বাংলাদেশের পদমর্যাদা, সম্মাননা ও পদক
বাংলাদেশি জাতীয় পুরস্কার ও পদক প্রথাটি বাংলাদেশের স্বাধীনতার পরে তৈরি হয়েছিল। সর্বাধিক স্বীকৃত নাগরিক পুরস্কার হলো একুশে পদক এবং স্বাধীনতা দিবস পুরস্কার। প্রতি বছর এসব পুরস্কার দেওয়া হয়। শিক্ষা, কলা, সিভিল সার্ভিস, বা সমাজসেবা এবং মুক্তিযুদ্ধের মতো ক্ষেত্রে বিস্তৃত কৃতিত্বের জন্য পুরস্কারগুলি মূলত বেসামরিক পুরস্কার। কখনো কখনো এসব পুরস্কার মরণোত্তর হিসেবেও প্রদান করা হয় এবং প্রথম দিকে বিদেশি নাগরিকদের জন্য এগুলি দেওয়া না হলেও ২০১০ সালে ড এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন থেকে বিদেশি নাগরিকদের বিশেষ ক্ষেত্রে জাতীয় অবদান রাখার জন্য ড এম এ ওয়াজেদ মিয়া স্বর্ণপদক প্রদান করা হতো। পরবর্তীতে বাংলাদেশ সরকার ২০১১ সাল থেকে কয়েকজন বিদেশি নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানকে বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা দেয়া হয়েছিল।
সর্বাধিক স্বীকৃত ও সম্মানিত বীরত্বের পুরস্কারগুলি যা বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক। ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা হয় যারা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছিল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল। এই সমস্ত পুরস্কারগুলি একাত্তরের মুক্তিযুদ্ধের পরপরই চালু হয়েছিল।
নাগরিক খেতাব
সম্পাদনাসাধারণ পুরস্কার
সম্পাদনা- স্বাধীনতা দিবস পুরস্কার ; সর্বোচ্চ বেসামরিক পুরস্কার
- একুশে পদক ; দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার[১]
সাহিত্য পুরস্কার
সম্পাদনা- বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার।
- কিশোর সাহিত্যের ক্ষেত্রে অবদানের জন্য শিশু একাডেমি পুরস্কার।
বিশেষ পুরস্কার
সম্পাদনা- জাতীয় অধ্যাপক ; শিক্ষার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য।[২]
- শিল্পকলা পদক ; বাংলাদেশী শিল্পকলা, থিয়েটার, সংগীত, নৃত্য, উপকরণ সংগীত, লোক সংগীত এবং চলচ্চিত্রের ক্ষেত্রে অবদানের জন্য
- বেগম রোকেয়া পদক ; লিঙ্গ সমতা এবং মহিলাদের অধিকারের অবদানের জন্য।[৩]
- জাতীয় কৃষি পুরস্কার ; কৃষিক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে যথেষ্ট অবদানের স্বীকৃতি প্রদান
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার ; সিনেমা শিল্প প্রচারে উল্লেখযোগ্য অবদানের জন্য।
- জাতীয় ক্রীড়া পুরস্কার ; গেম এবং ক্রীড়া ক্ষেত্রে নির্দিষ্ট অবদানের জন্য।[৪]
- জাতীয় পরিবার পরিকল্পনা পুরস্কার
- জাতীয় শিশু পুরস্কার
- জাতীয় যুব পুরস্কার
- জাতীয় সমবায় পুরস্কার
- শিল্প উন্নয়নের জন্য রাষ্ট্রপতির পুরস্কার
- জাতীয় পরিবেশ পুরস্কার
- জনপ্রশাসন পদক
- আইসিটি পুরস্কার
- ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখার জন্য ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানকে অনুপ্রেরণা, উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং স্বীকৃতি প্রদান[৫]
সামরিক খেতাব
সম্পাদনানিচে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন বীরত্ব, পরিষেবা এবং যুদ্ধ পদক রয়েছে।[৬][৭][৮][৯][১০]
যুদ্ধকালীন বীরত্ব পুরস্কার
সম্পাদনা- বীর শ্রেষ্ঠ - সর্বোচ্চ বীরত্বের পুরস্কার
- বীর উত্তম - দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বের পুরস্কার
- বীর বিক্রম - তৃতীয় সর্বোচ্চ বীরত্বের পুরস্কার
- বীর প্রতীক - চতুর্থ সর্বোচ্চ বীরত্বের পুরস্কার
সাহসী পুরস্কার
সম্পাদনা- বীর সর্বোত্তম - সর্বোচ্চ বীরত্বের পুরস্কার
- বীর মৃত্যুঞ্জয়ী - দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বের পুরস্কার
- বীর চিরঞ্জীব - তৃতীয় সর্বোচ্চ বীরত্বের পুরস্কার
- বীর দুর্জয় - চতুর্থ সর্বোচ্চ
বিশিষ্ট সেবা পুরস্কার
সম্পাদনা- অর্ডার অফ মিলিটারি মেরিট
- অসামান্য সেবা পদক
- বিশিষ্ট সেবা পদক
সেনা পরিসেবা পদক
সম্পাদনা- সেনাবাহিনী পদক
- সেনা গৌরব পদক
- সেনা উৎকর্ষ পদক
- সেনা পারদর্শিতা পদক
দীর্ঘ সেবা পুরস্কার
সম্পাদনা- জ্যেষ্ঠতা পদক ১ (১০ বছর পরিষেবা)
- জ্যেষ্ঠতা পদক ২ (২০ বছর পরিষেবা)
- জ্যেষ্ঠতা পদক ৩ (৩০ বছর পরিষেবা)
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশি ও বিদেশি নাগরিকদের জন্য
সম্পাদনা- ড এম এ ওয়াজেদ মিয়া স্বর্ণপদক - বিদেশী বা অনাগরিকদের সর্বোচ্চ পুরস্কার [১১][১২] [১৩]
বিশেষ খেতাব বাংলাদেশ সরকার কতৃক (অ-নাগরিকদের জন্য)
সম্পাদনা- বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা - বিদেশী বা অনাগরিকদের জন্য বাংলাদেশ সরকার কতৃক সর্বোচ্চ পুরস্কার,[১৪]
- বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা - বিদেশী বা অ নাগরিকদের জন্য বাংলাদেশ সরকার কতৃক দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার[১৫]
- মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা - বিদেশী বা অ নাগরিকদের জন্য বাংলাদেশ সরকার কতৃক জন্য তৃতীয় সর্বোচ্চ পুরস্কার[১৬]
পুলিশ পদক
সম্পাদনাপ্রতিবছর পুলিশ সপ্তাহের প্যারেডে পুলিশ মেডেল প্রদান করা হয়। তারা সাহসিকতা এবং সেবা উভয় জন্য ভূষিত করা হয়।
বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)
- বাংলাদেশ পুলিশ পদক - সাহসী (বিপিএম-বেরতো)
- বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)
- বাংলাদেশ পুলিশ পদক সেবা- (বিপিএম-সেবা)
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)
- রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)
- রাষ্ট্রপতি পুলিশ পদক - সেবা (পিপিএম-সেবা)
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ সানজিদা খান (২০১২)। "জাতীয় পুরস্কার"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "Order about National Professor" (Bengali ভাষায়)। Ministry of Education (Bangladesh)। ২০১১-০৬-১৫।
- ↑ "Order about National Awards" (পিডিএফ) (Bengali ভাষায়)। Cabinet Divisions। ২০১১-০৬-১৫।
- ↑ "PM gives away national sports awards"। bdnews24.com। ২০১৫-০২-২৪।
- ↑ "পুরস্কারের উদ্দেশ্য"। www.digitalbangladesh.gov.bd। ১২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "ODM of Bangladesh: Ribbon Chart"। www.medals.org.uk।
- ↑ http://www.medals.org.uk/bangladesh/bangladesh-text.htm Text List of Ribbons
- ↑ http://www.jeanpaulleblanc.com/Bangladesh.htm আর্কাইভইজে আর্কাইভকৃত ৬ সেপ্টেম্বর ২০১২ তারিখে Orders, Decorations and Medals of Bangladesh
- ↑ "Archived copy"। ২০১৪-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-১৪।
- ↑ http://www.coleccionesmilitares.com/cintas/asia/bangladesh.gif ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে Asian Medals: Bangladesh
- ↑ "পাঁচ গুণীকে ওয়াজেদ মিয়া ফাউন্ডেশনের সম্মাননা"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ড. এম এ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক পেলেন ৯ বিশিষ্টজন"। ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "এম এ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক"। দৈনিক প্রথম আলো।
- ↑ Haroon Habib (২৫ জুলাই ২০১১)। "Bangladesh honours Indira Gandhi with highest award"।
- ↑ Unb, Dhaka (8 জুন, 2015)। "Vajpayee honoured"। The Daily Star। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ B’desh honours foreign friends, VOL 20 NO 339 REGD NO DA 1589; Dhaka, Wednesday 28 March 2012, The Financial Express