বাংলাদেশ কীটতত্ত্ব সমিতি
বাংলাদেশ কীটতত্ত্ব সমিতি ( বাংলা: বাংলাদেশ কীটতত্ত্ব সমিতি ) [১] হল একটি বাংলাদেশী বিদ্বান কীটতত্ত্ববিদ সংস্থা।[২][৩]
গঠিত | ১৯৯০ |
---|---|
সদরদপ্তর | গাজীপুর, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ইতিহাস সম্পাদনা
বাংলাদেশ কীটতত্ত্ব সমিতি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। সোসাইটির মূল সংবিধানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে সদর দপ্তর স্থাপনের অনুমতি দেওয়া হয়। এর বর্তমান সদর দপ্তর গাজীপুরের জয়দেবপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে অবস্থিত। এটি বাংলাদেশ জার্নাল অফ এনটোমোলজি নামে একটি একাডেমিক জার্নাল প্রকাশ করে। [৪]
নভেম্বর ২০১৭ সালে, বাংলাদেশ কীটতত্ত্ব সমিতি তার ১০তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।[৫]
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ কীটতত্ত্ব সমিতির রজতজয়ন্তী। Bhorer Kagoj। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ কীট-পতঙ্গের কারণে দেশে ২০ ভাগ ফসল নষ্ট হচ্ছে। banglanews24.com। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২০।
- ↑ "Entomological society celebrates silver jubilee"। theindependentbd.com। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২০।
- ↑ Kabir, SM Humayun। "Bangladesh Entomological Society"। Banglapedia।
- ↑ "10th biannual conference of Bangladesh Entomological Society"। The Daily Observer। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২০।