বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম
বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত একটি বেসরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। এটি ১৯৭৭ খ্রিষ্টাব্দে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এটি চট্টগ্রাম শহরের সিইপিজেড এলাকায় নাবিক আবাসিক এলাকা-১ এর অভ্যন্তরে অবস্থিত।
বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ, চট্টগ্রাম | |
---|---|
অবস্থান | |
বাংলাদেশ | |
তথ্য | |
অন্য নাম | বি এন স্কুল এন্ড কলেজ |
ধরন | বেসরকারি |
নীতিবাক্য | সবার জন্য শিক্ষা |
প্রতিষ্ঠাকাল | ১৯৭৭ |
ইআইআইএন | ১০৪২৬৪ |
চেয়ারম্যান | রিয়ার এডমিরাল মোজাম্মেল হক [১] |
অধ্যক্ষ | ক্যাপ্টেন মোঃআশরাফুল আলম,(শিক্ষা),এনইউপি,বিএন |
শিক্ষার্থী সংখ্যা | ৭৫০০ |
ভাষা | বাংলা, ইংরেজি |
ক্যাম্পাস | নাবিক আবাসিক এলাকা ১, সিইপিজেড, বন্দর চট্টগ্রাম |
রং | নীল এবং সাদা |
ওয়েবসাইট | navycollegectg |
ইতিহাস
সম্পাদনা১৯৭৭ সালে মাত্র ষাট জন শিক্ষার্থী নিয়ে নৌবাহিনী স্কুল ও কলেজ, চট্টগ্রাম এর স্কুল শাখা যাত্রা শুরু করে।[২] পরবর্তীতে ১৯৯০ সালে কলেজ শাখা প্রতিষ্ঠিত হয়। কলেজ শাখার প্রথম ব্যাচে ১৫ জন মানবিক ও ৩৫ জন বিজ্ঞান শাখার শিক্ষার্থী ছিল। ১৯৯৫ সাল হতে নৌবাহিনী কলেজে শাখায় ব্যবসায় শিক্ষা বিভাগ চালু হয়। প্রথম ব্যবসা শিক্ষা বিভাগে মাত্র ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল।
শিক্ষাঙ্গন
সম্পাদনাশিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য একটি মাঠ রয়েছে। পাশাপাশি কলেজ প্রাঙ্গনে রয়েছে একটি বাস্কেটবল গ্রাউন্ড। এছাড়াও শিক্ষার্থীদের জন্য রয়েছে একটি মিলনায়তন এবং ক্যান্টিন।
পাঠাগার ও গবেষণাগার
সম্পাদনাস্কুল ভবনের দুই তলায় একটি পাঠাগার রয়েছে। প্রায় ৬০০০ বইয়ের সমাহারে নৌবাহিনী স্কুল ও কলেজের পাঠাগার সমৃদ্ধ। পাঠাগার সংলগ্ন ভিন্ন একটি রুমে কম্পিউটার ল্যাব রয়েছে। ভবনের দুই ও তিন তলায় অন্যান্য ল্যাবরেটরী রুমগুলোর অবস্থান।
অবকাঠামো
সম্পাদনাকলেজ ভবন
সম্পাদনাএই শিক্ষাপ্রতিষ্ঠানের কলেজ ভবনে ৬টি শ্রেণীকক্ষ, ৪টি গবেষণাগার, ৪টি শিক্ষক-শিক্ষিকা মিলনায়তন, ১টি প্রধান শিক্ষকের কক্ষ, ১টি অফিস কক্ষ এবং ৮টি শৌচাগার রয়েছে।
স্কুল ভবন
সম্পাদনাএই শিক্ষাপ্রতিষ্ঠানের স্কুল ভবনে ৫৯টি শ্রেণীকক্ষ, ৩টি গবেষণাগার, ১টি কো-অর্ডিনেটরের কক্ষ, ১টি সহকারী প্রধান শিক্ষকের কক্ষ, ১টি অফিস সহকারী কক্ষ এবং ৮টি শৌচাগার রয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নৌবাহিনী স্কুল ও কলেজের অফিশিয়াল ওয়েবসাইটঃকমিটি"। ২৬ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৫।
- ↑ "নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম অফিশিয়াল ওয়েবসাইট"। ৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৫।
- দিগন্ত বার্ষিকী (২০০৭-২০০৮)
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের বিদ্যালয় বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |