বাংলাদেশ জাতীয় ভূগোল সমিতি
বাংলাদেশ জাতীয় ভূগোল সমিতি বাংলাদেশের পেশাদার ভূগোলবিদদের একটি জাতীয় সংস্থা।[১][২]
গঠিত | ১৯৭৩ |
---|---|
আইনি অবস্থা | সক্রিয় |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ইতিহাসসম্পাদনা
১৯৭৩ সালে ঢাকায় বাংলাদেশের ভূগোলবিদরা বাংলাদেশ জাতীয় ভূগোল সমিতি প্রতিষ্ঠা করেন। এটি ‘জার্নাল অব বাংলাদেশ জিওগ্রাফিকাল এসোসিয়েশন’ নামে একটি একাডেমিক গবেষণাপত্র প্রকাশ করে। সমিতিটি একটি বিশেষায়িত ভূগোল গ্রন্থাগার পরিচালনা করে। সদস্যদের চাঁদা এবং গবেষণাপত্র বিক্রয়ের মাধ্যমেই সমিতিটি পরিচালিত হয়। বর্তমানে এর ৬০০ এর বেশি সদস্য রয়েছে।[৩]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Int'l geographical conference held at JU"। New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২০।
- ↑ Kosinski, L. A.; Elahi, K. M. (৬ ডিসেম্বর ২০১২)। Population Redistribution and Development in South Asia (ইংরেজি ভাষায়)। Springer Science & Business Media। পৃষ্ঠা 33। আইএসবিএন 978-94-009-5309-3।
- ↑ Mesbah-us-Saleheen। "Bangladesh National Geographical Association"। Banglapedia। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২০।