পেট্রোবাংলা

বাংলাদেশের রাষ্ট্রীয় তেল কোম্পানি
(বাংলাদেশ খনিজ উন্নয়ন কর্পোরেশন থেকে পুনর্নির্দেশিত)

পেট্রোবাংলা সরকারি মালিকানাধীন বাংলাদেশের জাতীয় তেল কোম্পানি।[] এটি বাংলাদেশে খনিজ তেলপ্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, উত্তোলন, পরিশোধন, ও বাজারজাতকরণের কাজ করে। এছাড়াও কোম্পানিটি বাংলাদেশে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান এবং উন্নয়নে আন্তর্জাতিক তেল কোম্পানিসমূহের সাথে উৎপাদন অংশীদারি চুক্তি করে থাকে। ২৬ মার্চ ১৯৭২ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এই সংস্থার অধীনস্থ ১৩ টি কোম্পানি রয়েছে।

পেট্রোবাংলা
বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন
ধরনস্বায়ত্বশাসিত সংস্থা
শিল্পখনিজ তেল ও গ্যাস খাত
পূর্বসূরীবাংলাদেশ খনিজ তেল এবং গ্যাস কর্পোরেশন
প্রতিষ্ঠাকাল২৬ মার্চ ১৯৭২
সদরদপ্তরপেট্রোসেন্টার, ৩ কাওরানবাজার বা/এ, ঢাকা-১২১৫, বাংলাদেশ
বাণিজ্য অঞ্চল
বাংলাদেশ
পণ্যসমূহপেট্রোলিয়াম, খনিজ
ওয়েবসাইটwww.petrobangla.org.bd
বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে সাজানো হয় পেট্রোবাংলা ভবন

ইতিহাস

সম্পাদনা

২৬ মার্চ ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ নং ২৭-এর মাধ্যমে বাংলাদেশের তেল, গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধান ও উন্নয়নের লক্ষ্যে “বাংলাদেশ খনিজ, তেল ও গ্যাস করপোরেশন” (বিএমওজিসি) গঠন করা হয়। একই বছরের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশ নং ১২০-এর মাধ্যমে বাংলাদেশের খনিজ অনুসন্ধান ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে “বাংলাদেশ খনিজ অনুসন্ধান ও উন্নয়ন করপোরেশন” (বিএমইডিসি) নামে আরেকটি সংস্থা গঠন করা হয়।

পরে “বাংলাদেশ খনিজ, তৈল ও গ্যাস করপোরেশন”কে “বাংলাদেশ তৈল ও গ্যাস করপোরেশন” (বিওজিসি) নামে পুনর্গঠন করা হয় এবং ১৯৭৪ সালের ২২ আগস্ট রাষ্ট্রপতির আদেশ নং ১৫-এর মাধ্যমে বাংলাদেশ তৈল ও গ্যাস করপোরেশনকে ‘পেট্রোবাংলা’ নামে সংক্ষিপ্ত নামকরণ করা হয়। একই বছর ১৭ নং অধ্যাদেশের মাধ্যমে অয়েল এন্ড গ্যাস ডেভেলপমেন্ট করপোরেশন অর্ডিন্যান্স, ১৯৬১-কে বাতিল করে অয়েল এন্ড গ্যাস ডেভেলপমেন্ট করপোরেশন (ওজিডিসি) বিলুপ্ত করা হয় এবং এর সম্পদ ও দায় পেট্রোবাংলার উপর ন্যস্ত করা হয়।

১৯৭৬ সালের ১৩ নভেম্বর জারিকৃত অধ্যাদেশ নং ৮৮-এর মাধ্যমে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম দ্রব্যাদি আমদানি, পরিশোধন ও বিপণন কার্যক্রম পরিচালনা করার দায়িত্ব পেট্রোবাংলার কাছ থেকে পৃথক করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে দেয়া হয়।

১৯৮৫ সালের ১১ এপ্রিল জারিকৃত ২১ নং অধ্যাদেশের মাধ্যমে “বাংলাদেশ তৈল ও গ্যাস করপোরেশন” ও “বাংলাদেশ খনিজ অনুসন্ধান ও উন্নয়ন করপোরেশন”কে একীভূত করে “বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন” (বিওজিএমসি) গঠন করা হয়।[] পরবর্তীতে উক্ত অধ্যাদেশ আংশিক সংশোধন করে ১৯৮৯ সালের ১১ ফেব্রুয়ারিতে জারিকৃত ১১ নং আইনের মাধ্যমে এই করপোরেশনকে “পেট্রোবাংলা” নামে সংক্ষিপ্ত নামকরণ করা হয় এবং তৈল, গ্যাস ও খনিজ অনুসন্ধান ও উন্নয়নের উদ্দেশ্যে গঠিত কোম্পানিসমূহের শেয়ার ধারণের ক্ষমতা অর্পণ করা হয়।

অধীন কোম্পানি

সম্পাদনা

এই সংস্থার অধীনে ১৩ টি কোম্পানি রয়েছে। সেগুলি হল:

গ্যাস অনুসন্ধান এবং উৎপাদন কোম্পানি

সম্পাদনা
  1. বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স)
  2. বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড (বিজিএফসিএল)
  3. সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড (এসজিএফএল)[]

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি

সম্পাদনা
  1. গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)[]

গ্যাস বিপনন কোম্পানি

সম্পাদনা
  1. তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (টিজিটিডিসিএল)
  2. বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড (বিজিডিসিএল)
  3. জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)
  4. পশ্চিমাঞ্চলীয় গ্যাস কোম্পানী লিমিটেড (পিজিসিএল)
  5. কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কেজিডিসিএল)
  6. সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড (এসজিসিএল)[]

এলএনজি, সিএনজি ও এলপিজি এবং খনন কোম্পানি

সম্পাদনা
  1. রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল)
  2. বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)
  3. মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল)[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. এম লুৎফর রহমান চৌধুরী এবং মুশফিকুর রহমান (২০১২)। "পেট্রোবাংলা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. ":: PETROBANGLA"petrobangla.org.bd। ৯ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮ 
  3. "গ্যাস অনুসন্ধান এবং উৎপাদন কোম্পানিসমূহ"petrobangla.org.bd। পেট্রোবাংলা। ১৫ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২১ 
  4. "গ্যাস ট্রান্সমিশন কোম্পানি"petrobangla.org.bd। পেট্রোবাংলা। ১৫ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২১ 
  5. "গ্যাস বিপনন কোম্পানিসমূহ"petrobangla.org.bd। পেট্রোবাংলা। ১৫ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২১ 
  6. "এলএনজি, সিএনজি ও এলপিজি এবং মাইনিং কোম্পানিসমূহ"petrobangla.org.bd। পেট্রোবাংলা। ১৫ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা