বসন্ত দেব (১৯২৯-১৯৯৬) একজন ভারতীয় লেখক, গীতিকার, চিত্রনাট্যকার ও শিক্ষায়তনিক ব্যক্তি ছিলেন। তিনি ১৯৮০-এর দশকে শ্যাম বেনেগল, গোবিন্দ নিহলানিমহেশ ভাটদের মত পরিচালকদের সাথে হিন্দি সমান্তরাল চলচ্চিত্রে কাজ করেছেন। ১৯৮৫ সালে সারাংশ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ গীত বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং পরের বছর উৎসব চলচ্চিত্রের "মন কিউঁ বহকা" গানের জন্য তিনি শ্রেষ্ঠ গীতিকার বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।

বসন্ত দেব
জন্ম১৯২৯
মৃত্যু১৯৯৬
পেশালেখক, গীতিকার, চিত্রনাট্যকার
পুরস্কারপূর্ণ তালিকা

তিনি মারাঠি ভাষায় নাটক ও কবিতা লিখতেন এবং মারাঠি থেকে হিন্দি ভাষায় অনুবাদক ছিলেন। তার অনূদিত অসংখ্যবার মঞ্চস্থ একটি নাটক হল জাত হি পুচো সাধু কি[]

কর্মজীবন

সম্পাদনা

দেব মহেশ ভাটের সারাংশ (১৯৮৪) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ গীত বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। একই বছর গিরিশ কারনাড তার উৎসব চলচ্চিত্রের জন্য সংস্কৃত শব্দ সংবলিত গীতের পরিকল্পনা করেন এবং বসন্ত দেবকে এই চলচ্চিত্রের গান লিখতে বলেন।[] দেব এই চলচ্চিত্রের জন্য "মন কিউঁ বহকা", "নীলম পে", "মেরা মন বাজা মৃদঙ্গ" ও "সাঁঝ ঢালে গগন তলে" এই চারটি গান লিখেন। প্রথমোক্ত গানের জন্য তিনি শ্রেষ্ঠ গীতিকার বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।[]

শ্যাম বেনেগল ভারত এক খোঁজ (১৯৮৮-৮৯) টেলিভিশন ধারাবাহিকের জন্য বসন্ত দেবকে ঋগ্বেদ-এর সংস্কৃত শ্লোক হিন্দিতে অনুবাদ করতে বলেন। এতে সুর প্রদান করেন বনরাজ ভাটিয়া।

দেব বিজয় তেন্ডুলকরের মারাঠি নাটক পাহিজে জাতিচে-এর হিন্দি ভাষায় জাত হি পুচো সাধু কি নামে অনুবাদ করেন, যা অসংখ্যবার মঞ্চস্থ হয়।[]

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
বছর পুরস্কার বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
১৯৮৫ ৩২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ গীত সারাংশ বিজয়ী []
১৯৮৬ ৩৩তম ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ গীতিকার "মন কিউঁ বহকা" (উৎসব) বিজয়ী []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Jaat Hi Pucho Sadhu Ki: A comic take on our society's predicaments"দ্য টাইমস অব ইন্ডিয়া। ১০ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৪ 
  2. "The Making of Girish Karnad's 'Utsav,' a Film Ahead of Its Time"দ্য ওয়্যার (ইংরেজি ভাষায়)। ২৬ জুলাই ২০২৪। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৪ 
  3. পাওয়েলস ২০০৭, পৃ. ৮৩।
  4. "Lucknowites laughed out loud watching this play"দ্য টাইমস অব ইন্ডিয়া। ২৩ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৪ 
  5. "32nd National Film Awards" (পিডিএফ)। Directorate of Film Festivals। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৪ 
  6. "The Filmfare Awards Winners – 1985"দ্য টাইমস গ্রুপ। ১৪ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৪ 

আরও পড়ুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা