বরগুনা পৌরসভা

বরগুনা জেলার একটি পৌরসভা

বরগুনা পৌরসভা বাংলাদেশের বরগুনা শহরের একটি নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা। ১৯৭৩ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। [৩] এটি একটি ক শ্রেনীর পৌরসভা। [৪]

বরগুনা পৌরসভা
স্থানীয় সরকার
পৌরসভার প্রতীক
ইতিহাস
শুরু১৯৭৩ (1973)
নতুন অধিবেশন শুরু২০২০ (2020)
নির্বাচন
এফপিটিপি
সর্বশেষ নির্বাচন
২০১১ (2011)
সভাস্থল
বরগুনা পৌরসভা কার্যালয়
ওয়েবসাইট
www.bargunamunicipality.gov.bd

ইতিহাস সম্পাদনা

প্রশাসনিক সুবিধার জন্য অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে বরগুনার বিষখালী নদীর তীরে ফুলঝুড়িতে একটা অস্থায়ী পুলিশ ফাঁড়ি নির্মাণ করা হয়। পরবর্তীতে ১৯০৪ সালে আমতলী থানা থেকে আলাদা করে বরগুনাকে একটি স্থায়ী থানা হিসেবে প্রতিষ্ঠা করা হয়। ১৯৬৯ সালের ১লা জানুয়ারীতে পটুয়াখালী জেলায় উন্নীত হলে, বরগুনা পটুয়াখালী জেলার অন্তর্ভুক্ত হয় ও এর একটি মহকুমায় রূপান্তরিত হয়। বেতাগী, বামনা, পাথরঘাটা, আমতলীবরগুনা সদর থানা এই মহকুমায় অন্তর্ভুক্ত হয়। ১৯৭৩ সালের ২৩শে জুলাই “গ” শ্রেণীর পৌরসভা হিসেবে বরগুনা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি বরগুনা মহকুমা জেলায় রূপান্তরিত হয়। ১৯৯৫ সালে বরগুনা পৌরসভা “খ” শ্রেণীতে এবং ১৯৯৯ সালে “ক” শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। [৫]

প্রশাসনিক অবকাঠামো সম্পাদনা

বরগুনা পৌরসভার আয়তন ১৫.৫৮ বর্গ কিলোমিটার। [৩][৬] ৯ টি ওয়ার্ড ও ১৮টি মহল্লা নিয়ে এ পৌরসভাটি গঠিত। [৭] এ ৯টি ওয়ার্ডে ৯জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম বরগুনা সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১০৯নং নির্বাচনী এলাকা বরগুনা-১ এর অংশ।

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরগুনা পৌরসভার মোট জনসংখ্যা ৩২,২৩৫ জন। এর মধ্যে পুরুষ ১৬,৬৯৭ জন এবং মহিলা ১৫,৫৩৮ জন। মোট পরিবার ৭,৩৫৩টি।[৮]

শিক্ষা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরগুনা পৌরসভার সাক্ষরতার হার ৭৫.৯%।[৮] উচ্চ শিক্ষার জন্য বরগুনা পৌর এলাকায় ২ টি সরকারি কলেজ ও ১টি বেসরকারি মহিলা কলেজ রয়েছে। প্রাথমিক শিক্ষার জন্য ১৩টি প্রাথমিক বিদ্যালয় ও ৬টি মাদ্রাসা রয়েছে। [৩]

উল্লে­খযোগ্য স্থান ও স্থাপনা সম্পাদনা

  • নাথপট্টি পৌর পার্ক
  • সার্কেট হাউজ ময়দান
  • সদর রোড মসজিদ
  • সার্বজনীন আখড়াবাড়ি মন্দির
  • কালিবাড়ি মন্দির
  • রথতলা জগন্নাথ মন্দির,থানাপাড়া

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বরগুনা পৌরসভার মেয়র ও কাউন্সিলর বৃন্দ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২১ 
  2. "রাজশাহী, রংপুর, খুলনা,ও বরিশাল বিভাগের বিজয়ী মেয়র প্রার্থীদের তালিকা"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২০ 
  3. "এক নজরে বরগুনা পৌরসভা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "পৌরসভার তালিকা" (পিডিএফ)স্থানীয় সরকার বিভাগ। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. বরগুনা জেলার ইতিহাস (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. বরগুনা জেলা পরিসংখ্যান ২০১১ (পিডিএফ)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। পৃষ্ঠা ৮৩। ১৩ নভেম্বর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৫ 
  7. "বরগুনা পৌরসভা ওয়ার্ড সমূহ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা