বাঁশদহ ইউনিয়ন

সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর উপজেলার একটি ইউনিয়ন

বাঁশদহ ইউনিয়ন খুলনা বিভাগের অন্তর্গত সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদরের একটি ইউনিয়ন।[২]

বাঁশদাহ
ইউনিয়ন
০১ নং বাঁশদহা ইউনিয়ন পরিষদ
বাঁশদাহ খুলনা বিভাগ-এ অবস্থিত
বাঁশদাহ
বাঁশদাহ
বাঁশদাহ বাংলাদেশ-এ অবস্থিত
বাঁশদাহ
বাঁশদাহ
বাংলাদেশে বাঁশদহ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২৫′৪৮″ উত্তর ৮৯°২′৫৮″ পূর্ব / ২২.৪৩০০০° উত্তর ৮৯.০৪৯৪৪° পূর্ব / 22.43000; 89.04944 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাসাতক্ষীরা জেলা
উপজেলাসাতক্ষীরা সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • ইউপি চেয়ারম্যানমাস্টার মফিজুর রহমান
আয়তন
 • মোট২১.৯৬ বর্গকিমি (৮.৪৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)
 • মোট১৯,১৪৪ [১]
সাক্ষরতার হার
 • মোট৩৯.৯০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

বাঁশদহা ইউনিয়নের আয়তন ৫৪২৫ একর[১] (২১.৯৬ বর্গ কিলোমিটার)

জনসংখ্যা সম্পাদনা

২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী বাঁশদহা ইউনিয়নের লোকসংখ্যা ১৯,১৪৪ জন। এর মধ্যে পুরুষ ৯,৭৯৭ জন এবং মহিলা ৯,৩৪৭ জন।

অবস্থান ও আয়তন সম্পাদনা

বাঁশদহা ইউনিয়নের উত্তরে আইচ পাড়া, দক্ষিণে ভবানী পুর, পূর্ব দিকে পাঁচ রখী, পশ্চিম দিকে হাওয়াল খালী। সাতক্ষীরা হতে ইউনিয়ন পরিষদে আসতে হলে মাধব কাটি হতে সোজা পশ্চিম দিকে মাত্র ৬ কিঃ মিঃ।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

বাঁশদহা ইউনিয়ন সাতক্ষীরা সদর উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। ইউনিয়নে দুইটি হাট রয়েছেঃ বাঁশদহা হাট এবং রেউই হাট।

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

বাঁশদহা ইউনিয়নের সাক্ষরতার হার ৩৯.৯০%। এ ইউনিয়নে ১টি কলেজ, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা ও ৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৩]

ধর্মীয় অবকাঠামো সম্পাদনা

বাঁশদহা ইউনিয়নে ৪৪ টি মসজিদ, ০৬টি মন্দির, ১৫টি ঈদগাহ রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সাতক্ষীরা সদর উপজেলা - বাংলাপিডিয়া"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১২ 
  2. "বাঁশদহা ইউনিয়নের ইতিহাস | বাঁশদহ ইউনিয়ন | বাঁশদহ ইউনিয়ন"। ২০১৭-১২-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১২ 
  3. "বাঁশদহ ইউনিয়ন | বাঁশদহ ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১২ 

বহিঃসংযোগ সম্পাদনা

বাঁশদহ ইউনিয়নের তথ্য বাতায়ন