বয়েজ অব বাংলাদেশ
বয়েজ অব বাংলাদেশ (জনপ্রিয় সংক্ষিপ্ত রূপ BoB, পূর্ব নাম Boys Only Bangladesh) [২] হলো দেশে এবং বিদেশে বসবাসকারী আত্ম-স্বীকৃত বাংলাদেশী সমপ্রেমী ছেলেদের সবচেয়ে পুরোনো চলমান এবং বৃহত্তম নেটওয়ার্ক। ঢাকায় অবস্থিত, এই অনিবন্ধিত, তহবিলহীন ও অনানুষ্ঠানিক সংগঠনটি স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত হয়।[৩] বয়েজ অব বাংলাদেশ ২০০২ সালে যাত্রা শুরু করে। শুরু থেকেই সংগঠনটি একটি ওয়েবসাইট, একটি ইয়াহু গ্রুপ[৪] ও একটি ফেসবুক পেজকে [৫] প্রাথমিক নেটওয়ার্কিং এবং যোগাযোগ মাধ্যম হিসাবে ব্যবহার করে আসছে।
![]() ববের লগো | |
সংক্ষেপে | BoB (বব) |
---|---|
নীতিবাক্য | To build a strong gay community along with addressing, promoting and protecting the LGBTI rights.[১] |
গঠিত | ২ নভেম্বর ২০০২ |
ধরন | বেসরকারি সংস্থা |
উদ্দেশ্য | এলজিবিটি অধিকার আদায় ও বাস্তবায়ন |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | ইংরেজি, বাংলা |
ওয়েবসাইট | www |
অনলাইন কার্যক্রমের পাশাপাশি, BoB সচেতনাতা বাড়াতে কর্মশালার অনুষ্ঠানের ব্যবস্থা করে, এলজিবিটি-সম্পর্কিত উত্সবে অংশ নেয় এবং পার্টি এবং বনভোজনের মতো সামাজিক কার্যক্রম আয়োজন করে।[৬] বয়েজ অব বাংলাদেশের লক্ষ্য হলো বাংলাদেশে একটি সমকামী সম্প্রদায় গড়ে তোলা এবং সংবিধানের যৌনবৈষম্যমূলক ৩৭৭ ধারা বাতিল করা।[৭]
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "Boys of Bangladesh (BoB)"। www.msmgf.org। ২৬ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৩।
- ↑ Stewart, Chuck (২০১০)। The Greenwood Encyclopedia of LGBT Issues Worldwide। Greenwood Press। পৃষ্ঠা 343। আইএসবিএন 978-0-313-34233-2। সংগ্রহের তারিখ ১০ মে ২০১১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Getting connected in Bangladesh"। www.starobserver.com.au। সংগ্রহের তারিখ ১০ মে ২০১১।
- ↑ "BoysOnlyBangladesh : Boys of Bangladesh"। groups.yahoo.com। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৩।
- ↑ "Boys of Bangladesh (BoB)"। www.facebook.com। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৩।
- ↑ "The Boys of Bangladesh"। pink-pages.co.in। ১০ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৩।
- ↑ "Bangladesh: Treatment of homosexuals including legislation, availability of state protection and support services"। Immigration and Refugee Board of Canada। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৩।