বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) বাংলাদেশে অবস্থিতিত একটি জাতীয় টেলিযোগাযোগ নেটওয়ার্ক সংবলতি বেসরকারি সংস্থা (এনপিজও)। এর বর্ণিত উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে তথ্যের অবাধ প্রবাহের নীতিগুলির ভিত্তিতে একটি গণতান্ত্রিক সমাজ গঠন করা, এবং প্রত্যন্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি ৪ ডি) এর ন্যায্য ও সাশ্রয়ী মূল্যের অ্যাক্সেস। এটি আইন, সংসদ ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের সাথে নিবন্ধিত , বাংলাদেশ সরকার একটি ট্রাস্ট হিসাবে এবং ২০০০ সালে প্রতিষ্ঠিত, জাতিসংঘের অধিকার সংক্রান্ত বিলের ১৯ অনুচ্ছেদ অনুযায়ী। [১] এটি উপকূলীয় অঞ্চলে রেডিও শ্রোতা ক্লাব, অপেশাদার রেডিও অপারেটর, কমিউনিটি রেডিও এবং টেলিভিশন স্টেশন এবং ইন্টারনেট রেডিওর প্রচার করার জন্য কার্যক্রম গ্রহণ করে। [২]

পুরস্কার সম্পাদনা

বিএনএনআরসি বাংলাদেশের সাংবাদিকদের জন্য ডিজিটাল নিরাপত্তা এবং সুরক্ষা বিষয়ে কাজ করার জন্যে গণমাধ্যমের উন্নয়নবিষয়ক জাতিসংঘ তথ্য সমাজবিষয়ক বিশ্ব সম্মেলন (ডব্লিউএসআইএস) পুরস্কার-২০২০ লাভ করে। [৩] এ পুরস্কারে সংস্থাটি চ্যাম্পিয়ন হয়। এ প্রকল্পে বিএনএনআরসির উদ্দেশ্য ছিলো বাংলাদেশে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে দক্ষ করা। যাতে করে সাংবাদিকরা দক্ষ হয়ে মফস্বলে নিরাপদে দায়িত্ব পালন করতে পারে।

জাতীয়সংঘে এ বিষয়ে অংশীজনদের মধ্য থেকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির উন্নয়নবিষয়ক ৩৫২টি মনোনীত বিষয়ের ও ২০ লাখ ভোট প্রয়াগ হয়। এটি পর্যালোচনা করে জাতিসংঘের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি এ পুরস্কার নির্ধারণ করে। ডব্লিউএসআইএস পুরস্কারপ্রাপ্ত উদ্যোগগুলো পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ভালো উদাহরণ হিসেবে ব্যবহার হয়ে থাকে। চ্যাম্পিয়ন হওয়া বিএনএনআরসির উদ্যোগটি হলো: ।[৪]


তথ্যসূত্র সম্পাদনা

  1. Bangladesh NGOs Network for Radio and Communication ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ জানুয়ারি ২০০৮ তারিখে, Digital Divide Network
  2. Bangladesh NGOs Network for Radio and Communication (BNNRC) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ জুন ২০০৭ তারিখে, OneWorld
  3. "বিএনএনআরসি পাচ্ছে জাতিসংঘ পুরস্কার"www.bhorerkagoj.com। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "জাতিসংঘের পুরস্কার পেল বিএনএনআরসি"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৩