বাংলাদেশ রেশম চাষ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট

বাংলাদেশ রেশম চাষ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট একটি স্বায়ত্তশাসিত জাতীয় গবেষণা প্রতিষ্ঠান যা সেরিকালচার (রেশম চাষ) সম্পর্কিত গবেষণা পরিচালনা করে এবং বাংলাদেশের সেরিকালচার শিল্পকে পৃষ্ঠপোষকতা দেয়। সংগঠনটি রাজশাহী শহরে অবস্থিত।[১][২]

বাংলাদেশ রেশম চাষ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট
গঠিত১৮৯৮
সদরদপ্তররাজশাহী, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটwww.bsrti.gov.bd

ইতিহাস সম্পাদনা

উপনিবেশিক ব্রিটিশ রাজ আমলে ১৮৯৮ সালে রাজশাহীতে প্রতিষ্ঠিত সিল্ক ইনস্টিটিউটে এই ইনস্টিটিউটটির সূত্রপাত ঘটে। পাকিস্তান উপনিবেশিক পূর্ব পাকিস্তানের আমলে (১৯৫৫-১৯৭১) সেখানে দুটি প্রতিষ্ঠান ছিল; সিল্ক গবেষণা ইনস্টিটিউট এবং সিল্ক প্রযুক্তি ইনস্টিটিউট। বাংলাদেশের স্বাধীনতার পরে ১৯৭৪ সালে প্রতিষ্ঠানগুলো একীভূত করা হয় এবং নামকরণ করা হয় রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। বর্তমানে এর নাম রেশম চাষ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, এটি বাংলাদেশ রেশম চাষ বোর্ডের অধীনে রয়েছে।[১] রেশম গবেষণায় বিশেষজ্ঞ এই প্রতিষ্ঠানটিই বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান। এটি বেশিরভাগ উচ্চ ফলনশীল তুঁত গাছের চাষ এবং রেশম কীটগুলির উন্নয়ন করেছে।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. মোঃ ওয়াহিদুল ইসলাম (২০১২)। "বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. "Reopen state-owned silk factories"The Daily Star (ইংরেজি ভাষায়)। ১৭ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭ 
  3. "Weaving silk into money"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২৮ ফেব্রুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭