বাংলার মাটি বাংলার জল
বাংলার মাটি বাংলার জল[১] রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বাংলা দেশাত্মবোধক গান। এটি ১৯০৫ সালে রচিত হয়েছিল। এটি বাংলায় "বঙ্গভঙ্গ প্রতিরোধ আন্দোলন"কে সমর্থন করে লেখা হয়েছিল।[২][৩][৪][৫] বঙ্গভঙ্গের (১৯০৫) প্রতিবাদ করে হিন্দু ও মুসলিম বাঙালিদের পুনর্মিলন করতে ১৯০৫ সালের ১৬ অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর "রাখী বন্ধন উৎসব" শুরু করেছিলেন এবং সেই দিন এই গানটি ছিল আন্দোলনের মূলমন্ত্র।[১][৩][৪][৫] গানটির স্বরলিপি দিয়েছেন ইন্দিরা দেবী চৌধুরানী।[২]
"বাংলার মাটি বাংলার জল" | |
---|---|
রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সঙ্গীত | |
ভাষা | বাংলা |
রচিত | ১৯০৫ |
ধারা | রবীন্দ্র সঙ্গীত |
গান লেখক | রবীন্দ্রনাথ ঠাকুর |
গানের কথাসম্পাদনা
বাংলার মাটি, বাংলার জল,
বাংলার বায়ু, বাংলার ফল
পুণ্য হউক পুণ্য হউক
পুণ্য হউক হে ভগবান।
বাংলার ঘর, বাংলার হাট,
বাংলার বন, বাংলার মাঠ
পূর্ণ হউক পূর্ণ হউক
পূর্ণ হউক হে ভগবান।
বাংলার পণ, বাংলার আশা,
বাংলার কাজ, বাংলার ভাষা
সত্য হাউক সত্য হাউক
সত্য হউক, হে ভগবান।
বাংলার প্রাণিক, বাংলার মন,
বাংলার পরবর্তী হিসাবে ভাই বোন
এক হাউক এক হাউক
এক হউক হে ভগবান।
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "Rabindranath Tagore and his ideas - MANIFEST IAS" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "Song banglar mati banglar jol | Lyric and History"। www.geetabitan.com। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১২।
- ↑ ক খ "রবীন্দ্রনাথের সঙ্গীত ও কবিতায় স্বদেশপ্রেম"। www.bhorerkagoj.com। ২০১৯-০৯-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১২।
- ↑ ক খ "Rabindranath Tagore's incredible social reforms that few know about"। India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১২।
- ↑ ক খ "বঙ্গভঙ্গের বিরোধিতায় রবীন্দ্রনাথের রাখি বন্ধনে ছিল সম্প্রীতির বার্তা! আজও প্রাসঙ্গিক সেই ঐক্যের উৎসব"। bangla.asianetnews.com। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১২।