বাংলাদেশ ইউনিভার্সিটি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় (ইংরেজি: Bangladesh University) বাংলাদেশের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। [১] এটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়।[২] এটি রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় অবস্থিত । প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি উন্নত শিক্ষার মান বজায় রেখে বাংলাদেশের উচ্চশিক্ষায় বিশেষ ভূমিকা পালন করে আসছে।
ধরন | বেসরকারি বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ২০০১ |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৪৯ |
অবস্থান | , ২৩°৪৫′৪২″ উত্তর ৯০°২২′০৩″ পূর্ব / ২৩.৭৬১৭৬২° উত্তর ৯০.৩৬৭৪৫১° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে |
সংক্ষিপ্ত নাম | BU |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | www.bu.edu.bd |
উপাচার্যগণ
সম্পাদনাএই অনুচ্ছেদটি সম্প্রসারণ করা প্রয়োজন। (আগস্ট ২০২১) |
নিম্নোক্ত ব্যক্তিবর্গ বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:
বিভাগ সমূহ
সম্পাদনা- কম্পিটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং
- ইংরেজি
- সমাজবিজ্ঞান
- আইন
- গণিত
- ফার্মাসি
- ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং
- আর্কিটেকচার
- বিজনেজ অ্যাডমিনিস্ট্রেশন
- হোম ইকোনমিক্স
ঐতিহাসিক পটভূমি
সম্পাদনাবাংলাদেশ ইউনিভার্সিটি কাজী আলীর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর অধীনে ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়।[৪] এটা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী এবং তার পাঠক্রম সরকার সেইসাথে প্রোগ্রাম দ্বারা স্বীকৃত হয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদন করা হয়েছে । বাংলাদেশ ইউনিভার্সিটি বিভিন্ন ডিসিপ্লিনে ডিগ্রী প্রদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত হয়. তারা বিশ্বমানের পেশাদার বৃহৎ বাংলাদেশি সম্প্রদায় ও বিশ্বের প্রয়োজন প্রতিক্রিয়াশীল উৎপাদক উদ্দেশ্য নিয়ে গবেষণা ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে প্রয়োগ জ্ঞান অনুগমন শ্রেষ্ঠত্ব এবং নতুনত্ব করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়।
ক্যাম্পাস
সম্পাদনাবাংলাদেশ ইউনিভার্সিটি একটি সমৃদ্ধিশালী আবাসিক ক্যাম্পাস এবং সম্প্রদায়ের পাদদেশে এবং ৬ একর উপর বসা হয় ।
লাইব্রেরী
সম্পাদনাবিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ১ ও ৫ এর নিচতলাতে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অবস্থিত। এখানে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে একসাথে ৫০০ জনেরও বেশি ছাত্রের পড়ার ব্যবস্থা আছে।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন"। ১২ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১২।
- ↑ "ভর্তিতে বাধা নেই বাংলাদেশ ইউনিভার্সিটিতে"। old.dhakatimes24.com। ২০১৮-০৮-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-২২।
- ↑ "বাংলাদেশ ভার্সিটির নয়া উপাচার্য আনোয়ারুল হক"। দৈনিক জনকণ্ঠ। ৫ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২১।
- ↑ "ডিসেম্বরে স্থায়ী ক্যাম্পাসে যাচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি"। www.channelionline.com। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-২২।