পেট্রোবাংলা
পেট্রোবাংলা সরকারি মালিকানাধীন বাংলাদেশের জাতীয় তেল কোম্পানি।[১] এটি বাংলাদেশে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, উত্তোলন, পরিশোধন, ও বাজারজাতকরণের কাজ করে। এছাড়াও কোম্পানিটি বাংলাদেশে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান এবং উন্নয়নে আন্তর্জাতিক তেল কোম্পানিসমূহের সাথে উৎপাদন অংশীদারি চুক্তি করে থাকে। ২৬ মার্চ ১৯৭২ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এই সংস্থার অধীনস্থ ১৩ টি কোম্পানি রয়েছে।
ধরন | স্বায়ত্বশাসিত সংস্থা |
---|---|
শিল্প | খনিজ তেল ও গ্যাস খাত |
পূর্বসূরী | বাংলাদেশ খনিজ তেল এবং গ্যাস কর্পোরেশন |
প্রতিষ্ঠাকাল | ২৬ মার্চ ১৯৭২ |
সদরদপ্তর | পেট্রোসেন্টার, ৩ কাওরানবাজার বা/এ, ঢাকা-১২১৫, বাংলাদেশ |
বাণিজ্য অঞ্চল | বাংলাদেশ |
পণ্যসমূহ | পেট্রোলিয়াম, খনিজ |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনা২৬ মার্চ ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ নং ২৭-এর মাধ্যমে বাংলাদেশের তেল, গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধান ও উন্নয়নের লক্ষ্যে “বাংলাদেশ খনিজ, তেল ও গ্যাস করপোরেশন” (বিএমওজিসি) গঠন করা হয়। একই বছরের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশ নং ১২০-এর মাধ্যমে বাংলাদেশের খনিজ অনুসন্ধান ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে “বাংলাদেশ খনিজ অনুসন্ধান ও উন্নয়ন করপোরেশন” (বিএমইডিসি) নামে আরেকটি সংস্থা গঠন করা হয়।
পরে “বাংলাদেশ খনিজ, তৈল ও গ্যাস করপোরেশন”কে “বাংলাদেশ তৈল ও গ্যাস করপোরেশন” (বিওজিসি) নামে পুনর্গঠন করা হয় এবং ১৯৭৪ সালের ২২ আগস্ট রাষ্ট্রপতির আদেশ নং ১৫-এর মাধ্যমে বাংলাদেশ তৈল ও গ্যাস করপোরেশনকে ‘পেট্রোবাংলা’ নামে সংক্ষিপ্ত নামকরণ করা হয়। একই বছর ১৭ নং অধ্যাদেশের মাধ্যমে অয়েল এন্ড গ্যাস ডেভেলপমেন্ট করপোরেশন অর্ডিন্যান্স, ১৯৬১-কে বাতিল করে অয়েল এন্ড গ্যাস ডেভেলপমেন্ট করপোরেশন (ওজিডিসি) বিলুপ্ত করা হয় এবং এর সম্পদ ও দায় পেট্রোবাংলার উপর ন্যস্ত করা হয়।
১৯৭৬ সালের ১৩ নভেম্বর জারিকৃত অধ্যাদেশ নং ৮৮-এর মাধ্যমে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম দ্রব্যাদি আমদানি, পরিশোধন ও বিপণন কার্যক্রম পরিচালনা করার দায়িত্ব পেট্রোবাংলার কাছ থেকে পৃথক করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে দেয়া হয়।
১৯৮৫ সালের ১১ এপ্রিল জারিকৃত ২১ নং অধ্যাদেশের মাধ্যমে “বাংলাদেশ তৈল ও গ্যাস করপোরেশন” ও “বাংলাদেশ খনিজ অনুসন্ধান ও উন্নয়ন করপোরেশন”কে একীভূত করে “বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন” (বিওজিএমসি) গঠন করা হয়।[২] পরবর্তীতে উক্ত অধ্যাদেশ আংশিক সংশোধন করে ১৯৮৯ সালের ১১ ফেব্রুয়ারিতে জারিকৃত ১১ নং আইনের মাধ্যমে এই করপোরেশনকে “পেট্রোবাংলা” নামে সংক্ষিপ্ত নামকরণ করা হয় এবং তৈল, গ্যাস ও খনিজ অনুসন্ধান ও উন্নয়নের উদ্দেশ্যে গঠিত কোম্পানিসমূহের শেয়ার ধারণের ক্ষমতা অর্পণ করা হয়।
অধীন কোম্পানি
সম্পাদনাএই সংস্থার অধীনে ১৩ টি কোম্পানি রয়েছে। সেগুলি হল:
গ্যাস অনুসন্ধান এবং উৎপাদন কোম্পানি
সম্পাদনা- বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স)
- বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড (বিজিএফসিএল)
- সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড (এসজিএফএল)[৩]
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি
সম্পাদনা- গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)[৪]
গ্যাস বিপনন কোম্পানি
সম্পাদনা- তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (টিজিটিডিসিএল)
- বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড (বিজিডিসিএল)
- জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)
- পশ্চিমাঞ্চলীয় গ্যাস কোম্পানী লিমিটেড (পিজিসিএল)
- কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কেজিডিসিএল)
- সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড (এসজিসিএল)[৫]
এলএনজি, সিএনজি ও এলপিজি এবং খনন কোম্পানি
সম্পাদনা- রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল)
- বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)
- মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল)[৬]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ এম লুৎফর রহমান চৌধুরী এবং মুশফিকুর রহমান (২০১২)। "পেট্রোবাংলা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ ":: PETROBANGLA"। petrobangla.org.bd। ৯ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮।
- ↑ "গ্যাস অনুসন্ধান এবং উৎপাদন কোম্পানিসমূহ"। petrobangla.org.bd। পেট্রোবাংলা। ১৫ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২১।
- ↑ "গ্যাস ট্রান্সমিশন কোম্পানি"। petrobangla.org.bd। পেট্রোবাংলা। ১৫ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২১।
- ↑ "গ্যাস বিপনন কোম্পানিসমূহ"। petrobangla.org.bd। পেট্রোবাংলা। ১৫ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২১।
- ↑ "এলএনজি, সিএনজি ও এলপিজি এবং মাইনিং কোম্পানিসমূহ"। petrobangla.org.bd। পেট্রোবাংলা। ১৫ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২১।