বাংলাবান্ধা রেলওয়ে স্টেশন
বাংলাবান্ধা রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা বাংলাবান্ধা ইউনিয়নে বাংলাবান্ধা স্থল বন্দর সংলগ্নে বাংলাদেশ রেলওয়ের প্রস্তাবিত একটি স্টেশন। এটিই হবে বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বশেষ রেলওয়ে স্টেশন। পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে বাংলাদেশের সঙ্গে ভারত হয়ে নেপাল, ভুটান ও চীনের সঙ্গে রেল সংযোগ স্থাপনের পরিকল্পনা নেয় সরকার। এর আওতায় পঞ্চগড়ের পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা পর্যন্ত ৫৭ কিলোমিটার নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মিত হবে।[১][২][৩]
বাংলাবান্ধা রেলওয়ে স্টেশন | |
---|---|
বি-ক্লাস রেলওয়ে স্টেশন | |
অবস্থান | বাংলাবান্ধা স্থল বন্দর, বাংলাবান্ধা, তেঁতুলিয়া উপজেলা, পঞ্চগড় জেলা, রংপুর বিভাগ![]() |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | পঞ্চগড়-পার্বতীপুর লাইন |
দূরত্ব | পঞ্চগড় থেকে ৫৭ কিলোমিটার |
অন্য তথ্য | |
অবস্থা | প্রস্তাবিত |
ইতিহাসসম্পাদনা
বাংলাদেশসহ পাঁচ দেশের সাথে ব্যবসা-বাণিজ্যের সাথে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে বাংলাবান্ধা স্থল বন্দরে। তাই সম্ভাবনার এই বন্দরে রেল যোগাযোগ স্থাপন করছে সরকার। বাস্তবায়িত হলে ভারত, নেপাল, ভুটান ও চীনের সাথে রেল যোগাযোগ স্থাপিত হবে। এছাড়াও বাংলাদেশের অন্যতম সমুদ্রবন্দর মংলার সাথেও সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে।[৪] পঞ্চগড়-বাংলাবান্ধা ৫৭ কিলোমিটার রেলপথে পাঁচটি স্টেশন, চারটি নদীতে বড় সেতু, ১৪টি কালভার্ট নির্মাণ হবে ও চারটি সড়ক স্থানে মহাসড়ক অতিক্রম করবে।[৫] নতুন পাঁচটি বি-ক্লাস স্টেশনগুলো হলো- পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে,
- জগদল রেলওয়ে স্টেশন
- ভজনপুর রেলওয়ে স্টেশন
- তেঁতুলিয়া রেলওয়ে স্টেশন
- তিরনইহাট রেলওয়ে স্টেশন
- বাংলাবান্ধা রেলওয়ে স্টেশন।[৬]
অবস্থানসম্পাদনা
রংপুর বিভাগের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা বাংলাবান্ধা ইউনিয়নে বাংলাবান্ধা স্থল বন্দর সংলগ্নে ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কের পাশে অবস্থিত।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "'বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন হলে চার দেশের সঙ্গে ব্যবসার দুয়ার খুলবে'"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৭।
- ↑ "বাংলাবান্ধা দিয়ে ভারত-নেপাল-ভুটান রেল সংযোগের পরিকল্পনা"। Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market. (ইংরেজি ভাষায়)। ২০২২-০২-০৫। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৭।
- ↑ "পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন সম্প্রসারণ হবে"। banglanews24.com। ২০২২-০৩-০৫। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৭।
- ↑ রিপোর্টার, স্টাফ। "অচিরেই বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজ তেঁতুলিয়ায় রেলমন্ত্রী"। DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৭।
- ↑ "পঞ্চগড়-বাংলাবান্ধা রেললাইন সম্প্রসারণ কাজ শুরু শিগগিরই"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৭।
- ↑ "রেলপথেই বাংলাদেশ থেকে যাওয়া যাবে নেপাল-ভুটান-চীন"। https://wwww.jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৭।
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)