বন্ধু

বাংলা চলচ্চিত্র

বন্ধু হল একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করেন চিত্রা বসু[১] এই চলচ্চিত্রটি ১৯৫৮ সালে রঞ্জন পিকচারস প্রাইভেট লিমিটেড ব্যানারে মুক্তি পেয়েছিল এবং এই চলচ্চিত্রটি সংগীত পরিচালনা করেছিলেন নচিকেতা ঘোষ। এই চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার, মালা সিনহা, ছবি বিশ্বাস, অসিতবরণ মুখোপাধ্যায় এবং মলিনা দেবী[২]

বন্ধু
পরিচালকচিত্রা বসু
প্রযোজকরঞ্জন পিকচারস প্রাইভেট লিমিটেড
শ্রেষ্ঠাংশেউত্তম কুমার
মালা সিনহা
ছবি বিশ্বাস
অসিতবরণ মুখোপাধ্যায়
মলিনা দেবী
সুরকারনচিকেতা ঘোষ
মুক্তি১৯৫৮
দেশভারত
ভাষাবাংলা

কাহিনী সম্পাদনা

শান্তুর বাবার মৃত্যুর পর, শান্তু (অসিত বরণ) এবং শান্তুর দরিদ্র মা তার মামার বাড়িতে যায় । সেখানে শান্তুর মা অনেক কষ্ট করেন এবং অসুস্থ হয়ে পড়েন। তারপরে তারা গ্রাম পরিবর্তন করে, যেখানে শান্তু্র দীপুর (উত্তম কুমার) সাথে ভাল বন্ধুত্ব হয় এবং দীপুর দরিদ্র মা এবং বোন বসুর সাথে একটি বিশেষ বন্ধন তৈরি হয়। পরে যখন শান্তুর মা অসুস্থ হয়ে মারা যায়, তখন দিপুর মা শান্তুকে নিজের ছেলের মত করে লালনপালন করতে থাকেন। তারপর থেকেই শান্তু, দীপু আর বসু আপন ভাই-বোনের মতো একসাথে বড় হয়। দুই বন্ধু আপন ভাইয়ের মতোই সকল কিছু একসাথে করে। এক ঈর্ষাণ্বিত বন্ধুত্ব গড়ে ওঠে দুজনের মধ্যে যা সবসময় সচরাচর দেখা যায় না।

চাকরির ইন্টারভিউ থাকায় শান্তু ও দিপু দুজনেই কলকাতায় চলে যায়। সেখানে তাদের একজন ধনী লেখক এবং তার মেয়ে সুজাতার (মালা সিনহা) সাথে দেখা করে এবং বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে একটি ত্রিভুজ প্রেম-কাহিনী চলতে শুরু করে।

শ্রেষ্ঠাংশে সম্পাদনা

সাউন্ডট্রাক সম্পাদনা

সকল গানের গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার; সকল গানের সুরকার নচিকেতা ঘোষ

গান
নং.শিরোনামশিল্পীদৈর্ঘ্য
১."মালতি ভ্রমরে করে ওই কানাকানি"হেমন্ত মুখোপাধ্যায়৩:১৭
২."মৌ বোনে আজ মৌ জমেছে"হেমন্ত মুখোপাধ্যায়৩:২৩

[৩]

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা