বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) হল বাংলাদেশের সুতা প্রস্তুতকারক, বস্ত্রকল ও নির্মাতাদের প্রতিনিধিত্বকারী জাতীয় বণিক সমিতি।[]

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন
সংক্ষেপেবিটিএমএ
গঠিত১৯৮৩
ধরনবাণিজ্যিক সমিতি
সদরদপ্তরঢাকা
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
সভাপতি
মোহাম্মদ আলী খোকন
ওয়েবসাইটbtmadhaka.com

ইতিহাস

সম্পাদনা

এই সমিতি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৪ সালের কোম্পানী আইনানুসারে রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস্‌-এ অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়। এটি, দুই বছর মেয়াদে নির্বাচিত ২৭ জন সদস্যবিশিষ্ট একটি পরিচালক পর্ষদ দ্বারা পরিচালিত হয়। যেখানে একজন সভাপতি ও ৩ জন সহ-সভাপতি থাকেন। বাংলাদেশে বস্ত্রকল আমদানির জন্য এর সার্টিফিকেট নিতে হয়। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-সহ এটি বাংলাদেশের পোশাক শিল্পের প্রতিনিধিত্ব করে। এটি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে।

কার্যক্রম

সম্পাদনা

এটি বেসরকারী খাতের অধীনে দেশের সুতা, সুতা প্রস্তুতকারক এবং টেক্সটাইল প্রোডাক্ট প্রসেসর মিলের প্রতিনিধিত্বকারী জাতীয় বাণিজ্য সংস্থা।

পরিচালনা পর্ষদ

সম্পাদনা

২৭ জন সদস্যের সমন্বয়ে এর পরিচালনা পর্ষদ গঠিত

  1. মোহাম্মদ আলী খোকন - সভাপতি
  2. আলমগীর শামসুল আলামিন - সহ-সভাপতি
  3. আবদুল্লাহ আল মামুন - সহ-সভাপতি
  4. আবদুল্লাহ আল মাহমুদ - সহ-সভাপতি
  5. শফিকুল ইসলাম সরকার - পরিচালক
  6. মোঃ মোশারফ হোসেন - পরিচালক
  7. মোঃ বাদশা মিয়া - পরিচালক
  8. বি. এম. শোয়েব - পরিচালক
  9. শহীদ আলম - পরিচালক
  10. মাসুদ রানা - পরিচালক
  11. এম. সোলায়মান - পরিচালক
  12. ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ - পরিচালক
  13. সৈয়দ এনায়েত কবির - পরিচালক
  14. আহমেদ শাহরিয়ার - পরিচালক
  15. ইস্তিয়াক আহমেদ সৈকত - পরিচালক
  16. মোঃ রুহুল আমিন - পরিচালক
  17. মোনালিসা মান্নান - পরিচালক
  18. সালমান এ. রহমান - পরিচালক
  19. আলহাজ্ব মোঃ আক্তার হোসেন - পরিচালক
  20. মোঃ সালেহুদ জামান খান - পরিচালক
  21. এম. হাফিজুর রহমান খান - পরিচালক
  22. মোঃ খায়ের মিয়া - পরিচালক
  23. মোঃ রাজ্জাকুল হোসেন - পরিচালক
  24. মোঃ কাওসার হোসেন - পরিচালক
  25. শামস মাহমুদ - পরিচালক
  26. মোঃ আজাহার খান - পরিচালক
  27. রশিদুল হাসান রিন্টো - পরিচালক

প্রাক্তন সভাপতিবৃন্দ

সম্পাদনা
  1. এ.এম. জহিরউদ্দিন খান
  2. আলহাজ্ব এম.এ. হাশেম
  3. এম.এম. আমজাদ হুসেন
  4. সালাহউদ্দিন কাসেম খান
  5. সালেহ আহমেদ
  6. ওয়ালিউল ইসলাম
  7. মোহাম্মদ শাহজাহান
  8. সালমান ফজলুর রহমান
  9. আবদুল মতিন চৌধুরী
  10. এম.এ. আউয়াল
  11. আবদুল হাই সরকার
  12. তপন চৌধুরী
  13. মোহাম্মদ আলী খোকন

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পোশাকনির্ভরতার পাশাপাশি বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি"দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২১