৃত্তি ও নিবৃত্তির দ্বন্দ্বসূচক (অন্তর মোর বৈরাগী গায় তাইরে নাইরে না- রবীন্দ্রনাথ।)
তাক করা নিশানা বা লক্ষ্য স্থির করা (অন্ধকারে তাক করা যায় না।)
তাক লাগা আশ্চর্য/বিস্মিত হওয়া (বিস্ময়ে তাক লেগে গেছে।)
তাকেতাকে ওঁত পেতে, প্রতীক্ষায়, সতর্কতার সাথে; সন্ধানে সন্ধানে; সুযোগের অপেক্ষায়; সমার্থক বাগধারা তক্কেতক্কে
তাকেপাকে বিশেষ সতর্কতার সাথে
তাড়াহুড়া/হুড়ো মুখ্য অর্থ- তাড়াতাড়ি কাজ করার জন্য পীড়ন; গৌণার্থে- অত্যধিক ব্যস্ততা (তাড়াহুড়ো করলে কাজ শেষ হতে দেরী হয়।); সমার্থক বাগধারা-

তড়বড়; লাফঝাঁপ, লাফালাফি, হুড়োহুড়ি

তাণ্ডবনৃত্য/লীলা মুখ্য অর্থ- প্রলয়কালে শিবের উদ্দাম নৃত্য; গৌণ অর্থে- প্রলঙ্কর কাণ্ড, ভয়াবহ ক্রিয়াকলাপ (আমফান ঝড়ের তাণ্ডবনৃত্য এখনো মনে ভয় ধরায়)
তাত সয় তো বাত সয় না কথা শুনতে নারাজ; বাতাসের গরম সহ্য হয়, কিন্তু কথার গরম সহ্য হয় না
তা দেওয়া উস্কানি দেওয়া (ওদের ঝগড়ায় তুমি তা দিচ্ছ কেন?); সমার্থক বাগধারা- ধূনা দেওয়া
তা-না-না/ তানা-না/ তানা-না-না১ অনিচ্ছাজনিত এড়িয়ে যাওয়ার ভাব; ওজর, ছল, ভণিতা; সমার্থক বাগধারা- তাইরে নাইরে
তা-না-না/ তানা-না/ তানা-না-না২ কাজ আরম্ভের আড়ম্বরে অযথা কালক্ষেপ; নানা বাহানায় নাকচের চেষ্টা; বাজেকাজে সময়নষ্ট (তা-না-না করে দিনটা কাটিয়ে দিল।); সমার্থক বাগধারা- গড়িমসি টালবাহানা
তাপ্পি মারা১ কোনরকমে কাজ সারা (রাস্তাগুলো তাপ্পি মেরে সারানো হচ্ছে); সমার্থক বাগধারা- জোড়াতালি দেওয়া
তাপ্পি মারা২ (অশালীন) গুল মারা, ধাপ্পা দেওয়া (ও তাপ্পি মেরে কথা বলে।)
তাবড় তাবড় তার থেকে বড়; বড় বড় (ওকে অনেক তাবড় তাবড় ডাক্তার দেখানো হয়েছে।)
তা-বৈ-কি১ নিশ্চিতে- তা ছাড়া আর কিছু নয়/নাই
তা-বৈ-কি২ সন্দেহে- বোধহয় তা নয়; হয়-তো-বা
তামা তুলসী করা / তামা তুলসী স্পর্শ করে শপথ (হিন্দুদের নিকট অতি পবিত্র) নির্দোষিতা প্রমাণের দিব্বি করা; শপথ করে সত্য কথা বলা বা প্রতিজ্ঞা করা (তামা-তুলসী ছুঁইয়ে বলছি আমি কিছু জানি না।)
তামাদি এইসময় অবধি; দাবীর সময় অতিক্রান্ত
তামার বিষ অর্থের কু-প্রভাব (তামার বিষে পড়ে সমাজটা জর্জরিত।)
তারকাটা বুদ্ধিহীন, মাথার গোলমাল (তারকাটা ছেলে); সমার্থক বাগধারা-

'মটকা খালি'; 'স্ক্রু ঢিলা'

তারস্বর উচ্চ বা চড়া স্বর (তারস্বরে মাইক বাজছে।)
তারিয়ে তারিয়ে স্বাদ উপভোগ করার জন্য ধীরে ধীরে খাওয়া (তারিয়ে তারিয়ে ক্ষীরসন্দেশ খাচ্ছে।)
তাল করা/খোঁজা ইচ্ছা করা; মতলব করা; সুযোগ খোঁজা (পালাবার তাল করছে।)
তাল কাটা/ ভঙ্গ হওয়া মাত্রায় সামঞ্জসহীন হওয়া (উভয়ের মধ্যে তাল কেটেছে।)
তালকানা অসাবধান; কাণ্ডজ্ঞানহীন, বিবেচনাবিহীন; ভালো-মন্দ জ্ঞানশূন্য ('আমার সংসারের ঘড়ি তালকানা'-রবীন্দ্রনাথ)
তালগাছ দিয়ে দাঁতন করা অসম্ভব ব্যাপার, গাঁজাখুরি, যা হবার নয়
তালগাছের আড়াই হাত বিশেষ কাজের শেষ কঠিন অংশ
তালগোল পাকানো/হওয়া১ বিপর্যস্ত করা; জটিলতা সৃষ্টি হওয়া; বিশৃঙ্খল করা (সাধারণ একটা বিষয়কে তালগোল পাকিয়ে ফেলেছে।)
তালগোল পাকানো/হওয়া২ নানারকমের দুশ্চিন্তা
তালজ্ঞান ভালোমন্দ বোধ, কাণ্ডজ্ঞান (তালজ্ঞান হারিয়ে ফেলেছো নাকি?)
তাল ঠুকে লাগা সাহসের সাথে কাজে নামা (তাল ঠুকে ব্যবসায়ে নেমে পড়লাম।)
তাল ঠোকা১ অপরকে দ্বন্দ্বে আহ্বান করা (কুস্তিতে তাল ঠুকছে।)
তাল ঠোকা২ আস্ফালন করা
তাল ঠোকা৩ সগর্ব উক্তি
তাল তোলা বায়না করা (এবার সবাই কাশ্মীর যাওয়ার তাল তুলেছে।)
তাল দেওয়া আগ বাড়িয় সমর্থন করা, উমেদারি করা (নেতার কথায় তাল দেওয়াই অনুচরদের কাজ।)
তাল পড়া পিঠে সশব্দে কিল পড়া (অঙ্কটা না পারলে পিঠে বিরাশি সিক্কার তাল পড়বে।)
তালপাতার খাঁড়া অপদার্থ ব্যক্তি; সমার্থক বাগধারা- ধানগাছের তক্তা; পিতলের কাটারী
তালপাতার ছায়া এই আছে তো এই নাই; ক্ষণস্থায়ী বিষয় (তালপাতার ছায়া মিথ্যা কর মায়া- প্রবাদ)
তালপাতার সেপাই দীর্ঘ অথচ অত্যন্ত কৃশ; অতিশয় রোগা ও দুর্বল ব্যক্তি; ক্ষীণজীবী
তালবাহানা আপত্তি, ওজর, ছল (কাজ না করার কোন তালবাহানা খুঁজবে না।)
তালমিল কাজে সঙ্গতি, মাত্রার সামঞ্জস্য (তোমার কথায় ও কাজে কোন তালমিল নেই।)
তাল রাখা অপরের কাজের সাথে নিজের কাজের সঙ্গতি রাখা (সকলের সাথে তাল রেখে চলতে হবে।)
তাল সামলানো ঝক্কি, ঝামেলা, ধকল সামলানো; শেষরক্ষা (অফিসের কাজে তাল সামলাতে পারছি না।); সমার্থক বাগধারা- টাল সামলানো
তালে তাল দেওয়া অন্যায় কাজ সমর্থন করা; তোষামোদ করা (কেউ অন্যায় করলে তার তালে তাল দিতে নেই।)
তালেগোলে বিশৃঙ্খলার মধ্য দিয়ে (তালেগোলে আসল কথাটা বলতে ভুলে গেছি।)
তালেবর মুখ্য অর্থ- চৌকশ, ধনী, সৌভাগ্যবান; ব্যঙ্গে- ওস্তাদ, লায়েক (তুমি এমন কিছু তালেবর হওনি যে তোমার কথা শুনতে হবে।)
তাসের ঘর১ অতিশয় অনিশ্চিত অবস্থা; অত্যন্ত ক্ষণস্থায়ী অবস্থা (বাড়ীটা তাসের ঘরের মত ভেঙ্গে পড়ল।)
তাসের ঘর২ ভঙ্গুর অবস্থা, বিপজ্জনক অবস্থা (দলটা তাসের ঘরের মত টিকে আছে।)
তা হলে ঐ কথাই রইলো আলোচনার কথাবার্তার ইতি টানা
তিক্ত অপ্রীতিকর, কষ্টকর, দুঃখজনক (তিক্ত অভিজ্ঞতা; তিক্ত সম্পর্ক)
তিড়বিড় চঞ্চলতা বা অস্থিরতাভাব (ছেলেটা বড় তিড়বিড় করছে।)
তিড়িংবিড়িং ফড়িঙের মত লাফিয়ে লাফিয়ে চলা (এতো তিড়িংবিড়িং করছো কেন?); সমার্থক বাগধারা- লম্ফঝম্ফ
তিতবিরক্ত/ তিতিবিরক্ত উত্ত্যক্ত, অত্যন্ত বিরক্ত, তেতোবিরক্ত (তোমার আচরণে সবাই তিতিবিরক্ত হয়ে আছে); সমার্থক বাগধারা- ত্যক্ত বিরক্ত
তিনঠেঙে লাঠি হাতে বৃদ্ধ
তিনকাল শৈশব, যৌবন ও প্রৌঢ়ত্ব (তার তিনকাল গিয়ে এককালে ঠেকেছে।)
তিনকুল পিতৃকুল, মাতৃকুল ও শ্বশুরকুল (তিনকুলে তার কেউই নেই, সকলকে খেয়ে বসে আছে।)
তিনখানা খণ্ড বিখণ্ড ('একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে'-রবীন্দ্রনাথ)
তিন তালাক চিরবিচ্ছেদ, সম্পূর্ণরূপে ত্যাগ
তিনমাথা অতিবৃদ্ধ ('তিনমাথা যেখানে বুদ্ধি নেবে সেখানে'- প্রবাদ)
তিন লাফে অতি দ্রুতপদে (তিন লাফেে সে এসে উপস্থিত হল।); সমর্থক বাগধারা- সাত-তাড়াতাড়ি
তিনশত্রু শত্রুকে তিনটি দ্রব্য দেওয়ার ভাবনা থেকে উৎপন্ন বাগধারা (কথায় বলে 'তিনশত্রু দিতে নাই'।)
তিনসত্য/ তিন সত্যি তিনবার সত্য উচ্চরণ করা, যা অত্যন্ত নিশ্চয়তাব্যঞ্জক; অতি সত্য; খুব ঠিক; নিঃসন্দেহ; সমার্থক বাগধারা- সত্য সত্য সত্য
তিনসন্ধ্যা/ ত্রিসন্ধায় পূর্বাহ্ন, মধ্যাহ্ন ও অপরাহ্ন
তিনসন্ধ্যা/ ত্রিসন্ধ্যা২ সন্ধ্যা ঘনিয়ে আসার সময় ('জল ভরিতে যাও গো কন্যা, তিন সন্ধ্যাবেলা'-পূর্ববঙ্গ গীতিকা)
তিনাঞ্জলি মূখ্য অর্থ- প্রেত তর্পণে তিনবার জলদান;্লংযায়- চিরবিদায়, শেষ বিদায়; সমার্থক বাগধারা- তিলাঞ্জলি
তিমিঙ্গিল যে তিমিকে গিলে খায় সে তিমিঙ্গিল (কাল্পনিক); যে তিমিঙ্গিলকে গিলে খায় সে তিমিঙ্গিলগিল; অর্থাৎ কেউ অজেয় নয়; সমার্থক বাগধারা- দাদারও দাদা আছে, বাপেরও বাপ আছে ইত্যাদি
তিরস্করণী/তিরস্করিণী/তিরস্কারিণী বাধা (অনেক তিরস্কারিণী পার হ'তে হয়েছে।)
তিরিক্ষি যে অল্পেতে রেগে যায়; রগচটা (তিরিক্ষি মেজাজের লোক)
তিরোধান মহাপুরুষের মৃত্যু
তিল অতিসামান্য পরিমাণ বা অংশ ('নীল নবঘন আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে'- রবীন্দ্রনাথ)
তিল কুড়িয়ে তাল একটু একটু করে গড়ে তোলা সঞ্চয়
তিল তিল করে // তিলে তিলে একটু একটু করে; ক্রমে ক্রমে কিন্তু অবিচ্ছিন্নভাবে (তিল তিল করে ওই টাকা সঞ্চয় করেছি।)
তিল ধারণের জায়গা না থাকা অত্যন্ত ভিড় হওয়া, ঠাসাঠাসি হওয়া (ঘরে তিল ধারণের জায়গা নেই।)
তিলককাটা বামুন/বৈষ্ণব বিদ্রুপে- ভণ্ড/মেকী ধার্মিক
তিলকা গায়ে তিল ফুলের মত চিহ্ন ('অলকা তিলকা ভালে রেখা আঁকা')
তিলকাঞ্চন খুব কম খরচে শ্রাদ্ধানুষ্ঠান
তিলকে তাল করা অতিরঞ্জিত করা; তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখানো; বাড়িয়ে বলা; সামান্য ব্যাপারকে গুরুতর করে তোলা
তিলাঞ্জলি মুখ্য অর্থ- মৃত আত্মার তৃপ্তির উদ্দেশে তিল ও জলের তর্পণ' আলং- চিরবিদায়, চিরবিচ্ছেদ, শেষ বিদায়, সম্পূর্ণ পরিত্যাগ/সম্পর্কছেদ ('তিলাঞ্জলি দিঁলু কুললাজে')
তিলে খচ্চর মুখ্য- তিলের ন্যায় দাগযুক্ত খচ্চর; আলং- অতি দুষ্টপ্রকৃতির লোক; অতি নষ্ট চরিত্রের লোক, দাগি বদমাইশ- গালিবিশেষ (লোকটা একনম্বরের তিলে খচ্চর); সমার্থক বাগধারা- হাড়বজ্জাত
তিলে তাল অল্পবিষয়ে বিশাল আড়ম্বর
তিলে তিলে // তিল তিল করে একটু একটু করে, ধীরে ধীরে (রোমনগরী তিলে তিলে গড়ে উঠেছে)
তিলে তিলে তাল একটু একটু করে বিরাট আকার; সমার্থক বাগধারা- রাই কুড়িয়ে বেল
তিলে তিলে তিলোত্তমা তিলে তিলে সৃষ্ট সৌন্দর্য
তিলেক ক্ষণকাল, ক্ষণমাত্র ('তিলেক দাঁড়া ওরে সমন বদন ভরে মাকে ডাকি- শ্যামাসঙ্গীত')
তিলোত্তমা অতি সুন্দরী নারী
তীরগলায় ঘণ্টা সরু গলায় ঘণ্টার মতন বেমানান সাজ
তীরে এসে তরী ডোবা কাজের শেষদিকে বিফল হওয়া
তীর্থের কাক১ সাগ্রহে প্রতীক্ষাকারী (সকলে তীর্থের কাকের মত বসে আছে।)
তীর্থের কাক২ পরানুগ্রহপ্রত্যাশী ব্যক্তি
তীর্থের কাক৩ লোভীব্যক্তি
তুইতোকারি করা তুই, তোর ইত্যাদি শব্দপ্রয়োগে অপমান করা বা অসম্মান দেখানো; তুলনীয়- তুচ্ছতাচ্ছিল্য করা
তুচ্ছতাচ্ছিল্য করা অবজ্ঞা/অবহেলা করা
তুঘলকি কাণ্ড উদ্ভট কাণ্ডকারখানা; খামখেয়ালিপূর্ণ কাজ (রাজত্বে তুঘলকি কাণ্ড চলছে।)
তুঙ্গী উঁচুতে অবস্থিত ('তুঙ্গী মেঘ শুভ্রকেশ')
তুঙ্গে বৃহস্পতি মহাসৌভাগ্য (তুঙ্গে তোমার বৃহস্পতি আর তোমাকে পায় কে।)
তুচ্ছতাচ্ছিল্য করা অবজ্ঞা/অশ্রদ্ধা করা; সমার্থক বাগধারা- তুড়ি মারা
তুড়ি দেওয়া/মারা অগ্রাহ্য করা; অবজ্ঞা করা; এড়িয়ে যাওয়া; তুচ্ছ জ্ঞান করা; তোয়াক্কা না করা (তুড়ি মেরে আমার কথা উড়িয়ে দিল।); সমার্থক বাগধারা- তুচ্ছতাচ্ছিল্য করা
তুড়িলাফ স্ফূর্তিতে হঠাৎ লাফিয়ে ওঠা
তুড়ুম ঠোকা ভালোভাবে শিক্ষা দেওয়া; রূঢ়ভাবে তিরস্কার করা
তুড়ে দেওয়া শক্ত কথায় কড়াভাবে তিরস্কার করে
তুফান তোলা প্রবল বিতর্ক/উত্তেজনার সৃষ্টি করা
তুবড়ি ছোটানো/ফাটানো অনর্গল বাক্যস্রোত; টানা জোরে জোরে কথা বলে যাওয়া
তুম-তানা-নানা অসার্থক প্রারম্ভিক আয়োজন
তুমতুমি গর্ব, গুমর (ধনদৌলতের তুমতুমি)
তুরীয়ানন্দ১ আনন্দে আত্মহারা অবস্থা; চরম আনন্দ ('আমি তুরীয়ানন্দে ছুটে চলি এ কি উন্মাদ আমি উন্মাদ'-নজরুল)
তুরীয়ানন্দ২ ব্রজবুলি- ব্যঙ্গে- মাদক দ্রব্যের প্রভাবে মত্ততা
তুরুপের তাস অমোঘ অস্ত্র, বাজী মাতের সেরা অস্ত্র (আমি এখন তুরুপের তাস খেলিনি।)
তুর্কিনাচ/নাচন১ উদ্দাম নৃত্য (সাংস্কৃতিক মঞ্চে তুর্কিনাচন চলছে।)
তুর্কিনাচ/নাচন২ অতিশয় বিব্রত দশা; পরের নির্দেশে চলতে গিয়ে নাজেহাল অবস্থা (নানা নির্দেশ দিয়ে সরকার জনসাধারণকে তুর্কিনাচন নাচাচ্ছে।)
তুলকালাম কাণ্ড তুমুল ঝগড়া, প্রচণ্ড গোলমাল; সমার্থক বাগধারা- কুরুক্ষেত্র কাণ্ড, খণ্ডপ্রলয়, ধুন্ধুমারকাণ্ড, মহামারীকাণ্ড, লঙ্কাকাণ্ড ইত্যাদি (সভায় তুলকালাম কাণ্ড চলছে)
তুলতুল/ তুলতুলে অত্যন্ত কোমল/নরমভাব (মুখখানা তুলতুল করছে।)
তুলসীবনের বাঘ কপট, ভণ্ড, ভেকধারীব্যক্তি, সাধু বলে পরিচিত অসাধুব্যক্তি; সমার্থক বাগধারা- তিলককাটা বামুন, বকধার্মিক, বাঘের গায়ে নামাবলী, বিড়ালের গলায় তুসলীর মালা, বিড়ালতপস্বী, ভিজে বিড়াল ইত্যাদি
তুলোধুনা করা কটুকথা, ভর্ৎসনা, প্রহার ইত্যাদির চূড়ান্ত করা
তুল্যমূল্য সদৃশ, সমমূল্য; সমান মর্যাদাবিশিষ্ট
তুষানল/ তুষের আগুন তুষের আগুনের মত দীর্ঘস্থায়ী দুঃসহ মর্মযন্ত্রণা; দগ্ধকারী দুঃখ
তৃণজ্ঞান করা / তৃণতুল্য জ্ঞান করা অবজ্ঞা করা; তুচ্ছজ্ঞান করা
তৃপ্রান্তর বহু বিস্তৃত মাঠ (গল্পকথায় তেপান্তরের মাঠ)
তেঁতুলে দুষ্ট, পাজি, বদলোক (তেঁতুলে লোক)
তেঁদড়/ত্যাঁদড় দুষ্ট, পাজি, বেহায়া (লোকটা বড় তেঁদড় তো)
তে এঁটে১ কুৎসিতদর্শন লোক
তে এঁটে২ বদমাশ; ধূর্ত
তেজ অহঙ্কার, দেমাক (তেজ দেখিয়ে কাজ হাসিল করতে চায়।); সমার্থক বাগধারা- তেল
তেজারতি সুদের বিনিময়ে টাকা ধার দেওয়ার কাজ (তেজারতি করে অনেক পয়সা কামিয়েছে।)
তেঠঙ্গা / তেঠেঙে বিদ্রুপে- লাঠিযুক্ত বৃদ্ধ লোক; বয়সজনিত কারণে বঙ্কিম চেহারা; সমার্থক বাগধারা- ত্রিভঙ্গমুরারি
তেড়িবেড়ি/ তেড়িমেড়ি উৎপাত, গোলমাল, গোলযোগ (বেশী তেরিবেড়ি করলে পিটিয়ে ঠাণ্ডা করে দেবো।)
তেড়েফুঁড়ে১ ভিতর থেকে তাড়া করে বাহিরে আসার ভাব; তর্জন গর্জন করে; ধমকিয়ে এবং রেগে গিয়ে; হঠাৎ তাড়া করে (পুলিশ লাঠি উঁচিয়ে তেড়েফুঁড়ে মারতে এলো।)
তেড়েফুঁড়ে২ বিপুল শক্তি ও উদ্যমের সঙ্গে (তেড়েফুঁড়ে কাজে লেগে গেল।)
তেড়েফুঁড়ে৩ সাহসের সাথে মুখ ফুটে (তেড়েফুড়ে কথ কথা বলে গেল।); সমার্থক- তেড়েমেড়ে
তেড়েমেড়ে তর্জন সহকারে তাড়া করে ('তেড়ে মেড়ে দাণ্ডা করে দিই ঠাণ্ডা'- সুকুমার রায়')
তেতেপুড়ে রোদের তাপে গরম হয়ে (তেতেপুড়ে এসেই জল খেয়ো না।)
তেরিয়া উগ্রস্বভাব, উদ্ধত (তেরিয়া লোক)
তেরি-মেরি১ 'তোর মোর বলা'; হিন্দির তেরীমেরীর অনুকরণে গালিবিশেষ
তেরি-মেরি২ অশিষ্ট কর্কশ বাক্যপ্রয়োগ; চোটপাট; রাগারাগি; তুই-তোকারি করে অবজ্ঞাসূচক উক্তি; কটুবাক্যে বিবাদ ('মোগলে রহিল ঘেরি সদা করে তেরিমেরি'-ভারতচন্দ্র রায়গুণাকর)
তেরে-কেটে-তা তুচ্ছতাচ্ছিল্য, উপেক্ষার ভাব, কোনভাবে দিন কাটানো, নেচে বেড়ানো, ভাবনাচিন্তাহীন (তেরে তেটে তা করে দিন কাটিয়ে গেল।); সমার্থক বাগধারা- তাইরে নাইরে, ধিয়া-তা-ধিয়া
তেরোস্পর্শ যেদিনে তিনটি তিথি মিলিত হয়; অশুভ যোগ; সমার্থক বাগধারা- ত্র্যহস্পর্শ
তেল অহঙ্কার, দেমাক (তোমার খুব তেল বেড়েছে দেখছি।); সমার্থক বাগধারা- তেজ
তেল কুচকুচে/চুকচুকে বেশি করে তেল মাখা/মাখানো হয়েছে এমন চকচকে
তেল দেওয়া/মাখানো // তেলানো হীনভাবে তোষামোদ করা (ওকে অত তেলাচ্ছ কেন?)
তেলাপোকার পাখি হওয়া১ অক্ষমের উচ্চাশা; সমার্থক বাগধারা- বামন হয়ে চাঁদ ধরা
তেলাপোকার পাখি হওয়া২ অসম্ভব প্রয়াস; সমার্থক বাগধারা- বামন হয়ে চাঁদে হাত
তেলামাথায় তেল দেওয়া১ তোষামোদি করা (তেলা মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির রোগ- কমলাকান্তের দপ্তর)
তেলামাথায় তেল দেওয়া২ যার প্রচুর আছে তাকে আরও দান (তেলা মাথায় ঢালো তেল শুকনা মাথায় ভাঙো বেল- প্রবাদ)
তেলেবেগুনে জ্বলে ওঠা অতিমাত্রায় উত্তেজিত হওয়া; অতিশয় ক্ষোভ দেখানো; ক্রোধে অগ্নিধর্মা হওয়া; প্রচণ্ড রেগে যাওয়া (তার কথা শুনে তেলেবেগুনে জ্বলে ওঠল।)
তেলে ভাজা রোদে পুড়ে তামাটে বর্ণ
তেলেনা ভাঁজা আসল কথার ভূমিকাস্বরূপ বাজে কথার অবতারণা করা; ভণিতা করা
তেশন্নির (=উপর নিচ ও পার্শ্ব-এই তিনদিকে শূন্য স্থান) দশা অবলম্বনহীন অবস্থা
তৈরী ছেলে ব্যঙ্গে- অকালপক্ব, চৌখশ, ডেঁপো, ফাজিল, নষ্টচরিত্র ইত্যাদি (আরেকটি তো তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে'-সুকুমার রায়)
তৈরী ছেলের বাপ ঘরজামাইয়ের বাপ
তৈলবট বিধান দেওয়ার জন্য ব্রাহ্মণ পণ্ডিতক দেয় অর্থ (ভালো পরিমাণে তৈলবট পেলে যজমানের ইচ্ছানুযায়ী বিধান পালটে দেয়।)
তৈলদান/ তৈলমর্দন হীনভাবে তোষামোদ
তৈলাধার পাত্র কি পাত্রাধার তৈল চুলচেরা বিচার, যে সমস্যার কোন মিমাংসা নেই
তোড়জোড় উদ্যোগ; আয়োজন; প্রস্তুতি (তল্পিতল্পা গুটাইবার তোড়জোড় শুরু কর।)
তোতাপাখি না বুঝে অনুকরণকারী
তোতাবুলি অর্থ না বুখে আওড়ানো মুখস্থ কথা
তোতাবৃত্তি অনুকরণের স্বভাব অর্থ না বুখে
তোপ দাগা আক্রমণ করা
তোমার একদিন কি আমার একদিন হেস্তনেস্ত করা
তোয়াক্কা সমীহ (আমি কাউকে তোয়াক্কা করি না); সমার্থক বাগধারা- কেয়ার
তোয়াজ অভ্যর্থনা, খাতির, মনোরঞ্জন, (উপরওয়ালাকে সবসময় তোয়াজ করে চলতে হয়।)
তোলপাড়১ প্রবল আলোড়ন (বুকের ভিতর তোলপাড় হচ্ছে); সমার্থক বাগধারা- ওলটপালট
তোলপাড়২ তুমুল ঝগড়া, বিক্ষোভ (সভার ভিতর তোলপাড় হচ্ছে।); সমার্থক বাগধারা- চিৎকার-চেঁচামেচি, হৈচৈ ইত্যাদি
তোলপাড়৩ সর্বত্র ছুটে বেড়ানো (দুস্কৃতি ধরতে পুলিশ এলাকা জুড়ে তোলপাড় করছে।)
তোলা১ যা স্মরণ রাখা হয়েছে (সব কথা তোলা আছে।)
তোলা২ জোর-জবরদস্তি সংগৃহীত অর্থ
তোলোহাঁড়ি মুখ্য অর্থ- ভাত রাঁধার মাটির বড় হাড়ি; গৌণ অর্থ- তলোহাড়ির মত গম্ভীর ও স্ফীত মুখভার; গোমড়ামুখো, গম্ভীরপ্রকৃতির লোক (যার পানে চাই তানারই মুখ তোলোহাড়ি'- নীলদর্পণ)
ত্যাঁদড় নির্লজ্জ, বেহায়া (বড় ত্যাঁদড় ছেলে)
ত্যক্ত বিরক্ত/তিতবিরক্ত/তেতোবিরক্ত উত্ত্যক্ত, জ্বালাতন (অপশাসনে জনসাধারণ ত্যক্তবিরক্ত হয়ে পড়েছে।)
ত্যাজ্যপুত্র পুত্রের অধিকার ও পিতার সম্পত্তি থেকে বঞ্চিত ও বিতাড়িত পুত্র
ত্রাতা মধুদূদন বিপদে সাহায্যকারী শ্রীকৃষ্ণ; বিপন্নকে উদ্ধারকারী ব্যক্তি
ত্রাহি মধুসুদন বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা
ত্রাহি ত্রাহি ডাক ছাড়া বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য পরিত্রাহি চিৎকার করা
ত্রিকুল পিতৃকুল, মাতৃকুল ও শ্বশুরকুল (সে সকলকে খেয়ে বসে আছে, ত্রিকুলের তার আর কেউ নেই।)
ত্রিকোণ প্রেম কামার্ত এক নারী ও দুই পুরুষের রসলীলা; কামার্ত দুই নারী ও এক পুরুষের রসলীলা; সমার্থক বাগধারা- এক ফুল দুই মালী
ত্রিপাপ অতিপাতক, উপপাতক ও মহাপাতক- এই তিনপ্রকার পাপ
ত্রিফলা তিনটি ফল-হরীতকী, বহেড়া ও আমলকী
ত্রিবলি/ত্রিবলী উদর বা কণ্ঠের রেখাত্রয়
ত্রিবিদ্যা ঋক্‌, সাম ও যজুঃ- এই প্রধান বেদত্রয়ী
ত্রিবেণী১ তিনটি স্রোত বা নদীর মিলনস্থল
ত্রিবেণী২ গঙ্গা, যমুনা ও সরস্বতীনদীর মিলন অথবা বিচ্ছেদস্থল
ত্রিভঙ্গমুরারি শ্রীকৃষ্ণ; ব্যঙ্গে- বাঁকা চেহারার অতিবৃদ্ধ লোক
ত্রিভুবন স্বর্গ, মর্ত ও পাতাল
ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর; ব্যঙ্গে তিন সাঙাৎ (মন্দার্থে- সহচর, সহযোগী)
ত্রিযামা রাত্রি
ত্রিরাত্র/তেরাত্রি/তেরাত্তির মধ্যবর্তী দুইদিন সহ তিন রাত মিলে যে সময়; ৬০ ঘণ্টা (ত্রিরাত্রি কাটলো না, অভাগিনীর স্বামীর ঘর করা হল না।)
ত্রিলোক স্বর্গ, মর্ত ও পাতাল
ত্রিশঙ্কু অবস্থা // ত্রিশঙ্কুর দশা অনিশ্চিত অবস্থায় পড়েছে এমন ব্যক্তি; এদিকেও না ওদিকেও না; সমার্থক বাগধারা- দোনমনা, বেড়ার ওপর বসে ইত্যাদি
ত্রিশূল তিন ফলকযুক্ত অস্ত্র
ত্রিসীমানা সান্নিধ্য (তুমি আমার ত্রিসীমানা মারাবে না।)
ত্রুটি বিচ্যুতি একার্থবোধক যুগ্মশব্দ; নানাপ্রকার স্খলন;; সমার্থক বাগধারা- ভুলচুক; ভুলভ্রান্তি
ত্র্যহস্পর্শ মূখ্য- একদিনে তিন তিথির যোগ; আলং- অশুভ যোগ

সম্পাদনা

বাগধারা অর্থ
অবাক, কিংকর্তব্যবিমূঢ়, নির্বাক, বোকা, স্থির, হতবুদ্ধি, হতভম্ব ইত্যাদি
থ খেয়ে/বনে/মেরে যাওয়া/হওয়া বিস্ময়ে বা ভয়ে কিংকর্তব্যবিমূঢ়/বিস্মিত/স্তম্ভিত হওয়া (ওর কথা শুনে থ মেরে গেছি।)
থ/থই পাওয়া১ তলভূমি/স্থল পাওয়া (নদীর অগাধ জলে থ/থই পাচ্ছি না।)
থ/থই পাওয়া২ সীমা পাওয়া (কাজের কোন থ/থই পাচ্ছি না।)
থইথই পরিপূর্ণতা/প্রাচুর্যসূচক দ্বিত্বশব্দ (শাওন এল ওই থইথই শাওন এল ওই, পথহারা বৈরাগীরে তোর একতারাটা কই?- লঘুগীতি)
থওকা দর আন্দাজী হিসাব; কোন মাপজোখ না করে; (থওকা দরে মাল কেনা।)
থকা অবসন্ন/ক্লান্ত হওয়া; হাঁপিয়ে যাওয়া (পরিশ্রমে একদম থকে গেছি।)
থতমত খাওয়া/থতিয়ে যাওয়া কিংকর্তব্যবিমূঢ় হওয়া; কিছু বলতে গিয়ে ইতস্তত করা; কিছু দেখে বা শুনে অপ্রতিভ হওয়া; মুখে কথা না ফোটার অবস্থা; ঘাবড়ে গিয়ে কিছু স্থির করতে না পারা ('ভয়ে ভয়ে কথা কই খেয়ে থতমত'-গোপাল উড়ে- বিখ্যাত পালাকার)
থপথপ ভারী চেহারার ধীর পদক্ষেপের ভাবার্থে দ্বিত্বশব্দ (হাতি থপথপ করে যায়।)
থপথপে১ কোমল স্থূল শরীর (থপথপে লোক)
থপথপে২ দেহভারজনিত মন্থর গতি (থপথপে গতি)
থমথম নিস্তব্ধতা/ভয়াবহতাসূচক দ্বিত্বশব্দ (চারদিক কেমন থমথম করছে।)
থরথর প্রবল কম্পনভাবার্থে দ্বিত্বশব্দ ('থরথর করি কাঁপিছে ভূধর, শিলা রাশিরাশি পড়িছে খসে'- রবীন্দ্রনাথ)
থরহরি কম্প/কাঁপা প্রবলভীতির কারণে মানসিক বিপর্যয়; ভীতির আতিশয্যে কাঁপা (ভয়ে সে থরহরি কাঁপছে।)
থলথল স্থূলতাহেতু শিথিল মাংসের স্পন্দনভাবসুচক দ্বিত্বশব্দ (থলথলে শরীর)
থলির মধ্যে হাতি পোরা অসম্ভব, যা হবার নয়, তেমন কাজ করতে যাওয়া
থাউকা/থাউকো আন্দাজে, থোক হিসাবে, মোটটামুটি দরে (থাউকো দরে কিনলাম।)
থাকা-খাওয়া খোরপোশ, ভাত-কাপড়; বাসস্থান ও খাওয়াদাওয়া (চাকরিস্থলে থাকা-খাওয়ার একটা ব্যবস্থা করতে হবে।)
থাকাথাকি অবস্থান, বিদ্যমানতা (সেখানে থাকাথাকির ব্যাপারটা পরে স্থির করা যাবে।)
থাকা-না-থাকা বাঁচা-মরা (আমার থাকা-না-থাকার সাথে এই বিষয়ের কোন সম্পর্ক নেই।)
থানা করা কৃষকের ভাষায় বিশেষ বিশেষ বীজ বুনতে বিশেষ বিশেষ মাটি ও স্থান তৈরী করা
থানা-পুলিশ করা১ পুলিশি সাহায্য পেতে বারবার থানায় যাওয়া আসা করা
থানা-পুলিশ করা২ মামলা-মকদ্দমায় জড়িয়ে পড়া;
থাবা দেওয়া/বসানো/মারা১ ভাগ বসানো (খাবারে থাবা মারছে।)
থাবা দেওয়া/বসানো/মারা২ কেড়ে বা ছিনিয়ে নেওয়া; জবরদস্তি করে নেওয়া (ভাইয়ের সম্পত্তিতে থাবা মারছে।)
থাবা দেওয়া/বসানো/মারা৩ হস্তক্ষেপ করা (আমার অধিকারে থাবা দিচ্ছে।)
থাবাথুবি দিয়ে রাখা পিঠ চাপড়ে ভুলিয়ে রাখা (কোনরকমে থাবাথুবি দিয়ে বিষয়টা চাপা রেখেছি।)
থাবড়ানো১ চড়ের ওপর চড় মারা (বেশি কথা বললে থাবড়ে দেব।)
থাবড়ানো২ ধমক দেওয়া; শাসন করা বেয়াদবগুলিকে থাবড়ানো দরকার।)
থিকথিক করা পোকামাকড়ের প্রাচুর্যসূচক;বহু বস্তু/প্রাণীর বিরক্তিকর একত্র সন্নিবেশের ভাবসূচক (জলে পোকা থিকথিক করছে।)
থিতা/ থিতানো মন্দীভূত হওয়া (উৎসাহ ক্রমশঃ থিতিয়ে আসছে।)
থিতু হওয়া এক জায়গায় স্থির হয়ে বসা (আগে থিতু হও,পরে যা বলার বলবে।)
থির-থিরানি মৃদুকম্পন, থিরথির করে কাঁপা (ভয়ে থির-থিরানি শুরু হয়েছে।)
থুড়থুড়ে/থুত্থুড়ে বার্ধক্যজনিত কারণে কম্পনসূচক, অতিবৃদ্ধত্ববাচক ('নীচেতে দাঁড়ায়ে এক বুড়ি থুড়থুড়ি'- রবীন্দ্রনাথ)
থুড়া/থোড়া/থুরা ক্রমাগত আঘাতে তিরস্কারে প্রহারে বা ভর্ৎসনায় জর্জরিত করা জর্জরিত করা (বেশি বাড়াবাড়ি করলে একেবারে থুড়ে দেবো।)
থুত্‌কার/ থুতু ফেলা ধিক্কার জানানো
থুতু দিয়ে ছাতু গোলা/মলা অসম্ভব কাজ করার চেষ্টা; কৃপণতা করা
থুম মেরে যাওয়া১ ভয়ে বা বিস্ময়েঅনড়, নির্বাক, নিশ্চল, বাক্যহীন হওয়া (একটা কিছু বল থুম মেরে বসে থেকো না।)
থেকে থেকে কিছুকাল অন্তর, মধ্যে মধ্যে, মাঝে মাঝে (থেকে থেকে জ্বর আসছে।)
থেবড়া/থ্যাবড়া মারা মাটিতে চেপ্টে বসা (থেবড়া মেরে বসে আছে।)
থোঁতা/থোতা মুখ১ বড় ও ভারী মুখ
থোঁতা/থোতা মুখ২ অহঙ্কার, দর্প (থোঁতা মুখ ভোঁতা করে দেবো।)
থোঁতা/থোতা মুখ ভোঁতা করা উপযুক্ত শাস্তি দেওয়া; দর্পচূর্ণ করা; বড় মুখ ছোট করা; মুখরার মুখের ধার না থাক, মুখ বন্ধ হওয়া; লজ্জা দিয়ে নির্বাক করা ইত্যাদি
থোকে থোকে কিস্তিতে কিস্তিতে
থোড় অতি সামান্য, প্রায় কিছুই না (সবাই ভাগ পেল আমি পেলাম থোড়।)
থোড়কুচি করা টুকরা টুকরা করা
থোড়-বড়ি-খাড়া, খাড়া-বড়ি-থোড় বৈচিত্রহীন একঘেঁয়ে জীবন
থোড়াই কেয়ার করা একটুও না, মোটেই গ্রাহ্য না করা (আমি তোমাকে থোড়াই কেয়ার করি।)

সম্পাদনা

বাগধারা অর্থ
দকে/দয়ে (দহ) পড়া/মজা ভীষণ বিপদে প়ড়া (দকে পড়ে হাঁসফাঁস করছি।)
দক্ষযজ্ঞ প্রলয়কাণ্ড, চূড়ান্ত হট্টগোল, লন্ডভন্ড কর্মকান্ডে বিপর্যস্ত অবস্থা (সভায় দক্ষযজ্ঞ লেগে গেছে।)
দক্ষিণ নায়ক একইসাথে বহু নায়িকার প্রতি অনুরক্ত
দক্ষিণ রায় সুন্দরবনের বাঘ
দক্ষিণহস্ত প্রধান সহায়, বড় অবলম্বন (কেষ্টা আমার দক্ষিণহস্ত, তাকে ছাড়া আমার চলে না); সমার্থক বাগধারা- অগ্রপাণি।
দক্ষিণহস্তের কাজ/ব্যাপার১ আহার, খাওয়াদাওয়া, ভোজন; আগে বাঙালীরা ভোজনে কেবল ডানহাত ব্যবহার কর'ত; জলের গ্লাসও ডানহাতে ধর'ত (এখন দক্ষিণহস্তের ব্যাপার চলছে।);
দক্ষিণহস্তের কাজ/ব্যাপার২ কঠিন কাজ (এটা দক্ষিণহস্তের কাজ, সহজে হবার নয়।)
দক্ষিণা১ সম্মাননীয় ব্যক্তির পারিশ্রমিক (গুরুদক্ষিণা)
দক্ষিণা২ প্রাকপ্রেমিকের প্রতি অনুরাগ নষ্ট হয় নি এমন নারী
দক্ষিণাপথ বিন্ধ্যপর্বতের দক্ষিণে অবস্হিত ভারতের দক্ষিণাংশ
দক্ষিণার জোর উৎকোচ জোর
দগদগে জ্বালাময় এবং লালচে ক্ষত (দগদগে ঘা)
দগ্ধ বেদনার্ত; যন্ত্রণাগ্রস্ত, সন্তপ্ত (দগ্ধপ্রাণ)
দগ্ধ কপাল/ভাগ্য হতভাগ্য; সমার্থক বাগধারা- পোড়া কপাল, ফাটা কপাল, ভাঙা কপাল ইত্যাদি
দগ্ধপত্রন্যায় পুড়ে গেলে পাতার অবয়ব একই থাকে কিন্তু পাতা বলে গ্রাহ্য হয় না তার মত ব্যাপার
দগ্ধ প্রাণ সন্তপ্ত চিত্ত
দড়কচা/দড়কাঁচা/দরকচা/দরকাঁচা দেখতে পাকা কিন্তু ভিতরে শক্ত; আধপাকা আধকাঁচা
দড়িকলসি আত্মহত্যার উপায়; ডুবে মরার সহায়ক (অভাগার দড়ি কলসিও জোটেনা।)
দড়ি ছিঁড়ে পালানো মায়ার বন্ধন কাটিয়ে চলে যাওয়া; মৃত্যু; গবাদি পশুর তুলনায় বিদ্রুপোক্তি
দড়িছেঁড়া১ বন্ধনমুক্ত (দড়িছেঁড়া গরু)
দড়িছেঁড়া হাতের বা শাসনের বাইরে গিয়েছে এমন; শাসন বহির্ভূত
দড়িদড়ি দড়ির মত কৃশ, সরু (দড়িদড়ি চেহারা)
দণ্ডপাণি যম, শাসনকর্তা ('দণ্ডপাণি দণ্ডধর যথা'-মধুসূদন)
দণ্ডপূপন্যায় কোন দুঃসাধ্য কাজের সিদ্ধি দেখে সুসাধ্য কাজের সিদ্ধির তৃপ্তবোধ; (এক গৃহস্থ ইঁদুর মারা জন্য কাঠিতে পিঠে বেঁধে ঘরের কোণে রেখে দেয়; ইঁদুর সেই পিঠে এবং গোঁজা লাঠির অংশ খায়; কিছুক্ষণ পরে গৃহস্থ আসে পিঠে না দেখে এবং কঠিন লাঠি কর্তিত দেখে ধরে নেয় ইঁদুর পিঠেটা খেয়েছে
দণ্ডপ্রণাম/দণ্ডবৎ মাটিতে লাঠির মত শুয়ে প্রণাম (খুরেখুরে দণ্ডবৎ); সমার্থক বাগধারা- সাষ্টাঙ্গপ্রণাম
দণ্ডমুণ্ডের কর্তা সকল প্রকার শাস্তিদানের অধিকারী; যিনি রাখলে রাখতে পারেন মারলে মারতে পারেন; উপরওয়ালা, বিচারপতি বা শাসক; সমার্থক বাগধারা- হর্তা কর্তা বিধাতা
দণ্ডে দণ্ডে ক্ষণে ক্ষণে, প্রতি মুহূর্তে (দণ্ডে দণ্ডে এসে সে আমার খবর নেয়।)
দত্তপূর্বা/দত্তা বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এমন কন্যা (বাগ্দত্তা)
দধিকর্ম / দধিকড়মা দই, খই, ছাতু ইত্যাদি দিয়ে মাঙলিক কাজের জন্য প্রস্তুত ভাগবিশেষ
দধিমঙ্গল পূর্বরাত্রে বা সূর্যোদয়ের আগে বিয়ের পাত্রের দইমিশ্রিত মিষ্টান্ন খাওয়ার আচারবিশেষ
দধীচি পরের মঙ্গলের জন্য আত্মবলিদানকারী/দেহদানকারী মহাপুরুষ
দধীচির হাড় শক্ত সমর্থ
দন্ত কচকচি ঝগড়া, বিবাদ (দন্ত কচকচি করতে মুখিয়ে আছে; সমার্থাক বাগধারা- খিচিমিচি
দন্তবিকাশ১ দাঁত খিঁচুনি (আর দন্তবিকাশ করতে হবে না।।)
দন্তবিকাশ২ ব্যঙ্গার্থে- হাসাহাসি
দন্তরুচিকৌমুদী বিকশিত দাঁতের শুভ্রতা; হাসার সময়ে সুন্দর সাদা দাঁতের শোভা
দন্তস্ফুট কঠিন বিষয় উপলব্ধি; দুর্বোধ্য/দুরূহ বিষয়ের মধ্যে প্রবেশ; বোঝা (লেখাটায় দন্তস্ফুট করতে পারছি না।)
দন্তে কুটা ধরা ঘাট মানা; গরু গাধার মত নিজেকে মূঢ় মনে করা (দাঁতে কুটো ধরে বলছি আমার ঘাট হয়েছে।)
দপদপ১ অতি আলো প্রকাশের ভাব (লণ্ঠনটা দপদপ করছে।); সমার্থক বাগধারা- দবদব
দপদপ২ তীব্র জ্বালার অনুভব (ফোঁড়াটা দপদপ করছে।)
দফা১ কিস্তি (দফায় দফায় দাম বাড়ছে।)
দফা২ অবস্থা (আমার দফা রফা।)
দফারফা১ কর্মশক্তি হ্রাস (এমন মার মেরেছে যে তার দফারফা হয়ে গেছে।)
দফারফা২ ধ্বংস, সবশেষ, সর্বনাশ (ব্যবসায়ের দফারফা হয়ে গেছে।); সমার্থক বাগধারা- বারোটা বাজা
দফা শেষ/সারা১ সর্বনাশ করা (তোমার দফা শেষ করে ছাড়বো।)
দফাশেষ/সারা২ জীবনান্ত, জীবনযাত্রার অবসান করা (শেষদফায় পৌঁছে গেছি।)
দবদব দপদপের অনুরূপ
দবদবা-রবরবা তেজ, প্রতাপ, প্রভুত্ব (অবস্থা পড়ন্ত তবু একটুও দবদবা-রবরবা কমে নি।); সমার্থক বাগধারা- জাঁকজমক, রমরমা
দমকা খরচ হঠাৎ ব্যয়বৃদ্ধি (মাঝে মাঝে দমকা খরছে নাভিশ্বাস ওঠে।)
দম খাওয়া/দম খানা (হিন্দি) চুপ করে থাকা
দম টানা১ শ্বাস টানা; নিঃশ্বাস গ্রহণ করা
দম টানা২ এক নিঃশ্বাসে হুঁকা বা বিড়্‌সিগারেট, গাঁজা ইত্যাদির ধোঁয়া টানা।
দম দেওয়া১ ঘড়ি মেশিন ইত্যাদির স্প্রিংয়ে পাক দেওয়া; শক্তি অনুপ্রবিষ্ট করানো (দম দেওয়া পুতুল।)
দম দেওয়া২ ধোঁকা দেওয়া; প্রতারণা করা
দম দেওয়া পুতুল১ একনাগাড়ে বকে যায় এমন
দম দেওয়া পুতুল২ যন্ত্রের মত শিখানো বুলি আওড়ায় এমন
দম নেওয়া বিশ্রাম করা (অনেক পরিশ্রম হয়েছে এবার একটু দম নাও।)
দম ফাটা১ গোপন আবেগে অস্থির হওয়া (কথাটা না বলা পর্যন্ত দম ফেটে যাচ্ছে।)
দম ফাটা২ ঈর্ষা বা হিংসায় জ্বলেপুড়ে মরা (পড়শীর শ্রীবৃদ্ধিতে করো কারো দম ফেটে যায়।)
দমফাটা হাসি হাসির প্রবল বেগে বুক ফেটে যাওয়ার উপক্রম
দম ফুরানো/বেরুনো ক্লান্ত হয়ে পড়া
দমবাজী ধাপ্পা, প্রতাড়ণা, ভাঁওতা
দম বার হওয়া১ অত্যধিক ক্লান্ত হওয়া
দম বার হওয়া২ মৃত্যু হওয়া
দম রাখা শ্বাস বন্ধ করে অনেকক্ষণ থাকা
দম লাগানো তামাক গাঁজা ইত্যাদির ধোঁয়া একেবারে যথাশক্তি গলাধঃকরণ করা ('দম মারো দম')
দমসম অতি ভোজনে নাজেহাল অবস্থা
দমে ভারী১ প্রাণশক্তিতে ভরপুর, প্রাণবন্ত, মজমুত
দমে ভারী২ যা সিদ্ধ হতে বেশি সময় লাগে (পুরানো চাল দমে ভারী।)
দয়ার লেশ নেই নির্দয়, নিষ্ঠুর
দয়ে (দহ) পড়া/মজা গভীর সংকটে পড়া
দয়ে (দহ) ফেলা/মজানো গভীর সংকটে ফেলা; সর্বনাশ করা; সর্বস্বান্ত করা (তোমায় দয়ে ফেলে মারবো।)
দর-কচা/কাঁচা আধপাকা-আধকাঁচা; আংশিক অপরিপক্কতা; দেখতে পাকা কিন্তু ভিতরে শক্ত
দর-কচা/কাঁচা মারা১ জামড়া পড়া; আধপাকা বা আধকাঁচা থাকা; পুরাপুরি সিদ্ধ বা পাকা না হওয়া
দর-কচা/কাঁচা মারা২ কৃশ/ক্ষীণ হওয়া (চেহারাটা দরকচা মেরে গেছে।)
দর-কচা/কাঁচা মারা৩ বয়সের তুলনায় বেশি কঠিন; বয়স কম অথচ চেহারায় কাঠিন্য দেখে বেশি বয়সের মনে হয় এমন (দরকচা-মারা জোয়ান বেহারা)।
দর-কষাকষি দ্রব্যের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি; প্রার্থিত দাম কমাবার বিশেষ চেষ্টা
দরদস্তুর/ দরাদরি দর-কষাকষির অনুরূপ
দরকসুরি দামে ছাড়
দরদর অবিরামপ্রবাহ অর্থে দ্বিত্ব (ভাপসা গরমে পরিশ্রমে দরদরিয়ে ঘামছে।)
দরদাম একার্থক যুগ্মশব্দ; আসল/ন্যায্যমূল্য (বাজারে জিনিসপত্রের দরদাম ঠিক নেই।)
দরদাম করা ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষি করা; ন্যায্য মূল্য করা বা প্রার্থিত মূল্য কমানোর চেষ্টা
দরজায় কড়া নাড়া/ খটখটানো/ টোকা দেওয়া যে কোন মুহূর্তে উপস্থিত হতে পারে; সমাসন্ন; সমূহ উপস্থিত (ফাগুন দরজায় কড়া নাড়ছে।); সমার্থক বাগধারা- এলো বলে;
দরাজ গলা যে গলা ইচ্ছামত চড়ানো যায়; যে গলায় উঁচু-নিচু সুর অবাধে খেলে (দরাজ গলার গান।)
দরাজ হস্ত অকৃপণ; খরচে; দানে মুক্তহস্ত (যেমন ধনে কপালমন্ত তেমনি দানে দরাজ হস্ত।)
দরের লোক খুব কাজের লোক
দর্পণে মুখ দেখা অবিকল প্রতিবিম্ব; লোকের সাথে যেমন ব্যবহার করবে তেমন ব্যবহার ফেরৎ পাবে
দর্শনী১ দেবদর্শনের জন্য প্রদেয় প্রণামি
দর্শনী২ ব্যঙ্গে-ঘুষ (দর্শনী না দিলে সরকারী অফিসে ফাইল নড়ে না।)
দলছুট দল থেকে বিচ্ছিন্ন (দলছুটেরা নতুন দল গড়েছে।)
দল নিন্দার্থে- অসৎ সংসর্গ (দলে পড়ে ছেলেটা উচ্ছন্নে গেছে।)
দল পাকানো নিন্দার্থে- গোষ্ঠীবদ্ধ হওয়া; কারো শত্রুতা করার জন্য দলবদ্ধ হওয়া
দলবল অনুবর্তীগণ, স্বপক্ষীয় লোকজন (দলবল নিয়ে নেতা হাজির।); সমার্থক বাগধারা- সাঙ্গপাঙ্গ
দল বাঁধা জোটবদ্ধ হওয়া
দলা/ দলাইমলাই নিপীড়ণ করা/ নিপীড়ণ ('দেবদল দলে গগনতল'- মাইকেল মধুষূদন)
দলাদলি১ দুইদলের মধ্যে বিবাদ (দলের মধ্যে দলাদলি চলছে।)
দলাদলি২ দলবেঁধে বিরুদ্ধাচরণ
দলিল-দস্তাবেজ লিখিত প্রমাণস্বরূপ কাগজপত্র (সম্পত্তির দাবী জানাতে দলিল দস্তাবেজ জমা দাও।)
দলে দলে দল বেঁধে; প্রচুর সংখ্যায় ('বর্ষে-বর্ষে দলে-দলে আসে বিদ্যামঠতলে...')
দলে ভারী একেকটি দলে বহুসংখক লোক
দশ জনসাধারণ,সর্বসাধারণ ('দশে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ'; দশের লাঠি একের বোঝা- প্রবাদ)
দশ আনা-ছয় আনা সামনের চুল লম্বা এবং পিছনের চুল খাট করে ছাঁটার পদ্ধতি বিশেষ
দশ কথা১ অনেক কথা (দশ কথা বলতে গেলে কিছু সত্যমিথ্যা থাকবেই।)
দশকথা২ অপবাদপূর্ণ কথা, কটুবাক্য, গালমন্দ, নিন্দাসূচক নানাকথা (আমায় দশ কথা শুনিয়ে দিলো।)
দশকর্ম গর্ভাধান থেকে বিবাহ পর্যন্ত হিন্দুর ‍অনুষ্ঠেয় দশবিধ সংস্কার
দশগুণ বহুগুণ (একটা সত্য কথা বলে তো দশগুণ মিথ্যা কথা বলে।)
দশচক্র বহুলোকের চক্রান্ত/মন্ত্রণা ('দশচক্রে ভগবান ভূত'- প্রবাদ)
দশচক্রে ভগবান ভূত বহুলোকের ষড়যন্ত্রে- ক) অসম্ভবও সম্ভব হতে পারে; খ) সত্যও মিথ্যারূপে প্রতিপন্ন হতে পারে; গ) সাধুও অসাধু প্রতিপন্ন হতে পারে- এমন অর্থে প্রযুক্ত
দশজনের একজন অনেকের মধ্যে ‍যিনি শ্রেষ্ঠব্যক্তি বলে গণ্য; বিশিষ্টজন (লেখাপড়া করে দশজনের একজন হও।)
দশবাই চণ্ডী১ দশভুজা দুর্গা;
দশবাই চণ্ডী২ অতি কোপনস্বভাবা নারী; সমার্থক বাগধারা- রণচণ্ডী
দশবার বহুবার (দশবার না করেছি, তবু আমার কথা শুনল না।)
দশভুজা খুবই করিতকর্মা নারী (গৃহিণী আমার দশভুজা, একাই সবদিক সামলান); সমার্থক বাগধারা- চতুর্ভুজা
দশমুখে দশকথা নানালোকের নানা কথা
দশমী দশা/দশমীর দশা জীবনের শেষ অবস্থা/দশা; দশ দশার শেষ দশা, মৃত্যু (আমি দশমী-দশায় উপস্থিত হয়েছি)
দশাসই১ দশদিক বিস্তৃত
দশাসই২ বিরাট ও মোটা; বেমানান দৈর্ঘ-প্রস্থবিশিষ্ট, স্থূলকায় (দশাসই চেহারা।)
দস্তানা পড়া বিড়াল আয়েসী লোক
দস্তুর১ দর এবং সেই বিষয়ে কথাবার্তা (দর-দস্তুর করতে করতে কিছুটা সময় পেয়ে যাব।)
দস্তুর২ প্রথা, রীতি ( সরকারী অফিসে ঘুষ দিয়ে কাজ পাওয়াই দস্তুর।)
দস্তুর মত নিয়মমাফিক; রীতিমতো; যথেষ্ট; বিলক্ষণ (তুমি দস্তুরমতো দায়ী।)
দহ মূল অর্থ- বড় জলাশয়ের অতলস্পর্শ স্থান বা ঘূর্ণিময় অংশ; আলং- কঠিন সঙ্কট (দহে পড়েছি।)
দহন যন্ত্রণা ('দহন জ্বালায় জ্বলে জ্বলে হৃদয় আমার হল ছাই'-লঘুগীতি)
দহরম মহরম অত্যন্ত মাখামাখিভাব; গভীর মেলামেশা; ঘনিষ্টসম্পর্ক; (দু'দলের মধ্যে খুব দহরম মহরম চলছে।)
দহলা-নহলা করা ইতঃস্তত করা (কাজের কথায় সে খুব দহলা-নহলা করছে।)
দাঁও মারা সুযোগ বুঝে লাভজনক কাজ করা; সহজে মোটা লাভ করা (মোকদ্দমা বুঝে উকিলরা দাঁও মারে।)
দাঁড়কাকের ময়ূরপুচ্ছ ভণ্ডামির চিহ্ন
দাঁড়ি টানা/দেওয়া থামা, বিরত হওয়া (আমি এইখানে দাঁড়ি টানলাম।)
দাঁত কপাটি লাভাল দাঁতে দাঁতে খিল ধরা; চোয়াল আটকে যাওয়া
দাঁত-ক্যালানে অকারণে দন্ত বিকশিত করে এমন (অশ্লীল)
দাঁত খিচানো বিকৃত মুখভঙ্গী করে তিরস্কার করা (সবসময় দাঁত খিঁচাবে না তো।)
দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা১ সময়ে সুযোগের সদব্যবহার করা; সময়ের কাজ সময়ে করা
দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা২ হিতকারীর সদুপদেশ গ্রহণ করা
দাঁত ফোটানো/বসানো কটিন বিষয়ে প্রবেশ লাভ করা; কোন দুরুহ বিষয় বোধগম্য হওয়া (এত কঠিন লেখা যে দাঁত ফোটানো যাচ্ছে না।)
দাঁত বার করা১ অপ্রতিভ ভাব প্রকাশ করা
দাঁত বার করা২ দাঁত খিঁচানো
দাঁত-বার-করা৩ বেহায়া, নির্লজ্জ (এমন দাঁত বার করে দাঁড়িয়ে আছো কেন?)
দাঁত ভাঙা১ / দাঁতঁ ভেঙে দেওয়া দর্পচূর্ণ করা/হওয়া (সময়ই তোমার দাঁত ভাঙবে।)
দাঁতভাঙা২ উচ্চারণে কষ্ট হয় এমন (সংস্কৃতে দাঁতভাঙা শব্দের ছড়াছড়ি।)
দাঁতে কাঠি/দড়ি দিয়ে পড়ে থাকা না খেয়ে শুয়ে থাকা; আনাহারে/উপবাসে থাকা
দাঁতে কুটো করা/কাটা১ অতিশয় বিনীত হওয়া
দাঁতে কুটো করা/কাটা২ হীনভাবে বশ্যতা স্বীকার করা (দাঁতে কুটো করছি, আর ভুল হ'বে না।)
দাঁতে জিভে সম্পর্ক মন্দ-ভালোর সম্পর্ক (সুযোগ পেলে দাঁত জিভে কামড় মারে, অথচ দাঁতে যন্ত্রণা হলে জিভ তা সামলায়।)
দাঁতে দড়ি দিয়ে পরে থাকা দড়ি দিয়ে বেঁধে নড়নচড়নরহিত করার ভাবার্থে- দাঁত বন্ধ ক'র অর্থাৎ খাওয়াদাওয়া বন্ধ ক'রে শুয়ে থাকা।
দাঁতের বদলে দাঁত প্রতিশোধ নিতে একই ঘটনার পুনরাবৃত্তি ( প্রতিকারাত্মক মতবাদ); তুলনীয়- চোখের বদলে চোখ
দাঁতের বাদ্যি কেবল ঝগড়া
দাউদাউ প্রবল মোটাশিখায় আগুন ভাবার্থে দ্বিত্ব (চিতাটা দাউদাউ করে জ্বলছে।)
দা-কুমড়াসম্পর্ক চিরশত্রুতা; ছেদাছেদি সম্পর্ক; প্রাণান্তকর শত্রুতা; সমার্থক বাগধারা- অহিনকুল সম্পর্ক; আদা-কাঁচকলায় সম্পর্ক, বাঘে-গরুতে সম্পর্ক, বুনো ওল-বাঘা তেঁতুলসম্পর্ক; সাপ-নেউলে সম্পর্ক ইত্যাদি
দাগ অভিমান, মালিন্য (মনের দাগ কখনো মুছে না।)
দাগ কাটা১ মনে রেখাপাত হওয়া (তাঁর উপদেশ আমার মনে দাগ কেটেছে।)
দাগ কাটা২ কার্যকর প্রভাব বিস্তার করা
দাগ লাগা দোষ/কলঙ্ক স্পর্শ করা (নেতার চরিত্রে দাগ লেগেছে।)
দাগা আঘাত, মর্মবেদনা (তার মনে দাগা লেগেছে।)
দাগাবাজ বিশ্বাসঘাতক, বেইমান
দাগাবাজি বিশ্বাসঘাতকতা (দাগাবাজি করে পার পাবে না।)
দাগা বুলানো হুবহু অনুকরণ করা (আমরা কেবল বংশবলিক্রমে পূর্ববর্তীদের উপর দাগা বুলিয়ে চলি।)
দাগি পুরানো চোর; পূর্বে সাজাপ্রাপ্ত (দাগি আসামী)
দাঙ্গাহাঙ্গামা বিভিন্ন শ্রেণির মধ্যে অনবরত মারামারি কাটাকাটি
দাণ্ডা-খাণ্ডা পতিপুত্রহীনা নারী; বাঁজা
দাতাকর্ণ১ অতিশয় দানশীল ব্যক্তি
দাতাকর্ণ২ ব্যঙ্গার্থে- মাত্রারিক্ত বদান্যতার প্রতি তির্যোক্তি
দাদ তোলা/নেওয়া সুযোগ বুঝে পুরানো বৈরীতার প্রতিশোধ নেওয়া (একদিন এই অপমানের দাদ তুলবো।)
দাদা হজম গাঁজাখুরি/খোশগল্প (তোমার দাদা হজম করা গল্প থামাও)
দাদাগিরি অবাঞ্ছিত মাতব্বরি; কর্তৃত্ব ফলানো; নেতাসুলভ আচরণ/চালচলন/ভাবভঙ্গি (আজকাল সব জায়গায় দাদাগিরি চলছে।)
দাদার দাদা অতিরিক্ত চালাক; অধিকতর শক্তিধর দাদা (দাদা থাকলে দাদার দাদা আছে)
দান-খয়রাত একার্থক যুগ্মশব্দ; স্বত্ব ত্যাগ করে টাকাকড়ি/ বস্তু দেওয়া; ভিক্ষা (আমি দান-খয়রাত করতে আসিনি।)
দানসামগ্রী বিয়ে বা শ্রাদ্ধে দানের জন্য সাজিয়ে রাখা সামগ্রী
দানাপানি অন্নজল; আহার ও পানীয় (দানাপানিবাবদ খরচ একশ টাকা; পেটে এখনো দানাপানি পড়েনি।)
দাপাদাপি আস্ফালন (এত দাপাদাপি কিসের?)
দাবীদাওয়া১ স্বত্বাধিকার ও তা আদায়ের জন্য প্রার্থনা (সম্পত্তির ওপর আমার দাবীদাওয়া আছে।)
দাবীদাওয়া২ অভাব-অভিযোগ, নালিশ
দাম/দামী মর্যাদা/মর্যাদাবান (কথার দাম/ দামী কথা)
দায়ঠেলা অনিচ্ছায় একান্ত বাধ্য হয়ে কিছু করা
দায়দায়িত্ব প্রায় সমার্থক যুগ্মশব্দ; কর্তব্য, দায়িত্ব (সংসারের দায়দায়িত্ব সব আমার ঘাড়ে পড়েছে।)
দায় পড়া গরজ থাকা; প্রয়োজন অনুভব করা; বিপরীত 'দায় পড়েনি' অর্থে ব্যবহৃত হয় (ওকে সাধবার জন্যে আমার ভারি দায় পড়েছে।)
দায়সারা অবহেলা বা অসহযোগিতাপূর্ণ (দায়সারা কাজ)
দায়ে ঠেকা/পড়া প্রয়োজনের চাপে পড়া, বাধ্য হওয়া, বিপদে পড়া (দায়ে পড়ে ঢেলায় প্রণাম- প্রবাদ)
দায়ে পড়ে ঢেলায় প্রণাম // দায়ে পড়ে দা‘ঠাকুর দায়ে পড়ে পূণ্যকর্ম; প্রয়োজন বা স্বার্থের তাগিদ; স্বার্থের জ্বালা বড় জ্বালা; সমার্থক উক্তি- গরজ বড় বালাই; গরজে গঙ্গাস্নান; চাপ পড়লে বাপ ঠেকায় পড়লে ঠাকুরদাদা ইত্যাদি
দারুভূত জগন্নাথ/মুরারী নানাচিন্তায় কাষ্ঠবৎ
দার্শনিকতা ব্যঙ্গে- অত্যধিক চিন্তাশীলতা (তোমার ওই দার্শনিকসুলভ আচার-ব্যবহারে লোকে মজা পায়।)
দালাল ব্যঙ্গে- অযৌক্তিকভাবে কারও পক্ষ অবলম্বনকারী বা পক্ষসমর্থনকারী (সরকারের দালাল, মালিকের দালাল)
দালালি ব্যঙ্গে- গায়ে পড়ে মধ্যস্থ সাজা (তোমাকে কেউ দালালি করতে ডাকে নি।)
দাসখৎ দাসত্বের স্বীকারপত্র (কাঊকে দাসখৎ লিখে দিয়েছি নাকি?)
দাসানুদাস একান্ত অনুগত ব্যক্তি (আমি কারও দাসাকনুদাস নই)
দিকপাল অতিপ্রভাবশালী ব্যক্তি
দিকদারি বিরক্তিকর অবস্থা
দিগগজ মুখ্য অর্থ- পূর্বাদিক্রমে অষ্টদিকে রক্ষক ঐরাবতসহ অষ্টহস্তী; আলং (ব্যঙ্গার্থে)-মহামূর্খ, (দিগগজ পণ্ডিত); সমার্থক বাগধারা- বিদ্যাদিগগজ, হস্তীমূর্খ
দিগঙ্গনা দিকসমূহের অধিষ্ঠাত্রী দেবী ('দিগঙ্গনার অঙ্গনে যে আজি ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজি'- রবীন্দ্রনাথ)
দিগদিগন্ত চারিদিক, সমস্ত দিক, সর্বত্র ('মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিগদিগন্তের পানে'- রবীন্দ্রনাথ)
দিগবসনা বিবস্ত্রা কালী (নীল-কাদম্বিনী রূপ মায়ের এলোকেশী দিগবসনা- রামপ্রসাদী গান)
দিগবিদিক/দিগ্বিদিক১ পূর্বাদি চার দিক ও ঈশানাদি চার কোণ, সর্বদিক (সম্মুখে শয়ান সিন্ধু দিগ্বিদিক হারাইয়া- রবীন্দ্রনাথ)
দিগবিদিক/দিগ্বিদিক২ ছোটবড়, ন্যায়-অন্যায়, ভালমন্দ, লঘু-গুরু, হিতাহিত ইত্যাদি (লোকটার দিগ্বিদিক জ্ঞান নেই।)
দিগ্ভ্রান্ত দিশাহারা, বেতালা ('দিগভ্রান্ত এক বিরহী পথিক')
দিন আনা দিন খাওয়া দিনমজুরি করে সংসারযাত্রা নির্বাহ করা।
দিন আসা সুদিন আসা ('দিন আগত ঐ, ভারত তবু কই'-রবীন্দ্রনাথ)
দিন কাটা/ কাটানো/গুজরানো সময় অতিবাহিত হওয়া/করা (কষ্টে-সৃষ্টে দিন কাটছে।)
দিন কাটে তো রাত কাটে না দিনের কর্মব্যস্ততায় কষ্টের কথা ভুলে থাকা যায়, কিন্তু অলস রাতের কষ্টটা বুকে চেপে বসে
দিনকাল কালের গতিক; সময় ও অবস্থা; সময়ের প্রভাব (দিনকাল বড় খারাপ যাচ্ছে।)
দিন কেনা নিজের কাজ গুছিয়ে নেওয়া; সুযোগমত কার্যোদ্ধার
দিনকে দিন দিনের পর দিন, প্রতিদিন (দিনকে দিন ভোল বদলাচ্ছে।)
দিনকে রাত করা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা; সমার্থক বাগধারা- হয়কে নয় করা; বিপরীতার্থক বাগধারা- রাতকে দিন করা
দিনক্ষণ দিনের শুভ-অশুভ সময় (দিনক্ষণ দেখে বাড়ী থেকে বেরিয়ো।)
দিনগত পাপক্ষয় নিত্যকৃত্য, একঘেয়ে রোজের কাজ রোজ শেষ করা; বিনা আনন্দে শুধু শুকনো কর্তব্যপালন
দিন গোণা দীর্ঘকাল ধরে সাগ্রহে অপেক্ষা করা
দিন ঘনিয়ে আসা মৃত্যু আসন্ন
দিন চলা দৈনন্দিন জীবন নির্বাহ হওয়া; জীবনযাত্রার দৈনন্দিন খরচ জোগাড় হওয়া; বেঁচে থাকা (কোনভাবে আমার দিন চলে।)
দিন চালানো জীবনযাত্রার খরচ জোগাড় করা (দিন চালাতে গিয়ে জীবনান্ত।)
দিন দিন/ দিনে দিনে প্রতিদিন, ক্রমশ ('দিন দিন আয়ুহীন হীনবল দিন দিন'- মাইকেল)
দিন-দুনিয়া ইহকাল ও পরকাল
দিনদুনিয়ার মালিক ইহকাল ও পরকালের প্রভু; সর্বশক্তিমান ঈশ্বর ('দিনদুনিয়ার মালিক তুমি দীনকে দয়া হয় না')
দিনদুপুর মধ্যাহ্ন, বেলা দ্বিপ্রহর, প্রকাশ্য দিবালোক (দিনদুপুরে ডাকাতি- প্রবাদ)
দিন ফুরানো আয়ু শেষ হওয়া (আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে'- রবীন্দ্রনাথ)
দিনভর সারাদিন (দিনভর বৃষ্টি)
দিনমান দিনের বেলা; সূর্যোদয় থেকে সূর্যাস্তকাল পর্যন্ত; দিবাভাগ (দিনমানেও ঘরগুলির মধ্যে ভালো আলো যায় না।)
দিনলিপি সারাদিনের ঘটনাবলীর লিখিত বর্ণনা; সমার্থক বাগধারা- রোজ-নামচা
দিনে ডাকাতি অত্যন্ত দুঃসাহসী কুকর্ম; জ্ঞাতসারে/প্রকাশ্যে প্রতারণা (ব্যবসায়ীরা দিনে ডাকাতি করছে।)
দিনে তারা দেখা অসম্ভব কিছু সম্ভব করতে পেরে গর্ব অনুভব করা; প্রচণ্ড অহংকারী
দিনে দিনে১ উত্তরোত্তর, ক্রমশঃ, ধীরে ধীরে (দিনে দিনে বাড়লো দেনা ও ভাই করলি কেউ বেচাকেনা...'-রবীন্দ্রনাথ)
দিনে দিনে২ দিনের বেলায়, দিনের আলো থাকতে থাকতে (দিনে দিনে বাড়ী ফিরে আসবে।)
দিনের দিন প্রতিদিন, সেইদিনই (দিনের দিন কাজ সারবে ফেলে রাখবে না।)
দিবাস্বপ্ন অবাস্তব/মিথ্যা সুখকল্পনা; সমার্থক বাগধারা- আকশকুসুম কল্পনা
দিব্বি১ চমৎকার, বেশ ভালোভাবে, মনোহর, সুন্দর (বরকনেকে দিব্বি মানিয়েছে।)
দিব্বি২ কিরা, প্রতিজ্ঞা (দিব্বি করছি আর কখনো ওখানে যাব না)
দিল খোলসা/খোলা অকপট, সরল মনের লোক, কোন ঘোরপ্যাঁচ নেই; (দিলখোলা হাসি) সমার্থক বাগধারা- অকপটচিত্ত, প্রাণখোল
দিলখুশ/খোশ১ প্রফুল্লচিত্ত
দিলখুশ/খোশ২ চিত্তাকর্ষক; মনোরম, চিত্তের তৃপ্তিদায়ক
দিল দরিয়া সমুদ্রের মত হৃদয়; উদার হৃদয়
দিলরুবা দয়িতা ('হেথা কোলে নিয়ে দিল্‌রুবা শারাবী গজল গাহে যুবা'-নজরুল)
দিল্লি দূর অস্ত লক্ষ্য বহুদূর, লক্ষ্যে পৌঁছুতে এখনও অনেক বাকি
দিল্লি হিল্লি/হিল্লি দিল্লি কাছের ও দূরের নানা অনির্দিষ্ট জায়গা; জানা অজানা নানাদেশ (হিল্লি-দিল্লী ঘুরে বেড়িয়ে সে এখন দেশে থিতু হয়েছে।)
দিল্লিকা লাড্ডু যে লোভনীয় বস্তু পেলে লোকে নিরাশ হয়, আবার না পেলেও নিরাশ হয় (দিল্লিকা লাড্ডু যো খায়া সো পস্তায়া, যো ন-খায়া সো ভি পস্তায়া- হিন্দি প্রবাদ)
দিশপাশ কূলকিনারা, দিশা (কাজের দিশপাশ নেই।)
দিশাহারা/দিশেহারা কিংকর্তব্যবিমূঢ়, বিব্রত, ব্যতিব্যস্ত, হতভম্ব ('সইগো আমার নয়নমণি কই, মনিহারা ফণীর মত দিশেহারা হই')
দীন দুনিয়ার মালিক ধর্ম ও জগতের প্রভু- ঈশ্বর ('দীন দুনিয়ার মালিক তুমি দিল কি দয়া হয় না')
দীর্ঘনিশ্বাস/দীর্ঘশ্বাস (বিশেষ্য) শোক-দুঃখাদিসূচক গভীর ও প্রবল শ্বাসত্যাগ ('নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে; কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে' প্রবচন)
দীর্ঘসূত্রিতা কাজ শেষ করতে অযথা দেরী
দীর্ঘসূত্রী১ অত্যন্ত অলস; কাজ করতে খুব দেরি হয় এমন বিলম্বে কাজ করতে অভ্যস্ত; সমার্থক বাগধারা- ঠেলাগাড়ী, ঢিমেতালা, পিপুফিসু, লেট লতিফ ইত্যাদি
দীর্ঘসূত্রী২ যে কাজ ফেলে রাখে; যে ব্যক্তি পরিণাম ক্ষতিকর জেনেও ব্যবস্থাগ্রহণে দেরি করে
দুইয়ে দুইয়ে চার আপাতসম্পর্কহীন দুটি বিষয়ের মধ্যে কার্য-কারণসম্পর্কস্থাপন
দুইয়ের বার এটা ও ওটার বাইরে অর্থাৎ উভয় উদ্দেশ্যেই অযোগ্য; কোনো কাজের উপযুক্ত নয়
দু-এক কথা অল্প কয়টি কথা (দু-একটা কথা বলে ওকে বিদায় কর।)
দু কথা১ সামান্য কথা; অল্প ও সাধারণ কথা
দুঃখের উপর টনকের ঘা কষ্টের উপত কষ্ট
দু কথা২ কড়া কথা; শক্ত শক্ত কথা; তিরস্কার (দু কথা শুনিয়ে দিলে।)
দু কথা হওয়া১ কথা কাটাকাটি বা বচসা হওয়া (দু-দলের মধ্যে দু কথা হয়ে গেল।)
দু কথা হওয়া২ মতভেদ হওয়া
দু’কাঠি বাজানো দুপক্ষের মাঝে ঝগড়া বাঁধিয়ে দেওয়া (প্রসিদ্ধি যে কাঠিতে কাঠিতে বাজালে ঝগড়া বাঁধে)
দু’কান কাটা নির্লজ্জ বেহায়া
দু’কুল পুরুষপক্ষে- পিতৃকুল ও মাতৃকুল; বিবাহিতা নারীপক্ষে- পিতৃকুল ও শ্বশুরকুল
দু’কূল১ মুখ্য অর্থে- দুই তীর বা তট (নদীর দুকুল); গৌণ অর্থে ইহকাল ও পরকাল; সমস্ত আশ্রয় ('একূল-ওকূল দুকূল গেল অকূলপারে গোকুল'- প্রবাদ)
দু’কূল২ উভয়সঙ্কট, পরস্পরবিরোধী, বিকল্পপন্থা
দুখচাটা/দুখচেটে দুঃখভোগে অভ্যস্ত, চির/জন্মদুখী
দুখীরাম যে ব্যক্তি দুঃখকষ্টে দিন কাটায়
দুখের দুখী সমবেদনশীল; সমদুঃখী; সমব্যথী।
দুঘড়ি১ দুই ঘণ্টা (দুঘড়ি বসার জো নেই।)
দুঘড়ি২ দ্বিপ্রহর মধ্যাহ্ন, মধ্যরাত্রি
দু-চার কথা অল্প কতকগুলি কড়া কড়া কথা (দু-চার কথা শুনিয়ে দিল)
দু-চুচকো যে দুই পক্ষকেই খুশি করে কথা বলে (তোমরা সব দু-চুচকোর দল।); সমার্থক বাগধারা- দুমুখো লোক
দুচোখের দেখা কিছুক্ষণের দেখা
দু-চোখের বিষ অত্যন্ত অপ্রিয় বিষয়বস্তু, চক্ষুশুল
দুড়দাড় অতি দ্রুত ও জোর শব্দ (দুড়দাড় করে ওপর থেকে নেমে এলো; ভয়ে লোকেরা দুড়দাড় করে দরজা জানালা বন্ধ করছে।)
দুড়দুড় ভয়জনিত কারণে মৃদু কম্পন শব্দ (ভয়ে বুকের মধ্যে দুড়দুড় করছে।)
দুধ কলা দিয়ে সাপ/কালসাপ পোষা১ মারাত্মক শত্রুকে চিনতে না পেরে সাদরে পালন করা
দুধ কলা দিয়ে সাপ/কালসাপ পোষা২ মারাত্মক শত্রুকে বিনাশ করতে সযত্নে পালন করা
দুধ ঘির শ্রাদ্ধ প্রচুর দুধ ও ঘির অপচয়
দুধ মরে/মেরে ক্ষীরটুকু বিষয়ের নির্যাস, সারাংশ
দুধে আলতা রঙ উজ্জ্বল গৌরবর্ণ
দুধে গরুর চোনা একটুদোষে বহুগুণ বরবাদ; সামান্য ত্রুটি বা নিকৃষ্ট বস্তুর জন্য মূল্যবান বস্তু নষ্ট
দুধে জলে মেশা বেমালুম মিশে যাওয়া; একাত্ম হওয়া
দুধে ভাতে থাকা সচ্ছল অবস্থায়, ঐশ্বর্যে বা ভোগে থাকা; খেয়েপরে সুখে থাকা ('আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'-রায়গুণাকর ভারতচন্দ্র)
দুধের ছেলে কচি ছেলে; দুদ্ধপোষ্য শিশু
দুধের মাছি যা মাছি শুরু দুধে বসে অন্য বস্তুর রস খায় না; সুসময়ের বন্ধু/সঙ্গী; সমার্থক বাগধারা- ফুলেরো ভ্রমরা; বসন্তের কোকিল; লক্ষ্মীর বরযাত্রী; শরতের শিশির; সুখের পায়রা ইত্যাদি
দুধের বদলে ঘোল/পিটুলি গোলা // দুধের সাধ ঘোলে মেটানো কাঙ্খিত উৎকৃষ্ট বস্তুর পরিবর্তে নিকৃষ্ট বস্তুতে সন্তুষ্ট থাকা
দুনিয়াদার১ সংসারী; সাংসারিক; বিষয়বুদ্ধিসম্পন্ন
দুনিয়াদার২ স্বার্থপরায়ণ; নিজের লাভ-ক্ষতির ব্যাপারে বিশেষ সচেতন ('শোনার মালিক দুনিয়াদার...'-সুকান্ত ভট্টাচার্য)।
দুনিয়ার বার সৃষ্টিছাড়া
দুনুনুমু/ দোনোমনো করা ইতস্তত করা (সে দুনুমুনু করছে বিদেশে যাবে কিনা।); সমার্থক বাগধারা- ত্রিশঙ্কু, বেড়ার উপর বসে ইত্যাদি
দু'নৌকায় পা১ দুকুল রাখার চেষ্টা; যা কখনো সম্ভব হয় না, পরন্তু বিপদে পড়তে হয়; ধান্ধাবাজি
দু'নৌকায় পা২ দুটি প্রতিকূল বিষয়ে মন দেওয়া; দুটি পরস্পরবিরোধী কাজ একইসাথে সম্পন্ন করার ব্যর্থপ্রয়াস; পরস্পরবিরোধী ‍দুইপক্ষের সঙ্গেই সম্পর্ক বজায় রাখতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনা; সমার্থক বাগধারা- 'এক পা জলে এক পা স্থলে'
দু'নৌকায় পা৩ বিচারে অস্থিরতা; দ্বিধাদ্বন্দ্বে মনস্থির করতে অপারগ; সমার্থক বাগধারা- 'কিংকর্তব্যবিমূঢ় অবস্থা'
দুপায়ে দণ্ডবৎ১ সশ্রদ্ধ প্রণাম
দুপায়ে দণ্ডবৎ২ ব্যঙ্গার্থে- ক্ষমা প্রার্থনা করা
দুমুখো লোক১ যে উভয়পক্ষকে খুশী রাখে; সমার্থক বাগধারা- দু-চুচকো
দুমুখো লোক২ মুখ দিয়ে দুই রকম কথা বের হয় এমন
দুমুখো লোক৩ সম্মুখে একভাবে এবং আড়ালে অন্যভাবে কথা বলে এমন
দুমুখো সাপ দুজনকে দুরকম কথা বলে পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টিকারী ব্যক্তি; কপটাচারী; ধান্ধাবাজ; দম্পর্কীত প্রবাদ- 'চোরকে বলে চুরি কর, গৃহস্থকে বলে সাব্ধকান থাক'।
দুমুঠো অল্প, কিঞ্চিৎ, সামান্য পরিমাণ (দুমুঠো ভাত)
দুমেটে দ্বিতীয়বার সংস্কার করা হয়েছে এমন
দুয়ারে হাতীবাঁধা প্রচুর ধনসম্পদের মালিক
দুর-দুর ভয়, উদ্বেগ ইত্যাদির জন্য বুকের মধ্যে অব্যক্ত কম্পনধ্বনি (ভয়ে বুক দুরদুর করছে)
দুরদৃষ্ট দুর্ভাগ্য
দুরমুশ করা প্রচণ্ড প্রহার করা
দুর্বাসা কোপণস্বভাব ক্ষতিকর ব্যক্তি
দুর্মুখ কটুভাষী, অপ্রিয়ভাষী
দুলাল আদরে প্রতিপালিত পুত্রসন্তান (আলালের ঘরের দুলাল)
দুঃশাসন১ অতিশয় নিপিড়ণমূলক শাসন
দুঃশাসন২ অতিশয় নিপিড়ক
দুষ্টের আটারোগাছি পথ কার্যসিদ্ধির জন্য দুষ্টের উপায়ের অভাব হয় না; সমার্থক বাগধারা- খলের ছলের অভাব হয় না
দু'হাত এক করা/হওয়া বিয়ে দেওয়া; বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া
দূর ছাই/দূর-হোক-ছাই ঘৃণা লজ্জা বিরক্তি অবিশ্বাস অসম্মতি প্রভৃতি ভাবপ্রকাশক (দূর ছাই, কিছুই ভালো লাগে না।)
দূর ছাই করা অবজ্ঞা করা; তুচ্ছতাচ্ছিল্য করা
দূরদর্শী ভবিষ্যতের ফলাফল আগাম অনুধাবন করতে পারে এমন, বিচক্ষণ
দূর দূর ঘৃণা লজ্জা বিরক্তি অবিশ্বাস অসম্মতি প্রভৃতি ভাবপ্রকাশক (দূর দুর, ওকে দিয়ে কিছু কাজ হবে না।)
দূর দূর করা তাড়িয়ে দেওয়া, বিতাড়ন করা; সমার্থক বাগধারা- ঝেঁটিয়ে বিদায় করা
দূরদৃষ্টি পরিণাম সম্পর্কে সচেনতা, বিচক্ষণতা
দূর্বা গজানো খুব পুরাতন হওয়া
দৃঢ়মুষ্ঠি কৃপণ (এই দৃঢ়মুষ্ঠির কাছে কোন বদান্যতা আশা করো না।)
দৃঢ়মূল গভীরভাবে মাটিতে প্রোথিত (দৃঢ়মূল বিশ্বাস)
দৃষ্টান্ত কোনো বিষয়ের যথার্থতা প্রমাণের জন্য অনুরূপ বিষয়ের উল্লেখ ও বর্ণনা
দৃষ্টির ব্যামো কামুক দৃষ্টি (দৃষ্টির ব্যামোয় পেয়েছে তাকে।)
দেঁতো হাসি/ দেঁতোর হাসি আন্তরিকতাশূন্য কৃত্রিম হাসি, কপটহাসি, কাষ্ঠহাসি, দাঁতের হাসি
দেওয়াল তুলে দেওয়া১ দেখা-সাক্ষাৎ বন্ধ করা
দেওয়াল তুলে দেওয়া২ ব্যবধান সৃষ্টি করা
দেওয়ালে পিঠ ঠেকা অন্য কোন উপায়ে লড়াইয়ের আর সুযোগ নেই; সমার্থক বাগধারা- খাদের কিনারে
দেওয়ালে মাথা ঠোকা১ অসম্ভব কোন কাজ করতে ব্যর্থ চেষ্টা করা
দেওয়ালে মাথা ঠোকা২ কোন কাজে ব্যর্থ হয়ে অসহ্য দুঃখে আক্ষেপ করা
দেওয়ালের কান থাকা কিছু গোপন নয়
দেওয়ালের লিখন ভবিষ্যৎ পতন ও বিপর্যয়ের আভাস (দেওয়ালের লিখন না যায় খণ্ডন-প্রবাদ)
দেখতে দেখতে/ দেখতে-না-দেখতে অতি অল্প সময়ের মধ্যে; অতি দ্রুত; নিমেষের মধ্যে (দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে জাগিয়া উঠেছে শিখ নির্মম নির্ভীক।
দেখ্‌ তো তোর না দেখ্‌ তো মোরে একটু সুযোগ পেলেই যারা পরের দ্রব্য চুরি করে তাদের আচরণ
দেখন হাসি দেখা হলেই হাসে এমন ব্যক্তি
দেখনাই বাইরের আচারাচরণ/চালচলন (শুধু দেখনাই ভালো হলেই চলবে না।)
দেখ-ভাল করা অনুসন্ধান করা; উত্তমরূপে দেখা; তত্ত্বাবধান করা; সমার্থক বাগধারা- খোঁজখবর করা; দেখাশুনা করা
দেখ্‌ সিঁদুরে দেখতে বেশ সুন্দর; বাহ্যসৌন্দর্যিশিষ্ট
দেখাদেখি১ অনুকরণ/অনুসরণ করা ভাবার্থে-সহচর শব্দ (বাপের দেখাদেখি ছেলেও মদ ধরলো।)
দেখাদেখি২ নকল করা ভাবার্থে-সহচর শব্দ (এই উত্তরগুলি সব দেখাদেখি করে লেখা হয়েছে।)
দেখাদেখি৩ পরস্পর দেখা সাক্ষাৎ (দুজনে অনেককাল দেখাদেখি হয় নি,।)
দেখা যাক ফলের আশায় বসে থাকা (চেষ্টাতো করি দেখা যাক কি হয়।)
দেখাশুনা/শোনা১ অনুসন্ধান, খোঁজখবর ভাবার্থে সহচর শব্দ (মেয়ের জন্য পাত্র দেখাশুনা চলছে।)
দেখাশুনা/শোনা২ তত্ত্বাবধান, রক্ষণাবেক্ষণ (কাজের দেখাশুনা করার জন্য লোক চাই।); তুলনীয় সহচর শব্দ- চেনাশুনা; জানাশুনা; পড়াশুনা
দেখাসাক্ষাৎ একার্থক যুগ্মশব্দ; সাক্ষাৎ করে জিজ্ঞাসাবাদ করা; পরস্পর সাক্ষাৎ ও আলাপ (বহুদিন দুজনের দেখাসাক্ষাৎ নেই।)
দেখিয়ে দেওয়া১ শেখানো; পড়া দেখিয়ে দেওয়া; পথ দেখিয়ে দেওয়া
দেখিয়ে দেওয়া২ জব্দ করা; ভীতি প্রদর্শন করা (আমাকে মারলে মজা দেখিয়ে দেবো।)
দেখে নেওয়া জব্দ করা; প্রতিশোধ নেওয়ার ভয় দেখানো (আমাকে দেখে নেবে বলে শাসিয়েছে।)
দেখেশুনে১ চারিদিক লক্ষ্য করে; সাবধানে (দেখেশুনে পথ চলবে।)
দেখেশুননে২ সতর্কভাবে বিচার করে (দেখেশুনে হচ্ছে ওষুধটা নকল।)
দেদোর মর্ম দেদোয় জানে একমাত্র ভুক্তভোগীই ব্যাথা বোঝে।
দেনমোহর মুসলমানদের বিয়েতে স্ত্রীকে দেওয়া স্বামীর যৌতুক
দেনাপাওনা দেয় পরিশোধ ও প্রাপ্যের প্রাপ্তি; সমার্থক বাগধারা- হিসাবনিকাশ
দেবপুরী অতি সুন্দর ভবন
দেবর লক্ষণ লক্ষণের মত আদর্শবান, চরিত্রবান একান্ত অনুগত দেবর, যেমনটি পেতে প্রতিটি নারী কামনা করে।
দেবা তুচ্ছার্থে- পুরুষ, স্বামী ('যেমন দেবা তেমনি দেবী'-প্রবাদ)
দেমাগ১ (দিমাগ- হিন্দি) অহঙ্কার (দেমাগে মাটিতে পা পড়ে না।)
দেমাগ২ মস্তিস্ক (দেমাগ খুব পরিস্কার।)
দেয়াল তুলে দেওয়া১ দেখা-সাক্ষাৎ বন্ধ করা
দেয়াল তুলে দেওয়া২ ব্যবধান সৃষ্টি করা
দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এমন অবস্থায় পড়া যেখান থেকে বাঁচার উপায় থাকে না; সমার্থক বাগধারা- খাদের কিনারে
দেয়ালে মাথা ঠোকা১ অনুশোচনায় বা অসহায় অবস্থায় পড়ে নিজেকে কষ্ট দেওয়া (সব হারিয়ে এখন দেওয়ালে মাথা ঠুকছি।)
দেয়ালে মাথা ঠোকা২ নিস্ফল প্রচেষ্টা ( অঙ্কটা বুঝতে দেওয়ালে মাথা ঠুকছি, কিছুই বুঝতে পারছি না।)
দেয়ালেরও কান আছে কোন কথাই গোপন থাকে না; গোপন কথা কারো শোনার অত্যন্ত সম্ভাবনা অর্থে চেতাবনী
দেরপোদি অসতী নারী (উৎসকাহিনী- দ্রৌপদীর পঞ্চস্বামী থাকায় বিদ্রুপে কোন অসতী নারীকে মেয়েলি ভাষায় দেরপোদি বলা হয়; নাতিনী সম্পর্কের কেউ হলে তার প্রতিও কৌতুকচ্ছলে শব্দটি ব্যবহার করা হয়।)
দেশ-কাল-পাত্র স্থান, সময় ও পরিবেশপরিস্থিতি
দেহ মাটি করা অত্যধিক শ্রমে জীবনপাত করা; কঠোর পরিশ্রম করা; সমার্থক বাগধারা- হাড় মাটি করা
দেহাত / দেহাতি গ্রাম / গ্রাম্য; তুচ্ছার্থে- গেঁয়ো (দেহাতি লোক)
দেহি দেহি রব খালি দাও দাও চিৎকার; তীব্র আকাঙ্ক্ষা ও লোভসূচক উক্তি
দৈত্যকুলে প্রহ্লাদ কুবংশে সুসন্তান; বংশে বিপরীত প্রকৃতির সন্তান; সমার্থক বাগধারা- গোবরগাদায় পদ্মফুল
দৈত্য-দানো দিতির পুত্র দৈত্য ও দনুর পুত্র দানব সম্পর্কে বৈমাত্রেয়ভাই; অলংকারে একার্থক অপদেবতা বা অনিষ্টকারী শক্তিসমূহ
দৈনন্দিন প্রতিদিন করতে হয় এমন (দৈনন্দিন কাজ)
দৈবাৎ সহসা, হঠাৎ (দৈবাৎ যদি কেউ চলে আসে।)
দো-আঁশলা অকুলীন, বর্ণসঙ্কর, বিপিতা-বিমাতা সম্পর্কযুক্ত; আলং- নীতিভ্রষ্ট ব্যক্তি
দোজোবর প্রথমস্ত্রী জীবিত থাকা সত্বেও দ্বিতীয়বার বিবাহপ্রার্থী পুরুষ; তুলনীয়- অধিবেত্তা।
দোটানা / দোনোমনো দুই ভিন্ন জিনিসের প্রতি মনের সমান আকর্ষণ এবং তার ফলে দ্বিধা;
দোটানায় পড়া/ দোনোমনো করা কি করতে হবে, কোন দিকে যেতে হবে বুঝতে না পারা; দ্বিধা; পরস্পর বিপরীতধর্মী দুইপক্ষ, দিক বা বস্তুর প্রতি সমান আকর্ষণ (আমি দোটানার ভিতর পড়েছি।)।
দোনোমনা/ দুনুমনু ইতঃস্তত ভাব; বিচারে অস্থরতা (আমি দোনোমোনো করছি ব্যবসা করব না চাকরি করবো); সমার্থক বাগধারা- ত্রিশঙ্কু, বেড়ার উপর বসে ইত্যাদি
দোরগোড়া দরজার সামনের স্থান, খুব কাছে (মহম্মদ পর্বতের দোড়গোড়ায় উপস্থিত- প্রবাদ)
দোর ধরা ধর্ণা দেওয়া
দোলাচল/দোলাচাল অনিশ্চয়তা; অস্থিরতা, ইতস্তত/দ্বিধাভাব; উভয়সঙ্কট; সংকল্পের অভাব; হ্যাঁ বা না এর স্থিতি (বাংলা ছেড়ে অন্যত্র চাকরী নেব কিনা রি দোলাচালে পড়েছি।)
দোষত্রুটি একার্থক যুগ্মশব্দ; খুঁত, ভুল (মুনিরাও দোষত্রুটির ঊর্ধ্বে নন।); সমার্থক বাগধারা- ভুলত্রুটি
দোষৈকদর্শী গুণ দেখে না, কেবল দোষ দেখে বেড়ায় এমন
দোসর লক্ষ্মণ আপদেবিপদে সর্বসময়ের ভাই লক্ষ্মণের মত আদর্শ সঙ্গী।
দোহন করা শোষণ করা
দোহার মুখ্য অর্থ- যে মূল গায়কের ধুয়া ধরে গান করে; গৌণ অর্থ- সহকারী (আমার সাথে দোহার থাকে।)
দোহারা মাঝারি গড়নবিশিষ্ট (দোহারা চেহারা)
দৌড় ব্যঙ্গে- ক্ষমতা ('মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত'-প্রবাদ)
দৌড়ঝাঁপ/ধাপ (একার্থক সহচর শব্দদ্বয়) ছূটোছুটি; দাপাদাপি; দৌড়াদৌড়ি; ব্যস্ততা (আমার আর দৌড়ঝাঁপ করার বয়স নেই।)
দৌড় মারা বেগে পলায়ন করা
দৌলত প্রভাব প্রতিপত্তি (শশুরের দৌলতে জামাই করে খাচ্ছে।)
দ্বিচারিণী কুলটা, দুই পুরুষের প্রতি আসক্তা
দ্বিজজিহ্ব পরস্পরবিরোধী উক্তিকারী, মিথ্যাবাদী
দ্বিমত পরস্পরবিরোধী দুই মত (এ বিষয়ে কোন দ্বিমত নেই।)
দ্বিরুক্তি আপত্তিজ্ঞাপন (কোন দ্বিরুক্তি না করে কাজটা করেছে)
দ্বীপান্তর অন্যদ্বীপ, দূরবর্তী দ্বীপে নির্বাসন ('নব নব পবনভরে, যাব দ্বীপে দ্বীপান্তরে'-রবীন্দ্রনাথ)
দ্বৈপায়নতা দ্বীপে বসতি ('দ্বৈপায়নতা ইংরাজের পক্ষে একটা বিরাট সূযোগ'-রবীন্দ্রনাথ)
দ্ব্যর্থহীন দুইপ্রকার অর্থ হয় না এমন, স্পষ্টভাষায় (দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে।)

সম্পাদনা

বাগধারা
ধড়াচূড়া১ ভারী সাজপোষাক।
ধড়াচূড়া২ বিজাতীয় পোশাক বা অফিস-আদালতের বিশেষ ধরনের সাজ-পোশাক (ধড়াচূড়া পরে সাতসকালে কোথায় চললে?)
ধড়ে প্রাণ আসা বিপদমুক্ত হওয়ায় গভীর স্বস্তির নিশ্বাস ফেলা ('বাবাগো মাগো বলে প্রাচীরের ফোঁকর গলে, ঢুকিগে বোসেদের ঘরে, যেন প্রাণ আসল ধড়ে- লুকোচুরি কবিতা- নজরুল); সমার্থক বাগধারা- বিরাট সুড়ঙ্গের শেষে আলো দেখতে পাওয়া
ধনঞ্জয়ের পালা বিলক্ষণ প্রহারের পালা; প্রহারের দ্বারা তাড়ানোর পালা; তুলনীয়- প্রহারেণ ধনজ্ঞয়
ধনদাস১ ধন যার উপাস্য; ধনলাভের জন্য যে সকলপ্রকার হীনতা স্বীকার করে
ধনদাস২ অত্যন্ত কৃপণ; অত্যন্ত অর্থলোভী ব্যক্তি (ধনদাস মরে ক্ষুদের জাউ খাইয়া- প্রবাদ)
ধনপিশাচ১ অত্যন্ত ধনলোভী ও কৃপণ; অতিশয় ব্যয়কুন্ঠ
ধনপিশাচ২ ধর্ম-অধর্ম, উচিত-অনুচিত বিচার না করে যে অর্থ অর্জনে প্রয়াসী)
ধনপ্রিয়া যে নারী অর্থ ভালবাসে
ধনুক ভাঙা/ধনুর্ভঙ্গ পণ অতি কঠিন ও অনড় প্রতিজ্ঞ; (উৎসকাহিনী- রাজর্ষি জনক পণ করেছিলেন যে ব্যক্তি হরধনুতে গুণ পরাতে পারবে তার সাথে তিনি সীতার বিয়ে দেবেন, এই প্রতিজ্ঞাকেই ধনুকভাঙা পণ আখ্যা দেওয়া হয়।)
ধনুর্ধর ব্যঙ্গে- বাহাদুর ব্যক্তি, যে ব্যক্তি খুব কেরামতি দেখায়
ধনুর্ভঙ্গপণ সীতার বিবাহে হরধনু ভাঙার মত অতি কঠিন এবং প্রায় অসাধ্য কাজ করার প্রতিজ্ঞা; দৃঢ় প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞার নড়চড় হয় না।
ধনে-প্রাণে মজা/মরা অর্থ ও স্বাস্থ্য-দুই নষ্ট
ধনেশ্বর১ কুবের
ধনেশ্বর২ ব্যঙ্গে- কুবেরের মত বিত্তশালী
ধন্বন্তরি অদ্বিতীয় চিকিৎসক, যিনি রোগ নিরাময়ে কখনো ব্যর্থ হন না; (উতসকাহিনী- ধন্বন্তরি দৈবচিকিৎসক রূপে প্রাচীন সাহিত্যে কীর্তিত; পুরাণে বলা হয়েছে দেবতারা যখন সমুদ্রও মন্থন করেন তখন ধন্বন্তরির আবির্ভাব; কথিত যে সুশ্রুত ধন্বন্তরির কাছে আয়ুর্বেদের শিক্ষা পান।)
ধর তক্তা মার পেরেক দায়সারাভাবে দ্রূত কাজ শেষ করার চেষ্টা (এত ভাবাভাবির কি আছে ধর তক্তা মার পেরেকের মত কাজ কর)
ধরতাই বুলি অন্যের কাছ থেকে জানা কথা; যে কথা সবাই জানে বা বলে; নতুনত্বহীন প্রচলিত বুলি বা চালু কথা
ধরতে ছুঁতে নেই কোন দায়ে জড়িত নয়; নির্লিপ্তভাব।
ধরণা দেওয়া অভীষ্টলাভের প্রত্যাশায় অভীষ্টদাতার দ্বারে বসে থাকা
ধরপাকড় অনুগ্রহ লাভের জন্য সনির্বন্ধ অনুরোধ; (চাকরির জন্য একে ওকে ধরপাকড় করছি।); সমার্থক বাগধারা ধরাধরি, পীড়াপীড়ি
ধর লক্ষণ১ কোন চিন্তা না করেই নির্দ্বিধায় আদেশ পালন করা; পাঠান্তর- লক্ষ্মণের ফল ধরা।
ধর লক্ষণ২ যে কাজটি করতে বলা হয়নি অথচ করা যুক্তিযুক্ত সে কাজটি না করা; অতি অনুগত ও বোকারা কর্তার ইংগিত উদ্দেশ্য ও অভিপ্রায় না বুঝে পরিষ্কার নির্দেশ ছাড়া কোন কাজে হাত দেয় না;
ধরাকে সরা জ্ঞান করা১ অহংকারে অন্ধ হওয়া
ধরাকে সরা জ্ঞান করা২ গর্বে সকলকে তুচ্ছজ্ঞান করা
ধরাছোঁয়া সহচর শব্দ; কাছে আসা; কাছে ঘেঁষা
ধরাছোঁয়া না দেওয়া১ কোনো কিছুর দায়িত্ব না নেওয়া
ধরাছোঁয়া না দেওয়া২ নিজের স্বরূপ গোপন করা
ধরাছোঁয়ার বাইরে১ নাগালের বাইরে; সহজে কায়দায় পাওয়া যায় না এমন (দুস্কৃতি পুলিশের ধরাছোঁয়ার বাইরে।)
ধরাছোঁয়ার বাইরে২ উপলব্ধি বাইরে (বিশ্বনিয়ন্তা ধরাছোঁয়ার বাইরেরে।)
ধরাছোঁয়ার বাইরে২ বোধগম্যতার বাইরে; সাধারণ বুদ্ধি দিয়ে বোঝা যায় না এমন (লেখাটা আমার ধরাছোঁয়ার বাইরে।)
ধরা দেওয়া১ আত্মসমর্পণ করা ; আয়ত্তে যাওয়া (ধরা দিয়েছিগো আমি আকাশের পাখি- রবীন্দ্রনাথ)
ধরা দেওয়া২ নিজের মনের ভাব প্রকাশ করা।
ধরাধরি১ গ্রেপ্তারকরণ (এলাকায় ব্যাপক ধরাধরি চলছে); সমার্থক বাগধারা- ধরপাকড়
ধরাধরি২ অনুগ্রহ লাভের জন্য সনির্বন্ধ অনুরোধ (ধরাধরি করে একটা আশ্রয় পেয়েছি।); সমার্থক বাগধারা- তদবির; দরবার; পীড়াপীড়ি
ধরাধরি৩ পরস্পর পরস্পরকে ধরা; সকলে মিলে ধরা সকলে মিলে বয়ে নিয়ে যাওয়া (ধরাধরি করে লোকটাকে বসানো হল।)
ধরাবাঁধা/ বাঁধাধরা নির্দিষ্ট, নির্ধারিত (এ বিষয়ে ধরাবাঁধা কোন নিয়ম নেই।)
ধরাশায়ী মাটিতে পতিত (গরুর গুঁতোয় ধরাশায়ী।)
ধরিত্রীপুত্র মুখ্য অর্থ মানুষ; আলং- কাণ্ডজ্ঞানসম্পন্ন সাধারণ মানুষ; বিপরীতার্থক বাগধারা- আকাশপুত্র
ধরি মাছ না ছুঁই পানি অতিশয় চতুরতা; কৌশলে কার্যোদ্ধার
ধরে বেঁধে ইচ্ছার বিরুদ্ধে পীড়াপীদি করে (তাকে ধরে-রেঁধে রাজি করানো হলো।)
ধর্ণা দেওয়া কার্যসিদ্ধির জন্য পড়ে থাকা; দীর্ঘক্ষণ অপেক্ষা করা; সমার্থক বাগধারা- হত্যে দেওয়া
ধর্মকর্ম শাস্ত্রবিধি অনুযায়ী পূণ্যকর্ম
ধর্মপত্নী বিবাহিতা স্ত্রী
ধর্মপিতা/পুত্র ধর্মতঃ যাকে পিতা বা পুত্র বলে স্বীকার করা হয়েছে
ধর্মপুত্র যুধিষ্ঠির১ প্রশংসায়- যুধিষ্ঠিরের মতো আদর্শ সত্যবাদী
ধর্মপুত্র যুধিষ্ঠির২ বিদ্রুপে- সত্যবাদিতার ভানকারী অতিশয় মিথ্যাবাদী
ধর্মভাই গুরুভাই
ধর্মের কল সত্য (ধর্মের কল বাতাসে নড়ে/ধর্মের ঢাক আপনি বাজে।)
ধর্মের কল বাতাসে নড়ে/ ধর্মের ঢাক আপনি বাজে গোপন করার চেষ্টা করলেও পাপ চাপা যায় না; সত্য গোপন থাকে ন
ধর্মের ষাঁড়১ বৃষোৎসর্গশ্রাদ্ধে উৎসৃষ্ট ষাঁড়; ধর্মের নামে উৎসর্গ করে ছেড়ে দেওয়া ষাঁড়
ধর্মের ষাঁড়২ স্বেচ্ছাচারী অনিষ্টকারী মুক্তপুরুষ, যাকে বাধা দেবার কেউ নেই; স্বচ্ছন্দে বিচরণকারী ও পরের অনিষ্টকারী ব্যক্তি; অকর্মণ্য; সমার্থক বাগধারা- গোকুলের ষাঁড়
ধস্তাধস্তি পরস্পরের প্রতি বলপ্রয়োগ, দলবদ্ধভাবে মারামারি (সভায় ধস্তাধস্তি হচ্ছে।); সমার্থক বাগধারা- হাতাহাতি
ধাঁ করে১ অগ্র-পশ্চাৎ বিবেচনা না করে; হঠাৎ করে (ধাঁ করে কোন সিদ্ধান্ত নিও না।)
ধাঁ করে২ / ধাঁ ধাঁ করে / ধাঁই কিরি কিরি (ওড়িষী) / ধাঁই ধাঁই করে / ধাঁয়েঁ ধাঁয়েঁ (হিন্দি) খুব তাড়াতাড়ি; দ্রুত (ধাঁ করে কাজটা করে ফেলো।)
ধাঁধা দৃষ্টিভ্রম, চোখের ভুল (চোখে কেমন যেন ধাঁধা লেগে গেলো।)
ধাক্কা সামলানো বিপদ সামলানো; সংকট বা ঝামেলা থেকে রক্ষা পাওয়া (চরম অর্থসঙ্কটের ধাক্কা আর সামলাতে পারছি না।); সমার্থক বাগধারা- ঝক্কি সামালানো; হ্যাপা সামলানো
ধাড়ি১ যে পাশু বা পাখি বেশি বাচ্চা দিয়েছে (ধাড়ি বাচ্চা সব একসাথে কিচিরমিচির করতে শুরু করেছে।)
ধাড়ি২ সচরাচর নিন্দায়- অগ্রণী, ঘাগি, নেতা, পাকা; সর্দার (চোরের ধাড়ি; নষ্টের ধাড়ি, বজ্জাতের ধাড়ি, বদের ধাড়ি ইত্যাদি)
ধাড়ি৩ প্রবীণ; বৃদ্ধ; বয়স্ক (বুড়ো ধাড়ি)
ধাত মানসিক প্রকৃতি, মেজাজ, স্বভাব (এসব আমার ধাতে সয় না।)
ধাতস্থ শান্ত, সুস্থ (এতক্ষণে একটু ধাতস্থ হয়েছি।)
ধানকাঠের কড়ি/মই // ধানগাছের তক্তা অপদার্থ, অকেজো ব্যক্তি; নির্বোধের ভ্রান্তবিলাস; সমার্থক বাগধারা- আমড়া কাঠের ঢেঁকি
ধান দিয়ে লেখাপড়া শেখা যত্সামান্য খরচে বা বিনাখরচে লেখাপড়া শেখা
ধানদূর্বা দিয়ে আশীর্বাদ করা অমূল্য সোনারূপা দিয়ে না করে সুলভ ধানদূর্বা মাথায় দিয়ে আশীর্বাদ করা
ধানদূর্বা দিয়ে পূজা করা বিদ্রুপে- সম্মান/সমীহ করা (ঐ অপদার্থকে ধানদূর্বা দিয়ে পূজা করতে হবে নাকি?)
ধান ভানতে শীবের গীত অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা
ধানাইপানাই অর্থহীন বাজে কথা; অসংবদ্ধ বাক্যজাল বিস্তার, নানা অপ্রাসঙ্গিক উক্তি (সত্যের নাই ধানাইপানাই; সত্য যাহা সমজ তাই-জরুল); সমার্থক বাগধারা- আবোলতাবোল
ধানীলঙ্কা কড়া/তেজযুক্ত লোক; মুখরা মেয়ে)
ধান্ধা১ উদ্দেশ্য, কাজের সন্ধান (একাটা কাজের ধান্ধায় দ্বারেদ্বারে ঘুরে মরছি); সমার্থক বাগধারা- ফিকির
ধান্ধা২ কু-অর্থে- কোন অসৎ উদ্দেশ্য(এখানে কোন ধান্ধায় এসেছো?); সমার্থক বাগধারা- ফন্দিফিকির
ধান্ধাবাজ১ সু-অর্থে- সুযোগসন্ধানী
ধান্ধাবাজ১ কু-অর্থে- অসৎ উদ্দেশ্যে ঘোরাফেরা করা লোক (মহা ধান্ধাবাজ ছেলে।)
ধান্যেশ্বরী ব্যঙ্গে- ধান বা চাল থেকে চোলাই করা মদ, ধেনো মদ (মড়া পোড়াতে ধান্যেশ্বরী লাগে।)-
ধাপধাড়া গোবিন্দপুর ব্যঙ্গে- অজ্ঞাত ও অখ্যাত ।বহুদূরবর্তী স্থান
ধাপ্পা দেওয়া প্রতারণা করা, মিথ্যা কথা বলা (তোমার ধাপ্পাবাজী ধরে ফেলেছি।); সমার্থক বাগধারা- চাল মারা, দাগাবাজী করা, পট্টি মারা
ধামসাধামসি উদ্দাম নাচানাচি (সারারাত ধরে ধামসাধামসি চলেছে।); সমার্থক বাগধারা- হৈহুল্লোড়
ধামাচাপা দেওয়া অন্যায়ভাবে গোপন করা; অন্যায়ভাবে লোকচক্ষুর আড়ালে আনা (বিষয়টা এইভাবে ধামাচাপা দেওয়া ঠিক হয় নি।)
ধামা ধরা১ খোশামোদ/তোষামোদ করা
ধামাধরা২ চাটুকার; তোষামোদকারী; খোসামুদে
ধার-কর্জ/দেনা একার্থক যুগ্মশব্দ (ধার-দেনা করে কোনমতে সংসার চালাই।); সমার্থক যুগ্মশব্দ- ধারধোর
ধার ধারা খাতির করা, গায়ে মাখা, গ্রাহ্য কর, তোয়াক্কা করা; পাত্তা দেওয়া; মান্যতা দেওয়া; সংস্রব রাখা ইত্যাদি
ধারকর্জ/দেনা একার্থক যুগ্মশব্দ; ঋণ (মাঝেমাঝে ধারকর্জ করতে হয়।); সমার্থক
ধার না ধারা উপেক্ষা করা; সম্পর্ক না রাখা (আমি কারো ধার ধারি না।)
ধারাপাতের বাইরে নিয়মকানুনের বাইরে
ধারে কাটা দক্ষতা ও বুদ্ধির জোরে কার্যোদ্ধার
ধারে ডোবা প্রচুর দেনায় জড়িয়ে পড়া
ধাষ্টামি ধৃষ্টতা, স্পর্ধা, নির্লজ্জ আচরণ (ধাষ্টামি করো না।)
ধিকধিক/ধিকিধিকি মৃদু জ্বলনের ভাব (মনের মাঝে আগুন ধিকিধিকি জ্বলছে।)
ধিঙ্গি প্রগল্ভ, বেহায়া (ধিঙ্গি মেয়ে)
ধিঙ্গিপনা বেহায়া মেয়ের উদ্দাম নাচ
ধিন-তা-ধিনা নাচনকোদন, লম্পঝম্প (ধিন-তা-ধিনা করা থামাও।)
ধিনধিন নাচের ভঙ্গী, নেচে বেড়ানো (ধিঙ্গী মেয়ে ধিনধিন করে নেচে চলেছে।)
ধিনিকেষ্ট বিদ্রুপে- ধিনধিন করে নেচে বেড়ায় এমন দায়িত্বজ্ঞানহীন ফুর্তিবাজ লোক
ধীরে সুস্থে আস্তেআস্তে; তাড়াহুড়ো না করে
ধুকপুক মৃদু হৃদস্পন্দন (বুকের ভিতরটা ধুকপুক করছে।)
ধুকধুকানি/পুকানি অস্থিরতা, মানসিক উদবেগ (রেজাল্ট বেরুবে তাই বুকে ধুকধুকানি শুরু হয়েছে।)
ধুৎতোর/ধুত্তোর তোর সংশ্রবজনিত ঝঞ্ঝাট দূর হোক, বিরক্তিসূচক অভিব্যক্তি (ধুত্তোরি কি যে হচ্চে কিছু বুঝছি না।)
ধু ধু বিশাল ব্যাপ্তির অভিব্যক্তি (ধু ধু বালুচর)
ধুনা মুখ্য অর্থ- ধনুকাকৃতি যন্ত্র দিয়ে তুলো পিঁজে পরিষ্কার করা; গৌণার্থে- ধমক দেওয়া, শায়েস্তা করা (একদিন তাকে ভালো করে ধুনে দ...)
ধুনি মখ্য অর্থ- সন্ন্যাসীর অগ্নিকুণ্ড; গৌণ অর্থ- আশায় আশায় অপেক্ষারত (ধুনি জ্বালিয়ে বসে আছে।)
ধুন্ধুমারকাণ্ড উৎস-পুরাণে বর্ণিত অসুর; তুলকালাম কাণ্ড, প্রচণ্ড গোলমাল (সভায় ধুন্ধুমারকাণ্ড চলছে।); সমার্থক বাগধারা- কুরুক্ষেত্রকাণ্ড, খণ্ডপ্রলয়, তুলকালামকাণ্ড, মহামারীকাণ্ড, লঙ্কাকাণ্ড ইত্যাদি
ধুমধাড়াক্কা১ প্রচুর আড়ম্বর/জাঁকজমক/শোরগোল (কালীপূজার সময় খুব ধুমধাড়াক্কা চলে।)
ধুমধাড়াক্কা২ হাত চালিয়ে মারা (ধুমধাড়াক্কা হাত চালিয়ে দিল।)
ধুমধাম জাঁকজমক, সমারোহ (ধুমধাম করে মেয়ের বিয়ে দিল।)
ধুমসা/ধুমসো নিন্দায়- কালো মোটাসোটা লোক
ধুমসি নিন্দায়- বেমানান রকমের কালো ও মোটা মেয়ে (ধুমসি মেয়ের কাণ্ড দেখো।)
ধূম্রলোচন কালো ও কুৎসিত মোটাসোটা লোক;
ধুয়া তোলা ছল করা এক কথা বার বার বলা (চ্যালারা নেতার কথায় ধুয়া তুলছে।)
ধুরন্ধর মুখ্য অর্থ- ভারবাহক; আলং- ক) সদর্থে- অতি কর্মকুশল, ওস্তাদ, দক্ষ; খ) কদর্থে- চতুর; ধড়িবাজ, ধূর্ত, বখাটে (মহা ধুরন্ধর লোক।); সমার্থক বাগধারা- ধান্ধাবাজ
ধুলো দেওয়া (গায়ে) ঘৃণা প্রকাশ করা
ধুলো দেওয়া (চোখে) ফাঁকি দেওয়া (আমার চোখে ধুলো দিয়ে পারবে না।)
ধুলোমুঠি ধরলে সোনামুঠি ভাগ্য সুপ্রসন্ন হলে স্বল্পচেষ্টাতেই সাফল্য আসে
ধূনা/ধূনো দেওয়া (আগুনে) ইন্ধন যোগানো; উত্তেজনা ছড়ানো
ধূমকেতু অশুভলক্ষণ, উৎপাত, কুগ্রহ, হঠাৎ এসে উপস্থিত ব্যক্তি (ধূমকেতুর মত কোথা থাকে উদয় হলে?); সমার্থক বাগধারা- ভূঁইফোঁড়
ধূমধড়াক্কা/ধূমধাম খুব ঘটা; মহাসমারোহ (ধূমধাম করে বড়ে মেয়ের বিয়ে হল।)
ধূমায়মান অল্প অল্প প্রকাশিত হচ্ছে (মানুষের ক্ষোভ ধূমায়িত হচ্ছে।)
ধূয়া মুখ্য অর্থ-যে সুরে গান শুরু হবে সেই সুর শুরু করা; দোহারগণ গানের যে অংশ বার বার গায়; গৌণ অর্থ- যে উক্তি বার বার করা হয় (তাদের একই ধুয়া।)
ধূয়া তোলা/ধরা১ আবদার করা; ছল করা
ধূয়া তোলা/ধরা২ কোন প্রার্থনা বা বাক্য দৃঢ়ভাবে সরে থাকা
ধূলাবালি অকিঞ্চিৎকর পদার্থ
ধূলামুষ্টি স্বর্ণমুষ্টি হওয়া যে কাজেই হাত দেওয়া হোক-না-কেন সর্বক্ষেত্রেই সাফল্য পাওয়া
ধূলিসাৎ সম্পূর্ণ ব্যর্থ (সমগ্র প্রচেষ্টা ধূলিসাৎ হল।)
ধেই-ধেই১ উদ্দাম নাচের ভঙ্গি (ধেই ধেই করে নেচে বেড়াচ্ছে।)
ধেই-ধেই২ নির্লজ্জভাবে ঘুরে বেড়ানোর ভাব (ধেই ধেই করে এখানে সেখান ঘুরে বেড়াচ্ছে।)
ধেড়ে ইঁদুর ঘাগি; পাকা শয়তান; দুষ্টচক্রের/পালের গোদা; বড়মাপের দুস্কৃতি; লক্ষ্মণায় - নেংটি ইঁদুর
ধেড়ে খোকা বয়স বা দৈর্ঘ্যে কিশোর অপেক্ষা বেশি বয়স্ক; যুবক ('এক পড়েতে ঠাণ্ডা, ধেড়ে খোকাদের পাণ্ডা'- গান)
ধেড়ে রোগ জন্তুর মত বৃদ্ধবয়সে যুবকের মত সন্তান উৎপাদনের ইচ্ছা (বূড়ো বয়সে ধেড়ে রোগ)
ধেনো সু অর্থে- ধান চাষ হয় এমন (ধেনো জমি); কু-অর্থে) ধানচাষির মতো মূর্খ (ধেনো বুদ্ধি)
ধোঁকা খাওয়া/দেওয়া ঠকানো; ধাপ্পা দেওয়া; প্রতারিত হওয়া; প্রতারণা করা;ফাঁকি দেওয়া
ধোঁকাবাজ প্রতারক
ধোঁকায় পড়া প্রভাবিত হওয়া; প্রতারিত হওয়া; ভ্রমবশত বঞ্চিত হওয়া; সংশয়ে পড়া; সংশয়গ্রস্ত হওয়া; সন্দেহযুক্ত হওয়া;
ধোঁকার টাটি / ধোখে কী টট্টী১ প্রতারণার আবরণ, যাইরে থেকে বোঝা যায় না; বাইরে সাজানো ভেতরে অসুবিধা; তুলনায়- 'বাইরে চিকনচাকন ভেতরে খড়ের গাদন'- প্রবাদ
ধোঁকার টাটি / ধোখে কী টট্টী২ কুহক/মায়াজাল (এই সংসার ধোঁকার টাটি।)
ধোঁয়াটে/ধোঁয়াশা অস্পষ্টভাব (সমস্ত বিষয়টা আমার কাছে ধোঁয়াটে লাগছে।)
ধোকড় কিছু না, ফাঁকি (মাকড় মারিলে ধোকড় হয়- প্রবাদ)
ধোপদুরস্ত১ বাবুয়ানি, পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন (ধোপদুরস্ত জামাকাপড় পরে হাজির।); সমার্থক বাগধারা- কেতাদুরস্ত
ধোপদুরস্ত২ ধোলাই করা পোষাকপরিহিত ব্যক্তি
ধোপা-নাপিত বন্ধ করা একঘরে/সমাজচ্যুত/সামাজিক দণ্ড দেওয়া
ধোপা-ভাঁড়ারী/ভাণ্ডারী১ ধোপার ভাঁড়ারে অনেক কাপড় অথচ তার নিজের কিছু নয়; সমার্থক বাগধারা- চিনির বলদ
ধোপা-ভাঁড়ারী/ভাণ্ডারী২ ধোপার ভাঁড়ারে অনেক কাপড় সে সহজেই বাবুগিরি করতে পারে; সমার্থক বাগধারা- পরের ধনে পোদ্দারি
ধোপার গাধা পরের জন্য খেটে মরা ব্যক্তি; সমার্থক বাগধারা- কলুর বলদ
ধোপার পাট ঘরেরও না ঘাটেরও না যে মানুষ সর্বত্র অনাদৃত (ধোবীপাড় না ঘরকা না ঘাটকা- হিন্দি প্রবাদ
ধোপার বোঝা অপরের দায়িত্ব
ধোপে টেকা বজায় থাকা; যুক্তিগ্রাহ্য হওয়া; শেষপর্যন্ত নানা ঘাতপ্রতিঘাত সহ্য করে টিকে যাওয়া (তোমার বক্তব্য ধোপে টিকবে না।)
ধোপে টিকবে না পরীক্ষায় উত্তীর্ণ হবে না; পরীক্ষায় ভিতরের গলদ প্রকাশ হয়ে পড়বে
ধোয়া তুলসীপাতা নিস্পাপ; কিছু জানে না; নিস্কলঙ্ক বলে নিজেকে জাহির করা লোকের প্রতি তির্যকোক্তি (তিনি কিছুই জানেন না, যেন ধোয়া তুলসীপাতা।)
ধোলাই দেওয়া প্রচণ্ড প্রহার করা (চোরটাকে আচ্ছা করে ধোলাই দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।)
ধ্যাড়া/ধ্যাড়ানো মুখ্য অর্থ-বেসামাল হয়ে মলত্যাগ করে কাপড়চোপড় নষ্ট করা; গৌণ অর্থ- অপটুতার দরুন কাজ পণ্ড করা (অকম্মার ধাড়ি সব কাজেই ধ্যাড়াচ্ছে।)
ধ্বজভঙ্গ পুরুষত্বহীনাতারূপ ব্যাধি- গালিবিশেষ (ব্যাটা ধ্বজভঙ্গ।)
ধ্বজা উড়ানো/ধরা উগ্রভাবে সমর্থন করা
ধ্বজাধরা/ধারী১ উপাধি, বংশ, ফোঁটা, তিলক ইত্যাদির গর্বে গর্বিত ব্যক্তি
ধ্বজাধরা/ধারী২ ব্যঙ্গে- কোনো প্রতিষ্ঠান বা সংস্থার উগ্রসমর্থক (ধর্মের ধ্বজাধারী)
ধ্রুব১ অবিসংবাদিত, খাঁটি, যথার্থ (ধ্রুব সত্য)
ধ্রুব২ নিশ্চিত, বদ্ধমূল (ধ্রুব বিশ্বাস)
ধ্রুব৩ অপরিবর্তনীয়, স্থির (ধ্রুব লক্ষ্য; 'যে ধ্রুবপদ দিয়েছো বাঁধি'-রবীন্দ্রনাথ)
ধ্রুবতারা জীবনের আদর্শ; অন্যতম লক্ষ্য (তোমাকেই করিয়াছি এ জীবনে ধ্রুবতারা- রবীন্দ্রনাথ ঠাকুর)
ধ্রুবসত্য চরমসত্য

সম্পাদনা

বাগধারা অর্থ
নওরোজ মুখ্য অর্থ- বছরের প্রথমদিন; আলং- উৎসববিশেষ
নকড়া-ছকড়া করা অবহেলা/তুচ্ছতাচ্ছিল্য/অপমানিত করা (এভাবে তাকে নকড়া-ছকড়া করা উচিত হয়।); সমার্থক বাগধারা- হেলাফেলা করা
নকলনবিশ বিদ্রুপে- অনুকরণ করতে ওস্তাদ, মাছি মারা কেরানী
নকশা / নকশাবাজী তামাশা, ন্যাকামি (বেশি নকশা মেরো না; আর নকশাবাজী করো না)
নক্ষত্রপতন বিখ্যাত ব্যক্তির মৃত্যু (নজরুলের মৃত্যুতে সাহিত্যাকাশে একটি নক্ষত্রপাত হল।); সমার্থক বাগধারা- ইন্দ্রপতন
নখদন্তহীন শার্দূল ক্ষমতা হারানো প্রবল ব্যক্তিত্ব
নখদর্পণ নিখুঁত পূর্ণ ও স্পষ্ট জ্ঞান (সমস্ত বিষয়টা আমার নখদর্পণে আছে।)
নগদ/ নগদা-নগদি নগদে, সঙ্গেসঙ্গে প্রদেয় দাম (নগদা-নগদি কারবারে লোকসানের ঝুঁকি থাকে না।)
নগদ নারায়ণ কাঁচাপয়সা; নগদ টাকা (নগদ নারায়ণে বিদায় কর।)
নগদ বিদায়১ কাজ শেষ হওয়ামাত্র মূল্যপ্রদান
নগদ বিদায়২ উত্তম-মধ্যম দিয়ে তাড়িয়ে দেওয়া (চোরকে নগদ বিদায় কর।)
নগ্ন সত্য খাঁটি সত্য
নগরঘণ্ট নানাসব্জী ও তাদের খোসা ইত্যাদি হাবজাগোবজা একত্রে প্রস্তুত ঘ্যাঁট
নচ্ছার অপদার্থ, সারবিহীন্ন অতি নীচ- গালিবিশেষ
নজরকাড়া আকর্ষণীয়, দর্শনীয় (তার খেলা সবার নজর কেড়েছে।)
নজর করা দৃষ্টি দেওয়া, লক্ষ্য করা
নজর দেওয়া১ সু অর্থে- দৃষ্টি দেওয়া, লক্ষ্য রাখা (আমার দিকে একটু নজর দিও।)
নজর দেওয়া২ কু-অর্থে- অশুভ/কুদৃষ্টি, ঈর্ষালু দৃষ্টি (ফাঁকা জমিটার ওপর প্রোমোটার নজর দিয়েছে।)
নজর/নজরে রাখা তত্বাবধান করা; বিশেষ লক্ষ্য রাখা (কাজের গতির দিকে একটু নজর রেখো।)
নজর মারা১ কুদৃষ্টি দেওয়া
নজর মারা২ কটাক্ষ করে প্রণয় নিবেদন করা
নজর লাগা কুদৃষ্টিতে পড়া
নজর সেলামি/নজরানা উপহার উপঢৌকন, ভেট; বিদ্রুপে- ঘুষ (নজরানা না দিলে সরকারী দপ্তরে কাজ হয় না।)
নজরে আসা দৃষ্টিগোচর হওয়া
নজরে ধরা প্রীতিজনক/ পছন্দসই হওয়া
নজর/নজরে পড়া১ দৃষ্টিগোচর হওয়া
নজর/নজরে পড়া২ কৃপাদৃষ্টিতে পড়া হওয়া, ভালো ধারণা হওয়া (মালিকের নজরে পড়েছ, তোমার আর ভাবনা কি।)
নজর লাগা কুদৃষ্টিতে পড়া (পেঁচোর নজর লেগেছে)
নটখট/খটি ছোটখাটো গোলমাল (দুই পরিবারের মধ্যে নটখটি লেগেই আছে।)
নটঘট/ঘটি অসৎ ঘটনা, নষ্ট ঘটন্‌, অবৈধ প্রণয়, কলঙ্কজনক ঘটনা (নটঘটে নটবর)
নটঘটে নটবর বিদ্রুপে- লম্পটশ্রেষ্ঠ ব্যক্তি
নট নড়ন-চড়ন একদম নড়া চড়া করা যাবে না।
নড়চড় সহচর শব্দ; অন্যথা, পরিবর্তন, ব্যত্যয় (আমার কথার নড়চড় হ'বে না।)
নড়তে চড়তে বারোমাস অত্যন্ত অলস; সমার্থক বাগধারা- ঠেলাগাড়ী, ঢিমেতালা, দীর্ঘসূত্রী, পিপুফিসু ইত্যাদি
নড়ন-চড়ন/ নড়াচড়া স্পন্দন ও চলন, নড়া ও চলা; স্থান পরিবর্তন (আমার আর নড়াচড়া করার শক্তি নাই।); সমার্থক বাগধারা- চলাফেরা, হাঁটা-চলা, হাঁটাহাঁটি
নড়নড়/নড়বড় অস্থিতিশীল; আলগা হয়ে নড়ছে এমন; ভগ্নাবস্থায় লেগে থাকার ভাব; ঢিলেঢালা শিথিল ভাব (নড়বড়ে আটচালা; দরজা-জানলা একেবারে নড়বড়ে হয়ে গেছে।); সমার্থক বাগধারা- লড়বড়
নড়ি অবলম্বন; আশ্রয়; নির্ভর (অন্ধের নড়ি)
নড়েভোলা আত্মভোলা, আধাপাগলা, বোকাসোকা লোক; সমার্থক বাগধারা- উদোমাদা, গবচন্দ্র, গবা, নেলাভোলা, হাবাগোবা ইত্যাদি
নতুন কুটুম্ব সম্প্রতি যার সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্থাপিত হয়েছে
নথ নাড়া১ নথ নেড়ে নিজের সংকল্প বা গর্ব প্রকাশ করা
নথ নাড়া২ মুখ ঝামটা দেওয়া (ভয় নাহি করি ও মুখ-নাড়ারে, লক্ষ্মী সদয় লক্ষ্মীছাড়ারে, ঘরেতে আছেন নাইকো ভাঁড়ারে...' রবীন্দ্রনাথ)
নদীর মুখে বালির বাঁধ ক্ষণস্থায়ী প্রতিরোধ ব্যবস্থা; নিস্ফল প্রচেষ্টা
নদের চাঁদ/ নদের গোরাচাঁদ১ প্রশংসায়- আদরের সন্তান
নদের চাঁদ/ নদের গোরাচাঁদ২ বিদ্রুপে- সর্বপ্রধান ব্যক্তি
নদের চাঁদ/ নদের গোরাচাঁদ৩ বিদ্রুপে- সুবেশী অকর্মাব্যক্তি
নদের চাঁদ /নদের গোরাচাঁদ৪ বিদ্রুপে- অসৎলোক, কুৎসিত লোক, বেলেল্লাপনায় ওস্তাদলোক
ননস্টপ একনাগাড়ে (ঝাড়া একঘণ্টা ননস্টপ বকে চলেছে।)
ননীর পুতুল১ যা গরমে গলে যায়
ননীর পুতুল২ অপদার্থ, আদুরে দুলাল, কোন কাজের নয়, শ্রমবিমুখ, অল্প পরিশ্রমে কাট্যর হয়
নন্দী-ভৃঙ্গী শিবের দুই অনুচর; বিদ্রুপে- কারো দুইপাশে থাকা অবাঞ্ছিত সর্বক্ষণের অনুচরবর্গ
নন্নড়ে/নন্নড়িয়া/নন্নেমারা১ ঢিলা; শিথিল; নড়বড়ে
নন্নড়ে/নন্নড়িয়া২ এত দুর্বল যে মাথা স্থির না থেকে নড়ে
নন্নেমারা রোগা ও দুর্বল (নন্নেমারা চেহারা হয়েছে।)
নবকার্তিক১ নবজাতক কার্তিকের মত সুন্দর
নবকার্তিক২ বিদ্রুপে- গুণহীন সুপুরুষ; সমার্থক বাগধারা- পলাশ ফুল, পিতলের কাটারী, মাকাল ফল, রাঙামূলো, শিমূলফুল ইত্যাদি
নবকার্তিক৩ বিদ্রুপে- কালো কদাকার ব্যক্তি; সমার্থক বাগধারা- কেলে কার্তিক, লোহার কার্তিক
নবকার্তিক৪ কার্তিকের নতুন সংস্করণ; নাগর
নবকুমার উপকারী ব্যক্তি
নবজীবন দুঃখের পর সুখের অবস্থা (চাকরি পেয়ে নবজীবন লাভ করেছি)
নবডঙ্কা/লবডঙ্কা কিছু না, ফাঁকি, বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শণ; (প্রাপ্তির আশা নবডঙ্গা।) সমার্থক বাগধারা- অষ্টরম্ভা, কচু, কচু না ঘেচূ, কলা, কাঁচকলা ইত্যাদি
নবমী দশা মূর্চ্ছা যাওয়া (বিরহিনীর নবমীর দশা।)
নবমীর পাঁঠা দুর্গাপূজায় নবমী তিথির বলির পাঁঠার মতো ভীত ব্যক্তি
নবাব ব্যঙ্গে- অহঙ্কারী, আরামপ্রিয় ও ভোগবিলাসী ব্যক্তি (নবাব খাঞ্জাখান; নবাব সিরাজদ্দৌলা- প্রবাদ;'কথায় কখনো ঘটেনি অভাব, যখনি বলেছি পেয়েছি জবাব একবার ওগো বাক্যনবাব চলো দেখি কথা শুনে'- রবীন্দ্রনাথ)
নবাব খাঞ্জা খাঁ অমিতব্যয়ী অতিবিলাসী ব্যক্তি (যেন নবাব খাঞ্জা খাঁ-প্রবাদ)
নবাবজাদা/পুত্র নবাবপুত্রের মত চলা অমিতব্যয়ী, ভোগবিলাসী ও আরামপ্রিয় লোক
নবাব সিরাজদ্দৌলা মাত্রাতিরিক্ত নবাবীয়ানা; উচ্ছৃঙ্খল চরিত্রের লোক (যেন নবাব সিরাজদ্দৌলা-প্রবাদ)
নবাবী চাল নবাবের মত আচার আচরণ, অনুকরণপ্রিয়তা; নবাবসূলভ বড়মানুষি (অত নবাবী চালের কি আছে?)
নবিশ আনাড়ী লোক (তুমি দেখছি একেবারেই নবিশ।)
নম নম/নমো নমো দায়সারাভাব, তাড়াতাড়ি (নম নম করে পূজোটা সেরেছি।)
নমস্কারি হিন্দুদের বিয়েতে মান্য কুটুম্বদের দেয় বস্ত্রাদি
নমাস ছমাস অন্তর// নমাসে ছমাসে কদাচিৎ, বহুদিন বাদে বাদে (নমাসে ছমাসে একবার এসে উপস্থিত হয়।); সমার্থক বাগধারা- কখনো-সখনো, কালেভদ্রে
নম্বরী নোট উচ্চমূল্যের টাকার নোট (নম্বরী নোটে কিছু লেখা থাকলে নোট বাতিল।)
নয়কে হয় করা মিথ্যাকে সত্য প্রতিপন্ন করা; বিপরীত বাগধারা- হয়কে নয় করা
নয়ছয়১ অপচয় (টাকা নয়ছয় করার নয়।)
নয়ছয়২ বিশৃঙ্খলতা (ঘরের সবকিছু নয়ছয় হয়ে আছে।); সমার্থক নাগধারা- উলটপালট, তছনছ, লণ্ডভণ্ড ইত্যাদি
নয়দুয়ারী দ্বারেদ্বারে ভিক্ষা মাগে এমন ব্যক্তি
নয়ন/নয়ানজুলি পথের পাশের সরু জলনালি
নয়নমণি পরম আদরের সন্তান ('সই গো আমার নয়নমণি কই, মনিহারা ফণির মত দিশেহারা হই')
নয়নসুখ মিহি সুতীর কাপড়
ন যযৌ ন তস্থৌ কি কর্তব্য স্থির করতে না পেরে স্থির হয়ে থাকা (আমার হয়েছে ন যযৌ ন তস্থৌ অবস্থা, এগুতেও পারছি না, পেছুতেও পারছি না।) সমার্থক বাগধারা- এদিকও না ওদিকও না; কিংকর্তব্যবিমূঢ় অবস্থা, সসেমিরা; হতবুদ্ধি ইত্যাদি
নরক/ নরককুণ্ড আবর্জনাপূর্ণ/জঘন্য/নিকৃষ্ট স্থান (জায়গাটাকে এমন নরক কর রেখেছো কেন?; সহরটা নরককুণ্ডে পরিণত হয়েছে।)
নরক গুলজার অসংযত স্ফূর্তিবাজদের আড্ডা; বদলোকের জমায়েতে আসর সরগম
নরকযন্ত্রণা তীব্র অনুশোচনায় অসহ্য মানসিক যন্ত্রণা
নরকে যাওয়া উচ্ছন্নে যাওয়া, মৃত্যু হওয়া; মৃত্যু কামনা করে গালি (নরকের কীট তুমি নরকে যাও।)
নরকের কীট অতি নীচ মানসিকতার লোক- গালিবিশেষ
নরকের দরজা/দ্বার তুর্কমেনিস্তানের দরওয়াজা শহরের একটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র, অগ্নিমুখটি দীর্ঘদিন ধরে অনবরত জ্বলছে বলে যাকে নরকের দরজা বলা হয়; আলং- উচ্ছন্নে যাওয়ার পথ
নরপশু পশুর মতো আচরণকারী মানুষ; পশুবৎ মানুষ; সমার্থক বাগধারা- নরাধম
নরপিশাচ নিকৃষ্ট প্রবৃত্তিবিশিষ্ট মানুষ; আকৃতিতে নর প্রকৃতিতে পিশাচ
নরম-গরম শাসনে কখনো মৃদুতা, কখনো উগ্রতা; মধ্যম শাসন
নরম-গরম কথা মিঠে ও কটু মিশ্রিত বাক্য (নরমে গরমে তাকে অনেক কথা শুনিয়ে দেওয়া হয়েছে।)
নরম পানীয় চা, কফি, মিল্কশেক ইত্যাদি কোমল পানীয় (বাবুরা আজকাল আনন্দানুষ্ঠানে নরম পানীয় খায় না, গরম পানীয় খায়।)
নরম বিস্কুট খাস্তা বা মচমচে নয় এমন বিস্কুট
নরম মাছ পচা মাছ
নরম মাটি দুর্বলপ্রকৃতির লোক (নরম মাটিতে বেড়াল আঁচড়ায়- প্রবাদ)
নরম মেজাজ কোমল, শান্ত প্রকৃতি (নরম মেজাজের লোক)
নরম রোদ সহনীয় স্নিগ্ধ রোদ (সকালের নরম রোদ)
নরম পাকের সন্দেশ বেশি ঘনিভূত নয় এমন সন্দেশ
নরম বাজার দ্রব্যমূল্য পড়তির দিকে
নরম সুর নীচু গলার স্বর
নরমে গরম দুর্বলের উপর অত্যাচার
নরমে গরমে মৃদু কথা ও কড়া কথা মিলিয়ে (নরমে গরমে অনেক কথা তাকে শুনিয়ে দেওয়া হয়েছে।।
নরসুন্দর নাপিত, যে চুলদাড়ি কেটে পুরুষকে সুন্দর করে।
নরাধম অতিনীচ প্রকৃতির মানুষ; সমার্থক বাগধারা- নরপশু
নরুণে তালগাছ কাটা অল্প পরিশ্রমে বিরাট কাজ, অসাধ্যসাধন, উচ্চাশা ইত্যাদি; সমার্থক বাগধারা- কলার ভেলায় সাগরপার, খড়মপায়ে গঙ্গাপার, মুড়া কোদালে দিঘিকাটা, শামুক দিয়ে পুকুরসেঁচা ইত্যাদি
নলিনীদলগত-

জলদবৎতরলম্

পদ্মপাতার জলের মত ক্ষণস্থায়ী; বহুবর্ণের একটি বৃহত্তম শব্দ; তুলনীয়- অতলজলদলতলন্যস্ত- রত্নরাজিবনমহামুল্যপুরুষরত্ন, নিশাশেষোন্মেষুন্মুখকমলকোরপকপমহৃদয়সূর্য,
নষ্টচন্দ্র কলঙ্কী, যার মুখ দেখলে পাপ হয়; উৎসকাহিনী- ভাদ্র মাসের শুক্লা ও কৃষ্ণা চতুর্থীর চাঁদ-যা দেখলে হিন্দুদের মতে কলঙ্ক হয়; ভাদ্রচতুর্থীতে চন্দ্র গুরুপত্নী তারাকে হরণ করেন; তারার অভিশাপে চন্দ্র কলঙ্কী হন; এই তিথিতে চন্দ্র নষ্ট; মানুষের বিশ্বাস নষ্টচন্দ্র দর্শনে পাপ হয়।
নষ্টা কুলটা, দুশ্চরিত্রা
নষ্টামি কুকর্ম করা (তোমার নষ্টামি ধরা গেছে।)
নস্টালজিয়া অতীতের প্রতি অতিমুগ্ধ; অতীত-বিধুরতা
নষ্টের গোড়া কুকর্মের হোতা (তুমিই হ'লে যত নষ্টের গোড়া।)
নসিব অদৃষ্ট, ভাগ্য (নসিব খারাপ হলে পোড়া শোলমাছও পালায়- প্রবাদ)
নস্যাৎ করা১ অস্তিত্বহীন করা
নস্যাৎ করা২ তুচ্ছজ্ঞানে উপেক্ষা করা; বাতিল করা
নস্যি তুচ্ছ ব্যাপার, অতি সামান্য পরিমাণ (ব্যাপারটা আমার কাছে নস্যি।)
নহলা-দহলা করা ইতস্ততঃ করা (কাজ শুরু করার আগে সে খুব নহলা-দহলা করছে।)
না আঁচালে বিশ্বাস নেই কার্যসিদ্ধির আগে সাফল্য সম্পর্কে নিশ্চিত না হওয়া
নাগপাশের বন্ধন বড় কঠিন বন্ধন।
না ঘাটকা, না ঘরকা১ সর্বত্র অনাদৃত ব্যক্তি (সংসারে আ্মার অবস্থা- না ঘরকা না ঘাটকা।)
না ঘাটকা, না ঘরকা২ ইতস্তত ভাব; সিদ্ধান্ত নিতে অপারগ; সমতুল্য- ত্রিশঙ্কু অবস্থা, বেড়ার ওপর বসে ইত্যাদি
না ঢেঁকি, না কুলো কোন কর্মের নয়; অন্নসংস্থানের কোন উপায় নেই
না পড়ে পণ্ডিত১ কৌলিন্য 'পণ্ডিত' উপাধিধারী মুর্খব্যক্তি (পশ্চিমে ব্রাহ্মণণমাত্রেরই উপাধি পণ্ডিত।)
না পড়ে পণ্ডিত২ কোন বিষয় না জেনেই তাতে পাণ্ডিত্ব ফলানো।
না বিয়িয়ে কানাইয়ের মা মায়ের কর্তব্যপালনের কষ্টস্বীকার
না রাম না গঙ্গা১ কোনকিছু না মানা; ধর্মের ধার না ধারা; ধর্মহীন ব্যক্তি
না রাম না গঙ্গা২ কোনশব্দ উচ্চারণ না করা; কোনপক্ষ অবলম্বন না করা; নির্বাক থাকা; নীরবতা অবলম্বন করা (না রাম না গঙ্গা তিনি কিছুই বললেন না।)
নাই/নেই আঁকড়া১ যে ‘করব না’, ‘খাব না’,’ যাব না’ ইত্যাদি অসম্মতিসূচক ভাব ধরে বসে থাকে
নাই/নেই আঁকড়া২ যে তর্ক ধরে বসে থাকে, তর্ক ছাড়তে চায় না বা তর্ক আঁকড়ে ধরে থাকে এমন; সমার্থক বাগধারা- একগুঁয়ে, একবগগা, একরোখা, নাছোড়বান্দা ইত্যাদি
নাই-ঘরে খাঁই অভাবের সংসারে পেটুকপনা; অভাবে পীড়িত
নাই মামার চেয়ে কানামামা ভাল একেবারে অভবের চেয়ে অভাবের আংশিক পূরণ হওয়া ভাল।
নাক উঁচানো/তোলা১ অবজ্ঞা করা;উন্নাসিকভাব প্রকাশ করা; ঘৃণা করা (অপরের প্রতি নাক উঁচানো অনুচিত।); সমার্থক বাগধারা- নাক সিঁটকানো
নাক-উঁচানো/তোলা২ নাক উঁচু করে চলে এমন; অহঙ্কারী; উন্নাসিক (নাকতোলা লোকগুলোকে একেবারেই সহ্য করতে পারি না।); সমার্থক বাগধারা- নাকুয়া
নাক-উঁচু অহঙ্কারী; উন্নাসিক; অন্য ব্যক্তিকে গ্রাহ্যের মধ্যে আনে না, এমন নাক উঁচু মানুষেরা সবার সাথে মিশতে পারে না।)
নাক কাটা/ নাক-কান কাটা১ অপমান করা; ক্ষতি করা; লজ্জা দেওয়া
নাককাটা/ নাক-কানকাটা২ নাককান কাটা গেছে এমন; নির্লজ্জ; বেহায়া (এমন নাককাটা ছেলে আগে কখনো দেখিনি।); উৎসকাহিনী- সূর্পনখার নাককান কাটা; মানুষের বিশ্বাস- যাত্রায় বিকৃতাদর্শন অশুভ
নাক/নাককান কাটা যাওয়া অপমানিত হওয়া; সম্ভ্রম নষ্ট হওযঙ্কারী;
নাক-কান বুজে সহ্য করা১ অতিশয় কষ্ট ভুল
নাক-কান বুজে সহ্য করা২ অপমান বোধ করা সত্ত্বেও প্রতিবাদ না করা
নাক-কান-বোজা প্রতিবাদ বা অভিযোগ না করা (এত সব মিথ্যে কথা শুনেও কী করে নাক কান বুজে চুপ করে রইলে?)
নাক-কান মলা১ আর কখনো অপরাধ বা ভুল না করার প্রতিজ্ঞা করা
নাক-কান মলা২ বিতৃষ্ণায় আর দুঃখে কোনো বিষয়ে প্রতিজ্ঞা করা
নাক (নিজের) কেটে পরের যাত্রা ভঙ্গ করা নিজের বেশি ক্ষতি করে পরের ক্ষতি করা; পরের অনিষ্ট কামনায় আগে নিজের অনিষ্ট করা; নির্বোধের মত কাজ করা
নাকখত দেওয়া / নাকে খত দেওয়া নিজের অপরাধের বা ভুলের প্রায়শ্চিত্ত করা
নাক গলানো১ আগ্রহ দেখানো; উৎসাহ প্রকাশ করা (বিষয়টায় আমি এবার নাক গলাবো।)
নাক গলানো২ অনধিকার চর্চা করা; পরের কাজে হস্তক্ষেপ করা; যুক্ত হওয়া (পরের ব্যাপারে তুমি নাক গলাও কেন?)
নাক ঝামটা দেওয়া তিরস্কার করা; বিরক্তি প্রকাশ করা
নাক তোলা১ অবজ্ঞা করা, ঘৃণা করা; সমার্থক বাগধারা- নাক বাঁকানো, নাক সিটকানো
নাকতোলা২ অহঙ্কারী (নাকতোলা মানুষ মানুষকে মানুষ মনে করে নয়া।); সমার্থক বাওগধারা- নাক উঁচু
নাকফোঁড়া বলদ হুকুমের দাস, যে পরের নির্দেশে উঠে-বসে
নাক বরাবর নাকের সিধে/সোজা (নাক নরাবর হাঁটা দাও।)
নাক বাঁকানো/সিঁটকানো তুচ্ছ-তাচ্ছিল্য করা; অবজ্ঞায় বা ঘৃণায় নাসিকাকুঞ্চন করা; সমার্থক বাগধারা- নাক উঁচানো/তোলা১
নাক মলা / নাক-কান মলা আর ভুল হবে না বলে অঙ্গীকার করা; ভুলের প্রায়শিত্ত করে ভবিষতের জন্য সতর্ক হওয়া (নাক-কান মুলছি আর ভুল হবে না।)
নাকানিচোবানি খাওয়া১ সমার্থক সহচরশব্দ; ক্রমাগত দুর্দশগ্রস্ত হওয়া বা লাঞ্ছনা ভোগ করা
নাকানিচোবানি খাওয়া২ অত্যধিক কাজের চাপে ডুবেথাকা অবস্থায় নিশ্বাস ফেলবার অবকাশ না পাওয়া; সমার্থক বাগধারা-নাকের জলে চোখের জলে হওয়া; হাবুডুবু খাওয়া
নাকারা কোন কাজের নয়, অপদার্থ
নাকাল১ জব্দ (তার পাল্লায় পড়ে খুব নাকাল হয়েছি।)
নাকাল২ হয়রান, পরিশ্রান্ত (পায়ে হেঁটে নাকাল হয়ে পড়েছি।)
নাকাল৩ বিলক্ষণ শাস্তি (জোচ্চরের পাল্লায় পড়ে নাকালের একশেষ।)
নাকুয়া১ উন্নাসিক; নাক উঁচু করে চলে এমন লোক
নাকুয়া২ নাকি সুরে কথা বলে এমন লোক
নাকে কাঁদা/কান্না১ আবদারের কান্না
নাকে কাঁদা/কান্না২ আসল নয় কান্নার ভাণ, কৃত্রিম ক্রন্দন
নাকে কাঁদা/কান্না৩ নাকিসুরে কাঁদা
নাকে খত দেওয়া দোষ কবুল করা; প্রায়শ্চিত্ত করা; ভবিষতে 'এই ভুল আর হবে না'- এই প্রতিজ্ঞা করা; ভবিষ্যতে ‘আর করব না’ বলে ভূমিতে নাক দিয়ে লিখন
নাকে ঝামা ঘষে দেওয়া তীব্র সমালোচনা করে নিশ্চুপ করে দেওয়া
নাকে তেল দিয়ে ঘুমানো পরম নিশ্চিন্তে থাকা
নাকে দড়ি দিয়ে ঘুরানো নাকালের একশেষ করা
নাকেমুখে কথা বাচালতা, বেশি কথা; সমার্থক বাগধারা- চোখেমুখে কথা
নাকেমুখে গোঁজা/ গুঁজে খাওয়া এত দ্রুত খাওয়া যে মাঝেমাঝে হাত মুখ তুলতে নাকে লাগে; কোনমতে খাওয়া শেষ করা; সমার্থক বাগশারা- গোগ্রাসে গেলা
নাকে সরষের তেল দিয়ে ঘুমানো বাড়ি গিয়ে নাকে শর্ষের তেল দিয়ে ঘুমাও (ফাঁড়া কেটে গেছে এবার বাড়ি গিয়ে নাকে শর্ষের তেল দিয়ে ঘুমাও।)
নাকের ওপর রেলগাড়ি খাঁদা নাক
নাকের জলে চোখের জলে খুব কষ্টকর, বিপর্যস্ত অবস্থা (চাকরি হারিয়ে নাকের জলে চোখের জলে হচ্ছি); সমার্থক বাগধারা- নাকানিচোবানি
নাকের ডগায় অতি সন্নিকটে (সশস্ত্র পুলিশের নাকের ডগায় দুস্কৃতিরা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করে)
নাকের বদলে নরুণ বেশি ক্ষতি স্বীকার করে অল্প লাভ; প্রাপ্য থেকে ঢের কম পাওয়া
নাখুশ/খোশ অসন্তুষ্ট (নাখুশ লোক মনে শান্তি পায় না।); সমার্থক বাগধারা- নারাজ
নাগপাশ অতিদৃঢ় বন্ধন (সংসারের নাগপাশে বাঁধা পড়েছি।)
নাচনকোঁদন আমোদ আহ্লাদ আস্ফালন, রঙতামাশ (নেচেকুঁদে নাওরে জাদু মনের সুখে কবে যেতে হবে শিঙে ফুঁকে।)
নাচতে এসে/নেমে ঘোমটা টানা // নাচতে এসে ঘোওটা কেন কপট/বৃথা লজ্জা প্রকাশ (নাচতে নেমে ঘোমটা টেনে লাভ নেই।)
নাচা মেতে ওঠা (পরের কথায় নাচে।)
না চাইতে জল অভাবনীয় প্রাপ্তি
নাচাকোঁদা১ হাস্যকর অঙ্গভঙ্গি করা (এত নাচাকোঁদা কিসের?)
নাচাকোঁদা২ অসার জাঁক, বাগাড়ম্বর (তোমার নাচাকোঁদাই সার)
নাচানাচি করা উল্লসিত হওয়া
নাচার১ মুখ্য অর্থ- যার কোন চারা নেই; গৌণ অর্থ- উপায় নেই; প্রতিকারে অসমর্থ (আমি নাচার আমাকে যেতেই হবে।)
নাচার২ অসহায় (অন্ধ নাচারকে কিছু ভিক্ষা দাও।)
নাছোড়বান্দা উদ্দেশ্য হাসিলের জন্য সবসময় লেগে থাকে এমন, জেদী, ছেড়ে দেবার পাত্র নয়; যে মাটি কামড়ে পড়ে থাকে; যে সঙ্গ ছাড়ে না; সমার্থক বাগধারা- এঁটুলি, একগুঁয়ে, একরোখা, একবগগা, নেই আঁকড়া ইত্যাদি
নাজুক (আরবি) আঘাত সহ্য করতে পা্রে না এমন (নাজুক শরীর)
নাজেহাল অতিশয় লাঞ্ছিত বা বিপন্ন; নাকাল; নাজুক হাল; পরিশ্রান্ত; হাল খুব খারাপ (প্রচণ্ড গরমে সবাই নাজেহাল।); সমার্থক বাগধারা- নাস্তানাবুদ, হয়রান পরেশান
নাটক কৃত্রিম ভাবভঙ্গী (অনেক হয়েছে, আর নাটক করতে হবে না।)
নাট-বল্টু ঢিলা চালাকচতুর নয়; ঢিলেঢালা নড়বড়ে চরিত্রের লোক
নাটুকেপনা অভিনেত্রীসুলভ হাবভাব
নাটের গুরু১ কোন ঘটনার মূলনায়ক
নাটের গুরু২ ব্যঙ্গে- সব অপকর্মের নায়ক, প্ররোচক (সেইই এই গোলমালের নাটের গুরু।)
নাড়ানাড়ি সহচর শব্দ; বারবার নড়চড় (টেবিলের জিনিষ নাড়ানাড়ি করবে না।)
নাড়া বাঁধা১ সঙ্গীতগুরুর কাছে শিক্ষানবিশী শুরু করা
নাড়া বাঁধা২ ব্যঙ্গে- অসতের চেলা হওয়া
নাড়াবুনে অজ্ঞ,অশিক্ষিত, চাষা, মূর্খ (যত ছিল নাড়াবুনে হল সব কীর্তনে- প্রবাদ)
নাড়ি ছাড়া মারা যাওয়া; স্পন্দনহীন হওয়া
নাড়িছেঁড়া ধন সন্তান
নাড়িটেপা ডাক্তার১ হাতুড়ে বৈদ্য, যে নাড়ি টিপে চিকিৎসা শাস্ত্র জানবার ভান করে
নাড়িটেপা ডাক্তার২ আয়ুর্বেদিক বৈদ্য ('পাড়াতে এসেছে এক নাড়িটেপা ডাক্তার'-রবীন্দ্রনাথ)
নাড়িজ্ঞান১ মূল অর্থ- নাড়ির স্পন্দন অনুভব করে রোগীর প্রকৃত অবস্থা নির্ণয় ক্ষমতা; আলং- কোনবিষয়ে সম্যক ধারণা
নাড়িনক্ষত্র আগাগোড়া খুঁটিনাটি সমস্ত তথ্য, পুঙ্খানুপঙ্খ তথ্য, সকল বৃত্তান্ত (তোমার নাড়িনক্ষত্র সব আমি জানি।)
নাড়ির টান১ নিবিড় আত্মীয়তাবোধ; গর্ভধারণের জন্য মায়ের মমত্ববোধ
নাড়ির টান২ জন্মসূত্রে প্রাপ্ত মনের টান (নাড়ির টানে মানুষ দেশে ফেরে।)
নাড়ি মরা ক্ষুধা মরা
নাড়ুগোপাল আদরের ছেলে; গোলগাল শিশু
নাতন/নাতোন/নাতোয়ান অভাবীলোক (নাতোয়ানের দুনো ব্যয়- প্রবাদ)
নাতন কাচ কাচা দারিদ্রতার ভাণ করা; সামর্থ থাকতেও অসমর্থ ব'লে জাহির করা
নাতোয়ানের দুনো ব্যয় অভাবগ্রস্ত লোক প্রয়োজনকালে ব্যয়ে অপারগ হয়, কিন্তু পরে সেই কজেই দ্বিগুণ ব্যয় করে; সমতুল্য- ‘নুন দিতে রাঁধা ভালই হয়, আলুনিতে তিনগুণ ব্যয় হয়
নাথবতী সধবা নারী (নাথবতী অনাধবৎ)
নাথবতী অনাধবৎ ঘরের লক্ষ্মী ভাগ্যহীনা
নাদাপেটা হাঁদারাম ভুঁড়িসর্বস্ব অপদার্থ ব্যক্তি
নাদুসনুদুস মোটাসোটা গোলগাল, স্থূল থলথলে, হৃষ্টপুষ্ট (নাদুসনুদুস ছেলে)
নান্দীমুখ প্রারম্ভিক অনুষ্ঠান
নানাকেলে ঠাকুরদার আমলের
নান্যপন্থা এছাড়া আর কোন উপায় নেই (নান্যপন্থা বিদ্যতে অয়নায়- বেদের উক্তি)
নাফা উপকার, লাভ
নাভিশ্বাস নাভি নির্গত দীর্ঘশ্বাস; আলং- মৃত্যুযন্ত্রণা, শেষ অবস্থা
নাম১ অজুহাত (অসুখের নামে ছুটি নিয়েছে)
নাম২ পরিচয় (বৃক্ষ তোমার নাম কি? ফলেন পরিচয়তে)
নাম৩ খ্যাতি (নামের চোটে গগন ফাটে- প্রবাদ)
নাম৪ শপথ (ঈশ্বরের নামে বলছি আমি কিছুই জানি না)
নাম করা১ বিখ্যাত হওয়া (ছেলে আমার বেশ নাম করেছে); সমার্থক বাগধারা নাম হওয়া
নাম করা২ উল্লেখ/স্মরণ করা (আজই তোমার নাম করছিলাম)
নামকা ওয়াস্তে নামমাত্র (নামকা ওয়াস্তে হাজিরা চাই না, আমি চাই কাজ)
নাম কাটা তালিকা থেকে নাম বাদ (নাম কাটা সিপাই)
নাম কাটা সিপাই১ ছাঁটাই কর্মচারী
নাম কাটা সিপাই২ দল থেকে তাড়িয়ে দেওয়ার পরও দলের কাজ করে এমন
নাম কাটানো দল ছাড়া (আমি নাম কাটিয়ে আদি-দল থেকে নব-দলে গেছি)
নামগন্ধ আভাসমাত্র, চিহ্নমাত্র, লেশমাত্র কোন নিদর্শন (এখানে গোলমালের কোন নামগন্ধ নেই।)
নামগান উপস্যের নামজপ; স্ততি
নাম জপা বারবার নাম উচ্চারণ করা; ইষ্টনাম নেওয়া
নামজাদা প্রথিতযশা, বিখ্যাত (নামজাদা হলে খাতির পাওয়া যায়।)
নামডাক প্রখ্যাতি, সুনাম (সে বেশ নামডাকওয়ালা লোক।)
নাম ডোবানো সুনাম নষ্ট করা (বদ ছেলে বাবার নাম ডোবাচ্ছে।)
নাম ধরা গুরুজনদের নাম ধরে ডাকা
নামধাম পরিচয়ের বিস্তৃত বিবরণ (তোমার নামধাম লিখ দিও।)
নাম নেওয়া উপাসনা/বন্দনা করা
নামমাত্র অতি সামান্য পরিমাণ, যৎসামান্য
নাম রটানো দুর্নাম বা সুনাম প্রচার করা
নাম লেখানো দলভুক্ত হওয়া; মূলতঃ দুস্কৃতির দলে যোগদান
নামসংকীর্তন ঈশ্বরের স্তুতিগান
নাম হওয়া বিখ্যাত হওয়া
নামাবলী দেবতার নামাঙ্কিত উত্তরীয় ('হাতে লোটা, মাথে জটা, নামাবলী গায়'- বাউলগীতি)
নামে গোয়ালা কাঁজি ভক্ষণ১ কাজে নয়, নামেমাত্র সার
নামে গোয়ালা কাঁজি ভক্ষণ২ আর্থিক চাপে পাঁঠার মাংস না খেতে পেয়ে গোমাংস খাওয়া
নামেনামে জনে জনে, প্রত্যেককে নির্দেশ করে (নামে নামে আসন রাখা আছে।)
নামেমাত্র নামত, শুধু নামে, কাজে নয় (তিনি নামেমাত্র সম্পাদক)
নারদ/ নারদ ঠাকুর/ নারদের ঢেঁকি/ ঢেঁকিবাহন দেবতা কলহপ্রিয় কুচুটে/লোক; কলহসংগঠক; পরস্পরের মধ্যে বিবাদ বা শত্রুতা সৃষ্টিকারী ধূর্তব্যক্তি ('কন্দলে পরমানন্দ নারদের ঢেঁকি'- অন্নদামঙ্গল)
নারদ নারদ ঝগড়া চলতে থাকুক- এই কামনায় নারদের নাম উল্লেখ
না-রাম-না-গঙ্গা১ ধর্মের ধার না ধারা ('মানুষের তো একটা ধর্মের পরিচয় আছে; না-রাম-না-গঙ্গা মা গো এ কেমন তর'- গোরা, রবীন্দ্রনাথ)
না-রাম-না-গঙ্গা২ সম্পূর্ণ নির্বাক থাকা
নারাজ নাখুশের অনুরূপ
নালা কেটে নোনাজল আনা ইচ্ছা করে বিপদ ঘটানো
নাস্তানাবুদ নাকালের একশেষ, বিপর্যস্ত (ভিড়ের চাপে সবাই নাস্তানাবুদ।); সমার্থক বাগধারা- চিঁড়ে-চ্যাপ্টা, নাজেহাল, হয়রান-পরেশান
না-হয়১ অথবা (তুমি না-হয় আরেকজন দায়ী।)
না-হয়২ নতুবা (হয় কর না-হয় মর।)
না-হয়৩ তর্কের খাতিরে মেনে নেওয়া (না-হয় আমিই হেরেছি।)
না-হয়৪ বড়জোর (না-হয় একশ টাকা লাগবে।)
না-হয়৫ বরং (আমার যায়গায় তুমি না-হয় যাও।)
নিকম্মার ধাড়ি/ঢেঁকি চূড়ান্ত অলসব্যক্তি
নিকুচি দফারফা, শেষ, মরন; ধ্বংস (নিকুচি করেছে, কে তোমাকে আমার কাছে আসতে বলেছে?)
নিঙ্‌ড়ানো শোষণ করা (দুর্বল পেয়ে সবাই তাকে নিঙড়ে নিচ্ছে।)
নিজে নিজে আপনি, কারো সাহায্য ছাড়াই (ও নিজে নিজেই উঠে দাঁড়িয়েছে।)
নিজের কথাই পাঁচকাহন আত্মপ্রচারসর্বস্ব
নিজের কোলে ঝোল টানা অন্যকে বঞ্চিত করে নিজের স্বার্থ সাধন করা; স্বার্থপর হওয়া
নিজের গালে চড় খাওয়া কাউকে জব্দ করতে গিয়ে নিজে জব্দ হওয়া
নিজের চরকায় তেল দেওয়া অন্যের ব্যাপারে নাক না গলিয়ে নিজের কাজে মন দেওয়া
নিজের ঢাক/ঢোল নিজে পেটা আত্মপ্রচার করা; আত্মপ্রশংসা করা
নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ নিজের যথেষ্ট ক্ষতি করে পরের ক্ষতি করা
নিজের পায়ে কুড়ুল/কোপ মারা নিজেই নিজের সর্বনাশ করা
নিজের পায়ে দাঁড়ানো নিজের শক্তিতে প্রতিষ্ঠিত হওয়া; স্বাবলম্বী হওয়া (নিজের পায়ে দাঁড়াতে শেখো, কারও পরোয়া করতে হবে না।)
নিজের মুখে ঝাল খাওয়া সঠিক তথ্য জেনে নিয়ে মন্তব্য করা
নিড়বিড়া/বিড়ে অলস, ঢিলা
নিত্যকর্ম নিত্য করনীয় দৈনন্দিন কাজ
নিত্যনৈমিত্তিক দৈনন্দিন ও বিশেষ উপলক্ষে করণীয় (সকালে স্নান করা আমার নিত্যনৈমিত্তিক কাজ।)
নিদানকাল মৃত্যুকাল, অন্তিম সময় (নিদানকালে হরিনাম- প্রবাদ)
নিদানকালে হরিনাম শেষমুহূর্তে উঠেপড়ে লাগা (পরীক্ষা সামনে তাই নিদানকালে হরিনাম হচ্ছে।)
নিদেনপক্ষে একান্তপক্ষে; কম করে ধরলে (নিদেনপক্ষে হাজার দশেক টাকা লাগবে।)
নিধিরাম সর্দার গুণহীন ব্যক্তি (ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার- প্রবাদ)
নিপাট কুটিলতামুক্ত; ছলাকলাবর্জিত; সরল; সোজা (নিপাট ভালমানুষ)
নিপাতনে সিদ্ধ নিয়মের ব্যতিক্রমে সিদ্ধ
নিবা/নিভা (দীপ) জীবন ফুরিয়ে যাওয়া ('দীপ নিভে গেছে মম'- রবীন্দ্রনাথ)
নিবেদনের আগে প্রসাদ দেবতাকে দ্রব্য নিবেদন না করলে প্রসাদ হয় না; সুতরাং ফললাভের আগেই ফলভোগের আগাম সুখকল্পনা
নিমকহারাম/নেমখারাম অকৃতজ্ঞ- যে উপকার পেয়েও উপকার স্বীকার করে না বা নুন খেয়ে গুণ গায় না নিমকহারাম

অকৃতজ্ঞ, বেইমান ('আমি নিমকহারাম নই শঙ্করী'- রামপ্রসাদ)

নিমকহালাল কৃতজ্ঞ- যে উপকার পেয়ে উপকার স্বীকার করে বা নুন খেয়ে গুণ গায় (নিমকহালালের সংখ্যা শতে এক।);
নিম খুন প্রায় খুন হয়েছে এমন
নিমরাজী আংশিক/প্রায় রাজী (তাকে নিমরাজী করিয়েছি।)
নিম হাকিম আনাড়ি/হাতুড়ে কবিরাজ/বৈদ্য
নিম মোল্লা অর্ধশিক্ষিত মোল্লা
নিমিত্তের ভাগী শুধু সংস্রবহেতু ফলের জন্য দায়ী হওয়া
নিমেষ১ পলক পড়ে না এমন (নিমেষ নয়নে চেয়ে আছি।)
নিমেষ২ মুহূর্তকাল (নিমেষের মধ্যে ঘটনাটা ঘটে গ...)
নিমিত্তের ভাগী কাজ না করেও সেই কাজের দায়গ্রহণ
নিয়মকানুন/ নিয়মশৃঙ্খলা .একার্থক যুগ্মশব্দ; বিধিব্যবস্হা, নিয়মাবলি (কেউ নিয়মকানুন মানছে না।)
নিরানব্বুইয়ের আবর্ত ধন বা কোন বস্তু জামানোর ঘূর্ণিপাক বা নেশা
নিরানব্বুইয়ের ধাক্কা১ শততম মুদ্রা পূরণ করার প্রাণপণ চেষ্টা;
নিরানব্বুইয়ের ধাক্কা২ একবার টাকা জমলে টাকা জমাবার ঝোঁক, যা আর শেষ হতে চায় না ('ধনীর চিন্তা ধন ধন নিরানব্বুইয়ের ধাক্কা')
নিরিবিলি একান্তে, নিভৃতে, নিরুদ্বেগে (আমি একটু নিরিবিলি থাকতে চাই)
নিরুপমা রূপে, গুণে তুলনাহীনা নারী ('হে নিরুপমা, চপলতা আজ যদি কিছু ঘটে করিও ক্ষমা'- রবীন্দ্রনাথ)
নিরেট/ নিরেট মাথা/ নিরেটমূর্খ বুদ্ধিহীন, বোকা; মাথায় কোনো কিছু প্রবেশ করে না এমন
নির্জলা কোন খাদ নেই, কোন মিশ্রণ নেই, খাঁটি (নির্জলা মিথ্যা)
নির্জীব অতিদুর্বল, প্রাণশক্তিহীন, মৃতপ্রায়
নির্দোষ মেঘগর্জন ফাঁকা আওয়াজ/বুলি, বাগাড়ম্বর, বৃথা আস্ফালন
নির্বিষ১ কাপুরুষ; ক্লীব, ভীরু
নির্বিষ২ ক্ষতি করে না এমন (নির্বিষ লোক)
নির্বিষ৩ দুর্বল (সংসারের ঝঞ্ঝাটে লোকটা নির্বিষ হয়ে পড়েছে)
নির্মক্ষিক জনপ্রাণী নেই এমন নির্জনস্থান; সমার্থক বাগধারা- মাছিটিও নেই
নির্যাস সারমর্ম (বক্তব্যের নির্যাস)
নিশপিশ/নিসিপিস কিছু করার জন্য অস্থিরতাভাব (উত্তম-মধ্যম দেব বলে হাত নিশপিশ করছে।); সমার্থক বাগধারা- উসখুস
নিশাশেষোন্মেষোন্মুখকমল-

কোরকপমোত্তেজিতহৃদয়সূর্য

রাত্রিশেষে ফোটার জন্য উত্তেজিত পদ্মকুঁড়ির মত পুরুষহৃদয়, বহুবর্ণের একটি বৃহত্তম শব্দ; তুলনীয়- অতলজলদলতলন্যস্তরত্নরাজিবনমহামুল্যপুরুষরত্ন,
নিশিদিন সর্বক্ষণ ('নিশিদিন ভরসা রাখিস হবেই হবে'-রবীন্দ্রনাথ)
নিশির ডাক কল্পিত প্রেতযোনি- মানুষের বিশ্বাস এই যে, রাত্রিকালে এদের ডাকে নিদ্রোত্থিত মানুষ এদের অনুসরণ করে মারা যায়।
নিশ্চিন্দিপুর যমালয়
নিশ্চিন্দিপুর যাওয়া মারা যাওয়া; তূলনীয়- বিক্রমপুর পাঠানো
নীতিবাগীশ ব্যঙ্গার্থ- নীতিনিষ্ঠাসম্পর্কে দাম্ভিক; নীতিসম্পর্কে শুচিবাইগ্রস্ত
নীরবঘাতক এমন একটি রোগ যার কোন সুস্পষ্ট লক্ষণ বা ইঙ্গিত নেই
নীলবর্ণ শৃগাল ছদ্মবেশী লোক
নুড়ো জ্বেলে দেওয়া মৃত্যু কামনা করা- গালিবিশেষ
নুন আনতে পান্তা ফুরায় অতি দারিদ্রতা, একটা অভাব পূরণ হবার আগেই আরেকটি অভাব উপস্থিত হওয়া
নুনকুটা ঈষৎ লবনস্বাদযুক্ত
নুন খাওয়া১ অন্ন খেয়ে অনুগত থাকা; পরের অন্নে প্রতিপালিত হওয়া (উৎসকাহিনী- রোমান কর্মচারীররা বেতন মুদ্রার পরিবর্তে নুন বা আবশ্যক দ্রব্যে নিতেন; এর থেকেই 'নুন খাওয়া' শব্দের উৎপত্তি, যার তাৎপর্য- উপকার পেয়ে কৃতজ্ঞ থাকা)
নুন খাওয়া২ উপকার নেওয়া/পাওয়া
নুন খেয়ে গুণ গাওয়া উপকারীর ঋণ স্বীকার করা, কৃতজ্ঞ থাকা; সমার্থক বাগধারা- নিমকহালাল
নুন খেয়ে বেইমানি উপকারীর ঋণ অস্বীকার করা; সমার্থক বাগধারা- নিমকহারাম
নুনগুড়ানি নুনের গুঁড়োর মত বৃষ্টিজলের বিন্দু; সমার্থক বাগধারা- ইলশেগুঁড়ি
নুনটান ব্যঞ্জনে লবণেরর আধিক্য
নুনমাটি বৈরাগীদের সমাধি
নুন শোধা প্রত্যুপকার করা
নুনের গুঁড়ো অপরিহার্য; সকল কাজের কাজি
নেই আঁকড়া/ নাই আঁকড়া একগুঁয়ে ধরনের লোক, যে কিছুতেই ছাড়তে চায় না; সমার্থক বাগধারা- একগুঁয়ে, একরোখা, একবগগা, নাছোড়বান্দা ইত্যাদি
নেই তাই খান না অলভ্য জিনিস মন্দ
নেংটা/ন্যাংটার নেই বাটপাড়ের ভয় যার কিছু নাই তার হারাবার কিছু ভয় নাই
নেংটি ইঁদুর ছোটমাপের চোর/দুস্কৃতি; ছিঁচকে চোর; লক্ষ্মণায় - ধেড়ে ইঁদুর
নেকড়ার আগুন১ ধিকিধিকি করে জ্বলা রাগ; (নেকড়ায় আগুন ধরলে সহজে নেভে না।)
নেকড়ার আগুন২ ধীরেধীরে চলা কাজ; কাজ যেন শেষ হতে চায় না
নেকনজর১ সু-অর্থে- অনুকূল/অনুগ্রহ দৃষ্টি (কোন চিন্তা নেই, তুমি মালিকের নেক নজরে আছো।)
নেকনজর২ কু-অর্থে- আশক্তিদৃষ্টি; বিষনজর (তুমি মালিকের নেক নজরে পড়েছো, কপালে দুর্ভোগ আছে।)
নেচে ওঠা উল্লসিত হওয়া
নেড়া/ন্যাড়া নগ্ন, শূন্য
নেড়া/ন্যাড়া গাছ ফুলফলপাতা শূন্য
নেড়া/ন্যাড়া ছাদ আলসেবিহীন
নেড়া পাহাড় গাছপালাইত্যাদি শূন্য
নেড়া বেলতলায় একবার যায় অভিজ্ঞতা সতর্ক হতে শেখায়; একবার যে কোন কাজে ঠকেছে বা ঠেকেছে সে দ্বিতীয়বার সেই কাজে এগোয় না
নেড়ার/ন্যাড়ার নেই বাটপাড়ের ভয় মুর্খের শত্রুভয় নেই
নেতিয়ে পড়া অবসন্ন হয়ে বসে/শুয়ে পড়া
নেপথ্যে সাধারণের আড়ালে বা অগোচরে; গোপনে
নেপো (ধূর্তলোক/বাটপাড়) মারে দই একের পরিশ্রমের ফল অন্যে ভোগ করে; চালাকে বোকার সম্পত্তি ভোগ করে; ধূর্তলোকের ফলপ্রাপ্তি ('যার ধন তার ধন নয়, নেপোয় মারে দই' - প্রবাদ)
নেয়াপাতি নরম ও গোলগাল (নেয়াপাতি ভুঁড়ি)
নেয়ে ওঠা১ ঘর্মাক্তকলেবর হওয়া।
নেয়ে ওঠা২ কোনো কাজের দায়িত্ব থেকে সম্পূর্ণ মুক্ত হওয়া।
নেহাত১ অতিশয় (নেহাত বোকা বলে কথাটা বলে ফেললো।)
নেহাত২ নিতান্তই (নেহাত দরকার পড়লে আমাকে ডেকো।); সমার্থক বাগধারা- একান্তপক্ষে, নিদেনপক্ষে
নোনাজল ঢোকানো নিজের ক্ষতি করা
নৈবচ নৈবচ কখনোই হবে না
নৈবদ্যের কলা অপরিহার্য, সবখানে উপস্থিত; সমার্থক বাগধারা- সর্বঘটের কাঁঠালীকলা
ন্যাকা/ নেকী অবুঝের ভান করে এমন, কপট সাধু ('ন্যাকা ঢঙী চালশে কাণা জল বলে খায় চিনির পানা'- প্রবাদ); সমার্থক বাগধারা- সেয়ানা-বোকা
ন্যাকা চৈতন্য/শশী/ষষ্টী১ নির্বোধ, হাবাগোবা লোক
ন্যাকা চৈতন্য/শশী/ষষ্টী২ সরলতার ভানকারী; তলেতলে সব জানে ও বোঝে, কিন্তু ভাব করে এমন যেন কিছু জানে নয়া, কিছু বোঝে না; সম্পর্কীত প্রবাদ- ভাজা মাছ উলটে খেতে জানে না
ন্যাকা ন্যাকা কথা অবুঝের মত কথা
ন্যাকা সাজা অবুঝের ভান করা
ন্যাড়া বেল তলায় একবারই যায় একবার কোন বিষয়ে বিপন্ন হয় মানুষ সে বিষয় ভয়ে এড়িয়ে চলে
ন্যালাখ্যাপা কাণ্ডজ্ঞানহীন, পাগলাটে, বোধবুদ্ধিহীন (একদল বলে ন্যালাখ্যাপা, অন্যদল বলে সেয়ানা পাগল।)
ন্যালাভোলা অসতর্ক, সাদাসিধে বেখেয়ালি লোক, নিতান্ত ভালমানুষ (ন্যালাভোলা ছেলেটাকে নিয়ে সবাই মজা করে।); সমার্থক বাগধারা- আলা-ভোলা, নড়েভোলা, ভোলেভালা ইত্যাদি

সম্পাদনা

বাগধারা অর্থ
পইপই পুনঃপুনঃ সতর্কীকরণ, প্রতিপদে সাবধান (পইপই করে বারণ করলাম ওখানে যাস না, তবু সে কথা শুনল কই।)
পকেট খালি/গড়ের মাঠ/শুকনো/শূন্য টাকাপয়সা নেই
পকেট গরম/ভারি অনেক টাকাপয়সা আছে
পকেটস্থ করা আত্মসাৎ করা
পকেটে হাত পড়া১ অর্থের টানাটানি; অর্থভাণ্ডারে টান
পকেটে হাত পড়া২ স্বার্থে আঘাত পড়া
পক্ককেশ প্রবীণ ব্যক্তি
পক্কবিম্বাধরোষ্ঠী পাকা তেলাকুচা কলের মত লাল ঠোঁটযুক্তা
পক্ষচ্ছেদ করা/ পক্ষচ্ছেদন ক্ষমতাশূন্য করা
পক্ষপাত এক ব্যক্তি বা দলের প্রতি অনুরাগ (কারো প্রতি পক্ষপাতিত্ব করতে হবে না।)
পক্ষপুট আশ্রয় (সে আমার পক্ষপুটে আছে)
পক্ষাঘাত১ একপার্শ্বের অঙ্গ অবশ হয়ে পড়ে এমন ব্যাধিবিশেষ
পক্ষাঘাত২ বাতব্যাধিবিশেষ (পক্ষাঘাতে শয্যাশায়ী)
পক্ষোদ্গম মুখ্য অর্থ- পাখির ডানা গজানো; আলং- পরিণত হওয়া
পগার পার হওয়া নাগালের/সীমার বাইরে চলে যাওয়া; পলায়ন করা; হাতছাড়া হওয়া (পুলিশ আসার আগেই দুস্কৃতি পগার পার।)
পঙক্তি-ভোজন মূল- শূদ্ধাচারী ব্রাহ্মণদের আলাদাভাবে একঘরে বসে আহার; সমাজে স্বজাতিশ্রেণিতে ভোজন; আলং-সারিতে ভোজন (পঙক্তিভোজনে বসে পড়ো।)
পঙ্কোদ্ধার আবিলতা মুক্ত করা (আমার দ্বারা এই পঙ্কোদ্ধার সম্ভব নয়।)
পঙ্গপাল অসংখ্য অবাঞ্ছিত লোকের সমাবেশ- বিরক্তির অর্থে ব্যবহৃত (এখানে পঙ্গপাল ভিড় করেছে।)
পচা আদা/আলু/কুমড়া/ডিম১ অকাজের জিনিস, বাতিল জিনিস
পচা আদা/আলু/

কুমড়া/ডিম১

সব ভালোর মধ্যে কোন একটি মন্দ
পটপরিবর্তন পারিপার্শিক অবস্থার পরিবর্তন
পঞ্চত্বপ্রাপ্তি মৃত্যু; সমার্থক বাগধারা- অক্কা পাওয়া, ঈশ্বরপ্রাপ্তি, কেষ্ট পাওয়া, গয়াংগচ্ছ, পটল তোলা, শিঙে ফোঁকা ইত্যাদি
পঞ্চমবাহিনী বিশ্বাসঘাতকের দল, ষড়যন্ত্রে বা গুপ্তচরবৃত্তিতে নিযুক্ত বাহিনী
পঞ্চম স্বর কোকিলের স্বর
পঞ্চমুখ অতিশয়তার ভাব- সু-অর্থে অতিপ্রশংসা (পঞ্চমুখে প্রশংসা); কু-অর্থে অতিনিন্দা ('কুকথায় পঞ্চমুখ'-ভারতচন্দ্র); সাধারণভাবে প্রশংসায় মুখর হওয়া বোঝায়
পট১ আচমকা, হঠাৎ (পট করে অমন কথা বললে কি করে?)
পট২ পারিপার্শ্বিক অবস্থা (দেশের রাজনৈতিক পট দ্রুত পরিবর্তন হচ্ছে।)
পটপট করে অতি দ্রুত(করোনায় পটপট করে লোক মরছে।); সমার্থক বাগধারা- পটাপট
পটপটি আস্ফালন (তোমার মুখেই যত পটপটি।)
পটল চেরা চোখ দীর্ঘ আয়ত মনোহর চোখ
পটল তোলা১ মারা যাওয়া; সমার্থক বাগধারা- পঞ্চত্বপ্রাপ্তি
পটল তোলা২ গুটিয়ে যাওয়া; বিনষ্ট হওয়া; (কারবার পটল তুলেছে।)
পটাংপটাং বেতমারার শব্দ
পটাপট করে পটপটের অনুরূপ
পটের বিবি বিলাসী নিষ্কর্মা মেয়ে, সুসজ্জিতা মেয়ে
পট্টি মারা প্রতারণা করা; ধাপ্পা দেওয়া; মিথ্যা কথা বলা (তোমার ধাপ্পাবাজী ধরে ফেলেছি।); সমার্থক বাগধারা- চাল মারা, দাগাবাজী করা, ধাপ্পা দেওয়া/মারা
পড়তা সৌভাগ্য
পড়পড়/পড়োপড়ো প্রায় পড়ে যাওয়ার মত; প্রায় অর্থে দ্বিত্ব ("রাশিরাশি মিল করিয়াছ জড়ো,রচিতেছ বসি পুঁথি বড়োবড়ো,মাথার উপরে বাড়ি পড়োপড়ো তার খোঁজ রাখ কি'-রবীন্দ্রনাথ)
পড়তে না পাওয়া (বাজারে ) বাজারে পণ্যটির গরম তেলেভাজার মত ব্যাপক চাহিদা
পড়াশুনা/পড়াশোনা সহচর শব্দ; বিদ্যালয়ে অধ্যয়ন; পাঠাভ্যাস; তুলনীয়- সহরচ শব্দ- চেনাশুনা; জানাশুনা; দেখাশুনা
পড়ি-মরি অতি দ্রুত, অত্যন্ত ব্যস্ততার ভাব, ঊর্ধ্বশ্বাসে (পড়িমরি করে ছুটলাম।); সমার্থক বাগধারা- উঠি-তো-পড়ি
পড়ে পড়ে কিল/মার খাওয়া নীরবে বা বিনা প্রতিবাদে অনবরত অপমান বা অত্যাচার সহ্য করা
পড়ে পাওয়া অযাচিতপ্রাপ্তি; বিনা পরিশ্রমে পাওয়া গেছে এমন (পড়ে পাওয়া চোদ্দো আনা-প্রবাদ)
পড়ো-পড়ো পতনোম্মুখ ('রাশিরাশি মিল করিয়াছো জড়ো,রচিতেছো বসি পূঁথি বড়োবড়ো, মাথার উপরে বাড়ি পড়োপড়ো তার খোঁজ রাখ কি'- রবীন্দ্রনাথ)
পড়ো জমি অব্যবহৃত জমি
পড়োবাড়ী জনশূন্য রবাদ
পণ্যাঙ্গনা গণিকা, দেহব্যবসায়িনী
পণ্ডশ্রম বৃথা পরিশ্রম, নিষ্ফল খাটুনি (তোমাকে কিছু বোঝাতে যাওয়া পণ্ডশ্রম।)
পন্ডিতমুর্খ শুধু পুঁথিগত জ্ঞান আছে, ব্যবহারিক জ্ঞান নেই, এমন; বিদ্বান অথচ নির্বোধ; শাস্ত্রজ্ঞ অথচ বিচারবুদ্ধিহীন
পণ্ডিতম্মন্য/পণ্ডিতাভিমানী যে অপণ্ডিত নিজেকে পণ্ডিত বলে মনে করে
পণ্ডিতি ব্যঙ্গে- পাণ্ডিত্য (বেশি পণ্ডিতি ফলিও না।)
পণ্ডিতি ভাষা সংস্কৃতবহুল বাংলাভাষা, খটমটো বাংলাভাষা (পণ্ডিতি ভাষা আমি বুঝতে পারি না।)
পতঙ্গবৃত্তি পতঙ্গের মত আগুনে ঝাঁপ দিয়ে আত্মনাশ; আলং- বিপদ বুঝেও বা বিপদ না বুঝে মনোরম বিপজ্জনক বস্তুর লোভে ধাবিত হয়ে আত্মনাশ করা
পত্রপাঠ তৎক্ষণাৎ/সঙ্গে সঙ্গে (পত্রপাঠ বিদায়।)
পত্রপুট গাছপাতায় নির্মিত পাত্র বা ঠোঙ্গা ('শ্যাম পত্রপুটে সোনার মঞ্জরী'-সত্যেন্দ্রনাথ দত্ত)
পত্রপুষ্প রক্ততুলসী
পত্রলিখা/লেখা দেহের শোভা বাড়ানোর জন্য কপাল ইত্যাদিতে তিলক বা চিত্রাঙ্কণ (অঙ্গে তার পত্রলিখা দেয় লিখে বসন্তের মিলন-উষায়-রবীন্দ্রনাথ ঠাকুর)
পথ করা উপায় বার করা
পথকষ্ট দুর্গম/দূরের পথে চলার পরিশ্রম
পথখরচ পাথেয়, যাতায়াতের জন্য খরচ
পথচলতি পথ চলাকালীন (পথচলতি বন্ধুত্ব)
পথ চাওয়া কারো আগমনের অপেক্ষায় থাকা ('এতদিন যে বসেছিলাম পথ চেয়ে আর কাল গুনে দেখা পেলাম ফাল্গুনে'-রবীন্দ্রনাথ)
পথ ছাড়া যাবার সুযোগ করে দেওয়া যাওয়া-আসার পথ থেকে সরে যাওয়া (পথ ছাড়ো ওগো শ্যাম কথা রাখো মোর'-গীত)
পথ জোড়া১ বাধা দেওয়া; যাওয়ার পথ বন্ধ করা
পথজোড়া২ যাওয়া পথ বন্ধ (শিবের বাহন পথ জুড়ে দাঁড়িয়ে আছে)
পথ দেওয়া যাবার সুযোগ করে দেওয়া
পথ দেখা/দেখানো১ উপায় নির্ণয়ের চেষ্টা করা/উপায় বাৎলানো
পথ দেখা/দেখানো২ বিদ্রুপে- চলে যাওয়া, পলায়ন/প্রস্থান করা/কপ্রানো (বাপু দয়া করে এখন পথ দেখো।); সমার্থক বাগধারা- কেটে পড়া
পথ মাড়ানো নিকটেও আসা; যোগাযোগ রাখা; সংস্রবে আসা (আমি এই পথ আর মারাবো না।) সমার্থক বাগধারা- কথায় না থাকা; ছায়া না মাড়ানো; পা ধুতে না আসা ইত্যাদি
পথ ভোলা১ / পথ হারানো বিপথে যাওয়া; ভুল করে অন্যপথে যাওয়া; ('পথ হারবো অলেই আমি পথে নেমেছি...'- লঘুগীতি); সমার্থক বাগধারা- পথ ভোলা
পথভোলা২/পথভ্রান্ত/পথহারা বিপথে যাওয়া; ভুল করে অন্যপথে যাওয়া ('আমি পথভোলা এক পথিক এসেছি...'-রবীন্দ্রনাথ; সমার্থক বাগধারা- পথ ভোলা
পথে আসা সহমত হওয়া; বিরোধিতা ত্যাগ করা; ঠিক পথ ধরা, সংশোধন করা (লম্ফঝম্প ছেড়ে এবার পথে এসো।)
পথেঘাটে যত্রতত্র, সর্বত্র (পথে ঘাটে সে এই ঘটনা বলে বেড়াচ্ছে।)
পথে দাঁড়ানো/বসা নিঃস্ব/সর্বস্বান্ত হওয়া (লটারি খেলতে গিয়ে পথে বসেছে')
পথে হেগে চোখ রাঙানি দোষ করেও তড়পানি; দোষ করেও নরম না হয়ে গরম হওয়া
পথের কাঁটা প্রতিবন্ধক, সুখের বাধা (আমি তোমার পথের কাঁটা হ'বো না।)
পথের কুকুর একান্ত অবহেলিত আশ্রয়হীন ব্যক্তি (পথের কুকুরের মত চারিদিকে ঘুরে বেড়াচ্ছি।)
পথের পথিক অনুসরণকারী (আমি তোমার দেখানো পথের পথিক।)
পথের ভিখারী অতি দীনহীন ব্যক্তি (আমফানে সব হারিয়ে আমি এখন পথের ভিখারী।)
পদগৌরব/মর্যাদা উচ্চপদের আধিপত্যের মর্যাদা
পদলেহন অত্যন্ত হীনভাবে তোষামোদ করা; পা চাটা (পদলেহন করা আমার ধাতে সয় না।)
পদস্খলন নৈতিক অধঃপতন
পদাঙ্ক অনুসরণ কোনো গুণীব্যক্তির কৃতকার্য/চরিত্র অনিসরণ (কবিগুরুর পদাঙ্ক অনুসরণে রচিত।)
পদানত সম্পূর্ণ অধীন (ছোটছোট দেশগুলি বড় দেশের পদানত থাকে।)
পদার্পণ শ্রদ্ধামিশ্রিত উপস্থিতি (আপনার পদার্পণে আমরা ধন্য।)
পদাশ্রিত অনুগৃহীত
পদেপদে প্রতি পদক্ষেপে, সবসময় (পদে পদে ভুল হচ্ছে।)
পদোন্নতি চাকরিতে উন্নতি (শীঘ্রই তার পদোনতি হবে।)
পদ্মকাঁটা চর্মরোগবিশেষ
পদ্মপাতার জল ক্ষণস্থায়ী ('সোনার হরিণ ভালবাসা বুঝিনি তার ছল, আমার যৌবন সখি পদ্মপাতার জল-গান)
পদ্মিনী চতুর্বিধ নারীর প্রথমপ্রকার নারী(পদ্মিনী, চিত্রিণী, শঙ্খিনী, হস্তিনী); এদের চোখ হয় পদ্মের মত আকর্ষণীয় হয়; মুখে স্মিতহাসি লেগেই থাকে; এরা মধুরভাষিণী হয়; ঘুম এদের বড়প্রিয়; শরীর হয় সুললিত; এককথায় এরা সর্বাঙ্গসুন্দর; নারীকুলে এরা সর্বোত্তম)
পন্থা উপায় ('নান্য পন্থা বিদ্যতে আয়নায়')
পয়গম্বর ঈশ্বর প্রেরিত দূত (বিপদকালে তুমি আমার কাছে পয়গপম্বর।)
পয়গাম প্রস্তাব (এজিদের বিবাহ পয়গাম)
পয়মন্ত ভাগ্যবান (পয়মন্ত ছেলে)
পয়মাল নষ্ট, ধ্বংস (ঝড়ে সব পয়মাল হয়ে গেছে।)
পয়সাওয়ালা ধনবান (সমাজে পয়সাওয়ালারা বেশিই আদৃত।)
পয়সাকড়ি (একার্থক সহচরশব্দ) অর্থ, আর্থিক সম্বল (তার পয়সাকড়ি ভলোই আছে।); সমার্থক শব্দ- টাকাকড়ি
পয়সা করা অর্থ আয় ও সঞ্চয় করা
পয়সার কুটকুটানি অর্থাধিক্যহেতু অস্বস্তি বা চুলকানি; টাকা থাকলেই খরচ করে ফেলার জন্য ব্যগ্রতা (কাঁচা পয়সা হলেই খরচের জন্য কুটকুটানি বাড়ে; পয়সা তারে কুটকুটায়।)
পয়সার ফুটফুটানি অর্থের অহঙ্কার, জাঁক (হাতে দুটো পয়সা আসতেই ফুটফুটানি শুরু করেছে।)
পরকাল১ মৃত্যুর পরবর্তী অবস্থা; সমার্থক বাগধারা- আখেরাত, পরলোক
পরকাল২ ভবিষ্যৎ, উত্তরকাল (পরকাল ঝরঝরে।)
পরকাল খাওয়া ভবিষ্যৎ উন্নতির পথ নষ্ট করা (আদর দিয়ে দিয়ে ছেলের পরকালটা খেলে।)
পরকাল ঝরঝরে উচ্ছন্নে গেছে; ভবিষ্যৎ অন্ধকার; উত্তরকালে উন্নতির আশা নেই; মৃত্যুর পর মুক্তির আশা নেই
পরকীয়া অন্যের পত্নী; কুমারী, প্রণয়িনী (পরকীয়া প্রেম)
পরকীয়া প্রেম বিবাহিত কোন নারী বা পুরুষের স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কোন ব্যক্তির সাথে বিবাহবহির্ভূত সম্পর্ক
পরগাছা গাছের গায়ে জাত অন্যগাছ; আলং- হেয়বস্তু, পরাশ্রিত ব্যক্তি; শ্লেষে- চাটুকার, পোষ্যপুত্র (পরগাছারা বিদেয় হয়েছে।)
পরঘরী অন্যের গৃহে বাসকারী; পরাশ্রিত (পরঘরী-পান্তামারী); সমার্থক বাগধারা- পরগাছা
পরঘরী-পান্তামারী হীনভাবে জীবনযাপন, হাড়হাভাতে লোক
পরচর্চা অন্যের বিরুদ্ধে নিন্দাসূচক আলোচনা; পরের দোষ নিয়ে আলোচনা (পরচর্চা, পরনিন্দা করার লোকের অভাব হয় না।)
পরছিদ্রান্বেষণ/পরছিদ্রান্বেষী পরের দোষ সন্ধান; নিন্দুক, যে পরের দোষ খুঁজে বেড়ায়
পরত্রভীরু ধর্মভীরু, যে পরকালকে ভয় করে
পরদার অপরের পত্নী ('মাতৃবৎ পরদারেষু'- চাণক্য)
পরপার মৃত্যুর পরবর্তী অবথানস্হান (ভরের খেয়ার উজান বাওয়া হইলো য়ামার শেষ এবার তরী ভাসিয়ে দেবো পরপারের সেশ
পরপুরুষ স্বামী ভিন্ন অন্য পুরুষ (পর্দানশিনারা পরপুরুষের মুখ দেখে না।)
পরপুষ্ট পরের অন্নে পালিত, কোকিল; সমার্থক বাগধারা- পরভৃত, ফতোনবাব
পরপুষ্টা পরের অন্নে পালিতা; কোকিলা; গণিকা
পরপূর্বা অন্যের বিবাহিতা বা বাগদত্তা ছিল এমন; সমার্থক বাগধারা- অন্যপূর্বা
পরভাতারী অন্যের স্বামীর প্রতি আসক্ত এমন, অসতী, পর-পুরুষগামী- মেয়েলি গালিবিশেষ ('কেনলো মাগী পরভাতারী হারামজাদী')
পরভোজী উদ্ভিদ ব্যতীত সকল জীব যারা নিজেদের খাদ্য উৎপাদন করতে পারে না
পরমায়ু জীবিতকাল ('পরমায়ু পরম ধন বৃথা হইল ব্যয়; বে দেবায় না ধর্মায় গেল অরণ্যকুসুম প্রায়'।)
পর-মুখাপেক্ষী পরের উপর নির্ভরশীল; পরের সাহায্যপ্রত্যাশী (সব কিছুতে পর-মুখাপেক্ষী হ'লে চলে না।)
পরম্পরা ধারাবাহিক, পরপরক্রম (বংশপরম্পরা); সমার্থক বাগধারা- উত্তরোত্তর
পরলোক লোকান্তর, মৃত্যুর পরবর্তী অবস্হা/অবথানস্হান (পরলোক গমন).
পরলোক গমন মারা যাওয়া
পরস্মৈপদী অন্যের টাকা/পরিশ্রম ভোগ করে এমন
পরশুরামের কুঠার সর্ব সংহারক অস্ত্র, প্রতিশোধগ্রহণে নির্মম অস্ত্র; সমার্থক বাগধারা- অর্জুনের গাণ্ডীব ; শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র
পরশ্রীকাতরতা অন্যের ঐশ্বর্য দেখে ঈর্ষান্বিত এমন
পরস্ত্রীকাতরতা কৌতুকে- অন্যের পত্নীর প্রতি দুর্বলতা
পরাণ পাখি খাঁচা ছাড়া প্রাণান্তকর অবস্থা
পরাকাষ্ঠা চরম সীমা; চূড়ান্ত; চরম উৎকর্ষ বা অপকর্ষ ( প্রভুভক্তির পরাকাষ্ঠা)
পরাঙ্মুখ মুখ ফিরিয়ে রয়েছে এমন, বিমুখ (সাহায্যদানে সরকার পরাঙ্মুখ।)
পরিজন সম্পূর্ণরূপে নিজের জন; আত্মীয়-স্বজন, পরিবারের লোক, সেবক
পরিত্রাহি চিৎকার করা/ ডাক ছাড়া বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য চিৎকার করা; ভয় পেয়ে চিৎকার করা
পরিণামদর্শী কর্মফল আগাম বুঝতে পেরে যে কাজ করে; বিবেচক
পরী অতি সুন্দরী নারী (ডানাকাটা পরী)
পরের ঘর মেয়েদের শ্বশুরবাড়ি (সব মেয়েরই পরের ঘর করতে হয়।)
পরের ঘাড়ে বন্দুক রেখে শিকার করা অন্যকে নির্ভর করে কাজ করা; ধান্ধাবাজি
পরের জুতা পরিস্কার করা পরনির্ভরশীল হওয়া, দাসত্ব করা (নিজের পায়ে দাঁড়াও, কারও জুতা পরিস্কার করতে হবে না।)
পরের ধনে পোদ্দারি অন্যের অর্থ অন্যকাজে খরচ করার সময় স্বেচ্ছামত কম বা বেশি খরচ বা দান করা
পরের মাথায় কাঁঠাল ভাঙা // পরের মাথায় হাত বুলানো১ অপরকে দিয়ে কাজ উদ্ধার।
পরের মাথায় কাঁঠাল ভাঙা // পরের মাথায় হাত বুলানো২ ফাঁকি দিয়ে পরের টাকা বা জিনিসপত্র আত্মসাৎ করা।
পরের মাথায় বাড়ি দেওয়া অপরের সর্বনাশ করা
পরের মুখে ঝাল খাওয়া পরের কথার ভিত্তিতে মন্তব্য করা; পরের করা কটুক্তি মেনে লওয়া
পর্দানশিনা অন্তঃপুরবাসিনী নারী; অবরোধের মধ্যে বাস করে এমন নারী
পর্দা ফাঁক/ফাঁস লোকচক্ষুর অন্তরালের থাকা বিষয় বাইরে আসা, সত্য প্রকাশিত (তোমার কুকীর্তির পর্দা ফাঁস।)
পর্বতের আড়ালে থাকা এমন ক্ষমতাশালীর আশ্রয়ে থাকা যাতে সংসারের কোন ঝুটঝামেলা ্সইতে হয় না
পর্বতের মূষিকপ্রসব বিপুল উদ্যোগ থেকে তুচ্ছপ্রাপ্তি
পলকে প্রলয় মুহূর্তের মধ্যে একটা ভীষণ কাণ্ড হওয়া
পলাশ ফুল গুণহীন সুপুরুষ; সমার্থক বাগধারা- নব কার্তিক, পিতলের কাটারী, মাকাল ফল, রাঙামূলো, শিমূলফুল ইত্যাদি
পলো ভাঙা মাছ দুর্ধর্ষ লোক
পল্লবগ্রাহিতা বিভিন্ন বিষয়ে অল্প ভাসা ভাসা জ্ঞানের ভাব
পল্লবগ্রাহী যার নানাবিষয়ে একটু একটু জ্ঞান আছে (পল্লবগ্রাহী পাণ্ডিত্য)
পশু অবিবেচক, কাণ্ডজ্ঞানহীন, মূর্খ, পশুপ্রকৃতির মানুষ- গালিবিশেষ
পশ্চিম১ ইউরোপ,আমেরিকা ইত্যাদি পাশ্চাত্য দেশ ('পশ্চিম আজি কুলিয়াছে দ্বার'-রবীন্দ্রনাথ)
পশ্চিম২ ভারতের পশিমাঞ্চল (পশিমা ভাষা)
পশ্চিমে সূর্য ওঠা/ সূর্যোদয় অসম্ভব ঘটনা
পাঁকাল মাছ ধরাছোঁয়ার বাইরে, কিছুতে নিজেকে জড়ায় না, এমন ব্যক্তি
পাঁকে পড়া আকস্মিকভাবে বিপদে পড়া
পাঁকের গোঁজ নীচ/হীন যাকে দমন করা যায় না বা যাকে দমন করতে গেলে মানহানির আশঙ্কা থাকে।
পাঁচকথা কড়া কথা, গালমন্দ, তিরস্কার বাক্য, নানাকথা; নিন্দার কথা
পাঁচকান করা/হওয়া গোপন কথা প্রকাশ করা/হওয়া
পাঁচকাহন প্রচুর পরিমাণ (আপন কথা পাঁচকাহন।)
পাঁচ পাগলের ঘর গৃহস্থের পাঁচজন পাঁচপ্রকৃতির
পাঁচজন সাধারণ লোক (পাঁচজনে মন্দ বলবে।)
পাঁচ নকলে আসল খাস্ত, সাত নকলে আসল ভেস্ত হাজার নকলের ভিড়ে আসল হারিয়ে যায়।
পাঁচফুলের সাজি ভালমন্দ নানাধরনের লোকের জমায়েত
পাঁচভূত সাধারণ লোক (নিঃসন্তানের সম্পত্তি এবার পাঁচভূতে লুটে খাবে।)
পাঁচমিশালী নানাপ্রকার দ্রব্যের সংমিশ্রণ (জীবনটা একটা পাঁচমিশালি রকমের জোড়াতাড়া-রবীন্দ্রনাথ ঠাকুর)
পাঁচমিশালী খাবার নানাপ্রকার খাবারের মিশ্রণ
পাঁচমিশালী গান নানাজাতীয় গানের সংমিশ্রণ
পাঁচসাত/সাতপাঁচ অগ্রপশ্চাৎ, বিবিধপ্রকার জল্পনাকল্পনা (পাঁচসাত ভেবে আর এগুলাম না।)
পাঁচহাত (বুক) গর্বে স্ফীত
পাঁচিল তোলা/দেওয়া আড়াল করা; ব্যবধান সৃষ্টি করা
পাঁঠা/পাঁঠী বেচা পুত্র/কন্যা বিক্রেতা- গালিবিশেষ; অতীতে বরকর্তারা এবং কন্যাকর্তারা পণ নিয়ে ছেলে মেয়ের বিয়ে দিতেন;বর্তমানে অপ্রাসঙ্গিক
পাঁঠার ইচ্ছেয় কোপ বলির পাঁঠা যেন নিজের ইচ্ছয় মরছে সেবকের কোন দোষ নেই
পাঁয়তারা কষা কাজের আগে আস্ফালন; ঝগড়া শুরু করার তোড়জোড়
পাঁশ (ছাই) পেড়ে কাটা নির্দয়ভাবে বৈরী নির্যাতন; সমার্থক বাগধারা- ছাই পেতে কাটা
পাই-পয়সা সামান্যতম পরিমাণ (তার কাছ থেকে পাই-পয়সার উপকার হবে না)
পাই পয়সার হিসাব / পাই পাই হিসাব নিখুঁত হিসাবে; অতি নিপুণ ও সূক্ষ্ম হিসাব; সম্পূর্ণ হিসাব (পাই পয়সার হিসাবে পাওনা বুঝে নেবো।); সমার্থক বাগধারা- কড়াক্রান্তির হিসাব; কড়ায় গণ্ডায় হিসাব
পাওনা-গণ্ডা প্রাপ্য টাকাকড়ি (পাওনা-গণ্ডার ব্যাপারে সবাই এককাট্টা।); সমার্থক বাগধারা- হিসাবের কড়ি
পাওনা থোওনা প্রাপ্যের প্রাপ্তি ও দেয় পরিশোধ; সমার্থক বাগধারা- দেনাপাওনা, হিসাবনিকাশ
পাকচক্র কর্মবিপাক; কূট কৌশল; ঘটনাচক্র; দুর্বিপাক; পাকের উপর পাক; প্যাঁচের ভিতর প্যাঁচ; ষড়যন্ত্র (পাকেচক্রে ঘটনার সাথে জড়িয়ে গেছি।); সমার্থক বাগধারা-ফন্দি ফিকির
পাকদণ্ডী যে পথ ঘুরে ঘুরে পাহাড়ে উঠে গেছে
পাকশাক আদি বা ইত্যাদি অর্থে সহচর শব্দ; রন্ধনাদি
পাকস্পর্শ হিন্দুদের বিবাহ অনুষ্ঠানে নববধূর রান্নাকরা ভোজ্যবস্তু আত্মীয়বর্গকে খেতে দেওয়া; বউভাত
পাকা নিন্দায়- দড়/পরিণত হওয়া (ছেলেটা বড়ো পেকেছে।)
পাকা আম দাঁড়কাকে খায় উত্তম সামগ্রী অযোগ্যের ভোগ হওয়ায় খেদোক্তি
পাকা কথা১ অনড় বাক্য, অপরিবর্তনীয় কথা, চূড়ান্ত কথা,
পাকা কথা২ বৈবাহিক সম্পর্কস্থাপনের চুক্তি, প্রতিশ্রুতি (মেয়ের বিয়েতে তিনি পাকা কথা দিয়ে ফেলেছেন।)
পাকা করা১ নির্দিষ্ট করা (মেয়ের বিয়ে তিনি পাকা করে ফেলেছেন।)
পাকা করা২ পরিবর্তন করা (মেয়ের বিয়ের আগে তিনি বাড়ীটা পাকা করে ফেলেছেন।)
পাকা কাজ চুড়ান্ত/নিখুঁত কাজ (পাকা কাজ সেরে রেখেছি।)
পাকা ঘুঁটি কাচানো/কেঁচে যাওয়া প্রায় সুসম্পন্ন কাজ পণ্ড করা/হওয়া
পাকা চাকরী স্থায়ী চাকরী (এই মাসে আমার চাকরি পাকা হয়েছে।)
পাকা ছেলে ঝানু পরিণত ছেলে
পাকা তাল পড়া পিঠে কিল পড়া
পাকা দলিল আইন অনুযায়ী সম্পাদিত বা আইনগ্রাহ্য দলিল
পাকা দেখা উভয়পক্ষ থেকে পাত্রপাত্রী দেখে বিয়ের সম্বন্ধ চুড়ান্ত করা; বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান
পাকা ধানে মই দেওয়া প্রায়-সম্পন্ন কাজ পণ্ড করা; সাফল্যের মুখে ক্ষতি করা (আশ্বিনের ঝড়গুলি কৃষকের পাকাধানে মই দিয়ে থাকে।)
পাকানো/প্যাঁচোয়া কথা ঘোরালো/জটিল কথাশোনা
পাকা পাকা কথা ছোটো মুখে বড়দের কথা; অপরিণত বয়স্কের মুখে পরিণত বয়সোচিত কথা (ছোটদের মুখে পাকাপাকা কথা মানায় না।)
পাকাপাকীভাবে স্থায়ীভাবে (পাকাপাকীভাবে আমি সহরে বাস করছি।)
পাকাপোক্ত মজবুত, দীর্ঘস্থায়ী (পাকাপোক্ত কাজ)
পাকাবাড়ী ইঁট-পাথরে তৈরী বাড়ী
পাকাবুড়ি কৌতুকে- ছোটো মেয়ের বৃদ্ধার মতো আচরণ
পাকাবুড়ো অভিজ্ঞ ব্যক্তি
পাকাবুদ্ধি প্রবীণ অভিজ্ঞ ব্যক্তির বুদ্ধি
পাকামাল মুখ্য অর্থ- শিল্পজাত পণ্য; আলং- পূর্ণ যুবতী; সমার্থক বাগধারা- ডবকা ছুঁড়ি
পাকামাথা অভিজ্ঞ ব্যক্তির বুদ্ধি; বুদ্ধিমান (এটা কোন পাকামাথার কাজ।)
পাকামাথায় সিঁদুর পরা স্ত্রীলোকের বৃদ্ধ বয়স পর্যন্ত সধবা থাকা
পাকামো১ নিন্দায়- অভিজ্ঞ নয় অথচ অভিজ্ঞের ভাণ
পাকামো২ নিন্দায়- অপ্রাপ্ত বয়সে বয়স্কদের মতো আচরণ
পাকারঙ্ স্থায়ী রঙ্ যে উঠে যাবে না
পাকারসিদ চূড়ান্ত বা স্থায়ী স্বীকৃতিপত্র
পাকারাস্তা কংক্রিট বা পিচ-পাথরে বাঁধানো রাস্তা ( শহরের রাস্তাগুলি পাকাই হয়ে থাকে।)
পাকালেখা১ পরিণত হাতের লেখা
পাকালেখা২ উচ্চমানের/ নিপুণ রচনা
পাকালোক অভিজ্ঞ দক্ষ লোক
পাকাসর্দি সর্দির শেষদিকের অবস্থা
পাকাসোনা ২৪ ক্যারটের খাঁটি সোনা
পাকা হাড্ডি/হাড়১ অভিজ্ঞ ব্যক্তি
পাকা হাড্ডি/হাড়২ পরিণত বুদ্ধির ও অভিজ্ঞতার প্রতীক
পাকাহাত পটু হাত; দক্ষ; অভিজ্ঞ (ছবিটা বেশ পাকাহাতের কাজ)
পাকাহাতের কাজ নিপুণ হাতে করা নিখুঁত কাজ (এই চুরিটা বেশ পাকাহাতের কাজ।)
পাকচক্রে/ পাকেচক্রে একার্থক যুগ্মশব্দ; কর্মবিপাকে; ঘটনার ফেরে; জিলিপির পাকে/প্যাঁচে পড়ে; ষড়যন্ত্রের ফলে
পাকা আম দাঁড়কাকে খায় অপাত্রে সুপাত্রী দান; নিকৃষ্টের উৎকৃষ্ট দ্রব্য ব্যবহার
পাকা ধানে মই শেষ হয়ে আসার মুখের কাজ পণ্ড; সাফল্যের মুখে অনিষ্ট; তুলনীয়- বাড়া ভাতে ছাই
পাকেপ্রকারে১ একেকবার একেক কৌশল করে; চাতুর্যপূর্ণ যেকোন উপায়ে (পাকেপ্রকারে কাজটা উদ্ধার করেছি।); সমার্থক বাগধারা- কলাকৌশলে, ছন্দেবন্দে; ফন্দিফিকিরে ইত্যাদি
পাকেপ্রকারে২ অনিচ্ছা সত্বেও; নিতান্ত বাধ্য হয়ে
পাকে পড়া/ফেলা বিপদে/ফাঁদে পড়া/ফেলা
পাক্কা পুরোপুরি (তাজমহল বানাতে পাক্কা বিশ বছর লেগেছিল।)
পাখনা গজনো বিদ্রুপে- সাবালক হওয়া; অপরের সাহায্যব্যতিরেকে কাজ করতে সক্ষম
পাখি পড়া অর্থ না বুঝে পাখির মত কেবল মুখস্থ করা
পাখি পড়ানো / পাখি পড়া পড়ানো বারবার শেখানো; শেখাতে শেখাতে মুখস্থ করানো
পাখির চোখ নির্দিষ্ট লক্ষ্য (ভবিষতে ডাক্তার হব- পাখির চোখ করে আমি পড়াশুনা করছি); বাগধারাটি উৎস মহাভারত; অস্ত্রশিক্ষায় পাণ্ডবপুত্ররা কিরকম পারদর্শী হয়েছে তা জানার জন্য দ্রোণাচার্য তাদের নিয়ে একদিন বনে যান; বনের দিকে ইঙ্গিত করে তিনি সকলের কাছে জানতে চান যে তারা প্রত্যেকে কি দেখছে; অর্জুন ছাড়া আর সব ভাইয়েরা বিভিন্ন বিষয়ের নাম উল্লেখ করেন; একমাত্র অর্জুন শুধু বলেন যে তিনি একটি পাখি দেখছেন এবং তার একটি চোখ দেখতে পাচ্ছেন; দ্রোণাচার্য বুঝতে পারেন একমাত্র অর্জুনেরই অস্ত্রশিক্ষা সম্পূর্ণ হয়েছে; তার লক্ষ্য স্থির; এই গল্প থেকে বাগধারাটির সৃষ্টি হয়েছে; বাগধারাটির তাৎপর্য হল- লক্ষ্য যদি স্থির থাকে তবে সাফল্য অবশ্যম্ভাবী।
পাখির ডানা গজানো বিদ্রুপে- লায়েক হওয়া
পাখির প্রাণ ক্ষীণজীবী
পাখোয়াজ নিন্দার্থে- ওস্তাদ, ধৃষ্ট, অকালপক্ব, ইঁচোড়ে পাকা (পাখোয়াজ ছেলে)
পাগল-ছাগল সব অবুঝ, কাণ্ডজ্ঞানহীন, না-সমজ, বিচারবুদ্ধিহীন ('পাগলে কি না বলে, ছাগলে কি না খায়'-প্রবাদ)
পাগলী আদরের সুরে উক্তি- অবুঝ বা দুরুন্ত মেয়ে
পা-গাড়ি সাইকেল ('বাহিরে পা-গাড়ীর ঘন্টার শব্দ শুনা গেল'-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)
পা চলা/চালানো১ এগুনো, হাঁটা (পা আর চলছে না; দ্রুত পা চালাও)
পা চলা/চালানো২ তাড়াতাড়ি আসা (একটু পা চালিয়ে এস।)
পা চলা/চালান৩ লাথি মারা (ছেলেটার খুব পা চলে; ছেলেটা কথায় কথায় পা চালায়।)
পা চাটা১ অত্যন্ত হীনভাবে তোষামোদ করা (কারো পা চাটা আমার ধাতে সয় না।)
পা-চাটা২ অতি নির্লজ্জ তোষামোদকারী (আমিই পা-চাটা লোকগুলিকে একদম সহ্য করতে পারি না।)
পা জটে যে ব্যক্তি কার্যোদ্ধারের জন্য পায়ে পড়ে, আবার কাজ হয়ে গেলেই অগ্রাহ্য করে
পা টিপে চলা১ পায়ের শব্দ না করে চলা (পা টিপে চল কেউ যেন জানতে না পারে।)
পা টিপে চলা২ সাবধানে ধীরে ধীরে পা ফেলা (কাদা রাস্তায় পা টিপে চল।)
পা দেওয়া/পড়া উপস্থিত হওয়া; পদার্পণ করা (আমার বাড়ীতে একবার পা দিলে ভাল হয়।); সমার্থক বাগধারা- পা ফেলা
পা ধরা নতি স্বীকার করা ( আমি কারো পা ধরি না।)
পা ধরে টানা১ উত্যক্ত করা
পা ধরে টানা২ কাউকে নিয়ে মজা করা
পা ধুতে না যাওয়া ঘৃণার কারণে-পরিহার করে চলা, যোগাযোগ না করা বা সংস্পর্শে না আসা (মরলেও তোমার বাড়ীতে পা ধুতে আসব না।); সমার্থক বাগধারা- কথায় না থাকা; চৌকাঠ না মাড়ানো, ছায়া না মাড়ানো; পথ না মাড়ানো ইত্যাদি
পা না উঠা এগুতে সাহস না করা (পুলিশের কাছে যেতে পা উঠছে না।)
পা ফেলা পদার্পণ করা (আমার বাড়ীতে একবার পা ফেললে কৃতার্থ হই।); সমার্থক বাগধারা- পা দেওয়া
পা বাড়ানো যেতে উদ্যত হওয়া (একবার বললেই হল, যাবার জন্য পা বাড়িয়ে আছে।)
পা ভারি হওয়া রসস্থ হওয়ায় হাঁটতে কষ্ট (বৃদ্ধ বয়সে সবারই পা ভারি হয়।)
পাজির পা ঝাড়া যে পাজির পা থেকে ঝেড়ে ফেলা অর্থাৎ যার পাজির পায়েও স্থান হয় না এমন; অতি বদলোক- গালিবিশেষ
পাঞ্জা কষা/ঠোকা/লড়া১ পরস্পরের পাঁচটি আঙ্গুল বন্ধ করে কব্জির শক্তি পরীক্ষা করা
পাঞ্জা কষা/ঠোকা/লড়া২ দ্বন্দ্বে আহ্বান করা; প্রতিদ্বন্দ্বিতা করা
পাট উঠানো/তোলা১ আবাদ ওঠানো; স্থায়ী বাস ওঠানো; সমার্থক বাগধারা- পাততাড়ি গুটানো
পাট উঠানো/তোলা২ নিত্যদিনের কাজকর্ম ধরা
পাটকেল/ পাটকিল১ ইটের টুকরা ('ইট মারলে পাটকেল খেতে হয়'-প্রবাদ)
পাটকেল/ পাটকিল/ পাটকিলে২ ইটের রঙযুক্ত (পাটিকিলে ঘোড়া)
পাট ভাঙা১ কাপড়ের ভাঁজ ভাঙা
পাটভাঙা২ ধোবভাঙা (পাটভাঙা ধুতি)
পাটিপত্র বাঙালি হিন্দু বিবাহের প্রথম বৈদিক আচার; সমার্থক বাগধারা- মঙ্গলাচরণ
পাটোয়ার ব্যবসায়ী মনোবৃত্তিসম্পন্ন লোক (পাটোয়ার লোক)
পাটোয়ারি অতিহিসাবি (পাটোয়ারি বুদ্ধি)
পাড়া ঝেঁটিয়ে আসা পাড়ার সকলে হাজির
পাড়াপড়শী/পড়সী বহুজনার্থে সহচর শব্দদ্বয়; পাড়ার প্রতিবেশীরা; পল্লীর অধিবাসীবৃন্দ (যার বিয়ে তার মনে নাই, পাড়াপড়শীর ঘুম নাই- প্রবাদ)
পাড়া মাত করা পাড়া জয় করা
পাড়া মাথায় করা চিৎকার করে আশেপাশের লোকেদের ব্যতিব্যস্ত করা; সম্ভবতঃ 'মাতন করা' ঘুরতে ঘুরতে প্রথমে 'মাতায়' এবং পরে 'মাথায়' হয়ে থাকবে।
পাণ্ডববর্জিত দেশ নির্জন জনমানবশূন্য অঞ্চল; সারাজীবনে পাণ্ডবেরা ভারতবর্ষের নানা জনপদ বনজঙ্গল ভ্রমণ করেছিলেন; যেস্থানগুলি দুর্গম ও জনমানবশূন্য ছিল সেইস্থানগুলিতে প্রয়োজন হয়নি বলে তারা বর্জন করেছিলেন। এই না-ঘোরা ও না-দেখা অঞ্চলগুলিকে প্রবাদে ‘পাণ্ডববর্জিত দেশ’ বলা হয়।
পাণ্ডা১ মন্দিরের পূজারী
পাণ্ডা১ প্রধান উদ্যোগী, গোঁড়া সর্দার, পেশিজীবী দলের চাঁই (গুণ্ডারূপে পাণ্ডা হাজির।)
পাণ্ডুবর্ণ ফ্যাকাসে রক্তশূন্য চেহারা; ফিকা হলুদ রঙ্‌ (উৎস- মহাভারতের রাজা পান্ডু)
পাণ্ডুলিপি প্রথম লিখিত বিষয়, মুসাবিদা
পাত চাটা১ অনুগ্রহ পেতে ইচ্ছা; খোসামোদ করা
পাতচাটা২ অনুগ্রহপ্রার্থী; খোসামোদে
পাত পাড়া/পাতা অনিমন্ত্রিতের স্বতঃপ্রবৃত্ত হয়ে নিমন্ত্রণ খেতে বসে যাওয়া
পাততাড়ি গুটানো১ পাঠাশালায় পাঠশেষে লিখিত তালপাতাগুলো গুছিয়ে তাড়া বাঁধা
পাততাড়ি গুটানো২ কাজ শেষ করে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে প্রস্থান করা
পাততাড়ি গুটান৩ বাক্স-প্যাঁটরা নিয়ে স্থায়ীভাবে স্থানত্যাগ করা
পাততাড়ি গুটানো৪ ব্যবসায় গোটানো
পাততাড়ি পড়ো শিশুশ্রেণি ছাত্র
পাতাচাপা কপাল পরিবর্তনীয় ভাগ্য; একটু চেষ্টাতে কপাল ফিরতে পারে
পাতাবাহার ফুলবিহীন শুধু পাতায় সুদৃশ্য গাছ
পাতিপাতি কোন কিছু বাদ না দিয়ে, চারিদিকে ব্যাপকভাবে, সবিস্তারে ইত্যাদি অর্থে দ্বিত্ব (চারিদিকে পাতিপাতি খোঁজ কর); সমার্থক বাগধারা- তন্নতন্ন, পুঙ্খানুপুঙ্খ; সমার্থক বাগধারা- আতিপাঁতি
পাতে মারা জাতিচ্যুত করা
পাত্রপক্ষ বরপক্ষ
পাত্রমিত্র উপদেষ্টামণ্ডলী
পাত্রস্থ করা বিবাহে বরের হাতে সমর্পিত (মেয়েটাকে পাত্রস্হ করে এখন সে নিশ্চিন্ত।)
পাথর১ স্তব্ধ (শোকে পাথর)
পাথর২ হৃদয়হীন ব্যক্তি
পাথরচাপা কপাল অপ্রসন্ন ভাগ্য; যে ভাগ্য কিছুতেই আবরণ উন্মোচন করে না
পাথরে কিল/কোপ নিস্ফল প্রচেষ্টা
পাথরে পাঁচ কিল কপাল এত ভালো যে ভাগ্য কোনভাবেই বিরূপ হয় না; চরমসৌভাগ্য
পাথরে মাথা কোটা নিস্ফল আবেদন করা
পাদ্নমেকং নঃ গচ্ছামি কোথাও না যাওয়ার তীব্র মনোভাব প্রকাশ
পান হতে চূণ খসা সামান্যতম ত্রুটি হওয়া (তার কাছে পান থেকে চূণ খসার উপায় নেই।)
পানি ঘোলা করা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করা
পানীয় অ্যালকোহলমুক্ত চা, কফি ইত্যাদি কোমল পানীয় এবং অ্যালকোহলযুক্ত মদ, বিয়ার ইত্যাদি উত্তেজক পানীয় (কি খাবেন নরম না গরম/ সফট না হার্ড?)
পান্তাভাতে ঘি১ অকারণে মহার্ঘবস্তুর অপচয়
পান্তাভাতে ঘি২ বিসদৃশ মেল
পান্তাভাতে ঘি৩ বিস্বাদ খাদ্য
পান্তাভাতে টকো দই অখাদ্যতম; অখাদ্যের অখাদ্য; একে জলে ভিজে ভাত ঠাণ্ডা, তার ওপর বাসী টকো মিশে আরো ঠাণ্ডা হয়েছে
পাপ আপদ; জঞ্জাল (পাপ বিদায় হ'লে বাঁচি।)
পাপের ধন অসৎ পথে অর্জিত সম্পদ (পাপের ধন প্রায়শ্চিত্তে যায়।)
পায়চারি ইতস্তত ভ্রমণ (এখন বাড়ীর সামনেই পায়চারি করি।); সমার্থক বাগধারা-চলাফেরা
পায়দল পদব্রজে
পায়-পায়/পায়ে পায়ে১ প্রতিপদক্ষে পে অর্থে দ্বিত্ব; প্রতিপদে (পায় পায় বাধা)
পায়-পায়/পায়ে পায়ে২ ধীর পদক্ষেপে অর্থে দ্বিত্ব; ধীরে হাঁটতে হাঁটতে (পায় পায় যাও।)
পায়রা ওড়ানো ফুর্তিতে কাটানো, কেবল ফুর্তি করে দিন কাটানো
পায়াভারি১ পদমর্যাদাসম্পন্ন, বড়ো চাকরি (পায়াভারি লোক)
পায়াভারি২ সৌভাগ্য ইত্যাদির জন্য অহঙ্কার বা গুমর (বড় চাকরি পেয়ে তার পায়াভারি হয়েছে।)
পায়ে কুড়ুল মারা (নিজের) বোকার মত নিজের ক্ষতিসাধন করা
পায়ে খিল ধরা হাঁটতে না চাওয়া (চলতে গেলে পায়ে খিল ধরা অজুহাত চলবে না।)
পায়ে ঠেলা১ অবজ্ঞা/তুচ্ছতাচ্ছিল্য করা (হাতে আসা সুযোগ বোকার মত পায়ে ঠেলছে।)
পায়ে ঠেলা২ অনুরোধ উপেক্ষা করা (কোন অনুরোধ পায়ে ঠেলতে নেই।)
পায়ে তেল দেওয়া হীনভাবে তোষামোদ করা (পায়ে তেল দিয়ে চাকরিটা বাগিয়েছে।)
পায়ে ধরা১ অনুনয় বিনয় করা ('পায়ে ধরে সাধা রা দেয় না রাধা'-রবীন্দ্রনাথ)
পায়ে ধরা২ হীনভাবে অনুনয়-বিনয় করা
পায়ে ধরা৩ অনুতপ্ত হৃদয়ে ক্ষমা প্রার্থনা করা
পায়ে পড়া১ বিনীত ও কাতরভাবে অনুরোধ করা ('দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে'-লোকগীতি)
পায়ে-পড়া২ তোষামুদে (পায়ে-পড়া লোক ভাল হয় না।)
পায়ে পায়ে১ প্রতি পদক্ষেপে; সবসময় সঙ্গে সঙ্গে অর্থে দ্বিত্ব (ছেলেটা মায়ের পায়ে পায়ে ঘোরে।)
পায়ে পায়ে২ চারিদিকে, সর্বত্র অর্থে দ্বিত্ব ('আমার পায়ে পায়ে শত্রু'-দীনবন্ধু)
পায়ে পায়ে৩ ধীর পদক্ষেপে অর্থে দ্বিত্ব (মিছিলটা পায়ে পায়ে এগিয়ে চলেছে।)
পায়ে পা লাগিয়ে বা পায়ের উপর পা তুলে ঝগড়া করা অজুহাত খাড়া করে /বিনাকারণে/ ইচ্ছে করে ঝগড়া বাধানো (পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো কেন?)
পায়ে বেড়ী সংসারের মায়ার বন্ধন
পায়ে রাখা১ দয়া করে আশ্রয় দেওয়া (হুজুর আমাদের মা-বাপ দয়া করে পায়ে রাখেন।)
পায়ে রাখা২ কৃপা করা
পায়ে স্থান দেওয়া আশ্রয় (দয়া করে আপনার পায়ে একটু স্থান দিন।)
পায়ে হাত দেওয়া প্রণাম করা
পায়ের উপর পা দিয়ে থাকা কাজ না করে আরামে থাকা
পায়ের চিহ্ন পড়া আসা (যখন পরবে নয়া মোর পায়ের চিহ্ন এই বাটে...-রবীন্দ্রনাথ)
পায়ের তলায় মাটি সরে যাওয়া নিরাশ্রয় হওয়া; সাহায্য থেকে বঞ্চিত হওয়া; জনসমর্থন হারিয়ে ফেলা (সরকারী দলের পায়ের তলার মাটি ক্রমশঃ সরে যাচ্ছে।)
পায়ের তলায় রাখা দাবিয়ে রাখা করা
পায়ের তলায় শ্যাওলা ফেলা পতন ত্বরান্বিত করা
পায়ের ধুলা দেওয়া/পড়া অনুগ্রহপূর্বক পদার্পণ করা; আসা
পায়ের বেড়ী মায়ার বন্ধন (সংসার করে পায়ে বেড়ী পরেছি।)
পায়ের বাঁধন/সূতা ছেঁড়া বষই হাঁটাহাঁটিতে কাবু হওয়া (এতটা পথ হেঁটে পায়ের সূতা ছিঁড়ে গেল।)
পারতপক্ষে এড়াতে পারলে, সম্ভব হলে (ভিড়ের মধ্যে আমি পারতপক্ষে যাই না।)
পারদ চড়া তাপমাত্রা বেড়ে যাওয়া; উত্তেজনা বৃদ্ধি পাওয়া (সভায় পারদ চড়ছে।)
পার করা১ উদ্ধার পাওয়া বা জাগতিকবন্ধন থেকে মুক্তির জন্য আকুতি করা (ও দয়াল পার করো আমারে।)
পার করা২ মেয়ের বিয়ে দেওয়া (অবশেষে মেয়ে পার করেছি।)
পার পাওয়া পরিত্রাণ পাওয়া; প্রতিকারে সমর্থ হওয়া; রক্ষা পাওয়া (দোষ কবুল কর পার পাবে)
পারাপার১ নদীর উভয়তীর, একূল-ওকূল এপার-ওপার (নদী পারাপার করা)
পারাপার২ কূল/পারাপারযোগ্য সমুদ্র ('সংসার অপার নাহি পারাপার'-ভক্তিগীতি)
পারাবার অকূল সমুদ্র ('সমুখে শান্তির পারাবার'-রবীন্দ্রনাথ)
পালটি খাওয়া ১৮০ ডিগ্রী ঘুরে গিয়ে সম্পূর্ণ বিপরীত আচরণ করা (রাজনৈতিক নেতাগুলো কথায় কথায় পালটি খায়।)
পালটি ঘর সমান কুলমর্যাদাসম্পন্ন বংশ, বৈবাহিক সম্বন্ধস্থাপনের উপযুক্ত পরিবার (পালটি ঘরে মেয়ের বিয়ে দিয়েছি।)
পালাইপালাই অস্থির/চঞ্চলভাবপ্রকাশক দ্বিত্ব (আমার হীরেজহরতের লোহার সিন্দুকের চাবিটা ছিল, সেটাও দেখি পালাইপালাই কচ্ছে-অবনীন্দ্রনাথ); সমার্থক বাগধারা- উড়ুউড়ু
পালের বাতাস/হাওয়া কেড়ে নেওয়া/টানা ব্যাটারী শক্তি অচিরেই পেট্রলের বাতাস থেকে বাতাস কেড়ে নেবে।)
পালাবদল পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন
পালের গোদা ব্যঙ্গে- দলের পাণ্ডা; বদসঙ্গের দলপতি/সর্দার
পাল্লা দেওয়া প্রতিযোগিতা করা
পাল্লা ভারী সম্ভবনার মাত্রা বেশী
পাশ কাটানো এড়িয়ে যাওয়া (কোন অজুহাতে পাশ কাটানো চলবে না।)
পাষাণ দয়ার লেশমাত্র নেই; নির্মম; নিষ্ঠুর; নির্দয়; হৃদয়হীন
পাষাণ মূর্তি পাথরের মূর্তির মত নিশ্চল ও নিস্প্রাণ
পাহাড় প্রকাণ্ড, ভীষণ, মস্ত (পাহাড়ের মত বাধা)
পিঁপড়ের গর্তে লুকানো ভয় পাওয়া
পিঁপড়ের পিছন টেপা বেশি হিসাব করে চলা, কিপ্টেমি
পিঁয়াজি ইয়ারকি-ফাজলামি (বেশি পিঁয়াজী মেরো না।)
পিছনে/পিছু লাগা ক্ষতি করার চেষ্টা করা; উত্যক্ত করা; বিরক্ত করা
পিছনে বাঁশ অত্যন্ত অসুবিধায় পড়া
পিছ-পা অগ্রসর হতে অনিচ্ছুক (কাজ যাই হোক আমি পিছু-পা হই না।)
পিছু টান প্রিয়জনদের প্রতি অপত্য স্নেহ ও মমতার আকর্ষণ
পিছু/পেছু নেওয়া অনুসরণ করা; ক্ষতি করার জন্য অলক্ষ্যে অনুসরণ করা
পিছু/পেছু লাগা উত্যক্ত করার জন্য পিছনে লেগে থাকা
পিছু পা হওয়া // পিছু হটা // পিছপাও হওয়া অপারগ হওয়া, পরাজয় মেনে সরে যাওয়া; পরাম্মুখ হওয়া (যত কষ্টই হোক আমি কখনো পিছু পা হই না।)
পিটটান/পিট্টান/পিঠটান দেওয়া চম্পট, পলায়ন করা (পুলিশ দেখেই দুস্কৃতিরা পিটটান দিল); সমার্থক বাগধারা-পৃষ্ঠপ্রদর্শন করা
পিটপিট করা১ অসন্তুষ্টি/বিরক্তির ভাব প্রকাশ করা (রাতদিন কেবল পিটপিট করে চাইছে।)
পিটপিট করা২ জুলুজুলু চোখে তাকানো; পুনঃপুন পলকপাত করা (পিটপিট করে চাইছে।)
পিটপিটে শুচিবাইজনিত স্পর্শভীতি এবং খিটিখিট করে এমন (মিটমিটে প্রদীপ ও পিটপিটে ভাতার দুইই অসহ্য।)
পিঠ চাপড়ানো উৎসাহ দেওয়া; প্রশংসা করে পিঠে মৃদু চাপড় মারা
পিঠ চুলকানো প্রশংসা করা
পিঠটান দেওয়া পলায়ন করা (পুলিশ দেখে দুস্কৃতিরা পিঠটান দিলো।)
পিঠ বাঁচানো শাস্তি এড়ানো (কিছু অর্থদণ্ড দিয়ে কোনরকমে পিঠ বাঁচিয়েছি।)
পিঠমোড়া করা দড়ি দিয়ে উভহাত পিছনে নিয়ে শক্ত করে বাঁধা (চোরটাকে পিঠমোড়া করিয়া বাঁধো।)
পিঠা-পিঠি পরপর জাত (পিঠাপিঠি ভাইবোন)
পিঠের চামড়া তোলা/ছাল ছাড়ানো বেদম প্রহার করা; যৎপরোনাস্তি শাস্তি দেওয়া
পিড়িং মারা কথার মধ্যে খোঁচা মারা বা মন্তব্য করা (কথার মাঝে মাঝে পিড়িং মারা তোমার বদ অভ্যাস।); সমার্থক বাগধারা- ফোড়ন কাটা, টিপ্পনি কাটা
পিণ্ডি চটকানো/চড়ানো মৃত্যু কামনা করা; সর্বনাশ করা
পিতলা শখ বাজে শখ
পিতলের কাটারি সুদর্শন, চাকচিক্য আছে কিন্তু অপদার্থ ব্যক্তি; সমার্থক বাগধারা-পলাশফুল, মাকালফল, রাঙামূলো, শিমূলফুল ইত্যাদি
পিত্ত/পিত্তিরক্ষা১ অতি সামান্য আহারে ক্ষুধার নিবৃত্তি
পিত্ত/পিত্তরক্ষা২ ব্যঙ্গে- নামেমাত্র আকাঙ্ক্ষাপূরণ
পিত্তি চটা/জ্বলা অত্যন্ত বিরক্ত ও ক্রুদ্ধ হওয়া (তোমায় দেখলে পিত্তি চটে যায়।)
পিন-পতন-নীরবতা পিন পড়লেও শব্দ শোনা যায় এমন নীরবতা
পিপুফিশু অলসের চূড়ামণি; সমার্থক বাগধারা- কুঁড়ের বাদশা, গোঁফ খেজুরে (পিঠ পুড়ছে, ফিরে শু/শো' এর আদ্যাক্ষর)
পিল-পিল অসংখ্য পিঁপড়ার সারবদ্ধ চলার ভাবপ্রকাশক দ্বিত্ব (সভায় পিলপিল করে লোক যাচ্ছে।)
পিলে চমকানো পিলে (প্লীহা) কাঁপানো; ভয়ানক ভয় ধরানো (পিলে চমকানো খবর।)
পিষা/পেষা অত্যাচার করা; পীড়ন করা (তোমায় পিষে মারবো।)
পীড়াপীড়ি করা১ অনুগ্রহ লাভের জন্য সনির্বন্ধ অনুরোধ করা; সমার্থক বাগধারা- ঝুলাঝুলি, ধরাধরি
পীড়াপীড়ি করা২ বারবার বিশেষভাবে চাপ দেওয়া (পীড়াপীড়ি করে একটা কাজ বাগিয়েছি।)
পুঁটিমাছের প্রাণ ক্ষীণপ্রাণ, ক্ষুদ্রচেতা মানুষ
পুঁটিমাছের ফরফরানি অল্পজ্ঞানীর বাগাড়ম্বর
পুঁথিগত বিদ্যা কাজে না লাগা অধীত বিদ্যা
পুকুর চুরি আগাগোড়া ফাঁকি; বিরাট আকারের বেমালুম চুরি; সমূলে আত্মসাৎ (সরকারী কাজে হামেশাই পুকুর চুরি হয়।)
পুতনা রাক্ষসী যে নারী মনেমনে হিংসা পোষণ করে বাইরে মমতা দেখায় (পুতনা রাক্ষসী শ্রীকৃষ্ণকে স্তনপান করিয়ে বধ করতে চেয়েছিল।)
পুতুপুতু আদরযত্নের বাড়াবাড়ি ভাবপ্রকাশক দ্বিত্বশব্দ; পুত্রের প্রতি যেমন মমতা হয় সেইরূপের অনুকরণ অর্থে দ্বিত্বশব্দ (বেশি পুতুপুতু করো নয়, ছেলে মানুষ হবে না।); সমার্থক বাগধারা- আতুপুতু
পুতুলখেলা ছেলেখেলা, অতি সহজ বা অকিঞ্চিৎকর ব্যাপার; শিশুসুলভ গুরুত্বশূন্য ব্যাপার (একি পুতুল খেলা পেয়েছ?)
পুতুল নাচানো আড়াল থেকে নির্দেশ দিয়ে পরিচালিত করা
পুনর্মূষিকোভব পুনর্বার পূর্বের হীন অবস্থা প্রাপ্ত হও
পুন্কে‌ শত্রু অতি ক্ষুদ্র শত্রু (ষোলভাবের একভাগকে পুন্কে‌ বলে)।
পুরাণো কাসুন্দি শুনতে অনিচ্ছুক জানা অপ্রীতিকর পুরানো কাহিনী (পুরানো কাসুন্দি না ঘাটাই ভাল।)
পুরণো ঘাগি বহু অভিজ্ঞতাসম্পন্ন ও অত্যন্ত ধূর্ত; যে বহুকাল ধরে ঠেকে ও শিখে অতিশয় ধূর্ত হয়েছে
পুরাণো পাপী১ আগে দুস্কৃতি ছিল, বর্তমানে সাধু; দাগি আসামী
পুরণো পাপী২ বহু অভিজ্ঞতাসম্পন্ন ও অত্যন্ত ধূর্ত
পুরা/পুরোদস্তুর // পুরা/পুরোপুর আস্ত; পূর্ণমাত্রায়; সম্পূর্ণরূপে; পরিপূর্ণভাবে (পুরাদস্তুর পাঁঠা)
পুষ্পবন্ধু স্বার্থপর বন্ধুত্ব
পূজা-অর্চনা একার্থক যুগ্মশব্দ; আরাধনা উপাসনা (বাড়ীতে নানা দেবতার নিত্য পূজা-অর্চনা লেগেই আছে।)
পূর্ণমাস পূর্ণিমা তিথি
পৃষ্ঠপোষক মুরুব্বি, সহায় (পৃষ্ঠপোষক থাকলে সব হয়।)
পৃষ্ঠপ্রদর্শন করা চম্পট দেওয়া; পলায়ন করা; পলায়ন; ভীরুতা প্রকাশ করা (পুলিশ দেখেই হামলাকারীরা পৃষ্ঠপ্রদর্শন করলো।) সমার্থক বাগধারা- পিঠটান দেওয়া
পেঁচি কুৎসিত দর্শনা নারী- গ্রাম্য মেয়েলী গালিবিশেষ
পেঁচোয় পাওয়া কল্পিত অপদেবতার আক্রমণে আঁতুড়ে শিশুদের ধনুষ্টঙ্কার রোগ হওয়া
পেখম তোলা/ধরা/ফুলানো/মেলা১ ময়ূরপুচ্ছের মতো মনোরম সাজসজ্জা করা
পেখম তোলা/ধরা/ফুলানো/মেলা২ আহ্লাদিত/উৎফুল্ল হয়ে ওঠা; অতি আনন্দের নেচে ওঠা
পেট আঁটা কোষ্টবদ্ধ হওয়া
পেট কামাড়ানো গোপনীয় কিছু প্রকাশ করার জন্য ব্যস্ত হওয়া
পেট চনচন করা তীব্র ক্ষুধার জ্বালা
পেট চলা জীবিকা নির্বাহ করা; আহার্য সংগৃহীত হওয়া (উদয়াস্ত পরিশ্রম করে কোনরকমে পেট চলে।)
পেট চিনচিন করা ক্ষুধার উদ্রেকে অন্ত্রাদিতে জ্বালাবোধ
পেট চুঁইচুঁই করা বহুক্ষণ অভুক্ত থাকায় পিত্ত জীর্ণ হওয়ার যন্ত্রণাদায়ক অনুভূতি
পেট টালা১ পরের খরচে উদরপূর্তি
পেট টালা২ যেখানে সেখানে খেয়ে বেড়ানো
পেট পাতলা যে কোন কথা গোপন রাখতে পারে না (পেট পাতলা লোক)
পেট পালা ভরণপোষণ করা (আমাকে অনেকগুলি পেট পালতে হয়।)
পেট ভাতা পারিশ্রমিক, উদরপূরণমাত্র
পেটমোটা মধ্যপ্রদেশ স্ফীত (পেটমোটা জালা)
পেটরোগা পেটের অসুখে ভোগে এমন (পেটরোগা ছেলে)
পেটসর্বস্ব মহাপেটুক, খালি খাওয়ার কথা ভাবে বা বলে এমন
পেটাঘড়ি কাঠের হাতুড়ি দিয়ে বাজাবার কাঁসার চাকতি; বেলঘণ্টা
পেটে আসা মনে আসা (কথাটা পেটে আসছে মুখে আসছে না।)
পেটে এক মুখে আরেক দ্বিচারিতা (লোকটা পেটে কথা বলে মুখে আরেক কথা বলে।)
পেটে কালির আঁচড় লেখাপড়া জানা (পেটে বিন্দুপাত্র কালির আঁচড় নেই।); সমার্থক বাগধারা- পেটে বিদ্যে থাকা
পেটে খিদে মুখে লাজ মনের প্রবল বাসনা লজ্জাবশত প্রকাশ না করা
পেটে খেলে পিঠে সয় লভ্য হলে লাভের জন্য কষ্ট সহ্য করা যায়
পেটেণ্ট একঘেয়ে, বৈচিত্রহীন (পেটেণ্ট রসিকতা)
পেটে থাকা১ গোপন থাকা, মনে মনে থাকা (যুধিষ্টিরের অভিশাপে মেয়েদের পেটে কথা থাকে না।)
পেটে থাকা২ হজম হওয়া (কোন খাবার আমার পেটে থাকে না।)
পেটে পেটে গোপনে (পেটে পেটে এত বুদ্ধি?)
পেটে পেটে বুদ্ধি কুবুদ্ধি, দুর্বুদ্ধি
পেটে পোরা অবজ্ঞার্থে- খাওয়া, ভক্ষণ করা
পেটে বিদ্যে গজগজ করা১ অভাবহেতু অস্ফুট গর্জন করার ভাব
পেটে বিদ্যে গজগজ করা২ বেরিয়ে আসার জন্য অস্থিরতাভাব
পেটে বিদ্যে গজগজ করা৩ স্থানাভাবে ঠেলাঠেলির ভাব প্রকাশক
পেটে বিদ্যে থাকা পেটে বিদ্যা থাকে এই বিশ্বাস থেকে লেখাপড়া জানা; সমার্থক বাগধারা- পেটে কালির আঁচড় থাকা; তুলনীয়- ঘটে বুদ্ধি থাকা
পেটে বোমা মারলেও কিছু বের না হওয়া পেটে কোনো বিদ্যা না থাকা
পেটে মারা১ অনাহারে দুর্বল করে বিনষ্ট করা; সমার্থক বাগধারা- ভাতে মারা
পেটে মারা২ উপার্জনের/জীবিকার পথ বন্ধ করা;
পেটে নয় পাতে মারা জাতিচ্যুত করা
পেটে রাখা কথা গোপন রাখা
পেটে সওয়া হজম হওয় (তৈলাক্ত খাবার পেটে সয় না।)
পেটের কথা মনের গোপন কথা
পেটের জ্বালা/দায় অন্নচিন্তা, অন্নাভাব, ক্ষুধার তাড়না (পেটের দায়ে পরের গোলামি করছি।)
পেটের ধান্ধা কাজ (পেটের ধান্ধায় সর্বত্র ঘুরে বেড়াছি।)
পেটের ভাত চাল হওয়া দুর্ভাবনায় অত্যন্ত ভীতসন্ত্রস্ত হওয়া
পেটের ভিতর হাত-পা সেঁদিয়ে যাওয়া দুশ্চিন্তাগ্রস্থ হওয়া; ভয়ে কুঁকড়ে যাওয়া (করোনা রোগের ভয়ে পেটের ভিতর হাত-পা সেঁদিয়ে যাচ্ছে।)
পেটের মধ্যে আগুন প্রচণ্ড ক্ষুধা
পেটের শত্রু যে পুত্র মায়ের যন্ত্রণার কারণ হয়
পেটোয়া অনুগত ব্যক্তি; বশংবদ (নেতার পেটোয়া লোকেরাই করে খাচ্ছে।); সমার্থক বাগধারা-তল্পিবাহক; তাঁবেদার;
পেত্নী ব্যঙ্গে- নোংরা ও কুৎসিতদর্শনা নারী- মেয়েলী গালিবিশেষ
পেয়ার আদর যত্ন (খুব পেয়ারের লোক।)
পেশা১ জীবিকা (অফিসে কলম পেশা আমার কাজ।)
পেশা২ অভ্যাস, স্বভাব (সব ব্যাপারে খিটখিট করা তার একটা পেশা হয়ে দাঁড়িয়েছে।)
পেশাদার ঘ্যানঘ্যানে উকিল, যারা জীবিকার জন্য বকবক করে
পেশিশক্তি দৈহিক শক্তি, বাহুবল (পেশিশক্তির জোরে ক্ষমতা দখল হয়েছে।)
পেষণ পীড়ন (দারিদ্রের কঠিন পেষণে বিপর্যস্ত।)
পেষা/পিষা অত্যাচার করা; পীড়ন করা
পোঁদপাকা অকালপক্ক, ডেঁপো (অশালীন); সমার্থক বাগধারা- ইঁচোড়ে পাকা
পোঁদ টিপলে শাল হয় না সল্প প্রচেষ্টায় মহাবিপদ এড়ানো যায় না
পোঁদে লাগা পরোক্ষে শত্রুতা করা
পোঁদের ফুল ছাড়া শৈশবকাল উত্তীর্ণ হইয়া
পোঁ ধরা (সানাইয়ের)১ অন্ধভাবে অনুসরণ করা; মোসাহেবি করা; সমার্থক বাগধারা- লেজ ধরা
পোঁ ধরা(সানাইয়ের)২ পরের কথায় চলা
পোঁ-ধরা(সানাইয়ের)৩ একান্ত অনুগত; সমার্থক বাগধারা- ধামাধরা
পোঁ পাঁ/পোঁ দৌড় অতি দ্রুত পলায়ন (পুলিশ দেখে দুস্কৃতি পোঁ পাঁ দৌড় দিল।)
পোকা তুচ্ছ বা হীনব্যক্তি (লোক না পোক)
পোকা পড়া পচে যাওয়া (জীয়ন্তে পোকা পড়া)
পোকার মত পড়ে থাকা নির্জীব হয়ে শুয়ে থাকা; শিশুর স্থির হয়ে শুয়ে থাকা
পোকামাকড় কীটপতঙ্গাদি
পোড় খাওয়া মুখ্য অর্থ- পুড়েছে এমন; গৌণ অর্থ-অভিজ্ঞ; বিচক্ষণ, নানা অভিজ্ঞতাসম্পন্ন (পোড় খাওয়া লোক।)
পোড়াকপাল দুরদৃষ্ট, বিড়ম্বিত ভাগ্য (পোড়াকপাল আমার সব কাজেই বাধা পাচ্ছি।)
পোড়া-মুখি/মুখো // পোড়ার-মুখি/মুখো কলঙ্কিত চরিত্র যার, মেয়েলী গালিবিশেষ (পোড়ার-মুখো মরে না কেন?)
পোদ্দারি বিদ্রুপে- কর্তৃত্ব ফলানো, কর্তাপনা; মোড়লিপনা, সর্দারি (পরের ধনে পোদ্দারি- প্রবাদ)
পোয়াবারো পাশাখেলার একটি অতি উত্তম দান; আলং-পরমসৌভাগ্য, বিশেষ মূল্যবান প্রাপ্তি (দেশে শাসন নেই তাই দুস্কৃতিদের পোয়াবারো); সমার্থক বাগধারা- তুঙ্গে বৃহস্পতি
পোষাক-আশাক বহুবচনার্থে সহচর শব্দ; নানাবিধ পোষাক (বাইরের পোষাক-আশাক ছেড়ে আসছি।); সমার্থক বাগধারা- কাপড়চোপড়; ধড়াচূড়া; পোষাক-পরিচ্ছদ; বসন-ভূষন; বেশভূষা; সাজ-পোষাক ইত্যাদি
পোষাকপরিচ্ছদ বহুবচনে একার্থক যুগ্মশব্দ; বস্ত্রাদি; সমার্থক বাগধারা- কাপড়-চোপড়
পোষাকি আন্তরিকতাহীন, বাহ্যিক (পোশাকি ভদ্রতা)
পোষা-কুকুর বিদ্রুপে-একান্ত অনুগত ব্যক্তি
পোস্টমর্টেম (ল্যাটিন বাক্যাংশ) মৃত্যুর পরে (মৃতদেহ পরীক্ষা
প্যাঁচ কষা চক্রান্ত করা (আমার বিরুদ্ধে প্যাঁচ কষা হচ্ছে।)
প্যাঁচালো কুটিল (প্যাঁচালো বক্রচরিত্রের লোক)
প্যাঁচে পড়া/ফেলা বিপদে/সমস্যায় পড়া/ফেলা (ভীষণ প্যাঁচে পড়েছি; তোমাকে প্যাঁচে ফেলার চেষ্টা হচ্ছে)
প্যাঁজ (পিঁয়াজ) পয়জার (জুতা) দুইই হওয়া মার ও গালাগালি খাওয়া (কেমন সাঙাত প্যাঁজ, পয়জার দুইইতো হল)
প্যান-প্যানানি বিরক্তিকর নাকিসুরে কান্না ও অনুনয়; সমার্থক বাগধারা- ঘ্যান-ঘানানি
প্রজাপ্রতির নির্বন্ধ বিবাহসম্পর্কে বিধাতার অলঙ্ঘনীয় বিধান
প্রতিজ্ঞাবিবাহিতা বাগদত্তা
প্রতিলোম বিবাহ নিম্নবর্ণের পুরুষের সহিত উচ্চবর্ণের স্ত্রীলোকের বিবাহ
প্রতিপদ চন্দ্রকলার প্রথমদিন, প্রথমা তিথি
প্রত্যুপন্নমতি১ ঝটিতি উপস্থিত বুদ্ধি; তৎকালোচিত বুদ্ধি
প্রত্যুপন্নমতি২ প্রয়োজনের সঙ্গেসঙ্গে যার বুদ্ধির স্ফুরণ হয়
প্রদীপ আলোকস্বরূপ (জ্ঞানের প্রদীপ)
প্রমাদ গোণা ভীত হওয়া
প্রমীলা তেজী স্ত্রীলোক (প্রমীলা বাহিনী)
প্রহারেণ ধনঞ্জয় দুর্বিনীতকে শায়েস্তা করতে প্রচণ্ড প্রহার
প্রাণ উড়ে যাওয়া ভয়ে মৃতপ্রায়
প্রাণ ওষ্ঠাগত প্রাণ যায় যায় অবস্থা; অত্যন্ত কষ্টকর অবস্থায় পড়া
প্রাণকৃষ্ণ পরম আদরের পাত্র
প্রাণখোলা খোলামেলা স্বভাবের লোক, উদার, উদাত্ত, প্যাঁচালো নয়; (প্রাণখোলা হাসি) সমার্থক বাগধারা- অকপটচিত্ত, দিলখোলা
প্রাণঢালা আন্তরিক (প্রাণঢালা অভ্যর্থনা)
প্রাণপণে সর্বশক্তি দিয়ে (প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল- সুকান্ত)
প্রাণপাখি প্রাণবাহু; সমার্থক নাগধারা- অচিন পাখি
প্রাণের প্রাণ প্রাণাধিক প্রিয় ব্যক্তি
প্রাতঃপ্রণাম১ প্রথমদর্শনে করণীয় প্রণাম; প্রধানত প্রাতঃকালে কৃত প্রণাম (ঠাকুরমশাই প্রাতঃপ্রণাম)
প্রাতর্বাক্য১ প্রাতঃপ্রণামে মঙ্গলপ্রার্থনার বাক্য; আশীর্বাদবাক্য
প্রাতর্বাক্য১ বিপরীত অর্থে- অমঙ্গলপ্রার্থনার বাক্য; অভিশাপবাক্য (প্রাতর্বাক্যে যম যেন তোমাকে না ভোলে (লোকের বিশ্বাস প্রাতঃকালের আশীর্বাদ যেমন ফলে, অভিশাপও তেমনি ফলে)
প্ল্যান১ অভিপ্রায়, ফন্দি, মতলব (তোমার সঠিক প্ল্যানটা কি বুঝতে পারছি না)
প্ল্যান২ ছক, নক্‌সা, পরিকল্পনা (আগে প্ল্যানটা ঠিক করে ছকে নাও)

সম্পাদনা

বাগধারা অর্থ
ফই-জত কথা কাটাকাটি, তর্কাতর্কি, ঝগড়া, হাঙ্গামা (মিছামিছি ফইজতে জড়িয়ো না।); সমার্থক বাদধারা- ঝগড়াঝাটি, বাকবিতণ্ডা, বাদবিসম্বাদ ইত্যাদি
ফকফক১ উজ্জ্বলতার ভাব, সাদাভাব (সাদা পতাকাটা ফকফক করে উড়ছে)
ফকফক২ কথা বলার সময় ফোকলামাড়ির দাঁতের ফাঁক দিয়ে হাওয়া বার হওয়ার শব্দ (ফোকলা বুড়ো ফকফক করছে।)
ফকির কপর্দকশূন্য, অতিনিঃস্ব ব্যক্তি (কাল রাজা আজ ফকির- প্রবাদ)
ফক্কড় ধড়িবাজ, ধূর্তলোক প্রগল্ভ ব্যক্তি; (মহা ফক্কড় ছেলে।); সমার্থক বাগধারা-ফাজিল
ফক্কা ধোঁকা, ফাঁকা, মিথ্যা (সবাই কিছু-না-কিছু পেল, শুধু আমার ভাগ্যে ফক্কা।)
ফক্কিকার/ফক্কিকারি ফাঁকি, ফাঁকি দেওয়ার ইচ্ছা, ধান্ধাবাজ, ফাঁকিবাজী ('ভবের খেলা ফক্কিকার'-গান; ফক্কিকারি করে কাজ হাসিল হবে না।); সমার্থক বাগধারা- ভক্কিকারী
ফচকে চপলমতি বালক, ছ্যাবলা যুবক (কতকগুলি ফচকে ছোঁড়া গোলমাল করছে।); সমার্থক বাগধারা- চ্যাঙড়া
ফটফট / ফটফটি আস্ফালন, বড়বড় আওয়াজ, বড়াই (বেশি ফটফট করো না; তোমার মুখেই যত ফটফটি।)
ফটাফট অতি দ্রুত (কথা না বলে ফটাফট কাজ সারো।)
ফটিকচাঁদ মুখ্য অর্থ- অকলঙ্ক শ্বেতশুভ্র চন্দ্র; গৌণ অর্থ- সৌখিন শুভ্রবেশধারী ফুলবাবু
ফড়ফড়১- ধ্বন্যাত্যক দ্বিত্বশব্দ কিছু নড়াচড়া আওয়াজ (বাক্সে কিছু যেন ফড়ফড় করছে।)
ফড়ফড়২ বকবক করা (বেশি ফড়ফড় করো না।); সমার্থক বাগধারা- বকরবকর
ফতুর নিঃস্ব, সর্বশান্ত (জমানো টাকায় বাবুগিরি করতে গিয়ে ফতুর হয়ে...)
ফতে১ কার্যসিদ্ধ (কাম ফতে।)
ফতে২ বিজিত (কেল্লা ফতে।)
ফতো কাপ্তান দায়িত্বজ্ঞানহীন লোক
ফতো নবাব/বাবু অন্তঃসারশূন্য ব্যক্তি, যার কেবল নবাবের মত চালচলন আছে অথচ উপযুক্ত সম্বল নেই; যার নিজের কিছু নেই কেবল পরের দৌলতে বাবুগিরি করে; সমার্থক বাগধারা- পরপুষ্ট
ফতোয়া লিখিত আদেশ/নির্দেশ (ফতোয়া জারি করলেই হল কে মানছে?)
ফন্দিফিকির একার্থক যুগ্মশব্দ; গোপন কৌশল; চক্রান্ত; বদ মতলব; ষড়যন্ত্র (কোন ফন্দিফিকিরে ঘুরছে কে জানে।); সমার্থক বাগধারা- চক্কর; চক্র
ফপর/ফফড় (জাল)/ফোপর/ফোঁপর(ফাঁপা) দালাল১ যে ব্যক্তি উপরপড়া হয়ে অপরের ব্যাপারে হস্তক্ষেপ করে
ফপর/ফফড় (জাল)/ফোপর/ফোঁপর(ফাঁপা) দালাল২ যে ব্যক্তি কথায় বেশি কাজে কম
ফপর/ফফড় (জাল)/ফোপর/ফোঁপর(ফাঁপা) দালালি১ অতিরিক্ত চালবাজি
ফপর/ফফড় (জাল)/ফোপর/ফোঁপর(ফাঁপা) দালালি২ অন্যায়ভাবে একপক্ষ সমর্থন
ফপর/ফফড় (জাল)/ফোপর/ফোঁপর(ফাঁপা) দালালি৩ অযাচিত অনর্থক মিথ্যা মধ্যস্থতা
ফপর/ফফড় (জাল)/ফোপর/ফোঁপর(ফাঁপা)দালালি৪ গায়ে পড়ে মাতব্বরি (তোমাকে ফোপর দালালি করতে হবে না।)
ফয়সালা নিস্পত্তি, মিমাংসা (আজও মামলাটার ফয়সালা হ'ল না।)
ফরফর১ বায়ুতে পাতলাদ্রব্যের দ্রুত সঞ্চালনের ভাব (পতাকা ফরফর করে উড়ছে।)
ফরফর২ বায়ুতে পাতলা দ্রব্যের দ্রুত সঞ্চালনের শব্দ (ঘুড়িটা আকাশ ফরফর করে উড়ছে।)
ফরফরানি অতি চঞ্চলতার ভাব; কর্তৃত্বাভিমান (অল্পজলে পুঁটিমাছের ফরফরানি।)
ফরমাইশ/মায়েশ আদেশ, হুকুম (কারো ফরমায়েশে আমি কাজ করি না।)
ফর্দাফাই আবরণের অনুপযুক্ত; ছিন্নভিন্ন হয়ে ব্যবহারের অযোগ্য হয়েছে এমন (জামাটা ছিঁড়ে ফর্দাফাই।)
ফর্সা১ আলোকময় (রাত পোহালো ফর্সা হল ফুটলো কত ফুল।)
ফর্সা২ খতম, নিশ্চিহ্ন, শূন্য, সাবাড় (এক নিমেষের ঝড়ে সারা গ্রাম ফর্সা হয়ে গেছে।)
ফর্সা৩ পরিস্কার সহজ সরল (এক্টু ফর্সা করে বল তো কি হয়েছে।)
ফর্সা৪ মেঘমুক্ত (আকাশ ফর্সা হয়েছে এবার বেরুনো যাক।)
ফলপাকড় নানাবিধ ফল ও মূল (সাধুরা শুধু ফলপাকড় খায়।)
ফলশ্রুতি১ পুণ্যকাহিনী শ্রবণে যে ফল পাওয়া যায়ি।
ফলশ্রুতি২ তাৎপর্য; ফলাফল; মিমাংসা, শেষ পরিণাম (এই কুকর্মের ফলশ্রুতি ভাল হবে না।);
ফলাও অতিরঞ্জন, ব্যাপক (ফলাও কারবার, ফলাও বর্ণনা)
ফলানো ব্যঙ্গার্থে- জাহির করা; বাহাদুরি করে বলা (বেশি বিদ্যা ফলিও না।)
ফলাফল শেষে উৎপন্ন ফল (খেলার ফলাফল, মামলার ফলাফল ইত্যাদি); সমার্থক বাগধারা- ফলশ্রুতি
ফলার ফল আহার (ফলারে বামুন)
ফল্গুধারা অদৃশ্য ধারা; বাহিরে প্রকাশিত নয় এমনভাব (স্নেহের ফল্গুধারা)
ফল্গুবল্গন বৃথা বাগাড়ম্বর
ফষ্টিনষ্টি সহচর শব্দ; ইয়ারকি, ফাজলামি; রঙ্গরস; লঘু হাস্য-পরিহাস; হাসিতামাশা হাসিঠাট্টা (ধর্মের নামে ফষ্টিনষ্টি চলছে।)
ফস করে১ অসাবধানে (ফস করে মুখ থেকে কথাটা বেরিয়ে গেছে।)
ফস করে১ আওয়াজ করে (ফস করে দেশলাই কাঠিটা জ্বলে উঠলো।)
ফাঁক ধরা ত্রুটি খুঁজে পাওয়া; দোষ ধরা (আমার কাজে কোন ফাঁক ধরতে পারবে না।)
ফাঁক পাওয়া বিশ্রাম/সুযোগ পাওয়া (ফাঁক পেয়ে একটা কাজ সেরে নিচ্ছি।)
ফাঁকতাল১ অন্যের অগোচর (ফাঁকতালে সে কাজ গুছাচ্ছে।)
ফাঁকতাল২ অন্যের পরিশ্রমে ফললাভের সুযোগ (ফাঁকতালে কিছু লাভ হয়ে গেল)
ফাঁকতালে৩ হঠাৎ পাওয়া সুযোগে (ফাঁকতালে কাজটা সেরে রাখি।)
ফাঁকফোকর১ গোপন তথ্য, দোষত্রুটি (সবাই অন্যের ফাঁকফোকর খোঁজে।); সমার্থক বাগধারা- অন্ধিসন্ধি, ঘাঁতঘোঁত, সুলুকসন্ধান
ফাঁকফোকর২ সুযোগ (লোকটা সবসময় ফাঁকফোকর খোঁজে।)
ফাঁকা আওয়াজ/কথা/বুলি ব্যঙ্গার্থ- বৃথা আস্ফালন; বাজে কথার হাঁকডাক, মিথ্যা আশ্বাস (ফাঁকা আওয়াজে পেট ভরে না; ফাঁকা কথায় কান দিও না।)
ফাঁকা ফাঁকা একাকিত্ব, জনশূন্যপ্রায় (মেয়ের বিয়ের পর বাড়ীটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে।)
ফাঁকা ময়দান প্রতিদ্বন্দ্বিতাবিহীন লড়াইক্ষেত্র (ফাঁকা ময়দানে গোল করা- প্রবাদ)
ফাঁকিজুঁকি প্রবঞ্চনা; শঠতা; মিথ্যা আচরণ (ফাঁকিজুঁকি দিয়ে আর কদ্দিন চলবে?)
ফাঁকি দেওয়া১ কর্তব্যে অবহেলা করা (কাজে ফাঁকি দেওয়া আমাদের স্বভাবে দাঁড়িয়ে গেছে।)
ফাঁকি দেওয়া২ ধাপ্পা দেওয়া, প্রতারণা করা (লোকটা ফাঁকি দিয়ে কাজ হাসিল করতে চায়।)
ফাঁকিতে পড়া প্রবঞ্চিত হওয়া; প্রাপ্য বিষয়ে বঞ্চিত হওয়া (সম্পত্তি বণ্টনে আমি ফাঁকিতে পড়েছি।); সমার্থক বাগধারা- ফাঁকে পড়া
ফাঁকে পড়া ফাঁকিতে পড়ার অনুরূপ
ফাঁকে ফাঁকে১ আড়ালে আড়ালে; দূরে দূরে, মাঝে মাঝে (অমন ফাঁকে ফাঁকে থাকলে কেমন করে চলে?; ফাঁকে ফাঁকে সে বেপাত্তা হয়ে যায়।)
ফাঁটবাজ অহঙ্কারী
ফাঁড়া১ আকস্মিক বিপদের সম্ভাবনা
ফাঁড়া২ জ্যোতিষ গণনানুযায়ী মৃত্যুযোগ বা কঠিন বিপদের সম্ভাবনা (ফাঁড়া কাটিয়ে কোন রকমে বেঁচে আছি।)
ফাঁড়া কেটে যাওয়া প্রাণসঙ্কট/বিপদমুহূর্ত কেটে যাওয়া
ফাঁদ পাতা কারও অনিষ্ট করার জন্য কৌশলজাল বিস্তার করা বা চক্রান্ত করা।
ফাঁদা১ আঁটা (মতলব ফাঁদা)
ফাঁদা২ আরম্ভ করা (ব্যবসা ফাঁদা)
ফাঁদা৩ বিস্তারে বর্ণনা করা (গল্প ফাঁদা)
ফাঁদে পা দেওয়া ষড়যন্ত্রে পড়া (ভুল করে কোন ফাঁদে পা দিও না।)
ফাঁপা কলসির/ঢেঁকির শব্দ বড় যার কিছু নেই তার বাইরের শব্দ কিছু বেশি রকম; অন্তঃসারশূন্য ব্যক্তির বাগড়ম বেশি
ফাঁস করা গোপন কথা প্রকাশ করা
ফাঁস হওয়া গোপন কথা প্রকাশ হওয়া; রাস্ট্র হওয়া (ওদের ষড়যন্ত্র ফেঁসে গেছে।)
ফাঁসনো বিপদে ফেলা (আমাকে ফাঁসানো হয়েছে।)
ফাইফরমাশ খুচরা কাজের আদেশ; ছোটখাটো কাজের হুকুম (কাজ না থাকলে এখানে সেখানে ফাইফরমাশ খাটি।)
ফাকতা (পায়রা) ওড়ানো ফুর্তিতে দিন কাটানো; ভাবনা চিন্তা না করে মনের আনন্দে দিন কাটানো
ফাজিল১ বাচাল, প্রগল্ভ, বখাটে (ফাজিল ছেলে)
ফাজিল২ অতিরিক্ত, অবশিষ্ট (ফাজিল বাকি, ফাজিল খরচ)
ফাটা কপাল দুর্ভাগ্য (ফাটা কপাল জোড়া লাগে না।); সমার্থক বাগধারা- ভাঙা কপাল
ফাটা কপাল জোড়া লাগা সৌভাগ্যের পুনরাবির্ভাব হওয়া; মন্দভাগ্য সৌভাগ্যরূপে পরিবর্তিত হওয়া
ফাটাফাটি১ পরস্পর মারামারি; প্রবল দ্বন্দ্ব (মাথা-ফাটাফাটি)
ফাটাফাটি২ অসাধারণ, চিত্তাকর্ষক, দারুণ (পরীক্ষায় ফাটাফাটি রেজাল্ট করেছে।)
ফাটা রেকর্ড বাজানো একই কথার পুনরাবৃত্তি (নেতারা জনগণের কাছে ফাটা রেকর্ড বাজানোর অভ্যাস ছাড়তে পারেন না।); সমার্থক বাগধারা- ভাঙা রেকর্ড বাজানো
ফাণ্ডা কোনো বিষয়ে জ্ঞান বা দখল (অঙ্কে দারুণ ফাণ্ডা।)
ফানটুস১ শূন্যগর্ভ, চালবাজ (ফানটুস ছেলে)
ফানটুস২ সাজগোজ করা; যেন লক্কাপায়রা
ফায়দা ওঠানো/তোলা সুযোগ নেওয়া
ফালতু, ফালতো অকেজো, অনাবশ্যক; অপ্রয়োজনীয়; অতিরিক্ত, বাজে (ফালতু ছেলে)
ফালা-ফালা করা লম্বা-লম্বা টুকরা করা
ফাসফুস চুপেচুপে কথা বলার শব্দ ('মুখে মুখে ফাসফুস একি প্রেম ঈষ' বিদ্যাসুন্দর); সমার্থক বাগধারা- ফুসুরফুসুর
ফাসাফুসা অশুভ, শূন্য (রবি গুরু, মঙ্গলে ঊষা, আর সব ফাসাফুসা- খনা)
ফিকির উদ্দেশ্য, কাজকর্মের সন্ধান (কি ফিকিরে এখানে আগমন?); সমার্থক বাগধারা- ধান্ধা, মতলব
ফিকিরে ফকির১ চালাকি করতে গিয়ে নিজের সর্বনাশকারী
ফিকিরে ফকির২ ভণ্ড ফকির
ফিচেল ফাজিল; বাচাল; লম্পট (মহা ফিচেল ছেলে।)
ফি-রোজ/ফি-সাল প্রতিদিন, প্রতি বছর
ফিরিস্তি ফর্দ, তালিকা (পাত্রপক্ষের দাবীর ফিরিস্তি দেখে পাত্রীপক্ষের চক্ষুস্থির।)
ফিলহাল আজকাল, এখন, সম্প্রতি (ফিলহাল শরীর ভাল যাচ্ছে না।); সমার্থক বাগধারা- হালফিল
ফিসফিস আস্তে আস্তে, চুপিচুপি কথা বলার ষণ্ড (ফিসফিস করে কথা বল।); সমার্থক বাগধারা- ফুসফুস
ফিসফসানি গোপন কথা কানেকানে বলা (কিসের এত ফিসফিসানি চলছে?)
ফুকো মস্তান বাকসর্বস্ব ব্যক্তি; সমার্থক বাগধারা- কাগুজে বাঘ
ফুকফুকে কোন গোপন কথা অপরের কাছে শুনে প্রকাশ করার জন্য যে ব্যক্তি আগ্রহ প্রকাশ করে
ফুটকড়াই চড়বড় করে কথা বলা লোক
ফুট কাটা টিপ্পনি কাটা (কথার মাঝে অনবরত ফুট কেটে চলেছে।)
ফুটফুটে১ উজ্জ্বল, সাদা, স্বচ্ছ (ফুটফুটে জ্যোৎস্না); সমার্থক বাগধারা- ধবধবে
ফুটফুটে২ ফর্সা, সুন্দর, সুশ্রী (ফুটফুটে ছেলে)
ফুটানি/ফুটুনি১ অশোভন বাবুগিরি; লোকদেখানো বাবুগিরি ( বেশি ফুটানি মেরো না; হাতে দুটো পয়সা পেয়েই ফুটানি শুরু করেছে।)
ফুটানি/ফুটুনি২ অহঙ্কার;; আস্ফালন, গর্বপ্রকাশ; জাঁক; বড়াই (বেশি ফুটানি মারলে ফুটে যাবে।)
ফুটানিরাম অতিশয় গর্বিত; হামবড়া/দেমাকি লোক; অশোভনভাবে বাবুগিরি করে এমন লোক
ফুটিফাটা আটখানা, চৌচির; পাকাফুটির মত দীর্ণবিদীর্ণ (বৃষ্টির অভাবে মাঠঘাট ফুটি-ফাটা হয়ে গেছে।)
ফুটে যাওয়া চলে যাওয়া, মারা যাওয়া (এখুনি এখান থেকে ফুটে যাও।)
ফুটো কলসি অপ্রয়োজনীয়, মূল্যহীন ('ফুটো কলসির আওয়াজ বেশি'- প্রবাদ); সমার্থক বাগধারা- ভাঙা কুলো
ফুটো পয়সা অতি নগণ্য, তুচ্ছ পরিমাণ (ফুটো পয়সার লড়াই।); সমার্থক বাগধারা- কানাকড়ি
ফুটো পয়সার লড়াই তুচ্ছ বিষয় নিয়ে বিবাদ-বিসম্বাদ
ফুড়ুক ফাঁই চকিতে উধাও (উড়ে উধাও হওয়ার ভাব)
ফুরফুরে মনোরম, মৃদুমন্দগতি, লঘু, হালকা (ফুরফুরে মেজাজ; ফুরফুরে বাতাস)
ফুরসত অবকাশ, ফাঁক (সারাদিনে কাজে একটুও ফুরসত মেলে না।)
ফুর্তি করা অশিষ্ট আমোদপ্রমোদ করা (লোকটা ফুর্তি করেই জীবনটা কাটাল।)
ফুল চড়ানো স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে দেবতার থানে ফুলস্থাপন
ফুলচন্দন হিন্দুমতে সাদর সংবর্ধনা জ্ঞাপক ফুল ও চন্দন (তোমার মুখে ফুলচন্দন পড়ুক।)
ফুলটুসী ফুল যেমন টুসকিতেই ঝরে পড়ে তেমনি সামান্য আঘাতে বা শোকে যে নারী কাতর হয়ে পড়ে (ফুলটুসী ফুলের ঘায়ে মুর্ছা যায়।); সমার্থক বাগধারা-ননীর পুতুল
ফুল না ঝরা শৈশবকাল অতিবাহিত না হওয়া
ফুল ফোটা (বিয়ের) বিয়ে আসন্ন; বিয়ের উপক্রম হওয়া
ফুলবাবু অতি শৌখিন লোক; ব্যঙ্গার্থে- অতিরিক্ত বিলাসী ও পরিচ্ছন্ন সুন্দর বেশভূষা পরিহিত ব্যক্তি; সমার্থক বাগধারা- ফটিকচাঁদ
ফুলানো/ফোলানো অতি প্রশংসায় অহঙ্কৃত করে তোলা; গর্বিত করা, বাহাবা দেওয়া (অত বাহবা দিয়ে ছেলেকে আর ফুলিয়ো না।)
ফুলে ওঠা/ ফুলে ফেঁপে ওঠা ধনবান হওয়া (ব্যবসা করে অল্পদিনেই সে ফুলে ফেঁপে উঠেছে।)
ফুলের আঘাত সামান্যতম দুঃখকষ্ট (ফুলটুসি ফুলের আঘাত সহ্য করতে পারে না।)
ফুলের ঘায়ে মুর্চ্ছা যাওয়া অল্প পরিশ্রমে কাতর হওয়া (তাকে দিয়ে এ কাজ হবে না সে ফুলের ঘায়ে মূর্ছা যা...); সমার্থক বাগধারা- ননীর পুতুল
ফুসফুস করা আস্তেআস্তে কথা বলা; মৃদু শব্দে কথোপকথন (ফুসফুস করে এত কথা কি বলছো?); সমার্থক বাগধারা- ফিসফিস করা
ফুসফুস গুজগুজ করা আড়ালে কোনো গোপন বিষয়ের মৃদু আলাপ আলচনা করা
ফুসমন্তর১ ফাঁকির মন্ত্র (ভূত কি ভাগে ফুসমন্তর ফুঁতে?)
ফুসমন্তর২ গোপন উপদেশ (চেলার কানে কিছু ফুসমন্তর দিয়ে দাও)
ফুসমন্তর৩ মেয়ে ফুসলানোর কৌশল (ছেলেটা মেয়ে ভুলানোর ফুসমন্তর ভালোই জানে।)
ফুসুরফুসুর করা১ কানাকানি করা; ক্রমাগত কানে কানে কথা বলা; গোপন শলাপরামর্শ (ওখানে কি এত ফুসুরফুসুর করছ?)
ফেঁকড়া/ফেঁচাং মূল বিষয় থেকে উৎপন্ন আনুসঙ্গিক বাধাবিঘ্ন/ঝঞ্ঝাট
ফেঁপে ওঠা হঠাৎ বিত্তবান হওয়া; সমার্থক বাগধারা- ফুলে-ফেঁপে ওঠা
ফেউ পিছন ছাড়ে না এমন ব্যক্তি (তোর পিছনে ফেউ লেগেছে।)
ফেউ লাগা পিছনে লেগে থেকে উত্ত্যক্ত করা; বিরক্তিকরভাবে অনুসরণ করা; ব্যতিব্যস্ত করা
ফেকলু পার্টি কপর্দশূন্য
ফেচাং ফ্যাচাং দ্রষ্টব্য
ফেনানো ইনিয়ে বিনিয়ে কথা বাড়িয়ে তোলা; অতিরঞ্জিত করা
ফেরফার উল্টাপাল্টা, কৌশল (ফেরফার ছেড়ে আসল কথা বল।); সমার্থক বাগধারা- ছলাকলা, ঘোরপ্যাঁচ
ফেরাফিরি/ ফিরাফিরি বার বার পরিবর্তন; একটার পরিবর্তে আর একটার আদান-প্রদান
ফেরেফবাজ/ফেরেববাজ ধূর্ত, প্রবঞ্চক, (মহা ফেরেফবাজ ছেলে)
ফেরেফবাজি/ফেরেববাজি প্রবঞ্চনা, ফেরেববাজের কাজ, বৃত্তি বা আচরণ (কারো সাথে ফেরেফবাজি করো না।)
ফেরেশ্‌তা, ফিরিশ্‌তা১ আল্লাহর আজ্ঞাবহ সত্তা, দ্বর্গের দূত
ফেরেশ্‌তা, ফিরিশ্‌তা২ বার্তাবাহক
ফেলাছড়া/ফেলে ছড়িয়ে/ফ্যালাছড়া অপব্যবহার করে; ইতস্ততঃ নিক্ষেপ করে (বিয়ে বাড়ীতে ফেলাছড়া করে খাওয়া হয়।)
ফেলারাম নিঃস্বব্যক্তি
ফেলো কড়ি মাখো তেল- নগদ অর্থ, শ্রম ইত্যাদির বিনিময়ে দ্রব্য গ্রহণের আর্জি
ফোঁপর-দালাল ফপরদালাল-এর রূপভেদ
ফোঁস করা প্রতিবাদ করা
ফোড় গোণা সব বিষয়ে নজর রাখা; হিসাব করে চলা (আস্কে খায় তার ফোঁড় গোণে না-প্রবাদ)
ফোড়ন অন্যের কথার মধ্যে টিপ্পনী ; বিরূপ মন্তব্য, বিদ্রুপাত্মক বাক্য
ফোড়ন কাটা/দেওয়া১ অন্যের কথার মধ্যে অনাবশ্যক মন্তব্য করা (আমি যা বলেছি তার ওপর ফোড়ন দিতে যেও না।)
ফোড়ন কাটা/দেওয়া২ কথাবার্তার মধ্যে বিদ্রুপাত্মক মন্তব্য করা; খোঁচা দেওয়া (সে কথায় কথায় ফোড়ন কাটে।) সমার্থক বাগধারা- টিপ্পনী কাটা, পিড়িং মারা
ফোকলারাম দন্তহীন বুড়ো
ফোপর-দালালি অনর্থক মধ্যস্থতা; মাতব্বরি (তোমাকে ফোঁপর-দালালি করতে কেউ ডাকে নি।)
ফোস্কা পড়া (গায়ে) ঈর্ষায় কাতর হওয়া; গায়ে জ্বালা ধরা
ফ্যাঁকড়া আনুসঙ্গিক বাধা, ঝামেলা
ফ্যাঁকড়া তোলা ফ্যাসাদ, বাধা, ঝামেলা সৃষ্টি করা (একটা ফ্যাঁকড়া তুলে ঝগড়া বাঁধাতে চায়।)
ফ্যা ফ্যা করা১ অনর্থক ঘোরাঘুরি করা (চাকরির জন্যে এখানে সেখানে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে।)
ফ্যা ফ্যা করা১ নিস্কর্মাভাবে ঘোরাফেরা করা (সারাদিন কোথায় ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছো?)
ফ্যাকফ্যাক কান্তিহীন নিরস সাদা (সাদা রঙ ফ্যাক-ফ্যাক করছে।)
ফ্যাচফ্যাচ করা ক্রমাগত বকবক করা; বাজে বকা; বিরক্তিকর কথা বলা (কানের কাছে মেলা ফ্যাচফ্যাচ কোরো না।)
ফ্যাচাং১ ঝঞ্ঝাট; ঝামেলা (তোমায় বলে মহা ফ্যাচাং হল তো।)
ফ্যাচাং২ লেজুড় (আমার সাথে এক ফ্যাচাং আছে।)
ফ্যালফ্যাল করে চাওয়া বিহ্বল হতবুদ্ধিভাবে দেখা (ফ্যালফ্যাল করে কি দেখছো?)
ফ্যাশন১ রেওয়াজ, ঢং, ধরণ, পছন্দমত চালচলন, প্রচলন (এসব সেকালের ফ্যাশন।)
ফ্যাশন২ বাবুগিরি, শৌখিন রীতি (এইটুকু ছেলের অত ফ্যাশন ভালো নয়।)
ফ্ল্যাট১ চিৎপাত (বিছানায় ফ্ল্যাট হয়ে আরাম করছি।)
ফ্ল্যাট২ অতিক্লান্ত, বিধ্বস্ত (রাজনীতির লড়াইয়ে ক-দল একেবারে ফ্ল্যাট।)

সম্পাদনা

বাগধারা অর্থ
বইয়ের পোকা খুব পড়ুয়া; সমর্থক বাগধারা- কিতাব-কীট, গ্রন্থকীট
বউকাঁটকি দজ্জাল শাশুড়ি যে গঞ্জনা দিয়ে বউকে কষ্ট দেয় ('শাশুড়িমাগী বড় বউকাঁটকি'- আলালের ঘরের দুলাল)
বউভাত বাঙালি বিবাহ অনুষ্ঠানের একটি অঙ্গ; সমার্থক বাগধারা- পাকস্পর্শ
বউভেড়ুয়া চুড়ান্ত স্ত্রৈণ; বউয়ের আঁচলধরা
বংশলোচন বাঁশের মধ্যে উৎপন্ন কর্পূরের মতো সাদা দ্রব্যবিশেষ ('সববাঁশে বংশলোচন হয় না'- প্রবাদ)
বংশে বাতি দেওয়া১ মৃত পিতৃপুরুষদের আত্মার মঙ্গল কামনায় কার্তিক মাসের পিতৃপক্ষে আকাশপ্রদীপ জ্বালা
বংশে বাতি দেওয়া২ বংশধররূপে বংশ বাঁচিয়ে রাখা (রামবাবুর বংশে বাতি দিতে আর কেউ রইল না।)
বংশের বাতি বংশের নাম উজ্জ্বলকারী সন্তান)
বক দেখানো বকের গলা ও মুখের মত হাত বেঁকিয়ে বিদ্রুপ করা
বকধার্মিক বিদ্রুপে- ধর্মের ভান করে এমন ভেকধারী ব্যক্তি, মেকী ধার্মিক; সমার্থক বাগধারা- তিলককাটা বামুন, তুলসীবনের বাঘ, বাঘের গায়ে নামাবলী, বিড়ালের গলায় তুসলীমালা, বিড়ালতপস্বী, ভিজে বিড়াল ইত্যাদি
বকধ্যানং কপট ধ্যান, ধ্যানের ভাণ
বকবক করা অবিরাম কথা বলা, বিরক্তিকর বাচালতা করা (এইরে আবার বকবক করা শুরু হল, মাথা ধরার আগেই আমি পালাই।); সমার্থক বাগধারা- ক্যাসেট বাজা
বকবকানি ক্রমাগত বাজে কথা বলা; বাচালতা (এবার তোমার বকবকানি একটু থামাও।)
বকবৃত্তি কপট ধার্মিকতা
বকলম১ লিখতে অক্ষম এমন ব্যক্তির পরিবর্তে যে লেখে বা সই করে (প্রায় বকলমে কাজ চলে-দীনবন্ধু মিত্র)।
বকলম২ একের আড়ালে অন্যের স্বরূপ গোপন (তোমার বকলমে কাজ সারছি।)
বকাণ্ডপ্রত্যাশা মুখ্যঅর্থ- বককর্তৃক ষাঁড়ের দোদুল্যমান অণ্ড পাওয়ার প্রত্যাশা; গৌণ-অর্থ- দুর্লভবস্তু পাওয়ার নিস্ফল প্রত্যাশা; বৃথা আশা
বকেয়া বাকি গত দু'এক বছরের পাওনাবাবদ বাকি (তোমার বকেয়া বাকি হাজার টাকা।)
বক্রোক্তি শ্লেষপূর্ণ বা বিদ্রুপাত্মক বাক্য, টিটকারি, প্রচ্ছন্ন নিন্দাবাদ (এতে বক্তা এক অর্থে কথা বলে শ্রোতা অন্য অর্থে গ্রহণ করে); কাব্যালঙ্কারবিশেষ
বগলদাবা করা আত্মসাৎ করা; আয়ত্তে আনা; করতলগত করা (বইখানা বগলদাবা করেছে।)
বগল বাজানো আনন্দ, জয়োল্লাস প্রকাশ করা
বগলে পুঁথি ঘরময় খোঁজা আপনভোলা/ঢিলেঢালা লোক
বগা (বক) ব্যঙ্গার্থে বা তুচ্ছার্থে- নগণ্যলোক (কাগাবগা)
বঙ্কুবিহারী মুখ্যঅর্থ- শ্রীকৃষ্ণ; আলং- বাঁকাচরিত্রের লোক
বচনবাগীশ/সর্বস্ব কথার পণ্ডিত; সমার্থক বাগধারা- কথার ভটচাজ্জি; বাক্যনবাব; বাক্যবাগীশ; মুখসর্বস্ব কাঁঠাল
বছরকার দিন শুভদিন (বছরকার দিনে ছেলেটাকে মারলে?)
বজ্জাতের ধাড়ি দুষ্টের সর্দার- গালিবিশেষ; সমার্থক বাগধারা- নষ্টের গোড়া
বজ্র-আঁটুনি ফস্কা গেরো সতর্কতার ভিতর অসতর্কতা; নিয়মের বাঁধন যতই কড়া হোক-না-কেন, বাঁধন এড়ানোর সহজ পথ থাকে; সহজে খোলা যায় এমন
বজ্রাঘাত আকস্মিকভাবে প্রাপ্ত অতি আঘাত ('বিনা মেঘে বজ্রাঘাত'- প্রবাদ)
বজ্রাহত অপ্রত্যাশিত শোক বা আঘাত পেয়ে ব্যাকুল; প্রচণ্ড মানসিক আঘাতে বিমূঢ় (তোমার আচরণে আমি বজ্রাহত।)
বটতলার উপন্যাস/লেখক নিম্নমানের উপন্যাস/লেখক (বটতলার উপন্যাস আমই পড়ি না।)
বড় একটা খুব বেশি নয়, কদাচিৎ (তাকে আর বড় একটা দেখা যায় না।)
বড়কথা১ অতিশয়োক্তি, মূল্যবান কথা (বড় কথা হল তুমি থাকছো।)
বড়কথা২ অহঙ্কারপূর্ণ বা স্পর্ধাব্যঞ্জক উক্তি (ছোটোমুখে বড়কথা; 'যতবড় মুখ নয় ততবড় কথা'))
বড়কর্তা কর্তাদের মধ্যে কর্তা; সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী
বড়কুটুম কৌতুকে- শ্যালক, সম্বন্ধী
বড়গলা১ , উচ্চস্বর, চিৎকার (বড়গলায় বললেই মিথ্যা সত্য না।)
বড়গলা২ অহঙ্কার, গর্ব, বড়াই (বড়গলায় বলছি আমি সত্য কথা বলছি।)
বড়ঘর কুলীন/সম্ভ্রান্তবংশ, বড়লোক
বড়ঘাটে নৌকা বাঁধা বেশি লাভের প্রত্যাশী
বড় চাল বড়লোকের চালচলন
বড়ছেলে জ্যেষ্ঠপুত্র
বড়জোর খুব বেশি হলে; গণনায় যে সংখ্যা যে পরিমাণের ঊর্ধ্বে আর যা না (কাজ শেষ হতে আর বড়জোর সাতদিন লাগবে।)
বড়ঠাকুর স্বামীর জ্যেষ্ঠভ্রাতা
বড় তরফ বংশের বর্ষীয়ান পরিবার
বড় তামাক গাঁজা
বড়দিন যীশুখৃষ্টের জন্মদিন
বড়পেট অত্যন্ত পেটুক
বড়ফট্টাই বৃথা আত্মশ্লাঘা প্রকাশ
বড়বড়/বড়োবড়ো অনেক অর্থে দ্বিত্ব ("রাশিরাশি মিল করিয়াছ জড়ো,রচিতেছ বসি পুঁথি বড়োবড়ো,মাথার উপরে বাড়ি পড়োপড়ো তার খোঁজ রাখ কি'-রবীন্দ্রনাথ)
বড় বড় কথা লম্বাচওড়া কথা; স্পর্ধিত উক্তি
বড্‌বড়্/বড়বড়ানি/বড়বড়ানো অর্থহীনবচন; প্রলাপবাক্য; বিরক্তিকর অস্পষ্ট বাক্য উচ্চারণ
বড়বাবু অফিসের কোন বিভাগের কর্তা; হেড-কেরানী ('হেডঅফিসের বড়বাবু লোকটি বড় শান্ত'- সুকুমার রায়)
বড়মন উদার মনোভাবাপন্ন, মহৎব্যক্তি
বড়মাছের কাঁটাও ভালো মহৎলোকের তুচ্ছ কথাও মূল্যবান
বড়মানুষ১ উদার মনের মানুষ
বড়মানুষ১ বড়মনের মানুষ; বড়লোক
বড়মানুষ২ ধনী বা ঐশ্বর্যশালী ব্যক্তি
বড়মানুষি১ ধনীর মত আচরণ (বড়মানুষি চাল)
বড়মিঞা বয়স্কব্যক্তি সম্পর্কে সম্মানসূচক শব্দ
বড়মুখ অনেক উৎসাহ; আশা
বড়মুখ করে গর্ব/প্রত্যয়ের সাথে (বড় মুখ করে বলেছে আমায় চাকরি দেবে।)
বড়মুখ ছোট হওয়া অপমানিত হওয়া (কথা দিয়ে কথা রাখতে না পেরে বড় মুখ ছোট হয়েছে।)
বড়লাট খুব গন্যমান্য ব্যক্তি (তুমি এমন কোন বড়লাট নও।); সমার্থক বাগধারা- কেউকেটা
বড়লোক ধনী ব্যক্তি ('বড়লোকের ঢাক তৈরী গরীবলোকের চামড়ায়'-সুকান্ত)
বড়শি গাঁথা কায়দায়/বাগে পাওয়া ('দেখুক পাড়াপরশিতে, কেমন মাছ গেঁথেছি বড়শিতে...'-লঘুগীতি)
বড়সড় বৃহদায়তন (একটা বড়সড় আকারের লাঠি চাই।)
বড় হওয়া ধনী, প্রসিদ্ধ বা মহৎ হওয়া ('বড় যদি হতে চাও ছোট হও তবে'।)
বড়হাজারি ভারতে আগত সাহেবদের ভাষায় মধ্যাহ্নের ভরপেট আহার
বড়াইবুড়ি১ অতিবৃদ্ধ রমণী ('হাতে পায়ে কাঁপে বুড়ি কোথায় গেল বড়াই বুড়ি')
বড়াইবুড়ি২ বৃন্দাবনের বৃদ্ধা নারী যিনি রাধা-কৃষ্ণের মিলন ঘটিয়েছিলেন; সমার্থক বাগধারা- বৃন্দাদূতী
বড়ে টেপা১ গুটি চালা
বড়ে টেপা২ আগুপিছু ভেবে আগ্চারসর হওয়া; কৌশল প্রয়োগ করা; চাল চালা
বড়ে টেপা৩ অনুচরকে ইঙ্গিত করা
বড়ের চাল কৌশল প্রয়োগ
বত্রিশ দিনে মাস অলস অকর্মণ্য, দীর্ঘসূত্রিতা; সমার্থক বাগধারা- আটারো মাসে বছর
বত্রিশ নাড়ি ছেঁড়া ধন / বত্রিশ নাড়ির টান প্রিয় সন্তান
বত্রিশভাজা (সাড়ে) চানাচুর বা ডালমুটজাতীয় মুখরোচক পাঁচমিশেলি খাবার
বদলাবদলি পরস্পরের মধ্যে বিনিময়
বদের বাসা/বাষট্টি/হাঁড়ি চুড়ান্ত বদ (তুমি একটা বদের হাঁড়ি) সমার্থক বাগধারা- আস্ত শয়তান, শয়তানের হাঁড়ি
বদ্ধমূল দৃঢ়; বিচ্যুত করা যায় না এমন (বদ্ধমূল ধারণা)
বনগরু১ গয়ার; বিশ্বের বৃহত্তম গরু জাতীয় প্রাণী; এরা দক্ষিণ এবং দক্ষিণপূর্ব এশিয়ার স্থানীয় প্রজাতি।
বনগরু২ বুনোষাঁড়, বুনোমোষ; প্রচণ্ড রাগী গোঁয়ার প্রকৃতির লোক।
বনগরু৩ আকাটমুর্খ (ওঝার বেটা বনগরু)
বনভোজন প্রাকৃতিক পরিবেশে সংঘবদ্ধ আহার আর হৈ হুল্লোড় করা; সমার্থক বাগধারা- চড়ুইভাতি
বন্ধ্যানারীর পুত্রশোক অসম্ভব কথা
বন্ধ্যাসূত অসম্ভব বস্তু; সমার্থক বাগধারা- অশ্বডিম্ব, আঁটকুড়ির ব্যাটা, এঁড়ে গরুর দুধ, কাঠালের আমসত্ব, ঘোড়ার ডিম, পশ্চিমে সূর্যোদয়,ভস্মকীট, সোনার পাথরবাটি, সোনার হরিণ; সাপের পাঁচ-পা ইত্যাদি
বমভোলা১ ভোলানাথ, শিব
বমভোলা২ ভোলানাথের মতই উদাসীন/নির্লিপ্ত (সমস্যার মধ্যেও আমি বমভোলা।)
বয়ঃসন্ধি কৈশোর ও যৌবনের মিলনকাল
বয়স হওয়া সাবালক বা বৃদ্ধ হওয়া (বয়স হল অথচ বুদ্ধি গজালো না।)
বয়সের গাছ পাথর নাই অতিবৃদ্ধ, যার বয়সের হিসাব নাই
বয়সোচিত বিশেষ বয়সের পক্ষে মানানসই (বয়সোচিত আচরণ)
বয়ে যাওয়া কুসংসর্গে পড়ে চরিত্র নষ্ট হওয়া (অল্প বয়সেই ছেলেটা বয়ে গেছে।)
বরখেলাপ অন্যথা; বিপরীত/ বিরুদ্ধাচরণ (আমার কথার বরখেলাপ হবে না)
বরগা গোনা১ ছাদের দিকে চেয়ে বৃথা সময় নষ্ট করা
বরগা গোনা২ আশায় বৃথা প্রতীক্ষা করা
বরনারী উত্তমা নারী, শ্রেষ্ঠা নারী, সর্বগুণান্বিতা রমণী (শুন বরনারী)
বরন্তী এক কথায় প্রকাশ শব্দ; বিয়ের আগেই পতিকর্তব্য সম্পর্কে শিক্ষাপ্রাপ্তা নারী (অতি ঘরন্তী না পায় ঘর অতি বরন্তী না পায় বর-প্রবাদ)
বরপুত্র দেবতার অনুগৃহীত ব্যক্তি (লক্ষ্মী/সরস্বতীর বরপুত্র)
বরফট্টাই/বারফট্টাই অনর্থক গর্ব প্রদর্শন, বড়াই, বাগাড়ম্বর, বৃথা বা মিথ্যা অহঙ্কার
বরবর্ণিনী১ সুন্দরী ভার্যা
বরবর্ণিনী২ শ্রেষ্ঠা নারী
বর্বর পশুবৎ আচরণকারী
বরবাদ সম্পূর্ণ নষ্ট ব্যর্থ বা পণ্ড (তার অপদার্থতার জন্য পুরো কাজটাই বরবাদ হয়ে গেল।); সমার্থক বাগধারা- বানচাল
বরমাল্য১ বধূর বরকে প্রদেয় মালা
বরমাল্য২ বিজয়জ্ঞাপক মালা
বরাখুরে১ বরাহের ক্ষুরের ন্যায় যার পায়ের গড়ন, কু-লক্ষণাক্রান্ত- গালিবিশেষ (অসংখ্য গণ্ডমূর্খ-বরাখুরে মাইনে করা দলদাস চারিদিকে দাপিয়ে বেড়াচ্ছে।)
বরাঙ্গনা সুন্দরী শ্রেষ্ঠা নারী
বরাতজোর ভাগ্যের জোর, ভাগ্যের আনুকূল্য (নেহাত বরাতজোরে বেঁচে গেছি।)
বরাহতনয় শুয়োরের বাচ্চা- গালিবিশেষ (কথ্যভাষাকে সংস্কৃতরূপদান।)
বরের ঘরের পিসি কনের ঘরের মাসি১ দুপক্ষের প্রতি টান আছে এমন ব্যক্তি; যিনি উভয়পক্ষের স্বার্থ ও সম্মান বজায় রাখেন
বরের ঘরের পিসি কনের ঘরের মাসি২ বিবাদমান দুইপক্ষের সঙ্গে সদ্ভাব রেখে চলা ব্যক্তি
বর্ণচোরা কপট, দুমুখো, ভণ্ড, মোনাফেক
বর্ণচোরা আম১ পাকলেও বর্ণের পরিবর্তন হয় না এমন ফল।
বর্ণচোরা আম২ বাইরের চালচলন ও আকার দেখে যাকে চেনা যায় না বা যার বয়স বোঝা যায় না এমন সুপুরুষ
বর্ণচোরা আম২ নিজের আসল পরিচয় গোপন করে এমন ছদ্মবেশী (বর্ণচোরা আমেদের চেনা ভার।); সমার্থক বাগধারা- সুরৎ হারাম
বর্ণচোরা ঠাকুর শ্রীকৃষ্ণ ('বর্ণচোরা ঠাকুর এলো রসের নদীয়ায়'-নজরুল)
বর্ণনাপত্র লিখিত বিবরণ; বিবরণসংবলিত কাগজ বা দলিল
বর্ণপরিচয়১ অক্ষর পরিচয়, প্রাথমিক জ্ঞান
বর্ণপরিচয়২ বিষয়বিশেষের সূত্রপাত
বর্ণজ্ঞানহীন অক্ষরের সঙ্গে পরিচয় নেই এমন; নিরক্ষর
বর্ণবিদ্বেষ এক বর্ণ/জাতির অন্য বর্ণ/জাতির প্রতি ঘৃণা
বর্ণসঙ্কর অকুলীন, দো-আঁশলা, ভিন্ন বর্ণ/জাতির মাতাপিতা থেকে উৎপন্ন ব্যক্তি বা প্রাণী
বর্ণহিন্দু ব্রাহ্মণ কায়স্থাদি উচ্চবর্ণের হিন্দু
বর্ণাশ্রম ব্রহ্মচর্যাদি চতুরাশ্রম; ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র-এই চার বর্ণের শ্রেণিবিন্যাস
বর্ণে বর্ণে অক্ষরে অক্ষরে; পুরোপুরি (আজকাল বৃষ্টিবাদলের পূর্বাভাস বর্ণে বর্ণে মিলে যায়।)
বর্ষার ছাতি, ভটচায্যির পাঁতি (পুথি) অতি প্রয়োজনীয় জিনিস; তুলনীয়- অরুচির অম্বল, শীতের কম্বল
বলই-না-ছাই ছাইপাঁশ যে কথাই হোক-না-কেন বলেই ফেলো
বলদ আহম্মক, বুদ্ধিহীন- তিরস্কারবিশেষ
বলভরসা প্রায় সমার্থক যুগ্মশব্দ; সহায় ও সম্বল (তোমরাই এখন আমার বলভরসা।)
বলা-কওয়া/কহা১ একার্থক যুগ্মশব্দ; জ্ঞাপন, পূর্বস্থির (আগে থেকেই বলা-কওয়া আছে।)
বলা-কওয়া/কহা২ বিশেষভাবে বলা; আগের থেকে শিখানো পড়ানো (অনেক বলা-কওয়া করে তাকে রাজি করিয়েছি।)
বলাবলি১ আলাপ আলোচনা (আগে থেকে বিষয়টা সম্বন্ধে একটু বলাবলি করে নেওয়াই ভালো।); সমার্থক বাগধারা- কথোপকথন
বলাবলি২ পরস্পর কানাকানি বা মন্ত্রণা (ব্যাপারটা নিয়ে কিসব বলাবলি হচ্ছে?)
বলিদান মহৎ কাজে উৎসর্গ (আত্মবলিদান)
বলিদান (আত্ম) নিজেকে মহৎ কাজে উৎসর্গ ('পরের কারণে স্বার্থ দিয়ে বলি এজীবন মন সকলি দাও'-কামিনী রায়); সমার্থক বাগধারা-আত্মদান
বলিরেখা বৃদ্ধ বয়সের শিথিল চামড়ার কুঞ্চনজাত রেখা
বলির পাঁঠা পরের জন্য উৎসর্গীকৃত প্রাণ; শোচনীয় অবস্থায় পতিত; একজনের অন্যায়ের দায়ে অভিযুক্ত অন্য ব্যক্তি (আমাক্র বলির পাঁঠা করা হয়েছে।)
বলিয়ে কইয়ে বাকপটু, সুবক্তা, গুছিয়ে কথা বলতে পারে এমন চৌখশ ছেলে (ছেলেটা বেশ বলিয়ে কইয়ে।)
বলিহারি যাওয়া এত উৎকৃষ্ট যে বর্ণনা করতে গিয়ে হেরে যেতে হয় (ধন্যভায়া বলিহারি যাই তোমার বুদ্ধি।)
বলে আসা১ অনুমতি নিয়ে আসা (মাকে বলে আয়।)
বলে আসা২ সংবাদ দিয়ে আসা (খবরটা বলে আয় তো।)
বলে কয়ে বিশেষভাবে বলে এবং অনুরোধ করে (তাকে বলে-কয়ে রাজি করানো হয়েছে।)
বলে রাখা অনেক আগে থেকেই অনুমতি নেওয়া (আগেই বলে রেখেছি আমি ছুটি নেবো)
বল্লালী বালাই বল্লাল সেন প্রবর্তিত কৌলীন্য প্রথা
বশংবদ যে বলে, 'আমি বশ'; একান্ত অনুগত; সমার্থক বাগধারা- চামচা
বসন্তের কোকিল সুদিনের বন্ধু/সঙ্গী; সমার্থক বাগধারা- দুধের মাছি, ফুলের ভ্রমরা/ভোমরা, লক্ষ্মীর বরযাত্রী, শরতের শিশির, সুখের পায়রা ইত্যাদি
বসন্তের সখা কোকিল
বসতে পেলে শুতে চাওয়া একটু প্রশ্রয় পেলে আবদার বেড়ে যাওয়া
বসবাস স্থায়ীভাবে বাস (দেশের বাড়ীতে বর্তমানে কেউ বসবাস করে না।)
বসা১ সক্রিয় হওয়া; কাজ শুরু হওয়া ('হাট বসেছে শুক্রবারে বক্সীগঞ্জের পদ্মাপারে...'-রবীন্দ্রনাথ)
বসা২ খাপ খাওয়া; মাপসই হওয়া (জানালাটা ঠিক বসেছে।)
বসা৩ জমাট বাঁধা; জমে যাওয়া (বুকে সর্দি বসেছে।)
বসা৪ নিবিষ্ট হওয়া (পড়ায় মন বসেছে।)
বসা৫ হঠাৎ কোনো কিছু করা (মেরে বসেছে।)
বসিয়ে দেওয়া১ ছাঁটাই করা (চাকরি থেকে ওকে বসিয়ে দিয়েছে।)
বসিয়ে দেওয়া২ দমিয়ে দেওয়া, হতোদ্যম করা (নানা অজুহাত দেখিয়ে ওকে বসিয়ে দিও না।)
বসিয়ে দেওয়া৩ সর্বনাশ করা (ব্যবসায়ের লোকসান তাকে পথে বসিয়ে দিয়েছে।)
বসুকীট কৃপণ, ধনাকাঙ্ক্ষী
বসুধারা হিন্দুদের বিয়ে ইত্যাদি অনুষ্ঠানে দেওয়ালে আঁকা সিঁদুরবিন্দুসহ ঘিয়ের পাঁচ/সাতটি স্রোত
বসুধৈব কুটুম্বকম- উপনিষদ গোটা বিশ্বই আমাদের ঘর; জগতজোড়া আত্মীয়; সমগ্র মানবজাতি একটি পরিবার
বসুন্ধরা/বসুমতী/বসুমাতা পৃথিবী
বসে খাওয়া উপার্জন নেই তাই সঞ্চিত অর্থ ভেঙে খাওয়া
বসে থাকা১ অপেক্ষা/প্রতীক্ষা করা ('এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে. দেখা পেলেম ফাল্গুনে'-রবীন্দ্রনাথ)
বসে থাকা২ বেকার থাকা (শরীরের কারণে কিছুদিন বসে ছিলাম)
বসে পড়া১ উপবেশন করা
বসে পড়া২ নিবৃত্ত হওয়া, বিপন্ন হইয়া, হতাশ হওয়া ইত্যাদি (কাজটা না পেয়ে হতাশায় সে বসে পড়েছে।)
বসে বসে১ দীর্ঘক্ষণ অপেক্ষা/প্রতীক্ষা করে (বসে বসে পায়ে বাত ধরে গেল।)
বসে বসে২ নিষ্কর্মা থেকে বা কিছু না করে (স্রেফ বসে বসে বাপের অন্ন ধ্বংস করছি।)
বসে বসে লেজ নাড়া অলসভাবে সময় কাটানো (হাতে কোন কাজ নেই তাই বসে বসে লেজ নাড়ছি।)
বসে যাওয়া১ অবরুদ্ধ হওয়া (সর্দিতে গলাটা বসে গেছে।)
বসে যাওয়া২ ক্ষান্ত/নিবৃত্ত হওয়া (চোট লাগার ভয়ে খেলা ছেড়ে বসে গেছে।)
বসে যাওয়া৩ ঢুকে যাওয়া (কাদায় গাড়ীর চাকা বসে গেছে।)
বসে যাওয়া৪ নেবে যাওয়া (বৃষ্টির দরুণ ঘরের মেঝে বসে গেছে।)
বসে যাওয়া৫ শুস্ক বা রুগ্ন হওয়া; চুপসানো (কদিনের জ্বরে চোখ-মুখ বসে গেছে।)
বস্তাপচা অকেজো, অসার, নিরস, জীর্ণ পুরানো (বস্তাপচা তত্ত্ব আওড়িও না।)
বস্তুজগত জ়ড়/বাস্তব জগত
বস্তুনিষ্ঠ প্রকৃত অবস্থার প্রতি বিশ্বস্ততা
বহাল তবিয়ত/ বাহাল তবিয়ত খোশ মেজাজ; সুস্থ দেহ ও প্রফুল্ল মন (আমি বহাল তবিয়তে আছি।)
বহুদর্শী খুবই অভিজ্ঞ (বহুদর্শী লোকের কাছে মতামত নেবে।)
বহুবল্লভ/বল্লভা বহুরমণীর প্রিয়ব্যক্তি/ বহুপুরুষের প্রিয়রমণী
বহুভাগ্য অতিশয় প্রসন্ন অদৃষ্ট
বহুরূপী বর্ণচোরা ব্যক্তি যে একেক সময়ে একেক রূপ ধারণ করে; সমার্থক বাগধারা- গিরগিটি
বহ্বারম্ভে লঘুক্রিয়া আড়ম্বরের সাথে শুরু করা কাজের সামান্য পরিণতি
বাঁইবাঁই খুব জোরে ঘোরার ভাব (পাখাটা বাঁই বাঁই করে ঘুরছে।)
বাঁকা১ বক্র হওয়া ('শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা'- রবীন্দ্রনাথ)
বাঁকা২ অসম্মত হওয়া (বিয়ের কথা শুনে মেয়ে বেঁকে বসেছে।)
বাঁকা৩ ঘোরা (পথটা এখানে বেঁকে গেছে)
বাঁকা কথা কুটিল/প্যাঁচালো কথা
বাঁকাচক্ষু১ কু/মন্দদৃষ্টি; সমার্থক বাগধারা- বাঁকা নজর
বাঁকাচক্ষু ঈর্ষাপরায়ণ ব্যক্তি
বাঁকাচোরা বিভিন্ন দিকে বাঁকা; বাঁকা এবং অদৃশ্য (বাঁকাচোরা পথ); সমার্থক বাগধারা- আঁকাবাঁকা
বাঁকাচোরা পথ অলিগলি তস্য গলি
বাঁকা নজর বাঁকাচক্ষুর অনুরূপ
বাঁকাপথ ঘোরানো উপায়, কুটিল পথ (সহজে হবে না, বাঁকাপথে কাজ উদ্ধার করতে হবে।)
বাঁকাবুদ্ধি/মন কুটিল বুদ্ধি/মন (উকিলমাত্রই বাঁকাবুদ্ধির লোক হয়।)
বাঁকামুখে সরলকথা অবিশ্বাসযোগ্য কথাবার্তা
বাঁকিয়া/বেঁকে বসা অসম্মত হওয়া
বাঁচন-মরণ / মরণ-বাঁচন অস্তিত্ব রক্ষা (আমাদের বাঁচন-মরণ সবই তাঁর হাতে।)
বাঁচার মতো বাঁচা যোগ্য জীবন ধারণ করা
বাঁচোয়া বিপদ থেকে নিস্তার, রেহাই, রক্ষা ইত্যাদি (সময়মত তুমি এসে পড়েছো তাই বাঁচোয়া।)
বাঁজা/বাঁঝা বন্ধ্যা,যে মানুষ কোন কাজে আসে না
বাঁটকুল/ বাঁটুল খর্বকায় ব্যক্তি (বেঁটে বাটুল)
বাঁদর/বানর বাঁদরের মতো আচরণ বা স্বভাববিশিষ্ট (বাঁদর ছেলে)-তিরস্কার
বাঁদর/বানর নাচ১ দুর্ভোগ, নাজেহাল অবস্থা (বিশ্বসংসারে আমরা সকলে বাঁদর নাচ নাচছি।)
বাঁদর/বানর নাচ২ উসকানী দিয়ে উৎপাত করা বা তিতিবিরক্ত করা (প্রশাসন নানা আদেশ জারি করে জনগনকে বাঁদর নাচ নাচিয়ে ছাড়ছে।)
বাঁদুরে বুদ্ধি কুবুদ্ধি, নষ্টবুদ্ধি
বাঁধাগৎ মুখ্য- যে গতের পরিবর্তন নেই; আলং- বৈচিত্রহীন একঘেয়ে রুটিনমাফিক কাজকর্ম (বাঁধাগতে কাজ চলেছে।)
বাঁধাছাঁদা একার্থক যুগ্মশব্দ; ভালো করে বাঁধার কাজ; বাঁধা ও গোছগাছ (গাড়ি এসে গেছে, এখনও বাঁধাছাঁদা হয়নি?)
বাঁধা, ছাঁদা নিমন্ত্রিত ব্যক্তি ভোজনশেষে যে খাদ্যবস্তু কাপড়ে পুটুলি বেঁধে নিয়ে যায়
বাঁধা ধরা/বাঁধি একঘেয়ে; নির্দিষ্ট; নিয়মবদ্ধ (এখানে কোন বাঁধা ধরা নিয়ম নেই।)
বাঁধা, ধরা বাঁধা ধরার অনুরূপ
বাঁধাবুলি বরাবর এক বক্তব্য; যে কথা অপরিবর্তিতভাবে বারবার বলা হয় (আমার রচনাতে পল্লীপরিচয়ের যে অন্তরঙ্গতা আছে, কোনো বাঁধাবুলি দিয়ে তার সত্যতাকে উপেক্ষা করলে চলবে না'-রবীন্দ্রনাথ)
বাঁশ ডলা (বুকে) যন্ত্রণাদায়কভাবে পীড়ন করা
বাঁশ দেওয়া অসুবিধায় ফেলা, ক্ষতি করা, বাগড়া দেওয়া (অপরকে বাঁশ দিতে সবাই পারে।)
বাঁশবনে ডোম কানা অনেক উৎকৃষ্টের মাঝ থেকে একটা বেছে নিতে অপারগ বা দিশেহারা; অভিজ্ঞ ব্যক্তিও একপ্রকার দ্রব্যের গুণাগুণ নির্ণয়ে অসমর্থ হয়
বাঁশের চেয়ে কঞ্চি দড়/শক্ত১ ব্যঙ্গে- যে রোগা সেই লাফায় বেশি
বাঁশের চেয়ে কঞ্চি দড়/শক্ত২ আসল লোকের চেয়ে তার অনুচরের লাফানি বেশি
বাঁশের চেয়ে কঞ্চি দড়/শক্ত৩ বয়স্কর চেয়ে তারুণ্যের বিক্রম বেশি
বাঁ হাতের খেল/কাজ/ব্যাপার১ অতিসহজ কাজ; তুলনীয়- বাঁয়া হাতকা খেল- হিন্দী
বাঁ হাতের খেল/কাজ/ব্যাপার২ ঘুষগ্রহণ
বাইরে কোঁচার পত্তন ভিতরে ছুঁচোর কেত্তন বাইরে বাবুগিরি ঘরে অন্নাভাব
বাউণ্ডুলে অকর্মণ্য, ছন্নছাড়া (বাউণ্ডুলে হয়ে ঘুরে বেড়াচ্ছে।)
বাউলের গরু বাউলের গৃহিণী
বাওয়া ডিম যে ডিম থেকে বাচ্চা হয় না
বাকতাল্লা অশোভন বড়বড় কথা বা অসার দম্ভোক্তি (বেশি বাকতাল্লা মেরো না।)
বাকপটু কথা বলতে নিপুণ বা দক্ষ (ছেলেটি বেশ বাক্‌পটু।)
বাকপারুষ্য অপমানজনক উক্তি; কটূক্তি; রূঢ় কথা; কথা বলার কর্কশতা
বাকপ্রণালী কথা বলার রীতিনীতি
বাকপ্রপঞ্চ কথার হেঁয়ালি
বাক/বাগবিতণ্ডা কথা কাটাকাটি, প্রবল তর্কাতর্কি (অযথা বাকবিতণ্ডায় কাজ নেই।); সমার্থক বাগধারা- ঝগড়াঝাটি, ফইজত, বাদানুবাদ, বাদবিসম্বাদ ইত্যাদি
বাকরোধ কথা্ বলার শক্তি লোপ
বাকসর্বস্ব ব্যঙ্গার্থ- কথা বলতে ওস্তাদ কিন্তু কাজ করতে অক্ষম; অপদার্থ(বাকসর্বস্ব লোক মুখে মারিতং জগত।)
বাকসিদ্ধ যে ব্যক্তির উচ্চারিত কথামাত্রই সত্য হয়
বাকস্ফূর্তি কথা বার হওয়া (পাত্রপক্ষের দাবীর বহর শুনে কন্যাপক্ষের বাকস্ফূর্তি হচ্ছে না)
বাক্যনবাব/ বাক্যবাগীশ/ বাক্যবীর/ বাক্যের ডোঙা কথা বলাতে ওস্তাদ, বাচাল (কথায় কখনো ঘটেনি অভাব, যখনি বলেছি পেয়েছি জবাব, একবার ওগো বাক্য নবাব চলো দেখি কাথা শুনে;-রবীন্দ্রনাথ) সমার্থক বাগধারা-কথার নবাব, কথার ভটচাজ্জি ইত্যাদি
বাক্যবাণ তীক্ষ্ণ তীরের মত মর্মভেদী বচন; অত্যন্ত তীক্ষ্ণ কথা (তোমাকে বাক্যবাণে আমি জর্জরিত।)
বাক্যব্যয় কথা বা কোনোরূপ শব্দ উচ্চারণ (বিনা বাক্যব্যয়সব প্রস্তাব মেনে নিল।)
বাক্যালাপ আলাপ আলোচনা (উভয়পক্ষের মধ্যে বাক্যালাপ বন্ধ); সমার্থক বাগধারা- কথাবার্তা; কথোপকথন
বাগ্জাল কথার ফাঁদ (বাগ-জালে জড়িয়ে গিয়ে অন্যায় কাজটা করতে বাধ্য হলাম।)
বাগড়া ব্যাঘাত, প্রতিবন্ধক, বাধা (কাজে বাগড়া দিও না।)
বাগ্দত্তা নির্দিষ্ট কোনো পাত্রের সঙ্গে বিবাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এমন পাত্রী
বাগ্-বিতণ্ডা তর্কবিতর্ক; ঝগড়া (সভায় খুব বাগবিতণ্ডা হচ্...); সমার্থক বাগধারা- বাদ-বিতণ্ডা
বাগযুদ্ধ কথার যুদ্ধ, কথা-কাটাকাটি, তর্কাতর্কি (অনাবশ্যক কোন বাগ-যুদ্ধে জড়িও না।)
বাগাড়ম্বর বড় বড় কথা, ফাঁকা কথার ঘটা, বাকবিস্তার (বেশি বাগাড়ম্বর করো না।); সমার্থক বাগধারা- বাক্যের ঘটা, কথার ফুলঝুরি
বাগানো১ কৌশলে আত্মসাৎ করা (কীভাবে বইটা বাগালে?)
বাগানো২ জোগাড় করা; লাভ করা (একটা কাজ বাগিয়েছি।)
বাগানো৩ বিন্যাস করা (টেরিটা ভালোই বাগিয়েছো।)
বাগে পাওয়া আয়ত্বের মধ্যে পাওয়া, কায়দামাফিক পাওয়া (এবার তোমায় বাগে পেয়েছি।)
বাঘ বাঘের মতো প্রভাবশালী ব্যক্তি (বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়)
বাঘথাবা বিস্তৃত করতল
বাঘা-বাঘা প্রবল পরাক্রান্ত (এই মামলায় বাঘা বাঘা উকিল নিয়োগ করা হয়েছে।)
বাঘাহামা বড় বড় হামাগুড়ি; দুইহাতের করতল ও পদতলের উপর ভর করে হাঁটা
বাঘিনী উগ্রা ও দাপটপূর্ণা নারী, ভীষণাপ্রকৃতির নারী; তেজঃস্বিনী নারী (মেয়ে তো নয় যেন বাঘিনী।)
বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া শাসনের দাপটে সকল বিবাদ-বিসংবাদ দূরীভূত হয়ে শান্তি বিরাজ করা
বাঘে-গরুতে সম্পর্ক চিরশত্রুতা; সমার্থক বাগধারা- আদা-কাঁচকলায়, দা-কুমড়াসম্পর্ক, বুনো ওল-বাঘা তেঁতুলসম্পর্ক; সাপে-নেউলে সম্পর্ক ইত্যাদি
বাঘে ছুঁলে আঠারো ঘা বাঘসৃষ্ট এক ক্ষত থেকে একাদিক ক্ষত হয়; তার থেকে বিপজ্জনক ব্যাপারের সঙ্গে সামান্য সংস্রবও অত্যন্ত ক্ষতিকর; যে বিষয় ছুঁলে নানা ঝঞ্ঝাটে ও বিপদে পড়তে হয়
বাঘের আড়ি১ অত্যন্ত গুয়ার্তুমি; প্রবল জেদ
বাঘের আড়ি২ অত্যন্ত বলবান শত্রুর আক্রোশ যা অতি ভয়ানক
বাঘের আবার গোবধ দোষনীয় নয়; দুস্কৃতির পাপবোধ নেই
বাঘের গায়ে নামাবলী বিদ্রুপে- কপট/ভেকধারী ব্যক্তি, ভণ্ড/মেকী ধার্মিক; সমার্থক বাগধারা- তিলককাটা বামুন, তুলসীবনের বাঘ, বকধার্মিক, বিড়ালের গলায় তুলসীমালা, বিড়াল-তপস্বী, ভিজে বিড়াল ইত্যাদি
বাঘের ঘরে ঘোগের (বন্যকুকুর) বাসা ক্ষতিসাধনের উদ্দেশ্যে শক্তিশালী স্বজাতীর গৃহে গোপনে অবস্থান
বাঘের চক্ষুলজ্জা কপট লজ্জা; কপটব্যক্তির লজ্জা
বাঘের দুধ দুস্প্রাপ্য বস্তু (পয়সা থাকলে বাঘের দুধও কেনা যায়।)
বাঘের দৃষ্টি তীক্ষ্ণদৃষ্টি ('খাওয়াবে হাতির ভোগে, দেখবে বাঘের চোখে'- প্রবাদ)
বাঘের পাছায় ঘা নিজের দোষে সামান্য বিপদকে বড় করে তোলা
বাঘের পিছনে ফেউ লাগা পিছনে লেগে কাউকে উত্যক্ত করা
বাঘের পিঠে চড়া বিপজ্জনক কাজে জড়িয়ে পড়া যার থেকে রেহাই নেই
বাঘের বাচ্চা সাহসী ছেলে (বাঘের বাচ্চার মত সমানে লড়ে গেল।); সমার্থক বাগধারা- মরদের বাচ্চা
বাঘের মাসি১ বিড়াল; বিড়ালের মত আরামপ্রিয় ব্যক্তি
বাঘের মাসি২ নির্ভিক, ভয়শূন্য
বাঘের মাসি৩ কেউ আসতে দেরী করলে এই বাগধারা ব্যবহার করা হয় (এতক্ষণে বাঘের মাসি এলেন।); (গল্পে বলে বিড়াল বাঘের কাছ থেকে 'আসি' বলে চলে এসেছিল; আর যায় নি)
বাঙলা/বাংলা করে বলা/ বাংলায় বলা সোজা সরল ভাষায় বলা (কি বলতে চাইছো বুখ্রত পারছি না, একটু বাংলা করে বল।)
বাংলার পাঁচ গম্ভীর ব্যাজার মুখো (ভীষণ রেগে গিয়ে বাংলার পাঁচ হয়েছে।)
বাঙাল বিদ্রুপে- পূর্ববঙ্গবাসী (বাঙালের গোঁ)
বাঙালের গোঁ/গোঁসা মাত্রাতিরিক্ত জেদ/রাগ
বাচস্পতি বাক্পটু ব্যক্তি, বাগ্মী ব্যক্তি, বিদ্বান ব্যক্তি
বাচ্চা-কাচ্চা১ ছোটছোট ছেলেমেয়ে (মেলায় বাচ্চাকাচ্চাদের ভিড়); মার্থক শব্দ- কচিiকাচা, কাচ্চাবাচ্চা
বাচ্চা-কাচ্চা২ শিশু সন্তানসন্ততি (বাচ্চাকাচ্চা নিয়ে সুখেই আছি।);
বাছবিচার১ গুণ-দোষ, ন্যায়-অন্যায়, ভালমন্দের নির্বাচন/বিচার; (বিয়ের ব্যাপারে বাছ-বিচার করে সিদ্ধান্ত নেবে।)
বাছবিচার২ ছোঁয়াছুঁয়ি বিচার (বেড়াতে বেড়িয়ে অত বাছবিচার চলে না।)
বাছাবাছা বিশেষভাবে নির্বাচিত, সেরা (বাছাবাছা মাছ)
বাছাবাছি ভালমন্দ নির্ণয় করা (অত বাছাবাছি করার কি আছে?
বাছের বাছ উত্তমোত্তম, সর্বোৎকৃষ্ট
বাজখাঁই গলা অতিশয় উচ্চ ও কর্কশ কণ্ঠস্বর; স্পষ্ট উচ্চারণের অস্বাভাবিক চড়া গলা; চাপা গলার আস্বভাবিক সুর
বাজার১ অসহ্য হট্টগোল (আলোচনাসভায় বাজার বসেছে)
বাজার২ বাজারে কেনা তরিতরকারি, মাছ ইত্যাদি (বাজার এসেছে।)
বাজার৩ ক্রয়বিক্রয়; দরদাম (বাজার মন্দা) ,
বাজার গরম১ পণ্যদ্রব্যের চাহিদা/দাম চড়া, প্রচণ্ড কাটতি (এবারের ইলিশের বাজার খুব গরম।)
বাজার গরম২ উত্তেজনামূলক পরিস্থিতি
বাজার চড়া মূল্যবৃদ্ধি (শেয়ারবাজার খুব চড়া।)
বাজার বসা অসহ্য হট্টগোল হওয়া, হৈ চৈ শুরু হওয়া (পাশের ঘরে যেন বাজার বসে গেছে।)
বাজার নরম/মন্দা পণ্যদ্রব্যের দাম/চাহিদা কমা (বইয়ের বাজার খুব মন্দা।)
বাজারি মেয়েছেলে গণিকা; বারবনিতা;মন্দচরিত্রের নারী
বাজারে পড়তে পায় না বাজারে পণ্যটির গরম তেলেভাজার মত ব্যাপক চাহিদা
বাজারে বাজার বসে পণ্য সহজে বিক্রি করতে হলে বাজারে গিয়ে বসতে হয়
বাজারে যাচ্ছেন? না, বাজারে যাচ্ছি, ও আমি ভাবলাম বাজারে যাচ্ছেন দুই বধিরের বাক্যালাপ।
বাজি জীবলীলা; ভবের খেলা ('এবার বাজি ভোর হল, ও মন কী খেলা বল'- রামপ্রসাদ)
বাজিকর ভেলকিওয়ালা, যাদুকর
বাজিভোর খেলা শেষ; খেলার হারজিত হয়ে যাওয়া; মৃত্যু
বাজিমাত খেলায় বা কোন প্রতিযোগিতায় জয়; জয় পরাজয়ের নিস্পত্তি
বাজি মারা ঝুঁকি নিয়ে সাফল্য পাওয়া (এবার লটারীতে বাজি মেরেছি); সমার্থক বাগধারা- দাঁও ম্যারা
বাজিয়ে দেখা পরখ করা
বাজে আদায় নির্দিষ্ট বিষয় ব্যতীত অন্যান্য বিষয়ে অর্থ সংগ্রহ
বাজে কথা অপ্রাসঙ্গিক/অর্থহীন/অযৌক্তিক কথা
বাজে খরচ অনাবশ্যক খরচ যে খরচ না হলেও চলে
বাজে জমা নিজ জমার অতিরিক্ত জমা; সামান্য লাভ
বাজে জিনিস/মার্কা অকেজো/অপ্রয়োজনীয়/নিরেশ জিনিস; কোন কাজের নয় (বাজে মার্কা জিনিস গচাচ্ছো।)
বাজেলোক বাইরের সম্পর্কহীন লোক (বাজে লোকের পাল্লায় পরে ব্যবসাটা লাটে তুললো।)
বাঞ্ছাকল্পতরু১ সকল ইচ্ছা পূর্ণকারী স্বর্গীয় বৃক্ষ বিশেষ
বাঞ্ছাকল্পতরু২ সব অভীষ্ট পুরণকারী ব্যক্তি; সমার্থক বাগধারা- বাঞ্ছারাম
বাঞ্ছারাম মনোস্কামনা সিদ্ধকারী ব্যক্তি
বাট্‌পাড়/বাটপাড়ি ঠগ, প্রতারক লুটেরা; দস্যুপনা, রাহাজানি, লুটতরাজ ('চোরের উপর বাটপাড়ি'- প্রবাদ)
বাড় বাড়া স্পর্ধা দেখানো (বড্ড বাড় বেড়েছে, একে শায়েস্তা করতে হবে।)
বাড়ন্ত১ বৃদ্ধিশীল (বাড়ন্ত গড়ন)
বাড়ন্ত২ গুপ্তবাক্য- নিঃশেষিত (ঘরে চাল বাড়ন্ত-এর মর্মার্থ হল- ঘরে চাল নাই।); চাল লক্ষ্মীর দ্রব্য, তাই সংস্কারবশতঃ মালক্ষ্মীরা 'চাল নেই' বলেন না; বিপরীত অর্থে বাড়ন্ত বলেন।
বাড়ববহ্নি/বাড়বাগ্নি/বাড়বানল সমুদ্রগর্ভের অগ্নি ('আমি বসুধা বক্ষে আগ্নেয়াদ্রি বাড়ব বহ্নি কালানল...'-বিদ্রোহী- নজরুল)।
বাড়বাড়ন্ত সমার্থক যুগ্মশব্দ; অত্যন্ত শ্রীবৃদ্ধি (দলটার বাড়বাড়ন্ত দেখে ধাঁধা লাগে।)
বাড়া বাড়া ঔদ্ধত্য স্পর্ধা দেখানো; গ্রাহ্য না করা; সহ্যের সীমা অতিক্রম করা (বড় বাড় বেড়েছে; বেশি বাড় বেড়ো না ঝড়ে উড়ে যাবে।)
বাড়াবাড়ি সহচরশব্দ; প্রকোপ বৃদ্ধি (রোগের বাড়াবাড়ি)
বাড়াভাতে কুটুম্ব ভোগের সময় আত্মীয়, কাজের সময় নয়
বাড়াভাতে ছাই ফলপ্রাপ্তির মুখে বাধা/বাগড়া (বাড়াভাতে ছাই দিতে তুমি কে এলে?)
বাড়া ভাতে নেড়া গিন্নী কিছু না করে সিদ্ধকাজের সাফল্যের ভাগীদার নারী।
বাত মারা বিদ্রুপে- গালভরা কথা, বড়ো বড়ো কথা বলা (অনেক হয়েছে আর বাত মেরো না।)
বাতাস প্রভাব (বউটির বাতাস ভালো নয়।)
বাতাস কাড়া (পাল থেকে) চুপসে দেওয়া; দর্পচূর্ণ করা; প্রভাব খর্ব করা
বাতাস খাওয়া মুক্তবায়ু বা পাখার হাওয়া উপভোগ করা
বাতাস দেওয়া উত্তেজনা বাড়ানো, উত্তেজিত করা (ওদের গোলমালে আর বাতাস দিও না।); সমার্থক বাগধারা- ধূনা ছড়ানো
বাতাস লাগা বাতাসরূপী অপদেবতার প্রভাব পড়া (ছেলেটার বাতাস লেগেছে।)
বাতাসকে আঘাত করা নিস্ফল প্রচেষ্টা, যা হবার নয়
বাতাসী কৃশা ও লম্বা; তন্বী; ছিপছিপে গড়নের নারী
বাতাসে ওড়া প্রচণ্ড উৎফুল্ল হওয়া, অহংকারী হওয়া (লটারীতে টাকা পেয়ে রামা বাতাসে উড়ছে।)
বাতাসের সাথে ঝগড়া করা অকারণে বিবাদ করা
বাতেলা বড় বড় কথা (অনেক হয়েছে, বাতেলা এখন থামাও।)
বাদবাকি অবশিষ্ট যা পড়ে রয়েছে (বাদবাকি লোকজন একসাথে বসে পড়।)
বাদসাদ কিছু পরিমাণে বাদ (খরচখরচা বাদসাদ দিয়ে কত থাকল?); সমার্থক বাগধারা- অনুকারশব্দ; কাটছাঁট, ছাড়ছোড় ইত্যাদি
বাদ সাধা বিঘ্ন সৃষ্টি করা (তার কাজে আমি কেন বাদ সাধতে যাব?)
বাদবিসম্বাদ/বাদানুবাদ কথা কাটাকাটি, প্রবল তর্কাতর্কি (মিছামিছি বাদানুবাদ হচ্ছে।); সমার্থক বাগধারা- ঝগড়াঝাটি, বাকবিতণ্ডা ইত্যাদি
বাদুড়চোষা কোন জিনিস নীরস/ছিবড়া করে ফেলা (বাদুরচোষা তাল- প্রবাদ)
বাদুড়ঝোলা বাদুড়ের মতো ঝুলন্ত অবস্থাযুক্ত (ট্রামে, বাসে বাদুড়ঝোলা হয়ে যাওয়া আসা করি।)
বাদুড়ের মত অন্ধ কোন কিছু স্পষ্ট দেখতে না পাওয়া
বাধানিষেধ/ বাধাবিঘ্ন একার্থবোধক যুগ্মশব্দ; নানারকমের অন্তরায়; আপত্তি; মানা (কোন বাধানিষেধ মানবো না।)
বাধাবিপত্তি একার্থবোধক যুগ্মশব্দ; নানা ঝুট-ঝঞ্ঝাট/ঝামেলা, নানা দুঃখ দুর্দশা, সমার্কথক বাগধারা- আপদ-বিপদ, ঝড়ঝাপটা
বাধোবাধো কুণ্ঠাযুক্ত (কথাটা বলতে একটু বাধোবাধো ঠেকছে।)
বানচাল সম্পূর্ণ নষ্ট, পণ্ড (ঝড়ে সমস্ত পরিকল্পনাটাই বানচাল হয়ে গেল।); সমার্থক বাগধারা- ওলটপালট ইত্যাদি
বানপ্রস্থ প্রৌঢ় বয়সে সংসারধর্ম ত্যাগ করে তৃতীয় আশ্রম বনে গিয়ে ঈশ্বরচিন্তায় অবশিষ্ট জীবনযাপন করা
বানর / বানরমুখো কদাকার দর্শন ব্যক্তি- গালিবিশেষ
বানরকে কলা দেখানো লোভ দেখিয়ে কার্যোদ্ধারের চেষ্টা
বানরনাচ বানরের নাচের মত উৎকট নাচ; নাজেহাল অবস্থা; দুর্ভোগ (সংসারসকললে বানর নাচ নাচাচ্ছে।
বানরের গলায় মুক্তার হার // বানরের ভূষণ অযোগ্যের হাতে মূল্যবান জিনিষ, কালোব্যক্তির সুন্দরী বৌ; যে যে জিনিসের মূল্য বোঝে না তাকে সেই জিনিস দান; সমতুল্য বাগধারা- ছুঁচোর গলায় চন্দ্রহার
বানরের সম্পত্তি গালে যে অর্জিত আয় সব খেয়ে ফেলে সঞ্চয় করে না।
বানিয়া মন্দার্থে- প্রবল ব্যবসায়ীবুদ্ধিসম্পন্ন লোক, লাভ লোকসান সম্পর্কে মাত্রাতিরিক্ত সতর্কলোক (ব্যাটা একনম্বর বানিয়া।)
বানুরে বুদ্ধি কুবুদ্ধি/দুর্বুদ্ধি; বুদ্ধিদোষে নিজের কাজে নিজেকে বিপন্ন করা (বানুরে বুদ্ধি খুব আছে।)
বানের জলে ভেসে আসা১ অযাচিতপ্রাপ্তি
বানের জলে ভেসে আসা২ অবজ্ঞার পাত্র (আমরা কেউ বানের জলে ভেসে আসিনি। যে দূর দূর করবে।)
বানের জলে ভেসে যাওয়া অসহায়/নিরাশ্রয় হওয়া; বয়ে যাওয়া; বিনাশের পথে যাওয়া; সর্বশান্ত হওয়া (একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে সংসারটা বানের জলে ভেসে গেছে।)
বান্দা১ অনুগত বা অধীনব্যক্তি (সারাজীবন তোমার বান্দা হয়ে থাকব।)
বান্দা২ বিদ্রুপে/কৌতুকে- সোজা সরলব্যক্তি (আমাকে তেমন বান্দা পাওনি যা বলবে তাই করবো।)
বাপকেলে পৈত্রিক; পিতার আমলের (বাপকেলে সম্পত্তি)
বাপ খেদানো মায়ে তাড়ানো ছেলে সম্পূর্ণ অনাদৃত ছেলে
বাপ-চোদ্দপুরুষ তোলা তোলা বাপ, পিতামহ, প্রপিতামহ ইত্যাদি পূর্বপুরুষ নাম করে গালিগালাজ করা (কিছু না পেলেই বাপ-চোদ্দপুরুষ তুলে গালি দেয়।)
বাপ-ঠাকুর ব্রাহ্মণের প্রতি সম্ভ্রমসূচক সম্বোধন
বাপ-ঠাকুরদার আমল / বাপ-দাদার আমল অনেকদিন আগে, প্রাচীনকালে (ধুতিপাঞ্জাবি বাপ-দাদার আমলের পোষাক)
বাপ তোলা বাপের নাম করে গালিগালাজ করা (কিছু না পেলেই বাপ তুলে গালি দেয়।); সমার্থক বাগধারা- চোদ্দ পুরুষ তোলা, বাপ-বাপান্ত করা
বাপ বলা একান্ত নতিস্বীকার করা; বশ্যতা স্বীকার করে নেওয়া (দেবে-না কি? বাপ বাপ বলে দেবে)
বাপ-বাপান্ত কারও বাপের নাম করে গালিগালাজ
বাপ মা তোলা কারো বাবা মার উল্লেখ করে গালি দেওয়া
বাপ-মা মরা দায় বিশেষ দায়; যে বিপদে হীনতা স্বীকার করতে হয় (এই কাজ করা আমার বাপ-মা মরা দায় নয়।)
বাপকা বেটা যোগ্য পিতার যোগ্য পুত্র ('বাপকা বেটা সিপাইকা ঘোড়া কুচ নেহি তো থোড়া থোড়া'- প্রবাদ)
বাপরে বাপ/ বাবারে বাবা আর্তনাদ; ভয়, বিস্ময়, দুঃখ ইত্যাদি ভাব (বাপরে বাপ, কী বিরাট সাপ।)
বাপান্ত কারো বাপের নরকের ব্যবস্থা করা; গালিবিশেষ করা; কারো চোদ্দপুরুষের নাম করে গালিগালাজ করা; কাউকে 'গুখেকোর বাটা' বললে তার বাপান্ত করা হয়; ('উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে'- রবীন্দ্রনাথ)
বাপের কালে/জন্মে/বয়সে কখনও; কোনকালে, কোনদিন; নিজের জন্মেতো নয়ই এমনকি আগের কালও নয় (এমন কথা বাপের জন্মে শুনিনি।)
বাপের বিয়ে দেওয়া মায়ের মৃত্যু কামনা করে গালি দেওয়া
বাপের বেটা/ব্যাটা যোগ্য বাপের যোগ্য ছেলে; সাহসী ছেলে (বাপের ব্যাটার মত একাই এগিয়ে গেল।)
বাপের সাধ্য নেই নিজের সাধ্যের বাইরে, তাই বাপের সাধ্যের উল্লেখ (বাপের সাধ্য নেই যে কেউ তাকে নিবৃত্ত করে।)
বাপেরও বাপ আছে কেউ অজেয় নয়, ঠাণ্ডা করার লোক আছে
বাবাজীকি বাবাজী, তরকারীকি তরকারী টিকি মত বোঁটা থাকায় বেগুন সব্জীও আবার বৈষ্ণববাবাজী হয়
বাবুমশাই সম্ভ্রমসূচক সম্বোধন ('বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে মাঝিরে কন, বলতে পারিস সূর্যি কেন ওঠে?'-সুকুমার রায়)
বাবু হয়ে বসা হাঁটু মুড়ে পায়ের উপর পা তুলে আসনপিড়ি হয়ে বসা (বাবু হয়ে আসনে বস।)
বামণ গেল ঘর তো লাঙল তুলে ধর মালিক না থাকলে বেতনভোগী কর্মচারীরা কাজে ফাঁকি দেয়।
বামণাই ব্রাহ্মণত্বের গর্ব, বড়াই (শূন্যভট্টাচার্যের বামনাইগিরি দেখে লোকে হাসে।)
বামণের গরু১ যে গরু খায় অল্প কিন্তু দুধ দেয় বেশি; (বা্মণের গরু খায় অল্প, নাদে বেশি, দুধ দেয় কলসি কলসি
বামণের গরু২ যে ব্যক্তি/বস্তুর কাছ থেকে অতি অল্প ব্যয়ে প্রচুর কাজ পাওয়া যায়।
বামন (বেঁটেলোক) হয়ে চাঁদে হাত অযোগ্যের বিরাট কিছু করার চেষ্টা; যোগ্যতার অতীত আশা; অসম্ভব বস্তু লাভের বৃথা চেষ্টা। তুলনীয়- তেলাপোকার পাখি হওয়া
বামপক্ষ আইনসভায় স্পীকারের বামদিকে উপস্থিত সভাসদবৃন্দ; বিরোধীপক্ষ।
বামপন্থা রাজনীতিতে প্রগতিবাদী মতবিশেষ
বামাচার১ তন্ত্রমতে শ্রেষ্ঠ আচার
বামাচার২ বেদবিরুদ্ধ আচার
বামাল অপহৃত দ্রব্য (বামাল এতক্ষণে পাচার হয়ে গেছে।)
বামণ/বামুন ঠাকুর১ পুরোহিত ব্রাহ্মণ
বামণ/বামুন ঠাকুর২ পাচক ব্রাহ্মণ (এই অর্থে শুধু ঠাকূরও বলে।
বামণ/বামুন ঠাকুরণ ব্রাহ্মণী ঠাকুরাণি
বামণ/বামুন দাদা/দিদি/মা হিন্দু অন্য তিন নিম্নবর্ণের গ্রাম্যসম্পর্কে দাদা, দিদি ও মা
বায়নাক্কা১ আমূল বৃত্তান্ত; খুঁটিনাটি বিষয়; বিস্তারিত বিবরণ (বিয়েবাড়ির ভুরিভোজের বহুৎ বায়নাক্কা।)
বায়নাক্কা২ টালবাহানা (বায়নাক্কা করেই সময়টা কাটিয়ে দিল।)
বায়ুপরিবর্তন স্বাস্থ্য উদ্ধারের জন্য একস্থান থেকে অন্যস্থানে গমন
বায়ুরোগ উন্মাদ রোগ; ক্ষিপ্ততা/পাগলামি রোগ
বারফটকা ঘরে পত্নী থাকতেও যে পুরুষ পতিতালয়ে যায় বা পরস্ত্রীর প্রতি আসক্ত; সমার্থক বাগধারা- বারমুখো
বারফট্টাই ফুটানি, বৃথা আস্ফালন, মৌখিক বড়াই; মিথ্যা জাঁক (বারফট্টাই করা থামাও); সমার্থক বাগধারা- বরফট্টাই
বারবণিতা/বধু/বারাঙ্গনা গণিকা, বেশ্যা
বারবেলা দিনের যে অংশে যাত্রা/শুভকাজ নিষিদ্ধ (বৃহস্পতিবারের বারবেলা)
বারমুখো ঘরে পত্নী থাকতেও যে পুরুষ পতিতালয়ে যায়; সমার্থক বাগধারা- বারফটকা
বার সতেরো এট, ওটা সেটা করে নানারকম খুঁটিনাটি
বারোটা বাজা১ কৌতুকে- উচ্ছন্নে যাওয়া (তোমার বারোটা বাজতে আর বেশি দেরী নেই।)
বারোটা বাজা২ কৌতুকে- বিকল হওয়া, বিগড়ে যাওয়া (টিভিটার বারোটা বেজেছে।); সমার্থক বাগধারা- দফারফা
বারোভাতারি চরিত্রহীনা, পতিতা নারী- গালিবিশেষ
বারোভূত১ চোর বদমাইশ দুস্কৃতির দল (খালি বাড়ীটার চৌকাঠ পর্যন্ত বারোভূতে নিয়ে গেছে।)
বারোভূত২ নানা অবাঞ্ছিত লোক (দেশটা বারোভূতে লুটেপুটে খাচ্ছে।)
বারোভূত২ সম্পর্কহীন আত্মীয়ের দল (নিঃসন্তান বুড়োর সম্পত্তি বারোভূতে খাবে।)
বারোভূতের কারবার চরম বিশৃঙ্খলা (এই বারোভূতের কারবারের মধ্যে আমি নেই।)
বারোমাস/বারোমাস ত্রিশদিন নিত্য, প্রতিদিন, সর্বদা, সর্বক্ষণ,সারা বছর ধরে (আমি বারোমাস উপস্থিত থাকি কোন অন্যথা হয় না।)
বারোমাসে তেরোপার্বণ উৎসব লেগেই আছে এমন অবস্থা; পার্বণের আধিক্য
বারোমেসে বৎসরের সকল সময়েই জন্মে এমন ফসল (বারোমেসে বেগুন)
বারোয়ারী অনেক লোকের সহযোগিতায় অনুষ্ঠিত (বারোয়ারী পূজা)
বারোহাত কাঁকুড়ের তেরোহাত বীচি/ রোহাত কাপড়ের তেরোহাত দশী/

বারোহাত পুকুরে তেরোহাত মাছ১

ব্যঙ্গার্থে- মাত্রাতিরিক্ত দীর্ঘ
বারোহাত কাঁকুড়ের তেরোহাত বীচি/

বারোহাত কাপড়ের তেরোহাত দশী/ বারোহাতপুকুরে তেরোহাত মাছ২

ব্যঙ্গার্থে- কাজ থেকে আড়ম্বর বেশি
বারোহাত কাঁকুড়ের তেরোহাত বীচি/

বারোহাত কাপড়ের তেরোহাত দশী/ বারোহাত পুকুরে তেরোহাত মাছ৩

ব্যঙ্গার্থে- মুখ্য বিষয় ছেড়ে গৌণ বিষয় নিয়ে বাড়াবাড়ি
বারোর মধ্যে তেরো অস্বাভাবিকভাবে বেশি
বালক অর্বাচীন/অনভিজ্ঞ ব্যক্তি (তুমি এখনো বালক আছ।)
বালখিল্য নিতান্ত শিশু (মেলায় বালখিল্যরা ভিড় করেছে।)
বালবাচ্চা ছেলেপুলে; সন্তানসন্ততি (বালবাচ্চা নিয়ে সুখের সংসার।)
বালাই বিদ্রুপে- আপদ, উৎপাত, ঝামেলা, বাধা, বিঘ্ন (এ বালাই বিদায় হলে বাঁচি।)
বালাই নিয়ে মরা প্রিয়জনের বিপদ নিজে বহন করে মারা যাওয়া
বালাই ষাট আগে বলা অমঙ্গলজনক বাক্যের খণ্ডনসূচক উক্তি
বালিহীন বালিয়াড়ী অলীক/কষ্ট কল্পনা; অসম্ভব ব্যাপার, যা হবার নয়; সমার্থক বাগধারা- জলহীন জলাশয়
বালির বাঁধ ক্ষণস্থায়ী/ভঙ্গুর প্রতিরোধ ব্যবস্থা ('বড়র পীরিতি বালির বাঁধ'- রায় গুণাকর ভারতচন্দ্র)
বাসরঘরে বিড়াল মারা স্ত্রীর কাছে শক্তিশালী প্রমাণ করার পক্ষে স্বামীর উদ্যোগ; সম্ভাব্যসঙ্কট অঙ্কুরেই বিনষ্ট করার কৌশল
বাসরজাগানি বাসরে রাত্রি জাগরণের বাবদ বরপক্ষের কাছ থেকে কন্যাপক্ষের প্রাপ্য অর্থাদি
বাসাবাড়ি সাময়িক বাসের জন্য ভাড়াটে বাড়ি (কোলকাতায় একটা বাসাবাড়ি নিয়েছি)
বাস্তুঘুঘু অতি দুষ্ট ও ধূর্ত লোক; গৃহে স্থায়ীভাবে আশ্রয় নেওয়া সংসারের ক্ষতিকারী ধূর্তলোক (সরকারী দপ্তর একটা বাস্তুঘুঘুর বাসা।)
বাস্তুভিটা যে ভূমিখণ্ডের উপর পুরুষানুক্রমে বাসগৃহ স্থাপিত (বাস্তুভিটা ছেড়ে কোথাও যাব না।); সমার্থক বাগধারা- ভিটেমাটি
বাহন বিদ্রুপে- অনুচর (আজ বাহন সঙ্গে নেই কেন?)
বাহাত্তুরিয়া/বাহাত্তুরে বলবুদ্ধিহীন অকর্মণ্য বয়োবৃদ্ধ (বাহাত্তুরে বুড়ো); সমার্থক বাগধারা- ভীমরতি
বাহাত্তুরে দশা/ধরা বার্ধক্যের কারণে কাণ্ডজ্ঞানহীন হওয়া, বুদ্ধিলোপ হওয়া; সমার্থক বাগধারা- ভীমরতিগ্রস্ত হওয়া; তুলনীয়- চল্লিশে চোখে চালশে ধরা
বিঁধিয়ে বিঁধিয়ে কথা বলা অন্যের মনে ঘা দিয়ে বাঁকা বাঁকা কথা বলা (তুমি বেশ বিঁধিয়ে বিঁধিয়ে কথা বলতে ওস্তাদ।)
বিকারীরোগীর জলপান যার বাসনার শেষ নেই
বিক্রমপুর বিক্রয়স্থল
বিক্রমপুর পাঠানো কোন জিনিস বিক্রয় বা নষ্ট করা (পুরানো গাড়ী বিক্রমপুরে পাঠিয়েছি।); তূলনীয়- নিশ্চিন্তপুর যাওয়া
বিগলিত চিত্তে আবেগে/ভাবে গদগদ হয়ে
বিচারে এড়া, আচারে বাড়া যুক্তিরহিত আচারসর্বস্বতা
বিচিবিচি কঠিনভাবার্থে দ্বিত্ব; বিচির মত কঠিন
বিচিকিচ্চি সবরকম চিকিৎসার বাইরে (সং- বিচিকিৎস্য-এর বাংলা অপভ্রংশ)
বিচুটির জ্বালা তীব্র যন্ত্রণা
বিচ্ছু অতিশয় ধূর্ত ও অনিষ্টকারী ব্যক্তি
বিছার কামড়ের জ্বালা অনুতাপ, তীব্র মর্মদাহ
বিটকাল/বিটকেল উৎকট আকারবিশিষ্ট, কুৎসিত, কদাকার, কিম্ভূতকিমাকার, বিশ্রী (বিটকেল চেহারা, বিটকেল গন্ধ); সমার্থক বাগধারা- বিতিকিচ্ছিরি
বিড়বিড় করা অস্পষ্ট উচ্চারণে আপনমনে কথা বলা (ঘুমের মধ্যে বিড়বিড় করে কি বলছো?)
বিড়াল ডাকা বিদ্রুপাত্মক ধ্বনি দেওয়া (পিছন থেকে বিড়াল ডাকছে); তুলনীয়- আওয়াজ দেওয়া।
বিড়ালতপস্বী বিদ্রুপে- কপট/ভেকধারী ব্যক্তি, ভণ্ড/মেকী ধার্মিক, সাধুর ছদ্মবেশে শয়তান; অসৎ কর্মে রত ব্যক্তি নীতিকথা শোনায় এমন (হিতোপদেশের গল্পের নীতি অবলম্বনে); সমার্থক বাগধারা- তিলককাটা বামুন, তুলসীবনের বাঘ, বকধার্মিক,বাঘের গায়ে নামাবলী, ভিজে বিড়াল ইত্যাদি
বিড়াল থলির বাইরে গোপন তথ্য ফাঁস।
বিড়াল বৈরাগ্য ক্ষণস্থায়ী বাসনা।
বিড়াল লাড়ালাড়ি বিড়াল যেমন নানাস্থানে সরিয়ে বাচ্চাদের গোপন করে রাখে সেইরকম একাশিকবার স্থানান্তরকরণ।
বিড়ালাক্ষি কটা চোখের স্ত্রীলোক।
বিড়ালের আড়াই পা ক্ষণকালের মধ্যে রাগ/প্রতিজ্ঞা/মান-অপমানবোধ বিস্মরণ, বেহায়াপনা; স্বভাব দোষ; সমার্থক বাগধারা- কুকুরের আড়াই পাক, গাধার জল খাওয়া, শিয়ালের রা ইত্যাদি
বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা কোনো প্রয়োজনীয় কিন্তু বিপজ্জনক কাজের ঝুঁকি নেওয়া; সমার্থক বাগধারা- ম্যাও ধরা
বিড়ালের গলায় তুলসীমালা তুলনীয়- বিড়ালতপস্বী
বিড়ালের পেচ্ছাবে আছাড় খাওয়া বিশ্রিভাবে বিপদগ্রস্ত হওয়া
বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া বিনাপ্রচেষ্টায় ভাগ্যক্রমে ঈপ্সিত সুযোগ মেলা (এই সুযোগ হেলায় ছেড়ো না; বিড়ালের ভাগ্যে সবদিন কিন্তু ধিলে ছেঁড়া না।)
বিতিকিচ্চি/বিতিকিচ্ছি/বিতিকিচ্ছিরি অস্বস্তিকর, উৎকট আকারবিশিষ্ট, কিম্ভূতকিমাকার, বিশ্রী (বিতিকিচ্ছিরি ব্যাপার); সমার্থক বাগধারা- বিটকেল
বিদুরের ক্ষুদ/ক্ষুদকুঁড়া/শাকান্ন১ গরীবের ডাল-ভাত; গরীবের সামান্য উপহার
বিদুরের ক্ষুদকুঁড়া/শাকান্ন২ অশ্রদ্ধাপ্রদত্ত শ্রেষ্ট আহার থেকে শ্রদ্ধামিশ্রিত প্রদত্ত নিকৃষ্ট আহার বেশি উপাদেয়
বিদ্যাদিগ্‌গজ বিদ্রুপে-আকাট/মহামূর্খ; সমার্থক বাগধারা- দিগ্‌গজ, হস্তীমূর্খ
বিদ্যা ফলানো বিদ্যা জাহির করা (এখানে বিদ্যা ফলাতে হবে না।)
বিদ্যাবণিক বেতনভোগী অধ্যাপক
বিদ্যায় বৃহস্পতি বিদ্রুপে- অল্পজ্ঞানী
বিদ্যার জাহাজ প্রশংসায়- অতিশয় পণ্ডিত; বিদ্রুপে-মহামূর্খ
বিদ্যাশূন্য / বিদ্যাসুন্দর ভট্টাচার্য বিদ্রুপে- অশিক্ষিত ব্রাহ্মণ; তুলনায়- 'না পড়ে পণ্ডিত'
বিদ্যুৎগতি অতি দ্রুতগতি (বিদ্যুৎগতিতে ট্রেনটা চলছে); সমার্থক বাগধারা- রকেটগতি, তড়িৎগতি
বিধবার একাদশী যে কাজ করলে প্রশংসা নেই, না করলে নিন্দা আছে
বিধি১ সৃষ্টিকর্তা ব্রহ্ম
বিধি২ ঈশ্বর; আল্লাহ; বিধানকর্তা
বিধিনিষেধ নিয়মের বন্ধন; নিয়মকানুন; নিয়মের শৃঙ্খল
বিধি প্রসন্ন ভাগ্যদেবতা তুষ্ট
বিধিবদ্ধ শাস্ত্রদ্বারা নির্মিত; ব্যবস্থাপিত
বিধি বাম বিধাতা অপ্রসন্ন
বিধির বিড়ম্বনা . ভাগ্যের ছলনা
বিধিলিপি/ বিধির নির্বন্ধ / বিধির বিধান ভাগ্যের লিখন (বিধিলিপি কে খণ্ডাতে পারে?); সমার্থক বাগধারা- অদৃষ্টলিপি, বিধিলিপি
বিধির বিপাক দৈবদুর্ঘটনা
বিধুমুখী সুন্দরী
বিনা বাক্যব্যয়ে কোনো কথা না বলে (গুরুর কথা বিনা বাক্যব্যয়ে বেদবাক্য মানা হয়।)
বিনামেঘে বজ্রপাত আকস্মিক বিপদ/দুঃসংবাদ
বিনামেঘে বর্ষণ/বৃষ্টিপাত অপ্রত্যাশিত লাভ
বিনাশকালে বুদ্ধিনাশ বৃদ্ধবয়সে হতবুদ্ধি
বিনাশকালে হরিনাম অসময়ে ঈশ্বরের দয়ার উপর নির্ভরতা; বিপদে পড়লে সাহায্যের জন্য আকুতি- ত্রাহি মধুদূদন
বিন্দুবিসর্গ/বিন্দুমাত্র অতি সামান্যপরিমাণ আভাস; কিছুমাত্র, সামান্যতম পরিমাণ; (আমি এই ব্যাপারে বিন্দুবিসর্গ জানি না।)
বিন্দুতে সিন্ধুজ্ঞান সামান্যকে বিশাল বলে কল্পনা
বিন্দেদূতী গুপ্তপ্রেমের দূতী, যে লুকিয়ে চিঠি চালাচালি করে; (উৎসকাহিনী- বৃন্দা নামক দূতী রাধা ও কৃষ্ণের মধ্যে খবর চালাচালি করত।);পাঠান্তর-বৃন্দেদUূতী
বিপদআপদ ঝুট-ঝঞ্ঝাট/ঝামেলা, দুঃখ দুর্দশা, বাধাবিপত্তি (বিপদআপদে মানুষের পাশে দাঁড়ানো উচিত); সমার্থক বাগধারা- আপদ-বালাই, ঝড়ঝাপটা
বিপদকালে বুদ্ধিনাশ সঙ্কটে দিশেহারা
বিপদকালে হরিনাম সঙ্কটে ঈশ্বরের দয়ার উপর নির্ভরশীলতা
বিবিয়ানা ইউরোপীয় নারীর অনুকরণে বিলাসিতা
বিবিজান প্রেয়সী নারী; বধুর প্রতি প্রিয় সম্ভাষণ ('বিবিজান চলে যান লবেজান করে'- ঈশ্বর গুপ্ত)সমার্থক বাগধারা- জানেমন মেরি জান
বিভীষণ১ অতিশয় ভয়ঙ্কর (বিভীষণদের সম্পর্কে সাবধান থেকো।)
বিভীষণ২ গৃহ/ঘরের শত্রু; সমার্থক বাগধারা- ঘরশত্রু বিভীষণ, ঘরসন্ধানী বিভিষণ
বিমাতৃ-সুলভ উপেক্ষাযুক্ত (কর্তৃপক্ষের বিমাতৃসুলভ আচরণ)
বিমুখ১ অপ্রসন্ন (দেবতা বিমুখ)
বিমুখ২ প্রতিকূল (ভাগ্য বিমুখ)
বিয়ে-পাগলা বিয়ে করার জন্য ব্যাকুল
বিয়ে-শাদি একার্থক যুগ্মশব্দ (ছেলে ঠিক করেছে বিয়ে-শাদি করবে না।)
বিয়ের আগে বাজনা কারণের আগে কাজ
বিয়ের ফুল ফোটা বিয়ে আসন্ন; বিবাহের সম্ভাবনা দেখা দেওয়া
বিরাট সুড়ঙ্গের শেষে আলো দেখতে পাওয়া বিপদমুক্ত হওয়ায় গভীর স্বস্তির নিশ্বাস ফেলা; সমার্থক বাগধারা- ধড়ে প্রাণ আসা
বিরাশী সিক্কার (ইস্ট ইন্ডিয়া কোম্পানীর টাকা) ওজন খুব দমদার, পাকা ওজন; বিপুল ভার, ভারী ওজন/শক্তি; কোম্পানীর টাকায় ৮০ সিক্কায় একসের হ'ত; (বিরাশি সিক্কা ওজনের চড়)
বিরাশি সিক্কা ওজনের চড় প্রচণ্ডতম চপেটাঘাত
বিলকুল সম্পূর্ণ (বিলকুল সাফ)
বিশবাঁও জলে চরম বিপাকে; সমাধানের বাইরে; সমার্থক বাগধারা- অথৈ জলে
বিষ১ দ্বেষ,হিংসা ইত্যাদি মনোবৃত্তি (মানুষের মনে বিষ, মুখে বিষ।)
বিষ২ অত্যন্ত বিরক্তিকর ব্যক্তি বা বস্তু (সে তার দুচোখের বিষ।)
বিষকুম্ভ হিংসাভরা মন (বিষকুম্ভ পয়োমুখ); সমার্থক বাগধারা- বিষের পুঁটুলি
বিষচক্ষু কুনজর
বিষদাঁত অহঙ্কার বা তেজের মূল কারণ
বিষদাঁত অনিষ্ট/ক্ষতি করার শক্তি; অহঙ্কারের কারণ (তোমার বিষদাঁত ভেঙে দেবো; ঝড়ের বিষদাঁত ভেঙে গেছে)
বিষদৃষ্টি/নজর১ কুনজর
বিষদৃষ্টি/নজর২ অতিশয় শত্রুতা
বিষদৃষ্টি/নজর৩ বিদ্বেষপূর্ণ/ হিংসাপূর্ণ দৃষ্টি
বিষনজরে পড়া বিরাগভাজন হওয়া (সে উপরওয়ালার বিষনজরে পড়েছে।)
বিষ নেই কুলোপানা চক্কর বিষহীন সাপের ফণার মতো মাথা তুলে অক্ষমের বৃথা আস্ফালন; নির্গুণের অভিমান, ঔদ্ধত্য, ক্রোধ, বাগাড়ম্বর, মৌখিক আস্ফালন
বিষবৃক্ষ১ অনাচারের উৎস, যা লালন করলে নিজেরই সর্বনাশ হয়
বিষবৃক্ষ২ অনিষ্টকারী ব্যক্তি; যে আশ্রিতব্যক্তি আশ্রয়দাতার সর্বনাশ করে
বিষম খাওয়া/লাগা খাবার গিলতে গিয়ে শ্বাসবন্ধ হওয়ার উপক্রম
বিষয়-আশয় অর্থসম্পদ, ধনসম্পত্তি
বিষয়/বৈষয়কবুদ্ধি কাণ্ডজ্ঞান; সাংসারিক জ্ঞান; সম্পত্তি পরিচালনায় কুটবুদ্ধি
বিষে বিষে বিষক্ষয় শত্রু দিয়ে শত্রু নাশ; সমার্থক বাগধারা- কাঁটা দিয়ে কাঁটা তোলা
বিষের পুঁটুলি/হাঁড়ি হিংসুঁটে/বিদ্বেষপূর্ণ মন (বউকাঁটকি শাশুড়ী একটা বিষের পুঁটুলি।); সমার্থক বাগধারা- বিষকুম্ভ
বিষ্ণুর সুদর্শন চক্র অন্যায়-অশুভ শক্তির দমনকারী অমোঘ অস্ত্র
বিসমিল্লায় গলদ শুরুতেই ভুল বা ত্রুটি; সমার্থক বাগধারা- গোড়ায় গলদ, মূলেই গলদ
বিস্বাদ আকর্ষণশূন্য (শেষ জীবনে জীবন বিস্বাদ লাগে।)
বীর বক্কেশ্বর অন্তরে ভীরুপ্রকৃতির মুখে বীরত্ব প্রকাশে অদ্বিতীয় ব্যক্তি
বীরভোগ্যা বসুন্ধরা- পরাশর পৃথিবী বীরগণেরই উপভোগ্য
বীরাঙ্গনা যে নারী বীরত্ব অঙ্গে ধারণ করে; বীর্যবতী নারী
বুক করা রেলগাড়ী ইত্যাদিড় মাধ্যমে মাল পাঠানোর ব্যবস্থা করা
বুক কাঁপা ভয় পাওয়া (ভয়ে আমার বুক কাঁপছে।); সমার্থক বাগধারা- বুক ঢিপঢিপ করা
বুক চড়চড় করা /বুক চচ্চড়ানো হিংসায় বুক ফেটে যাওয়া (তোমার উন্নতিতে তোমার বন্ধুর বুক চড়চড় করছে।)
বুক চাপড়ানো হাহুতাশ করা (এখন বুক চাপড়ানোর কোন মানে হয় না।)
বুক চিতানো/ঠোকা সাহস বা ভরসা প্রকাশ করা (বুক চিতিয়ে কাজে নেমে পড়।)
বুক চিতিয়ে চলা অসঙ্কুচিত হয়ে বা সাহসের সঙ্গে অগ্রসর হওয়া
বুক ঠোকা ভরসা বা সাহস প্রকাশ করা (বুক ঠুকে কাজে নেমে পড়।)
বুক ঢিপঢিপ করা হৃদকম্প বেড়ে যাওয়া; সমার্থক বাগধারা- বুক কাঁপা
বুক দশহাত হওয়া আনন্দ ও উৎসাহে হৃদয় প্রসারিত হওয়া; উৎসাহ ও সাহস বর্ধিত হওয়া; গর্বিত হওয়া; (ছেলের গর্বে বাপের বুক দশ হাত।); সমার্থক বাগধারা- বুক ফুলে ওঠা
বুক দিয়ে পড়া // বুক দেওয়া কোন কাজে দেহ মন দিয়ে সাহায্য করা; সাধ্যমত সাহায্য করা; সর্বান্তঃকরণে সাহায্য করা (আমার বিপদে বন্ধু বুক দিয়ে সাহায্য করেছিল।)
বুক ধড়ফড় করা১ দুর্বলতা অথবা ভয়ে হৃৎপিণ্ড জোরে স্পন্দিত হওয়া।
বুক ধড়ফড় করা২ হৃৎপিণ্ডের স্পন্দনরূপ ব্যাধি
বুক পাতা দুঃখ-কষ্ট সহ্য করতে প্রস্তুত থাকা
বুক ফাটা/ভাঙা মনোকষ্টে ভেঙ্গে পড়া; প্রচণ্ড দুঃখ/শোক পাওয়া (বুক ফাটা কান্না)
বুক ফাটে তো মুখ ফোটে না অন্তরের গোপন কথা/বাসনা বলার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও মুখে উচ্চারিত হয় না
বুক ফুলানো অহংকার করা, আনন্দ ও উৎসাহে হৃদয় প্রসারিত করা; গর্ব প্রকাশ হওয়া (ছেলের সাফল্যে বাবা বুক ফুলাচ্ছে।)
বুক বাঁধা১ আশা করা; আশায় থাকা (খুব বুক বেঁধে আছি একটা চাকরি পাব।)
বুক বাঁধা২ বিপদে ধৈর্য ধারণ করা (ধৈর্য হারিয়ো না বুক বেঁধে থাকো)
বুক বাঁধা৩ সাহসে ভরা করা; তূলনীয় কোমর বাঁধা
বুক বাড়া সাহস বৃদ্ধি হওয়া
বুক ভাঙা১ দুঃখে-শোকে মর্মান্তিক কষ্ট পাওয়া; নিরাশ করা/হওয়া; সাহসহীন হওয়া; সমার্থক বাগধারা- বুক ফাটা
বুকভাঙা২ প্রবল শোকজ্ঞাপক (বুকভাঙা কান্না)
বুক শুকানো১ আশাভরসা লোপ পাওয়া; নিরুৎসাহ বোধ করা
বুক শুকানো২ ভয় পাওয়া
বুকে চড়া আক্রমণ করা
বুকে ঢেঁকির পাড় পড়া১ পরশ্রীকাতরতার জন্য মর্মজ্বালায় ছটফট করা; হিংসায় বুক ফেটে যাওয়া;
বুকে ঢেঁকির পাড় পড়া২ তীব্র আতঙ্কগ্রস্ত হওয়া; বুক ধড়াস ধড়াস করা; ভয়ে হৃৎকম্প বেড়ে যাওয়া
বুকে ঢেঁকির পাড় পড়া৩ রক্ত চঞ্চল হওয়া
বুকে (কারোকে) পিঠে (কারোকে) করা১ একজনকে আদর করা অন্যজনকে অনাদর করা
বুকে পিঠে করে মানুষ করা২ অত্যন্ত আদরযত্নে শিশুকে লালনপালন করা
বুকে বসে দাড়ি ওপড়ানো আশ্রয়দাতা বা প্রতিপালকের অনিষ্ট করা
বুকে বাঁশ ডলা অতিশয় নির্যাতন করা; কঠিন শাস্তি দেওয়া
বুকে হাঁটা হামাগুড়ি দেওয়া
বুকে হাত দিয়ে বলা১ আন্তরিকতা বা সাহসের সঙ্গে বলা
বুকে হাত দিয়ে বলা২ বিবেকের নির্দেশ মেনে চলা
বুকের পাটা সাহস, দুঃসাহস (বুকের পাটা থাকে তো এই অন্যায়ের প্রতিবাদ কর।)
বুকের রক্ত চুষে খাওয়া অশেষ নির্যাতন করে মৃত্যুমুখে ঠেলে দেওয়া
বুকের রক্ত দেওয়া প্রাণ দেওয়া; নিজের ক্ষতি স্বীকার করে পরের উপকারের জন্য প্রাণিপাত করা
বুজরুক১ সম্মানার্থে- বয়োবৃদ্ধ ও বিজ্ঞ, সম্মানিত বৃদ্ধ (ফারসি 'বুজুর্গ্‌' শব্দ থেকে উৎপন্ন)
বুজরুক২ বিদ্রুপার্থে- দুষ্ট ধান্ধাবাজ ব্যক্তি, সাধুবেশী ভণ্ড (বুজরুক বলে তামাকে সোনা করে দিতে পারে); বাংলায় কদর্থেই শব্দটি ব্যবহৃত হয়
বুঝাপড়া/বোঝাপড়া (সহচর শব্দ) কথাবার্তার দ্বারা নিষ্পত্তি বা মীমাংসা; সমঝোতা (দু'দলের মধ্যে বুঝাপড়া হয়ে গেছে।)
বুঝাবুঝি (সহচর শব্দ) পরস্পরকে বোঝা; পরস্পরের মনোভাব জানা (আমাদের মধ্যে কোন ভুল বুঝাবুঝি নেই।)
বুঝাসুঝা/বুঝাশুনা সহচর শব্দ; বুদ্ধি দিয়ে বিচার এবং বিবেচনা করা; মন দিয়ে শোনা এবং হৃদয়ঙ্গম করা (বুঝেশুনে জবাব দিও।)
বুড়বাক১ নিরেট বোকা
বুড়বাক২ বোকা বুড়ো
বুড়ি ছোঁয়া নামমাত্র নিয়মপালন
বুড়িতে চতুর কাহনে কানা অল্প খরচে খুব নজর, বেশি খরচে উদাসীনতা; তুলনীয়- কড়িতে কড়া কাহনে কানা
বুড়ো আঙুল কিছু না; ফাঁকি (সবাই কিছু-না-কিছু নিয়ে গেল, তুমি বসে বুড়ো আঙুল চোষ।
বুড়ো আঙুল দেখনো১ অগ্রাহ্য করা (বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে আমি দিব্বি হেঁটে চলে বেড়াই।)
বুড়ো আঙুল দেখনো২ ফাঁকি দেওয়া, প্রতারণা করা (আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সহরে ফুটপাথ দখল হচ্ছে।)
বুড়োখোকা বাচ্চাছেলের মত আচরণকারী বয়স্কব্যক্তির প্রতি বিদ্রুপোক্তি
বুড়ো থুত্থুড়ো/ বুড়ি থুত্থুড়ি অতি বৃদ্ধব্যক্তি/নারী
বুড়োধাড়ি১ নিন্দায়- বয়সে বুড়ো হলেও জন্তুর মত ব্যবহার
বুড়োধাড়ি২ নিন্দায়- যথেষ্ট বয়ঃপ্রাপ্ত কিন্তু অকর্মণ্য (বুড়োধাড়ি ছেলে)
বুড়োফাৎনা (মালদা) অবজ্ঞায়- অশ্রদ্ধেয়, জঘন্য বুড়ো
বুড়োবয়সে ধেড়ে রোগ১ বৃদ্ধবয়সে সখ বা সৌখনীতায় আগ্রহ
বুড়োবয়সে ধেড়ে রোগ২ নিন্দায়- বৃদ্ধবয়সে সহবাসের প্রবল ইচ্ছা
বুড়োবাঁদর বাঁদরের মতো আচরণ বা স্বভাববিশিষ্ট বৃদ্ধ- নির্বুদ্ধিতার জন্য তিরস্কার
বুড়োভাম১ অতি বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে থাকা ব্যক্তি (বুড়োভামটা মরেও মরে না।)
বুড়োভাম২ ধান্ধাবাজ ('লোকে বলে আমি বুড়ো ভাম...'-লঘুগীতি)
বুড়োভাম৩ ধান্ধাবাজ লম্পট চরিত্রের বৃদ্ধ (বুড়োভামটা বাসে লেডিস সিটের কাছে দাঁড়ায়।)
বুড়োমড়া মরণোন্মুখ বৃদ্ধ; সমার্থক বাগধারা- ঘাটের মড়া
বুড়োময়না/ময়নী১ কামুকা নারী (ব্যাখ্যা- 'মদন' শব্দের স্ত্রীলিঙ্গ মদনা বা মদনী; শব্দদ্বয়ের বিকৃত রূপ- ময়না বা ময়নজে; সমার্থক বাগধারা- ময়নাবুড়ি
বুড়োময়না/ময়নী২ খলস্বভাবা নারী; যে স্ত্রীলোক কুপরামর্শ দিয়ে কান ভাঙায়; সমার্থক বাগহারা- কানভাঙানী, ঘরমজানী
বুড়োময়না/ময়নী৩ ডাইনিবুড়ি; (গোপীচন্দ্রের বৃদ্ধা মা ময়নামতী মন্ত্রতন্ত্রে সিদ্ধা ছিলেন বলে ময়না বলতে ডাইনিবুড়ি বোঝায়।)
বুড়োশালিকের ঘাড়ে রোঁ বুড়োবয়সে বাচ্চাদের মত আচরণ; বুড়োবয়সে যুবার মত বেশবাস সজ্জা, বুড়ার যুবাসাজ
বুড়োহাড় অভিজ্ঞ ব্যক্তি (বুড়ো হাড়ে ভেলকি)
বুড়ো হাড়ে ভেলকি অভিজ্ঞতার চমকপ্রদ নিদর্শন (বুড়ো হাড়ে ভেলকি দেখালেন মহেন্দ্রসিং ধোনি)
বুড়োহাবড়া১ কাণ্ডজ্ঞানহীন বৃদ্ধ
বুড়োহাবড়া২ ভগ্নদেহ বৃদ্ধ
বুদ্ধিতে বৃহস্পতি সু-অর্থে- পুরাণোক্ত দেবগুরু বৃহস্পতির মতো অতি বুদ্ধিমান; মহাপণ্ডিত; বিদ্রুপে- অল্পবুদ্ধিসম্পন্ন বা আকাট মূর্খ
বুদ্ধির গোড়ায় ধোঁয়া দেওয়া ধূমপান করে চিন্তাশক্তি বাড়ানো, বুদ্ধি সজাগ করা (বুদ্ধির গোড়ায় একটু ধোঁয়া দাও সমস্যার সমাধান হয়ে যাবে।)
বুদ্ধির ঢেঁকি ঢেঁকির মতো প্রকাণ্ড অর্থে- আকাট মূর্খ; নিরেট বোকা; নির্বোধ, বেওকুফ ('বেটা বুদ্ধির ঢেঁকি'-রবীন্দ্রনাথ)
বুদ্ধিশুদ্ধি জ্ঞানবুদ্ধি, তীক্ষ্ণ বিচারশক্তি, বুদ্ধি ও সংস্কার (দেখেশুনে মনে হচ্ছে তোমার বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে।)
বুনো ওল-বাঘা তেঁতুলসম্পর্ক চিরশত্রুতা; সমার্থক বাগধারা- আদা-কাঁচকলায় সম্পর্ক, দা-কুমড়াসম্পর্ক, বাঘে-গরুতে সম্পর্ক, সাপে-নেউলে সম্পর্ক ইত্যাদি
বুনোহাঁসের পিছনে ছোটা অনিশ্চিতের পিছনে ছোটা/ দৌড়ানো
বুমেরাঙ আত্মঘাতী অস্ত্র; ফিরে আসা, নিজের ক্ষতি করে এমন কর্ম (শত্রুর বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিলে সেটা বুমেরাঙ হয়ে ফিরে এসেছে)
বুরা মন্দ; খারাপ (বুরা না মানো তো একটা কথা বলি।)
বুর্জুয়া/বুর্জোয়া মধ্যবিত্ত ও প্রাচীনপন্থি
বুর্বাক বুদ্ধিহীন (তোমার মত বুর্বাক দুটো দেখিনি।)
বুলি আওড়ানো বাঁধাগতে শিখানো কথা বলে যাওয়া
বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখনো ফাঁকি দেওয়া, প্রতারণা করা
বৃন্দা/বৃন্দেদূতী বিন্দেদূতীর অনুরুপ; সমার্থক বাগধারা- বড়াইবুড়ি
বৃন্দাবন বিন্দেদূতীর বন; আদিরসের লীলাক্ষেত্র; উদ্দাম যৌবনের উপবন
বৃশ্চিক দংশনজ্বালা অনুতাপ, তীব্র মর্মদাহ
বৃষ্টিবাদল বর্ষাকাল (বৃষ্টিবাদলে বাইরে বেরিয়ো না।)
বৃহন্নলা১ ক্লীব; পুরুষত্বহীন- গালিবিশেষ
বৃহন্নলা২ ঊর্বশীর অভিশাপে ক্লীবত্বপ্রাপ্ত অর্জুনের ছদ্মনাম
বেঁকে দাঁড়ানো/বসা১ কিছুতেই রাজী না হওয়া; কোনো কিছু মেনে নিতে অসম্মত হওয়া; পূর্বমত বদল করা (আগে রাজী ছিল, এখন বেঁকে বসেছে।)
বেঁকে দাঁড়ানো/বসা২ প্রতিকূলতা/বিরোধিতা করা
বেঁচে বর্তে থাকা১ দীর্ঘকাল বাঁচা
বেঁচে বর্তে থাকা২ কোনরকমে অতি সাধারণভাবে বেঁচে থাকা
বেঁটেখাটো/ বেঁটে খেঁটে সহচর শব্দ; খর্বাকৃতি লোক; সবদিক থেকেই খাটো; সমার্থক বাগধারা- ছোটখাটো
বেঁটে বঙ্কু একাধারে খর্ব ও বক্রদেহবিশিষ্ট কুটিলচরিত্রের লোক
বেঁড়ে ওস্তাদ বেঁড়ে' শব্দের অর্থ- লেজহীন; বাঁকা; বেঁটে; খর্বকায়; যে কাজে অকর্মণ্য কিন্তু মুখে বাহাদুরি করে
বেঁড়েকে চমরা বলা 'বেঁড়ে' শব্দের দ্বিতীয় অর্থ- 'লেজহীন; 'চমরা' শব্দের অর্থ- সুন্দর লেজযুক্ত; বেড়েকে চমরা বললে তার খুব গর্ব হয়; হীনকে প্রশংসা করলে সে গর্বে স্ফীত হয়; আলং- কার্যসিদ্ধির জন্য গুণহীনকে গুণবান বলে তোষামোদ করা।
বেকুব/বেওয়াকুফ অজ্ঞ, বিচারবুদ্ধিহীন, মূর্খ (তার কথা শুনে বেকুব বনে গেছি।)
বেগড়বাই করা ঝামেলা করা; বিগড়ে যাওয়া, বিরোধিতা করা (বেশি বেগড়বাই করলে গলাধাক্কা খাবে।); সমার্থক বাগধারা- টেণ্ডাইমেন্ডাই করা
বেগার খাটা/ঠেলা অনিচ্ছায় বা বিনা পারিশ্রমিকে বাধ্য হয়ে কিছু করা (বেগার ঠেলা আর কাঁহাতক সয়।)
বেগুন গাছে আঁকশি বিদ্রুপে- খুব খর্বাকৃতি লোক; (সাধারণতঃ বালিকা বধুর প্রতি পরিহাসে উক্ত হয়; বর্তমানকালে অপ্রাসঙ্গিক।)
বেগুনে আগুন দুর্মূল্যের বাজার
বেঘোর ভীষণ অসহায়/সঙ্কটময় অবস্থা (বেঘোরে প্রাণটা গেল।)
বেচারাম যে ব্যক্তি পৈত্রিকসম্পত্তি বিক্রি করে খায়
বেটাইম অসময় (বেটাইমে তার দেখা পাবে না)
বেটাচ্ছেলে/ বেটার ছেলে নচ্ছার/পাজি লোক- অবজ্ঞাসূচক গালিবিশেষ; সম্বোধিত ব্যক্তির বাপের বাপ হওয়া অর্থে গালি (বেটাচ্ছেলেকে একবার বাগে পেলে হয় দুরমুশ করে ছাড়বো।)
বেটাবেটি অনির্দিষ্টি নরনারী, যাদের নাম নিতে ঘৃণা বা বিরক্তি বোধ হয় (বেটাবেটিদের জ্বালায় ঘরসংসার করা দায় হ'ল।)
বেঢপ কদাকার, ছাঁচের সাথে মেলে না এমন (বেঢপ চেহেরা)
বেড়া-আগুন ঘেরা আগুন, মহাসঙ্কট (গোটা দেশটা বেড়া আগুনে পড়েছে।)
বেড়া-আগুনে পোড়ানো চারিদিকে আগুন জ্বেলে পুড়িয়ে মারা
বেড়াজাল বন্ধন, বেষ্টনী (নিয়মের বেড়াজালে ফেঁসে গেছি)
বেড়া নেড়ে গৃহস্থের মন জানা১ গৃহস্থ সজাগ কিনা চোরের তা জানা
বেড়া নেড়ে গৃহস্থের মন জানা২ ইঙ্গিতে মনোগতভাব বা অভিপ্রায় জানা
বেড়ার ওপর বসে১ এদিকেও না ওদিকেও না; কোন পক্ষেই নেই; সমার্থক বাগধারা- ত্রিশঙ্কু অবস্থা
বেড়ার ওপর বসে২ দ্বিধা-দ্বন্দ্বে কোন সিদ্ধান্ত নিতে অপারগ; সমার্থক বাগধারা- কিংকর্তব্যবিমূঢ়'; দুনুমুনু/দোনোমনাভাব
বেড়ে ওস্তাদ প্রশংসায়- দক্ষ কর্মী; নিন্দায়- ওস্তাদি করতে গিয়ে কাজ নষ্ট করে (বেড়ে ওস্তাদি করো না।)
বেতালা১ অনুপযুক্ত; কাণ্ডজ্ঞানহীন (তুমি এ কাজে একেবারেই বেতালা।)
বেতালা২ কোন নিয়ম মেনে চলে না এমন (বেতালা লোক)
বেতো বাতরোগগ্রস্ত (বেতো ঘোড়া)
বেতো ঘোড়া অথর্ব চলৎশক্তিহীন ব্যক্তি
বেদবাক্য /বেদের বচন অকাট্য, অলঙ্ঘনীয় উক্তি; ধ্রুব/সনাতন সত্য, বেদের নির্দেশ; আলং- অবশ্যপালনীয় আদেশ (গুরুর আদেশ বেদবাক্যস্বরূপ।)
বেদে-কোরানে/ বেদ-পুরাণে আছে শাস্ত্রের দোহাই দিয়ে অন্যায় কাজকে সমর্থন
বেদে-কোরানে/ বেদ-পুরাণে নাই শাস্ত্রের দোহাই দিয়ে ন্যায় কাজকে অসমর্থন
বেদম দম ফুরিয়ে গেছে এমন, মৃতপ্রায় (বেদম প্রহার)
বেধড়ক অপরিমিত, নির্বিচারে (পুলিশ বেধড়ক লাঠি চালালো।)
বেনাবনে মুক্তা ছড়ানো অপাত্রে উত্তমবস্তু/উপদেশ ইত্যাদি দান; উত্তমবস্তুর অপব্যবহার
বেনে প্রবল ব্যবসায়ীবুদ্ধিযুক্ত লোক; লাভ লোকসান সম্পর্কে মাত্রাতিরিক্ত সতর্ক লোক (বেনের কাছে গিলটি চালানো)
বেনের কাছে গিলটি/মেকি চালানো অভিজ্ঞকে ঠকানোর চেষ্টা; নিস্ফল প্রচেষ্টা
বেনোজল দূষিত জল, ক্ষতিকর শক্তি; বাজে লোকের ভিড় (দলে বেনো জল ঢুকেছে)
বেনোজল ঢুকিয়ে ঘরোজল বার করা বাইরের দূষিত বস্তু ঢুকিয়ে ঘরের সঞ্চিত বস্তু নষ্ট করা।
বেপরোয়া ভয়ডরহীন
বেফাঁস কথা অচিন্তিত কথা, অনুচিত কথা, অসঙ্গত উক্তি, অস্থানে অসাবধানে বলে ফেলা কথা
বেবাক কোন কিছু বাদ নেই সব, এমন
বেমক্কা অশোভন, অসঙ্গত, অসংযত (কথাটা বেমক্কা বলে ফেলেছে।)
বেয়াইয়ের বাপের শ্রাদ্ধ অনর্থক অর্থের অপব্যয় (পয়সা থাকলে বেয়াiইয়ের বাপের শ্রাদ্ধ হয় না থাকলে নিজের বাপের হয় না।)
বেয়ারিং পোস্ট ব্যঙ্গার্থ- অন্যের উপর নির্ভরশীলতা (খাওয়া দাওয়া বেয়ারিং পোস্টে চলছে।)
বেলতলা এ-জায়গা ও-জায়গা; এখান-ওখান (নেড়া বেলতলাতে দু'বার যায় না-প্রবাদ।)
বেল পাকলে কাকের কি? উপভোগে অক্ষমব্যক্তির পক্ষে উত্তমবস্তুর প্রতি আগ্রহপ্রকাশ নিরর্থক
বেলা করা দেরী করা (বেশি বেলা করো না, সকাল সকাল চলে এসো।)
বেলা পড়া বিকাল হয়ে আসা (বেল পড়লে তোমার কাছে যাব।)
বেলা ফুরানো দিন শেষ হয়ে আসা; আলং- জীবন ফুরিয়ে আসা ('বেলা যে ফুরায় আঁধার ঘনায় মোর দ্বারে কেন এলে পান্থ'-লঘুগীতি); সমার্থক বাগধারা- বেলা যাওয়া
বেলা বাড়া দুপুরের দিকে দিন অগ্রসর হওয়া (বেলা বাড়ার আগেই বেরুবো।)
বেলাবেলি/বেলায় বেলায় 'অবসান না হতে' অর্থে দ্বিত্ব; দিন থাকতে থাকতে (বেলাবেলি বাড়ী ফিরে আসতে চাই।)
বেলা যাওয়া দিন শেষ হয়ে আসা; আলং- আয়ু শেষ গয়ে আসা; ('আমার বেলা যে যায় সাঁঝবেলাতে'-রবীন্দ্রসঙ্গীত); সমার্থক বাগধারা- বেলা ফুরানো
বেলা হওয়া দেরী হওয়া (বেলা হল এবার বাড়ী যাই।)
বেলেল্লাপনা আয়েসী, উচ্ছৃঙ্খল, অশালীন ও নির্লজ্জ আচরণ (বেলেল্লাপনায় কেউ বাদ নেই।)
বেশভূষা বসন ও ভূষণ, গহনাসহ আড়ম্বরপূর্ণ সজ্জা- সমার্থক বাগধারা- সাজসজ্জা
বেহদ্দ অত্যন্ত, সীমাহীন (বুদ্ধিতে কাশ্মিরী গাধার বেহদ্দ।)
বেহদ্দ বেহায়া অতি-নির্লজ্জ
বেহিসাবি অপরিণামদর্শী, হটকারী (কোন বেহিসাবি সিদ্ধান্ত নিও না।)
বেহেড মতিভ্রষ্ট (বেহেড মাতাল)
বৈজয়ন্তীমালা কণ্ঠ থেকে জানু পর্যন্ত লম্বা পাঁচফুটের মালা
বৈতরণী স্বর্গে যাওয়ার পথ (সবাই একদিন শেষের খেয়ার যাত্রী হবে, যাবে বৈতরণীর পার)
বৈতরণী পার করা মেরে ফেলা; হত্যা করা
বৈতরণী পার হওয়া১ মৃত্যুমুখে পতিত হওয়া; স্বর্গে যাওয়া
বৈতরণী পার হওয়া বিপদ/সঙ্কট থেকে উদ্ধার পাওয়া
বৈরাগ্য সংসারে অনাসক্তি; বিষয়ভোগে ঔদাসীন্য ('বৈরাগ্যসাধনে মুক্তি সে আমার নয়'- রবীন্দ্রনাথ)
বোঁচকাবুঁচকি যাত্রীর লটবহর (তোমার বোঁচকাবুঁচকি সামলাও।)
বোকাকান্ত/ বোকাচণ্ডী/ বোকাপাঁঠা/ বোকারাম অতিশয়/সেরা বোকা; নিতান্ত অকর্মণ্য
বোঝা দায়িত্ব (সংসারের বোঝা)
বোঝাপড়া কথাবার্তার দ্বারা নিষ্পত্তি/মীমাংসা; সমঝোতা (উভয়ের মধ্যে বোঝাপড়া হয়ে গেছে।)
বোঝাবুঝি পরস্পর পরস্পরকে বোঝা (আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি নেই।)
বোঝার উপর শাকের আঁটি১ বিপুলভারের উপর অতিরিক্ত সামান্যভার কিছুই মনে হয় না; তুলনীয়- উনিশ-বিশ; যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন
বোঝার উপর শাকের আঁটি২ বিপুলভারের উপর অতিরিক্ত সামান্যভারও ভারী মনে হয়।
বোড়ে চালা/টেপা (দাবার) কৌশল প্রয়োগ করা; চাল চালা
বোড়ের চাল কৌশল প্রয়োগ
বোতলের বন্ধু মাতালের বন্ধুত্ব
বোধশোধ সহচর শব্দদ্বয়; সহজবুদ্ধি; জ্ঞানবুদ্ধি; বুদ্ধিশুদ্ধি
বোনাফাইড১- (ল্যাটিন শব্দ) আসল, খাঁটি, প্রকৃত, সত্যি (বোনাফাইড শংসাপত্র)
বোনাফাইড২- (ল্যাটিন শব্দ) আইনি; সরল বিশ্বাসে
বোবাকান্না ভিতরে ভিতরে চাপা কান্না, রুদ্ধ কান্না
বোমকে যাওয়া হতচকিত হওয়া
বোমবাস্টিক অত্যধিক জমকালো, অর্থহীন শব্দাড়ম্বরপূর্ণ
বোলচাল কথাবার্তা ও আচরণ, প্রবোধবাক্য ও শিষ্টাচার (বোলে চালে দিন গেল।)
বোলতার চাকে খোঁচা দেওয়া১ নিজের দুর্ব্যবহারে হিংস্র জনতাকে খেপানো
বোলতার চাকে খোঁচা দেওয়া২ শত্রুকে উত্তেজিত করা
বোলবোলা১ উন্নতি; প্রভাব; বৈভব; সমৃদ্ধি (নেতাদের বোলবোলা দেখে চক্ষু ছানাবড়া)
বোলবোলা২ লাফালফি; হাঁকডাক (নেতাদের অবস্থা বোলবোলা বলে তাদের বোলবোলাও বেশি।)
বোলাবুলি উত্তর ও প্রত্যুত্তর; গণ্ডগোল' বচসা, বাকবিতণ্ডা ('দুইজনে বোলাবুলি হইল বিস্তর'- মহাভারত, কাশীরাম দাস)
বোহিমিয়ান স্বাধীনভাবে ঘোরাঘুরি করা ব্যক্তি, ভবঘুরে (বোহিমিয়ান চালচলন)
ব্যক্তিমানুষ পৃথক সত্তাবিশিষ্ট মানুষ
ব্যঘ্রচর্মাবৃত গর্ধভ চালাকের বেশে আহাম্মক
ব্যতিব্যস্ত১ অত্যন্ত ব্যস্ত; খুব ব্যাকুল
ব্যতিব্যস্ত২ উত্ত্যক্ত
ব্যতিব্যস্ত৩ বিব্রত
ব্যস্তবাগীশ অতিরিক্ত ব্যস্ততাহেতু যে তড়তড় করে (আমি নিজে ব্যস্তবাগীশ; সব কাজ তড়িঘড়ি করা আমার অভ্যাস-রবীন্দ্রনাথ ঠাকুর)
ব্যস্তসমস্ত অতিব্যস্ততা; অতিশয় ব্যাকুলভাব; উৎকণ্ঠা; সমার্থক বাগধারা-আকুলি-বিকুলি
ব্যাঙ খিঁচানি/খোঁচানো১ নির্দোষ লোককে প্রহার করা
ব্যাঙ খিঁচানি/খোঁচানো২ নিরীহ লোককে গঞ্জনা/মনঃকষ্ট দেওয়া
ব্যাঙ মারতে তীরধনুক // ব্যাঙ মারতে সোনার কাঁড় (তীর/ধনুক) তুচ্ছ কাজে বিরাট আয়োজন, যার প্রয়োজন নেই; সমার্থক বাগধারা- 'মশা মারতে কামান দাগা'; 'শানকির ওপর বজ্রাঘাত'।
ব্যাঙর ব্যাঙর করা অনেক্ষণ ধরে বিরক্তিকর কথা বলে চলা; অবিরত বাজে বকবক করা
ব্যাঙের আধুলি অতিদরিদ্রের সামান্যতম সঞ্চয়/সম্পদ, যা তার গর্বের কারণ
ব্যাঙের ছাতা আকস্মিক বৃদ্ধিপ্রাপ্ত বস্তু (রাস্তা দখল করে ব্যাঙের ছাতার মত দোকান বসে যাচ্ছে।)
ব্যাঙের লাথি নগণ্য ব্যক্তির কটূক্তি, দুর্ব্যবহার
ব্যাঙের সর্দি অসম্ভব ব্যাপার; সহজেই ধরা যায় এমন ভণ্ডামি বা ভান; সমার্থক বাগধারা- কুমিরের কান্না/সান্নিপাত, মাছের মায়ের কান্না ইত্যাদি
ব্যঙ্গোক্তি ব্যাঞ্জনাপূর্ণ উক্তি- অলঙ্কারবিশেষ
ব্যাজস্তুতি নিন্দাচ্ছলে স্তুতি বা স্তুতিচ্ছলে নিন্দা ('অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নেই তার কপালে আগুন'-রায় গুণাকর ভারতচন্দ্র- অন্নপূর্ণা কর্তৃক নিন্দাচ্ছলে শিবের স্তুতি
ব্রহ্মচুল টিকি (সকল চুল কামাইয়া রাখিও ব্রহ্মচুল- লোকগীতি)
ব্রহ্মডাঙা অনুর্বর উঁচু জমি
ব্রহ্মতালু মাথার চাঁদি/টাক (অন্যায় কথা শুনলে ব্রহ্মতালু গরম হয়ে ওঠে।)
ব্রহ্মাস্ত্র প্রতিকারের অব্যর্থ উপায়ল মোক্ষম অস্ত্র
ব্রাহ্মমুহুর্ত সূর্যোদয়ের পূর্ববর্তী একঘন্টা বিশ মিনিট কাল

সম্পাদনা

বাগধারা অর্থ
ভক্তদাস অন্নদাস, পরান্নে প্রতিপালিত ব্যক্তি
ভক্তবিটেল কপট/ভণ্ডভক্ত
ভক্তের জন্য ভগবান ঈশ্বর ভক্তকে রক্ষা করে; তির্যকোক্তি- ভক্ত নাই তো ভগবান নাই।
ভগার (ভগবান) মার দুনিয়ার বার দৈবের শাসন কেউ খণ্ডাতে পারে না।
ভগ্নদূত যে দূত রণক্ষেত্র থেকে স্বপক্ষের পরাজয়ের খবর নিয়ে আসে।
ভঙ্গ দেওয়া (রণে) পলায়ন করা; দ্বন্দ্ব থেকে সরে দাঁড়ানো
ভজনভাজন স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ভুল বুঝানো বা প্রবোধ দেওয়া ( নানা ভজনভাজন লোক জমাচ্ছে।); সমার্থক বাগধারা- ভুজুংভাজুং
ভট্টাচায্যির পুঁথি প্রয়োজনীয় জিনিস; প্রিয়বস্তু
ভণ্ড তপস্বী বাইরে ধার্মিকতার ভান করে এবং ভিতরে দুস্কার্য করার প্রতি বিদ্রুপোক্তি।
ভদ্রতার বালাই সাধারণ সৌজন্যবোধ
ভবঘুরে গৃহশূন্য লক্ষ্মীছাড়া লোক; বিনাকাজে সর্বত্র ঘুরে বেড়ায় এমন,
ভবনদী সংসাররূপ নদী
ভবপার সংসাররূপ নদী পার সংসারযাত্রা থেকে মুক্তি
ভব পারাপাব/সাগর/সিন্ধু সংসাররূপ সমুদ্র
ভবলীলা সাঙ্গ মৃত্যু; সমার্থক বাগধারা- অক্কা পাওয়া, ইহলোকত্যাগ, ঈশ্বরপ্রাপ্তি, কেষ্টো পাওয়া, গঙ্গাপ্রাপ্তি, গয়াংগচ্ছ ইত্যাদি
ভবি/ভবী কল্পিত এক জেদী নাছোড়বান্দা মেয়ে (ভবি ভোলবার নয়।)
ভবি ভোলবার নয় যাকে সহজে ভোলানো যায় না
ভবের খেয়া সংসার ('ভবের খেয়া এবার বাওয়া হইল আমার শেষ, এবার তরী ভাসিয়ে দিলাম পরপারের দেশ...'-কানাকেষ্টর গান)
ভবের বাজিভোর মৃত্যু
ভয়ে কেঁচো ভয়ে একেবারে জড়সড়
ভয়ে পিঁপড়ের গর্তে লুকানো ভয় না পাওয়ায় উক্তি (পুলিশের ভয়ে পিঁপড়ের গর্তে লুকাবো নাকি?)
ভয়ে ভক্তি দণ্ড ভয়ে ভক্তি
ভয়ে ভয়ে ত্রস্তভবার্থে দ্বিত্ব; ত্রস্তভাবে
ভর দুপুর/সন্ধ্যা ঠিক দুপুর/সন্ধ্যা;
ভরমের টাটি (আবরণ) যারদ্বারা সম্ভ্রম কিছুটা বাঁচে; সম্ভ্রমের আবরণ; তুলনায়- ধোঁকার টাটি
ভরযুবতী পূর্ণযৌবনা নারী ('লীলাবালি লীলাবালি ভরযুবতী সইলো কি দিয়া সাজাইমু তোরে...'-লোকগীতি)
ভরাডুবি মহাবিপদ; সবদিক থেকে নষ্ট; সর্বনাশ ('আমি ভরাতরী করি ভরাডুবি...'- নজরুল)
ভরা পেটে মণ্ডা তেতো নির্দিষ্ট সময়ে আকাঙ্ক্ষার সীমা আছে; আকাঙ্ক্ষা মিটে গেলে ভালো জিনিসও মন্দ বলে মনে হয়।)
ভরাভরতি ভাগ্যের সুপ্রসন্নতা
ভল্লুকজ্বর ক্ষণস্থায়ী অসুস্থতা।
ভস্মকীট১ অতিক্ষুধাযুক্ত কল্পিত কীটবিশেষ; অসম্ভব ব্যাপার; সমার্থক বাগধারা- অশ্বডিম্ব, আকাশকুসুম, এঁড়ে গরুর দুধ, কাঁঠালের আমস্বত্ব, সোনার পাথরবাটি, সোনার হরিণ; সাপের পাঁচ-পা ইত্যাদি
ভস্মকীট২ যে কীটের ক্ষুধা সহজে নিবৃত্ত হয় না (এত খাই খাই করছ কেন? পেটে ভস্মকীট ঢুকেছে নাকি?)
ভস্মে ঘি ঢালা অপাত্রে দান, নিরর্থক চেষ্টা, নিষ্ফল প্রচেষ্টা; সমার্থক বাগধারা- অরণে রোদন; ফুটোপাত্রে জল ঢালা; শুকনো কাঠে ব্রহ্মশাপ; শুকনো গাছে জলসেচন ইত্যাদি
ভাঁটা/ভাটা পড়া পতনের দিকে গতি (আয়ে/যৌবনে ভাঁটা পড়েছে।)
ভাঁটীগাঙের নাইয়া প্রৌঢ়বয়স্ক ব্যক্তি
ভাঁড়ে মা ভবানী অর্থের থলি শূন্য, নিঃস্ব অবস্থা, শূন্য ভাণ্ডার
ভাঁড়ের আবার হ্যাণ্ডেল আদিখ্যেতা, বেশি বাড়াবাড়ি
ভাঁড়ের কলসি স্বার্থসিদ্ধির উপায়
ভাইবাভসি (ল্যাটিন বাক্যাংশ) মুখে মুখে; মৌখিক পরীক্ষা
ভাই বেরাদর আত্মীয়সজন, জ্ঞাতি-গোষ্ঠী
ভাই ভাই ঠাঁই ঠাঁই লাঠালাঠি সম্পর্ক
ভাই লক্ষ্মণ আদর্শ ভাতৃভক্ত ভাই।
ভাইয়ের ভাত ভাজের হাত যে বোন ভায়ের অন্ন খায় সে ভাই-বৌয়ের কর্তৃত্ব মেনে নেয়।
ভাংচি দেওয়া কুপরামর্শ দিয়ে কোন কাজ থেকে নিরস্ত করা; কুমন্ত্রণা দিয়ে বিরোধী করা; বিচ্ছেদ ঘটানো; সমার্থক বাগধারা- কান ভাঙানো
ভাগবাটোয়ারা / ভাগাভাগি অংশে বণ্টন করা (তোলার টাকা ভাগবাটোয়ারা করতে দলের মধ্যে মারামারি লেগেছে।)
ভাগের মা গঙ্গা পায় না বেশি ভাগীদার থাকলে বণ্টন ঠিকমত হয় না; ভাগবাটোয়ারা প্রায়সময়ই পণ্ড হয়ে যায়; কাজের পূর্ণ দায়িত্ব কোনো একজনের উপর না থাকলে প্রায়ই তা সিদ্ধ হয় না।
ভাগনে কানাই লম্পটচরিত্রের লোক; সমার্থক বাগধারা- কদম্বগাছের কানাই, কানায়ে ভাগনা
ভাগাড়ে গরু পড়া ভাগাড়ে মরা গরু থাকলে মাংসের লোভে যেমন শকুন চারদিকে উড়তে থাকে তেমনি লোভজনক বস্তু লাভের আশায় বহু লোকে ভিড় করে।
ভাগ্যক্রমে/গুণে সৌভাগ্যবশতঃ (ভাগ্যক্রমে ট্রেন দুর্ঘটনা থেকে বেঁচে গেছি); সমার্থক বদধারা- কপাল গুণে/জোরে
ভাগ্য দোষে দুর্ভাগ্যবশতঃ (ভাগ্যদোষে ফকির হয়েছি); সমার্থক বদধারা- কপাল দোষে
ভাগ্যলিপি অদৃষ্টের লিখন, কী ঘটবে সে সম্বন্ধে পূর্বাহ্ণে নির্দিষ্ট ভাগ্যের গতি; সমার্থক বদধারা- বিধিলপি
ভাগ্যিস বিস্ময়ের অভিব্যক্তি; কপালজোরে, ভাগ্য ভালো তাই; ভাগ্যগুণে (ভাগ্যিস সে সময়মতো এসে পড়েছিল।)
ভাগ্যে শিকে ছেঁড়া সৌভাগ্য লাভ করা (ভাগ্যে শিকে ছিঁড়েছে, চাকরী একটা পেয়েছি।)
ভাঙচুর প্রায় সমার্থক সহচরশব্দ; ভেঙে গুঁড়িয়ে দেওয়া (একদল দুস্কৃতি বাড়ীতে ঢুকে সব ভাঙচুর করে গেল।); সমার্থক বাগধারা- তছনছ; লণ্ডভণ্ড
ভাঙন অবনতির সূচনা; পতনের সূত্রপাত (সব একান্নবর্তী পরিবারে ভাঙন ধরছে।)
ভাঙা কপাল অমঙ্গলজনক, দুঃসময়, দুর্ভাগ্য, মন্দ (ভাঙা কপাল জোড়া লাগে না।); সমার্থক বাগধারা- ফাটা কপাল
ভাঙা কপাল জোড়া লাগা দুঃসময় শেষ হয়ে সুসময় আসা; সমার্থক বাগধারা- কপাল ফেরা
ভাঙাকাঁচ জোড়া লাগা প্রণয়ভঙ্গ বা মনান্তরের পর মিলন হওয়া (ভাঙাকাঁচ জোড়া লাগে।)
ভাঙা কাঁসর বাজা অস্বস্তিকর কতাবার্তা (তখন থেকে উন্নয়নের ভাঙা কাঁসর বাজিয়ে যাচ্ছে।)
ভাঙাকুলো অপ্রয়োজনীয়, অবহেলিত, মূল্যহীন (ছাই ফেলতে ভাঙা কুলো- প্রবাদ); সমার্থক বাগধারা- ফুটো কলসি
ভাঙা গলা অকার্যকর, অবরুদ্ধ, বিকৃত স্বর
ভাঙাঘর ছেয়ে দেওয়া অক্ষমকে সাহায্য কজা
ভাঙাঘর জোড়া দেওয়া সংসারের মনোমালিন্য দূর করা
ভাঙ্গাঘরে চাঁদের আলো গরীবের ঘরে আলো করা সন্তান
ভাঙাঘরে ভূতের বাসা সংসারে অপদার্থের সংখ্যাধিক্য
ভাঙাচোরা ভেঙে চুরমার (ভাঙাচোরা রাস্তাঘাট)
ভাঙানি খুচরা মুদ্রা; রেজগি
ভাঙাবুক উৎসাহহীন, হতাশ
ভাঙা ভাঙা১ প্রায় অর্থে দ্বিত্ব; প্রায় ভেঙে পড়েছে এমন (পুরানো সহরের ভাঙা ভাঙা ঘরবাড়ী।)
ভাঙা ভাঙা২ অস্পষ্ট অর্থে দ্বিত্ব; অস্পষ্ট ও দুর্বোধ্য, বিকৃত (ভাঙা ভাঙা বাংলায় কি বলল বুঝলাম না।)
ভাঙা ভাঙা৩ টুকরা অর্থে দ্বিত্ব; আধো আধো (ভাঙা ভাঙা কথা)
ভাঙা রেকর্ড বাজানো একই কথার পুনরাবৃত্তি (নেতারা জনগণের কাছে ভাঙা রেকর্ড বাজাতে লজ্জা পান না।); সমার্থক বাগধারা- ফাটা রেকর্ড বাজানো
ভাঙাহাটের খরিদ্দার নগণ্যক্রেতা
ভাঙে তবু মচকায় না দৃঢ়সঙ্কল্প থেকে বিচ্যুত হয় না; প্রাণ যায় তবু বিনীত হয় না; ভেঙেও ভাঙে না; মরে তবু মর্যাদা হারে না।
ভাজাভাজা১ প্রায় ভাজা (ভাজাভাজা হয়ে গেলে আলুগুলি নামাতে হবে।)
ভাজাভাজা২ অতিশয় উৎপিড়িত, তীব্র শোকানলে দগ্ধ, বড় জ্বালাতন, শোকসন্তপ (ছেলেটার জ্বালায় একেবারে ভাজাভাজা হয়ে গেলাম।)
ভাজাভুজি/ ভুজিভাজা নানারকমের ভাজা ভুনা সুস্বাদু খাদ্যদ্রব্য (রোজ ভাজাভুজি খেলে শরীর খারাপ হবে।)
ভাজা মাছ উলটে খেতে না জানা না-জানার ভাণকারী আপাতঃনিরীহ অথচ অতি ধূর্ত প্রকৃতির লোক
ভাণ্ডার ফোঁড়া গুপ্ত খবর প্রকাশ করা বা প্রকাশিত হওয়া
ভাত-কাপড় খাওয়া পরার ব্যবস্থা (চাকরি না পেলে ভাত কাপড়ের ব্যবস্থা হবে না।); সমার্থক বাগধারা- অন্নবস্ত্র, খোরপোশ ইত্যাদি
ভাত ছড়ালে কাকের অভাব হয় না পয়সা থাকলে অনুচরের অভাব হয় না।
ভাতার-কামড়া স্বামীর উপর প্রতিপত্তিশালিনী; স্বামীকে আঁকড়িয়ে রাখে এমন
ভাতারখাকি/খাগি১ স্বামীর মৃত্যুর জন্য দায়ী নারী- গ্রাম্য মেয়েলী গালিবিশেষ
ভাতারখাকি/খাগি২ সধবা নারীকে বিধবা বলে দেওয়া গালি- গ্রাম্য মেয়েলী গালিবিশেষ
ভাতারখোর যে নারী স্বামী ছেড়ে অন্য পুরুষের কর্তৃত্বকে মেনে নিয়েছে- গ্রাম্য মেয়েলী গালিবিশেষ
ভাতারনড়/নুড়ি/নোড় যে নারী এক স্বামী ছেড়ে অন্য স্বামী ধরে- গ্রাম্য মেয়েলী গালিবিশেষ
ভাতারপুতের মাথা খাওয়া পতিপুত্রহীনা হওয়া- গ্রাম্য মেয়েলি গালিবিশেষ
ভাতাসি১ অতিভোজনে ভাতে অরুচি
ভাতাসি২ ক্রমাগত খেতে খেতে খাবারের প্রতি অরুচি
ভাতুড়ে-ভাতুড়িয়া অন্নদাস; অন্নের জন্য অপরের গলগ্রহ; পরের অন্নে পালিত
ভাতেভাত সিদ্ধসবজিসহ ভাত
ভাতে মারা১ উপার্জনের/জীবিকার পথ বন্ধ করা;
ভাতে মারা২ না খাইয়ে অনাহারে কষ্ট দেওয়া; সমর্থক বাগধারা- পেটে মারা
ভাতে নয় পাতে মারা জাতিচ্যুত করা
ভাদুরে তাল / ভাদ্দুরে তাল/ ভাদ্রমাসের তাল১ ভাদ্রমাসের পাকাতাল
ভাদুরে তাল/ ভাদ্দুরে তাল/ ভাদ্রমাসের তাল২ ভাদ্রমাসে পাকাতাল ধুপধাপ শব্দ করে গাছ থেকে পড়ে, তেমনি শব্দযুক্ত প্রচণ্ড কিল (পিঠের উপর মস্ত একটা ভাদুরে তাল পড়বে।)
ভানুমতীর খেল/খেলা অবিশ্বাস্য ঘটনা, কেরামতি, ভেলকিবাজী, যাদুবিদ্যা
ভাবগতিক/ভঙ্গি আচরণ, অভিপ্রায়, প্রবণতা (ওর ভাবগতিক ভালো ঠেকছে না।); সমার্থক সহচর শব্দ- চালচলন; ধরণ-ধারণ; রকম-সকম
ভাবের ঘরে চুরি১ আসল উদ্দেশ্য পণ্ড করে শুধু বাইরের ঠাঁট বজায় রাখার প্রবণতা
ভাবের ঘরে চুরি২ পরের লেখা কাব্য ইত্যাদির ভাব হুবহু গ্রহণ; সমার্থক বাগধারা- রসচুরি
ভার্বাটিম (ল্যাটিন শব্দ) অক্ষরে অক্ষরে; আক্ষরিকভাবে
ভালাবুরা- হিন্দি ভালমন্দ
ভালার ভালাই ভাললোকের হিতকরণ (ভালার ভালাই করলে ভালই হয়।)
ভালো আপদ/জ্বালা কষ্ট, বিরক্তি, অসুবিধা ইত্যাদি ব্যঞ্জক বাক্যাংশ
ভালো করা১ উপকার করা
ভালো করা২ চিকিৎসা করে রোগ মুক্ত করা
ভালো থাকা১ সুস্থ থাকা
ভালো থাকা২ মনের সুখে থাকা
ভালো দেখানো উপযুক্ত; শোভন; সমর্থনযোগ্য (আমার এখানে থাকা ভালো দেখায় না।)
ভালো দেখানো সুন্দর দেখানো (শাড়ীটা পরে তোমায় ভালো দেখাচ্ছে।))
ভালোমনে সরল মনে; প্রসন্ন চিত্তে (মানুষ সমালোচনা ভালো মনে নেয় না।)
ভালোমাথা তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন
ভালোমানুষ নিরীহ, নির্বিরোধী মানুষ; সৎলোক ('ভালোমানুষ নইরে মোরা ভালোমানুষ নই. গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই'-রবীন্দ্রনাথ)
ভালো লাগা১ উপভোগ্য হওয়া (নাটকটা ভালো লাগছে।)
ভালো লাগা আরাম বোধ করা; সুস্থ বোধ করা
ভালো হওয়া১ অসৎপথ ছেড়ে সৎপথে চলা
ভালো হওয়া২ রোগমুক্ত হওয়া
ভালোয় ভালোয় অশুভ এড়ানো অর্থে দ্বিত্ব; নিরাপদে, মঙ্গলমত, মন্দ এড়িয়ে ('ভালোয় ভালোয় বিদায় দে মা আলোয় আলোয় চলে যাই'-শ্যামাসঙ্গীত)
ভালোর নিকুচি করেছে ভলো চুলোয় যাক ভাবার্থে বিরক্তিসূচক উক্তি
ভালো-রে-ভালো মজাতো মন্দ নয় ইত্যাদি ভাবার্থে বিরক্তি বা অসন্তোষসূচক উক্তি
ভাল্লুকজ্বর ক্ষণস্থায়ী জ্বর
ভাসানো সর্বনাশ করা ('আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে অকুলদরিয়ার কোনো কূল নাই রে'- পল্লীগীতি, আব্বাসুদ্দিন আহমেদ)
ভাসাভাসা অল্পবিস্তর, উপর-উপর, একটু-আধটু, কিছুকিছু, যৎসামান্য, সীমাবদ্ধ (এই বিষয়ে আমার জ্ঞান ভাসাভাসা)
ভাসুর-ভাদ্রবৌ সম্পর্ক১ হিন্দুসমাজে ছোটভাইয়ের বৌয়ের ভাসুরের ছায়াও মাড়াতে নাই; (সেদিন আর নেই)
ভাসুর-ভাদ্রবৌ সম্পর্ক২ আড়াআড়ি সম্পর্ক; মুখ দেখাদেখি নেই; দুজনের মধ্যে বিশেষ কোন কারণে কথাবার্তা বন্ধ
ভাসুর-ভাদ্রবৌ সম্পর্ক৩ শত্রুসম্পর্ক থাকা জন্য পরস্পরের ছায়া না মাড়ানো।
ভিক্ষাপুত্র১ উপনয়নকালে কোন অব্রাহ্মণ নারীর কাছ থেকে ভিক্ষা গ্রহণকারী ব্রাহ্মণকুমার
ভিক্ষাপুত্র২ উপনয়নকালে কোন পুত্রহীনা কর্তৃক পুত্ররূপে গৃহীত ব্রাহ্মণকুমার
ভিক্ষামা যে অব্রাহ্মণ নারী ভিক্ষা দিয়ে কোন ব্রাহ্মণকুমারের মাতৃস্থানীয় হয়।
ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া মাগনায় যা পাওয়া যায় তাই লাভ; বিনাপয়সার পাওয়া জিনিসের গুণাগুণ বিচার হয় না; প্রার্থনাদ্বারা লব্ধ দ্রব্যের মান বিচার নিরর্থক; দয়ার দান উৎকৃষ্ট মানের হয় না।
ভিজা/ভিজে বেড়াল১ নিরীহ অথচ কপটচারী/ভেকধারী ব্যক্তি, সাধুর বেশে ভণ্ড; দেখতে ভালো মানুষ, কিন্তু পেটেপেটে বজ্জাতি; সমার্থক বাগধারা- বকধার্মিক, বিড়ালতপস্বী ইত্যাদি
ভিজা/ভিজে বেড়াল২ বাইরে নিস্কাম ভিতরে কামনায় পরিপূর্ণ।
ভিজা ভাতে দই বিস্বাদ; মুখরোচক নয়, এমন খাদ্য।
ভিটা কামড়ে পড়ে থাকা প্রতিকূল অবস্থায়ও বাস্তুভূমি কিছুতেই ত্যাগ না করা (সকল অত্যাচার সহ্য করে সে ভিটে কামড়ে পড়ে আছে।)
ভিটেমাটি যে ভূমিখণ্ডের উপর পুরুষানুক্রমে বাসগৃহ স্থাপিত; সমার্থক বাগধারা- বাস্তুভিটা
ভিটেমাটি চাটি করা সগৃহ একেবারে ধ্বংস করা; বাস্তুভিটের মাটি পর্যন্ত লোপ করে সমভূমি করা; সর্বাংশে/স্বমূলে ধ্বংস করা
ভিটায়/ভিটেয় ঘুঘু চড়ানো সর্বস্বান্ত করা; বাড়ীঘর চূর্ণ করে ধূলায় মিশিয়ে দিয়ে কারোকে চরম সর্বনাশের পথে ঠেলে দেওয়া।
ভিড়ভাট্টা অত্যধিক ভিড়, বিরক্তিকর জনসমাবেশ, লোকের ঠাসাঠাসি (পারতপক্ষে ভিড়ভাট্টায় আমি যাই না।); সমার্থক বাগধারা- গ্যাঞ্জাম
ভিতর বাইরে এক অকপট
ভিতরে কপনি উপরে জামা বাইরের আড়ম্বরমাত্র ভিতর ফাঁপা; পাঠান্তর- 'উপরে চিকণ চাকণ ভিতরে খেড়'।
ভিতরে গরল বাইরে সরল অন্তরে বিষ পোরা, বাইরে আমায়িক; সমতুল্য- 'বিষকুম্ভ পয়োমুখম্‌'।
ভিতরে ভিতরে গোপনে, সবার অজান্তে
ভিদভিদে যার পেটের কথা স্পষ্ট পাওয়া যায় না; সমার্থক বাগধারা- গুজগুজিয়া/ গুজগুজে
ভীতু বিড়াল/ ভীতুর ডিম অত্যন্ত/চরম ভীতু; যাকে সহজে ভয় দেখানো যায় এমন
ভীমমূর্তি ভীষণদর্শন
ভীমভাগ অধিকাংশ কিংবা প্রায় সমস্তটা; প্রচলন নেই; প্রচলন হলে বাগধারার ভাণ্ডার সমৃদ্ধ হ'বে; lion's share-এর বাংলা ভাবানুবাদ
ভীমরতি/ভীমরথী১ বয়োদশাবিশেষ; ৭৭ বছর ৭ মাস ৭ রাত্রি পূর্ণ হলে মানুষ ভীমরথীদশা প্রাপ্ত হয়; হিন্দু বিশ্বাস যে এর পর বেঁচে থাকলে প্রতিদন তার পক্ষে শত স্বর্ণমুদ্রা দক্ষিণাপ্রদ যজ্ঞের সমান হয়; কথা বললে মন্ত্র জপ করা হয়; নিদ্রা তার ধ্যানস্বরুপ হয়; অন্ন তার কাছে সুধা বিবেচিত হয় (আয়ুর্বেদ)।
ভীমরতি/ভীমরথী২ বার্ধক্যজনিত ঈষৎ বুদ্ধিভ্রংশতা; গালি বিশেষ (বাহাত্তুরে বুড়োকে ভীমরতিতে ধরেছে); (উৎস- সংস্কৃতে 'ভীম' মানে ভীষণ আর 'রথী' মানে রাত্রি; সপ্তসপ্ততি বৎসরের সপ্তম মাসের সপ্তম দিবসের রাত্রি; এই ভাবার্থে ভীমরথী মানে ভীষণরাত্রি; 'ভীমরতি' শব্দের সঙ্গে বয়স ও বয়স অনুযায়ী আচরণের সম্পর্ক প্রকাশ করা হয়)
ভীমরুলের চাকে কাঠি/খোঁচা/ঘা/ঢিল একতাবদ্ধ হিংস্র জনতাকে উত্তেজিত করা; বিরুদ্ধবাদীদের পিছনে লাগা
ভীমশব্দ উচ্চমাত্রার ভয়ানক শব্দ
ভীষ্মের প্রতিজ্ঞা অটল/অনড়/অবিচল/কঠিন/দৃঢ়সংকল্প
ভীষ্মের শরশয্যা আপন দোষে বিছানায় পড়ে দীর্ঘকালীন মৃত্যুযন্ত্রণা
ভুঁইফোড় অর্বাচীন; আভিজাত্যহীন; পূর্বাপর সম্বন্ধশূন্য; হঠাৎ উদিত বা আবির্ভূত (ভুঁইফোড় নেতা)
ভুঁড়ো শিয়াল বিদ্রুপে- স্থূলকায় ব্যক্তি
ভুক্তভোগী কৃতকর্মের ফলভোগী; পূর্বে কোনো বিষয় ভোগ করেছে এবং সেইজন্য কষ্ট পেয়েছে এমন
ভুজং/ ভুজুং/ ভুজংভাজাং/ ভুজুংভাজুং দেওয়া তুচ্ছ/মিথ্যা যুক্তিতর্কের সাহায্যে স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ভুল বুঝানো বা প্রবোধ দেওয়া (ভুজুংভাজুং দিয়ে নানালোককে দলে টেনেছে।); সমার্থক বাগধারা- ভজনভাজন
ভুরু কোঁচকান/বাঁকানো অবিশ্বাস বা বিরক্তি প্রকাশ করা
ভুলচুক/ ভুলত্রুটি/ ভুলভ্রান্তি একার্থক যুগ্মশব্দ; নানাপ্রকার ভুল; বিস্মৃতিজনিত স্খলন (মানুষমাত্রই ভুলচুক হয়।); সমার্থক বাগধারা- ত্রুটি-বিচ্যুতি
ভুল বকা অপ্রকৃতস্থ কথাবার্তা, পাগলের প্রলাপ; প্রলাপ বকা
ভুশুড়ি ভাঙা১ ক্রমাগত কাঁঠালের কোয়া বের করা
ভুশুড়ি ভাঙা২ তৃপ্তি করে প্রচুরপরিমাণে খাওয়া, ভূরিভোজন করা
ভুশুড়ি ভাঙা (গল্পের) ক্রমাগত একটার পর একটা গল্প বলা
ভুশণ্ডি/ভূশণ্ডি/ভুষণ্ডি ব্যঙ্গার্থ- দীর্ঘজীবী; বহুদর্শী; বিষয়বুদ্ধি-কুশল ব্যক্তি (তিনি ভুশুণ্ডির কাক হয়ে বসে আছেন।)
ভুশুণ্ডির কাক১ প্রশংসায়- বহুদর্শী ও বহু অভিজ্ঞতাসম্পন্ন বয়োবৃদ্ধ ব্যক্তি (উৎসকাহিনী- হিন্দুপুরাণে উল্লিখিত ত্রিযুগদর্শী কাক)
ভুশুণ্ডির কাক২ নিন্দায়- যে মৃত্যুর বয়স হওয়া সত্ত্বেও বহু বছর ধরে জীবিত আছে; অন্যায়ভাবে দীর্ঘজীবী ব্যক্তি
ভুষ্টিনাশ১ অপচয়, অপব্যয়, নাশ (টাকার ভুষ্টিনাশ)
ভুষ্টিনাশ২ সর্বনাশ (কাজের ভুষ্টিনাশ)
ভুসিমাল অপদার্থ, অসার দ্রব্য, কোন কাজের নয়, রদ্দিমাল
ভূঁইফোড় আকস্মিক বৃদ্ধিপ্রাপ্ত বস্তু, নতুন, পূর্বাপর সম্বন্ধশূন্য, আভিজাত্যহীন, হঠাৎ আবির্ভূত বা উদিত, হঠাৎ এসে জাঁকিয়ে বসা, হঠাৎ গজিয়ে ওঠা মাতব্বর, হঠাৎ বড়লোক (ভুঁইফোড় বড়লোক; ভূঁইফোঁড়ের মত কোথা থেকে হঠাৎ উদয় হ'লে?); সমার্থক বাগধারা- ধূমকেতু
ভূত চাপা (ঘাড়ে) দুষ্টবুদ্ধি চাড়া দেওয়া
ভূত ছাড়ানো/তাড়ানো/ভাগানো চারিত্রিক দোষ সংশোধন করা
ভূত দেখা অনভিপ্রেত কাউকে দেখে চমকে ওঠা
ভূত চাপা (ঘাড়ে/মাথায়) দুষ্টবুদ্ধি মাথায় চাপা
ভূতপূর্ব একার্থক যুগ্মশব্দ; প্রাক্তন (ভূতপূর্ব প্রধানশিক্ষক)।
ভূতপ্রেত বহুবচনে একার্থক যুগ্মশব্দ; অশরীরী আত্মাসমূহ
ভূত-ভবিষ্যত অতীত ও বর্তমান
ভূত-ভবিষ্যত বিবেচনা করা অগ্রপশ্চাৎ বিবেচনা করে কাজ করা
ভূতের কাছে মামদোবাজী মামুদো থেকে ভূত দড়-এই ধারণার প্রতি ইঙ্গিত
ভূতের নাচ/নাচন অনিষ্টকারীদের উৎপাত; উপদ্রব
ভূতের বাপের শ্রাদ্ধ১ অতি বিশৃঙ্খল অনুষ্ঠান
ভূতের বাপের শ্রাদ্ধ২ অনর্থক অর্থের অপচয়; বাজে কাজে টাকা নষ্ট
ভূতের বেগার খাটা/ঠেলা অনর্থক পরিশ্রম করা ('ভূতের বেগার ঠেলবো কত'- রামপ্রসাদ)
ভূতের বোঝা অনাবশ্যক গুরুভার বহন করা
ভূতের বোঝা বওয়া১ অনাবশ্যক গুরুভার বহন করা
ভূতের বোঝা বওয়া২ সংসারের দায়িত্ব নেওয়া
ভূতের মুখে রামনাম অবিশ্বাস্য কথাবার্তা; চরিত্র/স্বভাব-বিরুদ্ধ কথাবার্তা; মন্দের মুখে ভালকথা
ভূতুড়ে কাণ্ড যুক্তিহীন আজব কাণ্ডকারখানা
ভূমিশূন্য রাজা বিদ্রুপে- রাজার মত অতি বিলাসী ব্যক্তি; সমার্থক বাগধারা- বিদ্যাশূন্য ভট্টাচার্য
ভূমিকা আরম্ভ, শুরু, সূচনা (আর ভূমিকা না করে আসল কথাটা বলো।); সমার্থক বাগধারা- মুখবন্ধ
ভূরিভূরি প্রচুরপরিমাণে ('এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভূরিভূরি'- রবীন্দ্রনাথ)
ভূলুণ্ঠিত অপদস্থ ও বিপর্যস্ত (মর্যাদা ভূলুণ্ঠিত)
ভূস্বর্গ কাশ্মীর
ভেটকি মাছের মতো মুখ করা মুখ বিকৃত করা
ভেড়া বিদ্রুপে- অত্যন্ত নিরীহ ও নিস্তেজ ব্যক্তি; ব্যক্তিত্বহীন লোক
ভেড়া করে রাখা/ ভেড়া বানানো পূর্ণ আয়ত্তে এনে কমজোর করে রাখা; সম্পূর্ণ বশে রাখা (ভদ্রমহিলা স্বামীকে ভেড়া বানিয়ে রেখেছে।)
ভেড়াকান্ত আস্ত বোকা; বোকার চূড়ামনি; নিজের বিচারবুদ্ধি প্রয়োগ না করে পরের বুদ্ধিতে চলা ব্যক্তিদের অগ্রগণ্য ব্যক্তি
ভেড়ার গোয়ালে আগুন প্রতিকারে উপায় চিন্তা না করে শুধু হইচই
ভেড়ার পাল অন্ধভাবে অনুসরণকারী গোষ্ঠী; ব্যক্তিত্বহীন একদল লোক; যাদের স্বাতন্ত্র্যবোধ নেই, যাদের একজন যেদিকে যায় না বুঝে সবাই সেদিকে যায়
ভেড়ার বেশে নেকড়ে বাঘ প্রচ্ছন্ন শয়তান
ভেড়ার ভেড়া মহা-কাপুরুষ
ভেড়ির দল/পাল কারো নির্দেশে কোন প্রশ্ন না করে চলা একদল বোকালোক
ভেড়ুয়া/ভেড়িয়া/ভেড়ে/ভেড়ো১ ভেড়ার মত কাপুরুষ
ভেড়ুয়া/ভেড়ে/ভেড়ো২ ব্যঙ্গার্থে- স্ত্রীর বশীভূত, স্ত্রৈণ
ভেতো১ ভাত খেতে ভালোবাসে এমন (ভেতো বাঙ্গালী)
ভেতো২ দুর্বল; ভিতু; ভীরু
ভেনি, ভিডি, ভিসি (ল্যাটিন শব্দগুচ্ছ)- জুলিয়াস সিজার আমি এলাম; আমি দেখলাম; আমি জয় করলাম; একটি দ্রুত চূড়ান্ত বিজয় বোঝাতে ব্যবহৃত শব্দগুচ্ছ।
ভেবা/ভ্যাবাগঙ্গারাম বিদ্রুপে- ক্যাবলাকান্ত, নিরেট বোকা, বোকাহাবা (তুমি তো দেখছি একটা ভেবাগঙ্গারাম।)
ভেবাছেকা/ভ্যাবাচ্যাকা খাওয়া/লাগা কিছু দেখে বা শুনে কিংকর্তব্যবিমূঢ় হওয়া; বিহ্বল বা হতবুদ্ধি হওয়া (ভেবাচেকা খেয়ে দাঁড়িয়ে পড়ল।)
ভেবেই খুন ভেবেই আকুল
ভেবেচিন্তে সবদিক বিবেচনা করে
ভেবেভেবে দড়ি হওয়া ক্রমাগত মানসিক দুশ্চিন্তা ও অশান্তিতে শীর্ণ হওয়া
ভেরেণ্ডা ভাজা১ অকাজে সময় কাটানো (কাজ নেই বসে বসে ভেরেণ্ডা ভাজছি।)
ভেরেণ্ডা ভাজা২ উপার্জন না করা; বেকার থাকা
ভেলায় চড়ে সাগর পার অসাধ্যসাধন, অল্প উদ্যোগে বিশাল কাজ
ভেল্কি লাগা কার্য-কারণসম্পর্ক নির্ধারণে অক্ষম হয়ে হতবুদ্ধি হওয়া; ঘটনার চমৎকারিত্বে মুগ্ধ হওয়া
ভেস্তা নষ্ট, পণ্ড (সাত নকলে আসল ভেস্তা- প্রবাদ)
ভেস্তে যাওয়া পণ্ড বা নষ্ট হওয়া; ফেঁসে যাওয়া; উলট-পালট হওয়া (সব আয়োজন ভেস্তে গেছে।)
ভোঁ দৌড় অতিদ্রুত পলায়ন
ভোঁ ভাঁ/ ভোঁ ভোঁ খালি, ফাঁকা (অকুস্থলে পুলিশ এসে দেখে সব ভোঁ ভাঁ।)
ভোঁতা কোদালে দিঘি কাটা অসম্ভব কাজ, যা সম্ভব নয়
ভোগান্তি ভোগের শেষ, নিদারুণ কষ্টদায়ক ভোগ (ভোগান্তির একশেষ)
ভোগীরাম যে ব্যক্তি বাপের অর্জিত সম্পত্তি ভোগ করে
ভোগের আগে প্রসাদ ফললাভের আগেই ফলভোগের ইচ্ছা
ভোগের কর্তা ভগবান সবই ঈশ্বরের কৃপা; ভাগ্যে লেখা না থাকলে ভগ হয় না
ভোজ১ অনেকে মিলে একত্রে আহার
ভোজ২ বিপুল আহার্য বস্তুর সমাবেশ ('খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে'- সুকুমার রায়)
ভোজনবিলাসী খাদ্য বা খাওয়ার ব্যাপারে শৌখিন; পেটুক
ভোজবাজি কেরামতি, জাদু, ম্যাজিক (একদিনেই সব শেষ, একি ভোজবাজি নাকি?)
ভোম্বলদাস বোকা লোক, হাঁদারাম
ভোলপালটানো/বদলানো১ বেশ পরিবর্তন; ছদ্মবেশ ধারণ (ভোল পালটে হাজির।)
ভোলপালটানো/বদলানো২ স্বরূপবদল (আয়ারাম গয়ারামেরা রাতারাতি ভোল পালটে একদল থেকে অন্যদলে চলে যাচ্ছে।)
ভোলে-ভালা সাদাসিধে বেখেয়ালি লোক, নিতান্ত ভালমানুষ; (ভোলেভালা ছেলেটাকে নিয়ে সবাই মজা করে); সমার্থক বাগধারা- আলা-ভোলা, নড়েভোলা, ন্যালাভোলা ইত্যাদি
ভ্যাংচানো, ভেংচি কাটা মুখবিকৃতি করা (ওভাবে ভেংচ্ছ কেন?); সমার্থক বাগধারা- মুখখিঁচানো
ভ্যাজর-ভ্যাজর/ ভ্যান-ভ্যান/ ভ্যানর-ভ্যানর অনর্গল/একঘেয়ে বিরক্তিকর কথাবার্তা; বাজে বকবকানি (কেন কানের কাছে এত ভ্যাজর-ভ্যাজর করছো?)
ভ্যাদা নির্বোধ প্রকৃতির লোক; সমার্থক বাগধারা- হাঁদা
ভ্যানতারা বাজে কথা বলে বিরক্তি উৎপাদন (মেলা ভ্যানতারা করিস না); সমার্থক বাগধারা- ভ্যাজর-ভ্যাজর
ভ্যান ভ্যান / ভ্যানর-ভ্যানর ক্রমাগত অনভিপ্রেত অনুরোধ ধ্বনি; বিরক্তিকর কথাবার্তা বা ধ্বনি (কানের কাছে ভ্যান ভ্যান করছ কেন?)
ভ্যাবাগঙ্গারাম বিদ্রুপে- ক্যাবলাকান্ত, নিরেট বোকা, বোকাহাবা (তুমি তো দেখছি একটা ভ্যাবাগঙ্গারাম।)
ভ্যাবাচ্যাকা খাওয়া/লাগা কিছু দেখে বা শুনে কিংকর্তব্যবিমূঢ় হওয়া; বিহ্বল বা হতবুদ্ধি হওয়া (ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে পড়ল।)
ভ্যারেণ্ডা ভাজা অলসে সময় কাটানো; কাজ না করে অকাজে সময় নষ্ট করা
ভ্যালা নিন্দা, বিদ্রুপ, বিরক্তি, ব্যঙ্গ প্রভৃতিতে হিন্দি 'ভলা' ও বাংলার 'ভালো'-এর বিকৃতরূপ ('সকলে বলিল -ভ্যালারে নন্দ, বেঁচে থাক চিরকাল'- দ্বিজেন্দ্রলাল রায়; ভালা বিপদে পড়লাম)
ভ্রান্তিবিলাস কল্পিত স্বর্গসুখ
ভ্রামরী মিত্র স্বার্থের বন্ধু, যে অসময়ে সুযোগ নিয়ে সুসময়ে উপকারীকে অস্বীকার করে
ভ্রামরী মিত্রতা সম্পৎকালের বন্ধুত্ব; মধুযুক্ত পুষ্পের সঙ্গে ভ্রমরের মিত্রতাবৎসম্পর্ক
ভ্রুকুঞ্চন/ভ্রুকুটি অবিশ্বাস, ক্রোধ, বিরক্তি, বিস্ময় প্রভৃতি বোঝাতে দুই ভুরু কোঁচকানো
ভ্রুক্ষেপ গুরুত্ব দেওয়া, গ্রাহ্য করা (কথাটা শুনেও সে কোন ভ্রুক্ষেপ করল না।)
ভ্রুবিলাস/ভ্রুভঙ্গি মনোহর/সুন্দর ভ্রুকুঞ্চন ('ভ্রূবিলাস শেখে নাই কারা সেই নারী'- রবীন্দ্রনাথ ঠাকুর)

সম্পাদনা

বাগধারা অর্থ
মই কাড়া আশা দিয়ে পরে নিরাশ করা; বিপদে ফেলে ছেড়ে যাওয়া (গাছে তুলে মই কেড়ে নেওয়া- প্রবাদ)
মই দেওয়া ক্ষতি/সর্বনাশ করা (পাকা ধানে মই দেওয়া- প্রবাদ)
মক-মক করা/মকমকানি বিরক্তিকর টানা বকবকানি (এবার তোমার মকমকানি থামাও); সমার্থক বাগধারা- ঘ্যানরঘ্যানর করা/ঘ্যানঘ্যানানি
মক্ষিচুষ অতি কৃপণ (তোমার মত এমন মক্ষিচুষ আর দেখেনি।)
মখমলের দস্তানায় বজ্রমুষ্টি কোমলে-কঠোরে অনুশাসন
মগজ খালি নির্বোধ, বুদ্ধিহীন; সমার্থক বাগধারা- ঘটে বুদ্ধি নাই, ঘিলুহীন খুলি, মগজে শাঁস নেই, মটকা খালি, মাথায় গোবর পোড়া ইত্যাদি
মগজ খালি করা বকবক করা; না থেমে বকে যাওয়া; ক্রমাগত বকতে বকতে মাথায় কিছু না করা
মগজ খেলানো বুদ্ধি শানানো; মাথা খাটানো/খেলানো (মগজ একটু খেলাও উত্তর পেয়ে যাবে।)
মগজ ধোলাই ক্রমাগত বুঝিয়ে কারও পূর্ব ধারণা ত্যাগ করিয়ে নতুন ধারণা গ্রহণে বাধ্য করা (যুক্তিবাদীর মগজ ধোলাই করা সহজ নয়।)
মগের মুল্লুক চরম অরাজকতা্পূর্ণ দেশ, যথেচ্চারের দেশ (মগের মুল্লুক পেয়েছো নাকি যে যা ইচ্ছে তাই করবে?)
মঙ্গলাচরণ১ কর্মারম্ভে মঙ্গলসূচক অনুষ্ঠান; শুভানুষ্ঠান।
মঙ্গলাচরণ২ বাঙালি হিন্দু বিবাহের প্রথম বৈদিক আচার; সমার্থক বাগধারা- পাটিপত্র
মজা ওড়ানো/লোটা আমোদ/আনন্দ উপভোগ করা (ছুটির দিনগুলিতে নানাভাবে মজা লুটি।)
মজা করা অপরকে অপদস্থ করে কৌতুক করা (আমার মজা করা বার করে দেব।)
মজা চাখানো/দেখানো অন্যকে বিপদে ফেলে জব্দ করা (দাঁড়াও মজা দেখাচ্ছি।)
মজা টের পাওয়া/পাওয়ানো কষ্ট পাওয়া; জব্দ হয়ে অসুবিধা ভোগ করা/করানো; বিপত্তি উপলব্ধি করা; বিপদাপন্ন হওয়া (ওর পেছনে বেশি লাগলে মজা টের পাবে।)
মজা দেখা অন্যর কষ্টে/বিপদে আনন্দ অনুভব করা (আমরা দূরে দাঁড়িয়ে মজা দেখছি।)
মজা মারা কষ্টের ভাগীদার না হয়ে সুখভোগ করা (তৈরী অন্ন খান যাঁরা মজা মারেন তাঁরা; মজা টের পান যদি ভানতে হয় ধান'।)
মজার কথা বিস্ময়ের কথা (মজার কথা হল হাজার মৃত্যু দেখেও মানুষ ভুলে যায় যে সেও একদিন মরবে।)
মটকা খালি নির্বোধ, বুদ্ধিহীন; সমার্থক বাগধারা- ঘটে বুদ্ধি নাই, ঘিলুহীন খুলি, মগজ খালি, মগজে শাঁস নেই, মাথায় গোবর পোড়া ইত্যাদি
মটকা গরম মাথা গরম (আজেবাজে কথা শুনলে মটকা গরম হয়ে যায়)
মটকা মারা কপটনিদ্রা, ঘুমের ভান করে পড়ে থাকা (মটকা মেরে পড়ে আছে।)
মটরের চাপে মুসুরি চ্যাপ্টা সবলের দাপটে দুর্বল গুড়িসুড়ি
মড়াকান্না উচ্চস্বরে শোকপ্রকাশ (সকলে মিলে মড়াকান্না জুড়ে দিয়েছে।)
মড়াখেগো অতিকৃশ (সহরের ঘোড়ার গাড়ীগুলি মড়াখেগো ঘোড়ায় টানে।)
মড়া মেরে খুনের দায় লঘু পাপে গুরুদণ্ড
মড়ার উপর খাঁড়ার ঘা১ দুর্বল/বিপন্নের ওপর অত্যাচার
মড়ার উপর খাঁড়ার ঘা২ যন্ত্রণার ওপর যন্ত্রণা; যন্ত্রণা বৃদ্ধি (ঝড়ের পর বন্যার জল, এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা।); সমার্থক বাগধারা- কাটা ঘায়ে নুনের ছিটা; গোদের উপর বিষফোঁড়া
মণিকোঠা মুখ্য অর্থ-মণিময় গৃহ; আলং-অতি প্রিয় ও গোপন আধার (মনের মণিকোঠা)
মণিকাঞ্চন যোগ মুখ্য অর্থ- মণি ও সোনার শোভন মিলন; আলং- উপযুক্ত মিলন; যোগ্যর সঙ্গে যোগ্যের সার্থক মিলন (যেমন পাত্র তেমন পাত্রী, উভয়ের মণিকাঞ্চন যোগ হয়েছে।)
মণিবন্ধ হাতের কবজি ('রুম ঝুমঝুম মঞ্জীর বাজে কঙ্কণ মণিবন্ধে'-কাজী নজরুল।)
মণিহারা ফণী অতি প্রিয়জন হারানোয় অস্থিরচিত্ত লোক ('সই গো আমার নয়নমণি কই, মণিহারা ফণীর মত দিশেহারা হই'লঘুগীতি।)
মৎস্যমুখ হিন্দুদের শ্রাদ্ধানুষ্ঠানের পর মাছ খেয়ে নিয়মভঙ্গ করার অনুষ্ঠান; সমার্থক বাগধারা- আঁইসপান্না/আঁষপান্না
মতিমতী বুদ্ধিমতী
মথুরাধাম/পুরী ব্যঙ্গে- শশুরবাড়ী
মধু আকর্ষণের বস্তু, টাকা কামানোর সুযোগসুবিধা (রাজনীতিতে অনেক মধু আছে।)
মধুচক্র একবাড়ীতে একাধিক যুগলের অবৈধ মিলনের আসর
মধুপর্কের বাটি অকিঞ্চিৎকর আধার
মধুরেণ সমাপয়েৎ১ মিষ্টি দিয়ে (খাওয়া) শেষ করা।
মধুরেণ সমাপয়েৎ২ সুন্দরভাবে সম্পন্ন করা।
মধ্যমণি শ্রেষ্ঠরত্ন (সমাজের মধ্যমণি)।
মনকলা খাওয়া কল্পনায় বাঞ্ছিত বস্তু উপভোগ করা
মন কষাকাষি পরস্পর অবনিবনা; মনোমালিন্য (দলের মধ্যে প্রবীণ ও নবীনদের মধ্যে মনকষাকষি চলছে।)
মন কাড়া১ আকৃষ্ট/মুগ্ধ করা (জিনিসটা আমার মন কেড়েছে।)
মনকাড়া২ আকর্ষণীয়, মুগ্ধকর (সন্ধ্যার আকাশে মনকাড়া রঙের খেলা।)
মন কেমন করা অস্থির হওয়া, ব্যাকুল হওয়া ('মন যে আমার কেমন কেমন করে'-লঘুগীতি)
মন খারাপ করা/হওয়া কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া, বিষন্ন হওয়া (পরীক্ষার ফল মনমত না হওয়ায় মন খারাপ করে বসে আছে।)
মন খুঁতখুঁত করা তৃপ্ত না হওয়া (কাজের ব্যাপারে মন খুঁতখুঁত করা ভালো।)
মন খুলে বলা / মন খোলা অকপটে মনের কথ্য বলা (মন খুলে কথা বললে শরীর ও মন সুস্থ থাকে।)
মনখোলা অকপট, সরল, খোলামনের মানুষ (মনখোলা মানুষ দিলদরিয়া হয়।); সমার্থক বাগধারা- দিলখোলা
মনগড়া অসত্য; অলীক; অবাস্তব, কাল্পনিক, বানিয়ে বলা (মনগড়া কাহিনী)
মন গলা দয়ালু হওয়া
মন চলা ইচ্ছা করা (দেহ চলে তো মন চলে না; 'মন চল নিজ নিকেতনে-, বিবেকানন্দের প্রিয় গান')।
মনচোর/চোরা যে মনকে মুগ্ধ করে; প্রেমিক (বিনোদিনী রাইয়ের মনচোরা কানাই।)
মনচাঙ্গা কলুষতামুক্ত/পবিত্র মন (মনচাঙ্গা তো কটরা জলও গঙ্গা)
মন ছোটা প্রবল ইচ্ছা বা ঝোঁক হওয়া
মন জানা/বোঝা অন্তরের ভাব বা অভিপ্রায় অবগত হওয়া; অপরের মনোভাব জানা (কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে সবার মন জানতে চেষ্টা করব।)
মনজিনি মনকে জয় করে এমন বিষয়বস্তু
মন জোগানো অন্যের ইচ্ছানুসারে চলা; মনের মতো করে কাজ করে খুশি করা (সবার মন জুগিয়ে চলা যায় না।)
মন টলা১ অভিপ্রায় শিথিল হওয়া; মতের নড়চড় হওয়া (ছেলেকে সম্পত্তি দেওয়ার ব্যাপারে বাপের মন টলেছে।)
মন টলা২ বিচলিত হওয়া; চিত্তবিকার ঘটা (রূপ দেখে মুনির মন পর্যন্ত টলে।)
মন টানা ইচ্ছা করা; চিত্ত আকর্ষণ করা (পাহাড় আমার মন টানে।)
মন ঢালা গভীরভাবে মনোনিবেশ করা ('প্রমোদে ঢালিয়া দিনু মন, তবু প্রাণ কেন কাঁদেরে'- রবীন্দ্রনাথ)
মনঢালা সম্পূর্ণ আন্তরিক, নিখাদ (মনঢালা ভালবাসা, শুভেচ্ছা নিও।)
মন থাকা অন্তরের টান থাকা; ইচ্ছা থাকা
মন থেকে১ আন্তরিকভাবে (মন থেকে চাই তুমি রোজ এখানে আসো।); সমার্থক বাগধারা- মনেপ্রাণে
মন থেকে২ কল্পনা করে (মন থেকে গল্প বানানো।)
মন দমা উদ্যম নষ্ট হওয়া; হতাশ হওয়া
মন দেওয়া১ মনোনিবেশ করা, মনোযোগ দেওয়া (পূজা শেষ, এবার পড়ায় মন দাও।); সমার্থক বাগধারা- মন লাগানো
মন দেওয়া২ ভালোবাসা ('মন দেওয়া কি মুখের কথা')
মন দেওয়া-নেওয়া একে অন্যকে ভালবাসা; পরস্পর ভালোবাসার বিনিময় ('মন দিল না বঁধু, মন নিল যে শুধু'- শচীনকর্তার গান।)
মন না মতি / মন না মতিভ্রম অস্থিরমতি মানবগয়ান
মন না মুখোশ মুখোশের আড়ালে সত্ত্বা (নেতাদের মুখ দেখে বোঝা যায় না সেটা মন না মুখোশ।)
মনপবন বাতাসের মত দ্রুতগামী/স্বেচ্ছাবিহারী মন (মনপবনের নাও)
মন পোড়া অন্তর্জ্বালায় দগ্ধ হওয়া; সন্তপ্ত হওয়া (কারো ঘর পোড়ে, কারো মন পোড়ে)
মন পাওয়া সম্মতি/প্রীতি লাভ করা ('মন পেতে হলে মনের মূল্য চাই'লঘুগীতি।)
মন ফেরানো ঝোঁক নিবারণ করা; কোনো কিছু হতে নিবৃত্ত করা (মন ফিরেছে বিদেশ ছেড়ে দেশে ফিরিছে।)
মন বসা/লাগা চিত্তস্থির হওয়া; নিবিষ্ট হওয়া, ভালো লাগা, মনযোগ দেওয়া (কাজে মন বসেছে।)
মন ভাঙা উৎসাহহীন হওয়া; মনক্ষুণ্ণ হওয়া
মন ভাঙানো উৎসাহহীন হওয়া; মনক্ষুণ্ণ হওয়া
মন ভার করা অপ্রসন্ন/বিষন্ন হওয়া; বিরক্ত হওয়া; (মন ভার করে বসে আছো কেন?)
মন ভুলানো/ভোলানো১ অপরের মন আনন্দে অভিভূত করা; চিত্তমুগ্ধ করা।
মনভোলা আত্মবিস্মৃত, কিছু মনে থাকে না এমন ('মনভোলা মাঝি আমি ভাসি নয়ন জলে'-লোকগীতি)
মন মজা কোনোকিছু ভালো লাগলে তাতে ডুবে যাওয়া ('আমার মন মজেছে গুরুদেবের গানে')
মন মজানো অনুরাগে সিক্ত করা (যার সাথে যার মজে মন কিবা হাঁড়ি কিবা ডোম- প্রবাদ)
মন মরা বিমর্ষ, বিষণ্ণ (এমন মন মরা হয়ে বসে আছো কেন?)
মন মাতানো মন ভুলানো-এর অনুরূপ
মন মানা বোধ বা প্রবোধ মানা; সান্ত্বনা পাওয়া ('আমার মন মানে না...দিন রজনী'-রবীন্দ্রনাথ)
মন যাওয়া ইচ্ছা করা/হওয়া (জলে নামতে মন যাচ্ছে না।)
মন যোগানো১ পরের খুশিমতো কাজ করে সন্তুষ্ট করা
মন যোগানো২ চাটুকারিতাদ্বারা খুশি করা
মনযোগানো৩ তোষামোদসূচক (মনযোগানো কথা)
মন রক্ষা করা কোনোরূপে মনঃক্ষুণ্ণ না হয় তার উপায় করা; তূলনীয়- মুখরক্ষা
মন রাখা১ অপরকে খুশি করা, তোষামোদ করা; খুশি করা কথা (কারও মনে রেখে কথা বলো না)
মনরাখা২ খুশি করে এমন (মনরাখা কথা)
মন লাগা আগ্রহ/উৎসাহ বোধ করা; ইচ্ছা হওয়া; প্রবৃত্তি হওয়া; ভালো লাগা (পড়ায় মন লাগে না।)
মন লাগানো মন যাতে বসে তা করা; মনোযোগ দেওয়া; মনোনিবেশ করা
মন সরা মন লাগার অনুরূপ
মনস্থির করা সঙ্কল্প/সিদ্ধান্ত করা (এখনও ওই বিষয়ে মনস্থির করিনি।)
মন হওয়া ইচ্ছা হওয়া (চলে যেতে মন হল, চলে যাচ্ছি।)
মনান্তর ঝগড়া, মনোমালিন্য (মতান্তর থেকে মনান্তর।)
মনুষ্যপদবাচ্য মানুষ বলে গ্রাহ্য (রবীন্দ্রনাথের মতে সমকালীন বাঙালীর মধ্যে একমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মনুষ্যপদবাচ্য।)
মনে আনা ভাবা; মনে স্থান দেওয়া; স্মরণ করা (অমন কথা মনেও আনতে নেই।)
মনে আসা/করা স্মরণে আসা ( মনে আসছে না তোমাকে কি বলেছি; গানটা মনে করতে পারছি না ইত্যাদি।)
মনে করা১ ক্ষুণ্ণ হওয়া; দোষ ধরা (ওর কথায় কিছু মনে করো না।)
মনে করা২ ধারণা করা ('মনে কর সব পাওয়া গেল, যতকিছু সব চাওয়া গেল...মনে হবে হেরে যাওয়া গেল'-সলীলচৌধুরী।)
মনে করে অভিপ্রায় নিয়ে; উদ্দেশ্যে; ভেবে (কি মনে করে হঠাৎ আগমন?)
মনে জাগা স্মরণ হওয়া, মনে উদিত হওয়া; খেয়াল হওয়া (মনে জাগলো তাই চলে এলাম।)
মনে জানা অনুভব করা (মনে জানি সে আবার আসবে।)
মনে থাকা স্মরণে থাকা (যা ভুলো মন তোমার, মনে থাকলে হয়।)
মনে দাগ কাটা মনে প্রভাব বিস্তার করা; স্মৃতিতে থেকে যাওয়া (তার অমলিন ব্যবহার মনে দাগ কেটে যায়।)
মনে ধরা পছন্দ হওয়া; ভালো লাগা (তোমাকে আমার মনে ধরেছে।); সমার্থক বাগধারা- মনে লাগা
মনে মনে নিজের মনের মধ্যে; অন্যের অজ্ঞাতে; কল্পনায় (মনে মনে অত কি ভাবছো?)
মনে পড়া স্মরণ হওয়া ('যদি মনে পড়ে সেদিনের কথা আমারে ভুলিও প্রিয়'- লঘুসঙ্গীত)
মনে পুষে রাখা মনের মধ্যে হিংসা, রাগ ইত্যাদি গোপন রাখা
মনেপ্রাণে আন্তরিকভাবে (আমি মনেপ্রাণে চাই তুমি দেশে থাকো।); সমার্থক বাগধারা- মন থেকে
মনে মনে থাকা গোপন থাকা, পেটে থাকে (বিষয়টা মনে মনে থাক বাইরে প্রকাশ করো না।)
মনে রাখা স্মরণে রাখা ('মনে রেখো, তোমাদের এই হাসিখেলায় আমি যে গান গেয়েছিলেম জীর্ণপাতা ঝরার বেলায়'- রবীন্দ্রনাথ)
মনে লাগা পছন্দসই হওয়া; মনের মত হওয়া
মনে হওয়া অনুভব করা, ধারণা হওয়া ('মনে হ'ল যেন পেরিয়ে এলেম অন্তবিহীনপথ আসিতে তোমার দ্বারে'- রবীন্দ্রনাথ)
মনের আগুন / মনের মধ্যে আগুন১ শোক দুঃখ ইত্যাদি থেকে উৎপন্ন মানসিক যন্ত্রণা ('মনের আগুন জ্বলে দ্বিগুণ তোমারে না পাইয়া'-লোকগীতি)
মনের আগুন / মনের মধ্যে আগুন২ প্রবল উচ্চাশা
মনের কথা গোপন ইচ্ছা ('মন বলে আমি মনের কথা জানি না'- ভাববাদী গান)
মনের কালি/বিষ/ময়লা১ অজ্ঞানতা; দ্বেষ; নীচু মানসিকতা; বিবাদ-বিসংবাদ; মনোমালিন্য; হিংসা ইত্যাদি মানসিক মলিনতা ('সবারে বাসরে ভালো নইলে মনের কালো ঘুচবে না'-নজরুল)
মনের কালি/বিষ/ময়লা২ গোপন পাপ; গোপনে কৃত পাপকার্য
মনের খবর গোপন ইচ্ছা ('জীবনপুরের পথিকরে ভাই...কোথাও আমি মনের খবর পেলাম না')
মনের গোল১ ইতস্তত ভাব, দ্বিধা
মনের গোল২ ভ্রান্তি, সংশয়, সন্দেহ (মনের গোলেতে মন পোড়ে।)
মনের জোর আত্মবিশ্বাস, উদ্যম, উৎসাহ, দৃঢ়প্রতিজ্ঞা, মানসিক শক্তি মনোবল (মনের জোর থাকলে সবকিছু জয় করা যায়।)
মনের ঝাল মনে পুষে রাখা আক্রোশ, ক্রোধ, রাগ (তাকে খুব গালাগালি করে মনের ঝাল মিটিয়েছি।)
মনের মত ইচ্ছার অনুরুপ; পছন্দমাফিক (কোথাও আমি মনের মত মনের মানুষ পেলাম না'
মনের মানুষ খুব পছন্দের লোক ('আমি কোথায় পাব তারে আমার মনের মানুষ যেরে'-রবীন্দ্রনাথ)
মনের মিল ঐক্য, সদ্ভাব (দিল খোলা তো মনের মিল হ'তে কতক্ষণ।)
মনের সাধ বাসনা ('সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ মধুহীন করোনাকো তব মনঃকোকনদে'- মধুসূদন)
মন্ত্রগুপ্তি মন্ত্রণার অপ্রকাশ; মন্ত্রণার বা যুক্তি-পরামর্শের গোপনীয়তা রক্ষা
মন্ত্রমুগ্ধ রূপ, গুণ, ব্যক্তিত্ব ইত্যাদিতে অবিভূত
মন্ত্রশিষ্য একান্ত অনুগামী ব্যক্তি
মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন কাজ সম্পন্ন করতে দৃঢ়প্রতিজ্ঞ
মন্থরা কুচক্রী, কুপরামর্শদাতা (মন্থরার মন্ত্রণা)
মন্থরার মন্ত্রণা কুচক্রীর কুপরামর্শ/বদবুদ্ধিদান
মন্দগতি ধীরগতি
মন্দচোখ কুদৃষ্টি
মন্দ নয়১ খারাপ না; চলনসই; মোটামুটি ভাব; সমার্থক বাগধারা- মন্দের ভালো
মন্দ নয়২ ব্যঙ্গার্থ- বিলক্ষণ; খুব ভালো অর্থাৎ খুব খারাপ)
মন্দবুদ্ধি কু/দুষ্ট বুদ্ধি
মন্দভাগ্য দুর্ভাগ্য
মন্দ মন্দ ধীরগতি ভাবার্থে- দ্বিত্ব; (মন্দ মন্দ বাতাস বইছে)
মন্দা পণ্যমূল্যের হ্রাস
মন্দাগ্নি খিদের অভাব; অগ্নমান্দ্য
মন্দের ভালো নানা অমঙ্গলের মধ্যে অপেক্ষাকৃত কম অমঙ্গলজনক; মোটামুটি গ্রহণযোগ্য; সব মন্দ নয়, কিছুটা ভালো; সমার্থক বাগধারা- মন্দ নয়
মন্বন্তর দুর্ভিক্ষ, দেশব্যাপী অকাল (মন্বন্তরে মরিনি আমরা মারি হিয়ে ঘর করি- সত্যেন্দ্রনাথ দত্ত)
ময়দান প্রতিদ্ন্দ্বিতাহীন ক্ষেত্র (সামনে ফাঁকা ময়দান।)
ময়না১ কামুকা নারী; (মদন শব্দের স্ত্রীলিঙ্গ- মদনা; মদনা থেকে ময়না)
ময়না২ কুতন্ত্রা বুড়ি; খলস্বভাবা নারী (ময়নাবুড়ি/ বুড়ি ময়না)
ময়নার বুলি শিখানো বুলি; সমার্থক বাগধার- তোতার বুলি
ময়ূরছাড়া কার্তিক রূপবান পুরুষ; তুলনীয়- ডানাকাটা পরী
ময়ূরপুচ্ছধারী দাঁড়কাক১ নিকৃষ্ট হয়ে উৎকৃষ্টের হাস্যকর অনুকরণ; বড়কে নকল করা
ময়ূরপুচ্ছধারী দাঁড়কাক১ যা নয় তা হওয়ার ভানকারী ভণ্ডব্যক্তি (গেরুয়াধারীমাত্রই সাধু নয়, অনেকেই ময়ূরপুচ্ছধারী দাঁড়কাক।)
ময়ূরের পেখম তোলা উৎফুল্ল হয়ে ওঠা; পরমযত্নে সাজসজ্জা করা
মরণকামড় নিজের মৃত্যু সন্নিকট বুঝে কঠিনতম প্রত্যাঘাতের শেষ চেষ্টা; চরম সর্বনাশকর আক্রমণ (সীমান্তে সৈনিকরা মরণকামড় দিয়ে লড়ছে।)
মরণপণ মৃত্যু না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে এমন প্রতিজ্ঞাযুক্ত (মরণপণ সংগ্রাম)
মরণপাখা ওঠা/গজানো যে অহঙ্কারমূলকবৃদ্ধি মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়; সর্বনাশকর দম্ভপ্রকাশ (মরণপাখা না গজালে কেউ এমন অসম লড়াইয়ে নামে না।)
মরণপাখা ওঠা/গজানো২ এমন বাড়াবাড়ি করা যার ফলে সর্বনাশ হতে পারে
মরণবাড় বিনাশের পূর্বলক্ষণস্বরূপ অতি দর্প; যে নিদারুণ অহঙ্কার পতন আনে
মরদানি বীরত্ব (অনেক মরদানি দেখিয়েছো আর দেখাতে হবে না)
মরদের বাচ্চা সাহসী ছেলে (মরদের বাচ্চার মত সমানে সমানে লড়ে গেল); সমার্থক বাগধারা- বাঘের বাচ্চা)
মরমে মরা অত্যন্ত লজ্জিত/কুণ্ঠিত হওয়া
মরা খেকো কুশ্রী
মরা গাঙে ডুবে মরা সামান্য বিপদে নাজেহাল
মরা মুখ দেখা কঠিন শপথ করা
মরার আগে মরা ভয়ে ভয়ে মরে যাওয়া ('আমি ভয় করব না ভাই করব না, দুবেলা মরার আগে মরব না ভাই মরব না'-রবীন্দ্রনাথ)
মরার বাড়া গাল নেই১ যার উপরে আর মন্দ বাক্য নেই
মরার বাড়া গাল নেই২ চরম তিরস্কার
মরার/ মরবার সময় নেই কাজে একটুও অবসর বা ফুরসত নেই
মরালগামিনী রাজহংসীর মত মন্থর ও মনোহর গতিযুক্তা নারী
মরি মরি আনন্দ, বিদ্রুপ, বিস্ময়, লজ্জা ইত্যাদি ভাবসূচক উক্তি ('আহা মরি মরি কি অপরূপ বাংলার রূপ'।)
মরিয়া মৃত্যুসম্পর্কে বেপরোয়া (অপশাসনে লোকে মরিয়া হয়ে উঠছে।)
মরীচিকা বৃথা আশার ছলনা; ধোঁকা (মরীচিকার মতো সমস্ত আশাই শূন্যে মিলিয়ে গেল);
মর্কট ক্ষুদ্রাকৃতি বানর; বিদ্রুপে- শ্রীহীন ব্যক্তি- গা লিবিশেষ
মর্কটীয় বুদ্ধি ক্ষতিকর দুষ্টবুদ্ধি
মর্জিমাফিক খেয়ালখুশি মত
মলমাস অতিরিক্ত চান্দ্রমাস, যে মাসে দুটি অমাবস্যা পড়ে;মলমাসে পূজাপার্বণ এবং সর্বপ্রকার শুভকার্য নিষিদ্ধ; সমার্থক বাগধারা-অধিমাস।
মলমের মধ্যে মাছি অবাঞ্ছিত বস্তু বা ব্যক্তির অনিষ্টকর উপস্থিতি
মলয়পবন দখিনা বাতাস ('আমি উত্তরবায়ু, মলয়-অনিল, উদাস পূরবীহাওয়া'- রবীন্দ্রনাথ)
মশগুল, মসগুল আবিষ্ট; বিভোর; বিহ্বল (সাধনাতেই মশগুল)
মশা মারতে কামান দাগা বিদ্রুপে- সামান্য কাজে বিরাট আয়োজন; সমার্থক বাগধারা- 'ব্যাঙ মারতে সোনার কাঁড়'; 'মাছি মারতে মাস্কেট পরা'; 'শানকিতে বজ্রাঘাত' ইত্যাদি
মশাই মশাই করা চাটুকারিতা বা তোষামুদি করা; সমার্থক বাগধারা- হুজুর হুজুর করা
মসনদ রাজ সিংহাসন; শোষকের আসন (দিল্লীর মসনদ)
মসীজীবী কলমপেশা, কেরানী, লেখক (একটা জাতি কেবল মসীজীবী হয়ে টিকে থাকতে পারে না।)
মস্তিষ্কচর্চা/চালনা বুদ্ধির অনুশীলন; বুদ্ধি খাটানো (পড়াশুনায় মস্তিস্কের চর্চা হয়।)
মস্তিষ্কবিকৃতি মতিভ্রম (মস্তিষ্কবিকৃতি না হলে কেউ এই কথা বলে না। )
মস্তিষ্কহীন নির্বোধ, বুদ্ধিহীন; সমার্থক বাগধারা- ঘিলুহীন খুলি, মাথামোটা, মাথায় ঘিলু নেই ইত্যাদি
মহাপুরুষ বিদ্রুপে-অতি বদলোক
মহাপ্রসাদ পুরীর জগন্নাথদেবের অন্নপ্রসাদ; দেবতাকে নিবেদিত অন্নাদি; দেবী দুর্গার কাছে বলিপ্রদত্ত ছাগশিশু
মহাপ্রস্থান মৃত্যুপথ যাত্রী
মহাব্রাহ্মণ শ্মশানক্রিয়া-সম্পাদনকারী নিকৃষ্ট ব্রাহ্মণ
মহাভারত বিশাল কাহিনী (তোমার মহাভারত শোনার সময় নেই এখন।)
মহাভারত অশুদ্ধ হওয়া কোন ভালো কাজ অপবিত্র/দুষ্ট/নষ্ট হওয়া (তুমি গেলে তাতে মহাভারত অশুদ্ধ হবে না।)
মহাভারত শুরু ফেনিয়ে কোন কাহিনী বলা শুরু করা (আবার মহাভারত শুরু হল।)
মহামারী কাণ্ড সাংঘাতিক কাণ্ড; প্রচণ্ড হৈ চৈ (সভায় মহামারী কাণ্ড চলছে); সমার্থক বাগধারা- কুরুক্ষেত্রকাণ্ড, খণ্ডপ্রলয়, তুলকালামকাণ্ড, ধুন্ধুমারকাণ্ড, মহামারীকাণ্ড, লঙ্কাকাণ্ড ইত্যাদি লঙ্কাকাণ্ড ইত্যাদি
মহারণ প্রবল বা উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা (কাল শুরু হবে রাজনৈতিক মহারণ।)
মহারথী বিদ্রুপে- নগন্য ব্যক্তি
মহাশয় বিদ্রুপে- খারাপ, নীচ; হীন (কেষ্ট একজন অতি মহাশয় ব্যক্তি ছিলেন)
মাইয়ামুখা/মুখো নির্বোধ; স্ত্রীর মুখ চেয়ে কাজ করে এমন; স্ত্রীলোকের কথামতো চালিত (তোমার মত মাইয়ামুখো আগে দেখিনি।)
মাকড় মারলে ধোকড় হয় অন্য দোষ করলে মহাদোষ, নিজে দোষ করলে দোষ নয়; অন্যের জন্যে যা প্রায়শ্চিত্তযোগ্য পাপরূপে প্রযোজ্য নিজের সম্পর্কে তা কোনো পাপ বা অন্যায় নয় এরূপ বিচার-বিবেচনা; একপেশে বিচার, স্বার্থের কারণে বিধিব্যবস্থা উল্টায়
মাকাল/ মাকালফল বাহ্যতঃ সুন্দর কিন্তু অন্তঃসারশূন্যব্যক্তি; বাইরে থেকে রাঙা টুকটুকে দেখতে ভিতরটা কাদাহার; সমার্থক বাগধারা- পলাশফুল, পিতলের কাটারী, রাঙামূলো, শিমূলফুল ইত্যাদি
মাকু পরের নির্দেশে চলে এমন ব্যক্তি
মাকু ইঁদুর ব্যঙ্গার্থে- দুষ্টবুদ্ধিসম্পন্ন ব্যক্তি
মাখামাখি অতিরিক্ত অন্তরঙ্গতা/ভালবাসা/মেলামেশি (অত মাখামাখি ভাল নয়।)
মা গঙ্গা পেটে কিছু নেই; বিদ্রুপে- অজ্ ব্যক্তি
মাগনার উপর টাকনা ভিক্ষার জিনিসে ভাগ বসানো
মাগ্‌গি গণ্ডার কাল/দিন/বাজার দুর্মূল্যের সময় (মাগ্‌গি গণ্ডার বাজারে জিনিসপত্র খুব আক্রা)
মাছরাঙার কলঙ্ক১ অনেক পাখি মাছ খায় দোষী বলে পরিচিত হয় শুধু মাছরাঙা।
মাছরাঙার কলঙ্ক২ দোষ অনেকেই করে কিন্তু দোষী বলে পরিচিত হয় বিশেষব্যক্তি; সকলের অপরাধ উপেক্ষা করে একজনকে অপরাধী সাব্যস্ত করা।
মাছিটিও গলে না অতি সুরক্ষিতস্থান, নিশ্ছিদ্র ব্যবস্থা
মাছিটিও নেই জনমানবশূন্য, নির্জনস্থান, নির্মক্ষিক; সমার্থক বাগধারা- শ্মশানপুরী
মাছি টেপা অতি কৃপণ; সমার্থক বাগধারা- মক্ষিচুষ (হিন্দি)
মাছি মারা অতি সহজ কাজ (আমি মাছি মারা কাজ করি না)
মাছিমারা কেরানী শুদ্ধাশুদ্ধ বিচার না করে অন্ধ অনুকরণ করে এমন ব্যক্তি; না বুঝে যেমন দেখে তেমন লেখে এমন হুবহু নকলনবিশ
মাছি মারতে মাস্কেট পরা খুব তুচ্ছ বিষয়ে চরম ব্যবস্থা গ্রহণ করা; তুলনীয় প্রবাদ- মশ মারতে কামান দাগা
মাছের টোপ প্রলোভনের বিষয়
মাছের টোপ গেলা কাজে সিদ্ধিলাভ
মাছের তেলে মাছ ভাজা অন্যের জিনিষে তারই তুষ্টিবিধান; কোনো কাজের লাভ থেকে সে কাজ চালানো; পরের ওপর দিয়ে চলা; বিনাব্যয়ে কার্যসিদ্ধি; সমার্থক বাগধারা- কইয়ের তেলে কই ভাজা; গঙ্গাজলে গঙ্গাপূজা
মাছের মা নির্মম, নিষ্ঠুর
মাছের মায়ের কান্না/পুত্রশোক১ অসম্ভব ব্যাপার, কপট বেদনাবোধ, সহজে ধরা যায় এমন ভণ্ডামি বা ভান; সমার্থক বাগধারা- কুমিরের কান্না/সান্নিপাত, ব্যাঙের সর্দি ইত্যাদি
মাছের মায়ের পুত্রশোক২ কারো অনিষ্ট করে ক্ষতিগ্রস্তকে সান্ত্বনা দিতে অসার ভণ্ডামি
মাজাঘষা১ পরিমার্জন করা (লেখাটা একটু মজাঘষা করতে হবে।)
মাজাঘষা২ ব্যঙ্গার্থে- প্রসাধনের সাহায্যে সৌন্দর্য বৃদ্ধি করা (মেজে-ঘষে রূপ হয় না।)
মাঝ দরিয়ায়/সমুদ্রে তরী ডোবা সমূলে বিনষ্ট হওয়া
মাঝেমধ্যে কখনো সখনো (মাঝেমধ্যে সে দেখা দেয়।)
মাঝে মাঝে কিছুদিন বা কিছুকাল অন্তর অন্তর ('মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না'- রবীন্দ্রনাথ) )
মাটি১ ধরাসন, ভূতল; মেঝে (আগে আমরা সবাই মাটিতে বসেই খেতাম।)
মাটি২ নষ্ট (নিশিকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি...'-লঘুগীতি)
মাটি৩ ভূসম্পত্তি (লাঠি যার মাটি তার- প্রবাদ)
মাটি৪ স্থির থাকার উপায় (পায়ের তলায় মাটি নেই- প্রবাদ)
মাটি করা/হওয়া নষ্ট/পণ্ড করা/হওয়া (বৃষ্টি এসে সব মাটি করে দিলো।)
মাটি কামড় দিয়ে থাকা / মাটি কামড়ে থাকা /মাটি কামড়ে পরে থাকা১ সহ্য করে থাকা (মাটি কামড়ে থাকো, আখেরে ফল পাবে।)
মাটি কামড় দিয়ে থাকা / মাটি কামড়ে থাকা /মাটি কামড়ে পরে থাকা২ নাছোড়বান্দা হয়ে লেগে থাকা বা স্বস্হানে অটল থাকা;; প্রবল বিরুদ্ধতার মধ্যেও অবিচলিত থাকা (মাটি কামড়ে পরে থাকো আখেরে লাভ হবে।)
মাটি খাওয়া অনুচিত কাজ করা; পরে অনুতাপ করতে হবে, এমন কাজ করা
মাটি টাকা, টাকা মাটি/ টাকা মাটি মাটি টাকা- রামকৃষ্ণ টাকা ও মাটি দুইই এক- কেউই পরমার্থের খোঁজ দেয় না
মাটি দেওয়া কবর দেওয়া (আমাকে মাটি দেওয়ার কেউ থাকবে না।)
মাটি মাটি১ মাটির মত (মাটি মাটি গন্ধ)
মাটি মাটি২ আলস্যবোধ (গাটা মাটি মাটি করছে।); সমার্থক বাগধারা- ম্যাজ ম্যাজ
মাটি মাড়ানো পদার্পণ করা (আমি বহুদিন এদিককার মাটি মাড়াইনি।)
মাটি সরে যাওয়া (পায়ের তলায়) কারো আশ্রয় বা সাহায্য থেকে বঞ্চিত হওয়া (ক রাজনৈতিক দলের পায়ের তlলায় আর মাটি নেই।)
মাটিতে পা না-পড়া অত্যন্ত গর্বিত হওয়া; উদ্ধতভাব ( একটা পাশের দেমাকে তার মাটিতে পা পড়ছে না।)
মাটির দর অতি সস্তামুল্য (মাটির দরে জমিটা কিনেছি।)
মাটির মানুষ নিরীহ শান্ত অতিসরলপ্রকৃতির লোক (তিনি অতি মাটির মানুষ।)
মাঠঘাট সকল জায়গা, সর্বত্র (মাঠঘাট জলে থৈ থৈ করছে।)
মাঠ ময়দান বিস্তীর্ণ খোলা জায়গা; খেলাধুলার স্থান
মাঠেঘাটে যেখানে সেখানে, সর্বত্র (সারাদিন মাঠেঘাটে ঘুরে বেড়ায়।)
মাঠে মারা যাওয়া কোন কাজে না আসা; নষ্ট/নিস্ফল/পণ্ড হওয়া (বৃষ্টিতে পূজার আনন্দ সব মাঠে মারা গেল।)
মাঠে সারা মাঠে মলত্যাগ করা (গ্রামের লোকেরা প্রাতঃকৃত মাঠেই সারে)
মাড়োয়ারি অর্থব্যয়ে কৃপণ (তোর হাত থেকে পয়সা গলবে? তুই তো একট মাড়োয়ারি।)
মাণিকজোড়১ অভেদ মিলন
মাণিকজোড়২ ব্যঙ্গার্থে- অভিন্নহৃদয় বন্ধুদ্বয়
মাতামাতি উন্মত্তের মত আচরণ (কিসের জন্য এত মাতামাতি)
মাৎস্যন্যায় জলাশয়ে বড়মাছের ছোট্মাছকে গিলে খাওয়া লক্ষণায়- অরাজকতা; দুর্বলের উপর প্রবলের আক্রমণ ও অত্যাচার; পরস্পর হানাহানি
মাতাল আনন্দে আত্মহারা (মাতাল হাওয়ায় মহুয়া বন মাতাল হল।)
মাথাওয়ালা চতুর, বুদ্ধিমান (কিছু মাথাওয়ালা লোক চাই।)
মাথা উঁচু করা১ উন্নতি করা, বর্ধিত হওয়া; বিদ্রোহী হওয়া; সাফল্যলাভ করা; সমৃদ্ধিশালী হওয়া (দুর্বলেরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছে); সমার্থক বাগধারা- মাথা চাড়া দেওয়া, মাথা তোলা ইত্যাদি
মাথা উঁচু করা২ গৌরব সহকারে আত্মমর্যাদা জাহির করা; বিদ্রোহী হওয়া;
মাথা ওড়ানো/উড়ানো অস্তিত্ব ধূলিসাৎ করা
মাথা করা কিছু করতে না পারা; ক্ষতি করার সামর্থ্য না থাকা (সে আমার মাথা করবে।)
মাথা, কাঁচা- অপরিণত বুদ্ধি
মাথা কাটা অত্যন্ত অপমান বা তিরস্কার করা; সম্মানহানি করা (উপরওয়ালা কথায় কথায় কর্মচারীদের মাথা কাটে।)
মাথা কাটা যাওয়া অপমানিত হওয়া; খুব লজ্জা পাওয়া; মাথা হেঁট হওয়া (তোমার আচরণে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে।); সমার্থক বাগধারা- মাথা হেঁট হওয়া
মাথা কেনা সীমাহীন অধিকার পাওয়া; দণ্ডমুণ্ডের কর্তা হওয়া, সর্বেসর্বা হওয়া (ক্ষমতা পেয়ে সে যেন সকলের মাথা কিনে নিয়েছে।)
মাথা কোটা / মাথা কোটাকুটি করা প্রার্থনা পূরণের জন্য মরিয়া হয়ে চেষ্টা করা, সনির্বন্ধ অনুরোধ করা; সাধ্য-সাধনা করা (দ্বারে দ্বারে একটু সাহায্যের জন্য মাথা কুটে মরছি।); সমার্থক বাগধারা- মাথা খোঁড়া, মাথা ঠোকা
মাথা খাও মাথার দিব্বি দিয়ে শপথ করার মেয়েলি অনুরোধ (আমার মাথা খাও এসো কিন্তু।)
মাথা খাওয়া১ বিগড়ে দেওয়া, সর্বনাশ করা (লাই দিয়ে ছেলের মাথাটা খাচ্ছো।)
মাথা খাওয়া২ বায়না করে অতিষ্ঠ করে তোলা
মাথা খাটানো উপায় বের করার চেষ্টা করা; বুদ্ধি খেলানো, ভাবনাচিন্তা করা (একটু মাথা খাটাও একটা উপায় নিশ্চয় বের হবে।); সমার্থক বাগধারা- মাথা খেলানো। মাথা ঘামানো
মাথা খারাপ১ অপ্রকৃতস্থ, খ্যাপাটে, পাগল (মাথা খারাপ না হলে কেউ এমন কথা বলে।)
মাথা খারাপ২ বাতুলতা অর্থে (মাথা খারাপ নাকি, নেড়া দুইবার বেলতলায় যায় না।)
মাথা খারাপ করা তিতিবিরক্ত করা (কানে কাছে ঘ্যানর ঘ্যানর করে আমার মাথা খারাপ করো না।)
মাথা খারাপ হওয়া দুশ্চিন্তায় অস্থির হওয়া (চিন্তায় চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে।); সমার্থক বাগধারা- মাথা ঠিক না থাকা; সমার্থক বাগধারা- মাথা ঘোরা
মাথা খেলানো মাথা খাটানোর অনুরূপ
মাথা খোঁড়া মাথা কোটার অনুরূপ
মাথা গরম উগ্রস্বভাব, বদমেজাজি (মাথা গরম লোক।)
মাথা গরম করা/হওয়া১ অস্থিরচিত্ত হওয়া (মাথা গরম না করে ঠাণ্ডা মেজাজে কাজ কর।)
মাথা গরম করা/হওয়া২ উত্তেজিত হওয়া; রাগিয়ে দেওয়া (আজেবাজে কথা বলে মাথা গরম করে দিল।)
মাথা গলানো১ অনধিকারচর্চা করা (অন্যের ব্যাপারে তোমার মাথা গলাতে হবে না।)
মাথা গলানো২ চিন্তা করা (এ নিয়ে মাথা গলানোর অবকাশ নেই।)
মাথা গুলানো/ গুলিয়ে দেওয়া হতবুদ্ধি করা (উল্টোপাল্টা কথা বলে মাথা গুলিয়ে দিচ্ছে।)
মাথা গোঁজা১ কোনরকমে বাস করা (একটা ঘরে সকলে মিলে মাথা গুঁজে থাকি।)
মাথা গোঁজা২ কোনরকমে বাস করা বা ঠাঁইয়ের ব্যবস্থা করা (সহরে মাথা গোঁজার একটা ঠেক করেছি।)
মাথা গোঁজার ঠাঁই /ঠেক আশ্রয় (সহরে মাথা গোঁজার একটা ঠেক করেছি।)
মাথা ঘষা সাবান ঘষে চুল পরিস্কার করা
মাথাঘষা২ চুলে মাখার জন্য বা কেশতৈলে মিশানোর জন্য সুগন্ধ মসলাবিশেষ ('মাথাঘষা দিয়ে মাজ্লে চুলের লাবণ্য বাড়ে।)
মাথা ঘামানো১ মাথা খাটানোর অনুরূপ
মাথা ঘামানো২ দুশ্চিন্তাগ্রস্ত হওয়া; বৃথা মস্তিষ্ক বা বুদ্ধি চালনা করা(অনর্থক এই ব্যাপারে মাথা ঘামিয়ে মাথা খারাপ করো না।)
মাথা ঘোরা মাথা খারাপ হওয়ার অনুরূপ
মাথা চাড়া দেওয়া১ মাথা উঁচু করার অনুরূপ
মাথা চাড়া দেওয়া২ প্রবল হয়ে ওঠা
মাথা চালা মাথা খাটানোর অনুরূপ
মাথা চুলকানো উপায়, জবাব, সংকল্প ইত্যাদি স্থির করতে ইতস্ততঃ করা (যা হয় হবে অযথা আর মাথা চুলকাতে হবে না।)
মাথা ঠাণ্ডা করা/রাখা অবিচলিত থাকা, শান্ত হওয়া/থাকা (মাথা ঠান্ডা করে দু'দণ্ড বস।); সমার্থক বাগধারা- মাথা ঠিক রাখা
মাথা ঠিক না থাকা মাথা খারাপ হওয়ার অনুরূপ
মাথা ঠিক থাকা/রাখা মাথা ঠাণ্ডা রাখার অনুরূপ
মাথা ঠেকানো প্রণাম করা
মাথা ঠোকা মাথা কোটার অনুরূপ
মাথা ঠোকাঠুকি হওয়া অপ্রত্যাশিতভাবে দেখা হওয়া (বহুদিন পরে সেদিন ওর সাথে মাথা ঠোকাঠুকি হলো।)
মাথা তোলা মাথা উঁচু করার অনুরূপ
মাথা থাকা, ঘাড়ে দুটো- দুঃসাহসী হওয়া
মাথা দেওয়া১ কর্মসম্পাদনের দায়িত্ব গ্রহণ করা
মাথা দেওয়া২ মনোযোগ দেওয়া
মাথা নত করা/হওয়া // মাথা নিচু করা // মাথা নোয়ানো১ অপমানিত/লজ্জিত/হীন হওয়া; নতি/হার স্বীকার করা ('আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিশ'- নজরুল।)
মাথা নত করা/হওয়া // মাথা নিচু করা // মাথা নোয়ানো২ বিনয়াবনত হওয়া; মান্যতা দেওয়া ('আমার মাথা নত করে দাও হে তোমার চরণধূলার পরে'- রবীন্দ্রনাথ)
মাথা নাড়া স্বীকার/আস্বীকার করা
মাথা নেই তার মাথাব্যথা অকারণ দুশ্চিন্তা; অনর্থক মাথা ঘামানো; সমার্থক বাগধারা- অকারণে হৈ চৈ
মাথা, পাকা- পরিণত বুদ্ধি
মাথা পাগলা খ্যাপাটে
মাথা পাতা/ মাথা পেতে দেওয়া/নেওয়া শিরোধার্য করা, সম্পূর্ণরূপে মেনে নেওয়া (গুরুর উপদেশ মাথা পেতে নেবে।)
মাথাপিছু জনপ্রতি; প্রত্যেক; জন হিসেবে
মাথা বাঁধা দেওয়া বিকিয়ে যাওয়া; সম্পূর্ণ পরধীন হওয়া
মাথা বিকানো সম্পূর্ণ বশ্যতা স্বীকার করা (মহাজনের কাছে চাষীরা সব মাথা বিকিয়ে বসে আছে।)
মাথাব্যথা আগ্রহ, গরজ, দায়দায়িত্ব, দুশ্চিন্তা, বালাই, স্বার্থের প্রয়োজন (মাথা নেই তার মাথাব্যথা।)
মাথামুণ্ড/মুণ্ডু জ্ঞাতব্য/বোধগম্য বিষয়; বক্তব্যের পূর্বাপর শৃঙ্খলা (ওর কথার কোন মাথামুন্ডু নেই।)
মাথামোটা স্থূলবুদ্ধি, বুদ্ধিহীন; সমার্থক বাগধারা- ঘিলুহীনখুলি, মাথায় ঘি/ঘিলু নেই ইত্যাদি
মাথা মুড়িয়ে ঘোল ঢালা চুড়ান্ত অপমান করা
মাথা হেঁট করা লজ্জায় মাথা নত করা; নতি স্বীকার করা
মাথা হেঁট হওয়া মাথা কাটা যাওয়া বা নাথা নীচু হওয়ার অনুরূপ
মাথায় আকাশ ভেঙ্গে পড়া আকস্মিক বিপদের সম্মুখীন; অতিমাত্রায় বিচলিত হওয়া; চরম বিপদে পড়া।
মাথায় আসা বোধগম্য হওয়া, বুদ্ধি খোলা
মাথায় ওঠা অবাধ্য, উদ্ধত, দুর্বিনীত বা স্পর্ধিত হওয়া (লাই দিলে কুকুর মাথায় ওঠে- প্রবাদ); সমার্থক বাগধারা- মাথায় চড়া
মাথায় করা১ অতি চিৎকারে মাত করা (কুকুরগুলি চিৎকারে এলাকা মাথায় করছে।)
মাথায় করা২ অতিশয় সম্মান বা শ্রদ্ধা বা ভক্তি করা।
মাথায় করা৩ উপেক্ষা করে (ঝড়বৃষ্টি মাথায় করে বেরিয়ে গেল।)
মাথায় করে নেওয়া১ মান্য করা (তোমার আদেশ মাথায় করে নিলাম।); সমার্থক বাগধারা-শিরোধার্য্য করা
মাথায় করে নেওয়া২ শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা ('মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই দীনদুঃখী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই...'স্বদেশী গান)
মাথায় করে রাখা সমাদর করা (আদর্শ ছেলেরা বাবা-মাকে মাথায় করে রাখে।)
মাথায় কাঁঠাল ভাঙা কৌশলে কার্যোদ্ধার করা; প্রবঞ্চনা করা ফাঁকি দিয়ে সুবিধা আদায় করা (সুযোগ বুঝে কারো মাথায় কাঁঠাল ভেঙে কাজটা করিয়ে নেব।); সমার্থক বাগধারা- মাথায় হাত বুলানো
মাথায় খাটো খর্বাকৃতি (লোকটা মাথায় একটু খাটো।)
মাথায় খুন/রক্ত চড়া/চাপা ভীষণভাবে রেগে যাওয়া (মাথায় যখন খুন চেপেছে একটা হেস্তনেস্ত সে করবেই।)
মাথায় গোবর পোরা নির্বোধ
মাথায় ঘোল ঢালা অপদস্ত/অপমান/জব্দ করা (মাথায় ঘোল ঢেলে চোরটাকে ছেড়ে দাও।)
মাথায় চড়া মাথায় ওঠার অনুরূপ
মাথায় চাপা কিছু করার ইচ্ছা হওয়া
মাথায় ঢোকা বোধগম্য হওয়া (কি বলছ কিছুই মাথায় ঢুকছে না।)
মাথায় তুলে নাচা অতিরিক্ত খাতির করা
মাথায় তোলা১ অতিরিক্ত প্রশ্রয় দেওয়া (একসন্তানের পিতামাতারা ছেলেদের মাথায় তোলে।)
মাথায় তোলা২ শ্রদ্ধার সাথে গ্রহণ করা (মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় পেতে নে রয়ে ভাই...-চারণকবি মুকুন্দ দাস)
মাথায় পা দেওয়া সম্মানীয় ব্যক্তিকে অসম্মান করা; কারো সর্বশান্ত করা;
মাথায় পা দিয়ে ডোবানো সর্বনাশের পথে ঠেলে দেওয়া; সর্বশান্ত ক'রে বিপদসাগরে ডোবানো
মাথায় পাতা শিরোধার্য করা (গুরুজনদের আদেশ সবসময় মাথায় পেতে নেওয়া উচিত।)
মাথায় বজ্রাঘাত হওয়া আকস্মিকভাবে বিরাট আঘাত পাওয়া
মাথায় ভূত চাপা দুষ্টবুদ্ধি চাড়া দেওয়া
মাথায় মাথায়১ কানায় কানায়, সমান সমান, সীমাপর্যন্ত
মাথায় মাথায়২ উদ্বৃত্তহীন; কোনোক্রমে; সমার্থক বাগধারা- টায়ে টায়ে; টেনেটুনে
মাথায় রাখা১ ভবিষ্যৎ সিদ্ধান্তের জন্য মনে রাখা (কথাটা মাথায় রেখো।)
মাথায় রাখা২ ভক্তি বা যত্ন করা
মাথায় লাথি মেরে পায়ে গড় অসম্মান পরে সম্মান
মাথায় সিঁদুর পরা বৃদ্ধাবস্থাপর্যন্ত সধবা থাকা
মাথায় হাত দেওয়া১ অন্যের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করা
মাথায় হাত দেওয়া২ দুশ্চিন্তাগ্রস্ত/হতচকিত হওয়া; নিদারুণ দুঃখ বোধ করা (বাজারের হাল দেখে ব্যবসায়ীরা মাথায় হাত দিয়ে বসে পড়েছে।)
মাথায় হাত দেওয়া৩ বিস্ময়ে হতবাক হওয়া (নেতাদের সম্পদের বাহর দেখে জনসাধারণের মাথায় হাত দেওয়ার মত অবস্থা।)
মাথায় হাত বুলানো/বোলানো১ প্রবোধ দেওয়া; শান্ত করা।
মাথায় হাত বুলানো/বোলানো২ ফাঁকি দিয়ে বা প্রতারণা করে চুরি করা
মাথার উপর কেউ না থাকা অবিভাবকহীন হওয়া
মাথার উপরে শকুন ওড়া আসন্ন মৃত্যুর লক্ষণ দেখা দেওয়া
মাথার গোল মস্তিষ্ক বিকৃত
মাথার ঘাম পায়ে ফেলা কঠোর পরিশ্রম করা (মাথার ঘাম পায়ে ফেলে কাজটা শেষ করেছি।); সমার্থক বাগধারা- ঘাম ঝরানো
মাথার ঘায়ে কুকুর পাগল অতি ঝামেলায় ব্যতিব্যস্ত অবস্থা; ভীষণ বিপদে পড়ে প্রায় পাগলের মতো অবস্থা হওয়া
মাথার ঘি/ঘিলু মগজ; বুদ্ধি, মস্তিষ্ক (রক্ত গরম হলে মাথার ঘি গলতে শুরু করে।)
মাথার ঘি শুকিয়ে যাওয়া বুদ্ধিহারা হওয়া
মাথার চুল বিকিয়ে যাওয়া বিপুল দেনায় পড়া; নিদারুণ ঋণগ্রস্ত হওয়া
মাথার ঠিক না থাকা বুদ্ধি গুলিয়ে যাওয়া বা স্থির না থাকা (প্রচণ্ড কাজের চাপে মাথা আর ঠিক না থাকছে না।)
মাথার দিব্বি অঙ্গীকার, শপথ
মাথার মণি পরম শ্রদ্ধেয়
মাদারির খেল ভেলকিবাজী
মাদুরে শুয়ে লাখ টাকার স্বপ্ন অলীক সুখকল্পনা
মান-ইজ্জত একার্থক যুগ্মশব্দ; মর্যাদা; সম্মান (মান-ইজ্জত আর কিছু রইল না।); সমার্থক বাগধারা- মানসম্ভ্রম; মান সম্মান
মানভিখারী মানের জন্য লালায়িত ব্যক্তি
মানসপুত্র১ ব্রহ্মার সাত বা দশ মন থেকে জাত পুত্র; এই মানসপুত্রদের থেকেই মনুষ্যজাতির জন্ম
মানসপুত্র২ ঔরসজাত পুত্র নয় তবে মানস-জগতের সঙ্গে সাযুজ্য আছে এমন পুত্রপ্রতিম কেউ
মানে মানে মান থাকতে থাকতে; মানসম্ভ্রম নষ্ট হওয়ার আগেই (মানে মানে এখান থেকে সরে যাই।)
মানে মানে থাকা চাই অবস্থানুযায়ী চলা চাই; মানসম্ভ্রম নিযে থাকা উচিত; হালচালে বেচাল হলেই অনর্থ হয়
মানে মানে চেঁচে আছি কোনরকমে মানসম্ভ্রম বজায় রেখে বেঁচে আছি
মানানসই উপযুক্ত, শোভন, মাপমত (মানানসই চেহারা, মানানসই গড়ন, মানানসই পোষাক ইত্যাদি)
মানিকজোড় মুখ্য- বকজাতীয় পাখি; আলং- ব্যঙ্গে- অন্তরঙ্গ এবং সর্বদা একসঙ্গে চলাফেরা করে এমন দুজন লোক
মানুষের মতো মানুষ সব সদ্গুণের অধিকারী আদর্শ ব্যক্তি
মানে মানে মান থাকতে থাকতে; সম্মান হারাবার আগে; সসম্মানে (মানে মানে কেটে পড়।)
মানের গুড়ে বালি মান-ইজ্জত নষ্ট; সম্মানহানি ('চাঁদা দিতে চাঁদি ফাটে মানের গুড়ে বালি'।)
মান্ধাতার আমল অতি প্রাচীনকাল, অনেককাল পুরানো (মান্ধাতার আমল থেকে চলে আসছে এই রীতি); মান্ধাতা ছিলেন সত্যযুগের রজা
মাপকাঠি ওজন, দৈর্ঘ্য বা গুণাগুণের পরিমাপক; সমর্থক বাগধারা- মানদণ্ড
মাপজোখ/জোপ/মাপাজোখা১ পরিমাণ ওজন ইত্যাদির নির্ণয় (বিজ্ঞান মাপজোখ করে সত্য নির্ণয় করে, তবে বিনা মাপাজোখেও সত্য পাওয়া যায়)
মাপজোখ/জোপ/মাপাজোখা২ নির্দিষ্টভাবে মাপা হয়েছ এমন (মাপজোপ করে সম্পত্তির ভাগ বাটোয়ারা হয়েছে।)
মা-বাপ অসাধারণ ক্ষমতাসম্পন্ন এবং দয়ালু ব্যক্তি (হুজুর মা বাপ, আপনার দয়ায় আমরা বেঁচে আছি।)
মা ভৈ অভয়দান; ভয় করো না;
মামদোবাজী/মামুদাবাজী চালাকের সাথে চালাকী (পীরের সাথে মামদোবাজী)
মামলা ঘটনা, ব্যাপার (এটা দু'চার দিনের মামলা)
মামার জোর বিদ্রুপে- প্রভাবশালী ব্যক্তির সহায়তা/ভরসা (মামার জোরে চাকরি বাগিয়েছি।); সমার্থক বাগধারা- খুঁটির জোর
মামারবাড়ী১ আদর ও প্রশ্রয়ের স্থান (মামারবাড়ী পেয়েছো যা ইচ্ছা তাই করবে?)
মামারবাড়ী২ কয়েদখানা (বেশি বাড়াবাড়ি করলে মামারবাড়ী পাঠিয়ে দেবো।)
মামাবাড়ির আবদার চাইলেই সহজে পাওয়া যায় এমন স্থান (মামারবাড়ী আবদার নাকি যে চাইলেই পাওয়া যাবে?)
মামার ভাতে থাকা আদরযত্নে প্রতিপালিত
মায়াকান্না কপট কান্না; কান্নার ছল; কান্নার ভান
মায়াডোর স্নেহের বন্ধন
মায়ামৃগ কপট ছলনা
মায়ে খেদানো বাপে তাড়ানো অতি বদ সন্তান
মা যশোদা পরের ছেলেয় পুত্রবতী (যশোদা কি ভাগ্যবতী পরের পুতে পুত্রবতী- প্রবাদ)
মারকাট করে১ অতি ব্যস্ততার সঙ্গে, হইচই করে (ও মারকাট করে কাজ করতে ভালবাসে।)
মারকাট করে২ কাটাকুটি করে বাদ দেওয়ার পর অন্ততপক্ষে, খুব বেশি হলে ঊর্ধ্বপক্ষে (মারকাট করে/মেরেকেটে হাজার দশেক টাকা পাবে।)
মারকুটে অল্পেই মারতে চাওয়া যার স্বভাব এমন; আগ্রাসী মনোভাব; উগ্রস্বভাব; প্রহারে অভ্যস্ত (মারকুটে ছেলে, মারকুটে ব্যাটসম্য়ান।); সমার্থক বাগধারা-মারমুখো
মারদাঙ্গা প্রচণ্ড মারামারি; দলগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে সংগঠিত হিংসাত্মক কার্যকলাপ (ধর্মের নামে দেশজুড়ে মারদাঙ্গা চলছে।)
মারধর প্রহার, জুলুম ইত্যাদি (শিশুদের মারধর করা ঠিক নয়)
মারপিট একার্থক যুগ্মশব্দ; কলহ, ঝগড়া; (দুই দলের মধ্যে মারপিট লেগেই আছে।); সমার্থক বাগধারা- মারামারি
মারপ্যাঁচ একার্থক যুগ্মশব্দ; কূটকৌশল, ছলচাতুরী, জটিল কায়দা (কথার মারপ্যাঁচে কুপোকাৎ।)
মারমার কাটকাট করা মারামারি কাটাকাটি করতে উদ্যত; ঔদ্ধত্য প্রকাশ করা
মারমার কাটকাট করে অতিশয় ব্যস্ততা ও হইচইয়ের সাথে (মারমার কাটকাট করে পণ্যের কাটতি বাড়ছে।)
মারমুখো মারকুটে-এর অনুরূপ
মারমূর্তি অতি ক্রুদ্ধ মূর্তি, অগ্নিমূর্তি (পুলিশ অল্পেতেই মারমূর্তি ধারণ করে।)
মারাকাটা সমার্থক সহচরশব্দ; প্রহার করা; (মারা কাটা করলে শাসন হয় না।)
মারমারি কাটকাটি১ বিরাট গণ্ডগোল, তুমুল ঝগড়া(সভায় মারামারি কাটাকাটি চলছে।)
মারামারি কাটাকাটি২ খুনোখুনি, হানাহানি (আবহমান কাল থেকে জাতে জাতে মারামারি কাটাকাটি লেগেই আছে।)
মারীচের দশা/মরণ উভয়সঙ্কট; (উৎসকাহিনী- মায়ামৃগ সেজে মায়াবী রাক্ষস মারীচ সীতাহরণে রাবণকে সাহায্য করেছিল; রামের হাতে তার মৃত্যু হয়; সাহায্য না করলে রাবণের হাতে তার মৃত্যু হত)
মার্কামারা মন্দার্থে- বিশেষভাবে চিহ্নিত; সবার পরিচিত (মার্কামারা গুণ্ডা)
মালকড়ি একার্থক সহচরশব্দ; নগদ অর্থ, ধনদৌলত (কিছু মালকড়ি ছাড়ো।); সমার্থক বাগধারা- টাকাকড়ি,পয়সাকড়ি
মালক্ষ্মী গৃহবধু (সংসার সুন্দর হয় মালক্ষ্মীর গুণে)
মাল কাটা পণ্যদ্রব্য বিক্রি হওয়া
মাল টানা বিদ্রুপে- মদ খাওয়া/গেলা (মাল টানার পয়সায় টান পড়েছে।)
মালদার ধনবান; ধনী; সম্পদশালী ব্যক্তি (বড় মালদার পার্টি।)
মালমসলা পণ্য উৎপানের জন্য যে সকল উপকরণের প্রয়োজন হয় (যিনি সভ্য হবেন তিনি সভ্যতার মালমসলা নিজের খরচেই যোগাবেন-রবীন্দ্রনাথ)
মালা জপা ঈশ্বরের নাম আবৃত্তি করা।
মালিশ করা শাস্তি দেওয়া
মাসকাবারী একমাসের উপযোগী; মাসের শেষে করণীয় বা প্রয়োজনীয় (মাসকাবারি বাজার।)
মাসীর দরদ বিদ্রুপে- অতিরিক্ত ভালবাসা
মাসোহারা ভরণপোষণের জন্য বা অন্য কারণে খরচের জন্য প্রতিমাসে দেয় অর্থ
মাহেন্দ্রক্ষণ উপযুক্ত সময়, শুভক্ষণ (মাহেন্দ্রক্ষণে পুলিস এসে উপস্থিত।)
মিচকে শয়তান প্রকাশ্য আচরণে বোঝা না গেলেও তলে তলে দুষ্ট (লোকটা একটা মিচকে শয়তান।) সমার্থক বাগধারা- মিটমিটে শয়তান
মিছরির ছুরি১ মিষ্টি করে বলা নির্মম কথা/উক্তি; মিষ্টি কথায় তীক্ষ্ণ আঘাত; সমার্থক বাগধারা- 'মুখে মধু অন্তরে বিষ'
মিছরির ছুরি২ মধুরবাক্যে যে ব্যক্তি অন্যের সর্বনাশ করে; যে ব্যক্তির 'মুখে মধু অন্তরে বিষ'।
মিছামিছি/মিছিমিছি অনর্থক, অকারণে (মিছামিছি ভয় পায়।)
মিঞা-বিবি ভদ্র মুসলমান দম্পতি (মিঞা-বিবি রাজি তো কিয়া করেগা কাজি- প্রবাদ)
মিটমাট করা মিমাংসা করা (দুইদল আপোসে নিজেদের মধ্যে মিটিমাট করে নিয়েছে।)
মিটমিট করা অনুজ্জ্বলভাবে আলো দেওয়া (রাতের আকাশে তারাগুলি মিটিমিট করছে।); সমার্থক বাগধারা- টিমটিম করা
মিটমিটে আলো ক্ষীণ মৃদুআলো, স্থিমিত আলো (মিটমিটে প্রদীপ ও পিটপিটে ভাতার দুইই অসহ্য।)
মিটমিটে শয়তান প্রচ্ছন্ন শয়তান; প্রকাশ্যে নিরীহ ভালোমানুষের ভান করে এবং গোপনে বদমায়েশি করে (দেখলে বোঝা যায় না যে লোকটা মিটমিটে শয়তান।); সমার্থক বাগধারা- মিনমিনে শয়তান
মিটিমিটি হাসি ঈষৎ/মৃদু হাসি
মিঠেকড়া মধুর অথচ তীব্র বা ঝাঁঝালো (মিঠেকড়া সম্পর্ক)
মিঠেমুখ স্পষ্ট কিন্তু প্রিয়বাদী
মিথ্যার জাহাজ/ঝুড়ি/সরাই বড় মিথ্যাবাদী
মিন-মিন করা দুর্বলতার লক্ষণ হিসাবে ক্ষীণ স্বরে কথা বলা (মিনমিন করা লোকের মনোভাব বোঝা দায়।)
মিনমিনে মিন মিন করে এমন (মিনমিনে ব্যক্তি)
মিনমিনে শয়তান দেখতে সরল কিন্তু ভিতরে ভিতরে বেশ দুষ্ট (চুপচাপ থাকলে হবে কি, আসলে লোকটা মিনমিনে শয়তান।)
মিলজুল/মিলমিশ অন্তরঙ্গতা. বন্ধুত্ব, যোগ, পারস্পরিক ঐক্যবোধ, সখ্যতা (পাড়াপড়শির সাথে মোটেই মিলমিশ নেই)
মিশ-মিশে ঘোর কালোরঙ
মিষ্টিমুখ১ সুন্দর দেখতে
মিষ্টিমুখ২ যৎসামান্য মিষ্টান্নভোজন (একটু মিষ্টিমুখ করে যান।)
মিসিবাবা বড়লোক বাড়ির চাকরদের ডাকা মালিকের অবিবাহিত কন্যা
মীরজাফর বিশ্বাসঘাতক, সবচেয়ে ঘৃণ্যব্যক্তি (দলে কিছু মীরজাফর আছে।)
মুকুটমণি শ্রেষ্ঠ রত্ন (রবীন্দ্রনাথ আমাদের মুকুটমণি।)
মুকুটহীন রাজা শ্রেষ্ঠ রত্ন (পেলে ফুটবলের মুকুটহীন রাজা।)
মুক্তকচ্ছ অসতর্ক, ঢিলেঢালা, বেখেয়াল, বেসামাল (মুক্তকচ্ছ হয়ে ছোটাছুটি করছে।); সমার্থক বাগধারা- কাছা খোলা/ঢিলা
মুক্তকণ্ঠে অসংকোচে, উচ্চস্বরে, গোলা ছেড়ে, প্রকাশ্যভাবে
মুক্তবাতাস ্নির্মল বাতাস
মুক্তহস্ত অকৃপণ, খরচে, দানশীল (সাহায্যের ব্যাপারে তিনি সর্বদা মুক্তহস্ত।)
মুক্তিযুদ্ধ দেশের স্বাধীনতা যুদ্ধ
মুখ১ আনন বদন, মুখমণ্ডল (মেয়েটির মুখটি বড় মিষ্টি।)
মুখ২ বাচন শক্তি (উকিল বেটার মুখ নেই।)
মুখ২ ধৃষ্টতা, প্রগল্‌ভতা; বেয়াদবি (তোমার দেখি খুব মুখ হয়েছে।)
মুখ আলগা কোন কথা বলতে বাঁধে না এমন; অসংযতভাবে ভালো-মন্দ যা মুখে আসে তাই বলে এমন; মুখে কিছুই আটকায় না
মুখ উজ্জ্বল করা গৌরবান্বিত করা; সম্মান বাড়ানো (শ্রেষ্ঠ সন্তানেরা দেশের মুখ উজ্জ্বল করে।)
মুখ করা তিরস্কার করা (শাসন মানে কথায় কথায় মুখ করা নয়।)
মুখ কালো করা অভিমান করা; দুঃখিত হওয়া (মুখ কালো করে থেকো না।)
মুখখানি যেন ক্ষুরের ধার অত্যন্ত রুক্ষ ও মর্মভেদী কথা বলে
মুখখানি যেন তোলহাঁড়ি (মাটির বড় হাঁড়ি) গোমরামুখো
মুখখানি যেন ভাজনা খোলা চড়বড় করে কথা বলে
মুখ খারাপ করা অশ্লীল শব্দ প্রয়োগ করা (ভদ্রভাবে কথা বল, মুখ খারাপ করো না।)
মুখ খিঁচানো মুখবিকৃতি করে তিরস্কার করা (মুখ খিঁচিয়ে কি বলতে চাও?); সমার্থক বাগধারা- ভ্যাংচানো, ভেংচি কাটা
মুখখিস্তি করা অশ্লীল বাক্য উচ্চারণ করা
মুখ খোলা১ কিছুক্ষণ নীরব থাকার পর প্রতিবাদ করতে শুরু করা (অবহেলিতরা অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে।)
মুখ খোলা২ অনিচ্ছুকভাবে সত্যকথা প্রকাশ করতে বাধ্য হওয়া
মুখ গোঁজ করা অভিমান করা/ক্ষুব্ধ হওয়া (মুখ গোঁজ করে বসে থেকো না।)
মুখ ঘোরানো অনিচ্ছা, অসন্তুষ্টি অসযোগিতা ইত্যাদি ভাবপ্রকাশ (কাজটা করতে বললাম তো মুখ ঘুরিয়ে চলে গেল।); সমার্থক বাগধারা- মুখ ফেরানো
মুখচন্দ্রিকা বর-কনের শুভদৃষ্টি
মুখ চলা১ খাওয়া (গল্প চলছে, সঙ্গে মুখও চলছে।)
মুখ চলা২ অনর্গল কথা বলা (তখন থেকে মুখ চলছে, এবার একটু জিরিয়ে নাও।); সমার্থক বাগধারা- মুখ ছোটা
মুখ চলা৩ গালাগালি করা (লোকটা কথায় কথায় মুখ চালায়); সমার্থক বাগধারা- মুখ ছোটা
মুখ চাওয়া১ সাহায্যের প্রত্যাশী হওয়া (এই বিপদে তোমার মুখ চেয়ে আছি।)
মুখ চাওয়া২ সম্মান রক্ষা করা (তোমার মুখ চেয়ে একাজ করেছি।)
মুখ চাওয়াচাওয়ি করা পরস্পরের দিকে দৃষ্টিপাত করা
মুখ চাপা দেওয়া সমালোচনা করতে না দেওয়া (সরকার জনগণের মুখ চাপা দিয়ে চায়।)
মুখ চূণ করা দোষ করে লজ্জায় ম্লান হওয়া (দোষ করে মুখ চূণ করে দাঁড়িয়ে আছে।)
মুখ চোখানো১ জিভ ঠোঁটে বুলিয়ে কথা বলার জন্য প্রস্তুত হওয়া
মুখ চোখানো২ খাবার জন্য লোভ করা
মুখচোরা অল্প কথা বলে এমন; লাজুক
মুখচোরা বামুন, কেশোরোগী চোর লাজুক বামুনকে যজমান ঠকায়; কেশোচোর চুরি করতে গিয়ে ধরা পড়ে; দুজনেই সমান অপদার্থ।
মুখ ছোট করা১ অপ্রতিভ করা
মুখ ছোট করা২ কথা বলার সাহস খর্ব করা
মুখ ছোট করা৩ লজ্জা পাওয়া
মুখ ছোটা/ছোটানো১ অনর্গল বিরতিহীন কথা বলা; অবাধে কথা বলা; বক্তৃতা দেওয়া
মুখ ছোটা/ছোটানো২ আজেবাজে/শক্ত কথা বলা; গালাগালি করা; তিরস্কার করা
মুখ ঝামটা খাওয়া অকস্মাৎ তিরস্কৃত হওয়া; দাবড়ী খাওয়া; হঠাৎ ধমক খাওয়া; সমার্থক বাগধারা- মুখতাড়া খাওয়া
মুখ ঝামটা দেওয়া অকস্মাৎ তিরস্কার করা; দাবড়ী দেওয়া; হঠাৎ ধমক দেওয়া; সমার্থক বাগধারা- মুখতাড়া দেওয়া
মুখ টিপে হাসা১ অপ্রকাশ্যে বা নিঃশব্দে হাসা (মুখ টিপে হাসছো যে বড়।)
মুখ টিপে হাসা২ অপ্রকাশ্যে বা নিঃশব্দে হাসা
মুখতাড়া খাওয়া/দেওয়া মুখ ঝামটা খাওয়া/দেওয়ার অনুরূপ
মুখতোড় কলহ স্রোত; বাক্যস্রোত
মুখতোড় জবাব সমান প্রত্যুত্তর
মুখ তুলতে না পারা লজ্জাজনিত কারণে সঙ্কুচিত হওয়া
মুখ তুলে চাওয়া অনুগ্রহ করা; প্রসন্ন হওয়া (ভগবান মুখ তুলে চেয়েছেন।)
মুখ থাকা/রাখা সম্মান বজায় থাকা/রাখা
মুখ থুবড়ে পড়া১ হুমড়ি খেয়ে পরা
মুখ থুবড়ে পড়া২ স্থবির হয়ে পড়া
মুখ থেঁতো করা/ মুখ থেঁতো করে দেওয়া লজ্জা দিয়ে বা প্রহার করে বাক্‌রোধ করে দেওয়া
মুখ দেখা১ বিবাহের পূর্বে বর বা কনেকে আশীর্বাদের জন্য দেখা; বিয়েতে পাত্রীর মুখ দেখে টাকা বা অলঙ্কার প্রদান করা
মুখ দেখা২ চেহারা দেখা (ব্যবসায় করছি কিন্তু পয়সার মুখ দেখিনি।)
মুখ দেখা৩ আয়না প্রভৃতিতে নিজের মুখের ছায়া দেখা
মুখ দেখাতে না পারা লজ্জিত হওয়া
মুখ দেখানো নিজেকে উপস্থিত দেখানো; (সভা-সমিতিতে) উপস্থিত হওয়া
মুখ না শামুক মুখে অশ্লীল কথাবার্তা
মুখ নাড়া তর্জন গর্জন করা (ভয় নাহি করি ও মুখ-নাড়ারে,লক্ষ্মী সদয় লক্ষ্মীছাড়ারে'- রবীন্দ্রনাথ)
মুখপত্র১ ভূমিকা; প্রস্তাবনা
মুখপত্র২ দলের কর্ম বা আদর্মজ্ঞাপক প্রচারপত্র বা পত্রিকা
মুখপাত্র অগ্রণী, প্রতিনিধি; কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধিরূপে যিনি কথা বলেন
মুখপোড়া গালিবিশেষ (মুখপোড়া বাঁদর/হনুমান)
মুখপোড়া বাঁদর/হনুমান চারিদিকে বিঘ্নসৃষ্টিকারী ব্যক্তি; সমার্থক বাগধারা- লঙ্কাপোড়া
মুখ পোড়ানো নিজের ক্ষতি করা; সম্মানহানি করা
মুখ ফসকানো অসতর্কতাবশত বলে ফেলা (মুখ ফসকে বলে ফেলেছি।)
মুখ ফেরানো অসন্তুষ্ট, বিরুপ ইত্যাদি হওয়া, ভাগ্যমন্দ (বিধি মুখ ফিরিয়েছেন।); সমার্থক বাগধারা- ময়ূখ ঘোরানো
মুখ ফোটা মুখ থেকে বোল বার হওয়া (শিশুর মুখ ফুটেছে।)
মুখ ফুটে বলা সাহস করে কিছু বলা (মুখ ফুটে তোমার মনের কথা বলে ফেল।); সমার্থক বাগধারা- মুখের কথা খসানো
মুখফোড়১ দুর্মুখ; কাটা কাটা বলে; বাজে কথা বলে
মুখফোড়২ স্পষ্টবক্তা; স্পষ্টবাদী; হক-কথা বলে এমন; সমার্থক বাগধারা- খাতির নদারৎ, ঠোঁটকাটা
মুখ ফোলানো মুখ গোমড়া করা
মুখ বদলানো স্বাদ বদলানো
মুখবন্ধ অবতারণা, উপক্রমণিকা, গৌরচন্দ্রিকা, ভূমিকা, প্রস্তাবনা, সূচনা; গ্রন্থারম্ভে গ্রন্থ সম্পর্কে বক্তব্য।
মুখ বন্ধ করা/রাখা কথা না বলা; চুপ, নীরব বা মৌন থাকা (সময়কাল খারাপ এখন, মুখ বন্ধ রাখা উচিৎ।); সমার্থক বাগধারা- মুখ বুজে থাকা, মুখে সেলাই করা ইত্যাদি
মুখ বুজে থাকা মুখ বন্ধ রাখার অনুরূপ
মুখ বাঁকানো অপ্রসন্ন হওয়, উপেক্ষা করা, বিরক্তি প্রকাশ করা (কিছু বলল না, শুধু মুখ বাঁকিয়ে চলে গেল।); সমার্থক বাগধারা- মুখ মোড়া
মুখ ব্যাদান করা১ বড় করে হা করা
মুখ ব্যাদান করা২ বিকৃত মুখভঙ্গি করা
মুখভঙ্গি মনোভাবব্যঞ্জক মুখের নানা বিন্যাস (বিকৃত মুখভঙ্গি)
মুখভঙ্গী করা /মুখ ভেঙ্গানো / মুখ ভ্যাংচানো মুখবিকৃতি করা; সমার্থক বাগধারা- ভ্যাংচানো; ভেংচি কাটা; মুখখিঁচানো
মুখ ভার করা১ অভিমান করা
মুখ ভার করা২ মুখ গম্ভীর করা
মুখমণ্ডল আনন, বদন, কপাল থেকে চিবুক সমতে মস্ত মুখ
মুখ মধু মিষ্টি কথা
মুখ মারা১ অতিরিক্ত ঘিতে বানানো, মিষ্টি ইত্যাদি খাবার খেয়ে আহারে অরুচি জন্মানো
মুখ মারা২ সম্ভ্রম নষ্ট করা
মুখ মারা৩ নীরব বা মৌন করে দেওয়া
মুখ মারা৪ কাপড়ের প্রান্ত বা বস্তার মুখ সেলাই করা; সমার্থক বাগধারা- মুখ মোড়া
মুখমারুত ফুঁ, ফুৎকার (মুখমারুতে কথাটা উড়িয়ে দিলো।)
মুখ মিঠে / মুখমিষ্টি স্পষ্ট কিন্তু প্রিয়বাদী; মিষ্টভাষী
মুখ মোড়া১ অসন্তোষ প্রকাশ করা (তাকে যখন যাই বলি তাই সে করে একবারও মুখ মোড়ায় না।); সমার্থক বাগধারা- মুখ বাঁকানো
মুখ মোড়া২ কাপড়ের প্রান্ত বা বস্তার মুখ সেলাই করা; সমার্থক বাগধারা- মুখ মারা
মুখ রক্ষা করা/ মুখ রাখা সম্মান বা মর্যাদা বজায় রাখা
মুখরুচি১ মুখের সৌন্দর্য বা শোভা
মুখরুচি২ মুখের স্বাদ বাড়ানোর উপাদান
মুখরোচক সুস্বাদু
মুখ লাগা কুটকুট করা
মুখ লাল করা/হওয়া ক্রোধে বা লজ্জায় মুখমণ্ডল লাল করা বা হওয়া (রেগে গিয়ে মুখ লাল করে বসে আছে।)
মুখ লুকানো সামনে না যাওয়া (কথা দিয়ে কথা নয়া রাখতে পেরে সে এখন মুখ লুকোচ্ছে।); সমার্থক বাগধারা- চোখ লুকানো
মুখ শুকানো ম্লান হওয়া
মুখ শুকিয়ে আমশি ভয়, ব্যাধি, উদ্বেগ ইত্যাদি কারণে মুখ বিবর্ণ/বিরস/বিশীর্ণ
মুখশুদ্ধি১ মুখের দুর্গন্ধনাশক দ্রব্য
মুখশুদ্ধি২ খাওয়ার পর চিবানোর জন্য স্বাদযুক্ত মসলা
মুখসর্বস্ব / মুখসর্বস্ব কাঁঠাল কুসি যে কাজের বড়াই করে কিন্তু কাজে কিছু করে না; সমার্থক বাগধারা- বচনবাগীশ, বাক্যনবাব; মুখেন মারিতং জগৎ- প্রবাদ
মুখসাট/ মুখসাপট১ ধমক
মুখসাট/ মুখসাপট২ বাকচাতুর্য; অহংকৃত উক্তি (লোকটা মুখ সাপটে দড়।)
মুখ সামলানো১ সতর্ক হয়ে কথা বলা
মুখ সামলানো২ গালাগালি ব অশোভন কথা পুনর্বার বলা থেকে সাবধান করে দেওয়া (মুখ সামলে কথা বলো।)
মুখ সিটকানো ঘৃণা, বিতৃষ্ণা প্রভৃতি কারণে মুখ বিকৃত করা
মুখ সেলাই করা /মুখ সেলাই করে দেওয়া মৌন বা নির্বাক থাকতে বাধ্য করা
মুখ হওয়া১ তর্কবিতর্ক তরহা চোপরা করার প্রকৃতি হওয়া
মুখ হওয়া২ গালি দেওয়ার প্রকৃতি হওয়া
মুখস্থ স্মৃতিতে ধরা আছে; সমার্থক বাগধারা- কণ্ঠস্থ
মুখাগ্নি দাহকালে শবের মুখে আগুন দেওয়া (শাস্ত্রানুসারে শবের মুখে নয়, শিরে অগ্নিস্পর্শ করাই বিধি।)
মুখাপেক্ষা পরের অনুগ্রহের বা সাহায্যের আশা; পরের উপর ভরসা
মুখাপেক্ষী, পর অন্যের সাহায্যের উপর নির্ভরশীল
মুখামৃত মিষ্টি কথা
মুখে আগুন মৃত্যু কামনা করে তিরস্কার- গ্রাম্যগালি
মুখে আনা উচ্চারণ করা; বলা (এমন কথা মুখে আনাও পাপ।)
মুখে আসা বলার ইচ্ছা হওয়া (কথাটা মুখে এসে গিয়েছিল।)
মুখে কুলুপ আটা/দেওয়া লিছু না বলা, নিশ্চুপ থাকা
মুখে, কোন১ কোন লজ্জায়; দেখাবার বা বলবার মত মুখ না থাকার ভাব (কোন মুখে আমি তার সম্মুখে দাঁড়াবো?)
মুখে, কোন২ কোন সাহসে, কোন গর্বে (কোন মুখে তুমি এমন কথা বলছো?)
মুখে খই ফোটা অনর্গল কথা বলা; খই ফোটার মতো চটপট দ্রুত কথা বলা; বাক্যস্রোত; সমার্থক বাগধারা- মুখে ধান শুকানো
মুখে চূণকালি দেওয়া/পড়া/লাগা অপদস্থ/কলঙ্কিত করা/হওয়া; কলঙ্কে ভরে যাওয়া
মুখে জল আসা১ অম্লাদির স্পর্শে মুখে লালার সঞ্চার হওয়া
মুখে জল আসা২ খাওয়ার লোভ হওয়া
মুখে জল দেওয়া১ উপবাস ভঙ্গ করা
মুখে জল দেওয়া২ পিপাসায় জল খেতে দেওয়া (আমার বাছার মুখে জল দেওয়ার কেউ নেই।)
মুখে জল দেওয়া৩ প্রক্ষালন করা (বিছানা ছাড়ো মুখে জল দিয়ে এসো।)
মুখে জল দেওয়া৪ মৃত্যুকালে মুখে গঙ্গাজল দেওয়া
মুখে ঝামা ঘষা অপদস্থ করা; সম্মানহানি করা
মুখে তালা দেওয়া কিছু বলতে না দেওয়া (তিন তালাক নিয়ে অনেকেই মুখে তালা দিয়েছেন।); সমার্থক বগধারা- মুখে কুলূপ আটা
মুখে দড় বাকপটু
মুখে দুধের গন্ধ অল্পবয়স
মুখে দেওয়া খাওয়া (খিদে পেলে কিছু মুখে দাও।)
মুখে ধান শুকানো অনর্গল কথা বলা; চড়বড় করে কথা বলা; সমার্থক বাগধারা- মুখে খইফোটা
মুখে ফুলচন্দন পড়া সুসংবাদের জন্য ধন্যবাদ জানান (আপনার মুখে ফুলচন্দন পড়ুক।)
মুখে ভাত অন্নপ্রাশন
মুখে মধু অন্তরে বিষ বাইরে বন্ধুত্ব ভিতরে কপটতা
মুখে মারিতং জগৎ লম্বা চওড়া বুলি (তার শুধু মুখে মারিতং জগৎ, কাজের বেলায় অষ্টরম্ভা)
মুখে মুখে১ খাতাকলম ছাড়া (মুখে মুখে উত্তর দাও।)
মুখে মুখে২ তৎক্ষনাৎ (মুখে মুখে সব যোগান দেওয়া হয়।)
মুখে মুখে৩ প্রত্যেকের মুখে; লোকপরম্পরায় (প্রবাদগুলি মুখে মুখে ছড়িয়েছে।)
মুখে মুখে৪ সম্মুখে; সামনাসামনি আসাক্ষাতে নয় (মুখে মুখে চোপা করে।)
মুখে মুখে কথা বলা/ চোপা করা মুখের উপর জবাব দেয়; তর্ক-বিতর্ক করা (বড়দের সাথে মুখে মুখে কথা বলবে না।)
মুখে রামনাম বগলে ছুরি মুখে ধর্মকথা মনে কুটিল চিন্তা
মুখে লাগাম সংযত বাক (মুখে লাগাম আঁটো।)
মুখে লেগে থাকা১ জিভে স্বাদ লেগে থাকা
মুখে লেগে থাকা২ সবসময় উচ্চারিত কুৎসিতশব্দ
মুখে হরি বল হাতে কাজ কর১ সরল অর্থে- সংসারে আছ যখন সংসারের কাজ কর সাথে ঈশ্বর ভজনাও করিও।
মুখে হরি বল হাতে কাজ কর২ তির্যক অর্থে- ভগবানের নাম করে আখের গুছিয়ে যাও; সমতুল্য- 'কেশব, গোপাল, হরিহরি, হরহর'
মুখে হাসি ফোটা নীরব হাসির ভাব
মুখের উপর১ সঙ্গেসঙ্গে,
মুখের উপর২ সামনাসামনি (মুখের উপর চোপা।)
মুখের উপর কথা বলা১ চোখে চোখ রেখে কথা বলা
মুখের উপর কথা বলা২ বাচালতা করা; তর্ক-বিতর্ক করা
মুখের উপর চোপা বাচালতা করা; তর্ক-বিতর্ক করা
মুখের কথা১ কথামাত্র সার; কাজের কথা নয় (মুখের কথায় কি হবে, কাজ করে দেখানে হবে।)
মুখের কথা২ বচন লিখিত-পড়িত নয়; প্রতিশ্রুতি বা শপথ নয় (মুখের কথাই যথেষ্ঠ; আর শপথ করতে হবে না; লিখতেও হবে না।)
মুখের কথা খসানো মুখ ফুটে বলার অনুরূপ
মুখের চোট/জোর/তোড় অনর্গল কথা; বাক্যস্রোত; বক্তৃতা করার ক্ষমতা (মুখের জোরেই সে করে খাচ্ছে)
মুখের ভয়ে তিরস্কারের বা গঞ্জনার ভয়ে
মুখের মত যথোপযুক্ত (মুখের মত জবাব দিয়েছে)
মুখোমুখি১ পরস্পর সম্মুখীন;, সমক্ষে' (মুখোমুখি কথা হবে।); সমার্থক বাগধারা- সামনাসামনি
মুখোমুখি২ ঝগড়া; কলহ; বাকযুদ্ধ
মুখোশ কপটতা (মন না মুখোশ?)
মুখোশ খোলা স্বরূপ উৎঘাটিত করা (সবার সামনে তোমার মুখোশ খুলে দেবো।)
মুঘলাই কায়দা আড়ম্বরপূর্ণ আচরণ
মুঠোয় পাওয়া অধিকার, দখল, সম্পূর্ণ আয়ত্বাধীন
মুঠোমুঠো প্রচুর পরিমাণে (মুঠোমুঠো টাকা)
মুড়া কোদালে দিঘি কাটা অল্প পরিশ্রমে বিরাট কাজ, অসাধ্যসাধন, উচ্চাশা ইত্যাদি; সমার্থক বাগধারা-কলার ভেলায় সাগরপার, খড়মপায়ে গঙ্গাপার, নরুণে তালগাছকাটা, শামুক দিয়ে পুকুরসেঁচা ইত্যাদি
মুড়ি-মুড়কি সাধারণ বা নিতান্ত অকিঞ্চিৎকর ভোজ্যদ্রব্য
মুড়ি-মুড়কির একদর দুইয়ের পার্থক্য বোঝার বুদ্ধি নেই; সমতুল্য- কাঁচে কাঞ্চনে সমান।
মুড়ি-মুড়কির মত প্রচুর পরিমাণে
মুণ্ড/মুণ্ডু ঘুরে যাওয়া১ ভয়ে ভাবনায় হতবুদ্ধি হয়ে পড়া (বরপক্ষের বাড়ীর দাবীর বহর শুনে কনেপক্ষের মুণ্ড ঘুরে যাবার উপক্রম।)
মুণ্ড/মুণ্ডু ঘুরে যাওয়া২ কারো রূপে মুগ্ধ হওয়া
মুণ্ডপাত১ অভিশাপ, কঠোর তিরস্কার (তোমার মুণ্ডপাত হোক।)
মুণ্ডপাত২ সর্বনাশ (তোমার মুণ্ডপাত করে ছাড়বো।)
মুণ্ডহীন মুরগী দিশেহারা ব্যক্তি
মুদ্রাদোষ ব্যক্তির বিভিন্ন অঙ্গভঙ্গি, বাচনভঙ্গি, আচরণ, চালচলনের দৃষ্টি/শ্রুতিকটু পুনরাবৃ্ত্তি করার কুঅভ্যাস।
মুরগী ড্রেসিং১ ছাল ছাড়িয়ে নেওয়া
মুরগী ড্রেসিং২ ব্যঙ্গে- দেহ খোলা রেখে মেয়েদের জামাকাপড় পরার ঝোঁক
মুরগী বানানো বোকা বানানো; নানাভাবে বিপর্যস্ত করা (ব্যবসায়ীরা সাধারণ মানুষকে মুরগী বানিয়ে ছাড়ছে।)
মুরগি পোষা ভালোবাসা ব্যঙ্গার্থে- স্বার্থপূর্ণ ভালোবাসা
মুরগীর/ মোরগের লড়াই সমানে সমানে প্রতিদ্বন্দ্বিতা
মুশকিল আসান১ নিস্কৃতি, সমস্যার নিস্পত্তি, বিপদ থেকে মুক্তি
মুশকিল আসান২ যে ব্যক্তি বিপদ দূর বা নিবারণ করে
মুষ্টিমেয় কয়েকজন একার্থক যুগ্মশব্দ; অল্পসংখ্যক (মুষ্টিমেয় কয়েকজন লোক সভায় উপস্থিত ছিল।)
মুষ্টিযোগ টোটকা; দ্রুত ফলদানকারী ঔষধ
মুসলমানের মুরগি পোষা কৃত্রিম দরদ; স্বার্থের কারণে ভালবাসা; স্বার্থসাধনের জন্য আদরযত্ন করা
মূর্খ-পণ্ডিত পন্ডিত অথচ ব্যবহারিক জ্ঞানশূন্য
মূর্খের স্বর্গ বোকার সুখকল্পনা; বোকার কল্পিত সুখরাজ্য (যারা ভাবছেন সভ্যতা এগুচ্ছে তারা মূর্খের স্বর্গে বাস করছেন।)
মূলেই গলদ শুরুতেই ভুল বা ত্রুটি; সমার্থক বাগধারা- বিসমিল্লায় গলদ
মৃদুমন্দ অত্যন্ত ধীরগতি (মৃদুমন্দ বায়ু)
মেঘ না চাইতেই জল অপ্রত্যাশিত সুযোগ; আশর অতিরিক্ত লাভ
মেঘভাঙা রদ্দুর জ্বালাধরানো তীব্র ঝলসানো রৌদ্র (মেঘভাঙা রদ্দুরের বড় চড়চড়ানি।)
মেঘে মেঘে বেলা হওয়া চেহারা দেখে বোঝা না গেলেও আসলে বয়স হয়েছে
মেঘের ছায়া ক্ষণস্থায়ী সুখানুভূতি, অল্পক্ষণের জন্য প্রাপ্তি
মেছোহাটা তুচ্ছবিষয়ে মুখরিত/কোলাহল; হট্টগোলের পরিবেশ
মেজাজ খাট্টা/তিরিক্ষি প্রচণ্ড ক্ষেপে আছে এমন
মেজাজ দেখানো/হারানো রেগে যাওয়া; মাথা গরম করা
মেজে ঘষে সুন্দরী নকল/মেকি সুন্দরী
মেড়া/ মেড়াকান্ত লড়াইপটু ভেড়াবিশেষ; পরের বুদ্ধিতে চালিত ভেড়ার মতো মূর্খ ও নির্বোধ ব্যক্তি
মেনি বিড়াল / মেনিমুখো ভীতু/মুখচোরা/লাজুকপ্রকৃতির লোক (মেনিমুখো ছেলে আগ বাড়িয়ে কিছু বলে না।)
মেমসাহেব মেমের (ইউরোপীয় নারী) মতো চালচলনযুক্তা নারী (এই যে মেমসাহেব আসছেন।)
মেরুদণ্ডহীন ব্যক্তিত্বহীন (এই রুঢ় বাস্তবে মেরুদণ্ডহীন লোকের কণ স্থান নেই।)
মেরি জান প্রিয়তমা; প্রেয়সী নারী; বধুর প্রতি প্রিয় সম্ভাষণ সমার্থক বাগধারা- জানেমন
মেরে তক্তা বানানো // মেরে হাড় গুঁড়ো করা // মেরে হাড়গোড় ভাঙ্গা // হাড়মাস আলাদা করা চলনশক্তি রহিত করা, প্রচণ্ড প্রহার করা
মেরেকেটে১ মারকাট করে'র অনুরূপ
মেরেকেটে২ অন্ততপক্ষে, কাটাকুটি করা সত্ত্বেও,বড়জোর (মেরেকেটে হাজার খানের লোক জমা হতে পারে।)
মেরে দেওয়া আত্মসাৎ করা, চুরি করা (আমার টাকা মেরে দিয়েছে); সমার্থক বাগধারা- ঝেঁপে দেওয়া
মেরুকরণ স্পষ্টতঃ দুইশিবিরে ভাগ
মেলামেশা/মেলামিশি একার্থক যুগ্মশব্দ; ঘনিষ্টতা; পরস্পর দেখা সাক্ষাৎ; মিলন; সংসর্গ; সমার্থক বাগধারা- /মেশামিশি
মেষশাবক নির্দোষ শিশু
মোচড় মারা বাগে পেয়ে চাপ দেওয়া (মোচড় দিয়ে টাকা আদায়।)
মোটকথা ফলকথা, সার বক্তব্য, মোটামুটি বক্তব্য যা দাঁড়ালো তাই। সার সংক্ষেপ, সংক্ষেপে (মোটকথা তুমি আসছো না।)
মোটঘাট মালপত্র (এতে মোটঘাট নিয়ে রেলে সফর করা যায় না।)
মোটমাট সর্বসমেত, স্থূল হিসাবে (মোটমাট কতজন নিমন্ত্রিত হল?); সমার্থক বাগধারা- একুনে, মোটমুটি, সাকুল্যে
মোটা কথা স্থূল কথাবার্তা (মোটা কথায় মন ভরে না।)
মোটা গলা গম্ভীর/ভারী গলা
মোটা ভাত মোটা কাপড় অতি সাধারণ জীবনযাত্রা
মোটা মাহিনা উচ্চ বেতন (সে মোটা মাইনে নিয়ে চাকরি করে।)
মোটামুটি মোটের উপর; সর্বসমেত; স্থূল হিসাবে (মোটামুটি পাঁচশ টাকা লাগবে); সমার্থক বাগধারা- একুনে, মোটমাট, সাকুল্যে
মোটাসোটা ভারী শরীর; স্বাস্থ্যবান, সন্তোষজনক পুষ্টিযুক্ত; সমার্থক বাগধারা- হৃষ্টপুষ্ট
মোটেই না আদৌ না, একেবারেই সত্য নয় (মোটেই না, এমন কথা আমি বলিনি।)
মোড়ামুড়ি অনেক দর কষাকষি (মোড়ামুড়ি করে দাম কমিয়েছি।); সমার্থক বাগধারা- রগড়া-রগড়ি
মোমের পুতুল অল্প পরিশ্রমে কাতর হয়ে পড়ে, এমন ব্যক্তি (যেন মোমের পুতুল একটু খাটলেই গলে যাবে।)
মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত অল্পজ্ঞানীর সীমাবদ্ধতা; যে কাজ করে সেই পর্যন্ত জ্ঞান; নির্দিষ্ট এলাকার মধ্যে জ্ঞান ও শক্তি সীমাবদ্ধ
মোসাহেব খোশামুদে; চাটুকার; চামচে; তোষামোদকারী পার্শ্বচর; মনঃতুষ্টকারী
মৌখিকবন্ধু কৃত্রিমবন্ধু
মৌচাকে ঢিল বিপজ্জনক স্থানে আঘাত
মৌতাৎ চড়ানো মাদকের নেশা করা
মৌনব্রত কথা না বলার ব্রত; বাকসংযমের ব্রত
মৌরসি পাট্টা অন্যায়ভাবে স্থায়ী অধিকার কায়েম
ম্যাও ধরা১ দায়িত্ব গ্রহণ করা
ম্যাও ধরা২ কঠিন কাজের দায়িত্ব নেওয়া, ঝামেলা পোয়ানো, বিপদের ঝুঁকি নেওয়া (ফলভোগে সবাই আছে ম্যাও ধরতে কেউ নাই); সমার্থক বাগধারা- বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা
ম্যাদা মেরে যাওয়া অকর্মণ্য/উৎসাহহীন হয়ে পড়া

সম্পাদনা

বাগধারা অর্থ
যক/যক্ষ/যখ অতি কৃপণব্যক্তি
যক আগলানো কৃপণতা করা
যক দেওয়া১ ঠকিয়ে টাকাপয়সা আদায় করা
যক দেওয়া২ কিছু লোকের অন্ধ বিশ্বাস যে অতীতে কৃপণ ধনীরা ধনরত্ন সুরক্ষার জন্য ভূগর্ভে একটি ঘর বানিয়ে সেখানে রত্নাদিসহ একটি ছোটছেলেকে আটকে রাখতো। অনাহারে ছেলেটি মারা গেলে সে যক্ষযোনি প্রাপ্ত হয়ে সেই সম্পদ রক্ষা করতো; পরে কৃপণ মারা গেলে তার নির্দেশমত তার উত্তরাধিকারদের সম্পদ ফিরিয়ে দিয়ে প্রেতযোনি থেকে মুক্তি পেতো; একেই প্রবাদে যক দেওয়া বোলে।
যকের/যক্ষের/জখের ধন যক দেওয়া ধন; বিদ্রুপে- খুব কৃপণ লোকের ধন
যখন তখন১ সময়-অসময় বিচার না করে; যখন ইচ্ছা হবে তখনই; যে কোনো সময়ে; তুলনীয়- ওয়াক্ত-বে-ওয়াক্ত (হিন্দী)
যখন তখন২ ঘনঘন; প্রায়ই (যখন-তখন সে এসে উপস্থিত হয়।)
যখন তখন অবস্থা মুমূর্ষু; যেকোন সময় মারা দেতে পারে (যখন-তখন নিশ্বাস পড়া বন্ধ হবে); সমার্থক বাগধারা- এখন তখন অবস্থা; যায় যায় অবস্থা।
যখন যেমন, তখন তেমন অবস্থা বুঝে ব্যবস্থা; যে সময়ে যেরকম আবশ্যক সেই সময়ে সেইরূপ
যখনকার তখন সাময়িক; যে সময়ের সেই সময়
যখনকার যা, তখনকার তা যথোচিত ব্যবস্থা; যখন যা আবশ্যক তাই করা উচিত; যে সময়ের কাজ সেই সময়ে করা উচিত
যখন যখন যে যে সময়ে
যজ্ঞ/ যজ্ঞবাড়ী বিরাট আয়োজন; সমার্থক বাগধারা- এলাহি কাণ্ড
যজ্ঞের ঘোড়া অসহায়/বিপন্ন ব্যক্তি
যৎকিঞ্চিৎ অত্যল্প/তুচ্ছ পরিমাণ (যৎকিঞ্চিৎ পেলেই হবে)
যৎপরোনাস্তি অত্যন্ত; নিরতিশয় (পরিশ্রমে যৎপরোনাস্তি ক্লান্ত); সমার্থক বাগধারা- যার-পর-নাই
যত গর্জে তত বর্ষে না আড়ম্বর বা আয়োজনের তুলনায় কম কাজ হওয়া; সমার্থক বাগধারা- বহ্বারম্ভে লঘুক্রিয়া
যতক্ষণ মধু ততক্ষণ ভ্রমর স্বার্থপর বন্ধুত্ব
যত নষ্টের গোড়া সব অনাসৃষ্টি বা অনিষ্টের কারণ; বিষম অনিষ্টকারী
যত বড় মুখ নয় ততবড় কথা অন্যায় অশোভন স্পর্ধা; উদ্ধত/স্পর্ধিত কথাবার্তা; সমতুল্য- ছোট মুখে বড় বড় কথা
যতনে রতন মেলে চেষ্টা করলে সুফল বা শুভফল পাওয়া যায়
যত্ন আত্তি একার্থক যুগ্মশব্দ; সমাদর ও সন্তোষ বিধান; তুলনীয় বাগধারা- আদর আপ্যায়ন; আদর যত্ন
যত্র আয় তত্র ব্যয় আয়ের কিছুই জমে না এমন অবস্থা, যা আয় হয় তার সবটাই খরচ হয়ে যায়; অবিবেচনাপ্রসূত কাজ; অসঞ্চয়ের লক্ষণ; আখ্‌কুটের দশা
যত্রতত্র ভালোমন্দ বিচার না করে যেকোন স্থানে, সর্বত্র (ভোজনং যত্রতত্র শয়নং হট্টমন্দিরে- প্রবাদ); সমার্থক বাগধারা- এখানে সেখানে
যথা আজ্ঞা কর্তব্যানুসারে যা করা উচিত
যথাকথঞ্চিৎ১ যে কোনো উপায়ে; যে কোনো রূপে।
যথাকথঞ্চিৎ২ কষ্টেসৃষ্টে
যথাকথা যথার্থ কথা; সত্যকথা
যথাতথা যেখানে সেখানে; সর্বত্র ('কুপুত্র হয় যথাতথা কুমাতা নয় কখনো ত'।)
যথা পূর্ব তথা পর / যথা পূর্বম তথা পরম্ পূর্বের মতোই অবস্থা; যে-কে-সেই; কোন পরিবর্তন হয় নি
যথারীতি প্রচলিত প্রথা অনুযায়ী
যথারুচি ইচ্ছা বা পছন্দমত; প্রবৃত্তি অনুযায়ী; বাঞ্ছানুরূপ; যেমন অভিপ্রায়
যথাসর্বস্ব সমুদায় ধনসম্পদ
যথাস্থান প্রকৃত স্থান (বইগুলি যথাস্থানে রাখো।)
যথেচ্ছাচার উচ্ছৃঙ্খলতা, খুশিমতো আচার আচরণ (যথেচ্ছাচার করে শরীরটা খেয়েছে।)
যদি না না যদি হয় তবুও
যদি বা যদি একান্তই যদি
যদুবংশ বহু পরিজনবিশিষ্ট পরিবার
যদু-মধু নগণ্য/সাধারণ লোক (যদুমধুকে দিয়ে এ কাজ হবে না)
যতনে রতনে মেলে পরিশ্রম শুভফল দান করে
যন্ত্র১ যে ব্যক্তিকে কার্যদ্ধারের জন্য হাতিয়ারস্বরূপ ব্যবহার করা হয়
যন্ত্র২ বিদ্রুপে- ঘড়িবাজ লোক (তুমি একটা যন্তর/যন্ত্র); সমার্থক বাগধারা- মাল
যন্ত্রী১ পরিচালক ('আমি যন্ত্র তুমি যন্ত্রী যেমন চালাও তেমনি চলি')
যন্ত্রী২ ষড়যন্ত্রকারী, যে অপরকে হাতিয়ারস্বরূপ ব্যবহার করে
যবনিকাপতন/পাত অবসান, সমাপ্তি, পরিসমাপ্তি (গল্পের এখানেই যবনিকাপতন হল)
যমদূত মৃত্যুর ন্যায় ভীষণ সংবাদবাহক
যবুথবু১ আড়ষ্ট; ক্রিয়াশক্তিশূন্য; জড়সড়; নড়তে চড়তে অসমর্থ এমন; চলচ্ছক্তিশূন্য (বেদনায় যবুথবু)
যবুথবু২ কিংকর্তব্যবিমূঢ়; হতবুদ্ধি (ভয়ে যবুথবু হয়ে আছে।)
যবুথবু৩ পরিপাটিহীন (জামাকাপড় চুবসে জবুথবু হ্য়যে আছে।)
যমপুরী/যমালয়/যমের বাড়ী ভয়ঙ্করস্থান
যমযন্ত্রণা/ যমযাতনা মৃত্যুকালীন কষ্ট; মৃত্যুকালীন কষ্টের মত খুব কষ্ট
যমে ধরা১ মারা যাওয়া
যমে ধরা২ চরম দুর্দশাগ্রস্ত হওয়া
যমের অরুচি যে সহজে মরে না; এমন দুষ্ট লোক যে যমেও ছুঁতে ঘেন্না করে; অবজ্ঞাসূচক উক্তি
যমের দক্ষিণ দুয়ার দেখা/দেখানো // যম্র বাড়ী যাওয়া মারা যাওয়া; খুন করা
যমের দোসর নিষ্ঠুর ভয়ানক প্রকৃতির ব্যক্তি
যমের বাড়ি যাওয়া মৃত্যু কামনা করে গালি দেওয়া
যমের ভুল যে মরছে না তার মৃত্যু কামনা করে গালি
যশঃশেষ ্মৃত্যু
যশুরে কই যশোহরের কইমাছের মত বড়মাথাওয়ালা লোক (মাথা বড় হওয়ায় বিদ্যাসাগরমশাইকে যশুরে কই বলা হত কিংবা কৌতুকে কশুরে যই বলা হত)
যাঁহা বাহান্ন তাঁহা তিপ্পান্ন বিশেষ কোনো তফাত নেই; এতটাই যদি করা হয় তবে আর অল্প একটু করতে দোষ কী-এই ভাব
যা-ইচ্ছা-তাই/ যাচ্ছেতাই/ যা খুসি তাই অন্যায়/অসঙ্গত/জঘন্য/বিশ্রী ব্যাপার (যাচ্ছেতাই কথাবার্তা)
যা তা / যাহা তাহা খারাপ; বাজে; যেমন তেমন করে; যত্নের অভাববোধক; (যা তা করে কাজটা শেষ করলো।)
যা নয় তাই অনুচিত, অসত্য, অসম্ভব তাই (যা নয় তাই বলে গাল পাড়লো)
যাই যাই যাবার উপক্রম (যাবে তো যাও, খালি যাই যাই করো না)
যাওয়া-আসা /আসা-যাওয়া জন্মমৃত্যু (শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা- রবীন্দ্রনাথ)
যাক গে উপেক্ষাসূচক উক্তি (যাক গে ওতে আমার ক্ষতি হবে না)
যাকে তাকে অজ্ঞাতকুকশীলকে, অনির্দিষ্ট লোককে (যাকে তাকে ঘরে আসতে দিও না)
যান্ত্রিকসভতা আধুনিকসভতা, যেখানে মানুষ রোবটে পরিণত
যাবচ্চন্দ্রদিবাকর যতদিন চন্দ্র ও সূর্য থাকবে; যতদিন চন্দ্র ও সূর্যের উদয় হবে; চিরকাল
যামঘোষ/ঘোষা১ প্রহরঘোষণাকারী মোরগ, শিয়াল
যামঘোষ/ঘোষা২ ঘড়ি
যায় যায় অবস্থা প্রতিমুহূর্তে মৃত্যুর আশঙ্কা, মুমূর্ষু অবস্থা; সমার্থক বাগধারা- এখন-তখন অবস্থা; যখন তখন অবস্থা।
যার-পর-নাই অত্যধিক; অত্যন্ত, খুব, সাতিশয় (আমি তোমার ওপর যারপরনাই ক্ষুব্ধ); সমার্থক বাগধারা- যৎপরোনাস্তি
যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন১ অতিসামান্য পার্থক্য বা প্রভেদশূন্য; প্রায় হওয়ার কথা নয় এমন ভাব;
যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন২ সামান্য কম-বেশীতে পিছিয়ে না পড়া
যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন৩ দোষ যখন করেইছি একটু বেশি করলে বিশেষ দোষ হবে না, এমন বেপরোয়া ভাব
যুক্তবেণী দুই নদীর সঙ্গমস্থল
যে আজ্ঞা/আজ্ঞে যথা আজ্ঞা; আজ্ঞানুসারেই কাজ হবে; সমার্থক হিন্দি বাগধারা- যো হুকুম
যে কথা সেই কাজ কথায় ও কর্মে সঙ্গতি; বাক্য ও কর্মের অভিন্নতা; প্রতিজ্ঞা বা প্রস্তাবমত কাজ
যে-কে-সেই অপরিবর্তিত অবস্থা (দুদিন একটু ভালো ছিল এখন আবার যে-কে-সেই)
যে কেউ/কেহ নির্বিশেষে; সাধারণ জন; যার কোন বিশেষত্ব নেই (যে কেউ এই কাজ করতে সমর্থ; সমার্থক বাগধারা- যে সে
যে দামে কেনা সে দামে বিক্রি অবৈধভাবে বা বিনাব্যায়ে অর্জিত ধন নষ্ট হলে লাভ ক্ষতির হিসাব চলেনা
যে যে যারা (যে যে যাবে যাক)
যে সে নির্বিশেষে; প্রত্যেকে; সাধারণজন (এটা যে সে লোকের কাজ নয়); সমার্থক বাগধারা- যে কেউ
যে কথা সেই কাজ উক্তির সত্যতা রক্ষা
যেখানে সেখানে ইতস্ততঃ, যেকোন স্থানে, সর্বত্র (বইগুলো যেখানে সেখানে ছড়ানো।)
যেচে মান কেঁদে সোহাগ যা আপনা থেকে আসার কথা তা ভিক্ষা করে নেওয়া
যেতে বসা নষ্ট হওয়ার উপক্রম (দেখার লোকের অভাবে চালু ব্যবসাটা যেতে বসেছে)
যেতে যেতে যাওয়ার সময় পথে ('যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি'- রবীন্দ্রনাথ)
যেদিক জল সেদিকে ছাতি ধরা যেখানে অভাব বা কষ্ট তৎক্ষনাৎ তা দূর করা
যেন-তেন প্রকারেণ যেকোন উপায়ে; যেকোনো ব্যবস্থা অবলম্বন করে (যেনতেন প্রকারেণ কার্যসিদ্ধি গরিয়সী- প্রবাদ); সমার্থক বাগধারা- যো-সো করে
যেমন গুরু তেমনই চেলা গুরু ও শিষ্য দুজনেই সমান মন্দ বা মূর্খ
যেমন জগন্নাথ তেমন সুভদ্রা আদর্শমিলন; মণিকাঞ্চলযোগ
যেমন তেমন১ কাজ চলার মতন, কোন রকম, চলনসই (যেমন তেমন করে আজকেই কাজটা শেষ কর)
যেমন-তেমন২ সামান্যরকম, সাধারণ (আমার মালিক যেমন-তেমন লোক নয়)
যেমন দান তেমন দক্ষিণা১ দানের পরিমাণ অনুযায়ী দক্ষিণা
যেমন দান তেমন দক্ষিণা২ নিকৃষ্ট পারিশ্রমিকের পরিবর্তে তদনুরূপ আশা করা
যে সে সাধারণ লোক (একি যে সে লোকের কথা নাকি যে নাই বা শুনলে; এ রাজার আদেশ শুনতেই হবে।); সমার্থক বাগধারা- তুমি আমি; রামা-শ্যামা; টম ডিক হ্যারী
যো উপায়/সুযোগ (পালাবার কোন যো নেই।)
যোগনিদ্রা ব্যঙ্গার্থে- ঝিমানো
যোগসাজশ কুকর্ম করতে পরস্পরের সহযোগিতা( দুজনে যোগসাজশ করে একাজ করেছে।)
যোগাড়যন্ত্র উদ্দেশ্যসাধনোপযোগী বস্তুর আহরণ; কোন কাজ সম্পন্ন করার উপকরণাদি সংগ্রহ; বিলিবন্দোবস্ত (বিয়ের যোগাড়যন্ত্র সব সারা।)
যোগাযোগ খবরাখবর ; দেখাশোনা; দেখাসাক্ষাৎ (বহুকাল দুই বন্ধুর মধ্যে কোন যোগাযোগ নেই।)
যোগীর চিন্তা জগন্নাথ ফকিরের চিন্তা মক্কা যে যেভাবে চিন্তাভাবনা করে।
যোড়হস্ত একান্ত অনুগত; অনুগত ভৃত্যের মত বাধ্য
যোড়াতাড়া দিয়ে অনেক কষ্টে; কোনোক্রমে; ঠেকনা দিয়ে কোনো প্রকারে কার্যোপযোগী করণের চেষ্টা (যোড়াতাড়া দিয়ে কাজ সারছি।); সমার্থক বাগধারা- কষ্টেসৃষ্টে, টায়টায়, টেনেটুনে, টেনেবুনে;
যোড়াতালি সেলাই ও তালি
যোড়াতালি মারা তাপ্পি মারা
যো-সো কোনরকম, যেকোন উপায়, (যো-সো করে কাজ সারলো); সমার্থক বাগধারা- যেমন তেমন
যো হুকুম/হুজুর গোলাম, চাটুকার, তাঁবেদার, মোসাহেবস্তাবক (হুজুর যা বলেন তাই ঠিক বা তাই হবে)
যো হুকুমের দল চাটুকরের দল

সম্পাদনা

বাগধারা অর্থ
রইস আদমী ধনী লোক
রকম-সকম আচরণ- (ছেলেটার রকমসকম ভালো না।); সমার্থক সহচর শব্দ- চলন-বলন; চালচলন; মতিগতি; স্বভাব-চরিত্র, হাবভাব ইত্যাসি
রকেটগতি তীব্র গতিবেগ (রকেটগতিতে ধেয়ে আসছে আশ্বিনের ঝড়।) সমার্থক বাগধারা- বিদ্যুৎগতি
রক্ত গরম করা/হওয়া উত্তেজনাপূর্ণ/উত্তেজিত হওয়া
রক্তগঙ্গা খুনোখুনি, রক্তারক্তি কাণ্ড (এখনি না সামলালে রক্তগঙ্গা বয়ে যাবে।)
রক্তচক্ষু ক্রোধে লাল চোখ; কোপদৃষ্টি; রোষকষায়িত দৃষ্টি; সমার্থক বাগধারা- অগ্নিচক্ষু
রক্ত ঝরানো প্রচণ্ড পরিশ্রম করা
রক্তবীজের বংশ/ঝাড়১ ছারপোকা
রক্তবীজের বংশ/ঝাড়২ যা শেষ হয় না এমন
রক্তবীজের বংশ/ঝাড়৩ যে দুষ্টদলকে কোনভাবে ধ্বংস করা যায় না
রক্তমাংসের শরীর দেহমনের স্বাভাবিক দুর্বলতাযুক্ত স্থূলশরীর; দয়ামায়া, করুণা ইত্যাদির আধার (রক্ত মাংসের শরীরে ভুলত্রুটি হবেই।)
রক্তারক্তি কাণ্ড প্রচণ্ড মারামারি, খুনোখুনে
রক্তশোষণ / রক্ত শুষে নেওয়া সর্বস্ব আত্মস্মাৎ (মহাজন কর্তৃক খাতকের রক্তশোষণ।)
রক্তের অক্ষরে লেখা বহু প্রাণহানির কাহিনীসংবলিত ইতিহাস (সব মহাকাব্যই রক্তের অক্ষরে লেখা।)
রক্তের টান রক্তের সম্পর্ক থাকার জন্য পরস্পরের প্রতি আকর্ষণ; আপনজনের প্রতি ভালবাসা, স্ববংশপ্রীতি; সমার্থক বাগধারা- নাড়ির টান
রক্তের রঙ লাল সবাই সমান, কোন ভেদাভেদ নেই
রক্ষাকবচ বিপদ থেকে বাঁচার উপায়, দুর্বলশ্রেণিকে রক্ষা করতে সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থা
রগচটা অল্পেতেই রেগে যায় এমন ব্যক্তি, কোপনস্বভাব (রগচটা মানুষ)
রগড়া-রগড়ি কোনো কিছু সম্পর্কে অত্যধিক আলোচনা; নানা বিষয়ে বোঝাপড়া (দু'দলের মধ্যে খুব রগড়া-রগড়ি চলছে।)
রগড়ারগড়ি১ সহচরশব্দ; একই বিষয়ের বহু আলোচনা (অনেক রগড়ারগড়ি হয়েছে, এবার ইতি টানো।)
রগড়ারগড়ি২ সহচরশব্দ; দর কষাকষি (রগড়া-রগড়ি করাতে কিছু দাম কমেছে।); সমার্থক বাগধারা- মোড়ামুড়ি
রগড়ারগড়ি৩ বহুল ব্যবহার অর্থে-সহচরশব্দ (রগড়া রগড়িতে জামাকাপড় নষ্ট হয়ে গেছে।)
রগরগে উত্তেজনার ভাবপ্রকাশক দ্বিত্বশব্দ (রগরগে প্রেমের গল্প।)
রঙঢঙ হাস্যপরিহাস
রংচঙা / রঙচঙে / রঙ-বেরঙ চিত্রবিচিত্র, নানারঙে রঞ্জিত (রঙচঙে জামাকাপড়, রং-বেরঙের জেল্লা)
রঙ/রং খোলা প্রকাশ পাওয়া; শোভা পাওয়া (শাড়ীতে রংটা ভারি খুলেছে।)
রঙ/রং চড়ানো/ফোলানো/লাগানো অতিরঞ্জন; বাড়িয়ে বলা (সত্যকাহিনী বলাতেও অনেক রঙ চড়ানো থাকে।)
রঙ/রংতামাশা একার্থক যুগ্মশব্দ; অঙ্গভঙ্গিসহ তামাশ; কৌতুক হাসিঠাট্টা বা মস্করা (সারা দলটা রঙতামাশায় মেতে আছে।)
রঙ-বে-রঙ /রং-বে-রং বিভিন্ন বর্ণ; রং ও বদরং (রঙ-বে-রঙের জেল্লা।)
রঙ/রং দেখানো/ফলানো মেজাজ দেখানো (এখানে রঙ দেখিয়ে বিশেষ সুবিধা হবে না)
রঙ্গভঙ্গ কৌতুকজনক অঙ্গভঙ্গি
রঙ্গী অশ্লীল আমোদপ্রমোদে আসক্ত
রঙমহল বিত্তশালীর বিলাসভবন; আনন্দনিকেতন
রংরুট সামরিক বিভাগে, পুলিশ বিভাগে বা সরকারি চাকুরিতে নিয়োগ।
রজ্জুতে সর্পভ্রম বিপদের আশংকায় বিভ্রান্তি; বিপরীত উক্তি- সর্পতে রজ্জুভ্রম
রটা/রটানো নিন্দাচ্ছলে রাষ্ট্র করা (কলঙ্কের কথাটা চারিদিকে রটিয়ে বেড়াচ্ছে।)
রণচণ্ডী/চণ্ডে উগ্র/কোপনস্বভাবা নারী/পুরুষ (মহিলা রণচণ্ডী মূর্তি ধরে হাজির।); সমার্থক বাগধারা- দশবাইচণ্ডী রণচণ্ডী; রায়বাঘিনী
রণভঙ্গ প্রতিযোগিতা বিতর্ক ইত্যাদি থেকে মাঝপথে সরে যাওয়া; লড়াইয়ের ময়দান থেকে পলায়ন (ইংরেজরা রণভঙ্গ দিয়া পলায়ন করিল।)
রণের ঘোড়া মনোমত কাজের কথা শুনলে যে আর স্থির থাকতে পারে না।
রতনে রতন চেনে১ যোগ্য তার জুড়ি খুঁজে নেয়; সমার্থক বাগধারা- 'যোগ্যং যোগ্যেন যুজ্যতে'
রতনে রতন চেনে২ সাধু-অর্থে- গুণী গুণীকে সঙ্গী করে (রতনে রতন চেনে, রসিকে চেনে রসিকজনা- প্রবাদ)
রতনে রতন চেনে৩ মন্দার্থে- অসৎ অসৎকে সঙ্গী করে (রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু- প্রবাদ)
রত্ন১ সু-অর্থে- শ্রেষ্ঠ বস্তু (কন্যারত্ন, রমণীরত্ন, ভারতরত্ন)
রত্ন২ ব্যঙ্গার্থে- নিকৃষ্ট বস্তু (তুমি একটা রত্নবিশেষ।)
রত্নগর্ভা/প্রসবিনী১ সাধু অর্থে- সুযোগ্য পুত্রসন্তানের মাতা, সুসন্তানবতী
রত্নগর্ভা/প্রসবিনী২ বিদ্রুপে- কুসন্তানের জননী
রত্নগর্ভের পেতন সন্তান শ্লেষার্থে- কুৎসিত নারীর কুৎসিত সন্তান
রথদেখা কলাবেচা এক সঙ্গে দুই কাজ করা; একইসাথে আনন্দভোগ ও অর্থোপার্জন বা কার্যসিদ্ধি
রথী১ বীরপুরুষ, সাহসী (সাত মহারথী শিশুরে বধিয়া ফুলায় বেহেয়া ছাতি- নজরুল)
রথী১ বিশিষ্ট জন (সভায় রথী মহারথীরা উপস্থিত থাকবেন।)
রদ্দা দেওয়া (হিন্দী) গলাধাক্কা দেওয়া
রদ্দিমাল (হিন্দী) অপকৃষ্ট দ্রব্য/পণ্য; বাজে জিনিস
রন্ধনে দ্রৌপদী রন্ধননিপুণা এবং একাকী রেঁধে বহুলোককে খাওয়াবার ক্ষমতাশালীনী নারী
রন্ধনের চাল চর্বণে একখাতের টাকা অন্যখাতে খরচ
রন্ধ্রেরন্ধ্রে প্রতিটি য্যয়গায়, সর্বস্তরে (সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধে আছে।)
রপ্তে রপ্তে ক্রমশঃ, ধীরেধীরে (রপ্তে রপ্তে সবই সয়ে যায়)
রফা নিষ্পত্তি মীমাংসা
রবরবা / রমরমা আড়ম্বর, জাঁকজমক, সমৃদ্ধি (এই রবরবা আর বেশিদিন থাকবে না; ব্যবসায়ের রমরমা বেড়েই চলেছে); সমার্থক বাগধারা- দবদবা
রবাহুত লোকমুখে রব বা ভোজের খবর শুনে চলে এসেছে এমন, বিনা নিমন্ত্রণে এসে হাজির হয়েছে এমন
রম্ভা শূন্য; কিছুই নয়; ফাঁকি; সমার্থক বাগধারা- অষ্টরম্ভা, ঘোড়ার ডিম
রয়ে-বসে তাড়াহুড়ো না করে; ধীরেসুস্থে, ভেবেচিন্তে (রয়ে বসে বইটা লিখছি।)
রয়ে-সয়ে থেকে থেকে, মাঝে মাঝে (রয়ে সয়ে কাজ করবে।)
রশি আলগা করা শাসন না করা
রসকলি বৈষ্ণবদের ললাটে অঙ্কিত পুষ্পকলির মতো তিলক
রসকষ মাধুর্য ও কোমলতা, সামান্য মাত্র রস
রসচুরি পরের লেখা বা কাব্যের ভাব হুবহু গ্রহণ; সমার্থক বাগধারা- 'ভাবের ঘরে চুরি।
রসদ বিদ্রুপে- আনন্দের উপকরণ, মদের বোতল (অনুষ্ঠানবাড়ীতে ফুর্তি করার রসদের ঘাটতি ছিল না।)
রসবতী সুন্দরী যুবতী
রসভঙ্গ সরস প্রসঙ্গে অথবা রস-উপভোগে অপ্রত্যাশিত বাধা
রসাতলে দেওয়া/যাওয়া অধঃপাতে পাঠানো/যাওয়া; উচ্ছন্নে যাওয়া; ধ্বংসপ্রাপ্ত হওয়া (ছেলেটা একেবারে রসাতলে গেছে।)
রসেবশে থাকা রসের আবেশে ভালোভাবে থাকা ('রাখিস মা রসেবশে')
রাঁড় হয়ে ষাঁড় হওয়া বিধবা হয়ে স্বাধীনভবে যথেচ্ছ জীবনযাপন করা
রা করা কথা বলা (‘সাত চড়ে মুখে রা নেই’)
রাই কুড়িয়ে বেল একটু একটু করে বিরাট আকার; অল্প অল্প করে প্রভূত অর্থ সঞ্চয়; সমার্থক বাগধারা-'তিল কুড়িয় তাল'; 'তিলে তিলে তাল'।
রাক্ষস১ অতি পেটুক লোক (রাক্ষসের মত গলছে; রাক্ষুসে খিদে)
রাক্ষস২ অতি বিরাট আকার (রাক্ষসের মত চেহারা; রাক্ষুসে মাছ)
রাক্ষস বিবাহ কন্যাকে অপহরণ করে বলপূর্বক বিবাহ
রাক্ষসী বেলা পনেরোভাগে বিভক্ত দিনমানের শেষ তিন মুহূর্তকাল; দিনের শেষ আড়াইঘন্টা কাল
রাক্ষসের উপর খোক্ষস দাদাকে শাসন করার দাদা আছে।
রাখঢাক গোপনে ঢেকে রাখার চেষ্টা; কিছু গোপন, কিছু খোলা এমন (রেখে ঢেকে কথা বল।)
রাখালের হাতে শালগ্রাম মূর্খের হাতে পড়ে গুণবান অপমানিত; সমার্থক বাগধারা- 'বানরের গলায় মুক্তামালা'।
রাগ না চণ্ডাল হিতাহিতজ্ঞানশূন্য
রাঘব/ রাঘববোয়াল১ অতি অর্থশালী ব্যক্তি; অতি ক্ষমতাশালী ব্যক্তি; অর্থগৃধ্নু; সর্বগ্রাসী
রাঘব/ রাঘববোয়াল২ উচ্চমর্যাদার দুর্নীতিবাজ ব্যক্তি যে আইনকে বুড়ো আঙুল দেখায়; (তদন্ত শুরু হলে আরো অনেক রাঘব-বোয়াল ধরা পড়বে।)
রাঙাবার ছুটির দিন
রাঙামূলো গুণহীন সুদর্শনব্যক্তি; সমার্থক বাগধারা- নব কার্তিক, পলাশফুল, পিতলের কাটারী, মাকালফল, শিমূলফুল ইত্যাদি
রাজযোটক১ মুখ্য অর্থ- পাত্রপাত্রীর সর্বতোতভাবে রাশি ইত্যাদির জ্যোতিষিক যোগ
রাজযোটক২ প্রশংসার্থে- যোগ্য মেলবন্ধন-সুঠাম পাত্রের সুন্দরী পাত্রী
রাজযোটক৩ নিন্দার্থে- বদগুণের দোসর
রাজমুকুট রাজপদ
রাজরাজড়া অভিজাত সম্প্রদায়; বড়লোকের দল
রাজসূয় যজ্ঞ বিরাট মাপের আয়োজন
রাজা-উজির মারা গালগল্প করা; বড়বড়/লম্বাচওড়া কথা বলে নিজেকে জাহির করা (কথায় কথায় সে রাজা-উজির মারে।)
রাজাকার ১৯৭১ সালে বাংলাদেশের স্বধীনতা সংগ্রামে যারা স্বেচ্ছাসেবক নামে পাকিস্তান দখলদার বাহিনীকে সহায়তা করে এবং স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা ও ক্ষতিসাধন করে।
রাজা তেজচন্দ্র অতিদর্পী ব্যক্তি (উৎসকাহিনী- বর্ধমানের রাজা তেজচন্দ্র অত্যন্ত দর্পী লোক ছিলেন)
রাজার ঘুড়ী রাজাদের মাদীঘোড়া বাচ্চা পাড়লেই বাতিল হয়ে যায়; জিনিষ একটু পুরানো হ'লে বড়লোকেরা সেটা আর ব্যবহার করে না।
রাজার হাল অতিরিক্ত আরামে, অত্যন্ত সুখের দশা (শ্বশুরবাড়ীতে রাজার হালে আছে।)
রাতকানা রাতে দেখতে পায় না এমন ব্যক্তি
রাতদুপুর গভীর রাত, দ্বিপ্রহর রাত্রি, মাঝরাত
রাতবিরাত১ শুভরাত্রি ও অশুভ রাত্রি
রাতবিরাত২ বিপদের রাত্রি (রাতবিরেতে বাইরে বেরিয়ো না।)
রাতকে দিন করা১ অসম্ভবকে সম্ভব করা
রাতকে দিন করা২ মিথ্যাকে সত্য বলে চালানো; সমার্থক বাগধারা- নয়কে হয় করা; বিপরীতার্থক বাগধারা- দিনকে রাত করা
রাতারাতি১ বিদ্যমানার্থে- দ্বিত্ব; রাতের মধ্যে; রাত থাকতে থাকতেই; রাত পোহাতে না পোহাতেই (রাতারাতি বাড়ীটা তুলে ফেললো।)
রাতারাতি২ অত্যল্পসময় অর্থে দ্বিত্ব (রাতারাতি বড়লোক হওয়া যায় না।)
রাধে-কৃষ্ণ পাপের প্রায়শ্চিত্তস্বরুপ রাধা ও কৃষ্ণের পুণ্য নামোচ্চারণ
রান্না খেয়ে কান্ন পায় অখাদ্য রান্না
রাবণের গুষ্টি/সংসার বিরাট পরিবার
রাবণের চিতা/চুলি চির অশান্তি, চিরস্থায়ী মনোজ্বালা; শোকরূপ অনন্ত মর্মযন্ত্রণ
রাবণের ছাঁদনাতলা আগাম সুখকল্পনা; কারণের আগেই কার্য; সমার্থক বাগধারা- আম না হতে আমসি/আমসত্ব; কালনেমির লঙ্কাভাগ, গাছ না উঠতে এককাঁদি, গাছে কাঁঠাল গোঁফে তেল ইত্যাদি; তুলনীয়- রাম না হতেই রামায়ণ।
রাবণের দোষে সমুদ্রবন্ধন একের দোষে অন্যের কষ্ট।
রাবণের পুরী ছারখার এককালের বিরাট একান্নবর্তী পরিবার ভেঙে টুকরা টুকরা।
রামঃ/রামো/ রাম কহ /রাম বল/ রামচন্দ্র অবজ্ঞা বা ঘৃণাসুচক উক্তি (তোমাদের সঙ্গে যাওয়া, রাম বল!)
রাম কহ /রাম বল মুখে রামনাম গ্রহণ কর; পাপ কাজ করে যে দোষ করেছো তা স্খালন কর; পাপ চিন্তা করে মনকে কলুষিত করেছো তা শুদ্ধ কর
রামকান্ত ব্যঙ্গে- কোঁৎকা, লগুড়, লাঠি (পিঠে যখন রামকান্ত পড়বে তখন বুঝবে।); (উৎসকাহিনী- রামের মত পতি প্রতি নারীর বাঞ্ছনীয়; কিন্তু রামের হাতে পড়ে সীতা অনেক লাঞ্ছনা সয়ে ছিলেন; তার থেকে বিদ্রুপার্থে বিপরীত অর্থ)
রামগরুড়ের ছানা বিদ্রুপে- বিষণ্ণ গোমড়ামুখো লোক
রামছাগল বিদ্রুপে- অতিনির্বোধব্যক্তি, মহামূর্খ (তোমার মত রামছাগল দুটো দেখিনি।)
রামধোলাই প্রচণ্ডপ্রহার (আচ্ছাকরে রামধোলাই দিয়ে তবে ছাড়ো।)
রাম না হতে রামায়ণ কারণের আগেই কার্যসম্পাদন; হেতুর আগে প্রাপ্তি; সাধারণত এমন ব্যাপার ঘটে না; তবে যদি কখনো ঘটে তবে বাক্যাংশিটি বলা হয়; তুলনীয়- কালনেমির লঙ্কাভাগ; আম না হতে আমসি/আমসত্ব; গাছ না উঠতে এককাঁদি; গাছে কাঁঠাল গোঁফে তেল; রাবণের ছাদনাতলা ইত্যাদি।
রামপাখি কৌতুকে- মুরগি
রাম বল১ পাপ চিন্তা করে এবং পাপ কথা বলে মন কলুষিত হয়েছে; রাম নাম নিয়ে চিত্ত শুদ্ধ কর
রাম বল২ অবজ্ঞা ঘৃণাদিব্যঞ্জক উক্তি (রাম বল আমি ওদের সাথে নেই।); সমার্থক বাগধারা- রামচন্দ্র
রামভক্ত হনুমান একনিষ্ট সেবক; বশম্বদ অনুচর;; পাঠান্তর- রামের হনুমান
রাম-রহিম হিন্দু-মুসলমান জনগোষ্ঠী
রামরাজত্ব/রামরাজ্য১ সুঅর্থে- অতি সুশাসন ব্যবস্থা; ন্যায়-সুখ-শান্তি পূর্ণ রাজ্য;
রামরাজত্ব/রামরাজ্য২ বিদ্রুপে- যা খুশি করবার অবাধ একচেটিয়া ও পূর্ণ অধিকার (সে যেন রামরাজত্ব পেয়েছে।)
রাম-রাবণের যুদ্ধ দুই সমান শক্তিধরের দ্বন্দ্ব; সাংঘাতিক বাদবিসম্বাদ; হুলুস্থূল ব্যাপার; তুলনীয়- লঙ্কাকাণ্ড।
রাম-লক্ষণ ভ্রাতৃভক্ত দুই ভাই
রাম-শ্যাম সাধারণ লোক (এ কি রাম-শ্যামের কথা নাকি যে নাই বা শুনলে; এ রাজার আদেশ শুনতেই হবে।); সমার্থক বাগধারা- যে সে
রামসেবক হনুমানের মত একনিষ্ঠ সেবক
রামা-শ্যামা১ অতি সাধারণ লোক (কোন রামা-শ্যামাকে দিয়ে এ কাজ হবে না।)
রামা-শ্যামা২ আজেবাজে গুরুত্বহীন লোক (আমি রামা-শ্যামা কাউকে চিনি না।)
রামায়ণ বিরাট কাহিনী
রামের বাণ মোক্ষম আঘাত
রামের ভাই লক্ষণ আদর্শ অগ্রজভক্ত ভাই।
রামের হনুমান নিতান্ত অনুগত চাকর
রামোচন্দ্র অবজ্ঞা ঘৃণাদিব্যঞ্জক উক্তি (রামোচন্দ্র আমি ওদের সাথে নেই)।
রায়বাঘিনী আক্রমণশীলা নারী; উগ্রচণ্ডা স্ত্রী; কোপনস্বভাবা ও দাপটপূর্ণা নারী (রায়বাঘিনী ননদিনী); সমার্থক বাগধারা- রণচণ্ডী
রাশ আলগা করা যথেচ্ছ আচরণ করতে দেওয়া; সমার্থক বাগধারা- রশি আলগা করা
রাশ টানা যথেচ্ছ আচরণ করতে না দেওয়া, সংযত করা
রাশভারী গম্ভীরপ্রকৃতির লোক, সহসা যার সাথে কথা বলতে সঙ্কোচ হয়
রাশহালকা লঘুচিত্তের লোক, যার সাথে কথা বলতে সঙ্কোচ হয় না
রাশি রাশি প্রচুর পরিমাণে (রাশি রাশি মিল করিয়াছ জড়ো, রচিতেছ বসি পুঁথি বড়ো বড়ো, মাথার ওপর বাড়ি পড়ো পড়ো, তার খোঁজ রাখ কি?- রবীন্দ্রনাথ); সমার্থক বাগধারা- এত এত, কাঁড়ি কাঁড়ি
রাষ্ট্র করা/হওয়া নিন্দাচ্ছলে- রটা, রটানো (কথাটা চারিদিকে রাষ্ট্র হচ্ছে।)
রাস টানা নিয়ন্ত্রিত বা সংযত করা
রাস্তা খোলা একাধিক উপায় থাকা (আয়ের নানা রাস্তা আছে।)
রাস্তাঘাট ছোটবড় চওড়া ও সরুরাস্তা; সদররাস্তা ও গলিপথ
রাস্তা দেখা অন্যত্র চেষ্টা করা, উপায় দেখা (এখানে কোন আশা নেই, অন্য রাস্তা দেখো।)
রাস্তা দেখানো উপায় বাতলানো (চলার মতো একটা রাস্তা দেখাও ্তো।)
রাস্তা বন্ধ কোনো উপায় না থাকা (আয়ের সব রাস্তা বন্ধ হয়ে গেছে।)
রাস্তা রোখা পথ বন্ধ বা অবোরোধ করা (রাস্তা রোখা আন্দোলন)
রাস্তার লোক অচেনা লোক; অপরিচিত ব্যক্তি (রাস্তার লোককে একথা বলা যায় না।)
রাহু ধ্বংসকারী শত্রু; সর্বনাশকারী ব্যক্তি (তুমি আমার জীবনে রাহু হয়ে এসেছো।)
রাহুগ্রস্ত রাহুর দশায় বিপদগ্রস্ত; অত্যন্ত বিপন্ন; অসৎ লোকের কবলে পতিত
রাহুর দশা অতি কষ্টকর ও সংকটময় সময়
রুই কাতলা ওজনদার বা সম্মানীয় ব্যক্তি; পদস্থ বা নেতৃস্থানীয় ব্যক্তি (রুইকাতলার পেছনে কখনো লেগো না।)
রুজিরোজগার একার্থক প্রতিশব্দ; উদরান্ন; উপার্জন জীবিকা (রুজিরোজগার একদম ভাল নয়।)
রুটি জীবিকা, আয়ের পথ (রুটির সওয়াল)
রুটি মারা রোজগারের পথ বন্ধ করা
রুটিরুজি খাদ্য ও জীবিকা; দৈনন্দিন খাদ্যসংস্থান
রুদ্রমূর্তি কুপিত/ক্রোধান্বিতমূর্তি (উৎস- শিব কুপিত হয়ে রুদ্রমূর্তি ধারণ করে রোষানলে মদনকে ভষ্ম করেছিলেন।)
রূপচাঁদ (রূপার টাকা) কৌতুকে- অদ্বিতীয় রূপার চাঁদের মত টাকা (রূপচাঁদ না থাকলে মস্তি হয় না।)
রূপসাগর এমন এক কাল্পনিক জগৎ যার সম্পর্কে সাধারণ মানুষের কোনও ধারণাই নেই; প্রকৃতপক্ষে সুন্দর মানুষদের একটা আলাদা জগৎ ('দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা...'- নবনীদাস ক্ষ্যাপা বাউল)
রূপোর চাকতি অর্থবল, টাকা (রূপোর চাকতি দিলে সব কাজ হয়।)
রূপে লক্ষ্মী গুণে সরস্বতী অতি রূপবতী ও গুণবতী বিদুষী নারী
রূপের ডালি প্রচুর সৌন্দর্যের আধার; অত্যন্ত রূপবতী
রূপের ধুচুনি বিদ্রুপে- অত্যন্ত কুরূপা
রেখে দাও যা বিশ্বাসযোগ্য বা সম্ভব নয় তার উল্লেখ করতে অবজ্ঞাসূচক নিষেধ বাক্য (রেখে দাও ওসব ছেঁদো কথা তোমাকে আর বিশ্বাস করি না।)
রেখে ঢেকে বলা কিছুটা অব্যক্ত রেখে বলা; সবটা না বলা
রেগে আগুন/টং খুব রেগে গেছে এমন, প্রচণ্ড ক্রুদ্ধ
রেষারেষি পরস্পর হিংসা বা বিদ্বেষ, বিদ্বষপূর্ণ প্রতিদ্বন্দিতা (দু'দলের মধ্যে রেষারেষি চলছে।)
রেহাই চিরতরে মুক্তিলাভ (সিলিং ফ্যানে লটকিয়ে সে রেহাই পেয়েছে।)
রৈ রৈ বহুলোকের সমবেত চিৎকার
রৈ রৈ করা গলাবাজী করা
রোখা কড়ি ছোখা মাল নগদ দাম দিলে ভাল জিনিষ পাওয়া যায়।
রোগ কেবল মুড়িতে আর ভুঁড়িতে মাথা আর পেটের গণ্ডগোল থেকেই সব রোগের উৎপত্তি হয়।
রোগব্যাধি প্রায় একার্থক যুগ্মশব্দ; আনা ধরণের অসুখ (বুড়ো বয়সে রোগব্যাধি লেগেই থাকে।);সমার্থক বাহধারা- অসুখ বিসুখ; জ্বালা-যন্ত্রণা;
রোগাপটকা কৃশ ও দুর্বল (রোগাপটকা ছেলে)
রোগা হাতে ফাঁদাল বালা অসামঞ্জস্যজ্ঞাপক ব্যঙ্গ; বিসদৃশ/বেমানান সাজ; সমার্থক বাগধারা- খাঁদানাকে তিলক, খাঁদানাকে নথ, গোদাপায়ে আলতা, গোদাপায়ে মল; হাতীর গলায় ঘণ্টা ইত্যাদি
রোজ কিয়ামত/কেয়ামত অতি কষ্টকর অবস্থা; বিপদ-আপদ (জীবনের উপর রোজ কেয়ামত চলছে।)
রোজ-নামচা দৈনিক বিবরণের বই, দিনলিপি
রোজার ঘাড়ে বোঝা যে কোন বিষয়ে প্রতীকার করবে সেই বিষয় নিয়ে সে বিপন্ন
রোজার ঘাড়ে ভূত যে প্রতিকার করবে সে নিজেই ঠিক নেই।
রোদ ওঠা সূর্যালোক প্রকাশ পাওয়া
রোদ পড়া রোদের তেজ কমে যাওয়া, বিকাল হওয়া (রোদ পড়লে বাড়ি থেকে বেরিয়ো।)
রোদ পোহানো শীতের সময় রৌদ্রতাপ উপভোগ করা
রোদে দেওয়া সূর্যতাপে শুকানোর জন্য মেলে দেওয়া
রোদে পোড়া রৌদ্রতাপে কষ্ট পাওয়া
রোবট যন্ত্রের মত কাজ করে এমন মানুষ
রোমন্থন পুরানো কথা ভাবা (স্মৃতি রোমন্থন)
রোল মডেল অনুসরণযোগ্য চরিত্র (একসময় তরুণদের রোল মডেল ছিল কাজী নজরূল ইসলাম।)
রোলার চালানো পিষে মারা, অসীম নির্যাতন করা (গণতন্ত্রেও জনগণের উপর রোলার চলে।)
রোশনচৌকি সানাই, ঢাক, কাশি ইত্যাদি বাদ্যযন্ত্রসহযোগে ঐক্যতানবাদ্য
র‍্যালা কথার চাল, বড়বড় কথা (বেশি র‍্যালা নিয়ো না, তোমার জারিজুরি জানা আছে।)
র‍্যালি জনসমাবেশ (আজ ময়দানে র‍্যালি আছে।)

সম্পাদনা

বাগধারা অর্থ
লক্কা পায়রা পোশাকবিলাসী ব্যক্তি; ফুলবাবু; গর্বিত যুবক।
লক্ষ্মণদেবর ভাতৃজায়ার একান্ত অনুগত আদর্শ দেবর; নারীরা কামনা করে তাদের লক্ষ্মণের মত দেবর হোক।
লক্ষ্মণদোসর আপদেবিপদের সর্বসময়ের সঙ্গী; অবশ্যই রাম একাকী রাবণকে নিধন করতে পারতেন তবুও তিনি সঙ্গে লক্ষ্মণকে নিয়ে গিয়েছিলেন; সেইকারণে প্রবাদ বলা হয়- 'এক রাম রক্ষা নেই দোসর লক্ষ্মণ'।
লক্ষ্মণভাই আদর্শ ভাতৃভক্ত ভাই লক্ষ্মণ আজীবনব রামের ভাই, বন্ধু ও সহায়কের ভূমিকা পালন করেছিলেন।
লক্ষ্মণ ভোজন দীর্ঘকাল উপবাস (দীর্ঘ বনাবাসকালে রামচন্দ্রের দেওয়া ফল লক্ষ্মণ খান নি; লক্ষ্মণের ফল ধরা দ্রষ্টব্য)
লক্ষ্মণরেখা নিষেধ/বিপদের গণ্ডী
লক্ষ্মণের ফল ধরা বিনাপ্রশ্নে অক্ষরে অক্ষরে আদেশ পালন; (উৎসকাহিনী- বনবাসকালে রামচন্দ্র প্রতিদিন ফলমূল কুড়িয়ে এনে নিজে খেতেন এবং লক্ষ্মণকে খেতে দিয়ে বলতেন, 'ধর লক্ষ্মণ'; আদেশমত লক্ষ্মণ ফলগুলি ধরতেন এবং যত্ন করে তুলে রেখে দিতেন, খেতেন না; দেশে ফিরে লক্ষ্মণ সবফল রামের হাতে তুলে দেন; ফলগুলি দেখে বিস্মিত রাম লক্ষ্মণকে জিজ্ঞাসা করেন, 'এগুলি কি?' উত্তরে লক্ষ্মণ বলেন, 'বনবাসকালে আপনার দেওয়া সব ফল'; ততোধিক বিস্মিত রাম প্রশ্ করেন,'ফলগুলি তুমি খাও নি?' লক্ষ্মণের অতি বিনীত উত্তর, 'আপনি তো আমাক খেতে বলেন নি'; কিছু না ভেবে কেউ আদেশ পালন করলে এই প্রবাদ বলা হয়); পাঠান্তর- ধর লক্ষ্মণ।
লক্ষ্মী আসতে দুয়ারে আগল কেউ উপকার করতে চাইছে অথচ উপকৃত কাজে বাধা দিচ্ছে।
লক্ষ্মী চঞ্চলা ভাগ্য ওঠানামা করে
লক্ষ্মীছাড়া শ্রীহীন, হতশ্রী, হত দরিদ্র, ছন্নছাড়া জীবন ('লোকে বলে ব্যাস তুমি লক্ষ্মীছাড়া; অন্ন উড়ি যায় তুমি যাহ যেই পাড়া'।); সমার্থক বাগধারা- আক্খুটে
লক্ষ্মী-জনার্দন বিশেষ লক্ষাণাক্রান্ত শালগ্রামশিলা
লক্ষ্মীটি/ লক্ষ্মীমা আমার/ লক্ষ্মীসোনা অনুজ স্নেহের পাত্রকে বিশেষ করে অনুরোধ বা সাধ্যসাধনা করতে উক্ত হয়।
লক্ষ্মী তোলা লক্ষ্মী পূজার জন্য যে লক্ষ্মী পাতা হয়েছিল পূজান্তে সেগুলি লক্ষ্মীড় হাঁড়িতে উঠিয়ে রাখা
লক্ষ্মী পাতা লক্ষ্মী পূজার জন্য ধান, কড়ি, রুপার টাকা, শঙ্খ, সিন্দুরকৌটা ইত্যাদি আলপনা আঁকা কাষ্ঠাসনে সাজিয়ে রাখা
লক্ষ্মীপেঁচা দেখতে কুরূপ কিন্তু সুলক্ষণাযুক্ত ('আমার কাছে যার চেহারা টেকলো রূপে লক্ষ্মী তুমি তাকে বললে লক্ষ্মীপেঁচাটি'-অবনীন্দ্রনাথ ঠাকুর)
লক্ষ্মীবন্ত/মন্ত শান্ত। সুশ্রী, সম্পদশালী, সুলক্ষণাযুক্ত, সৌভাগ্যবান
লক্ষ্মীর ঘরে কালপেঁচা কুসন্তান, কুলাঙ্গার
লক্ষ্মীর কৃপা হওয়া/দশা/দৃষ্টি পড়া ভাগ্য অনুকূল হওয়া; সমার্থক বাগধারা- লক্ষ্মী সদয়া
লক্ষ্মীর খুঁঁচি মুখ্য- লক্ষ্মীর হাতে থাকা ধান্যাধার; আলং- চঞ্চলা বালিকা
লক্ষ্মীর ঝাঁপি/ভাণ্ডার অফুরন্ত ভাণ্ডার যে ভাণ্ডার কখনো শূন্য হয় না
লক্ষ্মীর পুত্র ভিক্ষা মাগে // লক্ষ্মীর পুত্ ভিখ মাগে ধনীলোক ধনের কাঙাল
লক্ষ্মীর বরপুত্র/বাহন অত্যন্ত ধনী ও সৌভাগ্যশালী ব্যক্তি
লক্ষ্মীর বরযাত্রী সুদিনের সঙ্গী; সমার্থক বাগধারা- দুধের মাছি, ফুলের ভ্রমর, বসন্তের কোকিল, ভ্রামরীমিত্র, শরতের শিশির, সুখের পায়রা ইত্যাদি
লক্ষ্মীর ভাণ্ডার যে ভাণ্ডার কখনো শূন্য হয় না
লক্ষ্মীর সংসার সচ্ছল সংসার
লগনচাঁদ/চাঁদ ভাগ্যবান (লগনচাঁদ লোক)
লগি ঠেলা কষ্ট করে কোনোপ্রকারে আগলে নিয়ে যাওয়া (লগি ঠেলে সংসার চলে না।)
লগি পুঁতে বসে থাকা নিস্কর্মা হয়ে বসে থাকা
লঘুগুরু জ্ঞান কে ছোট, কে বড় সেই জ্ঞান; বয়ঃকনিষ্ঠ ও বয়োজ্যেষ্ঠের মধ্যে তারতম্য সম্বন্ধে ধারণা বা সেই অনুযায়ী উপযুক্ত আচরণ; কাণ্ডজ্ঞান
লঘুপাক সহজপাচ্য
লঘুপাপে গুরুদণ্ড অল্পদোষে কঠোর শাস্তি; অন্যায় দণ্ড
লঙ্কাকাণ্ড তুমুল ঝগড়া, প্রচণ্ড গোলমাল; মারামারি কাটাকাটি ব্যাপার (সভায় লঙ্কাকাণ্ড চলছে।); সমার্থক বাগধারা- কুরুক্ষেত্র, খণ্ডপ্রলয়, তুলকালাম কাণ্ড, ধুন্ধুমারকাণ্ড, মহামারীকাণ্ড, সাংঘাতিক ঝগড়াঝাটি, হুলুস্থূল ইত্যাদি
লঙ্কাপোড়া চারিদিকে বিভ্রাট সৃষ্টিকারী ব্যক্তি; সমার্থক বাগধারা- মুখপোড়া বাঁদর/হনুমান
লঙ্কাফেরত ব্যঙ্গার্থে- বাঁদর
লঙ্কায় সোনা সস্তা যে দেশে যে জিনিস প্রচুর পাওয়া যায় তা সস্তা হয়।
লজ্জাবতী লতা অতি লাজুক মেয়ে (আমার মেয়ে যেন এক লজ্জাবতী লতা।)
লজ্জার মাথা খাওয়া নির্লজ্জ হওয়া
লণ্ডন হয়ে মক্কা যাত্রা ঘুরপথে কাজ করা
লবঙ্গলতা/লতিকা নম্রস্বভাবা গুণবতী নারী
লবডঙ্কা কিছু না, ফাঁকি; বৃদ্ধাঙ্গুষ্ঠ; (সবাই কিছু-না-কিছু পেল, আমার ভাগ্যে লবডঙ্কা); সমার্থক বাগধারা- অষ্টরম্ভা, কচু, কচু না ঘেচূ, কলা, কাঁচকলা ইত্যাদি
লবেজান অতি অস্থির, উৎকণ্ঠিত, প্রাণ ওষ্ঠাগত ('বিবিজান চলে যান লবেজান করে'-ঈশ্বর গুপ্ত)
লবেদার পোষাকীবাবু; ফুলবাবু; সমার্থক বাগধারা- কাপুড়ে বাবু
লম্ফঝম্ফ ব্যঙ্গার্থ- অসার আস্ফালন; অহেতুক তর্জনগর্জন; নিরর্থক উত্তেজনা প্রকাশ ইত্যাদি
লম্বকর্ণ গর্ধভ, নিরেট বোকা- গালিবিশেষ
লম্বা করা মেরে শুইয়ে দেওয়া (পিটিয়ে লম্বা করে দেবো।)
লম্বাকোঁচা স্বচ্ছলতার নিদর্শন (লম্বাকোঁচার লোক)
লম্বাকোঁচা নমস্কার সাড়ম্বরে স্বাগত জানানো
লম্বাচওড়া কথা/বাত/বুলি অহঙ্কারপূর্ণ উক্তি; আস্ফালন; দম্ভোক্তি; বড় বড় কথা; স্পর্ধিত উক্তি (বেশি লম্বাচওড়া বাত মেরো না।)
লম্বা চাল আড়ম্বর/জাঁক দেখানো
লম্বা দেওয়া পলায়ন করা (পুলিশ দেখে লম্বা দিল); সমার্থক বাগধারা- চম্পট দেওয়া
লম্বা দৌড় দীর্ঘপথে একটানা দৌড়; সমার্থক বাগধারা- ম্যারাথন দৌড়
লম্বা রেসের ঘোড়া দীর্ঘ একটানা পরিশ্রমে অভ্যস্ত, ক্লান্তি নেই বা পিছু পা নয়
লম্বা লম্বা কথা১ অপ্রীতিকর ও মর্যাদাহানিকর উক্তি
লম্বা লম্বা কথা২ অবস্থার অতিরিক্ত বড়মানুষী কথা; অহঙ্কারপূর্ণ কথা; দম্ভোক্তি
লম্বা হওয়া১ ধরাশায়ী হওয়া
লম্বা হওয়া২ হাত পা ছড়িয়ে শুয়ে পড়া (সোফায় সে লম্বা হল।)
লম্বোদর বিদ্রুপে- পেটুক
ললাটের লিখন অদৃষ্টের লিখন; অমোঘ ভাগ্য, ভবিতব্য (ললাটের লিখন না যায় খণ্ডন)। প্রবাদ)
ললিতলবঙ্গলতাপরিশীলনকোমলমলয়সমীর- গীতগোবিন্দ চারুসুন্দর লবঙ্গলতার অঙ্গস্পর্শকারী মলয়পর্বত হয়ে প্রবাহিত মৃদুমন্দ দখিনাবাতাস (বহুবর্ণের একটি সুন্দর শব্দ)
লা ইলাজ/এলাজ চিকিৎসার বাইরে
লা ওয়ারিস উত্তরাধিকারী শূন্য।
লাখ কথার এক কথা / লাখ কথার উপর এক কথা অত্যন্ত দামী কথা; অসংখ্য বাজেকথার মধ্যে একমাত্র কাজের কথা; অতি মূল্যবান কথা; যুক্তিসঙ্গত কথা; এমন এক অমূল্য উক্তি যার পার্শ্বে লক্ষ কথা তুচ্ছ; শ্রেষ্ট কথা; সার কথা ইত্যাদি
লাখ টাকার স্বপ্ন দেখা প্রভূত অর্থলাভের সুখকল্পনা করা
লাখ পঁচাশী অত্যধিক বাড়িয়ে বলা; জাঁক করে বলা
লাগ-ভেল্কি-লাগ অস্বাভাবিক ঘটনাটা ঘটে যাক, এই কামনা
লাগানিভাঙানি সমার্থক সহচরশব্দ; আড়ালে নিন্দা করা; গোপনে অন্যের নিন্দা করে কারো মন বিগড়ে দেওয়া; সমার্থক বাগধারা- চুকলি কাটা
লাগাম রোধ, রাশ, সংযম (তার মুখে কোন লাগাম নেই, যা ইচ্ছা তাই বলে।)
লাগামছাড়া/ছেঁড়া/হীন১ অবাধ, নিয়ন্ত্রণবহির্ভূত (লাগামছাড়া বাজারদর; দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি)
লাগামছাড়া/ছেঁড়া/হীন২ অশ্লীল, অসংযত, উচ্ছৃঙ্খল (লাগামছাড়া আচরণ; লাগামহীন কথাবার্তা)
লাগালাগি পরস্পরের নিন্দা পরস্পরের কানে তোলা
লাগে তুক না লাগে তাক কপাল ঠুকে কাজে নামার সম্ভাব্য ফল সম্পর্কে উক্তি
লা চার অসহায়, নিরুপায় (অন্ধ লা চার বাবা কিছু ভিক্সা দাও।)
লা জবাব১ অতুলনীয়; অপূর্ব (লা-জবাব খানাপিনা)
লা জবাব২ নিরুত্তর,
লাজাবন্ধনন্যায় ক্ষুধার্ত যেমন খই হাতে করে ঘরের খুঁটি পাশে বসেছিল তদ্রূপ; (কাহিনী- এক ক্ষুধার্ত ঘরের খুঁটি ঠেস দিয়ে বসেছিল; তাকে খই খেতে দিলে সে খুঁটি মধ্যে রেখে অঞ্জলিপুটে খই গ্রহণ করে; সে উভয়সঙ্কটে পড়ে। খুঁটির বাধায় যেমন খই খেতে পারে না; আবার হাত খুলে মুখের কাছে খই আনতে পারে না; সুখভোগের জন্য মানুষ সংসারে আবদ্ধ হয়ে নানা অসুবিধায় সুখভোগও করতে পারে না, আবার সুখের আশাও ছাড়তে পাড়ে না; এও অবস্থাকেই লাজাবন্ধনন্যায় বলে; একেই খইয়ের বা খ'য়ের বন্ধন বলে)
লাজের মাথা খেয়ে নির্লজ্জ হয়ে; lলজ্জা ত্যাগ করে
লাট করা ঘেঁটে নষ্ট করা; মেরে শুইয়ে দেওয়া
লাট খাওয়া উল্টোমুখে পতন, পতনোন্মুখ হওয়া (দেশের অর্থনীতি লাট খাচ্ছে।)
লাটসাহেব১ চলনেবলনে ও বেশভূষার আত্মম্ভরিতাপূর্ণ ব্যক্তি, মেজাজী লোক
লাটসাহেব২ বিদ্রুপে- অতিরিক্ত প্রভুত্ব প্রকাশক; হর্তাকর্তা বিধাতাস্বরূপ (তুমি কোন লাটসাহেব হে যে তোমাকে সেলাম ঠুকতে হবে?)
লাটে ওঠা সর্বনাশ হওয়া; ব্যবসায় গুটানো (কারবার লাটে উঠেছে।)
লাটের বাঁট নিজেকে খুব কেউকেটা ভাবে এমন ব্যক্তি (তুমি কোন লাটের বাঁট?); (উৎস- বৃটিশ আমলে যে ব্যক্তি লাটসাহেবের মাথায় ছাতা ধরত
লাঠালাঠি তুমুল ঝগড়া (দু'দলের মধ্যে লাঠালাঠি লেগেই আছে।)
লাঠ্যৌষধি লাঠি দিয়ে মেরে সংশোধনের উপায়; তাড়না বা শাসনই ঈপ্সিত ফল লাভের উপায় (মূর্খস্য লাঠ্যৌষধ)
লাড্ডু পাকানো কোন বিষয়ে জটিলতা সৃষ্টি করা; সমার্থক বাগধারা- জিলিপি পাকানো
লাড়ার মার ভাঁড়া যে নারী তার অল্প জিনিসপত্র এধার-ওধার করে, তার ক্ষণস্থায়ী ভাণ্ডার
লাথিখেকো অত্যন্ত হেয় বা হীন ব্যক্তি- গালিবিশেষ
লাথির ঢেঁকি চড়ে ওঠে না বদলোক লঘু শাসন মানে না; যার যে স্বভাব তার সাথে সেইরকম আচরণ
লা দাওয়া যে রোগের ওষুধ নেই
লা দাবী দাবী দাওয়াহীন
লা পরবাহী বেপরোয়া; ভয়ডর নেই
লা পাতা১ কিছু জানা নেই
লা পাতা২ কোন খবর নেই; নিরুদ্দেশ
লাভঃ পরং গোবধঃ ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা
লাভের গাঁতি লাভের বিষয়
লাভের গুড় সামান্য পরিমাণের লাভ (লাভের গুড় পিঁপড়ায় খায়)
লায়েক১ প্রশংসায়- যোগ্য, সমর্থ, কাজ করার উপযুক্ত (ছেলে বাপের লায়েক হয়েছে; জমি চাষের লায়েক হয়েছে।)
লায়েক২ নিন্দায়- মাতব্বর (খুব লায়েক হয়ে গেছ দেখছি।)
লালজল মদ
লালদালান কয়েদখানা
লালপাগড়ি পুলিশ
লালফিতে সরকারি অফিসের দীর্ঘসূত্রতা
লালবাতি অনুমতি/অনুমোদন নেই
লালবাতি জ্বালা কৌতুকে- কারবার গুটানো (একদিনের চালু দোকানটা লালবাতি জ্বেলেছে।)
লালমুখ/মুখো১ মর্কট, বাঁদর
লালমুখ/মুখো২ ইংরাজ, ইউরোপবাসী
লাল হয়ে যাওয়া প্রভূত বিত্তশালী হওয়া
লিকার মদ (আজকাল লিকার না খেলে বাবুরা জাতে ওঠে না।)
লিখ-রে-লিখ // লেখ-রে-লেখ ছাত্র বা সন্তানাদির শিক্ষার প্রকৃত যত্ন না নিয়ে দায়সারাগোছের বা মৌখিক তত্ত্বাবধান বা শাসন করা (শিক্ষকমশাই চেয়ারে বসে ঝিমুচ্ছেন আর

কিছুক্ষণ পরপর বলছেন লেখ-রে-লেখ।)

লিখালিখি পত্রের মাধ্যমে পরস্পরের মধ্যে বাদানুবাদ; মসীযুদ্ধ
লিখিত-পড়িত আইনানুসারে লিখে সম্পাদিত (আমার কাছে সম্পত্তির লিখিতপড়িত দলিল আছে)
লিখিয়ে-পড়িয়ে লেখাপড়া জানা লোক, শিক্ষিত
লিখে ওঠা লিখে শেষ করা (গল্পটা এখনো লিখে উঠতে পারিনি।)
লিখে দেওয়া১ কারো পক্ষে কিছু লেখা
লিখে দেওয়া২ দানপত্র সই করে আইনগতভাবে বিষয়সম্পত্তি দান করা
লিখে রাখা মনে থাকার জন্য টুকে রাখা।
লীলাখেলা সারাজীবনকালের কার্যাবলী (লীলাখেলা সাঙ্গ)
লীলাখেলা সাঙ্গ১ জীবনকাল সমাপ্ত; মৃত্যু
লীলাখেলা সাঙ্গ২ কুকীর্তি ফাঁস
লুফা/ লুফে নেওয়া১ কথা মুখ থেকে খসার আগেই বক্তব্য বুঝে নেওয়া
লুফা/ লুফে নেওয়া২ সাগ্রহে গ্রহণ করা (বইটি ক্রেতারা লুফে নিয়েছে।)
লেকচার ঝাড়া/দেওয়া/মারা বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা দেওয়া; গালভরা উপদেশ দেওয়া (বেশি লেকচার মেরো না।)
লেখাজোখা১ মুসাবিদা, হিসাবপত্র (এই কাজে যে কত খরচ হল তার কোন লেখাজোখা নেই।)
লেখাজোখা২ সংখ্যা ও পরিমাণ (ধর্মমন্দিরগুলিতে কত যে সোনদানা আছে তার লেখা-জোখা নাই।)
লেখাপড়া১ আইনানুসারে কাগজে কলমে লিখে সম্পাদন (আমাকে বাবা সব বিষয়সম্পত্তি লেখাপড়া করে দিয়েছেন।)
লেখালেখি১ ক্রমাগত প্রার্থনা বা চিঠিপত্র পাঠানো।
লেখালেখি২ কাগজ-কলমে বাদপ্রতিবাদ।
লেখালেখি৩ রচনাদির কাজ (তিনি লেখালেখি নিয়েই আছেন।)
লেখার হাত লেখার বা কিছু রচনার দক্ষতা বা ক্ষমতা (ছেলেটির লেখার হাত খুব পরিস্কার।)
লেগে থাকা নাছোড়বান্দার মতো পড়ে থাকা (লেগে থাকো একটা সুরাহা হবেই।)
লেগে যাওয়া১ উদ্যোগ শুরু করা, কাজে নামা (বসে নয়া থেকে কোন কাজে লেগে পড়।)
লেগে যাওয়া২ খেটে যাওয়া, মিলে যাওয়া (তাঁর কথাটাই লেগে গেছে।)
লেঙ্গটার/ল্যাঙ্গটার নেই বাটপাড়ের ভয় লেঙ্গটার ডাকাতের হাতে পড়ে মরার ভয় নেই; যার কিছু নাই তার হারাবার কিছু ভয় নাই
লেঙ্গ/লেঙ্গি মারা১ অকস্মাৎ বিশ্বাসঘাতকতা করা।
লেঙ্গ/লেঙ্গি মারা২ বিপদে ফেলা (অসহায় অবস্থায় পেয়ে সে আমাকে লেঙ্গি মারার চেষ্টা করলো।)
লেঙ্গুড়/লেজুড় ব্যঙ্গে- উপাধি
লেঙ্গুড়কা (বানর) অঙ্গুটি কুৎসিত ছেলের সুন্দরী বউ; সমার্থক বাগধারা- 'ছুঁচোর গলায় চন্দ্রহার'; 'বানরের গলায় মুক্তামালা'
লেজ কাটা/ লেজ কাটা শিয়াল যে অপদস্থ ব্যক্তি তার লজ্জা লুকাতে চায়; যার মর্যাদা বা সম্মান নষ্ট বা ক্ষুণ্ণ হয়েছে
লেজ গুটানো১ পরাজিত কুকুরের ন্যায় লেজ গুটিয়ে পলায়ন করা
লেজ গুটানো২ পরাজয় স্বীকার করে নেওয়া; পিছু হটা; বিনীত হওয়া; হার মানা
লেজ তুলে দেখা প্রকৃত ব্যাপার বুঝতে চেষ্টা করা
লেজ ধরা/লেজ ধরে চলা/যাওয়া১ অন্ধভাবে অনুকরণ করা; নির্বিচারে প্রভাব-প্রতিপত্তিশালীদের অনুসরণ করা; সমার্থক বাগধারা- পোঁ ধরা, সানাইয়ের পোঁ
লেজধরা২ একান্ত অনুগত; বশীভূত; সমার্থক বাগধারা- ধামাধরা; বশংবদ
লেজ নাড়া উসখুশ করা; উৎসুক্য দেখানো
লেজ মাড়ানো১ ক্রুদ্ধ করা
লেজ মাড়ানো২ স্বার্থহানি করা
লেজ মোটা হওয়া অহঙ্কার বৃদ্ধি পাওয়া; গুমর বাড়া
লেজামুড়া আগাগোড়া বিষয়; প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু (আমি এ বিষয়ের লেজামুড়ো সব জানি।)
লেজামুড়া বাদ১ বিষয়/কাহিনীর মূলবক্তব্য (লেজামুড়ো বাদ দিয়ে বিষয়টা সংক্ষেপে বর্ণনা কর।)
লেজামুড়া বাদ২ অসম্পূর্ণ বিষয়/কাহিনী (লেজামুড়ো বাদ দিয়ে বললে বুঝবো কি করে?)
লেজুড়১ বিদ্রুপে- উপাধি, খেতাব (নামের অনেক লেজুড় না থাকলে আজকাল বড় ডাক্তার হওয়া যায় না।)
লেজুড়২ মূলবিষয়ের আনুষঙ্গিক সামান্য অথচ গুরুত্বপূর্ণ কোনো বিষয়
লেজুড়বৃত্তি অনুগামী হওয়া; চামচাগিরি; তালে তাল দেওয়া (ধান্ধাবাজেরা লেজুড়বৃত্তিতে ওস্তাদ)
লেজে খেলা/খেলানো চাতুরী করা; কারও সঙ্গে ক্রমাগত চালাকি করা (পুলিশ বিষয়টা নিয়ে লেজে খেলছে/খেলাচ্ছে।)
লেজে গোবরে অক্ষমতা বা অনভিজ্ঞতার কারণে নাজেহাল/বিপর্যস্ত; বিতিকিচ্ছিরি অবস্থা (নতুন কাজে যোগ দিয়ে আমার লেজে-গোবরে অবস্থা।)
লেজে পা দেওয়া/পড়া১ ক্রুদ্ধ করা
লেজে পা দেওয়া/পড়া২ স্বার্থহানি হওয়া (আমার লেজে পা পড়লে কাউকে ছেড়ে কথা বলবো না।)
লেট লতিফ যে সবসময়ই দেরি করে, দীর্ঘসূত্রী
লেটা/ল্যাটা বামবাহুদক্ষ; (লেটা ব্যাট্‌স্‌ম্যান); তুলনীয়- বাঁয়াহাত্তা-হিন্দী
লেফাফাদুরস্ত১ যাঁর বাইরের আচরণ, আদব-কায়দা নিখুঁত কিন্তু ভিতরে মলিন
লেফাফাদুরস্ত২ যিনি বাইরের ঠাট বজায় রেখে চলেন কিন্তু কাজে অষ্টরম্ভা
লেবু বোকা, ক্যাবলা লোক
লেবু কচলানো কোন বিষয়ে বাদানুবাদে তিক্ত করা; বাড়াবাড়ি করা; বিরূপ করা (লেবু কচলালে তিতো হয়- প্রবাদ)
লেবেল আঁটা/মারা নাম ও ঠিকানাযুক্ত টিকিট লাগানো
লেভেল করা প্লেন করা; সমান তলবিশিষ্ট করড়
লেশমাত্র অত্যল্প/কণা পরিমাণ (লজ্জার লেশমাত্র নেই)
লোকক্ষয় লোকজনের মৃত্যু, জনহানি
লোক খেপানো সাধারণ লোককে উত্তেজিত করা
লোকচক্ষুর অন্তরালে রাতের অন্ধকারে; সাধারণের অজ্ঞাতে
লোকচরিত্র মানবপ্রকৃতি, মানুষের স্বাভাব
লোকজন অনুচরবর্গ, দলবল, স্বজন ও সহায়, সাহায্যকারী হাত
লোকতঃ ধর্মতঃ সমাজ ও ধর্মের দিক থেকে
লোক দেখানো বাহ্যিক, সাধারণের নজরে আছে
লোকধর্ম প্রচলিত রীতিনীতি বা আদর্শ
লোকনাথ জগদীশ্বর
লোক-না-পোক পোকার মত তুচ্ছ
লোকনিন্দা জনসাধারণ কর্তৃক নিন্দা
লোকবল সাহায্যকারী ব্যক্তিবর্গ
লোক ভেঙে পড়া বহুলোক জমায়েত হওয়া
লোকলজ্জা জনসাধারণের কাছে লজ্জা, পাছে লোকে কিছু বলে
লোকশিক্ষা যাত্রা, কথকতা ইত্যাদির মাধ্যমে আপামর সর্বসাধারণের জন্য শিক্ষা
লোক হাসানো সাধারণের উপহাসের পাত্র হওয়া
লোক হাসাহাসি/ লোকহাসান জনসাধারণ কর্তৃক উপহাস; সাধারণের উপহাসের বিষয়বস্তু
লোকে বলে প্রবাদ হিসাবে প্রচলিত আছে; সাধারণের মত এই ('লোকে বলে বলেরে ঘরবাড়ি ভালা না আমার'- লোকগীতি)
লোকের কথা সাধারণের কথা
লোটা-কম্বল সামান্য সম্বল; খাওয়া ও শোয়ার সামান্য সরঞ্জাম
লোহার কার্তিক কালো কুৎসিত কঠিন অঙ্গের লোক; সমার্থক বাগধারা- কেলে কার্তিক, কেলে ভূত, কেলে মাণিক, কেলে হাঁড়ি ইত্যাদি
লোহার বাসরঘর নিশ্ছিদ্র নিরাপত্তা
ল্যাং মারা বেকায়দায় ফেলা
ল্যাং/ল্যাঙবোট বিদ্রুপে- অনাশ্রিত অনুচর; অনুসরণকারী; নিত্যসঙ্গী; পার্শ্বচর; যে সর্বদা একজনের সঙ্গেসঙ্গে ফিরে; নির্ভরশীল নিত্যসঙ্গী; সমার্থক বাগধারা- চামচা
ল্যাত-প্যাত দৃঢ়তার অভাব (চলনে ল্যাত-প্যাতে ভাব।)
ল্যাদামারা/মার্কা বোকাসোকা (ল্যাদামারা লোক)
ল্যালাক্ষ্যাপা বোকাসোকা বুদ্ধিহীন; পাগলা ধরনের

সম্পাদনা

বাগধারা অর্থ
শ ব করা অশ্লীল গালাগালি করা।
শ-কার ব-কার শ-কারাদ্য ও ব-কারাদ্য শব্দযোগে অশ্লীল গালি ('ও তুই শ-কার ব-কার বলতে পারিস বলতে নারিস দুর্গাশিব'- রামপ্রসাদ)
শকুনি/ শকুনিমামা কুচক্রী/কুটবুদ্ধিসম্পন্ন; কুটবুদ্ধিদাতা ব্যক্তি; লোভী; সর্বদা নীচুমনা (রাজনীতিতে শকুনিমামাদের হামেশা দেখা পাওয়া যায়।)
শকুনিমামার পরামর্শ দুষ্ট-আত্মীয়ের কুমন্ত্রণা (কোন শকুনিমামার পরামর্শ নিতে যেও না, গাড্ডায় পড়বে।)
শকুনির নজর/দৃষ্টি কুনজর/দৃষ্টি; লোভীর নযর (শকুনের দৃষ্টি ভাগাড়ে- প্রবাদ)
শক্ত ঘাঁটি/মাটি জবরদস্ত লোক, যার কাছ থেকে নিস্কৃতি পাওয়া কঠিন বা যাকে সহজে বাগে আনা যায় না
শক্তঘানি/পাল্লা কঠিন/জবরদস্ত লোক, যে ব্যক্তি নির্মমভাবে কাজ আদায় করে নেয় (তোমার মালিক বড় শক্তঘানি।); সমার্থক বাগধারা- কঠিন পাল্লা
শক্তের ভক্ত নরমের যম সবলের কাছে বিনীত দুর্বলের কাছে সিংহবিক্রমকারী
শঙ্খিনী চতুর্বিধ নারীর তৃতীয়প্রকার নারী (পদ্মিনী, চিত্রিণী, শঙ্খিনী, হস্তিনী; এই রমণীরা দীর্ধাঙ্গী হয়; এদের চোখ, কান, নাক ও হাত-পা খুব বড় হয়। এরা চঞ্চল প্রকৃতির হইয়; এরা মধ্যমপ্রকৃতির হয়)
শঠে শঠে ব্যবহার / শঠে শাঠ্যং শঠলোকের সঙ্গে শঠতা করার নীতি; সমতুল্য- 'চতুরের সাথে চতুরালি'; 'সেয়ানে সেয়ানে কোলাকুলি'
শতকুটি একেবারে ছেঁড়া; ছিন্নবিচ্ছিন্ন; বহুস্থানে ছেঁড়া (শতকুটি কাঁথা)
শতছিদ্র নানাদোষে দুষ্ট
শতছিন্ন ছিন্ন-বিচ্ছিন্ন; জরাজীর্ণ
শতপথ ব্রাহ্মণ ব্রাহ্মণাংশবিশেষ
শতমারী বহু রোগীবধকারী চিকিৎসক; হাতুড়ে বৈদ্য
শতমুখ১ উচ্ছ্বাসের সঙ্গে বারংবার কথা বলে এমন (শতমুখে প্রশংসা)
শতমুখ২ বাচাল (ছেলেটা শতমুখে কথা বলে।)
শতেকখাকি/খাগি যে নারী বহুস্বজনের মাথা খেয়েছে অর্থাৎ মৃত্যু দেখেছে- মেয়েলী গালিবিশেষ
শত্রুমিত্র আত্মপর; পক্ষ ও বিপক্। ষ
শত্রুর মুখে ছাই কুদৃষ্টি এড়ানোর তুক; অনিষ্টকারী শত্রুর ইচ্ছা অপূর্ণ থাকবার প্রার্থনা; মূলতঃ সন্তানের প্রতি কুদৃষ্টিপাতকারী না তার অমঙ্গলকামীর মৃত্য কামনা করে সন্তানের স্বাস্থ্য কামনা করারা মেয়েলি প্রথা (শত্রুর মুখে ছাই দিয়ে ছেলে আমার পাঁচবছরে পড়লো।)
শনি অনিষ্টকারী ব্যক্তি; শত্রু (তার পিছনে শনি লেগেছে।)
শনিবারের মড়া শনিবারে মৃতব্যক্তির শব যে দোষ পেয়ে অন্যের মৃত্যুর কারণ হয় (শনিবারের মড়া দোসর খোঁজে- প্রবাদ)
শনির কোপ/দশা/দৃষ্টি অভাব/দুর্ভাগ্যের সময়, কুদৃষ্টি, দুর্দশা (তার শনির দশা চলছে।)
শনৈঃশনৈঃ ক্রমধারাভাবার্থে- দ্বিত্বশব্দ; অল্পেঅল্পে, ক্রমেক্রমে (শনৈঃশনৈঃ চরৈবেতি- প্রবচন)
শবরীর প্রতিক্ষা দীর্ঘকাল ধরে অপেক্ষা
শম্বুকগতি অতি ধীরগতি; দীর্ঘসূত্রতা (এমন শম্বুকগতিতে চললে সময়ে কাজ শেষ হবে না।); সমার্থক বাগধারা- স্লথগতি
শয়ে শয়ে বহুসংখ্যক (সভায় শয়ে শয়ে লোক আসছে।)
শয়তানের সারোগেট সন্তান শয়তানের প্রতিনিধি
শয়তানের হাঁড়ি একনম্বর/চুড়ান্ত শয়তান (তুমি একটা শয়তানের হাঁড়ি।) সমার্থক বাগধারা- আস্ত শয়তান; ইবলিশ; বদের হাঁড়ি
শরতের শিশির সুদিনের বন্ধু/সঙ্গী (সুদিনের বন্ধুরা সব শরতের শিশির।); সমার্থক বাগধারা- দুধের মাছি; ফুলের ভ্রমরা; বসন্তের কোকিল,;ভ্রামরীমিত্র; সুখের পায়রা ইত্যাদি
শরীর পাত করা কঠোর পরিশ্রমে শরীর ক্ষয় করা (শরীর পাত করে দুমুঠো অন্ন জোগাড় করছি।)
শর্টকাট অপেক্ষাকৃত সংক্ষিপ্তপথ (সময় বাঁচাতে আমি সবসময় শটকাট পথ খুঁজি।)
শর্ট সাইটেড অপরিণামদর্শী; দূরদৃষ্টিহীন
শর্মা স্বয়ং; ব্যক্তিবিশেষ (এ শর্মা কাউকে রেয়াৎ করে না।)
শশব্যস্ত অত্যন্ত উদ্বিগ্ন; অতিত্বরান্বিত; অতিব্যস্ত, অতিব্যাকুল (শশব্যস্ত হয়ে চললে কোথায়?); সমার্থক বাগধারা- ব্যস্তসমস্ত
শস্তার তিন অবস্থা শস্তার জিনিস নানাদিক থেকে খারাপ হয়
শাঁখের করাত উভয়সঙ্কট; দু'দিকেই বিপদ; যেতেও কাটে আসতেও কাটে; ক (উপর-ওয়ালার সামনে গেলেও বিপদ আবার না গেলেও বিপদ; এ যেন শাঁখের করাত।); সমতুল্য- 'এগুলে রাম পেছুলে রাবণ'
শাঁস ঘিিলু; সারপদার্থ (মগজে শাঁস নেই।)
শাক-চোরকে শূলে অল্পদোষে কঠোরশাস্তি
শাক দিয়ে মাছ ঢাকা গুরুতর অপরাধ সামান্য উপায়ে বা সহজে ঢাকার চেষ্টা; যা লুকানো যায় না তা লুকাবার আপ্রাণ চেষ্টা; যা জানাজানি হয়ে গেছে তা নানাকথায় ভুলিয়ে ঢাকা দেবার ব্যর্থ প্রয়াস ('আর কেন প্রাণ বিধুমুখি শাক দিয়ে মাছ ঢাকো'- গোপাল উড়ে (বিখ্যাত পালাকার)
শাকে বালি১ ভোজনে বিঘ্ন
শাকে বালি২ আশায় বিঘ্ন, দুর্ভাগ্য; সমার্থক বাগধারা- গুড়ে বালি
শাখামৃগ বানর- শুদ্ধভাষায় গালিবিশেষ ('কেহ শাখামৃগ হইয়াছে উঠি আধ্যাত্মিক উঁচুশাখায়'- নজরুল)
শানকির ওপর বজ্রাঘাত নগণ্যের ওপর বিরাট আঘাত; বিরাট বিপদ
শানাইয়ের পোঁ একজন কিছু বললে ঠিক বা বেঠিক হোক তাতে সায় দিয়ে যাওয়া
শান্তশিষ্ট লেজবিশিষ্ট অতিভদ্র ছেলে, কিন্তু পিতামাতার আদর পেয়ে বাঁদর হয়েছে
শান্তিপুরি ভদ্রতা/লৌকিকতা মৌখিকভদ্রতা (ঘাটে নৌকা টেলে দিয়ে বলে- 'আরো কয়দিন থেকে যেতে পারতেন।')
শাপে বর অনিষ্ট থেকে ইষ্ট লাভ; অকল্যাণ হতে কল্যাণ (চাকরী না পেয়ে আমার শাপে বর হয়েছে, ব্যবসা করে লক্ষ্মী পেয়েছি); উৎসকাহিনী- আপুত্রক রাজা দশরথ মৃগয়ায় বেরিয়ে হরিণ শিকার করতে গিয়ে এক অন্ধমুনির পুত্রকে তীরবিদ্ধ করেন; অন্ধমুনি পুত্রশোকে মারা যান; মরার আগে পুত্রশোকাতুর মুনি দশরথকে অভিশাপ দিয়ে বলে যে তিনিও মুনির মত পুত্রশোকে মারা যাবেন; এই অভিশাপ দশরথের পক্ষে 'শাপে বর' হয়ে ছিল; তিনি চার পুত্রের জনক হন; তুলনীয়- অহিতে বিপরীত।
শামুক দিয়ে পুকুর সেঁচা অল্প পরিশ্রমে বিরাট কাজ; অসম্ভব কাজ করার প্রয়াস, ক্ষুদ্র উপায়ে বৃহৎ কার্তযসাধন ইত্যাদি; সমার্থক বাগধারা- কলার ভেলায় সাগরপার, খড়মপায়ে গঙ্গাপার, ঝিনুক দিয়ে পুকুরসেচা, নরুণে তালগাছ কাটা, মুড়া কোদালে দিঘিকাটা ইত্যাদি
শাল অতি করুণ দুঃখ-বেদনা, যন্ত্রণা, শাস্তি (শেষজীবনের জন্য শাল তোলা থাকে।)
শালগ্রাম বিষ্ণুর প্রতীকরূপে পূজিত গণ্ডকীনদীজাত সছিদ্র গোলাকার কৃষ্ণপ্রস্তর
শালগ্রামের শোয়া-বসা কোন পার্থক্য নেই; সব অবস্থাতেই সমান অবস্থান; বিশেষত্ববিহীন; (অলস ও স্থূল ব্যক্তিসম্পর্কে প্রযোজ্য; অলস ও স্থূল ব্যক্তিরা সর্বদা একইভাবে অবস্থান করে।)
শালুক চিনেছে গোপালঠাকুর যে যেমন গুণের মানুষ তার সেইরকম পছন্দ; তুলনীয়- 'রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু'
শাস্ত্রে আছে শাস্ত্রের দোহাই দিয়ে কোন অযৌক্তিক কাজকে সমর্থন
শাস্ত্রে নেই শাস্ত্রের দোহাই দিয়ে কোন যৌক্তিক কাজে বাধাপ্রদান
শিং দেখানো আক্রমণের ভীতি প্রদর্শন
শিং ভেঙে বাছুরের দলে // শিং ভেঙে ভেড়া বয়স্ক হওয়া সত্ত্বেও আত্মমর্যাদা নষ্ট করে তরুণদের সঙ্গে মেশা
শিকড় গাড়া কায়েমীভাবে অধিকার করে বসা; কোথাও পাকাপাকিভাবে অবস্থান করা (ভাড়াটে শিকড় গেড়েছে।); সমার্থক বাগধারা- মৌরসীপাট্টা
শিকড়ের টান জন্মভূমির প্রতি টান (শিকড়ের টান বড় টান।)
শিকলকাটা টিয়ে/পাখি১ যে সব মায়া ত্যাগ করে চলে যায়
শিকলকাটা টিয়ে/পাখি২ স্বাধীন মানসিকতার ব্যক্তি
শিকে ছেঁড়া (ভাগ্যে) ভাগ্য প্রসন্ন হওয়া (লটারীতে আমার ভাগ্যে শিকে ছিঁড়েছে।)
শিকেয় ওঠা স্থগিত থাকা (পড়াশুনা শিকেয় উঠেছে।)
শিকেয় তুলে রাখা / শিকেয় তোলা১ ধামাচাপা দেওয়া (ভোটের সময় অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেসব শিকেয় তোলা আছে।)
শিকেয় তুলে রাখা / শিকেয় তোলা২ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বা মুলতবি রাখা (এসব বিষয় এখন শিকেয় তুলে রাখো।)
শিখণ্ডী যার আড়ালে থেকে অন্যায় কাজ করা হয়/যায়
শিখণ্ডী খাড়া১ অজুহাত তৈরী
শিখণ্ডী খাড়া২ অন্যায় কাজ করতে প্রস্তুত
শিঙা/শিঙে ফোঁকা কৌতুকে- মারা যাওয়া (কে কবে যে যাবে শিঙে ফুঁকে।); সমার্থক বাগধারা- অক্কা পাওয়া; আত্মারাম খাঁচাছাড়া; ঈশ্বরপ্রাপ্তি; গঙ্গাপ্রাপ্তি; পঞ্চত্বপ্রাপ্তি; পটল তোলা ইত্যাদি
শিব গড়তে বানর গড়া খুব ভালো কিছু করতে গিয়ে মন্দ করে ফেলা
শিবনেত্র১ মৃত্যু আসন্ন
শিবনেত্র২ গাঁজাখোর
শিবরাত্রির সলতে একমাত্র সন্তান বা জীবিত বংশধর, একমাত্র সম্বল; সমার্থক বাগধারা- সবেধন নীলমণি
শিবহীন যজ্ঞ মূলব্যক্তিকে বাদ দিয়ে অনুষ্ঠান
শিবের অসাধ্য /শিবের বাবার অসাধ্য কোনভাবেই করা সম্ভব নয়; সর্বতোভাবে অসাধ্য এবং অসম্ভব এমন কাজ
শিবের কন্যা শিবকে দান গাঁজাখোর শশুরের গাঁজাখোর জামাই নির্বাচন
শিবের তাণ্ডব নৃত্য প্রচণ্ড লাফালাফি
শিমুল গাছে গা ঘষা এমন কাজ করা যাতে নিজের ক্ষতি হয়
শিমুলফুল রূপসর্বস্ব; গুণহীন সুন্দরব্যক্তি; সমার্থক বাগধারা- পলাশফুল; পিতলের কাটার; মাকালফল; রাঙামূলো ইত্যাদি
শিয়র খুব কাছে; সন্নিকটে (শিয়রে সমন)
শিয়রে সমন মরণ ঘনিয়ে এসেছে; চরমচঙ্কট আসন্ন
শিয়াল স্বার্থান্বেষী ধূর্তব্যক্তি
শিয়ালপণ্ডিত পণ্ডিতাভিমানী মুর্খ; মূর্খ অথচ খুব চতুর (রূপকথা থেকে)
শিয়ালের ডাক/রা একের সুরে সবার সুর মেলানো; স্বভাবদোষ (সব শিয়ালের এক রা- প্রবচন); সমার্থক বাগধারা- কুকুরের আড়াই পাক, গাধার জল খাওয়া, বিড়ালের তিন পা ইত্যাদি
শিয়ালের ডাক/রা একজন যা করে বা বলে সবাই তা যা করে বা বলে'
শিয়ালের যুক্তি১ অকেজো বা অসম্ভব যুক্তি; যে যুক্তি পালন করা অসম্ভব জেনেও গৃহীত বা প্রদত্ত হয়
শিয়ালের যুক্তি২ পরিকল্পনামত কাজ না করা (শিয়ালের যুক্তি খাড়া না করে কিছু কাজের পরিকল্পনা থাকে তো বল।)
শিরদাঁড়া খাড়া/সোজা রাখা নির্ভীকচরিত্র; প্রবলের চাপে নতজানু না হওয়া
শিরদাঁড়াতে ঠাণ্ডাস্রোত বয়ে যাওয়া/ শিরশিরানি কোন কিছুর ভয়ে আতঙ্কগ্রস্থ হওয়া
শিরঃপীড়া উদ্বেগ দুশ্চিন্ত বা দুর্ভাবনার বিষয়; সমার্থক বাগধারা- মাথাব্যাথা
শিরায়-শিরায় রক্তের প্রতিটি কোণে, রক্তের মধ্যে (শিরায় শিরায় আগুন জ্বলছে।)
শিরে বজ্রাঘাত আকস্মিকভাবে প্রাপ্ত বিরাট আঘাত
শিরে সংক্রান্তি সমূহবিপদ আসন্ন (পরীক্ষা সামনে, শিরে সংক্রান্তি তাই আদা জল খেয়ে পড়তে লেগেছে।)
শিরে সর্পাঘাত অপ্রতিবিধানযোগ্য বিষম বিপদ, সরাসরি আঘাত (শিরে হইল সর্পাঘাত তাগা বাঁধবো কোথায়- প্রবাদ)
শিরোধার্য্য১ অবশ্য পালনীয় (গুরুর উপদেশ শিরোধার্য); সমার্থক বাগধারা-মাথায় করে নেওয়া
শিরোধার্য্য২ শ্রদ্ধার সঙ্গে গ্রহণীয় (তোমার আদেশ শিরোধার্য্য করলাম।)
শিশ্নোদরপরায়ণ কামপ্রবৃত্তি ও উদরতৃপ্তিই যার একমাত্র লক্ষ্য
শীতের কম্বল অবশ্য প্রয়োজনীয় বস্তু (অরুচির অম্বল শীতের কম্বল)
শুঁড়ির কান নেই মাতালের কদর্য-উক্তি
শুঁড়ির সাক্ষী মাতাল অসৎব্যক্তি কেবল অসৎব্যক্তিকেই সমর্থন করে; দুষ্টের সাহায্যকারী দুষ্টলোক; মন্দের পক্ষে মন্দ; স্বার্থের সম্পর্ক
শুকনো কথায় চিঁড়ে ভেজে না কেবল মুখের কথায় কাজ উদ্ধার হয় না
শুকনো কাঠে ব্রহ্মশাপ // শুকনো গাছে জলসেচন //শুকনো খালে/ডাঙায় ডিঙি চলা বৃথাচেষ্টা; ব্যর্থপ্রয়াস; সমার্থক বাগধারা- অরণ্যেরোদন, ভষ্মে ঘি ঢালা ইত্যাদি
শুনশান আওয়াজহীন নিস্তব্ধ (চারিদিক শূনশান হয়ে গেছে); হিন্দি- সুনসান
শুভঙ্করের ফাঁক মুখেমুখে করা হিসাবের গোলমাল
শুভংকরের ফাঁকি হিসাবনিকাশের মারপ্যাঁচে সত্য চাপা দিয়ে ধোঁকা দিয়ে ফায়দা লোটা
শুভরাত্রি দিনের শেষে 'রাত্রি মঙ্গলজনক হোক' এই শুভকামনাবিশেষ
শুম্ভ-নিশুম্ভের লড়াই যে লড়াইয়ে উভয়ে নাশ হয়
শুয়ে শুয়ে লেজ নাড়া আলস্যে সময় নষ্ট করা
শুয়োরের গোঁ গোয়ার্তুমি, ভীষণ জেদ
শূন্য থেকে মহাশূন্যে লাফ অভাবনীয় সাফল্য
শূন্যে প্রাসাদ গড়া/বাসা বাঁধা/ সৌধ নির্মাণ অলীক সুখকল্পনা
শূন্যপাণি বিপত্নীক
শূন্য ভট্টাচার্য বিদ্রুপে- গুণহীন ব্রাহ্মণ
শূলে চড়ানো সব দোষের ভাগীদার করা
শেওড়াগাছের পেত্নী অতি কুৎসিতদর্শনা নারী
শেওড়াতলার চক্রবর্তী অক্ষম অপদার্থ ব্যক্তি
শেয়াকুল/শেয়াল কাঁটা যে কাঁটায় কাপড় একবার জড়িয়ে গেলে সহজে ছাড়ানো যায়- না লক্ষণায় নাছোড়বান্দা লোক
শেয়ানা পাগল পাগলামির ভান করে কিন্তু নিজের স্বার্থসম্পর্কে খুব সচেতন
শেষ কথা আলোচনার ইতি; এর পর আর বলার কিছু নেই
শেষদশা দশদশার অন্তিম দশা; মরণ
শেষমুহূর্ত চলে যাওয়ার সময়; প্রায় শেষের দিক; (শেষ মুহূর্তে তাড়াহুড়া করে নেওয়া সিদ্ধান্ত সুচিন্তিত হয় না); সমার্থক বাগধারা-ইলেভেন্থ আওয়ার
শেষমেষ অনুকার শব্দ; অবশেষে; সবকিছুর পরে (শেষমেশ ঝামেলা কীভাবে মিটল?)
শেষরক্ষা১ কোনমতে সম্মান বাঁচানো (আইনসভায় কোনমতে একটা সিট পেয়ে গদিতে আসীন দল শেষরক্ষা করেছে।)
শেষরক্ষা২ শেষঝক্কি সামলাতে পারা; শুভসমাপ্তি (ঝড়ের রাতে বিয়েটা মিটতে শেষরক্ষা হ'ল।)
শেষাশেষি প্রায় শেষ হয়ে আসছে এমন সময়ে (শেষশেষি সে এসে উপস্থিত হল)
শেষের ঘণ্টা ধ্বংস/ মৃত্যু আসন্ন
শোধবোধ১ প্রতিশোধ এবং তার জন্য প্রবোধ
শোধবোধ২ হিংসা ও প্রতিহিংসা বা হারজিত সমান-সমান হওয়া, মিটমাট
শোনা কথা লোকের মুখ থেকে শোনা কিন্তু সত্য কি না জানা যায়নি।
শোয়া-বসা বসবাস (যাদের সঙ্গে শোয়াবসা করি তাদের সঙ্গে বিবাদ করা চলে না।)
শ্মশানপুরী জনমানবশূন্য শ্মশানতুল্য স্থান
শ্মশান বৈরাগ্য সাময়িক বৈরাগ্য; শ্মশানে অবস্থানকালে কিছুক্ষণের জন্য 'সংসার অসার'- এই উপলব্ধি
শ্মশানের শান্তি ভয়ঙ্কর নীরবতা
শ্যাম রাখি কি কুল রাখি১ রাধার দোটানায় মানসিক দ্বন্দ্ব; একদিকে পরপুরুষ শ্যামের প্রতি গভীর আসক্তি অন্যদিকে সতীত্বধর্ম ও কুলমর্যাদা রক্ষা
শ্যাম রাখি কি কুল রাখি২ উভয়সংকটে পড়া
শ্যামের খুঁটি দৃঢ়কায় হৃষ্টপুষ্ট; বলিষ্ঠলোক
শ্যেনদৃষ্টি বাজপাখির মতো তীক্ষ্ণদৃষ্টি
শ্বশুরবাড়ী১ আদরের স্থান- স্ত্রীর বাপের বাড়ী
শ্বশুরবাড়ী২ আরামের স্থান- কারাগার যেহেতু বিনা পয়সায় আহার পাওয়া যায়।
শ্বেতচামর আর কোষ্টাপাট দেখতে এক গুণে ফারাক
শ্বেতহস্তী পোষা অপ্রয়োজনে কর্মচারী নিয়োগ; যার পিছনে বিপুল ব্যয় হয়; যা পোষণ করতে সর্বস্বান্ত হতে হয়
শ্রাদ্ধ অযথা অর্থের অপচয় (টাকার শ্রাদ্ধ হচ্ছে।)
শ্রাদ্ধ করা মৃত্যু ঘটিয়ে প্রেতকৃত পর্যন্ত সম্পন্ন করা- গালিবিশেষ (গালাগালি করে শত্রুর শ্রাদ্ধ করছে।)
শ্রাদ্ধ গড়ানো অবাঞ্ছিত ব্যাপার দীর্ঘস্থায়ী হওয়া; সংঘাত চূড়ান্ত পর্যায়ে ওঠা
শ্রাদ্ধের চাল চড়ানো১ মেরে ফেলে শ্রাদ্ধ্বের যোগাড় করা- গালিবিশেষ
শ্রাদ্ধের চাল চড়ানো২ শত্রুনাশের উদ্যোগ করা
শ্রী লক্ষ্মী, সরস্বতী
শ্রীকণ্ঠ শিব
শ্রীকান্ত বিষ্ণু; সমার্থক বাগধারা- শ্রীপতি
শ্রীখণ্ড চন্দনকাঠের টুকরা
শ্রীখণ্ডী বিয়ের পিঁড়ি; শুভকাজে পরিহিতবস্ত্র
শ্রীঘর বিদ্রুপে- জেলখানা, কারাগার; সমার্থক বাগধারা- লালদালান
শ্রীচরণকমল পূজ্যব্যক্তি বা গুরুজনের চরণ
শ্রীপঞ্চমী সরস্বতীপূজার তিথি; মাঘ মাসের শুক্লাপঞ্চমী।

সম্পাদনা

বাগধারা অর্থ
ষট্কর্ণ বক্তা ও শ্রোতাছাড়া তৃতীয়ব্যক্তির কান
ষট্কর্ণে মন্ত্রভেদ ছয়কান হলে মন্ত্রণা গোপন থাকে না
ষড়যন্ত্র কুমন্ত্রণা; ক্ষতিকর পরিকল্পনা; তন্ত্র সাধনায় ছয়টি প্রক্রিয়া বা মন্ত্র হল- মারণ (প্রাণহরণ), মোহন (চিত্তবিভ্রমঘটন), স্তম্ভন (যাবতীয় প্রবৃত্তি নষ্টকরণ), বিদ্বেষণ (অন্তরে বিদ্বেষ সৃষ্টি), উচাটন (দেশ/স্জাতি/পরিবারের উৎকণ্ঠা বৃদ্ধি) ও বশীকরণ (বশে আনা)। এ ছয় প্রক্রিয়া্র লক্ষ্য হল নিজের স্বার্থ চরিতার্থ করা এবং অন্যের ক্ষতি সাধন। এই ষট্মন্ত্র থেকেই 'ষড়যন্ত্র' কথাটি এসেছে।
ষড়রিপু শরীরের ছয় শত্রু- কাম, ক্রো্ধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য
ষণ্ডামার্কা গুন্ডাপ্রকৃতির লোক; ষাঁড়ের মত গোঁয়ার; (উৎসকাহিনী-'ষণ্ডামর্ক' থেকে বাগধারাটির উৎপত্তি হয়েছে; দৈত্যগুরু শুক্রাচার্যের দুই ছেলের নাম ছিল ষণ্ড ও অমর্ক; উভয়কে একত্রে ষণ্ডামর্ক বলা হত; তাঁরা উগ্রস্বভাবের ছিলেন না।)
ষত্ব-ণত্ব জ্ঞান১ কোন বিষয়ে সম্যকজ্ঞান
ষত্ব-ণত্ব জ্ঞান২ সাধারণ কাণ্ডজ্ঞান; সমার্থক বাগধারা- লঘুগুরু জ্ঞান
ষষ্টীর দাস মা ষষ্টির কৃপাধন্য (ষাটের/ষেটের বাছা ষষ্টীদাস)
ষাঁড় গোঁয়ারগোবিন্দ, স্বেচ্ছাচারী উদ্ধত ব্যক্তি
ষাঁড়াষাঁড়ি বান প্রবলবন্যা
ষাঁড়ে ষাঁড়ে যুদ্ধ/লড়াই সমান দুই শক্তির লড়াই; দুই প্রবল প্রভাবশালী ব্যক্তি বা দলের লড়াই।
ষাঁড়ের গোঁ অত্যধিক জেদ; একরোখা মেজাজ
ষাঁড়ের গোবর (ষাড়ের গোবর কোন শুভকাজে লাগে না এই ভাবার্থে- অপদার্থ; অযোগ্যব্যক্তি; সমার্থক বাগধার- আমড়াকাঠের ঢেঁকি
ষাঁড়ের ডালনা অখাদ্য অর্থে অপদার্থ
ষাঁড়ের বুদ্ধি আহাম্মক; বুদ্ধিহীন
ষাটের কোলে বয়স বেশ বেশি
ষেটের বাছা ষষ্টীদাস১ সু-অর্থে মাষষ্টীর অনুগৃহীত পুরুষ
ষেটের বাছা ষষ্টীদাস২ কু-অর্থে- মাষষ্টীর কৃপাধন্য অপদার্থ ব্যক্তি
ষোড়শোপচার আসন পাদ্য স্বাগত অর্ঘ্য আচমনীয় স্থানীয় বসনভূষণ গন্ধ পুষ্প ধূপ দীপ মধুপর্ক তাম্বুল তর্পণ ও নতি-পূজার এই ষোলো প্রকার উপচার বা উপকরণ
ষোল-আনা ষোল আনায় টাকা পূর্ণ হওয়ার ভাবার্থে- পুরোপুরি, সমস্ত, সম্পূর্ণটাই ষোল আনা মন দিয়ে কাজ কর।)
ষোলআনাই উসুল/লাভ পুরোটাই আদায়/লাভ
ষোলআনা বাজিয়ে নেওয়া সবদিক দিয়ে যাচাই করা
ষোলআনা ভূয়া সম্পূর্ণটাই অসার
ষোলো আনা মালিক সম্পূর্ণ অংশের মালিক
ষোলকড়াই কানা সম্পূর্ণ বিনষ্ট; সবটাই ফাঁকি
ষোলকলা ষোল কলায় চাঁদ পূর্ণ হওয়ার ভাব থেকে- পুরোপুরি, সমস্ত, সম্পূর্ণটাই (বাপের স্বভাব একেবারে ষোলকলায় পেয়েছে।)
ষোলকলা পূর্ণ বিদ্রুপে- সব বদগুণের অধিকারী

সম্পাদনা

বাগধারা অর্থ
সংসারক্ষেত্র পুরুষের কর্মজীবন
সংসার চালানো পুরুষের দৈনন্দিন জীবন নির্বাহ করা
সংসারধর্ম পুরুষের গার্হস্থ্যজীবন- স্ত্রী-পুত্র নিয়ে লোকালয়ে বসবাস করা
সংসার পাতা পুরুষের বিয়ে করে ঘরকন্না শুরু করা (বৃদ্ধবয়সে তিনি সংসার পেতে বসলেন।)
সংসারবন্ধন পুরুষের পক্ষে স্ত্রীপুত্র সম্বলিত পার্থিব জগতের আকর্ষণ; মায়াময় জীবনের বন্ধন
সংসার বৈরাগ্য পুরুষের ক্ষেত্রে পার্থিব জীবন সম্পর্কে অনাসক্তি
সংসারী অত্যন্ত হিসাবি লোক
সই সাঙ্গাতি পাতানো বন্ধু
সওয়াল-জবাব প্রশ্নোত্তর, তর্কবিতর্ক, মোকদ্দমায় উকিলের বাদপ্রতিবাদ (সওয়াল-জবাবে নাকাল হয়ে পিঠটান দিলো।)
সকল গুণের গুণমণি১ বিদ্রুপে- নির্গুণ; সমার্থক বাগধারা- গুণে নুন দিতে নেই
সকল গুণের গুণমণি২ বিদ্রুপে- সব বদগুণের অধিকারী ব্যক্তি
সকাল সকাল১ অবিলম্বে, তাড়াতাড়ি (সকাল সকাল খেয়ে দেয়ে শুয়ে পড়বে।)
সকাল সকাল২ নির্দিষ্ট সময়ের পূর্বে (সকাল সকাল এসে উপস্থিত হবে।)
সকাল সকাল৩ বেলা থাকতে থাকতে (সকাল সকাল বাড়ী ফিরিবে।)
সক্কলে ঝোঁকযুক্ত সকলে (চিন্তা নেই, সক্কলের জন্য ব্যবস্থা আছে।); সমার্থক বাগধারা- সব্বাই
সক্কালবেলা অতি প্রত্যুষে, ঝোঁকযুক্ত সকালবেলা, ভোর হতে-না-হতেই (সক্কালবেলা উঠেই এখানে চলে এসেছে।)
সটে-পটে/সট্টে-পট্টে যোগসাজস, শঠতা, ষড়যন্ত্র
সঙ্গদোষ কুসঙ্গের দোষ (সঙ্গদোষে সাধু চোর হয়।)
সঙ্গে সঙ্গে১ সর্বদা সঙ্গে (সঙ্গে সঙ্গে থেকো।)
সঙ্গে সঙ্গে২ এইমাত্র, তৎক্ষনাৎ (ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে ফল।); সমার্থক বাগধারা-সদ্য-সদ্য
সচরাচর সাধারণত, প্রায়শ (এরকম সচরাচর ঘটে না।)
সড় করা/থাকা ষড়যন্ত্র করা; গোপনে মিল/যোগ থাকা; গুপ্তসন্ধি থাকা (দুইয়ে মিলে সড় করছে।)
সড়গড়/ সড়োগড়ো সহচর শব্দ; উত্তমরূপে আয়ত্ত, অভ্যস্ত বা রপ্ত, মুখস্থ (নিয়মটা সড়গড় হয়েছে।)
সড়সড় দ্বিত্বশব্দ; সরিসৃপের দ্রুত গমনসূচক শব্দ (কি যেন একটা সড়সড় করে চলে গেল; ছেলেটা সড়সড় করে গাছে উঠে গেল।)
সৎসাহস ন্যায্য কথা বলার বা উচিতকাজ করার সাহস (সত্যি কথাটা বলার মতো সৎসাহস কারও ছিল না।)
সতীলক্ষ্মী সাধ্বী ও সুলক্ষণা স্ত্রী
সতীসাবিত্রী১ প্রসংশায়- সাবিত্রীর সমান সাধ্বী স্ত্রী
সতীসাবিত্রী২ বিদ্রুপে- সতীপনার বাড়াবাড়ি
সত্যবাদী যুধিষ্টির সত্যবাদী বলে জাহিরকারী ব্যক্তির প্রতি ব্যঙ্গোক্তি (আসলে মিথ্যাবাদী)
সত্য সত্য সত্য অতি সত্য; খুব ঠিক; নিঃসন্দেহ; সমার্থক বাগধারা- তিন সত্য
সদর অন্দর প্রকাশ্য ও অপ্রকাশ্য (দলের সদর অন্দর- দুইয়ের হাল খুব খারাপ।)
সদানন্দ সর্বদা আনন্দময়
সদাশিব১ সর্বদা মঙ্গলময় বলে শিবের আরেক নাম
সদাশিব২ সবসময় প্রসন্ন, সন্তুষ্ট, সবসময় প্রফুল্ল এমন ব্যক্তি
সদ্য-সদ্য এইমাত্র, তৎক্ষনাৎ (শোনামাত্র সদ্য সদ্য চলে এলো।); সমার্থক বাগধারা-সঙ্গে সঙ্গে
সনির্বন্ধ অতিশয় আগ্রহযুক্ত/মিনতিপূর্ণ, সানুনয় (সনির্বন্ধ অনুরোধ)
সন্দংশযন্ত্রণা সাঁড়াশীর চাপের যন্ত্রণা; নরকযন্ত্রণা
সন্দেশের খোসা ফেলে খাওয়া খুঁতখুঁতানি
সন্ধ্যা অবসানকাল (জীবনসন্ধ্যা)
সন্ধ্যাপ্রদীপ/সাঁজবাতি সন্ধ্যাবেলায় দেবতার উদ্দেশে প্রজ্বলিত প্রদীপ
সন্নিপাতের তৃষ্ণা যে তৃষ্ণা কিছুতেই মেটে না; যে তৃষ্ণা মৃত্যু ডেকে আনে।
সপাসপ দ্রুত খাওয়া শেষ করা (সপাসপ খাওয়া মেরে দিল।)
সপিণ্ডীকরণ১ মৃত্যুর একবৎসর পর কৃত শ্রাদ্ধ
সপিণ্ডীকরণ২ বিদ্রুপে- সমূহ বিনাশ
সপ্তকাণ্ড রামায়ণ বিরাট ব্যাপার
সপ্তমে চড়া উচ্চস্বরে, প্রচণ্ড উত্তেজনা
সফরীর ফরফরানি অল্পজ্ঞানীর বিদ্যা জাহির
সফট ড্রিংক অ্যালকোহলমুক্ত পানীয়; চা, কফি, মিল্কশেক ইত্যাদি কোমল পানীয় (আড্ডায় আজকাল সফট ড্রিংকের বদলে হার্ড ড্রিংক বেশি চলে)
সব কাজের কেষ্টা সবকাজ একটু একটু জানে
সবজান্তা ব্যঙ্গার্থে- কিছু জানে না তবু জানার ভান করে এমন; আসলে সব একটু একটু জানে কিন্তু কিছুই ভালোভাবে জানে না
সব ব্যঞ্জনের হলুদ গুঁড়ো অপরিহার্য, সব জায়গায় উপস্থিত
সব শেয়ালের এক রা সকলের একই কথা; একজন বললে সবাই বলে- 'হ্যাঁ সেখানে হাঁটুর জল'
সবসুদ্ধ সর্বসমেত (সবসুদ্ধ দুশো লোক নিমন্ত্রিত)
সব হাটের হেটো সবজান্তা ধরনের লোক যে সব যায়গার খবর রাখে
সবান্ধবে বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে (আপনার সবান্ধব উপস্থিতি একান্ত কাম্য)
সবুজবাতি অনুমোদন আছে
সবুরে মেওয়া ফলে ধৈর্য ধরে অপেক্ষা করলে পরিনামে সুফল পাওয়া যায়
সবে ধন নীলমণি১ একমাত্র অবলম্বন/আশ্রয়/সম্বল; একমাত্র সন্তান বা জীবিত বংশধর; সমতুল্য- 'শিবরাত্রির সলতে'
সবে ধন নীলমণি২ প্রিয়বস্তু বলার মত মাত্র একটি আছে
সবেমাত্র এইমাত্র; কেবল (সবেমাত্র ঘুম থেকে উঠেছি, এমন সময় এলে।)
সব্যসাচী উভয় হাতই সমানভাবে চলে এবং সমান দক্ষ
সব্বাই ঝোঁকযুক্ত সবাই (চিন্তা নেই, সব্বাই সু্যোগ পাবে); সমার্থক বাগধাতা- সক্কলে
সভ্যতাভিমানী ভদ্র ও মার্জিত বলে গর্বকারী
সময় নাই অসময় নাই যখন তখন
সময়-সময়/ সময়ে সময়ে একেক সময় (সময় সময় মনে হয় সব কিছু অসার); সমার্থক বাগধারা- কখনো কখনো, মাঝে মাঝে
সময়ের একফোঁড় অসময়ের দশফোঁড় সময়মত কাজ না করলে পরে কষ্টসাধ্য হয়
সমুদ্রে ঝাঁপ দেওয়া ইচ্ছা করে বিরাট বিপদে পড়া; কঠিন বিপদের সম্মুখীন হওয়া
সমুদ্রে পাদ্যঅর্ঘ্য/ সমুদ্রে বিন্দুপাত১ অকিঞ্চিতকর, গণনার মধ্যেই আসে না
সমুদ্রে পাদ্য অর্ঘ্য/ সমুদ্রে বিন্দুপাত২ প্রয়োজন যেখানে বিপুল পরিমাণের সেখানে অতি অল্প সরবরাহ মূল্যহীন
সমুদ্রের ঢেউ গোনা অনর্থক/অলস কালহরণ
সরগরম জমজমে ও সেইকারণে আকর্ষণীয় (আসর সরগম); সমার্থক বাগধারা- জমজমাট
সর-জমিন/ সরে-জমিন ঘটনাস্হল, অকুস্হল (সরেজমিনে তদন্ত)
সরফরাজি ব্যঙ্গে- অনাধিকার কর্তাগিরি, ফোঁপরদালালি, মাতব্বরি, মোড়লি, ফোপরদালালি (বলি কে তোমায় এখানে সরফরাজি করতে ডেকেছে?)
সরস্বতীর বরপুত্র খুব বিদ্বান ব্যক্তি; বিপুল জ্ঞানভাণ্ডারের অধিকারী
সরষের মধ্যে ভূত ওষুধ/শুদ্ধির মধ্যে ভেজাল; দলের মধ্যে অনিষ্টকারী
সরানো ব্যঙ্গার্থে- চুরি বা অপহরণ করা (টাকা সরানো।)
সরাসরি১ কোনো মধ্যস্থের সাহায্য না নিয়ে সোজাসুজি (সরাসরি আদালতে যাও।)
সরাসরি২ সংক্ষিপ্ত (সরাসরি বিচার)
সরাসরি৩ দুটিমাত্র প্রতিদ্বন্দ্বীর মধ্যে সীমাবদ্ধ (সরাসরি লড়াই)।
সরেজমিন১ পৃথিবী
সরেজমিন২ অকুস্থল; ঘটনাসংগঠনস্থল (সরেজমিন তদন্ত)
সরেজমিন তদন্ত ঘঠনাস্থল সম্পর্কীত তদন্ত; তুলনীয়- আঁখো দেখা হাল।
সরে পড়া পলায়ন করা (বিপদ বুঝে সে সরে পড়েছে।)
সরে যাওয়া সঙ্গছাড়া হওয়া
সর্দারি ব্যঙ্গে- মাতব্বরি, মোড়লি; কর্তালি (তোমাকে এব্যাপারে সর্দারি করতে হবে না।)
সর্পে রজ্জুভ্রম নিশ্চল সাপকে রজ্জু বলে ভুল করা; এক বস্তুকে ভুল করে অন্য বস্তু কল্পনা করা
সর্বংসহা ধরিত্রী ধরিত্রীর সহ্যশক্তি নিঃশেষিত হয় না
সর্বঘটের কাঁঠালীকলা অপরিহার্য, সবখানে উপস্থিত; সমার্থক বাগধারা- নৈবদ্যের কলা
সর্বদেবময়োহতিথি অতিথি দেবতার বা গুরুর মতই পূজনীয়।
সর্বভূত বিশ্বব্রহ্মাণ্ডে যত জীব প্রাণী আছে সব প্রাণী (যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা...')
সর্বমত্যন্তম্গ‌র্হিতম্‌ অতিশয় কিছু ভালো নয়; বেশি বাড়াবাড়ি করা দোষনীয়
সর্বেসর্বা সহচর শব্দ; সকলের ও সবকিছুর প্রধান, সর্বময় কর্তা (ক্ষমতা কুক্ষিগত করে দলের সর্বেসর্বা হয়ে বসেছে।)
সর্ষে ফুল দেখা অন্ধকার দেখা; বিপদে দিশেহারা হওয়া
সর্ষের মধ্যে ভূত আসলটাই দুষ্ট, বিশ্বাসযোগ্যতা নেই
সলতে পাকানো মূল অনুষ্ঠানের প্রস্তুতি শুরু (ভোটের সলোতে পাকানো শুরু হয়েছে।)
সলাপরামর্শ/ শলাপরামর্শ১ আরবি 'সলাহ' শব্দের অর্থ গোপন; এই অর্থে সলাহ থেকে 'সলাপরামর্শ' শব্দের অর্থ কুপরামর্শ বা ষড়যন্ত্র
সলাপরামর্শ/ শলাপরামর্শ২ আরবি 'শলা' শব্দের অর্থ পরামর্শ; এই ভাবার্থে 'শলাপরামর্শ' শব্দের অর্থ সুপরামর্শ
সলিলসমাধি১ অপূরণীয় ক্ষতি
সলিলসমাধি২ আশার অপমৃত্যু শেষ
সশরীরে স্বয়ং (সশরীরে হাজির)
সসেমিরা প্রতিকারহীন অবস্থা; বাকস্ফূর্তিহীন অবস্থা, বাহ্যজ্ঞানশূন্য; সঙ্কটপূর্ণ অবস্থা; সমার্থক বাগধারা- এদিকও না ওদিকও না; কিংকর্তব্যবিমূঢ়, ন যযৌ ন তস্তৌ, হতবুদ্ধি ইত্যাদি (কালিদাসের ‘দ্বাত্রিংশৎ-পুত্তলিকা’ নাটকে উল্লিখিত চারটি রহস্যময় শ্লোকের আদ্যক্ষরী)
সস্তায় কিস্তিমাত কম খরচে কার্যোদ্ধার
সস্তার তিন অবস্থা সস্তার জিনিস খেলো নকল ও নিরেস হয়;সস্তার জিনিষ বেশিদিন টেকে না
সহজসরল১ সহচরশব্দ; জটিলতাশূন্য (অতি সহজসরল অঙ্ক)
সহজসরল১ অকপট কোন মাতপ্যাঁচ নেই (সহজসরল লোক)
সহস্রধারা মুখ্যঅর্থ- চট্টগ্রাম, দেরাদুন ইত্যাদি স্থানের পাহাড়ীঝর্ণাবিশেষ; আলং- অজস্রধারা ('স্বর্গসেচা সর্বোত্তম আশীর্বাদগুলি নবদম্পতির শিরে সহস্রধারায় বর্ষিত হোক'-কবি মিল্টন)
সহি সালামত সুখ; শান্তি; স্বাস্থ্য; নিরাপত্তা (সহি সালামতে থাকা আর বোধহয় হবে না।)
সাঁই সাঁই করে দৌড় দ্রুতবেগে দৌড়/ পলায়ন
সাঁকো নাড়ানো দুস্কর্ম করা; পাগলামি করা (এলো আর সাঁকো নাড়িয়ে দিয়ে চলে গেল।)
সাঁঝবাতি/সন্ধ্যাপ্রদীপ সন্ধ্যাবেলায় দেবতার উদ্দেশে জ্বালানো প্রদীপ
সাঁড়াশী আক্রমণ উভয়দিক থেকে আক্রমণ
সাঁতার জল/পানি গভীর জল; এত জল যে সাঁতরে পার হ'তে হয়
সাক্ষাৎ১ মূর্তিমান (সাক্ষাৎ যম দেখা দিলেন।)
সাক্ষাৎ২ তুল্য, সদৃশ (মাতাপিতা সাক্ষাৎ দেবতা।)
সাক্ষাৎ৩ সরাসরি (সাক্ষাৎ সম্বন্ধ)
সাক্ষীগোপাল সরল অর্থে- পুরীর নিকটবর্তী স্থানে প্রতিষ্ঠিত শ্রীকৃষ্ণের বিগ্রহ; বিদ্রুপে- যে ব্যক্তি স্বয়ং নিষ্ক্রিয় থেকে অন্যের কার্যকলাপ লক্ষ করে; ঘটনা দেখে অথচ পুতুলের মতো নিষ্ক্রিয় ব্যক্তি; নিস্ক্রীয় দর্শক; ব্যক্তিত্বহীন পুরুষ (সাক্ষীগোপালের মত দাঁড়িয়ে আছো কেন?)
সাগর১ সাগরের সঙ্গে তুলনীয় বিরাট আধার ('মেঘদূতকাব্য রসের সাগর)
সাগর২ রত্নের আকর ('ডুব ডুব ডুব ডুব সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্নধন'-ভক্তিগীতি)
সাগরসেঁচা মাণিক অতি মূল্যবান জিনিস; বহুযত্নলব্ধ বস্তু; মহামূল্যবান রত্ন
সাঙাত/সাঙ্গাত/সেঙাত/সেঙ্গাত/স্যাঙাৎ বিদ্রুপে- মন্দকাজের সহচর, বদের দোসর
সাঙ্গোপাঙ্গ/ সাঙ্গোপাঙ্গো১ অঙ্গপ্রত্যঙ্গ সহ বর্তমান
সাঙ্গপাঙ্গ/সাঙ্গোপাঙ্গো২ অনুবর্তীগণ, স্বপক্ষীয় লোকজন (নেতা সাঙ্গপাঙ্গসহ উপস্থিত।); সমার্থক বাগধারা- দলবল
সাজগোছ/গোছ/সজ্জা পরিধান ও তার পারিপাট্য; বিশেষ কায়দায় পরিহিত বেশ ও ভুষণ (আমার সাজগোছ হয়ে গেছে।);
সাজসরঞ্জাম পরিধানের পোশাক ও উপকরণ
সাজানো কথা মনগড়া কথা
সাজের লাঠি দেখার বস্তু কাজের নয়
সাজো সাজো রব দ্রুত প্রস্তুত হওয়ার আহ্বান
সাড়াশব্দ কোনোপ্রকার আওয়াজ, ধ্বনি, বাকস্ফূর্তি, সচেতনতার লক্ষণ ও শব্দ (কোথাও মানুষের সাড়াশব্দ নেই।); সমার্থক বাগধারা- উচ্চবাচ্য
সাড়ে চুয়াত্তোর প্রাপক ভিন্ন অন্যের পত্র খোলার বিষয়ে নিষেধার্থক চিহ্ন বা সঙ্কেত (যুদ্ধে নিহত অসংখ্য ব্রাহ্মণের পৈতার ওজন সাড়ে চুয়াত্তর মণ হওয়ায় ৭৪\. চিহ্নিত কোনো পত্র প্রাপক-ভিন্ন অন্য লোকে খুললে তাকে ঐ ব্যক্তিদের হত্যার পাপ গ্রহণ করতে হবে, এমন বিশ্বাস)
সাড়ে বত্রিশ ভাজা চানাচুর বা ডালমুটজাতীয় মুখরোচক পাঁচমিশেলি খাবার
সাড়ে সাতি শনির এক দশা (মতিমতীর জীবনে এখন সাড়ে সাতির দশা চলছে;(জ্যোতিষশাস্ত্র অনুসারে শনির এই দশা যেকোনও ব্যক্তির জীবনে সাড়ে সাত বছর স্থায়ী হয়; ব্যক্তির রাশিচক্র বিচার করে বলা যায় যে শনির এই দশা তাঁর জন্য শুভ ফল দেবে না অশুভ ফল দেবে।)
সাত কথা শোনানো অনেক কটু কথা বলা (আমাকে সাতকথা শুনিয়ে দিলো।)
সাত কথার এক কথা১ অনেক আজেবাজে কথার মধ্যে একটি কাজের কথা বা সার কথা
সাতকান্ড রামায়ণ বিরাট গল্প; বৃহৎ ব্যাপার; কোন ঘটনার বিস্তৃত বর্ণনা (সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতা কার মাসি- প্রবচন)
সাতকাহন অসংখ্য; অন্তহীন; অপ্রয়োজনীয় বিস্তৃত বর্ণনা
সাতখান করে লাগানো অতিরঞ্জিতভাবে বলে কারও বিরুদ্ধে ভাঙচি দেওয়া
সাতখুন মাপ অত্যধিক প্রশ্রয়; বহু গুরুত্বপূর্ণ অপরাধের জন্য কোনো শাস্তি না দেওয়া, সমস্ত অপরাধ বরদাস্ত করা; সবদোষ থেকে অব্যাহতি;(বিতশালীর সাত খুন মাপ); (উৎসকাহিনী- বৃটিশ আমলে জমিদাররা সাতটা পর্যন্ত খুন করতে পারত; তারজন্য তারা কোন শাস্তি পেত না)
সাতগেঁয়ের কাছে মামদোবাজী বেশী চালাকের কাছে অল্প চালাকের নিস্ফল চাতুরী
সাতঘাটের কড়ি অনেক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি
সাতঘাটের কানা কড়ি সাধারণ জ্ঞান
সাতঘাটে ঘটি ডোবানো সব বিষয়ে হস্তক্ষেপ করা
সাতঘাটের জল এক করা বিভিন্ন বিরুদ্ধশক্তিকে একত্রিত করা
সাতঘাটের জল খাওয়া/খাওয়ানো অত্যন্ত নাকাল হওয়া/করানো; নাজেহাল হওয়া/করানো; নানা অভিজ্ঞতা অর্জন করা/করানো;বহু বিপদে পড়া/ফেলা; বিভিন্নস্থানে চাকরি করা বা করানো ইত্যাদি
সাত চড়ে মশা মারা বিরাট হইচই করে ছোট্ট কাজ করা
সাতচড়ে রা কাড়ে/বেড়োয় না // সাত চড়ে রা নেই অত্যন্ত নিরীহ প্রকৃতির লোক, যে সমস্ত নির্যাতন নীরবে সহ্য করে (চাকরটি আমার অত্যন্ত ভাল, সাত চড়ে রা কাড়ে না।)
সাতজন্মে কোন কালে (সাতজন্মে এমন কথা কেউ শোনে নি বাপু)
সাত তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি, ব্যস্তসমস্ত হয়ে (সাত তাড়াতাড়ি গাড়ী ধরতে ছুটল।); সমার্থক বাগধারা- তিনলাফে
সাত নকলে আসল খাস্তা ক্রমাগত নকল হতে থাকলে আসল সম্পূর্ণ বিকৃত হয়ে যায়
সাতনরি সাত প্যাঁচওয়ালা (সাত প্যাঁচওয়ালা কণ্ঠহার।)
সাতপাঁচ/ সাত সতেরো অগ্রপশ্চাৎ, নানাদিক (সাতপাঁচ ভেবে আর কাজটা আর হাতে নিলাম না।); সমার্থক বাগধারা- পাঁচসাত
সাতপুরুষ সুদীর্ঘকাল (সাতপুরুষের বাস।)
সাতবার খেয়ে একাদশী মেকি আচার
সাত রাজার ধন মাণিক১ অতি আদরের সন্তান
সাত রাজার ধন মাণিক২ কষ্টার্জিত বহুমূল্য সম্পদ
সাত সকাল খুব সকাল, ভোরবেলা (ধড়াচূড়া পড়ে সাত সকালে চললে কোথায়?)
সাত সতীনের ঘর কলহপূর্ণ সংসা; হিংসা, দ্বেষ, কলহের স্থান (সাত সতিনের ঘর খোদায় রক্ষা কর- প্রবাদ)
সাত সমুদ্র তের নদী পার বহু দূরবর্তী স্থান
সাত-সতেরো বিবিধ, নানাকথা,(সুযোগ পেয়ে আমাকে সাত-সতেরো শুনিয়ে দিল)
সাতহাটের কানাকড়ি বিবিধ, নানাকথা,(সুযোগ পেয়ে আমাকে সাত-সতেরো শুনিয়ে দিল)
সাতে-পাঁচে নেই নির্লিপ্ত,সংশ্রবশূন্য (যা করার তোমরাই কর, আমি বাবা সাতে পাঁচে নেই।)
সাতেও না পাঁচেও না চরম উদাসীন, কোন কিছুতেই নেই, কোন ঝুটঝামেলায় নেই
সাতেও হ্যাঁ পাঁচেও হ্যাঁ পরম আগ্রহ; সববিষয়ে সম্মতি; সব কিছুতেই আছে
সাদাকে কালো, কালোকে সাদা করা লাগামাছাড়া/বেপরোয়া মিথ্যা কথা বলা; সত্য মিথ্যা বানানো কথা; যা নয় তাই বলা বা করা তা
সাদাকে সাদা, কালোকে কালো বলা স্পষ্ট কথা স্পষ্টাস্পষ্টি বলা; সহজ সরল সত্যকথা বলা; তূলনীয়- কোদালকে কোদাল বলা-প্রবাদ
সাদা চামড়া ইউরোপের অধিবাসী
সাদা চোখ স্বাভাবিক অনাবিল দৃষ্টি, কুসংস্কারে আচ্ছন্ন নয়
সাদা দিল/মন সরল মন
সাদামাঠা কারুকার্যহীন, বৈচিত্র্যহীন ও সাধারণ (সাদামাটা বাড়ী); সমার্থক বাগধারা- সাদাসাপ্টা
সাদাসাপটা কারুকার্যহীন, বৈচিত্র্যহীন ও সাধারণ; সমার্থক বাগধারা- সাদামাটা
সাদাসিধা১ নিরীহ, সহজ-সরল; সাধারণ ধরনের (-আমরা সাদাসিধা মাটির মানুষ দেশে দেশে যাই...'- গুপী গায়েন বাঘা বাইয়েনের গান); সমার্থক বাগধারা- সিদা-সাদা
সাদাসিধা২ আড়ম্বরবর্জিত; প্রসাধনবিবর্জিত (একখানা সাদাসিধা শাড়ি)
সাদাসিধা২ স্পষ্ট (সাদাসিধা কথা)
সাদা হাতী পোষা বিপুল ব্যায়ে অপ্রয়োজনীয় কর্মচারী নিয়োগ
সাধ করে শাল নেওয়া ইচ্ছে করে বিপদ ডেকে আনা; সমার্থক বাগধারা- খালকেটে কুমির আনা, খালকেটে বেনোজল ঢোকানো ইত্যাদি
সাধাসাধি অনুনয়-বিনয় (অনেক সাdধাসাধি করে তাকে রাজী করিয়েছি); সমার্থক বাগধারা- সাধ্যসাধনা
সাধুসঙ্গ সৎলোকের সঙ্গ/সাহচর্য
সাধু সাবধান ভাবি বিপদসম্পর্কে আগাম সতর্কীকরণ
সাধে কি বাবা বলে চাপের কাছে নতিস্বীকার
সাধ্যসাধনা অনুনয়-বিনয় (অনেক সাধ্যসাধনা করে রাজী করানো যায় নি); সামার্থক বাগধারা- সাধাসাধি
সানকির ওপর বজ্রাঘাত নগণ্যের ওপর বিরাট আঘাত, চরম সংকট, ভীষণ বিপদ, বিপদে দিশেহারা; সমার্থক বাগধারা- অকূলপাথার, অথৈ জল ইত্যাদি
সানাইয়ের পোঁ অন্ধ অনুসরণকারী/সমর্থনকারী
সাপও মরে লাঠিও না ভাঙে বিনাক্ষতিতে কঠিন কার্যসিদ্ধি; দুইদিক বজায় থাকা বা রাখা; বিপদ এড়িয়ে কার্যসিদ্ধি করা
সাপকে পোষ মানানো শত্রুকে নিয়ন্ত্রণে রাখা
সাপখোপ সহচর শব্দ; সাপ ও অনুরূপ সরীসৃপাদি (এই জায়গাটা সাপখোপের আ়ড্ডা।)
সাপুড়ের সাপে ভয় সাহসীর দ্বিধা
সাপে-নেউলে সম্পর্ক চির-শত্রুতা; তিক্তসম্পর্ক; সমার্থক বাগধারা- অহি-নকুলসম্পর্ক, আদায় কাঁচকলায় সম্পর্ক, দা-কুমড়াসম্পর্ক, বাঘে গরুতে সম্পর্ক, বুনোওল-বাঘাতেঁতুলসম্পর্ক ইত্যাদি
সাপের ছুঁচো গেলা/ধরা দুর্গন্ধযুক্ত ছুঁচোকে গলাধঃকরণ করা সাপের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য, আবার কিছুটা গেলা ছুঁচো উদ্‌গিরণ করাও অসম্ভব অর্থাৎ উভয়সঙ্কটদশা; নিজের নির্বুদ্ধিতার ফলে বাধ্য হয়ে অনভিপ্রেত কাজে জড়িয়ে পড়া
সাপের গালে চুমু ব্যাঙের গালে চুমু একই সাথে দুই কুল রক্ষাকরার চেষ্টা; ধান্ধাবাজি
সাপের পাঁচ-পা অস্তিত্বহীন বস্তু, যা হয় না (সাপের পাঁচ পা দেখা); সমার্থক বাগধারা- অশ্বডিম্ব, আঁটকুড়ের ব্যাটা, আকাশকুসুম, এঁড়ে গরুর দুধ, কাঠালের আমস্বত্ব, ঘোড়ার ডিম, সোনার হরিণ ইত্যাদি
সাপের পাঁচ পা দেখা অত্যধিক স্পর্ধায় অসম্ভবকে সম্ভব মনে করা; অসম্ভব বাড়াবাড়ি করা; প্রচণ্ড অহংকারী হওয়া
সাপের লেজে পা দেওয়া বিপজ্জনক ব্যক্তিকে বিরক্ত করা; দুর্দান্তলোককে ক্ষেপিয়ে দিয়ে বিপদ সৃষ্টি করা
সাপের হাই/হাঁচি দুর্জনের অভিসন্ধি (সাপের হাঁচি বেদেয় চেনে।)
সাপের হাঁচি বেদেয় চেনে অভিজ্ঞচোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়; দুষ্টলোকের গতিবিধি বুদ্ধিমান ব্যক্তির বুঝতে অসুবিধা হয় না
সাপের হাঁড়ি অতিশয় কোপনস্বভাব নারী (স্ত্রী নয় তো যেন সাক্ষাৎ সাপের হাঁড়ি।)
সাফ-সাফ কথা সোজা, সরল স্পষ্টকথা
সাফাই গাওয়া নির্দোষিতা প্রমাণের জন্য যুক্তি দেখানো (আর সাফাই গাইতে হবে না আমি সব জানি।)
সাবড়ে দেওয়া খেয়ে শেষ করা (সমস্তটা একাই সাবড়ে দিল।)
সাবধানের মার নেই সাবধান থাকলে কোন ক্ষতি হয় না
সামনাসামনি সম্মুখবর্তী, সমক্ষে সমার্থক বাগধারা- মুখোমুখি
সার কথা বক্ত্যব্যের নির্যাস
সারস্বত সমাজ বিদ্বন্মণ্ডলী, পণ্ডিতসমাজ; সাহিত্যিকবৃন্দ
সালতামামি মুখ্য অর্থ- বছরের শেষের বা বার্ষিক বিবরণ বা হিসাবনিকাশ; আলং- ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ;
সাষ্টাঙ্গ প্রণাম১ জানু, চরণ, হস্ত, বক্ষ, মস্তক, চক্ষু, দৃষ্টি ও বাক্য- এই অষ্ট অঙ্গদ্বারাকৃত প্রণাম
সাষ্টাঙ্গ প্রণাম২ মাটিতে উপুড় হয়ে শুয়ে প্রণাম
সিঁদুরে মেঘ মুখ্য অর্থ- রক্তবর্ণ বা রাঙামেঘ, যে মেঘ থেকে ঝড় হয়; আলং-বিপদের আশঙ্কা
সিংহচর্মাবৃত গর্ধভ চালাকের বেশে আহাম্মক
সিংহভাগ বেশির ভাগ বা প্রায় সবটা(পৃথিবীর সিংহভাগ লোক এসিয়া মহাদেশে বাস করে); উৎসকাহিনী- সিংহীরা দলবদ্ধভাবে যে শিকার করে, তার বেশিরভাগ অংশ দলপতি সিংহ উদরস্থ করে; তার থেকেই এই বাগধারার উৎপত্তি; সমতুল্য- ভীমভাগ
সিংহাব-লোকন অতীত কর্মের প্রতি দৃষ্টিপাত (উৎসকাহিনী- সিংহ যেতে যেতে পিছু ফিরে চায়)
সিংহাব-লোকন ন্যায় কোনো কাজে এগুনোর আগে অগ্র-পশ্চাৎ বিবেচনা করার নীতি
সিটিয়াস অল্টিয়াস ফরটিয়াস (ল্যাটিন শব্দগুচ্ছ) তূরীয়ান তুঙ্গীয়ান তেজীয়ান- অলিম্পিক খেলার আদর্শবাণী/মূলমন্ত্র
সিদ্ধপুরুষ ব্যঙ্গার্থে- অতি-চাতুরিতে দক্ষব্যক্তি
সিদ্ধহস্ত অতি কৌশলী; অত্যন্ত দক্ষ/নিপুণ
সিদ্ধির ঝুলি নানা বস্তুর আধার
সিন্দুকের কাছে ধার করা সঠিক হিসাব রাখা
সিন্ধুতে বিন্দু১ গণনার মধ্যেই আসে না, তিল পরিমাণ; সম্পর্কীত বাক্যাংশ- বালতিতে এক ফোঁটা
সিন্ধুতে বিন্দু২ প্রয়োজনের তুলনায় অকিঞ্চিৎকর সরবরাহ
সীতার অগ্নিপরীক্ষা কঠিন পরিস্থিতির সম্মুখীন
সীমা-পরিসীমা একার্থক সহচর শব্দ; ইয়ত্তা, সীমা, অবধি (আনন্দের সীমাপরিসীমা নেই।)
সুখ-তলা পায়ের আরামের জন্য জুতোর ভিতর থাকা বাড়তি কোমল চামড়া
সুখে থাকতে ভূতে কিলায় সুখের জীবনে দুঃখ ডেকে আনা; সুখের মর্যাদা না ‍বুঝে স্বেচ্ছায় দুঃখ বরণ করা
সুখের কাঁটা সুখের সংসারে কষ্টসঞ্চারকারী বা দুঃখ আনয়নকারী
সুখের পায়রা১ বিলাসী
সুখের পায়রা২ সুসময়ের বন্ধু/সঙ্গী; সমার্থক বাগধারা- দুধের মাছি, ফুলের ভ্রমরা, বসন্তের কোকিল, শরতের শিশির ইত্যাদি
সুগ্রীব দোসর বিদ্রুপে- বদলোকের কুকাজের সঙ্গী (একে রামে রক্ষা নেই দুগ্রীব দোসর; সুগ্রীব লঙ্কা ছারখারে রামকে সাহায্য করেছিলেন।)
সুড়সুড় করে স্থানত্যাগ১ নিঃশব্দে লঘুপদে গমন (সুড়সুড় করে সব বেড়িয়ে এলো।)
সুড়সুড় করে স্থানত্যাগ২ ভয়ে কিংবা হুকুমে-হুমকিতে আদেশ মান্য করে অধোমুখে গমন (পুলিশ দেখে সবাই সুড়সুড় করে পালালো।)
সুড়সুড়ি দেওয়া কানভারি করা কথা বলা
সুতা হারানো যুক্তি অনুসরণ করতে অক্ষম; যোগাযোগ বিচ্ছিন্ন ইত্যাদি;
সুধা পান ব্যঙ্গার্থে- মদ্যপান
সুনসান আওয়াজহীন, নিঃশব্দ, নির্জন, নিস্তব্ধ (রাস্তাঘাট সুনসান)
সুন্দ-উপসুন্দের লড়াই বিরামহীন লড়াই, যে যুদ্ধে উভয় পক্ষেরই বিনাশ অবশ্যম্ভাবী; দুই তুল্যবিক্রম প্রতিদ্বন্দ্বীর পরস্পর সংঘর্ষ; ভয়াবহ গৃহযুদ্ধ (উৎস- দানব ভ্রাতৃদ্বয় সুন্দ ও উপসুন্দের অদম্য প্রতাপে দেবকুল বিষণ বিপাকে পড়লে ব্রহ্মা তিলোত্তমাকে সৃষ্টি করে ভ্রাতৃদ্বয়ের কাছে পাঠান; তিলোত্তমাকে পাওয়ার জন্য তাঁরা দুজনে দ্বন্দ্বযুক্ত করে এবং উভয়েই নিহত হয়।)
সুপ্রভাত১ সৌভাগ্যের উদয়।
সুপ্রভাত২ আপনার ভাগ্যে সৌভাগ্যের উদয় হোক- প্রথম সাক্ষাতে পরস্পরের প্রতি শুভেচ্ছাজ্ঞাপন।
সুবর্ণ সুযোগ দুর্লভ বা শ্রেষ্ঠ সুযোগ; সব দিক দিয়ে উপযুক্ত সুযোগ
সুবহানাল্লাহ/সোবহানাল্লাহ১ আল্লা মহান পবিত্র
সুবহানাল্লাহ/সোবহানাল্লাহ আশ্চর্যজনক (সবানাল্লাহ কি মজার চালটাই না চেলেছে।)
সুর চড়ানো ক্রমশ গলার স্বর উচ্চে তোলা; বিরোধ পাকিয়ে তোলা
সুর বদলানো মতের পরিবর্তন করা; কথার মোড় ঘুরিয়ে দেওয়া।
সুর ভাঁজা আস্ফালন করা
সুরত-হারাম উপরে সুন্দর অন্তরে বদ, বর্ণচোরা, ধোঁকাবাজ
সুরত-হাল ঘটনার প্রকৃত অবস্থা; আদালতে এজাহার
সুরাসুরবোধ ভালমন্দের পার্থক্যবোধ
সুরে সুর মিলানো সর্বোতভাবে সমর্থন
সুলুকসন্ধান১ একার্থক যুগ্মশব্দ ; খোঁজ; সন্ধান (তার সুলুকসন্ধান আমি রাখি না।); সমার্থক শব্দ- খবরাখবর; খোঁজখবর; তত্ত্বতালাশ ইত্যাদি
সুলুকসন্ধান২ কোন বিষয়ের গোপন তথ্য (আমি অনেক সুলুকসন্ধান জানি।); সমার্থক বাগধারা- অন্ধিসন্ধি, ঘাঁতঘোঁত ইত্যাদি
সুসংবাদ ব্যঙ্গার্থে- অবাঞ্ছিত সংবাদ (আজকের সুসংবাদ মন্ত্রীসাহেব টাকা তছরূপের দায়ে জেলে গেছেন।)
সুস্থ দেহে সুস্থ মন শারীরিক ব্যায়াম মানসিক এবং মনস্তাত্ত্বিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ বা অপরিহার্য অংশ
সেটিং আপোশ ফয়সালা; গোপন বোঝাপড়া. সমঝোতা; (রাজনীতিতে অবাধে সেটিং চলে।) সমার্থক বাগধারা- গড়াপেটা
সেতু/ সেতুবন্ধ সংযোগ (বিবেকানন্দ প্রতীচ্যের সাথে প্রাচ্যের সেতুবন্ধ রচনা করেছিলেন)
সেয়ানা পাগল স্বার্থসম্পর্কে পূর্ণসচেতন ব্যক্তি
সেয়ানা-বোকা অবুঝের ভান করে এমন লোক, কপট সাধু; সমার্থক বাগধারা- ন্যাকা
সেয়ানে সেয়ানে যোগ্যে যোগ্যে (সেয়ানে সেয়ানে কোলাকুলি)
সেয়ানে সেয়ানে কোলাকুলি দুই সমান প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রতিযোগিতা; মৌখিক সদ্ভাবের আড়ালে দুই শঠের শত্রুতা
সেরকে পশুরি চুরি এক সেরে পাঁচ সের চুরি অর্থাৎ অবিশ্বাস্যভাবে মারাত্মক চুরি
সেলাম করা বিদ্রুপে- নতি স্বীকার করা
সেলাম বাজানো বিদ্রুপে- নিয়মিতভাবে বশ্যতা জ্ঞাপন করা
সেলামি ঘুষ (সরকারী দপ্তরে সেলামি না দিলে কাজ মেলে না।)
সোজা আঙুলে ঘি বেড়োয় না সহজে কার্য্য সিদ্ধ হয় না
সোজা কথা সহজ, সরল সাদা কথা
সোজা করা শায়েস্তা করা
সোজা করে বলা স্পষ্ট করে বলা
সোজা দাঁড়ানো সমানেসমানে বা সামনাসামনি দাঁড়ানো
সোজা রাস্তা গলিঘুঁজি নেই এমন রাস্তা
সোজা লোক অকপট সরল লোক
সোজাসাপ্টা১ সহচর শব্দ; কোন মারপ্যাঁচ নেই এমন
সোজাসাপ্টা২ ভালমন্দ বিচার না করে যা জোটে তা সব
সোজাসাপ্টা৩ বিশেষত্বহীন, যা সকলের জন্য সহজসরল ;সাধারণ (সোজাসাপটা রান্না)
সোজাসুজি অকপট সত্যভাষণ, সরাসরি, সোজাভাবে
সোজা হয়ে দাঁড়ানো মাথা তুলে দাঁড়ানো
সোনা ছেড়ে/বাইরে, আঁচলে গেরো১ সন্তানের জন্য মায়ের শুভকামনা
সোনা ছেড়ে/বাইরে, আঁচলে গেরো২ মুল্যবানবস্তু ফেলে দিয়ে সাধারণবস্তুকে গুরুত্ব দেওয়া
সোনাদানা সোনা ও সোনার মতো মূল্যবান বস্তু
সোনায় সোহাগা উপযুক্ত মেলবন্ধন; শুভ সংযোগ; সমার্থক বাগধারা- মণি-কাঞ্চন যোগ
সোনার কাঠি-রূপার কাঠি বাঁচন-মরণের উপায়
সোনার ছেলে পরম আদরের সন্তান
সোনার থালায় ক্ষুদের জাউ উৎকৃষ্ট আধারে নিকৃষ্ট দ্রব্য, বিষম মেলন
সোনার দাঁড়ে দাঁড়কাক উৎকৃষ্ট আসনে নিকৃষ্ট পাখি, বিষম মেলন
সোনার পাথরবাটি অসম্ভব/অস্তিত্বহীন বস্তু; সমার্থক বাগধারা- অশ্বডিম্ব, অমাবস্যার চাঁদ, ঘোড়ার ডিম, বালিহীন বালিয়াড়ি ইত্যাদি
সোনার ফসল উৎকৃষ্ট শস্য
সোনার লঙ্কা ছারখার সোনার সংসারে চরম আর্থিক বিপর্যয়
সোনার সংসার সুখ ও সমৃদ্ধিপূর্ণ সংসার
সোনার হরিণ/ স্বর্ণমৃগ অস্তিত্বহীন বস্তু, মিথ্যা আশা; অলীক কল্পনা, সমার্থক বাগধারা- অশ্বডিম্ব, আঁটকুড়ের ব্যাটা, আকাশকুসুম, এঁড়ে গরুর দুধ, কাঠালের আমস্বত্ব, ঘোড়ার ডিম, সোনার পাথরবাটি, সাপের পাঁচ-পা ইত্যাদি
সোনার হাঁস অফুরন্ত সুখের উৎস
সোমত্ত মেয়ে পূর্ণযুবতী, বিবাহের উপযুক্তা মেয়ে
সোলেনামা আপোস-মীমাংসা বা নিষ্পত্তির দলিল
স্ক্রু ঢিলা উল্টোপাল্টা বকে; বুদ্ধিসুদ্ধি কম; পাগলাটে ধরনের; সমার্থক বাগধারা- তার কাটা
স্টেটাস ক্যুও স্থিতাবস্থা
স্থান-কাল-পাত্র দেশ, সময় ও বিশেষ পরিস্থিতি
স্থানে-অস্থানে শরীরের কোন অনির্দিষ্ট স্থান, যেখানে আঘাত লাগলে প্রাণসংশয় হ'তে পারে
স্থূলস্কন্ধ শক্তিশালী
স্নেহের পাত্র আস্পদভাজন ব্যক্তি
স্মৃতিবিভ্রম স্মরণশক্তির বিপর্যয়, বিস্মরণ
স্মৃতিশক্তি স্মরণ করার বা মনে রাখবার ক্ষমতা
স্যাঁত-স্যাঁত ঈষত্ সিক্ত বা তার ভাব (মেঝেটা স্যাঁতস্যাঁত করছে)
স্ট্রেট-কাট১ অকপট; সহজ সরল, ঋজুস্বভাবের (তিনি স্ট্রেট-কাট স্বভাবের লক।)
স্ট্রেট-কাট২ স্পষ্টভাবে, কোনোকিছু না-লুকিয়ে (তুমি স্ট্রেট-কাট তোমার অভিযোগ জানাও।)
স্বখাত সলিল নিজের ডাকা বিপদ; স্বীয়কৃত কর্মফল ('স্বখাত-সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয়গো মা'-ভক্তিগীতি)
স্বগতোক্তি অন্যে যেন শুনতে না পায়, এমন উক্তি
স্বতঃসিদ্ধ এমনই স্পষ্ট যে সত্যতা উপলব্ধির জন্য প্রমাণ অনাবশ্যক
স্বতঃস্ফূর্ত আপনা হতে; পরের চেষ্টা ছাড়াই (স্বতঃস্ফূর্ত প্রতিবাদ)
স্বপ্ন কল্পনা; মিথ্যা আশা
স্বপ্নেও না ভাবা কোনপ্রকারে আশা না করা;কল্পনারও বাইরে (স্বপ্নেও ভাবি না তুমি আমায় সাহায্য করবে।)
স্বপ্নেরও অগোচর অতি অসম্ভব ঘটনা
স্বভাব-চরিত্র একার্থক শব্দ; আচরণ (ছেলেটার রকমসকম ভালো ঠেকছে না।); সমার্থক সহচর শব্দ- চলন-বলন; চালচলন; মতিগতি; রকম-সকম; হাবভাব ইত্যাসি
স্বভাব যায় না ম’লে অপরিবর্তনীয় স্বভাব; সমার্থক বাগধারা- কয়লা ছাড়ে না ময়লা, ইল্লৎ যায় না ধুলে, দুধ খাওয়ালেও সাপের বিষ কমে না, দুধ ঢাললেও নিম নিষ্টি হয় না, যার যা রীত ছাড়ে কদাচিৎ ইত্যাদি
স্বর্গ-মর্ত-পাতাল সর্বত্র (একটা চাকরির জন্য স্বর্গ-মর্ত-পাতাল চষে বেড়াচ্ছি।)
স্বর্গরাজ্যে বিশৃঙ্খলা সুখীদলে গোষ্ঠীদ্বন্দ্ব
স্বর্গ হাতে পাওয়া১ অভাবনীয় সুযোগ পাওয়া
স্বর্গ হাতে পাওয়া২ অনায়াসে মনস্কামনা পূর্ণ হওয়া
স্বর্গ হাতে পাওয়া৩ অপ্রত্যাশিতভাবে দুর্লভ জিনিস লাভ করা; সমার্থক বাগধারা- আকাশের চাঁদ হাতে পাওয়া
স্বর্গে তুলে দেওয়া/স্বর্গে তোলা অতিরিক্ত প্রশংসায় ভরে দেওয়া; মাত্রাতিরিক্ত প্রশংসায় অহঙ্কারী করা
স্বর্গে বাতি দেওয়া বংশ রক্ষা করা
স্বর্গের অপ্সরী অতীব সুন্দরী নারী
স্বর্গের সিঁড়ি করা দীর্ঘসূত্রিতায় যে কাজ আর কোনদিন হয় না; রাবণের স্বর্গের সিঁড়ি করা ইচ্ছা ছিল; কিন্তু কাল করবো বলে ফেলে রাখায় সেটা আর কোনদিন হয়ে উঠে নি।
স্বর্ণগর্ভা গর্ভে সোনার চাঁদের মতো সন্তান ধারণ করেছে এমন, সুসন্তানপ্রসবিনী
স্বর্ণপ্রতিমা অতীব সুন্দরী নারী
স্বর্ণপ্রসূ অতিশয় উর্বরা
স্বর্ণমৃগ মিথ্যা ও সর্বনাশা প্রলোভন; সোনার হরিণ
স্বস্তির নিশ্বাস ফেলা বিপদ কেটে যাওয়ার পর স্বস্তি অনুভব করা
স্বীকারোক্তি যে উক্তি দ্বারা দোষ স্বীকার করা হয়; সমার্থক বাগধারা- একরারনামা
স্রোতে গা ঢালা/ভাসানো যেমন চলছে চলুক; নিশ্চেষ্ট হয়ে বসে থাকা
স্রোতের শ্যাওলা অবলম্বন/আশ্রয়হীন ব্যক্তি
স্লথগতি অতি ধীর গতি, দীর্ঘসূত্রতা (এমন স্লথগতিতে চললে সময়মত পৌঁছাতে পারবো না।);স্লথ হল আমাজন বনাঞ্চলের বানরসদৃশ একপ্রকার প্রাণী; স্লথ কথাটি এসেছে slouthe থেকে যার অর্থ অলস বা ধীর; এই স্লথরা অনেক ধীরে নড়াচড়া ও চলাফেরা করে তাই এদের নাম দেওয়া হয়েছে স্লথ বা অলস। সমার্থক বাগধারা- শম্বুকগতি

সম্পাদনা

বাগধারা অর্থ
হওয়া ভাতে কাঠি নাম করার জন্য কর্তৃত্ব করা
হংসগদগদা মধুরভাষিণী নারী
হংসমাঝে বক যথা বিজ্ঞের দলে মূর্খ যেমন
হক কথা উচিৎ/ঠিক/যুক্তিসঙ্গত কথা
হকের ধন ন্যায্য প্রাপ্য
হচপচ খিচুড়ি, জগাখিচুড়ি (আধুনিক ধ্যানধারণা একটা হচপচ।)
হচ্ছে হবে দীর্ঘসূত্রিতা
হট করে কোন চিন্তাভাবনা না করে; তাড়াহুড়ো করে (হট করে কোন সিদ্ধান্ত নিও না।); সমার্থক বাগধারা- খপ করে, চট জলদি
হট কেক খুব চাহিদা, খুব পছন্দের (টাচফোন বাজারে হট কেকের মত বিক্রি হচ্ছে।)
হট্টগোল হাটের মাঝের চেঁচামেচি; বহুলোকের চিৎকার (এখানে কিসের এত হট্টগোল?)
হট্টমন্দির হাটের চালাঘর (ভোজনং যত্রতত্র, শয়নং হট্টমন্দিরে।)
হঠাৎ নবাব/বাবু আকস্মিক বড়লোক (হঠাৎ নবাবদের চালচলনে দেখনদারী ভাব থাকে।)
হড়বড় করা/ হড়বড়ানো১ অতি ব্যস্ততার ভাব প্রকাশ করা
হড়বড় করা/ হড়বড়ানো২ অতি দ্রুতার সাথে কথা বলা
হতচ্ছাড়া ভাগ্য খারাপ এমন ব্যক্তি- গালিবিশেষ (হতভাগা মরে না কেন।); সমার্থক বাগধারা- হতভাগা
হতপ্রায় প্রায় বিনষ্ট, মরোমরো অবস্থা
হতবুদ্ধি/ভম্ব করণীয় বিষয় স্থির করতে না পারা; সমার্থক বাগধারা- এদিকও না ওদিকও না; কিংকর্তব্যবিমূঢ়, ন যযৌ ন তস্থৌ, সসেমিরা ইত্যাদি
হতভাগা ভাগ্য খারাপ এমন ব্যক্তি-গালিবিশেষ (হতভাগা মরে না কেন।); সমার্থক বাগধারা- হতচ্ছাড়া, লক্ষ্মীছাড়া
হতোস্মি আমি মারা গেলাম, খেদোক্তি (হা হতোস্মি)
হত্যে দেওয়া১ অভীষ্টলাভের আশায় আমৃত্যু দেবমূর্তির সামনে পড়ে থাকা (মন্দিরে হত্যে দেওয়া)
হত্যে দেওয়া২ দীর্ঘক্ষণ অপেক্ষা করা (আমি দরজায় দরজায় হত্যে দিয়েছি); সমার্থক বাগধারা- ধর্ণা দেওয়া
হদিস/হদিশ পাওয়া সঠিক খোঁজ/পথ পাওয়া
হদ্দমুদ্দ১ বড়োজোর, খুব বেশি হলে (এখানে হদ্দমুদ্দ দুবিঘা জমি আছে।)
হদ্দমুদ্দ২ প্রচণ্ড (দুইদলে হদ্দমুদ্দ লড়াই চলছে।)
হদ্দ হওয়া অত্যন্ত ক্লান্ত বা জেরবার হওয়া (তোমায় খুঁজতে খুঁজতে হদ্দ হয়েছি।)
হন্তদন্ত সহচর শব্দ; অতি ব্যস্ত ও উৎকণ্ঠিত; ব্যস্তসমস্ত (বলি হন্তদন্ত হয়ে চললে কোথায়?)
হন্নে হওয়া কোনকিছুর জন্য ব্যাকুল হওয়া; ক্ষেপে যাওয়া (তোমায় হন্নে হয়ে খুঁজে বেড়াচ্ছি।)
হবচন্দ্র/হবুচন্দ্র নিরেট মূর্খ (হবচন্র রাজার গবচন্দ্র মন্ত্রী।)
হবচন্দ্র রাজার গবচন্দ্র মন্ত্রী অকর্মণ্য ব্যক্তির ততোধিক অযোগ্য পরামর্শদাতা
হব-হব আসন্ন, হবার উপক্রম করেছে এমন (সন্ধ্যা হবহব করছে।)
হবু ছেলের অন্নপ্রাসন কাজ জানা নেই কাজের জন্য প্রদতুতি।
হম্বিতম্বি করা আস্ফালঢ়/চিৎকার-চেঁচামেচ করা; দুর্বলকে ভয় দেখানো (হম্বিতম্বি করে কোন লাভ হবে না।)
হ-য-ব-র-র উল্টোপাল্টা, গোলমেলে, বিপর্যস্ত, বিশৃঙ্খল
হয়কে নয় করা বিশৃঙ্খল করা; যা ঘটে বা ঘটেছে তাকে ঘটে না বা ঘটেনি বলে প্রমাণ করা, সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা; সমার্থক বাগধারা- দিনকে রাত করা
হয়-না-হয়১ হওয়াসম্পর্কে অনিশ্চয়তা/সন্দেহ; দোদুল্যমান অবস্থা
হয়-না-হয়২ নতুবা (হয় আমি যাবো না হয় তুমে যাবে।)
হয়-হয় একান্ত আসন্ন (বৃষ্টি হয়-হয় অবস্থা।)
হয়রান পরেশান১ (হিন্দি) নাকালের একশেষ (খুঁজে খুঁজে হয়রান।)
হয়রান পরেশান২ (হিন্দি) ব্যর্থ পরিশ্রমে ক্লান্ত (ঘুরে ঘুরে হয়রান)
হরকত (হিন্দি) বাধা; প্রতিবন্ধ
হরকরা (হিন্দি) সংবাদ চিঠি প্রভৃতির বাহক, ডাক-পিয়ন
হরকিসিম (হিন্দি) নানাবিধ; হরেকরকম (হরকিসিম লোকের আনাগোনা শুরু হয়েছে।)
হরঘড়ি/হরদম অনবরত; সর্বক্ষণ (সে হরদম মিথ্যা কথা বলে।)
হর/হারফুনমৌলা১ সর্ববিদ্যাবিশারদ
হর/হারফুনমৌলা২ ব্যঙ্গার্থে- সবজান্তা; সকল কাজের কাজি
হরবোলা১ যে বহু বিভিন্ন বুলি বলতে পারে
হরবোলা২ যে পশুপাখির ডাক নকল করতে পারে
হরি ঘোষের গোয়াল বহু অপদার্থ লোকের সমাবেশ; অলস ও নিষ্কর্মা লোকজনের কোলাহলপূর্ণ আড্ডা
হরিজন উচ্চবর্ণ হিন্দুদ্বারা অস্পৃশ্য বলে অবহেলিত ভারতের হিন্দু সম্প্রদায় মেথরশ্রেণির লোক (গান্ধিজীর প্রদত্ত নাম)
হরিণবাড়ী জেলখানা (কলকাতার বিখ্যাত আলিপুর জেলখানা)
হরিণহৃদয় ভীরুপ্রকৃতির লোক
হরিদাস পাল কর্তৃত্ব ফলানো ব্যক্তির প্রতি বক্রোক্তি; বিদ্রুপে- নগণ্যব্যক্তি (কে তুমি হরিদাস পাল কর্তৃত্ব ফলাতে এসেছো?)
হরিপ্রিয়া লক্ষ্মীদেবী; তুলসীগাছ
হরিবাসর১ একাদশীযুক্ত দিন
হরিবাসর২ বিদ্রুপে- অনশন, উপবাস; সমার্থক বাগধারা- হরিমটর
হরিভক্তি উবে যাওয়া ব্যঙ্গে- শ্রদ্ধা নষ্ট হওয়্য
হরিমটর ব্যঙ্গে- অনশন; উপবাস
হরির খুড়ো সম্পর্কহীন বা দূরসম্পর্কীয় ব্যক্তি (হরির খুড়ো মাধাই দাস-প্রবাদ)
হরির লুট অবহেলাজনিত অপচয় (ভোটবাজারে টাকার হরির লুট হচ্ছে।); সমার্থক বাগধারা- ছড়াছড়ি
হরিষে বিষাদ১ আনন্দের মাঝে হঠাৎ দুঃখজনক ঘটনা; আনন্দমিশ্রিত বেদনা; একটা সুসংবাদ এবং একটা দুঃসংবাদ পেলে মনের যে অবস্থা হয়
হরিষে বিষাদ২ আশা পেয়ে আশা ভঙ্গ; তুলনীয়- হিতে বিপরীত
হরিহর আত্মা অভিন্ন হৃদয়ের বন্ধু; সমার্থক বাগধারা- জগাই-মাধাই, জোড়ের পায়রা
হরেদরে কাশ্যপ গোত্র যার জাতি ও বংশ পরিচয় অজ্ঞাত; সমতুল্য- 'জাত খুইয়ে কাশ্যপ গোত্র'
হরেদরে হাঁটুজল কখনো কিছু লাভ কলহনো কিছু ক্ষতি
হর্তাকর্তা বিধাতা সর্বোতভাবে প্রভুত্বের অধিকারী ব্যক্তি; সমার্থক বাগধারা- দণ্ডমুণ্ডের কর্তা
হলদে চোখ আবিল/ঈর্ষাপরাহণ দৃষ্টি (হলদে চোখে সব মন্দ দেখে।)
হলদে মেরে যাওয়া/ হলদে হওয়া অত্যন্ত ভয় পেয়ে যাওয়া
হলফনামা সাধারণতঃ বিচারকের কাছে করা অঙ্গীকারের ভিত্তিতে তৈরি শপথপত্র
হলায় গলায় // হলাহলি-গলাগলি অন্তরঙ্গ বন্ধুত্ব, অতিশয় ঘনিষ্টতা; সমার্থক বাগধারা- গলায় গলায়
হলুদ গুঁড়ো/হলুদের গুঁড়া সবকাজের কাজি; সব ব্যাপারে যে উপস্থিত; সমার্থক বাগধারা- সর্বঘটের কাঁঠালী কলা
হস্তিনী চতুর্বিধ নারীপ্রকৃতির (পদ্মিনী, চিত্রিণী, শঙ্খিনী, হস্তিনী) চতুর্থপ্রকৃতি; এই প্রকৃতির নারীরা ভারী শরীরের অধিকারী হয়; জোরে কথা বলে; প্রচুর পরিমাণে খেতে ও ঘুমোতে ভালবাসে।
হস্তীমূর্খ নিরেট/মহামুর্খ; সমার্থক বাগধারা- আকাট মুর্খ, ক অক্ষর গোমাংস, ক বলতে হ বলে, গণ্ডমুর্খ, দিগগজ, বিদ্যাদিগগজ ইত্যাদি
হাঁ করলেই বোঝা যায় কথা শুরু করলেই বক্তব্য বোঝা যায়
হাঁ-করা/হাঁ-কাড়া ছেলে বোকাসোকা/হাবাগোবা ছেলে
হাঁ করে অবাক হয়ে
হাঁকুপাঁকু অতিশয় ব্যস্ততা; উদবেগজনিত রুদ্ধশ্বাস অবস্থা; সমার্থক বাগধারা- আকুপাঁকু
হাঁইফাঁই অস্থির, ব্যাকুল, শ্বাসরোধ হওয়ার মত অবস্থা (গরমে শরীরটা হাঁইফাঁই করছে।); সমার্থক বাগধারা- আইঢাই, ছটফট, ঘড়ফড়, হাঁসফাঁস ইত্যাদি
হাইফাঁই ব্যাপার উঁচুস্তরের/উপরতলার ব্যাপার (আমি খেটে খাওয়া মানুষ, হাইফাই ব্যাপারে থাকি না।)
হাঁউমাউ বহুলোকের একত্র ক্রন্দন শব্দ (মৃত্যুসংবাদে সকলে হাঁউমাউ করে কেঁদে উঠলো।)
হাঁকডাক১ সহচর শব্দ; ক্রমাগত ডাক
হাঁকডাক২ আস্ফালনযুক্ত চিৎকার; দম্ভপ্রকাশক চিৎকার; সমার্থক বাগধারা- চিৎকার-চেঁচামেচি, লম্ফঝম্ফ, শোরগোল।; শোর-সরাবৎ, হৈ চৈ ইত্যাদি
হাঁকডাক৩ ক্ষমতা ও ঐশ্বর্যের খ্যাতি; শক্তি ও ধনসম্পদের খ্যাতি
হাঁকডাক৪ প্রভাব-প্রতিপত্তি (গ্রামে ওদের হাঁক়ডাক খুব।)
হাঁকপাঁক/হাঁকুপাঁকু/হাঁকোপাঁকো করা উদবেগে অস্থিরতা বা ব্যাকুলতা প্রকাশ করা (বেশি হাঁকপাঁক করো না।); সমার্থক বাগধারা- আকুলি-বিকুলি করা
হাঁকাহাঁকি সহচর শব্দ; চেঁচিয়ে ডাকাডাকি (এত রাতে হাঁকাহাঁকি কিসের?)
হাঁটবার আগে হামাগুড়ি শিক্ষানবিশী
হাঁটাচলা/ হাঁটাহাঁটি১ ইতস্তত ভ্রমণ (বুড়ো মানুষ অত হাঁটা-চলা করতে পারেন না।); সমার্থক বাগধারা- চলাফেরা
হাঁটাহাঁটি/ হাঁটাহাঁটি২ কোন কাজ আদায়ের জন্য ক্রমাগত যাতায়াত (সাহায্য পাওয়ার জন্য সরকারের দ্বারে হাঁটাহাঁটি করে চলেছি); সমার্থক বাগধারা- ঘোরাঘুরি
হাঁটু গাড়া অধীনতা স্বীকার করা; নত হওয়া, শ্রদ্ধাজ্ঞাপন করা
হাঁটুজল হাঁটু পর্যন্ত ডুবজল
হাঁটুজলে ডুবে মরা সামান্য বিপদে নাজেহাল
হাঁটুর বয়স/বয়সী বিদ্রুপে- নিতান্ত শিশু; কারও তুলনায় বয়সে খুবই ছোটো
হাঁড়িকুঁড়ি কুমোরের গড়া হাঁড়ি কলসি ইত্যাদি মাটির যাবতীয় জিনিসপত্র (দামোদরের হাঁড়িকুড়ি; দাওয়ায় বসে চাল কাঁড়ি... ছড়া।)
হাঁড়িপানা১ হাঁড়ির মতো বৃহৎ ও গোল;
হাঁড়িপানা২ মলিন; বিষণ্ণ; ব্যবহৃত হাঁড়ির ন্যায় কালো (রেগে গিয়ে মুখখানা হাঁড়িপানা করে বসে আছে।)
হাঁড়ি ভাঙা১ অন্যের বাড়িতে প্রবেশ করে চুরি করে হাঁড়ি থেকে ভাত খাওয়া
হাঁড়ি ভাঙা২ (হাটে) সাধারণের জ্ঞাতার্থে গোপন তথ্য ফাঁস করা (হাটে হাঁড়ি ভাঙা)
হাঁড়িমুখ অভিমানে, ক্রোধে বা রাগে কালো, গোমড়া বা গম্ভীর মুখ (এমন হাঁড়িমুখ করে বসে আছো কেন?)
হাঁড়ির খবর একেবারে ভিতরের খবর, গোপন কথা (তোমার হাঁড়ির খবর আমি রাখি।)
হাঁড়ির ঢাকনা খোলা গোপন তথ্য প্রকাশ করা (হাঁড়ির ঢাকনা খুললে বোঝা যাবে কে চোর কে সাধু।)
হাঁড়ির মুখের মত সরা বিদ্রুপে- যেমন খারাপ কনে, তেমন খারাপ বর, দেবা দেবী দুইই সমান
হাঁড়ির হাল আর্থিক অবস্থা (দেশের হাঁড়ির হাল খুব ভালো নয়।)
হাঁদা১ মোটা (হাঁদাপেট)
হাঁদা২/হাঁদারাম/হাঁদাগঙ্গারাম বুদ্ধিহীন, বোকা, মূর্খ; সমার্থক বাগধারা- উদোমাদা, গবেট, গরু, গাধা, ঢেঁকি অবতার; নিরেট বুদ্ধির ঢেঁকি; ভেড়া, ভোঁদা, লেবু, হবুচন্দ্র, গবুচন্দ্র, হাবাগোবা ইত্যাদি
হাঁদার দোসর ভোঁদা দুজনই সমান গবেট
হাঁপ ছাড়া / হাঁপ ছেড়ে বাঁচা স্বস্তি পাওয়া; সমার্থক বাগধারা- ঘাম দিয়ে জ্বর ছাড়া
হাঁপ ধরা শ্বাসের কষ্ট শুরু হওয়া
হাঁপা-হাঁপি অতিশয় ব্যস্ততা ধীরেসুস্থে কাজ কর, বেশি হাঁপা-হাঁপি করতে হ'বে না।)
হাঁপাই হাঁপাই অবস্থা দম আটকে প্রাণ যায় যায় অবস্থা
হাঁপাই ঝাঁপাই করা অতিব্যস্ত হয়ে পড়া
হাঁ মুখ অসতর্ক অবস্থা
হাঁসকল কপাট ঝুলাবার জন্য হাঁসের মতো লোহার কল
হাঁসফাঁস করা/হাঁসফাঁসানো অতি কষ্টে নিশ্বাস-প্রশ্বাস ত্যাগ ও গ্রহণ, অস্থির বা ব্যাকুল হওয়া (দকে পড়ে হাঁসফাঁস করছি); সমার্থক বাগধারা-

আইঢাই করা; ছটফট করা; হাঁইফাঁই করা ইত্যাদি

হাঁসলি/ হাঁসুলি অর্ধচন্দ্রাকৃতি কণ্ঠাভরণবিশেষ (হাঁসুলিবাঁকের উপকথা)
হাঁসের দলে বক গুণীদের মাঝে মূর্খ
হা অন্ন অন্নের জন্য হাহাকার (যে জাত অন্নসংস্থানে অক্ষম তারাই হা অন্ন হা অন্ন করে হাপু গান গায়)
হাই-আমলা বরকে কন্যার বশীভূত রাখবার জন্য প্রদত্ত আমলকী ও অন্যান্য বস্তুর মিশ্রিত পিণ্ড
হাইকমাণ্ড রাজনৈতিক দল বা সংগঠনের সর্বোচ্চ সংস্থা
হাইকোর্ট দেখানো বোকা বানানোর চেষ্টা (বাঙালকে হাই-কোর্ট দেখানো- প্রবাদ)
হাই-জ্যাক বাস, ট্রাক বা বিমান ইত্যাদি ভয় দেখিয়ে ছিনতাই
হাউস সার্জন হাসপাতালে নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত চিকিৎসক
হাওয়া খাওয়া১ অনাহারে থাকা, কিছু না খাওয়া (শুধু হাওয়া খেয়ে বড় হয়েছো নাকি, কিছু বুদ্ধিশুদ্ধি নেই?)
হাওয়া খাওয়া২ মুক্তবায়ু সেবন করা (হাওয়া খেতে প্রাতঃভ্রমণে বেরিয়েছি.)
হাওয়া দেওয়া উত্তেজনা বাড়ানো
হাওয়া পাওয়া উদ্দীপনা পাওয়া
হাওয়া ফেরা জনসাধারণের মতিগতির অনুকূলে দেশের অবস্থার পরিবর্তন (দেশের হাওয়া পরিবর্তিত হচ্ছে)
হাওয়া বদল স্বাস্থ্য উদ্ধারের জন্য স্থানপরিবর্তন (হাওয়া বদলের জন্য ঘাটশিলা যাও)
হাওয়া হওয়া উধাও হওয়া, অদৃশ্য হওয়া ('দে হাওয়া, চাগিয়ে কাপড়'- নজরুল)
হা/হায় কপাল মন্দভাগ্যের প্রতি ইঙ্গিত
হাকিম নড়ো তো হুকুম নড়ে না হুকুম বা আদেশ দিয়ে বিচারক অন্যত্র চলে গেলেও তার হুকুম জারি থাকে
হা-ঘরে আশ্রয়হীন,গৃহহীন, নিদারুণ দৈন্যের জন্য যার ঘরে হাহাকার, হীনবংশীয়
হাঙর পরের সম্পত্তি গ্রাসকারী, ছিনতাইকারী
হাজার কথা নানাকথা
হাজার হোক যতই হোক
হাজারি ইয়োরোপীয় প্রথায় ভোজন (ছোট হাজরি, বড় হাজারি)
হাজারে বেজার সবতাতেই বিরক্তি
হাজারে হাজারে বহুসংখ্যক ('ওরে বাবা চেয়ে দেখো কত সেনা চলেছে সমরে...হাজারে হাজারে বুঝি কাটাকুটি করে...'গুপি গায়েন বাঘা বায়েনের গান)
হাজারো অনেক, বহুসংখ্যক (হাজারো রকমের দাবি)
হাট করা১ উন্মুক্ত করা, খুলে দেওয়া/রাখা (দরজাটা হাট করে রেখেছো কেন?)
হাট করা২ অগোছালো, এলোমেলো বা বিশৃঙ্খল করা (বইগুলো হাট করে পড়ে আছে।)
হাট করা৩ প্রকাশ করা (ঘরের কথা হাট করা নেই।)
হাট করা৪ কোলাহল; চেঁচামেচি বা গোলমাল করা
হাট করা৫ বাজার থেকে দ্রব্যাদি কেনা
হাটকানা হাটের রকমারি জিনিস দেখে যার তাক লেগে যায় এবং কোনটা কিনবে ঠিক করতে পারে না
হাটে কলা নৈবিদ্যায় নমঃ প্রয়োজনীয় জিনিষ না পেয়েও কোনরকমে কাজ শেষ করা
হাটে বাজারে সর্বত্র, সাধারণের মধ্যে
হাটে হাঁড়ি ভাঙা গোপন কথা প্রকাশ করা (বেশি বাড়াবাড়ি করলে হাটে হাঁড়ি ভেঙে দেবো।)
হাটের দুয়ারে কপাট অসম্ভব ব্যাপার
হাড্ডাহাড্ডি তীব্র/সমানে সমানে (হাড্ডাহাড্ডি লড়াই)
হাড্ডিসার অতিশয় শীর্ণ, সমার্থক বাগধারা- কঙ্কালসার ; হাড়-জিরজিরে
হাড় এক ঠাঁই মাস এক ঠাঁই প্রচণ্ড প্রহার করা হবে যাতে হাড় ও মাংস আলাদা হয়ে যায়।
হাড় কাটে তো মাস কাটে না অত্যন্ত ভোঁতা অথচ ভারী অস্ত্র; ভারহেতু হাড় ভাঙে কিন্তু ধার না থাকায় মাংস কাটে না।
হাড় কালি হওয়া১ অত্যন্ত দুঃখকষ্ট ভোগ করা; সমার্থক বাগধারা- হাড় ভাজা হওয়া
হাড় কালি হওয়া২ অত্যন্ত পরিশ্রম হওয়া; অতিরিক্ত পরিশ্রমে নির্জীব হয়ে পড়া
হাড় কিপটে/কৃপণ মাত্রাহীন কৃপণ
হাড়গিলে লম্বাগলা, রোগা ও ঢ্যাঙা চেহারার লোক
হাড় গুঁড়ো করা চলনশক্তি রহিত করা, প্রচণ্ড প্রহার করা; সমার্থক বাগধারা- তক্তা বানানো, হাড়গোড় ভাঙ্গা, হাড়মাস আলাদা করা ইত্যাদি
হাড়গোড় ছোটো-বড়ো সমস্ত হাড়-পাঁজরা (হাড়গোড় ভেঙে দেবো।)
হাড়গোড় ভাঙা চলনশক্তি রহিত করা; সমার্থক বাগধারা- তক্তা বানানো, হাড় গুড়িয়ে দেওয়া, হাড়মাস আলাদা করা ইত্যাদি
হাড় জিরজিরে অত্যন্ত কৃশ; সমার্থক বাগধারা- কঙ্কালসার; হাড্ডিসার
হাড় জুড়ানো স্বস্তিলাভ করা
হাড় জ্বালানো অত্যন্ত উত্ত্যক্ত বিরক্ত বা নির্যাতন করা
হাড়জ্বালানো/জ্বালানে২ অত্যন্ত উত্ত্যক্ত বিরক্ত বা নির্যাতন করে এমন; সমার্থক বাগধারা- হাড়মাস জ্বালানো
হাড় পাঁজরা দেহের খাঁচা (না খেতে পেয়ে হাড়পাঁজরা বেড়িয়ে পড়েছে); সমার্থক বাগধারা- অস্থিপঞ্জর
হাড়পাকা পাকামিতে দড় বা পটু (হাড়পাকা ছেলে)
হাড়পেকে অতিশয় কৃশ (হাড়পেকের বোঝা)
হাড়পেকের বোঝা কষ্টকর কাজ, গুরুভার
হাড়বজ্জাত /হাড়ে হাড়ে বদমাশ অতি দুষ্ট প্রকৃতির লোক, স্বভাব বজ্জাত (হাড়-বজ্জাত বদমাইশ)
হাড় ভাঙা১ খুব মার দেওয়া (পিটিয়ে হাড় ভাঙা)কঠোর পরিশ্রম (সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর আর কিছু করার শক্তি থাকে না)
হাড়ভাঙা২ শ্রমসাধ্য (সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর আর কিছু করার শক্তি থাকে না।)
হাড়ভাঙা দ১ 'দ' অক্ষরের অনুকরণে অবস্থানকারী ব্যক্তি।
হাড়ভাঙা দ২ নির্মমভবে প্রহৃত ব্যক্তি।
হাড়ভাঙা দ৩ সম্পূর্ণ অক্ষম বা হতাশ
হাড় ভাজা ভাজা হওয়া১ অত্যন্ত জ্বালাতনে পড়া
হাড় ভাজা ভাজা হওয়া২ হাড় নির্যাতিত হওয়া
হাড় মাটি করা অত্যধিক শ্রমে জীবনপাত করা; কঠোর পরিশ্রম করা; সমার্থক বাগধারা- দেহ মাটি করা
হাড়মাস এক হওয়া অত্যন্ত পরিশ্রমে কাতর হওয়া
হাড়মাস আলাদা করা প্রচণ্ড প্রহার করা; সমার্থক বাগধারা- তক্তা বানানো, হাড় গুড়িয়ে দেওয়া, হাড়গোড় ভেঙ্গে দেওয়া ইত্যাদি
হাড় মাসে জড়িত অবিচ্ছেদ্য; বিচ্ছেদশূন্য
হাড়হদ্দ নাড়িনক্ষত্র; সবতথ্য (তোমার হাড়হদ্দ আমি জানি)
হাড়-হাভাতে চুড়ান্ত হতভাগ্য, একেবারে নিঃস্ব, লক্ষ্মীছাড়া
হাড়হিম করা ঠাণ্ডা ঠাণ্ডা আবহাওয়ার আতিশয্য
হাড়িকাঠে মাথা গলানো/দেওয়া১ ইচ্ছাকৃতভাবে মৃত্যুবরণ করা
হাড়িকাঠে মাথা গলানো/দেওয়া২ নিশ্চিত বিপদের সম্মুখীন হওয়া
হাড়ে চটা অত্যন্ত ক্রুদ্ধ; অতিশয় চটা ভাবাপন্ন
হাড়ে দূর্বা গজানো জমি পড়ে থাকলে দূর্বা গজায় লক্ষণায়- অত্যন্ত অলস, চুড়ান্ত আলসেমির লক্ষণ
হাড়ে নাড়ে জ্বালানো চারিদিক থেকে নানাপ্রকারে জ্বালানো
হাড়ে বাতাস লাগা স্বস্তি পাওয়া (লক্ষ্মীছাড়া চাকরটা বিদায় হলে আমার হাড়ে বাতাস লাগবে।)
হাড়ে ভেলকি খেলা বুযাদুকরেরা হাড়ের সাহায্যে ভেলকি দেখায় লক্ষণায় ড়ো বয়সে অসাধ্যসাধন করা, চমক দেখাতে পারা (
হাড়েমাসে জ্বালানে খুব বিরক্তকর; সমার্থক বাগধারা-হাড় জ্বালানে
হাড়েমাসে জড়ানো অচ্ছেদ্য সম্পর্কযুক্ত
হাড়ে হাড়ে সম্পূর্ণতা অর্থে দ্বিত্ব; পুরোপুরি, সম্পূর্ণরূপে, হাড় পর্যন্ত (লোকটা হাড়ে হাড়ে বদমাইশ)
হাড়ে হাড়ে টের পাওয়া মর্মে মর্মে অনুভাব করা
হাত আসা১ অভ্যস্ত বা রপ্ত হওয়া হওয়া
হাত আসা২ দানের অভ্যাস হওয়া (হাত আসুক।)
হাত ওঠানো১ নিরস্ত হওয়া; সমার্থক বাগধারা- হাত গুটানো
হাত ওঠানো২ প্রহারে উদ্যত
হাত ওঠানো৩ সমর্থনের জন্য হাত ‍উচুঁতে ওঠানো
হাত এড়ানো অধিকারের বাইরে চলে যাওয়া
হাত কচলানো অতি দীনভাবে মিনতি করা বা প্রার্থনা করা
হাতকড়া/কড়ি পরা অপরাধের জন্য ধৃত হওয়া; সমার্থক বাগধারা- হাতে দড়ি, হাতে বেড়ি
হাত করা১ আয়ত্ব করা, বশ করা; বশে আনা/রাখা, স্বপক্ষে আনা (তিনি টাকা দিয়ে থানাকে হাত করেছেন।)
হাত করা২ হস্তগত করা
হাত কর্জ অলিখিত/কাগজবিহীন ঋণ
হাত কষা কৃপণ
হাত কাটা১ ক্ষমতাচ্যুত করা; স্বাধীনভাবে কাজ করার অধিকার কেড়ে নেওয়া
হাতকাটা২ হাত কাটা গেছে এমন; ছিন্নহস্ত
হাতকাটা৩ গলা থেকে কনুই পর্যন্ত হাতাযুক্ত বা সম্পূর্ণ হাতাশূন্য পরিধেয় (হাত-কাটা জামা)
হাত কানে রাখা১ অস্বীকার করা
হাত কানে রাখা২ প্রতিবাদ করা
হাত কানে রাখা৩ বিস্ময় প্রকাশ করা
হাত কামড়ানি/কামড়ানো অনুতাপ, অনুশোচনা, আফশোস; বঞ্চিত হয়ে বা ব্যর্থমনোরথে আফশোস করা
হাত কালি করা কলঙ্কিত করা (তোমার মতো ওঁচাকে মেরে আমি হাত কালি করতে চাইনা।)
হাত কেটে বসা নিজেই প্রতিকারের উপায় নষ্ট করা
হাত কোমরে রাখা/পড়া দুর্বল হয়ে পড়া
হাত খরচ ব্যক্তিগত খুচরা ব্যয়; দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য হাতে মজুত টাকা
হাত খালি হাতে পয়সা নেই, রিক্তহস্ত; হাতের সমস্ত টাকা খরচ করে ফেলেছে এমন
হাত খোলা১ খরচের বিষয়ে উদার; খরচে; ব্যয়শীল; সমার্থক বাগধারা- উপুরহস্ত
হাত খোলা২ উদার দাতা, দানশীল
হাত গুটানো নিবৃত্ত/নিরস্ত হওয়া; নিজেকে লিপ্ত না রাখা
হাত গোনা হস্তরেখা দেখে ভাগ্যবিচার করা
হাত চলা/ হাত-পা চলা প্রহার করা
হাত চালানো১ দ্রুত কাজ শেষ করা
হাত চালানো২ মারামারি করা
হাত চিঠা ক্ষুদ্র চিঠি, রসিদ, প্রাপ্তিস্বীকারপত্র
হাত চুলকানো১ ব্যগ্রতা প্রকাশ করা; কোনো কিছু করার জন্য হাত নিসপিস করা
হাত চুলকানো২ অর্থপ্রাপ্তি বা খরচের ইঙ্গিত বলে প্রচলিত বিশ্বাস
হাতছাড়া অধিকারচ্যুত, বেদখল, বেহাত; হস্তচ্যুত, হাতের বাইরে ('হাত ছাড়ালে সতের হাত')
হাত ছাড়ালে সতের হাত একবার গেলে অধিকার আবার ফিরে পাওয়া দুঃসাধ্য
হাতছানি হাত নেড়ে ইঙ্গিত বা ইশারা (পাহাড় আমায় হাতছানি দেয়।)
হাত ছোট কৃপণ; সমার্থক বাগধারা- হাতটান
হাত ছোট আম বড়১ ধরতে অসুবিধা
হাত ছোট আম বড়২ ক্ষমতার তুলনায় কাজ বড়।
হাত জোড়া থাকা অবসর না থাকা; কাজে লিপ্ত থাকা; হাতে কাজ থাকা
হাত ঝাড়লে পর্বত // হাত ঝাড়া দিলে পর্বত ধনাধিক্য; ধনীর যে অল্প দান গ্রহীতার কাছে প্রচুর মনে হয়
হাতটান১ অর্থাভাব
হাতটান২ কৃপণতা; কিপটেমি, কৃপণ; সমার্থক বাগধারা- হাত ছোট
হাতটান৩ চুরি-ছেঁচড়ামির অভ্যাস; সমার্থক বাগধারা- হাত লম্বা
হাত তোলা১ প্রহারের জন্য; সমার্থক বাগধারা- হাত ওঠানো
হাত তোলা২ সমর্থনের জন্য হাত উঁচু করা
হাত তোলা৩ নিবৃত্ত হওয়া; সরে যাওয়া
হাততোলা৪ পরের অনুগ্রহের উপর নির্ভরশীল
হাত দিয়ে জল গলে না কৃপণস্বভাব
হাত দিয়ে হাতী ঠেলা সামান্য উপায়ে বিরাট কাজ সম্পন্ন করে
হাত দেওয়া১ স্পর্শ করা
হাত দেওয়া২ কাজ শুরু করা; সমার্থক বাগধারা- হাত লাগানো
হাত দেখা১ হস্তরেখা বিচার করা
হাত দেখা২ নাড়ির গতি পরীক্ষা করা
হাত ধরা১ অনুরোধ করা
হাত ধরা২ বিপদে সাহায্য করা ('এসো হে ব্রাহ্মণ শুচি করি মন ধর হাত সবাকার...'- রবীন্দ্রনাথ)
হাত ধুয়ে বসা১ প্রাপ্তির আশা ছেড়ে দেওয়া
হাত ধুয়ে বসা২ নিমন্ত্রণবাড়ীতে আহারের জন্য অত্যধিক ব্যস্ত হওয়া
হাত ধুয়ে বসা৩ সাধু সাজা
হাত নাড়া১ ইশারা করা
হাত নাড়া২ তর্জনগর্জন করা ('ভয় করি না ওই হাত নাড়ারে লক্ষ্মী সদয় লক্ষ্মীছাড়ারে...'- রবীন্দ্রনাথ)
হাত নিসপিস করা১ কিছু করার জন্য ব্যগ্র হওয়া
হাত নিসপিস করা২ মারবার আগ্রহ
হাত নুড়কুৎ কাজকর্মে সাহায্য করার মত ছেলে (ছেলেটা বেশ হাত নুড়কুৎ হয়ে উঠেছে।)
হাত পড়া১ ছোঁয়া লাগা
হাত পড়া২ কাজে হাত দেওয়া
হাত পড়া৩ কোন বস্তুর ব্যবহার শুরু করা
হাত পাকা দক্ষ পাকা
হাত পাকানো অভ্যাসদ্বারা দক্ষতা অর্জন করা/নিপুণতা লাভ করা
হাত পা চলা একইসঙ্গে হাত ও পা দিয়ে মারা, চড় ঘুষি ও লাথি মারা
হাত পা ছেড়ে দেওয়া১ নিশ্চেষ্ট হওয়া
হাত পা ছেড়ে দেওয়া২ মরণাপন্ন অবস্থা
হাত পা ছেড়ে দেওয়া৩ হতাশ হওয়া
হাত পা ঠাণ্ডা হয়ে আসা১ প্রচণ্ড ভীত হওয়া
হাত পা ঠাণ্ডা হয়ে আসা২ মৃত্যু আসন্ন
হাত পাতা১ ঘুষ নেওয়া
হাত পাতা২ প্রার্থী হওয়া
হাত পাতা২ ভিক্ষা করা
হাত পা না ওঠা খুব ভীত হয়ে অসহায় বোধ করা
হাত-পা পেটের মধ্যে ঢোকা/সেঁধুনো অত্যন্ত আতঙ্কগ্রস্ত হওয়া
হাত-পা বাঁধা অসহায়, নিরুপায়
হাত-পা বেঁধে জলে ফেলা পরিত্রাণ লাভের পথ রুদ্ধ করে নিদারুণ বিপদে নিক্ষেপ করা (অপাত্রে কন্যাদান হাত-পা বেঁধে জলে ফেলার সামিল)
হাত-পা গজানো/ বের হওয়া যথেষ্ট পরিমাণে অতিরঞ্জিত হওয়া (সামান্য ঘটনার হাত পা বেরিয়েছে দেখছি)
হাত ফসকানো২ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া
হাত ফসকানো২ হাত থেকে চলে যাওয়া
হাত-ফেরতা ক্রমান্বয়ে হাত বদল হয়ে (হাত ফেরতা হয়ে আমার জিনিষ আমার হাতেই ফিরে এসেছে।)
হাত ফেরা হাতে হাতে ঘোরা
হাত বদল করা ঠকানোর উদ্দেশ্যে ভাল মালের বদলে খারাপ মাল দেওয়া
হাত বদল হওয়া একজনের কাছ থেকে অন্যের কাছে যাওয়া; অধিকার হস্তচ্যুত
হাত বসা কাজে অভস্ত/দক্ষ হওয়া
হাত বাড়ানো১ লোভ করা; পাওয়ার চেষ্টা
হাত বাড়ানো২ সহযোগিতা করা
হাত বাক্স ছোটো বাক্সবিশেষ (প্রধানত টাকাকডি রাখবার জন্য)
হাত বুলানো আদর করা
হাতভারী কৃপণ, ব্যয়ে কুণ্ঠ, ঋণ পরিশোধে অরাজী, সহজে টাকা বার করতে বা দিতে নারাজ
হাত মেলানো সঙ্গী/একমত হওয়া
হাত লম্বা১ কিছুই নাগালের বাইরে নয় (আইনের হাত খুব লম্বা।)
হাত লম্বা২ চুরির অভ্যাস (অভাবী লোকের হাত লম্বা হয়।) সমার্থক বাগধারা- হাত টান
হাত লাগানো কাজে হাত দেওয়া
হাতযশ কোন কাজে নিপুণতার খ্যাতি (ডাক্তারবাবুর খুব হাতযশ।)
হাতসই১ এক হাত মাপবিশিষ্ট
হাতসই২ হাতের ভালো টিপ
হাতসাফা নির্দোষ কলঙ্কমুক্ত
হাতসাফাই১ চুরি (দুহাতা দুধ রোজই সাফাই হয়)
হাতসাফাই২ হাতের ছলা -কলা; হাতের পটুতা
হাতাখুন্তি রান্নাঘরে গৃহিণীর হাতের কাছে থাকা সরঞ্জামসমূহ
হাতানো আত্মসাৎ/চুরি করা (সে নিশ্চয় ওটা হাতিয়েছে।)
হাতাহাতি সহচর শব্দ; পরস্পরের প্রতি বলপ্রয়োগ, দলবদ্ধভাবে ঝগড়া (সভায় হাতাহাতি হচ্ছে); সমার্থক বাগধারা- ধস্তাধস্তি, মারামারি
হাতাহাতি করে কাজ হাত ধরাধরি করে/ পরস্পরের সহযোগিতা করে কাজ করা
হাতী স্থূলকায় ব্যক্তি
হাতী দিয়ে হাতী ধরা কৌশলে কার্যোদ্ধার
হাতী পোষা ব্যয়সাধ্য কাজের দায়িত্ব বহন করা
হাতী বাঁধা (দুয়ারে) ঐশ্বর্যের লক্ষণ
হাতীর খোরাক বিপুল পরিমাণ খাদ্য; প্রচুর খোরাকি খরচ
হাতীর গলায় ঘণ্টা অসামঞ্জস্যজ্ঞাপক ব্যঙ্গ; (বয়স্কব্যক্তির অল্পবয়স্কা স্ত্রী; বৃদ্ধস্য তরুণী ভার্যা।); সমার্থক বাগধারা- রোগা হাতে ফাঁদাল বালা
হাতীর জন্য দূর্বাঘাস পেটুকের জন্য সামান্য খাদ্যের আয়োজন
হাতীর পাঁচ পা দেখা অহঙ্কারে অসম্ভবকে সম্ভব মনে করা; সমতুল্য- 'সাপের পাঁচ পা দেখা'
হাতুড়ে অনভিজ্ঞ, অশিক্ষিত, আনাড়ি (হাতুড়ে বদ্যি)
হাতুড়ে ডাক্তার/বদ্যি চিকিৎসাশাস্ত্রে জ্ঞান ও দক্ষতা আছে বলে দাবি করে এমন ব্যক্ত, আনাড়ি বৈদ্য; সমার্থক বাগধারা- কোয়াক ডাক্তার। নিমহাকিম
হাতে আকাশ/চাঁদ/স্বর্গ পাওয়া অপ্রত্যাশিত সুযোগ পাওয়া; দুরাশা পূর্ণ হওয়া
হাতে আসা অধিকারে/আয়ত্তে আসা করায়ত্ব হওয়া; সমার্থক বাগধারা- হাতে পড়া
হাতেকলমে প্রত্যক্ষ/ব্যবহারিকভাবে; স্বহস্তে কাজ করে এমন
হাতে কালি কলঙ্কযুক্ত
হাতেখড়ি১ শিক্ষারম্ভ (নাতির আজ হাতেখড়ি হ'বে।)
হাতেখড়ি২ কোন কাজ শুরু (রান্নাঘরে আজ ঘরের লক্ষ্মীহিসাবে নববধুর হাতেখড়ি হ'ল।)
হাতে গঙ্গাজল নেওয়া শপথ করা
হাতে গড়া১ স্বহস্তে বানানো (হাতে গড়া রুটি)
হাতে গড়া২ স্বয়ং শিখিয়ে পড়িয়ে মানুষ করা (আমার হাতে গড়া ছেলে।)
হাতে গোনা অল্প সংখ্যক, খানকয়েক (হাতে গোনা মাত্র কয়েকজন উপস্থিত)
হাতে জল না গলা অত্যন্ত কৃপণতা করা
হাতে দড়ি অপরাধের জন্য ধরা পড়া; সমার্থক বাগধারা- হাতকড়া দেওয়া
হাতে থাকা১ অনুকুল থাকা
হাতে থাকা২ বশে থাকা
হাতে থাকা৩ সঞ্চিত থাকা
হাতে ধরা/ হাতে পায়ে ধরা/পড়া সনির্বন্ধ অনুরোধ করা বা মিনতি করা (হাতে-পায়ে ধরে ক্ষমাভিক্ষা; টাকার জন্য হাতে-পায়ে পড়া।)
হাতে নয় ভাতে মারা অনাহারে মারা; সরাসরি নয় গোপনে ক্ষতি করা
হাতেনাতে ধরা অপরাধ করার সময় বমালসমেত ধরা
হাতে নেওয়া১ গ্রহণ করা; হাত পেতে নেওয়া
হাতে নেওয়া২ দায়িত্ব নেওয়া
হাতে পড়া আয়ত্বে আসা; হস্তগত হওয়া; সমার্থক বাগধারা- হাতে আসা
হাতে পাঁজি মঙ্গলবার প্রত্যক্ষ প্রমাণ থাকতে অনাবশ্যক দুশ্চিন্তা; বৃথা তর্ক না করে হাতে যা প্রত্যক্ষ প্রমাণ আছে তা দেখানো হোক
হাতে পাওয়া অধিকারে বা তাঁরে পাওয়া
হাতে পায়ে ধরা/পড়া অত্যন্ত কাতরভাবে অনুনয় করা (হাতে-পায়ে ধরে ক্ষমাভিক্ষা; টাকার জন্য হাতে-পায়ে পড়া।)
হাতে বেড়ি পড়া অপরাধের দায়ে গ্রেপ্তার হওয়া
হাতে মাথাকাটা এমন রাগ যে পারলে তৎক্ষনাৎ হাতে মাথা কেটে নেয়; যা খুশি তা করতে ইচ্ছা করা (নেতারা কথায় কথায় হাতে পুলিশের মাথা কাটে।)
হাতে রাখা অধীনে/বশে রাখা
হাতে স্বর্গ পাওয়া অপ্রত্যশিত সুখ/সুযোগ/সুবিধা পাওয়া
হাতে হাঁড়ি পাকস্পর্শ; বউভাত
হাতে হাতে১ অবিলম্বে, অচিরাৎ, ততক্ষণাৎ, সরসরি ভাবার্থে দ্বিত্ব (অপেক্ষা করতে হবে না, হাতে হাতে নিয়ে যাবে।)
হাতে হাতে২ সকলে মিলে সহযোগিতার ভাবার্থে দ্বিত্ব (আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি...’-রবীন্দ্রনাথ)
হাতে হারিকেন খুব অসুবিধার মধ্যে পড়া
হাতের (বাম) উপার্জন ঘুষ (দারোগাবাবুর বাঁহাতের উপার্জন বেশ ভাল।)
হাতের চেটো/তালুর মত চেনা অতি পরিচিত (বেনারসের অলিগলি হাতের তালুর মত আমার চেনা।)
হাতের জল না গলা অতিশয় কৃপণ হওয়া
হাতের ঢিল ছুড়ে দিলে আর ফেরে না সুযোগ হারালে আর পাওয়া যায় না
হাতের পাঁচ শেষ সম্বল; সংরক্ষিত সম্পদ (তাস খেলা থেকে নেওয়া)
হাতের পাখি উড়ে যাওয়া মুল্যবান কিছু হারানো; সুযোগ হারানো
হাতের পাখি ছেড় দিয়ে বনের পাখির পিছনে ছোটা১ নিশ্চিত বিষয় ছেড়ে দিয়ে অনিশ্চিতের পিছনে ছোটা
হাতের পাখি ছেড়ে দিয়ে বনের পাখির পিছনে ছোটা২ নিশ্চিত ও অনিশ্চিত দুটো বিষয়ই হারানো
হাতের পুতুল যাকে দিয়ে ইচ্ছা মতো কাজ করানো যায় (পরাধীন আমলে অনেক রাজনৈতিক নেতা ইংরাজ শাসকের হাতের পুতুল ছিল।)
হাতের লক্ষ্মী পায়ে ঠেলা হেলায় সুযোগ নষ্ট করা
হাতের সুখ মনের সুখে পেটানো
হানাবাড়ি ভূত প্রেতের আস্থানা
হানাহানি দুটি বিরুদ্ধ পক্ষের পরস্পর যুদ্ধ বা আক্রমণ; সমার্থক বাগধারা- মারামারি
হা-পিত্যেশ১ অতি লোভাতুর প্রত্যাশা (হা পিত্যেশ করে সবাই বসে আছে কিন্তু খাবারের দেখা নাই।)
হা পিত্যেশ২ আফসোস; অনুশোচনা
হা পিত্যেশ৩ দীর্ঘকালব্যাপী প্রত্যাশা বা কামনা (চাষীরা জলের জন্য হা পিত্যেশ করে সবাই বসে আ অথচ বৃষটির দেখা নাই।)
হাপু গান বীরভূম-বাঁকুড়া-মুর্শিদাবাদ জেলায় 'হা অন্ন হা অন্ন, বলে গীত দুঃখ-বেদনার ও হাহাকারের গান
হাপুস নয়নে ছলছল নেত্রে
হাপুস-হুপুস তরল খাদ্য হাত দিয়ে তুলে সশব্দে খাওয়া ('হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিঁপিড়া কাঁদিয়া যায় পাতে' বরীন্দ্রনাথ ঠাকুর)
হাফ গেরস্থ সংসার আছে অথচ সংসারে মন নেই
হাফটাইম বিরতি (হাফ টাইমের পর খেলাটা জমে উঠেছিল।)
হাফটিকিট অল্পবয়স্ক দর্শক বা যাত্রীর জন্য অর্ধেক বা অপেক্ষাকৃত কম মাশুলে ক্রয়যোগ্য টিকিট
হাফটোন সাধারণ কাগজে ছাপা সাদাকালো ছবি
হাফডে আধবেলার কাজ; আধবেলার বেতন
হাফপ্যাণ্ট অল্প/খাটো পায়জামা
হাফ-হলিডে বিদ্যালয়ে একবেলা ছুটি
হাফহাতা সার্ট কনুইপর্যন্ত হাতকাটা জামা
হাফ-হাফ আধাআধি বখরা
হাবড়হাটি আজেবাজে কথা, অপ্রচলিত ('তবে কেন আমি এত হাবড়হাটি লিখিয়া মরি'-বঙ্কিমচন্দ্র)
হাবভাব চালচলন, মনোভাব, লক্ষণ (লোকটার হাবভাব ভালো ঠেকছে না।); সমার্থক বাগধারা- আকৃতি-প্রকৃতি; চলন-বলন; ধরণধারণ; মতিগতি; রকমসকম ইত্যাদি
হাবড়া অসার ও অকর্মণ্য ব্যক্তি
হাবা/হাবাগবা/গোবা আধ-পাগলা, নিরেট বোকা (একেবারে হাবাগবা ছেলে।); সমার্থক বাগধারা- উদোমাদা, গবচন্দ্র, গবা, নড়েভোলা ইত্যাদি
হাবিজাবি১ অসার বস্তু (হাবিজাবি খাওয়া); সমার্থক বাগধারা- আজেবাজে
হাবিজাবি২ তুচ্ছ, অবজ্ঞার যোগ্য (হাবিজাবি কথা)
হাবুডুবু খাওয়া১ সহচর শব্দ; বারবার জলে ডুবে যাওয়া ও ভেসে ওঠা; খাবি খাওয়া; সমার্থক বাগধারা- নাকানিচুবানি খাওয়া
হাবুডুবু খাওয়া২ সঙ্কটে বিপর্যস্ত হওয়া (দেনার দায়ে ব্যবসা হাবুডুবু খাচ্ছে।)
হাভাত অন্নের জন্য আর্তনাদ/হাহাকার; দুর্ভিক্ষ
হাভাতে১ অত্যন্ত লোভী
হাভাতে২ অন্নসংস্থানহীন, হতভাগ্য
হামদম বন্ধু, প্রেমিক, সাথী
হামদর্দি/দর্দী সমবেদনা
হামবড়া/হামবড়াই ভাব আমিই প্রাধান/সর্বেসর্বা, এমনভাব; অহঙ্কার, অহমিকা; আত্নম্ভরিতা, আত্মাভিমানী
হামবাগ দমবাজ, প্রতারক (শিক্ষিতলোকেরাই বেশি হামবাগ হয়।)
হামরাহী/হমরাই সহযাত্রা, সহযাত্রী
হা-মা-কা যথেচ্ছ অত্যাচার (হাতে মাথা কাটার আদ্যাক্ষরী)
হারকাত খেলায় পরাজিত দল/পক্ষ
হারামখোর১ ঘুষ খাওয়ার জন্য লালায়িত- গালিবিশেষ
হারামখোর২ নিষিদ্ধ খাদ্য ভক্ষণের জন্য লালায়িত- গালিবিশেষ
হারামজাদা জারজ, বেজন্মা, শুয়োরের বাচ্চা- গালিবিশেষ
হারাম মউত আত্মহত্যা (তাহলে দেখছি কোনদিন বিষ খেয়ে আমাকে হারামী মউত করতে হবে-কাজী নজরুল ইসলাম)
হারামের পয়সা অসদুপায়ে অর্জিত অর্থ
হারাহারি১ গড়পড়তা বা অনুপাত-অনুযায়ী ভাগ-বাঁটোয়ারা (হারাহারি ভাগ)
হারাহারি২ জয়পরাজয়
হার্গিশ একেবারেই, কোন অবস্থাতেই (জণ্ডিসে মিষ্টি হার্গিশ খাওয়া নেই।)
হার্ড ড্রিংক অ্যালকোহলযুক্ত পানীয়; বিহার মদ, হুয়িস্কি ইত্যাদি পানীয় (আড্ডায় আজকাল সফট ড্রিংকের বদলে হার্ড ড্রিংক খাওয়ার চল হয়েছে।)
হাল খারাপ অশেষ দুর্গতি
হালচাল১ সহচর শব্দ; আচার-ব্যবহার, ভাবভঙ্গী (তোমার হালচাল ভাল ঠেকছে না।)
হালচাল২ পারিপার্শ্বিক অবস্থা; বর্তমান পরিস্থিতির রূপরেখা; প্রকৃত অবস্থা; সমার্থক বাগধারা- হাল-হকিকৎ
হাল ছাড়া / হাল ছেড়ে দেওয়া১ আশা ত্যাগ করা; বিরত থাকা; হতাশ হওয়া
হাল ছাড়া / হাল ছেড়ে দেওয়া২ বিপদের সম্ভাবনা দেখলে নিশ্চেষ্ট হয়ে বসে থাকা
হালনাগাদ এখন অবধি/পর্যন্ত
হাল ধরা দায়িত্ব/নেতৃত্ব গ্রহণ করা
হালফিল অধুনা; বর্তমান; সম্প্রতি (হালফিল ব্যবসা ভাল যাচ্ছে না।); সমার্থক বাগধারা- ফিলহাল
হাল বকেয়া বর্তমান হিসাবে যা বাকি আছে
হালকা কথা/চাল গুরুত্বহীন কথা/চাল
হাল হকিকত একার্থক যুগ্মশব্দ; প্রকৃত অবস্থা (দেশের হাল-হকিকৎ ভাল নয়।)
হালাকালা মূর্খ ও বধির
হালুইকরের হাল যথাসময়ে কাজ শেষ করার ব্যস্ততা
হালুচালু করা উদবেগে অস্থির হওয়া; আকুলি-বিকুলি করা
হালে পানি পাওয়া১ উতরিয়ে যাওয়া
হালে পানি পাওয়া২ ক্ষমতায় কুলানো
হালে পানি পাওয়া৩ সুবিধা করা
হাসি ধরে না সারামুখ ছড়িয়ে হাসি
হাসি ফোটা মুখমণ্ডলে হাসি প্রকাশ পাওয়া
হাসিমুখ/হাসিহাসি মুখ সহাস্যবদন ('হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী'...'- ক্ষুদিরাম)
হাসির কথা উপহাসের কথা, মজার কথা
হাসির খোরাক উপহাসের পাত্র (রাজনীতি দিনে দিনে হাসির খোরাক হচ্ছে।)
হা হতোস্মি/ হা হন্ত নিরাশ হয়ে 'আমি মারা গেলাম' বলে উদ্বেগ
হাহুতাশ দুঃখে আক্ষেপ; অতিশয় আফসোস
হিঁয়াকা মাটি হুঁয়া ধাঁন্ধাবাজী
হিং টিং ছট্ সংস্কৃত না হলেও আপাতভাবে সংস্কৃতের মত, জ্ঞানীর কাছে অর্থহীন- কিন্তু অজ্ঞের কাছে গুরুত্বপূর্ণ বলে প্রতীয়মান; না বুঝে সংস্কৃত মন্ত্রাদির প্রতি জন-সাধারণের যে ভয়-মিশ্রিত শ্রদ্ধা তার প্রতি বিদ্রূপ
হিকমত ক্ষমতা; কর্মকুশলতা (হিকমতে কারিগর)
হিজিবিজি আঁকাবাঁকা রেখাযুক্ত অস্পষ্ট অর্থহীন লেখা; পরস্পরজড়িত অর্থহীন রেখা বা অবোধ্য লেখা (খাতাখানা হিজিবিজি লেখাতে ভরা।)
হিড়হিড় টেনে নিয়ে যাবার ভঙ্গি (হিড়হিড় করে টেনে নিয়ে গেল।)
হিতাহিত জ্ঞানশূন্য ভালমন্দবোধহীন
হিতে বিপরীত ভালো না হয়ে খারাপ হওয়া; উলটো বিপত্তি; বিপরীত বাগধারা- শাপে বর
হিমশিলার চূড়ামাত্র গোপন বিষয়ের অতি ক্ষুদ্রাংশ প্রকাশিত
হিমশীতল স্রোত বহা (শিড়দাঁড়ায়) বিভীষিকার আতিশয্য-অনুভূতি
হিরো থেকে জিরো সুনাম হারিয়ে দুর্নাম কেনা
হিল্লি-দিল্লি কাছের ও দূরের অনির্দিষ্ট যায়গা; বহু দূরবর্তী অজানা দেশ (সে এখন হিল্লিদিল্লি ঘুরে বেড়াচ্ছে।)
হিসাবনিকাশ দেয় পরিশোধ ও প্রাপ্যের প্রাপ্তি; সমার্থক বাগধারা- দেনা পাওনা, পাওনা থোওনা
হীরে জিরে তফাৎ আকাশ-পাতাল তফাৎ ('কিসে আর কিসে সোনা আর সিসে' প্রবচন)
হীরের ছুরি মুখে মধু অন্তরে বিষ
হীরের টুকরা১ অতি মূল্যবান
হীরের টুকরা২ অতি গুণের ছেলে
হীরের ধার অতি তীক্ষ্ণবুদ্ধি
হুঁকো নাপিত বন্ধ করা সমাজচ্যুত করা (বর্তমানে অপ্রাসঙ্গিক)
হুঁকো বরদার১ হুঁকো নিয়ে প্রভুর সঙ্গে সঙ্গে ফেরে এরূপ ভৃত্য
হুঁকো বরদার২ তোষামোদকারী,মোসাহেব(হুজুরের জী-হাঁ হুঁকো বরদার।)
হুজুর হুজুর করা চাটুকারিতা বা তোষামুদি করা; সমার্থক বাগধারা- মশাই মশাই করা
হুটহাট করে কথা বলা অগ্রপশ্চাৎ বিবেচন না করে কথা বলা
হুটোপাটি/পুটি করা লাফালাফি/গোলমাল করা; শিশুদের দুরন্তপনা (এখানে হুটোপাটি করো না) সমার্থক বাগধারা- লাফঝাঁপ, লাফালাফি, হুটোপাটি
হুড়দ্দুম অত্যধিক তাড়াহুড়ো বা ব্যস্ততাভাব (চারদিকে একেবারে হুড়দ্দুম লেগে গেল।)
হুড়মুড় ঠেলাঠেলি করে প্রবেশ বা গমনের ভাবসূচক; অনেকগুলি বড়ো ও ভারী জিনিস পড়ার ভাবসূচক (হুড়মুড় করে বাড়ীটা ভেঙে পড়ল।)
হুড়াহুড়ি/হুড়োহুড়ি অত্যধিক ব্যস্ততা; সমার্থক বাগধারা- হুটোপাটি
হুতুম/হুতোমপেঁচা কদাকার ও অবাঞ্ছিত ব্যক্তি
হুপ করে আসা অকস্মাৎ আবির্ভাবের ভাবসূচক (হনুমানের মত হুপ করে এসে উপস্থিত।)
হুমড়ি খেয়ে পড়া পাওয়ার জন্য লোভাতুর হয়ে ঝুঁকে পড়া (বাজারে পর্যাপ্ত ইলিশ মাছ এসেছে দেখে সব হুমড়ি খেয়ে পড়েছে।)
হুলস্থুলু গোলমাল, মহাকোলাহল, সোরগোল (অকারণে হুলস্থুলু বাধিয়ে তুললো।)
হুল্লোড়/হৈহুল্লোড় করা দলবেঁধে হল্লা করা; হট্টগোল করা
হৃষ্টপুষ্ট ভারী শরীর; স্বাস্থ্যবান, সন্তোষজনক পুষ্টিযুক্ত; সমার্থক বাগধারা- মোটাসোটা
হেঁজিপেঁজি সহচর শব্দ; তুচ্ছ, অখ্যাত, নগণ্য (উনি কোন হেঁজিপেঁজি লোক নন।)
হেরফের সহচর শব্দ; আদলবদল; অনৈক্য, এদিক-ওদিক, কম-বেশি, পরিবর্তন (দামের কোন একটা হেরফের হবে না।); সমার্থক বাগধারা- অদলবদল, ওলটপালট
হেলদোল উত্তেজনা, বিকার, বিচলিতভাব (এত ঝামেলাতেও তার কোনো হেলদোল নেই।)
হেলতে দুলতে হাঁটা উদ্দেশ্যহীনভাবে ধীরগতিতে হাঁটা
হেলাফেলা১ ছড়াছড়ি (হেলাফেলায় সম্পত্তিগুলি নষ্ট হচ্ছে।)
হেলাফেলা২ অবজ্ঞা/অবহেলা/তুচ্ছতাচ্ছিল্যভাব (এভাবে তাকে হেলেফেলা করা উচিত হয় নি।); সমার্থক বাগধারা- নকড়া-ছকড়া
হেসে কুটিকুটি/কুটিপাটি) আমোদ এত বেশি যে শরীর কম্পনে টুকরো টুকরো হয়ে যাচ্ছে; হাসতে হাসতে আত্মহারা; তূলনীয়-আহ্লাদে আটখানা
হেসেই খুন হেসে লুটোপুটি খাওয়ার অবস্থা (বিহারীবাবুর বাংলা শুনে সবাই হেসেই খুন।)
হেস্তনেস্ত যে-কোনো রূপ নিষ্পত্তি বা সমাধান; ভালোমন্দ যাই হোক একটা মীমাংসা; যা হবার হবে; চরম নিস্পত্তি, থাকা না থাকা, হয় কি না হয়, শেষ দেখা (একটা হেস্তনেস্ত করে ছাড়বো।); সমার্থক বাগধারা- এসপার-ওসপার
হৈ চৈ চিৎকার-চেঁচামেচি (এতো হৈ চৈ কিসের?)
হৈ-হুল্লোড় মুখ্য অর্থ- ভিড় করে হল্লা করা; গৌণ অর্থ- উদ্দাম নাচানাচি (সারারাত ধরে বেসামাল হৈহুল্লোড় চলেছে।); সমার্থক বাগধারা- ধামসাধামসি
হৈ হৈ করে চলা প্রচুর কাটতি
হোঁচট খেয়ে প্রণাম অনিচ্ছায় প্রণাম
হোঁদল কুঁৎকুৎ পেটমোটা ও ঘোর কৃষ্ণবর্ণ ব্যক্তি; মাংসল, স্থূলকায় এবং ছোটছোট দেখা যায় না এমন (দীনবন্ধু মিত্রের 'নবীন তপস্বিনী' নাটকের বর্ণনা থেকে)
হোমরাচোমরা গণ্যমান্য, প্রতিপত্তিযুক্ত, প্রভাবশালী, প্রচুর ক্ষমতাবিশিষ্ট (হোমরা চোমরাদের কাছে এগোনো যায় না।); সমার্থক বাগধারা- আমীর উমরা
হোসেন শার আমল বহুদিন আগের কথা; সমার্থক বাগধারা- আকবরের আমন, বাবরের আমল, মান্ধাতার আমল ইত্যাদি
হ্রস্ব-দীর্ঘ জ্ঞান কাণ্ডজ্ঞান, সাধারণ জ্ঞান (হ্রস্ব-দীর্ঘ জ্ঞান নেই? কোথায় কি বলতে হয় জানো না?)

তথ্যসূত্র সম্পাদনা

উদ্ধৃতি সম্পাদনা

উৎস সম্পাদনা

  1. বঙ্গীয় শব্দকোষ (১ম ও ২য় খণ্ড) হরিচরণ বব্দোপাধ্যায়- সাহিত্য একাডেমী-১৯৮৮
  2. চলন্তিকা - আধুনিক বঙ্গভাষার অভিধান - রাজশেখর বসু- ১৯১১
  3. বাঙ্গালা ভাষার অভিধান- জ্ঞানেন্দ্র মোহন দাস- ১৯১৭
  4. সরল বাঙ্গালা অভিধান- সুবলচন্দ্র মিত্র- ১৯০৬
  5. বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান- জামিল চৌধুরী- ২০১৬
  6. আরবী, উর্দু, হিন্দী, তুর্কী, ফারসী ভাষার অভিধান- কাজী রফিকুল হক- ২০০৪
  7. সংসদ বাংলা অভিধান- ডিজিটাল কন্টেন্ট সংগ্রহ, রামশঙ্কর ভট্টাচার্য
  8. শব্দসন্ধান শব্দাভিধান- অধ্যাপক পি আচার্য- ১৯৬৩
  9. accessibledictionary.gov.bd (Desktop Version)
  10. mcqacademy.com/bn (Desktop Version)