বাংলাদেশ নৌবাহিনীর পদবি

সার্জেন্ট
(বাংলাদেশ নৌবাহিনীর পদবী থেকে পুনর্নির্দেশিত)

বাংলাদেশের অন্যতম সামরিক বাহিনী হচ্ছে নৌবাহিনী। এ বাহিনীর কাজ হচ্ছে সমুদ্রপথে যুদ্ধ করা। বাংলাদেশ নৌবাহিনীতে চার ধরনের সদস্য আছেন: কর্মকর্তা, নাবিক, এমওডিসি (নিরাপত্তারক্ষী) এবং অসামরিক সদস্যগণ।

পদবিসমূহ (উচ্চক্রম অনুসারে) সম্পাদনা

অফিসার্স সম্পাদনা

পদবিচিহ্নসমূহ                    
       
পদবিসমূহ এ্যাক্টিং সাব-লেফটেন্যান্ট
এ্যাক্টিং সাব-লেফটেন্যান্ট পদবিটি এখন আর ব্যবহৃত হয়না।
সাব-লেফটেন্যান্ট লেফটেন্যান্ট লেফটেন্যান্ট কমান্ডার কমান্ডার ক্যাপ্টেন কমোডোর রিয়ার এ্যাডমিরাল ভাইস এ্যাডমিরাল এ্যাডমিরাল

জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) সম্পাদনা

পদবিচিহ্নসমূহ      
পদবিসমূহ চীফ পেটি অফিসার সিনিয়র চীফ পেটি অফিসার মাস্টার চীফ পেটি অফিসার

নাবিক সম্পাদনা

নারীরা শুধু মেডিক্যাল, সাপ্লাই এবং সেক্রেটারিয়েট শাখায় যোগদানের অনুমতি পান।

ক্রম এবং শাখা সীম্যান কমিউনিকেশন মেকানিক্যাল সেক্রেটারিয়েট সাপ্লাই ইলেক্ট্রিক্যাল রেডিও ইলেক্ট্রিক্যাল অর্ডন্যান্স রেগুলেটিং মেডিকেল
০১ অর্ডিনারী সিম্যান আরও (জি) -২ এমই - ২ রাইটার - ২ এসএ - ২ ইএন - ২ আরইএন - ২ ইএন - ২(অর্ড) পিএম - ২ এমএ - ২
০২ এ্যাবল সীম্যান আরও (জি) -১ এমই - ১ রাইটার - ১ এসএ - ১ ইএন - ১ আরইএন - ১ ইএন - ১(অর্ড) পিএম - ১ এমএ - ১
০৩ লিডিং সীম্যান এলআরও (জি) এলএমই লিডিং রাইটার এলএসএ এলইএন এলআরইএন এলইএন(অর্ড) এলপিএম এলএমএ
০৪ পেটি অফিসার পিওআরএস (জি) ইআরএ-৪ পিও (ডব্লিউ) পিও (এস) ইএ - ৪ আরইএ - ৪ ওএ - ৪ পিও (আর) পিও (মেড)
০৫ চীফ পেটি অফিসার সিআরএস (জি) ইআরএ - ১/২/৩ সিপিও (ডব্লিউ) সিপিও (এস) ইএ - ১/২/৩ আরইএ - ১/২/৩ ওএ - ১/২/৩ সিপিও (রেগ) সিপিও (মেড)
০৬ সিনিয়র চীফ পেটি অফিসার এসসিপিও (কম) এসসিপিও (ই) এসসিপিও (ডব্লিউ) এসসিপিও (এস) এসসিপিও (এল) এসসিপিও (আর) এসসিপিও (ওই) এসসিপিও (রেগ) এসসিপিও (মেড)
০৭ মাস্টার চীফ পেটি অফিসার এমসিপিও (কম) এমসিপিও (ই) এমসিপিও (এস) এমসিপিও (এস) এমসিপিও (এল)/সিইএ এমসিপিও (আর)/সিআরইএ এমসিপিও (ওই)/সিওএ এমসিপিও (রেগ) এমসিপিও (মেড)
০৮ অনারারী সাব লেফটেন্যান্ট (এক্স) অনারারী সাব লেঃ (কম) অনারারী সাব লেঃ (ই) অনারারী সাব লেঃ (এস) অনারারী সাব লেঃ (এস) অনারারী সাব লেঃ (এল) অনারারী সাব লেঃ (আর) অনারারী সাব লেঃ (ওই) অনারারী সাব লেঃ (রেগ) অনারারী সাব লেঃ (ডব্লিউ/এম)
০৯ অনারারী লেফটেন্যান্ট (এক্স) অনাঃ লেঃ (কম) অনাঃ লেঃ (ই) অনাঃ লেঃ (এস) অনাঃ লেঃ (এস) অনাঃ লেঃ (এল) অনাঃ লেঃ (আর) অনাঃ লেঃ (ওই) অনাঃ লেঃ (রেগ) অনাঃ লেঃ (ডব্লিউ/এম)

বহিঃসংযোগ সম্পাদনা