বসুন্ধরা (১৯৮৩-এর চলচ্চিত্র)
বসুন্ধরা শেখর চট্টোপাধ্যায় রচিত ও পরিচালিত ১৯৮৩ সালের বাংলা ভাষার ভারতীয় নাট্য চলচ্চিত্র।[১] এটি সংযুক্তা ফিল্মসের ব্যানারে নির্মিত। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, রাজেন তরফদার,[২] রবি ঘোষ ও লিলি চক্রবর্তী। এটি ৩১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য রাষ্ট্রপতির রৌপ্য পদক অর্জন করে।[৩]
বসুন্ধরা | |
---|---|
পরিচালক | শেখর চট্টোপাধ্যায় |
রচয়িতা | শেখর চট্টোপাধ্যায় |
শ্রেষ্ঠাংশে | |
চিত্রগ্রাহক | সত্য রায় |
সম্পাদক | নানা বসু |
প্রযোজনা কোম্পানি | সংযুক্তা ফিল্মস্ |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
অভিনয়শিল্পীদল
সম্পাদনা- সৌমিত্র চট্টোপাধ্যায় - শিশির
- রাজেন তরফদার - সাহা
- রবি ঘোষ
- জ্ঞানেশ মুখোপাধ্যায়
- শেখর চট্টোপাধ্যায়
- উত্তীয় দেব
- অরবিন্দ ভট্টাচার্য
- সতীনাথ মুখোপাধ্যায়
- মন্টু ঘোষ
- উৎপল রায়
- কল্যাণ চক্রবর্তী
- বাদল মান্না
- শঙ্কর মুখোপাধ্যায়
- সুব্রত ভট্টাচার্য
- আলোক রায়চৌধুরী
- সাধনা রায়চৌধুরী
- লিলি চক্রবর্তী
- সোমা মুখার্জী
- দীপিকা ভট্টাচার্য
- মহুয়া চ্যাটার্জী
- শিপ্রা চ্যাটার্জী
- প্রজ্ঞা ভট্টাচার্য
- রঙ্গনাথ দে
- নিমাই পাল
- সোমনাথ মুখার্জী
- সরোজ দেব
- আলি আনম
- মনোরঞ্জন বর
- পাঁচু খান
- গৌর গোস্বামী
- জয় গাঙ্গুলী
- অরুণ গুহঠাকুরতা
- সুপ্রিয় সিনহা
- সনৎ নিয়োগী
- সুজন ভট্টাচার্য
- মৃণাল চ্যাটার্জী
সঙ্গীত
সম্পাদনাবসুন্ধরা চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন রনেন রায় ও মন্টু ঘোষ।
পুরস্কার
সম্পাদনাবছর | পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|---|
১৯৮৪ | ৩১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য রাষ্ট্রপতির রৌপ্য পদক | শেখর চট্টোপাধ্যায় | বিজয়ী | [৩] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কলকাতার কড়চা - স্মরণ"। আনন্দবাজার পত্রিকা। ৯ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২৪।
- ↑ চৌধুরী, তপন মল্লিক (১৮ ফেব্রুয়ারি ২০১৯)। "বাংলা চলচ্চিত্রে সাহিত্য থেকে সমকালের প্রতিচ্ছবি"। ডেইলিও। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২৪।
- ↑ ক খ "31st National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে বসুন্ধরা (ইংরেজি)
- রটেন টম্যাটোসে বসুন্ধরা (ইংরেজি)