বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ

চট্টগ্রামে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ হচ্ছে একটি বালিকা উচ্চ বিদ্যালয়, যা চট্টগ্রাম কোতোয়ালী থানায় অবস্থিত। সংক্ষেপে এটি 'বিএমএস' (বাংলাদেশ মহিলা সমিতি) বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং বাওয়া স্কুল অ্যান্ড কলেজ নামেও পরিচিত। ২০১৩ সালে, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় শিক্ষার্থীদের সাফল্যের উপর ভিত্তি করে এটি চট্টগ্রাম বিভাগে তৃতীয় স্থান অধিকার করে।[১]

বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
অবস্থান
কোতোয়ালী, দামপাড়া, ওয়াসা

চট্টগ্রাম

বাংলাদেশ
স্থানাঙ্ক
তথ্য
বিদ্যালয়ের ধরনবেসরকারি
নীতিবাক্যজ্ঞানই আলো, শিক্ষাই আদর্শ
প্রতিষ্ঠাকাল১৯৬২ (1962)
ভগিনী বিদ্যালয়বাংলাদেশ মহিলা সমিতি কিন্ডারগার্ডেন স্কুল
সেশনজানুয়ারি
ইআইআইএন১০৪৫৩৪ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষআনোয়ারা বেগম
শ্রেণীশিশুশ্রেণী- ১২শ
লিঙ্গমহিলা
ভর্তি৬,০০০
শিক্ষা ব্যবস্থাজাতীয় কারিকুলাম
ভাষাবাংলা ও ইংরেজি
রংকমলা ও সাদা
ডাকনামবাওয়া স্কুল
প্রকাশনাউত্তরণ
ওয়েবসাইটwww.bmssc.edu.bd

তথ্যসূত্র সম্পাদনা

  1. "চট্টগ্রাম বোর্ডে সেরা ২০ স্কুল"দৈনিক পূর্বকোণ। ৩১ মে ২০১৫। ২ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৮