বর্ষা প্রিয়দর্শিনী

ভারতীয় অভিনেত্রী

বর্ষা প্রিয়দর্শিনী (জন্ম: ৭ আগস্ট ১৯৮৪) [২] একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি মূলত ওড়িয়া এবং বাংলা সিনেমাতে কাজ করেন ।তিনি তার প্রতিষ্ঠান সম্মানিতার মাধ্যমে সামাজিক কাজও করেন ।যা নিঃস্ব শিশুদের শিক্ষা প্রদান এবং নারী ক্ষমতায়নের কাজ করে।

বর্ষা প্রিয়দর্শিনী
বর্ষা প্রিয়দর্শিনী
জন্ম৭ আগস্ট ১৯৮৪[১]
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনশৈলবালা মহিলা কলেজ, কটক
পেশা
  • অভিনেত্রী
  • মডেল
কর্মজীবন২০০১-বর্তমান
উচ্চতা৫ ফুট ৬ ইঞ্চি
দাম্পত্য সঙ্গীঅনুভব মোহান্তি

প্রথম জীবন সম্পাদনা

তার মা সুপরিচিত অভিনেত্রী দীপা সাহু। বর্ষা তার মাকে ছবিতে দেখে প্রভাবিত হয়েছিলেন। তারা তিন বোন। তাদের মধ্যে বর্ষা কনিষ্ঠ। তার মা ব্রাহ্মণ এবং পিতা খন্দায়ত।[৩]

পেশা সম্পাদনা

বর্ষা মা ও গোলামগিরির মতো ছবিতে শিশু শিল্পীর চরিত্রে শিশু শিল্পীর চরিত্রে অভিনয় করেছিলেন। পরে তিনি ইটিভিতে ওড়িয়া সিরিয়াল পানাতকানীতে অভিনয় করেছিলেন। এটি তার প্রথম টেলিভিশন সিরিজ ছিল।তিনি ছোট থেকে একজন অভিনেত্রী হতে চেয়েছিলেন । তিনি ফ্যাশন মডেল হিসাবে তার কেরিয়ার শুরু করেছিলেন। তিনি শীঘ্রই সিনেমার অফার পেতে শুরু করেছিলেন । অবশেষে ২০০১ সালে বাংলা ছবি বাজির মাধ্যমে তিনি সিনেমায় নায়িকা হিসেবে অভিনয়ের সূচনা করেছিলেন । ছবিটি সেভাবে নজর কাড়তে পারে নি এবং তিনিও মানুষের মনে দাগ কাটতে পারেন নি। এরপরে তিনি ২০০৩ সালে সাবাতা মা নামে চলচ্চিত্রের মাধ্যমে ওড়িয়া চলচ্চিত্রে পা রাখেন। তিনি যদিও এর মধ্যে সফল মডেলিং কেরিয়ার উপভোগ করেছিলেন । ৭ বছর পর তিনি ২০০৮ সালে স্বপন সাহার ছবি জোর এর মাধ্যমে আবারও বাংলা সিনেমায় হাজির হন। এই ছবিটি খুব হিট হয় এবং তার অভিনয় ও বেশ প্রশংসিত হয়েছিল। এরপরে তাকে আর ফিরে তাকাতে হয়নি।

পরের দু'বছরে তিনি গোলমাল, লাভ স্টোরি, এবং হাসি খুশি ক্লাবের মতো আরও প্রায় ৫ টি বাংলা চলচ্চিত্র করেছিলেন। ২০১০ সাল থেকে তিনি কেবল ওড়িয়া ছবিতে মনোনিবেশ করেছেন । তিনি সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা উড়ে অভিনেত্রী। তিনি এ পর্যন্ত ৩০ টি ওড়িয়া ছবিতে কাজ করেছেন ।তিনি চলচ্চিত্র জগতের অনেক খ্যাতনামাদের সাথে কাজ করেছেন। তার চলচ্চিত্র নিমকি একটি রাজনৈতিক সিনেমা ছিল। যা অনেক বিতর্ক সৃষ্টি করেছিল। তিনি এই ছবিতে নিবেদিতা নায়েকের চরিত্রে অভিনয় করেছিলেন ।যা নির্বাচনের বছর ২০১৯ সালে মুক্তি পেয়েছিল।অনেকের মতে এর মাধ্যমে নবীন পট্টনায়ক এর বিজু জনতা দলের প্রতি মানুষের ভোট টানতে এই সিনেমা বানানো হয়েছিল।[৪]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

২০১৪ সালে তিনি ওড়িয়া অভিনেতা অনুভব মোহান্তিকে বিয়ে করেন।[৫]

চলচ্চিত্র তালিকা সম্পাদনা

বছর সিনেমা ভাষা ভুমিকা পরিচালক সহ অভিনেতা সূত্র
২০০১ বাজি বাংলা
২০০৩ আএ জুগারা ক্রুষ্ণা সুদামা ওড়িয়া ভাষা হর পট্ট‌নায়ক মিঠুন চক্রবর্তী
২০০৩ সাবাতা মা ওড়িয়া
২০০৫ তাতে মো রানা ওড়িয়া
২০০৫ তু মো আখিরা তারা ওড়িয়া
২০০৫ থ্যাংক ইউ ভগবান ওড়িয়া হর পট্ট‌নায়ক
২০০৬ তোপে সিদুরা দি লোহা ওড়িয়া
২০০৭ এ মানা মানেনা ওড়িয়া
২০০৭ অগ্নিশিখা ওড়িয়া
২০০৮ নেই জারে মেঘা মতে ওড়িয়া
২০০৮ জোর(২০০৮-এর চলচ্চিত্র) বাংলা সুমি স্বপন সাহা জিৎ(অভিনেতা)
২০০৮ গোলমাল (২০০৮-এর চলচ্চিত্র) বাংলা খুশি স্বপন সাহা যীশু সেনগুপ্ত
২০০৮ লাভ স্টোরি (২০০৮-এর চলচ্চিত্র) বাংলা নন্দিনী রাজ মুখার্জি‌ অংশুমান পরাশর
২০০৮ টক্কর (২০০৮-এর চলচ্চিত্র) বাংলা তিথি স্বপন সাহা অরিন্দম রায়
২০০৯ হাসি খুশি ক্লাব বাংলা হিয়া শঙ্খ বন্দ্যোপাধ্যায় জিৎ (অভিনেতা)
২০০৯ সুনা ছাধেই ম রুপা ছাধেই ওড়িয়া রাণী হিমাংশু পারিজা অনুভব মোহান্তি
২০০৯ ধীরে ধীরে প্রেমা হেলা ওড়িয়া
২০০৯ প্রেম রোগী ওড়িয়া
২০১০ টাপুর টুপুর বৃষ্টি পরে বাংলা শুভ্রা/তুশি অমিত ঘোষ রজত গাঙ্গুলি [৬][৭]
২০১০ তু থিলে ম দারা কাহাকু ওড়িয়া
২০১০ শুভ বিবাহ ওড়িয়া
২০১০ আমা ভিতরে কিচ্ছি আছি ওড়িয়া
২০১০ কিসে দাকুছি কউথি মতে ওড়িয়া
২০১০ দিওয়ানা ওড়িয়া
২০১১ চাতিরে লিখেছি তোরই না ওড়িয়া
২০১১ অচেনা প্রেম বাংলা তনু অমিত ঘোষ আকাশ
২০১১ বালুঙ্গা তোকা ওড়িয়া প্রীতি সুধাকর বসন্ত অনুভব মোহান্তি
২০১১ সামথিং সামথিং ওড়িয়া
২০১২ ম্যাট্রিক ফেল ওড়িয়া
২০১২ পরশুরাম ওড়িয়া
২০১৩ প্রেমা সাবুথু বালাবান ওড়িয়া
২০১৩ মো দুনিয়া তু হি তু ওড়িয়া পায়েল সুধাকর বসন্ত অনুভব মোহান্তি
২০১৩ হাতা ধারি চালুথা ওড়িয়া সম্পূর্ণা হিমাংশু পারিজা অনুভব মোহান্তি
২০১৩ কেহি জানে ভালা লাগেরে ওড়িয়া
২০১৪ সামথিং সামথিং ২ ওড়িয়া শায়রা বানু ও ভূমি সুধাকর বসন্ত অনুভব মোহান্তি
২০১৪ মেন্টাল ওড়িয়া
২০১৫ গাপা হেলে বি সাতা ওড়িয়া
২০১৬ গতে সুয়া গতে শারি ওড়িয়া
২০১৬ ছাতি তলে ডিঙ ডং ওড়িয়া
২০১৭ রোমিও জুলিয়েট ওড়িয়া সুধাকর বসন্ত অরিন্দম রায়
২০১৯ নিমকি ওড়িয়া নিবেদিতা নায়েক সুশান্ত মনি অনুভব মোহান্তি
২০১৯ কুইন ওড়িয়া

পুরস্কার সম্পাদনা

  • সেরা অভিনেত্রী আমা ভিটরে কিচি আচি এর জন্য
  • ২০১৩ সালে "কিছু কিছু" এর জন্য তারং সিনেমা পুরস্কার
  • ২০১৪ সালে "প্রেমা সবুঠু বালবান" এর জন্য রাষ্ট্রীয় পুরস্কার
  • সেরা অভিনেত্রী রাজ্য পুরস্কার
  • ২ টি তারং সিনেমা পুরস্কার
  • ২ টি ইটিভি সেরা অভিনেত্রী পুরস্কার
  • লালচাঁদ সুপারস্টার পুরস্কার (সমালোচকদের পছন্দ)
  • নক্ষত্র সেরা অভিনেত্রী পুরস্কার
  • ৩ বার সিনেমা জগতের সেরা অভিনেত্রী পুরস্কার
  • ৩ বার চলচ্চিত্র জগত সেরা অভিনেত্রী
  • ছাতি টেল ডিং ডংয়ের জন্য ওড়িশা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (সেরা অভিনেত্রী)[৮]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Archita Sahu - Movies, Photos, Videos, News, Biography, Birthday"OllywoodMovie.com (ইংরেজি ভাষায়)। ৫ জুলাই ২০২০। ১৬ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২০ 
  2. "Barsha Priyadarshini | Bollywood Bash"www.bollywoodbash.in (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৭-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-০৬ 
  3. "Barsha Priyadarshini Oriya Actress Biography, Photos, Videos"ORIYA NEWS (ইংরেজি ভাষায়)। ২০১১-০৮-০২। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৪ 
  4. "Barsha Priyadarshini (Varsha) Biography, Age, Husband, Children, Family, Caste, Wiki & More"www.celebrityborn.com। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৪ 
  5. "জনপ্রিয় অভিনেতা তথা বিজেডি সাংসদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর"Hindustantimes Bangla। ২০২০-০৯-০৭। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৪ 
  6. "TAPUR TUPUR BRISHTI PORE (2010) Bengali Movie Review: TERRIBLE REHASH OF AGNI PARIKSHA – Calcutta Tube" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৪ 
  7. FilmiClub। "Tapur Tupur Brishti Pore (2010)"FilmiClub (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৪ 
  8. odia360। "Barsha Priyadarshini Height, Weight, Age, Husband, Family, Biography & Wiki"Odia360.Com, Odisha News,Biography,Odia new movie,Wallpapers,Odia song, (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৪ 

বহিঃসংযোগ সম্পাদনা