বাংলাদেশের পর্বতের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
(বাংলাদেশের পর্বতসমূহের তালিকা থেকে পুনর্নির্দেশিত)

বাংলাদেশ নিম্নভূমির দেশ। বাংলাদেশে শুধুমাত্র দক্ষিণ পূর্বে চট্টগ্রামে পাহাড়, উত্তর পূর্বে সিলেটে নিচু পাহাড় এবং উত্তর ও উত্তর-পশ্চিমে কিছু উচ্চভূমি আছে। নিচে বাংলাদেশের ৩০০০ ফুটের উপরের পাহাড় চূড়াসমূহের একটা তালিকা দেওয়া হলো।

তালিকা সম্পাদনা

ক্রম নাম উচ্চতা অবস্থান টীকা
তাজিংডং ৪,১৯৮ ফুট (১,২৮০ মিটার) সাইচল পর্বতসারি,রুমা উপজেলা, বান্দরবান
  • বাংলাদেশের সর্বোচ্চ চূড়া।
সাকা হাফং ৩,৪৬৫ ফুট (১,০৫৬ মিটার) থানচি, বান্দরবান
  • ২০০৬ সালে ইংরেজ পর্যটক গিঞ্জ ফুল্লেন চূড়ায় আরোহণ করেন।
জো তল্যাং/মোদক মুয়াল ৩,৩৩৫ ফুট (১,০১৭ মিটার) থানচি, বান্দরবান
  • ২০০৫ সালে বাংলাদেশী পর্যটক সুব্রত দাস নিতিশ এবং বিজয় সঙ্কর কর চূড়ায় আরোহণ করেন।
দুমলং ৩,৩১৪ ফুট (১,০১০ মিটার) বিলাইছড়ি, রাঙামাটি
  • রাঙামাটির সর্বোচ্চ চূড়া।
  • ২০১১ সালে নেচার অ্যাডভেঞ্চার ক্লাব দ্বারা চূড়া অভিযানের সময় উচ্চতা মাপা হয়।
জোগি হাফং ৩,২৫১ ফুট (৯৯১ মিটার) থানচি, বান্দরবান
  • ২০১২ সালে এই পাহাড়ের চূড়ায় আরোহণ করা হয়
কেওক্রাডং ৩,২৩৫ ফুট (৯৮৬ মিটার) রুমা, বান্দরবান
  • বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ট্রেকিং রুট।
মাইথাই জামা হাফং ৩,১৭৪ ফুট (৯৬৭ মিটার) বিলাইছড়ি, রাঙামাটি
  • ২০১৪ সালে বিডি এক্সপ্লোরার দ্বারা চূড়া অভিযানের সময় উচ্চতা মাপা হয়।
থিংদৌল তে ত্ল্যাং ৩,১৪৯ ফুট (৯৬০ মিটার) রুমা, বান্দরবান
  • লম্বরক রেঞ্জের সর্বোচ্চ চূড়া।
  • ২০১২ সালে বিডি এক্সপ্লোরার দ্বারা চূড়া অভিযানের সময় উচ্চতা মাপা হয়।[১]
মুখ্রা থুথাই হাফং ৩,১২৯ ফুট (৯৫৪ মিটার) বিলাইছড়ি, রাঙামাটি
  • ২০১৩ সালে উচ্চতা পরিমাপ করা হয়
১০ কপিতাল ৩,০৯৪ ফুট (৯৪৩ মিটার) রুমা, বান্দরবান
  • এই সমতল পর্বতশৃঙ্গটি একসময় মিজোরামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর লুকানোর জায়গা হিসাবে ব্যবহৃত হত।
১১ ক্রেইকুং তং/ন্যারা্ম্ ত্ল্যাং ৩,০৮৩ ফুট (৯৪০ মিটার) রুমা, বান্দরবান
  • ২০১২ সালে বিডি এক্সপ্লোরার দ্বারা চূড়া অভিযানের সময় উচ্চতা মাপা হয়।
১২ রাং ট্লাং মাপা হয়নি বিলাইছড়ি, রাঙামাটি
১৩ নাসাই হুম ৩,০০৫ ফুট (৯১৬ মিটার) থানচি, বান্দরবান
  • বাংলাদেশের সবচেয়ে দক্ষিণ-পূর্ব কোণের চূড়া।
  • ২০১১ সালে ডি-ওয়ে এক্সপেডিটরস অ্যান্ড নেচার অ্যাডভেঞ্চার ক্লাব কর্তৃক সাঙ্গু উৎসের যৌথ অভিযানের সময় উচ্চতা পরিমাপ করা হয়।[২]
১৪ আইয়াং ত্লং ৩,২৯৮ ফুট (১,০০৫ মিটার) থানচি, বান্দরবান [৩]
  • ২০১৯ সালে প্রকৌশলী জ্যোতির্ময় ধর , সর্ব প্রথম একজন প্রথম বাংলাদেশী হিসেবে চূড়াটিতে আরোহণ করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Wikiloc - Expedition:Scaling unknown Heights By-BD Explorer trail - Ruma Bāzār (Bangladesh)- GPS track"Wikiloc - GPS trails and waypoints of the World 
  2. "Panoramio - Photo of "NASAI- HUM" / most S.E corner Peak (3005+ ft)"। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৬ 
  3. "থানচিতে মিলল ৩২৯৮ ফুটের নতুন পর্বতশৃঙ্গের খোঁজ"। ২০১৯-১২-২৩। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১৬