বাংলাদেশের অর্থমন্ত্রী
বাংলাদেশের মন্ত্রিসভার সদস্য
অর্থমন্ত্রী হচ্ছেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রধান।[১] পাঁচ (৫) বছরের জন্যে ক্ষমতাসীন দলের প্রধান কর্তৃক মনোনীত ও রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়ে মন্ত্রীপরিষদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে পরিচিত এই পদে অধিষ্ঠিত হতে হয়। অর্থমন্ত্রীকে অন্যান্য সকল মন্ত্রণালয় ও বিভাগের সাথে কাজ করতে হয় এবং প্রতিটি তহবিল সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।[১]
অর্থমন্ত্রী | |
---|---|
দায়িত্ব পদশূন্য ৬ আগস্ট ২০২৪ থেকে | |
অর্থ মন্ত্রণালয় | |
মনোনয়নদাতা | প্রধানমন্ত্রী |
নিয়োগকর্তা | রাষ্ট্রপতি |
মেয়াদকাল | ৫ বছর |
সর্বপ্রথম | মুহাম্মদ মনসুর আলী |
গঠন | ১৯৭১ |
ওয়েবসাইট | mof.gov.bd |
অর্থমন্ত্রী প্রতি বছর সরকারের বাজেট উপস্থাপন করে থাকেন।
মন্ত্রী ও উপদেষ্টাগণের তালিকা
সম্পাদনাবাংলাদেশের অর্থমন্ত্রী ও অর্থউপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গের তালিকা নিম্নরূপ:
- রাজনৈতিক দল
বাংলাদেশ আওয়ামী লীগ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জাতীয় পার্টি
নির্দলীয়
ক্রম | নাম | প্রতিকৃতি | পদবী | দায়িত্ব গ্রহণ | দায়িত্ব হস্তান্তর | রাজনৈতিক দল |
---|---|---|---|---|---|---|
১ | ক্যাপ্টেন এম. মনসুর আলী | মন্ত্রী | ১১ এপ্রিল ১৯৭১ | ১২ জানুয়ারি ১৯৭২ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২ | তাজউদ্দীন আহমদ | মন্ত্রী | ১৩ জানুয়ারি ১৯৭২ | ১৬ মার্চ ১৯৭৩ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
৩ | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী/রাষ্ট্রপতি (অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে) |
প্রধানমন্ত্রী/রাষ্ট্রপতি | ১৬ মার্চ ১৯৭৩ | ২৬ অক্টোবর ১৯৭৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
৪ | ড. এ. আর. মল্লিক | মন্ত্রী | ২৬ অক্টোবর ১৯৭৪ | ২৬ নভেম্বর ১৯৭৫ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
৫ | ড. মির্জা নূরুল হুদা (অর্থ-উপদেষ্টা) |
মন্ত্রী | ২৬ নভেম্বর ১৯৭৫ | ১৪ এপ্রিল ১৯৭৯ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
৬ | ড. মির্জা নূরুল হুদা | মন্ত্রী | ১৪ এপ্রিল ১৯৭৯ | ২৪ এপ্রিল ১৯৮০ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
৭ | এম. সাইফুর রহমান | মন্ত্রী | ২৫ এপ্রিল ১৯৮০ | ১১ জানুয়ারি ১৯৮২ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
৮ | ড. ফসিউদ্দিন মাহতাব | মন্ত্রী | ১২ জানুয়ারি ১৯৮২ | ৬ মার্চ ১৯৮২ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
৯ | এ. এম. এ. মুহিত | মন্ত্রী | ৩১ মার্চ ১৯৮২ | ৯ জানুয়ারি ১৯৮৪ | জাতীয় পার্টি | |
১০ | মোহাম্মদ সাইদুজ্জামান (অর্থ-উপদেষ্টা) |
উপদেষ্টা | ৯ জানুয়ারি ১৯৮৪ | ২৯ নভেম্বর ১৯৮৬ | জাতীয় পার্টি | |
১১ | মোহাম্মদ সাইদুজ্জামান | মন্ত্রী | ৩০ নভেম্বর ১৯৮৬ | ২৬ ডিসেম্বর ১৯৮৭ | জাতীয় পার্টি | |
১২ | এয়ার ভাইস মার্শাল (অবঃ) এ. কে. খন্দকার | মন্ত্রী | ২৭ ডিসেম্বর ১৯৮৭ | ২২ মার্চ ১৯৯০ | জাতীয় পার্টি | |
১৩ | মেজর জেনারেল (অবঃ) এম. এ. মুন'এম | মন্ত্রী | ২২ মার্চ ১৯৯০ | ৬ ডিসেম্বর ১৯৯০ | জাতীয় পার্টি | |
১৪ | কফিল উদ্দিন মাহমুদ | মন্ত্রী | ১০ ডিসেম্বর ১৯৯০ | ২৭ ডিসেম্বর ১৯৯০ | জাতীয় পার্টি | |
১৫ | প্রফেসর রেহমান সোবহান (অর্থ-উপদেষ্টা) |
উপদেষ্টা | ২৭ ডিসেম্বর ১৯৯০ | ২০ মার্চ ১৯৯১ | নির্দলীয় (তত্ত্বাবধায়ক সরকার) | |
১৬ | এম. সাইফুর রহমান | মন্ত্রী | ২০ মার্চ ১৯৯১ | ৩০ মার্চ ১৯৯৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
১৭ | ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ (অর্থ-উপদেষ্টা) |
উপদেষ্টা | ৩০ মার্চ ১৯৯৬ | ২৩ জুন ১৯৯৬ | নির্দলীয় (তত্ত্বাবধায়ক সরকার) | |
১৮ | শাহ এ. এম. এস. কিবরিয়া | মন্ত্রী | ২৩ জুন ১৯৯৬ | ১৬ জুলাই ২০০১ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
১৯ | এম. হাফিজ উদ্দিন খান (অর্থ-উপদেষ্টা) |
উপদেষ্টা | ১৬ জুলাই ২০০১ | ১০ অক্টোবর ২০০১ | নির্দলীয় (তত্ত্বাবধায়ক সরকার) | |
২০ | এম. সাইফুর রহমান | মন্ত্রী | ১০ অক্টোবর ২০০১ | ২৮ অক্টোবর ২০০৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
২১ | ড. আকবর আলি খান (অর্থ-উপদেষ্টা) |
উপদেষ্টা | ৩১ অক্টোবর ২০০৬ | ১২ ডিসেম্বর ২০০৬ | নির্দলীয় (তত্ত্বাবধায়ক সরকার) | |
২২ | ড. সোয়েব আহমেদ (অর্থ-উপদেষ্টা) |
উপদেষ্টা | ১৩ ডিসেম্বর ২০০৬ | ১১ জানুয়ারি ২০০৭ | নির্দলীয় (তত্ত্বাবধায়ক সরকার) | |
২৩ | ড. এ. বি. মির্জ্জা মোঃ আজিজুল ইসলাম (অর্থ-উপদেষ্টা) |
উপদেষ্টা | ১৪ জানুয়ারি ২০০৭ | ৬ জানুয়ারি ২০০৯ | নির্দলীয় (তত্ত্বাবধায়ক সরকার) | |
২৪ | এ. এম. এ. মুহিত | মন্ত্রী | ৬ জানুয়ারি ২০০৯ | ৬ জানুয়ারি ২০১৯ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২৫ | আ হ ম মোস্তফা কামাল | মন্ত্রী | ৭ জানুয়ারি ২০১৯ | ১0 জানুয়ারি ২০২৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২৬ | এ. এইচ. মাহমুদ আলী | মন্ত্রী | ১১ জানুয়ারি ২০২৪ | ৫ আগস্ট ২০২৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২৭ | সালেহউদ্দিন আহমেদ | উপদেষ্টা | ৮ আগস্ট ২০২৪ | অদ্যাবধি | নির্দলীয় (ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার) |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়"। ১২ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৫।
বহিঃসংযোগ
সম্পাদনা- অর্থ মন্ত্রণালয় - সরকারি তথ্য বাতায়ন।