বাংলাদেশ মহিলা পরিষদ

বাংলাদেশ মহিলা পরিষদ বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নারী সংগঠন, যেটি বাংলাদেশের স্বাধীনতা লাভের পূর্বে "পূর্ব পাকিস্তান মহিলা পরিষদ" নামে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। প্রয়াত কবি বেগম সুফিয়া কামালের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ
প্রতিষ্ঠাকালসুফিয়া কামাল (৪ এপ্রিল, ১৯৭০)
ধরনঅ-রাজনৈতিক, নারী উন্নয়ন
অবস্থান
  • সমগ্র বাংলাদেশ দেশব্যাপী, সদর দপ্তর ঢাকায়
পরিষেবাআইনি সহায়তা, সরাসরি প্রচারণা, গবেষণা
ক্ষেত্রসমূহনারী অধিকার সুরক্ষিতকরণ
সদস্য
০.১৩ মিলিয়ন[১]
মূল ব্যক্তিত্ব
আয়শা খানম, সভাপতি
ওয়েবসাইটwww.mahilaparishad.org

প্রতিষ্ঠার ইতিহাসসম্পাদনা

১৯৭০ সালের ৪ এপ্রিল বেগম সুফিয়া কামালের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়।

লক্ষ্য ও উদ্দেশ্যসম্পাদনা

সাফল্যসম্পাদনা

বর্তমান অবস্থানসম্পাদনা

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

বহি:সংযোগসম্পাদনা