বাংলাদেশ–সাইপ্রাস সম্পর্ক

(বাংলাদেশ-সাইপ্রাস সম্পর্ক থেকে পুনর্নির্দেশিত)

বাংলাদেশ–সাইপ্রাসের সম্পর্ক বলতে বাংলাদেশ এবং সাইপ্রাসের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বলা হয়েছে। উভয় দেশেরই কোন আবাসিক রাষ্ট্রদূত নেই। উভয় দেশই জোট নিরপেক্ষ আন্দোলনের, কমনওয়েলথ অব নেশনস-এর সদস্য[১] উভয় দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য উভয় দেশই আন্তরিক ও ইচ্ছা পোষণ করে।[২]

বাংলাদেশ-সাইপ্রাস সম্পর্ক
মানচিত্র Bangladesh এবং Cyprus অবস্থান নির্দেশ করছে

বাংলাদেশ

সাইপ্রাস

সাইপ্রাসের চারপাশে আছে সাইপ্রাসকে ঘিরে রেখেছে ইসরায়েল, লেবানন, সিরিয়া, তুরস্ক এবং গ্রিস। সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয় ২০০৪ সালে। এর আয়তন ৯,২৫১ বর্গকিলোমিটার। দেশটি ইউরোপীয় পর্যটকদের জন্য ভূস্বর্গ। এই দ্বীপরাষ্ট্রের দুইটি অংশ তুর্কি সাইপ্রাস ও গ্রিক সাইপ্রাস। সর্বমোট লোকসংখ্যা প্রায় ১১ লাখ।[৩]

শিক্ষায় সহযোগিতা সম্পাদনা

বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা যে ইউরোপে যায় তাদের প্রথম পছন্দনীয় দেশের মধ্যে আছে ইংল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, ডেনমার্কসহ আরও বেশকিছু দেশ। এই দেশগুলোতে ভিসা পাওয়া একটু কঠিন। যারা প্রথম পছন্দের দেশগুলোতে ভিসা পেতে ব্যর্থ হয়, তারা দ্বিতীয় পছন্দের দেশগুলোতে ভিসা পেতে চেষ্টা করে। এই দ্বিতীয় সারির দেশগুলোর মধ্যে সাইপ্রাস অন্যতম। ভিসা পাওয়া তুলনামূলকভাবে সহজ আর তাই অনেকেই সাইপ্রাসকে বেছে নেয়। বর্তমানে সাইপ্রাসের ভিসা পাওয়াও খুব কঠিন হয়ে গেছে।[৪]

বাংলাদেশ ও সাইপ্রাস শিক্ষা খাতে একে অপরকে সহযোগিতা করে আসছে।[৫] ইউরোপের চাকরির বাজারে প্রবেশের জন্য বেশ কয়েকজন বাংলাদেশী শিক্ষার্থী সাইপ্রাসের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হন।[৬][৭]

অর্থনৈতিক সহযোগিতা সম্পাদনা

বাংলাদেশ থেকে সাইপ্রাসে দক্ষ জনশক্তি পাঠানো এবং বাণিজ্য ও বিনিয়োগেও ব্যাপক সম্ভাবনা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ছোট্ট এই দ্বীপরাষ্ট্র সাইপ্রাসের জনসংখ্যা ও আয়তনে বাংলাদেশের জন্য বাজার হিসাবে ছোট হলেও অবস্থান বিচরে এর গুরুত্ব অনেক বেশি।[৩] বাংলাদেশ ও সাইপ্রাস দু'দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণের জন্য আগ্রহ দেখিয়ে আসছে এবং এ বিষয়ে কাজ করছে।[৮][৯] বাংলাদেশি তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য সাইপ্রাসের বাজারে 'ভাল সম্ভাবনা' হিসাবে চিহ্নিত করা হয়েছে।[১০][১১]

লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেন আবদুল মোতালেব সরকার। তিনি সাইপ্রাসের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করে থাকেন। বিগত বছরগুলোতে সে সাইপ্রাসের প্রেসিডেন্টসহ মন্ত্রীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। এতে করে বাংলাদেশ সম্পর্কে সাইপ্রাসের ধারণা অনেকটাই‌ বদলে দিয়েছেন তিনি। তারা বলেছেন, আমরা বাংলাদেশে বিনিয়োগ করতে চাই। সাইপ্রাসের কয়েকজন মন্ত্রীও বাংলাদেশের সঙ্গে তাদের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ইতিবাচক সাড়া দিয়েছেন।[৩]

সাংস্কৃতিক সম্পাদনা

পাফোস চিড়িয়াখানায় বাংলাদেশ বন্দী অবস্থায় জন্মগ্রহণ করা দুটি স্ত্রী হাতি পাঠিয়েছিল। বাংলাদেশ বন উন্নয়ন কর্পোরেশন এই এশীয় হাতিদের লালন-পালন করত।[১২][১৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Cyprus High Commissioner to Bangladesh presents credentials"। bdnews24.com। ২০০৬-০৮-২৮। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৬ 
  2. "Cyprus effusive about B'desh's success in socioeconomic field"। UNB Connect। ২০১৩-০৬-২০। ২০১৪-০২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৬ 
  3. "সাইপ্রাসে বাণিজ্য ও বিনিয়োগের হাতছানি"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  4. "সাইপ্রাসে বাংলাদেশি প্রবাসীরা যেখানে কাজ করেন"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৯ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  5. "Recruit more seamen"। The Daily Star। ২০০৬-০৮-৩১। ২০১৪-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৬ 
  6. Hafez Ahmed (২০১৩-০৬-২১)। "President for increasing trade ties Cyprus"। News Today। ২০১৪-০২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৬ 
  7. "President for increasing trade ties with Cyprus"। Bangladesh Sangbad Sangstha (BSS)। ২০১৪-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৬ 
  8. "Cyprus envoy calls on PM"। Bangladesh Sangbad Sangstha (BSS)। ২০১৪-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৬ 
  9. Hafez Ahmed (২০১৩-০৬-২০)। "President for increasing trade ties with Cyprus"। Daily Sun। ২০১৪-০২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৬ 
  10. "President for boosting trade ties between Bangladesh and Cyprus"। New Age। ২০১৩-০৬-২১। ২০১৪-০২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৬ 
  11. "President for boosting B'desh-Cyprus trade ties"। UNB Connect। ২০১৩-০৬-২০। ২০১৪-০২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৬ 
  12. Staff Correspondent। "Dhaka's gift for Cyprus"thedailystar.net। The Daily Star। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-০২ 
  13. Browne, Bejay। "Zoo owner says he did not assault animal activist"cyprus-mail.com। A Cyprus Mail Company Ltd। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-০২